Search box..

কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে জেনে নিন।

কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে জেনে নিন।


কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের আদাব। আশা করি সবাই ভাল আছেন। প্রতিবারের মতো আবারো আরেকটা আর্টিক্যাল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয় হলো কালোজিরার উপকারিতা ও কালোজিরা খাওয়ার নিয়ম। আমরা কম-বেশি অনেকে হয়তো জানি যে কালোজিরার গুন রয়েছে অনেক। সাধারণত ঠান্ডা লাগলে ও আমরা কালোজিরা খেয়ে থাকি। এই কালোজিরা শুধু ঠান্ডার জন্য না, আরো বিভিন্ন উপকারী গুন রয়েছে। আজকে আপনাদের মাঝে এই কালোজিরা এর গুন গুলো জানাবো। ছোট থেকে আমরা এই কালোজিরা দেখে আসছি। কালোজিরা ও মধুর কথা ও আমরা অনেক শুনে আছি।
কালোজিরায় রয়েছে অনেক ভাল ঔষুধি গুন,যা আজকে আপনারা বুঝতে পারবেন।

তবে বিশেষ করে ঠান্ডা নিরাময় এ কালোজিরা বেশি ভুমিকা রাখে।
কথা না বাড়িয়ে শুরু করা যাক, কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতাঃ

১] শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতেঃ

যে শিশুর বয়স ২ বা তার একটু বেশি, সেই সমস্ত শিশুদের কালোজিরা খাওয়ান। কারন কালোজিরা শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে সাহায্য করে। কালোজিরার তেল ও খাওয়াতে পারেন।

২] আমাশয় নিরাময়েঃ

আমাশয় রোগের জন্য কালোজিরা অনেক আগে থেকে ব্যাবহৃত হচ্ছে। কালোজিরা আমাশয় রোগের ভাল একটা কাজ করে। আমাশয় হলে এক চা -চামচ সাথে সমপরিমান কালোজিরার তেল ও মধু মিশিয়ে দিনে ৩ বার ২/৩ সপ্তাহ খেলে সেড়ে যাবে আমাশয়।

৩] বুকের দুধ বৃদ্ধি করতেঃ

যে সমস্ত মায়ের বুকের দুধের অভাব, তাদের জন্য কালোজিরা অনেক কার্যকারি। প্রতিরাতে শোয়ার আগে ৫-১০ গ্রাম৷ কালোজিরা মিহি করে দুধের সঙ্গে খেতে হবে। ১০-১৫ দিনেই দুধের প্রবাহ বেড়ে যাবে।

৪] অনিয়মিত মাসিক সমস্যায়ঃ

যে সব মেয়েদের অনিয়মিত পিরিয়ড বা মাসিক হয়। তাদের জন্য কালোজিরা অনেক উপকারী।
কাপ কাপ কাচা হলুদ বা সমপরিমাণ আতপ চাল ধোয়া পানির সাথে এক চা -চামস কালোজিরার তেল, দৈনিক তিনবার খেলে উপকার পাওয়া যাবে।

৫] যৌন সমস্যাঃ

কালোজিরা নারী-পুরুষ উভয় এর যৌন ক্ষমতা বাড়ায়। কোনো ছেলে বা মেয়ের যৌন কোনো সমস্যা থাকলে কালোজিরা খেলে উপকার পাওয়া যায়।
এক চা চামচ মাখন,এক চা চামস জাইতুন তেল সমপরিমান ও কালোজির মিশিয়ে খেলে ভাল ফল পাবেন।

৬] ডায়বেটিস নিয়ন্ত্রনেঃ

ডায়বেটিস নিয়ন্ত্রনে ব্যাপক কাজ করে এই কালোজিরা। এক চিমটি কালোজিরা প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে খাবেন।
আপনি ডায়বেটিস নিয়ন্ত্রণে ভাল ফল পাবেন।

৭] শ্বাসকষ্ট বা হাপানী রোগ সারাতেঃ

যাদের শ্বাসকষ্ট বা হাপানী রোগ আছে, তাদের জন্য কালোজিরা খুব বেশি উপকারী। যাদের এই শ্বাসকষ্ট বা হাপানী তারা প্রতিদিন খাবারের তালিকায় কালোজিরা ভর্তা রাখুন।দেখুন আপনার শ্বাসকষ্ট বা হাপানী রোগ সারাতে ব্যাপক ভুমিকা রাখে এই কালোজিরা।

৮] পাইলস সমস্যা সমাধানঃ

যাদের এই পাইলস এর সমস্যা আছে, তারা কালোজিরা খাবেন, তাদের এই সমস্যা দূর হবে।
এক চা চামস-মাখন,সমপরিমাণ তিলের তেল,এক চা চামচ কালোজিরার তেল প্রতিদিন খালি পেটে ৩/৪ সপ্তাহ খেলে উপকার পাওয়া যাবে।

৯] ব্লাড- প্রেসার নিয়ন্ত্রন রাখতেঃ

ব্লাড প্রেসার নিয়ন্ত্রন রাখতে কালোজিরা অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
প্রতিদিন সকালে, ২ টি রসুনের কোষ চিবিয়ে খেয়ে, পুরো শরীরে কালোজিরার তেল মালিশ করতে হবে। তার পর সূর্যের তাপে আধা ঘন্টার মতো থাকতে হবে। এবং এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধু সহ প্রতি সপ্তাহে ১/৩ দিন খেলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে ব্যাপক ভুমিকা পালন করবে।

১০] স্মরণ শক্তি বৃদ্ধিতেঃ

কালোজিরা স্মরন শক্তি বৃদ্ধিতে অনেক ভুমিকা পালন করে। এক চা চামস কমলার রস,এবং এক চা চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে তিন বার খাবেন, যা আপনার স্মরন শক্তি বৃদ্ধিতে অনেক সাহায্য করবে।

১১] মাথা ব্যাথা নিরাময়ঃ

কালোজিরা মাথা ব্যাথা নিয়ন্ত্রন করে। ২ চা চামচ কালোজিরার তেল মাথায় লাগালে ও ১ চা চামস কালো জিরার তেল মধু সহ দিনে তিনবার করে ২/৩ সপ্তাহ খেলে, মাথা ব্যাথা নিরাময় এর উপকার পাবেন।

১২] সর্দি সারাতেঃ

এক চা চামস কালোজিরার তেল সমপরিমাণ মধু ও এক কাপ রঙ চায়ের সাথে মিশিয়ে দিনে ৩ বার খেতে হবে। এবং এক চা চামচ কালোজিরার সাথে তুলশি পাতার রস সমপরিমান খেতে হবে। তাহলে সর্দি,কাশি দূর হবে।

বাতের ব্যাথা দূর করনেঃ

যারা এই সমস্যায় ভুগছেন তারা সেই স্থানে কালোজিরার তেল মালিশ করুন। ভাল ফল পাবেন।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে জেনে নিন। appeared first on Trickbd.com.

Grammarly Business Account Invitation শুধুমাত্র ৭ দিনের জন্য

Posted:

Howdy Everyone,

Grammarly হল একটা Writing Tool, যা আপনার লেখার ত্রুটিগুলো আপনার সামলে তুলে ধরে খুব সহজেই। আমরা অনেক সময় Email, Lab_report,presentation তৈরীর সময় ভাষাগত অনেক ভুল করে থাকি যা খুবই কষ্টের কথা। কিন্তু Grammarly তা auto detact করে খুজে বের করে দিবে এবং শুদ্ধটাও Replace করে দিবে। মূলত English এর ভূল ধরতে এটি সক্ষম।

যেসব Features থাকছে Grammarly Business Account এ:-

  • All premium features
  • Company style guide
  • Centralized billing
  • Team usage statistics
  • Priority email support
  • User management tool

অনেকেই BIN Method এ এই process Claim করতে পারেন না বা সমস্যাface করেন তাই আপনার জন্য Grammarly Business Invitation পাঠাবো আপনার নিজস্ব E-mail এ।

 


1. Comment এ আপনাকে আপনার Email Address টি দিতে হবে, যেটার Access আছে আপনার কাছে

 

2. আমার Invitation এর জন্য Wait করবেন, Comment এ reply দেয়া হব invitation দেয়ার পর

 

3. তারপর আপনার Mail box check করেন

 

 

4. যদি Invitation mail না দেখা যায় তবে Search bar এ Grammarly লিখে সার্চ করুন

 

5. তখন Invitation mail পেয়ে যাবেন

 

 

6. join Team এ Click করে Log in / Sign Up করলেই Grammarly Business Features উপভোগ করতে পারবেন


 

 

🎥 Tutorial ( কীভাবে Invite করলাম + কীভাবে Ivitation Receive করলাম)

 

✓ one day left free vector eps, cdr, ai, svg vector illustration graphic artI will Accept All Comment just for 1 Day,  After I will ignore…. আপনি নিজেই  তৈরী করতে পারবেন, Tutorialসহ Post তো দিয়েছি

 

Bye👊
Contact Me On Telegram[@sakib0152] {@SHAKIB0152Bot}

The post Grammarly Business Account Invitation শুধুমাত্র ৭ দিনের জন্য appeared first on Trickbd.com.

Grammarly Business Trial, ৭ দিনের জন্য ফ্রি

Posted:

Howdy Everyone,
Grammarly হল একটা Writing Tool, যা আপনার লেখার ত্রুটিগুলো আপনার সামলে তুলে ধরে খুব সহজেই। আমরা অনেক সময় Email, Lab_report,presentation তৈরীর সময় ভাষাগত অনেক ভুল করে থাকি যা খুবই কষ্টের কথা। কিন্তু Grammarly তা auto detact করে খুজে বের করে দিবে এবং শুদ্ধটাও Replace করে দিবে। মূলত English এর ভূল ধরতে এটি সক্ষম।

যেসব Features থাকছে Grammarly Business Account এ:-

  • All premium features
  • Company style guide
  • Centralized billing
  • Team usage statistics
  • Priority email support
  • User management tool

 

 

🍁 Instruction 🍁

1.প্রথমে এই Site এ প্রবেশ করুন

 

2.”Don’t Have A Account” এ Click করুন

 

 

3.এবার Name, Email, password দিয়ে Sign Up এ Click করুন

 

 

4. এখন Business Information চাইবে, আপনার ইচ্ছামত Information দিন

 

 

5. Continue To trial এ Click করার পর Payment Page load হবে

 

 

6.এখন Namsogen থেকে CC generate করে নিন BIN-543896xxxxxxxxxx

7. postal code এ কিছু দেয়ার প্রয়োজন নেই (Optional)

 

8. Grammarly Business Trial Start হবে 7দিনের জন্য।

 

9. আর Temp.mail/যে Mailই Use করেন না কেন সেটা Verify করে নিবেন।

 

🎥 Tutorial

 

🔴 Conclusion
-কোন VPN Connection লাগবে না এই process এর জন্য
-Grammarly Business Packটা উপভোগ করতে পারবেন শুধুমাত্র 7 দিনের জন্য

 

-] আপনি Account pass Share না করেও আপনার Friend Circleকে Invite দিতে পারবেন Member Section এ গিয়ে [-

 

Bye👊
Contact Me On
Telegram [@sakib0152Bot] [@sakib0152]

The post Grammarly Business Trial, ৭ দিনের জন্য ফ্রি appeared first on Trickbd.com.

Online Photoshop, এখন থেকে Photoshop এর সব Features উপভোগ করুন Adobe PhotoShop Software Install করা ছাড়াই

Posted:

Photopea হল Advance Image Editor যা Online ভিত্তিক। অর্থাৎ কোন Photoshop Software Install ছাড়াই যদি Photoshop এর সব features উপভোগ করতে চান তবে এই Webভিত্তিক Application টি আপনার উপকারে আসবে।

 

যা যা পাবেন Photopea তে-

-Adobe AI
-Adobe XD
-Adobe Sketch
– .PSD , .XCF , Raw এই Formate এও Edit Posible
– আর Photoshop এ Featuresগুলো তো আছেই

 

Photopea এর Interface:-

এই Post এর Feature Photo Photopea তেই Edit করা।

 

 

✔প্রত্যেকদিন কিছু না কিছু শেয়ার করে থাকি, গতদিন Youtube premium Method Share করাটা ভুল ছিলো। আমি এই BIN এর প্রক্রিয়ায় নতুন। তাই দুঃখিত 😓

 

-:Mail:-
dex477604@gmail.com

The post Online Photoshop, এখন থেকে Photoshop এর সব Features উপভোগ করুন Adobe PhotoShop Software Install করা ছাড়াই appeared first on Trickbd.com.

গ্রামীনফোন গ্রাহক দের জন্য নিয়ে আসলাম আকর্ষনীয় ডিস্কাউন্ট অফার(১৭ এবং ১৮ মার্চ)

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন।
অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে।
আজ আপনাদের সামনে নিয়ে আসলাম গ্রামীনফোনের একটি ডিস্কাউন্ট অফার।
আপনি ১৭মার্চ এবং ১৮ মার্চ গ্রামীনফোনের ৫০৯ টাকার ৭০০ মিনিট এবং ২৫জিবি ইন্টারনেট ও ১৫০ এসএমএস পাচ্ছেন মাত্র
৪০০ টাকায়


বিঃদ্রঃ অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা আপনার নাম্বার চ্যাক করতে হবে।
অফারটি নিতে কমেন্ট করুন অথবা ফেসবুকে যোগাযোগ করুন।
ফেসবুক আইডি- ফেসবুকে আমি

The post গ্রামীনফোন গ্রাহক দের জন্য নিয়ে আসলাম আকর্ষনীয় ডিস্কাউন্ট অফার(১৭ এবং ১৮ মার্চ) appeared first on Trickbd.com.

[��Free Download] Director Blogger Template Premium Version

Posted:

Director Blogger Template Premium Version

আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি যরেক্স যিরা, ,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা করব আমাদের প্রতিতে পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে?

👉আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম Director Blogger Template Premium Version.

থিমটি সম্পূর্ণ Responsive থীম। ডাউনলোড করে নিন একটি অসাধারন ব্লগার প্রিমিয়াম টেম্পলেট। যারা ভাবতেছেন ব্লগার একটি সাইট বানাবেন তারা অবশ্যই এই টেমপ্লেটটি ইউজ করতে পারেন। কারণ এই টেমপ্লেটটি তে রয়েছে অসাধারণ সকল ফিচার যা আপনার সাইটকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে।

👉আর অবশ্য এই থীমটি আমি আপনাদেরকে ফ্রীতে দিচ্ছি । এটা আপনারা টাকা দিয়া কিনতে হবে না।

কথা না বাড়িয়ে কাজ এ চলে যাই।

                                                                                   🔸🔸থিমটির পরিচয়:🔸🔸🔸
নামঃ Director Blogger Template Premium Version
বর্তমান ভার্সন: v1.0
মূল ডিজাইনারঃ soratemplates
পাবলিশারঃ যরেক্স যিরা

✿থীম সম্পর্কে বর্ণনাঃ

Director Blogger Template is a simple, elegant business blogspot theme with all the latest and upgraded features. Perfect for corporate, small business, freelancers or if you have a product that you want to present it. Keep your customer updated on the Blog page that has a modern and fresh look.

✿থীম স্ক্রিনশট:

✿টেমপ্লেট বৈশিষ্ট্য:-

ডেমো

থীম সম্পর্কে বিস্তারিত 

প্রিমিয়াম ডাউনলোড করুন

➥Performance and Documentation:

থীম সাপোর্টঃ

  • ফ্রী ভার্সন এর সাপোর্ট এর জন্য Contact Us
  • প্রিমিয়াম ভার্সন এর সাপোর্ট এর জন্য Contact Us

➥কিভাবে টেম্পলেট ইনস্টল করবেন?

  • > প্রথমে ব্লগের Dashboard এ যান।
  • > তারপর Template এ যান।
  • > এবার Restore/Backup এ ক্লিক করুন উপরের চিত্রের মতো আসবে ডাউনলোড করা টেম্পলেট choose করে upload করুন।
  • > আপলোড হয়ে গেলে নিজের মতো customize করুন।

ফর হেল্পঃ

অবশ্য আপনাদের কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সম্পূর্ণ দেয়ে হেল্প কারার চেষ্টা করব। ইনশাআল্লাহ!

সকল প্রকার টিপস পেতে আমার সাইটে ভিজিট করুন । 

আরো এইরকম অন্যান্য পোস্ট পড়তে আমাদের সাইট Zorexzira ও ZorexTheme.Online ভিজিট করুন ।

সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Zorexzira
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
সাইট লিঙ্কঃ

খোদা হাফেজ

The post [🔥Free Download] Director Blogger Template Premium Version appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন Netflix Premium Mod Without Login .

Posted:























কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ট্রিক শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ।


আমরা অনেকেই Netflix ব্যবহার করে থাকি কিন্তু Netflix এর আসল মজাটা পাইনা Premium Subscription না থাকার কারণে ‌। আজ আমি আপনাদের জন্য Netflix Premium Mod App এনেছি যা কোন প্রকার Account ছাড়াই চলবে । এই App টির Mod Futures গুলো হলো :


১ . কোন প্রকার বিজ্ঞাপন নেই মানে Add Remove No-Advertisements ।



২ .4K Video দেখতে পারবেন এবং যেকোন Any Resolution ।



৩ . ভিডিও দেখতে পারবেন Subtitles সহ ।



৪ . এই অ্যাপসটি সব দেশের জন্য Mod করা All Region ।



৫. আনলিমিটেড মুভি এবং শো দেখতে পারবেন Watch Unlimited Movies/Shows ।



৬. কোন প্রকার লগইন না করেই Premium এর সুবিধা পাবেন Without Login .



৭. এবং এই নেটফ্লিক্স অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন Advance Download Manager এর মাধ্যমে ।


এখান থেকে ডাউনলোড করে নিন –




Netflix Direct Google Drive Download Link






Download Form Telegram

তাহলে কিছু Screenshot দেখা যাক ।







































যেকোনো প্রিমিয়াম অ্যাপস এবং অ্যাকাউন্ট লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free

আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post ডাউনলোড করে নিন Netflix Premium Mod Without Login . appeared first on Trickbd.com.

সেরা চারটি ভিডিও ডাউনলোডার সফটওয়্যার With Premium Mod For Android

Posted:

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?

আজকের আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড এর জন্য সেরা চারটি ভিডিও ডাউনলোডার সফটওয়্যার With Mod Features, আমার কাছে এই ৪ টা অ্যাপস সেরা মনে হয়েছে ভিডিও ডাউনলোড এর জন্য:

1.Snaptube

Type: Beta
Version: 5.14.1.5142501
Short description: VIP by Balatan

Spoiler: Mod Info:
• VIP / Paid features unlocked – no additional key required;
• Disabled / Removed unwanted Permissions + Receivers + Providers + Services;
• Optimized and zipaligned graphics and cleaned resources for fast load;
• Debug code removed;
• No forced ads on exit;
• No promo player popup;
• Languages: Full Multi Languages;
• CPUs: armeabi;
• Screen DPIs: 120dpi, 160dpi, 240dpi, 320dpi, 480dpi, 640dpi;
• Original package signature changed;
• Release by Balatan.(13-03-21)

ডাউনলোড লিংক:Click Here Snaptube

২.Videoder

Type: New Version
Version: 14.4.2
Short description: Premium Mod by Balatan
What’s New
Version 14.4.2
– Fixed certain downloads interrupting in between
– Fixed warning message from Play Protect due to too many calls to video downloading websites / apis returning 502 errors
– Audio Plugin for ARM V7 devices is now bundled with the apk to fix audio plugin error
– Fixed error while playing video on some devices
– Brought back default playback resolution preference in Playback-Settings

Mod Info:
– Premium features unlocked;
– Disabled / Removed unwanted Permissions + Receivers and Services;
– Analytics / Crashlytics disabled;
– AOSP compatible.

ডাউনলোড লিংক:Click Here Videoder

৩. Vidmate

Type: Modification
Version: 4.4808
Short description: Premium Mod by AjeethK

Spoiler: What’s new:
Bug fixes and performance improvement
Spoiler: Mod info:
Premium Membership Unlocked
Disabled Ads/Services/Receivers
Disabled Analytics/Crashlytics
Removed Unwanted Permissions
Fully Disabled Update Check

ডাউনলোড লিংক:Click Here Vidmate

৪. TubeMate

Type: New Version
Version: 3.4
Short description: Ad Free by GhostRider

Spoiler: What’s New
Some YouTube parsing issue fix
A minor change has been released which fixed some YouTube parsing issue which also caused missing higher quality options in India. Please update to the latest version if you have the issue.
256k MP3 conversion option added.
Larger drawer drag area – especially for Android 10 gesture navigation. You don’t need to touch the edge to open a drawer fro right or left.
In-app upgrade issue additional fix for Android 10 devices
Fix footer bar not displaying on some devices (i.e. Galaxy S10 series)
Fix notification not removable when post-process failed
YouTube video list not loading when scroll

ডাউনলোড লিংক:Click Here TubeMate

Facebook Group:Here
Facebook Page:Here
Telegram Channel:Here

ধন্যবাদ

The post সেরা চারটি ভিডিও ডাউনলোডার সফটওয়্যার With Premium Mod For Android appeared first on Trickbd.com.

বেসিক হ্যাকিং pdf download | Basic hacking pdf book download

Posted:

বেসিক হ্যাকিং পিডিএফ বইটিতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করেছেন বইয়ের লেখক।
বইটি পৃষ্ঠার দিক থেকে বড় না হলেও বইয়ের প্রতিটা লেখার মূল্যে অনেক।
Basic hacking pdf বইটি সবার পড়া উচিৎ, কেনো সবার পড়া উচিৎ তা একটু পড়েই জানতে পারবেন।

আমি এ বইটি নিয়ে যেহুতু দুইলাইন আপনাদের জন্য লিখে তারপরে পোস্ট টি পাবলিশ করবো তাই বেসিক হ্যাকিং পিডিএফ বইটি খুললাম।
এরপরে প্রথমে দেখি আসলেই অনেক বেসিক আলোচনা এরপরে আর কয়েকটি পৃষ্ঠায় যাওয়ার পরে দেখি, আয়হায় এতো চমৎকার বই।

বইটিতে কি কি নিয়ে আলোচনা করেছেন লেখক তার কয়েকটি একটু লেখার চেষ্টা করি …………
হ্যাকিং কি?
হ্যাকার কাকে বলে?
হ্যাকিং থেকে বাচার উপায়?
ফেসবুক হ্যাকিং থেকে বাচার উপায়?
ইমেইল হ্যাকিং থেকে বাচার উপায়?
ওয়েবসাইট হ্যাকিং থেকে বাচার উপায়?
ফিশিং কি?
ইত্যাদি ইত্যাদি।

নিজেকে হ্যাকারদের থেকে রক্ষা করতে আপনাকে মোটামুটি হ্যাকিং সম্পর্কে ধারনা রাখতে হবে।
নাহলে আপনি অনলাইন লাইফে অনেক সমস্যায় পড়তে পারেন।
এজন্যই মুলত ইথিক্যাল হ্যাকিং ক্যাটেগরির পিডিএফ বই পাবলিশ করি ইন্টারনেট থেকে সংগ্রহ করে।
এছাড়া আর কিছু নয়।

বইয়ের নামঃ বেসিক হ্যাকিং
পৃষ্ঠা সংখ্যাঃ ২৫ টি।
বইয়ের ধরনঃ ইথিক্যাল হ্যাকিং
পিডিএফ সাইজঃ ৭ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Download pdf

ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

The post বেসিক হ্যাকিং pdf download | Basic hacking pdf book download appeared first on Trickbd.com.

Faucetpay থেকে হ্যাক হলো প্রায় ৬ লক্ষ ডলার ক্রিপ্টো। সকল প্রকার লেনদেন সাময়িকভাবে স্থগিত।

Posted:

আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।

একটা দুঃসংবাদ faucetpay wallet ব্যবহার কারীদের জন্য। গত ১৪ তারিখ রাতে হ্যাকাররা faucetpay তে আক্রমন চালায়। faucetpay থেকে প্রায় ৬ লক্ষ ১২ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ১৮ লক্ষ টাকা।


যাদের ওয়ালেটে কয়েন আছে তাদের ব্যলেন্স এর ডেটা তেমনি আছে। আসলে সাইট সম্পূর্ণ হ্যাক হয়নি।

বরং হ্যাকাররা তাদের ক্রিপ্টো ওয়ালেটে ৬লক্ষ্য ১২ হাজার পরিমান ক্রিপ্টো ট্রান্সফার করে নিয়েছে।


আপতত উইথড্র, ডেপোজিট, আর্নিং এসকল কিছু সাময়িক ভাবে স্থগিত রয়েছে। faucetpay জানিয়েছে তারা অতি শিঘ্রই এই ক্ষতি রিকোভার করবে এবং প্রতিটি সদস্যের ব্যলেন্স তারা ফিরে পাবে।

তারা আরো জানিয়েছে, faucetpay যারা ব্যবহার করেন পূর্বের যে সকল এড্রেসে ক্রিপ ট্রান্সফার করেছেন সে সকল এড্রেসে ক্রিপ্টো ট্রান্সফার না করতে। যদি করেন তাহলে সেটা আপনাকে হারাতে হবে।

পরবর্তী আপডেটে তারা নতুন এড্রেস দিবে যা থেকে আবার লেনদেন করা যাবে। তবে নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা এই আপডেট তারা কবে নিয়ে আসবে।

faucetpay এর বিকল্প সাইট হিসেবে আপনার Express crypto সাইটটি ব্যবহার করতে পারেন। এই সাইটি faucetpay থেকে আরো অনেক পুরোনো ও বিশ্বস্ত।

যারা এয়ারড্রপ ও টোকেন এ কাজ করেন বা করতে চান তারা এই চ্যানেল ও গ্রুপে জয়েন করুন।
টেলিগ্রাম গ্রুপ
টেলিগ্রাম চ্যানেল

The post Faucetpay থেকে হ্যাক হলো প্রায় ৬ লক্ষ ডলার ক্রিপ্টো। সকল প্রকার লেনদেন সাময়িকভাবে স্থগিত। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments