LinkedIn এর যে কোন ইমেল শো করতে পারবেন { Lead Generation } |
- LinkedIn এর যে কোন ইমেল শো করতে পারবেন { Lead Generation }
- আপনি কি বেকার…? আপনি কি কাজ পাচ্ছেনা….? ইন্টারনেট থেকে টাকা আয়ের ১০টি কৌশল জেনে নিন।
- Sql Injection এর মাধ্যমে ওয়েবসাইট হ্যাক করুন
- ফ্রিতে নিয়ে নিন 500+ exclusive fonts pack
- গ্রীন কাপড় ছাড়া ভিডিও এর background change করুন
- ⚡️ দেখে নিন জনপ্রিয় সাতটি ওয়েব সিরিজ। [স্পয়লারবিহীন রিভিউ সহ]
- অপরিচিত নাম্বার থেকে কল আসলে ছবি সহ নাম জানতে ডাওনলোড করুন Eyecon: Caller ID, Calls, Phone Book & Contacts
- মোবাইলে CyberPunk 2077 খেলতে চান? আসুন জেনে নিই কিভাবে!
- Gaana Music App থেকে পছন্দের গানটি ডাউনলোড করুন ফ্রিতেই Without Premium Subscription …
- ৭ বছর পরও এই ফোন চলছেই, Symphony W68 এক্সটেন্ডেড রিভিউ! (ব্রাউজিং, ক্যামেরা, গেমিং সবকিছু)
LinkedIn এর যে কোন ইমেল শো করতে পারবেন { Lead Generation } Posted: প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।LinkedIn এ আপনি খুব সহজেই একটি extension এর মাধ্যমে যে কোন Email show বা দেখতে পারবেন { Lead Generation }প্রথমে Kendo Extension আপনার Browser এ ইনস্টাল করে নিবেন এবং কেনডো সাইন আপ করে নিবেন। তারপরে যে কোন প্রোফাইল যাবে উপরে ইমেল সিগনাল দিব বা নোটিফিকেশনের মতই।তারপরে Get Info তে ক্লিক করেন এই দেখন ইমেল শো করতাছে এই ভাবে আপনি যে কেন মেইল শো করতে পারবেন যদি সিগনাল দেয়। যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টিআশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।ধন্যবাদ। The post LinkedIn এর যে কোন ইমেল শো করতে পারবেন { Lead Generation } appeared first on Trickbd.com. |
আপনি কি বেকার…? আপনি কি কাজ পাচ্ছেনা….? ইন্টারনেট থেকে টাকা আয়ের ১০টি কৌশল জেনে নিন। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ইন্টারনেট থেকে টাকা আয়ের ১০টি কৌশলইন্টারনেট থেকে টাকা আয় করার কথা নিয়ে অনেকেই বিভিন্ন গুঞ্জন শোনেছি। অনেকে আবার বিভিন্ন ফাঁদে পরে অনেক টাকা হারিয়েছে। আসলে ইন্টারনেট থেকে আয় করার জন্য প্রথমে আপনাকে সঠিক রাস্তা খুঁজতে হবে। আর আপনি যে বিষয়ে কাজ করতে চান এবং যেখানে কাজ করবেন সেগুলো যাচাই-বাছাই করে দেখতে হবে। ইন্টারনেট থেকে আপনি আয় করতে পারবেন। কিন্তু এতো বিশাল পরিমাণে আয় করতে পারবেনা।অনেক পরিশ্রম করতে হবে। এমনি এমনি কোন কিছু হয়না এর জন্য কাজ করতে হবে। অনেকে আছে হালকা কিছু কাজে করে মনে করে আমি অনলাইনে কাজ করে এই করে ফেলবো সেই করে ফেলবো আসতে এতো কিছু করা যায়না। এখানে কাজ করতে হলে নিজের অনেক Skill develop করতে হবে। নিজেকে উন্নত করতে হবে। অলস হয়ে বসে থাকলে কেউ কাজ দিবেনা। ইন্টারনেট থেকে আয় করা যেমন সম্ভব তেমনি এখানে রয়েছে অনেক বিপদ। আপনি যদি কোন প্রতারকের হাতে পড়ে যান তাহলে আপনাকে অনেক টাকা জলাঞ্জলি দিতে হবে। সাবধানের সাথে কাজ করতে হবে এবং বুঝে শুনে পথ চলতে হবে। সঠিক পথ বেছে নিয়ে আয় করার পথে নামতে হবে। আপনি আবার মনে কইরেনা যে এক ক্লিকেই অনেক টাকা পেয়ে যাবেন। অনেকে তো এই এক ক্লিকে টাকা আয় করতে গিয়ে সময় এবং টাকা দুটই নষ্ট করেছে। সোজা থাকার আপনাকে অনেক পরিশ্রম করতে হবে তা নাহলে আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেনা। ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি উপায় – ইন্টারনেট থেকে আয়-১ ইন্টারনেট থেকে টাকা আয় নিয়ে অনেক গুঞ্জন শোনা যায় পোস্ট দেখা যায় ভিডিও দেখা যায়। আপনি ইন্টারনেট থেকে আয় করতে পারবেন কিন্তু স্বপ্নের মতো নয়। এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। নবাবের অলসের মত শুয়ে শুয়ে ডলার তো দূরের কথা এক কাপ চা ও আপনাকে কেউ দিবেনা। তাই ওসব আজেবাজে পথে হাটা বাদ দিয়ে সঠিক পথে চালুন। ইন্টারনেট থেকে আয়-২ আপনি চাইলে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারেন। তার জন্য আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে এবং তার সাথে ভালো ভালো আর্টিকেল লিখেতে হবে এবং ওয়েবসাইটের ভালো ভিজিটর থাকতে হবে। এখন আপনি ভাবতে পারেন ওয়েবসাইট না হয় খুললাম কিন্তু ভিজিটর কোথাই পাব। আসলে সাইটে যদি ভালো আর্টিকেল থাকে আর সেই ওয়েবসাইট যদি Google এর সাথে কানেক্টেড থাকে তাহলে আস্তে আস্তে ভিজিটর বাড়বে। এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে ওয়েবসাইট প্রচার করতে পারেন। ইন্টারনেট থেকে আয়-৩ আপনি নিশ্চয়ই Freelancing এর কথা শুনেছেন বা বইতে পড়েছেন। একজন Freelancer হিসেবে কাজ করতে পারেন কিন্তু এর জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে জানতে হবে। এখানে যে কাজ গুলো থাকে সেগুলো শেখার জন্য আপনাকে পরিশ্রম এবং টাকা ইনভেস্ট করতে হবে প্রথমে। এখানে আপনি কাজ নিয়ে নিদিষ্ট সময় পরে কাজ করে জমা দিয়ে আয় করতে পারবেন। শিক্ষিত বেকার দের জন্য ও চাকুরী জীবীদের ও মেধাবী ছাত্রদের জন্য একটি খোলা জানালা বলতে পারেন । বিষয়টি একটু পরে জানাই ইন্টারনেট থেকে আয়-৪ এখন আমরাBidvertiser.Com সাইট নিয়ে সম্পর্কে ধারণা নেব । এটিও মুলত গুগল এডসেন্স এর মতই । এড দিয়ে থাকে তাদের বিজ্ঞাপন গুলতে ক্লিক করে ভিজিটররা ভিজিট করলে গুগলের মতই আপনার একাউন্টে টাকা জমা হতে থাকে । নিয়ম নীতি সবকিছুই এডসেন্স এর মতই । যদি আপনি পে পেইল ইউজার হন । ইন্টারনেট থেকে আয়-৫ ইন্টারনেট গ্রাফিক্স ডিজাইন বিক্রয়ের অনেক মার্কেট প্লেস রয়েছে । এগুলতে গ্রাফিক্স ডিজাইন কেনা বেচা হয়ে থাকে । এগুলর মধ্যে Graphicriver.Net Caferess.Com Zazzle.Com সাইট গুলো বেশ ভালো ।বিশেষ করে Graphicriver.Net কারন এটি এনভাটর একটি অংশবিশেষ । এনভাটর এর বেশ কিছু সাইট রয়েছে ।যাই হোক Graphicriver.Net এই সাইট কাজ করে বড় বড় সপিং মলের মত করে বিভিন্ন ডিজাইন। ইন্টারনেট থেকে আয়-৬ ওয়েব টেম্পলেট বিক্রয়ের অনেক মার্কেট প্লেস রয়েছে । সেগুলোর মধ্যে একটি হলও Themeforest.Net এটিও এনভাটো নেটওয়ার্ক এর একটি সাইট । এনভাটোর কোন একটি সাইটে আপনি সাইন আপ করে থাকলে সেই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন । শুধু কুইজে অংশ নিয়ে কাজ শুরু করতে হবে । এবং কাজ জমা দেবার নির্দেশিকা ভালো করে বুঝতে হবে। ইন্টারনেট থেকে আয়-৭ আপনি যদি একজন ভালো ফ্ল্যাশ ব্যবহার কারি হয়ে থাকেন । আপনার জন্য রয়েছে ইন্টারনেট থেকে টাকা আয়ের সম্ভাবনা । ফ্লাসের এনিমেশন বাটন , ইত্যাদি তৈরী করে Flashden.Net সাইটে জমা দিয়ে । এই সাইটের গ্যালারিতে যদি সুযোগ করে নিতে পারেন । আপনার এনিমেশন যতবার বিক্রি হবে তার উপর আপনি কমিশন পেতে থাকবেন । ইন্টারনেট থেকে আয়-৮ আপনি যদি 3d ম্যাক্স , মায়া , আফটার ইফেক্ট ব্যাবহারকারি হয়ে থাকেন ও ভিডিও এডিটিং এর কাজ জানেন । অথবা ভালো ছবি তুলতে বা ভিডিও করতে পারেন । তবু আপনার জন্য ইন্টারনেট থেকে টাকা আয়ের সুযোগ রয়েছে । আপনি যদি 3d ম্যাক্স , মায়া , আফটার ইফেক্ট ব্যাবহার কারি হয়ে থাকেন । ভিডিও ফুটেজ- ইন্টারনেট থেকে আয়-৯ আপনার ওয়েব সাইটে টেক্সট লিংক করেও নেট থেকেও আয় করা যায় । বিভিন্ন ওয়েব সাইড গুলতে এই এড গুলো দেখা যায় । আপনার ওয়েব সাইট বা ব্লগের আর্টিকেল গুলতে আপনি ও টেক্সট লিংক এড করেও আয় করার সুবিধা পেতে পারেন । এই এড এর বড় সুবিধা হলও এতে আপনার জাইগা প্রয়োজন পড়েনা আর্টিকেলের মাঝেই এই কাজ করা যায়। ইন্টারনেট থেকে আয়-১০ আপনি যদি ভালো আর্টিকেল / রিভিউ লিখতে পারেন । আপনার জন্য আয়ের সম্ভাবনা রয়েছে Reviewme.Com থেকে । এই সাইট সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই ।তবে এমন কিছু মানুষের কাছে এই সাইট সম্পর্কে জেনেছি । যারা আপনাকে আমাকে ভুল তথ্য দেবেনা । ইন্টারনেট থেকে টাকা আয়ের অনেক সাইট থাকলেও আপনাদের যে সাইট গুলো দিচ্ছি- ইন্টারনেট থেকে আয়-Freelancing টিউনার পেজের পক্ষ থেকে ফ্রিল্যান্সিং টিউনে আপনাদের স্বাগতম । ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে টাকা আয়ের একটি সুন্দর পথ বাংলাদেশীদের জন্য ।কারন বাংলাদেশের টাকার মানের উপর ভিত্তি করে ২০০ ডলার বাংলাদেশীদের জন্য অনেক কিছু । মনে করুন একটি ৫০০ ডলারের কাজ বাংলাদেশীরা ৪০০/৪৫০ ডলারে সহজেই করতে পারবে । আমাদের দেশের সাধারন একটি পরিবার ৩০০ ডলারে ১ মাস চলতে পারে। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post আপনি কি বেকার…? আপনি কি কাজ পাচ্ছেনা….? ইন্টারনেট থেকে টাকা আয়ের ১০টি কৌশল জেনে নিন। appeared first on Trickbd.com. |
Sql Injection এর মাধ্যমে ওয়েবসাইট হ্যাক করুন Posted: 28 Feb 2021 08:37 PM PST সাইট ভানেবল চেক পার্ট ০১ নোটিশঃ প্রথম তো সব সাইট হ্যাক করা যায় না, যেই সাইট গুলো তে বাগ পাওয়া যায় সেই গুলোই হ্যাক হয়। যেমনঃ ধরুন আপনি একটা সাইট তৈরি করলেন কিন্তু আপনি প্রোগ্রামিং তেমন ভালো জানেন না, সাইট তৈরি করার সময় প্রোগ্রামিং এ বিন্দু মাএ ভুল হয়ে গেলো কিন্তু আপনি সেটা খেয়াল করলেন না, তখন হ্যাকার রা ওই ভুল কে ধরে ধরে আপনার সাইট এর এডমিন পাসওয়ার্ড পযন্ত বের করে নেয়। এখন আপনি কয়টা সাইট খুজে খুজে বের করবেন যেগুলো তে বাগ আছে, এভাবে সম্ভব না তাই না। এর জন্যও আমাদের গুগল রয়েছে। আপনি গুগল এ নিচের ডর্ক গুলো দিয়ে সার্চ করুন, দেখবেন হাজার,হাজার সাইট আসবে এগুলোর বেশির ভাগই ভানেবল। inurl: news.php id= এছাড়াও আমি নিজেও ডর্ক বানাতে পারবেন, গুগল এ sql injection dork লিখে সার্চ করলে হাজার, হাজার ডর্ক পাবেন। এবার আসি কিভাবে চেক করবেন সাইট ভানেবল কিনা, ভানেবল সাইট পেলেই আমরা ওই সাইট এ ইনজেকশন করতে পারবো। এবার সাইট এর লিংক এর একদম শেষে ” বা ‘ এই চিহ্ন দিবেন তাহলে সাইট লিংক টা দেখতে নিচের মতো হবে https://simentor.pu.go.id/post.php?id=24″ এই ‘ বা ” চিহ্ন দিয়ে ব্রাউজার এ এন্টার করার পর দেখবেন সাইট এ কিছু পরিবর্তন আসবে যেমন কোন লেখা বা ছবি মিসিং হয়ে যাবে অথবা লেখা থকবে sql error এমন হয়ে বুঝবেন সাইট টা ভানেবল, আর যদি এমন কোন কিছুই না হয় তাহলে ওই সাইট ভানেবল না, তাহলে অন্য কোন সাইট খুজবেন। তো আমাদের এই সাইট টায় কিছু পরিবর্তন এসেছে তার মানে এই সাইট টা ভানেবল, আপনাদের সুবিধার জন্য আমি কিছু ভানেবল সাইট লিংক দিচ্ছি আপনারা দেখে নিবেন এবং প্রচুর ট্রাই করতে থাকবেন। ১/ আজকে এই পযন্তই থাক কারন sql injection খুব একটা সহজ নয় আবার কঠিন ও নয়। ইনশাআল্লাহ আমরা একদম লাস্ট পযন্ত যাবো এভাবে বাকি দের মতো মাঝ পথে ছেড়ে দিবো না। পোস্ট টা সম্পুর্ন নিজের লেখা কেউ কপি করলে অবশ্যই ক্রেডিট দিতে ভুলবেন না। The post Sql Injection এর মাধ্যমে ওয়েবসাইট হ্যাক করুন appeared first on Trickbd.com. |
ফ্রিতে নিয়ে নিন 500+ exclusive fonts pack Posted: 28 Feb 2021 08:36 PM PST আসসালামু আলাইকুম। | সবাই কেমন আছেন ? কেউ ভালো না থাকলে ট্রিকবিডি ভিসিট করে না | তো মূল কথাই আসি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 500+ exclusive font। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন খোদা হাফেজ The post ফ্রিতে নিয়ে নিন 500+ exclusive fonts pack appeared first on Trickbd.com. |
গ্রীন কাপড় ছাড়া ভিডিও এর background change করুন Posted: 28 Feb 2021 08:36 PM PST আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । আজকে আমি বলবো কিভাবে green কাপড় ছাড়া যেকোনো ভিডিও এর background পালটাতে পারবেন।অ্যাপ টির নাম Al green screen ।অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। The post গ্রীন কাপড় ছাড়া ভিডিও এর background change করুন appeared first on Trickbd.com. |
⚡️ দেখে নিন জনপ্রিয় সাতটি ওয়েব সিরিজ। [স্পয়লারবিহীন রিভিউ সহ] Posted: 28 Feb 2021 08:33 PM PST আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জনপ্রিয় সাতটি ওয়েব সিরিজের রিভিউ সাথে গুগল ড্রাইভ ডাউনলোড লিংক।তো চলুন শুরু করা যাক। 1.Scam 1992Genre: Drama Release Date: 9 October 2020 Imdb Ratings: 9.4/10 Personal Ratings : 9.5/0 Number of Episodes: 10 (Season 1 ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জ এ ১৯৯২ সালে একটা বড়সড় দুর্নীতির ঘটনা ঘটে। যে দুর্নীতি আর্থিক দিক থেকে মূল্যয়ন করলে প্রায় ৫০০ কোটি রুপির মত হয়। আর এই বড়সড় স্ক্যাম এর নেপথ্যে একটা নাম উঠে আসে…হর্ষদ মেহতা। হর্ষদ মেহতা গুজরাট থেকে উঠে আসা একজন শেয়ার ব্রকারস। যিনি কিনা তার জীবনে নেয়া বিভিন্ন পদক্ষেপের জন্য হয়েছিলেন শেয়ার মার্কেটের অমিতাভ বচ্চন। আবার কিছু পদক্ষেপের জন্য হিরো থেকে জিরো ও হতে হয়েছিল তাকে। এরকম একটি সত্য ঘটনা নিয়ে ভারতের Sony কোম্পানির ওটিটি প্লাটফর্ম Sonyliv এনেছে Scam 1992 নামের একটি ওয়েব সিরিজ। মুক্তির এক দেড় মাসের মধ্যে Breaking Bad, Cheronobyl এর মত টপ IMdB টিভি সিরিজ কে পিছনে ফেলেছে এই সিরিজটি। Download Link: 480p Link : Episode 1-4 Episode 5-9 Episode 10 2.DarkGenre: Thriller, Drama, Mystery, Science Fiction Release Date: 2017-2020 Imdb Ratings : 8.8/10 Personal Ratings : 9.2/10 Number of Seasons : 3 Number of Episodes: 26 বর্তমান সময়ের বহুল আলোচিত সিরিজগুলার মধ্যে ডার্ক অন্যতম। ডার্কের তিন টা সিজন শেষ করতে আমার খুব একটা সময় লাগেনি। প্রত্যেক এপিসোডই ছিলো টুইস্টে ভরপুর। প্রথম যখন দেখা শুরু করলাম তখন মনে হইছিল কি দেখছি কিছুই বুঝছি না। কিন্তু যখন একটা সিজন শেষ করলাম তখন সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে। এটার জেনার মিস্ট্রি হলেও আমার কাছে মনে হয়ছে পিওর সায়েন্স ফিকশন। এটা হরর সিরিজ না হলেও এর সাউন্ড আর বিজিএম আপনাকে ভয় পেতে বাধ্য করবে। স্টোরি এবং ক্যারেক্টর গুলোকে যেভাবে বিল্ড আপ করছে তা আমার কাছে অসাধারণ লেগেছে। জুন ২০১৯ সাল, ৪৩ বছর বয়েসী মাইকেল কাহনওয়াল্ড আত্মহত্যা করেছিলেন, তবে অন্য কারও নজরে আসার আগে তার মা ইনেস তার আত্মঘাতী চিঠিটি আড়াল করেছেন। ৪ নভেম্বর, মানসিক রোগে প্রায় দুই মাস চিকিৎসার পরে মাইকেলের কিশোর পুত্র জোনাস স্কুলে ফিরে আসে এবং তার সেরা বন্ধু বার্তোসেজ টিডেম্যানের সাথে পুনরায় মিলিত হয়, যিনি এখন জোনাসের প্রেমের আগ্রহ, মার্থাকে ডেটিং করছেন। পুলিশ অফিসার উলরিচ নিলসন – যে মার্থার বাবা এবং তার ভাই, কিশোর ম্যাগনাস এবং প্রাক- মিকেলে বাবা তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, জোনাসের মা হান্নার সাথে উলরিচ নিলসন পরকীয়ায় জরিত। শহর থেকে খুব দূরে একটি গুহায় এরিকের সন্ধানের সময় ‘শিগগিরই ক্লোজড হতে যাওয়া ডাউন পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আসা অদ্ভুত শব্দ এবং তাদের ঝলকানি ফ্ল্যাশলাইট দেখে জোনাস, মার্থা এবং বাকি সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং মিক্কেল গুহায় পালাতে গিয়ে অদৃশ্য হয়ে যায়। পরের দিন, একটি অল্প বয়স্ক ছেলের লাশ সন্ধান করা হলেও এটি মিক্কেল নয়।। একটি অজানা স্থানে, একটি হুডযুক্ত লোক এরিককে একটি চেয়ারের সাথে স্ট্র্যাপ করে, যখন তার মাথার চারপাশে একটি বৈদ্যুতিক প্রক্রিয়া চলতে থাকে। এখান থেকে মূল ঘটনার শুরু। এটা এমন একটা সিরিজ যেটা একবার শুরু করলে শেষ না করা পর্যন্ত শান্তি পাওয়া যায় না। সর্বশেষ একটা কথা বলব যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। বোর হওয়ার চান্স নেই। Download Link:
3.Yeh meri FamilyGenre: Drama, Comedy, Family Release Date: July 12,2018 Imdb Ratings: 9.1/10 Personal Rating: 9.8/10 Number of Seasons: 1 Number of Episodes: 7 প্রত্যেকটা মানুষের শৈশব-কৈশোর থাকে মধুর, থাকে বিশাল স্বপ্ন। আস্তে আস্তে বয়স বাড়ে; স্বপ্ন বদলায়, ভাবধারা বদলায়, হয়ে উঠে এক কম্পলিকেটেড বিষয়। মনে হয় জীবন যেন কঠিন বস্তু কিংবা দূর্গম কিছু, প্রতিনিয়ত সংগ্রাম যার সঙ্গী। কিন্তু শৈশব-কৈশোরে থাকেনা কোনো দুশ্চিন্তা। নিজের মত এক অন্যরকম দুনিয়া। কে না চায় নিজের শৈশব-কৈশোর টাকে আবার ফিরে পেতে! কিন্তু তা তো আর ফিরে পাওয়া সম্ভব না, তবে শৈশব-কৈশোর মনে করিয়ে দিবে, আবারও সেই মধুর দিনগুলোর কথা চিন্তা করে মুখে একটানা মুচকি হাসি বহমান থাকবে, আফসোস হবে, কান্না পাবে, ছোটবেলার সেই আমিত্ব কে খুজে পাবার মতো একটা ওয়েব সিরিজের সাথে পরিচয় তো করিয়ে দিতেই পারি। সিরিজের কাহিনী নিয়ে বলার কিছু নেই। এটা আমার, আপনার, আমাদের শৈশব কৈশোরের গল্প। বাবার আদর, মায়ের শাসন, বড় ভাইয়ের ঘাড় ত্যাড়ামি, ছোট বোনের অবুঝ পাগলামি এগুলো নিয়েই বানানো হয়েছে ওয়েবসিরিজ ইয়ে মেরি ফ্যামিলি। পরিবারের দৈনন্দিন জীবনযাপনের উপর ফোকাস করে এক ছেলের কৈশোরের একটা সময়ের দুরন্তপনা, পাগলামি, দুষ্টুমি,পরিবারের শাসন-ভালোবাসা এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যা দেখে আপনি সিরিজটার প্রেমে পড়তে বাধ্য। আর অভিনয়ের কথা যদি বলি তাহলে সবাই সবার জায়গা থেকে সেরাটা দিয়েছে। বিশেষ করে পিচ্চিগুলোর অভিনয় ছিল অসাধারণ। তাদের অভিনয়দক্ষতা দেখে আপনার মন প্রশংসা করে উঠবে, তাদের অভিনয় আপনার ভালোবাসা আদায় করে নেবে। গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি- আপনার জন্ম যদি নব্বইয়ের দশকে হয়ে থাকে তাহলে সিরিজটা দেখার সময় খেয়াল করবেন, প্রথমে একটা স্মৃতি মনের দরজায় কড়া নাড়বে, যতই রানিং টাইম বাড়বে ততই একটা একটা করে একত্রিত হয়ে অনেক গুলো স্মৃতি এসে আপনার জং ধরে যাওয়া শৈশব-কৈশোরের স্মৃতির এলবামের ধুলোবালি ফু দিয়ে উড়িয়ে দিবে, যেন আলিফ-লায়লার সেই চাদর দিয়ে আপনাকে নিয়ে যাবে আপনার শৈশব-কৈশোরে। পরিবার নিয়ে বলা সিরিজের কয়েকটা কথা আমার মনে দাগ কেটে গেছে; সেই কথাগুলো আমি লিখে আমি লিখাটা শেষ করতে চাই- “পরিবারকে কেউ ভুলতে পারেনা। বাচ্চা জন্ম নেওয়ার পরে আয়নায় নিজেকে চেনার আগে পরিবাররের মানুষকে চিনে নেয়। নিজের নামটা জানেনা কিন্তু পরিবারের সবাইকে বিভিন্ন নামে ডাকতে শুরু করে। নিজের অস্তিত্ব কে পরে, আগে নিজের পরিবারকে বুঝতে শুরু করে। এজন্যই মানুষ পরিবারের অংশ না, পরিবার মানুষের অংশ। এই এত বড় দুনিয়াতে আমার পরিবার খুবই ছোট মনে হতে পারে, কিন্তু আমার কাছে আমার পরিবারই আমার দুনিয়া। Download Link: 480p Link: All episodes Download Link 720p Link: All episodes Download Link 4.Money HeistGenre: Crime, Mystery Release Date: May 2, 2017 Imdb Ratings : 8.3/10 Personal Ratings :8.5/10 Number of Seasons : 4 Number of Episodes: 31 ইতিহাসের সবচেয়ে আলোচিত এক ব্যাংক ডাকাতি। যার মাস্টারমাইন্ড একজন জিনিয়াস প্রফেসর। প্রফেসর কিছু ছাত্র জোগাড় করেন যাদের প্রত্যেকেই আলাদা কাজে দক্ষ।টানা ৫ মাস ট্রেনিং দেন তাদের।সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো প্রফেসর এই ডাকাতির জন্য ২০ বছর ধরে নিজেকে সরকারি সমস্ত ডেটাবেজ থেকে হাইড করে রেখেছেন। তার আইডি কার্ড, পাসপোর্ট কিছুই তিনি ২০ বছরের মধ্যে নবায়ন করেননি। ছোটবেলা থেকে তার জীবনের একটাই লক্ষ্য শুধু এই ডাকাতি। এত নিঁখুতভাবে সবকিছু পরিকল্পনা করে যে ডাকাতি সম্ভব তা এই সিরিজ না দেখলে জানতাম না। প্রতিটি সম্ভাব্য সমস্যা সবকিছুর সমাধান তাদের আগে থেকেই করা। সাধারণত রবারি/ডাকাতি মুভিগুলো দেখা যায় ডাকাতরা ব্যাংকে ঢুকে যে টাকাগুলো থাকে সেই ক্যাশ টাকা নিয়ে ভেগে যায়। কিন্তু এই সিরিজে ওনারা নিজেদের টাকা নিজেরা মেশিনে ছাপিয়ে নিয়ে যেতে আসে। প্রত্যেকটা ক্যারেক্টার এতো নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে যে কোনটাই মন থেকে বাদ যাবে না।এটি এমন একটা সিরিজ যেখানে সব কিছু আছে,রাগ, ভালোবাসা, ইমোশনাল, ধোঁকাবাজি, একশন। এই সিরিজটা দেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ যেটা আমি পেলাম তা হল ঐক্যবদ্ধ থাকা।একটা টিম যখন সব কিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে তখন মরণও তাদেরকে দমাতে পারবে না। ডাকাতি শুরু হবার পর জিম্মি হয়ে পড়ে অনেক মানুষ। আর এই ডাকাতির কেসের নেতৃত্বে থাকেন ইন্সপেক্টর রাকেল/রাচেল। প্রফেসর বাইরে বসে নেতৃত্ব দেন ডাকাতির। আর ডাকাতির মাস্টারমাইন্ড প্রফেসর আর ইন্সপেক্টর রাকেলের মধ্যে চলে ইঁদুর-বিড়াল খেলা। সবথেকে মজার ব্যাপার হলো পুলিশ ইন্সপেক্টর না জেনেই মুখোশধারী প্রফেসরের সাথে প্রেমে মেতে থাকেন ওই সময়ে। সবকিছুই পারফেক্ট মাথানষ্ট প্ল্যানিং, পারফেক্ট অভিনয়, অভারঅল বেস্ট। Download Link: Season 1: Season 2: 480p Link : Episode 1-4 Download Link Episode 5-9 Download Link 720p Link: Episode 1-4 Download Link Episode 5-9 Download Link Season 3: 480p Link: Episode 1-4 Download Link Episode 5-8 Download Link 710p Link: Episode 1-4 Download Link Episode 5-8 Download Link Season 4: 480p Link: Episode 1-4 Download Link Episode 5-8 Download Link 720p Link: Episode 1-4 Download Link Episode 5-8 Download Link
5.MirzapurGenre: Crime, Family, Dark comedy Release Date: November 16,2018 Imdb Ratings: 8.4/10 Personal Ratings: 8.5/10 Number of Seasons: 2 Number of Episodes: 19 এই সেই সিরিজ যার জন্য ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয় দেশেই কন্সটেন্ট হাইপ তৈরি হয়েছে।এ সিরিজটি মূলত দুটি পরিবারের দ্বন্দ-সংঘাত ও ক্রাইম নিয়ে বানানো হয়েছে।একদিকে রয়েছে ত্রিপাঠি পরিবার যেখানে রাজ করেন কালিন ভাইয়া,তার ছেলে মুন্না। অন্যদিকে তাদের জন্য কাজ করতে থাকা গুড্ডু,বাবলু ধীরে ধীরে অনেক ঘটনার পর হয়ে যায় তাদের শত্রু।এভাবেই ধীরে ধীরে বিশ্বাসঘাতকতা, ঠকানো, খুন, গুম ইত্যাদি অপরাধের মাধ্যমনে আগাতে থাকে সিরিজটি। কখন যে কি হয়ে যায় তা কেউই বলতে পারবে না । আর নতুন নতুন টুইস্ট দিয়ে দর্শকদের মন জয় করা হয়েছে প্রতিটি এপিসোডে।তাই এটি এত জনপ্রিয়।অভিনয়ের কথা বলতে গেলে সবাই পারফেক্ট নিখুত অভিনয় করেছেন। মুন্না থ্রিপাঠি এর ভায়োলেন্স ও ডার্ক কমেডি এক্টিং সবার মন ছুয়ে গেছে। গুড্ডু এর বুদ্ধিহীনতা এবং না ভেবেই সব কাজ করা,কালিন ভাইয়া এর সুস্থ মস্তিস্কে কাজ করা মোট কথা পুরো সিরিজটিই আপনাকে বোরিং লাগতে দেবেনা এক মুহূর্ত ও। Download Link: 480p Link: Season 1 480p Download Link 720p Link :Season 1 720p Download Link 6. TaqdeerGenre: Thriller Release Date: December 18,2020 Imdb Ratings: 8.7/10 Personal Ratings: 9/10 Number of Seasons: 1 Number of Episodes: 8 গল্পের কনসেপ্ট টা কিন্তু বাস্তবতাই, এরকম বাস্তব নিয়ে চলচ্চিত্র অথবা সিরিজ বাংলাদেশে হয় না বললেই চলে।একজন নেতার তার নিজের এলাকায় প্রভাব বিস্তার, আর এলাকার মানুষের মুখে তালাবদ্ধ করে রাখা এটা অনেক এলাকারই চিত্র।গল্পের কনসেপ্ট ভালো হলেও ছিল না আহামরি টুইস্ট আহামরি থ্রিল, ছিল না আহামরি ভিলেন ক্যারেকটার।কিন্তু আপনি একটার পর একটা পর্ব দেখতেই থাকবেন, না দেখে পারবেন না। টানা বসেই দেখবেন।কেন জানেন?তাকদীর আর মন্টু মনে গেঁথে যাবে আপনার।এত্ত ভালো এবং ন্যাচারাল অভিনয় ছিল, এত সুন্দর ছিল সিনেমাটোগ্রাফি জাস্ট মুগ্ধ এই দেশী কনটেন্টে ।চঞ্চল চৌধুরী জাত অভিনেতা আমরা সবাই জানি, কিন্তু মন্টু চরিত্রে অনবদ্য অভিনয় সিরিয়াস মুহূর্তেও কিঞ্চিৎ হাসি ফুটাবে আপনার মুখে।মনে হবে যতক্ষণ মন্টু আছে ততক্ষণ ভাইসার কিছু হবে না।দুর্বল ভিলেন আর শেষদিকে গল্প বলার দুর্বল ধরন ছাড়া এই সিরিজ আমাদের সোনায় সোহাগা।এই পরিচালকের অন্য কাজ আছে কিনা খুজতেছি, মেধাবী পরিচালক।কোনো অশ্লীল দৃশ্য নেই দেখতে পারেন পরিবারসহ।আমার দেখা বেস্ট বাংলাদেশী সিরিজ।প্ল্যাটফর্ম ইন্ডিয়ান কিন্তু সকল কলাকুশলী কিন্তু আমাদেরই। Download Link : 480p Links : Click Here 720p Links : Click Here 7. AsurGenre: Mystery, Thriller, Drama Release Date: March 2,2020 Imdb Ratings: 8.4/10 Personal Ratings: 9.2/10 Number of Seasons: 1 Number of Episodes: 8 Asur ওয়েব সিরিজ আমায় রাত ২ টা থেকে সকাল ১০ টা অব্দি টানা জাগিয়ে রেখেছে,মোবাইল ধরে রাখতে গিয়ে প্রচুর হাত ব্যাথা ও চোখ এ ট্রাবল দেয়ার পর যখনি আমি ঘুমাতে গেসি,Asur আমায় ঘুমাতে দেয়নি। উফফ! জাস্ট কি বলব? বিশেষণ নেই আমার কাছে। ধর্মীয় জ্ঞান ভালো ব্যাপার,কিন্তু ধর্মীয় জ্ঞানে খুব উদ্ভুদ্ধ হয়ে মানুষ এর ব্রেইন যখন এই জ্ঞান এর উল্টো অর্থ বুঝতে গিয়ে কিভাবে অসুরে পরিনত হয়,তাই আছে মুভিটিতে। গল্পটি শুরু হয় নৃশংসভাবে খুনের মাধ্যমে যার তদন্ত করতে গিয়েই গোয়েন্দা টিম আস্তে আস্তে ক্লু পেতে থাকবে মানুষরূপি অসুরের। কে এই অসুর? তাকে খুঁজতে গিয়ে পুরো গোয়েন্দা টিমের অবস্থা ১২ টা বাজতে থাকবে। বাল্যকালে অন্যরকম ট্যালেন্টেড একজন শিশু সঠিকভাবে পরিচর্যার অভাবে কিভাবে তার মেধাকে বড় হয়ে নেগেটিভভাবে কাজে লাগাতে থাকে এবং একটি পুরো গোয়েন্দা টিমকে নাড়িয়ে দেয়,তার গল্প হলো Asur।আসলে অসুর কে? এই সমাজ কি দায়ী নয় অসুর জন্ম দিতে? All are Asur in this world. আমাদের সবার মাঝেই অসুর বিরাজমান, ‘স্বার্থের প্রশ্নে আমরা সবাই পাপ করি’ এইগুলা প্রমাণ করাতেই খোদ গোয়েন্দা বাহিনীর চৌকস একজনকে কিডন্যাপ করে নিয়ে তাকে দিয়েই করানো হয় প্ল্যান মাফিক কিছু সিরিয়াল খুন,তার বউ বাচ্চাকে মেরে ফেলবে এই হুমকিতে,এতে এটাই প্রমাণিত হয় যে, পরিস্থিতির শিকার হলে,বা নিজ স্বার্থে অন্যায় বা পাপ যে কেও করতে পারে। শেষ সিনে দেশের কিছু বিখ্যাত মানুষদের বন্দী করে শর্ত চাপিয়ে দেয়া হয়- নিজের মেয়ে নাকি বন্দী মানুষগুলোর জীবন? নায়ক কোনটা বাছাই করবে? মেয়ের জীবন বাছাই করলে ভিলেন জিতে যাবে,জিতে যাবে ভিলেনের বিলিফ-(আমরা সবাই স্বার্থপর,বৃহত্তর মানবতার জন্য ত্যাগ স্বীকার করিনা),আর যদি মানুষগুলাকে বাঁচায়,নিজের মেয়েকে বলিদান দিতে হবে, অসুরের বিলিভ হেরে যাবে এবং অসুররূপি ভিলেনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কিছুটা হলেও আঘাত আসবে। কারণ, সবাই অসুর,সবাই,এইটা প্রমাণ করতেই সে মরিয়া। সিরিজটির গল্পের বুনন সাজানো হয়েছে অতীত ও বর্তমানে বারবার ক্যামেরা তাক করার মাধ্যমে, শেষে এসে অতীত ও বর্তমানের গল্প এসে মিল যাবে অংকের জ্যামিতিক চিত্রের মত। আসলে এই ওয়েব সিরিজের রিভিউ লেখা সম্ভবও নয়,এত এত সুন্দর সুন্দর ডাইমেনশন,আছে কমিক রিলিফ, অতীত প্রেমের ছোঁয়া,কর্মক্ষেত্রে পারস্পরিক দ্বন্দ্ব, ফরেন্সিক এলিমেন্ট,খুবি উইটি ইনফরমেশন সাইন্স ও রিলিজিয়ন নিয়ে,আরও অনেক কিছু। খুবি ট্যালেন্টেড পরিচালক, অথবা পড়াশুনা করে নিতে হয়েছে পরিচালক কে। দুম করে এই গল্প বানানো সহজ না। সিরিজের কাস্টিং,এ্যাকটিং,গল্পের বুনন,ডিরেকশন, ইভেন স্টার্টিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দারুন হিপনোটাইজিং। লাস্টের টুইস্টটা অসাধারণ, আপনি এই টুইস্ট এর জন্যই অপেক্ষা করতে থাকবেন এর ২য় সিজন এর জন্য। পরিশেষে একটা কথাই বলব- খুব স্লো টাইপ মুভি, সিরিজ এসব দেখার ধৈর্য আমার নেই বললেই চলে,আমাকে রাত ২ টা থেকে সকাল ১০ টা অব্দি জাগিয়ে রাখা Asur web series টি কিভাবে জাগিয়ে রাখলো,তার উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন Asur দেখা শুরু করলেই। Welcome to your dark side. Download Link: 48p Link : Season 1 Download Link 720p Link: Season 1 Download Link নোটঃ ডাউনলোড করার জন্য লিংকে ক্লিক করে গুগল ড্রাইভে লগিন করে ডাউনলোড করে নিলেই হবে।এবং এপিসোডগুলো একত্রে Zip File আকারে ডাউনলোড হবে।তা প্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে Unzip করে নিলেই হবে। তো আজকে এই পর্যন্তই।কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।আর আমি নতুন নতুন পোস্ট শুরু করেছি।তাই কিছু ভুল ত্রুটি থাকতেই পারে।ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। সময় পেলে ঘুরে আসবেন আমাদের এই সাইটটি ঃ Tipsnewsbdসবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন ।আল্লাহ হাফেজ।The post ⚡️ দেখে নিন জনপ্রিয় সাতটি ওয়েব সিরিজ। [স্পয়লারবিহীন রিভিউ সহ] 🔥 appeared first on Trickbd.com. |
Posted: 28 Feb 2021 08:32 PM PST আমরা দেখি যে অনেক সময় অপরিচিত নাম্বার থেকে ফোনা আসে, বিভিন্ন প্রয়োজনে কলারের নাম জানার প্রয়োজন হয়। এর সলিসুন হিসাবে এই “আইকন” এপ্লিকেশন টি ব্যাবহার করতে পারেন, এটি ৯০% সঠিক তথ্য দেয়,আমি নিজেও ব্যাবহার করি। তবে এটি ব্যাবহার করতে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে।এপ্লিকেশন টি ইন্সটল থাকা অবস্থায় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে নিচের মত নাম্বার & ছবি চলে আসবে। এখন প্রশ্ন হলো কিভাবে এপটি কাজ করে? বর্তমান সময়ে আমরা সবাই কোন না কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করি মূলকথা আমরা সবাই ইন্টারনের সাথে সংযুক্ত। এই ইন্টারনেট ব্যাবহারে করে যোগাযোগে আমাদের যেকোন আইডি খোলার জন্য নাম্বারের প্রয়োজন হয়, যার ফলে ওই নাম্বারের তথ্য,ছবি ডাটাবেযে থেকে যায় এবং ওই একাউন্টের সাথে সংযুক্ত সব নাম্বারের তথ্য “আইকন” আপ্লিকেশন পেয়ে যায়। Example : ধরুন আমি এখন এই আপ্লিকেশন ব্যাবহার করতেছি, ইন্সটল করার সময় কিন্তু ” ডায়ালার/ফোনবুক/মাইক্রফোন” পারমিশন নিয়ে নিবে মানে ওরা আমার ফোনের সব নাম্বারের তথ্য নিয়ে নিবে, আমার ফোন যতগুলা সেভ করা নাম্বার আছে & কি নামে আছে ওটা ওরা ডাটাবেইজ এ রেখে দিল।এভাবে বিভিন্ন ভাবে ওরা তথ্য সংগ্রহ করে। Is Eyecon? You can make phone calls or connect with your contacts using your favorite social and messaging apps. You can also use our "can you talk" feature to check your friends' availability before calling. Reverse lookup, a premium feature, helps you identify names and photos of unknown numbers. Our caller ID helps you identify calls before you pick up the phone by adding photos and names to unknown numbers. Some screenshots তো চলুন দেরি না করে যাদের প্রয়োজন তারা ডাওনলোড করে নিন – Download link ব্লগ সাইটের বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার ব্লগটি ঘুরে আসতে পারেন। The post অপরিচিত নাম্বার থেকে কল আসলে ছবি সহ নাম জানতে ডাওনলোড করুন Eyecon: Caller ID, Calls, Phone Book & Contacts appeared first on Trickbd.com. |
মোবাইলে CyberPunk 2077 খেলতে চান? আসুন জেনে নিই কিভাবে! Posted: 28 Feb 2021 08:29 PM PST আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। স্বাগতম আপনাকে আমার এই পোস্টে! গেমিংয়ে এক নতুন সম্ভাবনা নিয়ে এসেছে ক্লাউড গেমিং।ক্লাউড গেমিংয়ের ফলে এখন আর ডিভাইস রিকুয়ারমেন্টস প্রয়োজন পরবে না।সকল ডিভাইসে সকল গেম খেলা সম্ভব।এমনকি CyberPunk 2077 এর মতো হাই গ্রাফিক্স গেমও আর এই ক্লাউড গেমিংকে আরও সম্ভাবনাময়ী করতে Nvidia কোম্পানি তাদের নতুন ব্র্যান্ড উদ্ভাবন করেছে যেটির নাম দেয়া হয়েছে Geforce Now!
এখন আসল কথায় আসি! আমি এখানে Geforce Now এর লিংক দিয়ে দিচ্ছি Link: https://m.apkpure.com/nvidia-geforce-now/com.nvidia.geforcenow/download-apk-info (android) কিভাবে খেলবেনঃ কি পরিমাণ ডাটা খরচ হতে পারেঃ গ্রাফিক্স কেমন হবে? পোস্টটি ভালো লাগলে কমেন্টে জানান! ধন্যবাদ The post মোবাইলে CyberPunk 2077 খেলতে চান? আসুন জেনে নিই কিভাবে! appeared first on Trickbd.com. |
Gaana Music App থেকে পছন্দের গানটি ডাউনলোড করুন ফ্রিতেই Without Premium Subscription … Posted: 28 Feb 2021 08:25 PM PST কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভাল আছেন । আমি TrickBD সাথে বিগত ৫ বছর ধরে আছি, কিন্তু এটি আমার প্রথম পোস্ট , তাই কিছু ভুল হলে ক্ষমা করবেন ।আজকে আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করতেছি টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন ।আমরা অনেকেই Gaana Music App টি ব্যবহার করে থাকি এটি একটি জনপ্রিয় Music Platform Apps , এই এপ্সটিতে আমাদের অনেক পছন্দের গান আছে, কিন্তু আমরা Premium Subscription এর অভাবে ডাউনলোড করতে পারি না । এই Apps টি থেকে Music Download করার জন্য Premium Subscription প্রয়োজন । কিন্তু Premium Subscription ছাড়া কিভাবে Music ডাউনলোড করে নিজের Storage এ নেওয়া যায় সেটা আমরা জানি না । তাহলে শুরু করা যাক । ১ . প্রথমে আমাদের Gaana Music Apps টিতে গিয়ে আমাদের পছন্দের গান টি Search করে খুঁজে নিতে হবে ২ . দ্বিতীয়তে আমাদের এই সাইটে Site Link যেতে হবে । তারপর ফাঁকা বক্সটিতে আমাদের কপি করা লিংকটি Paste করে দিতে হবে তারপর ডাউনলোড এ ক্লিক করতে হবে এরপর Processing হতে থাকবে 100% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । 100% কমপ্লিট হলে আপনার নির্দিষ্ট গানটি চলে আসবে এরপর Download এ ক্লিক করুন । এরপর আপনাকে একটি নির্দিষ্ট লিংকে নিয়ে যাবে , এই ওয়েব লিংকটি কপি করে রাখুন ৩ . তৃতীয়ত আমাদের গানটি ডাউনলোড করার জন্য একটি অ্যাপস এর প্রয়োজন হবে এই লিংক থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিন Apps Link । এরপরে অ্যাপস টি ওপেন করুন । এরপর + আইকনটিতে ক্লিক করে অ্যাড লিংকে ক্লিক করতে হবে তারপর প্রথম ফাঁকা ঘরটিতে আপনার কপি করা লিংকটি Paste করে Connect এ ক্লিক করে Start এ ক্লিক করুন ডাউনলোড শুরু হবে । ব্যাস আমাদের কাজ শেষ এখন অপেক্ষা করুন 100% হওয়া পর্যন্ত । তারপর আপনার কাঙ্খিত মিউজিকটি প্লে করে শুনুন । আজ এ পর্যন্তই , The post Gaana Music App থেকে পছন্দের গানটি ডাউনলোড করুন ফ্রিতেই Without Premium Subscription … appeared first on Trickbd.com. |
৭ বছর পরও এই ফোন চলছেই, Symphony W68 এক্সটেন্ডেড রিভিউ! (ব্রাউজিং, ক্যামেরা, গেমিং সবকিছু) Posted: 28 Feb 2021 08:18 PM PST Symphony W68, ২০১৩ সালের মধ্যভাগে আসা এই স্মার্টফোনটি বাংলাদেশের স্মার্টফোন ইতিহাসের শুরুতে সবচেয়ে জনপ্রিয় একটি স্মার্টফোন, যা রিলিজ হয়েছিলো Android 4.2.2 (Jelly Bean) এর সাথে এবং পরবর্তীতে আনা হয় Symphony W68Q, যেখানে দেয়া হয়েছিলো Android 4.4.2 (Kitkat), আর প্রচুর মানুষের হাতে দেখা মিলতো এই স্মার্টফোনদুটো। আরো অনেকের মত আমাদের পরিবারেও প্রথম স্মার্টফোন হিসেবে এসেছিলো Symphony W68, যা কিনা আমার মায়ের স্মার্টফোন হিসেবে কেনা হয়েছিলো। সেসময়ে এটা ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা বাজেটের মধ্যে একটি চমৎকার স্মার্টফোন ছিলো। এখন, প্রায় ৭ বছর পার হয়ে গেছে এই স্মার্টফোনটির, আর এখনো এটা সম্পূর্ণ সচল ও নিয়মিত ব্যবহার হচ্ছে। ৭ বছরের মধ্যে স্মার্টফোনটি তিনবারের মত একে সার্ভিসিং করা হয়েছে। কেনার প্রথমদিকে, আমার ঠিক মনে নেই, হয়ত নেটওয়ার্ক বা এরকম কোন সমস্যা ছিলো। আরেকবার হয়ত বছরদুয়েক পর, ব্যাক ক্যামেরার লেন্সে ময়লা ঢুকেছিলো। এবং শেষবার, কয়েক মাস আগে, চার্জিং পোর্টে সমস্যা হয়েছিলো, সাথে ডিসপ্লেটাও আমার হাত থেকে পড়ে কিছুটা ফাটল ধরেছিলো। এর বাইরে ব্যাটারী একবার পরিবর্তন করা হয়েছে। বর্তমান অবস্থা যদি বলি, ডিসপ্লেতে দুটো সাদা দাগ আছে, যার একটা সাধারণভাবে বোঝা যায় না। ভলিউম বাটন ও পাওয়ার বাটন দেবে গেছে, আর ব্যাকপার্টেও হালকা ফাটল আছে এক জায়গায়। তবে ব্যবহারের ক্ষেত্রে এগুলো নিয়ে সমস্যা প্রায় হয় না, ৭ বছর পরেও ভালোভাবেই ব্যবহারযোগ্য আছে। এতদিন এটা আমার মায়ের সেকেন্ডারি ফোন হিসেবে ছিলো, অবশ্য ব্যবহার বেশি আমিই করতাম, মানে টুকটাক ফেসবুক, ইউটিউব, যেহেতু আমার ফোন নিজের ফোন বাটন ফোন (Itel IT5081), সেটার অবস্থাও সুবিধার না… তবে কিছুদিন আগে আমার বাবার Symhpony i110 পকেটমার হয়ে যায়, যেকারণে এখন সাময়িকভাবে এটা আমার বাবার ফোন হিসেবে রয়েছে। প্রথমদিকে এই ফোনে প্রচুর হেভি ইউজ করা হয়েছে। সে সময়ের জনপ্রিয় গেমগুলো, বিশেষ করে টেম্পল রান টু প্রচুর পরিমাণে খেলা হত। সাথে হাইওয়ে রাইডার, এংরি বার্ডস, ফ্রুট নিনজা, মাই টকিং টমের মত গেমগুলোও। এমনকি Mini Militia মাল্টিপ্লেয়ারে খেলতাম এই ডিভাইসে। এগুলো ভালোভাবেই সামলাতে পারতো। তবে পরবর্তীতে অ্যাপগুলো ভারি হতে থাকে এবং তখন দেখা যায় অ্যাপগুলো আগের মত তত স্মূথ চলছে না, বরং বেশি অ্যাপ থাকলে ফোন বেশ স্লাগিশ হয়ে যাচ্ছে। তো তখন যেটা করি, ফোন হার্ড রিসেট দিই, অপ্রয়োজনীয় সব আনইন্সটলযোগ্য ডিফল্ট অ্যাপ, অর্থাৎ, ব্লটওয়্যারগুলো রিমুভ করি, যেমন ফ্রিং, সুপারবিম স্ক্যানার, বাবল ব্যাশ, স্মার্ট কীবোর্ড, এমএক্স প্লেয়ারসহ ভালো পরিমাণেই ব্লটওয়্যার ছিলো এখানে, তাছাড়া ফেসবুক অ্যাপও ডিজেবল করে রাখি। এতে ফোনটা আবার স্মূথনেস ফিরে পায়। তো, গত বছরদুয়েক মোটামুটি এরকমই চলছিলো, জাস্ট ফোনে কথা বলা, আর ডিফল্ট ব্রাউজারে টুকটাক ব্রাউজিংয়ে সীমাবদ্ধ। অবশ্য ব্রাউজারটি ব্যাকডেটেড হয়ে যাওয়ায় এখন কিছু সমস্যা হয়, যেমন নিয়নবাতিসহ অনেক সাইট সিকিউরিটি সার্টিফিকেটের কারণে একসেস করা যায় না, ইউটিউবে কন্ট্রোলগুলো ডানে সরে যায়, যাতে একটু সমস্যা হলেও ভিডিও অবশ্য ঠিকঠাক দেখা যায়। সাম্প্রতিক সময়ে আবার এখানে বেশ কিছু অ্যাপ ইন্সটল করি, এই রিভিউ লেখার জন্য আর যেহেতু বর্তমানে বাবার একমাত্র ফোন এটা এজন্য। এর মধ্যে আছে ইউটিউব গো, ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট CPU-Z এরকম কিছু অ্যাপ। তো, এই অ্যাপগুলো কিন্তু বেশ ভালোভাবে চলে। ব্রাউজারে ইউটিউব চালানোর ক্ষেত্রে কন্ট্রোলের যে সমস্যা ছিলো, অ্যাপে তা নেই। মেসেঞ্জার লাইটে ভিডিও কল করতেও অসুবিধে হয়নি। হ্যা, ভালোভাবে মানে বাটার স্মূথ, ফ্ল্যাগশিপ লেভেল পারফর্মেন্স বোঝাচ্ছি না। একটু ধৈর্য্য দরকার হয় চালাতে, কিছু ল্যাগ আছে, তবে কাজ চালানোর মত অবশ্যই। তবে ৭ বছরের পুরনো একটা ফোন এখনো চলছে, এরকম লেটেস্ট অ্যাপগুলো, লাইট ভার্সন হলেও যে চালাতে পারছে, ফাংশনগুলো ঠিকঠাক কাজ করছে, এটা আমাকে বেশ অবাক করেছে। সত্যি বলতে, আমার এক্সপেক্টেশন আরেকটু কম ছিলো। পারফর্মেন্সের প্রসঙ্গে এসে হার্ডওয়্যার নিয়ে জানিয়ে রাখা ভালো। এখন নাকি ২-৩ জিবি র্যামও কম, অথচ মাত্র ৫১২ এম্বি র্যাম দিয়ে চলছে Symphony W68, ৪ জিবি রমের ৯১৯.৬৩ এম্বি ব্যবহারযোগ্য। CPU-Z বলছে W68-র চিপসেট হলো মিডিয়াটেকের MT6572, আর প্রসেসর হলো 1.2GHz ক্লকস্পিডের একটি ডুয়াল কোর প্রসেসর, কোরদুটো হলো ARM Cortex A7। হ্যা, এই জিনিস দিয়েই এখনো চলছে W68। সময়ের সাথে হার্ডওয়্যার তার ক্ষমতা হারাবে, এটা স্বাভাবিক। তাছাড়া মিডিয়াটেক চিপসেট মাসছয়ের পর পারফর্মেন্স ড্রপ করে বলে মনে হয়। এই ফোনের চিপসেট এমনিতেই অনেক দুর্বল, তবে ৭ বছরে কি আসলেই এটা তার ক্ষমতা যা ছিলো তার বেশিরভাগ হারিয়েছে, নাকি অ্যাপগুলোই ভারি হয়ে গেছে, এটা যাচাইয়ের জন্য কিছু গেমের পুরনো ভার্সন ইন্সটল করেছিলাম এবং লেটেস্ট ভার্সনগুলো না চললেও পুরনো ভার্সনগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলেছে। যেমন Highway Rider 1.8.1 আমি ইন্সটল করি এবং এটা চমৎকার চলেছে, Angry Birds Stella-ও এরকমই চলেছে, কোন সমস্যা নেই। বলে রাখি, ভিডিও W68 ছিলো বাম হাতে, ডান হাতে Helio S60 ধরে রেখে ভিডিও করা, তাই অবস্থা খুব একটা সুবিধের হয়নি। ৭ বছরের মধ্যে কোন সফটওয়্যার আপডেট এই ফোনে অবশ্যি পাইনি, সিম্ফনি যেমনটা করে থাকে আরকি, তবে কোন অভিযোগ করছি না, যেহেতু সব ঠিকঠাকমতই চলছে, অল্প দামের একটি ফোন হিসেবে এখানে আপডেটের তেমন কোন প্রয়োজন ছিলো বলে মনে করি না, শুধু জানিয়ে রাখলাম। এক্সটেরিয়রের কথা বলি, ফোনের থিকনেস স্কেল দিয়ে মেপে দেখলাম 10mm বা 1cm এর মত। তবে যেহেতু ফোনটা একদমই ছোটখাট, হাতে ধরতে খুবই কমফোর্টেবল বোধ হয়। আর ওজন কত তা তো জানি না, তবে পকেটে রাখলে মনে হয় না সেখানে কোন ফোন রেখেছি। ছোট ডিসপ্লের এই কমফোর্টেবিলিটির ব্যবাপারগুলো কিন্তু এখনকার নতুন ফোনগুলো হারাচ্ছে। এর ডিসপ্লে 4.0″, যা এখন খুব ছোট্ট মনে হলেও তখনকার জন্য এই ডিসপ্লেটা ছিলো বাটন ফোনের ছোট্ট জগৎ ছেড়ে বিশাল এক দুনিয়ার প্রবেশদ্বার। অবশ্যই কোন নচ বা পাঞ্চহোল ধরণের কিছু ডিসপ্লের মাঝে নেই, যদিও একাধিক স্তরের বেজেল বিদ্যমান। আর এর রেজ্যুলেশন সম্ভবত WVGA (480*800)। ডিসপ্লেতে কালার খুব ব্রাইট বা ভিভিড দেখায় না, কিছুটা ফ্যাকাশে। যেমন, আমি একটা ফোনের রিভিউ দেখছিলাম, আর আমার মনে হচ্ছিলো ফোনটা নীল রংয়ের, পরে শুনি সবুজ। আর ব্রাইটনেস যাই হোক, উজ্জ্বল দিবালোকে ডিসপ্লে চালু না বন্ধ আছে তা বোঝাও কখনো কঠিন হয়ে যায়, ছায়ায় আসলে মোটামুটি দেখা যায়। ইনডোরে ব্যবহারের ক্ষেত্রে কোন সমস্যা নেই। এটার ডিজাইন এখনকার ফোনগুলোর সাথে মিলবে না। তবে একটা কথা মনে করি, এখনকার অনেক ক্যামেরা মডিউল থেকে এর সিম্পল সিঙ্গেল ক্যামেরা মডিউলটি অনেক সুন্দর। আর স্পিকার রেয়ার সাইডে দেয়া হয়েছে, যেটা নিয়ে রাজনীতির কিছু নেই, এখনো এই বাজেটের ফোনে এমনটা দেখা যায়। আরেকটা ব্যাপার, এই ফোনে একটা 3.5mm ইয়ারফোন জ্যাক আছে, যা একে Samsung Galaxy S21 Ultra বা IPhone 12 Pro Max থেকে একটা এডভান্টেজ দেয় ও হ্যা, এর বক্সে চার্জার আর ইয়ারফোনও উপস্থিত ছিলো, অবশ্য সেগুলো বহুকাল আগেই নষ্ট হয়েছে বা হারিয়ে গেছে, তাছাড়া বক্সটাও এখন সংরক্ষিত নেই। চার্জারের কথা যখন আসলো, বর্তমানে অবশ্য একে 5W 2.1A চার্জার দিয়ে চার্জ করা হয়, তবে ফাস্ট চার্জিং সমর্থন না থাকায় এর 1500 mAh ব্যাটারী আগের মতই দীর্ঘ সময় নেয় চার্জ হতে, ঘড়ি ধরে হিসেব করিনি, সাড়ে তিন ঘন্টার মত হবে হয়ত পূর্ণ চার্জ করার সময়। আর ব্যাকআপ খারাপ না, মানে ব্যাটারীর অ্যামাউন্ট অনুযায়ী ঠিক আছে আরকি। ক্যামেরা তো আজকাল 48MP, 64MP, 108MP না হলে চলেই না, সামনে 200MP আসছে শুনলাম। তবে W68-এর রেয়ার ক্যামেরা 5MP আর সামনে 0.3MP VGA। সামনের এই ক্যামেরাতে খুব স্পেসিফিক লাইটিং কন্ডিশনে চলার মত ছবি পাওয়া যায়। আলো ভালো না পেলে অবস্থা হয় এরকম: আর বেশি আলোতে এরকম: প্রাইমারি ক্যামেরাতেও আলোর ব্যাপারটা প্রযোজ্য, তবে সেলফি ক্যামেরা থেকে কিছুটা ভালো আরকি। দিনে ভালো আলোতে তোলা কিছু স্যাম্পল দিচ্ছি, বেশি মন্তব্য করতে চাই না, তবে এখনকার হিসেবে যেমনই হোক, তখন বাটন ফোনের ক্যামেরা থেকে স্মার্টফোন ক্যামেরার সাথে পরিচয় হওয়া তখন সদস্য শুরু হয়েছে, সে হিসেবে যথেষ্ট। কিন্তু যখন ছাদ থেকে রাতের শহরটার ছবি তোলার চিন্তা করলাম, তার ফল হলো এরকম: অবশ্য খারাপ বলা যায় না, কালোর একটা অন্যরকম সৌন্দর্য্য আছে, নয় কি? বাই দা ওয়ে, এখানে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক কিছু নেই, প্যাটার্ন লক আছে। ফোরজি নেই, তবে থ্রিজি আছে। থ্রিজি ভিডিও কল ফিচারটা তখন খুব আলোচনায় ছিলো, এখন বিভিন্ন থার্ড পার্টি সার্ভিস, যেমন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো প্রভৃতি ভিডিও কলের জন্য জনপ্রিয়, তাই সরাসরি সিম থেকে ভিডিও কলের ফিচার আর নতুন ফোনগুলোতে থাকে না, যেটা W68-এ ছিলো। কিন্তু এখন ফিচারটি অবশ্য কাজে আসে না। অডিওর কথা বললে ঠিক আছে, এখনও এন্ট্রি লেভেল ফোনগুলোতে এর থেকে স্পিকারের খুব একটা উন্নতি তেমন হয়নি। সবশেষে, Symphony W68 সময় ও দামের হিসেবে চমৎকার ফোন বলতেই হবে। আরো অনেকের কাছেই এই ফোন এবং W সিরিজের বিভিন্ন ফোন সচল অবস্থায় আছে বলে আমার বিশ্বাস, কেননা এই ফোনগুলো খুব টেকসই হিসেবে সুনাম পেয়েছিলো। সময়ের সাথে স্মার্টফোন আমাদের জীবনের সাথে আরো জড়িয়ে গেছে, এবং স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেকেরই এখন বেশ ভালো বাজেট থাকে, যাদের কাছে সিম্ফনি ব্র্যান্ডটি এখন গুরুত্ব হারিয়েছে। কিন্তু সাধারণ মানুষের অনেকেই এখনো কিন্তু তত দামে ফোন কিনতে পারেন না, আর এখানে সিম্ফনি এখনো ৪, ৫ বা ৬ হাজার টাকায় তুলনামূলক ভালো ফোন এনে চলেছে, যা আমার মতে প্রশংসনীয়। বর্তমানে আপনি নতুন Symphony W68 তো বাজারে পাবেন না, তবে এরকম একটি ফোন চাইলে Symphony G10 ৪৩০০ টাকায় এখন আপনার জন্য একটি অপশন হতে পারে। এর ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লেসহ বিভিন্ন দিক কিছুটা হলেও W68-র মত ক্লাসিক ফোনগুলোর কথা মনে করিয়ে দেয়। তাছাড়া সাথে ১ জিবি র্যাম, ফোরজির মত ফিচার আছে এখানে। একটি নিয়নবাতি পরিবেশনা The post ৭ বছর পরও এই ফোন চলছেই, Symphony W68 এক্সটেন্ডেড রিভিউ! (ব্রাউজিং, ক্যামেরা, গেমিং সবকিছু) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments