ওজন বাড়ানোর উপায়, যারা ওজন বাড়াতে চান তাদের জন্য কার্যকারী টিপ্স। |
- ওজন বাড়ানোর উপায়, যারা ওজন বাড়াতে চান তাদের জন্য কার্যকারী টিপ্স।
- Scribd premium Cookies 14 April, 2021 পর্যন্ত
- 3 মাসের জন্য নিয়ে নিন Youtube Premium Trial
- [Hot] প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন ৫০ টাকা মোবাইল রিচার্জ!
- Instagram এ প্রতিদিন 10K করে Followers নিন 1000% গ্যারান্টি Without Any Problem.
- আমাদের শরীরে হার্ট অ্যাটাকের আগেই যে লক্ষণ গুলো দেখা যায়। আসুন সবাই জেনে নিই
- কিডনি ভাল রাখার ৮ টি উপায়, আমাদের সবার জানা উচিৎ।
ওজন বাড়ানোর উপায়, যারা ওজন বাড়াতে চান তাদের জন্য কার্যকারী টিপ্স। Posted: আসসালামুআলাইকুম।ও হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি সবাই ভাল আছেন। প্রতিবারের মতো, আবারো আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি।আজকের আর্টিক্যাল এর বিষয় হলো, আপনার ওজন আপনি কিভাবে বৃদ্ধি করতে পারবেন। আসলে ওজন বাড়ানো যেমন কঠিন, আবার ওজন কমানো ও অনেক কঠিন।তবে আজকের টিপ্স টি ফলো করলে, অনেকের ওজন বাড়াতে অনেক সাহায্য করবে। ১] বাইরের খাবারঃ ওজন বাড়ানোর জন্য বাইরের খাবার গুরুত্বপূর্ণ। আমরা নিষেদ করে থাকি বাইরের খাবার না খাওয়ার জন্য। তবে ওজন বাড়ানোর জন্য বাইরের খাবার খেতে হবে।আইসক্রিম,কোল্ড ডিংক,পেস্টি বার্গার ইত্যাদি। ঘুমানোর আগে প্রচুর পুস্টিকর ও ক্যালরি যুক্ত এমন খাবার খেতে হবে।দুধ ও মধু এতে প্রচুর পুস্টি উপাদান ও ক্যালরি আছে। আপনি ঘুমানোর আগে খেয়ে ঘুমাইলে এগুলো ওজন বাড়াতে সাহায্য করবে। দুধ ও মধু খেয়ে ঘুমাইলে ওজন বাড়ানোর জন্য অনেক ভাল ফল পাবেন। ৩] ঘুমঃ শরীর সঠিক রাখার মেইন হলো ঘুম।আমাদের প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুমানো উচিৎ। এর থেকে কম ঘুমানো যাবে না। নিয়মিত ঘুম হলে আপনার ওজন বৃদ্ধি পাবে।এবং প্রতিদিন আপনি নিয়ম করে ইয়োগা বা যোগাসন করতে পারেন। আপনার ওজন বৃদ্ধি পাবে। ৪] টেনশন মুক্ত থাকুনঃ সব সমস্যার বড় কারন সেটা হলো টেনশন করা।ওজন বাড়াতে টেনশন মুক্ত থাকতে হবে। কারন একটা মানুষকে টেনশন তিলে তিলে শেষ করে দেয়। তাই আমাদের সব সময় উচিৎ টেনশন মুক্ত থাকা। এই টেনশনমুক্ত থাকলে ওজন বৃদ্ধি পেতে সাহায্য করবে। ৫] ড্রাই-ফ্রুটস খাবেনঃ ৬] সঠিন প্রোটিন গ্রহনঃ ওজন বৃদ্ধি করতে শুধু মাত্র ক্যালরি যথেষ্ট নয়।ক্যালরি যুক্ত খাবার খাওয়ার পাশা পাশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিৎ। কারন প্রোটিন জাতীয় খাবার ক্যালরির পাশা পাশি বাড়তী ফ্যাটের কারন হয়ে দাঁড়ায়। তাই সঠিক প্রোটিন গ্রহন করা উচিৎ আমাদের। ৭] বেশি ক্যালরি গ্রহনঃ ওজন বাড়াতে আপনার খাবার তালিকায় বেশি ক্যালরি গ্রহন করতে হবে। কারন এক্সটা ক্যালরি শরীর গঠনে সাহায্য করে। বেশি ক্যালরি শরীর এর ওজন বাড়িয়ে তোলে।তবে আমাদের খেয়াল রাখতে হবে,সঠিক পরিমান ক্যালরি গ্রহন করতে হবে। বেশি ক্যালরি গ্রহন করা যাবে না। কারন অতিরিক্ত ক্যালরি যুক্ত খাবার আমাদের স্বাস্থের উপর প্রভাব ফেলতে পারে। এটা আমাদের ভাবতে হবে। ৮] বার বার খাবার গ্রহনঃ বার বার খাবার গ্রহন করা উচিৎ যাদের স্বাস্থ বাড়ানো দরকার তাদের।যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন,তারা ২ ঘন্টা পর পর খেতে পারেন।এ সময়, দুধ,কলা,ছানা, দই, মিস্টি ইত্যাদি খেতে পারেন।এগুলা খেলে আপনার শরীর এর পুস্টির পাশা পাশি আপনার ওজন বৃদ্ধিতে সাহায্য করবে। ৯] ব্যায়াম করাঃ শুধু ওজন কমাতে নয়। ওজন বাড়াতে ও ব্যায়াম করা উচিৎ। অভিজ্ঞ জিম এর লোকদের থেকে পরামর্শ নিতে পারেন,কোন ব্যায়াম করলে আপনার ওজন বৃদ্ধি পাবে। আপনার সব দিকে বিবেচনা করে চলতে হবে। ১০] চর্বিযুক্ত খাবারঃ ওজন দ্রুত বৃদ্ধির জন্য চর্বিযুক্ত খাবার খেতে হবে। খেয়াল রাখতে হবে পরিমান মতো খেতে হবে। কারন বেশি চর্বি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। উক্ত টিপ্সগুলো ফলো করলে,আপনার ওজন বৃদ্ধি পাবে আশা করা যায়। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদ The post ওজন বাড়ানোর উপায়, যারা ওজন বাড়াতে চান তাদের জন্য কার্যকারী টিপ্স। appeared first on Trickbd.com. |
Scribd premium Cookies 14 April, 2021 পর্যন্ত Posted: Howdy Everyone, Scribd Premium Account Cookies Share করলাম, Cookies Collected !!!! Cookies Credit দেখতে Tutorial Video দেখুন, ঐখানে Mention করে দিয়েছি।
যেভাবে Cookies Use করবেন Pc তে আগে Chrome Web Store থেকে “Cookies Editor” Extensionটি Add করে নিন 1.প্রথমে এই Cookies Link এ প্রবেশ করুন
2. Codeগুলো Copy করে নিন
3. Scribd.com এ প্রবেশ করুন
4. এবার Cookies editor এ Click করে Delete All এ Click করুন
5. তারপর Import এ Click করুন
6. 2নং ধাপে Copy করা কোড Paste করে Import এ Click করুন
7. Webpageটি Reload করুন
8. Enjoy করুন Scribd Premium
Tutorial
Android User
✿প্রথমে Yandex Play store থেকে Install করে নিন ✿Cookies Link থেকে codeটি copy করে নিন ✿Yandex browser এ cookies editor extension টা install করেনিন ✿এখন Scribd.com এ প্রবেশ করুন । এবং extension Buttonটিতে এ click করুন >> Cookies Editor select করুন ✿এবার ঐ fileটার code Copy-paste করে Import করে দিন। ✿ব্যস auto-login হয়ে যাবে Scribd site এ
Bye The post Scribd premium Cookies 14 April, 2021 পর্যন্ত appeared first on Trickbd.com. |
3 মাসের জন্য নিয়ে নিন Youtube Premium Trial Posted:
Youtube Premium Subscription এর Featuresগুলো:-
:_: বিস্তারিত জানতে Visit Bestbuy.com দিচ্ছে 3 মাসের জন্য ফ্রি Youtube Premium Subscription
3 Month Trail Process:-1. এই Link এ Visit করুন এবং Youtube Premium Select করে Check out এ Click করুন (USA VPN ব্যবহার করতে পারেন) 2. এবার Namsogen থেকে CC জেনারেইট করুন BIN 530690650xxxxxxx 3. Payment এ CC বসিয়ে Offerটি Claim করে নিন।
আমি নিচে Video Processটা দিলাম যাতে বুঝতে সুবিধা হয়
Video Credit:- Premium Tutorial
-:Mail:- The post 3 মাসের জন্য নিয়ে নিন Youtube Premium Trial appeared first on Trickbd.com. |
[Hot] প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন ৫০ টাকা মোবাইল রিচার্জ! Posted: সবার পরিচয় অ্যাপ প্রিয় অ্যাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১ ডিসেম্বর ২০২০ থেকে ১০ মার্চ ২০২১ পর্যন্ত ১০০ দিন ধরে বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিলো। মুজিবুর কুইজ প্রতিযোগিতা শেষ হয়ে গত ১১ মার্চ থেকে প্রিয় অ্যাপ আবার নতুন কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে। প্রতিদিন একটি করে প্রশ্ন দিয়া হবে তা সঠিক উত্তর দিতে এবং ৫০ জন সঠিক উত্তরদাতা পাবে ৫০ টাকা করে মোবাইল রিচার্জ। তো দেখে নিয়া যাক কি ভাবে কি করবেন।প্রথম এ নিচের লিংক থেকে প্রিয় অ্যাপটি ডাউনলোড করে নিন। বিঃদ্রঃএখানে রেফার এর কোনো ধরনের কমিশন দিয়া হবে নাপ্রিয় অ্যাপ ডাউনলোড করে তা অ্যাপটি ওপেন করে এখানে ক্লিক করেন। ফেসবুক বা Gmail দিয়ে singup করে নিন। তার পর এখানে ক্লিক করে আপনার ফোন নাম্বার অ্যাড করে দিন। আরো কিছু তথ্য চাইলে তা দিয়ে দিবেন। এখন কুইজ খেলার পালা কুইজ এ ক্লিক করেন। তার যে উত্তরটি সঠিক তা তে ক্লিক করে submit তে ক্লিক করে উত্তর দিয়ে দিন। বিজয়িদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post [Hot] প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন ৫০ টাকা মোবাইল রিচার্জ! appeared first on Trickbd.com. |
Instagram এ প্রতিদিন 10K করে Followers নিন 1000% গ্যারান্টি Without Any Problem. Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ট্রিক শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ।
তাহলে শুরু করা যাক । 1. Follower নিতে হলে প্রথমে আমাদের একটি Apps Download করে নিতে হবে । এখান থেকে Download করুন । আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো । The post Instagram এ প্রতিদিন 10K করে Followers নিন 1000% গ্যারান্টি Without Any Problem. appeared first on Trickbd.com. |
আমাদের শরীরে হার্ট অ্যাটাকের আগেই যে লক্ষণ গুলো দেখা যায়। আসুন সবাই জেনে নিই Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । শরীরে হার্ট অ্যাটাকের আগেই যে লক্ষণ গুলো দেখা যায়
আবার আপনি যদি আগেই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো ধরতে পারেন তাহলে অকাল মৃত্যু এড়ানো সম্ভব হতে পারে।আমাদের দেহ এক মাস আগে থেকেই দেহ কিছু সতর্কতা সংকেত দিতে শুরু করে।হার্ট অ্যাটাকের আগে শরীরে সিগনাল দেয়, তা নিচে তুলে ধরা হলো- আমাদের শরীরে রক্ত প্রবাহ কমে গেলে এবং অতিরিক্ত পরিমাণে তেল চর্বি খাওয়ার কারণে বাধাগ্রস্ত হলে এমনটা হয়।শরীরে মাংস পেশিগুলো আস্তে আস্তে দূর্বল হয়ে পড়ে। আমাদের শরীরে রক্তের প্রবাহ কমে গেলে ঝিমুনি দেখা দেয়। ঝিমুনি দেখা দেওয়া কারণ হলো আমাদের মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচল করতে পারনা। এই জন্য ঝিমুনি আসে। শরীরে রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে দেহে ঘাম ঝরলে স্যাঁতসেতে ও ঠান্ডা ভাব অনুভূত হবে।এটিও একটি হার্ট অ্যাটাকের লক্ষণ। আমাদের শরীরের যেসব অঙ্গ গুলোতে ব্যাথা অনুভূত হবে সেগুলো হচ্ছে বুক, বাহু, পিঠ এবং কাঁধে ব্যাথা এগুলো ব্যাথা করলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।বুকের মধ্যে ব্যাথা ও সংকোচন হৃৎপিণ্ডের অসুস্থতার একটি বড় লক্ষণ। যারা হার্ট অ্যাটাকের শিকার হয় তাদের অনেকেরই এক মাস আগে কোথাই ঠান্ডা-সর্দি বা ফ্লু-তে আক্রান্ত হতে দেখা যায়। এগুলো হলে সতর্ক হবেন। আমাদের ফুসফুসে পরিমাণ মতো অক্সিজেন সরবরাহ ও রক্ত সরবরাহ না হলে এ ধরনের সমস্যা দেখা যায়। কারো হার্টের সমস্যা থাকলে ফুসফুসে রক্ত চলাচল কমে যায়।আবার শ্বাস ছোট হয়ে যাওয়ার মতো সমস্যা হয়। হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে বমিভাব, বদহজম, বুক হৃৎপিণ্ডে জ্বালাপোড়া করা ইত্যাদি। আমাদের পরিবার গ্রামে কারো এই লক্ষণগুলো দেখা গেলেও হৃদরোগের ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post আমাদের শরীরে হার্ট অ্যাটাকের আগেই যে লক্ষণ গুলো দেখা যায়। আসুন সবাই জেনে নিই appeared first on Trickbd.com. |
কিডনি ভাল রাখার ৮ টি উপায়, আমাদের সবার জানা উচিৎ। Posted: আসসালামুআলাইকুম। ও হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন। ২] প্রতিবছর কিডনি চেক করানোঃ যারা কিডনির সমস্যায় বেশি ঝুকিতে আছে, বা যাদের বয়স ৬০ এর বেশি। এবং যাদের ডায়াবেটিস আছে, উচ্চ ব্লাড প্রেসার আছে যাদের। ও যাদের মেদ বেশি, তাদের উচিৎ প্রতিবছর একবার করে হলে ও কিডনি চেক করানো। কারন উক্ত সমস্যা গুলো থাকলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের এ দিকে ভালভাবে লক্ষ্য রাখতে হবে। ৩] পেইনকিলার বেশি দিন নেবেন নাঃ অনেকদিন ধরে ব্যাথার ঔষুদ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। অনেক দিন হলে কিডনির সমস্যা থাকলে, বাজারে পাওয়া যায় এমন পেইনকিলার নিলে অনেক বেশি সমস্যা হতে পারে। এদিকে লক্ষ্য রাখতে হবে। তাই পেইনকিলার বেশিদিন নেয়া উচিৎ না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিৎ ও পেইনকিলার নেয়া উচিৎ । ৪] পর্যাপ্ত পরিমান পানি খাবেনঃ শরীর থেকে হানিকর পদার্থ বের করে দেয়ার জন্য কিডনিতে পানির অনেক দরকার।এজন্য দিনে এক থেকে দেড় লিটার পানি খাওয়া দরকার। ক্রীয়াবিদদের আরো বেশি পানি দরকার। আমাদের শরীরের ৭০ ভাগ ই পানি। তাই পানি আমাদের শরীরের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই আমাদের পানি পান করা উচিৎ। ৫] ধূমপান ছাড়ুনঃ ধূমপান করলে আমাদের কিডনির অনেক ক্ষতি হয়। ব্লাড ভেসেল এর সব চেয়ে বেশি ক্ষতি করে এই ধূমপান৷ তাছাড়া ধূমপান তো স্বাস্থের জন্য ক্ষতিকর। তাই আমাদের ধূমপান এই বদ অভ্যাস আমাদের বাদ দিতে হবে। ৬] ব্লাড সুগার চেক করানঃ ব্লাড সুগারের লেভেল স্টেডি থাকা চাই।উচ্চ ব্লাড সুগার কিডনির ভিতরের ব্লাড এর সমস্যা সৃষ্টি করতে পারে৷ যার কারনে আমাদের কিডনির অনেক বড় সমস্যা দেখা দিতে পারে।এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।আমাদের নিয়মির ব্লাড সুগার চেক করানো দরকার। ৭] স্বাস্থকর খাবার খাবেনঃ স্বাস্থকর খাবার আমাদের দেহের জন্য খুব ই গুরুত্বপূর্ণ। তাই আমাদের ফলমূল, শাক- সবজি বেশি করে খাওয়া উচিৎ। আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে,লবন আমাদের কিডনি ক্ষতি করে৷ তাই আমাদের কিডনি ভাল রাখতে স্বাস্থকর খাবার আমাদের খাওয়া উচিৎ। ৮] ব্লাড প্রেসার এর খেয়াল রাখুনঃ ব্লাড প্রেসার আমাদের কিডনিতে অনেক প্রভাব ফেলে। উক্ত দিকগুলো আমাদের সবার মেনে, সতর্কতার সহিত চলা উচিৎ। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post কিডনি ভাল রাখার ৮ টি উপায়, আমাদের সবার জানা উচিৎ। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments