Camtasia 2020,Video Editing Software ডাউনলোড করুন ফ্রিতেই All features Unlocked |
- Camtasia 2020,Video Editing Software ডাউনলোড করুন ফ্রিতেই All features Unlocked
- দারুচিনির ঔষুধি গুন ও উপকারিতা গুলো জেনে নিন
- ফেসবুক আইডিতেও এখন পেইজের মতো পোস্ট পিন করুন
- (২০২১) ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন।
- ডাউনলোড করে নিন ট্রেনে ভ্রমণকারীদের জন্য দারুন একটি অ্যাপ!
- ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, 6 /8 GB RAM ও ৫০২০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Xiaomi Redmi Note 10 Pro
- নিয়ে নিন 50x Zee5 Crack Premium Account 1 বছরের জন্য .
- Windows 10 এর কিছু Keyboard Shortcut Part-02
Camtasia 2020,Video Editing Software ডাউনলোড করুন ফ্রিতেই All features Unlocked Posted: Howdy Everyone,
Download Camtasia 2020- Mega Drive
যেভাবে Install করবেন- 1. প্রথমে Mega Drive থেকে Fileটি Download করে নিন 2. যদি আগে Camtasia Old version install থাকে ঐটা Uninstall করে নিন (delete old file also) 3. এবার Windows security সব Off করে দিন 4. Mega থেকে Download করা Folder থেকে Camtasia.exe file Run as administrator হিসেবে Open করুন 5. install এরপর software যেন Open না হয় সেজন্য “start after install” এ Untic করুন ( perfectly shown on tutorial) 6. Install শেষ হওয়ার পর Activation.exe তে double click করুন তারপর install এ click করার সাথে সাথে activate হয় যাবে camtasia. 7. এখন C:\Program Files\TechSmith\Camtasia 2020 এই file location এ গিয়ে camrecorder.exe তে right click করুন 8. এবার properties select করুন 9. Properties এর compatibility option এর নিচে change setting for all user এ click করুন 10. এবার নতুন যে drawer open হবে ঐটার সব কিছুতে untic করবেন শুধুমাত্র “run as administrator এ tic দিবেন। তারপর apply click করবেন 11. এবার ok > ok press করে বের হয়ে আসুন 12. Camtasia open করে Help > About Camtasia তে click করে দেখুন Multi user License করা message show করবে
Screenshot add করলাম না দুঃখিত, যদি বুঝতে অসুবিধা হয় Tutorialটি দেখে নিন
Tutorial:- Bandicam এ screen-record করার সময় Mouse Cursor fuction এ click করতে ভুলে গেছিলাম, যার কারণে videoতে Mouse cursor নিখোজ….
SPECIAL NOTE -.- TURN OFF WINDOWS DEFENDER / ANTI-VIRUS from your Computer while installing Camtasia Studio
Bye The post Camtasia 2020,Video Editing Software ডাউনলোড করুন ফ্রিতেই All features Unlocked appeared first on Trickbd.com. |
দারুচিনির ঔষুধি গুন ও উপকারিতা গুলো জেনে নিন Posted: আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো দারুচিনির ঔষুধি গুন ও উপকারিতা। আমরা খাবার সময় দারুচিনি দেখে ফেলে দেই। এবং অনেক সময় দারুচিনি খাবারে থাকলে আমরা বিরক্ত বোধ করি। কিন্তু আমরা জানি না যে এই দারুচিনিতে অনেক উপকারিতা ও ঔষুধি গুন রয়েছে। যা আমরা কল্পনা ও করতে পারি না।আজকের পোস্ট টা ভালভাবে পড়লে আপনি দারুচিনির ঔষুধি গুন গুলো জানতে পারবেন।অনেকে দারুচিনির এই ঔষুধি গুন গুলো জানে না। ১) আর্থারাইটিসের সমস্যায় যারা ভুগছেন,তাদের জন্য এই দারুচিনি অনেক অনেক উপকারী। এক কাপ গরম পানির মধ্য ২ চামচ মধু এবং দারুচিনির গুড়ো মিশিয়ে সকাল সন্ধ্যা খেতে পারেন। আপনি ভাল উপকার পাবেন। সুত্রঃ ডাঃ জোকারস। ২) নিয়মিত এই দারুচিনি খেলে স্মৃতিশক্তি অনেকগুনে বৃদ্ধি পায়। ৩) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুচিনি খুব উপকারী। দারুচিনি,দুর্বাঘাস,হলুদ সমপরিমান মিশিয়ে পেস্ট তৈরী করে ত্বকে লাগান।তৈলাক্ত ত্বক,ব্রন দূর হবে,পাশা পাশি ত্বকের উজ্জ্বলতা ও অনেক গুন বেড়ে যাবে। ৪) খুসখুসে কাশি,ঠান্ডা, গলা ব্যাথা মধু,চায়ের সাথে দারুচিনি মিশিয়ে খেলে অনেক ভাল উপকার পাওয়া যায়। ৫) বাতের ব্যাথা ও শরীরের হাড়ের ব্যাথা উপশমের জন্য দারুচিনি খুব উপকারী। আধা চামচ দারুচিনির গুড়া,এক চামচ মধুর সাথে মিশিয়ে খেলে ব্যাথা দূর হয়ে যায়।দারুচিনির গুড়া মিশ্রিত সরিষার তেল শরীরের মালিশ করলে ব্যাথা দূর হয়ে যায়। ৬) যাদের জয়েন্ট এর সমস্যা তাদের জন্য দারুচিনি খুব ই উপকারী । হালকা গরম পানির মধ্য এক চামচ মধু এবং দারুচিনির গুড়া মিশিয়ে এবং ব্যাথার স্থানে ভালভাবে মালিশ করুন। এভাবে ২-৪ দিন মালিশ করলে দেখবেন ব্যাথা কমে গেছে। ৭) দারুচিনি পেটের সমস্যা দূর করতে অনেক কার্যকারী।এটি পেটের ব্যাথা দূর করে।পেট পরিস্কার করতে সাহায্য করে।রাতে শোয়ার আগে দারুচিনির সাথে হরীতকীয় এর গুড়া মিশিয়ে খেলে ভাল উপকার পাওয়া যায়। ৮) দারুচিনি রক্তের খারাপ কোলেস্টেরল এর মাত্রা কমায়। ও রক্তের সর্কার মাত্রা নিয়ন্ত্রন করে।এবং টাইপ -২ ডায়াবেটিস এর রোগীদের জন্য খুব উপকারী। প্রতিদিন মাত্র আধা চা চামচ দারুচিনির গুড়া খাবেন।অনেক উপকার পাবেন। ৯) ঈস্ট, ছত্রাক,ঘটিত ইনফেকশন দূর করতে দারুচিনির ভুমিকা অপরসীম।এছাড়া দারুচিনি রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ১০) দারুচিনি মরন ব্যাধি লিম্ফোসাইটিক লিউকোমিয়ার বিস্তার রোধ করে।রক্ত জমাট যাতে না বাধে এদিকে ও অনেক উপকারী। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post দারুচিনির ঔষুধি গুন ও উপকারিতা গুলো জেনে নিন appeared first on Trickbd.com. |
ফেসবুক আইডিতেও এখন পেইজের মতো পোস্ট পিন করুন Posted: ফেসবুক পেইজের অন্যতম একটা ফিচার হলো পিন পোস্ট । এই ফিচারটার মাধ্যমে যেকোন পোস্ট অথবা ভিডিও পেইজের টপে পিন করার মাধ্যমে হাইলাইট করা যায় । যেভাবে পোস্ট পিন করবেনপ্রথমেই আপনার প্রোফাইল থেকে যেকোন একটা পোস্টের থ্রি ডট আইকনে ক্লিক করুন তারপর Pin Post অপশনে ক্লিক করে পিন করতে পারবেন । যখন কেউ আপনার প্রোফাইলে আসবে এরকম দেখতে পারবে
বিঃ দ্রঃ এই ফিচারটি আমি আমার পিসি থেকে পেয়েছি । মোবাইলে এখনো পাই নাই । মোবাইল ইউজার যারা আছেন ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মুড অন করে ট্রাই করে দেখতে পারেন ।
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ ★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন ★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন! ★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন ! ★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free!
The post ফেসবুক আইডিতেও এখন পেইজের মতো পোস্ট পিন করুন 😘 appeared first on Trickbd.com. |
Posted: ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে গতবছরের মত এ বছরও মূল্যায়ন করা হবে। আগামি ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে ২৫ তারিখ এ ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতি সপ্তাহ শুরুর দুইদিন আগে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন ইত্যাদির মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলোর শাব্দিক মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করেছে অধিদপ্তর। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে। আবারও নতুন করে সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ২০ মার্চ থেকে অ্যাসাইনমেন্ট প্রদান ও জমা নেয়ার কাজ শুরু হবে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোন ধরণের পরীক্ষা বা বাড়ীর কাজ শিক্ষার্থীদের দেয়া হবে না।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন!
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!Airtel সিমে ফ্রি ২জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post (২০২১) ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন। appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন ট্রেনে ভ্রমণকারীদের জন্য দারুন একটি অ্যাপ! Posted: বিসমিল্লাহির রাহমানির রাহীম অনেকদিন পর ট্রিকবিডিতে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হলাম। কর্ম ব্যস্ততার দরুন নতুন পোস্ট দেওয়া সম্ভব হয় না; যদিও প্রতিদিনই ট্রিকবিডিতে একাধিকবার ভিজিট করা হয়। আশাকরি, আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য দারুন একটি অ্যাপ নিয়ে হাজির হলাম। আমরা সবাই কমবেশি ট্রেনে যাতায়াত করি। এই ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। যেমন ট্রেন ধরার জন্য নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে এসে অপেক্ষা করছি; কিন্তু নির্ধারিত সময় পার হলেও ট্রেন স্টেশনে পৌঁছেনি এবং ট্রেনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই খুব বিরক্তি অনুভব হয়। আবার লাইভ ট্র্যাকিং -এর জন্য নির্ধারিত নিয়মে এসএমএস করেও অনেক সময় সঠিক তথ্য পাওয়া সম্ভব হয় না। কিন্তু প্রতি এসএমএস -এর জন্য ৪ টাকা চার্জ তো আছেই। এখন যদি আপনি স্টেশনে যাওয়ার আগে বাড়িতে থেকেই আপনার কাঙ্খিত ট্রেনের ক্যান্টিনে অবস্থানরত কোন স্টাফকে কল করে ট্রেনের বর্তমান অবস্থান সম্পর্কে জেনে নিতে পারেন, তাহলে বিষয়টি কেমন হবে? অবশ্যই অনেক ভালো হবে! ট্রেন ফেল করার অজানা আশঙ্কা আপনাকে আতঙ্কিত করবে না এবং স্বাচ্ছন্দ্যে যাত্রা-প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন, তাইনা?! হ্যাঁ, এমন দারুন ফিচার সম্বলিত একটি অ্যাপ সম্প্রতি নজরে আসে। তবে এটি এখনও প্লেস্টোরে এভেইলেবল না। অ্যাপটি দেখে যা বুঝা যায়, তা প্রফেশনাল কোন ডেভলপারের তৈরী নয়। তাই সবদিক থেকে অ্যাপটি প্রফেশনাল লেভেলের নয় এবং প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে না। তবে অবশ্যই আমি এই অ্যাপের মাধ্যমে উপকৃত হচ্ছি। আমার মত আপনাদের অনেকেই উপকৃত হবেন ভেবেই এখানে শেয়ার করা। কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হবে তা অ্যাপের মধ্যেই দেওয়া আছে। তাই ব্যবহারের নিয়ম হুবহু অ্যাপ থেকে তুলে ধরা হলো:- “ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনো জটিলতা নেই। যেকোনো ইউজার দেখলেই বুঝবেন কিভাবে ব্যবহার করতে হয়। তারপরও দুই একটি বিষয় বলে দিচ্ছি..“সকল আন্তঃনগর ট্রেন” বাটনটি ক্লিক করলে বাংলা বর্ণমালার বিন্যাস অনুযায়ী বাংলাদেশের সকল আন্তঃনগর ট্রেনের নাম প্রদর্শিত হবে। সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ট্রেনের নামের উপর ক্লিক করলে ট্রেন-নাম্বার সহ একটি সংক্ষিপ্ত বিবরণ এবং একটি সবুজ ডায়ালার আইকন প্রদর্শিত হবে। ঐ সবুজ আইকনে ক্লিক করলেই নির্দিষ্ট নাম্বারে কল চলে যাবে। একটি লক্ষণীয় বিষয়: সুতরাং শুধু ট্রেনের নাম দেখেই কল দিলে অনেক ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে পারেন। তাই কল দেওয়ার আগে আপনার টিকিটে উল্লিখিত ট্রেনের নাম্বার অবশ্যই দেখে নিবেন।” এই অ্যাপটি তৈরি করতে যে সংশ্লিষ্ট ব্যক্তির অনেক সময় ও শ্রম ব্যয় করতে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের উচিত অ্যাপ সম্পর্কে পরামর্শ ও মতামত দিয়ে উক্ত ব্যক্তিকে উৎসাহ দান করা। অ্যাপের কিছু স্ক্রীনশট:সুতরাং “ট্রেন কোথায়” নামক মাত্র ৬ এমবির এই দারুণ অ্যাপটি সরাসরি গুগল ড্রাইভ থেকে এখনই ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন! The post ডাউনলোড করে নিন ট্রেনে ভ্রমণকারীদের জন্য দারুন একটি অ্যাপ! appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । Xiaomi Redmi Note 10 Proমোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। Xiaomi Redmi Note 10 Pro ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে চারটি ক্যামেরা এগুলো রেজুলেশন হচ্ছে Quad 108+8+5+2 Megapixel সামনে একটি ক্যামেরা রয়েছে সেটার রেজুলেশন হচ্ছে 16 Megapixel। Xiaomi Redmi Note 10 Pro ফোনটিতে ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার ৫০২০ এমএএইচ । চলুন দেখে আসা যাক এই মোবাইলটির সম্পন্ন স্পেসিফিকেশন। ফোনের নামঃ Xiaomi Redmi Note 10 Pro প্রথম রিলিজঃMarch 2021 ফোনের কালারঃOnyx Gray, Glacier Blue, Gradient Bronze ডিসপ্লেঃ Xiaomi Redmi Note 10 Pro এর ডিসপ্লের সাইজ 6.67 ইঞ্চি। রেজুলেশন রয়েছে Full HD+ 1080 x 2400 pixels (395 ppi) এবং AMOLED Touchscreen রয়েছে।Corning Gorilla Glass 3 ব্যবহার করা হয়েছে।ফিউচার রয়েছে 120Hz refresh rate, HDR10, 450 nits / 1200 nits পিছনের ক্যামেরাঃ Xiaomi Redmi Note 10 Pro ফোনের পিছনের ক্যামেরার মধ্যে রয়েছে Quad 108+8+5+2 Megapixel ক্যামেরার মধ্যে যে ফিউচার গুলো রয়েছে Dual-pixel PDAF, LED flash, HDR, 118º ultrawide, macro, depth & more এবং ভিডিও রেকর্ডিং Ultra HD (2160p) হবে। সামনের ক্যামেরাঃ Xiaomi Redmi Note 10 Pri সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 16 Megapixel ক্যামেরা মধ্যে যে ফিউচার গুলো রয়েছে F/2.5, HDR, 1/3.06″, 1.12µm & more ভিডিও রেকর্ডিং রয়েছে Full HD (1080p) ব্যাটারিঃ Xiaomi Redmi Note 10 Pro এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5020 এমএএইচ (non-removable) 33W Fast Charging (59% in 30 minutes) Performance: Xiaomi Redmi Note 10 Pro এর Operating System রয়েছে Android 11 (MIUI 12) চিপসেট রয়েছে Qualcomm Snapdragon 732G (8 nm) প্রসেসর রয়েছে Octa core, up to 2.3 GHz এখানে GPU রয়েছে Adreno 618 স্টোরেজঃ Xiaomi Redmi Note 10 Pro ফোনের RAM রয়েছে 6/8 GB এবং ROM রয়েছে 64 / 128 GB (UFS 2.2) সিকিউরিটিঃ Xiaomi Redmi Note 10 Pro ফোনের Face Unlock রয়েছে। Fingerprint Side-mounted রয়েছে। দামঃ Xiaomi Redmi Note 10 Pro মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, 6 /8 GB RAM ও ৫০২০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Xiaomi Redmi Note 10 Pro appeared first on Trickbd.com. |
নিয়ে নিন 50x Zee5 Crack Premium Account 1 বছরের জন্য . Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন
এখান থেকে একাউন্টগুলো কালেক্ট করুন priyaalagar@gmail.com:chanel_vogue | Plan Name = Premium Pack | Exipry Date = 2021-03-31 | Auto Renwal = false যারা যারা একাউন্ট পাননি , তারা এই গ্রুপে জয়েন হয়ে একটি ম্যাসেজ দিন এবং যেকোনো Premium App, Account, Bin, Udemy Course And Other লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন The post নিয়ে নিন 50x Zee5 Crack Premium Account 1 বছরের জন্য . appeared first on Trickbd.com. |
Windows 10 এর কিছু Keyboard Shortcut Part-02 Posted: প্রতিনিয়ত আমরা Windows ব্যবহারে Mouse দিয়েই সব করে থাকি। আজকে কিছু Windows Shortcut Share করব যা আপনি Keyboard এ সাহায্যে খুব দ্রুতই করতে পারবেন
Read Part-01
ShortCut সমূহ :-
Open Windows Settings Windows এর setting panel এ যেতে যে পরিমান fuction এ যাওয়া লাগে তা এখন থেকে আর লাগবে না। Keyboard এ just Windows + I press করুন setting tab খুলে যাবে।
Screen Record এই record featureটি শুধুমাত্র gaming/browsing এর জন্য কাজ করে Press Windows + Alt + R
Redo An Action কোন কাজ পুনরায় করতে অর্থাৎ একই জিনিস(fuction) বারবার use করতে চাইলে Press Ctrl + Y মূলত এটা Undo এর বিপরীত
Reset Display Driver অনেক সময় display freez হয়ে যায়, যা সত্যিই বিরক্তিকর। তখন display driver automatic reset হয়, তখন display আবার আগের মত দেখায়। কিন্তু এইটা manually করতে press Windows + Ctrl + Shift + B
এই ছিলো কিছু প্রয়োজনীয় Shortcut। আশাকরি উপকৃত হবেন -:Mail:- dex477604@gmail.com The post Windows 10 এর কিছু Keyboard Shortcut Part-02 appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments