মাহে রমজান ২০২১, হিজরী ১৪৪২, সেহরী ও ইফতারের সময়সূচী (ছবি আকারে) |
- মাহে রমজান ২০২১, হিজরী ১৪৪২, সেহরী ও ইফতারের সময়সূচী (ছবি আকারে)
- এই লকডাউনে সময় বাড়ির বাহিরে বের হওয়ার জন্য যেভাবে পাবেন পুলিশের ‘মুভমেন্ট পাস’ বিস্তারিত পোস্ট এ! সবার দেখার অনুরোধ করা হলো!
- Pikbest VIP Premium Claim করুন ০৭ দিনের জন্য (Alternative Of )
- পবিত্র মাহে রমযান মাসে যে ১০ টি কাজ থেকে বিরত থাকবেন,জেনে নিন।
- আসহাবে কাহাফ ১ থেকে ১০ পর্যন্ত পর্ব সম্পূর্ণ বাংলাতে ডাউনলোড করে নিন!
- বিকাশ অ্যাপ এ ‘বার্ড গেম’ খেলে জিতে নিন প্রতিদিন ১০০০ জন টপ স্কোর কারি ১০০ টাকা করে বোনাস
- Express VPN Create করুন 30 দিনের জন্য Temp. Edu Mail ব্যবহার করে
- [MLBB] Hayabusa Shadow of Obscurity Epic স্কিন নিয়ে নিন একদম ফ্রিতে
মাহে রমজান ২০২১, হিজরী ১৪৪২, সেহরী ও ইফতারের সময়সূচী (ছবি আকারে) Posted: বরকতময় সিয়াম সাধনার মাস মাহে রমজানের রোজার সেহরী ও ইফতারের সময়সূচী দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্যে এখানে প্রকাশিত হয়েছে। ১৩ই এপ্রিল সাবান মাসের ৩০দিন পূর্ণ হয়েছে। সুতরাং ১৪ এপ্রিল থেকে ১৪৪২ হিজরীর পবিত্র রমজান মাস শুরু হবে, এক্ষেত্রে ১৩ এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশের মুসলমানদেরকে সেহরী খেয়ে রোজা শুরু করতে হবে। দেশের সকল জেলার অধিবাসীগনই ঢাকা জেলার সময়ের সাথে তাদের জেলার উল্লেখিত সময় সামঞ্জস্য করে এই সূচী অনুসরণ করতে পারবেন। মাহে রমজানের সেহরী ও ইফতারের সময়সূচী আরবী/হিজরি বছর একটি চন্দ্র বর্ষ যা ইসলাম ধর্মের প্রবর্তক মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সঃ) তাঁর জন্মস্থান মক্কা থেকে মদিনায় হিজরত (সফর) করার সময় থেকে মুসলমানগন গণনা করে আসছে। আর হিজরি বছরের ৯ম মাস মাহে রমজান যা মুসলমানদের জন্যে রহমত, বরকত ও নাজাত লাভের এক মহাপবিত্র মাস। রমজান মাসের পুরো মাস ব্যাপি মুসলমানগন সিয়াম পালন করে থাকেন ও সবসময় আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখেন। এই মাসে আল্লাহর ইবাদত করলে অন্য যে কোন মাসের তুলনায় বেশি নেকী পাওয়া যায়। পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কতৃক প্রকাশিত সেহরী ও ইফতারের সময়সূচী অনুসুরন করে বরাবরের মত এবারও আলোরমেলা আপনাদের জন্যে একটি চমৎকার রোজার ক্যালেন্ডার তৈরী করেছে। ক্যালেন্ডারটি আপনি নিচের এ্যাটাচমেন্ট (সংযুক্তি) থেকে পিডিএফ বা ছবি আকারে ডাউনলোড করে প্রিন্ট করে বা আপনার স্মার্ট ফোনে রেখে অনুসরন করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার পরিচিত জনদেরকেও। এছাড়াও আপনার নিশ্চই ইতিমধ্যে খেয়াল করেছেন যে ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের সুবিধার্থে আলোরমেলার ডান পাশে সাইডবারের (মোবাইল স্ক্রিনে নীচে) প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজের সময়সূচী প্রকাশিত হয়ে থাকে। ঢাকার সময় অনুযায়ী প্রকাশিত এই সূচীর সাথে আপনার এলাকার সময়ের সমন্বয় করে ব্যবহার করতে পারেন। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস শুরু হবে এবং শেষ হবে। সতর্কতার জন্যে সূর্যাস্তের তিন মিনিট পর ইফতার ও মাগরিবের আযানের সময় নির্ধারন করা হয়েছে এবং একই ভাবে সতর্কতার জন্যে সুবহি সাদিকের তিন মিনিট আগে সেহরির শেষ সময় নির্ধারন করা হয়েছে আর ফজরের আযান দিতে হবে সুবহি সাদিকের তিন মিনিট পর অর্থাৎ সেহরির শেষ সময়ে ছয় মিনিট পর ফজরের আযান দিতে হবে। রোজার নিয়তঃ
ইফতারের দোয়াঃ
The post মাহে রমজান ২০২১, হিজরী ১৪৪২, সেহরী ও ইফতারের সময়সূচী (ছবি আকারে) appeared first on Trickbd.com. |
Posted: করোনা সংক্রমণ রোধে (১৪) বুধবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময় চলাচল নিয়ন্ত্রণে রাস্তায় টহল দেবে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে কাউকে রাস্তায় নামতে দেবে না পুলিশ। বিশেষ বা জরুরি প্রয়োজনের কিছু বিষয় এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। এসব বিষয়ও যাচাই করবে টহলরত পুলিশ। এই সময়ে চলাচলের জন্য পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। ‘মুভমেন্ট পাস’ ছাড়া বাড়ির বাহিরে বের হতে পারবেন না। লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি বিষয়ে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। যেমনঃমুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি ক্যাটাগরিতে দেওয়া হবে এই ‘মুভমেন্ট পাস’। চেকপোস্টে পুলিশ ধরলে মুভমেন্ট পাস দেখালে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আবেদনকারীর তথ্য ও যাত্রার কারণ নিশ্চিত করে ছেড়ে দিবে! প্রতিটি পাস একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ যাওয়া-আসার জন্য আলাদা আলাদা পাস সংগ্রহ করতে হবে। তো দেখে নিয়া যাক মুভমেন্ট পাস নিতে কি কি লাগবে১) ব্যক্তির নাম, ২) মোবাইল ফোন নম্বর ৩) জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স ৪) যে স্থানে যাচ্ছেন সে জায়গার নাম ৫) যেখান থেকে যাবেন সেই স্থানের নাম ৬) আপনার যাত্রার কারণ মুভমেন্ট পাস কি ভাবে নিবেন।প্রথমে এখানে ক্লিক করুন ঢুকুন তার পর আপনার ফোন নাম্বার দিয়ে সাবমিট তে ক্লিক করুন। তার পর আপনার জন্ম তারিখ দিয়ে দিয়ে সাবমিট এ ক্লিক করুন ( আপনার জন্ম তারিখ যদি ১১-০৮-২০০২ এই রকম হয় তা হলে বসে দিবেন এই ভাবে ১১০৮২০০২) তার পর নিচের তথ্য গুলা দিয়ে পূর করেন। তার পর মুভমেন্ট পাস তৈরি হয়ে গিয়েছে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিন
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post এই লকডাউনে সময় বাড়ির বাহিরে বের হওয়ার জন্য যেভাবে পাবেন পুলিশের 'মুভমেন্ট পাস' বিস্তারিত পোস্ট এ! সবার দেখার অনুরোধ করা হলো! appeared first on Trickbd.com. |
Pikbest VIP Premium Claim করুন ০৭ দিনের জন্য (Alternative Of ) Posted: Howdy Everyone,
1. প্রথমে এই Site এ প্রবেশ করুন
2. এবার “Sign in” With Google/facebook/twitter Select করুন [Recommend Google Account]
3. ব্যস Google Account Add হয়ে গেলে Pikbest Premium উপভোগ করতে পাবেন Easily। ![]() ![]()
4. তবে Daily Download Limit 10 করে দেয়া হয়েছে তাই বুঝে-শুনে ঠিকমত Download করবেন
Pikbest Free Plan আর Premium VIP Plan এর পার্থক্য #Free Plan এ Daily 1 টা Premium Content Download করত পারবেন #আর Premium VIP Plan এ Daily 10টা যেকোন Premium Content Download করত পারবেন That’s It
Bye The post Pikbest VIP Premium Claim করুন ০৭ দিনের জন্য (Alternative Of 𝐅𝐫𝐞𝐞𝐩𝐢𝐤) appeared first on Trickbd.com. |
পবিত্র মাহে রমযান মাসে যে ১০ টি কাজ থেকে বিরত থাকবেন,জেনে নিন। Posted: আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,পবিত্র রমযান মাসে সে ১০ টি কাজ থেকে বিরত থাকবেন। চলছে পবিত্র রমযান মাস। মুসলমান আমাদের সবার উচিৎ আল্লাহর আনুগত্য প্রকাশ করা,এবং রোযা রাখা। রমযান মাসে এমন কিছু কাজ আছে, যে কাজগুলো থেকে বিরত থাকা উচিৎ। আমরা অনেকে জানি না সে কাজগুলা কি।আজকের এই পোস্ট থেকে কাজ গুলো জেনে নিন।এবং চেস্টা করুন এই কাজগুলো রমযান মাসে কখনো করবেন না।রমযান মাসে অনেক ফজিলত আছে,আমরা এই ফজিলত গুলো মেনে চলবো। আমাদের সবার উচিৎ এই রমযান মাসে নিজেকে পরিবর্তন করা,এবং পাচ ওয়াক্ত নামায পড়ার অভ্যাস করা৷ কথা না বাড়িয়ে শুরু করা যাক, পবিত্র মাহে রমযান মাসে যে ১০ টি কাজ করা থেকে বিরত থাকবেনঃ ![]() ১) দুনিয়াবি কাজে মগ্ন থাকাঃ রমযান মাসে আমরা দুনিয়াবি কাজে ব্যাস্ত থাকি,আসলে এটা ঠিক না।কারন রমযান মাসে বেশি বেশি আমল করতে হবে। অন্তত রমযান মাসে আমাদের এই দুনিয়াবি কাজ ঝেড়ে নিজেকে পরিবর্তন করতে হবে,এবং বেশি বেশি ইবাদত ও আমল করতে হবে। ২) ফরয নামাজ আদায় এর অলসতাঃ পবিত্র রমযান মাসে জামআতের সাথে ফরয নামায আদায় করতে হবে।অনেকে অলসতার কারনে ফরয নামায আদায় করে না। আমাদের সবার উচিৎ ফরয নামায কাযা না করা। কারন রমযান মাসে অনেক ফজিলত আছে।তাই আমাদের এই কাজ গুলো কখনো বাদ দেয়া উচিৎ না। ৩) তাড়াহুড়ো করে কুরআন খতমঃ অনেকে রমযান মাসে তাড়াহুড়ো করে কুরআন পড়ে এবং তাড়াতাড়ি পড়া শেষ করে খতম দেয় এই পবিত্র রমযান মাসে। কিন্তু তাড়াতাড়ি করে কুরআন পড়লে কুরআনের হক আদায় হয় না।হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত, যে কুরআন সুন্দর উচ্চারণে পড়ে না,সে আমার উম্মতের মধ্য শামিল না- সহি বুখারী -৭৫২৭। ৪) অপচয় ও অপব্যায় করাঃ অপচয় করা থেকে বিরত থাকুন। বিশেষ করে এই রমযান মাসে অপচয় করা থেকে বিরত থাকুন। কারন অপচয় কারীকে আল্লাহ পছন্দ করে না।ইফতার ও সেহরিতে অপব্যায় করবেন না। যে টুকু দরকার সেটুকু ব্যাবহার করুন,অপব্যায় করা উচিৎ না। কুরআনে বলা হয়েছে, “হে বনী আদম! তোমরা প্রতি নামাজে তোমাদের সাজসজ্জা পরিধান করো এবং খাও,পান করো, অপচয় করো না।নিশ্চয় তিনি অপচয় কারীদের পছন্দ করে না। সুরা আরাফ – ৩১। ৫) দান-সাদকা না করাঃ পবিত্র এই মাহে রমযান মাসে, রমযান এর পাশাপাশি আমাদের সবার দান ও সাদকার মাধ্যামে ফজিলত অর্জন করতে হবে।এই রমযান মাসে বেশি দান সাদকা করতে হবে।এতিন,বিধবা এদের প্রতি সহনশীল হতে হবে। এবং যাদের প্রতি জাকাত ফরয রয়েছে,তাদের জাকাত দিতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও এই মাসে বেশি বেশি দান করতেন। তাই আমাদের এই মাসে বেশি বেশি ফজিলত অর্জন করতে হবে। ৬) সুন্যাহ ত্যাগ করাঃ পবিত্র রমযান মাসে সুন্যাহ ত্যাগ করা যাবে না।এই মাসে আমাদের প্রত্যোকটা আমল হবে সুন্যাহ মোতাবেক। তাই এই রমযান মাসে আমাদের আমল সুন্যাহ মোতাবেক করা উচিৎ। ৭) মিথ্যা কথা ক অন্যান্য পাপ কাজঃ রোযাদার ব্যাক্তি মিথ্যা বলা ও পাপকাজ থেকে বিরত থাকা উচিৎ। আল্লাহ তো সব দেখছেন, তাই পবিত্র রমযান মাসে আমাদের মিথ্যা কথা বলা ও পাপকাজ থেকে বিরত থাকা উচিৎ। এই মাস থেকে আমাদের শিক্ষা নেয়া উচিৎ। ৮) লাইলাতুলকদর তালাশ না করাঃ রমযান মাসে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের এর থেকে উত্তম, সে রাত হলো লাইলাতুলকদর এর রাত। পবিত্র কুরআনে বলা হয়েছে, “কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম” সুরা কদর -৪। ৯) বিলম্বে ইফতার করাঃ বিলম্বে ইফতার করা থেকে বিরত থাকতে হবে।সময় মতো ইফতার করতে হবে। কারন আল্লাহ তো সব দেখেন, আল্লাহকে তো কোনো কাজে ফাকি দেয়া যাবে না। তাই আমাদের উচিৎ বিলম্বে ইফতার না করা। ১০) সাহরি না খাওয়াঃ অনেকে সাহরি না খেয়ে আগে রাতে শুয়ে পড়েন। এই কাজটা কখনো করা উচিৎ না,এটা সুন্যাহ পরিপন্থি। কারন ইহুদি ও খ্রিস্টান রা সাহরি খায় না। তাই এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post পবিত্র মাহে রমযান মাসে যে ১০ টি কাজ থেকে বিরত থাকবেন,জেনে নিন। appeared first on Trickbd.com. |
আসহাবে কাহাফ ১ থেকে ১০ পর্যন্ত পর্ব সম্পূর্ণ বাংলাতে ডাউনলোড করে নিন! Posted: আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা।আশা করছি আল্লাহ তায়ালার রহমতে আপনারা সকলেই ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভাল আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমরা কম-বেশি অনেকেই আছি যারা আসহাবে কাহাফের কাহিনী জানি। এই কাহিনী নিয়ে অনেক আগেই একটি টিভি সিরিজ সম্প্রচারিত হয়েছিল।আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফে যতগুলো ঘটনা বর্ণনা করেছেন তার প্রত্যেকটি থেকেই আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে। তবে আমাদের মাঝে এমন অনেকেই রয়েছে যারা এই ঘটনাগুলো অতটা সুস্পষ্টভাবে বলতে না পারায় আমরা এই প্রাচীন ঘটনাগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে পারি না। এ রকম একটি ঘটনা হচ্ছে আসহাবে কাহাফ, যা আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআন শরীফে বর্ণনা করেছেন।
আসহাবে কাহাফ এর অর্থ হচ্ছে গুহাবাসী। তবে এই ঘটনার নির্দিষ্ট কোন স্থানে বা কোন দেশে হয়েছিল সেটা কোথাও ক্লিয়ার করে বলা হয়নি। তবে অনেকেই ধারণা করে থাকেন যে এই ঘটনা প্রাচীন গ্রিসের কোন এক স্থানে ঘটেছিল। তবে যে স্থানে এই ঘটনাটি ঘটেছিল ভৌগোলিকভাবে সেটি এখন তুরস্কের মধ্যে অবস্থিত।
আসহাবে কাহাফ এর ক্লিয়ার প্রিন্ট পেতে আমার অনেক সমস্যা হয়েছিল। যে ওয়েবসাইটে সংগ্রহ করেছি সেটাতে ১ থেকে ১০ পর্ব পর্যন্ত দেওয়া রয়েছে। যেখানে আসহাবে কাহাব টোটাল ৪০ পর্ব। তাদের সাথে যোগাযোগ করে তারা বলেছে বাকি পর্বগুলো তারা খুব দ্রুত আপডেট করবে।তখন সেগুলো আমি ট্রিকবিডি তে পোস্ট করে আপনাদের ডাউনলোডের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ।১ থেকে ১০ পর্ব এর ডাউনলোড লিংক:Click HereThe post আসহাবে কাহাফ ১ থেকে ১০ পর্যন্ত পর্ব সম্পূর্ণ বাংলাতে ডাউনলোড করে নিন! appeared first on Trickbd.com. |
বিকাশ অ্যাপ এ ‘বার্ড গেম’ খেলে জিতে নিন প্রতিদিন ১০০০ জন টপ স্কোর কারি ১০০ টাকা করে বোনাস Posted: বিকাশ অ্যাপে বার্ড গেম খেললেই প্রতিদিন ১০০০ জন টপ স্কোর কারিরা নিয়ে নিন ১০০ টাকা করে বোনাস। আর এই ১০০ টাকা বোনাস পাবেন বিকাশ একাউন্ট এ গেম শুরু করার আগে ফ্রি তে ৩ টি লাইফ পাবেন তা শেষ হলে বিকাশ অ্যাপ দিয়ে ৫ টাকা ডোনেট দিয়ে ১,০০০টি লাইফ নিতে পারবেন, আর এই ৫ টাকা চলে যাবে বিদ্যানন্দ ফাউন্ডেশনে প্রতিদিনের বিজয়ীদের নাম পরের দিন দুপুর ১টায় ঘোষণা করা হবে বিজয়ীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন বিজয়ী হয়ে ২ কার্যদিবসের মধ্যে বোনাস পেয়ে যাবেন। চ্যাম্পিয়নশিপ চলবে ৭ মে, ২০২১(রাত ১১:৫৯) পর্যন্ত.! গেমস খেলতে প্রথমে বিকাশ অ্যাপ এ ঢুকে আরো তে ক্লিক করুন। 'বার্ড গেম' তে ক্লিক করুন আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিনযেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post বিকাশ অ্যাপ এ 'বার্ড গেম' খেলে জিতে নিন প্রতিদিন ১০০০ জন টপ স্কোর কারি ১০০ টাকা করে বোনাস appeared first on Trickbd.com. |
Express VPN Create করুন 30 দিনের জন্য Temp. Edu Mail ব্যবহার করে Posted: Howdy Everyone,
1. এই Link এ প্রবেশ করুন এবং যে Temp. Mailটি Show করবে ঐটার Last এ .edu আছে কিনা Check করে নিবেন
2. যদি .edu যুক্ত Mail Generate না হয় তবে Delete Button এ Click করে Pageটি Reload দিন [নিচের এই Process নিয়ে আমার বিগত পোস্ট রয়েছে তাই ScreenShot দিলাম না, বুঝতে অসুবিধা হলে বিগত পোস্টটি পড়ে আসুন ➕ Post Link:- https://trickbd.com/tools/709595 ]
3. এবার .edu mail পেয়ে গেলে ঐ Account দিয়ে Lastpass এ Sign Up করুন 4.Sign Up শেষে Lastpass Edu Promo Page Visit করে 6 Month Lastpass Premium Claim করে নিন 5. তারপর Lastpass এ Login করে “Security Dashboard” এ Click করলে ডানপাশে ExpressVPN 1 Month Trial Link পাবেন, Claim করে নিন
আপনি এই Temp. Edu Mail দিয়ে Skillshare Premium 2 Months পাবেন এবং Canva Edu Activate করতে পারবেন আর Grammarly Edu Possible না
Bye The post Express VPN Create করুন 30 দিনের জন্য Temp. Edu Mail ব্যবহার করে appeared first on Trickbd.com. |
[MLBB] Hayabusa Shadow of Obscurity Epic স্কিন নিয়ে নিন একদম ফ্রিতে Posted:
How To Get Hayabusa Epic Skin Free:1. প্রথমে নিচের লিংক থেকে Hayabusa Shadow of Obscurity স্কিন ফাইলটা ডাউনলোড করে নিন। [Download] কাজ শেষ। এবার এনজয় করুন কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান। The post [MLBB] Hayabusa Shadow of Obscurity Epic স্কিন নিয়ে নিন একদম ফ্রিতে appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments