Search box..

এখন ঘরে বসে ওয়ালটন পণ্য কেনায় আকর্ষণীয় ডিসকাউন্ট

এখন ঘরে বসে ওয়ালটন পণ্য কেনায় আকর্ষণীয় ডিসকাউন্ট


এখন ঘরে বসে ওয়ালটন পণ্য কেনায় আকর্ষণীয় ডিসকাউন্ট

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

এখন ঘরে বসে ওয়ালটন পণ্য কেনায় আকর্ষণীয় ডিসকাউন্ট


মহামারি করোনাভাইরাসের কারণে দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ায় রয়েছে নিষেধাজ্ঞা। এ অবস্থায় ঘরে বসেই প্রয়োজনীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স ও আইটি পণ্য কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির অনলাইন শপ ই-প্লাজা থেকে কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় মূল্যছাড়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে কেনা পণ্যে হোম ডেলিভারিসহ নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন।

ই-প্লাজা eplaza.waltonbd.comথেকে ওয়ালটন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার, ইলেট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্যই কেনা যাচ্ছে। পণ্যভেদে রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, কিস্তি সুবিধা, ডিসকাউন্টসহ জিরো ইন্টারেস্টে ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট) সুবিধা, ফ্রি হোম ডেলিভারি। অনলাইন থেকে কেনা ওয়ালটন পণ্যের মূল্য ক্যাশ অন ডেলিভারি, অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে।

ওয়ালটন ই-প্লাজার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও বিজনেস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর নাফিস ইশতিয়াক জানান, ই-প্লাজা থেকে নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর ক্রয়ে থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ মূল্যছাড়। ১২ মাসের ইএমআই সুবিধায় ওই রেফ্রিজারেটরগুলো কেনার ক্ষেত্রেও সমপরিমাণ মূল্যছাড় উপভোগ করা যাবে। অন্যান্য সব মডেলের ফ্রিজই এমআরপি মূল্যে ঘরে বসে কিনতে পারবেন গ্রাহক। নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে থাকছে হোম ডেলিভারির সুবিধা।

এদিকে নির্দিষ্ট মডেলের এয়ার কন্ডিশনারে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা। আছে ১০ শতাংশ মূল্যছাড়ে ১২ মাসের ইএমআই সুবিধায় এসি কেনার সুযোগ। অন্যান্য সব মডেলের এসি এমআরপি মূল্যে ঘরে বসে কিনতে পারবেন গ্রাহক। সব মডেলের ওয়ালটন এসিতে থাকছে ফ্রি হোম ডেলিভারি ও ফ্রি ইন্সটলেশন সুবিধা।

ই-প্লাজায় সব মডেলের এলইডি, স্মার্ট এলইডি ও ভয়েস কন্ট্রোল টিভিতে রয়েছে ফ্ল্যাট ১০ শতাংশ ডিসকাউন্ট। এছাড়া কিস্তি মেলার আওতায় মাত্র ৯৯৯ টাকা ডাউনপেমেন্টে ঘরে বসেই কিস্তি সুবিধায় টিভি কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। আছে একচেঞ্জ সুবিধায় বিশেষ মূল্যছাড়ে যে কোনো পুরনো টিভি বদলে ওয়ালটনের নতুন টিভি কেনার সুবিধা।

পাশাপাশি, ই-প্লাজা থেকে ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটরসহ বিভিন্ন এক্সেসরিজ ক্রয়ে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান জানান→ ই-প্লাজা থেকে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনায় ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেয়া হচ্ছে। ঘরে বসে মোবাইল ফোন কেনার অর্ডার দেয়ার ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে ডেলিভারি পাচ্ছেন গ্রাহকরা।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০ চালাচ্ছে ওয়ালটন। ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান ক্রেতাদের জন্য নগদ লাখ লাখ টাকা, ফ্রি পণ্যসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দিচ্ছে ওয়ালটন। অনলাইন থেকে কেনা ডিসকাউন্টযুক্ত নির্দিষ্ট মডেলের পণ্য ছাড়া অন্যান্য মডেলের ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, টিভি ও সিলিং ফ্যানে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০ এর সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।

কর্তৃপক্ষ জানায়→ করোনা ভাইরাস দুর্যোগের মধ্যে অনলাইনের মাধ্যমে গ্রাহকদের তথ্য ও সেবা দিচ্ছে ওয়ালটন। পণ্য সংক্রান্ত যে কোনো বিষয় জানতে ওয়ালটনের হটলাইন নম্বরে (১৬২৬৭ এবং ০৯৬১২৩১৬২৬৭) যোগাযোগ করা যাবে। পাশাপাশি গ্রাহকরা ওয়ালটনের ওয়েবসাইট ওয়ালটনবিডি ডটকম Waltonbd.comএবং অফিশিয়াল ফেসবুক পেইজ Waltonbd ভিজিট করতে পারেন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post এখন ঘরে বসে ওয়ালটন পণ্য কেনায় আকর্ষণীয় ডিসকাউন্ট appeared first on Trickbd.com.

��Avira Antivirus Pro Free 3-month license�� (Windows + Mac + Android + iOS)

Posted:

অনেকেই হয়তো আপনার ডিভাইসে কোন ভাইরাস আছে কিনা চেক করতে চাচ্ছেন অথবা প্রিমিয়াম কোন এন্টিভাইরাস কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আভিরা এন্টিভাইরাসটি ফ্রিতেই ৩ মাসের জন্য এখন নিতে পারবেন  😀

 

✏আভিরা অ্যান্টিভাইরাস প্রো একটি কার্যকর অ্যান্টিভাইরাস, ইমেল স্ক্যানিং এমনকি ওয়েব সিকিউরিটির জন্যও । উইন্ডোজ এবং ম্যাকের পাশাপাশি অ্যান্ড্রয়েড এবং আইওএস এও ব্যাবহার  করতে পারবেন।

image

[এই লিংকে] ক্লিক করে একটা জিমেইল আইডি দিয়ে “Get free licence” এ ক্লিক করতে হবে। তারপর একটা মেইল আসবে জিমেইলে, সেখানে “Accept & install” এ ক্লিক করে New Password দিয়ে Activate করে নিতে হবে। ব্যস, হয়ে গেল ৯০ দিনের Subscription Avira Anti-Virus Pro 😘
image
 ❤❤❤ Credit: Toufiq Hasan Kiron  ❤❤❤

—————————————————————————————————————————————————————————-

 💜💜💜 SUBSCRIBE করতে পারেন [ Learn with Mahbub ] ইউটিউব চ্যানেল  💜💜💜

—————————————————————————————————————————————————————————-

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ নিয়ে নিন কম্পিউটারে Screen Record করার জন্য বেস্ট একটি এপ । সাথে স্ক্রিন রেকর্ড করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন! (For Windows Linux and Mac Users)

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে 😰

The post 🔥Avira Antivirus Pro Free 3-month license🔥 (Windows + Mac + Android + iOS) appeared first on Trickbd.com.

[পর্ব ৩১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু সাহাল আল কুহি:-অঙ্কনে ব্যবহৃত কম্পাসের উদ্ভাবক]

Posted:


আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আমার আগের সব পর্ব:-
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ১
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ২

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৩

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৪

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৫

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৬

[পর্ব ৭] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[নাসির আল দীন আল তুসি:-ত্রিকোণমিতির স্রষ্টা,জিজ-ইলখানি উপাত্তের উদ্ভাবক]

[পর্ব ৮] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল ওয়াফা:-ত্রিকোণমিতির মূল স্থপতি]

[পর্ব ৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু মারওয়ান/ইবনে জহুর:-পরভূক জীবাণু বিজ্ঞানের প্রতিষ্ঠাতা,পরীক্ষামূলক সার্জারির জনক, পরীক্ষামূলক শারীরবৃত্তীয়, মানুষের ব্যবচ্ছেদ, অটোপস এর অগ্রদূত]

[পর্ব ১০]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাওয়ার্দি:-বিশুদ্ধতম গণতন্ত্রের প্রবক্তা]

[পর্ব ১১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জাজারি:-মধ্যযুগের শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ]

[পর্ব১২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল কাসিম আল জাহারাবী:-অপারেটিভ/আধুনিক সার্জারীর জনক]

[পর্ব১৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আব্বাস ইবনে ফিরনাস:-বিমানের জনক,প্রথম যিনি উড়েছিলেন আকাশে]

[পর্ব ১৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-কিন্দি:-ফার্মাকোলজির অগ্রদূত, পেরিপ্যাটেটিক দর্শনের জনক,সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী,সাইকোথেরাপি ও সংগীত থেরাপির অগ্রদূত]

[পর্ব ১৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফাতিমা আল ফিহরি:-বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে নারী]

[পর্ব ১৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-খৈয়াম:-বাইনমিয়েল থিওরেমের প্রথম আবিষ্কারক,এনালিটিক্যাল জ্যামিতির জনক]

পর্ব ১৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[জাকারিয়া আল রাযি:-আরবীয় চিকিৎসাশাস্ত্রের প্রাণপুরুষ]

[পর্ব ১৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল ফারাবি:-অ্যারিস্টটলের পর দর্শনের সেকেন্ড মাস্টার,পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী]

[পর্ব ১৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জারকালি:-সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি প্রমাণকারী]

[পর্ব ২০] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনুল-আব্বাস আল-মাজুসী:-ধাত্রীবিদ্যা এবং পেরিনেটোলজি এর অগ্রদূত]
[পর্ব ২১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে তোফায়েল:-প্রথম দার্শনিক উপন্যাস রচয়িতা]

[পর্ব ২২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল বালখি:-যিনি সর্বপ্রথম দেহ ও আত্মা সম্পর্কিত রোগসমূহকে সফলভাবে আলোচনা করেছিলেন]

[পর্ব ২৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ছাবেত ইবনে কোরা:-স্টাটিক্সের প্রতিষ্ঠাতা]

[পর্ব ২৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু কামিল:-এলজাব্রায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী]

[পর্ব ২৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনে সাহল রাব্বান আত তাবারী:-চিকিৎসা বিশ্বকোষ এর অগ্রদূত]

[পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।

[পর্ব ২৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে ইউনুস:-ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক]

[পর্ব ২৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাহানী]

[পর্ব ২৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে বাজা]

[পর্ব 30]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফজলুর রহমান খান:-স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন,Father of tubular designs]

37.আবু সাহাল আল কুহি(অঙ্কনে ব্যবহৃত কম্পাসের উদ্ভাবক)

আল কুহি ছিলেন পার্সিয়ান একজন গণিতজ্ঞ , পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ।তার গণিত ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত অনেকগুলি লেখার জন্য তাকে সর্বশ্রেষ্ঠ মুসলিম জ্যামিতিবিদ হিসাবে বিবেচনা করা হয়।

আল কুহি ৯৪০ সালে ইরানের তাবারিস্তানের কুহি নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। এ গ্রামের নামানুসারে তিনি ইতিহাসে আল-কুহি নামে পরিচিত।তার পুরো নাম আবু সহল ওয়াইজান ইবনে রুস্তম আল-কুহি।

তার নামের সঙ্গে 'রুস্তম’ শব্দটি ইঙ্গিত করছে যে, তিনি পারস্যের বিখ্যাত বীর রুস্তমের বংশধর। তিনি ছিলেন গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী। তার গবেষণার মূল ক্ষেত্র ছিল জ্যামিতি।

সমসাময়িক বিজ্ঞানীরা তাকে সর্বোত্তম জ্যামিতজ্ঞ এবং ওমর খৈয়াম তাকে শ্রেষ্ঠ গণিতজ্ঞ হিসাবে বিবেচনা করতেন। কুহি তার রচনাবলীতে জ্যামিতিক সমস্যার সমাধান দিয়েছেন। পরবর্তীকালে তার জ্যামিতিক সমাধান দিকনির্দেশনা হিসাবে কাজ করে।

ইরানে বুয়েদীয় বংশের শাসন কায়েম হওয়ার সময় তিনি বড় হয়ে উঠছিলেন। বুয়েদীয় বংশ ৯৪৫ থেকে ১০৫৫ সাল পর্যন্ত পশ্চিম ইরান ও ইরাক শাসন করে। ৯৪৫ সালে আহমদ বুয়ে আব্বাসীয় বংশের রাজধানী বাগদাদ দখল করেন। ৯৪৯ থেকে ৯৪৩ সাল পর্যন্ত আদুদ আদ-দৌলার রাজত্বকালে বুয়েদীয় বংশের শাসন উন্নতির শীর্ষ শিখরে আরােহন করে। বাগদাদ থেকে তিনি ইরানের গােটা দক্ষিণাঞ্চল এবং বর্তমান ইরাকের অধিকাংশ শাসন করতেন। বিজ্ঞান ও শিল্পকলার বিরাট পৃষ্ঠপােষক আদুদ অদ-দৌলা বাগদাদে তার রাজদরবারে আল কুহি, আবুল ওয়াফা ও আল-সিজ্জিসহ বেশ কিছু গণিতজ্ঞকে ঠাই দিয়েছিলেন।

৯৬৯ সালে আদুদ আদ-দৌলা সিরাজে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি পর্যবেক্ষণের নির্দেশ দেন। ৯৬৯/৯৭০ সালে আল-কুহি, আল সিজ্জি এবং অন্য জ্যোতির্বিজ্ঞানীরা সিরাজে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি পর্যবেক্ষণ করেন।

আদুদ অদ-দৌলার পুত্র শরাফ উদ-দৌলা ৯৮৩ সালে খলিফা হিসাবে নিযুক্ত হন। তিনি গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানীদের প্রতি সহায়তা অব্যাহত রাখায় আল-কুহি বাগদাদের নতুন খলিফার জন্য কাজ করার সুযােগ পান। খলিফা শরাফ উদ-দৌলা জ্যোতির্বিজ্ঞানী আল-কুহিকে ৭টি গ্রহ পর্যবেক্ষণের নির্দেশ দেন। এজন্য বাগদাদের রাজদরবারে আল-কুহির জন্য একটি মানমন্দির নির্মাণ করা হয়।

কুহির ডিজাইন অনুযায়ী মানমন্দিরের জন্য প্রয়ােজনীয় যন্ত্রপাতি তৈরি করা হয় এবং ভবন নির্মাণ শেষ হলে সেখানে সেগুলাে স্থাপন করা হয়। আল-কুহিকে মানমন্দিরের পরিচালক হিসাবে নিয়ােগ দেয়া হয় এবং ৯৮৮ সালের জুনে আনুষ্ঠানিকভাবে মানমন্দির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বেশ ক’জন জ্যোতির্বিজ্ঞানী উপস্থিত ছিলেন। উপস্থিত জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে আবুল ওয়াফা ছিলেন অন্যতম। শরাফ উদ-দৌলার রাজদরবারে তাকেও নিয়ােগ দেয়া হয়েছিল। মানমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আরেকজন যিনি উপস্থিত ছিলেন তিনি হলেন আবু ইসহাক আল-সাবি। আল-সাবি ছিলেন বাগদাদের দরবারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি ছিলেন গণিতে আগ্রহী।

৯৮৮ সালে কুহি বাগদাদে শরাফ উদ-দৌলার প্রাসাদের বাগানে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে আরাে কয়েকজন জ্যোতির্বিজ্ঞানী উপস্থিত ছিলেন। ৯৮৯ সালে শরাফ উদ-দৌলার মৃত্যু হলে বাগদাদের মানমন্দিরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এসময় বোয়িদ সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে যায়। অর্থনীতিতে মন্দা ভাব দেখা দেয় সেনাবাহিনীর বিদ্রোহ শাসকের জীবনকে দুবির্ষহ করে তােলে। গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণে ভাটার টান লাগে।

আল-কুহি হলেন জ্যামিতির অঙ্কন প্রণালীতে ব্যবহৃত কম্পাসের উদ্ভাবক। ‘রিসালা ফিল বারকার আল-তাম’ (On the perfect Compass)-এ তিনি প্রথম কণিক কম্পাসের বর্ণনা দেন।

কুহি প্রথম এক পা বিশিষ্ট এ কম্পাসের সাহায্যে সরল রেখা, বৃত্ত,উপবৃত্ত ও কোণ অঙ্কন করেন। গ্রন্থটিতে তিনি বিভিন্ন যন্ত্রপাতি তৈরির কলাকৌশল ব্যক্ত করেন। তিনি অভিমত প্রকাশ করেন, যে কেউ সহজে এস্ট্রোল্যাব, সূর্যঘড়ি ও অনুরূপ যন্ত্রপাতি তৈরি করতে পারে।

আল-কুহি তার রিসালা ফিল বারকার আল-তাম’-এর একটি অংশে এস্ট্রোল্যাব নির্মাণের সমস্যাবলী নিয়েও আলােচনা করেছেন। তার উল্লেখিত বইটি দু'টি অংশে বিভক্ত। প্রথমাংশে রয়েছে চারটি অধ্যায় এবং দ্বিতীয়াংশে সাতটি। আল-কুহি তার গ্রন্থে মানচিত্র অঙ্কনের বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন।

আল কুহি গ্রীকদের উচ্চতর জ্যামিতিকে ইসলামী বিশ্বে পুনরুজ্জীবিত এবং চালু করতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি জ্যামিতিতে দ্বিঘাত ও ঘন সমীকরণের সমাধান দিয়েছেন।

কুহি তার গ্রন্থে জ্যামিতিক সমস্যাগুলাের যে সমাধান দিয়েছেন সেগুলাের একটি সম্পর্কে নাসিরুদ্দিন আল-তুসি লিখেছেন, ‘To construct a sphere segment equal in volume to a given sphere segment and equal in area to a second sphere segment- a problem similar to but more diffficult than related problems solved by Archimedes- Al-Quhi constructed the two unknown lengths by intersecting an equilateral hyperbola with a parabola and rigorously discussed the conditions under which the problems is soluble.

অর্থাৎ কোনাে একটি নির্দিষ্ট বৃত্তাংশের সম পরিমাণ এবং দ্বিতীয় আরেকটি বৃত্তাংশের আয়তনের সমান একটি বৃত্তাংশ অঙ্কনের সমস্যা অভিন্ন। তবে আর্কিমিডিস সংশ্লিষ্ট সমস্যার যে সমাধান দিয়েছেন এ সমাধান ছিল তার চেয়ে আরাে কঠিন। আল- কুহি একটি অধিবৃত্তের সহায়তায় একটি সমকোণী পরাবৃত্ত দ্বিখণ্ডিত করার মাধ্যমে দু’টি অজ্ঞাত দৈর্ঘ্য অঙ্কন করেন এবং যেসব শর্তে এ সমস্যার সমাধান করেছেন সেগুলাে নিয়ে ব্যাপকভাবে আলােচনা করেছেন।

ইউক্লিডের এলিমেন্টস’, এপােলনিয়াসের 'কনিক্স’ এবং আর্কিমিডিসের ‘অন দ্য স্ফিয়ার এন্ড সিলিন্ডার’-এর ফলাফল ব্যবহার করে উল্লেখিত এ জ্যামিতিক সমস্যার সমাধান বের করা ছিল একটি ক্লাসিক রীতি । আল-কুহি প্রমাণ করেছেন যে, কোনাে সমাধানের অস্তিত্ব থেকে থাকলে তার স্থানাঙ্ক থাকতে হবে। স্থানাঙ্কগুলাের অবস্থান হবে কোনাে নির্দিষ্ট অঙ্কিত আয়তাকার পরাবৃত্তের মধ্যে।

নিশ্চয়ই আল-কুহি আধুনিক শাব্দিক অর্থে তার গাণিতিক ধারণা প্রকাশ করেননি। বরং তিনি প্রাচীন গ্রীক গণিতের প্রচলিত ক্লাসিক্যাল জ্যামিতিতে তার ধারণা প্রকাশ করেছেন। কুহি তলের কোণ প্রবর্তন করেন। তাতে দেখানাে হয় যে, অধিবৃত্তের স্থানাঙ্কের মধ্যে তার সমাধান নিহিত। পরবর্তীতে দু’টি বক্র রেখা দ্বিখণ্ডিত করার মধ্য দিয়ে চমৎকারভাবে এ সমস্যার সমাধান দেয়া হয়।

বর্ণনাত্মক জ্যামিতিক পদ্ধতির সদৃশ পদ্ধতি ব্যবহার করে তিনি গােলকে বৃত্ত অঙ্কন করেন। কুহি তার ‘রিসালা ফি কিসমত আল-জাবিয়ায় (On the Trisection of the Angle) একটি অধিবৃত্তের সহায়তায় একটি কোণকে ত্রিখণ্ডিত করার ইসলামী সমাধান দেন। গণিতজ্ঞ আল-সিজ্জি তার এ পদ্ধতি অনুসরণ করেন।

কুহির ‘রিসালা ফি ইসতিখারাজ দিল আল-মুসাব্বা আল-মুতাসাবিল-আদলা’য় (On the construction of the Regular Heptagon) কোণ ত্রিখণ্ডিত করার অঙ্কন পদ্ধতি ছিল আর্কিমিডিসের চেয়ে বেশি গ্রহণযােগ্য। ১:২:৩ অনুপাতের একটি কোণের সহায়তায় তিনি একটি ত্রিভুজ অঙ্কন করেন। কুহি একটি অধিবৃত্ত ও পরাবৃত্ত দ্বিখণ্ডিত করে সমান প্যারামিটারে উল্লেখিত অনুপাতের বাহুগুলাে অঙ্কন করেন।

আল-সিজ্জি তার এ পদ্ধতি হুবহু অনুসরণ করেন। “রিসালা ফি আমল মুখামাস মুসাবিল আল-আদলা ফি মুরাব্বা মালুম’ (On the construction of an equilateral pentagon in a known square)-4 019-PR দু'টি কোণ দ্বিখণ্ডিত করার মধ্য দিয়ে কোনাে নির্দিষ্ট বর্গক্ষেত্রে একটি সমকোণী পঞ্চভুজ অঙ্কনের সমস্যা সমাধান করেন। এবার তিনি সহায়তা নেন দুটি অধিবৃত্তের। কুহি ইউক্লিডের এলিমেন্টসের প্রথম থেকে পঞ্চম অধ্যায়, ইউক্লিডের ডাটা এবং এপােলনিয়াসের কনিক্সের প্রথম থেকে তৃতীয় অধ্যায়ের অংশবিশেষের সহায়তায় পঞ্চভুজ অন্কনের সমাধান বের করেন। অধিবৃত্তের মূল ডাইরে্টরিজের ধর্ম প্রমাণ করায় কুহির এ অঙ্কন তাৎপর্যপূর্ণ।

তিনি স্বাধীনভাবে অধিবৃত্তের ডাইরেক্ট্রিজের ধর্ম উদ্ভাবন ও প্রমাণ করেন এবং এপােলনিয়াসের চেয়ে এক ধাপ এগিয়ে যান। “রিসালা ফি ইসতিখরাজ মিসাহাত আল-মুজাসসাম আল-মুকাফি’তে (On measuring the Parabolic Body) কুহি আর্কিমিডিসের চেয়ে সহজ ও স্পষ্ট সমাধান দিয়েছেন।

একটি বর্গক্ষেত্রে একটি পঞ্চভুজ অঙ্কন করা অসম্ভব হলেও দু’টি উপায়ে সমকোণী পঞ্চভুজ অঙ্কন করা যেতে পারে। প্রথম উপায়টি হলাে “দ্বিঘাত সমীকরণ’। নবম শতাব্দীতে আবু কামিল এ উপায়ে সমাধান করতেন। দ্বিতীয় উপায়টি হলাে ‘ঘন সমীকরণ। আল-কুহি দ্বিতীয় পন্থাটি অবলম্বন করেছিলেন। কুহির ‘রিসালা ফি ইসতিখরাজ মিসাহাত আল- মুজাসসাম আল-মুকাফি' ১৯৪৮ সালে ভারতের হায়দ্রাবাদের ওসমানিয়া ওরিয়েন্টাল পাবলিশিং থেকে প্রকাশ করা হয়।

আল-কুহি এবং গণিতে আগ্রহী উচ্চ সরকারী কর্মচারী আবু ইসহাক আল সাবির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আল-কুহি ও আল-সাবির মধ্যে পত্র যােগাযােগ হতাে। তাদের মধ্যে ৬টি পত্র বিনিময় হলেও চারটির বিস্তারিত বিবরণ পাওয়া যায়। গাণিতিক সমস্যা নিয়ে তাদের মধ্যে পত্র বিনিময় হয়। একটি পত্রে কুহি লিখেছিলেন, ‘মনে করাে একটি বৃত্ত এবং I ও m দু’টি পরস্পরছেদী সরল রেখা দেয়া হলাে। মনে করাে বৃত্তের কোনাে একটি বিন্দুতে । বিন্দুতে L-এর সঙ্গে টানজেন্ট মিলিত হলাে এবং m মিলিত হলাে M-এর সঙ্গে। তাহলে কিভাবে T বেছে নিলে TL: TM একটি নির্দিষ্ট অনুপাত হবে? পত্রগুলার মধ্যে একটি অত্যন্ত আকর্ষণীয়। এ পত্রে কুহি বিভিন্ন ফিগারের কেন্দ্রবিন্দু সংক্রান্ত ৬টি স্বতঃসিদ্ধের বর্ণনা দিয়েছেন। ৬টির মধ্যে পাঁচটির ফল সঠিক। তবে ষষ্ঠটির ভুল। এতে বলা হয়েছিল, একটি অর্ধবৃত্তের কেন্দ্রবিন্দু 3:7 অনুপাতে একটি ব্যাসার্ধকে বিভক্ত করেছে। এ ভুল ফল থেকে আল-কুহি একই ভুল সিদ্ধান্তে পৌছান যে, i = 28, । তাতে একথা প্রমাণিত হচ্ছে শ্রেষ্ঠ গণিতজ্ঞরাও ভুল করতে পারেন।

আল-কুহী গণিত ও জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে বহু গ্রন্থ প্রণয়ন করেন। জ্যামিতির উপর তাঁর অনুরাগ বেশি ছিল। জ্যামিতির উপর তিনি প্রায় ৩০ টি গ্রন্থ রচনা করেন।
আর্কিমিডিস ও এপােলেনিয়াসের জ্যামিতিক সমস্যাবলীকে কেন্দ্র করেই তিনি তাঁর জ্যামিতিক গবেষণায় নিমগ্ন হন। এই গবেষণা থেকেই তৃতীয় ও চতুর্থ মাত্রা সমীকরণের সমাধানের সমস্যা দেখা দেয়। এর অনেকগুলােরই সমাধানে তিনি সাফল্য লাভ করেন এবং সমাধানের পদ্ধতি বের করেন। এর একটি হলাে কোন নির্দিষ্ট গােলকের কোন অংশের সমান- Volume অন্য একটি অংশ অঙ্কন করার পদ্ধতি। মারটনের মতে, আল-কুহীর জ্যামিতিই আরব জ্যামিতির মধ্যে সর্বশ্রেষ্ঠ।

১০০০ সালে তিনি ইন্তেকাল করেন।

The post [পর্ব ৩১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু সাহাল আল কুহি:-অঙ্কনে ব্যবহৃত কম্পাসের উদ্ভাবক] appeared first on Trickbd.com.

গোলমরিচ এর কিছু উপকারী গুন দেখে নিন,কাজে লাগতে পারে।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,গোল মরিচ এর কিছু উপকারী গুন।গোল মরিচ আমরা রান্নার কাজে সাধারণত ব্যাবহার করে থাকি।খাবারের স্বাদ বাড়াতে গোল মরিচ এর ভুমিকা অপরসীম। তরকারী রান্নার পর সেই তরকারীর উপর গোল মরিচ ওর গুড়া ছিটিয়ে দিলে অনেক সুস্বাদু হয় তরকারী। গোল মরিচ রান্নার কাজে ব্যাবহার করা ছাড়াও অনেক গুন রয়েছে। আজকের পোস্ট টি আপনি ফলো করলে, গোল মরিচ এর গুন গুলো জানতে পারবেন। গোল মরিচ এ অনেক পুস্টিউপাদান ও রয়েছে৷ এছাড়া গোল মরিচ খেলে হার্ট ভাল থাকে। গোল মরিচ শরীর এর জন্য খুব উপকারী। কথা না বাড়িয়ে শুরু করা যাক, গোল মরিচ এর উপকারি গুন গুলোঃ

১) মেদ কমাতে গোল মরিচ অত্যান্ত ভুমিকা পালন করে। গোল মরিচ দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে খেলে মেদ কমে যায়। শরীরের অতিরিক্ত মেদ কমাতে গোল মরিচ অত্যান্ত চমৎকার ফলদায়ক।

২) গোলমরিচ দ্রুত হজমে সাহায্য করে। যাদের হজম প্রক্রিয়ায় সমস্যা তারা গোল মরিচ খেতে পারেন।গোল মরিচ খেলে পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মাত্রা বাড়িয়ে তোলে। এবং যাদের পেটে গ্যাস এর সমস্যা আছে,তারা ও গোল মরিচ খেতে পারেন,ভাল উপকার পাবেন।

৩) যাদের দাতের ব্যাথা আছে,তাদের জন্য গোলমরিচ অত্যান্ত উপকারী।গোলমরিচ পানিতে ভিজিয়ে রেখে,সে পানি দিয়ে কুলি করলে মুখের ব্যাকটেরিয়া চলে যায়।

৪)যাদের ত্বকে সমস্যা আছে তাদের জন্য ও গোলমরিচ অত্যান্ত উপকারী। গোল মরিচ গুড়ো করে, ত্বকে লাগাতে পারেন। এতে করে ত্বকের মৃত কোষ গুলো দূর হবে। এর পাশাপাশি ত্বকের অ্যাকনে দূর করতে ও প্রচুর সাহায্য করে এই গোল মরিচ।

৫) গোল মরিচ শরীর এর ঘাম হতে সাহায্য করে৷ শরীর এর ঘাম হলে,শরীর এর ভিতর থাকা টক্সিন জাতীয় বিশাক্ত পদার্থ বের হয়ে যাবে। এবং শরীর অনেক ভাল থাকবে। লাল মরিচ খেলে শরীর গরম হয়ে যায়।

৬) হাপানী,নাক বন্ধ হয়ে যায়,এমন সমস্যা থাকলে লাল মরিচ খেলে সমাধান হয়ে যায়। এ ক্ষেত্রে লাল মরিচ খাওয়ার নিয়মঃ এক কাপ পানি গরম করে নিবেন,এবং গোলমরিচ ১ টেবিল চামচ, ও ২ টেবিল চামচ মধু মিশিয়ে খেলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post গোলমরিচ এর কিছু উপকারী গুন দেখে নিন,কাজে লাগতে পারে। appeared first on Trickbd.com.

শতাব্দী কি? কোন সালকে কত শতাব্দী বলা হয়?

Posted:

স্কুল কিংবা কলেজে পড়তে গিয়ে আমরা হয়তো শতাব্দী কথা শুনেছি, কিন্তু শতাব্দী কি হয়তো আমরা অনেকেই জানি না। অথবা জানলেও অনেকে এটাকে ভুল ভাবে জানেন। তাই আজকে আমি সংক্ষেপে আপনাদের কে বোঝানোর চেষ্টা করব শতাব্দি কি, শতাব্দীকে ইংরেজিতে বলা হয় সেঞ্চুরি।
১৯০১-২০০০ উনিশের ঘর হলেও এই সময়কালকে বিংশ শতাব্দী বলা হয় কেন?

১-১০০ সময়কালকে আপনি নিশ্চয়ই প্রথম শতাব্দী বলবেন। তাহলে পরবর্তী সময়কালের নামকরণের জন্য নীচের টেবিলটি দেখুন:

১-১০০ প্রথম শতাব্দী

১০১-২০০ দ্বিতীয় শতাব্দী

২০১-৩০০ তৃতীয় শতাব্দী

৩০১-৪০০ চতুর্থ শতাব্দী

৪০১-৫০০ পঞ্চম শতাব্দী

১৫০১-১৬০০ ষষ্ঠদশ শতাব্দী

১৬০১-১৭০০ সপ্তদশ শতাব্দী

১৭০১-১৮০০ অষ্টাদশ শতাব্দী

১৮০১-১৯০০ ঊনবিংশ শতাব্দী

১৯০১-২০০০ বিংশ শতাব্দী ।

আর নিশ্চয়ই কোনো সমস্যা নেই?

২০০১-২১০০ এই সময়কালকে কী বলা উচিত? নিশ্চয়ই একবিংশ শতাব্দী !

ধন্যবাদ।

The post শতাব্দী কি? কোন সালকে কত শতাব্দী বলা হয়? appeared first on Trickbd.com.

আপনার Poco X3 ডিভাইসে 90 Fps এ স্ক্রিন রেকর্ড করুন একদম সহজে [Magisk Module]

Posted:

Magisk Module Launcher Review

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest
Rom: Miui 12 (eu)

যারা তাদের ফোন রুট করে তাদের মূলত একটি উদ্দেশ্য থাকে তা হল তাদের ফোন কাস্টোমাইজ করা। তাছাড়া ফোনের পারফরমেন্স বৃদ্ধ করা এবং বেশ কিছু অ্যাপ এর একসেস পাওয়া। আজকে একটি মেজীস্ক এর কাস্টম মডিউল নিয়ে হাজির হলাম যার মাধ্যমে ফোনের স্ক্রিন রেকর্ড এর ফ্রেম রেইট বৃদ্ধি করতে পারবেন। ডিফল্ট এ আমাদের ফোনে অত বেশি ফ্রেম রেইট এ রেকর্ড এর সুবিধা দেয়া হয় না, কিন্তু এই মডিউল ইউস করে আপনি ৯০Fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এটি কাজ করে শুধুমাত্র Poco x3 Miui তে আপনি চাইলে অন্য miui ডিভাইসে চেক করে দেখতে পারেন।


SPECIAL FEATURES

#Support 15Fps Recording
#Support 24Fps Recording
#Support 30Fps Recording
#Support 48Fps Recording
#Support 60Fps Recording
#Support 90Fps Recording
#Support Resolution 2400*1080
#Support Resolution 1280*720
#Support Resolution 800*480
#No Lag Noticed


SCREENSHOTS

যা যা লাগবে

1. একটি রুটেড ফোন।
2.মেজীস্ক এর মাধ্যমে রুট করা ফোন।
3.Screen Recorder মডিউল। 90 Hz Recorder 3MB


INSTALLATION

1.Open Magisk Manager
2.মডিউল সেকশনে যান এবং + চিহ্নে ক্লিক করুন। ফাইল মেনেজার থেকে zip ফাইলটি সিলেক্ট করুন।
3. ফোন রিবুট দিন।

The post আপনার Poco X3 ডিভাইসে 90 Fps এ স্ক্রিন রেকর্ড করুন একদম সহজে [Magisk Module] appeared first on Trickbd.com.

নিয়ে নিন “আল কুরআন শিক্ষা” বাংলা কোর্স আর এই রমজানে শিখে নিন কুরআন

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন,

রমজান উপলক্ষে আপনাদের সাথে আজকে একটি বিশেষ কোর্স শেয়ার করতে যাচ্ছি

মহান আল্লাহ মানবজাতির প্রতি এক নিয়ামত হিসেবে কোরআনকে নাজিল করেছেন। ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে ধারণ করতে হলে কোরআন জানার কোনো বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা অনেকেই এখনও সঠিকভাবে কোরআন তিলাওয়াত করতে জানি না। কিন্তু আর চিন্তা করার প্রয়োজন নেই কারণ আজকে আমি আপনাদের সাথে কুরআন শেখার জন্য একটা কোর্স নিয়ে হাজির হয়েছি ।

দীর্ঘদিন থেকে চেষ্টা করেও কোরআন শেখাটা ঠিক যেন হয়ে উঠছে না? কিংবা কোরআন তিলাওয়াত করতে পারলেও সহীহ-শুদ্ধ ভাবে তিলাওয়াত পারছেন না? 🙁
তাহলে এই কোর্সটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে ।

কোর্সটি আপনাকে যেভাবে সহায়তা করবে: –
⚡  দ্রুত সময়ে সহজভাবে কোরআন শিখতে সাহায্য করবে
⚡ সহজ ও সাবলীল ভাষায় কোরআনের ব্যাখ্যা শেখাবে
⚡ কোরআন শিক্ষাজনিত ভয় দূর করবে।

কোর্সটি ডাউনলোড করুন [ এখান থেকে ]

—————————————————————————————————————————————————————————-

 ❤❤❤ এধরনের রিসোর্স সবার আগে পেতে জয়েন করতে পারেন [ Learn with Mahbub ] ফেসবুক গ্রুপে ❤❤❤

 💜💜💜 SUBSCRIBE করতে পারেন [ Learn with Mahbub ] ইউটিউব চ্যানেল  💜💜💜

—————————————————————————————————————————————————————————-

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ নিয়ে নিন কম্পিউটারে Screen Record করার জন্য বেস্ট একটি এপ । সাথে স্ক্রিন রেকর্ড করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন! (For Windows Linux and Mac Users)

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে 😰

The post নিয়ে নিন “আল কুরআন শিক্ষা” বাংলা কোর্স আর এই রমজানে শিখে নিন কুরআন appeared first on Trickbd.com.

আপনার ফোনে OnePlus Launcher ইনস্টল করুন একদম সহজে [Magisk Module]

Posted:

Magisk Module Launcher Review

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest
Rom: Miui 12 (eu)

যারা তাদের ফোন রুট করে তাদের মূলত একটি উদ্দেশ্য থাকে তা হল তাদের ফোন কাস্টোমাইজ করা। তাছাড়া ফোনের পারফরমেন্স বৃদ্ধ করা এবং বেশ কিছু অ্যাপ এর একসেস পাওয়া। আজকে একটি মেজীস্ক এর কাস্টম মডিউল নিয়ে হাজির হলাম যার মাধ্যমে ফোনের সিস্টেম লঞ্চার চেইন্জ করতে পারবেন। এটি ইনস্টল করলে রিসেন্ট অ্যাপ প্রিভিউ, জেসচার, অ্যাপ ড্রয়ার ইত্যাদি অনেক কিছু চেইন্জ হয়ে যাবে এবং অনেক স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন, যাদের পোকো ডিভাইস আছে এবং অন্যান্য লাঞ্চার ইউস করেন তারা এটি ট্রাই করে দেখতে পারেন।


SPECIAL FEATURES

#App Drawer
#Secret Space/ Hidden Apps
#Double Tap To Wake Up
#Double Tap To Sleep
#Icon Pack Importer
#Quick Search Gestures
#New Recent Layout
#Clean And Fresh
#Smooth AsF
#No Bug Noticed
#Swipe From The Edge To Switch between Recent Apps


SCREENSHOTS

যা যা লাগবে

1. একটি রুটেড ফোন।
2. মেজীস্ক এর মাধ্যমে রুট করা ফোন।
3. Launcher মডিউল।
1+ Launcher 41.3MB


INSTALLATION

1.Open Magisk Manager
2.মডিউল সেকশনে যান এবং + চিহ্নে ক্লিক করুন। ফাইল মেনেজার থেকে zip ফাইলটি সিলেক্ট করুন।
3. ফোন রিবুট দিন।

The post আপনার ফোনে OnePlus Launcher ইনস্টল করুন একদম সহজে [Magisk Module] appeared first on Trickbd.com.

শাওমি Miui রম এর মধ্যে MK Lineui Vip+ Mk Minimal Vip কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে

Posted:

Custom Theme Review

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ।আজকের থিম এর নাম হচ্ছে MK Lineui Vip এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এতগুলো থিম এর মধ্যে আমার কাছে এটিই ১ নাম্বারে অবস্থান করবে।এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন।


SCREENSHOTS

The post শাওমি Miui রম এর মধ্যে MK Lineui Vip+ Mk Minimal Vip কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com.

Switzerland (সুইৎজারল্যান্ড) বাংলা মুভি রিভিউ এবং সাথে HDRip ডাউনলোড করুুন 2020

Posted:

Movie Name:Switzerland(2020)

Release Date : 13 November 2020 (India)
Stars : Biswanath Basu, Ambarish Bhattacharya, Abir Chatterjee
Story : The story revolves around a middle-class family, who wishes to travel to Switzerland, but could not afford it due to a certain financial crisis. However, the family faces ample struggles and challenges meeting up their expectations to fulfill their wishes.

বাংলা রিভিউঃ সুইৎজারল্যান্ড' (Switzerland film) সেই পুরনো ঘরানার ছবি, যেখানে মধ্যবিত্ত একটি সংসারের পরিমণ্ডলের মধ্যেও মানবিক আবেদন, সহমর্মিতা, স্বপ্ন, স্বপ্নপূরণের তাগিদ থাকে। যেখানে একদিকে যেমন স্বামী-স্ত্রী দু'জনের মধ্যে একে অপরকে লুকিয়ে পারস্পরিক সহযোগিতা চলে, তেমনই বাস্তবিকতার দাবিতে কখনও ভুল বোঝাবুঝি আবার কখনও সমঝোতা হয়ে যায়। গল্পে রুমি (রুক্মিণী মৈত্র) ও বেলডাঙার 'তারকাটা' শিবু (আবির চট্টোপাধ্যায়) তাদের রিয়া ও দিয়া নামের দু'টি ফুটফুটে সন্তান নিয়ে সুখি দম্পতি। সংসারে ঝামেলা নেই, নেই অশান্তি। এমনটা বেশিক্ষণ টেকে না। অশান্তির সূত্রপাত হয়েই যায় পারিবারিক গেট টুগেদারে। আচমকাই স্বামীর সম্মান রাখতে রুমি কিছু মিথ্যে বলে। পালটা দিতে শিবুও বলে ফেলে তারা খুব শিগগিরি বেড়াতে যাচ্ছে সুইৎজারল্যান্ড। যারা এর আগে 'দিপুদা' অর্থাৎ দীঘা, পুরী কিংবা নিদেনপক্ষে দার্জিলিং পর্যন্তও গিয়ে উঠতে পারেনি, তারা কিনা যাবে সুইৎজারল্যান্ড। ব্যস, এবার স্বপ্নের সেই স্বর্গীয় ইউরোপ দেখার জন্য রেস্ত জোগাড় করতে হিমশিম অবস্থা মধ্যবিত্ত শিবুর।

 

 

নাটক জমে ওঠে বেড়ানোর টাকা জোগাড় করতে শিবু বাড়তি রোজগারে বাধ্য হলে।
সম্ভবত মধুরেণ সমাপয়েত শব্দবন্ধে আটকে গিয়েছিল সৌভিকের চিত্রনাট্য, কিংবা প্রযোজকও তেমনটি চেয়েও থাকতে পারেন! সুতরাং ছবির শেষ ১৫ মিনিট যেন বাড়তি লেজুরের মত। অপ্রয়োজনীয়! প্রায় সারা ছবি জুড়ে অসাধারণ কিছু সুন্দর মুহূর্ত রয়েছে। তা সে রোমান্টিক খুনসুটি হোক, বা সংসারিক টানাপোড়েন, বাচ্চাদের নিয়ে ঘনিষ্ট স্নেহ মাখানো পরিবেশ তৈরি, বা অফিস কর্মী খোকনের সঙ্গে জুয়া খেলতে যাওয়া – সব জায়গাতেই সৌভিক খুবই আন্তরিকভাবে কাজ করেছেন। বেশ ভাল লাগে, রুমিদের ফ্ল্যাটের সামনের ফুটপাতে একটি ছোট্ট পরিবারের অসামান্য উপস্থিতি। অথচ সেই পরিচালক একটু সংযত হতে পারলেন না! ছবির পরতে পরতে মানবিক আবেদনের উষ্ণতা ছড়িয়ে দিয়েও তিনি এই ভুলটি করলেন। আশা করব, ভবিষ্যতে তিনি সাবধান হবেন। বাণিজ্যিক হওয়া মানেই সমঝোতা নয়!

 

Unnamed

ছবির কারিগরি বিভাগও যথেষ্ট দক্ষতার ছাপ রেখেছে। ক্যামেরা, আবহ, সুন্দর গানের প্লেসিং, সম্পাদনার কাজ বেশ ঝলমলে। যেমন শিল্পীদের অভিনয়ও। প্রথম নাম অবশ্যই রুমির চরিত্রে রুক্মিণীর (Rukmini Maitra)। সত্যি বলতে তিনিই ছবির প্রাণ।

 

 

কী স্বাভাবিক, স্বচ্ছন্দ তাঁর চরিত্রায়ণ। রুক্মিণীর ঘরোয়া ইমেজটি চরিত্রের সঙ্গে সুন্দর মিশে গেছে। এপর্যন্ত তিনি যেক'টি ছবি করেছেন, রুমি তাঁর সেরা। তারকাটা শিবু অর্থাৎ আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) মধ্যবিত্ত তরুণের মেজাজটাই এনেছেন স্বাভাবিক অভিনয়ে। আর আছেন প্রতিবেশী বৃদ্ধর চরিত্রে প্রবীণ অরুণ মুখোপাধ্যায়। পুরনো চাল এখনও বেশ সুগন্ধী! অম্বরীশ ধীরে ধীরে নায়কের ল্যাংবোট হয়ে উঠছেন আগেকার অনুপকুমার, শুভাশিস, কাঞ্চনের মত। তবে ওঁর গানের গলাটি কেউ ব্যবহার করছেন না কেন বুঝতে পারছি না। তবুও বলব, 'সুইজারল্যান্ড' বাংলা ছবির চলতি বাণিজ্যিক ফর্মুলায় অনেক দিক থেকেই ব্যতিক্রম। পুরো ব্যতিক্রম হতে হতেও হল না।

মুভি ডাউনলোড লিংকঃDownload in 720P

The post Switzerland (সুইৎজারল্যান্ড) বাংলা মুভি রিভিউ এবং সাথে HDRip ডাউনলোড করুুন 2020 appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments