Search box..

Black Friday এর অসাধারণ মুল্য ছাড়ে ২৪০টাকায় ১ বছরের সেরা হোস্টিং কিনুন বাংলাদেশ এর সেরা হোস্টিং কোম্পানি থেকে।

Black Friday এর অসাধারণ মুল্য ছাড়ে ২৪০টাকায় ১ বছরের সেরা হোস্টিং কিনুন বাংলাদেশ এর সেরা হোস্টিং কোম্পানি থেকে।


Black Friday এর অসাধারণ মুল্য ছাড়ে ২৪০টাকায় ১ বছরের সেরা হোস্টিং কিনুন বাংলাদেশ এর সেরা হোস্টিং কোম্পানি থেকে।

Posted:

“আসসালামু আলাইকুম”
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন।
আমরা ভালো মানের হোস্টিং খুজতে গিয়ে অনেক সময় প্রতারিত হই৷ আবার অনেক সময় হোস্টিং পেলেও ওয়েবসাইট এ স্পীড ভালো পাই না। এর ফলে google search rank এ সাইট আসে না। এবং সাইটের হেলথ খারাপ হয়ে যায়। কারণ অধিকাংশ সময় সস্তা হোস্টিং এর পিছনে ছুটে আমরা null হোস্টিং কিনে ফেলি।

তাদের কথা চিন্তা করে আমি দেশের সেরা হোস্টিং এর সেরা অফার নিয়ে হাজির হলাম। Xeonbd বাংলাদেশে অনেক পপুলার হোস্টিং এর মধ্যে একটি। তাদের হোস্টিং এর মান অন্য সকল হোস্টিং থেকে অনেক ভালো। আমি প্রায় ২ বছর যাবত তাদের হোস্টিং ব্যবহার করছি। এখন পর্যন্ত সার্ভার আপটাইম অনেক ভালো পেয়েছি৷ তাবে তাদের সাপুর্ট টিম এট্টু স্লো কাজ করে৷ কিন্তু যা সাপুর্ট দেয় তা সেরা সাপুর্ট দিয়ে থেকে।
তাদের বর্তমানে ব্লাক ফাইডের গরম গরম অফার চলছে।
প্রতিটি সর্বোচ্চ ৮০℅ পর্যন্ত ছাড় পাবেন।

240TAKA/ 1 Year DirectAdmin হোস্টিং পাওয়া যাচ্ছে। যার মুল্য রেগুলার ১২০০টাকা। অনান্য প্যাকেজ ও ৮০% মুল্য ছাড়।

আবার Cpanel Hosting এ ১০৪০ টাকা এক বছরের হোস্টিং পাওয়া যাচ্ছে যা রেগুলার মুল্য ২৬০০টাকা।
যেখানে ৬০% মুল্য ছাড়ে অনান্য প্যাকেজ পাওয়া যাচ্ছে।

আবার xyz ডোমেইন পাচ্ছেন ১২০টাকায়।  প্রতিটি হোস্টিং এর সাথে পাচ্ছেন bdix connected সাপুর্ট৷
যার ফলে হোস্টিং এর স্পিড ১০ গুন থাকবে।

আমি রিকমেন্ড করবো BD সার্ভার থেকে হোস্টিং নেওয়ার। যার ফলে ওয়েবসাইট এর স্পিড ১০ গুন বৃদ্ধি পাবে।  ও বাংলাদেশ এ আপনার ভিজিটর  টার্গেট হলে
ভালো ফল পাবেন৷

হোস্টিং নিতে প্রবেশ করুনঃ
রেফার ছাড়া
Black Friday Offer

রেফার সহ
Black Friday Offer
রেফার সহ হোস্টিং কিনলে আপনি আমার থেকেও হোস্টিং এর সাপুর্ট পেয়ে যাবেন। WordPress install + হোস্টিং কিভাবে কিনতে হয় সকল সাপুর্ট পাবেন।
আমার ফেসবুক Facebook

The post Black Friday এর অসাধারণ মুল্য ছাড়ে ২৪০টাকায় ১ বছরের সেরা হোস্টিং কিনুন বাংলাদেশ এর সেরা হোস্টিং কোম্পানি থেকে। appeared first on Trickbd.com.

Coronavirus update: করোনাভাইরাস এর নতুন নাম রাখা হয়েছে? (বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন)

Posted:

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অ বারাকাতুহ। বর্তমানে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে ওমিক্রন।
দারুন একটি খবর নিয়ে আজকে আমরা আলোচনা করব, করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট এর নাম রাখা হয়েছে ওমিক্রন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

করোনাভাইরাস এর নতুন নাম ভেরিয়েন্ট এর নাম রাখা হয়েছে ওমিক্রন।

এখন প্রশ্ন হলঃ কেন এই নাম রাখা হলো? গ্রিক(Greek) বর্ণমালা‌ এর আলোকে নাম রাখা
এর প্রথা প্রচলিত রয়েছে। এতে তার এর নাম হওয়া উচিত ছিল ‘Jai(জাই)’। অনেকেই এর উচ্চারণ করে থাকে ‘শি’। আবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয় এর নামের মিল রয়েছে। ঘটনাটি কি এ কারণেই ঘটেছে?

করোনাভাইরাসের উৎপত্তি চীনে বলে অনেকে দাবি করে থাকে। একাধিক দেশের এই দাবি ঘিরে প্রায়ই বিতর্ক দেখা দেয়। শুধু তাই নয়, ওই সময় হু-এর বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন অনেকে। হয়তো সেই সব বিষয় মাথায় রেখেই 'জাই' অক্ষর এড়িয়ে নতুন রূপের নাম হু 'ওমিক্রন' রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ

দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া ওই করোনাভাইরাসের রূপ বি.১.১.৫২৯-এর নাম 'ওমিক্রন' দিয়েছে হু। যা গ্রিক বর্ণমালার ১৫ নম্বর অক্ষর। অন্য দিকে, হু-এর পদ্ধতি অনুযায়ী এই রূপের নাম গ্রিক বর্ণমালার ১৩ নঃ অক্ষর (Nu) বা ১৪ নঃ অক্ষর (Xi) উচিত ছিল বলেছেন।

বিশেষজ্ঞ এদের যুক্তি, 'নিউয়ের’ সাথে গ্রিক এই বর্ণমাল এর অক্ষর 'নিউ'-এর উচ্চারণ মিল পাওয়া যায়। তাই নয়া রূপে উৎপত্তি এর সময়ের কর্ম বিভ্রান্তি হতে পারে, তাই এই অক্ষরটি এড়িয়ে যাওয়া হয়েছে। এই যুক্তিকে মেনে নিলেও পরের 'জাই' অক্ষরকে কেন বাদ দিলো হু? জোরালো হয়েছে এই প্রশ্ন।

অনেকের দাবি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর নামের বানানের সঙ্গে 'জাই' অক্ষর মিলে যাওয়ায় সচেতনভাবেই তা এড়িয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'-এর সম্পাদক পল নুকি হু-এর এক সূত্রের উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছেন, করোনার নতুন রূপের নাম 'জাই' রাখা হলে তা একটি নির্দিষ্ট অঞ্চলকে 'কলঙ্কিত' করত।

বিশেষজ্ঞদের যুক্তি, ইংরেজি শব্দ 'নিউ'-এর সাথে গ্রিক বর্ণমালার অক্ষর 'নিউ'-এর উচ্চারণ মিলে যাওয়ায় নয়া রূপের উৎপত্তির সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেই ওই অক্ষরটি এড়িয়ে যাওয়া হয়েছে। এই যুক্তিকে মেনে নিলেও পরের 'জাই' অক্ষরকে কেন বাদ দিলো হু? জোরালো হয়েছে এই প্রশ্ন।

গ্রিক বর্ণমালার আলোকে নাম রাখার যে প্রথা প্রচলিত রয়েছে, তাতে এর নাম হওয়া উচিত ছিল ‘জাই’। অনেকে এর উচ্চারণ করেন ‘শি’। এই উচ্চারণের সাথে আবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামের মিল রয়েছে। ঘটনাটি কি এ কারণেই ঘটেছে?

গ্রিক বর্ণমালার অক্ষর দিয়েই করোনাভাইরাসের বিভিন্ন রূপের নামকরণ করা শুরু করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই নিয়ম মেনেই করোনার প্রথম সন্ধান পাওয়া রূপের নাম 'আলফা' রাখা হয়েছিল। এভাবেই পর্যায়ক্রমে অন্য ভ্যারিয়েন্ট বা রূপগুলোর নাম রাখা হয়েছিল 'বিটা', 'গামা', 'ডেল্টা' ও 'কাপ্পা'। কিন্তু সদ্য সন্ধান পাওয়া করোনার নয়া রূপের নামকরণে সেই নিয়ম ভাঙল হু।

দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া ওই করোনাভাইরাসের রূপ বি.১.১.৫২৯-এর নাম 'ওমিক্রন' দিয়েছে হু। যা গ্রিক বর্ণমালার ১৫ নম্বর অক্ষর। অন্য দিকে, হু-এর পদ্ধতি অনুযায়ী এই রূপের নাম গ্রিক বর্ণমালার ১৪ নম্বর অক্ষর 'জাই' (Xi) হওয়াই উচিত ছিল বলে অনেকে এক মত দাবি করেছে।

আবার মহামারী বিশেষজ্ঞ মার্টিন কুলডর্ফ যে জবাব দিয়েছেন, সেটিও বিবেচনায় রাখার দাবি রাখে। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এই অধ্যাপক জানিয়েছেন, ঘটনাটির যথাযথ কারণ রয়েছে। তাঁর দাবি, নয়া ভ্যারিয়েন্টের নাম যদি Nu দেয়া হতো, তাহলে পরে কোনো স্ট্রেন প্রকাশ্যে এলে নাম Xi দিতে হতো। আর সেই কারণেই আলফা থেকে ল্যাম্বডার যাত্রাপথ পেরোনোর পর Nu -কে বাতিল করে দেয়া হলো, যাতে Xi -এর কাঁটা এড়ানো যায়।

গ্রিক বর্ণমালার অক্ষর দিয়েই করোনাভাইরাসের বিভিন্ন রূপের নামকরণ করা শুরু করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই নিয়ম মেনেই করোনার প্রথম সন্ধান পাওয়া রূপের নাম 'আলফা' রাখা হয়েছিল। এভাবেই পর্যায়ক্রমে অন্য ভ্যারিয়েন্ট বা রূপগুলোর নাম রাখা হয়েছিল 'বিটা', 'গামা', 'ডেল্টা' ও 'কাপ্পা'। কিন্তু সদ্য সন্ধান পাওয়া করোনার নয়া রূপের নামকরণে সেই নিয়ম ভাঙল হু।

অনেকের দাবি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর নামের বানানের সঙ্গে 'জাই' অক্ষর মিলে যাওয়ায় সচেতনভাবেই তা এড়িয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'-এর সম্পাদক পল নুকি হু-এর এক সূত্রের উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছেন, করোনার নতুন রূপের নাম 'জাই' রাখা হলে তা একটি নির্দিষ্ট অঞ্চলকে 'কলঙ্কিত' করতো।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অ বারাকাতুহ। বর্তমানে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে ওমিক্রন।
দারুন একটি খবর নিয়ে আজকে আমরা আলোচনা করব, করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট এর নাম রাখা হয়েছে ওমিক্রন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

করোনাভাইরাস এর নতুন নাম ভেরিয়েন্ট এর নাম রাখা হয়েছে ওমিক্রন।

এখন প্রশ্ন হলঃ কেন এই নাম রাখা হলো? গ্রিক(Greek) বর্ণমালা‌ এর আলোকে নাম রাখা
এর প্রথা প্রচলিত রয়েছে। এতে তার এর নাম হওয়া উচিত ছিল ‘Jai(জাই)’। অনেকেই এর উচ্চারণ করে থাকে ‘শি’। আবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয় এর নামের মিল রয়েছে। ঘটনাটি কি এ কারণেই ঘটেছে?

করোনাভাইরাসের উৎপত্তি চীনে বলে অনেকে দাবি করে থাকে। একাধিক দেশের এই দাবি ঘিরে প্রায়ই বিতর্ক দেখা দেয়। শুধু তাই নয়, ওই সময় হু-এর বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন অনেকে। হয়তো সেই সব বিষয় মাথায় রেখেই 'জাই' অক্ষর এড়িয়ে নতুন রূপের নাম হু 'ওমিক্রন' রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ

দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া ওই করোনাভাইরাসের রূপ বি.১.১.৫২৯-এর নাম 'ওমিক্রন' দিয়েছে হু। যা গ্রিক বর্ণমালার ১৫ নম্বর অক্ষর। অন্য দিকে, হু-এর পদ্ধতি অনুযায়ী এই রূপের নাম গ্রিক বর্ণমালার ১৩ নঃ অক্ষর (Nu) বা ১৪ নঃ অক্ষর (Xi) উচিত ছিল বলেছেন।

বিশেষজ্ঞ এদের যুক্তি, 'নিউয়ের’ সাথে গ্রিক এই বর্ণমাল এর অক্ষর 'নিউ'-এর উচ্চারণ মিল পাওয়া যায়। তাই নয়া রূপে উৎপত্তি এর সময়ের কর্ম বিভ্রান্তি হতে পারে, তাই এই অক্ষরটি এড়িয়ে যাওয়া হয়েছে। এই যুক্তিকে মেনে নিলেও পরের 'জাই' অক্ষরকে কেন বাদ দিলো হু? জোরালো হয়েছে এই প্রশ্ন।

অনেকের দাবি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর নামের বানানের সঙ্গে 'জাই' অক্ষর মিলে যাওয়ায় সচেতনভাবেই তা এড়িয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'-এর সম্পাদক পল নুকি হু-এর এক সূত্রের উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছেন, করোনার নতুন রূপের নাম 'জাই' রাখা হলে তা একটি নির্দিষ্ট অঞ্চলকে 'কলঙ্কিত' করত।

বিশেষজ্ঞদের যুক্তি, ইংরেজি শব্দ 'নিউ'-এর সাথে গ্রিক বর্ণমালার অক্ষর 'নিউ'-এর উচ্চারণ মিলে যাওয়ায় নয়া রূপের উৎপত্তির সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেই ওই অক্ষরটি এড়িয়ে যাওয়া হয়েছে। এই যুক্তিকে মেনে নিলেও পরের 'জাই' অক্ষরকে কেন বাদ দিলো হু? জোরালো হয়েছে এই প্রশ্ন।

গ্রিক বর্ণমালার আলোকে নাম রাখার যে প্রথা প্রচলিত রয়েছে, তাতে এর নাম হওয়া উচিত ছিল ‘জাই’। অনেকে এর উচ্চারণ করেন ‘শি’। এই উচ্চারণের সাথে আবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামের মিল রয়েছে। ঘটনাটি কি এ কারণেই ঘটেছে?

গ্রিক বর্ণমালার অক্ষর দিয়েই করোনাভাইরাসের বিভিন্ন রূপের নামকরণ করা শুরু করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই নিয়ম মেনেই করোনার প্রথম সন্ধান পাওয়া রূপের নাম 'আলফা' রাখা হয়েছিল। এভাবেই পর্যায়ক্রমে অন্য ভ্যারিয়েন্ট বা রূপগুলোর নাম রাখা হয়েছিল 'বিটা', 'গামা', 'ডেল্টা' ও 'কাপ্পা'। কিন্তু সদ্য সন্ধান পাওয়া করোনার নয়া রূপের নামকরণে সেই নিয়ম ভাঙল হু।

দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া ওই করোনাভাইরাসের রূপ বি.১.১.৫২৯-এর নাম 'ওমিক্রন' দিয়েছে হু। যা গ্রিক বর্ণমালার ১৫ নম্বর অক্ষর। অন্য দিকে, হু-এর পদ্ধতি অনুযায়ী এই রূপের নাম গ্রিক বর্ণমালার ১৪ নম্বর অক্ষর 'জাই' (Xi) হওয়াই উচিত ছিল বলে অনেকে এক মত দাবি করেছে।

আবার মহামারী বিশেষজ্ঞ মার্টিন কুলডর্ফ যে জবাব দিয়েছেন, সেটিও বিবেচনায় রাখার দাবি রাখে। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এই অধ্যাপক জানিয়েছেন, ঘটনাটির যথাযথ কারণ রয়েছে। তাঁর দাবি, নয়া ভ্যারিয়েন্টের নাম যদি Nu দেয়া হতো, তাহলে পরে কোনো স্ট্রেন প্রকাশ্যে এলে নাম Xi দিতে হতো। আর সেই কারণেই আলফা থেকে ল্যাম্বডার যাত্রাপথ পেরোনোর পর Nu -কে বাতিল করে দেয়া হলো, যাতে Xi -এর কাঁটা এড়ানো যায়।

গ্রিক বর্ণমালার অক্ষর দিয়েই করোনাভাইরাসের বিভিন্ন রূপের নামকরণ করা শুরু করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই নিয়ম মেনেই করোনার প্রথম সন্ধান পাওয়া রূপের নাম 'আলফা' রাখা হয়েছিল। এভাবেই পর্যায়ক্রমে অন্য ভ্যারিয়েন্ট বা রূপগুলোর নাম রাখা হয়েছিল 'বিটা', 'গামা', 'ডেল্টা' ও 'কাপ্পা'। কিন্তু সদ্য সন্ধান পাওয়া করোনার নয়া রূপের নামকরণে সেই নিয়ম ভাঙল হু।

অনেকের দাবি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর নামের বানানের সঙ্গে 'জাই' অক্ষর মিলে যাওয়ায় সচেতনভাবেই তা এড়িয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'-এর সম্পাদক পল নুকি হু-এর এক সূত্রের উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছেন, করোনার নতুন রূপের নাম 'জাই' রাখা হলে তা একটি নির্দিষ্ট অঞ্চলকে 'কলঙ্কিত' করতো।

ধরনের আরো নিউজ পেতে এখনই কমেন্ট করে জানান। আর আজকের পোস্টটি কেমন লেগেছে সেটা, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন উৎসাহ দিন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোন পোস্টে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post Coronavirus update: করোনাভাইরাস এর নতুন নাম রাখা হয়েছে? (বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন) appeared first on Trickbd.com.

ইন্টারনেট ডেটা ছাড়াও ফেসবুক চলবে বাংলালিংকে

Posted:

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবহারকারীদের জন্য টেক্সট-অনলি ফেসবুক ও 'ডিসকভার' চালু করল মুঠোফোন অপারেটর বাংলালিংক। এতে ডেটা শেষ হওয়ার পরও ব্যবহারকারীরা টেক্সট-অনলি সংস্করণে ফেসবুক ও মেসেঞ্জারে যুক্ত থাকতে পারবেন। পাশাপাশি কোনো বাড়তি খরচ ছাড়াই ডিসকভার ওয়েব ও অ্যাপ দিয়ে দৈনিক ২০ মেগাবাইট পর্যন্ত ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

নতুন ইন্টারনেট ডেটা কেনার আগপর্যন্ত টেক্সট-অনলি ফেসবুকের মাধ্যমে বার্তা পাঠানো, ছবি আপলোড, স্ট্যাটাস পোস্ট, লাইক ও কমেন্ট করা যাবে। ফেসবুকের সব লেখাও দেখা যাবে, কেবল ছবি ও ভিডিও দেখা যাবে না। অন্যদিকে ডিসকভারের মাধ্যমে বাংলালিংক থেকে বিনা মূল্যে দৈনিক নির্ধারিত ডেটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করে গ্রাহকেরা শিক্ষা, স্বাস্থ্য, চাকরির খোঁজসহ আরও অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। ডিসকভার দিয়ে টেক্সট ও আইকনের মতো লো-ব্যান্ডউইথ ফিচার ব্যবহার করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলালিংকের স্ট্র্যাটেজি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ ডিরেক্টর আহমেদ সাকিব বলেন, 'আমাদের মূল লক্ষ্যগুলোর একটি হচ্ছে গ্রাহকদের নির্বিঘ্ন ইন্টারনেট সেবা প্রদান করা। মেটার সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের আরও কার্যকরভাবে সহায়তা করবে। আমাদের ব্যবহারকারীরা এখন ডেটা শেষ হওয়ার পরও ফেসবুক এবং ডিসকভারের টেক্সট-অনলি সংস্করণ উপভোগ করতে পারবেন।'

মেটার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর পার্টনারশিপস পল কিম বলেন, 'সারা বিশ্বের অসংখ্য ব্যবহারকারী প্রতিনিয়ত ডেটা শেষ হওয়ার ফলে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এটি সমাধানে পুনরায় ডেটা কেনার আগপর্যন্ত টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার সেতুর মতো কাজ করে তাদের পরিবারের সঙ্গে সংযুক্ত থাকতে এবং অনলাইনে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য দরকারি তথ্য খুঁজে পেতে সাহায্য করবে।

The post ইন্টারনেট ডেটা ছাড়াও ফেসবুক চলবে বাংলালিংকে appeared first on Trickbd.com.

ইউটিউব থেকে টাকা ইনকাম করার সঠিক গাইড 2021

Posted:

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ট্রিকবিডির বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আজকে আমরা ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়? ইউটিউব থেকে কিভাবে টাকা হাতে পর্যন্ত পৌঁছায়? এই বিষয়বস্তু গুলো নিয়েই আলোচনা করবো বিস্তারিত। যারা এই বিষয়ে একেবারেই নতুন তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ।

দয়া করে যারা এই বিষয়ে জানে তারা বাজে কমেন্ট করবেন না। শুধুমাত্র যারা এই বিষয়ে নতুন এবং জানার আগ্রহ রয়েছে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। অনেকের ভিতর একটি ভুল ধারণা রয়েছে, যে অনেকেই মনে করে ইউটিউব থেকে ভিডিও আপলোড করলেই ইউটিউব টাকা দেয়। অনেকেই আবার মনে করে ইউটিউব থেকে বিকাশে বা নগদে টাকা উঠানো যায়।

আদবে এই বিষয়গুলো কতটা সত্য এই বিষয়বস্তুগুলো নিয়ে আপনি যদি চিন্তিত থাকেন? তাহলে আমাদের আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন! আশা করি এই প্রশ্ন উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন এই আর্টিকেলে। সময় নষ্ট না করে চলুন এখনই এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে নিন। অনলাইনে বিভিন্ন পদ্ধতিতে টাকা ইনকাম করা গেলেও, অনলাইনে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হলো ইউটিউব।

ইউটিউব আসলে কি?

ইউটিউবঃ ইউটিউব গুগলের একটি নিজস্ব প্রোডাক্ট। ইউটিউব 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কয়েক বছরের ভিতর গুগলের কাছে ইউটিউব বিকৃত হয়ে যায় অর্থাৎ গুগোল ইউটিউব কে ক্রয় করে নেয়। ইউটিউবে বিভিন্ন ধরনের বা ক্যাটাগরির ভিডিও রয়েছে। আপনার ইচ্ছা অনিচ্ছাকৃত প্রায় সকল ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। যে কেউ চাইলে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও সহজে আপলোড করতে পারে যেকোনো সময়।

প্রতিদিন প্রায় বিলিয়ন বিলিয়ন ভিডিও ইউটিউবে আপলোড করা হয়। এমনকি ইউটিউব এর ইউজার সংখ্যা বিলিয়ন বিলিয়ন। প্রতিনিয়তঃ ইউটিউব এর জনসংখ্যা বৃদ্ধি পেতেই আছে। এমনকি সম্পূর্ণ ফ্রিতে আপনারাও চাইলে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব প্রতিষ্ঠান তার থেকে টাকা ইনকাম করার সুযোগ দিয়ে থাকছে। অনলাইনে যারা টাকা ইনকাম করতে আগ্রহী তারা বেশির ভাগ লোক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পছন্দ করে।

ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?

ইউটিউব থেকে ইনকামঃ এখন আপনি যদি ইউটিউব থেকে টাকা আরন মানি ইনকাম করতে চান তাহলে, প্রথমেই আপনাকে ইউটিউবে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর টাকা ইনকাম করার জন্য অবশ্যই একটি চ্যানেল তৈরি করতে হবে প্রথমেই। ধরুন আপনি ইউটিউবে টাকা ইনকাম করার জন্য একটি চ্যানেল তৈরি করেছেন। এখন আপনি কিন্তু চাইলে আপনার ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন।

তবে এটা ভাববেন না যে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলেই ইউটিউব আপনাকে টাকা দিবে। অনেকের মধ্যে এই ভুল ধারণা টি পাওয়া যাচ্ছে যারা এ বিষয়ে একেবারেই নতুন। যাইহোক ইউটিউব থেকে আপনি যদি টাকা ইনকাম শুরু করতে চান তাহলে, ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে সেখানে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। এবং ভিডিওর কন্টেন কোয়ালিটি অবশ্যই ইউটিউব এর নিয়ম নীতির মধ্যে যেন হয়।

কেননা ইউটিউব এর নিয়ম নীতি অমান্য করে কাজ করলে ইউটিউব আপনাকে টাকা দিতে চাইবে না। তাই অবশ্যই ইউটিউবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তাদের নিয়ম নীতি অনুযায়ী। এখন হয়তবা অনেকের ভেতরে প্রশ্ন আসতে পারে যে, ইউটিউব থেকে আমি কখন টাকা ইনকাম শুরু করতে পারব? সাধারণত এই প্রশ্নটি যদি আপনার থেকে থাকে তাহলে তার উত্তরে আমি যেটা বলব, সেটা হলো যে

ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য বেশ কিছু শর্ত আপনাকে পূরণ করতে হবে। তাদের ইউটিউব এর শর্তগুলো আপনি যদি পূরণ করতে পারেন তাহলে, ইউটিউব থেকে আপনারা টাকা ইনকাম শুরু করতে পারবেন। সাধারণত ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করতে হয়। অর্থাৎ আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করতে পারেন তাহলে, ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম শুরু করতে পারবেন।

ইউটিউব মনিটাইজেশন অন করে ইনকাম?

ইনকামঃ 💸ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আপনার চ্যানেল টি মনিটাইজেশন করতে হবে। এখন আপনার চ্যানেল টি মনিটাইজেশন করার জন্য ইউটিউব এর বেশ কিছু শর্ত রয়েছে। তাদের এই শর্তগুলো আপনি যদি পূরণ করতে পারেন তাহলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন। ইউটিউব যদি আপনার আবেদন একসেপ্ট করে তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে। আর আপনি ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারবেন।

ইউটিউব থেকে মনিটাইজেশন এর জন্য শর্তঃ ১ এক নম্বরে আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে যেখানে অনেক ভিডিও রয়েছে। ২ ভিডিও সম্পূর্ণ নিজের হতে হবে কপি পেস্ট অথবা অন্য কারোর কনটেন্ট আপলোড করা যাবে না নিজের চ্যানেলে। ৩ কোন প্রকার কপিরাইট ক্লেইম অথবা কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেল থাকা যাবে না। ৪ আপনার ইউটিউব চ্যানেলে কমপক্ষে 12 মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে।

৫ আর তাছাড়া আপনার ইউটিউব চ্যানেল 12 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইব আসতে হবে। আপনি যদি এই শর্তগুলো পূরণ করতে পারেন তাহলে, আপনি ইউটিউব এর কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন। যখন আপনার শর্তগুলো পূরণ হয়ে যাবে তখন, চাইলেই কিন্তু আপনারা মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেলেই, ইউটিউব থেকে আপনারা টাকা ইনকাম শুরু করতে পারবেন।

ইউটিউব থেকে আসলে কিভাবে টাকা উত্তোলন করতে হয়?

ইউটিউব থেকে টাকা উত্তোলনঃ অনেকের ভিতর একটি ভুল ধারণা রয়েছে, সেটা হলো যে ইউটিউবে কি বিকাশ অথবা নগদ একাউন্টে টাকা উত্তোলন করা যায়? আদবে ও আপনারা হয়তো জানেন ইউটিউব বাংলাদেশী কোন প্রতিষ্ঠান না। আর এই বিকাশ নগদ রকেট ইত্যাদি একাউন্ট বাংলাদেশি। ইউটিউব যেহেতু আমেরিকান তাই এগুলো সাপোর্ট করে না। কিন্তু আপনারা ইউটিউব থেকে সরাসরি যেকোনো দেশের ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

ইউটিউব থেকে যেকোনো দেশের ব্যাংক একাউন্ট একসেপ্ট করে, টাকা উত্তোলন করার জন্য। আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যোগ হয়ে গেলে ইউটিউব থেকে আপনারা উত্তোলন করে নিতে পারবেন টাকা। সাধারণত ইউটিউব থেকে টাকা উত্তোলন করার জন্য আপনার ইউটিউব চ্যানেলের, টাকার পরিবর্তে কমপক্ষে 100 ডলার থাকতে হবে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের 100 ডলার জমা হলেই, আপনারা টাকা উত্তোলন করে নিতে পারবেন সহজেই।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

প্রিয় বন্ধুরা আজকে আমরা, ইউটিউব থেকে টাকা কিভাবে ইনকাম করা যায়? কিভাবে ইউটিউবে টাকা উত্তোলন করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করেছি। যদিও এই বিষয়বস্তুগুলো নিয়ে বেশিরভাগ লোকই জানে। কিন্তু কিছু বিগেনার লোক রয়েছে যারা এই বিষয় সর্ম্পকে, সঠিক তথ্য জানেনা। শুধুমাত্র তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে।

তাই আবারও বলছি দয়া করে কেউ খারাপ কোন মন্তব্য করবেন না। যারা এই বিষয় সর্ম্পকে এক্সপার্ট দয়া করে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকুন। শুধুমাত্র যারা নতুন তাদের জন্য এই পোস্টটি তৈরি করা হয়েছে। আর্টিকেল সম্পর্কিত যদি কোন প্রশ্ন অথবা মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দিন। ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

The post ইউটিউব থেকে টাকা ইনকাম করার সঠিক গাইড 2021 appeared first on Trickbd.com.

এয়ারটেল সিমের কমদামি এমবি অফার

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি আসলেই অনেক ভালো আছেন। আপনাকে আবারো আমার পক্ষ থেকে এই সাইটে স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এয়ারটেল সিমের দারুন সব ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করবো।

এয়ারটেল হলো বাংলাদেশের অন্যতম একটি সিম নেটাওয়ার্ক। এবং এয়ারটেল সিমের নেটোয়ার্ক ও খুবই ভালো। দেশের প্রায় সর্বত্রই এই সিমের ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। তাছাড়া এই এই এয়ারটেল সিম কোম্পানি টি হলো ভারতের একটি সিম কোম্পানি। কিন্তু তারা তাদের গ্রাহক বাড়ানোর উদ্দেশ্য বাংলাদেশের অন্যতম সিম কোম্পানি রবি এর সাথে চুক্তি করে বাংলাদেশে তাদের প্রচার করেছে। যার ফলে বাংলাদেশে এয়ারটেল কোম্পানির ৪০% শেয়ার পায় রবি সিম নেটওয়ার্ক। আর এর জন্যই রবি ও এয়ারটেল এর কিছু কিছু অফার মাঝে মাঝে অনেকটাই মিলে যায়।

তো যাই হোক এয়ারটেল সিম কিন্তু তাদের গ্রাহক দের কে দারুন সব রকমের অফার দিয়ে থাকে। বিশেষ করে ইন্টারনেট এর দিক দিয়ে আমার মনে হয় এয়ারটেল অন্য সিম কোম্পানি থেকে সব থেকে ভালো। এই সিমের নেটওয়ার্ক যেমন ভালো ঠিক তেমনি এর ইন্টারনেট অফার গুলোর দাম ও কম। তো চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক।

Airtel 1 gb 29 Tk

এয়ারটেল সিমের কম দামি অফার এর মধ্য এই অফার টি অন্যতম। আপনারা যদি এই প্যাকেজ টি নিতে চান তবে আপনার জন্য ভালোই হবে। এই অফারে আপনি পাবেন ১ জিবি ২৯ টাকায় যার মেয়াদ থাকবে ৩ দিন। যারা কম টাকায় ৩ দিনের জন্য ভালো ইন্টারনেট প্যাকেজ খুলছেন তাদের জন্য এই অফারটি অনেক ভালো একটি অফার। এই অফারটি নিতে চাইলে আপনাকে ডায়াল করতে হবে *১২৩*০২৫#

Airtel 49 Tk 3 Gb

এয়ারটে সিমের ৪৯ টাকায় ৩ দিনের জন্য যদি ভালো একটি অফার চান তাহল এই অফারটি আপনার জন্যই। এই অফারে আপনি পাবেন ৩ জিবি। যেটার মেয়াদ থাকবে ৩ দিন। আগে ৪৯ টাকায় ২ জিবি দিতো এয়ারটেল। তবে এখানে আপন ৩ জিবি এর জন্য আপনাকে ৪৯ টাকা রিচার্জ করতে হবে। তবে কোডের মাধ্যমেও এটি কিনতে পারবেন। এর জন্য ডায়াল করুন *১২৩*০৪৯#

Airtel 6 Gb 69 Tk

এয়ারটেল সিমের রেগুলার ইউজের জন্য এই অফারটি দারুন একটি অফার। যারা ৪ দিনের প্যাক পছন্দ করেন তাদের জন্য এটি অনেক ভালো একটি অফার। আগে এই অফারে মাত্র ৪ জিবি দেওয়া হলেও, বর্তমানে একই টাকায় দেওয়া হচ্ছে ৬ জিবিম যেটাতে ৪ জিবি ডাটা রেগুলার ইউজের জন্য এবং বাকি ২ জিবি ৪জি ডাটা হিসেবে ব্যবহার করতে পারবেন।
এই অফার টি নিতে চাইলে রিচার্জ করুন ৬৯ টাকা বা ডায়াল করুন *১২১*১৬৩৪#

Airtel 110 Tk 10 Gb

আগে এয়ারটেল এর সকল গ্রাহক ১০১ টাকায় পেতে ৪ জিবি মেয়াদ ৭ দিন। তবে এই অফার কে আপগ্রেড করে করে ১১০ টাকায় ১০ জিবি মেয়াদ ৭ দিনের জন্য করে দিয়েছে এয়ারটেল। এই অফার টি নিতে চাইলে সরাসরি ১১০ টাকা নিজের সিমে রিচার্জ করুন।

তবে এয়ারটেল এ এখন ও ১০১ টাকার অফার টি এভেলেবল রয়েছে। এখন ও এয়ারটেল গ্রাহকরা এই ১০১ টাকায় ৪ জিবি ডাটা ৭ দিনের জন্য নিতে পারেন। তার জন্য আপনার সিমে ১০১ টাকা রিচার্জ করে নিন। অনেকের কাছেই এই অফার টি পছন্দ হওয়ার এয়ারটেল তাদের গ্রাহক দের কথা চিন্তা করে এই অফারটি এখন ও রেখে দিয়েছে।

Airtel 30 Gb 344 Tk

যারা এয়ারটেল সিম ব্যবহার করেন এবং ৩০ জিবি মাসিক প্যাক পছন্দ করেন তাদের জন্য এই অফার টি খুব ভালো একটা অফার বলে আমি মনে করি। তাছাড়া এই অফার টি তাদের ও খুব পছন্দ যারা মাসিক প্যাক ব্যবহার করেন। এই অফারে আপনি পাবেন ৩০ জিবি ডাটা মাত্র ৩৪৪ টাকায়।

এটা এয়ারটেল সিমের একটা দারুন মেগা প্যাক। এই অফার টি ইতিমধ্যেই খুব ভালো একটি অফার হয়ে দাড়িয়েছে এয়ারটেল গ্রাহকদের জন্য। এই অফার টি নিতে চাইলে আপনার সিমে ৩৪৪ টাকা রিচার্জ করুন। অথবা ডায়াল করুন *১২১*১৬৩৮#

তো বন্ধুরা আশা করি সকলের কাছেই আজকের আমার এই পোস্ট টি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন এমন নৃত্য নতুন পোস্ট পেতে ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টিতে। পরবর্তী পোস্ট পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ্য থাকবেন।

The post এয়ারটেল সিমের কমদামি এমবি অফার appeared first on Trickbd.com.

পাব্জি ও ফ্রী ফায়ার এর পিং সমস্যার সমাধান ও গেম এ ডুকার সময় লোডিং এর সমাধান নিয়ে নিন। বেস্ট ২টী ভিভিএন এর মুডেড ভারশন। NO BAN GURANTEED

Posted:

পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ হয়েছে আজ অনেক দিন ধরেই । আসলে বন্ধ বললে ভুল হবে , বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সকল সিম অপারেটরদের নির্দেশনা দিয়েছে যে , আপনাদের নেটওয়ার্কে যদি পাবজি ও ফ্রি ফায়ার গেম চলে তাহলে তা সাথে ব্লক করার জন্য বলা হয়েছে । এই জন্য পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধের পরেও কিছু সিমে খেলা যাচ্ছিলো । কিন্তু এখন তা পুরোপুরি ভাবে ব্লক/বন্ধ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ।

তাই বলে কি কমে এসেছে গেমিং ? আপনি যদি মনে করেন কমেছে তাহলে আপনার ধারণা ভুল । গেম বন্ধ করার পর গেমিং চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে । শিশু কিশোর সহ প্রাপ্তবয়সীরাও খেলে চলেছে এই ক্ষতিকর গেম । কিন্তু কিভাবে চলছে এই গেম ?

গেম ব্যান হওয়ার পর সকল বয়সী মানুষ ভিপিএন ব্যবহার করে এই গেমটি খেলতে সক্ষম হচ্ছে । কিন্তু সমস্যা হচ্ছে ভিপিএন এর মাধ্যমে খেললে গেম অনেক ল্যাগ করছে এবং Ping খুব High থাকছে । আর আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিপিএন শেয়ার করবো যার মাধ্যমে আপনি অনায়াসে low ping এ gameplay করতে পারবেন ।

  1. PREMIUM DNS CHANGER

 

DOWNLOAD

 

 

 

2. 1111 PREMIUM UNLOCKED

 

DOWNLOAD

 

 

 

 

তো দেখুন আমার PUBG GLOBAL  এ ping 92 থাকছে এবং ম্যাচ শুরু হলে 50-70 এমন বা আপনার নেটওয়ার্ক কাভারেজ ভালো হলে 4০/6০ ping পাবেন তো বন্ধুরা আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে আপনার মতামত জানিয়ে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সাহায্য করুন ।

 

ধন্যবাদ

The post পাব্জি ও ফ্রী ফায়ার এর পিং সমস্যার সমাধান ও গেম এ ডুকার সময় লোডিং এর সমাধান নিয়ে নিন। বেস্ট ২টী ভিভিএন এর মুডেড ভারশন। NO BAN GURANTEED appeared first on Trickbd.com.

সালমান খানের নতুন মুভি Antim: The Final Truth রিভিউ + লিংক

Posted:

Antim The Final Truth

P/R : 8/10

Screenshot

মাত্র দেখে শেষ করলাম অন্তিম”

মুভিতে লিড রোলে আছেন সালমান খান, আয়ুশ সার্মা, মাহিমা, যদিও এটাতে প্রথমে সালমান খানের শুধু ক্যামিও দেওয়ার কথা ছিলো কিন্তু পরে সেই রোলটা বাড়িয়ে রানটাইম ১ ঘন্টার মতো করেছে। সালমানের এন্ট্রি হয় সিনেমার ১১ মিনিটে এবং একজন সৎ-সাহসী পুলিশ সিক রোলে” সালমান খান যতবারই স্ক্রিনের সামনে এসেছে ততবারই গুজবাম্প আসবে বিগস্ক্রিনে দর্শকদের*।

#Antim হলো ইয়াং সন্ত্রাসীবাদ গ্যাংস্টার নিয়ে তা ট্রেইলার দেখেই বুঝেছিলাম। সালমান লিডে থাকলে-ও পুরো গল্পটা যেনো আয়ুশকে ঘিরে আবর্তিত হয়েছে। তার গর্জিয়াস লুক, এ্যাকশন, ডায়ালগ ডেলিভারি, ক্রেজি ড্যান্স, এক্টিং পারফরম্যান্স সবকিছু একসাথে পেতে মুভির বিকল্প নেই। মাহিমা সহ বাকিরাও ভালোই প্যারফরম্যান্স করেছে।

সালমানের সব এই মুভির ডায়ালগ গুলো একদম খাপে খাপ। মুভিতে অবশ্যই শিক্ষনীয় অনেক বিষয়ই আছে।

এবং মুভির গান গুলো খুব ভালো লেগছে।

Koy toh Aayega BGM জাস্টা অসাধারণ

এককথায় পাওয়ারফুল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডিরেকশন, সালমান, আয়ুশ এর অভিনয়, ফাইটিং সিন, এন্টারটেইনিং, সব মিলিয়ে একদম পারফেক্ট ছিল।

Link: Antim The Final Truth

হ্যাপি ওয়াচিং;))

The post সালমান খানের নতুন মুভি Antim: The Final Truth রিভিউ + লিংক appeared first on Trickbd.com.

[প্রথম ট্রিকবিডিতে] Canva Pro Access Giveaway, নিয়ে নিন ফ্রীতে

Posted: 26 Nov 2021 07:00 PM PST

প্রথমবারের হাজির হলাম ট্রিকবিডিতে। এই পোষ্ট কমেন্ট করলেই পাচ্ছেন ১ টি Canva Pro 45 Days Access একদম ফ্রীতে।
Giveaway Details:

Duration: 5 hours (৫ ঘণ্টার মাঝে কমেন্ট করলেই পাবেন। )

Total Account: 50x

কমেন্ট এ মেইল পেস্ট করুন এক্সেস পাঠিয়ে দেয়া হবে.

Canva Pro

এরকম আরও ফ্রি Giveaway এবং প্রিমিয়াম সব একাউন্ট পেতে এখুনি নিচের গ্রুপে জয়েন হোনঃ
গ্রুপ লিঙ্ক

This Giveaway by Leakbd.com
Leakbd.com

আমি ফেসবুকে
আমি টেলিগ্রামে

আল্লাহ হাফেজ

The post [প্রথম ট্রিকবিডিতে] Canva Pro Access Giveaway, নিয়ে নিন ফ্রীতে appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন আদর্শলিপি ফন্ট যুক্ত Jannify premium ব্লগার টেমপ্লেট

Posted: 26 Nov 2021 06:57 PM PST

ওয়েবসাইটের জন্য থিমের প্রয়োজনীয়তা

ওয়েবসাইট কন্টেন্ট সমৃদ্ধ এবং এসইও ফ্রেন্ডলি করার পর সবথেকে বেশি গুরুত্বপুর্ন ওয়েবসাইটের ডিজাইন। ওয়েবসাইটের সম্পুর্ন ডিজাইন নির্ভর করে থিমের উপর। অতএব একটি ভালো থিম আপনার ওয়েবসাইটকে সুন্দর লুক দিতে পারে। আবার এসইও এবং অর্গানিক ভিজিটর পাওয়ার ক্ষেত্রে থিম এবং ওয়েবসাইটের ডিজাইন অনেক বেশি ভুমিকা পালন করে।

ব্লগার থিম কি?

ব্লগার ওয়েবসাইটে যে থিম ব্যবহার করা হয় তাকে ব্লগার থিম বলে। ব্লগারে আগে থেকেই কিছু ফ্রি থিম দেওয়া হয় কিন্তু সেগুলো তেমন ভালো না এবং এডসেন্স রেসপন্সিভ না। তাই আমি আজ এমন একটি প্রিমিয়াম ব্লগার থিম দিতে যাচ্ছি যা আপনার ব্লগার ওয়েবসাইটকে প্রিমিয়াম লুক দেবে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো Jannify নামক একটি ব্লগার থিম। এই থিমটিতে আমি আদর্শলিপি নামক বাংলা ফন্ট যুক্ত করেছি যা আপনার ব্লগার ওয়েবসাইটকে অসাধারন লুক দেবে।

প্রিমিয়াম ব্লগার থিম কি?

ব্লগারের ফ্রি থিম গুলো আপনি সম্পুর্ন ডিজাইন করতে পারবেন না। আবার ফ্রি থিমে আপনি ফুটার ক্রেডিট চেঞ্জ করতে পারবেন। অপরদিকে প্রিমিয়াম ব্লগার থিমের সাহায্যে আপনি সম্পুর্ন ডিজাইন করতে পারবেন। সাথে ফুটার ক্রেডিটও চেঞ্জ করতে পারবেন। আবার প্রিমিয়াম থিম গুলোতে এক্সট্রা কিছু ফিচার থাকে যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট আরোও সুন্দর করা যায়।

Jannify থিম কি?

Jannify Templateify এর একটি থিম। এটিকে Templateify এর সবথেকে বেস্ট থিম বলা যায়। এর ডিজাইন একেবারে ক্লিন এবং মোবাইল রেসপন্সিভ। Jannify থিমের ফিচার গুলো নিচে দেওয়া হলো।

১. ১০০% মোবাইল রেসপন্সিভ
২. আরটিএল সাপোর্টেড
৩. ডার্ক মোড সিস্টেম

৪. এসইও অপ্টিমাইজড
৫. এডসেন্স ফ্রেন্ডলিপ্রফেশনাল লুক
৬. এডস্ রেডি
৭.অনেক গুলো কন্টেন্ট ব্লক

ইত্যাদি। অতএব বুঝতেই পারছেন থিমটি একটি অসাধারন ব্লগার থিম। তো আর দেরি না এখনি এই অসাধারন ব্লগার থিমটি ডাউনলোড করে নিন। যেহেতু আমি আগে থেকেই আদর্শলিপি ফন্ট যুক্ত করে রেখেছি তাই বাংলা ব্লগের ক্ষেত্রে আপনার ওয়েবসাইট আরোও সুন্দর দেখাবে। সাথে আমি টেক্সট গুলোর কালার চেঞ্জ করে সম্পুর্ন কালো করে দিয়েছি। সাধারন ডিজাইন গুলো করলেই আপনি একটি কম্পিলিট ব্লগার ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।

ডেমো: CLICK HERE

ডাউনলোড: CLICK HERE

ডাউনলোড করতে অথবা ব্লগার ওয়েবসাইট নিয়ে কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করবো।

ধন্যবাদ সবাইকে

The post ডাউনলোড করে নিন আদর্শলিপি ফন্ট যুক্ত Jannify premium ব্লগার টেমপ্লেট appeared first on Trickbd.com.

অনলাইনে একটি অ্যাপসে ছোট ছোট কাজ করে প্রতিদিন ২০০+ টাকা ইনকাম করুন পেমেন্ট বিকাশ ১০০% পেমেন্ট পাবেন সবাই দেখেনিন

Posted:

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো না থাকলে ট্রিকবিডি ভিসিট করতেন না তো আজকে আমি নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনলাইনে ইনকাম সম্প্রতিক একটি অ্যাপ নিয়ে যদিও ট্রিকবিডিতে ইনকাম পোস্ট করা নিষেধ তবে এখানে বলা হয়েছে যদি সেটি 100% পেমেন্ট করে তাহলে সেই বিষয়টি নিয়ে পোস্ট করা যাবে এবং আমি যে অ্যাপটি নিয়ে আলোচনা করব আজকে এটি অবশ্যই 100% পেমেন্ট করে তবে হ্যা কিছু কিছু ক্ষেত্রে পেমেন্ট মিস হতেও পারে আমি পোষ্টের শেষে বলে দেবো যে কারণে অনেকেই পেমেন্ট পান্না তাহলে চলুন আমরা প্রথম থেকে শুরু করি |

দয়া করে পোস্টটি কেউ কপি করবেন না এবং পুরো পোস্টটি আমার নিজের লেখা এর আগে এ পোস্টে কোন জায়গায় পাবলিশ করা হয়নি

কে না চায় অনলাইন থেকে ইনকাম করতে সবাই অনলাইন থেকে ইনকাম করতে চাইলেও কিন্তু পারে না অনেকেই তো জারা ছোট ছোট কাজ করে প্রতিদিন 200 থেকে 300 টাকা ইনকাম করতে চান তারা এই অ্যাপটি তে কাজ করতে পারেন এবং এই অ্যাপটি লিমিট রয়েছে আপনি প্রতি মাসের শেষের চার দিন অথবা পাঁচ দিন কাজ করতে পারবেন এই অ্যাপসটিতে আজকে থেকে যদি আপনি কাজ শুরু করেন তাহলে 1 তারিখ বিকাল 4 টা পর্যন্ত কাজ করতে পারবেন এবং কখন কাজ শেষ হবে সেই নোটিশটি টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া হবে আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিব অবশ্যই আপনি তাদের অফিশিয়াল যে টেলিগ্রাম গ্রুপ কি রয়েছে সেটিতে জয়েন করে নিবেন তাহলে সব ধরনের আপডেট দেখতে পারবেন |

আরও পড়ুনঃ

কোন প্রকার ইনভেস্ট ছাড়াই অনলাইন থেকে ইনকাম করার সেরা (৪) চারটি উপায় দেখে নিন 2021

অনেক কথাই বলে ফেললাম এখন আমরা কাজের কথায় আসবো তো যারা অ্যাপসটিতে কাজ করতে চাচ্ছেন প্রথমে নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করুন

লিংক: Download Apps

তো অ্যাপসটি ডাউনলোড করার পর সেটি ওপেন করবেন

তো অ্যাপসটি ওপেন করার পর নিচের দিকে দেখতে পারবেন যে সাইনআপ sing up লেখা রয়েছে আপনারা এই লেখাটিতে ক্লিক করবেন

এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু ফ্রম দেখতে পারবেন পুরো ফর্ম টি আপনাকে পূরণ করতে হবে

এখানে তারা তাদের সিকিউরিটির জন্য নাম্বার ভেরিফিকেশন করে থাকে তো প্রথম বক্সে আপনি আপনার নাম দিবেন এবং দ্বিতীয় যে বক্সটি রয়েছে সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন যে নাম্বারটি তে আপনি পেমেন্ট নেবেন অবশ্যই সেই নাম্বারটি এখানে দিবেন এবং এই নাম্বারটি আপনার সাথে থাকা লাগবে কারন যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তারপর সেই নাম্বারে একটি কনফার্ম কোড যাবে কোডটা কনফার্ম করার পরে আপনার একাউন্টটি একটিভ হবে তো তৃতীয় বক্সে আপনি আপনার একটি ইমেইল এড্রেস দিবেন এবং চতুর্থ বক্সে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং তার নিচে যে বক্সটি রয়েছে একই পাসওয়ার্ড এ বক্সটিতে দিবেন তারপর দেখতে পারতেছেন যেখানে রয়েছে রিফার কোড যদি আপনি আমার রেফার কোড ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন এতে আপনার কোন লস হবে না আমার কিছু কমিশন হবে যদি আপনি এই অ্যাপ থেকে টাকা উইড্রো করেন তাহলে আমি কিছু কমিশন পাব আমার রেফার কোড

আরও পড়ুনঃ

দেখেনিন একনজরে রবির সব ইন্টারনেট মিনিট ও এসএমএস (SMS) অফার সমূহ এছাড়াও রয়েছে রবির সব চেক কোড ২০২১

Reffer code: 1162163

তো তারপর নিচে দেখতে পারতেছেন রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিবেন তারপর আপনার সেই নাম্বারে একটি ওটিপি OTP যাবে এবং সেখান থেকে কোডটি নিয়ে আপনি আপনার একাউন্টে ভেরিফিকেশন করে নিবেন তো তারপর দেখতে পারবেন সাইন ইন sing in একটি অপশন পাবেন

এখানে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন এবং যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেটি দিয়ে লগ ইন করুন আপনার একাউন্ট তৈরীর কাজ শেষ এখন দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে

এখানে অ্যাপ এ কাজ করার জন্য দেখতে পারতেছেন লাল দাগ দিয়ে দিয়েছি Start work লিখাটি ক্লিক করবেন তারপর দেখতে পারবেন নিচের স্ক্রীনশটএর মত আসবে

তো এখানে কাজটি হচ্ছে মূলত ওয়েবসাইট ভিজিট করা তারা আপনাকে দিয়ে ওয়েবসাইট ভিজিট করিয়ে নেবে এবং এর পরিবর্তে আপনাদেরকে কিছু পারিশ্রমিক দিবে তো অবশ্যই আপনাকে আগে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে ভিপিএন কানেক্ট ছাড়া আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না এবং ইনকাম করতে পারবেন না তো এখানে লেখা রয়েছে যে ছয়বার আপনাকে ডিজিট করতে হবে ওয়েবসাইট এবং শেষে আপনাকে একটি এড ক্লিক করতে হবে এবং সেই এক লিংকটি কপি করে ব্যাগে সে দেখতে পাবেন একটি বক্স হয়েছে সেখানে লিংকটি সাবমিট করে নিচে দেখতে পারবেন
Submit নামের একটি অপশন রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন তাহলে আপনার সেই কাজটিই তাদের কাছে জমা হয়ে যাবে এবং আপনার একাউন্টে পয়েন্ট এড জমা হয়ে যাবে |

আরও পড়ুনঃ

দেখে নিন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ইম্পরট্যান্ট ৬টি প্লাগিন যেগুলো সবার দরকার ২০২১

তো এভাবে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন কোন প্রকার ব্রেক টাইম ছাড়াই তো এখন আমরা কথা বলবো কিভাবে পেমেন্ট নেবেন

কিভাবে টাকা তুলবেন এই অ্যাপ থেকে

তো আপনাকে টাকা তোলার জন্য প্রথমে আবার হোমপেজে চলে যেতে হবে এবং দেখতে পারবেন উইথড্রো পয়েন্টস নামের একটি অপশন রয়েছে

এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখতে পারবেন নিচের স্ক্রীনশটএর মত একটি পেজ এসেছে তো এখান থেকে আপনি যত টাকা তুলতে যাচ্ছে এখানে আপনি মিনিমাম 20 টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন এবং 50 টাকা হলে বিকাশে নিতে পারবেন তো টাকা তোলার জন্য আপনি যেটিতে পেমেন্ট নিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন

এবং নিচের দিকে গিয়ে দেখতে পারবেন পায়ওট নামের একটি অপশন রয়েছে এবং নিচে আপনার নাম্বারটি থাকবে অবশ্যই নাম্বারটি ভালোভাবে দেখে নিবেন এবং সেই লেখাতে ক্লিক করে দিবেন

তো টাকা তোলার কাজ শেষ এখন কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনার টাকাটা আপনার পেয়ে গেছেন এখানে অনেক হাজার হাজার ইউজার কাজ করে তাই টাকাটা পেতে কিছুটা সময় নিতে পারে অবশ্যই টাকা পাবেন 100% আমি নিচে কিছু স্ক্রিনশট দিছি যেতে পারেন অবশ্যই আপনি টাকা পাবেন

তো এখন আমরা কথা বলবো যে কে কে এই অ্যাপে কাজ করে টাকা তুলতে পারবেন না

আরও পড়ুনঃ
ফ্রি ফায়ার রেডিম কোড ২০২১ Free Fire Redeem Code Free 2021

কে কে এই অ্যাপ থেকে টাকা তুলতে পারবেন না

অনেকেই হয়তো বলতে পারেন সেই অ্যাপটি পেমেন্ট করে না তাদেরকে আমি বলব হ্যাঁ অবশ্যই পেমেন্ট করবে না যদি আপনি ফেক কাজ করে থাকেন অথবা ভুল কাজ করে থাকে অনেকেই রয়েছে যারা পেজভিউ করে না তাদেরকে এডমিন কখনোই টাকা দিবে দেয় কারণ একদিন বুঝতে পারে যে আপনি পেজ ডিউটি করতেছেন না এবং বুয়া কাজ করে পয়েন্ট যোগ করেছেন ব্যালেন্সে তাদেরকে এডমিন কখনোই পেমেন্ট করবে না তো যারা পেমেন্ট নিতে চান অবশ্যই ভালোভাবে কাজ করবেন এবং কাজ থেকে বিরত থাকবেন তাহলে অবশ্যই 100% পেমেন্ট পাবেন যদিও কিছু সময় লেট হতে পারে
আশাকরি সকলেই বুঝতে পেরেছেন যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমি সেটি সমাধান দেয়ার চেষ্টা করব

যারা কাজ করতে পারছেন না অথবা কাজ বুজতেছেন না তারা দয়া করে এই ভিডিও টি দেখুন এখানে সম্পুর্ণ প্রসেস দেখিয়ে দেয়া হয়েছে

https://youtu.be/lAc3W2AgrqM

তো সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডির মত আমার একটি ওয়েবসাইট রয়েছে সবাই অবশ্যই আমার ওয়েব সাইটটি ভিজিট করা আসবেন এখানে আমি প্রতিদিন নতুন নতুন ট্রিকস এবং টিপস এর কন্টেন্ট আপলোড করে থাকি আশাকরি সবার কাছে আমার ওয়েবসাইটটি ভালো লাগবে এবং অবশ্যই আমার ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন নতুন কিছু জানার জন্য আমার একটি

লিংকঃ SHEKHOBD.COM

তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডি সাথে থাকুন ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য

The post অনলাইনে একটি অ্যাপসে ছোট ছোট কাজ করে প্রতিদিন ২০০+ টাকা ইনকাম করুন পেমেন্ট বিকাশ ১০০% পেমেন্ট পাবেন সবাই দেখেনিন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments