Search box..

Netflix,Envato,canva,Skillsahare,vecteezy Premium Site Access করুন ফ্রিতেই (Hurry up!)

Netflix,Envato,canva,Skillsahare,vecteezy Premium Site Access করুন ফ্রিতেই (Hurry up!)


Netflix,Envato,canva,Skillsahare,vecteezy Premium Site Access করুন ফ্রিতেই (Hurry up!)

Posted:

Howdy Everyone,
কিছুদিন আগে একটি Site এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম Extension Use করে কীভাবে Premium Site Access নিতে। আজকে ঠিক তার Alternatives একটি Site এর সাথে পরিচয় করিয়ে দিব। এই Site এর Free Plan Subscription এ যা যা থাকছে:-

  • Netflix premium
  • Envato Elements
  • Canva premium
  • Skillshare premium
  • Vecteezy premium

 

Site Admin ঘোষণা দিয়েছে আজকেই Last Date Free Planগুলো Claim করার, পরবর্তীতে 200 রূপি লাগবে এই plan Purchase করতে। So Hurry up !!!

 

⬇যেভাবে এই Premium Siteগুলোর Access পাবেন-

1. প্রথমে এই Site এ প্রবেশ করুন

 

 

2.Name,Email,Password দিয়ে sign up করে নিন, Email হিসেবে অবশ্যই Gmail Use করা লাগবে
temp. Gmail Use কতে Visit here

 

 

3.আপনার Gmail Verify করে নিন

 

 

4. এবার verification এরপর Log In করে নিন

 

 

5. Extention Fileটি Download করে নিন

 

 

6.এবার Add New Plan এ Click করে Free Plan Purchase করে নিন (0$)

 

 

7.এবার Extension Folderটি Unzip করুন

 

 

8. Chrome/Edge Browser এ গিয়ে chrome://extension অথবা edge://extension type করে Enter Press করুন

 

9. এবার Developer Mode On করুন, তারপর Load unpack এ Click করুন, Extension Fileটি Select করুন
এরপর Developer Mode OFF করে দিবেন

 

 

10.ব্যস Extension এ Click করে পুনরায় log In করে নিন।

 

 

11. এখন প্রত্যেক Site এর নিচে “Access it” Button এ Click করে উপভোগ করুন netflix premium, Envato Elements
Canva premium, Skillshare premium, vecteezy premium

 

📸 Tutorial:-

 

Bye⚡
Contact Me On-
Telegram [Discussion Group] [Telekit]

The post Netflix,Envato,canva,Skillsahare,vecteezy Premium Site Access করুন ফ্রিতেই (Hurry up!) appeared first on Trickbd.com.

[পর্ব ৩২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবদুর রহমান আল-সুফি:-তিনিই প্রথম Andromeda কে গ্যালাক্সি হিসেবে চিহ্নিত করেন]

Posted:


আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আমার আগের সব পর্ব:-
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ১
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ২

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৩

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৪

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৫

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৬

[পর্ব ৭] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[নাসির আল দীন আল তুসি:-ত্রিকোণমিতির স্রষ্টা,জিজ-ইলখানি উপাত্তের উদ্ভাবক]

[পর্ব ৮] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল ওয়াফা:-ত্রিকোণমিতির মূল স্থপতি]

[পর্ব ৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু মারওয়ান/ইবনে জহুর:-পরভূক জীবাণু বিজ্ঞানের প্রতিষ্ঠাতা,পরীক্ষামূলক সার্জারির জনক, পরীক্ষামূলক শারীরবৃত্তীয়, মানুষের ব্যবচ্ছেদ, অটোপস এর অগ্রদূত]

[পর্ব ১০]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাওয়ার্দি:-বিশুদ্ধতম গণতন্ত্রের প্রবক্তা]

[পর্ব ১১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জাজারি:-মধ্যযুগের শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ]

[পর্ব১২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল কাসিম আল জাহারাবী:-অপারেটিভ/আধুনিক সার্জারীর জনক]

[পর্ব১৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আব্বাস ইবনে ফিরনাস:-বিমানের জনক,প্রথম যিনি উড়েছিলেন আকাশে]

[পর্ব ১৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-কিন্দি:-ফার্মাকোলজির অগ্রদূত, পেরিপ্যাটেটিক দর্শনের জনক,সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী,সাইকোথেরাপি ও সংগীত থেরাপির অগ্রদূত]

[পর্ব ১৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফাতিমা আল ফিহরি:-বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে নারী]

[পর্ব ১৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-খৈয়াম:-বাইনমিয়েল থিওরেমের প্রথম আবিষ্কারক,এনালিটিক্যাল জ্যামিতির জনক]

পর্ব ১৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[জাকারিয়া আল রাযি:-আরবীয় চিকিৎসাশাস্ত্রের প্রাণপুরুষ]

[পর্ব ১৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল ফারাবি:-অ্যারিস্টটলের পর দর্শনের সেকেন্ড মাস্টার,পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী]

[পর্ব ১৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জারকালি:-সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি প্রমাণকারী]

[পর্ব ২০] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনুল-আব্বাস আল-মাজুসী:-ধাত্রীবিদ্যা এবং পেরিনেটোলজি এর অগ্রদূত]
[পর্ব ২১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে তোফায়েল:-প্রথম দার্শনিক উপন্যাস রচয়িতা]

[পর্ব ২২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল বালখি:-যিনি সর্বপ্রথম দেহ ও আত্মা সম্পর্কিত রোগসমূহকে সফলভাবে আলোচনা করেছিলেন]

[পর্ব ২৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ছাবেত ইবনে কোরা:-স্টাটিক্সের প্রতিষ্ঠাতা]

[পর্ব ২৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু কামিল:-এলজাব্রায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী]

[পর্ব ২৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনে সাহল রাব্বান আত তাবারী:-চিকিৎসা বিশ্বকোষ এর অগ্রদূত]

[পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।

[পর্ব ২৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে ইউনুস:-ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক]

[পর্ব ২৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাহানী]

[পর্ব ২৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে বাজা]

[পর্ব 30]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফজলুর রহমান খান:-স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন,Father of tubular designs]

[পর্ব ৩১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু সাহাল আল কুহি:-অঙ্কনে ব্যবহৃত কম্পাসের উদ্ভাবক]
38.আবদুর রহমান আল-সুফি(তিনিই প্রথম Andromeda কে গ্যালাক্সি হিসেবে চিহ্নিত করেন)


আবদুর রহমান আল-সুফী ছিলেন একজন পার্সিয়ান জ্যোতির্বিদ। পশ্চিমাবিশ্বে তিনি Azophi বা Azophi Arabus হিসাবে পরিচিত। আল-সুফি ছিলেন নয়জন বিখ্যাত মুসলিম জ্যোতির্বিজ্ঞানের একজন।

আবদুর রহমান আল-সুফী ইরানের রায়(Rayy) শহরে ৯০৩ খ্রিস্টাব্দে।তার পুরো নাম আবুল হুসাইন আব্দুর রহমান ইবনে ওমর আল সুফি আল রাজি।তাঁর নাম থেকেই বোঝা যায় যে তিনি একজন সুফি মুসলিম ছিলেন।

তিনি পারস্যের ইসফাহানের বোয়িদ সাম্রাজ্যে থাকতেন।তখন বোয়িদ সাম্রাজ্যের আমির ছিলেন আজ- উদ-দৌলা।আল সুফি তার দরবারে রাজ-জ্যোতির্বিদ হিসেবে কাজ করতেন।

তিনি বুয়াইদের বাদশাহ ও অঙ্কশাস্ত্রবিদ বিজ্ঞানী আজদ্দৌলার বন্ধু ও শিক্ষক ছিলেন।

তার মূল কাজ ছিল গ্রীক জ্যোতির্বিদ্যা সংক্রান্ত রচনা অনুবাদ ও প্রসারণে কাজ করা, বিশেষত টলেমির আলমাজেস্ট বইটি।

তিনি টলেমির তারকাদের তালিকায় বেশ কয়েকটি সংশোধন করেছেন এবং তার নিজস্ব উজ্জ্বলতা এবং magnitudes এর অনুমান করেছিলেন যা টলেমির ক্ষেত্রে প্রায়শই বিচ্যুত হয়েছিল, আল-সুফির magnitudes এর মাত্র ৫৫% টলেমির মতো ছিল।

তারা আরেকটি বড় অবদান ছিল Hellenistic জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বইগুলো আরবিতে অনুবাদ করার।যা তৈরি হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া।

আল-সুফি ইসফাহানে 32.7° অক্ষাংশে তার জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ করেছিলেন।তিনি লার্জ ম্যাগেলানিক মেঘকে(Large Magellanic Cloud) চিহ্নিত করেছিলেন, যা ইয়েমেন থেকে দৃশ্যমান, যদিও এটি ইস্পাহান থেকে নয়।

16 ম শতাব্দীতে ম্যাগেলানের(Magellan) সমুদ্রযাত্রা অবধি ইউরোপীয়রা এটি আগে দেখেনি।

এছাড়াও তিনিই প্রথম বলেছিলেন যে, সিরিয়াস(Sirius) নক্ষত্রের মাত্র একটিই রং।আকাশে কিন্তু বহু তারকা আছে যেগুলো কখনো সাদা মনে হয়,কখনো হলুদ মনে হয়,কখনো নীল মনে হয়।কিন্তু তাদের রঙে একিই।বায়ুমন্ডলের কারণে এদের রং এর পার্থক্য দেখা যায়।

টলেমি আলেকজান্দ্রিয়া থেকে sirius তারা দেখে বলেছিল যে এটি লালচে রং এর,সিনিকা রোম থেকে sirius তারা দেখে বলেছিল যে এটির রং একদম লাল,সিমিডিট এথেন্স থেকে sirius তারা দেখে বলেছিল যে এটি হলুদ রং এর।

আল সুফি দশম শতাব্দীতে বলে গেছেন যে,উজ্জ্বল তারকা Sirius(ALPHA CANIS MAJORIS) এর একটিই রং এবং এটি তার রং পরিবর্তন করে না।

তিনিই প্রথম 964 খ্রিস্টাব্দে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটি(Andromeda Galaxy) পর্যবেক্ষণ করেছিলেন।এটিকে তিনি একটি ছোট মেঘ(small cloud) হিসাবে বর্ণনা করেন।

এটিই মিল্কিওয়ে ব্যতীত প্রথম গ্যালাক্সি যা পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা হয়েছিল।আমাদের নিজস্ব গ্যালাক্সির বাইরে যে আরও একটি গ্যালাক্সি আছে তার প্রথম বিজ্ঞানসম্মত রেকর্ড রয়েছে বল সুফির কিতাব আল-কাওাকিব বইতে।

আল-সুফির রচিত বিখ্যাত বই কিতাব আল-কাওয়াতিব আল-থাবিত আল-মুসাওয়ার(Book of Fixed Stars)যা তিনি ৯৬৪ সালে রচনা করেন এবং বইটি আজদৌলাকে উৎসর্গ করেন।যিনি তৎকালীন বুয়াইদ সাম্রাজ্যের রাজা ছিলেন।

বইটিতে পাঠ্য বর্ণনার পাশাপাশি অংকন দ্বারা বিস্তারিত ভাবে সবকিছু বর্ণনা করা হয়েছে।

এই বইটিতে আটচল্লিশটি নক্ষত্র চিত্র(Constellation:-কয়েকটি তারার মধ্যে সরলরেখার মাধ্যমে বিভিন্ন প্রাণী,প্রাগৌতিহাসিক চরিত্র অংকন) এবং তারা নিয়ে বর্ণনা করা হয়েছে।Book of Fixed Stars বইয়ের মধ্যে আল-সুফি গ্রীক এবং আরবি নক্ষত্র এবং তারাগুলি তুলনা করেছেন একে অপরের সাথে সমান করার জন্য।

তিনি প্রতিটি নক্ষত্রের(Constellation) দুটি চিত্র অন্তর্ভুক্ত করেছিলেন।একটি তারাদের অভিমুখ দেখায় মহাজাগতিক গ্লোব(celestial globe) এর বাইরে থেকে এবং অন্যটি পৃথিবীতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকানোর দৃষ্টিকোণ থেকে।

তিনি নক্ষত্রকে তাদের উজ্জ্বলতার ওপর তিনটি দলে বিভক্ত করেছেন:একুশটি উত্তরের নক্ষত্রমণ্ডল,বারো রাশিচক্র নক্ষত্রমন্ডল এবং পনেরটি দক্ষিণের নক্ষত্রমণ্ডল।

এই আটচল্লিশটি নক্ষত্রের প্রত্যেকটির জন্য আল-সুফি একটি তারার চার্ট তৈরি করেছিল।

পি.কে হিট্টি বলেছেন,
প্রাচীনতম সচিত্রিত পান্ডুলিপি (তারার মানচিত্র) হল আল-সুফির। (যেটি বর্তমানে রয়েছে লেনিনগ্রাদে)।

(History of the Arabs, London, 1970 edition, p. 420)

এছাড়াও পি.কে হিট্টি এই বইটিকে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমির এক মাস্টারপিস হিসেবে উল্লেখ করেছেন।

জর্জ সার্টন তার Introduction to the history of science(Vol. 1. Baltimore, 1927, p.666) বইতে বলেছেন:-

তাঁর (আল সুফি) মূল কাজ “Book of the Fixed Stars” (কিতাব আল-কাওয়াকিব আল-থাবিতা আল-মুসাওয়ার) চিত্র সহ চিত্রিত।মুসলিম বৈজ্ঞানিকদের মধ্যে জোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ সম্বন্ধে যে তিনটি সর্বোৎকৃষ্ট পুস্তক আছে, তন্মধ্যে এটি একটি। অন্য দুইটির লেখক হলেন ইবনে ইউনুস ও পঞ্চদশ শতাব্দীর বৈজ্ঞানিক উলুঘ বেগ।

বইটি অত্যন্ত প্রভাবশালী ছিল এবং বর্তমানে অসংখ্য পাণ্ডুলিপি ও অনুবাদগুলিতে বইটি টিকে আছে।বইটির সবচেয়ে প্রাচীনতম পান্ডুলিপিটি 1009 খ্রিস্টাব্দের যা বোডলিয়ান লাইব্রেরিতে(Bodleian Library) রাখা আছেএবং এটি লেখকের ছেলের লেখা।ব্রিটিশ গ্রন্থাগারে বইটির ত্রয়োদশ শতাব্দীর একটি অনুলিপি রয়েছে।বইটি আরো জানতে চাইলে দেখে আসুন উইকিপিডিয়াতে

আল সুফির Book of fixed star বইয়ে বর্ণিত কিছু Constellation:-


Constellation Cancer


The great bear


Constellation Andromeda

Constellation Taurus

constellation Sagittarius

Constellation Ophiuchus

Constellation Lepus

Constellation Gemini




আল-সুফি আরও লিখেছেন astrolabe নিয়ে। তিনি জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, রাশিফল, নেভিগেশন, সার্ভিং, timekeeping, কিবলা,নামাজের সময় ইত্যাদির মতো বিভিন্ন অঞ্চলে 1000 টিরও বেশি বিষয়ের বর্ণনা দিয়েছেন।

৮৩ বছর বয়সে ৯৮৬ খৃস্টাব্দে এই মহান বিজ্ঞানী ইরানের ইস্পাহানে ইন্তেকাল করেন।

২০০৬ সাল থেকে ইরানের অ্যাস্ট্রোনমি সোসাইটি (ASIAC) আল-সুফির স্মরণে একটি আন্তর্জাতিক Sufi Observing Competition অনুষ্ঠিত করে। প্রথম প্রতিযোগিতা ২০০৬ সালে উত্তর সিমানান প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয়টি ২০০৮ সালের গ্রীষ্মে জাহেদানের নিকটে লাডিজে অনুষ্ঠিত হয়েছিল। ইরান ও ইরাক থেকে শতাধিক অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

২০১৬ সালের ৭ ডিসেম্বর গুগল ডুডল তাঁর ১১১৩ তম জন্মদিন স্মরণ করে।

চন্দ্র ক্রেটার Azophi এবং minor প্লেনেট 12621 Alsufi তার নামে নামকরণ করা হয়েছে।

The post [পর্ব ৩২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবদুর রহমান আল-সুফি:-তিনিই প্রথম Andromeda কে গ্যালাক্সি হিসেবে চিহ্নিত করেন] appeared first on Trickbd.com.

পবিত্র রমযান মাসে অল্প সময়ে কিছু আমল করুন, অল্প সময়ে যেসব আমল করা যায়,জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,অল্প সময়ে যেসব আমল করা যায়। চলছে পবিত্র মাহে রমযান মাস। এই মাসে আমদের বেশি বেশি আমল করা উচিৎ। রোযার এই পবিত্র মাসে,শুয়ে বসে থাকার চেয়ে অল্প সময়ে এমন অনেক আমল আছ,যে আমল গুলো করলে অনেক নেকী। আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু আমল শেয়ার করব,যে আমলগুলো অল্প সময়ে করতে পারবেন ও অনেক নেকী অর্জন করতে পারবেন।অফিস বা যেকোন কর্মস্থলে অল্প সময়ে আমলগুলো করে নেকী অর্জন করতে পারবেন। ইচ্ছা করলেই খুব সহজে অল্প সময়ে আমল করা যাবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, অল্প সময়ে যে আমলগুলো করা যায়ঃ

১) কাউকে ইসলামের ভাল উপদেশ দেয়া যায়।খুব অল্প সময়ে ইসলামের আলোচনা করে ও ইসলাম সম্পর্কে ভাল উপদেশ দেয়া যায়।

২) পথের ক্ষতিকর কোনো বস্তু থাকলে তা তুলে ফেলে দেয়া যায়। অনেক সময় রাস্তায় অনেক ক্ষতিকর পদার্থ পড়ে থাকে,যেটাতে অনেকের ক্ষতি হয়,সেটা তুলে ফেলে দিলেও নেকী অর্জন করা যায়।

৩) মন্দ কাজ থেকে নিষেধ করা যায়। কোনো ব্যাক্তি যদি মন্দ কাজ করে,তাকে নিষেধ করে ও নেকী অর্জন করা যায়।

৪) সালাম দিয়ে নেকি অর্জন করা যায়। পথে ঘাটে চলতে ও অফিসে বসে ও সালাম দিয়ে খুব অল্প সময়ে নেকী অর্জন করা যায়।

৫) টেলিফোনে যোগাযোগ করা সময় আত্নীয়র সম্পর্ক রক্ষর আমল ও করা যায়। টেলিফোনে যোগাযোগ এর সময় সালাম দেয়া ও আত্নীয় এর সম্পর্ক রক্ষা করে ও নেকী অর্জন করা যায়।

৬) মহানবী (সাঃ) এর উপর ৫০ বার দরুদ পাঠ করে ও নেকী অর্জন করা যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম শুধু এটি পড়লেও চলবে। অবসর সময়ে এই দরুদ পড়েও নেকী অর্জন করা যায়।

৭) খুব দ্রুত গতিতে মনে মনে সুরা ফাতিহা তিন বার পড়ে ও নেকী অর্জন করা যায়।

৮) সুবহানাল্লাহিল আজিম, এটি ৫০ বার পড়া যায় খুব অল্প সময়ে। এটি পড়লে আমলের পাল্লা ভাড়ী হবে। অল্প সময়ে এই আমল করে নেকী অর্জন করা যায়।

৯) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি ১০০ বার পড়ে নেকী অর্জন করতে পারেন।কোনো ব্যাক্তি দিনে ১০০ বার এটি পড়লে তার গুনাহ মাফ হয়ে যায়, যদি এটি সমুদ্রের ফেনার মতো হয়।

১০) পবিত্র কুরআন পাঠ করে ও নেকী অর্জন করা যায় খুব অল্প সময়ে। অবসর সময়ে কুরআন পড়ে নেকী অর্জন করা যায়।

১১) সুরা ইখলাস পড়ে ২০ বার পড়া যায় খুব অল্প সময়ে। একবার এই সুরা পড়লে কুরআনের এক -তৃতীয় অংশের সমান সওয়াব পাওয়া যায়।

এই আমল গুলো খুব অল্প সময়ে করা যায়। এবং অনেক নেকী অর্জন করা যায় খুব অল্প সময়ে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post পবিত্র রমযান মাসে অল্প সময়ে কিছু আমল করুন, অল্প সময়ে যেসব আমল করা যায়,জেনে নিন। appeared first on Trickbd.com.

[AJ-100% True]Java Awesome 3D Game Like A Battle Ground Pubg Or FF(ফ্রি ফায়ার পাবজি এর মতো জাভা 3D গেম)[JAVA-3D-GAME]

Posted: 22 Apr 2021 09:28 PM PDT

















































আসসালামু অলাইকুম



কেমন আছেন সবাই?

আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন! অথবা আপনার ব্যাবহার করা প্রযুক্তির কারনে খারাপ ও থাকতে পারেন, এবং সমাধান খুজছেন যা কিনা এই আর্টিকেলে থাকতে পারে| যদি আপনি সমাধানের জন্য এখানে আসেন তাহলে আপনাকে এই সাইটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ!

আর যারা ট্রিকবিডিতে আসে তারা নতুন কিছু শিখার জন্য,জানার জন্যই আসে! কারন তারা বিশ্বাস করে ট্রিকবিডি এর কন্টেন্ট ক্রেটররা কখনো তাদের কে ধোকা দেয়না! অনেক কথা হইছে আর্টিকেলে ফিরা যাক

Todays Topic


আজকে আমরা কি নিয়ে আলোচনা করব তা টাইটেলে উল্লেখিত করা হয়েছে! এখন শুধু বিস্তারিত দেখার পালা এবং জানার পালা!

About Post


কারো প্রকৃত সমাধান কেউ দিতে পারে না! যদি না সে জানায় যে তার কি সমস্যা হয়েছে এবং সে কি চায়! আর এই আর্টিকেল এ আমি সম্পুর্নভাবে বলে দিতে পারি না যে এটাই সঠিক| যদি ভুল ত্রুটি হয়ে থাকে,তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন|

About Me


আমি ট্রিকবিডি এর নতুন কন্টেন্ট ক্রেটর! এই সাইট টিতে এটি আমার প্রথম পোষ্ট| আশা করছি ভালো লাগবে|

Post Terms


এই আর্টিকেলটি পড়ার পুর্বে আপনি গ্রহন করে নিচ্ছেন:

  • এই আর্টিকেলটি দিয়ে যদি আপনি কোনো অবৈধ কাজ করেন তাহলে এই পোষ্টের কতৃপক্ষ দায়ী থাকবেনা!



আজকের আর্টিকেল


আজকে আমরা আলোচনা করবো ,যে আমাদের জাভা ফোনে কি ফ্রি ফায়ার,পাবজি এর মতো কোনো জাভা গেম আছে কিনা!

উত্তর হচ্ছে: হ্যা!
এখন অনেকেই জানার জন্য অধীক আগ্রহে বসে আছেন! তবে আর্টিকেলটি শুরু করার আগে আমি আপনাকে বলে দিতে চাই আমি যে গেমটি দেখাবো সেটি পাবজি ফ্রি ফায়ার এর মতো অনেকটাই,তবে এটা যেহেতু জাভা গেম তাই এই গেমটিকে পাবজি বা ফ্রি ফায়ার হিসেবেও বলা যায়! কিন্তু পয়েন্ট হচ্ছে এটা কী আসলেই পাবজি ফ্রি ফায়ার এর মতো| তাহলে আমি ঊত্তর দিবো নাহ| কারন পাবজি ফ্রি ফায়ার এ যে ফিচার গুলি রয়েছে,সেগুলো জাভা ফোনে কখনোই সম্ভব না| তবে এই গেমটির কিছু স্টাইল পাবজি ফ্রি ফায়ার এর মতো একটি জাভা 3D গেম! এতে পাবজি ফ্রি ফায়ার এর মতোই এনিমি রয়েছে! যা আমি কিছুক্ষন পর বলতে চলেছি|

So Why Can We Waste Our Valueble Time(কেনো আমরা মুল্যবান সময়কে নষ্ট করছি) 1,2,3

Let’s Start


Turn On Learning


এই গেমটির অরজিনাল নাম হচ্ছে Cover Tops!
এটি একটি জাভা 3D গেম! প্রচুর কঠিন একটি গেম! এই গেমটি 2010 সালের পুর্বে বানানো হয়েছে ভাবতে পারছেন! 2010 এর পুর্বের গেম তাও পাবজি,ফ্রি ফায়ারের মতো| অনেকটাই অবাক হওয়া যায়|

যে কারনে এই গেমটি আপনার কাছে ভালো লাগতে পারে

  • এটি একটি 3D গেম তাই গেমটি খেলার সময় আপনার কাছে মনে হতে পারে আপনি নিজে ভিতরে ডুকে খেলছেন


  • এই গেমটিতে এনিমি রয়েছে! যাদেরকে ধ্বংস করতে আপনার কাছে খুব ভালো লাগতে পারে|
  • এই গেমটির মিশন গুলোতে সাফল্য অর্জন করা অনেক কষ্টকর,আদৌ আমি অনেক চেষ্টা করেছি একটি লেভেল পার করার কিন্তু সেটি করার জন্য অনেক দিন লেগেছে|
  • এই গেমটির ফ্লোরে ঠিক ব্যাটল রাউন্ড গেম গুলির মতো বিভিন্ন ধরনের সরন্জাম রয়েছে,যেমন: মেডকিট,পিস্তল,হেমলেট ইত্যাদি ইত্যাদি| যা ভালো লাগার একটি অংশ

আরো অনেক কিছু রয়েছে যা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন|
গেমটির কিছু স্ক্রিনশট
এই গেমটি খেলার বাটন বা কেগুলি (key):
সামনে যাওয়ার জন্য 2,পিছে আসার জন্য 8,বামে ঘোরার জন্য 1,ডানে ঘোরার জন্য 3,বামে দিকে যাওয়ার জন্য 4,ডান দিকে যাওয়ার জন্য 6,অগুলি করার জন্য 5,ম্যাপ দেখার জন্য 0,বন্দুক চেন্জ করার জন্য *, এই কিগুলি দিয়েই আমি গেমটি খেলেছি!

Ending Part


তো গেমটি ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটটিভিজিট করুন! ডাইরেক্ট Click Me To Download

Remember

এই গেমটি নিয়ে প্রথম রিভিউ দেন Tipsnet এর একজন এডমিন কিন্তু সেই পোষ্ট টিতে বিস্তারিত সবকিছু বলা হয় নি,তাই এখানে আপনাদের বিস্তারিত জানালাম| আর তার ওয়েবসাইটে আমি বিভিন্ন রকমের গেম বা এপ আপলোড করে এখানে রিভিউ করবো| তো ততক্ষন ভালো থাকুন সুস্থ থাকুন|

Notification

যদি আর্টিকেল টি ,ভালো লেগে থাকে তাহলে লাইক দিন,মতামত প্রশ্ন থাকলে কমেন্ট করুন! দেখা হচ্ছে নতুন কোনো আর্টিকেলে!
টাটা!

Level Up

The post [AJ-100% True]Java Awesome 3D Game Like A Battle Ground Pubg Or FF(ফ্রি ফায়ার পাবজি এর মতো জাভা 3D গেম)[JAVA-3D-GAME] appeared first on Trickbd.com.

[167-2] জেনে নিন লিনাক্স টার্মিনালের কয়েকটি কমান্ড ও তাদের ব্যবহার –help, touch, mkdir, mv, cp, rmdir, rm। (পর্ব -২)

Posted: 22 Apr 2021 09:26 PM PDT

লিনাক্স
স্বাগতম আপনাকে লিনাক্স টার্মিনাল কমান্ডের দ্বিতীয় পর্বে। যারা এ সম্পর্কিত প্রথম পর্বটি পড়েননি তাদের অনুরোধ করছি প্রথম পর্বটি পড়া আসার জন্য কারণ আমরা এই পর্বে কিছু কমান্ড ব্যবহার করব যা প্রথম পর্বে আলোচনা করা হয়েছে।

[167-1] আসুন পরিচিত হই লিনাক্স টার্মিনালের সাথে। সাথে জেনে নিন কয়েকটি কমান্ড ও তাদের ব্যবহার। (পর্ব -১)

এই পর্ব শেষে আমরা যেসব কমান্ড জানতে পারবঃ
১. –help
২. touch
৩. mkdir
৪. mv
৫. cp
৬. rmdir
৭ . rm

চলুন শুরু করা যাক।

১ . –help

গত পর্বে man কমান্ড নিয়ে আলোচনা করেছিলাম। –help কমান্ডটিও man কমান্ডের মতোই। তবে man কমান্ড এর সাথে এর মৌলিক পার্থক্য হলো man কমান্ডের নতুন একটি পেইজ ওপেন হয় যেখান অতি সুন্দরভাবে কমান্ড বা প্রোগ্রামটির বর্ণনা আর ব্যবহারবিধি দেয়া থাকে। man, UNIX সিস্টেমের অনেক পুরনো একটি পদ্ধতি। অন্যদিকে –help হলো bash শেল এর একটি বিল্টইন ফিচার। দুটোতেই প্রায় একই তথ্য প্রকাশিত হয়। তবে man পেইজে টেস্কট ফরম্যাটিং থাকলেও bash ভিত্তিক –help প্রকাশিত হয় প্লেইন টেস্কট ফরম্যাটে। আবার অনেক GNU/Linux সিস্টেমে man বিল্টইন থাকে না। তবে সব ব্যাশ শেলেই –help থাকে।

আপনি চাইলে man অথবা –help এর যেকোনোটি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। man কিভাবে ব্যবহার করতে হয় তা আগের পর্বে দেখিয়েছি।

যেকোনো কমান্ড বা প্রোগ্রামের help সেকশন দেখতে হলে আপনাকে টার্মিনালে প্রথমে কমান্ড বা প্রোগ্রামটির নাম লিখতে হবে তারপর –help লিখতে হবে। যেমন আমি যদি ls এর help দেখতে চাই তবে টার্মিনালে লিখতে হবে
ls –help

২ . touch

touch কমান্ডটি ব্যবহার করা হয় ফাইল তৈরি করার জন্য। touch এর মাধ্যমে আপনি যে কোনো ধরণের ফাইল আপনার টার্মিনালেই তৈরি করতে পারবেন। চলুন উদাহরণ দেখা যাক। প্রথমেই চলুন টার্মিনালে একটি ফাঁকা ডিরেক্টরিতে যাওয়া যাক যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।

আমি আমার Desktop ডিরেক্টরিতে আসলাম যেটা সবসময় ফাঁকাই থাকে। আপনারা আপনাদের পছন্দমতো ফোল্ডারে যেতে পারেন। এবার আমরা touch কমান্ড দিয়ে একটি .txt ফাইল তৈরি করব। তো এজন্য আমাকে টাইপ করে হবে touch <file name>
ধরুন আমি test1 নামে একটি txt ফরম্যাট ফাইল তৈরি করতে চাই তবে আমাকে লিখতে হবে
touch test1.txt

এবার ls করে দেখা যাক ফাইলটি তৈরি হয়েছে কি না।

দেখুন আমার Desktop ফোল্ডারে test1.txt নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে।

>> যদি আমি এক সাথে অনেকগুলো ফাইল তৈরি করতে চাই তবে কি করতে হবে ভাই?
— একসাথে দুই বা ততোধিক ফাইল তৈরি করতে হলে touch কমান্ডের পরে স্পেস দিয়ে প্রথম ফাইলটির নাম লিখতে হবে তারপর আবার স্পেস দিয়ে দ্বিতীয় ফাইলটির নাম লিখতে হবে তারপর আবার স্পেস দিয়ে তৃতীয় ফাইল এভাবে অসংখ্য ফাইল তৈরি করতে পারবেন।
অর্থাৎ একের অধিক ফাইল তৈরি করার জন্য টার্মিনালে কমান্ড ফরম্যাট হবে
touch <first file name> <second file name> <third file name> <fourth file name>

এখন আমার Desktop ডিরেক্টরিতে যদি আমি text2.txt ও test3.txt নামে আরও দুটো ফাইল একসাথে তৈরি করতে চাই তবে আমাকে টার্মিনালে লিখতে হবে
touch text2.txt test3.txt

এবার যদি ls করি

তবে দেখতে পাচ্ছেন আমার Desktop ডিরেক্টরিতে text2.txt আর text3.txt নামে আরও দুটি ফাইল তৈরি হয়েছে। এভাবে আপনারা একসাথে এক বা একাধিক ফাইল তৈরি করতে পারবেন।

>> এভাবে কি শুধু .txt ফাইলই তৈরি করা যাবে?

— না ভাই। আপনি .txt ছাড়াও যেকোনো ফরম্যাটের ফাইল তৈরি করতে পারবেন। যেমন আমি যদি একটি index.html ফাইল তৈরি করতে চাই তবে আমাকে টার্মিনালে টাইপ করতে হবে
touch index.html

দেখুন আমার ফাইলটি তৈরি হয়ে গেছে। এখানে একটি কথা জানিয়ে রাখি, আপনি যদি এমন একটি ফাইল তৈরি করতে চান যার নামের মাঝে স্পেস আছে তবে সেই নামকে দুটি ‘ অথবা দুটি ” (উধৃতি চিহ্ন) এর মাঝে রাখতে হবে।
এর ফরম্যাট হবে
touch ‘<file name>’ অথবা touch “<file name>”
যেমন আমি যদি trick bd.txt নামে একটি ফাইল তৈরি করতে চাই তবে আমাকে টাইপ করতে হবে
touch ‘trick bd.txt’

যদি এভাবে একাধিক ফাইল তৈরি করতে চান তবে আগের মতোই ফাইলের নামের পরে স্পেস দিতে হবে
যেমনঃ
touch ‘trick bd1.txt’ ‘trick bd2.txt’

 

৩ . rm

>> ফাইল তো তৈরি হল এবার ডিলেট বা রিমুভ করবো কিভাবে?

— ফাইল রিমুভ করার জন্য রয়েছে rm কমান্ড (rm = remove)। এর ফরম্যাট হলো
rm <file name>
আবার একাধিক ফাইলের জন্য এর ফরম্যাট হলো
rm <first file name> <second file name> <third file name> <fourth file name>
ফাইল নেম এর মধ্য যদি স্পেস থাকে তবে touch কমান্ডে আমরা যেরকম উধৃতি চিহ্ন দিয়েছিলাম তেমন দিতে হবে
rm ‘<file name>’ অথবা rm “<file name>”
একাধিক ফাইলের জন্য এর ফরম্যাট হলো
rm ‘<first file name>’ ‘<second file name>’ ‘<third file name>’ ‘<fourth file name>’

আমার Desktop ডিরেক্টরি থেকে আমি যদি index.html ফাইলটি ডিলেট বা রিমুভ করতে চাই তবে আমাকে লিখতে হবে
rm index.txt

আবার আমি যদি trick bd.txt, trick bd1.txt, trick bd2.txt একসাথে ডিলেট করতে চাই তবে লিখতে হবে
rm ‘trick bd.txt’ ‘trick bd1.txt’ ‘trick bd2.txt’

৪ . mkdir

>> ফাইলতো তৈরি হলো আবার ডিলেটও হলো এখন ফোল্ডার নিয়ে কিছু কথা বলেন?

– ফোল্ডার তৈরির জন্য আমরা ব্যবহার করব mkdir কমান্ড (mkdir = make directory)।
এই কমান্ডের ফরম্যাট হলো
mkdir <folder name>
ধরুন আমি যদি আমর Desktop ডিরেক্টরির মধ্যে circle নামে একটি ফোল্ডার তৈরি করতে চাই তবে আমাকে টাইপ করতে হবে
mkdir circle

আবার যদি আমি একের অধিক ফোল্ডার তৈরি করতে চাই তবে আগের touch কমান্ডের মতোই প্রতিটি ফাইলের পরে স্পেস দিতে হবে। যেমন
mkdir circle1 circle2 circle3 circle4

আপনি যদি এমন ফোল্ডার তৈরি করতে চান যার নামের মধ্যে স্পেস আছে তবে আগের মতোই আপনাকে ফোল্ডারটির নামের আগে ও পরে উধৃতি চিহ্ন দিতে হবে। ফরম্যাট
mkdir ‘<folder name>’ অথবা mkdir “<folder name>”
একাধিক ফোল্ডারের জন্য এর ফরম্যাট হলো
mkdir ‘<first folder name>’ ‘<second folder name>’ ‘<third folder name>’

৫ . rmdir

>> বুঝলাম এবার ফোল্ডার রিমুভ করব কীভাবে?

— ফোল্ডার রিমুভ করার জন্য রয়েছে rmdir কমান্ড (rmdir = remove directory)।
এই কমান্ডের ফরম্যাট হলো
rmdir <folder name>

ধরুন আমি যদি আমার Desktop ডিরেক্টরিতে থাকা circle1 ফোল্ডারটি ডিলেট করতে চাই তবে আমাকে টার্মিনালে টাইপ করতে হবে
rmdir circle1

দেখুন circle1 ফোল্ডারটি গায়েব হয়ে গেছে। আবার অনেকগুলো ফোল্ডার একসাথে রিমুভ করতে হলে আমাদের প্রতিটি ফোল্ডারের নামের পর স্পেস দিতে হবে।
rmdir circle2 circle3 circle4

আপনি যদি এমন ফোল্ডার ডিলেট করতে চান যার নামের মধ্যে স্পেস আছে তবে আগের মতোই আপনাকে ফোল্ডারটির নামের আগে ও পরে উধৃতি চিহ্ন দিতে হবে। ফরম্যাট
rmdir ‘<folder name>’ অথবা rmdir “<folder name>”
একাধিক ফোল্ডারের জন্য এর ফরম্যাট হলো
rmdir ‘<first folder name>’ ‘<second folder name>’ ‘<third folder name>’

তবে মনে রাখবেন এই কমান্ডের মাধ্যমে আপনি শুধু ফাঁকা ফোল্ডার অর্থাৎ যে ফোল্ডারের ভেতরে কোনো ধরণের কোনো ফাইল এমনকি হিডেন ফাইলও নেই, সেসব ফোল্ডার ডিলেট করতে পারবেন। যদি ফোল্ডারে কোনো ধরণের ফাইল থাকে তবে তা ডিলেট হবে না!

>> ভাই তাহলে ফাইলওয়ালা ফোল্ডার ডিলেট করতে পারব না?

— পারবেন ভাই পারবেন। তবে এ বিষয়ে একটু পরে আলোকপাত করতেছি। আগে চলুন দেখে নেয়া যাক এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ফাইল মুভ করবেন কিভাবে।

৬ . mv

এই কাজটির জন্য আমরা ব্যবহার করব mv কমান্ডটি (mv = move)। এর ফরম্যাট হলো
mv <file name> <folder name>

ধরুন আমি আমার Desktop ফোল্ডারে থাকা test1.txt ফাইলটিকে circle ফোল্ডারে মুভ করবো। এটা করার জন্য আমাকে টাইপ করতে হবে
mv test1.txt circle

দেখুন আমার Desktop ফোল্ডারে test1.txt ফাইলটি আর নেই। এবার আমরা circle ফোল্ডারে যাব কারণ ওখানেই আমরা ফাইলটি মুভ করেছি।
cd circle

এখানে যদি আমরা ls করি

তবে দেখতে পাব এখানে test1.txt ফাইলটি রয়েছে। চলুন আবার আমরা Desktop ফোল্ডারে ফিরে যাই। এজন্য আমরা লিখতে পারি
cd ~/Desktop/
(এখানে ~ হলো আমাদের হোম ফোল্ডারের সংক্ষিপ্ত রূপ)

তবে আমরা যেহেতু একটা ফোল্ডার উপরে/আগে যেতে চাইছি তাই আমরা cd ~/Desktop/ না লিখে লিখতে পারি
cd ..
(cd স্পেস ডাবল পিরিয়ড বা ফুলস্টপ)

এবার যদি আমরা ls করি তবে দেখতে পাব

এখান থেকে যদি test3.txt আর text2.txt একসাথে circle ফোল্ডারে মুভ করতে চাই তবে লিখতে হবে
mv test3.txt text2.txt circle

দেখুন ফাইল দুটো মুভ হয়ে গেছে।
অর্থাৎ একাধিক ফাইল মুভ করার ফরম্যাট হলো
mv <first file name> <second file name> <third file name> <folder name>

আপনার ফাইলনেম এর মধ্য যদি স্পেস থাকে তবে ফরম্যাট হলো
mv ‘<file name>’ ‘<folder name>’ অথবা mv “<file name>” “<folder name>”
একাধিক ফাইল হলে
mv ‘<first file name>’ ‘<second file name>’ ‘<third file name>’ ‘<folder name>’

এবার আসুন দেখা যাক ফাইল কপি করবেন কিভাবে।

৭ . cp

ফাইল কপি করার জন্য আমরা cp কমান্ডটি ব্যবহার করব (cp = copy)।
এই কমান্ডটির ব্যবহার mv এর মতোই। শুধু আমরা মুভ করার সময় mv লিখেছিলাম এবার লিখবো cp
তো চলুন আবার circle ফোল্ডারে ফিরে যাওয়া যাক।
cd circle

এখানে circle ফোল্ডারে রয়েছে আমাদের আগে তৈরি করা

test1.txt, test3.txt আর text2.txt ফাইল তিনটি। এবার আমরা এই তিনটি ফাইলকে আমাদের Desktop ফোল্ডারে কপি করবো। এজন্য লিখতে হবে
cp test1.txt test3.txt text2.txt ~/Desktop/

(লক্ষ করুন mv কমান্ডটি ব্যবহার করার সময় আমরা কমান্ডে ডিরেক্ট circle ফোল্ডার লিখেছিলাম তবে cp এর বেলায় আমরা Desktop এর সামনে ~/ দিয়েছি। এর কারণ হলো মুভ করার সময় circle ফোল্ডারটি Desktop ফোল্ডারের ভেতরে ছিল। কিন্তু যখন আমরা কপি করলাম তখন Desktop ফোল্ডারটি circle এর ভেতরে ছিল না বরং এক ফোল্ডার আগে ছিল। তাই আমরা Desktop ফোল্ডারটির ফুল পাথ লিখেছি। )

দেখুন এবার আমাদের circle ফোল্ডারের ভেতর তিনটি ফাইল রয়ে গেছে। এবার আমরা Desktop ফোল্ডারে গিয়ে দেখি ফাইলগুলো কপি হয়েছে কি না।
cd ..

ls

দেখুন আমাদের ফাইলগুলো কপি হয়েছে।

একটু আগে বলেছিলাম আমি দেখাবো যে কিভাবে ফাইলওয়ালা ফোল্ডার ডিলেট করবেন। এখন সময় এসেছে সেটা দেখানোর।

আমরা এখন জানি যে আমাদের circle ফোল্ডারে ৩ টি ফাইল আছে। এখন আমরা এই ফোল্ডারটি ডিলেট করব। এজন্য আমরা যদি rmdir কমান্ডটি ব্যবহার করি তবে নিচের মতো দেখতে পাব
rmdir circle

এখানে দেখাচ্ছে কমান্ডটি ফোল্ডারটি ডিলেট করতে ব্যর্থ হয়েছে কারণ ফোল্ডারটি খালি নয়।

তাই আমরা এবার ব্যবহার করব rm কমান্ডটি
rm circle

তবে আমরা এবারো একটি এরর দেখতে পাচ্ছি। rm কমান্ডটি মূলত ব্যবহার করা হয় ফাইল ডিলিটের ক্ষেত্রে তাই এটি নরমালি ফোল্ডার ডিলেট করতে পারে না। তবে আমরা rm এর সাথে একটা ফ্ল্যাগ -r যুক্ত করে ( -r = recursive) ফোল্ডারটি ডিলেট করতে পারব।
rm -r circle

দেখুন এবার কিন্তু ফোল্ডারটি সম্পূর্ণরূপে ডিলেট হয়ে গেছে। rm -r কমান্ডটি দিয়ে আপনি যে কোন ফোল্ডার ডিলেট করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন এই কমান্ডটি দিয়ে যদি কোন ফোল্ডার ডিলেট করেন তবে কিন্তু তা আর ফিরে আসবেনা। ফোল্ডারটির মধ্য থাকা সকল ফাইল ও ফোল্ডার ডিলেট হয়ে যাবে। তাই এই কমান্ডটি ব্যবহারের পূর্বে শিওর হয়ে নিবেন যে আপনি সত্যি ফোল্ডারটি ডিলেট করতে চান কিনা।

কিছু কথাঃ
গত পর্বের শেষে একটি কমান্ডের কথা বলেছিলাম। কমান্ডটি ছিল
rm -rf /
আজকের এই আলোচনা থেকে নিশ্চয় বুঝতে পেরেছেন যে কেন এই কমান্ডটি ভয়ানক।
কারণ হলো এখানে rm -r ফ্ল্যাগ দিয়ে একটি ফোল্ডার ডিলেট করতে বলা হচ্ছে, তারপর f দিয়ে বোঝানো হচ্ছে (force) বা জবরদস্তি ডিলিট করে দিতে হবে। অর্থাৎ সিস্টেম যদি কমান্ডটিকে বাধা দেয় তবুও কমান্ডটি কারও বাধা মানবে না। আর শেষে / দ্বারা বুঝাচ্ছে আমাদের রুট ফাইলসিস্টেম। অর্থাৎ এই কমান্ডটি আমাদের ফাইলসিস্টেম জবরদস্তি ধ্বংস করে দেবে। অর্থাৎ আমাদের কম্পিউটারে থাকা সবকিছু মুছে দেবে। তাই আপনার এই কমান্ডটি কখনই টার্মিনালে রান করা তো দূরের কথা লেখাও উচিত নয়।

আশা করি বুঝাতে পেরেছি।
আজকের পর্ব এই পর্যন্তই।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
সুস্থ থাকুন।
নামাজ কায়েম করুন।
শান্তি বজায় রাখুন।
আল্লাহ হাফেজ।

The post [167-2] জেনে নিন লিনাক্স টার্মিনালের কয়েকটি কমান্ড ও তাদের ব্যবহার –help, touch, mkdir, mv, cp, rmdir, rm। (পর্ব -২) appeared first on Trickbd.com.

সেরা ৫ টি ট্রান্সলেট এন্ড্রয়েড অ্যাপ ২০২১

Posted:

আমাদের সবার জীবনে কমবেশি ট্রান্সলেট অ্যাপ এর প্রয়োজনীয়তা রয়েছে। কোন ভাষা শেখা বা অন্য কোন ভাষাভাষীদের সাথে যোগাযোগ করার জন্য ট্রান্সলেট অ্যাপ অনেক বড় ভূমিকা পালন করে।

মনে করেন আপনি ইংরেজি ভাষা জানেন না কিন্তু আপনার কোন বিদেশি বন্ধুর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন। কিন্তু কিভাবে করবেন? হ্যাঁ আপনি চাইলে ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করে অতি সহজেই আপনার বিদেশী বন্ধুর সাথে যোগাযোগ করতে পারবেন।

ট্রান্সলেট অ্যাপ গুলো আমাদের যোগাযোগের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। আজ আমরা পাঁচটি সেরা ট্রান্সলেট অ্যাপ নিয়ে আলোচনা করব।

Google Translate

ট্রান্সলেট অ্যাপ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে অ্যাপটির কথা চলে আসে সেটি হল Google Translate. গুগলের এই ট্রান্সলেট অ্যাপটির রয়েছে সহজ ইউজার ইন্টারফেস। এক কথায় বলতে গেলে এই অ্যাপটি একটি অসাধারণ ট্রান্সলেট অ্যাপ।

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি দ্বারা আপনি অনলাইনে ১০৩ টি ও অফলাইনে ৬০ টি ভাষা ট্রান্সলেট করতে পারবেন। এই অ্যাপটি এতটাই জনপ্রিয় যে গুগল প্লে স্টোরে এই অ্যাপটির ৫০০ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে।

ইউজারদের সুবিধার জন্য অ্যাপটিতে ইনস্ট্যান্ট ক্যামেরা ট্রান্সলেশন, রিয়েল টাইম কনভারসেশন ট্রানসলেশন, হ্যান্ড রাইটিং এর মতো অসাধারণ সব ফিচারগুলো দেওয়া হয়েছে।

Microsoft Translate

আমার কাছে Google Translate অ্যাপ এর পর যে অ্যাপটির অবস্থান সেটি হল Microsoft Translate. অ্যাপ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এটির সাহায্যে আপনি ৬০ টিরও বেশি ভাষা অফলাইন ট্রান্সলেট করতে পারবেন।

গুগল ট্রান্সলেট অ্যাপ এর মত ইউজারদের সুবিধার জন্য এই অ্যাপটিতে ও রয়েছে ক্যামেরা ট্রান্সলেশন, রিয়েল টাইম কনভারসেশন ট্রানসলেশন এর মতো ফিচারগুলো।

এক কথায় বলতে গেলে মাইক্রোসফ্ট কর্তৃক ২০১৫ সালে লঞ্চ করা এই অ্যাপটির ইউজার ইন্টারফেস আপনাকে মুগ্ধ করবে।

Dict Box

এবার আমি যে অ্যাপটির কথা বলব সেটা শুধু ট্রান্সলেট অ্যাপ নয় পাশাপাশি ডিকশনারি ও বটে। অ্যাপটি ইংরেজি, বাংলা, চিনা, হিন্দি, কোরিয়ান, জাপানি সহ প্রায় কয়েক ডজন ভাষা ট্রান্সলেট করতে পারে। অ্যাপটি হলো Dict Box.

ডিক বক্সের বেশকিছু ফিচারের মধ্যে ওয়ার্ড কারেকশন, অডিও প্রোনানসিয়েশন, ক্যামেরা ট্রানসলেশন ইত্যাদি উল্লেখ করার মতো।

এক কথায় বলতে গেলে অ্যাপটি ট্রান্সলেট অ্যাপ এর মধ্যে অন্যতম একটি অ্যাপ। এর ইউজার ইন্টারফেস অনেক ইজি। আমার মনে হয় সকল এই অ্যাপটি পছন্দ করবে।

Translate all

এবার যে অ্যাপটি নিয়ে কথা বলবো আশাকরি এই অ্যাপটি ও আপনাদের ভালো লাগবে। এ অ্যাপটির ও রয়েছে সহজ ইউজার ইন্টারফেস। যা সহজেই সকল ইউজার ব্যবহার করতে পারবে কোন কষ্ট ছাড়াই। গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং পয়েন্ট হল ৪.৫ এবং প্রায় ১৪০ হাজার রিভিউ রয়েছে। অ্যাপটির নাম হল translate all.

গুগল প্লে থেকে ১০ মিলিয়নের বেশি ডাউনলোডের এই অ্যাপটি দিয়ে বাংলা ইংরেজি উর্দু হিন্দি ফারসি সহ ১০০-র বেশি ভাষা ট্রান্সলেট করা সম্ভব। উল্লেখ করার মতো ফিচার গুলোর মধ্যে রয়েছে ভয়েস, টেক্সট এবং ক্যামেরা ট্রানসলেশন, অটোমেটিক ল্যাঙ্গুয়েজ ডিটেকশন সহ নানান ফিচার।

এ অ্যাপটি প্লে স্টোরে ফ্রী ও পেইড ভার্সন রয়েছে। এই অ্যাপটি আপনি চাইলে একটি বিজনেস, ট্রাভেল বা এডুকেশন সহ আপনার প্রয়োজনীয় ট্রান্সলেটের কাজে ব্যবহার করতে পারেন।

Innovative Software

এবার ট্রান্সলেটর অ্যাপটি যদিও এটি ডিকশনারি কিন্তু তারপরেও এটি দিয়ে অনেক ভালো ট্রান্সলেট করা যায়। প্লে স্টোরে Innovative Software সিরিজের অনেকগুলো অ্যাপ রয়েছে। অ্যাপগুলো খোঁজার জন্য Innovative Software লিখে সার্চ করলেই হবে।

অন্যান্য অ্যাপস গুলোর মত সাধারন ফিচার তো রয়েছেই পাশাপাশি রয়েছে অফলাইন সাপোর্ট, অডিও প্রোনানসিয়েশন, অটোসাজেশন ইত্যাদি।

যদিও এর সবগুলো অ্যাপই ফ্রী কিন্তু এর কোন অ্যাড ফ্রী ইউজার ইন্টারফেস নেই। এ অ্যাপ গুলো প্লেস্টরে পেয়ে যাবেন।

শেষ কথাঃ আলোচিত তথ্যে কোন ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। উপরে আলোচিত অ্যাপ গুলো থেকে আপনি আপনার পছন্দের ট্রান্সলেট অ্যাপটি বেছে নিতে পারবেন। আপনি চাইলে যে কোন ভাষা থেকে যেকোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। অ্যাপগুলো এই সালের সবচেয়ে সেরা অ্যাপ।

আমার ইউটিউব চ্যানেল পোস্টটি ভালো লাগলে অবশ্যই ঘুরে আসবেন।

The post সেরা ৫ টি ট্রান্সলেট এন্ড্রয়েড অ্যাপ ২০২১ appeared first on Trickbd.com.

(r1d3x0r) জানুন কীভাবে রিয়েল টাইম সিম কল হ্যাক করা হয় এবং জয়েন করে নিন ট্রিকবিডির টেকনোলজি প্রিয়দের গ্রুপে।

Posted:

প্রিয় ট্রিকবিডির ব্যবহারকারী এবং ভিজিটর,
আশা করছি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মায়াবী পৃথিবীর অপরূপ সুন্দরতা উপভোগ করছেন।

আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেই বিষয়টা হলো
"আইএমএসআই কী এবং কীভাবে রিয়েল টাইম কল হ্যাক করা হয় এই বিষয়ে আজকের টিউটোরিয়াল আমার"

হ্যাকিং শব্দটি এমন একটা রহস্য যা সকলেই জানতে এবং শিখতে চাই; অর্থাৎ টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের বেশীরভাগ মানুষজনই হ্যাকার হতে চাই এবং তারা হ্যাকিং শব্দের সাথে যথেষ্ট পরিচিতও বটে।
আমরা নিজেদের ভেতর খেয়াল করলে দেখতে পাবো এমন অনেকেই আছি যারা হ্যাকিং এবং টেকনোলজি রিলেটেড মুভি দেখতে খুবই পছন্দ করি, আর এই ক্যাটাগরিতে আমি নিজেও রয়েছি।

খেয়াল করলে দেখবেন বিভিন্ন রকম হ্যাকিং মুভিতে হ্যাকার রিয়েল টাইম কল হ্যাক করে গোপন অনেক কথা শুনতে পায়; এইটা নিয়ে আমরা অনেকেই ভাবতে থাকি এটা আদৌ সম্ভব কী, সত্যি বলতে এইটা আসলেই সম্ভব; এইখানে IMSI Catcher দ্বারা রিয়েল টাইম কল হ্যাক করা হয়ে থাকে এবং সকল গুরুত্বপূর্ণ কলে আড়ি পাতা হয়।
ওহ দুঃখিত, আমি পরিচয়ই তো করিয়ে দিলাম না আইএমএসআই আসলে কী?

IMSI হলো International Mobile Subscriber Identity, এটা সিমের আইডেন্টিটি নম্বর; কিছুটা IMEI এর মতো। IMEI হচ্ছে আপনার ফোনের আইডেন্টিটি নম্বর আর IMSI আপনার সিমের; আপনারা হয়তো জানেন প্রতিটা সিমের একটা ইউনিক নম্বর নয়, একজন ইউজার যে নম্বর ইউজ করে এটা একই সাথে দুইজন ইউজ করতে পারে না ক্লোন বা টেকনিক্যাল ইস্যু ছাড়া; তেমনি আইএমএসআই ও এইরকম ইউনিক হয়ে থাকে।

তাহলে এখন কথা হচ্ছে আইএমএসআই কী রিয়েল টাইম সিম কল হ্যাক করে? না; এটা IMSI Catcher দ্বারা করা হয়ে থাকে। এই আক্রমণকে মূলত Man In The Middle Attack বলা হয়; এই আক্রমণটি সক্রিয় করতে হলে নেটওয়ার্কিং এর উপর যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন আক্রমণকারীর।
তবে আমি এইটার একটি সহজ উদাহরণ উল্লেখ করছি যে এটা কীভাবে কাজ করে।

সার্ভার আসলে খুবই ভদ্র হয়ে থাকে তবে খুবই অহংকারীও বটে, ওহ দুঃখিত; অহংকারী বললাম কেনো! কারণ আমরা যদি সার্ভারের সাথে নিজে থেকে যোগাযোগ না করি সার্ভার নিজে এসে আমাদের সাথে যোগাযোগ করবে না, আর না করাই ভালো কারণ সার্ভার যদি নিজে থেকে যোগাযোগ করতো আমরা মাত্রাধিক বিরক্ত হইতাম।

মনে করুন,
আমার এক সুন্দরী বান্ধবীকে কল দিচ্ছি ( প্রেমিকা না থাকলে যা হয় ) এই কলটি আমার সবচেয়ে কাছে থাকা সার্ভার স্টেশনে চলে যাবে এবং এই সার্ভার স্টেশন হইতে আমার কলটি আমার সুন্দরী বান্ধবীর কাছে পাঠিয়ে দেওয়া হবে; আর এই সাধারণ কাহিনীকেই হ্যাকার অসাধারণ করে তোলে তার চমৎকার ব্রেইনের গেম দিয়ে।

আরও ক্লিয়ার করে দিচ্ছি; IMSI Catcher আমাদের আশেপাশে একটা কাস্টম সার্ভার জেনারেট করে ফেলে আর আপনি যখন কাউকে কল দিবেন আপনার মোবাইল নেটওয়ার্ক ওই কাস্টম সার্ভারের কাছে চলে যাবে কারণ আপনার খুবই কাছে থাকবে সার্ভারটি, তারপর ওই কাস্টম সার্ভার আসল সার্ভার স্টেশনে কলটি পাঠিয়ে দিবে; এতে করে আপনি যা কথা বলবেন সবই IMSI Catcher দ্বারা তৈরিকৃত সার্ভার হইতেই যাবে। তাহলে আপনার তৈরি করা ফাঁদ হইতে কল গেলে আপনি সকল কিছুই শুনতে পারবেন।

তাহলে আশা করি আমি আপনাদের সহজ এবং সুন্দর করে বুঝিয়ে তুলতে পেরেছি আইএমএসআই কী এবং কীভাবে রিয়েল টাইম সিম কল হ্যাক হয়; তবে এই হ্যাকিং সফটওয়্যারটি আমি আপাতত শেয়ার করছি না এই টিউটোরিয়ালে, কারণ অনেক অসাধু মানুষ আনইথিক্যাল কার্যক্রম সক্রিয় করতে পারে। তবে টেস্টিং এবং শিক্ষার জন্য কারো প্রয়েজন হলে আমার সাথে যোগাযোগ করলে আমি সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে প্রদান করবো।

আমার একটি উদ্দেশ্য রয়েছে,
সকল টেকনোলোজি রিলেটেড মানুষজনকে একত্র করার, এতে করে সকলেই আরও জানতে এবং শিখতে সেই সাথে সাহায্যও পাবে, এই জন্য আমি টেলিগ্রামে একটা গ্রুপ ক্রিয়েট করেছি Onioneers নামে।
এই গ্রুপটিতে আমি ট্রিকবিডির সকল Author, Contributor, Visitor কে নিমন্ত্রিত করছি, সকলেই জয়েন হবেন আশা করি।
গ্রুপটিতে সকল রকম টেকনোলোজি বিষয়ক আলোচনা করা হবে যেমন কিছু আমি উল্লেখ করছিঃ ইথিক্যাল হ্যাকিং, প্রোগ্রামিং, স্প্যামিং, লিনাক্স বিষয়ক সাহায্য ইত্যাদি সকল টেকনোলজি বিষয়ক সাহায্য পাবেন। আর মূলত আমি এই রিয়েল টাইম কল হ্যাকের সফটওয়্যারটি এই টেলিগ্রাম গ্রুপেই ফ্রিতে শেয়ার করবো।

সকলেই জয়েন করুনঃ
Group Link: Onioneers Join Link

তাহলে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় মানুষকে ভালো রাখুন।
ধন্যবাদ;

The post (r1d3x0r) জানুন কীভাবে রিয়েল টাইম সিম কল হ্যাক করা হয় এবং জয়েন করে নিন ট্রিকবিডির টেকনোলজি প্রিয়দের গ্রুপে। appeared first on Trickbd.com.

ই-শিখন এর ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে নিন

Posted:

Hello✋

আজকে ই-শিখন এর ডিজিটাল মার্কেটিং কোর্স শেয়ার করবো।

  • কোর্সটিতে মোট  ২৪টি ক্লাস রয়েছে 
  • প্রতিটি ক্লাস ৩০-৬০ মিনিট এরকম হবে 

যারা নতুন ডিজিটাল মার্কেটিং শুরু করবেন বা করতে যাচ্ছেন তাদের জন্য কোর্স অনেক হেল্পফুল হবে। 

কোর্স ড্রাইভ লিংকঃ ডিজিটাল মার্কেটিং

যেকোন কোর্স ও রিসোর্স নিতে এখুনি আমাদের সাথে যুক্ত হতে পারেন

আমাদের টেলিগ্রাম চ্যানেলঃ জয়েন করুন

The post ই-শিখন এর ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে নিন appeared first on Trickbd.com.

বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন এর নিয়ম [সম্পূর্ণ প্রসেস]

Posted:

বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন এর নিয়ম [সম্পূর্ণ প্রসেস]

বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের মধ্যে অনেকেরই বিকাশ একাউন্টের স্বত্বাধিকারী পরিবর্তন করতে হয়। বিকাশ একাউন্ট এর স্বত্বাধিকারী চেঞ্জিং এর বিষয়টি তখনই আমাদের কাছে ইম্পোর্ট্যান্ট হয়ে ওঠে যায় আমরা একাউন্ট এর স্বত্বাধিকারী সম্পর্কে দ্বিধায় পরে যাই। যদি আপনার বাসার অন্য কারোর নামে আপনার বিকাশ একাউন্টটি খোলা থাকে এবং আপনি যদি দ্বিধা-গ্রস্ত অবস্থায় থাকেন, যে ঐ ব্যক্তির নামেই আসলে খোলা রয়েছে কিনা সেটিও একটি বড় ব্যাপার। বিকাশ একাউন্ট এর স্বত্বাধিকারী নিয়ে টেনশনে থাকলে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে অনেক রকম ঝামেলা পোহাতে হবে। তবে স্বত্বাধিকারী যদি স্পষ্ট থাকলে এটা সহজেই করা যাবে।

আজকের এই পোস্টের ভিতরে যা থাকছেঃ ★বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন কেন? ★বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন

➤বিকাশ একাউন্ট এর স্বত্বাধিকারী পরিবর্তন করা লাগে কেন?

মূলত একজন বিকাশ একাউন্ট ইউজার হিসেবে অনেক রকম জটিলতার কারণে বিকাশ একাউন্ট এর মালিকানা চেঞ্জ করার কথা মাথায় আসতে পারে। প্রথমত: যার নামেই বিকাশ একাউন্টটি হোক না কেনো যদি সে ব্যক্তি যদি কোনোভাবে ড্রপ করেন কিংবা মারা যান, তা হলেও কিন্তু বিকাশ একাউন্টটির এর মালিকানা চেঞ্জ করবার প্রয়োজন হতে পারে। এছাড়াও এখন ব্যবহৃত বিকাশ একাউন্টটির মালিকানা যেই ব্যক্তির নামে রয়েছে সে ব্যক্তি যদি অন্য কোন সমস্যার কারণে একাউন্ট এর মালিক চেঞ্জ করতে চান, তাহলে সেটিও একটি পয়েন্ট হতে পারে। এছাড়া সে যে কোন কারণে হোক না কেন, বিকাশ একাউন্ট এর মালিকানা আমাদের চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। চলুন দেখে নেয়া যাক, কিভাবে আপনি চাইলেই খুব সহজে আপনার বিকাশ একাউন্ট টির যেই মালিকানা রয়েছে সেটি মালিকানা পরিবর্তন করতে পারবেন। ☞বিকাশ একাউন্ট টির পুরাতন মালিকানা চেইঞ্জিং বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন এর ক্ষেত্রে প্রথমেই বিকাশের যেই একটি রুলস রয়েছে সেটা মানতে হবে, অর্থাৎ আপনার বিকাশ একাউন্ট এর একাউন্ট ব্যালেন্স জিরো করে নিতে হবে। মনে রাখবেন, যদি আপনার বিকাশ একাউন্ট এর ব্যালেন্স জিরো এর ঘরে না নামিয়ে আনতে না পারেন, তাহলে কখনো আপনি বিকাশ একাউন্ট এর স্বত্বাধিকারী পরিবর্তন করতে পারবেন না। এবার জেনে নেয়া যাক একাউন্ট এর স্বত্বাধিকারী পরিবর্তন এর ক্ষেত্রে যে সকল বিষয় এবং স্টেপসমূহ ফলো করতে হবে সেগুলো সম্পর্কে। সর্বপ্রথমে আপনার আশেপাশে থাকা যেকনো একটি বিকাশ কাস্টমার কেয়ারে কিংবা বিকাশ এর যেকনো একটি শাখায় গিয়ে উপস্থিত থাকতে হবে। তারপর যার নামে বর্তমানে বিকাশ একাউন্ট এর স্বত্বাধিকার রয়েছে তাকে সাথে নিয়ে যেতে হবে। আর যদি সে মৃত হয় তাহলে ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপর ঐ ব্যক্তি যেই ডকুমেন্ট এর সমন্বয়ে একাউন্ট তৈরি করেছেন সেই ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে। হোক সেটা ভোটার আইডি কার্ড এর কিংবা অন্যকিছুর ডক।

আমার অন্যান্য পোস্টঃ

১। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ট্রিক দিয়ে ফ্রি হোস্টিং!

২। নিজেই নেটফ্লিক্স একাউন্ট সেল দিন দারাজে

যেই ব্যক্তি একাউন্ট এর স্বত্বাধিকারী সেই ব্যক্তির এক কপি কালার ছবি সাথে নিয়ে নিতে হবে। এরপরে বিকাশ একাউন্ট এর ব্যালেন্স জিরো হলে বিকাশ একাউন্টের স্বত্বাধিকারী পরিবর্তন এর কাজ শুরু হয়ে যাবে। এখানে আরো একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আর সেটি হলো, যে ব্যক্তির নামে স্বত্বাধিকারী পরিবর্তন করা হবে সেই ব্যক্তির ভ্যালিড ডক্স এবং ছবি নিয়ে বিকাশ কাস্টমার কেয়ার সেন্টারে উপস্থিত হতে হবে। আশাকরি, বিকাশ একাউন্টের স্বত্বাধিকারী চেঞ্জ এর সম্পর্কে যেসব বিষয় জেনে নেয়া দরকার সেগুলো সম্পর্কে আপনারা জেনে নিতে পেরেছেন।

পোস্টটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন আমার সাইটেঃ এডসেন্স এপ্রুভাল ১০টি কিলার টিপস [২০২১ আপডেটেড পার্ট ১]

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্টে জানান আজকের পোস্টটি কেমন হলো।

The post বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন এর নিয়ম [সম্পূর্ণ প্রসেস] appeared first on Trickbd.com.

স্যামসাং গ্যালাক্সি এম০২ হ্যান্ডসেটে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি দিচ্ছে

Posted:

স্মার্টফোন ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিতে গ্যালাক্সি এম০২ হ্যান্ডসেটে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি সুবিধা চালু করেছে। সার্টিফাইড ত্রুটিযুক্ত ডিভাইস রিপ্লেসমেন্টের জন্য প্রযোজ্য হবে এবং এক্ষেত্রে ওয়্যারেন্টি কার্ডে উল্লেখিত শর্তাদি অনুসরণ করা হবে।

ডুয়াল ক্যামেরা, অনন্য পারফরমেন্স, অসামান্য ডিজাইন এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতায় স্যামসাং- এর নতুন বাজেটবান্ধব স্মার্টফোন গ্যালাক্সি এম০২। ডিভাইসটিতে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সাথে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আরো আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। গ্যালাক্সি এম০২-তে ৬.৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ভি ডিসপ্লে রয়েছে এবং স্মার্টফোনটি ডলবি অ্যাটমস সমর্থন করে।

৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর স্যামসাং গ্যালাক্সি এম০২-ব্যবহারকারীদের উন্নত পারফরমেন্স নিশ্চিত করবে এবং গেমিংয়ের সময়কে করবে দীর্ঘায়িত। এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে 'ডিসকর্ড' ফিচার, যা গেমারদের সুবিধামতো ভয়েস চ্যাটের মাধ্যমে অন্যান্য খেলোয়াড়দের সাথে কথা বলতে সহায়তা করে।

গ্রাহকরা এখন গ্যালাক্সি এম০২ এর সাথে এই সমস্ত দুর্দান্ত ফিচারের পাশাপাশি একশ' দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি সুবিধা উপভোগ করতে পারবেন। এ ফোন ক্রয়ে স্যামসাং ৬শ' টাকা পর্যন্ত ছাড়ের অফারও দিচ্ছে। সুতরাং, গ্যালাক্সি এম০২ (২/৩২ জিবি) ভেরিয়েন্টের দাম এখন ৮,৯৯৯ টাকা (৯,৫৯৯ টাকার পরিবর্তে) এবং গ্যালাক্সি এম০২ (৩/৩২ জিবি) ভেরিয়েন্টের মূল্য মাত্র ১০,৪৯৯ টাকা (১০,৯৯৯ টাকার পরিবর্তে)। অফারটি আগামী ৩১ মে পর্যন্ত প্রযোজ্য থাকবে। galaxyshopbd.com – স্যামসাং'র অফিশিয়াল এই ওয়েবসাইট থেকে ফোনটি অর্ডার করা যাবে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন→'স্যামসাং সর্বদা ক্রেতাদের সর্বোচ্চ মানসম্পন্ন গ্রাহকসেবা প্রদান করতে চায়। আমরা আমাদের ক্রেতাদের জন্য একশ' দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি অফার আনতে পেরে অত্যন্ত আনন্দিত। করোনার বৈশ্বিক মহামারির কারণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করি যে আমাদের সাশ্রয়ী ডিভাইসগুলো দেশের মানুষদের সহজেই নতুন এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে। আমরা সবাইকে ঘরে থেকে সুস্থ ও নিরাপদ থাকতে অনুরোধ করছি।'

The post স্যামসাং গ্যালাক্সি এম০২ হ্যান্ডসেটে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি দিচ্ছে appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments