Search box..

[Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন।

[Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন।


[Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন।

Posted:

রমজান মাস উপলক্ষ্যে বিকাশের মাধ্যমে DARAZ এ মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ১০০ টাকা এবং একমাসে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এবং অফার চলাকালীন সময় একজন গ্রাহক ২ মাসে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন।

যাদের দারাজ একাউন্ট নেই তারা আগে একাউন্ট খুলে নিবেন তার পর এখানে ঢুকেন
নিচের যে কোনো এক স্থানে ক্লিক করেন।

তার পর যে নাম্বারে মোবাইল রিচার্জ করবে তা দিয়ে দিন।

এখন টাকা পরিমাণ দিয়ে দিন।

তার পর এখানে ক্লিক করুন।

তার পর দারাজ এ আপনার বিকাশ একাউন্ট যোগ করে নিন। আমার করা আছে তাই আর লাগলো না।

তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করে নিন।

তার পর পেমেন্ট সম্পর্ণ হলে সাথে সাথে ১০% ক্যাশব্যাক পেয়ে যাবেন।

  • অফারটি চলবে ৩১ মে ২০২১ পর্যন্ত।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন। appeared first on Trickbd.com.

[LOCATION TRACK] ইউটিউবের ভিডিও পাঠিয়ে ভিক্টিমের EXACT LOCATION TRACK করুন �� কোনো প্রকার Termux ছাড়াই জেনারেট করুন এক্সেস লিংক ��

Posted:

জ আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহযেই ইউটিউবের ভিডিও লিংক দিয়ে HACK/ACCESS LINK GENERATE করবেন এবং ভিক্টিমকে লিংক পাঠিয়ে তার EXACT LOCATION দেখবেন ।

যারা এসব পারেন বা জানেন তারা পোষ্ট ইগনোর করুন

জেনে রাখুন

এটা করতে কোনো প্রকার Termux বা Ngrok এর প্রয়োজন নেই।

এটা তখনি কাজ করবে যখন ভিক্টিম লিংকে ডুকে ALLOW করবে।

এইটা ততোদিনই কাজ করবে যতোদিন আমার ডোমেইন / হোস্টিং ঠিকঠাক থাকবে 😴

Link Generate করতে 2MB খরছ করে অ্যাপটি ইনস্টল করে নিন। লিংকে ডুকলে ৪/৫টা ডাউনলোড লিংক পাবেন। যেকোনো একটিতে গুতা দিয়ে ডাউনলোড করে নিন

1. সবার প্রথমেই ডাউনলোড করা অ্যাপটি অপেন করুন এবং টেমপ্লেট সিলেক্ট করুন। যদি ইউটিউবের ভিডিও লিংক দিয়ে জেনারেট করতে চান তাহলে ২য়টা সিলেক্ট করুন। ভিক্টিম আপনার লিংকে ডুকলে আপনার দিয়া ভিডিও প্লে হবে + এক্সেস দিলে লোকেশনও পেয়ে যাবেন।



2. আপনার ইমেল, যেকোনো একটি পাসওয়ার্ড, এবং লিংক অপেন করলে যে ইউটিউবের ভিডিওটি শো করাতে চান সেই ইউটিউব ভিডিওর আইডিটি এখানে দিয়ে দিন



3. লিংক জেনারেট হয়ে গেলে 4 টি লিংক পাবেন। আমি যেহেতু লোকেশন ট্রেক করবো সো আমি লোকেশনের লিংকটি কপি করে নিলাম।



4. কপি করা লিংক ভিক্টিমকে পাঠানোর পর সে যখন লিংক অপেন করবে তখন আপনার দিয়া ইউটিউবের ভিডিওটা অপেন হবে + পার্মিশন চাইবে। ভিক্টিম পার্মিশন দিলে আপনার একাউন্টে তার লোকেশন ইনফু চলে আসবে



5. অ্যাপ অপেন করে ম্যানুতে ক্লিক করে Location অপশনে সিলেক্ট করুন।



6. তারপর আপনার ইউজার আইডি লিখুন। ইউজার আইডি হচ্ছে আপনার জেনারেট করা লিংকের শেষে থাকা কোডটি। তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগিন করে নিন



7. তারপর আবার লিংক পাবেন। সেটা কপি করে নিয়ে অপেন করুন। সেই লিংকে ভিক্টিমের লোকেশন ম্যাপ লিংক পেয়ে যাবেন।



8. ভিক্টিমের লোকেশন লিংক অপেন করলে তার বর্তমান যে লোকেশন সেটা পেয়ে যাবেন।গুগল ম্যাপ থেকেও তার লোকেশন দেখে নিতে পারবেন



## নোট : আপনার একাউন্টের স্টোর হওয়া সবকিছু আপনি বা আমি ব্যাতিত অন্য কেউ দেখতে পারবেনা যদিনা আপনি নিজের একাউন্ট ইনফু অন্য কারো সাথে শেয়ার করে থাকেন 😑

তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন 🙂


সাবসক্রাইব করুন ইউটিউবে

The post [LOCATION TRACK] ইউটিউবের ভিডিও পাঠিয়ে ভিক্টিমের EXACT LOCATION TRACK করুন 💥 কোনো প্রকার Termux ছাড়াই জেনারেট করুন এক্সেস লিংক 🔥 appeared first on Trickbd.com.

[পর্ব ৩৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল কারাজী]

Posted:


আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আমার আগের সব পর্ব:-
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ১
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ২

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৩

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৪

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৫

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৬

[পর্ব ৭] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[নাসির আল দীন আল তুসি:-ত্রিকোণমিতির স্রষ্টা,জিজ-ইলখানি উপাত্তের উদ্ভাবক]

[পর্ব ৮] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল ওয়াফা:-ত্রিকোণমিতির মূল স্থপতি]

[পর্ব ৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু মারওয়ান/ইবনে জহুর:-পরভূক জীবাণু বিজ্ঞানের প্রতিষ্ঠাতা,পরীক্ষামূলক সার্জারির জনক, পরীক্ষামূলক শারীরবৃত্তীয়, মানুষের ব্যবচ্ছেদ, অটোপস এর অগ্রদূত]

[পর্ব ১০]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাওয়ার্দি:-বিশুদ্ধতম গণতন্ত্রের প্রবক্তা]

[পর্ব ১১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জাজারি:-মধ্যযুগের শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ]

[পর্ব১২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল কাসিম আল জাহারাবী:-অপারেটিভ/আধুনিক সার্জারীর জনক]

[পর্ব১৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আব্বাস ইবনে ফিরনাস:-বিমানের জনক,প্রথম যিনি উড়েছিলেন আকাশে]

[পর্ব ১৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-কিন্দি:-ফার্মাকোলজির অগ্রদূত, পেরিপ্যাটেটিক দর্শনের জনক,সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী,সাইকোথেরাপি ও সংগীত থেরাপির অগ্রদূত]

[পর্ব ১৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফাতিমা আল ফিহরি:-বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে নারী]

[পর্ব ১৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-খৈয়াম:-বাইনমিয়েল থিওরেমের প্রথম আবিষ্কারক,এনালিটিক্যাল জ্যামিতির জনক]

পর্ব ১৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[জাকারিয়া আল রাযি:-আরবীয় চিকিৎসাশাস্ত্রের প্রাণপুরুষ]

[পর্ব ১৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল ফারাবি:-অ্যারিস্টটলের পর দর্শনের সেকেন্ড মাস্টার,পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী]

[পর্ব ১৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জারকালি:-সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি প্রমাণকারী]

[পর্ব ২০] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনুল-আব্বাস আল-মাজুসী:-ধাত্রীবিদ্যা এবং পেরিনেটোলজি এর অগ্রদূত]
[পর্ব ২১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে তোফায়েল:-প্রথম দার্শনিক উপন্যাস রচয়িতা]

[পর্ব ২২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল বালখি:-যিনি সর্বপ্রথম দেহ ও আত্মা সম্পর্কিত রোগসমূহকে সফলভাবে আলোচনা করেছিলেন]

[পর্ব ২৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ছাবেত ইবনে কোরা:-স্টাটিক্সের প্রতিষ্ঠাতা]

[পর্ব ২৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু কামিল:-এলজাব্রায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী]

[পর্ব ২৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনে সাহল রাব্বান আত তাবারী:-চিকিৎসা বিশ্বকোষ এর অগ্রদূত]

[পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।

[পর্ব ২৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে ইউনুস:-ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক]

[পর্ব ২৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাহানী]

[পর্ব ২৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে বাজা]

[পর্ব 30]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফজলুর রহমান খান:-স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন,Father of tubular designs]

[পর্ব ৩১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু সাহাল আল কুহি:-অঙ্কনে ব্যবহৃত কম্পাসের উদ্ভাবক]

[পর্ব ৩২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবদুর রহমান আল-সুফি:-তিনিই প্রথম Andromeda কে গ্যালাক্সি হিসেবে চিহ্নিত করেন]

39.আল কারাজী

আল কারাজী ছিলেন একজন গণিতবিদ ও প্রকৌশলী।আল-কারাজি গণিত এবং ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বই লিখেছিলেন।

তিনি ৯৫৩ খ্রিস্টাব্দে তেহরানের নিকটবর্তী শহর কারাজে জন্মগ্রহণ করেছিলেন।তার পুরো নাম আবু বকর মুহাম্মাদ ইবনে আল হাসান আল-কারাজি।

তিনি অল্প বয়সেই বাগদাদে চলে যান।তিনি বাগদাদে (1010-1030) একটি সরকারী পদে অধিষ্ঠিত ছিলেন, সম্ভবত উজির পদে ছিলেন।

আল-কারাজি তাঁর বেশিরভাগ সময় বাগদাদে বাস করেছিলেন এবং তাঁর প্রধান গাণিতিক রচনাগুলি সেই সময়ই তিনি রচনা করেন।

পরবর্তীতে তিনি বাগদাদে ছেড়ে অন্য শহরে চলে যান এবং সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে মনোনিবেশ করেছেন বলে মনে হয়।

তার গণিতে মুল অবদান হলো তিনি প্রথম বীজগাণিতিক অপারেশন করেন জ্যামিতির সাহায্য ছাড়া এবং তিনি এর পরিবর্তে গাণিতিক অপারেশন যেমন:-X ব্যবহার করেন যেটি বর্তমানে বীজগণিতের প্রাণ।

যদি আল কারাজী এই কাজ না করতেন তাহলে বর্তমানে বীজগণিতিক সমীকরণ সমাধান করার জন্য জটিল জিওমেট্রি ব্যবহার করতে হতো।যা অনেক সমস্যা সৃষ্টি করতো।

তিনি নিয়মিতভাবে বীজগণিতের সূচক বিষয়ে অধ্যয়ন করেছিলেন এবং তিনিই প্রথম উপলব্ধি করেছিলেন যে X, X^2,X^3……. এই অনুক্রমটি অসীম আকারে বাড়ানো যায়।আর এর বিপরীত বা ইনভার্স হলো 1/X,1/X^2.

তিনি বীজগণিত ও বহুপদীর ওপর কাজ করেছেন।তিনি বহুপদীকে যোগ,বিয়োগ ও গুণ করার জন্য পাটিগণিতের ক্রিয়াকলাপগুলির বিধিগুলি দিয়েছেন।
যদিও তিনি বহুপদীকে একপদী দ্বারা ভাগ(dividing polynomials by monomials) করার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন।

এছাড়াও তিনি প্রায় সূত্রটি দিয়েছিলেন যে,

Xm.Xn=Xm+n

যেখানে m,n পূর্ণসংখ্যা।

কিন্তু তিনি X0 এর সংজ্ঞা দিতে ব্যর্থ হন।তাই তিনি একটু ভুল করেন।

এছাড়াও তিনি যৌগিক সংখ্যাকে বর্গমূল করার একটি পদ্ধতি বর্ণনা করেন। তবে এর জন্য সহগটি ধনাত্মক হতে হবে।তবে এটি এখনও একটি উল্লেখযোগ্য অর্জন।

তাঁর গণিতের ওপর বিখ্যাত তিনটি প্রধান বেঁচে থাকা রচনাগুলি হলো: আল-বাদি ফিল হিসাব, আল-ফাখরি ফিল-জাবর ওয়াল মুকাবালা এবং আল-কাফি ফিল হিসাব।


ঐতিহাসিকদের মতে,বীজগণিতের ওপর তার সবচেয়ে বিখ্যাত বই টি হল আল-ফাখরি ফিল-জাবর ওয়াল মুকাবালা।যা কমপক্ষে চারটি অনুলিপিতে মধ্যযুগীয় যুগ থেকে বেঁচে আছে।

আল কারাজী তার “Extraction of hidden waters” বইতে বলেছিলেন যে পৃথিবী গোলাকার।

তিনি হাইড্রোলজির মূল নীতিগুলি ব্যাখ্যা করেছিলেন এবং এই বইটি বিজ্ঞানের গভীর জ্ঞান প্রকাশ করেছে এবং এই বিষয়ে এটি প্রাচীনতম বিদ্যমান পাঠ্য হিসাবে বর্ণনা করা হয়েছে।

বইটিতে পানির বিভিন্ন প্রকারভেদ,পানির স্তর খুঁজে বের করার পদ্ধতি, জরিপের জন্য ব্যবহৃত যন্ত্রপাতির বর্ণনা, conduits নির্মাণ, এর আস্তরণ ও ক্ষয়ের বিরুদ্ধে সুরক্ষা এবং তাদের পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে এক অনন্য অধ্যয়ন সরবরাহ করা হয়েছে।

F. Woepcke প্রথম ইতিহাসবিদ যিনি আল-কারাজি র কাজের গুরুত্ব অনুধাবন করেছিলেন এবং পরবর্তীকালে ঐতিহাসিকরা তাঁর ব্যাখ্যার সাথে বেশিরভাগ ক্ষেত্রে একমত হন।

আল-কারাজি দ্বিপদী সহগের প্রথম সূচনা এবং পাস্কালের ত্রিভুজের প্রথম বিবরণ দিয়েছিলেন । দ্বিপদী উপপাদ্যটি আবিষ্কার করার জন্যও তাঁকে কৃতিত্ব দেওয়া হয়।

উপরে উল্লিখিত তাঁর বইগুলি ছাড়াও, তিনি বেশ কয়েকটি অন্যান্য বিষয়ে কৃতিত্ব অর্জন করেছেন, যার মধ্যে কিছু এখন হারিয়ে গেছে।
এর মধ্যে গণিত এবং জ্যোতির্বিদ্যায় শাস্ত্রীয় বিষয়ের বেশ কয়েকটি বই অন্তর্ভুক্ত রয়েছে।
(আল-দাওর ওয়াল-ওসায়া ),

গণিতের একটি বই যার আমরা কেবল নাম জানি, (নাওয়াদীর আল আশকাল) (Rare theorems),

বীজগণিতের গণনার কারণসমূহের উপর একটি গ্রন্থ ( ‘ইলাল হিশাব আল-জাবর ওয়াল-মুকাবালা ),

বিল্ডিংয়ের উপর একটি বই ( ‘ উকদ আল-আবনিয়া ),
কিতাব ফী হিশাব আল হিন্দ ,
কিতাব ফি আল- ‘ইস্তিকরা বিল তাখাত,
আল-মাদখাল ইলা ইলম আল-নুজুম, কিতাব আল-মুহিত ফিল হিসাব, ​​
কিতাব আল-আজদার,
কিতাব হাওলা তাসনিফ আল-জুধুর,
এবং রিসালাত আল-খাতা’আন ।

তিনি ১০২৯ সালে ইন্তেকাল করেন।

[এটা খুবই দুঃখজনক বিষয় যে এনার মতো একজন বড় বিজ্ঞানীর বিষয়ে ইন্টারনেটে বাংলাতে কোনো তথ্য নেই।তাই আমার তথ্যে অস্পষ্টতা ও ক্রুটি থাকতে পারে।আল কারাজীর জীবনী সম্পর্কে আরও জানতে চাইলে দেখতে পারেন উইকিপিডিয়া,
mac tutor,
Muslimheritage,
encyclopedia,
Syntaxecons

আল্লাহ হাফেজ

The post [পর্ব ৩৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল কারাজী] appeared first on Trickbd.com.

নিয়ে নিন x19 Crunchyroll Cracked Premium Account

Posted:

*** আসসালামু আলাইকুম ***

প্রিয় ট্রিকবিডিবাসী,সকলে কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

Proof:

Acount:

jerrywei9929@gmail.com:jerrywei99 | Country = AU | Created = 2016-01-04 | Email_verified = False | Membership = [cr_premium, cr_fan_pack, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.4, offline_viewing] | Payment Method = | Premium = True

erand5vt@gmail.com:cougars11 | Country = IT | Created = 2017-09-30 | Email_verified = False | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.1] | Payment Method = itunes | Premium = True
williams.david2017@gmail.com:Kk123456 | Country = US | Created = 2018-02-07 | Email_verified = False | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.1] | Payment Method = | Premium = True
toofast011@yahoo.com:Cartoon011 | Country = US | Created = 2019-01-30 | Email_verified = False | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.1] | Payment Method = | Premium = True
oscar.fuentes.med@gmail.com:lobito00 | Country = US | Created = 2021-04-03 | Email_verified = False | Membership = [cr_premium, cr_fan_pack, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.4, offline_viewing] | Payment Method = | Premium = True
duriin21@gmail.com:pword123 | Country = CA | Created = 2012-12-25 | Email_verified = False | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, concurrent_streams.1] | Payment Method = | Premium = True
sebastianpalacio524@gmail.com:Monster1969 | Country = IT | Created = 2016-03-28 | Email_verified = False | Membership = [cr_premium, cr_fan_pack, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.4, offline_viewing, cr_expo_first_access, cr_store.15_off_100] | Payment Method = itunes | Premium = True
gabesules@gmail.com:gabriel12 | Country = GB | Created = 2021-04-11 | Email_verified = False | Membership = [cr_premium, cr_fan_pack, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.4, offline_viewing, cr_expo_first_access, cr_store.15_off_100] | Payment Method = | Premium = True
kenalvarado187@gmail.com:ngiraibuuch1 | Country = DE | Created = 2014-10-26 | Email_verified = False | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.1] | Payment Method = google-play | Premium = True
thecbreazzy@gmail.com:the32usa | Country = US | Created = 2016-04-21 | Email_verified = False | Membership = [cr_premium, cr_premium_plus, cr_fan_pack, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.6, offline_viewing, cr_expo_first_access, cr_store.25_off_100, annual_swag_bag, limited_hime_figure] | Payment Method = | Premium = True
Jebba1220@yahoo.com:Code1220 | Country = US | Created = 2021-01-05 | Email_verified = True | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.1] | Payment Method = | Premium = True
johanneshaaggomme@gmail.com:20Jojo01 | Country = US | Created = 2018-02-04 | Email_verified = False | Membership = [cr_premium, cr_fan_pack, no_ads, catalog, simulcast, concurrent_streams.4, offline_viewing] | Payment Method = | Premium = True
rosshorne10@gmail.com:rosskyle14 | Country = US | Created = 2020-10-10 | Email_verified = False | Membership = [cr_premium, cr_fan_pack, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.4, offline_viewing] | Payment Method = | Premium = True
luccajbastos@gmail.com:rebelde13 | Country = US | Created = 2020-09-21 | Email_verified = True | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, concurrent_streams.1] | Payment Method = itunes | Premium = True
zrock483@aim.com:mangos1 | Country = US | Created = 2013-11-22 | Email_verified = False | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.1] | Payment Method = | Premium = True
assasinscreem@gmail.com:coolieno.1 | Country = US | Created = 2019-05-15 | Email_verified = False | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.1] | Payment Method = | Premium = True
zero.saherman@outlook.com:just4laffs | Country = US | Created = 2018-02-14 | Email_verified = False | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.1] | Payment Method = | Premium = True
aldair_volkweis@hotmail.com:star123WARS | Country = SE | Created = 2016-04-21 | Email_verified = False | Membership = [cr_premium, cr_fan_pack, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.4, offline_viewing] | Payment Method = | Premium = True
wolfman_um@yahoo.com:ilovegames1 | Country = FR | Created = 2015-11-28 | Email_verified = False | Membership = [cr_premium, no_ads, catalog, simulcast, manga_library, concurrent_streams.1] | Payment Method = | Premium = True

All config by Mr.Root 🔥

সবগুলোএকাউন্ট চেক করে দেওয়া হয়েছে।কেউ পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। এর পরবর্তী পোস্টে আরও বেশি একাউন্ট নিয়ে হাজির হবো
এছাড়া আমাদের সাইটে প্রতিদিন প্রিমিয়াম একাউন্ট এর আপডেট দেওয়া হয়।

নিয়মিত যে কোনো প্রিমিয়াম একাউন্ট (ipvanish,invideo.io,wondershare,Crunchyroll,nord vpn,canva,express vpn,grammarly etc),পেইড সফটওয়্যার,UDEMY PAID COURSE পেতে শুধু একবার ঘুরে দেখে আসুন।
Cracky World | we crack to make your world better
You can also find lots of leaks, tools, software, tutorials, and more. Learn many things here, new friends and have fun with our special features. We will not disappoint you

The post নিয়ে নিন x19 Crunchyroll Cracked Premium Account appeared first on Trickbd.com.

রিয়েলমি নতুন দুটি ফোন এই ঈদে বাজারে আসছে

Posted:

খুব শীঘ্রই রিয়েলমি বাংলাদেশের স্মার্টফোন ইকোসিস্টেমের অগ্রগতিতে অবদান অব্যাহত রাখার লক্ষ্যে তাদের এইট এবং সি সিরিজ থেকে আরও দুটি নতুন স্মার্টফোন বাজারে আনবে।

কিছুদিন আগে রিয়েলমি ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরার ৮ প্রো এবং সি২১ বাংলাদেশের বাজারে নিয়ে এসে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবহারকারীদের এমন প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এই ঈদে জনপ্রিয় এইট এবং সি সিরিজ থেকে আরও দুটি স্মার্টফোন বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে।

গত ৩ এপ্রিল রিয়েলমি আনুষ্ঠানিকভাবে প্রযুক্তি-প্রেমীদের জন্য রিয়েলমি ৮ প্রো এবং সি২১ বাংলাদেশের বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করার মাত্র কয়েক দিনের মধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছে, যার ফলে রিয়েলমি একই সিরিজ থেকে আরও দুটি ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

রিয়েলমি তরুণদের পছন্দের এইট সিরিজ থেকে যে নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে সেটিতে স্প্লিট ডিজাইন এবং স্প্লিসিং প্রসেস এর সমন্বয়ের মাধ্যমে বাস্তব জগত এবং ডিজিটাল জগতকে একত্রিত করে এক অভিনব ডিজাইন করা হয়েছে। দুর্দান্ত ডিজাইনে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন মাইলফলক স্থাপন করবে রিয়েলমির নতুন স্মার্টফোনটি। পাশাপাশি নতুন স্মার্টফোনটির ওজন মাত্র ১৭৭ গ্রাম এবং ৮ মিমি এর চেয়েও কম পুরুত্বের কারণে এই ফোনটি খুবই হালকা।

রিয়েলমি বাংলাদেশে তাদের 'এন্ট্রি-লেভেল স্মার্টফোন' সি সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছিল। সি সিরিজের সি মূলত রঙের প্রতীক – এমন কিছু যা তরুণ প্রজন্মের অনুভূতি, ব্যক্তিত্ব, সংস্কৃতি, আগ্রহ এবং এমনকি পছন্দকে উপস্থাপন করে।

অন্যদিকে, রিয়েলমির এইট সিরিজ তাদের নম্বর সিরিজের অন্তর্গত এবং মিড-রেঞ্জ লেভেলের ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এই এইট সিরিজের ফোনগুলো সাধারণত দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং তরুণদের প্রিয় অন্যান্য প্রয়োজনীয় ফিচার সহকারে আসে।

এর আগে রিয়েলমি এই সিরিজ থেকে রিয়েলমি ৮ প্রো বাজারে এনেছে। রিয়েলমি ৮ প্রো এখন পর্যন্ত ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জ সহকারে বাজারের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, যা ১৭ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়। ৮ প্রো রিয়েলমি'র সর্বপ্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন, যা পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রিতেই সর্বোচ্চ পিক্সেল।

এই ফোনে আরও রয়েছে স্মার্ট আইএসও প্রযুক্তি এবং আল্ট্রা-ফাস্ট ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাছাড়া, রিয়েলমি এই ফ্ল্যাগশিপে যুক্ত করেছে ইনফিনিট বোল্ড ডিজাইন এবং এজি-ক্রিস্টাল প্রসেস প্রযুক্তি, যার ফলে রিয়েলমি ৮ প্রো'র ডিজাইন বেশ নান্দনিক।

অন্যদিকে, রিয়েলমি সি২১ সি সিরিজের সর্বপ্রথম এন্ট্রি-লেভেল অলরাউন্ডার ফোন, যা টিইউভি রাইনল্যান্ড হাই রিলায়েবিলিটি সার্টিফাইড। এটি উচ্চ নির্ভরযোগ্যতা মানের প্রশংসাপত্র অর্জনকারী সি সিরিজের প্রথম স্মার্টফোনও বটে। সি২১-এ হেলিও জি৩৫ প্রসেসর থাকায় পারফরমেন্স খুবই স্মুথ এবং এই ফোনে আরও আছে ১৩ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা এবং তাতক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

The post রিয়েলমি নতুন দুটি ফোন এই ঈদে বাজারে আসছে appeared first on Trickbd.com.

শাওমি Miui রম এর মধ্যে Space Blue Lineui Vip কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে

Posted:

Custom Theme Review

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ।আজকের থিম এর নাম হচ্ছে Space Blue Lineui Vip এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন।


DOWNLOAD LINK

Space Blue Lineui VIP


SCREENSHOTS

Installation

ইনস্টল করতে এই পোস্টটি দেখুন

The post শাওমি Miui রম এর মধ্যে Space Blue Lineui Vip কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন CRICBUZZ LIVE SCORES MOD APP

Posted:














কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ Mod App শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমরা সবাই জানি CRICBUZZ একটি জনপ্রিয় Live Cricket Score দেখার App , আমরা সবাই এই অ্যাপটি ব্যবহার করে থাকি , আজ আমি আপনাদের জন্য Cricbuzz Mod App টি নিয়ে এসেছি ।


তাহলে Cricbuzz App এর Mod Features দেখা যাক


✪ Mod Info: All ads/Place holders Removed/Disabled



✪ All analytics collection Cut and Removed their natives Completely


✪ No active ad’s impressions
No active trackers/analytics impressions


✪ Kotlin File and their invokes Completely removed


✪ Debug info removed


✪ Removed Unnecessary files


✪ Modded by Bisnu Ray

CRICBUZZ – DOWNLOAD FORM TELEGRAM






CRICBUZZ – DOWNLOAD FORM DRIVE

চলুন কিছু Screenshot দেখে নেই :











যেকোনো Premium App, Account, Netflix Amazon prime Nord Vpn, Bin, Udemy Course And Other Course লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free






আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post ডাউনলোড করে নিন CRICBUZZ LIVE SCORES MOD APP appeared first on Trickbd.com.

Instagram Viral Photo Editing Snapseed Photo Editing Trick Snapseed Se Photo Editing

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Instagram Viral Photo Editing

আজকের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ যারা ফটো এডিটিং করতে চান। এখানে আপনারা উপরে যে ছবি দুটি দেখতে পারছেন এটি কিন্তু এডিটিং করে এই রকম করা হয়েছে। এডিটিং করে সামনে কিন্তু খুব সুন্দর একটি ফ্রেম দেওয়া হয়েছে। এতে করে কিন্তু ছবিটি অনেকেটাই সুন্দর হয়েছে।আর পিছনে তো সবুজ পরিবেশটা পরিবর্তন করে কালার করে দেওয়া হয়েছে।

Camera দিয়ে যে ফটো তুলা হয়েছে সেই ফটো এডিটিং করে যে পরিমাণ সুন্দর করা হয়েছে। Camera দিয়ে তুলা ছবিটি না দেখলে মনেই হবেনা ছবিটি এডিটিং করা হয়েছে। মনে হচ্ছে যেন Camera দিয়েই তুলা হয়েছে এমন সুন্দর ছবি। এই ছবি যথেষ্ট পরিমাণে ব্লার হয়েছে। সাথে কিন্তু সামনে অসাধারণ দৃশ্য সেট করার জন্য অনেক সুন্দর লাগছে ছবিটি।আপনিও যদি এই রকম করে ফটো এডিটিং করতে চান তাহলে আমাদের পোস্ট গুলো দেখুন।

আপনি চাইলে আপনার সিম্পল ছবিকে এভাবে সুন্দর করে এডিটিং করতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। আপনি চাইলে Background কে আরো বেশি পরিমাণে সুন্দর করতে পারবেন কেউ কখনো বুঝতে পারেনা যে এটি এডিটিং করা হয়েছে।আপনার বন্ধুদের দেখালে মনে করবে এটা কোন camera দিয়ে এভাবে তুলা হয়েছে।

এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ঠিক এরকম নরমাল ছবিকে ঐরকম স্টাইল করে এডিট করতে পারবেন যেখানে কেউ কখনো বুঝতে পারবেনা কিভাবে আপনি এভাবে ছবি এডিট করবেন জানতে হলে অবশ্যই আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

এখন আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার সিম্পল ছবিকে এতো সুন্দর করে এডিটিং করতে পারবেন এর জন্য আপনাকে দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। Snapseed Adobe PNG presets LinkPresets Link

ডাউনলোড করে ওপেন করুন। এবং + চিহ্নের মধ্যে ক্লিক করুন

তারপর Gallery থেকে Background টি সিলেক্ট করুন

তারপর Edit এ ক্লিক করুন

তারপর Tune image এ ক্লিক করুন

তারপর এখানে contrast +10 দিবেন।

তারপর এখানে Saturation +20 করে দিবেন।

তারপর এখানে Ambiance +4 করে দিবেন।

তারপর এখানে Highlight -31 করে দিবেন।

তারপর এখানে Shadows +18 দিবেন এবং টিকচিহ্নে ক্লিক করুন।

তারপর এখানে Edit এ ক্লিক করুন

তারপর এখানে Double Exposure ক্লিক করুন

তারপর নিচে এখানে image + ক্লিক করুন

তারপর Gallery থেকে png ফ্রেমটা সিলেক্ট করুন।

তারপর নিচে এখানে ক্লিক করুন।

তারপর এখানে Lighten ক্লিক করুন

তারপর এখানে টিকচিহ্ন এ ক্লিক করুন

তারপর উপরে এখানে ক্লিক করুন

তারপর এখানে View Edits এ ক্লিক করুন।

তারপর এখানে ক্লিক করুন।

তারপর নিচে এখানে ক্লিক করুন

তারপর এখানে মাথার চুল উপরে টুকু ঠিক করে দিন।

তারপর এখানে টিকচিহ্ন দিন

তারপর উপরে back ক্লিক করুন

তারপর আবার Edit এ ক্লিক করুন

তারপর উপরে Details ক্লিক করুন।

তারপর এখানে Structure +17 করুন।

তারপর এখানে Sharpening +13 করে টিকচিহ্ন দিন

তারপর এখানে নিচে ডাউনলোড আইকনে ক্লিক করুন

তারপর এখানে শেয়ারে ক্লিক করুন।

তারপর এখানে add to lr ক্লিক করুন।

তারপর এখানে all photo ক্লিক করুন।

তারপর Gallery থেকে এই photo সিলেক্ট করুন এবং উপরে এখানে ক্লিক করুন।

তারপর এখানে copy setting ক্লিক করুন।

তারপর উপরে টিকচিহ্নে ক্লিক করুন।

তারপর এখানে back ক্লিক করুন।

তারপর এখানে সেই ছবি সিলেক্ট করুন এবং উপরে ক্লিক করুন।

তারপর এখানে Paste setting ক্লিক করুন।

তারপর উপরে শেয়ারে ক্লিক করুন।

তারপর এখানে Save Device ক্লিক করুন।

কাজ শেষ।

আপনার যদি আর্টিকেলে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিও দেখতে পারেন

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post Instagram Viral Photo Editing Snapseed Photo Editing Trick Snapseed Se Photo Editing appeared first on Trickbd.com.

আগষ্ট ১৪[August 14] (2020) বাংলা ওয়েব সিরিজ রিভিউ এবং সাথে HDRip ডাউনলোড লিংক

Posted:

 IMDB রেটিংঃ৮

রিলিজের তারিখঃ মে ২৮,২০২০

ক্যাটাগরিঃ ক্রাইম,থ্রিলার

নির্মাতাঃ শিহাব শাহীন

নির্মাতা প্রতিষ্ঠানঃ Binge

অভিনয়শিল্পীঃ তাসনুভা তিশা,শতাব্দী ওয়াদুদ,

শহীদুজ্জামান সেলিম,মনিরা মিঠু,সায়েদ জামান শাওন প্রমুখ। 

মানুষের ভিতরে দুটি সত্ত্বা রয়েছেঃ ভালো এবং খারাপ। কিন্তু মনুষ্যজাতি ইচ্ছা বা অনিচ্ছায় খারাপ সত্ত্বাটাকেই বেশি প্রশয় দিয়ে ফেলে।

একটা সময় এসে তখন অনেক বেশি দেরি হয়ে যায়, যখন খারাপ সত্ত্বাটাকে প্রশয় দিতে দিতে নিজের অজান্তেই অনেক বড় ভুল করে ফেলে।

আর এমন করেই ভুল পথে পা বাড়িয়ে নিজের জন্মদাতা পিতা- মাতাকে খুব পরিকল্পনার সাথে নিশংসভাবে খুন করে "আগষ্ট ১৪" ওয়েবসিরিজটির প্রধান চরিত্র তুশি। ভাবতেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে বারবার।

আগষ্ট ১৪ এর কাহিনি বাংলাদেশে কয়েক বছর  আগে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছে

যেখানে ঢাকায় ২০১৩ সালের ১৪ আগষ্ট,  ঐশী মাদকাসক্ত হয়ে  বেপরোয়া ভাবে কফির সাথে ঘুমের  ঔষধ মিশিয়ে অনেক নির্মম, নৃশংসভাবে তার নিজের মা-বাবাকে খুন করে।ঐশীর এরুপ পাশবিক হত্যাকান্ডে গোটা বাংলাদেশ নির্বাক হয়ে গিয়েছিলো। ঐশীর এমন পাশবিক আচরণ এর জন্যে সত্যিই কি সে দায়ী ছিলো নাকি তার পরিবার? জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে দারুণ এই ওয়েবসিরিজটি।নির্মাতা শিহাব শাহীন  তার এই চমকপ্রদ, লোমহর্ষক সৃষ্টি দিয়ে বাংলাদেশের ওয়েবসিরিজের   নতুন দ্বার উন্মোচোন করেছেন।

আগষ্ট ১৪ সিরিজটিতে ৬টি পর্ব রয়েছে

প্রতিটি পর্ব নির্মাতা খুবই আকর্ষণীয়ভাবে এবং দর্শকদের মধ্যে জিঞ্জাসুক ইচ্ছা সৃষ্টি হবে এরুপভাবে নির্মাণ করেছেন। যেহেতু এই হত্যাকান্ডটি খুবই তোলপাড় সৃষ্টি করেছিলো বাংলাদেশে, তাই এই কাহিনী কমবেশি সবার মনে আছে। যার ফলে নির্মাতা শিহাব শাহীন  দর্শকের আগ্রহের প্রতি দৃষ্টিপাত করে কিছুটা ভিন্নতা এনেছে। যেখানে ১ম পর্ব শুরু হয়েছে হত্যাকান্ডের পরের কাহিনী ও তদন্ত দিয়ে।

রক্তমাখা কাপড় পরেই সে পটেটো ওয়েজ ভেজে খায়

মায়ের কন্ঠ নকল করে বাড়ির কেয়ারটেকারকে বোকা বানিয়ে, তুশি ভোরবেলা বাড়ী থেকে বেরিয়ে যায় কোনো এক জিমির সন্ধানে। এভাবে ঘটনাপ্রবাহ চলতে থাকে। তুশি বিভিন্ন অসৎ উপায়ে ও কৌশলে কিছুদিন যাপন করে। তার একমাত্র উদেশ্য থাকে কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়া যায়। এই ওয়েবসিরিজে পরিচালক খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন কিভাবে একটা খুনির ভিতরে মনস্তাত্ত্বিক জটিলতা চলতে থাকে। একটা সময় এসে তুশি আত্মসমর্পণ করে। কিন্তু সে প্রথমদিকে খুনের সাথে নিজের সম্পৃক্ততা অস্বীকার করলেও পরবর্তীতে গোয়েন্দা শতাব্দী ওয়াদুদ এর সাথে  টানটান   উত্তেজনা নিয়ে   চোর-পুলিশ খেলায় হেরে যায় তুশি । অবশেষে তুশি বাধ্য হয় সব স্বীকার করতে।

এরপর গল্পটি ফ্লাশব্যাকে চলে যায়। তুশি একে একে সবকিছু বলতে থাকে- কিভাবে সে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে মাদকাসক্ত হয় এবং যৌনতাকে,বেহায়াপনাকে নিজের সঙ্গী করে নেয়। আর এগুলোকেই  সে তার স্বাধীনতা মনে করতে থাকে। কিন্তু তার এই স্বাধীনতায় বাঁধা   দেয়ায় তুশি তার মা-বাবাকে কিভাবে খুন করে তার বর্ণনা দিতে থাকে।

আগষ্ট-১৪ সবচেয়ে লোমহর্ষক পর্ব ছিলো পর্ব-৬

আমি নিজেই  শিহরিত হয়ে  যাই পর্বটি দেখে। নিজের চোখকেই  বিশ্বাস  হচ্ছিল না এই পৃথিবীতে এতো পাশবিকতার রুপ রয়েছে।স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা বা বেহায়াপনা নয়। কিন্তু, গল্পের নায়িকা তাসনুভা তিশা, যিনি তুশি চরিত্রে অভিনয় করেছেন তার কাছে দর্শক স্বাধীনতার অপব্যাখা দেখতে পাবে।

পরিশেষে বলবো, বাংলাদেশের প্রোডাকশন হিসেবে এই সিরিজটি ছিলো অসাধারণ। তাসনুভা তিশা,  শতাব্দী ওয়াদুদ,  শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু এরা প্রত্যেকেই খুবই ভালো অভিনয় করেছে।  যার ফলে আমি নিজেই হারিয়ে যাই গল্পটির মাঝে। মনে হচ্ছিলো যেন

বাস্তব জীবনের খুনি  ঐশীকেই দেখছি। আশা করছি, ভবিষ্যতে বাংলাদেশের ওয়েবসিরিজগুলো এভাবেই দর্শকদের আশা – আকাঙ্খা পুরনোর পাশাপাশি বিশ্বের বুকে বাংলাদেশের বিনোদন প্লাটফর্মকে আরো শানিত করবে।

বি.দ্রঃ "আগষ্ট ১৪" ওয়েবসিরিজটি ১৮+ দের জন্যে। এতে কিছু অশালীন দৃশ্য ও যৌনতার ছাপ রয়েছে। যদিও এগুলো গল্পটির জন্যে খুবই প্রাসঙ্গিক। তাই একা দেখার চেষ্টা করবেন। পরিবারের সাথে দেখলে স্কিপ করুন।

 

যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P

 

The post আগষ্ট ১৪[August 14] (2020) বাংলা ওয়েব সিরিজ রিভিউ এবং সাথে HDRip ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.

Tokyo Ghoul এনিমে বাংলা রিভিউ সাথে থাকছে ডাউনলোড লিংক

Posted:

Tokyo Ghoul এনিমে রিভিউ



DETAILS

Name:Tokyo Ghoul
Writer: Sui Ishida
Genre:Action, Drama, Horror, Mystery, Psychological, Supernatural
Episodes:48
Duration:20-24 Minutes
Language: Japanese, English
Original Run: 2017-2019
Rating: 7.8/10



BANGLA REVIEW

SPOILER ALERT

টোকিও রহস্যজনকভাবে একধরনের ভূতের(Ghoul) আক্রমণে ভুগছে যারা মানুষকে গ্রাস করছে। তাদের এই পরিচয় রহস্যের মুখোশযুক্ত, এই ভুতদের ভয় দেখে লোকেরা আঁকড়ে পড়েছে। কানেকি নামে এক সাধারণ কলেজের শিক্ষার্থী এক রাতে এমন এক Ghoul এর মুখোমুখি হয়েছিল। কানেকি বুঝতে পারে না যে তার ভাগ্য রাতারাতি বদলে যাবে।

ছোট এনিমে সিরিজের মধ্যে এটি হল One Of The Best. কাউকে যদি আপনি এনিমে সিরিজ সাজেস্ট করতে বলেন তাহলে লিস্ট এ অবশ্যই এই সিরিজটি পাবেন। খুব অল্প সময় ব্যাবধানে এর সিজন ১ এবং ২ রিলিজ হয় কিন্তু তার অনেক সময় পরে সিজন ৩-৪ রিলিজ হয়।

এই অ্যানিমের ফ্যান অনেক জায়গায় পাবেন। এর কসপ্লে থেকে শুরু করে এর ওপেনিং, এন্ডিং সবগুলোই খুবই পপুলার। সিরিজটি কেমন এক কথায় বলতে গেলে এটি একটি একশন, ইমোশনাল এবং থ্রিলার এনিমে।
এটি নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না তাহলে এটি স্পয়লার হয়ে যাবে, কিন্তু এতটুকু বলতে পারি আমার রিভিউ করা অন্য সিরিজগুলোর মত এটিও একটি এপিসোড যতেষ্ট আপনার সিট আকড়ে ধরতে।

ALERT: SOME 18+ SCENES

The post Tokyo Ghoul এনিমে বাংলা রিভিউ সাথে থাকছে ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments