Search box..

ইফতারের তালিকায় রাখুন পাকা পেঁপে, পেঁপের পুস্টিগুন ও উপকারিতা গুলো জেনে নিন।

ইফতারের তালিকায় রাখুন পাকা পেঁপে, পেঁপের পুস্টিগুন ও উপকারিতা গুলো জেনে নিন।


ইফতারের তালিকায় রাখুন পাকা পেঁপে, পেঁপের পুস্টিগুন ও উপকারিতা গুলো জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,পেঁপের পুস্টিগুন ও উপকারিতাগুলো সম্পর্কে বিস্তারিত। পেঁপে অনেকে পছন্দ করে থাকে। বাংলাদেশের আনাচে কানাচে এই ফল জন্মে থাকে। পেঁপে কাচা ও পাকা উভয় ই খাওয়ার উপযোগী।কাচা পেঁপে রান্না করে খাওয়া যায়। পেঁপেতে প্রচুর ভিটামিন রয়েছে। এই ফল সারা বছর ই পাওয়া যায়।পেঁপেতে রয়েছে ঔষুধি গুন।চিকিৎসক রা এই পেঁপে খেতে বলেন। আমাদের দৈনিন্দন খাবার তালিজায় পেঁপে রাখা উচিৎ। চলছে পবিত্র রমযান মাস,এসময় ইফতার এর তালিকায় পাকা পেঁপে রাখা উচিৎ। পেঁপে খাবার তালিকায় রাখলে,ফ্যাট,কার্বোহাইড্রেট,ও আমাদের দেহের প্রোটিন এর চাহিদা মিটায়। এছাড়া ও আমাদের ভিটামিন এর চাহিদা মিটায় এই পেঁপে। এই রমযান মাসে ইফতারের তালিকায় পাকা পেঁপে রাখা উচিৎ। কথা না বাড়িয়ে শুরু করা যাক, পেঁপের উপকারীতাঃ

১) নতুন বাচ্চা হওয়া মায়ের কাঁচা পেঁপের তরকারি খেলে স্তনের দুধ বৃদ্ধি পায়। তাই সদ্য নতুন মা দের কাচা পেঁপে খাওয়া উচিৎ।

২)কাঁচা পেঁপের বীজ কৃমি দূর করতে প্রচুর সাহায্য করে। যাদের কৃমি আছে তাদের জন্য খুব উপকারী এই কাঁচা পেপের বীজ।

৩) রক্ত আমাশয় দূর করতে পেঁপে আঠা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। রক্ত আমাশয় থেকে মুক্তি পেতে বাতাসার সাথে পেঁপের আঠা মিশিয়ে খেলে ভাল ফল পাবেন। ৪-৫ দিন এভাবে খেলে ফল পাবেন।

৪) লিভারের সমস্যা দূর করতে কাঁচা পেঁপে অনেক ভুমিকা পালন করে। তাই কাঁচা পেঁপে খাওয়া উচিৎ বেশি বেশি।বিশেষ করে যাদের লিভারে সমস্যা আছে,তারা বেশি বেশি কাঁচা পেঁপে খাওয়া উচিৎ।

৫) যাদের বদহজম হয় ও গ্যাস্টিক এর সমস্যা আছে তারা কাঁচা পেপে খেলে উক্ত সমস্যা দূর হয়ে যাবে। অন্তত প্রতিদিন এক টুকরো করে কাঁচা পেঁপে খাবেন।

৬)যাদের কোষ্ঠকাঠিন্য এর সমস্যা আছে তাদের পেঁপে খাওয়া উচিৎ। এছাড়া ও সারাদিনের ক্লান্তি দূর করতে পেঁপে অনেক ভুমিকা পালন করে।

৭) যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য পেঁপে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কাঁচা ও পাকা উভয় পেঁপে ই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

৮)যে সব মেয়েদের অনিয়মিত মাসিক,বা মাসিকের সমস্যা আছে,তাদের জন্য পেঁপে খুব উপকারী।

৯) ফাইলিয়ার ব্যাথা দূর করতে পেঁপের পাতা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। গরম পানিতে পেঁপের পাতা ফুটিয়ে সেক দিলে ভাল ফলাফল পাওয়া যাবে।

১০) কোলেস্টেরল এর মাত্রা কমাতে পেঁপে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।এবং হৃদরোগ এর ঝুকি কমায়।

১১) পেঁপেতে ভিটামিন এ,ই,সি রয়েছে।দৃষ্টি শক্তি ও বয়সজনিত ছাপ সমস্যা দূর করতে পেঁপে প্রচুর ভুমিকা পালন করে।

১২) চুলের যত্নে পেঁপে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। চুল ওঠা দূর করতে ও চুল ঝলমল করতে পেঁপের সাথে টক দই মিশিয়ে চুলে লাগাতে হবে।

১৩) পেঁপে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।

এছাড়াও পেঁপেতে রয়েছে, বিটা ক্যারোটিন,লুটেইন,ফ্লেভানয়েড,অ্যান্টিঅক্সিডেন্ট,

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post ইফতারের তালিকায় রাখুন পাকা পেঁপে, পেঁপের পুস্টিগুন ও উপকারিতা গুলো জেনে নিন। appeared first on Trickbd.com.

[পর্ব ৩৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[হাবাশ আল-হাসিব আল-মারওয়াজী]

Posted:


আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আমার আগের সব পর্ব:-
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ১
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ২

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৩

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৪

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৫

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৬

[পর্ব ৭] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[নাসির আল দীন আল তুসি:-ত্রিকোণমিতির স্রষ্টা,জিজ-ইলখানি উপাত্তের উদ্ভাবক]

[পর্ব ৮] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল ওয়াফা:-ত্রিকোণমিতির মূল স্থপতি]

[পর্ব ৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু মারওয়ান/ইবনে জহুর:-পরভূক জীবাণু বিজ্ঞানের প্রতিষ্ঠাতা,পরীক্ষামূলক সার্জারির জনক, পরীক্ষামূলক শারীরবৃত্তীয়, মানুষের ব্যবচ্ছেদ, অটোপস এর অগ্রদূত]

[পর্ব ১০]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাওয়ার্দি:-বিশুদ্ধতম গণতন্ত্রের প্রবক্তা]

[পর্ব ১১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জাজারি:-মধ্যযুগের শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ]

[পর্ব১২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল কাসিম আল জাহারাবী:-অপারেটিভ/আধুনিক সার্জারীর জনক]

[পর্ব১৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আব্বাস ইবনে ফিরনাস:-বিমানের জনক,প্রথম যিনি উড়েছিলেন আকাশে]

[পর্ব ১৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-কিন্দি:-ফার্মাকোলজির অগ্রদূত, পেরিপ্যাটেটিক দর্শনের জনক,সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী,সাইকোথেরাপি ও সংগীত থেরাপির অগ্রদূত]

[পর্ব ১৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফাতিমা আল ফিহরি:-বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে নারী]

[পর্ব ১৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-খৈয়াম:-বাইনমিয়েল থিওরেমের প্রথম আবিষ্কারক,এনালিটিক্যাল জ্যামিতির জনক]

পর্ব ১৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[জাকারিয়া আল রাযি:-আরবীয় চিকিৎসাশাস্ত্রের প্রাণপুরুষ]

[পর্ব ১৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল ফারাবি:-অ্যারিস্টটলের পর দর্শনের সেকেন্ড মাস্টার,পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী]

[পর্ব ১৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জারকালি:-সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি প্রমাণকারী]

[পর্ব ২০] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনুল-আব্বাস আল-মাজুসী:-ধাত্রীবিদ্যা এবং পেরিনেটোলজি এর অগ্রদূত]
[পর্ব ২১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে তোফায়েল:-প্রথম দার্শনিক উপন্যাস রচয়িতা]

[পর্ব ২২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল বালখি:-যিনি সর্বপ্রথম দেহ ও আত্মা সম্পর্কিত রোগসমূহকে সফলভাবে আলোচনা করেছিলেন]

[পর্ব ২৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ছাবেত ইবনে কোরা:-স্টাটিক্সের প্রতিষ্ঠাতা]

[পর্ব ২৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু কামিল:-এলজাব্রায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী]

[পর্ব ২৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনে সাহল রাব্বান আত তাবারী:-চিকিৎসা বিশ্বকোষ এর অগ্রদূত]

[পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।

[পর্ব ২৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে ইউনুস:-ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক]

[পর্ব ২৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাহানী]

[পর্ব ২৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে বাজা]

[পর্ব 30]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফজলুর রহমান খান:-স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন,Father of tubular designs]

[পর্ব ৩১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু সাহাল আল কুহি:-অঙ্কনে ব্যবহৃত কম্পাসের উদ্ভাবক]

[পর্ব ৩২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবদুর রহমান আল-সুফি:-তিনিই প্রথম Andromeda কে গ্যালাক্সি হিসেবে চিহ্নিত করেন]

[পর্ব ৩৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল কারাজী]

40.হাবাশ আল-হাসিব আল-মারওয়াজী


আহমদ ইবনে আবদুল্লাহ হাবাশ হাসিব মারওয়াজী ছিলেন উত্তর-পূর্ব ইরানী জ্যোতির্বিজ্ঞানী ,ভূগোলবিদ ও গণিতজ্ঞ।তার জন্মস্থান খোরাসানের মার্ভ এলাকায়।তিনি ছিলেন সর্বাধিক প্রভাবশালী মুসলিম জ্যোতির্বিদ।

যিনি প্রথমবারের মতো ত্রিকোণমিতিক অনুপাত যেমন:-sin, cosine, tangent এবং cotangent সম্পর্কে বর্ণনা করেন।

তিনি বাগদাদে সমৃদ্ধ হন এবং 869 পরে মারা যান।তিনি আব্বাসীয় খলিফা আল-মা’মুন ও আল-মুত্তাসিমের অধীনে কাজ করেছিলেন ।

পরবর্তীতে ,তিনি সমরায় বসবাস এবং কাজ করতেন, যা ৮৩৮ সালে আব্বাসীয় সাম্রাজ্যের নতুন প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়েছিল।

হাবশার জীবনী সুনির্দিষ্টভাবে পাওয়া যায় না। ইবনে আল নাদিম (মৃত্যু: 995) উল্লেখ করেছেন,মামুনের সময়ে হাবশা সক্রিয় বিজ্ঞানী ছিলেন।ইবনে আল কিফতি আরও বলেছেন যে তিনি আল মুত্তাসিমের শাসনামলেও বেঁচে ছিলেন।

তিনি 825 থেকে 835 অবধি পর্যবেক্ষণ করেছেন এবং তিনটি জ্যোতির্বিদ্যার সারণী(জিজ) সংকলন করেছেন।

প্রথমটি এখনও হিন্দু পদ্ধতিতে পাওয়া যায়।

দ্বিতীয়টি এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্বিতীয় সারণীটিকে “tested” টেবিল বলে।এটিই কেবলমাত্র বিদ্যমান যা চারটি ভিন্ন নামে পরিচিত al‐Zīj al‐Mumtaḥan, al‐Zīj al‐Maʾmūnī (কারণ এটি মামুনের পৃষ্ঠপোষকতায় Mumtaḥan গ্রুপের পর্যবেক্ষণ কর্মসূচির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল),

al‐Zīj al‐Dimashqī al‐Zīj, al‐ʿArabī(কারণ এটি আরবি হিজরি ক্যালেন্ডারের ভিত্তিতে)

এই জিজটি প্রথম স্বতন্ত্রভাবে সংকলিত আরবি ভাষায় টলেমাইক জ্যোতির্বিদ্যার হ্যান্ডবুক যা সম্পূর্ণরূপে সংরক্ষিত রয়েছে।নিঃসন্দেহে, এটি তার প্রজন্মের অন্যতম প্রভাবশালী জাজ ছিল।

এই জিজের দুটি কপি বর্তমানেও পাওয়া যায়।একটি ইস্তাম্বুলে সংরক্ষিত, যার মূল পাঠ্যটি বেশ ভালভাবে সংরক্ষিত রয়েছে এবং দ্বিতীয়টি বার্লিনে।

তৃতীয়টি, যাকে শাহ টেবিল বলা হয়, এটি ছোট।

829 সালে সূর্যগ্রহণ সম্পর্কিত গবেষণা করে,,হাবাশ আমাদের প্রথম উদাহরণ দেয় উচ্চতা দ্বারা সময় নির্ধারণের(determination of time by an altitude) (এই ক্ষেত্রে, সূর্যের)।এটি একটি পদ্ধতি যা সাধারণত মুসলিম জ্যোতির্বিদরা গ্রহণ করেছিল।

আরবাশ জ্যোতির্বিদ্যার উপর বেশ কয়েকটি কাজ উৎসর্গ করেছিলেন।তিনি melon astrolabe নির্মাণ করেছিলেন।

830 সালে তিনি tangent এর একটি টেবিল সংকলন করেছেন যা মনে হয় এটির প্রথম দিকের।তিনি cotangentও প্রবর্তন করেছিলেন এবং এর জন্য প্রথম সারণী তৈরি করেছিলেন।

মক্কার(কিবলা) দিক নির্ধারণের জন্য আল মারওয়াজী একটি গ্রাফিকাল পদ্ধতি (একটি তথাকথিত analemma construction),যা মূল আকারে আর বিদ্যমান নেই,তবে তাঁর জিজে এর সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে।

আল-হাসিব বিভিন্ন পর্যবেক্ষণ পরিচালনা করেছেন বাগদাদের Al-Shammisiyyah observatory তে এবং ভৌগলিক এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বহু মান বের করেছেন।

তিনি তার ফলাফলগুলি তার The Book of Bodies and Distances বইটিতে লিপিবদ্ধ করেন।যার মধ্যে কয়েকটি ফলাফলের মান নিচে বলা হলো:-

পৃথিবী

পৃথিবীর পরিধি : 32,444 কিমি(বর্তমানে 40,075 কিমি)

পৃথিবীর ব্যাস : 10323.201 কিমি(বর্তমানে 12,742 কিমি)

পৃথিবীর ব্যাসার্ধ : 5161.609 কিমি(বর্তমানে 6371 কিমি)

চাঁদ

চাঁদের ব্যাস:3036.5 কিমি(বর্তমানে 3474.2 কিমি)

চাঁদের পরিধি: 9538.622 কিমি(বর্তমানে 10,921 কিমি)

চাঁদের নিকটতম দূরত্বের ব্যাসার্ধ:
215.208; 9,9 ( ষষ্ঠিক ) মাইল

চাঁদের নিকটতম দূরত্বের অর্ধ-পরিধি: 676,368; 28,45,25,43 (সেক্সেজিমাল) মাইল

চাঁদের সর্বাধিক দূরত্বের ব্যাসার্ধ : 205,800; 8,45 (সেক্সেজিমেল) মাইল

ব্যাস চাঁদের দূরতম দূরত্ব: 411,600.216 মাইল (662,406.338 কিমি)

চাঁদের সর্বাধিক দূরত্বের পরিধি: 1,293,600.916 মাইল (2,081,848.873 কিমি)

সূর্য

সূর্যের ব্যাস:56,777.6966 কিমি (বর্তমানে 1.3927 million কিমি)

সূর্যের পরিধি:178,444.189 কিমি(বর্তমানে 4.379 million কিমি)
সূর্যের কক্ষপথের ব্যাস:12,491,093.2 কিমি
সূর্যের কক্ষপথের পরিধি:39,256,038 কিমি
সূর্যের কক্ষপথ বরাবর এক ডিগ্রি :108,952.67 কিমি
সূর্যের কক্ষপথ বরাবর এক মিনিট:1817.405 কিমি

যদিও তার বের করা মানের সাথে বর্তমান মানের অনেক পার্থক্য রয়েছে।তবুও আজ থেকে প্রায় ১০০০ বছরেরও আগে এতো নিখুত হিসাব করা সত্যিই অসম্ভব ছিল।

তবুও আল-মারওয়াজী এই অসম্ভব কে সম্ভব করেছিলেন।যদিও বর্তমান প্রজন্মের খুব কম মানুষই এই বিজ্ঞানীর নাম জানেন।

মঙ্গোলদের দ্বারা আব্বাসিয় রাজবংশের ধ্বংসের সাথে তার কাজের অনেকটাই হারিয়ে যায়।

তাঁর বেশ কয়েকটি কাজের মধ্যে যেগুলি আজ বেঁচে যায়নি,

সেগুলির মধ্যে রয়েছে standard planispheric astrolabe এর নির্মাণ,চন্দ্র ক্রিসেন্ট দৃশ্যমানতার পূর্বাভাস, construction of sundials এবং কিছু জ্যামিতিক সমস্যা নিয়ে গ্রন্থ, বাগদাদ ও দামেস্কে mumtaḥan গ্রুপ দ্বারা পরিচালিত পর্যবেক্ষণ সম্পর্কে তাঁর দুটি সমালোচনামূলক প্রতিবেদনও হারিয়ে গেছে।

The post [পর্ব ৩৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[হাবাশ আল-হাসিব আল-মারওয়াজী] appeared first on Trickbd.com.

পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা। আপনি সব সময় সুস্থ থাকার জন্য ছোট একটি দোয়া পড়ুন।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

সুস্থ থাকার জন্য ছোট একটি দোয়া পড়ুন।

আল্লাহপাক তো মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য। তাই ইসলামে স্বাস্থ্য ও সুস্হতার প্রতি সচেতন থাকার ও বিশেষ নজর রাখার তাগিদ করা হয়েছে। আমরা যদি এ নিয়ামতের মূল্যায়ন না করি তাহলে যেমন ব্যবহারিক জীবনে কাজকর্ম করার উদ্যমতা হারিয়ে ফেলব তেমনি প্রতিদিনের আবশ্যিক পাঁচ ওয়াক্ত নামাজ এবং ইবাদত বন্দেগি আদায় করার শক্তি ও উদ্যমতা হারিয়ে ফেলব।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন → আল্লাহ অবশ্যই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞান ও স্বাস্থ্যে সমৃদ্ধ করেছেন।(সূরা বাকারা ২৪৭) এ আয়াতে আল্লাহ তায়ালা জ্ঞান ও স্বাস্থ্যকে রাজত্ব ও নেতৃত্ব লাভের মানদ সাব্যস্ত করেছেন। কারণ জ্ঞান, প্রজ্ঞা,স্বাস্থ্য ও সুস্হতা ছাড়া কোন কাজই সুচারুরূপে সম্পাদন করা সম্ভব নয়।

হযরত ইবনে আব্বাস (রা.) বলেন → রাসুলুল্লাহ (সাঃ) বলেন → দুটি নিয়ামতের ব্যাপারে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত। নিয়ামত দুটি হলো সুস্থতা ও অবকাশ। (সহিহ বুখারী ৬৪১৩, মুসনাদে আহমাদ ২৩৪০)

অন্য আরেকটি হাদিসে নবী করীম (সাঃ) বলেন → অবশ্যই মানুষকে সুস্বাস্থ্য ও সুস্থতা চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু প্রদান করা হয়নি (সুনানে নাসায়ী ১০৭২) ইবাদতে মনোনিবেশর জন্য দেহ ও মনের সুস্হতা অবশ্যই প্রয়োজন এবং অনস্বীকার্য। যে কারণে ইসলামে সুস্থ থাকার জন্য উৎসাহ সৃষ্টি করা হয়েছে।

নবীজি (সা.) বলেছেন → দুর্বল মুমিনের তুলনায় শক্তিশালী মুমিন বেশি কল্যাণকর ও আল্লাহ কাছে বেশি প্রিয়। তবে উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। ( সহিহ মুসলিম ৬৯৪৫)

অপর একটি হাদিসে নবী করীম (সাঃ) বলেন → যে ব্যক্তি প্রত্যুষে সুস্থতা নিয়ে ঘুম থেকে ওঠে, বাসায় নিরাপদে থাকে এবং সারাদিনের খাদ্য সামগ্রী তার নিকট মজুদ থাকে তাহলে তাঁকে পৃথিবীর সমস্ত সম্পদ দেয়া হয়েছে। ( সুনানে তিরমিজি ২৩৪৬)

রাসুলুল্লাহ (সাঃ) আরো ইরশাদ করেন → হে আমার উম্মত! পাঁচটি সম্পদ হারানোর আগে তার যথাযথ মূল্যায়ন করো। ১. মৃত্যুর আগেই তোমার জীবনের প্রতি মূহুর্তকে কাজে লাগাও। ২. বুড়ো হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। ৩.দারিদ্র্যতার আগে সচ্ছলতার মূল দাও। ৪. অসুস্থতার আগে সুস্হতার মূল্য দাও। ৫. ব্যস্ততার আগে অবসরকে কাজে লাগাও। ( মুসতারেকে হাকিম ৭৮৪৬)

তাই সুপ্রিয় পাঠক আজকে আমরা এমন একটি দোয়া আপনাদের বলে দিবো, যে দোয়াটি পড়লে নিজের শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ গুলো সমস্ত বালা মুসিবত রোগ শোক মহামারী থেকে আল্লাহ তায়ালা আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ।

দোয়াটি আপনারা সকাল সন্ধ্যায় ৩ বার করে পড়বেন। অর্থাৎ ফজরের নামাজের পর ৩ বার এবং মাগরিব নামাজের পর ৩ বার পড়বেন। তাহলে দিনে ও রাতে সব সময় আল্লাহ তায়ালা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন আমিন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা। আপনি সব সময় সুস্থ থাকার জন্য ছোট একটি দোয়া পড়ুন। appeared first on Trickbd.com.

[Hot] মোবাইল ব্যাংকিং ‌‌‌‌‌‌”উপায়” একাউন্ট খুলে ৫০ টাকা বোনাস নিয়ে নিন সাথে দেশের সর্বনিম্ন ক্যাশআউট চার্জ।

Posted:

অত্যাধুনিক ব্লকচেইন প্রযুক্তি ও ডিভাইস অথেনটিকেশনের মতো নিরাপত্তা ফিচারযুক্ত করে মার্চে যাত্রা শুরু করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস সাবসিডিয়ারি ‘উপায়’

উপায়-এর মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন, ইউটিলিটি বিল পেমেন্ট, কেনাকাটার মূল্য পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, এয়ারটাইম ক্রয় করা যাবে।

দেশের সর্বনিম্ন ক্যাশআউট চার্জ। ট্যাক্স-ভ্যাটসহ প্রতি হাজারে মাত্র ১৪ টাকায় ক্যাশ আউট চার্জ কাটবে তাও আবার ইউএসএসডি ব্যবহার করে। এ ছাড়া এটিএম ব্যবহার করে হাজারে মাত্র ৮ টাকায় ক্যাশ আউট করতে পাবে।

উপায় অ্যাপ ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করলে ৫০ টাকা বোনাস

তো দেখে নিয়া যাক কি ভাবে উপায় একাউন্ট খুলবেন

প্রথমে উপায় অ্যাপ ডাউনলোড করেন?

তার পর ওপেন করে রেজিষ্ট্রেশন এ ক্লিক করুন।

তার পর আপনার ফোন নাম্বার দিয়ে সিম অপারেটর সিলেক্ট করে Verify Number এ ক্লিক করুন।

তার পর জাতীয় পরিচয় পত্র এর সামনের দিকের ছবি তুলে Done এ ক্লিক করেন।

তার পর জাতীয় পরিচয় পত্র এর পিছনের দিকের ছবি তুলে Done এ ক্লিক করেন।

তার পর সামনের Camera দিয়ে আপনার একটা সেল্ফি তুলুন।

তার পর, পরের নির্দেশনা অনুসরণ করে কাজ করেন।

তার পর একাউন্ট খুলার কাজ শেষ।

তার পর ৭ থেকে, ১০ কর্মদিবস এর মধ্যে ২৫ টাকা বোনাস পেয়ে যাবে।

এর পর যে কোনো পরিমাণ ক্যাশইন করে ৫০ বা তার বেশি পরিমাণ মোবাইল রির্চাজ করলে আর ২৫ টাকা বোনাস পাবেন। এই মিলেভ ৫০ টাকা বোনাস

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] মোবাইল ব্যাংকিং ‌‌‌‌‌‌”উপায়” একাউন্ট খুলে ৫০ টাকা বোনাস নিয়ে নিন সাথে দেশের সর্বনিম্ন ক্যাশআউট চার্জ। appeared first on Trickbd.com.

মুভি দেখলে কাদঁতে হবে হোপ (Hope)[2013] কোরিয়ান মুভি বাংলা রিভিউ এবং HDRip ডাউনলোড লিংক এর সাথে বাংলা সাবটাইটেল লিংক

Posted:

হোপ মুভিটির বাংলা সাবটাইটেল (Hope/So-won Bangla Subtitle) বানিয়েছেন আসিফ নেওয়াজ। হোপ মুভিটি পরিচালনা করেছেন লি জুন। এবং গল্পের লেখক ছিলেন জো জোং-হুন এবং কিম জি-হাই। ২০১৩ সালে হোপ মুক্তি পায় । ইন্টারনেট মুভি ডাটাবেজে এখন পর্যন্ত ৪,৩৩৫ টি ভোটের মাধ্যেমে ৮.৩ রেটিং প্রাপ্ত হয়েছে মুভিটি। হোপ মুভিটি বক্স অফিসে ১৭.১ মিলিয়ন আয় করে।

সাবটাইটেল এর বিবরণ

  • মুভির নামঃ হোপ
  • পরিচালকঃ লি জুন
  • গল্পের লেখকঃ জো জোং-হুন এবং কিম জি-হাই
  • মুভির ধরণঃ ড্রামা
  • ভাষাঃ কোরিয়ান
  • অনুবাদকঃ Asif Newaze
  • মুক্তির তারিখঃ ২ অক্টোবর ২০১৩
  • আইএমডিবি রেটিংঃ ৮.৩/১০
  • রান টাইমঃ ১২২ মিনি

 

Title: So-Won
English Title : Wish/Hope
Release : 2013
Director: Joon-ik Lee
Writer: Ji-hye Kim
Stars: Lee Re, Hae-suk Kim, Sang-ho Kim
_______________________________________________________

 

বাংলা রিভিউ:  

বানিজ্যিকভাবে আগের মুভিটা হিট না হওয়ার পর, ২ বছর স্বেচ্ছায় ফিল্মমেকিং থেকে সরে ছিলেন তিনি, ফিরলেন ২০১৩ তে, বানালেন এমন ফিল্ম যা কমার্শিয়ালি যেমন হিট হলো, ঠিক সমানতালে ক্রিটিকস সাক্সেসও পেলো, ঘরে তুললো সম্মানজনক ব্লু ড্রাগন ফিল্ম এওয়ার্ডসে ২০১৩ এর সেরা ফিল্মের খেতাব ।

নাহ , এটা ছবির কাহিনী নয়, Jo Joong-hoon আর Kim Ji-hye এর লেখা কাহিনীটা আরও অনেক বেশীই আকর্ষনীয়, Lee Joon-ik এর পরিচালনা আর অসাধারন অভিনেতা Sol Kyung-gu এর অনবদ্য অভিনয় শুধু ফিল্মটাকে করেছে আরও টাচিং । মুভির প্রধান চরিত্রে অবশ্য এই জনপ্রিয় অভিনেতা নন বরঞ্চ তার ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করা Lee Re, কিংবা মুভির নামেই ডাকি, So Won । মুভিতে আমার চোখে সেরা অভিনয় এই কিউট বাচ্চাটাই করেছে । :)

গল্পটা এক টিপিক্যাল চাইল্ড এবিউস নিয়ে, পুলিস যার আসামীকে খুজে বের করতে পারবে কিংবা পারবে না তা নিয়ে । হ্যা, তাই ভেবেছিলাম শুরুটা দেখে । কিন্তু না, গতানুগতিক কোরিয়ান মুভিতে অভ্যস্ত আমাকে বিস্মিত করে কাহিনীটা মোড় নেয় এক বাবার আকুতিতে, মেয়ের প্রিয় কিংবা ভালো লাগার মানুষ হওয়ার জন্য এক বাবার প্রচেষ্টায় । কিংবা, মেয়েটার বাকী জীবন কিভাবে যাবে, সেই দিকে । স্কুলের সবাই কি তারপরও এই বাচ্চা মেয়েটিকে আগের চোখেই দেখবে? কিভাবে সারাজীবন যাবে এই মেয়েটির এই অপবাদ ঘাড়ে নিয়ে?

সবচেয়ে খারাপ লেগেছিলো, বাবার সার্চ কিওয়ার্ডটা, যেখানে তিনি লিখছেন “How to talk with your daughter”, কিংবা বাচ্চা মেয়েটির কথা “Why did i born?”
কিংবা বাচ্চা মেয়েটির মায়ের বলা “Of all the kids in this world, why’d this happen to our little girl?”
মুভিটা দেখে কাঁদতে হবে সেটা মাথায় রেখেই মুভি দেখবেন ।

মনে হবে এত কিউট একটা বাচ্চা আপনার থাকলে কি ভালোই না হতো!
কিংবা মনে হবে, এরকম যেনো আর কোন বাচ্চার সাথে না হয়!
হয়তোবা নতুন করে ভাবতে শিখবেন একজন বাবা কিংবা একটি ছোট্ট মেয়ের মনস্তত্ব !

এত কিছুর পর একটা কথাই বাকি, ইটস আ মাস্টারপিস, আ মাস্ট ওয়াচ মুভি ।

 

যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality

The post মুভি দেখলে কাদঁতে হবে হোপ (Hope)[2013] কোরিয়ান মুভি বাংলা রিভিউ এবং HDRip ডাউনলোড লিংক এর সাথে বাংলা সাবটাইটেল লিংক appeared first on Trickbd.com.

BDIX হোস্টিং ও সাধারণ হোস্টিং এর পার্থক্য

Posted:

BDIX হোস্টিং এবং নেটওয়ার্ক নিয়ে সাধারণ কিছু ধারনা এবং ভুল ধারণাঃ বিস্তারিত সমাধান।

প্রথমেই বলি BDIX হোস্টিং কি ?

BDIX এর পুর্ণরূপ হলো Bangladesh Internet Exchange. স্থানীয় ডাটার ইন্টারন্যাশনাল রাউটিং রোধ করার উদ্দেশ্যে প্রায় ৩৫০০ এর মতো বাংলাদেশি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্টেড আছে। একই সাথে সর্বদা নতুন নতুন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই এক্সচেঞ্জ পয়েন্ট এর সাথে সংযুক্ত হচ্ছেন। 

☞BDIX হোস্টিং কি? 

 যে সকল সার্ভার বা নেটওয়ার্ক এই ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট এর সাথে সংযুক্ত আছে, সে সকল সার্ভার বা নেটওয়ার্ক এর আওতাভুক্ত হোস্টিংগুলো BDIX হোস্টিং নামে জনপ্রিয়।  BDIX হোস্টিং প্রধান সুবিধা হলো এই সার্ভার এ হোস্ট করা ওয়েবসাইট বাংলাদেশি ব্যবহারকারীদের নিকট প্রায় ২০০ গুন পর্যন্ত দ্রুত গতিতে লোড হবে। এক কারণ হচ্ছে বাংলাদেশি ব্যবহারকারীরা যখন BDIX নেটওয়ার্ক এ সংযুক্ত থাকা একটি ওয়েবসাইট ভিজিট করবে, তখন ইন্টারন্যাশনাল রাউটিং ক্রস না হয়েই সরাসরি লোড হবে।

অর্থাৎ, ধীরগতির ইন্টারনেটের মধ্যেও BDIX হোস্টিং এর ওয়েবসাইট দ্রুতগতিতে লোড হবে। 

 

➤ BDIX FTP সার্ভার এবং হোস্টিং কোম্পানি এর হোস্টিং এর মধ্যে ডিফারেন্স কি?

 

 BDIX FTP সার্ভার মূলত বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তাদের ইউজারদের জন্য তাঁর অফিসে সেটআপ করে, যাতে পপুলার ইউজড সফটওয়ার, নতুন কোনো মুভি, গেম ইত্যাদি ঐ সার্ভার থেকে দ্রুতগতিতে ডাউনলোড করতে পারেন। ইন্টারন্যাশনাল রাউটিং এর সমস্যা না থাকায় একইভাবে এই FTP সার্ভার থেকেও উচ্চগতিতে যেকোনো ফাইল ডাউনলোড করা পসিবল হয়।

 

অপরদিকে, যখন একটি ডাটাসেন্টার এর ইন্টারনেট কানেকশন এই এক্সচেঞ্জ পয়েন্ট এর আওয়াভুক্ত কিংবা এর সাথে সংযুক্ত থাকে, তখন ঐ ডাটাসেন্টার এর সার্ভার বা হোস্টিংকেই BDIX হোস্টিং বলা হয়। 

 

মূলত, BDIX FTP সার্ভার এর ফাইল আদান-প্রদান করবার জন্যে। আর BDIX হোস্টিং, ওয়েবসাইট হোস্ট করার জন্য ইউজ করা হয়। 

 

✔ কি কি ক্ষেত্রে আমি BDIX হোস্টিং ইউজ করবো?

 

☞ স্থানীয় অর্থাৎ বাংলাদেশি ট্রাফিক টার্গেটেড যেকোনো ধরণের ওয়েবসাইট এর জন্য BDIX হোস্টিং ইউজ করা যাবে এবং এটি করাই বেস্ট। ইতোমধ্যেই বেশীরভাগ বাংলাদেশী ই-কমার্স, ম্যাগাজিন, নিউজপোর্টাল সাইট, ব্লগ সাইট ইত্যাদি ওয়েবসাইট নিজেদের জন্য BDIX হোস্টিং ব্যবহার করছেন। 

 

➤ BDIX এ-কি CDN ইউজ করার প্রয়োজন আছে? 

 

 BDIX হোস্টিং এ আপাতত কোনো প্রকার CDN যেমন Cloudflare ব্যবহার করার প্রয়োজন নেই। পারফরম্যান্স ইস্যুতে সাধারণত CDN ইউজ করা হয় বাড়তি রাউটিং রোধের জন্য। যেহেতু BDIX হোস্টিং এ সাধারণভাবেই বাড়তি রাউটিং থাকেনা, সেজন্য CDN ছাড়াই এটিতে বেস্ট পারফরম্যান্স পাওয়া যায়। 

 

অন্যকথায়, BDIX নিজেই এক প্রকার CDN, তাই এটিতে কোন প্রকার CDN ইউজ করার দরকার পরেনা ল্যাটেন্সি কমানোর জন্য। 

 

➤ উন্নত দেশগুলোর মত BDIX হোস্টিং এর ডাটাসেন্টার গুলি কি উন্নতমানের?

 

  জ্বী, ইতোমধ্যেই বাংলাদেশ এর ঢাকা, গাজীপুর, যশোর এবং চট্টগ্রাম ইত্যাদি এলাকায় Tier-III এবং Tier-IV ক্যাটাগরির ডাটাসেন্টার তৈরি হয়েছে, সেগুলো ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড মেইনটেইন করে থাকে। গুগল, ফেসবুক, ক্লাউডফ্লেয়ার ইত্যাদি জায়ান্ট কোম্পানির ক্যাশ (Cache) সার্ভারও এসব বাংলাদেশি ডাটাসেন্টার গুলোতে রাখা আছে। 

 

BDIX Hosting এর অসুবিসমূহ কি কি?

 

✔ বিডিআইএক্স হোস্টিং এ গ্লোবাল টার্গেট করা ওয়েবসাইট গুলতে ইউজ করা যায়না কারণ ঠিক যেমন ইউএসএ এর সার্ভার বাংলাদেশি ইউজারদের এ লেটেন্সি বেশি, তেমন বিডিআইএক্স সার্ভার ও ইউএসএ তে ভালরকমের লেটেন্সি হবে।

 

✔ বিডিআইএক্স এ ক্লাওডফ্লেয়ার ফ্রি ভার্সন ব্যাবহার করলে সাইট স্লো হয়ে যায়, কারন ক্লাউড ফ্লেয়ার ফ্রি ভার্সনে আপনাকে পূর্ণ সিডিএন সার্ভিস টি দিচ্ছে না,তারা দিচ্ছে প্রক্সি সেবা, যা কিনা প্রথমত তাদের প্রক্সি সার্ভার আর বিডিআইএক্স সার্ভার এর লেটেন্সি এর কারণে কিছুটা সমস্যা হয় আর সাইয় স্লো হয়।  আবার তখন আর আপনি বিডিআইএক্স এর স্পীড টা পাবেন না।

 

✔ কিছু কিছু আইএসপি মাঝে মাঝে তাদের এফটিপিতে এডনেটওয়ার্কের এর আয় বাড়ানোর উদ্যেশে এক্সটারনাল বিডিআইএক্স নেটওয়ার্কগুলো ব্লক করে দেয়, বা বিডিআইএক্স এর কনফিগ ভুল করে। এর কারণে অনেক আইএসপি থেকে সাময়িক সাইট লোডিং এর সমস্যা হয়, যদিও এই সমস্যাটা সমাধান করে ফেলতে হয় তাদের। বেশিক্ষন এই সমস্যা ধরে রাখতে পারে না।

 

BDIX Hosting এর সুবিধাগুলো কি কি?

 

☞ দেশিয় টার্গেট করা ওয়েবসাইট গুলোর জন্য বেস্ট।

 

☞ লেটেন্সি কম থাকে তাই খুব ফাস্ট রাউটিং হয়। আপনার ব্যবহারকারীর থেকে সার্ভার যত কাছে হবে ভিজিট এর গতি ততো বেশি ভাল পাবে।

 

☞ প্রতিটি ইন্টারনেট প্রোভাইডার এমনকি মোবাইল অপারেটর গুলোতে ও বিডিআইএক্স এর আলাদা bandwidth Speed থাকে, যেমন গ্লোবাল ৩০ এমবিপিএস থাকলে ও বিডিআইএক্স এক জিবিপিএস পর্যন্ত থাকে। সে জন্যই খুব দ্রুত সাইট এর কন্টেন্ট লোড হয়। নিমিশেই সাইট আপনার সামনে চলে আসে। বিডিআইএক্স সুবিধা দিচ্ছে এমন দেশি কোম্পানিঃ HostingNei, HostEver ইত্যাদি।

 

☞ ধরুন আজকে গ্লোবাল ইন্টারনেট যেকোনো কারণে সমস্যা, কিন্তু আপনার বিডিআইএক্স হোস্টিং এ রাখা ওয়েবসাইট স্বাভাবিক লোডিং থাকবে। স্বাভাবিক স্পীড এই লোড হবে।

 

নোটঃ অনেক কথা লিখা হয়েছে, কোন তথ্যে ভুল মনে হলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ আরও কিছু জানতে ইচ্ছা হলেও কমেন্ট করে জানাতে পারেন।

The post BDIX হোস্টিং ও সাধারণ হোস্টিং এর পার্থক্য appeared first on Trickbd.com.

ভেরিফাইড পেপাল খুলবেন যেভাবে এবং Go2Bank থেকে টাকা ট্রান্সফার করার নিয়ম (পর্ব -৩ )

Posted:

ভেরিফাইড পেপাল খুলতে চাচ্ছেন কিন্তু হচ্ছেনা তাহলে আর্টিকেল টি আপনার জন্য চলুন শুরু করা যাকঃ-

সিরিজের গত দুই পর্বে সার্ভে কাজ নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখেন নি তারা দেখে নিবেন কষ্ট করে। 

 
সার্ভে কাজের ব্যাপারে নতুন আপডেট আসছে যারা জাংকি নিয়ে অনেক সমস্যায় পড়েছেন তাদের জন্য এমন কিছু সাইট নিয়ে প্রুফ সহ আলোচনা করবো যেগুলোতে আপনার কোন প্রকার ব্যাংক , এস এস এন এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন দরকার হবে না।
 
অলরেডি যারা জয়েন হয়েছিলেন তাদের জানার কথা আর যারা এখনো জানেন না তারা ট্রিকবিডিতে চোখ রাখুন প্রতিদিন।

Verified Paypal

প্রথমত আপনাকে পেপাল খুলতে হলে যে সকল বিষয় গুলো সংগ্রহ করতে হবে চলুন একনজরে দেখে নেওয়া যাকঃ-
  1. USA Mobile Number
  2. SSN
  3. Gmail
  4. Internet Connection With Browser  
  5. Go2Bank

 

USA Mobile Number

 
আপনি চাইলে ওয়ান টাইম নাম্বার ভেরিফিকেশন করেও পেপাল একাউন্ট খুলতে পারবেন ২য় পর্বে এ নিয়ে আলোচনা করা হয়েছে।
তবে সমস্যা হবে টেম্পোরারি নাম্বার দিয়ে খুললে আপনি যখন নাম্বার ভেরিফিকেশন এর ফাদে পড়বেন তখন  সব শেষ।
এত কষ্ট না করে জাস্ট ৯০-২০০ টাকার মধ্যে একটি Google Voice নাম্বার ক্রয় করে নিবেন কারো কাছে থেকে।
এর সুবিধা হবে আপনি লাইফ টাইম একটি ইউএসএ নাম্বার চালাতে পারবেন এবং যে কোন সময় ২ স্টেপ ভুল বশত চালু হয়ে গেলেও ভেরিফাই করে লগিন করতে পারবেন।
 
আর যদি আপনি নিজেই বানাতে চান তবে নিচের লিংকে চলে যান এবং যে কোন ইউএসএ রিয়েল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন ব্যস আপনার লাইফ টাইম নাম্বার রেডি।
 
 
 

SSN

এটা কোথায় পাওয়া যাবে তা নিয়ে আমি বিস্তারিত ধারনা দিয়ে দিয়েছি ২য় পর্বে । আর এখানে কোন প্রকার ফেক এড্রেস দিয়ে কাজ হবে না সো যদি সম্ভব হয় ১০০-১৫০ টাকার মধ্যে একটি ফ্রেশ Social Security Number সহ তথ্য কিনে নিন।
 
আর আশা করি বাদ বাকী যা লাগবে তা আপনাদের কাছে আছে।
 
প্রথমে আপনি https://www.paypal.com/us  এই লিংকে প্রবেশ করুন।
 
 সাইন আপ বাটনে ক্লিক করুন।
এবার পার্সোনাল একাউন্ট নির্বাচন করে দিন
এবার আপনার গুগল ভয়েস নাম্বার টি বসান।
গুগল ভয়েসে প্রেরিত কোড টি দিয়ে ভেরিফাই করে ফেলুন
এবার জিমেইল , নাম এবং পাসওয়ার্ড বসিয়ে ফেলুন এবং নেক্সটে চলে যান।
আপনার এড্রেস টি বসিয়ে ফেলুন।
এবার লিংক কার্ড আসলে আপনার Go2Bank এর ডেবিট কার্ড টি যুক্ত করে দিবেন।
আর হ্যা অবশ্যই মেইল কনফার্ম করে নিবেন।
এবার হচ্ছে মূল কাজ আপনার পেপাল থেকে ওয়ালেট অপশনে চলে যান
লিংক ব্যাংক ফিচারে ক্লিক করুন।
এবার ম্যানুয়ালী বসাতে হবে কারন Go2Bank লিস্টে নেই। তাই আপনার ব্যাংক থেকে রাউটিং নাম্বার এবং একাউন্ট নাম্বার টি কপি করে এখানে বসাতে হবে।
আপনার ব্যাংকে লগিন করলে ASAP Direct Desposit মেনু তে ক্লিক করুন তাহলে আপনি রাউটিং নাম্বার এবং একাউন্ট নাম্বার পেয়ে যাবেন।
 
তাহলে ব্যাংকের তথ্য বসিয়ে দিয়ে Agree And Link বাটনে ক্লিক করে দিন।
এবার পেপাল আপনার ব্যাংকে ক্ষুদ্র দুইটি ডিপোজিট পাঠাবে ৩-৭ দিনের মধ্যে।
আপনার যদি ব্যাংকে পেপাল থেকে কোন প্রকার ডিপোজিট হয় তবে পেপালে লগিন করে ওয়ালেট অপশনে এসে কনফার্ম ব্যাংক করে দিবেন।
 
এবার আপনাকে বসাতে হবে পেপাল প্রথম কত পাঠিয়েছে এবং ২য় বারে কত পাঠিয়েছে।
উপরের ব্যাংকের চিত্রটি দেখুন।
আপনাকে সঠিকভাবে ডিপোজিট গুলো ঘরে বসিয়ে কনফার্ম করে দিতে হবে।
 
এবার আশা করি আপনার পেপাল ডিপোজিট প্রয়োজন হবে তাই আনলক পেপাল ক্যাশ প্লাস একাউন্ট টি ওপেন করে নিন ।
সব কিছু দেখা হয়ে গেলে Continue করে দিন। 
 
এবার আপনার SSN এর তথ্য এখানে দিন।
ব্যস হয়ে গেলো আপনার ক্যাশ প্লাস একাউন্ট।
আর যদি ব্যাংক ভেরিফাই করে ফেলেন তবে তো আপনি ফুল ভেরিফাই করতে সফল হয়ে গেছেন।
যদিও বাংলাদেশের আইপি দিয়ে কাজ করা যায় তবে সাজেশন করবো আমেরিকান রেসিডেন্সিয়াল পার্সোনাল আইপি ব্যবহার করার যদি একটানা অনেক দিন চালাতে চান।
 
কি ভাইজান সোজা না জিনিস টা তাহলে কেন ক্রয় করবেন ভেরিফাই করা পেপাল হাজার কিংবা তার বেশী দিয়ে নিজেই তৈরী করে ফেলুন নিজের একাউন্ট এবং ফুল ভেরিফাই করে নিন।
 
উপসংহারঃ
আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার সাথে কাজ করার আগ্রহ নিয়ে গিয়েছেন অনেকেই সফল হয়েছেন অনেকে হন নাই। 
তবে যারা চেষ্টা করে সফল হয়েছেন এবং ৫-২০ ডলার + আয় করতে সক্ষম হয়েছেন তাদের অনেকেই ডলার ট্রান্সফার করবেন কিভাবে তা জানতে চেয়েছিলেন কিন্তু আমি তখন কোন উত্তর দেই নাই।
 
কারন হলো আমি Wise/Remitly/Worldremitly ইত্যাদি সাইট ব্যবহার করে সরাসরি টাকা আনা যায় কিনা তা নিয়ে রিসার্চ করছিলাম কারন ধরে নিন আপনি কিছুটা হলেও আয় করেছেন। 
কিন্তু সেটা যদি কোন ভাবে ভুল পথে গিয়ে মার যায় সেক্ষেত্রে আমার দোষ হবে
 সো আমি উপরের ৩ টা দিয়ে চেষ্টা করলাম অলরেডি পেমেন্ট করার কয়েকঘন্টা পর একাউন্ট ব্লক করে দেয় এবং কিছুটা লস ও হয়েছে রিসার্চ করতে গিয়ে তারপরেও যদি ভালো কোন আইডিয়া দেওয়া যায় ( go2Bank Declined)।  তাই অপেক্ষা করিয়েছিলাম আজকে সব সমাধান লিখে দেওয়ার মত সময় হয়ে ঊঠে নাই তবে নিচের ভিডিও টি দেখলে শেষ পর্যন্ত সব ক্লিয়ার হয়ে যাবে।
পেপাল খোলা থেকে শুরু করে পেপাল দিয়ে টাকা ট্রান্সফার কিভাবে করবেন ভিডিও তে আলোচনা করেছি যারা ডলার গুলো ট্রান্সফার কিংবা সেল করতে পারছেন না তারা এই ভিডিওতে দেখানো  পদ্ধতি অবলম্বন করুন।

 

যারা এখনো কাজটি শিখার চেষ্টা করেন নাই তারা চাইলে আমাদে গ্রুপ থেকে ফ্রি আইপি দিয়ে কাজ টি শিখে নিতে পারেন।
যদি মনে হয় কাজটি আপনার জন্য পারফেক্ট তবেই করুন।
আর ব্যান নিয়ে অনেক সমস্যা রয়েছে সব থেকে বেটার সমাধান যেটা আছে সেটা হলো RDP দিয়ে কাজ করা আর তা অবশ্যই রেসিডেন্সিয়াল হতে হবে ডাটা সেন্টারের আইপি হলে চলবেনা।
যদি চান আমাদের গ্রুপে জয়েন হতে পারেন।
 

The post ভেরিফাইড পেপাল খুলবেন যেভাবে এবং Go2Bank থেকে টাকা ট্রান্সফার করার নিয়ম (পর্ব -৩ ) appeared first on Trickbd.com.

আপনার ফোনে বারবার অপ্রয়োজনীয় এসএমএস আশায় আপনি বিরক্ত? আজও বন্ধ করুন বিরক্তিকর প্রমোশনাল এসএমএস।

Posted:

এখন থেকে আপনি চাইলে আপনার ফোনে বিরক্তিকর এসএমএস আসা বন্ধ করেতে পারেন। অনেক সময় আমাদের ফোনে না চাইতেও অনেক এসএমএস আসে, যেগুলোতে আমরা অনেক বিরক্ত হই। এমনকি এমন সব এসএমএস আসে যেগুলো আমাদের প্রয়োজন নেই। বিশেষ করে এয়ারটেল এবং রবি, বাংলালিংক এ সমস্যাগুলো বেশি হয়। যদিও গ্রামীণফোন সিম গুলোতে প্রমোশনাল এসএমএস কমই পাওয়া আসে। তারপরও যদি আপনি আপনার ফোনে বেশি পরিমাণে প্রমোশনাল এসএমএস আশায় বিরক্ত হয়ে থাকেন তাহলে আপনি সেগুলো বন্ধ করতে পারেন খুব সহজেই নিচের কোডগুলো ডায়াল করে।

গ্রামিনফোন *১২১*১১০১#
বাংলালিংক *১২১*৮*৬#
এয়ারটেল এবং রবি *৭#

The post আপনার ফোনে বারবার অপ্রয়োজনীয় এসএমএস আশায় আপনি বিরক্ত? আজও বন্ধ করুন বিরক্তিকর প্রমোশনাল এসএমএস। appeared first on Trickbd.com.

Mortal Combat 2021 মুভি রিভিউ + লিংক

Posted:

Mortal Kombat 2021 Movie Spoiler Review:

.

Honestly মুভিটা Enjoyable ছিল। অনেক Fun ছিল, Blood, Violence আর Fatality ছিল।

এই মুভির বেস্ট পার্টগুলা ছিল এশিয়ান চাইনীজ-জাপানীজ কাস্টিং, Flawless Victory, ভায়োলেন্ট অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর, Sub-Zero, Kano, Kung Lao, Scorpion, Liu Kang আর Raiden।

 

শুরুটা কিন্তু ভালোই ইমোশনাল জার্নি দিয়ে শুরু হয়েছিল, মানে Scorpion আর Sub-Zero এর যে মধ্যকার শত্রুতাটা।

ডিরেক্টর আসলে Mortal Kombat গেইমের মর্মটা বুঝার কিছুটা চেষ্টা করছে যেখানে ব্লাড, ব্রুটাল, ভায়োলেন্স থাকতেই হবে।

সেটাই লাইভ অ্যাকশনে আনার যথেষ্ট চেষ্টা করছে, and Thats Ok for Me। আর Easily আমার Favourite Fatality ছিল ওই Kung Lao তার মাথার ধারালো টুপি দিয়ে Nitara কে দুই টুকরা করে দেওয়ার সিনটা, সেটাই বেস্ট সুপার মুভ ছিল।

 

যেন ভিডিও গেইম থেকেই তুলে আনছে মনে হবে। আর Joe Taslim এর Sub-Zero নিয়ে আর কি বলবো, পুরা Bloody Scary Acting, Such a Perfect Sub-Zero🔥

এটা তো এখন Clear যে, Video Game এর মতই হুবহু মুভিতে ঠিক Scorpion এখানে Bi-Han/Sub-Zero কে মার্ডার করছে। এটার থেকে বুঝা গেছে পরের পার্টে এই Bi-Han কে Noob Saibot হয়ে ফিরে আসতে দেখা যাবে।

ওয়ার্নার ব্রাদার্স অলরেডী ঘোষণা দিছে তারা আরো চারটা Mortal Kombat মুভি আনতে চলেছে। তাই এখন তো সবে মাত্র শুরু, তাই কোনমতে Ok, আর শেষের দিকে পোস্টারে Mortal Kombat এর ফ্যান ফেভারিট মেজর কেরেক্টার “Johnny Cage” এর হিন্ট দিছে। তাহলে হয়তো পরের পার্টেই Johnny Cage কে বেশী ফোকাস করা হবে।

আর মুভিতে Kano চরিত্রটাই বেশী বিনোদন দিছে। মেইন ভিলেন বলতে গেলে Shung Tsung আর Sub-Zero রাই ছিল। অন্তত লাইভ অ্যাকশনে আবারো Shung Tsung এর গেইমের মতো “Your Soul is Mine” আইকনিক সিনটা দেখতে পেলাম।

 

Kung Lao কে বেশী ইন্টারেস্টিং লাগছে কারণ তার Hat টা খুবই Coolest একটা উইপন। আর Raiden এর Thunder Blast এর সাউন্ড এফেক্টটা বেস্ট ছিল। এখানে Kabal নামের একটা Speedster আছে এইটাও ভালো Funny ডায়লগ দিছে।

 

তারপর Jax এর অরিজিনটা দেখে ভালো লাগছে সে দুইটা বায়োনিক হাত যেভাবে পাইলো আরকি। Sonya Blade এর নায়িকাটা too Hot💕😁। এছাড়া চারহাত ওয়ালা Goro এর সিনগুলা যথেষ্ট উপভোগ্য ছিল। Liu Kang এর Actor টাও দারুণ ছিল, তার আইকনিক দুই পায়ের Flying Kick টা দেখা গেছে🔥.

.

যাইহোক, এখন মুভির নেগেটিভ দিক হলো WB বেশী কিপটামী তাড়াহুড়া করে মুভিরে কাটছাট করি ছোট বানায় ফেলছে। মেজাজটাই খারাপ হয়ে গেলো, WB পাইছেটা কি?

এত লোভী কেন তারা? ভাবছে হয়তো সস্তা মুভি বানিয়ে বিলিয়ন ডলার কামাই করি ফেলবে, ফকিরা স্টুডিও কোথাকার। মুভির রানটাইম কমপক্ষে আড়াই ঘন্টা বা তিনঘন্টা হওয়া উচিত ছিল, বাজেট ১০০ মিলিয়নের উপরে হওয়া উচিত ছিল, তাইলে আরো একশন সিন দেখতে পারতাম।

আর VFX CGI নিয়ে আমার তেমন অভিযোগ নাই সবই ঠিক ছিল। তবে স্টোরি আরো Strong সিরিয়াস হওয়া উচিত ছিল। অবশ্য ৯৫ মিলিয়ন বাজেট দিয়ে যা দেখাইছে এটাই আপাতত সন্তুষ্ট। মুভিটার সবচেয়ে ভালো দিক একটাই ছিল সেটা হলো R-Rated Brutal Violence আর Flawless Victory, এটা আমি সত্যিই চাইছিলাম কিন্তু সেটাই পাইছি।

 

Overall, এটা Must Watch Movie, Enjoyable, Fun to Watch those Action Sequence। তাই এইসব মিলিয়ে আমি পার্সোনাল রেটিং ৭.৫/১০ দিবো। পারলে আরো বাড়াইতাম যদি তিনঘন্টার হইতো.

.

এর পরের সিকুয়্যালে Johnny Cage আর Noob Saibot থাকবে কনফার্ম। Bi-Han/Sub-Zero মারা যাওয়ার পরেই তার ছোট ভাই Coie Liang তখন 2nd Sub-Zero হয়ে যায়। তাই এই Coie Liang/Sub-Zero কে আনবে শিউর, গেইমের মতোই।

 

তো আশা করতেছি বড় মাপের ভিলেন হিসেবে Shao Khan আর Baraka কেও দেখতে পাবো। সাথে অবশ্যই স্টোরি রাইটিং Improve করা দরকার.

ডাউনলোড করতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।

Click Here

The post Mortal Combat 2021 মুভি রিভিউ + লিংক appeared first on Trickbd.com.

ফাস্ট চার্জিং টেকনোলজি কি…..? কিভাবে পেলাম এই ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার….?

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

ফাস্ট চার্জিং টেকনোলজি কি…..?

ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পর্কে বলার আগে কিছু কথা বলে নেই। ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পর্কে ইউটিউবে সার্চ করলে বা গুগলে সার্চ করলে আপনি অনেক আর্টিকেল পেয়ে যাবেন। তাই সেই আর্টকেলের সাথে আমার আর্টিকেল মিলাবেন না কারণ এই আর্টিকেল আমি আমার নিজের ভাষায় লিখেছি।

আপনি হয়তো ভাবছেন আমি সবার প্রথমেই কেন এসব কথা বলছি কারণ হলো এই সাইটে কিছু রাইটার আছে যারা নিজে তো আর্টিকেল লেখেনা কিন্তু অন্যের আর্টিকেলে ভুল ধরতে সবসময় প্রস্তুত থাকে। অন্য লেখকে হেনস্তা করতে সবসময় পিছনে লেগে থাকে। আশা করি সকলে আমার কথা গুলো বুঝতে পেরেছেন।

বর্তমানে আমরা যে মোবাইল ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার ব্যবহার করি এটা কিন্তু এমনি এমনি আমাদের কাছে আসেনি। এটা বাজারে আনতে কোম্পানিকে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছেন।ফাস্ট চার্জিং এখন এন্ড্রোয়েড ব্যবহারকারীদের জন্য একটি আশীর্বাদ হয়ে এসেছে মনে করা হয়।কারণ বর্তমানে মানুষ মনে করে মোবাইল চার্জ দেওয়া একটি ঝামেলা যুক্ত কাজ কারণ এতে অনেক সময় লাগে।

কিন্তু ফাস্ট চার্জিং টেকনোলজি কারণে আমরা এখন ঝামেলা মুক্ত এখন আর আগের মতো করে ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইল চার্জ দিতে হয়না। এইতো কিছু দিন আগেও মানুষ মোবাইল চার্জ করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতো কখন মোবাইল চার্জ হবে। সেই সময়ে সকলে তো ফোন চার্জ করতো কিন্তু তেমন একটা ব্যাক-আপ পাওয়া যেত না । কিন্তু বর্তমানে ফাস্ট চার্জিং টেকনোলজি কারণে মোবাইল চার্জ দেওয়া যেন পানির মতো সহজ হয়ে গেছে।

আমরা কিভাবে পেলাম এই ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার….?

পৃথিবীর আনাচে কানাচে ফাস্ট চার্জিং টেকনোলজির সম্পন্ন চার্জারগুলো বিভিন্ন নামে এখন সুপরিচিত। বর্তমানে ফাস্ট চার্জিং টেকনোলজির সম্পন্ন চার্জার কোম্পানির কাছে বেশ কিছু নাম ধারণ করে আছে। তবে যে যাই নাম দেওয়া হোকনা কেন সবটাতেই আসল বিষয় হলো ফাস্ট চার্জিং টেকনোলজি এছাড়া আর কিছুনা।

কোয়ালকম সর্বপ্রথম বাজারে ফাস্ট চার্জিং ব্যাটারি চার্জার নিয়ে আসে।এই প্রজেক্টে বাজারে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার ২০১৩ সালে প্রথমবার নিয়ে আসে। এর আগে যে চার্জার গুলো ছিল সেগুলো তেমন একটা ভালো ছিলনা সেগুলো ৫ ওয়াট বা ৩ ওয়াটের ছিল। আর কোয়ালকম যেহেতু প্রথম বারের মতো ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পর্কে চার্জার বাজারে নিয়ে আসে তখন সেটা বেশ আলোড়ন সৃষ্টি করে।

এই ভালো জিনিসের কদর তখন মানুষ খুব কম করেছিল কারণ ঐ সময় ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পর্কে একটি গুজব রটেছিল গুজবটি এই রকম ছিল যে ফাস্ট চার্জিং টেকনোলজির চার্জার দিয়ে মোবাইল ফোন চার্জ দিলে মোবাইল ফোন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই গুজব ছড়ানোর পর কোয়ালকম আস্তে আস্তে বাজার ছাড়তে শুরু করে। কিন্তু এই গুজব বাজারে বেশি দিন থাকতে পারেনি একপর্যায়ে আস্তে আস্তে তারা আবার নিজেদেরকে মার্কেটে ফিরিয়ে আনেন।

কোয়ালকমের তৈরি এই ফাস্ট চার্জিং টেকনোলজির চার্জারের ওয়াট যত বেশি হয় সে ততো দ্রুত চার্জ করতে সক্ষম হয়।তবে বেশির ভাগ ব্যাটারি ক্যাপাসিটর এর উপর নির্ভর করে। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা যদি ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার দিয়ে কোন সাধারণ ফোন চার্জে দেই তাহলে সেই ক্ষেত্রে সেটি কতটুকু কার্যকর হবে….?

আসলে যেসব ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজিকে সাপোর্ট করে না সেইসব ফোনে এই ফাস্ট চার্জিং টেকনোলজি ভালো কাজ করবেনা। শুধুমাত্র সেই সকল ফোনে ফাস্ট চার্জিং চার্জার ব্যবহার করুন যেসকল ফোন ফাস্ট চার্জিং টেকনোলজি কে সমর্থন করে।বর্তমানে মিড রেঞ্জের অধিকাংশ ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার সাপোর্টেড ।

এখন কথা আসতে পারে এর ফলে কি কোন ফোনের ক্ষতি হতে পারে…?

সাধারনভাবে ফোনের ক্ষতি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই ।কারণ ফোনের ভেতরে এক ধরনের টেকনোলজি থাকে যেটি নির্দিষ্ট পরিমাণের চার্জ গ্রহণ করতে সক্ষম। এর বেশি চার্জকে সে খুব সহজে পাওয়ার আপ করে দিতে পারে । এখন যে কোন ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার ব্যবহার করাটা রিকমেন্ডেড না।বর্তমানে নির্দিষ্ট ফোনের ক্ষেত্রে সেই ব্র্যান্ডের নির্দিষ্ট চার্জার ব্যবহার করাটাই সবচেয়ে বেশি শ্রেয়।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post ফাস্ট চার্জিং টেকনোলজি কি…..? কিভাবে পেলাম এই ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন চার্জার….? appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments