Search box..

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, সুপার এমোলেড ডিসপ্লের সাথে দেশের বাজারে আসলে Realme 8 pro

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, সুপার এমোলেড ডিসপ্লের সাথে দেশের বাজারে আসলে Realme 8 pro


১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, সুপার এমোলেড ডিসপ্লের সাথে দেশের বাজারে আসলে Realme 8 pro

Posted:

দেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হল Realme 8 pro, গত ৩ এপ্রিল realme অফিশিয়াল ফেইসবুক পেইজে  লাইভে lunch হয়।
মূলত এ ডিভাইসটি রিয়েল 7 pro এর আপডেট ভার্সন। ক্যামেরা ডিপার্টমেন্টে থাকছে অনেকটাই পরিবর্তন।
দেশের বাজারে বাজেট ফোন এবং মিড বাজেট ফোনে রিয়েলমি এবং সাউমি  বেশ কয়েকটি ফোন লঞ্চ করেছে,  তার মধ্যে  Realme 8, Realme 8 Pro,  Redmi note 10, Redmi note 10 pro অন্যতম।।
ফোনটি দেখতে বেশ সুন্দর এবং হাতে নিলে অনেক প্রিমিয়াম ফিল দেয়।
থাকছে  ডুয়েল স্পিকার যার সাউন্ড কোয়ালিটি অনেক ভাল। সাধারনত ডুয়েল স্পিকার ফোন গুলো দিয়ে যেকোনো মিডিয়া কনজামশনে   অনেক মজা পাওয়া যায়, আর  থাকছে রাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটি বেশ একুরেটলি কাজ করছিল।
ডিভাইসটির ওজন 176 গ্রাম  যার ফলে হাতে নেওয়ায় অনেক Comfort ফিল হয়।

এই ফোনেও একটি 6.4 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1,080×2,400 পিক্সেলস, স্ক্রিন টু বডি রেশিও 90.8 শতাংশ, ব্রাইটনেস 1,000 nits এবং টাচ স্যাম্পলিং রেট 180Hz। অপারেটিং সিস্টেমের দিক থেকে ফোনটি Android 11 বেসড Realme UI 2.0 দ্বারা চালিত। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি Qualcomm Snapdragon 720G প্রসেসর দেওয়া হয়েছে, যা আবার পেয়ার করা রয়েছে Adreno 618 GPU-র সঙ্গে। 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ স্পেস থাকছে ফোনটির। এছাড়াও ফোনে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা।

ক্যামেরা ডিপার্টমেন্টে ফোনটি অতুলনীয়। কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই Realme 8 Pro-র প্রাইমারি সেন্সর 108MP-র। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2MP ম্যাক্রো শ্যুটার এবং আর একটি 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনের সামনে একটি 16MP Sony IMX471 সেন্সর রয়েছে।
এই 108 মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা দিয়ে বেশ ভালো ভালো ছবি তুলতে পারবেন এবং আপনি যদি টুকটাক ভিডিওগ্রাফি ও করেন সেটাও করতে পারবেন এই ফোন দিয়ে এবং  এই ক্যামেরাটি বেশ ভালো পরিমাণে ডিটেইলস ধরে রাখতে পারে এবং ডায়নামিক অনেক ভালো। অনেকদিন পর রিয়েলমির কোন ফোনে আমরা বেশ ভালো একটি ক্যামেরা দেখতে পারলাম।

এই ফোনের জন্য Realme একটি 4,500mAh ব্যাটারি দিয়েছে, যা 50W SuperDart চার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi, 4G, Bluetooth v5.0, GPS, 3.5mm হেডফোন জ্যাক, এবং একটি USB Type-C পোর্ট ইত্যাদির সব অপশনই রয়েছে।

ডিভাইসটি দুটি ভেরিয়েন্ট পাওয়া যায় 6/128gb এবং 8/128gb কিন্তু অফিশিয়ালি বাংলাদেশ 8/128gb লঞ্চ হয়েছে এবং এর দাম ধরা হয়েছে 27990 টাকা। এই প্রাইসে আমার কাছে ডিভাইসটিকে মোটামুটি ভালই মনে হয়েছে।
তবে  আমি দেখলাম দারাজে বৈশাখ উপলক্ষে অফার চলছে,  আপনারা দারাজ থেকে নিলে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন,  মানে এটি ২৫ হাজার টাকা দিয়ে নিতে পারবেন। আর বিকাশ দিয়ে যদি প্রেমেন্ট করেন তাহলে আরো কিছু ডিসকাউন্ট পাবেন। মোটামুটি হিসাব করে দেখলমা ২৫ হাজার টাকার নিচে  দারাজ থেকে নিতে পারবেন। আমি নিচে দারাজ  এর লিংক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে আসতে পারেন।
Realme 8 pro in Daraz

আমার কাছে মনে হয় সবকিছু বিবেচনায় যদি 25 হাজার টাকা দিয়ে এই ডিভাইসটি আপনি নিয়ে নেন, তাহলে বেশ ভালো একটি ডিল হবে আপনার জন্য, কারন ২৫ হাজার এর কম প্রাইসে এটাকে value for money বলা যেতে পারে, আপনারা চাইলে আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির জন্য ডিভাইসটিকে চুজ করতে পারেন।  ভালো থাকবেন সবাই

The post ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, সুপার এমোলেড ডিসপ্লের সাথে দেশের বাজারে আসলে Realme 8 pro appeared first on Trickbd.com.

একই Device এ যেভাবে 2nd Line Premium Subscription Purchase করবেন

Posted:

Howdy Everyone,
কিছুদিন আগে 2nd Line Purchase নিয়ে Tutorial দিয়েছিলাম। কিন্তু 1টা Device এটা একবার নেয়া Possible, 2য় বার নতুন Gmail দিয়ে Subscription নিলেও Trial দিবে না, Try করে দেখুন। এর জন্য একটি Method Share করলাম, যেভাবে একই Device এ বারবার 2nd Line Subscription নিতে পারবেন [Credit-NKR]

 

🍁 Instruction 🍁

1. প্রথমে একটি Fresh USA Verified Gmail (With Credit card Added) Create করুন, যেখানে 2nd Line premium Subscription নেয়া হয়নি। [Usa Verified Process] [Credit Card Add Process]

2.এখন Play Store থেকে MultiAccount Appটি Install করে নিন

 

3. Appটি Open করে Play Store Add করে নিন

 

4.এবার Play Store এ Click করে ঐ USA Verified Gmailটি Log In করে নিন

 

5. তারপর Multi Account App থেকে বের হয়ে Main PlayStore থেকে 2nd Line Appটি install করে নিন

 

6. multiaccount Tabটি Close করে re-Open করুন এবং (+) Symbol এ Click করে 2nd Line appটি Add করে নিন

 

7. এখন MultiAccount এ 2nd Line appটি Open করুন

8. এখন Same To Same বিগত Post এ যা করেছিলাম, তা repeat করুন [বিগত Post Link:- Click To Visit]

 

👉 Tutorial:-

 

2nd Line App যেহেতু Bangladesh Supported না, তাই এটির Trial Purchase এর সময়VPN Connect করতে হবে(Any Free VPN Ex:-Tomato VPN)। Trial Purchase শেষে VPN Disconnect করে 2nd Line চালাতে পারবেন

 

⏹ Install:-
2nd Line App- PlayStore (Use VPN)
Multiple Account App- Playstore

 

Bye⚡
Contact Me On-
Telegram [Discussion Group] [Telekit]

The post একই Device এ যেভাবে 2nd Line Premium Subscription Purchase করবেন appeared first on Trickbd.com.

এই গরমে ঘামাচির হাত থেকে রক্ষা পাওয়ার উপায়,জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো কিভাবে এই গরমে ঘামাচি থেকে রক্ষা পাবেন। এই গরমে আমাদের মধ্য অনেকের ঘামাচি দেখা যায়। এই ঘামাচির কারনে অনেক চুলকানি হয়। তবে কিছু সতর্কতা অবলম্বন করে চললে এই ঘামাচির হাত থেকে মুক্তি থাকা যাবে। আজ এমন কিছু উপায় আপনাদের মাঝে শেয়ার করব। গরমে অনেক ঘাম হয়৷ স্বাভাবিক ঘাম হওয়া অনেক ভাল। কারন ঘাম শরীর এর অপ্রয়োজনীয় দুষিত পদার্থ বের করে দেয়। অতিরিক্ত ঘাম হওয়ার কারনে অনেকের এই ঘামাচি হয়ে থাকে। ঘামাচি অনেক চুলকায়, চুলকানির ফলে অনেক অসস্তি লাগে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিভাবে এই ঘামাচির হাত থেকে রক্ষা পাবেন, এমন কিছু টিপসঃ

১) প্রচুর পরিমান ফল ও শাক সবজি খাবেন।

২) প্রচুর পরিমান পানি পান করুন। আমাদের শরীরের ৭০ ভাগ ই রয়েছে পানি। পানি আমাদের শরীরের জন্য অত্যান্ত উপকারী। সেই সাথে পানি পান করলে শরীর এর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে ঘাম বেরিয়ে যায়,এবং ঘামাচি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।

৩) ট্যালকম পাউডার ব্যাবহার না করাই অনেক ভাল। কারন এই ট্যালকম পাউডার ব্যাবহার করলে শরীরের লোমকুপ বন্ধ হয়ে যেতে পারে। এবং আরো বেশি ঘামাচি হতে পারে৷ তাই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলতে হবে।

৪) টাইট জামা পড়া থেকে বিরত থাকুন।ও বেশি গাঢ রঙের পোষাক পড়া থেকে বিরত থাকুন। এ ধরনের সাবধানতা অবলম্বন করে চলতে হবে আমাদের। বিশেষ করে গরম কালে এই ধরনের সাবধানতা বেশি অবলম্বন করে চলতে হবে।তবে ঘামাচি থেকে মুক্তি থাকা যাবে।

৫) গোসল করার সময় পানিতে নিমপাতা,ও লেবুর রস ব্যাবহার করতে পারেন।এতে ত্বক ফ্রেশ থাকবে, জীবাণু থাকবে না । এবং ঘামাচি ও হবে না।

৬)গরমকালে সম্ভব হলে দিনে দুই বার গোসল করতে পারেন।এবং গোসল করার সময় ক্ষারযুক্ত সাবান ব্যাবহার করবেন। একটা সতর্কতা হলো ঘামাচি থাকলে বেশি ঘষবেন না।

৭) গরমকালে ঘাম হওয়াটাই স্বাভাবিক। তাই ঘাম হলে পরিষ্কার গামছা বা তোয়ালে দিয়ে মুছে ফেলবেন।সাবধান! বেশি ঘষাঘষি করবেন না।

৮) রোদের ভিতর কাজ করলে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। একটু পর পর রোদ যেখানে নেই সেখানে গিয়ে,আবার এসে কাজ করতে হবে। দীর্ঘক্ষন রোদের ভিতর থাকা উচিৎ না।

৯) পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জীবণুর কারনে ঘামাচি হয়ে থাকে। তাই ঘামাচি থেকে মুক্তি পেতে পরিষ্কার থাকতে হবে।

১০) ঘামাচি হলে বেশি চুলকাবেন না।যত সম্ভব কম চুলকানো চেস্টা করুন। এবং যদি বেশি সমস্যা হয় তবে, ডাক্তার এর সাথে পরামর্শ করতে পারেন।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post এই গরমে ঘামাচির হাত থেকে রক্ষা পাওয়ার উপায়,জেনে নিন। appeared first on Trickbd.com.

৩য় সপ্তাহের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও৯ম শ্রেনীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.!

Posted:

আবার নতুন করে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে গতবছরের মত এ বছরও মূল্যায়ন করা হবে।

আছকে ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও৯ম শ্রেনীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

৬ষ্ঠ কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট

৬ষ্ঠ শ্রেনীর কৃষি

 

৭ম কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট

৭ম শ্রেণীর কৃষি

 

৮ম কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট

৮ম শ্রেণীর কৃষি

 

 

৯ম কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট

৯ম শ্রেনীর কৃষি

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post ৩য় সপ্তাহের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও৯ম শ্রেনীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.! appeared first on Trickbd.com.

রেডমি নোট ১০ – বর্তমানে ১৮ হাজার টাকায় সবচেয়ে সেরা ডিল।

Posted:

চমৎকার ডিজাইন এর আকর্ষণীয় কিছু ফিচার নিয়ে সম্প্রতি বাংলাদেশ লঞ্চ হয়েছে রেডমি নোট ১০, ১৮হাজার টাকা বাজেটে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ডিল বলে ধরা হচ্ছে রেডমি নোট ১০ কে।

রেডমি নোট সিরিজ সবসময়ই বেটার কিছু অফার করে কাস্টমারদের কে।

রেডমি নোট টেন অনেক লাইটওয়েট, যার ফলে হাতে নিয়ে অনেক কমফোর্ট ফিল হয় এবং এর সাইজটাও স্বাভাবিক।

ডিভাইসটিকে সামনে প্রোডাকশন করছে গরিলা গ্লাস, তবে কোন ভার্সনের সেটা জানা যায়নি এবং সাইট প্রেম এবং ফুল বডি প্লাস্টিকের প্লাস্টিকের হলেও এটি অনেক গ্লোসি ফিনিশ, যার ফলে প্রিমিয়াম একটা লুক দিচ্ছিল। বাজেট হিসেবে এটিকে আমি ভালোই বলব।
ডিভাইসটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর ডিসপ্লে। ডিসপ্লে সাইজ 4.3 ইঞ্চ এর সুপার অ্যামোলেড ডিসপ্লে তারপরে আবার ফুল এইচডি। এটা যেন মেঘ না চাইতেই বৃষ্টি।

বাজেট ফোনের অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার ট্রেন্ড মনে হয় এ ফোন থেকেই শুরু হবে, ডিসপ্লেটির আউটডোরে এবং ইনডোরে সব জায়গায় দেখতে কোন প্রবলেম হবে না এবং সাহেব নেগেটিভিটি ও নেই।
তাই ডিসপ্লে নিয়ে এখানে নো কমপ্লেইন।

অপারেটিং সিস্টেমের দিক থেকে ফোনটি Android 11 বেসড Mi UI 12.0 দ্বারা চালিত। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি Qualcomm Snapdragon 678G (11nm) প্রসেসর দেওয়া হয়েছে, যা আবার পেয়ার করা রয়েছে Adreno 612 GPU-র সঙ্গে। 6GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ স্পেস থাকছে ফোনটির। এছাড়াও ফোনে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা।

এই ফোনের জন্য Mi একটি 5000mAh ব্যাটারি দিয়েছে, যা 33W চার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi, 4G, Bluetooth v5.0, GPS, 3.5mm হেডফোন জ্যাক, এবং একটি USB Type-C পোর্ট ইত্যাদির সব অপশনই রয়েছে।

রয়েছে রাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা মোটামুটি ফাস্ট এবং একুরেটলি কাজ করছিল।
ক্যামেরা ডিপার্টমেন্টে ফোনটি বেশ ভালই। রিয়ার ক্যামেরা সেটআপের এই Note 10 এ প্রাইমারি সেন্সর 48MP-র। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2MP ম্যাক্রো শ্যুটার এবং আর একটি 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনের সামনে একটি 13MP সেন্সর রয়েছে।
48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাটি সনির সেন্সর, তার মানে বুঝতেই পারছেন বেশ ভালো একটি ক্যামেরা হতে চলেছে। প্রাইমেরি ক্যামেরা দিয়ে বেশ ভালো ভালো ছবি পারবেন। ডায়নামিক রেঞ্জ, ডিটেইলস বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিলো।

অভারঅল বলতে গেলে ডিভাইসটি এই প্রাইস বিবেচনায় বাংলাদেশের সেরা একটি ডিল বলা যেতে পারে। কারণ এই ডিভাইসে মোটামুটি সবকিছুই আপনি পাবেন আপনার পছন্দমত। সব শেষে আমরা বলতে পারি, যাদের বাজেট 18 হাজার টাকার আশেপাশে তারা চোখ বন্ধ করে এই মোবাইলটি নিতে পারেন।

The post রেডমি নোট ১০ – বর্তমানে ১৮ হাজার টাকায় সবচেয়ে সেরা ডিল। appeared first on Trickbd.com.

সার্ভে কাজ কি ? সুবিধা ও অসুবিধা এবং নিয়ম সাথে মাসে আয় করুন 8K থেকে 24K BDT

Posted:

সার্ভে কাজ কি ? বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি অনলাইন ভিত্তিক আয়ের উৎস হলো এই সার্ভে কাজ। 

সার্ভে কাজ কি

 
সার্ভে কাজ কিঃ আশা করি আপনি দোকান কিংবা শপিংমল অথবা অনলাইন সাইট থেকে প্রোডাক্ট কিনেছেন। অথবা প্রতিমাসেই কিনে যাচ্ছেন।  এখন আপনাকে যদি আপনার বলা হয় যে তাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু প্রশ্ন করবে আপনাকে তার উত্তর দিতে হবে।
আপনি হয়তো বলবেন যে আপনার সময় নেই আপনি অনেক ব্যস্ত কিংবা অন্য কিছু হয়তো কেউ রাজী হয়েও যেতে পারেন।
কিন্তু আপনাকে যদি বলা হয় যে তারা আপনাকে তাদের প্রডাক্ট সম্পর্কে কিছু প্রশ্ন করবে আর আপনি যদি তার উত্তর দেন তবে আপনাকে তারা তার জন্য অর্থ প্রদান করবে। তাহলে আমি শিউর বেশীরভাগ মানুষ এই জরিপে অংশগ্রহন করবে।

 

ঠিক তেমনি ভাবে আপনাকে এরকম আরো অনেক ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে চলুন আমি আরো কিছু উদাহরন আপনাদের দেই।
ব্যাংকে একাউন্ট নিয়ে প্রশ্ন করতে পারে যেমন আপনি মাসে কত টাকা খরচ করেন কত টাকা ইনভেস্ট করেন কিংবা আপনি কি কি সার্ভিস গ্রহন করে থাকেন – যেমন ধরুন হতে পারে সেটা নেটফ্লিক্স প্রিমিয়াম মেম্বারশীপ কিংবা অ্যামাজন অথবা অন্য কিছু। হতে পারে সেটা আপনি কি মোবাইল অপারেটর ব্যবহার করেন কিংবা কত টাকা মাসে বিল দেন এই ধরনের।
অথবা আপনাকে সার্ভে কাজ টিতে আরো প্রশ্ন করা হতে পারে যে আপনি বছরে কতবার ভ্রমন করেন। ভ্রমন ,হোটেল, গাড়ি ব্যবহার পর্যন্ত সব ধরনের প্রশ্নই থাকতে পারে। এছাড়াও কোন বিমানবন্দর ব্যবহার করেন কিংবা আর কি কি সার্ভিস গ্রহন করে থাকেন এই সব বিষয় গুলো এর ভিতর অন্তর্ভুক্ত।
 
অথবা জিজ্ঞাসা করবে রাজনীতি, ইনভেস্ট, খেলাধুলা, সেলিব্রেটি, চিকিৎসা, আর্ট, ভিডিও, গেমস কিংবা আপনি দৈনান্দিক জীবনে যা করেন তা নিয়েই মূলত প্রশ্ন করা হয়ে থাকে। আর এই সকল প্রশ্নের উওর দেওয়ার জন্য তারা মোটা অংকের অর্থ প্রদান করে থাকে।
 

 

প্রতিটি সার্ভে ১ মিনিট থেকে শুরু করে ৬০+ মিনিট পর্যন্ত হয়ে থাকে যত বড় সার্ভে তত বেশী পয়েন্ট বা অর্থ আপনাকে প্রদান করা হবে।
আপনি একটি সার্ভে পূরন করার মাধ্যমে পেতে পারেন সর্বোচ্চ ৭ ডলার কিংবা আরো বেশী তবে সর্বনিম্ন পয়েন্ট এর সার্ভেও রয়েছে সব সময় যে বেশী পয়েন্ট এর সার্ভে আসবে তা কিন্তু ঠিক নয়। 

 

 
এই সার্ভে কাজ করে যে কেউ ৩-৪ ঘন্টার মধ্যে ৫ ডলার নিমিষেই আয় করতে সক্ষম হবে। আর যদি আপনার ইংরেজি সম্পর্কে ভালো ধারনা থাকে তবে ১০০-৩০০+ ডলার আয় করা আপনার জন্য কোন সমস্যাই মনে হবেনা মাসে।
 
কি আপনিও ভাবছেন নাকি কাজ করার কথা তবে বলে নেই বাংলাদেশ এ এরকম কোন ভালো প্লাটফর্ম নাই আর যেগুলো আছে সেগুলো থেকে আপনার ৫ ডলার আয় করতে গিয়ে উলটা ১০ ডলার খরচ হয়ে যাবে।

 

 সার্ভে কাজ  কিভাবে করবেন?

যদিও বলেছি সার্ভে বাংলাদেশের জন্য প্রযোজ্য না তাই বলে কিন্তু এটা ভাববেন না যে  বাংলাদেশ থেকে  কাজ করা সম্ভব না। অবশ্যই সম্ভব কিন্তু এর জন্য আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে এবং কিছু খরচের ব্যাপার ও রয়েছে।
তবে আমি বলবো যা খরচ হবে তা আপনি ৫-৭ দিনের মধ্যে উঠিয়ে ফেলতে পারবেন এবং বাকী ২৩ দিন যা আয় করবেন তা সম্পূর্ণ খরচ উঠার পর প্রফিট হিসাবে থাকবে আপনার কাছে।
 

 

সার্ভে কাজ করার জন্য যা প্রয়োজনঃ

  1.  রেসিডেন্সিয়াল আইপি কিংবা ভিপিএস – সর্বনিম্ন খরচ ১০০০ টাকা থেকে শুরু করে ৩০০০+ টাকা
  2. মোবাইল কিংবা পিসি – আশা করি এটা সবার কাছেই আছে যে কোন একটি কিংবা দুটোই
  3. একটি ভেরিফাই করা আমেরিকার ব্যাংক একাউন্ট এবং ডেবিট কার্ড 
  4. ইউএসএ নাম্বার ভেরিফিকেশন ওয়ান টাইম নন ভিওআইপি
  5. ইংরেজীতে দক্ষ হলে তো কথাই নাই। 
মোটামুটি এ কয়টি জিনিস যদি আপনি ব্যবস্থা করতে পারেন তবে আপনি সার্ভে কাজে অংশগ্রহন করতে পারবেন।
 
 

সার্ভে কাজের সুবিধাঃ

সুবিধা না থাকলে কি কেউ কাজ করে নাকি? এখানে সুবিধা হলো আপনি কিছু প্রশ্নের উত্তর প্রদান করার জন্য পাবেন ডলার। সার্ভে কাজ করার জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে এবং সাইট অনুসারে তাদের পলিসি ভিন্ন।
মোট কথা আপনি ঘরে বসে সহজেই আয় করতে পারবেন এবং ১০০% ট্রাস্টেড।
আপনি গিফট কার্ড, পেপাল, ব্যাংক ট্রান্সফার , ভার্চুয়াল ভিসা কার্ড ইত্যাদি সিস্টেমে আপনার পেমেন্ট কালেক্ট করতে পারবেন।
এবং আপনি চাইলে আপনার রি-ওয়ার্ড সেল করে কিংবা সরাসরি ডলার কে টাকায় ও কনভার্ট করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। 
 
 

সার্ভে কাজের অসুবিধাঃ

সব কিছুতেই সুবিধা এবং অসুবিধা বিরাজমান। সার্ভে কাজেও রয়েছে নানান অসুবিধা তবুও কিন্তু থেমে থাকছেনা কেউ।
তবে চলুন জেনে নেই কিছু অসুবিধা গুলোঃ-
 
প্রথমত আপনাকে একটি ইউএসএ ভেরিফাইড ব্যাংক কিংবা পেপাল একাউন্ট যোগাড় করতে হবে।
আপনাকে ওয়ান টাইম ভেরিফিকেশন প্রসেস এর মাধ্যমে আইডি ভেরিফাই করতে হবে।
অতিরিক্ত ভুল উত্তরের জন্য আপনার একাউন্ট টি ব্যান হতে পারে।
আপনাকে রাত ১২ টা থেকে সকাল ৮ পর্যন্ত এই টাইমে কাজ করতে হবে। যদি দিনের বেলায় সার্ভে পূরন করেন তবে আইডির সমস্যা হতে পারে।
যদি কোন কারনে আইডি নষ্ট হয়ে যায় কিংবা ব্যান হয়ে যায় তবে আপনাকে ব্যাংক এবং পেপাল দুটোই পরিবর্তন করতে হবে।
আপনাকে সব সমইয় চেক করতে হবে আপনার আইপি এবং ডিএনএস ১০০% ইউএসএ এর লোকেশন হয়েছে কিনা।
জাস্ট এসব জিনিস গুলো যদি এড়িয়ে চলা যায় তবে আপনি নিশ্চিন্তে কাজ করে যেতে পারবেন।
আর হ্যা আইপি কিনে কাজ করাটাও আসলে অসুবিধা কিন্তু এটা ছাড়া আপনি অনেক সার্ভে সাইটে প্রবেশ ও করতে পারবেন না।
তাহলে মূলত এই ছিলো সার্ভে কাজের সম্পর্কে বিস্তারিত।

উপসংহারঃ

দীর্ঘ ৫-৬ মাস পর লিখতে বসলাম তাই কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভেবেছিলাম কিভাবে কাজ করতে হয় এবং কোন কোন সাইট সবথেকে ভালো এবং পেমেন্ট থেকে শুরু করে আদি থেকে অন্ত। কিন্তু সমস্যা হলো ট্রিকবিডি তে আর্নিং পোষ্ট এর উপর রয়েছে কড়া নির্দেশনা তাই শেয়ার করতে গিয়েও জাস্ট সার্ভে কাজের ধারনা পর্যন্ত দিয়ে থেমে যেতে হয়েছে।
তবে আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন তবে আমি আইডিও তোয়াক্কা না করে সম্পূর্ণ ১০০ পর্বের সিরিজ শেয়ার করবো। যেখানে থাকবে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট – গেম এন্ড এপ মেকিং, সার্ভে , এ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এবং এসএইও করে কিভাবে টাকা আয় করা যায় তা আপনাদের আমি গাইড করবো এন্ড পার্সোনালি ফ্রি তে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো।
তবে আজকে যেহেতু সার্ভে নিয়ে আর্টিকেল প্রকাশ করলাম তবে চলুন কিছু পেমেন্ট প্রুফ দেখে নেওয়া যাক।
এবং ট্রিকবিডি টিমের কাছে আমার আবেদন রইলো ট্রিকবিডিতে আর্নিং পোষ্ট পাবলিশ করার অনুমতি দেওয়ার জন্য তাহলে আমি যেসব কাজ করে আয় করছি আমি চেষ্টা করবো সে সকল কাজ গুলো ট্রিকবিডিতে শেয়ার করার জন্য।
আমি আপনাদের টাকা দিয়ে উপকার করতে পারবোনা হয়তো কিন্তু এমন কিছু শিখিয়ে দিতে পারবো যার কারনে আর পকেট ফাকা থাকবেনা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এটা ছিলো জাস্ট একটা সাইটে পেমেন্ট প্রুফ  আমি জানি হয়তো এটা অনেক সামান্য কিন্তু যারা বেকার বসে আছে তাদের জন্য কিন্তু সামান্য বললে ভুল হবে।
আর আপনি মাত্র ৪ ঘন্টা কাজ করলে সহজেই ৫ ডলার আয় করতে পারবেন।
অনেকেই আছেন যারা আইপি কিনে কাজ করতে পারবেন না তাদের জন্য আমি একটি গ্রুপ তৈরী করেছি যেখানে আমি কাজ করার জন্য ১ ঘন্টা পর পর কিছু আইপি শেয়ার করে থাকি আপনারা চাইলে জাস্ট ফ্রি আইপি আমাকে লাগবে আমাকে ম্যাসেজ দিলে আমি আপনাকে ১ ঘন্টার আইপি দিবো যতবার আপনি নিতে চান।
সো চাইলে আমার গ্রুপ থেকে ঘুরে আসতে পারো সার্ভে কাজ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আর ট্রিকবিডি থেকে অনুমতি পেলে অবশ্যই  ট্রিকবিডিতে আর্টিকেল শেয়ার করা হবে।
তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মত বিদায় নিচ্ছি।
দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন।

The post সার্ভে কাজ কি ? সুবিধা ও অসুবিধা এবং নিয়ম সাথে মাসে আয় করুন 8K থেকে 24K BDT appeared first on Trickbd.com.

[Java] জাভা ইউজাররা দেখুন কিভাবে Splashscreen Embedder দিয়ে যেকোনো জাভা গেম বা এ্যাপে নিজের ছবি লাগাবেন (বিস্তারিত পোষ্ট এ)

Posted:

আসসালামু আলাইকুম ।
আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ।
.
পোষ্ট এর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন পোষ্টটি Splash Embedder নিয়ে । প্রথমেই বলি Splash Embedder কি .. Splash embedder হচ্ছে এমন একটি এমবেড্ডার যার মাধ্যমে আপনি কোনো জাভা গেম বা এ্যাপে ঢোকার পর ১মে যেন আপনার ছবি দেখা যায় সেই ব্যবস্থা করতে পারবেন । অর্থাৎ এপটি ইনস্টল করার পর অপেন করলেই আপনার ছবি ভেসে উঠবে ।
.
তো চলুন এবার মূল পোষ্ট এবং কার্যপদ্ধতি নিয়ে আলোচনা শুরু করা যাকঃ
.
প্রথমেই নিচের লিংক থেকে Splash Embedder এ্যাপটি ডাউনলোড করে নিন ।
CLICK HERE TO DOWNLOAD
.
১ম ধাপঃডাউনলোড হয়ে গেলে BlueFtp অপেন করুন । তারপর Splash Embedder এ্যাপটি একটি ফোল্ডারে Extract করুন (কিভাবে জাভা এ্যাপ বা গেম extract করে তা এই পোষ্ট থেকে দেখে নিন) । Extract করা হলে Extract করা ফোল্ডারটিতে ঢুকুন । তারপর res নামক ফোল্ডারে ঢুকুন

.তারপর নিচে RES4.PNG এবং res3 নামে দুটি ফাইল দেখতে পারবেন


.
আপনি আপনার যে ছবিটি splash এ লাগাতে চান সেই ছবিটি ১মে 240×320 পিক্সেলের করে নিন । তারপর সেটির আরেক টি কপি করুন । একটি RES4.PNG এবং আরেটি res3 নাম দিয়ে সেভ করুন ।
.
এবার আপনার Extract করা res ফোল্ডারে ঢুকে RES4.PNG এবং res3 ফাইল দুটি ডিলিট করে দিয়ে আপনার RES4.PNG এবং res3 ফাইল দুটি কপি করে সেখানে দিন ।
.
এবার BlueFTP দিয়ে সেটি compress করে .jar ফাইল তৈরি করুন (কিভাবে জাভা এ্যাপ বা গেম compress করে তা এই পোষ্ট থেকে দেখে নিন) । এবার এ্যাপটি ইনষ্টল করুন (আর extract করা ফোল্ডার টি ডিলিট করে দিন)
.

২য় ধাপঃ এবার আপনি যে এ্যাপে Splash ছবি লাগাতে চান সেই এ্যাপ টি অন্য ১টি ফোল্ডারে Extract করুন (ফোল্ডারের ভিতর extract কৃত ফোল্ডার এবং ফাইল বাদে অন্য কোনো ফোল্ডার বা ফাইল রাখবেন না ) ।
উদাহরণঃ ধরুন আপনি 2go তে splash করবেন । তো এবার 2go কে extract করে new 2go ফোল্ডারে রাখুন
.

এবার ইনস্টল করা splash embeddr এ্যাপটি অপেন করুন । তারপর মেনুতে চাপুন > তারপর Start Now > তারপর যে এ্যাপটি (যেটিতে ছবি লাগাতে চান) extract করছেন সেই ফোল্ডারে যান । তারপর মেনুত দেখবেন Embedd Now লেখা আছে ওখানে ক্লিক করুন । পারমিশন yes দিন ।
উদাহরণঃ উপরের উদাহরণ অনুযায়ী new 2go ফোল্ডারে ঢুকুন । তারপর মেনুতে লেখা embedd now লেখায় ক্লিক করুন
এমবেড শেষ হলে আবার Blueftp অপেন করুন । তারপর সেটি .jar নামে compress করে নিন । এবার এ্যাপটি ইনস্টল করে অপেন করলেই দেখবেন প্রথমেই আপনার সেই ছবি টি ভেসে উঠছে
.
বিঃদ্রঃ এ্যাপটিতে ss embeddr কাজ না করায় স্ক্রিণশট দিতে পারি নি ।
.
তো আজকে এই পর্যন্তই । দেখা হবে অন্য কোনো পোষ্ট এ । ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং করোনা থেকে মুক্ত রাখুক, আমিন

The post [Java] জাভা ইউজাররা দেখুন কিভাবে Splashscreen Embedder দিয়ে যেকোনো জাভা গেম বা এ্যাপে নিজের ছবি লাগাবেন (বিস্তারিত পোষ্ট এ) appeared first on Trickbd.com.

Poco X3 ডিভাইসে Always On Display আনলক করুন একদম সহজে। (Root)

Posted:

Super Amoled এর একটি অসাধারণ ফিচার হল এর always On Display. স্ক্রিন অফ হওয়ার সাথে সাথে এটি চালু হয়ে যায় এবং খুব সুন্দর সুন্দর clock theme অথবা কাস্টম লেখা স্ক্রিনে ভেসে উঠে। কিন্তু আইপিএস বা অন্যান্য ডিসপ্লের ফোনে এই সুবিধা দেয়া হয়না। তাই জাতীয় ফোন poco হিসেবে আজকে এই ডিভাইসে AOD অপশনটি আনলক করব। এর জন্য ফোনে Magisk ম্যানেজার ইনস্টল থাকতে হবে যার অর্থ ফোন রুটেড হতে হবে। এটি শুধু Poco x৩ এর জন্য এবং Miui রম এর জন্য অন্য ফোনের Miui তে ট্রাই করে দেখতে পারেন।

DOWNLOAD

AOD Unlock

Feature

  • চার্জিং এনিমেশন ৩ টি!
  • স্ক্রিনে ডাবল টেপ করলে অফ হবে এবং ডাবল টেপ করলে অন হবে
  • অনেকগুলো Ambient Display Theme পাবেন এবং থার্ড পার্টির সুবিধা

সতর্কতা

এই ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়নি তাই আমি বলব নিজ দায়িত্বে এই মডিউল ব্যাবহার করতে এবং কোনো রকমের ক্ষতির জন্য আপনি দায়ী।

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

The post Poco X3 ডিভাইসে Always On Display আনলক করুন একদম সহজে। (Root) appeared first on Trickbd.com.

কাস্টম রম ইন্সটল করে সেফটিনেট পাশ করার সমাধান নিয়ে নিন, এবার গুগল এসিস্ট্যান্ট (Ok Google) চলবে কোন সমস্যা ছাড়া

Posted:

ফোনে নতুন নতুন কাস্টম রম ইন্সটল করে একটি সমস্যায় পড়তে হয় তা হল Safetynet.
Safetynet সহজ বাংলায় বলতে গেলে এটি এমন এক পদ্ধতি যা চেক করে আপনার অ্যান্ড্রয়েড জেনুইন কিনা। আপনি কাস্টম রম ইন্সটল করেছেন এ অবস্থায় আপনার অ্যান্ড্রয়েড ১০০ পারসেন্ট নকল। তাই সেফটি নেট পাশ হয় না। এর অসুবিধা গুলো হল:

অসুবিধা

  • Netflix এর মত অনেক অ্যাপস গুগল প্লে স্টোরে পাবেন না কারণ আপনার ডিভাইস certified না।
  • Hey Google বা আপনার গুগল এসিস্ট্যান্ট কাজ করবে না। ভয়েস এর মাধ্যমে আপনি ডিভাইস কন্ট্রোল করতে পারবেন না। আপাতত আমি এই ২ টাই ফেইস করেছি😂 বাকিগুলো জানি না।

আপনি কাস্টম রম ইন্সটল, মিজিস্ক মডিউল ইনস্টল, এমনকি xposed installer ও যদি ইনস্টল করেন তবে আপনার এই সমস্যা হতে পারে। সাধারণত অ্যান্ড্রয়েড একটু মডিফাই করলেই এইসব দেখা যায়।

সমাধান

  • Magisk Manager এর সেটিং এ গিয়ে magisk Hide অন করে দিন এবং ফোন রিবুট করেন।
  • যদি কাজ না করে তবে প্লে স্টোর থেকে কোনো Terminal Emulator ডাউনলোড করেন আমি Termux দিয়ে করেছি এবং সেখানে টাইপ করেন Su এবং রুট পারমিশন দিন। তারপরে টাইপ করেন Props। এবার ১ নাম্বার অপশন এ যান এবং F সিলেক্ট করে লিস্ট থেকে আপনার ডিভাইস টি খুঁজে নিয়ে ইনস্টল করেন। ফোন reboot দেন এবং দেখেন সেফটি নেট পাশ হয় কিনা।
  • তারপরেও যদি কাজ নয় তাহলে এই মডিউল টা ফ্ল্যাশ করে রিবুট দেন দেখেন কাজ হবে। Safetynetfix

  • Safetynet Pass হয়েছে কিনা তা দেখতে magisk এ গিয়ে safetynet এ ক্লিক করেন। মাঝেমাঝে এটি পাশ হলেও ডিভাইস সার্টিফাইড দেখায় না কিন্তু উপরে ধাপ ৩ টি সম্পন্ন করলে কাজ করে। আপনি প্লে স্টোরে গিয়ে সেটিং এ দেখেন ডিভাইস সার্টিফায়েড লেখা আছে কিনা। আরেকটি উপায়ে চেক করা যায় আপনি প্লে স্টোরে Netlfix সার্চ করেন। যদি আসে তবে আপনি সফল। যদি প্লে স্টোরে সেটিং এ ডিভাইস সার্টিফাইড বা not সার্টিফাইড কিছুই লেখা না আসে তবে ফোন রিবুট দিন কয়েক ঘন্টা অপেক্ষা করুন নিজে নিজে ঠিক হয়ে যাবে।

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

The post কাস্টম রম ইন্সটল করে সেফটিনেট পাশ করার সমাধান নিয়ে নিন, এবার গুগল এসিস্ট্যান্ট (Ok Google) চলবে কোন সমস্যা ছাড়া appeared first on Trickbd.com.

যে কোন গানের লিরিক্স বা Lyrics বের করুন মাত্র ১ সেকেন্ডের মধ্যে.

Posted:





কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ Tips শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমাদের অনেক সময় গানের লিরিক্স বা Lyrics প্রয়োজন পরে , কিন্তু আমার খুঁজে পাইনা , এবং খুঁজতে গেলে অনেক সময় লাগে । আজ আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করতে যাচ্ছি , যেটির মাধ্যমে আপনারা এক সেকেন্ডের মধ্যে আপনারা আপনার গানের লিরিক্স বা Lyrics পাবেন ।

তাহলে শুরু করা যাক

লিরিক্স বা Lyrics খুঁজে পাওয়ার জন্য আমাদের প্রথমে এই টেলিগ্রাম লিংকে যেতে হবে ,

Lyrics Finder Just One Second

তারপর গ্রুপে জয়েন হয়ে এটি Type করুন

Song Lyrics

• /lyrics : Finds your requested song lyrics.

Example : /lyrics In the End

Output : Song Full Lyrics





যেকোনো Premium App, Account, Bin, Udemy Course And Other Course লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free




The post যে কোন গানের লিরিক্স বা Lyrics বের করুন মাত্র ১ সেকেন্ডের মধ্যে. appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments