Search box..

কক্সবাজার পরিচিতি: কিভাবে যাবেন, কোথায় থাকবেন

কক্সবাজার পরিচিতি: কিভাবে যাবেন, কোথায় থাকবেন


কক্সবাজার পরিচিতি: কিভাবে যাবেন, কোথায় থাকবেন

Posted:

প্রাকৃতিক সৌন্দর্যের বিস্তীর্ণ রূপ নিয়ে বেষ্টিত আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ১২০ কিলোমিটারের সমুদ্র সৈকতকে ঘিরে রয়েছে প্রাচীন ঐতিহ্য এবং দর্শনীয় স্থানের কারণে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসেন বিপুল সংখ্যক পর্যটক।

বিশ্বের বৃহত্তম এই সমুদ্র সৈকতটি কক্সবাজার শহর একটানা ১২০ কি.মি. দক্ষিণে বদরমোকাম পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরের নীল জলরাশি আর গর্জনের মনোমুগ্ধকর আওয়াজ সমুদ্র সৈকতের পরিবেশকে মনোরম করে তুলে। সৈকতের পাশেই রয়েছে সারি সারি ঝাউবন, পাহাড়, ঝর্ণা, বালুর নরম বিছানা। সৈকতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ভোরের সূর্যদয় এবং সূর্যাস্তের বর্ণিল দৃশ্য দেখা। এ সময়টাতে অনেকেই আবার ছবি তুলতে পছন্দ করে। সৈকতের সাথেই রয়েছে সারি বদ্ধভাবে সাজানো বিভিন্ন রং এর চেয়ার ছাতা গুলো। এখানে বসে পর্যটকরা সাগরের সতেজ বাতাস অনুভব করতে পারবেন। সত্যিই অসম্ভব ভালো লাগবে এ মুহূর্তটি।

আপনার ভ্রমণকে আরও আকর্ষণীয় করবে মেরিন ড্রাইভ । বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে উঠেছে মেরিন ড্রাইভ রাস্তা। এটি প্রায় ৭০ কিঃমি পযন্ত লম্বা । মেরিন ড্রাইভ আপনার কক্সবাজার ভ্রমণকে আরও সুন্দর করবে। সকালে যখন ভ্রমণে বের হবেন তখন দেখবেন একপাশে সাগরের কলতান আর সতেজ বাতাস যা আপনাকে এক অন্যরকম অনুভুতিতে নিয়ে যাবে।

বিচ পয়েন্ট গুলো সম্পর্কে জেনে নিই

কলাতলী পয়েন্ট

কক্সবাজার সমুদ্র সৈকতের একটি প্রধান অংশ হচ্ছে কলাতলী পয়েন্ট যা কক্সবাজার শহরের ডলফিনের মোড়ের দিকে অবস্থিত। অনেক হোটেল ও রেস্টুরেন্ট কলাতলীর আশেপাশে অবস্থিত।

সুগন্ধা পয়েন্ট

সুগন্ধা পয়েন্ট কলাতলী পয়েন্ট থেকে দূরে উত্তর দিকে অবস্থিত । এখানে অবস্থিত জনপ্রিয় বার্মিজ মার্কেট। অতীতে এখানে অনেক সামুদ্রিক-মাছের তৈরি খাবারের রেস্টুরেন্ট ছিলো কিন্তু সরকার পরে সেগুলো উচ্ছেদ করে।

লাবনী পয়েন্ট

কক্সবাজার সৈকতের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে লাবনী পয়েন্ট। পর্যটকরা মূলত এ পয়েন্টে ভিড় করে থাকে। লাবনী পয়েন্ট সাঁতার কাটা, জগিং, সাইকেলিং ও সার্ফিং জন্য জনপ্রিয় স্থান।

দরিয়ানগর সৈকত

দরিয়ানগর সৈকত অবস্থিত হিমছড়ি জাতীয় পার্কের কাছে। দরিয়ানগর সৈকতের আরেকটি আকর্ষণ হচ্ছে এর মধ্য দিয়ে জলপথ প্রবাহিত হয়ে থাকে।

হিমছড়ি

প্রাকৃতিক সৌন্দর্য ও পাহারে ঘেরা আরেকটি বিচ হচ্ছে হিমছড়ি পর্যটন কেন্দ্র। এটি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র ১২ কিলোমিটার দক্ষিনে অবস্থিত। পাহাড়ের কোল ঘেঁষে এ সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি  অপেক্ষাকৃত পরিস্কার পরিচ্ছন্ন ও নির্জন। এর সৌন্দর্য অত্যাধিক সুন্দর ।

ইনানী সৈকত

ইনানী সৈকতটি প্রায় ১৮ লম্বা। এটি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত। ইনানী সৈকতটি কক্সবাজার শহর থেকে প্রায় ২৮ কি.মি দক্ষিণে অবস্থিত। এই সৈকতে রয়েছে সবুজ ও কালো বর্ণের অনেক প্রবাল পাথর।

কক্সবাজার যা যা করবেন

প্যরাসেইলিং

প্যারাসেইলিং উঠে আপনি আকাশ থেকে সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে পারবেন। কক্সবাজার ও হিমছড়িতে প্যারাসেইলিং উপভোগ করতে পারবেন।

স্পিডবোট

বিচে কিছু স্পিডবোট চলে যা অন্যতম আকর্ষণ সৈকতের। স্পিডবোট  গুলো  চলাচল করে মেইন বিচ থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত। এত খরচ হবে এক রাউন্ড ১০০ টাকা।

বিচ বাইক

পর্যটকদের জন্য উপভোগের কিছু বিচ বাইক কক্সবাজার সাগর সৈকতে রয়েছে। এগুলোতে ১ কিলোমিটার দূরত্বে রাউন্ড প্রতি খরচ হবে ৫০ টাকা করে ।

বিচ ফটোগ্রাফি

কক্সবাজারে পর্যটন মৌসুমে অনেক বিচ ফটোগ্রাফার পর্যটকদের ছবি তুলে থাকে। যারা ছবি তুলতে আগ্রহী তাদের জন্য দারুন একটা জায়গা এটি ।

মুক্ত হাঁটা

সৈকতে অনেকেই হাঁটতে পছন্দ করে। সৈকতের নিরব পরিবেশ এবং সতেজ বাতাসে লম্বা সময় হাঁটলে আপনার মনকে সহজেই রিফ্রেশ করবে।

সাঁতার কাটা

সাগরের সবচেয়ে  রোমাঞ্চকর বিষয় হচ্ছে সাঁতার কাটা । প্রথমে চোখে একটু লবণাক্ত পানির অনুভুতি হয় । কিন্তু অল্পকিছু সময়ের মধ্যে সেটা আর ঠিক হয়ে যায়। ঢেউয়ের সাথে সাথে আপনার সাঁতার কাটতে দারুন লাগবে।

কক্সবাজার ভ্রমণের সেরা সময়

কক্সবাজারের ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এ সময়টায় বৃষ্টি কম হওয়ায় এবং গরম কম থাকায় পর্যটকদের ভীড় বেশি থাকে। এই সময়টাকে পিক সিজন বলে থাকে। তাই এ সময়ে ভ্রমণের যেতে চাইলে যাওয়ার আগে আপনার কাঙ্ক্ষিত হোটেলে বুকিং দেওয়াটা ভাল হবে।

তবে অফ সিজনে হোটেল খরচ তুলনামুলক কম থাকে। কারণ পর্যটক সমাগম কম থাকে । যারা জনসমাগম এড়িয়ে চলতে চায় তাদের জন্য পারফেক্ট সময় হল অফ সিজন।

কিভাবে যাবেন?

বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই কক্সবাজারে বাস চলাচল করে থাকে । তবে আপনার চাইলে ঢাকা থেকেও যেতে পারেন । প্রতিদিন ঢাকার শ্যামলি, কল্যাণপুর ছাড়াও অসংখ্য জায়গা থেকে কক্সবাজার রোডে বাস চলাচল করে থাকে। কমলাপুর থেকে ট্রেনে চট্রগ্রাম পযন্ত যেতে পাববেন । এরপর সেখান থেকে বাসে যেতে পারবেন। অথবা ঢাকা থেকে বিমান করেও সরাসরি কক্সবাজার যেতে পারেন।

কোথায় থাকবেন

কক্সবাজারে রয়েছে পর্যটকের জন্য সাড়ে ৪ শতাধিক আবাসিক হোটেল মোটেল, রিসোর্ট এবং কটেজ। এখানে আন্তর্জাতিক মানেরও বেশ কিছু হোটেল রয়েছে । তাই পিক সিজনে ভ্রমণে গেলে আগে থেকেই বুকিং দিয়ে রাখা ভাল । অনেক সময় আবাসন সম্যাসা হতে পারে । বিশেষ করে বিভিন্ন জাতীয় উৎসবের সময় ।

সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্কতা ও অন্যান্য তথ্য

পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় জেনে নিন। এ সম্পর্কিত নির্দেশনাসহ কয়েকটি সাইনবোর্ড ও পতাকা রয়েছে বিচের বিভিন্ন স্থানে। জোয়ারের সময় সমুদ্রে গোসলে নামা নিরাপদ। এ সময় তাই জোয়ারের সময় নির্দেশিত থাকে, পাশাপাশি সবুজ পতাকা ওড়ানো হয়।

 

Article source: WebPedia Online

The post কক্সবাজার পরিচিতি: কিভাবে যাবেন, কোথায় থাকবেন appeared first on Trickbd.com.

৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে ��

Posted:

আপনারা হয়তো অনেকেই জানেন ৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ তাদের পার্সোনাল অনেক ডাটা (নাম,ছবি,বার্থডে,এড্রেস,মোবাইল নাম্বার ইত্যাদি) লিক হয়ে গেছে । তো এখন তাদের মধ্যে আপনার আমার আইডিও থাকতে পারে । তো, কিভাবে চেক করবেন আপনার ডাটাও লিক হইছে কিনা আর লিক হলে কি করবেন সেটা নিয়েই আমার আজকের পোস্ট ।

কেন আমাদের নাম,ছবি,বার্থডে,এড্রেস,মোবাইল নাম্বার ইত্যাদি এত মূল্যবান যে এগুলো ডার্ক ওয়েবে মোটামুটি ৭০ ডলারে সেল হয়?

– আপনারা যারা Truecaller এপটা ইউজ করেন । এখানে মোবাইল নাম্বার দিলেই কিন্তু অনেক ইনফো দেখায় । এটা কিভাবে সম্ভব হয়?
এইযে আমাদের লিক হওয়া ডাটা কালেক্টের মাধ্যমে । আর তাছাড়া আপনি তাদের সার্ভিস ইউজ করতে গেলে ট্রুকলারও কিন্তু ডাটা কালেক্ট করে । সো, ট্রুকলারের মতো এপগুলোর জন্য আমাদের ডাটা অনেক মূল্যবান, যা তারা ডার্ক ওয়েব থেকে অনেক কম দামে পেয়ে যায় ।

 

এখন আসেন, কিভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডির ইনফরমেশন লিক হইছে কিনা?

(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখতে পারেন)

 

 

প্রথমেই চলে যান [ এই সাইটে ] এবং বক্সে আপনার প্রোফাইল লিংক দিন ।

image

 

তারপর, যদি আপনার ডাটা লিক হয় দেখাবে you have been Hacked!
আর না হলে সেফ দেখাবে কারণ ডাটাবেজে আপনার আইডির কোন ইনফো লিক হয় নাই ।
You have been Hacked! দেখালে ভয় পাওয়ার কিছুই নেই, আপনার ডাটা লিক হইছে আইডি হ্যাক হয় নাই ।

 

নিরাপত্তার জন্য আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন + Two Factor Authentication অন করে নিতে পারেন  । তাহলেই চিন্তামুক্ত থাকতে পারেন ।
প্র্যাক্টিক্যালি দেখতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন ।
 ❤❤❤ এধরনের আপডেট সবার আগে পেতে জয়েন করতে পারেন [ Learn with Mahbub ] ফেসবুক গ্রুপে ❤❤❤

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ নিয়ে নিন কম্পিউটারে Screen Record করার জন্য বেস্ট একটি এপ । সাথে স্ক্রিন রেকর্ড করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন! (For Windows Linux and Mac Users)

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

★★নিয়ে নিন, কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য বেস্ট একটা এপ । সাথে আছে বেস্ট বিল্ট ইন মার্কার [Only 2 MB]

 

The post ৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে 😰 appeared first on Trickbd.com.

Carding Tutorial:ক্রেডিট কার্ড হ্যাকিং। পর্ব-২ঃDemostration (ভিডিও টিউটোরিয়ালসহ)

Posted:

আসসালামু আলাইকুম।
এই টিউটোরিয়ালে লাইভ কার্ডিং দেখাবো।এই টিউটোরিয়াল শুরু করার আগে পূর্ববতী টিউটোরিয়ালটি অবশ্যই পড়ে নিবেন।টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন।

আমি বলেছিলাম অনেক পদ্ধতি আছে কার্ডিং করার জন্য।আমি sql injection পদ্ধতি ব্যবহার করে দেখাবো। সাধারণ sqli এবং sqli কার্ডিং একই রকম, কনসেপ্ট একটু আলাদা।আজ একটি automation tool ব্যবহার করছি।ম্যানুয়ালি sqli করছি না।তাই আগের sqli টিউটোরিয়াল এবং এটা এক নয়।

★★কার্ডিং ব্যাসিক কনসেপ্ট:কার্ডিং কি আগের পোস্টে বলেছি।কিভাবে কাজ করে এখন বলব।বর্তমান সময়ে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা একটি নরমাল বিষয়। কার্ডিং জানতে হলে আগে ক্রেডিট কার্ড এর পেমেন্ট প্রোসেস সম্পর্কে জানতে হবে।ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হলে কার্ডের কিছু ইনফরমেশন দিতে হয়।সেগুলো হলোঃ credit card number,expire date,cvv। এই ইনফরমেশন গুলো সঠিক হলে আপনার পেমেন্ট সফল হয়।
এখন আপনি যে ইনফরমেশন গুলো এন্টার করলেন এগুলো ওয়েবসাইটের ডাটাবেইজ এ স্টোর হয়ে গেছে।আমরা এখন এই ডাটাবেইজ থেকে ইনফরমেশন গুলো বার করব।তাহলে আমাদের কার্ডিং প্রোসেস সম্পুর্ন হবে।

প্রতিবারের মতো স্টেপ বাই স্টেপ শুরু করি। এবং প্রতিবারের মতো এই পোস্টেরও ভিডিও টিউটোরিয়াল থাকবে টিউটোরিয়ালের শেষে।

বি.দ্রঃ অটোমেশন টুল আমি ব্যাবহার করতে নিরুৎসাহিত করি।কারণ এটা সহজ হলেও আপনার স্কিল ডেভেলপ হবে না এবং এর সাক্সেস রেট খুবই কম।বেশিরভাগ ওয়েবসাইট inject করতে পারে না।তাই ম্যানুয়ালি করার ট্রাই করবেন।

১.প্রথমে Droidsqli অ্যাপটি ডাউনলোড করুন।তারপর ওপেন করুন।

২.এখন target url এ আপনার sqli vulnerable ওয়েবসাইটটি প্যারামিটার সহ এন্টার করুন।

৩.উপরে ডান পাশে Inject এ ট্যাপ করুন।

৪.আপনার কাজ ৮০% শেষ। বসে থাকুন অ্যাপ নিজেই সব কাজ করবে।দেখুন যদি অ্যাপটি inject করতে সাক্সেস হয় তাহলে নিচের মতো দেখবেন।

৫.এখন ডাটাবেইজ এ অ্যাক্সেস করব।ট্যাপ করুন।

৬.এখন ডাটাবেইজ এর সব টেবিল দেখতে পারবেন।

৭.আমাদের টার্গেট কার্ডিং তাই আমাদের payment বা order বা shipping এই টাইপের টেবিল খুজতে হবে। এই ওয়েবসাইটে এই তিনটা টেবিলই পাইছি।

৮.Order টেবিল ক্লিক করলে আমরা এর কলাম দেখতে পারব।এই কলাম গুলো ইনফরমেশন বহন করছে।যেগুলো প্রয়োজন আমরা সেই কলামগুলো সিলেক্ট করে নিচে Get Data বাটনে ক্লিক করলে আপনি ইনফরমেশন গুলো পেয়ে যাবেন।

৯.এই ভাবে অন্য টেবিলের ডাটা এক্সপ্লোর করুন। Payment, Shipping এ অন্য ইনফরমেশন পেয়েছি।সেম ভাবে সিলেক্ট করে ইনফরমেশন কালেক্ট করুন।

১০.এই ওয়েবসাইটে এডমিন অ্যাক্সেস এর পাশাপাশি আপনি কোন ইউজারের অ্যাকাউন্টও অ্যাক্সেস করতে পারবেন। ইউজার টেবিল থেকে।


এখন এই ইনফরমেশন গুলো দিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন লাভ আপনার বিল পে করতে হবে ভিক্টিমের।

এই ছিল ব্যাসিক কার্ডিং টিউটোরিয়াল। আশা করি বুঝতে পারছেন।কলামের ইনফরমেশন এবং ওয়েবসাইটের ইউ আর এল ডিসক্লোজ করি নাই।
ভিডিও টিউটোরিয়ালঃ

কোন সমস্যা থাকলে কমেন্টে জানান।হেল্প করার ট্রাই করব।
আমার চ্যানেল Subscribe করতে পারেন যদি ভালো লাগে।

ধন্যবাদ।

The post Carding Tutorial:ক্রেডিট কার্ড হ্যাকিং। পর্ব-২ঃDemostration (ভিডিও টিউটোরিয়ালসহ) appeared first on Trickbd.com.

⚡️ সর্বাধিক জনপ্রিয় সিরিজ দিরিলিস আর্তুগ্রুল এর রিভিউ এবং লিংক নিয়ে নিন! ��

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম পুরো দুনিয়া কাঁপানো ইসলামিক সিরিজ দিরিলিস আর্তুগ্রুল এর রিভিউ এবং ডাউনলোড লিংক নিয়ে।তো চলুন শুরু করা যাক।

Series Name: Diriliş: Ertuğrul

Genre: Drama, War, Action Fiction, History, Islam-Related, Adventure

Casts:Engin Altan Düzyatan, Esra Bilgiç, Batuhan Karacakaya, Hande Soral, Hasan Küçükçetin, Hulya Darcan, Cengiz Coskun, Nurettin Sonmez Etc.

Director: Metin Günay

মোট সিজন ৫ টি।

***কাহিনীর সারসংক্ষেপ***

অনেক তো নেটফ্লিক্সের সিরিজ দেখলেন এবার একটি তুর্কি সিরিজ দেখেন ।বেস্ট সিরিজ এভার। মধ্যপ্রাচ্যে “দিরিলিস আরতুগ্রুল” একটি জনপ্রিয় ঐতিহাসিক সিরিজ যা নিয়ে বলার মত কিছু নেই মোংগল আগ্রাসন এবং সেলজুক সাম্রাজ্যের পুনরুদ্ধার নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজ একবার দেখা শুরু করলে খাওয়া দাওয়া সব ছেড়ে দিবেন সারাদিন এই সিরিজ নিয়ে বসে থাকবেন গেরান্টি দিচ্ছি!

 

 

আমি যখন দেখা শুরু করেছিলাম দেখতে দেখতে বিশ্বাস করেন ভাই রাত যে কখন দিনে পরিণত হল বুঝে উঠতে পারছিলাম না একের পর এক এপিসোড দেখেই যাচ্ছি যেনো পারিনা সিরিজ টার মধ্যেই ঢুকে পড়ি।একশন, রোমান্টিক ,ড্রামা ,হালকা কমেডি কোন কিছুর কমতি নেই এই সিরিজে এমন এমন কিছু দৃশ্য আছে যা আপনাকে কাদিয়ে ছাড়বে!

অসাধারণ অভিনয় এবং কাহিনী স্ক্রিপ্ট পরিচালক “মেহমেত বোজদাগ” তার সেরা টা দিয়েছে এই সিরিজে এবং অসাধারণ সাউন্ড মিউজিক যা আপনার মন কেড়ে নিবে। নেই কোনো অশ্লীলতা পরিবারের সাথে সিরিজ টি দেখতে পারবেন।অত্যন্ত ভাল সিরিজ টি নিয়ে বলার ভাষা নেই। এবং এমন কিছু দৃশ্য আছে যা আপনার শরীরের লোম দাড়িয়ে যাবে।

ইসলামের ইতিহাস নিয়ে নির্মিত কোনো সিরিজ যদি কেউ দেখতে চান এই সিরিজটি প্রথম থেকে দেখতে পারেন। সিরিজটি কোনো ডকুমেন্টারি সিরিজ নয় ইতিহাস কে কেন্দ্র করে উপন্যাস আকারে এই সিরিজ এর কাহিনি সামনে এগিয়েছে। সিরিজটিতে রোমাঞ্চ, যুদ্ধ, ভালোবাসা, রাজনীতি, ধর্ম এতো সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দেখা শুরু হলে আপনার মনে হবে আপনি অন্য দুনিয়ায় আছেন। এই সিরিজটি বাংলা সহ অনেক গুলো ভাষায় ডাবিং করা আছে। অনেকেই বলে এখানে ইতিহাস কে বিকৃত করা হয়েছে। আসলে এই সিরিজটি সৌদি আরব তাদের দেশে প্রচারে নিষিদ্ধ করেছে কারন অটমান সম্রাজ্য এর সাথে সৌদি সম্রাজ্য এর সমস্যা অনেক আগে থেকেই। সুতরাং রাজনৈতিক কারনে এই সিরিজ নিয়ে প্রশ্ন তুলেছে সৌদি।

 

 

সিরিজের প্রধান চরিত্র হচ্ছে সোলাইমান শাহের ছেলে আর্তুগ্রুল। বহু বছর আগে অনেক রকম বসতি ছিল। তাদের কোন দেশ ছিল না। ছোট ছোট বসতির, বসতি প্রধানরাই নেতৃত্ব দিত।তেমনি এক বসতি হচ্ছে কায়ি বসতি। কায়ি বসতির প্রধান হচ্ছে সোলাইমান শাহ। আর্তুগ্রুল তারই ছেলে। একদম ছোট বসতি থেকে তার বসতির জন্য নিজেদের জমি ও রাষ্ট্র বানান আর্তুগ্রুল। কিন্তু এটা সহজ ছিল না।

আমরা সবাই জানি এখনকার বর্তমান বিশ্বে কি হচ্ছে। একটা মুসলিম দেশ অন্য মুসলিম দেশের সাথে যুদ্ধ করছে। নিজেদের ভিতর বিশ্বাসঘাতকতার জন্য সরকার প্রধান পরিবর্তন হচ্ছে। সাথে আমেরিকা-ইসরাইল তাদের স্বার্থের জন্য সবকিছু করছে যেন মুসলিমদেশ গুলোতে ঝামেলা লেগেই থাকে। সিরিজটা দেখলে খুব ভাল ভাবে বুঝবেন কিভাবে তারা ঐক্য ভাঙতে কাজ করছে। কিভাবে মুসলিম দেশ গুলোর নিজেদের ভিতরে বিশ্বাসঘাতক তৈরী করছে।

“দিরিলিসঃ আরতুগ্রুল” সিরিজটি নির্মিত হয়েছে প্রায় ৬০০ বছর ধরে অর্ধ-পৃথিবী শাসনকারী অটোমান সাম্রাজ্যের (উসমানী খেলাফত) প্রতিষ্ঠাতা সুলতান ১ম উসমানের পিতা আরতুগ্রুল গাজীর জীবনী নিয়ে।

 

 

মঙ্গোলীয় সেনাদের আক্রমণ, নির্যাতন ও গণহত্যার কারণে তুর্কি গোত্রগুলো মধ্য এশিয়া ছেড়ে চলে যায়। কায়ি নামক একটি তুর্কি গোত্র আশ্রয় নেয় আনাতোলিয়ায়। এই গোত্রের প্রধান ছিলেন সুলেইমান শাহ। তার ছোট ছেলে আরতুগ্রুল প্রায়ই তার বন্ধুদের সাথে নিয়ে শিকারে বের হোত। হঠাৎ একদিন তারা টেম্পলার-নাইটদের একটি অসহায় পরিবারকে বন্দি করে নিয়ে যেতে দেখে। আরতুগ্রুল ও তার বন্ধুরা তখন সকল নাইটদের হত্যা করে হালিমা নামের এক মেয়ে ও তার পরিবারকে উদ্ধার করে। তারা সেই পরিবারের আসল পরিচয় না জেনেই নিজেদের বসতিতে নিয়ে আসে এবং আশ্রয় দেয়।

আসলে এই হালিমা ও তার পরিবার ছিল সেলজুক রাজপরিবারের সদস্য, যাদের মেরে ফেলার আদেশ দেয়া হয়েছিল। আরতুগ্রুল ও তার বন্ধুরা না বাঁচালে তাদের মেরে ফেলা হোত।
হালিমা ও তার পরিবারকে আশ্রয় দেয়ায় কায়ি গোত্রের শত্রু হঠাৎ করেই বেড়ে যায়। একদিকে টেম্পলার-নাইটরা কায়ি গোত্রের উপর প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজতে থাকে, অন্যদিকে সেলজুক সাম্রাজ্যের আমির সাদেত্তিন কোপেক কায়ি গোত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এমন সময়ে আবার শুরু হয় মঙ্গোলীয় সেনাদের আগ্রাসন।

 

 

আরতুগ্রুল কিভাবে এসব বিপদ মোকাবেলা করে এবং ভবিষ্যতের অটোমান সাম্রাজ্যের (উসমানী খেলাফত) ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেসব নিয়েই এগিয়ে চলে “দিরিলিসঃ আরতুগ্রুল” সিরিজের কাহিনী।

বিশ্বাস করুন আপনি এই ৫ সিজন দেখে শেষ না করে উঠতে পারবেন না।খেতে বসলেও মাথায় শুধু এটাই গুরবে। ঘুমুতে গেলেও মনে চাইবে আরো একটু দেখি।একবার দেখতে বসলে বুঝবেন, এমন কি আছে যা নেই এই সিরিজে।শক্তিশালী সংলাপ, যা শুনে মাঝে মাঝেই আপনি চমকে উঠবেন ।ফানি সিনে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার দশা। রোমান্টিক সিন গুলো দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই।আর যুদ্ধদের ভয়াবহ আক্রমণ আপনাকেও দিশেহারা করে দিতে পারে ।

 

 

প্রতিটি এপিসডে আছে আলাদা আলাদা টুইস্ট,যেটা দেখে মাঝে মাঝে চোখ ছানাবড়া হওয়ার অবস্থা।আর যে বিষয় টা সবথেকে বেশি মনে ধরেছে, তা হলো এ সিরিজ টা তে অনেক শিক্ষনীয় বিষয় আছে, যা আপনাকে মোটিভেশন দিবেবিনোদনের পাশাপাশি একটু শিখতে পারলে ব্যপার মোটেও খারাপ হয় না।

এই সিরিজের মোট সিজন ৫ টি। সব গুলোরি বাংলা সাবটাইটেল আছে ফেসবুকেই পাবেন বাংলা সাবটাইটেল।

আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি।

সিজন-১ (বাংলা ডাবিং সহ)

ভলিউম ১

ভলিউম ২

ভলিউম ৩

ভলিউম ৪

ভলিউম ৫

ভলিউম ৬

ভলিউম ৭

ভলিউম ৮

ভলিউম ৯

ভলিউম ১০

ভলিউম ১১

ভলিউম ১২

ভলিউম ১৩

ভলিউম ১৪

ভলিউম ১৫

ভলিউম ১৬

ভলিউম ১৭

ভলিউম ১৮

ভলিউম ১৯

ভলিউম ২০

ভলিউম ২১

ভলিউম ২২

ভলিউম ২৩

ভলিউম ২৪

ভলিউম ২৫

ভলিউম ২৬

সিজন-২ (বাংলা ডাবিংসহ)

ভলিউম ২৭

ভলিউম ২৮

ভলিউম ২৯

ভলিউম ৩০

ভলিউম ৩১

ভলিউম ৩২

ভলিউম ৩৩

ভলিউম ৩৪

ভলিউম ৩৫

ভলিউম ৩৬

ভলিউম ৩৭

ভলিউম ৩৮

ভলিউম ৩৯

ভলিউম ৪০

ভলিউম ৪১

ভলিউম ৪২

ভলিউম ৪৩

ভলিউম ৪৪

ভলিউম ৪৫

ভলিউম ৪৬

ভলিউম ৪৭

ভলিউম ৪৮

ভলিউম ৪৯

ভলিউম ৫০

ভলিউম ৫১

ভলিউম ৫২

ভলিউম ৫৩

ভলিউম ৫৪

ভলিউম ৫৫

ভলিউম ৫৬

ভলিউম ৫৭

ভলিউম ৫৮

ভলিউম ৫৯

ভলিউম ৬০

ভলিউম ৬১

সিজন ৩ (বাংলা সাবটাইটেল সহ)

ভলিউম ৬২

ভলিউম ৬৩

ভলিউম ৬৪

ভলিউম ৬৫

ভলিউম ৬৬

ভলিউম ৬৭

ভলিউম ৬৮

ভলিউম ৬৯

ভলিউম ৭০

ভলিউম ৭১

ভলিউম ৭২

ভলিউম ৭৩

ভলিউম ৭৪

ভলিউম ৭৫

ভলিউম ৭৬

ভলিউম ৭৭

ভলিউম ৭৮

ভলিউম ৭৯

ভলিউম ৮০

ভলিউম ৮১ প্রথম অংশ

ভলিউম ৮১ দ্বিতীয় অংশ

ভলিউম ৮২ প্রথম অংশ

ভলিউম ৮২ দ্বিতীয় অংশ

ভলিউম ৮৩ প্রথম অংশ

ভলিউম ৮৩ দ্বিতীয় অংশ

ভলিউম ৮৪ প্রথম অংশ

ভলিউম ৮৪ দ্বিতীয় অংশ

ভলিউম ৮৫ প্রথম অংশ

ভলিউম ৮৫ দ্বিতীয় অংশ

ভলিউম ৮৬ প্রথম অংশ

ভলিউম ৮৬ দ্বিতীয় অংশ

ভলিউম ৮৭ প্রথম অংশ

ভলিউম ৮৭ দ্বিতীয় অংশ

ভলিউম ৮৮ প্রথম অংশ

ভলিউম ৮৮ দ্বিতীয় অংশ

ভলিউম ৮৯ প্রথম অংশ

ভলিউম ৮৯ দ্বিতীয় অংশ

ভলিউম ৯০ প্রথম অংশ

ভলিউম ৯০ দ্বিতীয় অংশ

ভলিউম ৯১ প্রথম অংশ

ভলিউম ৯১ দ্বিতীয় অংশ

সিজন-৪ (বাংলা সাবটাইটেল)

ভলিউম ৯২ | প্রথম অংশ

ভলিউম ৯২ | দ্বিতীয় অংশ

ভলিউম ৯৩ | প্রথম অংশ

ভলিউম ৯৩ | দ্বিতীয় অংশ

ভলিউম ৯৪ | প্রথম অংশ

ভলিউম ৯৪ | দ্বিতীয় অংশ

ভলিউম ৯৫ | প্রথম অংশ

ভলিউম ৯৫ | দ্বিতীয় অংশ

ভলিউম ৯৬ | প্রথম অংশ

ভলিউম ৯৬| দ্বিতীয় অংশ

ভলিউম ৯৭ | প্রথম অংশ

ভলিউম ৯৭ | দ্বিতীয় অংশ

ভলিউম ৯৮ | প্রথম অংশ

ভলিউম ৯৮ | দ্বিতীয় অংশ

ভলিউম ৯৯ | প্রথম অংশ

ভলিউম ৯৯ | দ্বিতীয় অংশ

ভলিউম ১০০ | প্রথম অংশ

ভলিউম ১০০ | দ্বিতীয় অংশ

ভলিউম ১০১ | প্রথম অংশ

ভলিউম ১০১ | দ্বিতীয় অংশ

ভলিউম ১০২ | প্রথম অংশ

ভলিউম ১০২ | দ্বিতীয় অংশ

ভলিউম ১০৩ | প্রথম অংশ

ভলিউম ১০৩ | দ্বিতীয় অংশ

ভলিউম ১০৪ | প্রথম অংশ

ভলিউম ১০৪ | দ্বিতীয় অংশ

ভলিউম ১০৫ | প্রথম অংশ

ভলিউম ১০৫ | দ্বিতীয় অংশ

ভলিউম ১০৬ 

ভলিউম ১০৭ | প্রথম অংশ

ভলিউম ১০৭ | দ্বিতীয় অংশ

ভলিউম ১০৮ | প্রথম অংশ

ভলিউম ১০৮ | দ্বিতীয় অংশ

ভলিউম ১০৯ | প্রথম অংশ

ভলিউম ১০৯ | দ্বিতীয় অংশ

ভলিউম ১১০ | প্রথম অংশ

ভলিউম ১১০ | দ্বিতীয় অংশ

ভলিউম ১১১ | প্রথম অংশ

ভলিউম ১১১ | দ্বিতীয় অংশ

সিজন-৫ (বাংলা সাবটাইটেল সহ)

ভলিউম ১২২

ভলিউম ১২৩

ভলিউম ১২৪

ভলিউম ১২৫

ভলিউম ১২৬

ভলিউম ১২৭ | প্রথম অংশ

ভলিউম ১২৭ | দ্বিতীয় অংশ

ভলিউম ১২৮

ভলিউম ১২৯ | প্রথম অংশ

ভলিউম ১২৯ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৩০ | প্রথম অংশ

ভলিউম ১৩০ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৩১ | প্রথম অংশ

ভলিউম ১৩১ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৩২ | প্রথম অংশ

ভলিউম ১৩২ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৩৩ | প্রথম অংশ

ভলিউম ১৩৩ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৩৪ | প্রথম অংশ

ভলিউম ১৩৪ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৩৫ | প্রথম অংশ

ভলিউম ১৩৫ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৩৬ | প্রথম অংশ

ভলিউম ১৩৬ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৩৭ | প্রথম অংশ

ভলিউম ১৩৭ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৩৮ | প্রথম অংশ

ভলিউম ১৩৮ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৩৯ | প্রথম অংশ

ভলিউম ১৩৯ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৪০ | প্রথম অংশ

ভলিউম ১৪০ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৪১ | প্রথম অংশ

ভলিউম ১৪১ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৪২ | প্রথম অংশ

ভলিউম ১৪২ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৪৩ | প্রথম অংশ

ভলিউম ১৪৩ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৪৪ । প্রথম অংশ

ভলিউম ১৪৪ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৪৫ | প্রথম অংশ

ভলিউম ১৪৫ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৪৬ | প্রথম অংশ

ভলিউম ১৪৬ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৪৭ | প্রথম অংশ

ভলিউম ১৪৭ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৪৮ | প্রথম অংশ

ভলিউম ১৪৮ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৪৯ | প্রথম অংশ

ভলিউম ১৪৯ | দ্বিতীয় অংশ

ভলিউম ১৫০ | প্রথম অংশ

ভলিউম ১৫০ | দ্বিতীয় অংশ

Credit: আযমী পথিক (Facebook  Page)

যে ভলিউম গুলোর লিংক expired  হয়ে গিয়েছে তা পেতে  এখানে ক্লিক করে  গ্রুপে যুক্ত হয়ে ডাউনলোড করে নিন।কোনো অসুবিধা হলে কমেন্ট করুন।

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম আপনারা অনেকেই জানেন। আর যারা জানেন না তারা Snap Tube  এপটি ব্যবহার করতে পারেন।এছাড়াও ট্রিকবিডিতে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অনেক পদ্ধতি পোস্ট করা আছে।সেগুলোও দেখতে পারেন।

তো আজকে এই পর্যন্তই।পোস্টে কোনো ত্রুটি বা আপনাদের কিছু জানার থাকলে বা পোস্টটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো মুভির রিভিউ ও লিংক রিকুয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন।

আরো মুভি রিভিউ পেতে ঘুরে আসতে পারেন আমাদের সাইটঃ Tipsnewsbd

আমার অন্যান্য পোস্টঃ

Spotify Premium Unlocked App Download

Contract (2021) Bangla Web Series Download

Pirates Of The Caribbean

Dark Knight Trilogy

Godzilla Vs Kong (2021)

Kung Fu Panda Movies

The Matrix Trilogy

Joker (2019)

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

The post ⚡️ সর্বাধিক জনপ্রিয় সিরিজ দিরিলিস আর্তুগ্রুল এর রিভিউ এবং লিংক নিয়ে নিন! 🔥 appeared first on Trickbd.com.

blast���� আপনার পছন্দের মুভি খুঁজে পাচ্ছেন না? দেখুন প্রায় সব ধরনের movie download করার আরেকটা দারুণ সাইট�� না দেখলে মিস করবেন।

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে একটা সাইট সম্পর্কে জানাবো যেটা ‍দিয়ে আপনি আপনার হাতের ফোনটির মাধ্যমে( জাভা ও এন্ড্রয়েড ) ফ্রিতেই হাজার হাজার বলিউড, হলিউড, হিন্দি ও ইংরেজি সিনেমা ডাওনলোড করতে পারবেন। {তবে একটা কথা বলে রাখা ভালো যে এই সাইটের এডগুলা খুবই বাজে প্রকৃতির ।}

আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

আমরা অনেকেই অনেকসময় নানারকম মুভি ডাওনলোড করে দেখি। তো এগুলো ডাওনলোডের জন্য অনেক সাইট আছে আমি জানি, কিন্তু এই সাইটটার কতগুলা সুবিধা আছে। এই সাইট থেকে আপনি যে সুবিধাগুলো পাবেন,,,
,
১। সাইটে মুটামুটি সবধরনের মুভি পাওয়া যাবে।
২। বিনামূল্যে ডাওনলোড করতে পারবেন মুভিগুলা।
৩। হলিউড, বলিউড, একশান, রোমান্টিক, হিন্দি, ইংরেজি অর্থাত প্রায় সবধরনের মুভিই পাবেন।
৪। প্রতিটা মুভিই mp4 480p, mp4 720p তে পাবেন।

৬। ৪৮০ পিক্সেলের ভিডিওগুলা সাধারনত ৩৫০+- এমবি আকারের।

৮। মুভি খুজে পেতে অনেক সুবিধা। আপনি চাইলে অনেকভাবে সার্চ করতে পারেন।
৯। সাধারনত সব মুভির শেষেই ss থাকে।
১০। অনেক সার্ভারের লিঙ্ক দেওয়া থাকে প্রতিটা ডাওনলোডের সময়।

তাহলে চলুন সাইটটার কয়েকটা স্ক্রিনশট দেখে নেয়া যাক।………..
এটা হলো সাইটের হোমপেজ।

এখান থেকে click here to enter তে ক্লিক করতে হবে।

এখানে আপনি আপনার মন মতো সার্চ করে মুভি নামাতে পারবেন। যেমন আমি fantastic beasts সার্চ করেছি।
দেখুন মুভিটি চলে এসেছে। নামের উপর ক্লিক করূন।

এবার ডাওনলোডের জন্য 480p ক্লিক করলাম। আপনি যেভাবে ডাওনলোড করতে চান ঐ অপশনে ক্লিক করুন।

এবার গেট ডাওনলোড লিঙ্ক অপষনে ক্লিক করলাম

এবার যেকোন লিঙ্ক থেকে ডাওনলোড করতে পারবেন। তবে সবসময় একটা ইউজ করাই ভালো। আমি ৪ নাম্বারটাতে ক্লিক করলাম।

এবার creat download link a click করলাম।তে ক্লিক করলাম।

click to download তে ক্লিক করলাম।

click here to verify তে ক্লিক করলাম।

double click to generate link তে ক্লিক করলাম।

download now তে ক্লিক করলাম।

এখন মুভিটি ডাওনলোড হবে।

এবার মনের খুশিতে ডাওনলোড করুন সকল মুভি।

তবে আপনার একটু সাবধানতার সাথে এন্ড্রয়েডের মাধ্যমে সাইটে ঢুকবেন । কারন অনেক এড থাকে সাইটটাতে..
তাহলে সাইট লিঙ্কঃ 9xflix.com

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।পোষ্টটি ভালো লাগলে
আর সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে জানতে এবং আপনার বিসিএস প্রস্তুতিকে আরো শক্ত করে তুলতে ফেসবুকে আমাদের group জয়েন করুণ।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



The post blast💥💣 আপনার পছন্দের মুভি খুঁজে পাচ্ছেন না? দেখুন প্রায় সব ধরনের movie download করার আরেকটা দারুণ সাইট💥 না দেখলে মিস করবেন। appeared first on Trickbd.com.

6.5 ইঞ্চি ডিসপ্লে 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Realme C21 মাত্র ১১,৯৯০ টাকায়

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Realme C21

মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। Realme C21 ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে দুটি ক্যামেরা এগুলো রেজুলেশন হচ্ছে Triple 13+2+2 Megapixel সামনে একটি ক্যামেরা রয়েছে সেটার রেজুলেশন হচ্ছে 5 Megapixel। Realme C21 ফোনটিতে ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ । চলুন দেখে আসা যাক এই মোবাইলটির সম্পন্ন স্পেসিফিকেশন।

ফোনের নামঃ Realme C21

প্রথম রিলিজঃMarch 5, 2021

ফোনের কালারঃCross Black, Cross Blue

ডিসপ্লেঃ Realme C21 এর ডিসপ্লের সাইজ 6.5 ইঞ্চি। রেজুলেশন রয়েছে HD+ 720 x 1600 pixels (270 ppi) এবং IPS LCD Touchscreen রয়েছে

পিছনের ক্যামেরাঃRealme C21ফোনের পিছনের ক্যামেরার মধ্যে রয়েছে Triple 13+2+2 Megapixel ক্যামেরার মধ্যে যে ফিচার গুলো রয়েছে PDAF, LED flash, 1/3.06″, 1.12µm, HDR, depth, macro & more এবং ভিডিও রেকর্ডিং Full HD (1080p) হবে।

সামনের ক্যামেরাঃ Realme C21 সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 5 Megapixel ক্যামেরা মধ্যে যে ফিচার গুলো রয়েছে HDR, f/2.2, 1/5.0″, 1.12µm & more ভিডিও রেকর্ডিং রয়েছে Full HD (1080p)

ব্যাটারিঃ Realme C21 এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (non-removable) 10W Fast Charging

Performance:Realme C21এর Operating System রয়েছে Android 10 (Realme UI) চিপসেট রয়েছে Mediatek Helio G35 (12 nm) প্রসেসর রয়েছে Octa core, up to 2.3 GHz এখানে GPU রয়েছে PowerVR GE8320

স্টোরেজঃRealme C21 ফোনের RAM রয়েছে 3/4 GB এবং ROM রয়েছে 32 / 64 GB (eMMC 5.1)

সিকিউরিটিঃ Realme C21 ফোনের Face Unlock রয়েছে। পিছনে Fingerprint রয়েছে।

দামঃRealme C21 মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে



আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post 6.5 ইঞ্চি ডিসপ্লে 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Realme C21 মাত্র ১১,৯৯০ টাকায় appeared first on Trickbd.com.

নবম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি Class 9 কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of Class 9


নবম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমধান
.
download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।

The post নবম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com.

যা লিখবেন তাই পড়ে শোনাবে,অসাধারণ একটি ট্রিক ,দেখে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।
ও হিন্দু ভাইদের জানাই আদাব।আশা করি সবাই ভাল আছেন। কারন ট্রিকবিডির সাথে থাকলে সবাই অনেক ভাল থাকে।কারন ট্রিকবিডির সাথে থাকলে নিত্যনতুন ট্রিক ও টিপস সম্পর্কে খুব সহজে জানা যায়।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম চমৎকার একটি ট্রিক নিয়ে। টাইটেল দেখে অনেকে বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজকের বিষয় হলো আপনি খুব সহজে যেকোন লেখা পড়ে শুনতে পারবেন,ছোট্ট একটি এপ্স দিয়ে। অসাধারণ একটি ট্রিক আজকে আপনাদের মাঝে শেয়ার করব।
ধরুন অনেক বড় একটা লেখা পড়তে অনেক সময় লাগবে,পড়তে ইচ্ছা হচ্ছে না। তাহলে আপনি খুব সহজে লেখাটা কপি করে পেস্ট করে দিন উক্ত এপ্সে, এবং শুনে নিন। অনেক চমৎকার একটি এপ্স। আপনি একবার ব্যাবহার করে দেখুন। কথা না বাড়িয়ে শুরু করা যাক,
প্রথমে নিচের লিংক থেকে উক্ত এপ্সটি ডাউনলোড করে নিনঃ

Download

তার পর এপ্সটি ওপেন করুন

তার পর এখানে ক্লিক করুন

তার পর setting এ ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করুন

তার পর এটা Bangla দিয়ে দিন

তার পর ব্যাকে চলে আসুন, এবার এখানে লিখুন বা যে লেখা পড়ে শুনতে চান সে লেখা পেস্ট করে দিন

তার পর এখানে ক্লিক করে দিন, দেখুন পড়ে শোনাচ্ছে! চমৎকার ভাবে!

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post যা লিখবেন তাই পড়ে শোনাবে,অসাধারণ একটি ট্রিক ,দেখে নিন। appeared first on Trickbd.com.

Carding Tutorial:ক্রেডিট কার্ড হ্যাকিং। পর্ব -১ঃ কন্সেপ্ট

Posted:

আসসালামু আলাইকুম।

আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি।এই টিউটোরিয়াল আগের গুলো থেকে অনেক আলাদা।এটা সম্পুর্ন টপ ব্লাক হ্যাট হ্যাকিং। অনেকে হয়তো এটির সাথে পরিচিত। যারা পরিচিত নন তাদের জন্য প্রথম থেকেই শুরু করছি।

কার্ডিং কিঃ নরমালি বুঝতে পারছেন এটি কার্ড এর সাথে সম্পর্কিত। সাধারণত ক্রেডিট কার্ড এর ইনফর্মেশন হ্যাক করা কার্ডিং।শুধু এটাই না কার্ডিং অনেক রকমের হয়।মনে করেন যদি আপনার Coinbase বা অন্য কোন অনলাইন অ্যাকাউন্টের অ্যাক্সেস পেতে পারি সেটাও কার্ডিং।।

তবে কার্ডিং যে ক্ষেত্রে বেশি ব্যবহার হয় তার একটি উদাহরণ হলো কম দামে কোন প্রোডাক্ট কেনা বা ফ্রি কেনা।বাস্তব উদাহরণ হিসেবে মনে করুন আমি অনলাইন শপ থেকে একটি 5 ডলারের গিফট কার্ড কিনব।সাধারণ ভাবে এটার জন্য আমাকে 6 ডলার পে করতে হবে।
কিন্তু আমি কার্ডিং এর মাধ্যমে 1/2 বা 0 ডলারে আমার পেপাল থেকে পে করব এবং গিফট কার্ডটি কিনতে পারব।এই পদ্ধতিকে Html Injection বলা হয়ে থাকে।
অনেকে হয়তো বিশ্বাস করতে পারছেন না। আপনি যদি কখনো dark web এর অনলাইন গিফট কার্ড শপে ভিজিট করে থাকেন তাহলে আপনি দেখবেন ওখানে গিফট কার্ড গুলোর মূল্য নরমালি শপের থেকে অনেক কম।কারণ এগুলো কার্ডিং এর মাধ্যমে হ্যাক করে পরে বিক্রি করে। গুগল থেকে আরো জানতে পারবেন।

★কার্ডিং করার রিস্কঃ
কার্ডিং একটি খুবই মারাত্মক অপরাধ। যদিও সকল হ্যাকিং অপরাধ। এই কার্ডিং শিখে রাখতে পারেন কিন্তু প্রোপার সেফটি বাদে ট্রাই করা উচিৎ না।ভিপিএন কানেক্ট করে যদি মনে করেন আপনি সেফ তাহলে আপনি অনেক বিপদে পরবেন।এটা নিয়ে অন্য কোন দিন লিখব।যারা ট্রাই করতে চান তারা অবশ্যই বাংলাদেশের ওয়েবসাইটের কথা ভাববেনও না,অন্য দেশের ওয়েবসাইটে ট্রাই করতে পারেন নিজের সেফটি নিয়ে।সুতরাং বুঝে কাজ করবেন।

★কার্ডিং মেথডঃ কার্ডিং হ্যাকিং এর একটি ক্যাটাগরি। এই পদ্ধতি সম্পূর্ণ করতে আপনি কোন হ্যাকিং টেকনিক বা মেথড ব্যবহার করবেন এটি ওয়েবসাইটের দূরর্বলতার উপর নির্ভর করবে। Sqli,Html injection, xss,csrf
যেকোন পদ্ধতি হতে পারে।

sqli:এই পদ্ধতিতে আমরা ক্রেডিট কার্ড এর ইনফরমেশন পেতে পারি।

xss/csrf: এই পদ্ধতিতে একটা মডিফাইড লিংক দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা যেতে পারে।

Html injection : এই পদ্ধতির কথা আগেই আলোচনা করেছি।প্রাইজ ভ্যালু পরিবর্তন করা যায়।
এছাড়াও অনেক পদ্ধতি ব্যবহার করা যায়। আপনার এবং ওয়েবসাইটের উপর নির্ভর করে কোনটা ব্যবহার করবেন।

ব্লাক হ্যাট হ্যাকিং এর মধ্যে কার্ডিং অন্যতম।সাধারণত আমরা ওয়েবসাইট হ্যাক করে ডিফেস দিয়ে থাকি এটাও ব্লাক হ্যাট হ্যাকিং। কিন্তু হোম ডিফেস না করলে ওয়েবসাইটের মালিক কেয়ার করে না।তাই সাধারণত লিগাল কোন প্রবলেম হয় না।কিন্তু কার্ডিং ব্যাক্তি মালিকানায় হস্তক্ষেপ করার সামিল তাই আপনাকে ডিটেক্ট করা মাত্রই আপনার বিপক্ষে লিগাল অ্যাকশান নিবে।এই রকম আর একটা ব্লাক হ্যাট হ্যাকিং পদ্ধতি আছে যা কার্ডিং এর থেকেও বেশি মারাত্মক এবং আপনি বাংলাদেশ থেকে অন্য দেশের কারো উপর এই পদ্ধতি ব্যবহার করলে এবং ডিটেক্ট হলে শুধু জেল না আরো অনেক কিছু হতে পারে। এই পদ্ধতির নাম হলো ডক্সিং।

★★Doxing ব্যাবহার করতে পারলে আপনি কারো ডিভাইসের সম্পুর্ন কন্ট্রোল নিতে পারবেন।যা দ্বারা আপনি নিদিষ্ট কোন ব্যাক্তির গ্যালারির ছবি,ফোনবুকের সকল নাম্বার,আইপি,লোকেশন, imei নাম্বার,মেইল সহ সকল কিছুই করতে পারবেন।সহজ এবং বাস্তব উদাহরণ দিয়ে বোঝায়।খবরে আপনি শুনে থাকবেন যে আমেরিকার অমোক পলিটিশিয়ানের মেইন ফাস হয়েছে।অথবা কোন celebrity এর কোন স্ক্যান্ডাল ফাস হয়েছে। এগুলো Doxing এর উদাহরণ। তবে হ্যাকাররা বিটকয়েন বা বড় অংকের টাকার জন্য এবং সেনসিটিভ ডাটা হ্যাক করার জন্য Doxing করে।অনেকে ভাবছেন এটাতো অনেক সহজ rat বা spyware সফটওয়্যার দিয়ে যে কোন মানুষ করতে পারে।হ্যা ওটা সম্ভব কিন্তু এই ক্ষেত্রে ভিক্টিমকে এই অ্যাপ ইন্সটল করতে হবে। Doxing এ এটির প্রোয়োজন নেই।ভিক্টিমের অজান্তেই হ্যাকার অ্যাক্সেস করে।প্রক্রিয়াটি জটিলও।

★★বি.দ্রঃএই টিউটোরিয়ালের সম্পুর্ন কোথাও পাবেন না।এই Doxing টপিক নিয়ে আমিও কিছু লিখব না। সুতরাং কমেন্ট করবেন না এটার টিউটোরিয়াল দেয়ার জন্য।

পরবর্তী টিউটোরিয়ালে একটি লাইভ ওয়েবসাইটে কার্ডিং করে দেখাবো।টিউটোরিয়ালটি লেখা শেষ প্রায়।খুবই শীঘ্রই পোস্ট করব।

The post Carding Tutorial:ক্রেডিট কার্ড হ্যাকিং। পর্ব -১ঃ কন্সেপ্ট appeared first on Trickbd.com.

ডার্ক ওয়েব সম্পর্কে সবার কিছু ভুল ধারনা, সব এক পোস্টে

Posted:

আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালো আছেন। আজকের টপিক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলব। তো চলুন শুরু করা যাক!!!!

ডিপ ওয়েব এবং ডার্কওয়েব নিয়ে আমাদের অনেকের মনে প্রচণ্ড রকমের একটা রহস্যমণ্ডিত আগ্রহ আছে, যার মূল হলো সেগুলা সম্পর্কে প্রচলিত কিছু ভুল এবং অতিরঞ্জিত তথ্য ।

যেহেতু গুজব, ষড়যন্ত্রতত্ত্ব বা অতিরঞ্জিত তথ্যে মানুষের আগ্রহ সবসময়ই বেশি থাকে, তাই এই আগ্রহকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মূলধারার সংবাদপত্রগুলোও এই টপিকের উপর সত্য মিথ্যার মিশেলে খবর ছাপিয়েছে অগুনতি (১, ২, ৩) । ইন্টারনেট বা ইউটিউবে সার্চ দিলে মিথ্যা এবং অতিরঞ্জিত খবরের ভীড়ে আসল তথ্য পাওয়াটাই কঠিন হয়ে যায় । তাই, নিজের জানাশোনার মধ্যে যথাসম্ভব সঠিক তথ্য দেয়ার চেষ্টায় ইন্টারনেটের এই ব্যাপারটা নিয়ে আজ কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করবো ।

১) ইন্টারনেট হচ্ছে তথ্যের সাগর । আর যখনি তথ্যের ব্যাপার আসে, সাথে সাথে চলে আসে তথ্য সহজে খুঁজে পাওয়াজনিত ব্যাপার, সেই তথ্য এবং তথ্যের আদান-প্রদানকারীর নিরাপত্তার ব্যাপার । তথ্য সহজে খুঁজে পাওয়ার এই চিন্তা থেকেই আসলো সার্চ ইঞ্জিনের ধারণাটা । বর্তমানে সবচেয়ে বিখ্যাত কিছু সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, বিং, ডাকডাকগো, বাইডু (চায়না) এগুলো । এরা ইন্টারনেটের যাবতীয় ওয়েবসাইট, সেসবের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাদের সার্ভারে নিয়মিত আপডেট করে থাকে এবং এই কাজে কোন ওয়েবসাইটের নির্মাতা নিজেও সাহায্য করতে পারে । তো, এই সার্চ ইঞ্জিনের ডাটাবেজে তথ্য যোগ করে রাখার এই ব্যাপারটাকে সহজ ভাষায় ইনডেক্সিং বলে । আর, সার্চ ইঞ্জিন নিজে থেকেও কিন্তু অনেক তথ্য নিজের তথ্যভাণ্ডারে যোগ করে নেয় ।

কিভাবে? এখানেই আসে সারফেস ওয়েবের ব্যাপারটা ।

২) আমরা উদাহরণ হিসেবে গুগলকে নিচ্ছি ।

যখন গুগলে কোন সাইট যোগ করা হয়, তখন সেটা সেই সাইটে অন্য কোন লিঙ্ক থাকলে সেসব লিঙ্কেও যায়, সেখান থেকে আরও লিঙ্কে, এভাবে যতদূর যাওয়া যায়, সবগুলোকেই সে তার ডাটাবেজে যোগ করে নেয়, মৃত লিঙ্কগুলো চিহ্নিত করে । এভাবে বাড়তে থাকে গুগলের তথ্যভাণ্ডার । তথ্য এভাবে খুঁজে নেয়ার/পাওয়ার এই ব্যাপারটাকে "ক্রলিং" বলে । গুগলের এই ক্রলিং বটটাকে বলে গুগলবট, স্পাইডার নামেও অভিহিত করা হয় মাঝে মাঝে । এভাবে যে সাইটগুলো সার্চ ইঞ্জিনে ইনডেক্সিং করা সম্ভব হয়, সেগুলো "সারফেস ওয়েব"-এর অন্তর্ভুক্ত । উইকিপিডিয়া, ইউটিউব, বিভিন্ন পাবলিক ফোরাম, পাবলিক ওয়েব পেজ সবকিছুই এই সারফেস ওয়েবের অন্তর্ভুক্ত । অর্থাৎ, আমাদের ইন্টারনেট ঘাঁটাঘাঁটির বেশিরভাগ কাজ আমরা এই সারফেস ওয়েবেই করে থাকি । কিন্তু এটাই সব না । আসলে এটা কিছুই না । ইন্টারনেটের মোট ভলিউমের তুলনায় এই সারফেস ওয়েব একভাগও না । তাহলে বাকি নিরানব্বই ভাগ বা তারও বেশি তথ্য কোথায় গেলো?

সেটা গেছে ডিপে, মানে ডিপ ওয়েবে । ইন্টারনেটে তথ্য যতো যোগ হচ্ছে, সারফেস ওয়েবের অনুপাতটাও ততই কমছে । তো, এই ডিপ ওয়েব সম্পর্কে জানার জন্য আমরাও কিছুটা ডিপে যাই, কি বলেন?

৩) ডিপ ওয়েব কখনো ব্রাউজ করেছেন? করেছেন কিনা সেটা আপনি নাও জানতে পারেন, তাই আপনাকে কিছুটা সাহায্য করা যাক ।

ইয়াহু মেইল বা জিমেইলে অ্যাকাউন্ট থাকলে সেটা খুলুন । ইউজার নেম, পাসওয়ার্ড দিন । টা ডা ! আপনি ঢুকে গেলেন ডিপ ওয়েবে !! আশাহত হলেন? হওয়াটাই স্বাভাবিক । আপনার ডিপ ওয়েব সম্পর্কিত রহস্যময় জগত এতো সিম্পল হওয়ার তো কথা না !! আসলে এতোটাই সিম্পল এই ডিপ ওয়েব । সার্চ ইঞ্জিন যে পেজ বা পেজের অংশগুলো ক্রল করে সার্চ রেজাল্টে দেখাতে পারে না, সেগুলা সবই এই ডিপ ওয়েবের অন্তর্ভুক্ত । তো, ইয়াহু বা জিমেইলের শুধু ফ্রন্ট পেজ (যেটাকে ল্যান্ডিং পেজ বলে) এবং এই ধরণের পাবলিক পেজগুলোই সার্চ ইঞ্জিনগুলোতে ইনডেক্সড থাকে । আর, বাকি লক্ষ কোটি ব্যবহারকারীদের মেইলবক্স সবগুলাই ডিপ ওয়েব । এখন বুঝতে পারছেন, কেন ডিপ ওয়েব সারফেস ওয়েবের তুলনায় এতো বড়? সহজ ভাবে বললে,

আপনার মেইলবক্স? – ডিপ ওয়েব

আপনার ড্রপবক্স ক্লাউড অ্যাকাউন্ট? – ডিপ ওয়েব

আপনার ফেসবুকের ফ্রেন্ডস অনলি/অনলি মি পোস্ট? – ডিপ ওয়েব

নেটফ্লিক্স / হটস্টার / হুলু …… সাবস্ক্রাইবার অনলি প্রোডাক্ট – ডিপ ওয়েব

আপনার উইকিপিডিয়া / ইউটিউব /….. এর পার্সোনাল অ্যাকাউন্ট? – ডিপ ওয়েব

অর্থাৎ, ইউজার নেম, পাসওয়ার্ড বা বিশেষ অনুমতি ব্যতীত দেখা যায় না বা ইচ্ছাকৃতভাবে সার্চ ইঞ্জিনগুলো ইনডেক্সিং করে না, এমন যতো কিছু আছে সবই ডিপ ওয়েবের অন্তর্ভুক্ত । তাহলে কি আপনি ডিপ ওয়েব সম্পর্কিত উত্তেজনাপূর্ণ যা কিছু জানেন, তার সবই ভুয়া? না, তা না । যা রটে তার কিছুটা হলেও ঘটে বলে একটা কথা প্রচলিত আছে (যেটা সবসময় সঠিক না)। এই খানিক ঘটাঘটির কাজগুলা হয় ডার্ক ওয়েবে, যেটা ডিপ ওয়েবের ছোট্ট একটা অংশ এবং প্রাইভেসি সংক্রান্ত ব্যাপারে আরও ডিপে অবস্থিত ।

৪) ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবকে অনেকেই এক করে ফেলে, কিন্তু এই দুটো মোটেও এক না । এটা অনেকটা "সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারকই ক্ষার না" ধরণের । সকল ডার্ক ওয়েব ডিপ ওয়েবের অন্তর্ভুক্ত, কিন্তু ডিপ ওয়েব মানেই ডার্ক ওয়েব না । এবং ডিপ ওয়েবের মোট সাইজের তুলনায় ডার্ক ওয়েবও মাত্র এক ভাগ বা তারও কম ।

ডার্ক ওয়েব হচ্ছে সেসব সাইট যেগুলো ইচ্ছাকৃত ভাবে সার্চ ইঞ্জিনের ইনডেক্স অপশন থেকে লুকিয়ে রাখা হয়েছে এবং সাধারণত এগুলো ক্রোম, ফায়ারফক্স বা এই ধরণের সাধারণ ব্রাউজার দিয়ে ব্রাউজ করা যায় না, বরং স্পেশাল ব্রাউজার প্রয়োজন হয় । তবে, কিছু এক্সটেনশন এবং ভিপিএন এর মাধ্যমে নরমাল ব্রাউজার দিয়েও ব্যবহার করা সম্ভব । কেন ব্রাউজ করা যায় না, এটাও আসলে খুব কঠিন কিছু না । ডার্ক ওয়েবের জন্য যারা ওয়েবসাইট খোলে, তারা সাইটগুলো রেজিস্ট্রেশন করে „ .onion „ এবং এই ধরণের কিছু এক্সটেনশনের অধীনে (আমরা যেমন ব্যবহার করি .com, .net, .org, …….) এবং এই এক্সটেনশন সমৃদ্ধ সাইটগুলো ক্রোম বা এই ধরনের গতানুগতিক ব্রাউজারগুলো এলাও করে না । ফলে এসব সাইটে স্বাভাবিকভাবে ঢুকা যায় না । এই জন্য ব্যবহার করা সবচেয়ে বিখ্যাত এবং পরিচিত ব্রাউজার হচ্ছে TOR ব্রাউজার, যার পুরো অর্থ হচ্ছে The Onion Router এবং এখান থেকেই .onion এক্সটেনশনটার উৎপত্তি । এই সফটওয়্যারটা বানিয়েছিল আমেরিকান নেভীর তিনজন কর্মচারী, তাদের সংস্থার নিজেদের মধ্যে অত্যন্ত গোপনীয়ভাবে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে ।

তো, এই সফটওয়্যারটার বিশেষত্ব কী? যদি নিরাপত্তার হুমকি এবং অনৈতিক কর্মকাণ্ড চলে থাকে, তাহলে এই ব্রাউজারটাকেই কেন ব্যান করে দেয়া হচ্ছে না বা ইন্টারনেট থেকে নামিয়ে ফেলা হচ্ছে না?

৫) ডার্ক ওয়েব নিরাপত্তার জন্য হুমকি এটা ঠিক না, বরং ডার্ক ওয়েবের ধারণাটাই এসেছে নিরাপত্তার খাতিরে ।

ইন্টারনেট ব্যবহারকারী প্রায় সবাইই সম্ভবত প্রক্সি/ভিপিএন শব্দগুলার সাথে পরিচিত বা অন্তত নাম হলেও শুনেছি এবং বিভিন্ন দরকারে ব্যবহারও করেছি । এগুলা কি করে? এগুলা ব্যবহারকারীর কম্পিউটারের আইপি (ক্লায়েন্ট আইপি) এবং যে সার্ভারে তথ্য পাঠানো হচ্ছে সেই সার্ভারের আইপির মাঝে একটা মধ্যবর্তী আইপি হিসেবে কাজ করে । ফলে সার্ভার সাইড আইপি থেকে মনে হয় যেন মধ্যবর্তী আইপি থেকেই রিকোয়েস্ট আসছে । অর্থাৎ এটা আপনার পরিচয়কে গোপন করছে মধ্যবর্তী এক ধাপে । যেমন এই পোস্টটি লেখার সময় আমি দুই স্তরের প্রক্সি ব্যবহার করছি । আমার কম্পিউটারে ইন্সটল করা ভিপিএন সফটওয়্যারটি আমার ইন্টারনেট কানেকশন এর প্রকৃত আইপি অ্যাড্রেস কে লুকিয়ে রাখছে । আর, ব্রাউজারে ইন্সটল করা প্রক্সি এক্সটেনশনটি সেই ভিপিএন প্রদত্ত আইপির উপরে আরেকটা লেয়ার যুক্ত করছে । অর্থাৎ সার্ভার সাইড থেকে ব্যাকট্র্যাক করতে হলে দুইটি ধাপ পেরিয়ে আসতে হবে প্রকৃত আইপি পাওয়ার জন্য। TOR-ও একই কাজ করে, তবে এক বা দুুই ধাপে না, বরং পেঁয়াজের (Onion) অনেকগুলো লেয়ারের মতো এই ক্ষেত্রে মধ্যবর্তী আইপিও অনেকগুলো । অর্থাৎ, অনেকগুলো মধ্যবর্তী সার্ভারে বাউন্সিং এর মাধ্যমে এটা রিসিভিং এন্ডে পৌছায় এবং প্রতিবারেই এই মধ্যবর্তী ধাপগুলো ভিন্ন ভিন্ন হতে পারে । গতানুগতিক প্রক্সি/ভিপিএন এর ক্ষেত্রে মধ্যবর্তী একটা আইপিকে ব্যাক ট্র্যাক করতে পারলেই প্রকৃত ব্যবহারকারীর পরিচয় উদ্ধার করে ফেলা সম্ভব, কিন্তু TOR এর ক্ষেত্রে মধ্যবর্তী আইপি অনেকগুলো হওয়ায় এই ব্যাকট্র্যাক করাটা খুবই কঠিন হয়ে যায় । ফলে তথ্য এবং ব্যবহারকারীর পরিচয়, উভয়ই থাকে নিরাপদ ।

এতো নিরাপত্তা এবং গোপনীয়তা সহকারে ইন্টারনেট ব্যবহার কেন প্রয়োজন এবং কারা করে?

অনেক কারণেই এটা প্রয়োজন হতে পারে । যেমন, গোয়েন্দারা, সরকারী-বেসরকারী বিভিন্ন কর্মীরা বা সাধারণ মানুষরাও, যারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে চায় গোপনীয়তার সাথে । এরপর আছে মানবাধিকার কর্মী, হুইসেলব্লোয়ার(যারা বিভিন্ন সেন্সেটিভ ব্যাপারে তথ্য ফাঁস করে), সমাজ কর্মী, কোন রাজনৈতিক বা অন্য উদ্দেশ্যে গড়া দল যারা নিজেদের সংগঠনকে প্রকাশ্যে না নিয়ে এসে গোপনে কার্যক্রম চালাতে চায় । আছে এরকম আরও অনেকেই । যেকোনো কাজেই যেমন ভালোর পাশাপাশি খারাপ থাকেই, এখানেও গোপনীয়তাকে ব্যবহার করে খারাপ কাজে জড়াচ্ছে অনেকেই । এসব খারাপ কাজের মধ্যে আছে ইলিগ্যাল ড্রাগস এবং অস্ত্রের এর কেনাবেচা বা এই ধরণের কোন ইলিগ্যাল ব্যবসা, ইলিগ্যাল পর্ন (চাইল্ড বা রিভেঞ্জ পর্ন), পাইরেটেড বই বিক্রি সহ অন্যান্য । সিল্ক রোডের কথা আপনারা হয়তো অনেকে শুনেছেন, যেটা ছিল এইরকম অবৈধ ব্যবসার একটা ওয়েবসাইট । এসব কাজে টাকার লেনদেন মূলত করা হয় অনলাইনভিত্তিক একটা ভার্চুয়াল কারেন্সি "বিট কয়েন" এর মাধ্যমে, যেটায় প্রচলিত মুদ্রাগুলোর মতো কোন পাবলিক রেকর্ড থাকে না, ফলে লেনদেনগুলোকে ট্র‍্যাক করা যায় না ।

তাই বলে কি এসব অবৈধ কাজ যারা করে তাদের ধরা যায় না?

হুম, ধরা যায় । যেহেতু, ডার্ক ওয়েবে এই ধরণের সাইট অনেক আছে, তাই গোয়েন্দা সংস্থার লোকেরাও এই জায়গাতেই ওত পেতে থাকে অপরাধী ধরার জন্য । ফলে নিরাপত্তায় নুন্যতম ঘাটতি থাকলেই অপরাধী ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা এখানেই বেশি । যেমন, সিল্করোড ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অনেক আগেই গ্রেফতার হয়েছে এবং মানি লন্ডারিং সহ বিভিন্ন কেইসে সে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে । এই কারণেই ডার্ক ওয়েবের অপরিচিত সাইটে অকারণে ব্রাউজ না করাই ভালো । ব্রাউজ করলে বিপদে পড়বেন, তা না । বরং, সেই সাইটটাকে ট্র্যাকে রাখা কোন গোয়েন্দা "আপনি সাইট কেন ব্রাউজ করছেন" এই কিউরিসিটি থেকে আপনার পরিচয় ব্যাকট্র্যাক করার চেস্টা করলেও করতে পারে যার ফলে অকারণ হেনস্থা হওয়ার একটা ক্ষুদ্র সম্ভাবনা সৃষ্টি হতে পারে । এই সম্ভাবনা কিন্তু সারফেস ওয়েবের অনেক সাইটের ক্ষেত্রেও আছে । যেমন, bestg***.com নামের একটা সাইটের নির্মাতাকে জেলে পুরা হয়েছে সাইটটি নির্মাণের অপরাধে ।

৬) "ডার্ক ওয়েবে ঢুকলেই আপনার তথ্য অমুক তমুকের কাছে চলে যাবে", "আপনাকে ট্র্যাক করা হবে", "ঢুকলে বেরোতে পারবেন না কাজ শেষ করার আগ পর্যন্ত", "আপনার ছবি এবং ব্যক্তিগত তথ্য চলে যাবে এডমিনের কাছে" এই কথাগুলা কি ভুয়া?

হুম, এই কথাগুলো পুরোই ভুয়া । এগুলো ছড়ায় দুই ধরণের মানুষঃ

এক, ডার্ক ওয়েব ব্যবহারকারী লোকজন, যার মধ্যে সাধারণ ব্যবহারকারী থেকে উচ্চপদস্থ সরকারী কর্মচারী সবাইই আছে । তারা এটা করে কারণ, তারা চায় আপনি ভয় পান এবং সেসব নিয়ে না ঘাঁটেন ।

দুই, কম জানা অতি উৎসাহী পাবলিকরা, যারা কিছু একটা পেলেই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফানো শুরু করে না জেনেই ।

এই দুইয়ে মিলে ডার্ক ওয়েব সম্পর্কে পুরোপুরি একটা রহস্যময় জগৎ তৈরি হয়ে গেছে । আর, এই রহস্যময়তা আর মানুষের অজ্ঞানতাজনিত আগ্রহকে পুঁজি করে লাইক, শেয়ার, ইউটিউব ভিউ, পত্রিকার কাটতি সব ব্যবসাই চলছে পুরোদমে । ২০১৪ তে এক রেডিট ইউজারের মাধ্যমে প্রচার পায় আরেক ধরণের ওয়েবের কথা যেটাকে সে নাম দিয়েছিল "শ্যাডো ওয়েব" যেটা পরবর্তীতে পরিচিতি পায় লাইভ অত্যাচার, খুন, ধর্ষণ দেখানোর জায়গা হিসেবে । অথচ পুরো ব্যাপারটিই ছিল একটা বানানো গল্প যেটা তার লেখাটি পড়লেও সহজেই বুঝা যায় । কিন্তু, অনুমিতভাবেই মানুষ এই গল্পও বিশ্বাস করেছে নির্দ্বিধায় । তবে ব্যাপারটি খুব বেশিদূর এগোয়নি, কারণ এর স্বপক্ষে তেমন কোন প্রমাণ পাওয়া যায়নি ।

এর মানে আবার এই না যে, ডার্ক ওয়েব ব্রাউজ করতে গেলে কেউ আপনার ব্যক্তিগত তথ্য মেরে দেয়ার সম্ভাবনা একেবারেই নেই । কম্পিউটারের পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য এগুলা ইন্টারনেটের মাধ্যমে অন্যজন পেতে পারে কোন সাইট ব্রাউজ করতে গিয়ে আপনার কম্পিউটারে স্পাইওয়্যার বা ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়ার মাধ্যমে । আপনার কম্পিউটারে যদি এন্টিভাইরাস/অ্যান্টি ম্যালওয়্যার ইন্সটল করা না থাকে অর্থাৎ, ভাইরাসের বিরুদ্ধে পর্যাপ্ত নিরাপত্তা না থাকে বা আপনি যদি এসব সম্পর্কে সচেতন না হন, তাহলে কোন সাইট ব্রাউজ করতে গিয়ে কোন লিঙ্কে ক্লিক করে ফেললে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকে যেতেই পারে । অর্থাৎ, মোটামুটি পুরো ব্যাপারটাই ঘটছে আপনার অসতর্কতা বা অজ্ঞানতার কারণে । দৈনন্দিন প্রয়োজনে ব্রাউজ করতে গিয়ে হয়তোবা আপনারা এই ব্যাপারটা প্রায়শই খেয়াল করেছেন যে, কিছু কিছু লিঙ্কে ঢুকতে গেলে ব্রাউজার থেকে ওয়ার্নিং দেখায় । সেটা হতে পারে ইনভ্যালিড সার্টিফিকেট এর কারণে, স্পাইওয়্যার, ম্যালওয়্যার যুক্ত লিঙ্কের উপস্থিতির কারণে । মোটামুটি সতর্কতা বজায় রাখলেই এমন অনাকাঙ্ক্ষিত ব্যপারগুলো আপনি এড়াতে পারেন সহজেই । আর, কম্পিউটারে একটি ভিপিএন/প্রক্সি ইন্সটল করে নিরাপদ রাখতে পারেন নিজের পরিচয়ও, যদি চান ।

৭) যারা নিয়মিত ডার্ক ওয়েব ব্যবহারকারী তাদের বাইরে আপনিও যদি চান, সেই ক্ষেত্রে ডার্ক ওয়েবে অনেক দরকারী সাইটই (যেমন, পাইরেটেড বই এর সাইট) আছে যেগুলা আপনি নিজ প্রয়োজনে ব্রাউজ করতেই পারেন । প্রয়োজনে সেগুলো ব্যবহার করুন । আরেকটা প্রচলিত কথা হল, ডার্ক নেটের সাইট অ্যাড্রেস নাকি সহজে পাওয়া যায় না ! মনে সন্দেহ থাকলে TOR ডাউনলোড করে নিজেই কিছু ব্রাউজ করুন । ব্রাউজারে the hidden wiki লিখে সার্চ দিলে একটা উইকি পেজ আসবে যেখানে আপনি ক্যাটাগরিওয়াইজ অনেক ডার্ক নেট সাইটের লিঙ্ক পাবেন । ডার্ক নেটের সাইট লিঙ্কগুলার সমস্যা হল, অনেক সাইট যেহেতু অবৈধ বা ব্যক্তিগত কারণে খোলা, তাই, ওয়েবসাইট সাসপেন্ডেড বা লিঙ্ক ডেড হয়ে যেতে পারে যেকোনো সময়েই । আর, আপনি ডার্ক নেটে যে জিনিসগুলো পাবেন, সেগুলার বেশিরভাগই সারফেস ওয়েবেও পাবেন । তাই, ডার্ক নেটে দেখেই "ওয়াহ", "ওয়াহ" করার আগে সেই একই ক্যাটাগরির জিনিস সারফেস ওয়েবেও খুঁজে দেখুন পান কিনা ! ৯০ ভাগ ক্ষেত্রেই সম্ভাবনা, পেয়ে যাবেন ।

নদী বা সাগরে নামলে দুটো ব্যাপার ঘটতে পারে ।

একঃ আপনি আপনার সীমানা জানলে নিরাপদে উপভোগ করতে পারবেন আর সাঁতার জানলে এবং নামলে পুরোপুরি উপভোগ করতে পারবেন ।

দুইঃ নিজের সীমানা না জেনে গভীর পানিতে গেলে ডুবে মরবেন ।

ইন্টারনেট হচ্ছে তথ্যের সমুদ্র । এই সমুদ্রকে কিভাবে নিজের প্রয়োজনে সঠিকভাবে ব্যবহার করা যায়, সেটা শেখার জন্যও আপনার পয়সাও খরচ করতে হবে না । সারফেস ওয়েবেই যতো বিশাল তথ্যভান্ডার আছে, সেটাই আমাদের জন্ম থেকে মৃত্যুপর্যন্ত যেকোনো তথ্য জানার বা শেখার জন্য প্রয়োজনের চেয়ে অতিরিক্ত। দরকার শুধু সেই শেখার এবং জানার আগ্রহ, এবং একটা যৌক্তিক মন । এইটুকু কষ্ট করার পরিবর্তে আপনি যদি মিথ্যা তথ্যের চাপে ডুবে যান, সেটার জন্য ইন্টারনেটকে দোষারোপ করা খুব একটা যৌক্তিক নয় বৈকি

তো আজ এই পর্যন্ত ই।
ভালো লাগলে আমার সাইটটি ঘুরে আসতে পারেন, আমার সাইটে কিছু অথর লাগবে, আমার সাইটটি ট্রিকবিডি এর মতোই, এবং ১০০% পেমেন্ট করে। এখানে ট্রিকবিডি এর ইউজারদের মতোই পোস্ট লিখে ইনকাম করতে পারবেন।
Link – Tunersbd

The post ডার্ক ওয়েব সম্পর্কে সবার কিছু ভুল ধারনা, সব এক পোস্টে appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments