সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See] |
- সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See]
- ক্যালসিয়াম আমাদের দেহে প্রয়োজন কেন? ও বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গুলো সম্পর্কে জেনে নিন।
- নিয়ে নিন 50x Nord Vpn Crack Premium Account 1 বছরের জন্য .
- নিজেই তৈরি করুন নিজের ফেসবুক ফীচার্ড ফটো খুব সহজেই (Create your Own Facebook Featured Photo)
- শাওমি Miui রম এর মধ্যে Custom Ui এবং Ios 14 কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে
- শাওমি Miui রম এর মধ্যে Nature Mod কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে
- শাওমি Miui রম এর মধ্যে Concept One কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে
- চলুন জেনে নেওয়া যাক আগ্নেয়গিরি সম্পর্কে
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির। Answer Of 1 Subjects Of Class 7সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন। নিচে অ্যাসাইনমেন্ট এর সমাধানের .txt ফাইল দেয়া হলো.. . কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . The post সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com. |
ক্যালসিয়াম আমাদের দেহে প্রয়োজন কেন? ও বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গুলো সম্পর্কে জেনে নিন। Posted: আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় ক্যালসিয়াম আমাদের দেহে কেন প্রয়োজন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলোর তালিকা। ক্যালসিয়াম আমাদের দেহে অত্যাবশ্যক একটি উপাদান। ক্যালসিয়াম এর অভাবে বিভিন্ন রোগ ও হতে পারে। তাই আমাদের উচিৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পরিমান মতো খাওয়া।রিকেটস সহ আরো অনেক রোগ এই ক্যালসিয়াম এর অভাবে হয়ে থাকে। আজকে আপনাদের মাঝে এমন কিছু খাবার সম্পর্কে বলব, যে খাবার গুলোতে অনেক ক্যালসিয়াম বৃদ্ধমান আছে। একজন প্রাপ্ত বয়স্ক লোকের দৈনিক ৭০০ মিলিগ্রাম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিৎ। ক্যালসিয়াম আমাদের দেহে খুব প্রয়োজন ও গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ ক্যালসিয়াম আমাদের দেহে কেন প্রয়োজনঃ ** হৃৎপিন্ড সংকোচন ও প্রসারন এর ক্ষেত্রে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ** প্রতোক জীব কোষ গঠনে ক্যালসিয়াম অত্যান্ত প্রয়োজন। ** রক্ত জমাট বাধতে ক্যালসিয়াম এর প্রয়োজন বা গুরুত্ব অপরসীম। ** শরীরের কাঠামো ও দাত,হাড় গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। এছাড়া ও ক্যালসিয়াম এর অভাবে অনেক রোগ হয়ে থাকে। এবার জেনে নেয়া যাক, বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গুলো সম্পর্কেঃ ![]() ১) সামুদ্রিক মাছঃ সামুদ্রিক মাছে প্রচুর পরিমান ক্যালসিয়াম বৃদ্ধামান রয়েছে।তাই আমাদের খাবার তালিকায় সামুদ্রিক মাছ রাখা উচিৎ। ২) বিভিন্ন ঔষুধি গাছ ও মসলাঃ তুলসি পাতা,পুদিনা পাতা ও মসলা জাতীয় খাবার যেমন দারুচিনি,রসুন ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমান ক্যালসিয়াম। এগুলো খেলে আমাদের শরীর এর হাড় মজবুত করে। ৩) কমলাঃ ৪) চিংড়ি মাছঃ চিংড়ি মাছে প্রচুর পরিমান ক্যালসিয়াম রয়েছে।চিংড়ি মাছ অল্প আচে রান্না করতে হবে। চিংড়ি মাছ বেশি আচে রান্না করলে ক্যালসিয়াম এর পরিমান কমে যায়। ৫) তিলঃ তিলে প্রচুর পরিমান ক্যালসিয়াম রয়েছে।প্রতি টেবিল চামচ তিল থেকে ৮৮ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।এই তিল ক্যান্সার ও প্রতিরোধ করতে প্রচুর ভুমিকা পালন করে। ৬) বিভিন্ন প্রকার শাক – সবজিঃ বিভিন্ন প্রকার সবুজ শাক-সবজি তে রয়েছে প্রচুর পরিমান ক্যালসিয়াম। মটর বীচি,পালংশাক,ফুলকপি,বরবটি,শিম এগুলোতে প্রচুর পরিমান ক্যালসিয়াম রয়েছে।তাই এগুলো আমাদের খাবার তালিকায় রাখা উচিৎ। ৭) পনিরঃ পনির এ প্রচুর পরিমান ক্যালসিয়াম রয়েছে। তাই পনির খাওয়া অত্যান্ত উপকারী। ৮) টকদইঃ যাদের দুধ খেলে এলার্জির মতো সমস্যা দেখা দেয়,তারা টকদই খেয়ে ক্যালসিয়াম এর ঘাটতি পুরন করতে পারে। টকদই এ প্রচুর পরিমান ক্যালসিয়াম রয়েছে। ৯) কাঠবাদামঃ কাঠবাদাম এ প্রচুর পরিমান ক্যালসিয়াম রয়েছে।প্রতি কাপ কাঠবাদামে ৪৭৫ মিলিগ্রাম পযন্ত ক্যালসিয়াম পাওয়া যায়। তাই মাঝে মাঝে আমাদের কাঠবাদাম খাওয়া উচিৎ। বেশি খাওয়া উচিৎ না। কারন কাঠবাদামে আবার ক্যালরি ও আছে প্রচুর।তাই স্বাভাবিক খাওয়া উচিৎ। ১০) দুধঃ ক্যালসিয়াম এর অন্যতম উৎস হলো দুধ।দুধে প্রচুর পরিমান ক্যালসিয়াম রয়েছে। তাই আমাদের প্রতিদিন খাবার তালিকায় দুধ রাখা অত্যান্ত জরুরী। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ক্যালসিয়াম আমাদের দেহে প্রয়োজন কেন? ও বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গুলো সম্পর্কে জেনে নিন। appeared first on Trickbd.com. |
নিয়ে নিন 50x Nord Vpn Crack Premium Account 1 বছরের জন্য . Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে কয়েকটি Nord Vpn Premium Account শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন
এখান থেকে একাউন্টগুলো কালেক্ট করুন timohalstenbach@googlemail.com:Deutschebank1 | Telegram id: @PremiumAppsAccountFree – Expiration: 12/19/2021 যারা যারা একাউন্ট পাননি , তারা এই গ্রুপে জয়েন হয়ে একটি ম্যাসেজ দিন অথবা কমেন্ট বক্সে ইমেইল ঠিকানা দিয়ে কমেন্ট করুন এবং যেকোনো Premium App, Account, Bin, Udemy Course And Other লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন The post নিয়ে নিন 50x Nord Vpn Crack Premium Account 1 বছরের জন্য . appeared first on Trickbd.com. |
নিজেই তৈরি করুন নিজের ফেসবুক ফীচার্ড ফটো খুব সহজেই (Create your Own Facebook Featured Photo) Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও সময়টা ভালো যাচ্ছে না, তবুও আল্লাহ তায়ালার কাছে এটাই চাওয়া সবাই যেন সুস্থ এবং নিরাপদে থাকে এই মহামারী থেকে। তো মূল পোস্টে আসা যাক। আমি যে পোস্ট করতে চলেছি এটা বেশিরভাগ মানুষই হয়তো যানে। তবে অনেকেই নিজেই নিজের ফেসবুক ফীচার্ড ফটো তৈরি করতে পারে না, তার মূল কারন মাপমতো ফটো CROP করার একটা ঝামেলা থাকে। তাই বেশির ভাগ মানুষ ইন্টারনেট থেকে সংগ্রহ করে Facebook Featured Photo প্রোফাইলে যোগ করে। তবে আমি দেখাবো কিভাবে সব থেকে সহজে নিজের ফটো মাপমতো ক্রপ করে আপলোড দিবেন ফীচার্ড ফটোতে। সর্বপ্রথম ফটো পছন্দ করুন । তবে হ্যা অবশ্যই দেখবেন ফটো যেনো Square (বর্গাকার) হয় অর্থাৎ Ratio 1:1 হয় । এরপর Google Play Store তে যান এবং এই সফটওয়্যার টি ইন্সটল দিন। ![]() এরপর ওপেন করে Grid Select করুন : ![]() তারপর (৩ x ৩) বা (3 x 3) সিলেক্ট করে CROP করুন এবং সেভ করুন। ![]() এরপর আপনার ফেসবুক প্রোফাইলে চলে যান এবং এই অপশনে যান। ![]() এবার Featured Photo Select করতে হবে তবে তার আগে Chrome এর Desktop Mode অন করুন। ![]() অতঃপর আপনার ৯ টি ফটো সিলেক্ট করুন। Note : ((যদি ফটো শো না করে তবে Only Me Privacy করে ৯ টি ফটো আগেই আপলোড দিয়ে নিবেন।)) ![]() ব্যাস হয়ে গেলো। ![]() আশা করি অনেকের উপকারে আসবে। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনোদিন, অন্যকোনো পোস্টে। Facebook/Twitter/Instagram/Linkedin/(Iamsagorsrk) Messenger : Text Me On Facebook Messenger পোস্ট সম্পর্কে মতামত কমেন্টে জানালে খুব খুশি হবো The post নিজেই তৈরি করুন নিজের ফেসবুক ফীচার্ড ফটো খুব সহজেই (Create your Own Facebook Featured Photo) appeared first on Trickbd.com. |
শাওমি Miui রম এর মধ্যে Custom Ui এবং Ios 14 কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে Posted: ভাবলাম কিছুদিন আমার ব্যাবহার করা কিছু থিম আপনাদের সাথে শেয়ার করব। আজকের থিম এর নাম হচ্ছে Nature Mod এবং Ios 14। nature থিম টা মুটামুটি হলেও Ios এই থিমটা জোশ একটা থিম। এটা ডায়ালার থেকে শুরু করে সবকিছু একদম আইফোনের আইকন, Ui ইত্যাদি কপি করা। মজার ব্যাপার এদের কাস্টম বুট এনিমেশন ও আছে। এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন। Tested DeviceDevice: Poco x3 Download LinkScreenshots CustomuiScreenshots Ios 14InstallationThe post শাওমি Miui রম এর মধ্যে Custom Ui এবং Ios 14 কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com. |
শাওমি Miui রম এর মধ্যে Nature Mod কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে Posted: ভাবলাম কিছুদিন আমার ব্যাবহার করা কিছু থিম আপনাদের সাথে শেয়ার করব। আজকের থিম এর নাম হচ্ছে Nature Mod এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন। Tested DeviceDevice: Poco x3 Download LinkScreenshotsInstallationThe post শাওমি Miui রম এর মধ্যে Nature Mod কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com. |
শাওমি Miui রম এর মধ্যে Concept One কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে Posted: ভাবলাম কিছুদিন আমার ব্যাবহার করা কিছু থিম আপনাদের সাথে শেয়ার করব। আজকের থিম আমার পছন্দের টপ 3 এর মধ্যে আছে। আজকের থিম এর নাম হচ্ছে Concept One এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। পেছনে ড্রাগন বল এর গোকুর ব্যাকগ্রাউন্ড দারুন লাগে। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন। Tested DeviceDevice: Poco x3 Download LinkScreenshotsInstallationThe post শাওমি Miui রম এর মধ্যে Concept One কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com. |
চলুন জেনে নেওয়া যাক আগ্নেয়গিরি সম্পর্কে Posted: ১৯৪৩ সালের ২০ শে ফেব্রুয়ারি মেস্কিকোর এক গ্রামে মাটি খুঁড়ে হঠাৎ বেরিয়ে এল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। কিছু বুঝে ওঠার আগেই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল ফুটন্ত লাভা। গ্রামের পর গ্রাম হারিয়ে যাচ্ছে লাভার তলে । লক্ষ লক্ষ টন লাভা নির্গত হচ্ছে যা বন্ধ করার উপায় জানা নেই কারাে। প্রকৃতির কাছে মানুষ। দারুণ অসহায় হয়ে পড়েছে। বিজ্ঞানীরা নানাভাবে চেষ্টা করতে লাগলেন। ক্ষয়ক্ষতি কমাবার । লাভার স্রোত নিচে নামার সময়ে পুড়িয়ে নিয়ে যাচ্ছে। ফসলের মাঠ, গ্রামীণ লােকজনের ঘরবাড়ি। এক সময়ে অগ্ন্যুৎপাত কমে এল। স্বস্তির নিশ্বাস ফেললেন বিজ্ঞানীরা নবজাত এই আগ্নেয়গিরির নাম রাখলেন তারা প্যারিকুটিন । অগ্ন্যুৎপাতের ঘটনা এই যে প্রথম তা নয় । মনে করা হয়ে থাকে পৃথিবী। সৃষ্টির আদি থেকেই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে আসছে। তখন জীবের সৃষ্টি হয়নি। কোটি কোটি বছর ধরে অগ্ন্যুৎপাত হয়েছে। তার নিঃসরিত লাভা ঠান্ডা হয়েছে। অগ্ন্যুৎপাতের যে ঘটনা ইতিহাসে প্রথম লিখিত হয়েছে তা ঘটেছে ৭৯ খ্রিষ্টাব্দে। ইতালি দেশের ভিসুভিয়াসের মুখ দিয়ে প্রচণ্ড অগ্ন্যুৎপাত ঘটে। এই অগ্ন্যুৎপাত পম্পেই ও হারকিউলেসিয়াস নগরী ধ্বংসপ্রাপ্ত হয়। এই সময়ের বিখ্যাত রােমা বিজ্ঞানী পিনি এই অগ্ন্যুৎপাতের গতিবিধি পর্যবেক্ষণ করতে যেয়ে বাষ্পর মারা যান। ১৮৮৩ সালে ইন্দোনেশিয়ার ক্রাকাটাই আগ্নেয়গিরির । অগ্ন্যুৎপাত ঘটেছিল তার প্রভাবে বিলীন হয়ে গিয়েছিল অনেক জনপদ।শান্ত নিরীহ পাহাড়ে হঠাৎ করে আগ্নেয়গিরি মাথা তুলে কেন দাঁড়ায়, সে বিষয়ে বিজ্ঞানীরা কী ধারণা দিয়েছেন আমাদের। আমরা জেনেছি, পৃথিবীর সবচেয়ে বাইরের দিকে অর্থাৎ ভূ-ত্বক তৈরি হয়েছে মাটি বা পাললিক শিলা দিয়ে। এই স্তরটার নিচে রয়েছে গ্রানাইট বা ব্যাসাল্ট স্তর। এর পরের স্তরটা হলাে ম্যাগমা স্তর । ম্যাগমা স্তরটা খুবই উত্তপ্ত, টগবগ করে ফুটছে সর্বক্ষণ। এরা সব সময়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপরে উঠে আসার জন্য। কিন্তু ব্যাসাল্ট স্তরের জন্য কিছুতেই সুবিধে করতে পারছে না। কিন্তু কখনাে কখনাে ভূমিকম্পের ধাক্কায় পাহাড়ে ফাটল দেখা দিলে বেধে যায় বিপত্তি। ফুটন্ত ম্যাগমা হুড়মুড় করে ঐ ফাটল দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। তখনই সৃষ্টি হয় আগ্নেয়গিরির। আগ্নেয়গিরির সৃষ্টি সম্পর্কে প্রাথমিক একটা ধারণা মৌ দিতে চায় ছােট বােনকে । আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখতে পাই সুপ্ত আগ্নেয়গিরি হতে আবার অগ্ন্যুৎপাত শুরু হওয়ার খবর । অগ্ন্যুৎপাতই যদি হবে তাহলে সুপ্ত বলা হলাে কেন। আর সুপ্তই যাদি হয়ে থাকবে তাহলে অগ্ন্যুৎপাত হচ্ছে কেন। বিষয়টি নিয়ে তুমি একটু বেশি মাথা ঘামিয়ে ফেলেছ । সুপ্ত বলতে যে। অগ্ন্যুৎপাত সংঘটনা কিছুদিন বা কয়েক বছরের জন্য বন্ধ হয়েছিল। তবে এর । আগে আমরা জেনে নেই, বিজ্ঞানীরা আগ্নেয়গিরিদের তিন ভাগে ভাগ করেছেন। প্রথমভাগে জ্বলন্ত আগ্নেয়গিরি, দ্বিতীয় মৃত আগ্নেয়গিরি আর তৃতীয় সুপ্ত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরির মুখ থেকে প্রায়ই অগ্ন্যুৎপাত ঘটে সেগুলাে। জীবন্ত । যার অগ্ন্যুৎপাত এক সময়ে ঘটেছিল কিন্তু ভবিষ্যতে জীবন্ত হওয়ার। কোনাে সম্ভাবনা নেই সেগুলাে মৃত। আর যে ধরনের আগ্নেয়গিরির মুখ থেকে এখন অগ্ন্যুৎপাত হচ্ছে না তবে ভবিষ্যতে হবার সম্ভাবনা রয়ে গেছে সেগুলাে সুপ্ত আগ্নেয়গিরি। তুমি এমনই কোনাে সুপ্ত আগ্নেয়গিরির কথা পড়েছ । তিন ধরনের আগ্নেয়গিরির কথা যে বললে সারা পৃথিবী জুড়েই কী। এই তিন ধরনের আগ্নেয়গিরি অবস্থান করতে পারে । বিজ্ঞানীরাও এটা নিয়ে বিস্মিত। পৃথিবীর মানচিত্রটা হাতে নিলে। দেখবে আগ্নেয়গিরির অবস্থান বেশ বিস্ময়কর। আগ্নেয়গিরিগুলাে একটা বৃত্তের মতাে প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে। বিজ্ঞানীরা কৌতুক করে তাই এর নাম রেখেছেন Ring of fire. যে সব আগ্নেয়গিরি বেচে আছে এদের। প্রায় তিনশাের কাছাকাছি। এরা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে নেই পৃথিবী জুড়ে এদের অবস্থান নয়। নির্দিষ্ট অঞ্চল বরাবর এরা এগিয়ে গিয়ে বিজ্ঞানীরা এরও একটা নাম রেখেছেন Volcanic belt. এই বেল্ট বা কোমরবন্ধের কাছাকাছি জায়গায় আবার রয়েছে কমবেশি পাহাড়ের সারি আরও বিস্ময়কর বিষয় হলাে, Volcanic belt এর কাছাকাছি অবস্থান রয়েছে ভূমিকম্পের মূল এলাকা যাকে বলা হয় Earthquake. আগ্নেয়গিরির আলােচনায় ভূমিকম্পের কথাও এসে গেল । তাহলে। ভূমিকম্পের সাথে আগ্নেয়গিরির একটা ঘনিষ্ঠ সম্পর্ক কি রয়ে গেছে? বিজ্ঞানীরা নিশ্চিত করছেন এবং বলছেন এই সম্পর্কটা যমজ বােনাের মতাে। এই এলাকার ভূমিস্তরে কম বয়সী পাহাড়ের দুপাশে প্রচণ্ড চাপ পড়ার। জন্য পাহাড়ের কোনাে অংশ ফেটে যেতে পারে। এই চাপে পড়ে পাহাড়ের কোনাে অংশ যদি একটু নিচে নেমে যায় বা স্থানচ্যুত হয় তখনই ঐ ফাটল। দিয়ে ম্যাগমা উপরে উঠে আসার চেষ্টা করে। আবার এমনাে হতে পারে ফুটন্ত ম্যাগমার মধ্যে পাহাড়ের একটা অংশ দেবে যেয়েও সৃষ্টি করতে পারে প্রচণ্ড চাপের । ফলে শুরু হয়ে গেল ভূমিকম্প। ভূমিকম্পের প্রভাবে প্রচণ্ড বেগে পাহাড়ের মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করল ম্যাগমা । শুরু হলাে আগ্নেয়গিরির অগ্নৎপাত।। এভাবেই আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে বুঝতে পারছি। কিন্তু এটা ঠান্ডা হবে কী করে ।। তােমার জানতে ইচ্ছে করছে অগ্ন্যুৎপাত থামবে কী করে। অনেক সময় দেখা যায় অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরি মুখে কঠিন লাভা জমে তার মুখটা বন্ধ হয়ে যেতে পরে । লাভা ঠান্ডা হয়ে শিলাখণ্ড তৈরি হয়। এই শিলাখণ্ডের উপস্থিতির জন্যও মুখটা বন্ধ হয়ে যেতে পারে । তখন অগ্নৎপাত নিজে নিজেই থেমে গেল । পুরাতন আগ্নেয়গিরি থেকে অর্থাৎ সুপ্ত আগ্নেয়গিরি থেকে আবার। মাঝেমধ্যে অগ্ন্যুৎপাত হয় বলে বিজ্ঞানীরা বলছেন। এই আগ্নেয়গিরিগুলােকে বিজ্ঞানীরা বলছেন সুপ্ত আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির নিচে বাস্পরাশির ক্রমবর্ধমান চাপ পড়তে খাকলে তখন হঠাৎ ভীষণ। বেগে আগ্নেয়গিরির মুখটা খুলে যায় । বাষ্প ও তরল লাভার অগ্নিস্রোত বের হতে থাকে । এইভাবে লাভা জমে কখনাে আগ্নেয়গিরির মুখ বন্ধ হয়ে যায় আবার প্রচণ্ড চাপ পড়ে মুখ খুলে যায় । সুপ্ত আগ্নেয়গিরি হতে লাভা বেরিয়ে আসছে বহু বছর অন্তর অন্তর । সম্প্রতি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরে আট হাজার একশাে ফুট উঁচু মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরিতে অগ্নৎপাত শুরু হয়েছে। সেখানে জারি করা হয়েছে বিপদ সংকেত । চারশাে বছর সুপ্ত থাকার পর আগ্নেয়গিরিটি লাভা ছড়াতে শুরু করেছে। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র । মাউন্ট সিনাবাং তাহলে সুপ্ত অবস্থাতে ছিল । এটা চারশাে বছর ধরে সুপ্ত অবস্থায় ছিল। প্রথমে এখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একদিন পরে জ্বালামুখ দিয়ে লাভ বেরিয়ে আসতে শুরু করে । দেখতে দেখতে লাভা আগুনের বলের মতাে রূপ নেয়। তখন এর পাশের চারটি গ্রাম হতে দশ হাজারের মতাে লােককে সরিয়ে নেওয়া হয় । অবশ্য অনেক আগেই অনেকে সরে যায়। জ্বালামুখ দিয়ে ছােট ছােট উত্তপ্ত পাথর আর সালফার বের হওয়ার সাথে সাথে ভয় পেয়ে বাড়ি ছেড়ে শহরে চলে যায় অনেকে। | এমনি করেই ঘটে চলেছে পৃথিবীর উপরিভাগের নানা পরিবর্তন। আজ বিস্তীর্ণ অঞ্চল যা শস্য শ্যামল হয়ে রয়েছে, হাজার বছর পরে সে জায়গা হয়ত। থাস করে নেবে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা। আবার এখন বিস্তীর্ণ এলাকা। বরফের হিমশীতল রাজ্য, সেখানে একেবারে পাল্টে গিয়ে ঘন জঙ্গলে আচ্ছন্ন। হয়ে উঠতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন ঘটে অত্যন্ত মন্থর গতিতে। কখনাে লক্ষ বছরের ব্যবধানে।
PLEASE SUBSCRIBE MY CHANNELThe post চলুন জেনে নেওয়া যাক আগ্নেয়গিরি সম্পর্কে appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments