অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See] |
- অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See]
- (বিকাশ আপডেট পোস্ট) এখন বিকাশ এ প্রিয় নাম্বার ছাড়াও অন্য যেকোনো নাম্বারে সেন্ড মানি করেন ফ্রিতে এবং পে বিল ও করে ফ্রিতে আর নিয়ে নিন ক্যাশব্যাক!
- এক নজরে দেখে নিন,কচু শাকের উপকারীতা ও গুনাগুন।
- Miui এর জন্য আমার ব্যাবহার করা বেস্ট কাস্টম থিম Khalifa Lineui নিয়ে নিন একদম ফ্রীতে
- শাওমি Miui রম এর মধ্যে Ubuntu Line কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে
- 125x Zee5 Crack Premium Account ফ্রীতে নিয়ে নিন
- Nagad একাউন্ট থেকে GP সিমে ভয়েস, ইন্টারনেট এবং বান্ডেল প্যাক কিনে নিয়ে নিন ক্যাশব্যাক তাও আবার যতবার খুশি ততবার।(শর্ত প্রযোজ্য)
- ওয়েব ডিজাইন কি? কিভাবে ওয়েব ডিজাইন শিখব?
অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See] Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির। Answer Of 1 Subject Of Class 8অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন। নিচে অ্যাসাইনমেন্ট এর সমাধানের .txt ফাইল দেয়া হলো.. . গণিত অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . The post অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com. |
Posted: সাম্প্রতিক করোনা পরিস্থিতি কারণে বিকাশ তাদের কিছু সেবা আপডেট নিয়ে এসেছে! সেন্ড মানি
পে-বিল
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post (বিকাশ আপডেট পোস্ট) এখন বিকাশ এ প্রিয় নাম্বার ছাড়াও অন্য যেকোনো নাম্বারে সেন্ড মানি করেন ফ্রিতে এবং পে বিল ও করে ফ্রিতে আর নিয়ে নিন ক্যাশব্যাক! appeared first on Trickbd.com. |
এক নজরে দেখে নিন,কচু শাকের উপকারীতা ও গুনাগুন। Posted: আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,কচু শাকের উপকারীতা ও গুনাগুন। গ্রাম অঞ্চলের প্রায় লোক-জনের কাছে এই কচু শাক খুব জনপ্রিয়। সাধারণত গাম অঞ্চলে উঠান,পতিত জমি ও, আইলে কচু জন্মে থাকে। অবহেলায় কচু বেড়ে ওঠে, আমরা অনেকে জানি না এই কচুতে ইনেক ভিটামিন ও পুস্টিগুন রয়েছে।কচু পাতা ভর্তা,তরকারী সহ বিভিন্ন ভাবে কচু খাওয়া হয়।কচুর মুখী,পানিকচু,ওলকচু ইত্যাদি এগুলা সাধারণত খাওয়া হয়।কচুতে প্রচুর পরিমান পুস্টি রয়েছে।এছাড়াও কচুতে ফ্যাট, কার্বোহাইডেট,প্রোটিন ও বিভিন্ন খনিজ উপাদান ও ভিটামিন রয়েছে। দুই ধরনের কচু আমরা খেয়ে থাকি,এগুলো হলো সবুজ কচু ও কালো কচু। ![]() খাদ্যশক্তি—- ৫৬ কিলোক্যালরি। কচু শাক এর উপকারিতা গুলো জেনে নিনঃ ***কচুর লতিতে চিনির পরিমান কম থাকায় ডায়াবেটিস আক্রান্ত রোগীরা খেতে পারেন। ***যাদের এসিডিটি বা গ্যাস্টিক রয়েছে তাদের জন্য কচু অনেক উপকারী। তারা কচু খেতে পারেন। ***কচুতে সাধারণত আয়োডিন এর পরিমান অনেক বেশি থাকে। ***চুলের ভঙ্গুরতা বন্ধতে কচুর ভুমিকা অনেক বেশি। *** কচুতে আয়রন ও ক্যালসিয়াম এর পরিমান থাকে অনেক বেশি। তাই কচু খেতে পারেন। *** আশ জাতীয় হওয়াতে কোষ্ঠকাঠিন্য দূর করতে কচু অনেক ভুমিকা রাখে। ***কচুতে রয়েছে প্রচুর ভিটামিন-এ, যা রাতকানা রোগে ভুমিকা পালন করে। এবার জেনে নেয়া যাক, কচুর গুনাগুন গুলোঃ ১) জ্বর কমাতেঃ কারো জ্বর হলে দুধ ও কচু রান্না করে খেলে ভালো প্রতিকার পাওয়া যায়। তাই যাদের জ্বর হয় তারা এটা খেয়ে দেখতে পারেন,উপকারে আসবে। ২) গর্ভবতী নারীঃ কচুশাকে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন ও পুস্টিগুন। যা গর্ভবতী দের জন্য অনেক উপকারী। কচুশাক সহজে দারিদ্র্য গর্ভবতী মেয়েদের ভিটামিন ও খনিজ পুস্টিউপাদান পুরন করে থাকে। ৩) উচ্চ রক্তচাপ কমায়ঃ কচুশাকে রয়েছে প্রচুর পরিমান স্যাপোনিনস,কার্বোহাইডেট, যা উচ্চ রক্তচাপ কমায়।নিয়মিত এই কচু খেলে হৃদরোগ এর ঝুকি কমায়। ৪) দাত ও হাড়ের গঠনঃ কচুতে রয়েছে প্রচুর পরিমান ম্যাগনেসিয়াম,ক্যালসিয়াম ও ফসফরাস। যা আমাদের দাত ও হাড়ে গঠনে প্রচুর ভুমিকা পালন করে। তাই কচুশাক খাওয়া উচিৎ আমাদের। ৫) ক্যান্সার প্রতিরোধঃ কচুরশাকে অনেক খনিজ উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে প্রচুর ভুমিকা পালন করে। ৬) মুখ ও ত্বকের রোগঃ ভিটামিন-এ এর পাশাপাশি কচুর শাকে রয়েছে ভিটামিন-বি যা ত্বক ও মুখের জন্য অনেক বেশি কার্যকারী। ৭) কোষ্ঠকাঠিন্যঃ কচুরশাকে রয়েছে আশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর ভুমিকা পালন করে।যাদের এই কোষ্ঠকাঠিন্য তারা কচুর শাক খেতে পারেন। ৮) রাতকানা রোগঃ কচুতে রয়েছে ভিটামিন-এ, যা রাতকানা রোগ প্রতিরোধে প্রচুর ভুমিকা পালন করে।এবং কচুর শাক খেলে দৃস্টিশক্তি বাড়াতে প্রচুর সাহায্য করে। ৯) হিমোগ্লোবিনঃ কচুর শাকে রয়েছে আয়রন, যা হিমোগ্লোবিন এর মাত্রা বাড়াতে সাহায্য করে। তাই আমাদের কচুরশাক খেতে হবে। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post এক নজরে দেখে নিন,কচু শাকের উপকারীতা ও গুনাগুন। appeared first on Trickbd.com. |
Miui এর জন্য আমার ব্যাবহার করা বেস্ট কাস্টম থিম Khalifa Lineui নিয়ে নিন একদম ফ্রীতে Posted: আমার ব্যাবহার করা সবচেয়ে সুন্দর থিম আপনাদের সাথে শেয়ার করব। আজকের থিম এর নাম হচ্ছে Khalifa Lineui এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এতগুলো থিম এর মধ্যে আমার কাছে এটিই ১ নাম্বারে অবস্থান করবে।এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন। Tested DeviceDevice: Poco x3 Download LinkScreenshotsInstallationThe post Miui এর জন্য আমার ব্যাবহার করা বেস্ট কাস্টম থিম Khalifa Lineui নিয়ে নিন একদম ফ্রীতে appeared first on Trickbd.com. |
শাওমি Miui রম এর মধ্যে Ubuntu Line কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে Posted: ভাবলাম কিছুদিন আমার ব্যাবহার করা কিছু থিম আপনাদের সাথে শেয়ার করব। আজকের থিম এর নাম হচ্ছে Ubuntu Line এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন। Tested DeviceDevice: Poco x3 Download LinkScreenshotsInstallationThe post শাওমি Miui রম এর মধ্যে Ubuntu Line কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com. |
125x Zee5 Crack Premium Account ফ্রীতে নিয়ে নিন Posted: *** আসসালামু আলাইকুম *** প্রিয় ট্রিকবিডিবাসী,সকলে কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। Acount: satishjaipur@gmail.com:Hewitt11 | Plan type = SVOD | Plan = ZEE5 Complementary Offer | price = ₹0.0 | Renew = true | Expiry = 2021-04-22 | Days Left = 15 | All Config By = সবগুলোএকাউন্ট চেক করে দেওয়া হয়েছে।কেউ পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। এর পরবর্তী পোস্টে আরও বেশি একাউন্ট নিয়ে হাজির হবো Premium Box | crack the world You can also find lots of leaks, tools, software, tutorials, and more. Learn many things here, new friends and have fun with our special features. We will not disappoint you The post 125x Zee5 Crack Premium Account ফ্রীতে নিয়ে নিন appeared first on Trickbd.com. |
Posted: এখন nagad একাউন্ট থেকে গ্রামীণফোনের গ্রাহকরা নির্দিষ্ট ভয়েস, ইন্টারনেট এবং বান্ডেল প্যাক কিনলে পাচ্ছেন ৫% ক্যাশব্যাক। শুধু তাই নয়, ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন যতবার খুশি ততবার। শর্ত প্রযোজ্যঃ৫০ টাকার বেশি যেকোন প্যাকেজ 'নগদ'-এর মাধ্যমে রিচার্জ করলেই উপভোগ করতে পারবেন ৫% ক্যাশব্যাক যে নাম্বারে নগদ একাউন্ট খুলেছেন সেই নাম্বারে রিচার্জ করলে ক্যাশব্যাক পাওয়া যাবে ক্যাশব্যাক পাবেন নগদ একাউন্ট এ রিচার্জ করার পর ইনস্ট্যান্ট (তাৎক্ষণিক) ক্যাশব্যাক পাবে। নির্দিষ্ট ভয়েস, ইন্টারনেট এবং বান্ডেল প্যাক গুলি.!
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post Nagad একাউন্ট থেকে GP সিমে ভয়েস, ইন্টারনেট এবং বান্ডেল প্যাক কিনে নিয়ে নিন ক্যাশব্যাক তাও আবার যতবার খুশি ততবার।(শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com. |
ওয়েব ডিজাইন কি? কিভাবে ওয়েব ডিজাইন শিখব? Posted: ওয়েব ডিজাইন কি এবং কিভাবে ওয়েব ডিজাইন শিখবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের আর্টিকেলে। তাই ভালভাবে বোঝার জন্য পুরো আর্টিকেলটি পড়ুন। ওয়েব ডিজাইন কি?ওয়েব ডিজাইন হলো HTML এবং CSS এর সমন্বয়ে একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবকাঠামো তৈরী। একটি ওয়েব সাইট কেমন হবে, এটির লেআউট কেমন হবে, উপরের অংশ, নিচের অংশ কেমন হবে, ওয়েব সাইটের ভেতরে কি থাকবে, ওয়েব সাইটের কালার কি রকম হবে এর সব কিছুই নির্ভর করে ওয়েব ডিজাইনের উপর। আর এইসব কাজ করা হয় মূলত দুইটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে, HTML ও CSS । এইচটিএমএল দিয়ে সাইটের অবকাঠামো তৈরি করা হয় আর সিএসএস দিয়ে সেই অবকাঠামোর ডিজাইন বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়। তাই ওয়েব ডিজাইন শেখার জন্য এই দুটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখা অতীব জরুরি। ওয়েব ডিজাইন শেখার জন্য কি লাগবে?ওয়েব ডিজাইন শেখার জন্য আপনার শুধু ইচ্ছেশক্তি ও ধৈর্য প্রয়োজন। এছাড়া একটি কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন আর কিছু লাগবে না। বাকি যা কিছু প্রয়োজন তা এই আর্টিকেলেই পেয়ে যাবেন। ওয়েব ডিজাইনের জন্য আপনার কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নাই শুধু ইংরেজি পড়তে ও লিখতে পারলেই হবে। আর কম্পিউটার এর ক্ষেত্রে ও বেশি ভাল মানের কম্পিউটার প্রয়োজন পড়ে না। কোর আই ৩ আর ৪ জিবি র্যাম হলেই যথেষ্ট। মনিটর একটু বড় হলে ভাল হয়। (২১ ইঞ্চি) আর বাকি যা কিছু আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন। ওয়েব ডিজাইনের ভবিষ্যৎ কি?আপনি যদি ক্যারিয়ার হিসেবে ওয়েব ডিজাইন নিতে চান তাহলে সেটি হবে আপনার একদম সঠিক সিদ্ধান্ত। কারন বর্তমানে দিন দিন ওয়েবসাইটের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এর কারন হচ্ছে বর্তমান এ পৃথিবীতে সবকিছুর যোগাযোগ, লেনদেন, কেনাবেচা সবকিছুই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। আর সেজন্য এখন সকলেই চাচ্ছে তার ব্যবসা বা প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট তৈরি করতে। যাতে করে তার ব্যবসার আরো প্রসার ঘটে ও মানুষ সহজেই তার পন্য/ সেবার সন্ধান পেতে পারে। আর এর ফলে মানুষ প্রতিনিয়ত ওয়েবসাইট তৈরি করছে ও এই প্রক্রিয়া চলমান থাকবে আপনি নিশ্চিত থাকতে পারেন। প্রতি মাসে প্রায় ১ মিলিয়ন নতুন ওয়েবসাইট ইন্টারনেটে যুক্ত হয়। এতো চাহিদার কারনে এই কাজের পারিশ্রমিক ও বেশি। আপনি একজন ওয়েব ডিজাইনার হলে মাসে অনায়াসেই ৫০০-১০০০ ডলার আয় করতে পারবেন। তবে আপনাকে সে রকম অভিজ্ঞতা ও অর্জন করতে হবে। ওয়েব ডিজাইন কিভাবে শিখবেন?ওয়েব ডিজাইন এর জন্য আপনার মেইন যে শিখার দরকার তা হলো HTML এবং CSS । তো এই দুইটা ল্যাংগুয়েজ আপনারা খুব সহজেই W3 School থেকে শিখতে ও প্রাকটিস ও করতে পারেন। এর জন্য নিচের লিংক ব্যবহার করতে পারেন। এইসব শেখার আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে চান তাহলে এই কোর্সটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা গুগল ইউটিউব থেকেও সার্চ করে এগুলো শিখে নিতে পারেন। আর কোথাও কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানাতে পারেন। আর ওয়েব ডিজাইন কিভাবে করবেন এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি পড়তে পারেন।
The post ওয়েব ডিজাইন কি? কিভাবে ওয়েব ডিজাইন শিখব? appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments