Search box..

ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্নত্তর পর্ব ০২ | নতুনদের জন্য গুরুত্বপূর্ণ

ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্নত্তর পর্ব ০২ | নতুনদের জন্য গুরুত্বপূর্ণ


ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্নত্তর পর্ব ০২ | নতুনদের জন্য গুরুত্বপূর্ণ

Posted:

আসসালামু আলাইকুম । অনুরোধ থাকবে আমার ব্লগটা ভিজিট করার জন্য  https://mamunsblog.net । ফ্রিল্যান্সিং রিলেটেড সকল তথ্য এবং হেল্প পাবেন আশা করি । চলুন আলোচনা শুরু করা যাক ।

আজকে আমি প্রশ্নত্তর পর্ব নিয়ে চলে এলাম । আশা করি এই পর্ব থেকে সব ধরণের ছোট ছোট প্রশ্ন গুলোর উত্তর পেয়ে যাবেন । তাহলে শুরু করি ।

০১। প্রশ্নঃ ভাইয়া আমি একটা প্রজেক্ট পেয়েছি কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। একটু বুঝিয়ে দেবেন?

উত্তরঃ আমি আপনাকে অনুরোধ করবো, আগে কাজ বুঝবেন এরপরে কাজ গ্রহণ করবেন অন্যথায় দরকার নেই । কারণ, আপনি যদি কাজ না বুঝতে পারেন তাহলে কিভাবে কাজ করবেন? অন্য কারো উপর ভরসা করে কাজ সম্পন্ন করতে পারবেন না। আপনার নির্ধারিত ডেডলাইন পার হয়ে গেলে ক্লায়েন্ট তো আপনাকে কাজ জমা দেওয়ার জন্য বলবেই । যদি ১-২ দেরি করেন তাহলে প্রজেক্ট ক্যান্সেল করতে পারে বা ডিস্পিউট দিতে পারে । আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হন তাহলে কিছু ব্যাপার মাথায় রাখবেন ।

আপনি আগে ভালো ভাবে প্রজেক্ট বুঝবেন । যদি আপনার দ্বারা প্রজেক্ট সম্পন্ন করার ক্ষমতা থাকে তাহলে প্রজেক্ট গ্রহন করবেন অন্যথায় করবেন না। ক্লায়েন্ট কি চেয়েছে সেটা ক্লিয়ার করে নেবেন । যদি ক্লায়েন্ট চায় লোগো ডিজাইন করতে আর আপনি দিলেন আর্টিকেল তাহলে ডিরেক্ট ক্যান্সেল অথবা ডিস্পিউট । এবং আপনি যে কাজ করবেন বা ক্লায়েন্ট আপনাকে দিয়ে যে কাজ করাবে সেই কাজের জন্য সময়সীমা কতদিন সেটা অবশ্যই জেনে নিবেন । কারণ, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় । আশা করি এই বিষয় গুলো মাথায় রাখবেন । নতুনরা বেশি মাথায় রাখবেন । পুরাতনরা এগুলো জানেই ।

০২। প্রশ্নঃ ভাইয়া আমি ভুলবশত একটা প্রজেক্ট এক্সেপ্ট করে ফেলেছি । আমার একাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে তাহলে আমি ফেরত পাবো কিভাবে?

উত্তরঃ যদি আসলেও আপনি ভুলবশত প্রজেক্ট এক্সেপ্ট করে ফেলেন তাহলে দ্রুত সাপোর্টে চলে যাবেন । সাপোর্টে গিয়ে আপনার সাথে কি ঘটেছে সেগুলো বলবেন । তাহলে উনারা আপনাকে জানাবে আপনি আপনার কেটে নেওয়া টাকা পাবেন কি না। যদি পেয়ে যান তাহলে নেক্সট টাইমে দ্বিতীয়বার আর এই ভুলের জন্য টাকা ফেতর দেবে না। সুতরাং প্রজেক্ট এক্সেপ্ট করার আগে ভেবে নিয়েন । মনে করেন ৫০০ ডলার এর প্রজেক্টের জন্য ক্লায়েন্ট হায়ার করেছে । জাস্ট এওয়ার্ড করেছে আপনাকে আর আপনি সাথে সাথেই এক্সেপ্ট করেছেন উইথ আউট মাইলস্টোনে তাহলে আপনি ফ্রিল্যান্সার এর কাছে ১০০ ডলার ঋণ থাকবেন । আপনি যতদিন এই টাকা পরিশোধ করবেন না তত দিন আপনার একাউন্ট ক্লোজ, টাকা উইথড্র এসব করতে পারবেন না।

০৩। ভাইয়া আমি কন্টেস্টে উইন হয়েছি কিন্তু আপনি এখনো টাকা পাইনি তাহলে কি করতে পারি?

উত্তরঃ ক্লায়েন্টের কাছে ফাইল ডাউনলোড করা/চেক করার জন্য ১৪ দিন সময় থাকে । এবং যদি ক্লায়েন্ট ডাউনলোড বা চেক না করে তাহলে ১৪ দিন পরে আপনি অটোমেটিক্যালি টাকা পেয়ে যাবেন ।

০৪। প্রশ্নঃ ভাইয়া আমি একটা কনটেস্টে উইন হয়েছি ক্লায়েন্ট আমাকে ৫০ ডলার পে করেছে কিন্তু আমার একাউন্টে ৪৫ ডলার এসেছে বাকি ৫ ডলার কোথায় গেলো?

উত্তরঃ প্রত্যেকটা মার্কেটপ্লেসের একটা চার্জ/ ফি নেয় । এখন আপনাকে জানতে হবে আপনি কত ডলার এর কাজ করলেন এবং আপনার থেকে কত ডলার কেটে নিলো । মনে রাখবেন আপনি যে কাজ ই করেন না কেন ফ্রিল্যান্সারকে ১০% প্রজেক্ট ফি দিতেই হবে । মনে করেন আপনি ১০০০ ডলার এর প্রজেক্ট পেয়েছেন কিন্তু প্রজেক্ট এক্সেপ্ট করা বা কন্টেস্ট উইন হবার সাথে সাথে ১০০ ডলার কেটে নিয়েছে । কারণ, ১০০০ ডলার এর ১০% হলো ১০০ ডলার । আর এই চার্জটা ফ্রিল্যান্সার ডট কম সাথে সাথেই নিয়ে নেবে । সুতরাং আপনি যে ৫০ ডলার থেকে ৪৫ পেয়েছেন সেখানে থেকে ৫ ডলার কেটে নিয়েছে প্রজেক্ট ফি বা কন্টেস্ট ফি হিসেবে ।

আরো পড়ুনঃ ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন।

০৫। প্রশ্নঃ ভাইয়া আমি কি আমার আইডি ভেরিফিকেশন ছাড়া টাকা উইথড্র করতে পারবো?

উত্তরঃ হ্যাঁ পারবেন, কিন্তু আপনি আপনাকে অনুরোধ করবো আপনার আইডিনটিটি ভেরিফাই করেন এরপরে উইথড্র করেন । কারণ, ভেরিফাইড আইডিকে ফ্রিল্যান্সার বা অন্য যেকোনো মার্কেটপ্লেসে অনেক গুরুত্ব দেয় । সুতরাং উইথড্র করার পূর্বে আপনি অবশ্যই আপনার আইডিনটিটি ভেরিফাই করে নেবেন ।

০৬। প্রশ্নঃ আচ্ছা ভাইইয়া আমি আমার একাউন্ট থেকে একদিনে কত ডলার উইথড্র করতে পারবো এবং সর্বনিম্ন কর ডলার উইথড্র করতে পারবো?

উত্তরঃ এক্সপ্রেস উইথড্র এর মাধ্যমে আপনি সর্বনিম্ন উইথড্র এর পরিমাণ হলো $30 ডলার (বা অন্যান্য মুদ্রার সমতুল্য)। এবং সর্বাধিক উইথড্রের পরিমাণ হলো $10,000 হাজার ডলার (বা অন্যান্য মুদ্রার সমতুল্য)।

০৭। প্রশ্নঃ ভাইয়া আমি উইথড্র দিয়েছি অনেক দিন হয়ে গেছে কিন্তু টাকা পাইনি । কি করতে পারি এখন?

উত্তরঃ প্রথম উইথড্রের জন্য ফ্রিল্যান্সার ১৫-১৮ দিন সময় নেবে । আপনার সকল সিকিউরিটি এবং আপনার প্রদান করা ঠিকানা সব কিছু ঠিকঠাক করতে মোটামুটি ১৫ দিন সময় লাগে । এই ১৫ দিন সময় গেলে আপনি আপনার প্রদান করা ঠিকানাতে টাকা পেয়ে যাবেন । খুব বেশি দেরি হলে ১৫-১৮ দিন এর মত সময় লাগবে ।

০৮। ভাইয়া আমি কিছু করিনি কিন্তু আমার ফ্রিল্যান্সার আইডী ক্লোজ করে দিয়েছে । কিছু বুঝতে পারছি না একটু হেল্প করেন ।

উত্তরঃ প্রথমত আপনি কি করেছেন আবার আপনার কি ভুল ছিলো এটা জানার জন্য support@freelancer.com এখানে মেইল করতে হবে । যদি কোনো ভুল না করে থাকেন তাহলে এই মেসেজটা পড়ুন “23. Right to Refuse Service”
We may close, suspend or limit your access to your Account without reason. Without limiting the foregoing, we may close, suspend or limit your access to your Account.

কথা কিলিয়ার নাকি ভেজাল আছে? :/

আজকের মত থাকেন আমি যাই । আমার আরো কাজ আছে সেগুলো করে আবার ফিরে আসবো । দেখা হবে আগামী পোস্টে সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন । ঘরে থাকুন বের হবার দরকার নেই । ফ্রিল্যান্সিং করুণ, কিছু শিখুন অন্যকে শেখান । ফ্রি শেখান ফ্রি টাকা নিয়া কি করবেন :/

লেখাঃ এম এইচ মামুন ।

The post ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্নত্তর পর্ব ০২ | নতুনদের জন্য গুরুত্বপূর্ণ appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন Picsart Gold Premium Mod Latest Version.

Posted:












কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App এর Mod Version শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমরা অনেকেই Picsart App সম্পর্কে জানি আবার অনেকেই ব্যবহার করে থাকি এটি একটি জনপ্রিয় Photo Editing App , এই Picsart App এ অনেক Features আছে কিন্তু আমরা Features গুলো ব্যবহার করতে পারিনা Premium Subscription এর অভাবে । আর এই Picsart App অনেক জায়গা থেকে Mod Version গুলো ডাউনলোড করেছি কিন্তু এই এপ এগুলো একটি ও কাজ করে না । তাই আমি আপনাদের জন্য Picsart Premium Mod এপটি নিয়ে এসেছি Without Login And Without Any Account ।

তাহলে Picsart App এর মোড Features দেখা যাক


✪ Unlocked All Premium Futures


✪ Without Login and without Account


✪ Working in All Devices Arm7 work in Arm8 also arch64


✪ Adds Remove and Many more features are unlocked


Picsart Premium Download Form Telegram




VyprVpn Drive Download

চলুন কিছু Screenshot দেখে নেই :








যেকোনো Premium App, Account, Netflix Amazon prime Nord Vpn, Bin, Udemy Course And Other Course লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free






আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post ডাউনলোড করে নিন Picsart Gold Premium Mod Latest Version. appeared first on Trickbd.com.

আপনার ফোনে ফোন আসলে অটোমেটিক ফ্লাস জ্বলে উঠবে,চমৎকার একটি ট্রিক।

Posted:

আসসালামুআলাইকুম।
ও হিন্দু ভাইদের জানাই আদাব।আশা করি সবাই ভাল আছেন। কারন ট্রিকবিডির সাথে থাকলে সবাই অনেক ভাল থাকে।কারন ট্রিকবিডির সাথে থাকলে নিত্যনতুন ট্রিক ও টিপস সম্পর্কে খুব সহজে জানা যায়।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম চমৎকার একটি ট্রিক নিয়ে। টাইটেল দেখে অনেকে বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজকের বিষয় হলো, আপনার ফোনে ফোন আসলেই অটোমেটিক ফ্লাস জ্বলে উঠবে। আপনি একবার এই ট্রিক ব্যাবহার করলে বুঝতে পারবেন। ছোট একটি এপ্স লাগব এই ট্রিকটির জন্য। যখন কেউ আপনাকে ফোন করবে তখনি আপনার ফোনের ফ্লাস জ্বলবে ও রিংটোন তো বাজবেই। যে দেখবে দে ই কিন্তু অবাক হয়ে যাবে।এবং জানতে চাইবে এটা কি ভাবে করলেন। চমৎকার একটি ট্রিক নিয়ে হাজির হলাম। আপনি এই ট্রিক এর দেখিয়ে অনেকের সাথে মজা নিতে পারবেন। অনেকে অবাক ও হয়ে যাবে।
কথা না বাড়িয়ে কাজের দিকে যাই, প্রথমে নিচের লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ

Download

এবার উক্ত এপ্সটি ওপেন করুন

তার পর, একটু ওপেক্ষা করুন, এড আসলে কেটে দিন

তার পর এরকম পেজ আসলে on করে দিন,

তার পর পারমিশন চাইলে allow করে দিন

তার, ফোন আসলে দেখুন ফ্লাস লাইট জ্বলবে!

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post আপনার ফোনে ফোন আসলে অটোমেটিক ফ্লাস জ্বলে উঠবে,চমৎকার একটি ট্রিক। appeared first on Trickbd.com.

আপনার ছোটবেলায় BTV তে দেখা Macgyver 1985-1992 জনপ্রিয় সিরিজটি এখনি ডাউনলোড করে নিন

Posted:

  • “MacGyver” হচ্ছে একটি আমেরিকান Action ও Adventure নির্ভর TV Series, যা ২৯শে সেপ্টেম্বর, ১৯৮৫ থেকে ২১শে মে, ১৯৯২ পর্যন্ত “ABC” Channel-এ প্রচার করা হয়। এই TV Show-টির কাহিনী গড়ে উঠেছে প্রখর বুদ্ধিদীপ্ত Secret Agent-কে কেন্দ্র করে যার নাম Angus MacGyver…
  • MacGyver, যার প্রধান সম্পদ ছিল তীক্ষ্ণ বুদ্ধি, সে এই বুদ্ধির প্রখরতাকে কাজে লাগিয়ে ও আশেপাশে পড়ে থাকা যেকোন জিনিসের উপর ব্যবহারিক বিজ্ঞানের স্বার্থক প্রয়োগের মাধ্যমে যেকোন প্রকার জটিল পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে পারতো। সব থেকে বড় কথা MacGyver সাথে কোনও আগ্নেয়াস্ত্র রাখতো না শুধুমাত্র একটি Swiss Army knife ছাড়া এবং তার ব্যবহারকৃত Scientific Knowledge-গুলো কোনও আজগুবি কাহিনী নয় বরংচ প্রমানিত বাস্তব। এখানেই MacGyver-এর সাথে আর ৮/১০-টা TV Series-এর পার্থক্য…
  • MacGyver এক সময় BTV (প্রতি বুধবার) এবং ETV-তে (প্রতি মঙ্গলবার) নিয়মিত প্রচার করা হতো। যেসব বিদেশী TV series-গুলো বাংলাদেশে প্রচারিত হয়েছে তার মধ্যে MacGyver সবচেয়ে বেশী জনপ্রিয় হয়েছিল। এর একটা Craze অনুভূত হয়েছিল সেইসব দিনগুলোতে…
  • MacGyver Series-টির নাম ভূমিকায় অভিনয় করেছে Richard Dean Anderson

  • DOWNLOAD LINK

    Seasons: 7
    Episodes: 139
    Duration: 40-45 Minutes
    Language: English
    Size: 300-400MB
    MeGa Download Link

পোস্ট এর কিছু অংশ অনলাইন থেকে কপি করা হয়েছে যেমন টেকটিউন্স

The post আপনার ছোটবেলায় BTV তে দেখা Macgyver 1985-1992 জনপ্রিয় সিরিজটি এখনি ডাউনলোড করে নিন appeared first on Trickbd.com.

এক নজরে দেখে নিন,কচু শাকের উপকারীতা ও গুনাগুন।

Posted:

আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,কচু শাকের উপকারীতা ও গুনাগুন। গ্রাম অঞ্চলের প্রায় লোক-জনের কাছে এই কচু শাক খুব জনপ্রিয়। সাধারণত গাম অঞ্চলে উঠান,পতিত জমি ও, আইলে কচু জন্মে থাকে। অবহেলায় কচু বেড়ে ওঠে, আমরা অনেকে জানি না এই কচুতে ইনেক ভিটামিন ও পুস্টিগুন রয়েছে।কচু পাতা ভর্তা,তরকারী সহ বিভিন্ন ভাবে কচু খাওয়া হয়।কচুর মুখী,পানিকচু,ওলকচু ইত্যাদি এগুলা সাধারণত খাওয়া হয়।কচুতে প্রচুর পরিমান পুস্টি রয়েছে।এছাড়াও কচুতে ফ্যাট, কার্বোহাইডেট,প্রোটিন ও বিভিন্ন খনিজ উপাদান ও ভিটামিন রয়েছে। দুই ধরনের কচু আমরা খেয়ে থাকি,এগুলো হলো সবুজ কচু ও কালো কচু।
প্রতি ১০০ গ্রাম কচু শাকে বিদ্যামান পুস্টি উপাদান নিচে দেয়া হলোঃ

খাদ্যশক্তি—- ৫৬ কিলোক্যালরি।
ক্যালসিয়াম—-২২৭ মিলিগ্রাম।
চর্বি—-১.৫ গ্রাম।
ভিটামিন -সি—– ১২ মিলিগ্রাম।
ভিটামিন বি-২——০.২৬ মিলিগ্রাম।
ভিটামিন বি-১—–০.২২ মিলিগ্রাম।
লৌহ——১০ মিলিগ্রাম।
প্রোটিন —–৩.৯ গ্রাম।
শর্করা——৬.৮ গ্রাম।

কচু শাক এর উপকারিতা গুলো জেনে নিনঃ

***কচুর লতিতে চিনির পরিমান কম থাকায় ডায়াবেটিস আক্রান্ত রোগীরা খেতে পারেন।

***যাদের এসিডিটি বা গ্যাস্টিক রয়েছে তাদের জন্য কচু অনেক উপকারী। তারা কচু খেতে পারেন।

***কচুতে সাধারণত আয়োডিন এর পরিমান অনেক বেশি থাকে।

***চুলের ভঙ্গুরতা বন্ধতে কচুর ভুমিকা অনেক বেশি।

*** কচুতে আয়রন ও ক্যালসিয়াম এর পরিমান থাকে অনেক বেশি। তাই কচু খেতে পারেন।

*** আশ জাতীয় হওয়াতে কোষ্ঠকাঠিন্য দূর করতে কচু অনেক ভুমিকা রাখে।

***কচুতে রয়েছে প্রচুর ভিটামিন-এ, যা রাতকানা রোগে ভুমিকা পালন করে।

এবার জেনে নেয়া যাক, কচুর গুনাগুন গুলোঃ

১) জ্বর কমাতেঃ

কারো জ্বর হলে দুধ ও কচু রান্না করে খেলে ভালো প্রতিকার পাওয়া যায়। তাই যাদের জ্বর হয় তারা এটা খেয়ে দেখতে পারেন,উপকারে আসবে।

২) গর্ভবতী নারীঃ

কচুশাকে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন ও পুস্টিগুন। যা গর্ভবতী দের জন্য অনেক উপকারী। কচুশাক সহজে দারিদ্র্য গর্ভবতী মেয়েদের ভিটামিন ও খনিজ পুস্টিউপাদান পুরন করে থাকে।

৩) উচ্চ রক্তচাপ কমায়ঃ

কচুশাকে রয়েছে প্রচুর পরিমান স্যাপোনিনস,কার্বোহাইডেট, যা উচ্চ রক্তচাপ কমায়।নিয়মিত এই কচু খেলে হৃদরোগ এর ঝুকি কমায়।

৪) দাত ও হাড়ের গঠনঃ

কচুতে রয়েছে প্রচুর পরিমান ম্যাগনেসিয়াম,ক্যালসিয়াম ও ফসফরাস। যা আমাদের দাত ও হাড়ে গঠনে প্রচুর ভুমিকা পালন করে। তাই কচুশাক খাওয়া উচিৎ আমাদের।

৫) ক্যান্সার প্রতিরোধঃ

কচুরশাকে অনেক খনিজ উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে প্রচুর ভুমিকা পালন করে।

৬) মুখ ও ত্বকের রোগঃ

ভিটামিন-এ এর পাশাপাশি কচুর শাকে রয়েছে ভিটামিন-বি যা ত্বক ও মুখের জন্য অনেক বেশি কার্যকারী।

৭) কোষ্ঠকাঠিন্যঃ

কচুরশাকে রয়েছে আশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর ভুমিকা পালন করে।যাদের এই কোষ্ঠকাঠিন্য তারা কচুর শাক খেতে পারেন।

৮) রাতকানা রোগঃ

কচুতে রয়েছে ভিটামিন-এ, যা রাতকানা রোগ প্রতিরোধে প্রচুর ভুমিকা পালন করে।এবং কচুর শাক খেলে দৃস্টিশক্তি বাড়াতে প্রচুর সাহায্য করে।

৯) হিমোগ্লোবিনঃ

কচুর শাকে রয়েছে আয়রন, যা হিমোগ্লোবিন এর মাত্রা বাড়াতে সাহায্য করে। তাই আমাদের কচুরশাক খেতে হবে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post এক নজরে দেখে নিন,কচু শাকের উপকারীতা ও গুনাগুন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments