Search box..

ফ্রিতে নিয়ে নিন IObit iFun Screen Recorder Pro Licence Key

ফ্রিতে নিয়ে নিন IObit iFun Screen Recorder Pro Licence Key


ফ্রিতে নিয়ে নিন IObit iFun Screen Recorder Pro Licence Key

Posted:

Hello!

আজকে Share করব iFun Screen Recorder এর Pro License Key!

 

Licence key –

5BDEF-ECE7B-86F2C-715B1

 

Instruction-
এই Link থেকে iFun Screen Recorder Download করে নিন যদি না করে থাকেন।

iFun Screen Recorder by IObit

1) Open iFun Screen Recorder

2) Three Dot Menu তে Click করুন

3) Click on Register

4) Licence Key টা Paste করে দিন & Click on Register

5) 5-10 Sec. Wait করুন

6) Done! 🙂

NOTE:

The Licence key is collected.

Connect with me :-
Telegram :@troutline1

BYE 🙂

The post ফ্রিতে নিয়ে নিন IObit iFun Screen Recorder Pro Licence Key appeared first on Trickbd.com.

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট থেকে আয় pdf book download

Posted:

ইন্টারনেট আয়, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ইন্টারনেটে আয়, ফেসবুক থেকে আয়, ইত্যাদি এগুলো খুবই আলোচিত শব্দ, এগুলো শেখানো নামে চলছে নানারকম প্রতারণা, তবে সকল মেন্টর বা লেখককে আমি প্রতারক বলছিনা।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট থেকে আয় pdf বই রিভিউঃ

এই বইটিকে ২টি অংশে ভাগ করেছেন। তা হলোঃ

১। “সহজে আয়”

এই ভাগে লেখক বর্ননা করেছেন যে কাজগুলি একটু সহজ সেগুলো নিয়ে। যেমনঃ পিটিসি, সার্ভে, মাইক্রোওয়ার্ক, এডসেন্স, ব্লগিং।

২। “ফ্রিল্যান্সিং”

ফ্রিল্যান্সিং নিয়ে এ টু জেট বলেছেন এ সেগমেন্টে।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট থেকে আয় বইটি নতুনদের জন্য খুবই মূল্যবান এবং দরকারী একটি বই। কারন এ বইটির মধ্যে লেখক সব সত্যি কথা গুলো তুলে ধরেছেন এ বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমনঃ উনি আলোচনা করেছেন প্রথমেই, ইন্টারনেট থেকে আয় : কতোটা সহজঃ নতুনরা ভেবে থাকে যে ইন্টারনেট থেকে খুব সহজেই ইনকাম করা যায়। ইউটিউবে দেখে ১ ক্লিকে ৫০ টাকা আয় এরকমের ভিডিও ; আবার সার্ভে করে ২০,০০০ টাকা ইনকাম করুন ঘুমিয়ে ঘুমিয়ে ইত্যাদি ইত্যাদি এরকমের হাজারো ভিডিও রয়েছে ইউটিউবে। আপনি ১ ক্লিকে ৫০ টাকা নয় ৫০০ টাকাও ইনকাম করতে পারবেন কিন্তু সেই টাকা জীবনে হাতে পাবেননা।তাহলে কি ইন্টারনেট থেকে ইনকাম করা খুবই কষ্টকর? জ্বী খুবই কষ্টকর, এ পথটা খুবই দুর্গম। এ পথে সবাই সফল হতে পারেনা, যাদের হাতে প্রচুর সময় আছে + যাদের প্রচুর ধৈর্য রয়েছে + যাদের নিজের উপরে আত্মবিশ্বাস রয়েছে তারাই শুধুমাত্র এ পথে সফল হতে পারে। এছাড়াও কেউ যদি হুট করেই কষ্ট ছাড়া সফল হয়ে যায় তাহলে সে ভাগ্যেবান, ১০০০ জনের মধ্যে ১জন ভাগ্যেবান থাকতেই পারে।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট থেকে আয় বইটিতে লেখক আগেই জানিয়ে দিয়েছেন ফ্রিল্যান্সিং আসলে কাদের জন্য, কারা এ লাইনে আসলে ভালো হবে, কিভাবে নিজের জন্য ফ্রিল্যান্সিং টপিক নির্বাচন করবেন, ইত্যাদি ইত্যাদি। এই বইটা ফ্রিল্যান্সার নাসিম ভাইয়ের বইয়ের মতো একদমই ভাববেন না, এটি একটি ভালো মানের বই। একজন নতুনকে এ টু জেট পথ দেখাবে এ বইটি।
বইটির কিছু কিছু জায়গায় পিকচার যুক্ত করা রয়েছে যার ফলে বইটি পড়ে বিরুক্তিবোধ আসবেনা।

বইটির সূচিপত্রঃ








বইয়ের নামঃ ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট থেকে আয়
বইয়ের লেখকঃ এ.কে
পৃষ্ঠা সংখ্যাঃ ২৪৩ টি।
বইয়ের ধরনঃ ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং
পিডিএফ সাইজঃ ৪ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ
Download

ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

The post ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট থেকে আয় pdf book download appeared first on Trickbd.com.

যেকোনো নাম্বারে আনলিমিটেড মেসেজ পাঠান একদম ফ্রি!

Posted:

অনেকদিন ট্রিকবিডিতে কিছুলিখা হচ্ছে না, যদিও প্রতিদিন ঘুরে যাই কিন্তু লেখাহচ্ছে না। তাই আজকের পোস্টের মাধ্যমে একটি আপডেট জানিয়ে দিচ্ছি সবাইকে, কিভাবে আপনিও আনলিমিটেড ফ্রি মেসেজিং করতে পারবেন।

আজকে আবার আপনাদের দেখাব কিভাবে নিজের পরিচয় গোপন রেখে আনলিমিটেড মেসেজ পাঠাবেন তাও আবার ফ্রিতে। মূলত এটি softclever এর অনেক আগের ফিচার, কিন্তু প্রায় ৪-৫ মাস এটি বন্ধ থাকার পর কিছু সময় আগে এটি চালু হয়েছে। তাই আমাদের আগে সকল ডাটা যেমনঃ একাউন্ট, ইউজার আইডি, পাসোয়াড সব রিমুভ হয়ে গেছে। তাই আমাদের নতুন করে একাউন্ট করতে হচ্ছে।
তাহলে চলুন শুরু করি।
নিচের লিংক থেকে আরো বিস্তারিত জেনে একাউন্ট করার কাজ শুরু করে দিই।
ফ্রি এসএমএস পাঠানোর ওয়েবসাইট অথবাএখানে যান

উপরে ক্লিক করার পর নিচের মতো রেজিষ্ট্রেশন পেইজ আসবে।

এবার এখানে নাম মেইল দিয়ে রেজিষ্ট্রেশন করে নিন। মোবাইল নাম্বার অবশ্যই সঠিক দিবেন কারন আপনার পারোয়াড এখানে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এভার দেখুন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ফেললাম।তাই Congratulations লেখা এসেছে।

এবার নিচে লগিন অপশনে ইউজারনেইম এবং পাসওয়াড দিয়ে লগিন করুন

এবার Quick massage এ ক্লিক করুন

এবার আপনার নাম্বার এবং মেসেজ লিখে Send বাটনে ক্লিক করুন।

দেখুন মেসেজ এর কনফার্ম চলে এসেছে।

এবার দেখুন সাথে সাথে মেসেজও চলে এসেছে।

আশা করি সবার কাজে লাগবে এবং সবাই ইচ্ছামত মজা নিন অন্যের সাথে।

The post যেকোনো নাম্বারে আনলিমিটেড মেসেজ পাঠান একদম ফ্রি! appeared first on Trickbd.com.

নিয়ে নিন Advanced SystemCare 14.3 Pro Latest Version License Key

Posted:

Nest-digital-marketing-agency GIF | Gfycat

Advanced systemcare 14.3 pro একটি Computer Tools যা আপনার Computer Systemকে আরও boost করতে সহায়তা করে। এই Product এর এখন পর্যন্ত Latest Version হল 14.3। এটি আপনাকে Yearly 16$ pay করে কিনতে হবে।

✅ Purchase Information:- https://www.iobit.com/en/advancedsystemcarepro.php

 

 

Online এ এই Software এর অনেক Cracked version পেয়ে যাবেন। কিন্তু একটা Premium License Key Share করব যেটার মেয়াদ 1 Year পর্যন্ত।

✅ License Key:-CDD6D-D0774-F23C0-7EB3N

 

Official সাইট থেকে Softwareটি Install করে “Activation” code Section এ Copy & paste করে দিলেই 1 বছরের জন্য Activate হয়ে যাবে।

✅Software link:-https://cdn.iobit.com/dl/advanced-systemcare-setup.exe

 

Take advantage of Internet Marketing as Your Company Business Opportunity |  MediaMove.id
এটা Multi-User license key হলেও এর User Limitation রয়েছে, তাই User Limit Exist করলে
1 Year Activate না হতে পারে, Claim Fast !!!

 

 

 

Pin by Mommam Ravee on Thank you | Thank you gifs, Thank you images, Happy  birthday video
আশাকরি Softwareটি আপনার কাজে আসবে, Next Time অন্য কিছুর Premium License key Share করার
চেষ্টা করব।

 

 

<DEXTER/>
Signing OFF🙋‍♂️

 

The post নিয়ে নিন Advanced SystemCare 14.3 Pro Latest Version License Key appeared first on Trickbd.com.

আপনার অজান্তে myrobi একাউন্টি হ্যাক হয়েছে কিনা দেখেনিন, এবং হ্যাক হলে কি করবেন?? জেনেনিন

Posted: 18 May 2021 02:44 AM PDT

আসসালামু আলাইকুম

আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছে।

আমদের অনেকের মাই রবি একাউন্ট আমাদের অজান্তে অন্য কেও হ্যাক করে,
আমরা কাকে কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি সব দেখে নিচ্ছে।

তো চলুন আজকে আমি দেখাবো,

কিভাবে দেখবেন আপনার my robi একাউন্ট  হ্যাক হয়েছে কিনা।
আর হ্যাক হলে কি করবেন। তো চলুন শুরু করা যাক।

ট্রিকবিডিতে এটি আমার প্রথম পোস্ট
 

প্রথমে এপ্সটি ওপেন করুন,এবং প্রোফাইলে ক্লিক করুন।

এবার Remove Parents ক্লিক করুন।

যদি আপনার একাউন্ট হ্যাক হয় এমন একটি নাম্বার দেখতে পাবেন।

এবার Remove এ ক্লিক করু

এর পর yes ক্লিক করুন।তারপর দেখবেন

এরপর দেখবেন এমন দেখাবে,তারপর বুঝবেন আপনি চিন্তা মুক্ত। ধন্যবাদ।

 

–না বুঝলে ভিডিওটি দেখতে  Watch Now ক্লিক করুন।

ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।?

The post আপনার অজান্তে myrobi একাউন্টি হ্যাক হয়েছে কিনা দেখেনিন, এবং হ্যাক হলে কি করবেন?? জেনেনিন appeared first on Trickbd.com.

ক্যামিক্যালমুক্ত ও গাছ পাকা আম কিভাবে চিনবেন, জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,ক্যামিক্যালমুক্ত ও গাছপাকা আম যেভাবে চিনবেন। আমরা অনেকে আম বাজারে থেকে কেনার আগে ক্যামিক্যালওয়ালা আম না জেনে কিনে থাকি৷ গাছ থেকে পাকা আম পেড়ে ক্যামিক্যাল দিয়ে পাকিয়ে বাজারে অনেক ব্যাবসায়ী বিক্রি করে থাকে। আমরা না চিনে এই ক্যামিক্যালযুক্ত আম কিনে থাকি৷ ক্যামিক্যালযুক্ত আম খেলে আমাদের অনেক ক্ষতি হয়। এছাড়া ও গাছ পাকা আমের মতো স্বাদ ক্যামিক্যালযুক্ত আমে পাওয়া যায় না। আজকের আর্টিক্যাল পড়লে আপনি খুব সহজে চিনতে পারবেন কোনটি গাছপাকা ও ক্যামিক্যালমুক্ত আম। আমাদের কিছু দিক লক্ষ্য রেখে আম কেনা উচিৎ। আজকে আপনাদের মাঝে এই বিষয়টি শেয়ার করতে চলছি৷ কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিভাবে চিনবেন ক্যামিক্যালমুক্ত ও গাছপাকা আমঃ

১) গাছ পাকা আমের উপর মাছি অবস্যই বসবে। কিন্তু ফরমালিন বা ক্যামিক্যালওয়ালা আমে মাছি বসবে না। আমে রাসায়নিক কোনো পদার্থ দেয়া থাকলে কখনো সে আমে মাছি বাসবে না৷ তাই আমাদের আম কেনার আগে লক্ষ্য রাখতে হবে যে আমে মাছি বসে কিনা। অবস্যই মনে রাখবেন যে,গাছপাকা আমের উপর মাছি বসবে।

২) গাছ পাকা আমের উপর একটু একটু সাদাটে ভাব থাকবে।আম কেনার আগে আমের গায়ে দেখবেন যে, সাদাটে ভাব থাকবে তাহলে সেটাই গাছপাকা আম। ক্যামিক্যালযুক্ত আম দাগহীন ও হলদে হবে৷ তাই আমাদের গাছ পাকা আম চেনার একমাত্র উপায় হলো আমের গায়ে একটি সাদাতে ভাব থাকবে।

৩) গাছ পাকা আমের গায়ে অনেক দাগ থাকে। ফরমালিন ও ক্যামিক্যালযুক্ত আমে কোনো দাগ থাকবে না। ক্যামিক্যালযুক্ত আম কাঁচা অবস্থায় পাড়া হয় এবং ফরমালিন দিয়ে পাকোনো হয়, এজন্য কোনো দাগ থাকে না।তাই আমাদের গাছ পাকা আম কেনার আগে ভেবে চিন্তে কেনা উচিৎ।

৪) ক্যামিক্যালযুক্ত আমে কোনো সুস্বাদু,টক, মিস্টি গন্ধ থাকে না। আম কেনার আগে একটি নাক দিয়ে শুকে দেখবেন, যদি গন্ধ না পান তাহলে বুঝবেন এটা ক্যামিক্যালযুক্ত আম।কাঁচা অবস্থায় আম পেড়ে পাকানো হয়,তাই পাকা আমের মতো গন্ধ থাকে না ক্যামিক্যালযুক্ত আমে

৫) আম কেনার আগে এক স্থানে রেখে দিন।এমন যায়গায় রেখে দিবেন,যেখানে আলো, বাতাস খুব কম পায়। যদি গাছ পাকা আম হয়ে থাকে, তাহলে চারপাশে গন্ধ ছড়াবে৷ গাছপাকা আম না হলে গন্ধ ছড়াবে না। গাছপাকা আম কেনার আগে আমাদের ভেবে কেনা উচিৎ।

৬) খোসার রঙের ভিন্নতা হবে। গাছপাকা আমের রঙ আলাদা হবে এবং ক্যামিক্যালযুক্ত আমের রঙ আলাদা হবে। গাছ পাকা আমের খোসায় কালো দাগ পড়বে। কিন্তু ক্যামিক্যালযুক্ত আমের খোসায় কালো দাগ পড়বে না।

ভাল ও ক্যামিক্যালমুক্ত গাছপাকা আম কেনার আগে এই দিকগুলো লক্ষ্য রেখে কিনতে হবে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post ক্যামিক্যালমুক্ত ও গাছ পাকা আম কিভাবে চিনবেন, জেনে নিন। appeared first on Trickbd.com.

[Lifetime access and safe] নিয়ে নিন Google Drive আনলিমিটেড Storage একদম ফ্রীতে Without any edu mail

Posted:

Welcome

আবারো নিয়ে আসলাম আরো একটি নতুন ট্রিক আপনাদের জন্য, ট্রিকসটা হলো ‘[Lifetime access and safe] নিয়ে নিন Google Drive আনলিমিটেড Storage একদম ফ্রীতে Without any edu mail

Friends গুগল ড্রাইভ সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, গুগল ড্রাইভ কি তা তো আমারা সকলেই জানি
তাই চলে যাচ্ছি সরাসরি মূল পোস্টে
Let’s start🤔

প্রথমে আপনার ফোন থেকে যেকোনো Browser এ প্রবেশ করে নিচের লিংকে যান
🥴Click here
তারপর নিচের স্ক্রিনশটের মতো কাজ করুন👇





নিচে একটু খেয়াল করে দেখুন আপনার Shared drive এ একটা নতুন ফাইল create হবে এবং এটার Access শুধু মাত্র আপনার কাছে থাকবে। এবার এই ফাইলে আপনি Unlimited storage পাবেন, এই ফাইলে আপনি সবকিছু আপলোড করতে পারবেন





এবার আাসা যাক, এটা Safe নাকি Unsafe কথায়?
এটা একদম Safe, আপনি যে উপরের ওয়েবসাইটে আপনার জিমেইল এন্টার করেছেন ওইখানে তো আপনার জিমেইল এর Password দেন নি তাই অন্য কেউ আপনার জিমেইল অথবা ড্রাইভ এ প্রবেশ করার কোনো Chance ই নেই। আর নিচে দেখুন আমার ড্রাইভে যে নতুন ফাইল create হয়েছে সেখানে শুধু মাত্র আমার access রয়েছে। So, অন্য কেউ access করার কোনো way ই নেই।

কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন

যারা আমার আগের পোস্ট মিস করেছেন👇
😘 [Lifetime access] এবার নিয়ে নিন OneDrive 5TB Storage একদম ফ্রিতে তাও আবার .Edu mail ছারা
😘 দেখে নিন যেভাবে Google Chrome এ Live Caption সিস্টেম Enable করবেন
😘 যেভাবে Google forms এ Quiz timer সিস্টেম এড করবেন
😘 যেভাবে Temporary edu mail তৈরি করবেন সেকেন্ডের ভিতর একদম ফ্রীতে।

So guest bye bye

The post [Lifetime access and safe] নিয়ে নিন Google Drive আনলিমিটেড Storage একদম ফ্রীতে Without any edu mail appeared first on Trickbd.com.

[Hot] বাংলাদেশি সার্ভে বা টাস্ক সম্পন্ন করে আয় করুন আর টাকা নিন মোবাইল রিচার্জ!! প্রমাণ সহ

Posted:

আছকে আমি একটি অ্যাপ নিয়ে এসেছি যা অনেক পরিচিত আবার অনেক পরিচিত নয় যাদের পরিচিত নয় তাদের মাঝে পরিচয় করে দিতে এসেছে এতে বাংলাদেশি সার্ভে বা টাস্ক সম্পন্ন করে আয় করা যাবে আর টাকা নিয়ে নিন মোবাইল রিচার্জ

অ্যাপ এর নাম হচ্ছে Premise এই Premise বিভিন্ন ধরনের উন্নয়ন সার্ভে বা টাস্ক দিয়ে থাকে আর আপনার দেয়া তথ্যের ভিত্তিতে এ সকল সার্ভে বা টাস্ক তাড়া বিভিন্ন মানবিক উন্নয়ন সংস্থা, সরকারী প্রতিষ্ঠান এবং উন্নয়ন মূলক অলাভজনক অর্গানাইজেশন সমুহকে দিয়ে সহযোগীতা করে থাকে

Premise তে ৫০ টির ও বেশি দেশের সার্ভে বা টাস্ক সম্পন্ন করে থাকে

Premise তে সার্ভে বা টাস্ক সম্পন্ন করে প্রতি দিন ১০ থেকে ৪০০ টাকা ইনকাম করা যাই কিন্তু তারা বাংলাদেশে এ তেমন বড় সার্ভে বা টাস্ক দিয়া থাকে না তাই একটু ইনকাম টা কম বাংলাদেশ এ

তবুও প্রতিদিন দিন ৩ থেকে ৪ মিনিট সময় দিলে ৪ থেকে ৮ টাকা পর্যন্ত ইনকাম করা যাবে অনেক এ হয় তো হাসছেন কিন্তু ভাই প্রতিদিন ৩ থেকে ৪ মিনিট Premise পিছনে সময় দিলে তেমন কোনো সমস্যা হবে না আপনাদের বরং আপনাদের লাভ হবে বকিটা আপনাদের ইচ্ছা….?

আর এই অ্যাপ ১০০% পেমেন্ট করে থাকে পেমেন্ট রিকুয়েষ্ট দিয়ার ১০ থেকে ১৫ সেকেন্ড এর মধ্যে পেমেন্ট দিয়ে দেই।

এই অ্যাপ এ কোনো রেফার ইনকাম নেই

App Info

App Name: Premise
Size: 25 MB

Download the app from the link below

Referral link

Link without referrals

অ্যাপ ডাউনলোড করা হলে ওপেন করে এখানে ক্লিক করুন।

তার পর Google তে ক্লিক করুন।

তার পর Next তে ক্লিক করুন।

তার পর Setting তে ক্লিক করুন।

তার পর Languages তে ক্লিক করে বাংলা ভাষা করে নিন।

তার পর প্রতিদিন এই রকম কিছু সার্ভে পাবেন তা সম্পন্ন করলে প্রতি সার্ভে এর জন্য পাবে ২ টাকা কর

২৪ ঘন্টা পর টাকা একাউন্ট এ অ্যাড হবে। টাকা দেখবে পেমেন্ট অপশন এ গিয়ে

১০০ টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবে। পেমেন্ট নিতে পেমেন্ট অপশন এ ক্লিক করুন তার পর অর্থরাশি তোলা ক্লিক করুন

তার পর যে নাম্বার এ মোবাইল রিচার্জ নিবেন সে নাম্বার দিয়ে দিন।

তার পর নিশ্চিত করুন তে ক্লিক করুন

তার পর ১০ থেকে ১৫ সেকেন্ড অপেক্ষা করুন

তার পর পেমেন্ট পেয়ে যাবেন

বিঃদ্রঃ

দিনের বেলা সার্ভে পেতে একটু সমস্যা হতে পারে কিন্তু রাত ১২ টার পর সার্ভে পেতে সমস্যা হবে না

 

 

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] বাংলাদেশি সার্ভে বা টাস্ক সম্পন্ন করে আয় করুন আর টাকা নিন মোবাইল রিচার্জ!! প্রমাণ সহ appeared first on Trickbd.com.

কি কি যোগ্যতা প্রয়োজন ফেসবুক ব্লু টিক মার্ক পেতে? লাইক এবং ফলোয়ার ছাড়াই কিভাবে ব্লু ব্যাজ পাওয়া যায়?

Posted:

আমাদের কারই বা ইচ্ছা করে না নিজের প্রফাইল বা পেইজে ব্লু টিক মার্ক পেতে? এমন প্রশ্ন করা হলে সবার উত্তরই হ্যা হবে। কিন্তু এটার যেমন চাহিদা তেমনই প্রয়োজন কঠিন সর্ত মানা। যেখানে আপনাকে সমাজে সুপরিচিত কোনো ব্যাক্তি হতে হবে৷ যাকে একটা কমিউনিটি চিনে বা তার সম্পর্কিত অনেক তথ্য জানার জন্য সার্চ করে বা তাকে অনুসরণ করতে চায়৷ (কিন্তু ফেসবুক সেলিব্রিটি নয়! বাস্তব জীবনের সেলিব্রিটি হতে হবে) এছাড়াও নিচের কয়েকটি সর্ত তুলে ধরা হল।

১. পরিচিত কোনো ইউনিক রিয়েল ব্র্যান্ড
২. সরকারি প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত বা রেজিস্টার্ড কোম্পানি
৩. সরকারি ট্যাক্স দাতা হতে হবে প্রতিষ্ঠানটিকে
ব্যাক্তির ক্ষেত্রে তার প্রোফাইল বা পেইজে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকতে হবে।

কিন্তু সবার একটা প্রশ্ন হচ্ছে ভাই ইদানীং দেখা যাচ্ছে অনেকের পেজ বা প্রফাইলে ব্লু টিক মার্ক । যেখানে পেজে লাইক মাত্র ৫০০-৬০০ বা প্রফাইলে ফলোয়ার সংখ্যাও কম তারাও কিভাবে ব্লু ব্যাজ পেল?

শুনুন ভাই ব্লু ব্যাজের জন্য লাইক বা ফলোয়ার গুরুত্বপূর্ণ নয়। বরং আপনার নিজের পেশাকেই বেশি গুরুত্ব দেয়া হয়।

এখন আপনি ভাবতে পারেন যারা এত কম লাইক নিয়ে ব্লু ব্যাজ পেয়েছে তারা এমন কি? আমি এবেপারে দেখলাম যে তারা অনেকেই স্পটিফাইয়ের ভেরিফাইড আর্টিস্ট যে কারনে তারা ফেসবুকে সহজেই একজন আর্টিস্ট হিসেবে ব্লু ব্যাজ পাচ্ছে। এবং এই ব্লু ব্যাজের জন্য এপ্লাই করার আগে তাদের পুরো তথ্য উইকিপিডিয়া সহ বিভিন্ন নিউজ পোর্টালে সেয়ার করা হয়েছে। এবং এসব দিক দেখেই তাদের ব্লু ব্যাজ দেয়া হয়েছে ফেসবুক থেকে।

এখন আপনার যদি মনে হয় আপনি ব্লু ব্যাজ পাওয়ার যোগ্য তাহলে নিচের লিংকে গিয়ে ফেসবুক ব্লু ব্যাজের জন্য আবেদন করতে পারেন।

ফেসবুক ব্লু ব্যাজের জন্য আবেদন লিংক

আমার ওয়েবসাইট – www.mohinbd24.com

আমার ফেসবুক গ্রুপ – fb group

পরবর্তী পোস্টে দেখাবো কিভাবে সম্পুর্ন সঠিক ভাবে ফেসবুক ব্লু ব্যাজের জিন্য আবেদন করবেন। ধধন্যবাদ সবাইকে।

The post কি কি যোগ্যতা প্রয়োজন ফেসবুক ব্লু টিক মার্ক পেতে? লাইক এবং ফলোয়ার ছাড়াই কিভাবে ব্লু ব্যাজ পাওয়া যায়? appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments