Search box..

BdLike এর মাধ্যমে প্রতিদিন আয় করুন ১৮টাকা। ১০০টাকা হলেই ক্যাশ আউট।

BdLike এর মাধ্যমে প্রতিদিন আয় করুন ১৮টাকা। ১০০টাকা হলেই ক্যাশ আউট।


BdLike এর মাধ্যমে প্রতিদিন আয় করুন ১৮টাকা। ১০০টাকা হলেই ক্যাশ আউট।

Posted:

কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন।  তো বেশি কথা না বলে আজকের টপিকে চলে আসি।  আজকে আমরা একটি অনলাইন আর্নিং প্লাটফর্ম BdLike সম্পর্কে জানব। আপনি BdLike মাধ্যমে প্রতিদিন ১৮টাকা করে ১মাসে পাবেন ৫৪০৳। এবং রেফার দিয়ে একাউন্ড খোললে পাবেন ৫০৳। আপনি ১০০৳ হলেই ক্যাশ আউট করতে পারবেন বিকাশের মাধ্যমে । প্লাটফর্ম নাম – BDLike প্লাটফর্ম রেজিস্ট্রার – Bdlike Register যে ভাবে আপনি BDlike এ জয়েন করবেন।

  1. প্রথমে BDLike লিংকে ক্লীক করুন।
  2. এবার আপনার যে নাম্বারে বিকাশ আছে ওই নাম্বার বসান।
  3. এবার ৪ডিজিটের বসান।
  4. Sign Up এ ক্লীক করুন।

এখন আমরা জানব কি ভাবে আপনি প্রতিদিন ১৮৳ আনিং করবেন। ১.প্রথমে BdLike.Org তে জাবেন।

২. এবার নাম্বার এবং পিন দিয়ে লগিন করবেন।

৩. এবার নিচে দেখুন Tasks লেখা আছে ওখানে ক্লীক করুন।

৪. এবার উপর থেকে Youtube সিলেক্ট করুন।

৫. এবার 6tk Recived লেখা গুলো ৩টি Recived করুন।

৬. এবার নিচে থেকে Records এ ক্লীক করুন।

৭. এবার start লেখায় ক্লীক করুন।

৮. Youtube এ নিয়ে জাবে এবং ভিডিও প্লে হবে। আপনি ভিডিওটিতে লাইক করুন এবং চেনেল সাবক্রাইব করে। একটি ScreenShot তুলুন।

৯. এবার Start লেখার নিচে ছবি Submit করার ওই খানে ক্লীক করুন এবং যে Screenshot তুলেছেন সেটি দিয়ে Save করে। এবং Submit করে দিন 

১০. একি নিয়মে ৩টি সাবমিট করুন। ১-৩ ঘন্টার মধ্যে টাকা এড হয়ে যাবে।

সমস্ত কাজ স্কীনসট এর মাধ্যমে দেখান হলো।

কাজের সম্পর্ন টুকু শেখান হয়েছে আপনাদের এবেপারে আরো জানার ইচ্ছা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।WhatApp Link 

The post BdLike এর মাধ্যমে প্রতিদিন আয় করুন ১৮টাকা। ১০০টাকা হলেই ক্যাশ আউট। appeared first on Trickbd.com.

যে সব খাবারের বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয়,জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,যে সব খাবারের বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয়।আমরা অনেক খাবার ই নিত্যনতুন খেয়ে থাকি। অনেক খাবার এর খোসা বা বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয় এটা আমরা অনেকে জানি না। আজকে আপনাদের জানাতে চলছি যে খাবার এর বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয়। এমন কি এসব খাবার খেলে অনেক রোগে আক্রান্ত ও হতে পারেন।খাবার অপচয় করা ঠিক না,আবার এমন খাবার রয়েছে যে খাবার এর খোসা হতে পারে রোগের কারন। তাই আমাদের যেকোন খাবার খাওয়ার আগে ভেবে খেতে হবে। এমন অনেক সবজি ও আছে যেগুলোর খোসা ও অংশ খেলে অনেক সমস্যা হতে পারে। আজকে যে সব খাবার এর খোসা বা অংশ নিয়ে আলোচনা করব,জানার পর আপনারা ও এসব খাবেন না ফেলে দিবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক,যে সব খাবারের বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয়ঃ

১) ঘরোয়া বা সাধারণ তাপমাত্রায় বেঁচে যাওয়া খাবারঃ

আমরা অনেক সময় বেঁচে যাওয়া খাবার দিয়ে নানা রকম পদ তৈরী করে থাকি৷ আসলে এটা ঠিক না। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে,খাবার টি কতক্ষন বাইরে ছিল এটার উপর। এরকম অনেক সবজি আছে দীর্ঘক্ষন বাইরে থাকে, এসব সবজি বা ফল খোসা ছেড়ে খাওয়া
উচিৎ।

২) অঙ্কুরিত ও সবুজ হয়ে যাওয়া আলুঃ

অনেক সময় দেখা যায় আলু সবুজ রঙ ধারন করে, ও অঙ্কুরিত হয়। এই সব আলু খাওয়া অনেক বিপদজনক। আলু সবুজ রঙ ধারন করলে এতে সলানিন নামক এক ধরনের গ্লাইকোআলকালয়েড পাওয়া যায়। এর কারনে অনেকের বমি বমি ভাব,পেট খারাপ,ডায়রিয়া, মাথা ব্যাথা, চুলকানি, জয়েন্টের ব্যাথা এরকম সমস্যা হতে পারে। তাই এসব হলে আলুর বাড়তি অংশ ফেলে দিতে হবে না হয় এই ধরনের আলু খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৩) আপেলের ভিতরের অংশঃ

আপেলের ভিতরের অংশ বা বীজ খাওয়া নিরাপদ নয়। কারন আপেলের ভিতরের অংশ ও বীজ খেলে এর ভিতরে থাকা উপাদান বিশাক্ত রাসায়নিক সায়ানাইড রুপান্তির করতে পারে।অল্প খেলে সমস্যা হতে পারে না,তবে বেশি খেলে বিপদ হতে পারে।

৪) বেগুনঃ

বেগুন এর বাড়তি অংশ আমরা ফেলে দিই। বেগুনের কান্ড সহ এর উপরের অংশ কেটে ফেলে দিই। বেগুনে ও আলুর মতো সলানিন নামক বিশাক্ত উপাদান থাকে। এসব কারনে পেটের বিভিন্ন সমস্যা হতে পারে।তাই আমাদের উচিৎ বেগুনের বাড়তি অংশ না খাওয়া।

৫) আমের খোসাঃ

শুকনা ও তাজা আম খেতে অনেক মজা লাগে।আম খাওয়ার আগে আমের খোসা ছাড়িয়ে খাওয়া ই ভাল।এসব ফলের খোসায় ইউরুশিঅল নামক রাসায়নিক উপাদান থাকে,এ উপাদান এলার্জি সৃষ্টি করে থাকে৷ তাই আমাদের আমের খোসা ছাড়িয়ে খেতে হবে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post যে সব খাবারের বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয়,জেনে নিন। appeared first on Trickbd.com.

প্রতিমিনিটে গড়ে ৫পয়সায় কথা বলুন | এয়ারটেল রবিতে পানির দামে মিনিট অফার | ২টাকাতে ৫০মিনিট যতখুশি ততবার

Posted:

আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি বলেছেন চমৎকার একটা মিনিট অফার শেয়ার করব,
অফারটা শেয়ার করার মুল কারন হচ্ছে যারা ফোন দিয়ে বেশি বেশি কথা বলেন ইদানিং অনেক কস্টে আছেন সেটা হলো-

আইপিকলঃ
আইপিকল হলো বাংলাদেশের সবচেয়ে কমরেট কথা বলার একটি সার্ভিস তার মধ্যে Brilliant Connect, Amberit, Alaap BTCL,তার পর Link3 জনপ্রিয় কয়েকটা সর্ভিস, আরো সার্ভিস আছে তবে ই সার্ভিস গুলো বেশ জনপ্রিয়, যার মাধ্যমে দেশের সবচেয়ে কম রেটে কথা বলা যায় যেমন প্রতি মিনিটে ৩০পয়সা কথা বলার সুযোগ পাওয়া যায়,কিন্তু ৭ই মে থেকে BTRC নির্দেশে সকল প্রকার আইপিকলের সর্বনিম্ন কলরেট ৩০পয়সা থেকে এখন সর্বনিম্ন ৪০পয়সা করা হয়েছে যা ভ্যাট সহ কারে ৪৩-৪৬পয়সা পড়তে পারে😆

সাথে আমাদের এমবি খরচ হিসাব করলে ৫৫পয়সা -৬০পয়সাও পরতে পারে,তারপর আবার বাজে ভয়েস কলিং,
সব মিলিয়ে এখন আর আমাদের এটা পুষাবে না আমাদের কথা হলো তাহলে এয়ারটেল সিমের ৪৮পয়সা কলরেট কোনো রিচার্জ ছারাই ওইটা কেমন! *123*48#

আসুন এসব আইপিকল বয়কট করে, সিমের অফারে চলে আসি,
আজকে এয়ারটেল এবং রবি সিমের একটা সার্ভিস শেয়ার করবো যা দিয়ে আপনি প্রতি মিনিটে ০.০৪৮৮পয়সা পরতে পারে,

মানে ৫পয়সার কম, অভাক হচ্ছেন, অভাক হওয়ার কথা এমন অফার আবার আছে হ্যা আছে,
এটা শুধু এয়ারটেল এবং রবিতে চলবে,তবে হ্যা এই টাইপের সার্ভিস বাংলালিংকেরও আছে চাইলে ইউজ করতে পারেন,

বাংলালিংকের ২টাকাতে ৫০ মিনিট

👉Click Here

তো আজকে আমি এয়ারটেল সিমে এবং রবির ২টাকাতে ৫০মিনিট এই অফার এর কথা বলছি আপনি মিনিট হিসাব করেন? কত পয়সা পরে প্রতি মিনিটে দেখুন অভাক হয়ে যাবেন!আপনি যদি দিনের-পর-দিন ঘন্টার পর ঘন্টা কারো সাথে কথা বলে থাকেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই সার্ভিসটি ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনি বেশ লাভবান হবেন দেখবেন মিনিট ফুরাবেইনা,

তো আজকে আমি কথা বলবো এই ২টাকার প্যাকেজ দিনে একবার নেয়া যায় কিভাবে আনলিমিটেড এই প্যাকেজ পার্সেস করবো,আমাদের ১০০০মিনিট এই সিস্টেমে নিলে ৪০টাকার মতন পরবে যা ভ্যাট সহ করে একটু বেশি পরতে পারে,এই প্যাকটি দৈনিক একবারের বেশি নেয়া যায় না,আমি আনলিমিটেড নেয়ার ট্রিকটি শেয়ার করবো, দিনে যতবার নিতে চান ততবারই নিতে পারবেন,
তবে হ্যা কিছু শর্ত ত আছেই, এই সর্ভিসে শর্তগুলো দেখুন-

শর্তগুলো দেখুনঃ-


১) যার সাথে কথা বলবেন তাকেও এই ২টাকার একটা প্যাকেজ কিনতে হবে।
২) এটা শুধু এয়ারটেল রবিতে কল দিতে পারবেন!
৩) মিনিটের মেয়াদ থাকবে ১দিন।
৪) এই সার্ভিস অটুরেনোয়াল ১দিন পর পর ২টাকা করে অটোমেটিক কেটে নিবে!
৫) 016***/018*** সরাসরি নাম্বার তুলে কল দেয়া যাবে না, সার্ভিস চালু করলে একটা নাম্বার দেয়া হবে এই নাম্বার এর মাধ্যমে কল দিতে হবে,নাম্বার হাইড থাকবে।
[Note]এই সার্ভিস ভালো না লাগলে দয়া করে বন্ধ করে দিন,আর নয়তো প্রতিনিয়ত ২টাকা৪৪পয়সা ভ্যাট সহ কারে কাটবে,

প্রথমে প্যাকটি নিতে একটা নম্বরে সরাসরি কল দিন
23443
তারপর 1 Press করুন কলটি কেটে দিন ফিরতি একটা মেসেজ আসবে, Y লিখে সেন্ড করুন,

ব্যাস চালু হয়ে গেলো আমাদের সার্ভিস, এখন কি ফিরতি আরেকটা মেসেজে আপনাকে 5 সংখ্যার একটা ID Code দিবে,

এটা আপনার নাম্বার, এই ধরনের সার্ভিস সম্পর্কে সবারই মুটামুটি আইডিয়া,এই সার্ভিস ২জনেরই ক্রয় করতে হয়,যার সাথে কথা বলবেন তাকে বলবেন Buy করার জন্য সেও যদি Buy করে, তাকে এই আইডি কোড দিবেন অথবা যাকে কল দিবেন তার আইডি কোডটি নিন,
কল দেয়ার আগে 23443তারপর আইডি কোড যেমন 23443[12345]

Example স্বরুপ 1234 তুলে দেখালম,

এখন আনলিমিটেড নেয়ার ট্রিক আগের বারে আমাকে অনেকে বলছেন যে এটা একদিনে একবার নেয়ার পর আর নেয়া যায় না,তাই এই মিনিটটি ফুরাবেন তারপর STOPVC লিখে সেন্ড করুন 23443 এই নাম্বারে সেন্ড করে সার্ভিসটি শুধু আপনিই বন্ধ করুন, তারপর আবার নতুন করে সার্ভিসটি চালু করে নিন, যাকে কল দিবেন তাকে বারবার চালু বন্ধ করতে হবে না,তারও যেহেতু অটু রেনুয়াল নিয়মিত 2taka কেটে নিবে,

তো এই সার্ভিসটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই সার্ভিসটা বন্ধ করে দিবেন আর নয়তো অটু ২টাকা৪৪পয়সা কেটে নিবে, STOP VC লিখে সেন্ড করুন 23443 তাহলে Unsubscribe হয়ে যাবে,
সর্বশেষ একটা কথা বলবো আপনার যদি এই অফারটি দেখে মনে হয় ফেইক তাহলে সরাসরি এয়ারটেল Helpline কল দিয়ে,সর্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে পারেন,কারো মন চাইলে এই সার্ভিসটি নিতে পারেন,

তারপরো না বুজলে Youtube ভিডিওটি দেখে আসুন,👉 Click Here

So Friend আপনি যদি এই ধরনের পোস্ট নিয়মিত পেতে চান, তাহলে আমাদের সাইট থেকে ঘুরে আসতে ভুলবেননা 👉 Techshohor24

ভালো লাগলে এই পোস্টটিতে ১টা লাইক দিবেন রিকোয়েস্ট থাকবে👍

এই ছিলো আজকের পোস্ট,রিকোয়েস্ট থাকবে একটাই ,এই পোস্টটটি সবাই একটি শেয়ার দিবেন আপনাদের বন্ধুদের কাছে,

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই কামনাই করি,
আল্লাহ হাফেজ,

The post প্রতিমিনিটে গড়ে ৫পয়সায় কথা বলুন | এয়ারটেল রবিতে পানির দামে মিনিট অফার | ২টাকাতে ৫০মিনিট যতখুশি ততবার appeared first on Trickbd.com.

Bkash অ্যাপ এর মাধ্যমে ফিলিস্তিনিদের সহায়তার অনুদান দিয়ে দিন সরাসরি ফিলিস্তিন দূতাবাস এ।

Posted:

ফিলিস্তিনে চলমান সংকট সমাধানে আর্থিক সহায়তা চেয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। চলমান পরিস্থিতিতে অনেক ফিলিস্তিন নাগরিক প্রাণ হারিয়েছেন, আবার অনেকে মৃত্যুর মুখোমুখি অবস্থান করছেন।

খারাপ সময়ে অনেক বাংলাদেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

ঘরে বসে আর্থিক সহায়তায় করতে পারবেন বিকাশ এর মাধ্যমে আর সেই অর্থ চলে যাবে সরাসরি ফিলিস্তিন দূতাবাস, ঢাকাতে

প্রথমে বিকাশ অ্যাপ এ ঢুকে আরো তে ক্লিক করুন।

তার পর ডোনেশন এ ক্লিক করুন।

তার পর ফিলিস্তিন দূতাবাস ঢাকা তে ক্লিক করুন।

তার পর নাম, Gmail এবং অনুদানের পরিমাণ লিখে submit তে ক্লিক করুন।

তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিয়ে Confirm তে ক্লিক করুন।

তার পর একটি Confirmation Message দিয়ে জানিয়ে দিয়া হবে আপনার লেনদেন সম্পন্ন হয়েছে কি না।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post Bkash অ্যাপ এর মাধ্যমে ফিলিস্তিনিদের সহায়তার অনুদান দিয়ে দিন সরাসরি ফিলিস্তিন দূতাবাস এ। appeared first on Trickbd.com.

এই গরমে আপনার চুলের যত্ন যেভাবে নিবেন, জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,এই গরমে যেভাবে নিবেন আপনার চুলের যত্ন। এখন প্রচুর গরম পড়ে গেছে,এই গরমে আমাদের সবার চুলের যত্ন নেয়া উচিৎ। চুল একটা মানুষের সৌন্দর্য। যার চুল না আছে সে জানে চুলের কদর। আমাদের প্রত্যেকের যার যার চুল এর যত্ন নেয়া উচিৎ। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলছি,আপনি কিভাবে এই গরমে আপনার চুলের যত্ন নিবেন। আমাদের দেহের জন্য যেমম ভিটামিন, পুস্টি ও খাবার প্রয়োজন, চুলের জন্য ও এমন কিছু উপাদান ও পরিচর্যা প্রয়োজন। অনেকের অসাবধানের কারনে চুল ঝড়ে যায়। আমরা যদি চুলের একটু যত্ন নিই তাহলে আমাদের অকালে চুল ঝরে না। কথা না বাড়িয়ে শুরু করা যাক, এই গরমে চুলের যত্ন যেভাবে নিবেনঃ

১) অ্যালোভেরা মাস্কঃ

অ্যালোভেরা মাস্ক চুলের জন্য অত্যান্ত উপকারি। চুল ঝলমলে ও চুল সিল্কি ও ঘন করতে এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।যাদের চুলে খুসকি আছে তারা এটির সাথে লেবুর রস মিশাইতে পারেন। অ্যালোভেরা মাস্ক এর সাথে লেবুর রস মিশিয়ে ব্যাবহার করলে খুসকি সমস্যা দূর করে। এটি তেলের সাথে মিশিয়ে ব্যাবহার করা হয়।এই গরমে চুলের যত্ন নিতে এটি গুরুত্বপূর্ণ।

২) মেহেদি মাস্কঃ

মেহেদি মাস্ক সাধারণত দুই ভাবে বানানো হয়।একটি হলো দুই কাপ বাটা মেহেদি এর সঙ্গে দুই টেবিল চামচ চায়ের লিকার যোগ করতে হবে। আরেকটি হলো দেড় কাপ বাটা মেহেদির সঙ্গে দুই চামচ টক দই মিশাতে হবে। চুল পড়ার সমস্যা থাকলে এই মেহেদি মাস্ক খুব ই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এছাড়া ও খুসকির সমস্যা থাকলে ও ব্যাপক কাজ করে থাকে। এই গরমে এটি খুব গুরুত্বপূর্ণ।

৩) চুলের প্যাকঃ

এই গরমে মাথা ঠান্ডা রাখতে ও উজ্জ্বল চুল পেতে চুলের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন।এটির প্রধান উপাদান গুলো বেছে নেয়া উচিৎ অ্যালোভেরা ও মেহেদি।

৪) চুল ঢাকুন, ছাতায়ঃ

এই গরমে আমরা বেশির ভাগ সময় ঘরে কাটিয়ে থাকি। অনেক সময় আমাদের বাহিরে যেতে হয়,এই সময় আমাদের চুলের যত্নে অবশ্যই ছাতা ব্যাবহার করব। বাহিরের ধুলাবালি ও রোদ চুলে পড়বে না, চুল থাকবে অনেক ভাল৷

৫) চুলের তেলঃ

চুলে তেল দেয়া অত্যান্ত জরুরি। আমাদের যেমন খাবার প্রয়োজন তেমনি চুলের জন্যও তেল দেয়া উচিৎ। তবে প্রত্যেকদিন চুলে তেল দেয়া থেকে বিরত থাকতে হবে৷ সপ্তাহে একদিন চুলে তেল দেয়া উচিৎ। বাড়তি পুস্টির জন্য আমলকীর রস মেশাতে পারেন।তেল দিয়ে চুল ভালভাবে মেসেজ করবেন,যাতে প্রত্যেকটা চুলের গোড়ায় তেল পৌছায়।

৬) চুল শুকনাঃ

এই গরমের সময় চুল ভেজা রাখা যাবে না বেশির ভাগ সময়। গোসল দেয়ার পর তাড়াতাড়ি উচিৎ চুল শুকানোর ব্যাবস্থা করা। অনেকে চুল স্পাইক করার জন্য পানি দিয়ে ভিজিয়ে স্পাইক করে চুল,এই কাজ ঠিক না এতে চুল ঝরে যায়।

৭) শ্যাম্পুঃ

চুল পরিস্কার রাখা খুভ ই গুরুত্বপূর্ণ। আমাদের চুল পরিস্কার রাখার জন্য সপ্তাহে অন্তত ৩-৪ দিন শ্যাম্পু ব্যাবহার করা উচিৎ। মনে রাখতে হবে অতিরিক্ত হারে শ্যাম্পু ব্যাবহার করা যাবে না,এতে চুলের ক্ষতি হতে পারে।

আমাদের এভাবে এই গরমে চুলের যত্ন নিতে হবে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post এই গরমে আপনার চুলের যত্ন যেভাবে নিবেন, জেনে নিন। appeared first on Trickbd.com.

Adstob.com থেকে ইনকাম করার উপায় পেমেন্ট প্রুফ সহ

Posted:

 Adstob.com থেকে ইনকাম করার উপায় পেমেন্ট প্রুফ সহ।Best advertising network

একটা ওয়েবসাইট  ইনকাম করে মূলত  Adnetwork এর মাধ্যমে।

ব্লগ সাইটগুলোতে এডসেন্স সাপোর্ট করে।
ব্লগ সাইটে গুগলের Ads ব্যবহার করে ইনকাম করা যায়।

কিন্তু ডাউনলোড ওয়েবসাইটে Adsense  দেয় না।
সে জন্য অন্য কোম্পানির ব্যবহার করা হয়।

তবে বেশিরভাগ কোম্পানির ট্রাস্টেড হয়না।

তাদের এডস  ব্যবহার করা হয় কিন্তু টাকা দেওয়ার সময় টাকা অনেক ঝামেলা করে।

আজকে আমি আপনাদের সাথে এমন একটি  Ads network  সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি।

সেটা দিয়ে আপনারা ১০০% ইনকাম করতে পারবেন।
পেমেন্ট প্রুফ সহ দেবো আমি।

আজকের যে Adnetwork নিয়ে আলোচনা করব সেটার নাম হলো  Adstoob.com

Adstoob একটি বিশ্বস্ত Adnetwork ।
বিশ্বস্ত বলছি একারনে কারন এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি।
অনেক কেই পেমেন্ট দিয়েছে দেখলাম।

এখান থেকে আপনি ad নিয়ে ইনকাম করতে পারবেন।

এখান থেকে ইনকাম করতে হলে আপনার এটা ওয়েবসাইট   থাকা প্রয়োজন, যেখানে আপনি Ads গুলো show করাবেন।

এই সাইটে আপনি প্রতি valid. click  এর জন্য 0.002$-0.012$ পাবেন।
এবং মাত্র 0.29$ =20  টাকা হলেই রিচার্জ এবং 3 ডলার হলে বিকাশ,নগদ এবং 5$ হলে  পেপালে নিতে পারবেন।

কিভাবে Adstoob এ কাজ করতে হয়
সে সম্পর্কে নিচে আলোচনা করছি।

প্রথমে নিচের লিঙ্ক থেকে adstoob.com এই সাইটে গিয়ে register করে নিতে হবে।

Adstoob.com

Adstoob.com এ গিয়ে Register লিখাতে ক্লিক করুন।

Adstoob.com

এবার এরকম এটা পেজ আসবে।

এখানে আপনার user name দিন।
এখানে আপনার Password দিন।
veryfy  Password এ আগের Password টি দিন।

এবার এখানে আপনার email দিন।

এবার country select করে নিন।
এবার আপনার নম্বর দিন।
এবার capthca পূরন করে Register এ ক্লিক করুন।

Adstoob.com

এবার আপনার email এ একটা email যাবে ভেরিফাই করার জন্য।

veryfy email এ ক্লিক করে account ভেরিফাই করে নিন।

Adstoob.com

এবার Dashboard এ ক্লিক করলে এরকম দেখতে পারবেন।

Adstoob.com

এবার Sites এ ক্লিক করুন।

Adstoob.com

এবার add site এ ক্লিক করুন আপনার সাইট add করার জন্য।

এখানে আপনার সাইটের নাম দিন।
এবার আপনার সাইটের লিংক দিন।

এখানে আপনার সাইটের Description দিন।

এবার আপনি কিরকম ads আপনার ওয়েবসাইটে দেখাতে চান সেটা সিলেক্ট করুন।
তবে ভালো কথা হচ্ছে এই ওয়েবসাইটে  Adult ads এর অপশন থাকলেও আমি কোনো Adult ads পাইনি।
এই বিষয় টা খুব ভালো লেগেছে।

non adult ads সিলেক্ট করে নিন।

এবার সাইট ক্যাটাগরিতে আপনার সাইটের ক্যাটাগরি সিলেক্ট করে নিন।

আমার টা  Download  site তাই  এটা সিলেক্ট করলাম।
আপনার যেরকম সাইট সেটা সিলেক্ট করে নিন।

Adstoob.com

এবার Add site এ ক্লুিক করুন।

দেখতে পারবেন যে আপনার সাইট Add হয়ে গেছে।


Ads দেখাবেন কিভাবে আপনার সাইটে?


আপনার ওয়েবসাইটে ads দেখানোর জন্য প্রথমে আপনার ওয়েবসাইট টি add করে নিতে হবে।

Adstoob.com

এবার ad codes এ ক্লিক করলে এরকম আসবে।

Adstoob.com

এবার JavaScript Banner Adcode এটাতে ক্লিক করুন।

Adstoob.com

এরকম এটা পেজ আসবে।

এবার Ad code টা কপি করে নিয়ে আপনার সাইটে পেস্ট করে দিন।

আমি এটা কপি করে আমার সাইটে পেস্ট করে দেখাচ্ছি।

Adstoob.com

দেখুন আমি top এ বসাইছি ads টা।

Adstoob.com

দেখুন ads শো করছে।

বাকি যে ads গুলো আছে সেগুলো এভাবে কপি করে আপনার সাইটে বসান।

PopUnder Adcode এই ad code টা আপনার সাইটের header বা meta header এ বসাবেন।
এই ads code টার জন্য আপনার সাইট কেউ ভিজিট করলেই টাকা পাবেন।


এবার আসি পেমেন্ট কিভাবে নিতে হয় সেটা দেখানোর পালা

আপনি এই সাইট থেকে আপনি 0.29$ =২০ টাকা হলে রিচার্জ করে নিতে পারবেন।

5$    হলে পেপাল ও 3$ হলে বিকাশে ও নগদে নিতে পারবেন।

Adstoob.com

পেমেন্ট নিতে হলে আপনাকে ask for a payment এ যেতে হবে।

Adstoob.com

এবার আপনি কোন মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটাতে যান।
আমি রিচার্জে নিব।
এজন্য  রিচার্জ সিলেক্ট করলাম।

Adstoob.com

এবার নাম,phone number আর recharge amount চাইছে ওটা দিন।

Adstoob.com

এবার দেখুন যে পিন চাইছে।
আপনি যদি নতুন হন,
তাহলে send a new pin এ ক্লিক করলে আপনার ইমেইলে আপনাকে একটা পিন পাঠানো হবে।
ওটা এখানে দিন।

Adstoob.com

প্রতিবার পেমেন্ট নেওয়ার সময় পিন টা লাগবে আপনার।

Adstoob.com

এবার payout এ ক্লিক করুন।

আপনার পেমেন্ট রিকোয়েস্ট দেওয়া হয়ে গেল।

আপনি ২৪ ঘন্টার ভেতরে পেমেন্ট পেয়ে যাবেন।
আমি প্রায় ১২ ঘন্টা পর পেয়ে ছিলাম।

যদি পেমেন্ট পেতে অসুবিধা বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে এদের সাইটের লাইভ চ্যাট অপশন থেকে কথা বলতে পারবেন।

Adstoob

আবার এদের facebook পেইজ থেকেও আপনার অভিযোগ জানাতে পারবেন।

Page link https://www.facebook.com/adstoob/

Page Adstoob

আমার পেমেন্ট প্রুফ

Adstoob

Payment proof

Adstoob payment proof

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতে হয়।
আমার সাইট থেকে ঘুরে আসার জন্য নিমন্ত্রণ রইলো
http://amarlikebd.wapkiz.com

Credit by: Shahin



















The post Adstob.com থেকে ইনকাম করার উপায় পেমেন্ট প্রুফ সহ appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments