Search box..

[Hot] ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেলে সাথে সাথে ফোনে ঢুকে যাবে বিকাশ একাউন্ট থেকে অটো রিচার্জ!!

[Hot] ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেলে সাথে সাথে ফোনে ঢুকে যাবে বিকাশ একাউন্ট থেকে অটো রিচার্জ!!


[Hot] ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেলে সাথে সাথে ফোনে ঢুকে যাবে বিকাশ একাউন্ট থেকে অটো রিচার্জ!!

Posted:

এখন ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেলে সাথে সাথে ফোনে ঢুকে যাবে বিকাশ একাউন্ট থেকে অটো রিচার্জ আর রিচার্জ করার ঝামেলা থাকবে না।
অটো রিচার্জ সুবিধা চালু করলে ফোন এর ব্যালেন্স ১০ টাকা বা তার কম হওয়া মাত্র বিকাশ একাউন্ট থেকে ঢুকে যাবে রিচার্জ।

এই সুবিধা টি শুধুমাত্র নিজের নাম্বারেই রিচার্জ করতে পারবেন এবং এয়ারটেল, বাংলালিংক এবং রবি গ্রাহকরাই এই সুবিধাটি চালু করতে পারবে।

তো দেখে নিয়া যাক কি ভাবে অটো রিচার্জ সুবিধাটি চালু করবেন।

USSD *247# ডায়াল করে

প্রথমে মোবাইল রিচার্জ সিলেষ্ট করুন

তার পর অটো রিচার্জ করতে এয়ারটেল, বাংলালিংক এবং রবি সিলেষ্ট করুন

অটো রিচার্জ অপশন সিলেষ্ট করুন

তার পর Star Recharge অপশন সিলেষ্ট করুন

অটো রিচার্জ এর পরিমাণ দিয়ে দিন।

বিকাশ একাউন্ট এর পিন দিয়ে দিন।

তার পর অটো রিচার্জ চালু হয়ে গিয়েছে

বিকাশ অ্যাপ

প্রথমে বিকাশ অ্যাপ এ ঢুকে মোবাইল রিচার্জ সিলেষ্ট করেন।

যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলা আছে সে নাম্বার সিলেষ্ট করেন।

এবার অটো-রিচার্জ সেটিংস দেখুন তে ক্লিক করুন।

তার পর অটো-রিচার্জ চালু করুন তে ক্লিক করে চালু করে দিন।

তার পর ব্যালেন্স শেষ হলে কত টাকা অটো-রিচার্জ ঢুকবে তার পরিমাণ দিয়ে দিন।

তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিয়ে দিন।

এখন আপনার অটো-রিচার্জ সুবিধাটি চালু হয়ে গেলো।

শর্তাবলীঃ

  • গ্রাহকের অবশ্যই বিকাশ একাউন্ট থাকতে হবে এবং শুধুমাত্র নিজের নাম্বারেই রিচার্জ করতে পারবেন
  • শুধুমাত্র এয়ারটেল, বাংলালিংক এবং রবি নাম্বারে প্রিপেইড গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন
  • রিচার্জ অ্যামাউন্টটি (২০ টাকা -১০০০ টাকা) অবশ্যই আগে থেকে নির্ধারণ করে দিতে হবে
  • গ্রাহকের মোবাইলের ব্যালেন্স ১০ টাকা কিংবা তার কম হওয়া মাত্র অটো রিচার্জ সুবিধা চালু হয়ে যাবে
  • গ্রাহক দিনে ৩ বার অটো রিচার্জ সুবিধা গ্রহণ করতে পারবেন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেলে সাথে সাথে ফোনে ঢুকে যাবে বিকাশ একাউন্ট থেকে অটো রিচার্জ!! appeared first on Trickbd.com.

সফল ইউটিউবার হওয়ার জন্য ২ টি সেরা pdf বই (নতুনরা অবশ্যই পড়বেন)

Posted:

আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনাকে কিছু বিষয় শিখতে হবে, যেমন ধরুন কিভাবে চ্যালেল খুলবেন এবং প্রয়োজনীয় কিছু সেটিংস করে নিবেন। কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। ভিডিও এডিটিং, এবং ইউটিউব প্লাটফর্মেছটিকে থাকতে ও একজন সফল ইউটিবার হতে যা যা শিখতে হবে তা মোটামুটি আপনি নিচের পিডিএফ বই দুটি পড়ে শিখতে পারবেন।

(১) ইউটিউবিং গাইড

বাংলা ভাষয় ইউটিউবিং শেখার শ্রেষ্ঠ একটি pdf হলো Youtubing Guide -Rofikul Ahsan.

বাংলা ভাষায় ইউটিউবিং শেখার জন্য তেমন ভালো কোনো বই পাওয়া যায়না বললেই হয়। ইউটিউবিং শেখার যে ভালো বই গুলো বাংলা ভাষায় রয়েছে সেগুলো হলো  সব হার্ডকপি সো পেইড।

আপনি যদি নতুন ইউটিউবিং করতে চান তাহলে আপনাকে এ টু জেড পথ দেখাবে ক্ষুদ্র একটি বই।যেমনঃ
 

১। ইউটিউব কাদের জন্য?

আপনি ইউটিউবিং করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে আসলে ইউটিউবিংটা আসলে কাদের জন্য, আপনি যদি না জেনে এ পথে আসেন তাহলে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না।

২। ইউটিউবিং করতে কি কি লাগে?

অনেকেই মনে করেন ইউটিউবিং করতে হলে ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা এবং ভালো মাইক্রোফোন না হলে ইউটিউবিং করে সফলতা অর্জন করা যাবেনা ।

ইউটিউবে যারা নতুন আসতে চায় তাদের মনে এমন প্রশ্ন আসা এবং চিন্তাভাবনা মাথায় আসা অস্বাভাবিক কিছু নয়। ৩। ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে কপিরাইট বিহীন অডিও এবং ভিডিও ডাউনলোড করে নিজ ভিডিওতে ব্যবহার করবেন, ইউটিউবের ভিডিও গুলো কিভাবে এসইও করবেন, কিভাবে সঠিকভাবে  ভিডিও আপলোড করবেন ইত্যাদি ইত্যাদি । ইউটিউবিং গাইড pdf বইটির পড়ার পরে, আপনাকে ইউটিউবিং সম্পর্কিত কোনো সমস্যায় পড়লে কারো নিকটে আর যেতে হবেনা, এই বইটিতেই ইউটিউবিংয়ের খুটিনাটি সব সমস্যা গুলো কিভাবে সমাধান করবেন তা শিখিয়ে দিয়েছেন রফিকুল আহসান।

বইটির প্রতিটি স্টেপ বাই স্টেপ যদি স্কিনসট দিয়ে বোঝানো হতো তাহলে বইটি আরো সুন্দর হতো ।এরপরেও যা কিছু উনি লেখার মাধ্যমে স্টেপ বাই স্টেপ সুন্দর করে লিখে বুঝিয়েছেন তাতে কোনো নতুন ইউটিউবারের বুঝতে সমস্যা হবেনা, আশাকরি।

বইয়ের নামঃ ইউটিউবিং গাইড
বইয়ের লেখকঃ রফিকুল আহসান
পৃষ্ঠা সংখ্যাঃ ১৫০ টি।
বইয়ের ধরনঃ ইউটিউব
পিডিএফ সাইজঃ ৮ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ
Read Online / Download

(২) মিশন ইউটিউব

মিশন ইউটিউব বইটির নামটি একটু অন্যরকম লাগাটাই স্বাভাবিক।    এব বইয়ে লেখক খুবই সুন্দর করে ইউটিউবের প্রশ্ন গুলোর উত্তর দিয়েছেন।

একজন নতুন ইউটিউবারের জন্য বইটি খুবই প্রয়োজন।
ইউটিউব কি?
ইউটিউবে কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হয়?
কিভাবে ভিডিওতে থাম্বনাইল যুক্ত করতে হয়?
কিভাবে চ্যানেলকে ভেরিফায়েড করতে হয়?
কিভাবে ট্যাগ বসাতে হয়?
কিভাবে ভিডিও তৈরী করতে হয়?
কিভাবে চ্যানেলের জন্য কভার ফটো তৈরী করবেন মোবাইল দিয়েই তা সবকিছু এ বইয়ে লেখক এ হু জেড আলোচনা করেছেন।

আমার কাছে লেখকের প্রতিটি লেখাই ভালো লেগেছে, আমি নিজে বইটি সম্পুর্ন পড়েছি একটুও এড়িয়ে যাইনি।    কারন বইটি পড়তে খুবই ভালো লেগেছিলো, ধরুন বইটি পড়ার সময়ে আপনার মনে হবে আপনি মিষ্টি কোনো ট্যাবলেট চুষে খাচ্ছেন আর বাকি ট্যাবলেটগুলোও একসাথে খেয়ে ফেলতে মন চাইবে।

লেখক এ বইটি অর্থাৎ মিশন ইউটিউব বইটি গল্প আকারে লিখেছেন তাই স্টেপ বাই স্টেপ পড়তে ভালোই লাগে।

বইয়ের নামঃ মিশন ইউটিউব। 
বইয়ের লেখকঃ হৃদয় হোসেন রাব্বি । 
পৃষ্ঠা সংখ্যাঃ ৫৮ টি।
বইয়ের ধরনঃ ইউটিউবিং বই।
পিডিএফ সাইজঃ ৪১ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ
 Read Online / Download

The post সফল ইউটিউবার হওয়ার জন্য ২ টি সেরা pdf বই (নতুনরা অবশ্যই পড়বেন) appeared first on Trickbd.com.

Infinix এর সেরা বাজেট কিলার ফোন ৯,৯৯০ টাকায় ৪/৬৪ ।

Posted:

হাইলাইটস

infinix hot 9 play 6.82 ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন সহ লঞ্চ হয়েছে । পিছনের ক্যামেরাটি ডুয়াল 13 এমপি + কিউভিজিএ লো-লাইট সেন্সর সহ ট্রিপল-এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। সামনের ক্যামেরাটি 8 এমপির। ইনফিনিক্স হট 9 প্লে তে 6000 এমএএইচ ব্যাটারি সহ 10W ফাস্ট চার্জিং থাকছে। এতে 2 / 4 জিবি র‌্যাম রয়েছে, 1.8 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং পাওয়ারভিআর জিই 8320 জিপিইউ রয়েছে। এটি 12 (nm) MediaTek helio a25 চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 32 বা 64 অভ্যন্তরীণ স্টোরেজ এবং dedicated মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Infinix Hot 9 Play Full Specifications

First Release:April 9, 2020

ColorsMidnight Black, Quetzal Cyan, Violet, Ocean Wave 

ConnectivityNetwork2G, 3G, 4GSIMDual Nano SIMWLAN✅ dual-band, Wi-Fi Direct, hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅, A-GPSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C✖
  BodyStyleMinimal NotchMaterialGlass front, plastic bodyWater Resistance✖

Dimensions171.8 x 78 x 8.9 millimetersWeight209 grams 
DisplaySize6.82 inchesResolutionHD+ 720 x 1640 pixels (263 ppi)TechnologyIPS LCD TouchscreenProtection✖FeaturesMultitouch 
Back CameraResolutionDual 13 Megapixel + QVGAFeaturesAutofocus, triple-LED flash, low-light sensor & moreVideo RecordingFull HD (1080p) 
Front CameraResolution8 MegapixelFeaturesVideo RecordingFull HD (1080p) 
BatteryType and CapacityLithium-polymer 6000 mAh (non-removable)Fast Charging✅ 10W Fast Charging  PerformanceOperating
SystemAndroid 10ChipsetMediaTek Helio A25 (12 nm)RAM2 / 4 GB

ProcessorOcta-core, up to 1.8 GHzGPUPowerVR GE8320 

StorageROM32 / 64 GB (eMMC 5.1)MicroSD Slot✅ up to 256 GB (dedicated slot) 
ফোনটির প্রসেসর যদি একটু কমা তার পরেও মোটামুটি পারফরম্যান্স পাবেন। আমি একসাথে 4 থেকে 6 টার মত মাল্টিটাস্কিং করেছি কিন্তু এখনো কোন প্রকার বাগ পাইনি । প্রাইস হিসেবে ক্যামেরা টা অনেক ভাল ছিল । আমি আপনাদের সাজেস্ট করব 4 জিবি র্যামের ফোনটি কিনার জন্য 2gb র্যাম এ লো পারফরম্যান্স পাবেন ।

৯,৯৯০ টাকার সেরা বাজেট কিলার ফোন এটি ।।
আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক দিবেন, খোদা হাফেজ


The post Infinix এর সেরা বাজেট কিলার ফোন ৯,৯৯০ টাকায় ৪/৬৪ । appeared first on Trickbd.com.

এক ক্লিকেই ফেসবুক গ্রুপে আপনার সকল ফ্রেন্ডকে ইনভাইট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ��

Posted:

ফেসবুক গ্রুপে আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে অনেক সময় লেগে যায় । তাই আজকে আপনাদের সাথে এমন একটা এক্সটেনশন শেয়ার করতে যাচ্ছি যেটা দিয়ে আপনারা এক ক্লিকেই সব ফ্রেন্ডদেরকে সিলেক্ট করে ইনভাইট করতে পারবেন। আশা করছি আপনাদের কাজে দিবে

কিভাবে এক ক্লিকেই ফেসবুক গ্রুপের সকল ফ্রেন্ডকে ইনভাইট করবেন ?

 

প্রথমেই [এই লিঙ্কে] চলে যান এবং এক্সটেনশনটি আপনার ব্রাউজারে এড করে নিন আমার অলরেডি এড করা আছে ।

image

আর আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে জাস্ট Kiwi Browser ডাউনলোড করে নিতে হবে । তারপর Kiwi Browser দিয়ে সেম ওয়েতে আপনার ব্রাউজারে এক্সটেনশন এড করে ইনভাইট করতে পারবেন । বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিওটি দেখে নিন ।

[Click Here To Download Kiwi Browser]

তারপর, আপনার ফেসবুক গ্রুপে চলে যান এবং ইনভাইট বাটনে ক্লিক করুন
তবে যারা মোবাইল ইউজার আছেন আপনাদেরকে প্রথমে web.facebook.com এ যেতে হবে, কারণ এই এক্সটেনশন ফেসবুকের পিসি ভার্সন ছাড়া কাজ করবে না

image

তারপর এক্সটেনশনের উপর ক্লিক করলেই দেখবেন সবগুলো Uncheck বক্সে অটোমেটিক্যালি টিক মার্ক আসছে image

এভাবে আপনি যতই নিচে স্ক্রল করবেন অটো চেক হতে থাকবে

image

তো এভাবে আপনি খুব সহজেই ইনভাইট করতে পারবেন ।
তবে আপনাদের জন্য সাজেশন থাকবে একসাথে ১০০ এর বেশি মেম্বার ইনভাইট করবেন না আর প্রতিদিন ৫০০ এর বেশি ইনভাইট না করাই ভালো । কারণ একসাথে সবাইকে ইনভাইট করতে গেলে ফেসবুক থেকে একশন ব্লক করে দিতে পারে ।

কিছুক্ষণ পর পর ইনভাইট করুন, একবারেই যে করতে হবে তা তো না ।

 

———————————————————————————————————————————————————————-

 ❤❤❤ এধরনের ট্রিক সবার আগে পেতে Subscribe করতে পারেন [Learn with Mahbub] ইউটিউব চ্যানেল ❤❤❤

————————————————————————————————————————————————————————

নিচের ভিডিওটিতে আমি মোবাইল থেকে ইনভাইট করে দেখিয়েছিঃ

 ★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

 

★★এক ক্লিকেই ফেসবুক গ্রুপের সব পোস্ট ডিলিট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 🥳

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে 

The post এক ক্লিকেই ফেসবুক গ্রুপে আপনার সকল ফ্রেন্ডকে ইনভাইট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎 appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন সদ্য রিলিজ হওয়া নেটফ্লিক্সের জোম্বি মুভি Army Of The Dead হিন্দি ডাব সহ।

Posted:

🎬 Army Of The Dead (2021)
🔥 IMDb Rating: 7.2/10
💫 Personal Rating: ♥/10
✨ Genres: Horror, Action.
🗣 Language: English, Hindi.
😍 83% Google users liked this film

💢 Movie Review: 💢

মুভির ডিরেক্টর যখন জ্যাক স্নাইডার তখন কি আর মুভির গল্প গতানুগতিক পদ্ধতির হয়।

Spoiler Alert

মুভির গল্প শুরু হয় Las Vegas শহরে ভূতের আক্রমনের মাধ্যমে এবং এর অল্প কিছু সময়ের মধ্যেই পুরো শহর ভূতেরা শহরে পরিনত হয়। তারপর সরকার ঘোষণা দেয় যে পুরো শহরকে পারমানবিক বোমা দ্বারা উড়িয়ে দেওয়া হবে।
কিন্তু বিধি বাম সাজে এক ধনী যার অনেক বড় পরিমাণের অর্থ এখনও Las Vegas এর একটি ক্যাসিনোর লকারে। সেই টাকা উদ্ধার করার দায়িত্ব পায় স্কট অর্থাৎ বাতিস্তা ও তার টিম। এরপর শুরু হয় উদ্ধার অভিযান ভূতদের বিরুদ্ধে।

স্কট কি সত্যি টাকা উদ্ধারের জন্য ওই ক্যাসিনোতে প্রবেশ করে নাকি সে শুধু মাত্র একজন গোলাম যে সময়ের এমন চক্রতে ফেসে গেছে যেখানে সে এবং তার টিম বারবার লড়ছে এবং বারবার মরছে।

সবার শেষে Huma Qureshi এর কথা বলতেই হয় তার রোল খুব কম রান টাইমের জন্য হলেও ভালো অভিনয় করেছেন তিনি।।।

আর এই মুভির সিকিওয়াল থাকবে সেটা নিশ্চিত

মুভির ভালো দিক গতানুগতিক ভূতের ধারণা থেকে বের হয়ে স্নাইডার তার গল্পে এমন ভূত দের কে তুলে যারা সঙ্গবদ্ধ। যাদের মধ্যে প্রেম, ভালবাসা, বুদ্ধি, নেতৃত্ব সব মানুষের মত সমান ভাবে কাজ করে।

Download Link

720p Download Link: Click Here To Download

1080p Download Link: Click Here To Download

Online Streaming Link: Click Here To Download

আপনার যদি কোন প্রকার মুভি রিকুয়েস্ট থাকে তাহলে আপনি FilmyBRO ফেসবুক গ্রুপে রিকুয়েস্ট করতে পারেন। আর নিত্যনতুন মুভি সবার আগে পেতে FilmyBRO টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ লিংকঃ Facebook Group Join Link

আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকঃ Telegram Channel Join Link

The post ডাউনলোড করে নিন সদ্য রিলিজ হওয়া নেটফ্লিক্সের জোম্বি মুভি Army Of The Dead হিন্দি ডাব সহ। appeared first on Trickbd.com.

Bdlike.Org মাধ্যমে প্রতিদিন আয় করুন। [ বিস্তারিত আলোচনা এবং পেমেন্ট প্রুফ]

Posted:

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। তো আজকে সকালে পোস্ট করেছিলো Bdlike এর মাধ্যমে প্রতিদিন ১৮ টাকা আয় করুন।তো গত পোষ্টে সব কিছু বুঝান হয়নি। এই পোষ্টে আমরা BDlike এর মেম্বার এবং ভিয়াইপি মেম্বারদের সুবিধা সম্পর্কে আলোচনা করব।

প্রথমেই জানব রেফার এবং একজন নরমাল মেমবার সম্পর্কে।

আপনারা যারা যারা আমার রেফার থেকে BdLike.Org তে একাউন্ড করেছেন। তাদের কোন রেফার প্রয়োজন হয় নি। আর রেফার দেওয়ার কারন ছিলো একাউন্ট খোলার সুবিধার জন্য। তাছারা এখানে রেফারে নরমাল মেমবারদের জন্য কোন সুবিধা নেই। চাইলে আপনি নিজেও চেষ্টা করে দেখতে পারবেন।

এবার বলব নরমাল মেমবারদের কথা আমরা যারা নরমাল মেমবার আমাদের জন্য BDLike.Org সাইটে প্রতিদিন ৩টি কাজ বরাদ্ধ করা হয়েছে। প্রতিটি কাজের মূল্য ৬৳। তাহলে টোটাল হচ্ছে ১৮৳ প্রতি দিন।

এবং একজন নরমাল মেমবার শুধু মাত্র ১বার টাকা উত্তলন করতে পারবে। যেটি আজকে বিকেল পযন্ত ছিলো সর্ব নিম্ন ১০০৳। যেটি এখন আপডেট করে করানো হয়েছে ৫০০৳। [চুড়ান্ত আপডেট কালকে পাওয়া যাবে]

নরমাল মেমবারদের ক্ষেত্রে জারা আমরা কাজ করছি তারা ১০০৳ টাকার কাজ করার পর আর কাজ করতে ইচ্ছা প্রকাশ করছিনা।  সেই কারনে BDLike.Org এমন সিধান্ত। এক্ষেতে আপনি জদি নরমাল মেমবার থেকে ভিয়াইপি মেমবার সিফট করেন তাহলে যে কোন সময় টাকা উওলন করতে পারবেন।

ভিয়াইপি মেম্বার হওয়ার পন্থা

আপনি যদি সাইটের প্রতি বিশ্বাস না রাখতে চান বা না পারেন। তাহলে আমি বলবনা যে ইনভেস্ট করুন এখানে। আপনি চাইলে ভিয়াইপি মেমবার দুটি উপায়ে হতে পারেন।

  1. আপনি সরাসরি ১০০০টাকা ইনভেস্ট করে হতে পারেন
  2. আপনি প্রতিদিন এর আনিং এর যে টাকা হচ্ছে সেই টাকা ১০০০৳ হলেও আপনি ভিয়াইপি মেমবার হতে পারবেন

 ভিয়াইপি মেম্বার ও তাদের কাজ এবং ভিয়াইপি মেমবার মেয়াদ কাল।

একজন ভিয়াইপি মেমবার হতে হলে আপনাকে ১০০০৳ টাকা দিয়ে ভিয়াইপি মেমবার হতে হবে।  এক্ষেতে তাদের প্রতিদিন ৫টি কাজ বরাদ্ধ করা হয়েছে। প্রতিটি কাজের মূল্য ৬৳। তাহলে টোটাল হচ্ছে ৩০৳ প্রতি দিন। এবং আর সুুুবিধা হচ্ছে আপনি যে কোন সময় সর্ব নিম্ন ৫০০৳ উত্তলন করতে পারবেন।

একজন ভিয়াইপি মেমবার এর মেয়াদ থাকে ১বছর পযন্ত। ১বছর পর আপনার একাউন্ট আবারো আপডেট করানো লাগবে।

ভিয়াইপি মেমবারদের অতিরিক্ত আয়

একজন ভিয়াইপি মেমবার তার প্রতিদিন আয় দিয়ে ৩০৳ আয় করবে। এবং সে জদি তার রেফারকৃত অন্যকাউকে ভিয়াইপি মেমবার হিসেবে যোগদান করাতে পারবে এক্ষেতে প্রথম পর্যায় ১০০৳ এবং ঐ মেমবার এর কাজ থেকে ৩% হারে টাকা পাবে।

বিভিন্ন পর্যায়ের ভিয়াইপি পেকেজ

টাকা উত্তলনের প্রমান সরূপ

যোগাযোগ করুন।

The post Bdlike.Org মাধ্যমে প্রতিদিন আয় করুন। [ বিস্তারিত আলোচনা এবং পেমেন্ট প্রুফ] appeared first on Trickbd.com.

১০০০ টাকা ছাড়ে টেন মিনিট স্কুলের ২৫০০ টাকার Pre-Admission Medical কোর্স নিন মাত্র ১৫০০ টাকায় কুপন কোড ইউজ করে! (সীমিত সময়ের জন্য)

Posted:

HSC 2021 এর শর্ট সিলেবাসের পাশাপাশি এখন থেকেই মেডিকেল ভর্তির আগাম প্রস্তুতির জন্য টেন মিনিট স্কুলে চলে এলো ‘Pre Admission Medical Course।’ 🔥

186558422-993424594805645-7564554210130381277-n

কোর্সটিতে যা যা থাকছে :

🌡১৫০টি ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস

🌡১২০টি রেকর্ডেড ক্লাস

🌡২৫ সেট মডেল টেস্ট

🌡অভিজ্ঞ ইন্সট্রাকটরের গাইডলাইন 

🌡জটিল টপিকগুলোর সহজ আলোচনা

 

কোর্সটি আপনাকে সাহায্য করবে:

💉 মেডিকেল ভর্তির আগাম প্রস্তুতিতে

💉 পূর্ণাঙ্গ সিলেবাসের গোছানো প্রস্তুতিতে

💉 জটিল বিষয়গুলো সহজে শেখাবে

💉 ইম্পরট্যান্ট টপিকে অতিরিক্ত গুরুত্ব দিবে

💉 পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ প্রস্তুত করবে

যদিও 10 Minute School এর অফিশিয়াল ওয়েবসাইটে এই কোর্সটার প্রাইস ২,৫০০ টাকা ।

কুপন কোড ইউজ করে আপনারা ১০০০ টাকা ছাড়ে ১৫০০ টাকায় নিতে পারবেন ।


আর পেমেন্ট Bkash, Rocket, Nagad সহ আরো অনেক মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ।

 

image

বিঃ দ্রঃ এই অফারটি কাল দুপুর ১২ টার মধ্যেই শেষ হয়ে যাবে তাই যারা নিতে চান, তাড়াতাড়ি নিয়ে নিন ।

কোর্সটি ১০০০ টাকা ডিসকাউন্টে যেভাবে নিবেনঃ

–  ১০০০ টাকা ডিসকাউন্টে কোর্সটি নিতে প্রথমেই চলে যান [ এই লিঙ্কে ]
– তারপর CRASH1000 কুপন কোডটি এপ্লাই করুন
 – তারপর বিকাশ অথবা যেকোন পেমেন্ট মেথডে পেমেন্ট করুন

 

image

 ★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★এক ক্লিকেই ফেসবুক গ্রুপের সব পোস্ট ডিলিট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 🥳
★★ এক ক্লিকেই ফেসবুক গ্রুপে আপনার সকল ফ্রেন্ডকে ইনভাইট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে 

The post ১০০০ টাকা ছাড়ে টেন মিনিট স্কুলের ২৫০০ টাকার Pre-Admission Medical কোর্স নিন মাত্র ১৫০০ টাকায় কুপন কোড ইউজ করে! (সীমিত সময়ের জন্য) appeared first on Trickbd.com.

Netflix Premium Cookies শুধুমাত্র আজকের জন্য

Posted:

Howdy Everyone,
Netflix  হল Online Multimedia Platform, আজকে Premium HD Plan এর Cookies Share করব, Cookies যেভাবে Use করবেন তা জানতে Instruction Follow করুন আর Cookies link এর জন্য Post এর শেষের Partটি দেখুন।

 

 

🍁 Instruction 🍁

1. প্রথমে netflix.com এ প্রবেশ করুন

 

 

 

2. এবার Cookies Link[Protected] এ প্রবেশ করুন

 

 

 

3. Cookies Code Copy করে নিন

 

 

 

4. Full Copy করার পর Netflix Site এ গিয়ে Cookies Editor এ Click  করুন

 

 

 

5. “Delete All” এ Click করে Cookies Import করে দিন

 

 

6. Site Reload করুন

 

 

7. Enjoy Netflix premium ultra HD 

 

 

 

 Grammarly, Netflix, Amazone prime Cookies অনেক ঝামেলা সম্পন্ন জিনিস।

আপনি যখন দেড় থেকে দুই ঘন্টা Account এ Log in থাকবেন তখন Auto Log out করে দিবে তখন browser Clear Data দিয়ে আবার Cookies Import করুন হয়ে যাবে।

 

 

 যদি আপনার একান্তই প্রয়োজন হয় তবে Comment  এ Telegram ID  দিন Cookies Link পৌছে যাবে  [শুধুমাত্র PC User]

 

 

 

📳📳📳

আর যার Android user আছে তারা এই Site থেকে App Install করে Netflix উপভোগ করতে পারবেন। এই PopcornTV Site এর অনেক review post আছে TrickBD তে তাই বিস্তারিত বললাম না। App টি Install এ ঝামেলা face করলে Videoটি দেখে নিতে পারেন।

 

Bye👊
Contact Me On Telegram
[Telekit] [Discuss With me]

The post Netflix Premium Cookies শুধুমাত্র আজকের জন্য appeared first on Trickbd.com.

যে সব খাবারের বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয়,জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,যে সব খাবারের বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয়।আমরা অনেক খাবার ই নিত্যনতুন খেয়ে থাকি। অনেক খাবার এর খোসা বা বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয় এটা আমরা অনেকে জানি না। আজকে আপনাদের জানাতে চলছি যে খাবার এর বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয়। এমন কি এসব খাবার খেলে অনেক রোগে আক্রান্ত ও হতে পারেন।খাবার অপচয় করা ঠিক না,আবার এমন খাবার রয়েছে যে খাবার এর খোসা হতে পারে রোগের কারন। তাই আমাদের যেকোন খাবার খাওয়ার আগে ভেবে খেতে হবে। এমন অনেক সবজি ও আছে যেগুলোর খোসা ও অংশ খেলে অনেক সমস্যা হতে পারে। আজকে যে সব খাবার এর খোসা বা অংশ নিয়ে আলোচনা করব,জানার পর আপনারা ও এসব খাবেন না ফেলে দিবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক,যে সব খাবারের বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয়ঃ

১) ঘরোয়া বা সাধারণ তাপমাত্রায় বেঁচে যাওয়া খাবারঃ

আমরা অনেক সময় বেঁচে যাওয়া খাবার দিয়ে নানা রকম পদ তৈরী করে থাকি৷ আসলে এটা ঠিক না। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে,খাবার টি কতক্ষন বাইরে ছিল এটার উপর। এরকম অনেক সবজি আছে দীর্ঘক্ষন বাইরে থাকে, এসব সবজি বা ফল খোসা ছেড়ে খাওয়া
উচিৎ।

২) অঙ্কুরিত ও সবুজ হয়ে যাওয়া আলুঃ

অনেক সময় দেখা যায় আলু সবুজ রঙ ধারন করে, ও অঙ্কুরিত হয়। এই সব আলু খাওয়া অনেক বিপদজনক। আলু সবুজ রঙ ধারন করলে এতে সলানিন নামক এক ধরনের গ্লাইকোআলকালয়েড পাওয়া যায়। এর কারনে অনেকের বমি বমি ভাব,পেট খারাপ,ডায়রিয়া, মাথা ব্যাথা, চুলকানি, জয়েন্টের ব্যাথা এরকম সমস্যা হতে পারে। তাই এসব হলে আলুর বাড়তি অংশ ফেলে দিতে হবে না হয় এই ধরনের আলু খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৩) আপেলের ভিতরের অংশঃ

আপেলের ভিতরের অংশ বা বীজ খাওয়া নিরাপদ নয়। কারন আপেলের ভিতরের অংশ ও বীজ খেলে এর ভিতরে থাকা উপাদান বিশাক্ত রাসায়নিক সায়ানাইড রুপান্তির করতে পারে।অল্প খেলে সমস্যা হতে পারে না,তবে বেশি খেলে বিপদ হতে পারে।

৪) বেগুনঃ

বেগুন এর বাড়তি অংশ আমরা ফেলে দিই। বেগুনের কান্ড সহ এর উপরের অংশ কেটে ফেলে দিই। বেগুনে ও আলুর মতো সলানিন নামক বিশাক্ত উপাদান থাকে। এসব কারনে পেটের বিভিন্ন সমস্যা হতে পারে।তাই আমাদের উচিৎ বেগুনের বাড়তি অংশ না খাওয়া।

৫) আমের খোসাঃ

শুকনা ও তাজা আম খেতে অনেক মজা লাগে।আম খাওয়ার আগে আমের খোসা ছাড়িয়ে খাওয়া ই ভাল।এসব ফলের খোসায় ইউরুশিঅল নামক রাসায়নিক উপাদান থাকে,এ উপাদান এলার্জি সৃষ্টি করে থাকে৷ তাই আমাদের আমের খোসা ছাড়িয়ে খেতে হবে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post যে সব খাবারের বাড়তি অংশ খাওয়া নিরাপদ নয়,জেনে নিন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments