Search box..

কসাই (Koshai )বাংলা মুভি এই ঈদে আই থিয়েটার (ওটিটি) প্লাটফ্রমে মুক্তি পেয়েছে 2021

কসাই (Koshai )বাংলা মুভি এই ঈদে আই থিয়েটার (ওটিটি) প্লাটফ্রমে মুক্তি পেয়েছে 2021


কসাই (Koshai )বাংলা মুভি এই ঈদে আই থিয়েটার (ওটিটি) প্লাটফ্রমে মুক্তি পেয়েছে 2021

Posted:

চলচ্চিত্রের নামঃ কসাই (২০২১) মুক্তিঃ মে ১৪, ২০২১ অভিনয়েঃ নিরব হোসেন, রাসেদ মামুন অপু, প্রিয়মনি, নওশাবা, ক্রিস্টিয়ানো তম্ময়, ফারহানা খান রিও, এলিনা শাম্মি, তানজীলা হক, শাহীন মৃধা প্রমুখ। পরিচালনাঃ অনন্য মামুন প্রযোজনাঃ সেলিব্রেটি প্রডাকশন্স পরিবেশনাঃ আই থিয়েটার (ওটিটি) কাহিনী এবং চিত্রনাট্যঃ অনন্য মামুন সংলাপঃ পাপ্পু রাজ এবং সোহাগ বিশ্বাস সম্পাদনাঃ হালিম আহমেদ অতিশ চিত্রগ্রহনঃ বিএম নাজমুল সংগীতঃ লিংকন এবং অধ্যায়ন ধর

কাহিনী সংক্ষেপঃ 'কসাই' সিনেমার কাহিনী গড়ে উঠেছে বাংলাদেশে বহুল প্রচলিত বিদেশ যাত্রীদের সাথে প্রতারণার গল্প নিয়ে। বিদেশে পাঠানোর নাম করে "Human Trafficing" এর ঘটনা ঘটে থাকে, সেটাকে প্রতিপাদ্য অনন্য মামুন সাজিয়েছেন এই সিনেমার গল্প। সিনেমার গল্পে দেখা যায়, নিজের এবং নিজের পরিবারের একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাঁচ তরুন পাড়ি জমাতে চান বিদেশে। কিন্তু একটি প্রতারক ট্র্যাভেল এজেন্সির খপ্পরে পরে বিদেশ পাঠানোর নাম করে তাদেরকে অপহরণ করে সেই প্রতারক চক্র। উদ্দ্যেশ্য হচ্ছে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করে মেরে ফেলা। অপহরণ করে নিয়ে যাওয়ার সময় উত্তেজনাবশত এই পাঁচ জনের একজনকে মেরে ফেলে প্রতারক চক্রের একজন নুরু, যে নিজেকে নুরু কসাই বলে সম্বোধন করে। অপহরণ করে বাকি চার জনকে ভাঙ্গা উপজেলার একটি চরে বন্দী করে রাখে নুরু কসাই।

এই চারজকে আটকে রেখে তাদের পরিবারকে ফোন করে একটি ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে টাকা পাঠাতে বলা হয়। আটক চারজনকে ইতালি যাচ্ছে বলে টাকা পাঠানোর কথা বলতে বাধ্য করে নুরু কসাই। এদিকে বন্দী চারজনের একজন, আবীরের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর এতে সন্দেহ হলে যে বিষয়টি ডিবি পুলিশকে জানায়। বিষয়টি নিয়ে অবগত হওয়ার পর ডিবি পুলিশ বাকী তিনজনের পরিবারের সাথে কথা বলে এবং তা নিয়ে নিজেদের মত করে তদন্তে নামে। প্রথম ক্লু হিসেবে পাঁচজনের মধ্যে প্রথমে খুন হওয়া সেই তরুণের পরিবারকে জানায়। অন্যদিকে সেই প্রতারক ট্র্যাভেল এজেন্সির মালিক নুরু কসাইকে টাকার জন্য চাপ দিতে থাকে এবং বিষয়টি যে ডিবি পুলিশের কাছে কাছে গেছে সেটা নুরুকে জানায়। এরপর নুরু কসাইয়ের অবস্থান নিশ্চিত হওয়া এবং আটক সবাইকে উদ্ধারে ডিবির প্রচেষ্ঠা নিয়ে এগিয়ে যায় সিনেমা গল্প। ডিবি কি পারবে সবাইকে জীবিত উদ্ধার করতে? নুরু কসাই কি শেষ পর্যন্ত ডিবির হাতে ধরা দিবে? কি হবে সেই প্রতারক ট্র্যাভেল এজেন্সির মালিকের? আবীর সহ বাকিরা কি পারবে পরিবারের কাছে ফিরে আসতে? উদ্বিগ্ন পরিবারের সদস্যদের কাছে দেওয়া ওয়াদা কি রক্ষা করবে পারবেন ডিবি এডিসি নাজনিন? এসব প্রশ্নের উত্তরের সন্ধানে এগিয়ে গেছে সিনেমার গল্প।

কিভাবে দেখবেন: মাএ ২০ টাকায় সিনেমাটি দেখতে পাবেন আইথিয়েটার অ্যাপে।আইথিয়েটার অ্যাপ যদি Install করা না থাকে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

I Theatre Details

I Theatre App – Click Here

For Support – Inbox facebook Page – Click Here

এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের মুভি সাইটে নিয়মিত ভিজিট করুন

 

The post কসাই (Koshai )বাংলা মুভি এই ঈদে আই থিয়েটার (ওটিটি) প্লাটফ্রমে মুক্তি পেয়েছে 2021 appeared first on Trickbd.com.

ক্রো ট্রান্সলেট: জীবনকে সহজ করার একটি সফটওয়্যার (লিনাক্স/উইন্ডোজ)

Posted:

ইংরেজি যারা কম বুঝি, আমাদের প্রায়সময়ই বিভিন্ন শব্দের অনুবাদ দেখা প্রয়োজন হয়, বিশেষ করে আমার এটা প্রচুর দরকার হয়। এখন কোন শব্দ বা বাক্যের অর্থ জেনে নেয়া খুবই সহজ, কেননা ডিকশোনারিতে আর কষ্ট করে পৃষ্ঠা উল্টে খুঁজতে হয় না, গুগল ট্রান্সলেট থেকে খুব সহজে পাওয়া যায়। তবে কখনো এটাও একটু বিরক্তিকর হতে পারে, যেমন ধরুন একটা ইংরেজি লেখা পড়ছি, আমাকে একটু পরপর ট্যাব বদলে শব্দ কপি-পেস্ট করে অর্থ দেখতে হচ্ছে, তখন আরো সহজ একটা কিছুর দরকার অনুভব হয়।

আগে আমি একটা ফায়ারফক্স এক্সটেনশন ব্যবহার করতাম, Simple Translate, যেটা কোন শব্দ সিলেক্ট করলে ট্রান্সলেটের একটি বাটন দেখাতো এবং ওতে ক্লিক করে ট্যাব সুইচ না করেই অনুবাদ পাওয়া যেত। কিন্তু এটা শুধু ফায়ারফক্সে কাজ করে, এর বাইরে, যেমন ডকুমেন্ট ভিউয়ারে কোন ইবুক পড়ার সময় ব্যবহার করা যায় না। তাই সিস্টেমওয়াইড কাজ করবে এমন কিছু খুঁজছিলাম এবং 'copy to translate linux' লিখে গুগলে সার্চ দিয়ে দ্বিতীয় রেজাল্টে দারুণ একটা অ্যাপ পেয়েও গেলাম, যেটা হলো ক্রো ট্রান্সলেট বা কাউয়া অনুবাদ।

এটা সত্যি দারুণ একটা ওপেন সোর্স সফটওয়্যার এবং আমি যা খুঁজছিলাম, তার থেকে বেশি কিছু এখানে আছে। কোন কিছু অনুবাদ করার জন্য শুধু সেটা সিলেক্ট করতে হবে এবং প্রেস করতে হবে Ctrl + Alt + E এমনকি আপনি ছবি বা স্ক্যানকৃত ডকুমেন্ট থেকেও খুব সহজে অনুবাদ করতে পারবেন, যেহেতু এখানে OCR ফিচার আছে, প্রথমে OCR ভাষাগুলো যুক্ত করে নিতে হবে, এরপর OCR করতে Ctrl + Alt + I বা সরাসরি অনুবাদ করতে Ctrl + Alt + O চাপতে হবে এরপর এরিয়া সিলেক্ট করে দিলেই অনুবাদ চলে আসবে। টেক্সট টু স্পিচ ফিচারও আছে, মূলত লেখা পড়ে শোনানোর জন্য সিলেক্ট করে Ctrl + Alt + S চাপতে হয়, অনুবাদ শোনানোর জন্য Ctrl + Alt + F।

আর অনুবাদগুলো পপআপ হিসেবে আসে। বাইরে কোথাও ক্লিক করলেই পপআপটি হাইড হয়ে যাবে, মিনিমাইজ বা ক্লোজ করারও ঝামেলা নেই। অ্যাপটি বাই ডিফল্ট চালু হয় সিস্টেম ট্রে-তে, মূল উইন্ডো ট্রে আইকন বা Ctrl + Alt + C প্রেস করে ওপেন করা যায়। সব মিলিয়ে এটা জীবনকে সহজ করার মতই একটি অ্যাপ বলে আমার মনে হয়েছে।

ফিচারসমূহ

১. গুগল, ইয়ানডেক্স অথবা বিং ইঞ্জিন ব্যবহার করে অনুবাদ করা যায় এবং এর ফলে ১১৭ টি ভাষায় অনুবাদ পাওয়া সম্ভব।
২. ওপেন সোর্স ও ক্রস প্লাটফর্ম, লিনাক্স এবং উইন্ডোজে ব্যবহারযোগ্য।
৩. কমান্ড লাইন ইন্টারফেসেও ব্যবহারযোগ্য।
৪. সি++/কিউট (Qt) ব্যবহারে তৈরি। অফিসিয়ালি বলা হয়েছে এটা ব্যাকগ্রাউন্ডে ২০ মেগাবাইটের মত র‌্যাম নেয়, কিন্তু আমার ক্ষেত্রে এটা স্টার্টআপে ৩৬.৫ এম্বির মত র‌্যাম নিচ্ছে, যা ব্যবহার করতে থাকলে বেশি হয়। হয়ত ওএসের ব্যাপারও থাকতে পারে।
৫. টেক্সট টু স্পিচ ফিচার আছে।
৬. ওসিআর ফিচার আছে।
৭. সহজ ও ঝামেলামুক্ত, বিজ্ঞাপনবিহীন, ফ্রি।

ইন্সটল

উইন্ডোজ ব্যবহারকারীরা .exe এবং লিনাক্স ব্যবহারকারীরা .deb/.rpm/.Appimage ফর্মেটে ডাউনলোড করতে পারছেন এখান থেকে। আর লিনাক্সে টার্মিনাল থেকে ইন্সটলের জন্য তাদের ওয়েবসাইট দেখুন।

ইন্সটলের পর

বাই ডিফল্ট অ্যাপটি সিস্টেম ট্রেতে চালু হয়, শুরুতে অ্যাপটি ওপেন করে ট্রে থেকে অ্যাপ আইকনে রাইট ক্লিক করে সেটিংসে এসে পছন্দমত কনফিগার করে নিতে পারেন। আমার ক্ষেত্রে, আমি General থেকে Launch at startup চালু করে নিচ্ছি।

Translate ট্যাবে প্রাইমারী ও সেকেন্ডারি English ও Bangla সিলেক্ট করে নিলাম। এতে পরবর্তীতে সরাসরি ইংরেজি টেক্সট বাংলাতে ও বাংলা টেক্সট ইংরেজিতে অনুবাদ পাওয়া যাবে, ভাষা সিলেক্টের ঝামেলা নেই।

OCR-এর জন্য আমাদের সংশ্লিষ্ট ভাষার .traineddata প্রয়োজন হবে। এখান থেকে বাংলার জন্য ben.traineddata, ইংরেজির জন্য eng.traineddata বা আপনার যেগুলো প্রয়োজন সেগুলো ডাউনলোড করে নিন। .traineddata ফাইলগুলোকে একই ফোল্ডারে রাখুন। এরপর OCR সেটিংস থেকে Language path হিসেবে ফোল্ডারটি সিলেক্ট করে কাঙ্ক্ষিত ভাষাগুলো মার্ক করে দিন।

অন্য সেটিংসগুলোও দরকার মত বদলে নিতে পারেন। আমার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিলো, টেক্সট টু স্পিচ ফিচারটি কাজ করছিলো না। কমান্ড লাইনে ব্যবহার করে সমস্যাটা পেয়ে গেলাম, org.qt-project.qt.mediaplayer মিসিং। এর সমাধান হলো libqt5multimedia5-plugins ইন্সটল করা, উবুন্টু বেজড হলে এজন্য কমান্ড: sudo apt-get install libqt5multimedia5-plugins। এবং এরপর সুন্দরভাবে কাজ করছে।

আরেকটি ব্যাপার, ইন্টারফেস কিন্তু সিস্টেম থিমের ওপর ডিপেন্ড করে। কাজেই আমার দেয়া স্ক্রিনশটগুলো আপনার সাথে সম্ভবত মিলবে না। অ্যাপটিতে আলাদা ডার্ক মোড অপশন বা থিম পরিবর্তনের অপশন চোখে পড়েনি।

ব্যবহারবিধি

সাধারণভাবে Alt + Ctrl + E শর্টকাটটিই সবচেয়ে বেশি দরকার, টেক্সট সিলেক্ট করে এই শর্টকাট প্রেস করলেই অনুবাদ চলে আসে। সবগুলো শর্টকাট দেখে নিন এখানে। আপনি কমান্ড লাইন থেকেও এটা ব্যবহার করতে পারেন, লিনাক্স টার্মিনালে এটা কাজ করে, উইন্ডোজ কমান্ড প্রম্পট/পাওয়ার শেলেও করা যেতে পারে, নিশ্চিত নই। কমান্ডগুলো আছে এখানে। আর শর্টকাট বা কমান্ড লাইন ছাড়া এমনিতেও মূল উইন্ডো থেকে ব্যবহার করা যায়।

একটি নিয়নবাতি পরিবেশনা

The post ক্রো ট্রান্সলেট: জীবনকে সহজ করার একটি সফটওয়্যার (লিনাক্স/উইন্ডোজ) appeared first on Trickbd.com.

পেটের সমস্যায় ফলের রস এর উপকারিতা গুনগুলো সম্পর্কে জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,পেটের সমস্যায় ফলের রস এর উপকারিতা। আমরা ফল খেয়ে থাকি,কিন্তু ফলের উপকারিতা গুলো জানি না৷ ফলে অনেক পুস্টিউপাদান রয়েছে। আজকের আর্টিক্যাল পড়লে আপনি খুব সহজে জানতে পারবেন ফলের রস খেলে পেটের উপকারিতা।অনেকে পেটের সমস্যায় ভুগে থাকি আমরা, আমরা জানি না যে এই ফলগুলোতে কত পরিমান ঔষুধি গুন রয়েছে। আজকের আর্টিক্যাল থেকে খুব সহজে যানতে পারবেন কোন ফলে কি কি উপকারিতা হয় পেটের। গ্রামঞ্চলে ফল খুব সহজে পাওয়া যায়।আমাদের সবার ফল খাওয়া উচিৎ, কারন ফলে প্রচুর ভিটামিন রয়েছে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, পেটের সমস্যায় ফলের উপকারিতাঃ

১) লেবুর রসঃ

লেবুতে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন-সি।লেবুর রস পেটের হজমের সমস্যা দূর করে থাকে।মল নরম করার পাশাপাশি অতিরিক্ত মেদ ঝরায়।যাদের পেটের সমস্যা আছে তারা লেবুর রস খেতে পারেন। আমাদের খাবার তালিকায় লেবুর রাখা উচিৎ।

২) শসার রসঃ

শসার রস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন করতে ব্যাপক ভুমিকা পালন করে থাকে।শসা পেট পরিস্কার করতে ব্যাপক ভুমিকা পালন করে। যাদের পেটের সমস্যা হয় তারা এই শসা খেতে পারেন।

৩) আনারসের রসঃ

আনারস পেট পরিস্কার করতে সাহায্য করে থাকে।এছাড়া ও পেটের সমস্যা থাকলে আনারস খেতে পারেন। এছাড়া ও অনেক পুস্টিগুন রয়েছে এই আনারসে।আনারসে থাকে ব্রমেলাইন, যা পয়ঃপ্রকিয়াকে নিয়ন্ত্রণ করে।

৪) আপেলের রসঃ

আপেল হজমে সক্রিয় ভুমিকা পালন করে থাকে।আপেলে রয়েছে সরবিটাল নামক সর্করা। আপেলে রয়েছে লৌহ ও খনিজ উপাদান, যা পাকস্থলী ও অস্ত্রের কার্যকারিতা উন্নত করে। আমাদের নিয়মিত আপেল খাওয়া উচিৎ। আপেলে এছাড়া ও অনেক ভিটামিন রয়েছে।

৫) কমলার রসঃ

কমলা পেট পরিস্কার করতে প্রচুর সাহায্য করে।কমলায় রয়েছে আশঁ।কমলায় রয়েছে ভিটামিন-সি,যা আমাদের পেটের জন্য খুব উপকারী। আমাদের কমলা খাওয়া উচিৎ।

৬) মোসাম্বির রসঃ

মোসাম্বির রস রক্তের বিশাক্ত রস নিস্কাশনে প্রচুর ভুমিকা পালন করে। এছাড়া ও পেটের সমস্যায় ব্যাপক ভুমিকা পালন করে এই মোসাম্বির।এছাড়া মোসাম্বির তাৎক্ষনিক সস্তি দেয়।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post পেটের সমস্যায় ফলের রস এর উপকারিতা গুনগুলো সম্পর্কে জেনে নিন। appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা টেলিফিল্ম মরণোত্তম (2021)

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

১৬ই মে বাংলাদেশে মুক্তি পেয়েছে দেশের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন এর উপন্যাস অবলম্বনে টেলিফিল্ম “মরণোত্তম”।

আজকে এই টেলিফিল্ম টির রিভিউ এবং ডাউনলোড লিংক নিয়ে হাজির হলাম।তো চলুন শুরু করা যাক।

 

***হালকা স্পয়লার***

'আপনি কি রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবেন যে, আমার টাকার বানানো রাস্তার ৬ মাসে এই হাল হয় ক্যান?'
'পারবেন না।'
কবি সাহেব বলছিলেন তার সঙ্গী পথচারীকে।
– এই প্রশ্ন করাটা কি আমার কাজ?
– সেইটাই। আপনি ক্যান প্রশ্ন করবেন? আপনি তো মরেন নাই। আজকে ছগির মরছে। আপনার কি? কালকে আপনি মরবেন আর হাসু বলবে আমার কি?
সাদাত হোসাইন'র একই নামের উপন্যাস অবলম্বনে সঞ্জয় সমদ্দার নির্মিত 'মরণোত্তম' শুরু হয় সময়োপযোগী সাহসী এবং শক্তিশালী কিছু সংলাপের মধ্য দিয়ে। রোড এক্সিডেন্ট প্রসঙ্গে সংলাপগুলো বলেন গ্রামে ঘুরতে আসা এক শহুরে ভবঘুরে কবি।
কবি তার পথচারী বন্ধুটিকে উদ্দেশ্য করে যে কথা গুলো বলেন তা যেন এদেশের সাধারণ মানুষের হৃদয়ের হাহাকার ব্যঙ্গাত্মক ভাবে রাষ্ট্রের প্রতি ছুঁড়ে দেয়া।
– আচ্ছা বলেনতো, এই সময়ে সবচেয়ে সস্তা কি?
– এই ধরেন বাঙ্গি
– (হেসে) এই সময়ে মরার চেয়ে সস্তা আর কিছু নাই।
বুঝতে পারি 'মরণোত্তম' নামের ছবিটি হতে যাচ্ছে সংবেদনশীল দর্শকদের জন্য তৈরী একটি সময়োপযোগী ছবি।
তবে ‘মরণোত্তম’- এর শুরুটা রোড এক্সিডেন্ট নিয়ে কিছু সাহসী ও শক্তিশালী সংলাপের মধ্য দিয়ে হলেও মূলত এর গল্প এক অসহায় স্কুল শিক্ষককে নিয়ে যিনি তার দশম শ্রেনী পড়ুয়া ছাত্রীর ধর্ষনের বিচার চাইতে ঢাকায় আসেন।
এরকম গল্প খুব যে নতুন তা বলবো না, তবে বার বার এ ধারার গল্প পর্দায় আসলেও সংবেদনশীল দর্শকদের কাছে এর প্রয়োজনীয়তা সমানভাবে থেকে যায়।
শুরুতে রোড এক্সিডেন্ট নিয়ে সংলাপের বিষয়ে বলছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনের সাথে এক সময়ের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। মরণোত্তম- এর প্রধান চরিত্রে ইলিয়াস কাঞ্চন থাকায় শুরুর ঐ সংলাপগুলো আরো ইম্প্যাক্টফুল হয়ে ওঠে যেন। যদিও সংলাপগুলো মরণোত্তম- এর আরেক চরিত্র (ইমতিয়াজ বর্ষন) – এর মুখ থেকে আমরা শুনি।
ইলিয়াস কাঞ্চন ছবিতে একজন সৎ এবং নিরীহ স্কুল মাস্টার, যার সরল বিশ্বাসের মূল্য দিতে হয় তার স্কুল ছাত্রীকে।
প্রধান চরিত্রে ইলিয়াস কাঞ্চন যেন চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে নিজেই চরিত্র হয়ে উঠেছেন। তিনি যে চরিত্রটির অসহায়ত্ব অনুভব করতে পেরেছেন তা তার অভিনয়ে ফুটে উঠেছে। শহুরে ভবঘুরে কবি চরিত্রে ইমতিয়াজ বর্ষনও মানানসই। স্কুল ছাত্রী চরিত্রে মাহীমা নামের মেয়েটা দুর্দান্ত। তার অসহায়ত্ব সে তার অভিনয়ে স্বার্থকভাবে তুলতে পেরেছে, যার ফলে দর্শক সহজে তার অসহায়ত্বকে অনুভব করতে পারবে।
বদমাশ চেয়ারম্যান চরিত্রে শহিদুজ্জামান সেলিম ঠিকঠাক। বাকি যারা ছিলেন সবাই স্বাভাবিক অভিনয়টা করেছেন।
আগেই বলেছি যে, সাদাত হোসাইনের গল্প সরল। কিন্তু সরল গল্পের মাধ্যমে যে মেসেজ তিনি দিতে চেয়েছেন বর্তমান সময়ে তার প্রয়োজনীয়তা রয়েছে। আর এ কারনেই গল্পটি শক্তিশালী হয়ে ওঠেছে বলা যায়।
যদিও চরিত্রে, সংলাপে 'হুমায়ূনীয়' প্রভাব স্পষ্ট তারপরও গল্প এবং সংলাপ বর্তমান প্রেক্ষাপটে সাহসী ও শক্তিশালী হওয়ায় সাদাত হোসাইনকে বাহবা দিতেই হয়।
'এই দুনিয়াটাইতো একটা মিথ্যার দুনিয়া হয়ে গেছে। কলি যুগে সত্য অচল।'
'এখানে জোর যার মুল্লুকতো তার হবেই। এদেশে টাকার কাছে সব বিক্রি হয়।'
এরকম নিদারুণ সত্য, সাহসী এবং শক্তিশালী সংলাপের জন্য লেখক বিশেষ প্রশংসার দাবীদার।
ইসতিয়াক অয়নের চিত্রনাট্য এবং সঞ্জয় সমদ্দারের নির্মান স্টাইলও সরল ধারার। তবে যে অসহায়ত্ব, যে হতাশা, বিষন্নতা পর্দায় উঠে আসা দরকার ছিল তা তারা তুলে ধরতে অনেকাংশে সফল হয়েছেন।
'মরণোত্তম' হয়তো তথাকথিত বিনোদন দিতে সক্ষম নাও হতে পারে তবে এর বিষয়বস্তু, গল্প এবং সংলাপের কারনে সংবেদনশীল দর্শকরা ছবিটিকে অনুভব করতে পারবে বলেই আমার বিশ্বাস।
'যেখানে জীবনের চেয়ে মৃত্যু উত্তম, যেখানে জীবিত মানুষটির চেয়ে মৃত মানুষটি গুরুত্বপূর্ন, সেখানে মরণই উত্তম।'
'মরণোত্তম' এভাবেই এই নষ্ট-ভ্রষ্ট রাষ্ট্র ব্যবস্থাকে ব্যঙ্গাত্মক ভাবে তীরষ্কার করে যায়।
[রিভিউর কিছু অংশ অনলাইন থেকে নেয়া।]
এবার ডাউনলোড করার পালা।
আমি নিচে গুগল ড্রাইভ সার্ভারের লিংক দিয়ে দিচ্ছি।আপনারা গুগল একাউন্টে লগিন করে পছন্দমতো কোয়ালিটিতে ডাউনলোড করে নিন।
480p Download Link (164.37 mb) :  Server 1    Server 2    
720p Download Link (468.76 mb) :  Server 1    Server 2
1080p Download Link (2.15 gb) :    Server 1       Server 2

ঘুরে আসতে পারেন আমাদের নতুন সাইট: HealthAnyTips

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

The post ডাউনলোড করে নিন সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা টেলিফিল্ম মরণোত্তম (2021) appeared first on Trickbd.com.

40x Spotify Premium Account Giveaway

Posted:

Howdy Everyone,
Spotify, গানের এক ভিন্ন রকম Platform। আর Recenty Bangladesh এ এই Service চালু হয়েছে। তাই কিছু Premium Account Giveaway করলাম।

✧ এর Premium faturesগুলো হল:-

  • Download music. Listen anywhere.
  • No ad interruptions. Enjoy nonstop music.
  • Play any song. Even on mobile.
  • Unlimited skips. Just hit next.

✧ বিস্তারিত জানতে Visit Spotify Official Site

 

⚡ Account Details:-

 

 

⚠ আপনার Account এর Expiry Date Check করতে Spotify Account Overview তে গিয়ে অর্থাৎ
https://www.spotify.com/us/account/overview এই Link এ গিয়ে Your Next Bill is for #&* $ on _/_/_😎 এই Message এ Check করে দেখুন কোন মাসের কোন তারিখ পর্যন্ত। এটা আমি Surprise রাখলাম, সবার Account এর Expiry date Same !!!

 

 

 

 

 

Giveaway এর Rules হল নিচে Comment Section এ আপনার Telegram ID Comment করবেন। Account পৌছে যাবে।
[ আর যাদের Trickbd Account নাই, Play Store থেকে Trickbd App Install করে Sign Up করুন তারপর Forget password এ Click করুন Account Information Mail এ চলে আসবে। ]

 

Bye✅
Contact Me On Telegram [Telekit] [Discuss With Me]

The post 40x Spotify Premium Account Giveaway appeared first on Trickbd.com.

Done ✔❤️ TrickBD Team��

Posted:


গতকালকে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আমার পারসোনাল (৫ বছরের 😢😥)ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে যায়।

এই আইডিই আমার সব কিছু কিভাবে যে কি হয়ে গেলে বুঝতেছি না।

কেউ হেল্প করেন ভাই😞,
আইডিটা ব্যক পেলে ট্রিকবিডির কাছে কৃতজ্ঞ থাকব।❤

😞😞

[বিঃদ্র] : ২৪ ঘন্টা পর পোস্টটি ডিলেট করে দিবেন দয়া করে।(ট্রিকবিডি টিম)

সকালে ঘুম থেকে ওঠেই দেখি –

সত্যি আমার বিশ্বাস হচ্ছিল না।
সত্যি অনেক ভালোবাসার ফেসবুক আইডিটি আমার।🖤

ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।

The post Done ✔❤️ TrickBD Team🖤 appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments