ঈদের দিনে করনীয় কাজ, ঈদের দিনে যা যা করতে হবে জেনে নিন। |
- ঈদের দিনে করনীয় কাজ, ঈদের দিনে যা যা করতে হবে জেনে নিন।
- সবাইকে ঈদের শুভেচ্ছাআসুন ঈদুল ফিতর নামাজের নিয়ম গুলা জেনে নেই!
- 20x AWS RDP Giveaway, ১ জিবি RAM Only
- রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই (2021) ঈদে এ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মেও Zee5
- যেভাবে Temporary edu mail তৈরি করবেন সেকেন্ডের ভিতর একদম ফ্রীতে।
- Free Qwiklabs 1 month subscription (New Method) | Free windows VPS
- আপনার ফোনের নেভিগেশন বারে ইমোজি সেট করে, সবাই কে অবাক করে দিন।
ঈদের দিনে করনীয় কাজ, ঈদের দিনে যা যা করতে হবে জেনে নিন। Posted: আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,ঈদের দিনে করনীয় কাজগুলো। আমাদের সবার জানা উচিৎ যে ঈদের দিনে কি কি করতে হবে। অনেকে শুধু গোসল দিয়ে ঈদের নামায আদায় করতে যায়। কিছু নিয়ম মেনে আমাদের চলতে হবে। আমাদের মুসলমানদের বছরে দুটি ঈদ পালন করে থাকি। যেহেতু আমরা মুসলমান, আমাদের কিছু নিয়ম -কানুন অবস্যই মেনে চলতে হবে ও ইসলামিক বিধান মেনে চলতে হবে। আজকে আপনাদের মাঝে এটাই শেয়ার করতে যাচ্ছি,যে আপনি ঈদের দিন সকাল থেকে কি কি করতে হবে ও করনীয়। যারা যানে না, তারা আজকের পোস্ট দেখে খুব সহজে জেনে নিন। কথা না বাড়িয়ে শুরু করা যাক,ঈদের দিনে করনীয় গুলোঃ ১) গোসল ও পরিস্কার পরিচ্ছন্নঃ ঈদের দিনে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। ঈদের দিনে গোসল দিয়ে, পরিস্কার পরিচ্ছন্ন হওয়া মোস্তাহাব। তাই আমাদের সব মুসলমান এর উচিৎ পরিস্কার ও পরিচ্ছন্ন হওয়া। যেহেতু আমাদের সবার এক সাথে নামায আদায় করতে হবে,তাই সাবান, শ্যাম্পু দিয়ে গোসল দিয়ে পরিস্কার ও পরিচ্ছন্ন হওয়া জরুরি। ২) পরিস্কার ও সুন্দর পোষাক পরিধান করাঃ ঈদের দিনে পরিস্কার পোশাক পরিধান করা সুন্নাত। ঈদের দিনে গোসল দিয়ে পরিস্কার হয়ে, পরিস্কার পোশাক পরিধান করতে হবে। অনেকে নতুন পোশাক পড়ে ঈদের নামায আদায় করতে যায়,এটা ঠিক না। নতুন পোষাক যদি ধুয়ে দেয়া হয়, তাহলে সে পোশাক পড়ে নামায আদায় করলে সমস্যা হবে না। এজন্য অন্য পরিস্কার পোশাক পড়ে নামায আদায় করে এসে,পরে নতুন পোশাক পরিধান করা উচিৎ। ৩) সুগন্ধি ব্যাবহার করাঃ সুন্দর ও পরিস্কার পোশাক পরিধান করার পর সুগন্ধি ব্যাবহার করতে হবে। ঈদের দিনে পরিস্কার পোশাকের সাথে সুগন্ধি ব্যাবহার করা সুন্নাত। আমরা মুসলমান সবাই ভাই ভাই,ঈদের নামায আদায়ের জন্য সবাই একত্রিত হতে হয়।এজন্য সুগন্ধি ব্যাবহার করা উচিৎ। ৪) ঈদের দিনে খাবারঃ ঈদুল আযহার দিনে,কোনো কিছু না খেয়ে ঈদের নামায আদায় করতে যাওয়া ও নামায এর পর কোরবানির গোশত খাওয়া সুন্নাত।এছাটা ঈদুল ফিতর এর দিনে ঈদের নামায আদায় করতে যাওয়ার আগে কিছু হালকা খাবার খাওয়া সুন্নাত। আমাদের এই নিয়ম গুলো ধারাবাহিক ভাবে মেনে চলা উচিৎ। ৫) পায়ে হেঁটে ঈদগাহে যাওয়াঃ ঈদগাহে ঈদের নামায তাড়াতাড়ি পড়তে যাওয়া উচিৎ৷ কারন তাড়াতাড়ি গেলে ইমামের নিকট বসা যায়। তাড়াতাড়ি গিয়া নামাযের অপেক্ষায় বসে থাকলে ও সওয়াব পাওয়া যায়। আমাদের সবার উচিৎ, ঈদের দিন তাড়াতাড়ি ঈদের নামায আদায় করতে যাওয়া। পায়ে হেঁটে আমাদের সবার ঈদের নামায আদায় করতে যাওয়া উচিৎ। ৬) এক পথে যাওয়া অন্য পথে ফেরাঃ ঈদগাহে যে পথ দিয়ে যাবেন,সে পথ দিয়ে না ফিরে অন্য পথ দিয়ে ফেরা সুন্নাত। ঈদের নামায আদায় করতে যে পথ দিয়ে যাব,আমরা সে পথ দিয়া না এসে অন্য পথ দিয়ে ফিরবো। ৭) ঈদের সালাতঃ অপেক্ষা করার পর, ঈদের সালাত আদায় করতে হবে। সকল মুসলমানমান ধনী-গরিব একত্রিত হয়ে ঈদের সালাত আদায় করতে হবে।মনে রাখতে হবে সকল মুসলমান একে অপরের ভাই। ৮) ঈদের শুভেচ্ছা বিনিময়ঃ ঈদের নামায শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে হবে। নামায শেষে কোলাকুলি ও মুসাবা করতে হবে। এতে করে আমাদের মধ্য ভালবাসা, আন্তরিকতা বৃদ্ধি পাবে। ৯) গরীব দের সাহায্য করাঃ ঈদের দিনে গরীব ও অসহায় লোকদের সাহায্য করতে হবে। অনেক ঈদগাহে, ঈদের নামায মাঠে পড়ানো হয়। মাঠে কোনো গরীব লোক গেলে, তাদের কে সাহায্য করা উচিৎ। তাই আমাদের সবার এ দিকে খেয়াল রাখতে হবে। ১০) আত্নীয়-স্বজনের খোঁজ নেয়াঃ ঈদের এই দিনে আত্নীয় স্বজনদের খোঁজ নেয়া উত্তম। ঈদের নামায পর আমাদের সবার উচিৎ আত্নীয় স্বজনদের খোঁজ খবর নেয়া। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ঈদের দিনে করনীয় কাজ, ঈদের দিনে যা যা করতে হবে জেনে নিন। appeared first on Trickbd.com. |
সবাইকে ঈদের শুভেচ্ছাআসুন ঈদুল ফিতর নামাজের নিয়ম গুলা জেনে নেই! Posted: সবাইকে ট্রিকবিডি এর পক্ষ হতে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারকমজানের এক মাস রোজা ও আল্লাহ্র অন্যান্য ইবাদত বেশী বেশী পালন করার খুশিতে উক্ত মাস শেষ হলে শাওয়াল মাসের প্রথম তারিখে মুসলমানগণ যে আনন্দ-উৎসব উদযাপন করে, তা-ই ঈদুল ফিতর। এই দিন সকাল বেলা ময়দানে গিয়ে জামায়াতের সহিত সশব্দে অতিরিক্ত ছয় তাকবীর ও সরবে কিরআত পাঠ-সহকারে দুই রাকআত ওয়াজিব নামাজ পড়তে হয় বছরে দুইবার ঈদের নামাজ পড়তে হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে অনেকেই ঈদের নামাজের নিয়মগুলো ভুলে যায়। তাই সবার সুবিধার্থে ঈদের নামাজ পড়ার নিয়মগুলো তুলে ধরা হলো- ঈদের দুই রাকাত নামাজে অতিরিক্ত ছয় তাকবির দিতে হয়।প্রথম রাকাতনাওয়াইতু আন্ উছাল্লিয়া লিল্লাহি তা'য়ালা রাকআতাই সালাতিল ঈদিল্ ফিত্রি মা'আ সিত্তাতি তাক্বীরাতি ওয়াজিবুল্লাহি তা'য়ালা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি- আল্লাহু আকবর। উচ্চারণঃ আল্লাহ তাআলার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে এই ইমামে পিছনে আদায় করছি বলে নিয়ত বাঁধতে হয়। প্রথমেই- তাকবিরে তাহরিমা- 'আল্লাহু আকবার' বলে নিয়ত বাঁধার পর ছানা পড়বেন উচ্চারণ- সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা ঝাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। তারপর ইমামের উচ্চস্বরে তাকবির বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরাও তাকবির বলবেন। প্রথম ও দ্বিতীয় তাকবির বলার সময় উভয় হাত কান বরাবর ওঠিয়ে ছেড়ে দিবেন। তৃতীয় তাকবিরের সময় উভয় হাত কান বরাবর ওঠিয়ে না ছেড়ে হাত বাঁধবেন। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য সুরা মিলিয়ে রুকু, সিজদা করবেন; মুসল্লিরাও ইমামের সঙ্গ রুকু সিজদা করবেন। দ্বিতীয় রাকাত:ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিন তাকবির প্রথম রাকাতের মতোই আদায় করবেন। অতপর রুকু-সিজদা করার পর অন্যান্য নামাজের মতোই সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করবেন।The post 🌛সবাইকে ঈদের শুভেচ্ছা🌜আসুন ঈদুল ফিতর নামাজের নিয়ম গুলা জেনে নেই! appeared first on Trickbd.com. |
20x AWS RDP Giveaway, ১ জিবি RAM Only Posted: Howdy Everyone, যারা Account Create করতে পারেন নি শুধুমাত্র তারাই Giveawayতে Participate করুন Account পেয়ে যাবেন।
┬Amazon AWS RDP
Account পাওয়ার সাথে সাথে Password Change করার জন্য অনুরোধ রইল যেভাবে RDP-র Password Change করবেন (Pc & Mobile user Same Process)
What is the Permission password?
“Every day is your day if you claim it”
Bye The post 20x AWS RDP Giveaway, ১ জিবি RAM Only appeared first on Trickbd.com. |
রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই (2021) ঈদে এ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মেও Zee5 Posted: ছবিটিতে পুলিশ কর্মকর্তা হিসেবে অভিনয় করেছেন সালমান খান। তার নামও রাধে। আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রনদীপ হুদা ও দিশা পাটানি। এ ছাড়াও জিপ্লেক্সের পে পার ভিউ সার্ভিস ব্যবহার করেও দেখা যেতে পারে ওই ছবি। যাঁরা ডিশ ব্যবহার করেন, তাঁরাও জিপ্লেক্স অ্যাপে ঢুকে মাত্র ২৪৯ টাকার পরিবর্তে দেখতে পাবেন ওই ছবিটি। Premium Link Zee5:https://www.zee5.com/global/videos/details/radhe-your-most-wanted-bhai-trailer/0-0-400548 আর আপনি যদি ফ্রি দেখতে চান, ডাউলোড লিংক করুুনকাহানী:রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই অ্যাকশন, রোম্যান্স আর সলমন খানের ওয়ান লাইনারে ভরপুর এই ছবির ট্রেলার। পরিচালক প্রভু দেবার এই ফিল্মে দিশা পাটানির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে সলমন খানকে, অন্যদিকে ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা।
এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ। পরিচিত ছকের বাইরে হেঁটে অপরাধীদের মোকাবিলা করতে ওস্তাদ ইনসপেক্টর রাধে। তাই মায়ানগরীকে রক্ষা করতে রাধের স্মরণাপন্ন সকলে। কিলার স্টাইলে অনুরাগীদের মন জিতে নিলেন সলমন, দিশা পাটানি ছবির গ্ল্যামার কোশান্ট ঝলকেই বেশ খানিকটা বাড়িয়ে দিল। অন্যদিকে ভাইজানকে জোর টক্কর দিলেন রণদীপ হুডাও। জি স্টুডিওর সহায়তায় ছবিটি নিয়ে এসেছে সালমান খান ফিল্মস; প্রযোজনায় করেছেন সালমান খান, সোহেল খান ও রিল লাইফ প্রডাকশন প্রাইভেট লিমিটেড। ছবিটিতে পুলিশ কর্মকর্তা হিসেবে অভিনয় করেছেন সালমান খান। তার নামও রাধে। আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রনদীপ হুদা ও দিশা পাটানি। আমি মুভি এখনো দেখেনি, দেখা শরুু করবো: যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের মুভি সাইটে নিয়মিত ভিজিট করুনThe post রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই (2021) ঈদে এ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মেও Zee5 appeared first on Trickbd.com. |
যেভাবে Temporary edu mail তৈরি করবেন সেকেন্ডের ভিতর একদম ফ্রীতে। Posted: Hi friends, আজ যে ট্রিক আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হল কিভাবে temporary স্টুডেন্ট ইমেইল এড্রেস ফ্রীতে পাবেন. বন্ধু আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই ইমেইল অ্যাড্রেস দিয়ে স্টুডেন্ট অফার নিতে পারবো কিনা? হে বন্ধু অবশ্যই নিতে পারবেন আপনি সব ধরনের স্টুডেন্ট অফার এই ইমেইল এড্রেস দিয়ে খুব সহজে নিতে পারবেন এবং আমি নিচে যে ভিডিও দিয়েছি সেখানে লাইভ প্রুফ দেওয়া হয়েছে। তো বন্ধুরা কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো কিভাবে পাবেন স্টুডেন্ট টেম্পোরারি ইমেইল এড্রেস,, বন্ধুরা নিচের ভিডিওতে সবকিছু তুলে ধরেছি এবং কিভাবে 1password এর 6 মাস প্রিমিয়াম এক্সেস পাবেন লাইভ প্রুফ তুলে ধরেছি। So friends, bye bye The post যেভাবে Temporary edu mail তৈরি করবেন সেকেন্ডের ভিতর একদম ফ্রীতে। appeared first on Trickbd.com. |
Free Qwiklabs 1 month subscription (New Method) | Free windows VPS Posted: Hello! কিছুদিন পরে আবার লিখতে আসলাম TrickBD তে। আজকে Qwiklabs এর 1 Month Subscription এর Tutorial দেখাব! Note:- “This is a NEW Method,Old method is not working anymore.” Steps- 1) Got to this Link- Create account Temporary Email- https://mail.tm 2) নিচের মতো আপনার নাম,Email (Real/Temp), Company তে যেকনো নাম দিয়েন, Fill password,Verify Captcha তারপর Create account এ Click করে Sign Up করেন।
3) Signup Complete হলে আপনার ইমেইম এ ভেরিফিকেশন মেইল যাবে। 10-20 Sec. এর মদ্ধে ইমেইল না আসলে Resend Verification E-mail এ Click করিয়েন। 4) E-mail এ এরকম E-mail আসবে। নিচের মত E-mail Confirm করে নিয়েন।
5)Go to this link- Qwiklabs 6)এখানে Qwiklabs এর মত Form তা Fill-up করুন।
Business Name এ Random Name দিয়েন। Important-
Click on Submit
এরপর এরকম আসবে- 7) 1-2 min. পরে আপনার E-mail এ এরকম একটা ই-মেইল যাবে। 9)
11) এখানে Copy করা Code টি দিয়েন Complete Captcha, Click on Submit. 13) Create করা Qwiklabs Account দিয়ে Sign-in করুন। 14) Go to this link-Creating a Virtual Machine Click on Start Lab 20-30 Sec. পরে End Lab এ Click করুন। 15)Click Ok 16) 10-30 Sec. পরে Page টা Refresh করুন।
17) Done!
Note: “This will work until 31 May/5/2021”
Qwiklabs দিয়ে Free Windows VPS সহ আরো অনেক কিছু নেয়া যায়।অনেকেই জানেন। যদি না জানেন তাহলে Comment করেন,করলে সেটি নিয়ে Tutorial দিব। Connect with me- BYE The post Free Qwiklabs 1 month subscription (New Method) | Free windows VPS appeared first on Trickbd.com. |
আপনার ফোনের নেভিগেশন বারে ইমোজি সেট করে, সবাই কে অবাক করে দিন। Posted: আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,আপনার ফোনে নেভিগেশন বারে ইমোজি সেট করুন ও সবাইকে অবাক করে দিন। সবাই চায় একটু উন্নত হতে,আপনি কেন পিছিয়ে থাকবেন। আজকে এমন একটি এপ্স শেয়ার করতে যাচ্ছি,যে এপ্স টি অবাক করা একটি এপ্স। আপনার ফোনের নেভিগেশন বার যে দেখবে সে ই কিন্তু তাকিয়ে থাকবে ও জানতে চাইবে আপনি কি ভাবে এটি করলেন। আপনার ফোনের যে ব্যাক বাটন আছে, সেই ব্যাক বাটন এর পাশ দিয়ে ইমোজি শো করবে। আপনি ভাবুন যে দেখবে এমন চমৎকার লুক,সে ই জানতে চাইবে তাকে এমন করে দিতে বলবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, এটি করার জন্য প্রথমে নিচের লিংক থেকে এপ্স টি ডাউনলোড করুনঃ তার পর এপ্সটি ওপেন করুন তার পর এখানে ক্লিক করুন তার পর পারমিশন দেয়ার জন্য এখানে ক্লিক দিন পারমিশন দিয়ে ব্যাক বাটন চেপে ব্যাকে আসুন যদি নেভিগেশন বার এর ব্যাকগ্রাউন্ড রঙিন করতে চান এখানে ক্লিক দিন তার পর আপনার ইচ্ছা মতো যে টা পছন্দ হয় সেই ইমোজি দিন দেখুন হয়ে গেছে দেখুন কত চমৎকার দেখাচ্ছে! টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post আপনার ফোনের নেভিগেশন বারে ইমোজি সেট করে, সবাই কে অবাক করে দিন। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments