হ্যাকার pdf | Hacker 1,2 Bangla pdf download |
- হ্যাকার pdf | Hacker 1,2 Bangla pdf download
- অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো জেনে নিন,কাজে লাগতে পারে।
- Telegram Bot এর মাধ্যমে HD Quality তে Photo Editing করুন , Automatic Background Remove + 15 Features
- ফ্রি Windows VPS (Easy Method)
- ছবিতে থাকা ব্যক্তি বলবে গান তাও আবার সেই গান যেই গান আপনি চান (গানের সাথে মুখের ‘Reaction’ তো থাকছেই)
- ট্যাংরা ব্লুজ (2021) মুভি বাংলা রিভিউ এর সাথে HDRip ডাউনলোড লিংক
হ্যাকার pdf | Hacker 1,2 Bangla pdf download Posted: মাসুদ রানা : হ্যাকার-১,২(দুই খণ্ড একত্রে) ইউনোকোড, কম্পিউটিং জগতে সবচেয়ে শক্তিশালী কোড। The post হ্যাকার pdf | Hacker 1,2 Bangla pdf download appeared first on Trickbd.com. |
অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো জেনে নিন,কাজে লাগতে পারে। Posted: আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। আমাদের শ্বাস নিতে সমস্যা হলে সাধারণত আমাদের কৃত্রিম অক্সিজেন দেয়া হয়। আজকে আপনাদের মাঝে এই অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আলোচনা করব। অক্সিজেন সম্পর্কে খুটিনাটি আজকে আপনারা এই পোস্ট এর মাধ্যামে জানতে পারবেন। এই পরামর্শ গুলো গুরুত্বপূর্ণ। আজকের আর্টিক্যাল টি পড়ে সহজে বুঝতে পারবেন,কখন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে ও অক্সিজেন দিতে হবে। আজকের পোস্ট টির দ্বারা অনেকের উপকার হবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক,অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলোঃ ১) কখন হাসপাতালে ভর্তি হতে হবেঃ- বাসায় অক্সিজেন এর লেভেল ঠিক মাত্রায় রাখা ও ব্যায়াম করতে হবে ও কিছু লক্ষন এর দিকে খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে রোগীর ঠোঁট, জিহ্বা বিবর্ন হয়ে যাচ্ছে। এছাড়া ও রোগী যদি অচেতন হয়ে যাচ্ছে। এরকম সমস্যা দেখতে পেলে যত তাড়াতাড়ি রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। ২) অক্সিজেন লেভেল বাড়াতেঃ- কোভিড রোগীদের অক্সিজেন এর লেভেল ঠিক রাখার জন্য ডাক্তার রা কিছু পরামর্শ দিয়ে থাকে। উপুর হয়ে শুয়ে থাকা বা এক পাশ শুয়ে থাকার পরামর্শ দেন ডাক্তার। ডাক্তার এর পরামর্শ অনুযায়ী চলতে হবে। তার পর অক্সিজেন এর সমস্যা হলে কৃত্রিম অক্সিজেন ব্যাবস্থা করতে হবে। ৩) মাস্ক বা ক্যানোলা ব্যাবহারঃ- অনেকে এই মাস্ক বা ক্যানোলা এর সঠিক ব্যাবহার জানে না। সঠিক নিয়ম জেনে এই মাস্ক বা ক্যানোলা ব্যাবহার করতে হবে। এটি সাধারণ মাস্ক এর মতো হলে ও সতর্ক থাকা জরুরী। মাস্ক বা ক্যানোলা লাগানো আগে ভাল ভাবে খেয়াল রাখতে হবে মুখ ও নাক দিয়ে যেন শরীরে অক্সিজেন প্রবেশ করতে পারে। ৪) কতক্ষন পর মাপবেনঃ- অক্সিজেন এর লেভেল সাধারণত ২-৩ ঘন্টা পর পর মাপা উচিৎ। প্রতিবার যদি অক্সিজেন এর মাত্রা কম পাওয়া যায়,তাহলে রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করাতে হবে। হাসপাতালে ভর্তি করাইলে ডাক্তার যদি মনে করে তাহলে কৃত্রিম অক্সিজেন ব্যাবস্থা করে দিবে। ৫) অক্সিজেন এর লেভেলঃ- ডাক্তার দের মতে অক্সিজেন এর লেভেল যদি সাধারণত ৯৫ এর মতো থাকে,তাহলে কৃত্রিম অক্সিজেন নেয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু অক্সিজেন এর লেভেল মাত্রা যদি ৯৪% থাকে তাহলে মনিটর করা ভাল। এছাড়া ও যদি অক্সিজেন এর মাত্রা ৯২% এর মতো থাকে তাহলে উচ্চমাত্রার অক্সিজেন নেয়ার প্রয়োজন আছে। এছাড়া ও ডাক্তার দের পরামর্শ অনুযায়ী সব কাজ করতে হবে। ডাক্তার যেভাবে বলবে সে ভাবে করা উচিৎ। ৬) কখন অক্সিজেন দিবেনঃ- সাধারণত রক্তের অক্সিজেন এর মাত্রা ৯৩ শতাংশ এর কম হলে, কৃত্রিম অক্সিজেন এর প্রয়োজন পড়ে। এছাড়া ও ডাক্তার এর পরামর্শ অনুযায়ী অক্সিজেন দেয়া উচিৎ। কোনো রোগীর কম-বেশি অক্সিজেন লাগতে পারে। তাই ডাক্তার এর পরামর্শ নেয়া জরুরি। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো জেনে নিন,কাজে লাগতে পারে। appeared first on Trickbd.com. |
Telegram Bot এর মাধ্যমে HD Quality তে Photo Editing করুন , Automatic Background Remove + 15 Features Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ Telegram Bot শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই, আমার কথাতো ততো শুদ্ধ নয় , তাই কথার মধ্যে খামতি থাকলে , ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা অনেকেই Photo Editing করার জন্য অনেক ধরনের Apps ব্যবহার করে থাকি , আপনারা কি জানেন Telegram Bot এর মাধ্যমে Photo Editing করা যায় , হ্যাঁ অবশ্যই Telegram এর মাধ্যমে Photo Editing করা যায় , আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Telegram Bot মাধ্যমে ফটো এডিট করা যায় । |
ফ্রি Windows VPS (Easy Method) Posted: Hello! এর আগের পোস্ট এ দেখিয়েছিলাম যে কিভাবে ফ্রিতে Qwiklabs এর Monthly Subscription নিবেন। আজকে দেখাবে কিভাবে সেটি দিয়ে ফ্রি Windows VPS নিবেন। Important- Post Link :-Free Qwiklabs 1 month subscription (New Method) Steps- 1)Go to this link-Creating a Virtual Machine 2)Start Lab এ Click করেন। Captcha Complete করেন।
3)Use Subscription এ Click করুন
4)Wait 20-40 Sec.
5) Username আর Password টা Copy করুন। Click Open Google Console।
6)Copy করা Username & Password টা দিয়ে Login করুন। ( আগের কোন Google Account Logged in থাকলে Add another account এ Click করিয়েন।
7)Click on Accept
8)Click on Confirm
9) Country – Bangladesh & I agree to.. তে tick দিন। Click on AGREE AND CONTINUE 10) Sidebar থেকে Computer Engine > VM Instances এ Click করুন।
11) Click on Create Instance
12) Machine Type এ নিজের পছন্দমত Ram & vCpu Select করুন। (Max 8 vCPU & 16 GB Ram) 13)Click on Change
14)
15)
16) নিচের দুইটা Select করে দিন।
17)Click on Create 18)Wait 1-3 Min. 19)নিচের মত Green Tick আসলে- 20)Click on Set Windows Password 21)Click on SET 22)Copy the password & Close 23)Click on RDP 24)এখানে Click করে RDP file টা Download করুন। 25)Download শেষ হলে RDP file টা ওপেন করুন। 26) 27)Copy করা Password টা Paste করে দিন & Tick on remember me,Click on OK 29) এরপর RDP এর Window অপেন হবে। সেখানে Server Manager এ-
30) IE Enhanced Security Configuration Off করে দিন (Optional: Turn off windows Defender)
31)Done! Enjoy your RDP NOTE: পোস্টটা লিখতে আমার অনেক সময় লেগেছে। কাজে লাগলে একটি লাইক ও একটি Comment করিয়েন। Connect with me :- BYE The post ফ্রি Windows VPS (Easy Method) appeared first on Trickbd.com. |
Posted: আস সালামু আলাইকুম।কেমন আছেন সকলে?আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি।সকলকে মুসলিম ভাইদের জানাচ্ছি ঈদ মোবারক।আজকে গোটা পৃথিবির মুসলিমদের আনন্দের দিন।তাও আবার একসাথে দুইটি ঈদ।একে তো ঈদ উল ফিতর এবং দ্বিতীয়ত সপ্তাহের শ্রেষ্ট দিন জুমার দিন।রাসুলুল্লাহ (সা.) বলেছেন,’জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন’।তো আমি ওই দিকে যাবো না যেই বিষয়ে আজকের এই পোস্টটি আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই।তো চলুন শুরু করা যাক।মহান আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের এই পোস্টটি। আজকের পোস্ট অতি মজার একটি পোস্ট হতে চলেছে।আজ আমি আপনাদের মাঝে যেই এ্যাপ শেয়ার করবো সেই এ্যাপটি দ্বারা আপনারা যেকোনো ছবি কে ভিডিও বানাতে পারবেন তাও আবার এমন ভিডিও যেই ভিডিওতে ছবিতে থাকা ব্যক্তিটি গান গাবে তাও আবার সেই গান যেই গান আপনি চান।গান গাওয়ার সাথে আবার ব্যক্তিটি ‘React’ ও করবে অর্থাৎ গান গাওয়ার সময় ব্যক্তিটির মুখ ও মাথাও নড়বে।দেখে মনে হবে ওই ব্যক্তিটিই যেন গানটি বলেছে।এক কথায় আপনারা ছবিকে মিউজিক ভিডিও বানাতে।কিভাবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই পোস্টে।তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন। Play store download link:ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন এ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করলে নিচের মতো দেখতে পাবেন।এখানে যা যা ‘Permission’ চাইবে ‘Allow’ করে দিবেন। তারপর নিচে ‘Let’s go!’ তে ক্লিক করুন। তাহলে এরকম আসবে।এখান থেকে আপনারা আপনাদের ‘Selfie’ তুলতে পারেন অথবা ‘Gallery’ আইকনের উপর ক্লিক করে ‘Gallery’ হতে যেকোনো ছবি ‘Select’ করতে পারেন। মনে করুন আমি এই ছবিটি এডিট করে ছবিটিকে ভিডিও তে রুপান্তর করতে চাই।যেই ভিডিওতে ছবিতে থাকা লোকটি গান বলবে।তাহলে প্রথমে আমি ছবিটি ‘Select’ করে নিলাম। ছবি ‘Select’ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে।এখান থেকে ‘W’ লেখা ‘Option’ এ ক্লিক করুন।প্রয়োজনে নিচের ‘Screenshot’ টি দেখতে পারেন। তারপর আপনাদের সামনে এরকম গানের লিস্ট আসবে।এইখান থেকে আপনারা ‘Select’ করা ছবিতে যেই গান ‘Add’ করতে চান সেই গানটি ‘Choose’ করুন।তারপর আবারও মার্ক করা ‘W’ লেখা ‘Option’ এ ক্লিক করুন। এবার আপনাদের কাজ শেষ।ছবিটি ‘Automatically’ একটি ভিডিওতে পরিণত হবে যেখানে ছবিতে থাকা লোকটি ‘Reaction’ দিবে এবং গান বলবে। দেখুন ছবিটি একটি ভিডিওতে রুপান্তর হয়ে গেছে। ‘Save’ option এ ক্লিক করলে ভিডিও টি আপনার ফোন ‘Gallery’ তে সেইভ হয়ে যাবে। আশা করি সকলের আজকের এই পোস্টটি ভালোই লেগেছে।এই রকম আরও সুন্দর সুন্দর পোস্ট পেতে ট্রিকবিডিতে নিয়মিত ভিজিট করুন।সকলের ঈদ ভালো কাটুক।এই দোয়া রেখে আজকের পোস্টটি শেষ করছি।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। The post ছবিতে থাকা ব্যক্তি বলবে গান তাও আবার সেই গান যেই গান আপনি চান (গানের সাথে মুখের ‘Reaction’ তো থাকছেই) appeared first on Trickbd.com. |
ট্যাংরা ব্লুজ (2021) মুভি বাংলা রিভিউ এর সাথে HDRip ডাউনলোড লিংক Posted: বাংলা রিভিউ :কলকাতা শহরের যত জঞ্জাল এখানেই ফেলা হয়, তাই এখনকার মানুষগুলোর মধ্যে নোংরামি, শয়তানি, জীবনের কালো দিকগুলোর সমাবেশ বেশি ঘটে।" ঠিক তাই! ট্যাংরার বস্তি অঞ্চল কলকাতার অন্যান্য বস্তির থেকে অনেকটাই চেহারা চরিত্রে অন্যরকম। আর এখানেই সঞ্জয় মণ্ডল নামে এক তরুণ বছর ১০ আগে কচিকাঁচাদের নিয়ে একটা গানের দল (ব্যান্ড) বানিয়েছিলেন। গানের যন্ত্রপাতি বলতে ভাঙা ড্রাম, টিন, কৌটো, ঘণ্টা, কঞ্চি, কাঠি, বাটি, ঘটি। কোনও গিটার, হারমোনিয়াম, পিয়ানো, তবলা, ব্যাঞ্জো, এককথায় প্রাচ্য বা পাশ্চাত্য সংগীত যন্ত্র ছিল না। সে দলের নাম ছিল 'সঞ্জয় মণ্ডলের গানের দল'। যদিও বলা হচ্ছে সঞ্জয়ের বায়োপিক এই ছবি নয়, তবে চিত্রনাট্যের উৎস অবশ্যই সঞ্জয় মণ্ডল। যে কারণে ছবিতেও পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) নাম রাখা হয়েছে সঞ্জীব মণ্ডল।
লেখাপড়া না জানা বস্তির বাচ্চাদের নিয়ে গানের দল বানানো টুকুই শুধু বাস্তব। গল্পের বাকিটা ফিকশন অর্থাৎ বানানো, সাজানো, কল্পিত। হ্যাঁ, সেই কল্পনায় ট্যাংরা এলাকার সমাজবিরোধীদের কর্মকাণ্ড যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি রাজনৈতিক পট পরিবর্তনের পরিবেশটিও জুড়ে দেওয়া হয়েছে। ফলে, পরিচালক সুপ্রিয় সেন (Supriyo Sen) বেশ কৌশল করেই জীবনের ডকুমেন্ট এলিমেন্টের সঙ্গে বাস্তবকে জড়িয়ে দিয়েছেন। আদতে সুপ্রিয় সেন তো তথ্যচিত্র নির্মাতা। একাধিক পুরস্কৃত, প্রশংসিত ছবি তাঁর ক্রেডিটে। এই 'ট্যাংরা ব্লুজ' (Tangra Blues) তাঁর প্রথম ফিচার। তথ্যচিত্রের বীজটিকে নিয়ে তিনি কাহিনি চিত্রের গাছ তৈরি করেছেন। প্রথম ছবি হিসেবে তাঁর এই ভাবনটি প্রশংসার। একদিকে তিনি যেমন সঞ্জয় মণ্ডলের মতো এক তরুণের অভিনব কাজকে স্বীকৃতি দিলেন, আরেকদিকে সঞ্জয় ও তাঁর এলাকার একটি আর্থ-সামাজিক, রাজনৈতিক ছবির তথ্য তুলে আনলেন কাহিনীর মোড়ক দিয়ে। এদের মাঝখানে এসে পড়ল এক বিত্তবান বাবার জয়ী (মধুমিতা সরকার) নামের তরুণী মেয়ে। যে নিজে গান তো করতই পাশাপাশি গানকে অন্তর দিয়ে ভালবাসে। নিজস্ব প্যাশন থেকে। তার কাজ অনেকটা ট্যালেন্ট হান্টারের মতো। জানা গেল, কলকাতায় আসার আগে সে ব্রাজিলের বস্তিতেও এমন কাজ করেছিল। সঞ্জীবের খোঁজ সে পায় ব্যান্ডের খুদে গায়ক চালুর (সামিউল আলম) কাছ থেকে। আর জয়ী এদের আবিষ্কার করে উচ্চবিত্ত ফ্ল্যাটবাড়ির জঞ্জাল কুড়ানির চেহারায়। ছবির শুরু ২০০৯ সালে। দু'মিনিট বাদেই সময় বদলে যায় ২০১৯ সালে। রাজ্যে রাজনীতির শুধু নয়, পাড়ার রাজনীতিতেও তখন পুলিশ, মাস্তানদের এক জোড়া সিন্ডিকেট চালু হয়েছে। এলাকা দখল তো বটেই সেই সঙ্গে বস্তি উচ্ছেদ করে ও বন্ধ কারখানার জায়গা জবরদখল করে হবু প্রোমোটারদের হতে জমি তুলে দেওয়ার সামাজিক কুনাট্যকেও সুপ্রিয়র চিত্রনাট্য ছেড়ে কথা বলেনি। আর এখানেই ছবিটি হয়ে ওঠে সমসাময়িক এক দলিল। সঞ্জীব মণ্ডলের গানের দল তৈরি নিয়েও আকচাআকচি কম ছিল না। জয়ী চায় ১০ বছর আগের সুরকে আরও বেশি সময়োপযোগী করে তুলতে চায়। আনতে চায় জোশ। সঞ্জীবের সঙ্গে সেই নিয়ে কিঞ্চিৎ বিরোধ হয়। দলের কিশোর গায়ক চালু তার নতুন দিদিকে ফলো করতে চায়। সঞ্জীব চায় না তার এতদিনের শিক্ষা বদলে যাক। ছেলেরা গান নিজেরাই লেখে নিজেদের জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা, অভিঘাত থেকে। ছোটবেলার পড়া "বাবুরাম সাপুড়ে…" বা 'আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে…" ছড়াকেই তারা নিজের জীবনের চেনাজানা ঘটনা, অনুভূতির রঙে এক নতুন চেহারা দিয়ে প্রতিবাদের গান করে তোলে। এই গানের ভাষা ও পরিবেশনের ভঙ্গীই 'ট্যাংরা ব্লুজ'কে চ্যাম্পিয়ন করে দেয়। যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের মুভি সাইটে নিয়মিত ভিজিট করুনThe post ট্যাংরা ব্লুজ (2021) মুভি বাংলা রিভিউ এর সাথে HDRip ডাউনলোড লিংক appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments