Search box..

হ্যাকার pdf | Hacker 1,2 Bangla pdf download

হ্যাকার pdf | Hacker 1,2 Bangla pdf download


হ্যাকার pdf | Hacker 1,2 Bangla pdf download

Posted:

মাসুদ রানা : হ্যাকার-১,২(দুই খণ্ড একত্রে)

ইউনোকোড, কম্পিউটিং জগতে সবচেয়ে শক্তিশালী কোড।
আমাদের প্রচলিত বাইনারি কোডের যেকোন নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে দিতে পারে নিমেষেই।
এই কোড দিয়ে ধ্বংস করে দেওয়া যায় পৃথিবীর সকল নেটওয়ার্ক ও তার সাথে যুক্ত সকল কম্পিউটার। ইউনোকোডের স্রষ্টা দশজন।
তারাই কোডটি ডেভেলপ করেছে, প্রত্যেককে বলা হয় এক একজন ইউনো।
দশজন ইউনো ব্যতীত এই কোড সম্পর্কে পৃথিবীর কেউই কিছু জানে না।
সবাই তা বিশ্বাস করলেও বিশ্বাস করেনা শুধু একজন ইউনো।
উনার ধারনা তাদের বাইরেও একজন ইউনো রয়েছে।



সকল ইউনোরা দৃঢ় প্রতিজ্ঞ তারা এই কোড সম্পর্কে কাউকেই কিছু জানাবে না।
কারন এটার ক্ষমতা সম্পর্কে একমাত্র তারাই জানে।
কিন্তু হঠাৎই পৃথিবীতে নেমে আসে চরম বিপর্যয়।
এক এক করে মারা পড়তে থাকে এক একজন ইউনো। হত্যাকান্ড এমনভাবে চালানো হয় যাতে সেটা মনে হয় স্রেফ একটা দূর্ঘটনা।
কে এই হত্যাকান্ড চালাচ্ছে সে নিয়ে কেউ তদন্ত চালায় না।
কারন ইউনোদের পরিচয় পৃথিবীর কারো জানা নেই। তাদের মৃত্যুও তেমন গুরুত্ব দেবার মত ঘটনা নয়।
ইউনোদের মারার পেছনে একটাই পরিকল্পনা। ইউনোকোড দিয়ে তৈরি একটা ভাইরাস দিয়ে সমস্ত পৃথিবীর কম্পিউটার সিষ্টেম ধ্বংস করে দেওয়া।



ইউনোরা বেচে থাকলে এই ভাইরাসের জন্য এন্টিভাইরাস তৈরি করে ফেলবে বলেই মেরে ফেলা হচ্ছে তাদের।
এই ভাইরাসটিকে কে তৈরি করেছে তাও জানা নেই কারোরই।
তাহলে কি সত্যিই দশজনের বাইরেও কোন ইউনো আছে নাকি দশজনের ভেতর থেকেই কেউ ঘটাচ্ছে এই কাজ।
রায়হান রশিদ, রানা এজেন্সির আইটি স্পেশালিষ্ট। সাইবার জগতে হ্যাকিংয়ের মাধ্যমে একবার ত্রাস সৃষ্টি করেছিল ডাবল আর।
কে এই ডাবল আর তা আজও কেউ জানে না।
কিন্তু রানা এজেন্সির প্রধান মাসুদ রানা ঠিকই বের করে ফেলেন ডাবল আরকে।



এই ডাবল আরই হল রায়হান রশিদ।
পৃথিবীর সকল দেশ ডাবল আরকে খুজলেও রানা তাকে কোথাও তুলে দেয়নি কারন ততদিনে রায়হান তার ভূল বুঝতে পেরেছিল।
তাই মাসুদ রানা তাকে চাকরি দেন রানা এজেন্সিতে।
ইউনোকোড দিয়ে তৈরি ভাইরাস আপলোড করে দেওয়া হয়েছে নাসার ওয়েবসাইটে একটি স্পেসশিপের সিগনাল হিসেবে।
ভাইরাসটি এতই নিখুত আর শক্তিশালী যে এটা ভাইরাস বলে কারও সন্দেহই হয় নি।
ভাইরাসটি ছিয়ানব্বই ঘন্টা পরে নিজ থেকেই জীবন্ত হয়ে উঠবে।



আর ধ্বংস করে দেবে পৃথিবীর সাইবার জগৎ।
ভাইরাসের ব্যাপারটি সবার চোখ এড়িয়ে গেলেও চোখ এড়ায়নি রায়হানের।
নাসার ওয়েবসাইট হ্যাক করে সে খুজে পায় এটা।
আর এটার তান্ডব নিজ চোখে পরখ করে রানা এজেন্সির নেটওয়ার্ক সিষ্টেমে।
চারদিন পর সব কম্পিউটার ধ্বংস হয়ে যাবে সেটা তো হতে পারে না।
মিশনে নামে রানা এজেন্সির প্রধান মাসুদ রানা আর আইটি স্পেশালিষ্ট রায়হান।
ভাইরাসটি ঠেকানোর একটিমাত্র উপায়।



একটা ইউনোকোড দিয়ে তৈরি এন্টিভাইরাস।
কিন্তু সেজন্যে খুজে বের করতে হবে একজন ইউনোকে। সেটাও খুব সহজ কাজ নয়, যে ভাইরাস তৈরি করছে সে চায় না এটা ঠেকানোর মত কেউ থাকুক।
কম্পিউটিংয়ে যাদের বিন্দুমাত্র আগ্রহ আছে তাদের কাছে অসাধারন লাগবে বইটি সেই গ্যারান্টি দিতে পারি। পাশাপাশি সায়েন্স ফিকশনেরও স্বাদ পাবেন পাঠকরা। মাসুদ রানার তুখোড় তদন্ত আর বুদ্ধিদীপ্ত উপস্থিতি তো মাসুদ রানা সিরিজের অন্য বইয়ের মত।
পাশাপাশি অসংখ্য ছোট বড় চমকের সাথে আছে হালকা রোমান্স।
এক কথায় অসাধারনের চেয়েও বেশি কিছু।



বইয়ের নামঃ হ্যাকার
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
পৃষ্ঠা সংখ্যাঃ ২৯৬ টি।
বইয়ের ধরনঃ অ্যাডভেঞ্চার
প্রকাশনীঃ সেবা প্রকাশনী
পিডিএফ সাইজঃ ৫০ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ

Hacker Bangla pdf

#লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়,  বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
হ্যাকার

Credit: Tofael Ahmed

৭ সেরা হ্যাকিং শেখার বাংলা পিডিএফ বই
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

The post হ্যাকার pdf | Hacker 1,2 Bangla pdf download appeared first on Trickbd.com.

অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো জেনে নিন,কাজে লাগতে পারে।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। আমাদের শ্বাস নিতে সমস্যা হলে সাধারণত আমাদের কৃত্রিম অক্সিজেন দেয়া হয়। আজকে আপনাদের মাঝে এই অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আলোচনা করব। অক্সিজেন সম্পর্কে খুটিনাটি আজকে আপনারা এই পোস্ট এর মাধ্যামে জানতে পারবেন। এই পরামর্শ গুলো গুরুত্বপূর্ণ। আজকের আর্টিক্যাল টি পড়ে সহজে বুঝতে পারবেন,কখন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে ও অক্সিজেন দিতে হবে। আজকের পোস্ট টির দ্বারা অনেকের উপকার হবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক,অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলোঃ

১) কখন হাসপাতালে ভর্তি হতে হবেঃ-

বাসায় অক্সিজেন এর লেভেল ঠিক মাত্রায় রাখা ও ব্যায়াম করতে হবে ও কিছু লক্ষন এর দিকে খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে রোগীর ঠোঁট, জিহ্বা বিবর্ন হয়ে যাচ্ছে। এছাড়া ও রোগী যদি অচেতন হয়ে যাচ্ছে। এরকম সমস্যা দেখতে পেলে যত তাড়াতাড়ি রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে।

২) অক্সিজেন লেভেল বাড়াতেঃ-

কোভিড রোগীদের অক্সিজেন এর লেভেল ঠিক রাখার জন্য ডাক্তার রা কিছু পরামর্শ দিয়ে থাকে। উপুর হয়ে শুয়ে থাকা বা এক পাশ শুয়ে থাকার পরামর্শ দেন ডাক্তার। ডাক্তার এর পরামর্শ অনুযায়ী চলতে হবে। তার পর অক্সিজেন এর সমস্যা হলে কৃত্রিম অক্সিজেন ব্যাবস্থা করতে হবে।

৩) মাস্ক বা ক্যানোলা ব্যাবহারঃ-

অনেকে এই মাস্ক বা ক্যানোলা এর সঠিক ব্যাবহার জানে না। সঠিক নিয়ম জেনে এই মাস্ক বা ক্যানোলা ব্যাবহার কর‍তে হবে। এটি সাধারণ মাস্ক এর মতো হলে ও সতর্ক থাকা জরুরী। মাস্ক বা ক্যানোলা লাগানো আগে ভাল ভাবে খেয়াল রাখতে হবে মুখ ও নাক দিয়ে যেন শরীরে অক্সিজেন প্রবেশ করতে পারে।

৪) কতক্ষন পর মাপবেনঃ-

অক্সিজেন এর লেভেল সাধারণত ২-৩ ঘন্টা পর পর মাপা উচিৎ। প্রতিবার যদি অক্সিজেন এর মাত্রা কম পাওয়া যায়,তাহলে রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করাতে হবে। হাসপাতালে ভর্তি করাইলে ডাক্তার যদি মনে করে তাহলে কৃত্রিম অক্সিজেন ব্যাবস্থা করে দিবে।

৫) অক্সিজেন এর লেভেলঃ-

ডাক্তার দের মতে অক্সিজেন এর লেভেল যদি সাধারণত ৯৫ এর মতো থাকে,তাহলে কৃত্রিম অক্সিজেন নেয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু অক্সিজেন এর লেভেল মাত্রা যদি ৯৪% থাকে তাহলে মনিটর করা ভাল। এছাড়া ও যদি অক্সিজেন এর মাত্রা ৯২% এর মতো থাকে তাহলে উচ্চমাত্রার অক্সিজেন নেয়ার প্রয়োজন আছে। এছাড়া ও ডাক্তার দের পরামর্শ অনুযায়ী সব কাজ করতে হবে। ডাক্তার যেভাবে বলবে সে ভাবে করা উচিৎ।

৬) কখন অক্সিজেন দিবেনঃ-

সাধারণত রক্তের অক্সিজেন এর মাত্রা ৯৩ শতাংশ এর কম হলে, কৃত্রিম অক্সিজেন এর প্রয়োজন পড়ে। এছাড়া ও ডাক্তার এর পরামর্শ অনুযায়ী অক্সিজেন দেয়া উচিৎ। কোনো রোগীর কম-বেশি অক্সিজেন লাগতে পারে। তাই ডাক্তার এর পরামর্শ নেয়া জরুরি।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো জেনে নিন,কাজে লাগতে পারে। appeared first on Trickbd.com.

Telegram Bot এর মাধ্যমে HD Quality তে Photo Editing করুন , Automatic Background Remove + 15 Features

Posted:






কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ Telegram Bot শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই, আমার কথাতো ততো শুদ্ধ নয় , তাই কথার মধ্যে খামতি থাকলে , ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমরা অনেকেই Photo Editing করার জন্য অনেক ধরনের Apps ব্যবহার করে থাকি , আপনারা কি জানেন Telegram Bot এর মাধ্যমে Photo Editing করা যায় , হ্যাঁ অবশ্যই Telegram এর মাধ্যমে Photo Editing করা যায় , আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Telegram Bot মাধ্যমে ফটো এডিট করা যায় ।
Telegram Bot টি আমার নিজের তৈরি করা ।

দেখে নেই কিভাবে Telegram Bot এর মাধ্যমে Photo Editing করা যায়

প্রথমে আমাদের এই Telegram Bot এ যেতে হবে



Image Editor Bot





তারপর Start ক্লিক করুন তারপর আপনি যে Photo টি Edit করতে চান সেই এই Photo টি Bot এ Send করুন এখন আপনার Menu Select করুন , আপনি যা Edit করতে চান আমি Background Remove করতে চাই , তাই REMOVE BG তে ক্লিক করলাম এখন আমি Background Remove করে আমি Background White করতে চাই , তাই আমি WHITE WITH BG তে ক্লিক করলাম আপনারা চাইলে শুধু Background Remove করতে পারবেন শুধু WHITEOUT BG তে ক্লিক করুন Automatically Background Remove হবে । এখন আমার Photo টি Automatic Edit হচ্ছে , এখন শুধু কয়েক সেকেন্ড অপেক্ষা করুন দেখুন আপনার কাজ হয়ে গেছে




Editing Bot Update News

যেকোনো Premium App,Apps Modding Tutorial, Account, Netflix Amazon prime Nord Vpn, Bin, Udemy Course And Other Course লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free






আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post Telegram Bot এর মাধ্যমে HD Quality তে Photo Editing করুন , Automatic Background Remove + 15 Features appeared first on Trickbd.com.

ফ্রি Windows VPS (Easy Method)

Posted:

Hello!
Eid Mubarok 🙂

এর আগের পোস্ট এ দেখিয়েছিলাম যে কিভাবে ফ্রিতে Qwiklabs এর Monthly Subscription নিবেন। আজকে দেখাবে কিভাবে সেটি দিয়ে ফ্রি Windows VPS নিবেন।

Important-
“এটা করতে Qwiklabs এর Subscription লাগবে,ফ্রিতে Subscription পেতে নিচের পোস্টটি পরুন।”

Post Link :-Free Qwiklabs 1 month subscription (New Method)

Steps-

1)Go to this link-Creating a Virtual Machine

2)Start Lab এ Click করেন। Captcha Complete করেন।

 

3)Use Subscription এ Click করুন

 

4)Wait 20-40 Sec.

 

5) Username আর Password টা Copy করুন। Click Open Google Console।

 

6)Copy করা Username & Password টা দিয়ে Login করুন। ( আগের কোন Google Account Logged in থাকলে Add another account এ Click করিয়েন।

 

7)Click on Accept

 

8)Click on Confirm

 

9) Country – Bangladesh & I agree to.. তে tick দিন। Click on AGREE AND CONTINUE

10) Sidebar থেকে Computer Engine > VM Instances এ Click করুন।

 

 

 

11) Click on Create Instance

 

12) Machine Type এ নিজের পছন্দমত Ram & vCpu Select করুন। (Max 8 vCPU & 16 GB Ram)

13)Click on Change

 

 

14)
Operating system- Windows server
Version- Windows Server 2019 Datacenter

 

 

15)
Disk – SSD persistent disk
Size- Any (Recommeded 100-200)

 

 

16) নিচের দুইটা Select করে দিন।
Allow HTTP traffic – √
Allow HTTPS traffic √

 

17)Click on Create

18)Wait 1-3 Min.

19)নিচের মত Green Tick আসলে-
Click on instance-1 ( If you use any other name then select it)

20)Click on Set Windows Password

21)Click on SET

22)Copy the password & Close

23)Click on RDP

24)এখানে Click করে RDP file টা Download করুন।

25)Download শেষ হলে RDP file টা ওপেন করুন।

26)

27)Copy করা Password টা Paste করে দিন & Tick on remember me,Click on OK


28)Click on Yes

29) এরপর RDP এর Window অপেন হবে। সেখানে Server Manager এ-

 

 

30) IE Enhanced Security Configuration Off করে দিন (Optional: Turn off windows Defender)

 

31)Done! Enjoy your RDP 🙂

NOTE:
এটা ৪০ মিনিটের জন্য চলবে, টাইম শেষে Same Process এ আবার নিতে পারবেন।

পোস্টটা লিখতে আমার অনেক সময় লেগেছে।😿 কাজে লাগলে একটি লাইক ও একটি Comment করিয়েন।😊

Connect with me :-
Telegram :@troutline1

BYE 🙂

The post ফ্রি Windows VPS (Easy Method) appeared first on Trickbd.com.

ছবিতে থাকা ব্যক্তি বলবে গান তাও আবার সেই গান যেই গান আপনি চান (গানের সাথে মুখের ‘Reaction’ তো থাকছেই)

Posted:

আস সালামু আলাইকুম।কেমন আছেন সকলে?আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি।সকলকে মুসলিম ভাইদের জানাচ্ছি ঈদ মোবারক।আজকে গোটা পৃথিবির মুসলিমদের আনন্দের দিন।তাও আবার একসাথে দুইটি ঈদ।একে তো ঈদ উল ফিতর এবং দ্বিতীয়ত সপ্তাহের শ্রেষ্ট দিন জুমার দিন।রাসুলুল্লাহ (সা.) বলেছেন,’জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন’।তো আমি ওই দিকে যাবো না যেই বিষয়ে আজকের এই পোস্টটি আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই।তো চলুন শুরু করা যাক।মহান আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের এই পোস্টটি।

আজকের পোস্ট অতি মজার একটি পোস্ট হতে চলেছে।আজ আমি আপনাদের মাঝে যেই এ্যাপ শেয়ার করবো সেই এ্যাপটি দ্বারা আপনারা যেকোনো ছবি কে ভিডিও বানাতে পারবেন তাও আবার এমন ভিডিও যেই ভিডিওতে ছবিতে থাকা ব্যক্তিটি গান গাবে তাও আবার সেই গান যেই গান আপনি চান।গান গাওয়ার সাথে আবার ব্যক্তিটি ‘React’ ও করবে অর্থাৎ গান গাওয়ার সময় ব্যক্তিটির মুখ ও মাথাও নড়বে।দেখে মনে হবে ওই ব্যক্তিটিই যেন গানটি বলেছে।এক কথায় আপনারা ছবিকে মিউজিক ভিডিও বানাতে।কিভাবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই পোস্টে।তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন।

Play store download link:ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন

এ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করলে নিচের মতো দেখতে পাবেন।এখানে যা যা ‘Permission’ চাইবে ‘Allow’ করে দিবেন।

তারপর নিচে ‘Let’s go!’ তে ক্লিক করুন।

তাহলে এরকম আসবে।এখান থেকে আপনারা আপনাদের ‘Selfie’ তুলতে পারেন অথবা ‘Gallery’ আইকনের উপর ক্লিক করে ‘Gallery’ হতে যেকোনো ছবি ‘Select’ করতে পারেন।

মনে করুন আমি এই ছবিটি এডিট করে ছবিটিকে ভিডিও তে রুপান্তর করতে চাই।যেই ভিডিওতে ছবিতে থাকা লোকটি গান বলবে।তাহলে প্রথমে আমি ছবিটি ‘Select’ করে নিলাম।

ছবি ‘Select’ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে।এখান থেকে ‘W’ লেখা ‘Option’ এ ক্লিক করুন।প্রয়োজনে নিচের ‘Screenshot’ টি দেখতে পারেন।

তারপর আপনাদের সামনে এরকম গানের লিস্ট আসবে।এইখান থেকে আপনারা ‘Select’ করা ছবিতে যেই গান ‘Add’ করতে চান সেই গানটি ‘Choose’ করুন।তারপর আবারও মার্ক করা ‘W’ লেখা ‘Option’ এ ক্লিক করুন।

এবার আপনাদের কাজ শেষ।ছবিটি ‘Automatically’ একটি ভিডিওতে পরিণত হবে যেখানে ছবিতে থাকা লোকটি ‘Reaction’ দিবে এবং গান বলবে।

দেখুন ছবিটি একটি ভিডিওতে রুপান্তর হয়ে গেছে।

‘Save’ option এ ক্লিক করলে ভিডিও টি আপনার ফোন ‘Gallery’ তে সেইভ হয়ে যাবে।

আশা করি সকলের আজকের এই পোস্টটি ভালোই লেগেছে।এই রকম আরও সুন্দর সুন্দর পোস্ট পেতে ট্রিকবিডিতে নিয়মিত ভিজিট করুন।সকলের ঈদ ভালো কাটুক।এই দোয়া রেখে আজকের পোস্টটি শেষ করছি।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

The post ছবিতে থাকা ব্যক্তি বলবে গান তাও আবার সেই গান যেই গান আপনি চান (গানের সাথে মুখের ‘Reaction’ তো থাকছেই) appeared first on Trickbd.com.

ট্যাংরা ব্লুজ (2021) মুভি বাংলা রিভিউ এর সাথে HDRip ডাউনলোড লিংক

Posted:

বাংলা রিভিউ :কলকাতা শহরের যত জঞ্জাল এখানেই ফেলা হয়, তাই এখনকার মানুষগুলোর মধ্যে নোংরামি, শয়তানি, জীবনের কালো দিকগুলোর সমাবেশ বেশি ঘটে।" ঠিক তাই! ট্যাংরার বস্তি অঞ্চল কলকাতার অন্যান্য বস্তির থেকে অনেকটাই চেহারা চরিত্রে  অন্যরকম। আর এখানেই সঞ্জয় মণ্ডল নামে এক তরুণ বছর ১০ আগে কচিকাঁচাদের নিয়ে একটা গানের দল (ব্যান্ড) বানিয়েছিলেন। গানের যন্ত্রপাতি বলতে ভাঙা ড্রাম, টিন, কৌটো, ঘণ্টা, কঞ্চি, কাঠি, বাটি, ঘটি। কোনও গিটার, হারমোনিয়াম, পিয়ানো, তবলা, ব্যাঞ্জো, এককথায় প্রাচ্য বা পাশ্চাত্য সংগীত যন্ত্র ছিল না। সে দলের নাম ছিল 'সঞ্জয় মণ্ডলের গানের দল'। যদিও বলা হচ্ছে সঞ্জয়ের বায়োপিক এই ছবি নয়, তবে চিত্রনাট্যের উৎস অবশ্যই সঞ্জয় মণ্ডল। যে কারণে ছবিতেও পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) নাম রাখা হয়েছে সঞ্জীব মণ্ডল।

 

লেখাপড়া না জানা বস্তির বাচ্চাদের নিয়ে গানের দল বানানো টুকুই শুধু বাস্তব। গল্পের বাকিটা ফিকশন অর্থাৎ বানানো, সাজানো, কল্পিত। হ্যাঁ, সেই কল্পনায় ট্যাংরা এলাকার সমাজবিরোধীদের কর্মকাণ্ড যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি রাজনৈতিক পট পরিবর্তনের পরিবেশটিও জুড়ে দেওয়া হয়েছে। ফলে, পরিচালক সুপ্রিয় সেন (Supriyo Sen) বেশ কৌশল করেই জীবনের ডকুমেন্ট এলিমেন্টের সঙ্গে বাস্তবকে জড়িয়ে দিয়েছেন। আদতে সুপ্রিয় সেন তো তথ্যচিত্র নির্মাতা। একাধিক পুরস্কৃত, প্রশংসিত ছবি তাঁর ক্রেডিটে। এই 'ট্যাংরা ব্লুজ' (Tangra Blues) তাঁর প্রথম ফিচার। তথ্যচিত্রের বীজটিকে নিয়ে তিনি কাহিনি চিত্রের গাছ তৈরি করেছেন। প্রথম ছবি হিসেবে তাঁর এই ভাবনটি প্রশংসার। একদিকে তিনি যেমন সঞ্জয় মণ্ডলের মতো এক তরুণের অভিনব কাজকে স্বীকৃতি দিলেন, আরেকদিকে সঞ্জয় ও তাঁর এলাকার একটি আর্থ-সামাজিক, রাজনৈতিক ছবির তথ্য তুলে আনলেন কাহিনীর মোড়ক দিয়ে।

এদের মাঝখানে এসে পড়ল এক বিত্তবান বাবার জয়ী (মধুমিতা সরকার) নামের তরুণী মেয়ে। যে নিজে গান তো করতই পাশাপাশি গানকে অন্তর দিয়ে ভালবাসে। নিজস্ব প্যাশন থেকে। তার কাজ অনেকটা ট্যালেন্ট হান্টারের মতো। জানা গেল, কলকাতায় আসার আগে সে ব্রাজিলের বস্তিতেও এমন কাজ করেছিল। সঞ্জীবের খোঁজ সে পায় ব্যান্ডের খুদে গায়ক চালুর (সামিউল আলম) কাছ থেকে। আর জয়ী এদের আবিষ্কার করে উচ্চবিত্ত ফ্ল্যাটবাড়ির জঞ্জাল কুড়ানির চেহারায়।

ছবির শুরু ২০০৯ সালে। দু'মিনিট বাদেই সময় বদলে যায় ২০১৯ সালে। রাজ্যে রাজনীতির শুধু নয়, পাড়ার রাজনীতিতেও তখন পুলিশ, মাস্তানদের এক জোড়া সিন্ডিকেট চালু হয়েছে। এলাকা দখল তো বটেই সেই সঙ্গে বস্তি উচ্ছেদ করে ও বন্ধ কারখানার জায়গা জবরদখল করে হবু প্রোমোটারদের হতে জমি তুলে দেওয়ার সামাজিক কুনাট্যকেও সুপ্রিয়র চিত্রনাট্য ছেড়ে কথা বলেনি। আর এখানেই ছবিটি হয়ে ওঠে সমসাময়িক এক দলিল। সঞ্জীব মণ্ডলের গানের দল তৈরি নিয়েও আকচাআকচি কম ছিল না। জয়ী চায় ১০ বছর আগের সুরকে আরও বেশি সময়োপযোগী করে তুলতে চায়। আনতে চায় জোশ। সঞ্জীবের সঙ্গে সেই নিয়ে কিঞ্চিৎ বিরোধ হয়। দলের কিশোর গায়ক চালু তার নতুন দিদিকে ফলো করতে চায়। সঞ্জীব চায় না তার এতদিনের শিক্ষা বদলে যাক। ছেলেরা গান নিজেরাই লেখে নিজেদের জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা, অভিঘাত থেকে। ছোটবেলার পড়া "বাবুরাম সাপুড়ে…" বা 'আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে…" ছড়াকেই তারা নিজের জীবনের চেনাজানা ঘটনা, অনুভূতির রঙে এক নতুন চেহারা দিয়ে প্রতিবাদের গান করে তোলে।

এই গানের ভাষা ও পরিবেশনের ভঙ্গীই 'ট্যাংরা ব্লুজ'কে চ্যাম্পিয়ন করে দেয়।

যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality

এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের মুভি সাইটে নিয়মিত ভিজিট করুন

The post ট্যাংরা ব্লুজ (2021) মুভি বাংলা রিভিউ এর সাথে HDRip ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments