Search box..

Envato Elements Premium Cookies ! Unlimited Elements Download করুন

Envato Elements Premium Cookies ! Unlimited Elements Download করুন


Envato Elements Premium Cookies ! Unlimited Elements Download করুন

Posted:

Howdy Everyone
Envato হল এখন পর্যন্ত সবচেয়ে Tursted Elements Seller। বিভিন্ন ধরনের Template High Quality Video(with License) Aftre Effect template,Adobe premier Template Sell দিয়ে থাকে।

আজকে Envato এর Premium Cookies দেয়া হবে, যা দিয়ে Envato থেকে Unlimited file download
করতে পারবেন। তবে Account এর মেয়াদ 27 june,2021 পর্যন্ত 

 

✅ Process ✅

1.প্রথমে আপনার PC browser এ “Cookies Editor” Extentionটি Download & Install করে নিন

 

 

2.তারপর Envato Element Page visit করুন

 

 

3.এবার Cookies Editor এ Click করুন

 

 

4. Delete Option এ Click করে সব Cookies Delete করুন

 

 

5. এখন Import Option এ Click করে এই Cookies Fileটি Copy & Paste করে দিন (Cookies Link)✅

 

6. “Unknown Error” Show করার পর Evanto element pageটি Refresh/Reload করুন

7.ব্যস Direct Log in হবে, উপভোগ করুন Premium Envato

⚡ Tutorial

© Cookies Collected  (@known_tg)

 

Bye
Contact Me On Telegram

[Telekit] [Discuss With Me]

The post Envato Elements Premium Cookies ! Unlimited Elements Download করুন appeared first on Trickbd.com.

আপনার ফোনের নেভিগেশন বারে ইমোজি সেট করে, সবাই কে অবাক করে দিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,আপনার ফোনে নেভিগেশন বারে ইমোজি সেট করুন ও সবাইকে অবাক করে দিন। সবাই চায় একটু উন্নত হতে,আপনি কেন পিছিয়ে থাকবেন। আজকে এমন একটি এপ্স শেয়ার করতে যাচ্ছি,যে এপ্স টি অবাক করা একটি এপ্স। আপনার ফোনের নেভিগেশন বার যে দেখবে সে ই কিন্তু তাকিয়ে থাকবে ও জানতে চাইবে আপনি কি ভাবে এটি করলেন। আপনার ফোনের যে ব্যাক বাটন আছে, সেই ব্যাক বাটন এর পাশ দিয়ে ইমোজি শো করবে। আপনি ভাবুন যে দেখবে এমন চমৎকার লুক,সে ই জানতে চাইবে তাকে এমন করে দিতে বলবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, এটি করার জন্য প্রথমে নিচের লিংক থেকে এপ্স টি ডাউনলোড করুনঃ

Download

তার পর এপ্সটি ওপেন করুন

তার পর এখানে ক্লিক করুন

তার পর পারমিশন দেয়ার জন্য এখানে ক্লিক দিন

পারমিশন দিয়ে ব্যাক বাটন চেপে ব্যাকে আসুন

যদি নেভিগেশন বার এর ব্যাকগ্রাউন্ড রঙিন করতে চান এখানে ক্লিক দিন

তার পর আপনার ইচ্ছা মতো যে টা পছন্দ হয় সেই ইমোজি দিন

দেখুন হয়ে গেছে

দেখুন কত চমৎকার দেখাচ্ছে!

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post আপনার ফোনের নেভিগেশন বারে ইমোজি সেট করে, সবাই কে অবাক করে দিন। appeared first on Trickbd.com.

আপনার বন্ধু-বান্ধব বা প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানান একটু ভিন্নভাবে ।

Posted:


ঈদ মোবারক

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে

শা করছি ভালোই আছেন। মহান আল্লাহ্’র অশেষ রহমতে আমিও ভালো আছি। বছর ঘুরে আবারও সবার প্রাণে‍ দোলা দিয়ে হাজির হয়ে গেল পবিত্র ঈদুল ফিতর । ঈদে আমরা অনেকেই আমাদের প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানাই । তো আজকের পোস্টে আমি একটু ভিন্নভাবে প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানানো দেখাবো ।


প্রথমত , একটি লিঙ্ক পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানানো ।

এজন্য আপনাকে আপনার প্রিয়জনকে একটি লিঙ্ক পাঠাতে হবে । সে যদি ওই লিংকে ক্লিক করে , তবে সেখানে তাকে আপনার নামসহ কিছু এনিমেশন এর সমন্বয়ে ঈদের শুভেচ্ছা জানানো হবে ।‎


প্রথমে এই লিঙ্কে প্রবেশ করতে হবে । এখানে প্রবেশ করার পর পবিত্র কাবা ঘর এর আইকন সম্বলিত স্থানে ক্লিক করতে হবে । ⤵



এরপর আপনাকে সেই এনিমেশন টি দেখাবে । এরপর নিচের দিকে স্লাইড করুন । ⤵



নিচের ঘরে আপনার নাম লিখুন এবং GO তে ক্লিক করুন । ⤵



ব্যস , আপনার ঈদের শুভেচ্ছা লিঙ্ক টি তৈরি । Share with friends এ ক্লিক করুন । ⤵



যে মাধ্যমে শেয়ার করতে চান , সেখানে ক্লিক করুন , এবং শেয়ার করুন । ⤵




দ্বিতীয় উপায়ে , আমরা একটি ইদ শুভেচ্ছা কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাবো ।



এজন্য , আপনাকে প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে । লিঙ্ক এ ক্লিক করার পর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে । সেখান থেকে আপনি আপনার পছন্দের ইদ শুভেচ্ছা কার্ডটি বেছে নিতে পারেন । এরপর Enter text অপশনে আপনার নামটি বসিয়ে দিন এবং click me to create card অপশনে ক্লিক করুন । ⤵



খুব অল্প সময়েই আপনার কার্ডটি তৈরি হয়ে যাবে । ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন । ⤵



এবারে শেয়ার করার জন্য আপনার ছবিটি প্রস্তুত । ⤵ 



বি: দ্র: ব্রাউজারে নাইট মোড অন থাকায় স্ক্রিন সট গুলো আবছা হয়ে গেছে , আশা করছি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ।
মানুষ ভূলের উর্দ্ধে নয়। তাই ভূলত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। পোস্ট টি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেনআপনার একটি ভালো মন্তব্য আমাকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায়। 
YouTube

 ” নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে ! “

– পর্তুগীজ প্রবাদ

The post আপনার বন্ধু-বান্ধব বা প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানান একটু ভিন্নভাবে । appeared first on Trickbd.com.

আপনার Website Monitoring করুন Telegram BOT এর সাহায্যে

Posted:

How to Implement Voice Bots for Better Customer Supportআজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @Watch_Bot। এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে
আলোচনা করা হল।

 

বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @Watch_Bot খুবই উপকারী একটা BOT। Telegram-এই Website Monitoring করা এর কাজ । অর্থাৎ আপনি এই BOT ব্যবহার করে বিভিন্ন ধরনের Site Down বা চালু আছে কিনা তা Monitoring করতে পারবেন ।

 

‼ ব্যবহার:- এই BOT এর সাহায্যে আপনি Telegram এ বিভিন্ন ধরনের Site Up নাকি Down অবস্থায় আছে তা শনাক্ত করতে পারবেন।
অনেকটা Website Scanner এর মত কাজ করে এই BOT।

⁉ Telegram BoT টি যেভাবে Run করবেন

1) প্রথমে Telegram App এ Search করুন @Watch_Bot

2. Start এ Click করুন

 

3. /add এ Click করুন

 

 

4. যে Siteটি Monitoring করতে চাচ্ছেন তা Input দিন

5. Website Related Information Show করবে, যদি Site Down থাকে তবে তা জানিয়ে দিবে নতুবা Great Type Message দেখাবে

 

 

We want to hear from you!

এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।

 

DEXTER
Signing OFF🙋‍♂️

The post আপনার Website Monitoring করুন Telegram BOT এর সাহায্যে appeared first on Trickbd.com.

MakeUp ( মেকআপ )বাংলা মুভি রিভিউ এর সাথে HDRip ডাউনলোড লিংক

Posted:

বাংলা রিভিউ:

'মেকআপ খুব খারাপ জিনিস, মেকআপ দিলে মানুষের চেহারা বদলায় যায়'
এই সংলাপটিতেই 'মেকআপ' ছবির থিম উঠে এসেছে। মেকআপের আড়ালে যে প্রকৃত মানুষটি থাকে মেকআপের কৃত্রিমতায় পর্দায় তাকে রহস্যজনক লাগে। সেই রহস্যের গল্প তুলে ধরতেই অনন্য মামুনের নতুন ছবি 'মেকআপ' (২০২১)।

অনন্য মামুন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে বেশ আলোচিত/সমালোচিত নাম। তাঁর নতুন ছবি 'মেকআপ' মুক্তি পেয়েছে। এ ছবিতে তার অন্যান্য ছবির তুলনায় বড় আকারে সাবজেক্ট ভেরিয়েশন চোখে পড়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির পেছনের গল্পকে তিনি তুলে ধরেছেন। সিলভার স্ক্রিনের রঙিন জগতের আড়ালে যে অন্ধকার সমাজের একটা চিহ্নই থাকে সেই গল্প বলেছেন। নিঃসন্দেহে এটা ভালো সাবজেক্ট। ছবির সেন্সর আটকে দেয়া হয়েছে প্রদর্শনযোগ্য নয় উল্লেখ করে তারপর ওটিটি প্ল্যাটফর্ম 'আই থিয়েটার'-এ মুক্তি দেয়া হয়েছে।

ছবির ফিনিশিং এবং শুরুর কিছু সময় বাদে যতক্ষণ দর্শক সচেতনভাবে ছবিটি দেখবে একজন সুপারস্টারের ছায়া খুঁজে পাবে। কে সে? প্রশ্নের উত্তরটা খুব সহজেই পেয়ে যাবে দর্শক যদি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের ধারণা বা জানাশোনা থাকে। তার ব্যক্তি ও চলচ্চিত্র জীবন দুটোকেই ছবির গল্পে আনা হয়েছে। দর্শক খুব সূক্ষ্মভাবে ছবির গতি এগিয়ে যাবার সাথে সাথেই একটা বায়োপিকের গন্ধ পেয়ে যাবে নিশ্চিতভাবে।

একজন সুপারস্টারের ক্যারিয়ার দর্শক গড়ে দেয় কিন্তু ইমেজ তাকেই বজায় রাখতে হয়। ইমেজ বজায় রাখার জন্য স্ট্রং পার্সোনালিটি দরকার পড়ে। সুপারস্টারের মধ্যে যদি সেটা না থাকে তাহলে তাকে সমালোচিত হতে হয়। অনন্য মামুন খুব সাহসিকতার সাথে দেখিয়েছেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় কোনো সুপারস্টার একক আধিপত্য রাখলে তার অ্যাফেক্ট কি হতে পারে। সুপারস্টারের ভূমিকায় অভিনয় করেছে সময়ের সাহসী অভিনেতা তারিক আনাম খান। তাঁর ছবির সিলেকশন বয়সের কাছে যেন হার মানছে প্রতিনিয়ত। চ্যালেঞ্জ নেয়ার মতো মনোভাব তাঁর আছে। তাঁর মুখে 'এই খান না থাকলে এ ইন্ডাস্ট্রিতে অনেক আগেই তালা ঝুলত' সংলাপটি খুবই সাহসী ছিল বর্তমান ইন্ডাস্ট্রিকে তুলে ধরার জন্য। তারপর তাঁর স্টারডমের পেছনে অপ্রিয় কিছু গল্প চলে আসতে থাকে সেগুলো কি ছবি দেখতে দেখতে দর্শক জানতে পারবে। একটা চরিত্র যখন বলে-'আপনি যে ফ্রি কিকে গোল দিয়ে দেবেন তা তো জানতাম না' এটা অপ্রিয় কিছুকে আরো ধারালো করে তোলে। দুই নায়িকা নিপা রিয়েলি আর পায়েল মুখার্জি সুপারস্টারের গল্পকে মূল থেকে তুলে ধরেছে দর্শক যেটা অনেকটাই কানেক্ট করতে পারবে।

ছবির মেকানিজম ছিল দারুণ। একটা মেয়ে কিভাবে নায়িকা হবার স্বপ্ন দেখে একদম গোড়া থেকে দেখানো হয়েছে। 'এই ইন্ডাস্ট্রি হচ্ছে মেয়ে ধরার ফাঁদ' এমন একটা সংলাপই যথেষ্ট ইন্ডাস্ট্রির পেছনের কিছু অপ্রিয় সত্যকে তুলে ধরতে। নায়িকা হতে চাইলে গিভ অ্যান্ড টেক পলিসির পাশাপাশি ভালো মেকার, প্রোডিউসারও যে ভূমিকা রাখে তাও এসেছে গল্পে। কিভাবে ফিল্মের রঙিন দুনিয়ায় ঢোকার পর জীবনের ধরণ পাল্টে যায় নায়িকা রিয়েলিকে দিয়ে সেটা বোঝানো হয়েছে। ইন্ডাস্ট্রির ইন্টারনাল পলিটিক্স, নারীলোভী মানসিকতা, সুপারস্টারের নিজস্ব স্টাইলে কাজ করার মানসিকতা, ডিরেক্টর-প্রোডিউসারের শুটিং জটিলতা, নেগেটিভ পাবলিসিটির গুরুত্ব, টিআরপি ফ্যাক্টর এগুলো একদম ধাপে ধাপে উঠে এসেছে ছবিতে। এই মেকানিজমটা ছবিটিকে পরিপূর্ণ ছবি করে তুলেছে।

সুপারস্টারের ভূমিকায় তারিক আনাম খানের অভিনয় অসাধারণ। ক্যারিয়ার হ্যান্ডেল করতে টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমগুলোতে প্রফেশনালিজম গুরুত্ব পেয়েছে তার চরিত্রে। বাস্তবে যা ঘটে ঠিক তাই। রোশানের ভয়েস অসাধারণ কিন্তু অভিনয়ে দুর্বলতা আছে বিশেষ করে কান্নার অভিনয় ন্যাচারাল না। নায়িকা রিয়েলির অভিনয় প্রথম ছবি হিসেবে ভালোন্দের মিশেলে ছিল। চটপটে অভিনয়ে যতটা পেরেছে সিরিয়াস অভিনয়ে দুর্বলতা অনেক। পায়েল মুখার্জীর ওভারঅ্যাকটিং ছিল কিছু। বাদবাকি চরিত্রগুলো প্রয়োজন মোতাবেক।

ছবির গান উল্লেখ করার মতো কিছু ছিল না। শুরুর দিকে 'নসীব' ছবির 'তোমাকে চাই আমি আরো কাছে' গানের সাথে নাচটা ছবির যত গান আছে সবগুলোর চেয়ে এন্টারটেইনিং ছিল। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এসব মানসম্মত। নেগেটিভ দিকের মধ্যে নায়িকা রিয়েলির জীবনের প্রথম অংশের সাথে পরে আর কোনো কানেকশন দেখানো হয়নি এটা চোখে পড়ার মতো ভুল ছিল। নায়িকা নির্বাচন আরো ভালো হলে ছবিটি অন্যকিছু হতে পারত। প্রথমদিকে কিছু অপ্রয়োজনীয় সিকোয়েন্স ছিল।

'ইন্ডাস্ট্রি চলে হিরোদের জন্য হিরোইনরা সেখানে একটা মাসালা' এই সংলাপটি মূলত শুধু 'মেকআপ' ছবির জন্যই যে পারফেক্ট তা নয় এটা কিন্তু এই উপমহাদেশে বিশেষ করে ঢালিউড, টলিউড, বলিউড তিন ইন্ডাস্ট্রির একটা রিয়েলিটিকেই মিন করেছে। নায়কনির্ভর ইন্ডাস্ট্রির চেহারা তুলে ধরতে সংলাপটি সেরা ছিল।অনন্য মামুনের সবচেয়ে ভালো দিক হচ্ছে, কমার্শিয়াল ছবিকে কমার্শিয়াল মেকিং-এ তুলে ধরা। ছবিকে ছবির মতো মনে হওয়া যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকে পারছে না এখন তিনি এ কাজটা ভালোভাবে করেন। ফিল্মের টোন ঠিক রাখাটা তাঁর ভালো দিক। 'মেকআপ' তাঁর বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রির একটা রিয়েল স্টোরি হয়ে থাকল এটাও প্রশংসনীয়।

রেটিং – ৭.৫

এত কিছুর পর একটা কথাই বাকি, ইটস আ মাস্টারপিস, আ মাস্ট ওয়াচ মুভি ।

যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality

এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের মুভি সাইটে নিয়মিত ভিজিট করুন

The post MakeUp ( মেকআপ )বাংলা মুভি রিভিউ এর সাথে HDRip ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.

মাত্র ০৩ মিনিটেই Create করুন Ubuntu RDP, Google Cloud এর সাহায্যে

Posted:

Howdy Everyone,
Google Cloud এ Github File upload করে একবার Linux RDP নেয়া দেখিয়েছিলাম। ঐ Github Code Owner
RDP Codeটি Erase করে দেওয়াই এখন আর Linux RDP Run করা যাচ্ছে না। তাই আজকে দেখাব Simple এক লাইন Code Use করে কীভাবে Ubuntu RDP Create করবেন যা এক সপ্তাহে মোট ৫২ঘন্টা চালতে পারবেন। Create Process জানতে Instrusction Follow করুন…

 

✅ Instruction ✅

1. প্রথমে এই Link এ প্রবেশ করুন

 

 

2. তারপর “united States” Select করুন এবং Term & Policy Accept করে Agree & Continue Press করুন

 

 

3. “Activate Cloud Shell” এ Click করুন

 

 

4. “Continue” Press করুন

 

 

5. এরকম Interface আসবে

 

 

6. এবার এই Code Link এ Visit করে Copy করে নিন এবং Cloud Shell এ Paste করে দিন

 

 

7. এবার Download process Start হবে

 

 

8. Download Complete হওয়ার পর এই Mark Option এ Click করুন

 

 

9. Port Change করে 6080 দিন

 

 

10. ব্যস New Tab Open হবে (10-20 second White Screen থাকবে )

 

 

11. Google Cloud এ যদি এই Codeটি উঠে তবে ঐ Tab এ গিয়ে দেখুন Ubuntu Start হয়ে গিয়েছে

 

 

12. Enjoy করুন আপনার Ubuntu RDP !!!

 

 

🔺 FAQ(Frequently Asked Question):-

এই RDP কতক্ষণ Runing অবস্থায় থাকবে?
>> এক সপ্তাহে Maximum 52Hours পর্যন্ত চলবে এই RDP।

 

 

⚡ Tutorial:-

 

 

Bye💀
Contact Me On Telegram

[Telekit] [Discuss With Me]

The post মাত্র ০৩ মিনিটেই Create করুন Ubuntu RDP, Google Cloud এর সাহায্যে appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments