Search box..

ব্লগিং নিয়ে সব কিছু (ব্লগ জ্ঞান) পর্ব – ১

ব্লগিং নিয়ে সব কিছু (ব্লগ জ্ঞান) পর্ব – ১


ব্লগিং নিয়ে সব কিছু (ব্লগ জ্ঞান) পর্ব – ১

Posted:

সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ব্লগ সম্পর্কে জ্ঞান দেওয়ার ১ম ক্লাস (ব্লগ জ্ঞান) আমাদের এই ক্লাস এ আপনাদের ব্লগ সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হবে । আজকে আমরা যেই মূল্যবান বিষয়গুলি নিয়ে আলচনা করব, সেগুলি হলঃ

১. ব্লগিং কি?

২. আমাকে কি জানতে হবে?

৩. ব্লগিং করে লাভ কি?

আমরা সবাই আজকে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাকঃ

 

১. ব্লগিং কিঃ

ব্লগিং হল এমন একটি বিষয়, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের পজিটিভ ও নেগেটিভ তথ্য লেখালিখি করা হয় আবার সাধারনত যেই ওয়েবসাইটে ব্লগিং করা হয় সেটাকে ওয়েবসাইট না বলে ব্লগ বলা হয়।ব্লগে অনেক ধরণের লেখালিখি হয় মানুষ যেসকল বিষয় নিয়ে পত্র পত্রিকায় আলোচনা করতে পারে না সেসকল বিষয় তারা ব্লগ এ আলোচনা করতে পারে ।

এখন প্রশ্ন হচ্ছে ব্লগে কি নিয়ে লেখা হয়? উত্তরঃ একজন ব্লগার যা জানেন তাই ব্লগে লিখে থাকেন, সেটা যেকোনো বিষয় নিয়ে হতে পারে। যেমনঃ ভ্রমন সম্পর্কিত তথ্য, প্রযুক্তি বিষয়ক তথ্য, বই সম্পর্কিত তথ্য, মুভি বিষয়ক তথ্য, কম্পিউটার বিষয়ক তথ্য, ইত্তাদি। আবার অনেক ব্লগার আছেন যারা শুধুমাত্র তার নিজের দৈনন্দিন কর্মকাণ্ড নোট করে থাকেন। এক কথায় কোন ব্লগে লেখালেখিকেই ব্লগিং বলা হয়। ব্লগিং আবার দুই ধরনের হয়,

ক. প্রফেশনাল ব্লগিং,

খ. গেস্ট ব্লগিং।

প্রফেশনাল ব্লগিং: প্রফেশনাল ব্লগিং হল, নিজস্ব একটা ব্লগ তৈরি করে সেখানে ব্লগিং করা। প্রফেশনাল ব্লগাররা নিজস্ব ডোমেইন ও হস্টিং কিনে তার নিজস্ব ব্লগিং প্লাটফর্ম তৈরি করেন। মূলত এটাই আদর্শ ব্লগিং ব্যবস্থা।

গেস্ট ব্লগিং: গেস্ট ব্লগিং হল অন্য কারো ব্লগে গিয়ে লেখা। ইন্টারনেটে অনেক ব্লগ আছে যেখানে, আপনি লেখার সুযোগ পাবেন। আর আপনার লেখা থেকে যতটুকু আয় হবে তার থেকে আপনি একটা অংশ পাবেন।

এই হল ব্লগিং। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন।

2. আমাকে কি জানতে হবেঃ

ব্লগিং শুরু করার আগে আপনাকে যা জানতে হবে তা হল, ১. যে ভাষায় ব্লগিং করবেন (ইংরেজি হলেই বেস্ট), ২. রাইটিং স্পিড, ৩. ধৈর্য।
এই তিনটি বিষয় জানা থাকলেই আপনি আপনার ব্লগিং লাইফ শুরু করতে পারেন। আর আপনাকে গাইড লাইন দেয়ার জন্য ব্লগিং স্কুলতো আছেই। ব্লগিং জগতে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া আপনি এখানে উন্নতি করতে পারবেন না। আপনি এক সময় খুবই বিরক্ত হয়ে পরবেন, কিন্তু তখনই আপনাকে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর আপনি যদি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলেই আপনি সাফল্য পাবেন।

3.ব্লগিং এর লাভঃ

এতক্ষণে মনে হয় বুঝে গেছেন ব্লগিং কি? এখন আপনাদের বলছি এটি করে কি লাভ? আপনারা জানেন আপনার লেখা গুলি অন্য কেউ পরে উপকৃত হচ্ছে। আপনি যদি খুবই ভালো ভালো বিষয় সম্পর্কে লিখতে পারেন, তাহলে আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিসিটর আসবে। আর ভিসিটর আসলেই আপনার লাভ। যত বেশী ভিসিটর আসবে ততই লাভ। এখন আপনাকে প্রচুর পরিমানে ভিসিটর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতদিন আপনি ভালো ভিসিটর না পান, ততদিন আপনাকে বিনামূল্যে কাজ করে যেতে হবে। এতে হতাশার কিছুই নেই। এই শ্রমটুকুই আপনাকে একদিন সাফল্য এনে দিবে

তো আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পোষ্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ।।

Credit: পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় টেক-বেঙ্গল ডটকমে, রাসেল ভাইয়ের অনুরোধে আমি তার ওয়েবসাইটটির এই পোস্টটি trickbd.com এ শেয়ার করলাম

The post ব্লগিং নিয়ে সব কিছু (ব্লগ জ্ঞান) পর্ব – ১ appeared first on Trickbd.com.

  Apocalypto (2006) মুভি বাংলা রিভিউ এবং HDRip ডাউনলোড লিংক এর সাথে বাংলা সাবটাইটেল লিংক

Posted:

  Apocalypto (2006) মুভি রিভিউ, কাহিনী সংক্ষেপ

মুভি রিভিউঃApocalypto (2006)

 IMDb রেটিংঃ ৭.৮/১০ Action / Adventure

সময়ঃ ২ ঘন্টা ১৮ মিনিট

 স্টারিং: Rudy Youngblood

ডিরেক্টরঃ Mel Gibson

বাংলা রিভিউ:

মায়া সভ্যতাকে নিয়ে সবসময়ই সবার কৌতুহল রয়েছে। মেক্সিকো আর মধ্য আমেরিকায় গড়ে উঠেছিলো মায়া সভ্যতা। আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সভ্যতার ব্যাপ্তিকাল ছিলো। অনেক শক্তিশালী জাতি হিসেবে পরিচিত ছিলো মায়ানরা। অতীতের বিভিন্ন সভ্যতার মানুষেরা বন জঙ্গলে বসবাস করতো কিন্তু মায়ানরা ছিলো ব্যতিক্রম। তারা বন জঙ্গলে নয় বরং ঘর বাড়িতে বসবাস করতো। এছাড়া মায়ানরা ধার্মিক ছিলো। তারা ইশ্বরে বিশ্বাস করতো। আর তারা ইশ্বরের নিকট স্থান লাভ করার জন্য মানুষদের বিসর্জন দিতো

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এপোক্যালিপ্টো মুভির কাহিনী মায়া সভ্যতাকে নিয়ে নির্মিত হয়েছে। মুভিটি পরিচালনা করেছেন অভিনেতা মেল গিবসান। কয়েক হাজার বছর পুরানো একটি সভ্যতাকে বড় পর্দায় তুলে ধরা কঠিন ছিলো। আর গিবসান সেই কঠিন কাজটি সম্পন্ন করে দেখিয়েছেন।

 

মুভিটির কাহিনী হচ্ছে জাগুয়ার পাও নামক এক যুবকের গ্রামে আক্রমন করে শত্রুদল। জাগুয়ার তার স্ত্রী আর পুত্রকে এক গর্তের মধ্যে লুকিয়ে রাখলেও নিজে ধরা পড়ে যায়। গ্রামের বেশিরভাগ মানুষকে মেরে ফেলা হয়। বেচে যাওয়া মানুষদের বন্দি করে আনা হয় মায়া শহরে। সেখানে তাদেরকে আনা হয় সুর্য দেবতার উদ্দেশ্যে বিসর্জন করে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো জাগুয়ার কি পারবে বেচে ফিরতে? সে কি তার স্ত্রী আর সন্তানকে রক্ষা করতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য এপোক্যালিপ্টো মুভিটি আপনাকে দেখতে হবে।

 

মুভিটিতে কোন তারকা নেই। অচেনা অভিনেতা আর অভিনেত্রীদের কাস্ট করা হয়েছে। এছাড়া মুভিটির ভাষা ছিলো সম্পুর্ণ মায়ান ভাষা। এতো কিছু স্বত্তেও মুভিটি অনেক অসাধারণ ছিলো। একশন, এডভেঞ্চার, সারভাইভাল, থ্রিলার, ড্রামা সবকিছুরই উপস্থিতি রয়েছে মুভিটিতে। মুভিটি রিলিজের পর দর্শকদের মন জয় করে নেয় এবং সমালোচকদেরও পশংসা লাভ করে।

তবে এতো কিছুর পরেও মুভিটি নিয়ে বিতর্ক রয়েছে। মেল গিবসান এর মুভি মানেই বিতর্ক। অনেকের মতে মুভিটিতে মায়া সভ্যতা সম্পর্কে ভুল তথ্য দেখানো হয়েছে। অনেক সমালোচকদের মতে গিবসান মুভিটির মাধ্যমে মায়ানদের অপমান করেছে। মায়ানরা ভাষা, শিল্পকর্ম, স্থাপত্য, জোতির্বিদ্যায় পারদর্শী ছিলো, কিন্তু মুভিতে মায়ানদের সেসব ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়নি। এছাড়া মুভিটিতে বিসর্জনের দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা রয়েছে। তাদের মতে মায়া সভ্যতায় বিসর্জনের প্রথা ছিলো কিন্তু গনহারে বিসর্জন দেওয়া হতো না।

এ ব্যাপারে গিবসান বলেন, মুভিটি বানানোর আগে সে জেনে শুনেই বানিয়েছেন। যারা মুভিটির সমালোচনা করছে তাদেরকে মায়া সভ্যতা সম্পর্কে ভালোভাবে জেনে তারপর সমালোচনা করা উচিত।এ ব্যাপারে গিবসান বলেন, মুভিটি বানানোর আগে সে জেনে শুনেই বানিয়েছেন। যারা মুভিটির সমালোচনা করছে তাদেরকে মায়া সভ্যতা সম্পর্কে ভালোভাবে জেনে তারপর সমালোচনা করা উচিত।

তবে যে যাই বলুক না কেনো ভক্তদের কাছে এপোক্যালিপ্টো একটি মাস্টারপিস মুভি। মুভিটিতে আদি মানুষের গল্প দেখানো হলেও, আধুনিক মানুষদের সাথে তাদের একটা বিষয়ে মিল রয়েছে। আর সেটি হচ্ছে বেচে থাকার লড়াই। সে আদিকালেও মানুষ যেমন বেচে থাকার জন্য লড়াই করতো, বর্তমান যুগে প্রত্যেক মানুষের জীবন হচ্ছে একেকটি বেচে থাকার গল্প। দিন শেষে আমরা বেচে থাকার জন্য লড়াই করে যাচ্ছি প্রতিনিয়ত। আর এরই মাঝে মিশে আছে আনন্দ-বেদনা, সুখ-দুঃখ ও হাসি কান্না। আর এভাবেই চলছে জীবন। হয়তো জীবনে অনেক প্রাপ্তি আছে অপ্রাপ্তি আছে। কিন্তু এ নিয়ে আমরা বেচে আছি। এটাই কি কম কিছু? বেচে থাকাটাই সৌভাগ্য ও আনন্দময়।

এত কিছুর পর একটা কথাই বাকি, ইটস আ মাস্টারপিস, আ মাস্ট ওয়াচ মুভি ।

যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality

এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের মুভি সাইটে নিয়মিত ভিজিট করুন

 

The post   Apocalypto (2006) মুভি বাংলা রিভিউ এবং HDRip ডাউনলোড লিংক এর সাথে বাংলা সাবটাইটেল লিংক appeared first on Trickbd.com.

ভবিষ্যতে ক্যান্সার এর অন্যতম কারণ হবে ৫জি । আইনাজিং রেডিয়েশন সম্পর্কে বিস্তারিত জানুন ।

Posted:

নতুন স্মার্ট ফোন গুলি সব ৫জি cellular technology প্রযুক্ত হবে। ৫জি নেটওয়ার্ক খুবই পাওয়ার ফুল এটা সাস্থের জন্য ক্ষতিকারক হতে পারে।
আপনি হয়তো Facebook , YouTube এ এর বিষয়ে দেখেছেন। ৫জি DNA কে নষ্ট করেদিতে পারে এর ফলে আমাদের ক্যান্সারও হতে পারে, আরো অনেককিছু। এ সব কথা বিশ্বের কিছু সাস্থসংস্থার বিশেষজ্ঞরা বলেছেন।

৫জি কী?

৫জি আরকিছুদিনের মধ্যে আসতে চলেছে , কিন্তু AT&T, Verizon কোম্পানি ৫জি এর cellular technology এর কাজ শুরু করেদিয়েছে। যদিও শুধু কয়েকটি শহরেই পাওয়াযেতে পারে। কিছু কিছু স্মার্টফোন কোম্পানি তাদের ৫জি স্মার্টফোন তৈরীকরেফেলেছে যেমন
Samsung's new Galaxy S10 and Galaxy Fold,LG, Huawei, Motorola, ZTE আর অনেকে।

5g

২০০৯ সালে যখন ৪জি এসেছিলো তখন স্পিড ছিল 10 Mbps , কিন্তু ৫জি স্পিড দেবে 10 Gbps থেকে 20 Gbps. network latency ৩০ মিলিসেকেন্ড থেকে ১ মিলিসেকেন্ডে পৌঁছে যাবে। ভিডিও গেম gazed , কম্পিউটার, মোবাইল এর সাথে ৫জি conect করলে খুব ফাস্ট হবে।

Radiopo frequency Radiation কেন বিপজ্জনক ?


RFR হল, যেমন এক্সরে মেশিনের আলো , মনিটরের আলো , সূর্যের আলো। বিজ্ঞানীরা বলেছে RFR ক্ষতি করবেকিনা সেটা জানা যাবে -এটা আয়নাইজিং , নাকি নন-আয়নাইজিং সেটা জেনে। নন-আয়নাইজিং রেডিয়েশন একটু কম শক্তিশালী তাই আমাদের কোষ গুলিকে ভেদ করতে পারেনা। আমরা প্রতিদিন যেসব technologies পছন্দ করি যেমন FM রেডিও, Wi-Fi এইসব নন-আয়নাইজিং রেডিয়েশনের মধ্যে পরে। আয়নাইজিং রেডিয়েশন এর মধ্যে পরে x-rays এবং gamma rays .

Dr. Steve Novella এবং তার assistant professor of neurology বলেন যে RFR এর কথা বললে আমাদের আয়নাইজিং রেডিয়েশন এর কথা মনে আসে যা ক্ষতিকর তাই আমাদের বিভ্রান্তির সৃষ্টি হয়। কিন্তু নন-আয়নাইজিং রেডিয়েশন কোনো ক্ষতি করেনা ।

কথা গুলো ক্লিয়ার নয়!
অবশ্যই কথা গুলো ক্লিয়ার নয় কারণ নন-আয়নাইজিং রেডিয়েশন বেশি প্রভাব না ফেললেও কোন ক্ষতি করবেনা এমনটা নয়। গবেষকরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে।

স্বাস্থ্য সেবা সংস্থা একটি পরীক্ষা করেছেন ,3জি high exposure RFR এর পরীক্ষা, একটি বড়ো পুরুষ ইঁদুরের সাথে করা হয়েছিল, ইঁদুরটির ক্যান্সার ও ব্রেন টিউমার হয়েছে ৩জি high exposure RFR এর কারণে।Rat

এই কঠিন পরীক্ষাটি ভাল উদ্দেশ্যের জন্য করা হয়েছে বিজ্ঞানীরা এটাকে পছন্দ করেছে।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।।

The post ভবিষ্যতে ক্যান্সার এর অন্যতম কারণ হবে ৫জি । আইনাজিং রেডিয়েশন সম্পর্কে বিস্তারিত জানুন । appeared first on Trickbd.com.

[Hot] বিকাশ অ্যাপে Game খেলে জিতে নিন ১৫০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ!

Posted:

বিকাশ অ্যাপ-এ গোয়ামা গেমসের 'Run and Earn' গেম খেলে জিতে নিতে পারেন ১৫০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ! গেমটিতে টপ স্কোর করে প্রতি সপ্তাহে ১৪৫ জন উইনার জিতে নিতে পারবে ১৫০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ।

গেমটি খেলতে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ২ টাকা অনুদান দিতে হবে তা হলে গেমটি খেলতে পারবেন।

টুর্নামেন্ট পর্বের সময়সীমাঃ

প্রতি সপ্তাহের শেষে ১৪৫ জন উইনারের মধ্যে মোবাইল রিচার্জ প্রদান করা হবে

গেমস খেলতে প্রথমে বিকাশ অ্যাপ এ ঢুকে আরো তে ক্লিক করুন।

তার পর গেমস তে ক্লিক করুন।

তার পর 'Run and Earn' তে ক্লিক করুন

তার পর pay now tk 2 ক্লিক করে ২ টাকা অনুদান দিয়ে গেম খেলা শুরু করে দিন।

শর্তাবলী:

  • একজন গ্রাহক বিদ্যানন্দ ফাউন্ডেশনে ২ টাকা অনুদান দেওয়ার মাধ্যমে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। টুর্নামেন্টে টপ স্কোর করার মাধ্যমেই ১৪৫ জন উইনার সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ জিতে নিতে পারবেন।
  • বিদ্যানন্দ ফাউন্ডেশনে একবার অনুদান দেওয়ার মাধ্যমে একজন গ্রাহক পরবর্তী সময়ে যত ইচ্ছা ততবার টুর্নামেন্টে প্রবেশ করতে পারবেন।
  • একজন উইনার ২ কর্মদিবসের মধ্যে তার মোবাইল রিচার্জ অ্যামাউন্টটি পেয়ে যাবেন।

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] বিকাশ অ্যাপে Game খেলে জিতে নিন ১৫০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ! appeared first on Trickbd.com.

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

Posted:

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

আসসালামু-অলাইকুম, আমরা প্রতিনিয়ত অনেক সুন্দর ফটোগ্রাফি দেখে থাকি অনেকে যানিই না মোবাইল দিয়েও আদো এত সুন্দর ফটো তোলা সম্ভব।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

ভালো দামি ফোন থাকলেই যে ভালো ছবি তোলা যায় সেটা নয়,ফটোগ্রাফির জন্য আলাদা টেকনিক যানা দরকার হয়,গতানুগতিক ফটো তো সাবাই তুলতে পারে চলুন কিছু আলাদা টেকনিক জেনে নেওয়া যাক বইটি থেকে।

  •  বইঃ মোবাইল ফটোগ্রাফি 
  • লেখকঃ সাদমান সাদিক
  • সাইজঃ 14.0 MB
  • ভার্শনঃ PDF

কিছু ছবি দেখে নিনঃ


সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন।

  • বইটি ডাউনলোড লিংকঃ  Download 

ব্লগার রিলেটেড পোস্ট + পেইড থিম পেতে Tunes71.com ঘুরে আসতে পারেন।


The post সাদমান সাদিক এর মোবাইল ফটোগ্রাফি PDF বইটি ফ্রিতে নিয়ে নিন। appeared first on Trickbd.com.

ছোট্ট একটি দোয়া । রাসূল (সাঃ) বলেছেন যে দোয়াটি তিনবার পড়বে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

যে দোয়া তিনবার পড়লে জাহান্নাম হারাম

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন →আর যারা জাহান্নামী হিসেবে সেখানকার অধিবাসী হবে তারা সেখানে মরবেও না বাঁচবেও না ( মুসলিম ১৮৫) অর্থাৎ কাফের, মুশরিক ও মুনাফিকরা সেখানে স্হায়ী হবে। সুতরাং তাদের জাহান্নামও স্হায়ী।

জাহান্নামের আগুন সম্পর্কে হাদিসে এসেছে → তোমাদের এ আগুন জাহান্নামে আগুনের সত্তর ভাগের এক ভাগ। সাহাবায়ে কিরাম বললেন → ইয়া রাসুলুল্লাহ (সাঃ) এ এক ভাগ দিয়ে শাস্তি দিলেই তো যথেষ্ট হতো।তখন রাসুলুল্লাহ (সাঃ) আবারও বললেন → জাহান্নামের আগুন তোমাদের আগুনের তুলনায় উনসত্তর গুণ উত্তপ্ত। অর্থাৎ সত্তর ভাগের একভাগ।( বুখারী ৩২৬৫, মুসলিম ২৪৮৩)

জাহান্নামের শাস্তির বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে – ‘নার’ তথা আগুন। যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি, পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে। আবারও আগুন তা খসিয়ে দেবে। তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে।

এ প্রসঙ্গে কোরআনে ইরশাদ হয়েছে → কখনও না ! তারা নিক্ষিপ্ত হবে হুত’মায়। তুমি কি জানো হুতামা কি..? (তা তো হলো) আল্লাহর প্রজ্বলিত আগুন। যা অন্তরসমূলকে গ্রাস করে। তা তাদেরকে বেষ্টন করে রাখবে। অতি উচুঁ স্তম্ভসমূহে। ( সূরা হুমাযাহ ৪-৯)

কোরআনে জাহান্নামের পানি আর ছায়ার বর্ণনাও রয়েছে। তার ধরণ হলো তারা পানি চাইলে দেওয়া হবে গলিত সীসা আর ছায়া হবে উত্তপ্ত। কোরআনে বলা হয়েছে → তারা থাকবে তিব্র হরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে। আর প্রচন্ড কারো ধোঁয়ার ছায়ার। ( সূরা ওয়াকিয়া ৪২- ৪৩)

আল্লাহ তায়ালা বলেন → তোমরা জাহান্নামকে ভয় কর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। ( সূরা আল ইমরান ১৩১)

নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ। সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্হল। (সূরা নাবা ২১ -২২)

আল্লাহ তায়ালা বলেন → আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য। তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ অগ্নিতে। ( সূরা বালাদ ১৯ -২০)

আল্লাহ তায়ালা যেনো আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। তাই প্রিয় পাঠক চলুন আজকের আর্টিকেলে আলোচনা করি এই জাহান্নামের আগুন থেকে কিভাবে মুক্তি পাবো…?

রাসূল (সাঃ) আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এই জাহান্নাম মুক্তি পাওয়ার দোয়া। চলুন সেই হাদিসটি আমরা জেনে নেই। আজকের আর্টিকেলটি অতি গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল।

হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত রাসূলে পাক (সাঃ) বলেছেন → আল্লাহর শপথ যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় জান্নাত তখন বলে ‘হে আল্লাহ ঐ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে জাহান্নাম বলে ‘হে আল্লাহ ঐ ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ( সুনান আত তিরমিজি [তাহকীককৃত] ২৫৭২ জান্নাতের বিবরণ অধ্যায়)

তাহলে বন্ধরা আমরা হাদিসটি দ্বারা বুঝলাম আপনি যদি তিনবার আল্লাহর কাছে জান্নাত চান তখন জান্নাত বলে ঐ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান। আর তিনবার যদি জাহান্নাম থেকে আপনি মুক্তি চান তাহলে জাহান্নাম বলে ‘হে আল্লাহ ! এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তো চলুন প্রিয় পাঠক সেই দোয়াটি কি তা আমরা এখন জেনে নেই।

রাসূল (সাঃ) বলেছেন → আল্লাহর শপথ যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত তখন আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জান্নাত দান করো।যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। ( তিরমিজি ২৫৭২,ইবনে মাজাহ ৪৩৪০, শায়খ আলবানি এই হাদিসটিকে সহীহ বলেছেন, সহীহুল জামি ৬২৭৫)

এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে ! আমি যদি ঘুষ খাই, জিনা করি,হারাম ভক্ষণ করি,নামাজ পড়ি না, রোজা রাখি না, অন্যের হক নষ্ট করি বা যদি আমি মিথ্যা বলি, এতিমের হক নষ্ট করি। আর যদি এইসব কাজ করে এই দোয়াটি পড়ি বা আমল করি তাহলে কি আমি জান্নত পেয়ে যাবো…?

তাদের উদ্দেশ্য বলিঃ জান্নাত এতো সহজ নয়। আপনাকে দ্বীনের এবং ইসলামের সকল বিধি নিষেধ হুকুম আহকাম গুলো পরিপূর্ণ মেনেই এই দোয়া করতে হবে। কারণ আমরা কেউই জানিনা আমাদের কোন কাজটা আল্লাহর কবুল করবেন, কোন দোয়াটা কবুল করবেন কোন আমলটা আল্লাহ কবুল করবেন এইটা আমরা কেউই জানিনা।

তাঁর উপর আপনি যদি মিথ্যা বলেন, গীবত করেন এবং মুসলিম হয়েও যদি অনৈতিক কাজ কর্ম করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম জন্য কিছু নেই। তবে হ্যাঁ এই রমজান মাসে নেক নিয়ত ও উদ্দেশ্য যদি অতিতের সকল কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।

নিজের পাপের জন্য লজ্জিত হয়ে যদি আল্লাহর দরবারে এস্তেগফার করেন এবং ভবিষ্যতে জেনে শুনে কোনো পাপ করবেনা এবং ইসলামের সমস্ত বিধি বিধান মেনে চলেন তাহলে আশা করা যায় আল্লাহ আপনাকে তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিতে পারেন এবং তারপর যদি এই দোয়াটা প্রতিদিন যেকোনো ফরজ নামাজের পর তিনবার পাঠ করেন তবেই আল্লাহ আপনাকে জান্নাত দান করতে পারেন , আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিতে পারেন ইনশাআল্লাহ।

তাই প্রিয় পাঠক কেউ ভুল বুঝবেন না যে শুধু এই দোয়া পড়লেই আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, ব্যাপারটা তা নয়।আপনাকে ইসলামের অন্যান্য বিধি নিষেধ মেনে চলতে হবে, ধর্মীয় কাজ গুলো করে যেতে হবে এবং অতঃপর এই দোয়া পড়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে।

তাই বন্ধুরা আমরা সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পড়বো। আল্লাহর কাছে মোনাজাত করবো, হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আল্লাহ আমাদের জান্নাত নসীব করো। তাছাড়া প্রিয় পাঠক এই দোয়াটি ( আল্লা-হুম্মা ইন্নী আস আলুকাল জান্নাতা ওয়া আ’উযুবিকা মিনান্নার) এই দোয়াটি যেকোনো ফরজ নামাজের পর প্রত্যেক দিন তিনবার করে পড়বো ইনশাআল্লাহ।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post ছোট্ট একটি দোয়া । রাসূল (সাঃ) বলেছেন যে দোয়াটি তিনবার পড়বে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। appeared first on Trickbd.com.

যে কোনো গ্রামীণ নাম্বারে Bkash থেকে মোবাইল রিচার্জ করে নিন ১,০০০ টাকার দারাজ শপিং ভাউচার।

Posted:

এখন যে কোনো গ্রামীণ নাম্বারে নিজের বা প্রিয় জন এর নাম্বারে Bkash থেকে ২০৯ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে ১,০০০ টাকার দারাজ শপিং ভাউচার। সাথে আরো থাকছে ১ পয়সা/সেকেন্ড কলরেট।

বিস্তারিতঃ

  • প্রতিমিনিটে নিজের বা প্রিয় জন এর নাম্বারে ২০৯ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলেই প্রতি মিনিটের প্রথম গ্রাহক পাচ্ছেন ১,০০০ টাকার দারাজ শপিং ভাউচার, সাথে ১ পয়সা/সেকেন্ড কলরেট।
  • বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে মোবাইল রিচার্জ বিকাশ করেও অফারটি নিতে পারবেন।
  • অফার চলাকালীন মোট ১,০৮০ জন গ্রাহককে দারাজ শপিং ভাউচার দেওয়া হবে।
  • ভাউচারটির মেয়াদ এক মাস (মে ৯, ২০২১ থেকে জুন ৭, ২০২১ পর্যন্ত)
  • ভাউচারটি ব্যবহার করতে দারাজে অন্ততপক্ষে ১,০০১ টাকার শপিং করতে হবে তা হলে এই ভাউচার ব্যবহার করতে পারবেন।
  • ভাউচার অফার চলবে মে ৮, ২০২১ পর্যন্ত (বিকাল ৪টা থেকে রাত ১০টা)

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post যে কোনো গ্রামীণ নাম্বারে Bkash থেকে মোবাইল রিচার্জ করে নিন ১,০০০ টাকার দারাজ শপিং ভাউচার। appeared first on Trickbd.com.

[��Free Download] Freelink Movies Full Responsive Blogger Template

Posted:

আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি যরেক্স যিরা, ,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা করব আমাদের প্রতিতে পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে?

👉আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম Freelink Movies Premium Blogger Template.

থিমটি সম্পূর্ণ Responsive থীম। ডাউনলোড করে নিন একটি অসাধারন ব্লগার প্রিমিয়াম টেম্পলেট। যারা ভাবতেছেন ব্লগার একটি সাইট বানাবেন তারা অবশ্যই এই টেমপ্লেটটি ইউজ করতে পারেন। কারণ এই টেমপ্লেটটি তে রয়েছে অসাধারণ সকল ফিচার যা আপনার সাইটকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে।

👉আর অবশ্য এই থীমটি আমি আপনাদেরকে ফ্রীতে দিচ্ছি । এটা আপনারা টাকা দিয়া কিনতে হবে না।

কথা না বাড়িয়ে কাজ এ চলে যাই।

                                                                                   🔸🔸থিমটির পরিচয়:🔸🔸🔸
নামঃ Freelink Movies Premium Blogger Template
বর্তমান ভার্সন: v2.0
মূল ডিজাইনারঃ MoviesMore.IN
পাবলিশারঃ যরেক্স যিরা

✿থীম সম্পর্কে বর্ণনাঃ

Freelink Movies Full Responsive Blogger Template is a responsive blogger template made for Movies Blog, Review, Personal Niche Blogs. This template is highly SEO optimized, so that you can achieve higher positions in search results and perform better in search engine rankings. It has the capability to adjust any screen size with its perfectly coded responsive design and will look stunning in any device. This Freelink Movies Full Responsive Blogger Template is loaded with tons of features without compromising its loading speed and clean design.

➥Also Read | Eva Veil Biography

✿থীম স্ক্রিনশট:

✿টেমপ্লেট বৈশিষ্ট্য:-

➥Also Read | Eva Veil Biography

 

➥Performance and Documentation:

  • Mobile Friendly Yes –

থীম সাপোর্টঃ

  • ফ্রী ভার্সন এর সাপোর্ট এর জন্য Contact Us
  • প্রিমিয়াম ভার্সন এর সাপোর্ট এর জন্য Contact Us

➥কিভাবে টেম্পলেট ইনস্টল করবেন?

  • > প্রথমে ব্লগের Dashboard এ যান।
  • > তারপর Template এ যান।
  • > এবার Restore/Backup এ ক্লিক করুন উপরের চিত্রের মতো আসবে ডাউনলোড করা টেম্পলেট choose করে upload করুন।
  • > আপলোড হয়ে গেলে নিজের মতো customize করুন।

ফর হেল্পঃ

অবশ্য আপনাদের কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সম্পূর্ণ দেয়ে হেল্প কারার চেষ্টা করব। ইনশাআল্লাহ!

সকল প্রকার টিপস পেতে আমার সাইটে ভিজিট করুন । 

আরো এইরকম অন্যান্য পোস্ট পড়তে আমাদের সাইট Zorexzira ও ZorexTheme.Online ভিজিট করুন ।

সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Zorexzira
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
সাইট লিঙ্কঃ

আল্লাহ হাফেজ!

The post [🔥Free Download] Freelink Movies Full Responsive Blogger Template appeared first on Trickbd.com.

[ java hot game part 3] জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি অ্যাকশন গেম গেমটির নাম Prince of Persia 2 Warrior Within

Posted:

java hot game part 3 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন
*

আশাকরি সবাই ভালো আছেন ? আর ভালোই বা থাকবেন না কেন ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে যেমন আপনি ভালো আছেন আজকে আমি নতুন একটি গেমিং পোষ্ট নিয়ে হাজির হয়েছি আশা করি গেমটি সবার ভালো লাগবে
*
সবাই ধৈর্য সহকারে পরুন সবার কাজে আসতে পারে
অনেকেই হয়তো টাইটেল দেখে বুজে গেখে আজ কি নিয়ে পোষ্ট করবো

,,পোষ্ট নাম Java hot game part3,, জাভা ইউজারদের জন্য নিয়া
আসলাম একেবারই পাবজির মতোই গেম]
*
আমার এই গেমিং পোষ্টি যদি ভালো লাগে
তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না

*
তো এবার কাজের কথায় আসি,,,
এই গেমটির নাম
Prince of Persia 2 Warrior Within

জাভা গেম এই গেমটি একবার খেললে ,,,,বারবার খেলতে ইচ্ছা করবে,,,,
বিশ্বাস না হলে নিচে গিয়ে
গেমটির স্কিশর্ট দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের SS দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের Ss দেখুন

তার পর নিচের ss দেখুন


স্কিশর্ট তো দেখা শেষ এবার গেমটি নিচের লিংক থেকে ডাউনলোড করুন
ডাউনলোড লিংক
আশা করি পোষ্ট টা আপনার
কাছে ভালো লেগেছে।
আবারো বলছি পোষ্ট
ভালো লাগলে পোষ্ট লাইক
কমেন্ট করতে ভুলবেন না

*

আর একটা কথা কোনো
প্রকার ভুল হলে ছোট্ট ভাই
মনে করে ক্ষমা করে
দিবেন। আর ভুলটা কমেন্ট
বক্সে উল্লেখ করে দিবেন।
তো ভালো থাকুন সুস্থ্য
থাকুন
ট্রিক বিডির সাথে থাকুন
আর ট্রিকবিডি কে আরো উন্নত
করতে বেশি বেশি উন্নত
পোষ্ট করুন
.ভালো ভালো গেম পেতে
আমার সাইট ভিসিট করুন
সাইট লিংক
,,,,,,, খোদা হাফেজ,,,,,,

The post [ java hot game part 3] জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি অ্যাকশন গেম গেমটির নাম Prince of Persia 2 Warrior Within appeared first on Trickbd.com.

AWS Account ব্যবহার করে যেভাবে ০১বছরের জন্য RDP Create করবেন

Posted:

Howdy !!!

Amazon এর এই RDP Normally একটা Virtual Computer হিসেবে Use করতে পারবেন। তবে Suspend এর ভয় খুবই কম কারণ এইটা free RDP যেটা CC Add করলে সবাই পাবে। For Long Time Use কোন ধরনের Cracking, Torrenting না করার জন্য অনুরোধ রইল

🔳 RDP Details:-

▪1gb RAM
▪1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন

 

দ্বিতীয় ধাপ

⬇Instruction⬇

1. Goto Console(পূর্বের পোস্ট) এ Click করার পর AWS Account এ Log in করে নিন

 

 

2. এরকম Interface Show করবে

 

 

3. আপনার Mail Box Check করে দেখবেন 2টি mail আসবে। 10min.পর্যন্ত ৩য় Mail এর জন্য অপেক্ষা করুন

 

 

4. Mail চলে এসেছে মানে আপনার AWS Account Verification Complete

 

 

5. এবার 4/5min. পর Console Pannel এর launch Virtual mechine এ Click করবেন

 

 

6. যদি এরকম Page Load হয় তবে আরও কিছুক্ষণ অপেক্ষা করুন

 

 

7. কিছুক্ষণপর আবার launch Virtual mechine এ Click করবেন এরপর এইরকম Webpage আসলে Free Tier এ Click করুন

 

 

8. Microsoft 2019 64Bit Select করুন

 

 

9. “Review& launche” এ Click করুন

 

 

10. আবার Launch optionএ Click করুন

 

 

11. Create a new Pair Select করুন

 

 

12. যেকোন নাম দিয়ে Download Key Pair এ Click করুন

 

 

13. Download শেষে Launch এ Click করুন

 

 

14. নতুন Webpageটি Scroll Down করে “Launch” এ Click করুন

 

 

15. এবার minimum 4min. Wait করার পর এই mark option এ click করুন

 

 

16. এরপর RDP Client এ Click করুন

 

 

17. “Get Password” এ Click করুন

 

 

18. Download করা Fileটি Browse করুন

 

 

19. Decrypt Password এ Click করলেই Password পেয়ে যাবেন

 

 

20. ব্যস আপনার username/Password/IP সব পেয়ে গেছেন এখন PC/Mobile এ RD Client App এ Log in করুন

 

 

21. ENJOY 1 Year RDP !!!

 

 

⚡ Tutorial:- (6:19 এরপর থেকে)

 

 

Bye🤚
Contact Me On
Telegram [Discussion Group] [Telekit]

The post AWS Account ব্যবহার করে যেভাবে ০১বছরের জন্য RDP Create করবেন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments