Search box..

[java user must see] জাভা ইউজারা এখন অফলাইনে পোষ্ট লেখে সেভ করে রাখুন। [hot post]

[java user must see] জাভা ইউজারা এখন অফলাইনে পোষ্ট লেখে সেভ করে রাখুন। [hot post]


[java user must see] জাভা ইউজারা এখন অফলাইনে পোষ্ট লেখে সেভ করে রাখুন। [hot post]

Posted: 08 May 2021 03:14 PM PDT

আসসালামু আলাইকুম,
আশা করি প্রিয় ট্রিকবিডিবাসি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি।
অনেকদিন পর প্রিয় ট্রিকবিডির জন্য পোষ্ট লেখতে বসলাম।জানি না আপনাদের কেমন লাগবে…?? যদি পোষ্টটি পছন্দ হয় তাহলে অবশ্যই পোষ্টে লাইক ও কমেন্ট করবেন।
আজকের পোষ্টটা মূলত জাভা ইউজারদের জন্য।অনেকদিন ধরেই এই পোষ্ট লেখতে চাইছিলাম, কিন্তু ট্রিকটাতে একটু সিউর হতে বেশী সময় লাগলো।যার কারণে পোষ্ট করতে দেরী হয়ে গেল।যাই হোক আর কথা না বাড়িয়ে মূল পোষ্ট চলে যাই।।

আজকে জাভা ইউজারদের দেখাবো কিভাবে অফলাইনে একাধিক পোষ্ট লেখবেন বা কোনো কিছু লেখে রাখবেন। তবে স্ক্রিনশট বা ফটো যোগ করতে পারবেন না।তাই পোষ্টটা কারো কাছে ভালো নাও লাগতে পারে।

প্রথমেই এর জন্য লাগবে অপেরামিনি মোড 4.20 বা 4.21 . আশা করি সকলের কাছেই আছে।তাই আর লিংক দিলাম না তারপরও যদি না থাকে তাহলে গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিবেন।আর সকলের কাছেই আমার একটা অনুরোধ পোষ্টের শেষে দেওয়া আমার ছোট্ট সাইট থেকে ঘুরে আসবেন।

এখন সকলেই আপনাদের অপরেমিনিতে প্রবেশ করুন।দেখুন নিচের স্ক্রিনশটের মতো আসবে….


এরপর মেনু (menu) থেকে গুগল লেখায় বা আপনি যেখানে গিয়ে লেখেন সেখানে ক্লিক করুন..

যেহেতু এইগুলো স্ক্রিনশট নেওয়া যায় না, তাই দুঃখীত। এরপর মেনুতে ক্লিক করুন ok, copy all, mark, list, templates etc. লেখা থাকবে আপনি Templates লেখায় যান এরপর নিচের মতো আসবে…


এখন Menu থেকে…


New এ যান or New Folder খুলতে পারবেন।এরপর নিচের মতো আসবে…

এখন এখান থেকে title দিন এরপর template লেখে Save করে দিন।ব্যাস কাজ শেষ…

এখন যাদের এরকম Templates আসে না তাদের জন্য এই ট্রিকটি…

প্রথমে Menu থেকে Tools >>> Settings এ যান…


এরপর সেখান থেকে Text এ যান।

এখন নিচের দিকে দেখুন…

Templates লেখা সেখান ক্লিক করুন।দেখুন..

Templates এ থাকা আমার পোষ্টগুলো দেখাচ্ছে।এভাবেই আপনারা অফলাইনে পোষ্ট লেখতে পারবেন।আর কপি আপনার ইচ্ছা মতো পেষ্ট করতে পারবেন।।
তবে যদি কখনো আপনার অপেরামিনিতে সমস্যা হয় বা ইরোর (error) দেখায় তখন Templates এ যাবেন না।তাহলে আপনার কষ্টের পোষ্টগুলো হাওয়া হয়ে যেতে পারে।আজ এখানেই বিদায় নিছি…

আমার ছোট সাইট থেকে সকলেই অবশ্যই অবশ্যই একবার ঘুরে আসুন…

পরিশেষে যে কথা বলতে চাই, মানুষ মাত্রই ভুল।আমিও তার ঊর্ধ্বে নই।তাই পোষ্টে কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সকলকেই আগাম ধন্যবাদ….

অদৃশ্য লেখক ডট কম

আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক আইডি.. অদৃশ্য লেখক












The post [java user must see] জাভা ইউজারা এখন অফলাইনে পোষ্ট লেখে সেভ করে রাখুন। [hot post] appeared first on Trickbd.com.

[Hot] যারা Real Research এ Survey পাচ্ছেন না তাড়া ১০০% Survey নিয়ে নিন লাইভ প্রমাণ সহ!

Posted:

রিয়েল রিসার্চ হচ্ছে একটি অ্যাপ আর এই অ্যাপ বিভিন্ন ধরনের কোম্পানির জরিপ পরিচালনা করে থাকে। আর এই জরিপ অংশ গ্রহণ করলে কিছু প্রশ্নের উওর দিতে হবে এবং উত্তরদাতাদের কিছু নির্দিষ্ট পরিমাণ TNC প্রদান করা হয়ে থাকে যার বাজার মূল হচ্ছে 1TNC= ১ থেকে ৪ টাকা পর্যন্ত হয়ে থাকে।

কিন্তু অনেকের বেশ কিছু দিন ধরে আর Real Research এ Survey পাচ্ছেন না বা আসতেছে না যাদের Survey আসতেছে না তাড়া ছোট একটা ট্রিকস খাটিয়ে Survey নিয়ে আসেন। লাইভ প্রমাণ

প্রথমে দেখে আমার কোনো ধরনে Survey নেই বা সো করছে না।

এবার এখানে ক্লিক করুন।

তার পর এখানে ক্লিক করুন।

তার পর এখানে

তার পর Language এ ক্লিক করে English করে দিন (যে কোনো ভাষা থাকলেই শুধু ইংলিশ করে দিবেন।)

তার পর Submit এ ক্লিক করুন।

তার পর দেখেন সাথে সাথে দুইটা survey চলে এসেছে।

KYC Level পরিবর্তন বা আপডেট করার কারনে ৭২ ঘন্টা আর সার্ভে কমপ্লিট করতে পারবেন না। ৭২ ঘন্টা পর থেকে সার্ভে কমপ্লিট করতে পারবেন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] যারা Real Research এ Survey পাচ্ছেন না তাড়া ১০০% Survey নিয়ে নিন লাইভ প্রমাণ সহ! appeared first on Trickbd.com.

জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি অ্যাকশন গেম

Posted:

এর পক্ষ থেকে আপনাদের সবাই আমার সালাম আস্লামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেনে আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না বেই কেনো ট্রিক বিডির সাথে থাকলে সবাই ভালো থাকে যেমন আপনি ভালো আছেনআমি ভালো আছি
আজকে আমি নতুন একটি গেমিং
পোষ্ট নিয়ে হাজির হয়েছি

আশা করি সবার ভালো লাগবে
সবাই ধৈর্য ধরে পোষ্টটা পরবেন।
আমার পোষ্টে যদি ভুল ক্রুটি হয় তাহলে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন

তো শুরু করে জাক আজকের পোষ্ট,,
অনেকেই হয়তো আমার
পোষ্টের টাইটেল দেখে
বুজে গেছেন আজ কি
নিয়ে পোষ্ট করবো

আমার এই গেমিং পোষ্টি যদি ভালো লাগে
তাহলে লাইক কমেন্ট করতে ভুল,,,তো এবার কাজের কথায় আসি,,,
জাভা গেম এই গেমটি একবার খেললে ,,,,বারবার খেলতে ইচ্ছা করবে,,,,
বিশ্বাস না হলে নিচে গিয়ে
গেমটির স্কিশর্ট দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের SS দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

এবার লেভেল 2এর ss দেখুন

তার পর নিচের ss দেখুন

তার পর নিচের Ss দেখুন

তার পর নিচের ss দেখুন

স্কিশর্ট তো দেখা শেষ এবার গেমটি নিচের লিংক থেকে ডাউনলোড করুন
ডাউনলোড লিংক
আশা করি পোষ্ট টা আপনার
কাছে ভালো লেগেছে।
আবারো বলছি পোষ্ট
ভালো লাগলে পোষ্ট লাইক
কমেন্ট করতে ভুলবেন
*
আর একটা কথা কোনো
প্রকার ভুল হলে ছোট্ট ভাই
মনে করে ক্ষমা করে
দিবেন। আর ভুলটা কমেন্ট
বক্সে উল্লেখ করে দিবেন।
*

তো ভালো থাকুন সুস্থ্য
থাকুন
ট্রিক বিডির সাথে থাকুন
আর ট্রিকবিডি কে আরো উন্নত
করতে বেশি বেশি উন্নত
পোষ্ট করুন
.ভালো ভালো গেম পেতে
আমার সাইট ভিসিট করুন
সাইট লিংক
,,,,,খোদা হাফেজ,,,,,

The post জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি অ্যাকশন গেম appeared first on Trickbd.com.

সুস্বাদু ফল আনার বা বেদানার পুস্টিগুন ও উপকারিতা গুলো জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,অনেক সুস্বাদু ফল আনার বা বেদানার পুস্টিগুন। ফল আমাদের পুস্টির জোগান দেয়।ফল বিভিন্ন প্রকার হয়ে থাকে। তার মধ্য বেদানা বা আনার একটি। এই ফলটি অনেক সুস্বাদু হয়ে থাকে। খেতে যেমন সুস্বাদু তেমনি এতে অনেক পুস্টিউপাদান ভরপুর ও উপকারিতা ও অনেক রয়েছে। অনেকে এই ফলটি খেতে অনেক পছন্দ করে। অনেকে বিভিন্ন ফল খেয়ে থাকেন,তবে ফলগুলোর পাশাপাশি এই বেদেনা রাখতে পারেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই বেদেনার উপকারীতাগুলো ও পুস্টিগুন গুলো। কথা না বাড়িয়ে শুরু করা যাক, এই সুস্বাদু ফল আনার বা বেদেনার উপকারীতা ও পুস্টিগুনগুলোঃ

১০০ গ্রাম বেদানায় কত টুকু পুস্টিউপাদান রয়েছে জেনে নিনঃ

* জিঙ্ক—০.৩৫ গ্রাম
*ফসফরাস—১২ মিলিগ্রাম
*আয়রন—০.৩ মিলিগ্রাম
*ক্যালসিয়াম—১০ মিলিগ্রাম
*পটাশিয়াম—২০৬ মিলিগ্রাম
*ভিটামিন-সি—১০ মিলিগ্রাম
*ভিটামিন-বি—০.৩৮ মিলিগ্রাম
*বিরোফ্ল্যাবিন–০.০৫ মিলিগ্রাম
*পাইরিডক্সিন—০.৮ মিলিগ্রাম
*থায়মিন—০.০৭ মিলিগ্রাম
*নিয়াসিন—০.২৯ মিলিগ্রাম
*ফোলেট—৩৮ মাইক্রোগ্রাম
*হজম শকির আশ—৪ গ্রাম
*কোলেস্টেরল—০
*চর্বি—১.২ গ্রাম
*আমিষ—১.৭ গ্রাম
*গ্লুকোজ—১৩.৭ গ্রাম
*শর্করা—১৮.৭ গ্রাম
*শক্তি—৩৪৭ কিলোক্যালরি।

এবার জেনে নেয়া যাক, বেদানার উপকারিতাগুলোঃ

১) যৌন সক্ষমতা বাড়িয়ে তোলেঃ

বেদানা যৌন সক্ষমতা কে বাড়িয়ে তোলে।নিয়মিত ১ গ্লাস বেদানার রস আমাদের প্রত্যোকের খাওয়া উচিৎ। যাদের যৌন সক্ষমতা খুব ই দুর্বাল তাদের বেদানা খাওয়া উচিৎ।

২) রক্তচাপ স্বাভাবিক রাখেঃ

বেদানা রক্তচাপ স্বাভাবিক রাখে। বেদানাতে বৃদ্ধমান রয়েছে অ্যান্টি -অক্সিডেন্ট ও বায়ো একটিভ পলিফেলনস। আমাদের শরীর এর রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রচুর ভুমিকা পালন করে এই বেদানা।

৩) হজম শক্তি স্বাভাবিক রাখেঃ

আমাদের শরীরের জন্য এই হজম শক্তিটা অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই হজম শক্তি স্বাভাবিক রাখে এই বেদানা। তাই আমাদের বেদানা খাওয়া উচিৎ। বেদানায় প্রচুর পরিমান ফাইবার থাকে যা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

৪) প্রস্টেট ক্যান্সার এর সাথে লড়তে সাহায্য করেঃ

পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে প্রস্টেট ক্যান্সার এর আক্রান্ত এর ঝুকি বেড়ে যায়। এই বেদানা প্রস্টেট ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে। তাই আমাদের বেদানা খাওয়া উচিৎ।

৫) হাড়ের জন্যঃ

হাড়ের স্বাস্থ ভাল রাখতে বেদানা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বেদানায় রয়েছে পটাশিয়াম, ও পলিফেলন। হাড় কে মজবুত করে এই বেদানা।

৬) ত্বকের সুরক্ষায়ঃ

ত্বকের সুরক্ষার জন্য বেদানা খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। যাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তাদের কালো দাগ দূর করতে বেদানা ভুমিকা পালন করে।

৭) ঠান্ডা-কাশিতেঃ

ঘন ঘন ঠান্ডা ও কাশি আছে যাদের তাদের জন্য বেদানা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বেদানার রস খেলে এই ঠান্ডা ও কাশি উপশম হয়।

৮) দাঁত এর যত্নেঃ

দাঁত এর যত্ন্র বেদানা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে৷ এছাড়া ও মাড়ির সমসায় বেদানা ভুমিকা পালন করে থাকে।দাঁত সুস্থ রাখতে বেদানা খাওয়া উচিৎ।

৯) হৃৎপিন্ড ভাল রাখেঃ

হৃৎপিন্ড ভাল রাখতে বেদানা খাওয়া উচিৎ। উচ্চ রক্ত চাপ ও রোধ করে এই বেদনা। আমাদের সবার বেদানার রস খাওয়া উচিৎ।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post সুস্বাদু ফল আনার বা বেদানার পুস্টিগুন ও উপকারিতা গুলো জেনে নিন। appeared first on Trickbd.com.

[Hot] আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে রিচার্জ করলেই পাচ্ছেন ২০% ক্যাশব্যাক তাও আবার যত খুশি ততবার!

Posted:

এখন বিকাশ থেকে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে রিচার্জ করলেই পাচ্ছেন ২০% ক্যাশব্যাক যত খুশি ততবার! আম্বার আইটি আইপি ফোন অ্যাপ হচ্ছে দেশে ইন্টারনেট প্রটোকল টেলিফোন সার্ভিস যার মাধ্যমে দেশের ৩০ পয়সায় এক মিনিট কথা বলা যাবে যেকোনে টিঅ্যান্ডটি এবং যেকোনো অপারেটরের মোবাইল ফোনে। যারা এখন আম্বার আইটি আইপি ফোন অ্যাপে একাউন্ট খুলেননি তাড়া এখানে ক্লিক করে খুলে নিন একাউন্ট

যে ভাবে রিচার্জ করবেন।

প্রথমে আম্বার আইটি আইপি অ্যাপে ঢুকেন।

তার পর রিচার্জ অপশন সিলেক্ট করেন।

তার পর বিকাশ অপশন সিলেক্ট করেন।

তার পর কত টাকা রিচার্জ করতে চান তার পরিমাণ দিয়ে submit তে ক্লিক করুন।

তার পর বিকাশ নাম্বার দিয়ে তা verify করে নিয়ে পিন দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করে নিন।

অফারের শর্তঃ-

  • গ্রাহককে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেয়া হবে।
  • গ্রাহক নিজের বিকাশ একাউন্ট থেকে সফলভাবে লেনদেন সম্পন্ন করলে তার একাউন্টে ক্যাশব্যাক পেয়ে যাবেন।
  • যে সকল বিকাশ গ্রাহকের সক্রিয় একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স আছে, শুধুমাত্র তারাই নিজেদের একাউন্ট থেকে লেনদেন করে এই অফারটি উপভোগ করতে পারবেন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে রিচার্জ করলেই পাচ্ছেন ২০% ক্যাশব্যাক তাও আবার যত খুশি ততবার! appeared first on Trickbd.com.

Banglalink সিমে দারুণ অফার। ১৩ টাকা দিয়ে ১ জিবি মেয়াদ ৪ দিন। সীমিত অফার

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

১৩ টাকা দিয়ে ১ জিবি মেয়াদ ৪ দিন।

আজকে বাংলালিংক সিমের একটা অফার শেয়ার করতে চলেছি। অফারটি যখন আমার মোবাইলে আসে তখন আমি তেমন একটা গুরুত্ব দেয়নি। পরে যখন আবার একই মেসেজ আসলো তখনি বিষয়টা দেখি। এটা কোন বন্ধ সিমের অফার নয়। আমার এই সিমটি অনেক দিন ধরেই চালু আছে। অতএব কেউ আবার বন্ধ সিমের অফার মনে করবেনা।

আবার এই একই অফার আমি আমার অন্য একটা নতুন সিমেও এসএমএস পেয়েছি। অতএব যারা নতুন সিম কিনেছেন দুই থেকে তিন মাস হয়েছে তাদের সিমে অফারটি আসতে পারে। আমি যে সিমে অফারটির এসএমএস পেয়েছি সেই সিমটি সবসময় খোলা থাকে।

তো উপরে আমার মোবাইলে যে এসএমএস এসেছে সেটার একটা ছবিতো আপনার দেখতেই পারছেন।আমার ফোনে এসএমএস এসেছে। যাদের সিমে এসএমএস এসেছে শুধু তারাই অফারটি পাবেন।

অফারে লেখা আছে → আমার অফার ১জিবি( ৭৫ এমবি + ৯৪৯ এমবি ফ্রি )- ৪ দিন পেতে রিচার্জ ১৩ টাকা বা ডায়াল *১২১*১৩# সীমিত অফার।

চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ফোনের ডায়াল অপশনে চলে যাবেন। তারপর আপনি এসএমএস এ দেখানো কোডটি ডায়াল করুন।

আমার যেহেতু প্রথম সিমে অফারটি এসেছে তাই আমি প্রথম সিম সিলেক্ট করলাম।

এখানে আপনার দেখতে পারছেন 13 টাকা দিয়ে 75 MB দেখাচ্ছে। এখানে আপনার 1GB দেখাবেনা। আপনি অফারটি কিনার পর বোনাস হিসেবে বাকি MB পাবেন। অফারটি নেওয়ার জন্য 2 দিয়ে Send করলাম।

এখানে দেখতেই পারছেন অফারটি নেওয়া সফল হয়েছে।

এখানে দেখেন মোবাইলে এসএমএস চলে এসেছে।

আমাকে যে বোনাস দিয়েছে সেটার এসএমএস ও পেয়ে গেছি।

এখানে দেখেন *5009*500# ডায়াল করে MB দেখছি। সব কিছু আছে।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post Banglalink সিমে দারুণ অফার। ১৩ টাকা দিয়ে ১ জিবি মেয়াদ ৪ দিন। সীমিত অফার appeared first on Trickbd.com.

৪৫০০ টাকা ছাড়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখুন ��

Posted:


ফ্রিল্যান্সিংয়ের পূর্ণাঙ্গ ও সঠিক নির্দেশনা পেতে আজই Enroll করুন 👉

আমাদের মাঝে অনেকেই ঘরে বসে আয় করার সুযোগ চায়। অনেকে বাড়ির দায়িত্ব ছেড়ে বাহিরে যেতে পারে না। তবে কিভাবে তিনি আয় করতে পারেন?

ঘরে বসে স্বাধিনভাবে আয়ের একটি অসাধারণ মাধ্যম হতে পারে ফ্রিল্যান্সিং।

আপনাকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে 'ঘরে বসে Freelancing' কোর্সটি। বেসিক থেকে অ্যাডভান্সড, ফ্রিল্যান্সিং এর খুঁটিনাটি শিখতে পারবেন এই কোর্সটির মাধ্যমে।🔥

কোর্সটিতে থাকছে :

🎤 মোট ৭৮ টি ভিডিও লেকচার

🎤 ক্লাস হতে প্রাপ্ত ধারণা যাচাই করার জন্য থাকছে ৭৩ টি কুইজ

🎤 ক্লাস পরিবর্তী অনুশীলনের জন্য থাকছে ৮ টি নোট ও ২ টি পূর্ণাঙ্গ অনুশীলনী

🎤 ১টি পিডিএফ বই

The post ৪৫০০ টাকা ছাড়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখুন 🔥 appeared first on Trickbd.com.

তারিখ (2019)মুভি বাংলা রিভিউ এর সাথে HDRip ডাউনলোড লিংক

Posted:

 

 

ছবি: তারিখ

পরিচালনা: চূর্ণী গঙ্গোপাধ্যায়

অভিনয়: শ্বাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন

রেটিং: ৩.৫/৫

 

বাংলা রিভিউ:

কিছু স্মৃতি অগোছালো, ছড়িয়ে-ছিটিয়ে থাকে। ঘরের এমন কোনও কোণে তার উপর ধুলো জমতে থাকে, যেখানে দৈনন্দিনতার আলো পৌঁছয় না। আবার কিছু স্মৃতি গোছানো থাকে আলমারিতে পাট করে রাখা শাড়ির ভাঁজে অথবা রান্নাঘরের কৌটোয়। তেমনই গুছিয়ে রাখা স্মৃতির টাইমলাইন ধরে যদি হেঁটে যাওয়া যায়, তবে গোটা একটা চলচ্চিত্র হয়। এ এমন এক ছবি, যার চিত্রগ্রাহক সময় স্বয়ং, এবং চিত্রনাট্য অনির্দিষ্ট। মুশকিল হলো, এই ছবির কিছু মিনিট, ঘণ্টা এবং নির্দিষ্ট পার্সপেক্টিভ থেকে ধরা পড়া বিশেষ কিছু ফ্রেম ফিরে দেখা সম্ভব, পুরোটা নয়। তাই জীবন নামক সেই জার্নির প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি তারিখ-কে সেলিব্রেট করার কথা বলে শাশ্বত-রাইমা-ঋত্বিক অভিনীত, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছবি 'তারিখ'।

১২ এপ্রিল মুক্তিপ্রাপ্ত, ১ ঘণ্টা ৫৭ মিনিটের এই ছবির মেরুদণ্ড তৈরি করে দেয় ফেসবুক স্মৃতির ঝাঁপি। মূল চরিত্র তিনটি – অনির্বাণ (শাশ্বত), স্ত্রী ইরা (রাইমা) এবং অনির্বাণের ছোটবেলার বন্ধু রুদ্রাংশু (ঋত্বিক)। অনির্বাণের জীবনকেই ফিরে দেখা এই গল্পে, বেশ কিছুটা তার ফেসবুক প্রোফাইলের টাইমলাইন বরাবর। সেই টাইমলাইনে ভেসে ওঠে বিশেষ কোনও স্টেটাস, প্রোফাইল ছবি বা বিশেষ চ্যাট রেকর্ড। আর সেই স্মৃতির পিঠে স্মৃতি এঁকে এগিয়ে চলে ছবির গল্প।

Tarikh Movie Review

বছর তিন-চারেক আগে হঠাৎ সোশ্যাল মিডিয়ার একটি বিশেষ দিক সম্পর্কে আলোচনা শুরু হয়। সেই সময়ে দেশি-বিদেশি একাধিক মাধ্য়মে সমালোচিত হতে শুরু করে ফেসবুকের মতো নেটওয়ার্কিং সাইট। বলা হয়, অচিরেই এগুলি হয়ে উঠবে ভার্চুয়াল কবরখানা। জীবন ফুরিয়ে গেলেও ভার্চুয়াল স্পেসে থেকে যাবে মানুষের অগুনতি স্মৃতি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া কীভাবে মানুষকে বাস্তব জীবন থেকে বিমুখ করে তুলছে, সেই নিয়ে বিতর্ক চলছে দশ বছরেরও বেশি সময় ধরে। 'তারিখ' সেই দৃষ্টিভঙ্গিকে চ্য়ালেঞ্জ জানায়, সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখার কথা বলে সোশ্যাল মিডিয়া নামক এই আশ্চর্যকে।

অপেরা মুভিজ প্রযোজিত এই ছবি বলে, সোশ্যাল মিডিয়া মানুষকে বাস্তব জীবন থেকে দূরে সরায় না, বরং বাস্তব জীবনের প্রত্য়েকটা তারিখ, সময়, ঘণ্টা-মিনিট যে কতটা অমূল্য, তা আর একবার মনে করিয়ে দেয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবটেক্সট রয়েছে এই ছবিতে যা দক্ষতার সঙ্গেই বুনেছেন পরিচালক-চিত্রনাট্যকার। আদর্শবাদী বুদ্ধিজীবীর পলায়নপ্রবণতা, ভাবনার বিরোধাভাস থেকে ব্যক্তিগত সুখ-অসুখের দোলাচল, পুরুষতান্ত্রিক ঘেরাটোপ, প্যারালাল সম্পর্ক – অনেক কিছুই উঠে আসে ছবিতে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এই ছবি স্মৃতির সংরক্ষণ দিয়ে মৃত্যুকে অতিক্রম করে যাওয়ার কথা বলে।

চিত্রগ্রহণ এবং বুনন খুবই সময়োপযোগী। বিশেষ করে উল্লেখ করতে হয় ছবির এডিটিংয়ের কথা। ছবির সেরা ট্রিটমেন্ট, কফিনবন্দি হয়ে মৃত চরিত্রের তার শহরে ফিরে আসা। সেখানে ক্যামেরা হয়ে ওঠে তার চোখ। কফিনের ঘেরাটোপ ভেদ করে সে যেন দেখছে তার শহরকে, চিত হয়ে শুয়ে, আকাশের দিকে চেয়ে। সঙ্গীত পরিচালনা এবং আবহ বেশ ভাল। রূপঙ্করের কণ্ঠে 'বন্ধু' গানটিও ভারি সুন্দর। বেশ কয়েকজন তরুণ-তরুণী এই ছবির গল্পের সূত্রধর, তাদের উপস্থিতি ও স্বকণ্ঠে গান এই ছবির মাধুর্যকে বাড়িয়ে তোলে।

Tarikh Movie Review

আসলে এই ছবি তো প্রবীণ প্রজন্মের উপলব্ধি থেকে পরের প্রজন্মের কাছে একটি বার্তা, তাই মৃত্যুকে পেরিয়ে জীবনের বহমানতা এবং তারুণ্যকে বারবার ফিরিয়ে এনেছেন পরিচালিকা। শাশ্বত চট্টোপাধ্য়ায়, রাইমা সেন এবং ঋত্বিক চক্রবর্তী, তিন তারকাই অভিনয়ে অনবদ্য়। অন্যান্য প্রধান চরিত্রে রয়েছেন অলকানন্দা রায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, অর্ধেন্দু বন্দ্যোপাধ্য়ায়, জুন মালিয়া, অনসূয়া মজুমদারের মতো অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রী এবং শিশুশিল্পী অ্যাডোলিনা।

একটি বিষয়ে শুধু খটকা রয়ে গেল। সাধারণত কোনও ইউজার মৃত, এই সংবাদটি ফেসবুকের কাছে এলে, ফেসবুক তা নিশ্চিত করতে কিছুদিন সময় নেয়। তার পরে তার নামের সঙ্গে রিমেমবারিং শব্দটি জুড়ে দেয়। বাংলায় এই প্রোফাইলগুলিকে স্মরণীয় প্রোফাইল বলা হয়। ছবির একেবারে শুরুর সিকোয়েন্সে এবং শেষে, যখন কেন্দ্রীয় চরিত্র প্রায় দুবছর আগে মৃত, সেই সময়ে কিন্তু তার প্রোফাইল নামের ঠিক উপরে রিমেমবারিং শব্দটি চোখে পড়ল না। শুধু তাই নয়, লেগাসি কনট্যাক্ট নির্বাচনের প্রসঙ্গটিও ছবির গল্পে কোনওভাবে বুনে দেওয়া গেলে ভালই হতো।

 

যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality

এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের মুভি সাইটে নিয়মিত ভিজিট করুন

 

 

The post তারিখ (2019)মুভি বাংলা রিভিউ এর সাথে HDRip ডাউনলোড লিংক appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments