Spotify premium invitation |
- Spotify premium invitation
- রিচার্জ ছাড়াই ৪৮ পয়সা মিনিটে কথা বলুন ৭ দিন মেয়াদে
- কিভাবে ব্লগার সাইটে একাধিক অথর বা এডমিন যোগ করবেন?
- যে দুই শ্রেণীর লোক দেখে আল্লাহ তায়ালা হাসতে থাকেন এবং তারাই হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে।
- টেক ইউটিউবারদের জন্য কিছু মোবাইল ফ্রেম + ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইমেজ
- আপনার Chrome Browser Customization করুন Professional Look এ
- কম বাজেটে অসাধারণ একটি ফোন রিয়েলমি, দেখে নিন বিস্তারিত।
- RDP তে যেভাবে Brave browser Install করবেন Explorer Browser Use করে
Posted: Spotify premium family account invitation https://www.spotify.com/ca-en/family/join/invite/ABBA9Xx0074C1aZ/ Home address: Pier 82, Philadelphia, PA 19148, USA Premium account 50 tk. First service,then payment. Inbox me on Facebook The post Spotify premium invitation appeared first on Trickbd.com. |
রিচার্জ ছাড়াই ৪৮ পয়সা মিনিটে কথা বলুন ৭ দিন মেয়াদে Posted: ![]() আপনি কি এয়ারটেল গ্রাহক? আপনার জন্য রয়েছে বিশাল সুযোগ!দেশের সর্বনিম্ন রেটে কথা বলতে পারবেন টানা ৭দিন। আপনারা জানেন যে, এয়ারটেল প্রায়ই চমক নিয়ে হাজির হয়।তেমনই এক চমক নিয়ে হাজির হলো। আপনার ফোনে এয়ারটেল সিম রেখে *123*048# ডায়েল করলেই পেয়ে যাবেন। তবে সবাই পাবেন কিনা বলতে পারবো না।তবে চেষ্টা করে দেখতে পারেন।যদি না পেয়ে থাকলে কমেন্ট করে জানান। ![]() পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। এরকম আরো পোষ্ট পড়তে Upayki.com থেকে ঘুরে আসতে পারেন। The post রিচার্জ ছাড়াই ৪৮ পয়সা মিনিটে কথা বলুন ৭ দিন মেয়াদে appeared first on Trickbd.com. |
কিভাবে ব্লগার সাইটে একাধিক অথর বা এডমিন যোগ করবেন? Posted:
আমাদের যাদের ব্লগার সাইট আছে অনেকে জানিনা কিভাবে ব্লগে একাধিক এডমিন সেট করতে হয় বা এডমিন পরিবর্তন করতে হয়,অথর যোগ করতে হয়।আসুন দেখে নেওয়া যাক কিভাবে ব্লগে একাধিক এডমিন যোগ করতে হয়। কিভাবে ব্লগার সাইটে একাধিক এডমিন যোগ করতে হয়? সবার প্রথমে Blogger লগিন করুন তারপর নিচের স্টেপ গুলো ফলো করুন। সেটিং এ প্রবেশ করুন… এখানে আপনি যাকে নতুন অথর বা এডমিন বানাবেন তার Email দিয়ে Send বাটন চাপুন। এখন সেই ইমেইলর Inbox চেক করে দেখুন নিচের মত একটা মেইল পাবেন। “Accept invitation” এ ক্লিক করুন। এখন “Accept Invitation ” এ ক্লিক করার সাথে সাথে আপনি ওই সাইটের author হয়ে যাবেন। Go to – setting > permission > Blog Admin & Author নিচে দেখানো জায়গা ক্লিক করে Author থেকে Admin সিলেক্ট করে ” Save” করুন। ব্যাস একটি নতুন এডমিন যোগ করা হলে গেল। শেষ কথাঃ টিউটোরিয়াল টি বুঝতে কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। The post কিভাবে ব্লগার সাইটে একাধিক অথর বা এডমিন যোগ করবেন? appeared first on Trickbd.com. |
যে দুই শ্রেণীর লোক দেখে আল্লাহ তায়ালা হাসতে থাকেন এবং তারাই হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। Posted: ![]() আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । যে দুই শ্রেণীর লোক দেখে আল্লাহ তায়ালা হাসতে থাকেন![]() আজকে আর্টিকেলে আলোচনা করবো এমন দুই ব্যক্তি সম্পর্কে যাদের কর্মকান্ড দেখে আল্লাহ তায়ালা সরাসরি খুশি হয়ে যান।চিন্তা করুন,আল্লাহ যিনি সারা বিশ্বজাহানের অধিপতি, রাজাধিরাজ, আপনার দিকে তাকিয়ে হাসছেন ! কি এমন কাজ তারা করেছেন যার কারণে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে যান…? আর আল্লাহর খুশি হওয়া মানে হাসতে হাসতে সোজা জান্নাতে প্রবেশ। আমরাও যদি সেই দুই শ্রেণীর ব্যক্তির মতোই আল্লাহ তায়ালাকে খুশি করতে চাই এবং হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই সেই দুই শ্রেণীর ব্যক্তির গুনে গুণান্বিত হতে হবে। এখন প্রশ্ন হলোঃ সেই দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে কি এমন গুণ রয়েছে যে যার কারণে স্বয়ং আল্লাহ তায়ালাও তাঁদের প্রতি খুশি হয়ে যান এবং আল্লাহ তায়ালা খুশিতে তাঁরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করার অধিকার পেয়ে যান। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই লোক যার সুন্দরী স্ত্রী আছে এবং খুব আরামদায়ক বিছানা আছে। কিন্তু সে রাতে সুন্দরী স্ত্রী, আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে সালাতের জন্য দাড়িয়ে যায়। আল্লাহ তাঁর এই বান্দাকে ফেরেশতাদের দেখিয়ে বলেন → দেখো সে তার আরামের ঘুম ত্যাগ করল, প্রবৃত্তিকে দমন করে আমার স্বরণে দাড়িয়ে গেল। ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারতো, নিজের প্রবৃত্তির চাহিদা মিটাতে পারতো। কিন্তু সে তা না করে আমার স্বরণে দাঁড়িয়ে গেলো। ( সহীহ তারগীব ৬২৩) আল্লাহ তায়ালা এই ব্যক্তিকে দেখে হাসবেন – সুবহানাল্লাহ ! আমরা কি চিন্তা করতে পারছি আল্লাহ যদি কাউকে দেখে হাসেন, কারো উপর খুশি হয় তাহলে তার কি অবস্থা হবে, তার জন্য কি অপেক্ষা করছে…? ইমাম আহমেদ তাঁর মুসনাদে আহমেদ গ্রন্হে এ বলেন → আল্লাহর রাসূল (সাঃ) বলেন → যখন আমাদের রব কাউকে এ দুনিয়ায় জীবনে দেখে হাসবেন। তার বিচার দিবসে কোন হিসাব দিতে হবে না, বিনা হিসেবে সে জান্নাত প্রবেশ করবে। কিয়ামত দিবসের যত ভয়ানক ঘটনা ঘটবে কোন কিছু তাকে স্পর্শ করবেনা। সে সব কিছু থেকে রক্ষা পাবে।কারণ তাদের কোন হিসেবের মুখোমুখি হতে হবে না। কবরের ভয়াবহ আযাব, ইয়ামুল কিয়ামাহর ভয়ংকর পরিস্থিতি, মাথার উপরের সূর্য, মিযান,পুলসিরাত, কোন ধরনের জবাবদিহিতার মুখোমুখি তাকে হতে হবে না। সে সব কিছু থেকে মুক্ত। এটাই ঘটবে যখন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার কারো দিকে তাকিয়ে হাসবেন। আমরা কি চাইনা আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুক, খুশি হয়ে যাক,কিয়ামতের ভয়াবহতা ও ভয়ংকর সব পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাই, বিনা হিসেবে জান্নাতে চলে যাই..? যদি আমরা তা চাই তাহলে রাতে উঠুন আল্লাহর সাথে কথা বলুন। জড়তা, অলসতা ঝেড়ে ফেলুন। আরামের বিছানা, সুন্দরী স্ত্রী ত্যাগ করে নামাজ পড়তে উঠুন। অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান। পৃথিবীর বাকী সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ দেখছে না কেউ জানছে না। শুধু আপনি আর আপনার মালিক। আপনি ও তো পারতেন সবার মত গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে ! কিন্তু কোন জিনিস আপনাকে শীতের রাত কিংবা আরামের বিছানা বা সুন্দরী স্ত্রী ত্যাগ করতে বাধ্য করলো..? সেটা হচ্ছে আল্লাহর প্রতি বুকভরা ভালোবাসা আর যথাযথ ভয় ! তাহলে কোন আপনার রব আপনাকে দেখে খুশি হবেন না, মুচকি হাসবেন না..? আল্লাহ তায়ালা বলেন → হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ( সূরা যুমার ৫৩) আল্লাহ আরো বলেন → আর তারা কখনও কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্বরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন..? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জন্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ যেখানে তারা অনন্তকাল থাকবে। যারা সৎ কাজ করে তাদের জন্য কতইনা চমৎকার প্রতিদান। ( সূরা ইমরান ১৩৫-১৩৬) অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য এবং নিজেদের পাপের জন্য অনুতপ্ত হওয়ার জন্য রাতের বিছানা ত্যাগ করে শেষরাতে আল্লাহর নিকট বেশি বেশি প্রার্থনা করতে হবে। দ্বিতীয় সেই ব্যক্তি, যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে থাক ঘুম থেকে উঠে নামাজ আদায় করে। এখানে কাফেলা অর্থঃ উটে আহরণ কারী ব্যক্তি বা ভ্রমণকারী ব্যক্তি, যে ভ্রমণের ক্লান্তির পরেও নামাজ আদায় করে কিংবা ভ্রমনের ফলে ক্লান্তিতে ঘুম আসলেও, সেই ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয় ( মুসতাদরাকে হাকেম ১/২৫ সহীহাহ ৩৪৭৮) আল্লাহ আমাদের সবাইকে পাপ মুক্ত থাকার তাওফিক দান করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদেরকে নফল ইবাদত করার তৌফিক দান করুন আমিন। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি ![]() The post যে দুই শ্রেণীর লোক দেখে আল্লাহ তায়ালা হাসতে থাকেন এবং তারাই হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। appeared first on Trickbd.com. |
টেক ইউটিউবারদের জন্য কিছু মোবাইল ফ্রেম + ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইমেজ Posted: হ্যালো ইউটিউবার্স, ছবিগুলোতে আছে লাইটিং ইফেক্ট যা আপনার ভিডিওর সৌন্দর্য বাড়িয়ে দিবে । আশা করছি আপনাদের রেগুলার কাজে দিবে ।
———————————————————————————————————————————————————————- ———————————————————————————————————————————————————————— ★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ ★★ এক ক্লিকেই ফেসবুক গ্রুপে আপনার সকল ফ্রেন্ডকে ইনভাইট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন ★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন! ★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন ! ★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! ★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে The post টেক ইউটিউবারদের জন্য কিছু মোবাইল ফ্রেম + ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইমেজ appeared first on Trickbd.com. |
আপনার Chrome Browser Customization করুন Professional Look এ Posted: Howdy Everyone,
1. সাধারনত আপনার Chrome Browserটি দেখতে যেমন হয়
2. প্রথমে এই Drive link থেকে 11টি Theme Download করে নিন
3. এবার Chrome Web Store থেকে “Night Tab” Extensionটি Add করে নিন [Extension Link:– Night tab ]
4. Add হওয়ার পর New Tab open করে “keep it” এ Click করুন
5. ব্যস আপনার Chrome অনেকটা Changed ! কিন্তু Default Themeগুলো তেমন সুন্দর না তাই আমি কিছু Theme দিলাম (2no ধাপ এ )
6. এবার Theme Change করার জন্য Setting Icon এ Click করুন
7. “Data” Option Select করে Import এ Click করুন
8. Download করা যেকোন theme Import করে দিন
9. আপনার Chrome Browser এ look Change হয়ে যাবে
10.এবার Setting icon এ Click করে আপনার ইচ্ছামত Customize করতে পারবেন
Bye The post আপনার Chrome Browser Customization করুন Professional Look এ appeared first on Trickbd.com. |
কম বাজেটে অসাধারণ একটি ফোন রিয়েলমি, দেখে নিন বিস্তারিত। Posted: আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,কম বাজেটে অসাধারণ রিয়েলমি ফোন। অনেকে চায় কম বাজেটের মধ্য একটু ভাল ফোন কিনতে।কিন্তু কম বাজেটের মধ্য ভাল ফোন অনেকে পায় না,এবং আজে বাজে কোম্পানির ফোন কিনে নিয়ে আসে তারা। তবে আজকে কম বাজেটের মধ্য রিয়েলমি অসাধারণ ফোন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যারা কম বাজেটের মধ্য ভাল ফোন কিনতে যাচ্ছেন,আশা করি তাদের জন্য অসাধারণ একটি ফোন এটা। Realme C20A ![]() ফোনটি রিলিজ হয়েছেঃ May 2021 র্যামঃ 2GB (Mediatek Helio G35) নেটওয়ার্ক স্পীডঃ HSPA 42.2 /11.5 Mbps LTE-A ওজনঃ 190 grams সিমঃ Duel sim( Nano sim) ভিডিও রেজুলেশনঃ 1080p কালারঃ Iron grey,Lake blue সেন্সরঃ Fingerprint (rear mounted) ফিচারঃ LED flash,HDR,Panorama HDR ফোনটির বাংলাদেশ অফিশিয়াল দাম হলোঃ ৮,৯৯০ টাকা। এত কম বাজেটের মধ্য রিয়েলমি এই ফোনটি অসাধারণ ফিচার করেছে। যারা এরকম কম বাজেটের মধ্য ফোন কিনতে চান,তারা এই ফোনটি নিতে পারেন। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post কম বাজেটে অসাধারণ একটি ফোন রিয়েলমি, দেখে নিন বিস্তারিত। appeared first on Trickbd.com. |
RDP তে যেভাবে Brave browser Install করবেন Explorer Browser Use করে Posted: Howdy Everyone,
সাধারণত RDPতে Browser issue face করেন অনেকেই। Explorer Browser সকল সাইটকে Blacklist করে রাখে। তাই একটা Simple Process Apply করে Brave/Chrome Browser Install করে নিলে RDP তে আপনি আর browser নিয়ে ঝামেলায় পরবেন না। আমি নিচে brave browser Install process দেখাইছি আপনি Same ভাবে Chromeও Install করে নিতে পারবেন।
1. প্রথমে Explorer Browser Open করে OK করে দিবেন
2.Search bar এ Brave browser লিখে Search করেন
3. এরকম Interface আসলে OK Select করবেন
4. এখন এইরকম Caution message 5/6 বার Show করবে কারণ Explorer Browser RDP তে সকল ধরনের Site এ ডুকতে Permission Add করতে বলে
5. তাই এইরকম Message যতবার Show করবে ততবার আপনি “Add” এ Click করবেন তারপর আবারও ADD এ Click করবেন ![]() ![]()
6. শেষপর্যন্ত Brave Browser Website এ পৌছালে ঐখান থেকে Softwareটি Download করে নিন
7. এবার “Install” করে নিন Softwareটি
8. ব্যস Smooth একটা Fill পাবেন Browserটি চালিয়ে, Explorer এর মত ঝামেলা নাই।
চেষ্ট করব ঈদের দিন RDP Giveaway করার জন্য। So, Stay Tuned !!!
Bye The post RDP তে যেভাবে Brave browser Install করবেন Explorer Browser Use করে appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments