Search box..

30+ Premium Spotify Account Giveaway

30+ Premium Spotify Account Giveaway


30+ Premium Spotify Account Giveaway

Posted:

ফ্রি স্পটিফাই প্রিমিয়াম একাউন্ট পেতে চাইলে যা করতে হবে।

 

 

১. পেইজে লাইক দিয়ে ইনবক্সে স্ক্রিনশট দিতে হবে।
Page link: Premium Accounts
২. পেইজের পোস্টে ৫ জন ফ্রেন্ড মেনশন দিতে হবে।

৩. Spotify.com থেকে একদম নতুন একাউন্ট খুলে ইমেইল পাসওয়ার্ড পেইজের ইনবক্সে দিতে হবে। ২ মিনিটের মাঝে একাউন্ট প্রিমিয়াম করে দেয়া হবে।
ধন্যবাদ।

The post 30+ Premium Spotify Account Giveaway appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন Annihilation গেইমের বেটা ভার্সন

Posted:

হ্যালো গেমার্স,
অনেক অপেক্ষার পর Annihilation এর বেটা ভার্সন রিলিজ হলো ।

চলুন দেখে নেওয়া যাক কিভাবে ডাউনলোড করবেন গেইমটি

( বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখে নিতে পারেন )

বেটা ভার্সনে জয়েন করার জন্য প্রথমেই [এই লিঙ্কে] চলে যান
লিঙ্কে যাওয়ার পর Become a tester অপশন পাবেন ঐটায় ক্লিক করবেন আমি যেহেতু অলরেডি জয়েন করেছি তাই লিভ অপশন দেখাচ্ছে

image

তারপর Download it on Playstore এ ক্লিক করুন

image

 

তারপর প্লেস্টোর থেকে যদি আপনার বেটাতে জয়েন না হয়ে থাকে Rejoin অপশনে ক্লিক করবেন
image
তারপর গেম ইন্সটল করে ওপেন করার পর আপনার কাছে মেইল চাইবে এখানে নিজের মেইল দিলে হবেনা ।
vip.cc@annihilationmobile.com এই মেইলটা দিতে হবে ।
image
তারপর Congratulations দেখানোর পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে দেখবেন গেম শুরু হয়ে গেছে, সো ইনজয় ❤
বিঃ দ্রঃ যেহেতু বেটা ভার্সন তাই গেমের সাথে ল্যাগ, ক্র্যাশ ইত্যাদি ফ্রি, গ্লোবাল ভার্সন স্ট্যাবল হবে আশা করা যায় ।

———————————————————————————————————————————————————————-

 ❤❤❤ এধরনের আপডেট সবার আগে পেতে জয়েন করতে পারেন [Tech Help BD] ফেসবুক গ্রুপে ❤❤❤

————————————————————————————————————————————————————————

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★ এক ক্লিকেই ফেসবুক গ্রুপে আপনার সকল ফ্রেন্ডকে ইনভাইট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে 

The post ডাউনলোড করে নিন Annihilation গেইমের বেটা ভার্সন appeared first on Trickbd.com.

CPA (সিপিএ) মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে? নিয়ে নিন বেসিক থেকে অ্যাডভান্স সিপিএ মার্কেটিং কোর্স ।

Posted:

 


CPA (সিপিএ) মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে? বেসিক ধারণা সহ নিয়ে নিন একটি অ্যাডভান্স সিপিএ মার্কেটিং কোর্স

CPA মানে হলো "cost per action" বা "cost for action"মানে, একটি ধরে দেওয়া কাজ সম্পূর্ণ সঠিক ভাবে করাতে পারলে আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হবে।

এটাকে একটি অনলাইন মার্কেটিং এর কৌশল হিসেবে ধরা যেতে পারে, যেখানে কোম্পানি গুলো নিজের business, service বা product গুলোর প্রচারের ক্ষেত্রে, "publishers" এবং "advertisers" দের সাহায্য নেয়।

 প্রচার বলতে, কোম্পানি গুলো কিছু কাজ ধরে দিবেন যেমন, software download, form fill up, email submission, form registration, survey ইত্যাদি।

আর, একজন publisher হিসেবে, এই ধরণের কাজ গুলো আপনার করাতে হবে নিজের blog বা website এর মাধ্যমে।

সফলতাপূর্বক কাজ গুলো করাতে পারলে, কোম্পানির তরফ থেকে আপনি প্রত্যেক কাজের বিনিময়ে কমিশন পাবেন।

সিপিএ মার্কেটিং এর প্রক্রিয়া এবং এফিলিয়েট মার্কেটিং এর প্রক্রিয়াতে কেবল এটাই পার্থক্য যে, এখানে এফিলিয়েট মার্কেটিং এর মতো আপনার কিছু বিক্রি করাতে হবেনা।

সিপিএ এর পূর্ণরূপ "cost per acquisition" বলেও বলা হয়।

মানে, কিছু ধরে দেওয়া কাজ গুলো blog বা website এ আশা ইউসার (user) দের দ্বারা করানো।

এবং যেই কাজ করানোর বিনিময়ে কোম্পানি আপনাকে কমিশন দিবে।

CPA মার্কেটিং এর লাভ কি?

যদি আপনার একটি website, blog, application বা ভালো সংখ্যাই email list রয়েছে, তাহলে ইন্টারনেটে থাকা অন্যান্য মাধ্যম গুলোর তুলনায় CPA মার্কেটিং থেকে অধিক সহজে অনলাইন ইনকাম করতে পারবেন।

তাছাড়া, সিপিএ মার্কেটিং এর আরো অন্যান্য কিছু লাভ রয়েছে যেমনঃ

  • এই এফিলিয়েট মার্কেটিং এর প্রক্রিয়াতে কোনো ধরণের বিক্রি (sell) না করিয়েই ইনকাম সম্ভব।

  • Form fill-up, survey, app install ইত্যাদি কাজ গুলো করিয়ে ইনকাম করুন।

  • CPA marketing এর ক্ষেত্রে, অনেক সহজেই conversion হওয়ার সুযোগ থাকছে।

এখানে আপনার তেমন কোনো কৌশল এর প্রয়োজন নেই কেবল, offer গুলো দেখুন এবং নিজের website, blog বা application ট্রাফিক এর মাধ্যমে করিয়ে নিন।

মনে রাখবেন, এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার পণ্য বিক্রি করাতে হয়, এবং লোকেরা সহজে আপনার ওয়েবসাইট থেকে দেখে জিনিস কিনতে চাইবেন না।

তাই, এই ক্ষেত্রে টাকা আয় করাটা অনেক কষ্টের ব্যাপার।

কিন্তু, CPA মার্কেটিং এর ক্ষেত্রে কেবল, form fill-up, survey, app install এর মতো সাধারণ কাজ আপনার করাতে হবে।

তাই, এই ক্ষেত্রে লোকেরা অনেক সহজেই কাজ গুলো করে নেয়।ফলে, অনেক সহজেই আপনার ইনকাম হয়ে থাকে।

সিপিএ কিভাবে কাজ করে, এই প্রশ্নের উত্তর অনেক সোজা।

দেখুন, ইন্টারনেটে কিছু advertisement company রয়েছে, যেগুলোতে বিভিন্ন কোম্পানি গুলো তাদের business, products বা service গুলোর সাথে জড়িত প্রচার বা অন্যান্য কাজ করানোর ক্ষেত্রে সংযুক্ত হয়।

এই ক্ষেত্রে, উৎপাদন কোম্পানি গুলো এই advertisement company গুলোকে কিছু টাকা অবশই দেন।

এই ধরণের advertisement company গুলোকে বলা হয় "affiliate network", "CPA network" ইত্যাদি।

এখন, যদি আপনার কাছে একটি website, blog, application বা ভালো email list রয়েছে, তাহলে এই CPA network গুলোতে আপনি রেজিস্টার করে একজন publisher হিসেবে account তৈরি করতে পারবেন।

আর তারপর, CPA network গুলোতে থাকা বিভিন্ন কাজ গুলো আপনি নিজে নিজের blog বা ওয়েবসাইটে আসা traffic ও visitors দের দিয়ে করিয়ে নিতে পারবেন।

সফলতাপূর্বক ভাবে ধরেদেওয়া কাজ গুলো করিয়ে নিতে পারলে, সেই CPA network গুলোর থেকে আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হয়।এভাবেই কাজ করে সিপিএ মার্কেটিং এর প্রক্রিয়া।

সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে ?

এমনিতে CPA মার্কেটিং কিন্তু affiliate মার্কেটিং এর মতোই।

আর তাই, এফিলিয়েট মার্কেটিংকে টাকা আয় করার ক্ষেত্রে যা যা প্রয়োজন, সবটাই আপনার এখানেও লাগবে।

১.একটি blog, website বা application এর প্রয়োজন হবে।

২.আপনার application বা website এ ভালো পরিমানের visitors ও traffic থাকতে হবে।

৩.একটি ভালো CPA network এর সাথে সংযুক্ত হতে হবে।

৪.এবার, CPA এর কাজ গুলো সিপিএ নেটওয়ার্ক থেকে নিয়ে, নিজের website বা application এ প্রচার করুন এবং user ও visitors দের সেই কাজ গুলো করার জন্য আগ্রহী করুন।

এবার, CPA এর কাজ গুলো সিপিএ নেটওয়ার্ক থেকে নিয়ে, নিজের website বা application এ প্রচার করুন এবং user ও visitors দের সেই কাজ গুলো করার জন্য আগ্রহী করুন।

৫.কাজ গুলোর বিনিময়ে টাকা আয় করুন।

বাস, CPA marketing করার জন্য কেবল এতটুকুই প্রয়োজনীয়তা রয়েছে।


 CPA Marketing  কিভাবে শিখবেন?

আপনি অনেকভাবেই শিখতে পারবেন। এখন কথা হল, কিভাবে শিখলে আপনি সহজেই শিখতে পারবেন। 

অনলাইনে কোর্স করাঃ

বর্তমানে অনলাইনের মাধ্যমে সকল কিছু শিখতে পারবেন। আপনি ইউডেমি, কোর্সেরা, স্কিলশেয়ার এর মত প্রতিষ্ঠান গুলো থেমে অল্প টাকায় একদম প্রফেশনাল কোর্স গুলো করতে পারবেন। এই কোর্সগুলো ইংরেজি ভাষায় তাই আপনাকে অল্প একটু হলেও ইংরেজি জানতে হবে।


ট্রেনিং সেন্টার থেকে শিখাঃ

আপনার আশেপাশে অনেক ট্রেনিং সেন্টার পাবেন। যেখান থেকে আপনি কোর্স করে শিখে নিতে পারবেন। ট্রেনিং সেন্টার এ শিখার ক্ষেত্রে অবশ্যই সঠিক এবং ভালো মানের ট্রেনিং সেন্টার থেকে শিখবেন। অন্যতায় আপনার সময় এবং টাকা দুইটাই বৃথা যাবে।


প্রাইভেট টিউটর এর কাছ থেকে শিখাঃ

একটু খোজ নিলেই আপনার আশেপাশে অনেক প্রফেশনাল ডিজিটাল মার্কেটার পাবেন। যাদের কাছ থেকে আপনি প্রাইভেটলি শিখতে পারবেন। শিখার ক্ষেত্রে এটাই সবচেয়ে সেরা মাধ্যম। কারন, আপনি সবকিছু সঠিকভাবে বুঝতে এবং সহজ ভাষায় শিখতে পারবেন।

নিজে নিজে শিখাঃ

আপনি যদি উপরের কোন মাধ্যমেই নয় নিজে নিজে শিখবেন তাহলেও পারবেন। এর জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। নিজে নিজে শিখার জন্য আপনাকে গুগল এবং ইউটিউব থেকে একটা একটা সার্চ করে খুজে খুজে শিখতে হবে। আপনার অজানা সবকিছুই গুগল এবং ইউটিউব থেকে শিখে নিতে পারবেন।

নিজে নিজে শেখার জন্য নিজের Course টি দেখতে পারেন।

  • কোর্সের নাম : CPA Marketing 
  • ভাষা : Bangla                                         

  •  Size : 1.82 GB



এমনি আরো পেইড কোর্স+থিম ফ্রিতে পেতে tunes71.com ঘুরে আসতে পারেন।

The post CPA (সিপিএ) মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে? নিয়ে নিন বেসিক থেকে অ্যাডভান্স সিপিএ মার্কেটিং কোর্স । appeared first on Trickbd.com.

আইটি বাড়ির ফুল পেইড ওয়েব ডিজাইন কোর্স

Posted:

Hello👋

তো কেমন আছেন সবাই…

অনেক দিন পর আবারো কোর্স নিয়ে হাজির, আজকে আইটি বাড়ির ওয়েব ডিজাইন কোর্স শেয়ার করবো

কোর্স সম্পর্কে

-> এই কোর্স এ মোট ৪টা পার্ট আছে
-> প্রচুর পরিমাণ লেকচার ভিডিও ও রিসোর্স
-> সম্পুর্ন কোর্স টি প্রায় ১১ জিবি

ডাউনলোড

কোর্স টি অনলাইন এ দেখতে ও ডাউনলোড করতে

ধন্যবাদ সবাইকে 🙂

আর হ্যা এমন কোর্স, রিসোর্স পেতে যুক্ত হতে পারেন আমাদের সাথে

The post আইটি বাড়ির ফুল পেইড ওয়েব ডিজাইন কোর্স appeared first on Trickbd.com.

ডিজিটাল মার্কেটিং কি ? ( সাথে নিয়ে নিন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স)

Posted:

 ডিজিটাল মার্কেটিং কি ? ( সাথে নিয়ে  নিন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স)


ডিজিটাল মার্কেটিং বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা পেশা গুলোর মধ্যে অন্যতম। বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অনেক বেশি এবং দিন দিন এটির চাহিদা বেড়েই চলেছে।

কারণ বর্তমান যুগই কিন্ত ডিজিটাল বা আধুনিক যুগ, প্রায় সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, ডিজিটাল পদ্ধতিতেই এখন অনেক কাজ সম্পূর্ণ হচ্ছে। তাই মার্কেটিং অংশটাও এখন ডিজিটাল আকারে চলে আসছে। আপনি এখন বিশ্বের সব জায়গায় ট্র্যাডিশনাল মার্কেটিং এর বিপরিতে শুধু ডিজিটাল মার্কেটিং দেখতে পাবেন।

ডিজিটাল মার্কেটিং কি ?

ডিজিটাল মার্কেটিং হলো আপনার কোনো ব্যবসাকে অনলাইন প্লাটফর্ম এ সকলের সামনে পরিচিত করানোর জন্য যেই মার্কেটিং করা হয় তাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়।


অর্থাৎ, ডিজিটাল মার্কেটিং এর ধাপ যেমনঃ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও), সার্চ ইঞ্জিন মার্কেটিং (এসইএম), সোশ্যাল মিডিয়া মার্কেটিং (এসএমএম), সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশান, ই-মেইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, ডিসপ্লে এ্যাডভারটাইজিং, টিভি এ্যাডভারটিজিং, মোবাইল এসএমএস এবং এমএমএস, কলব্যাক, এবং ইলেক্ট্রনিক্স বিলবোর্ডসহ আরও প্রযুক্তির মাধ্যমে সঠিক এবং নিখুঁত ভাবে যেকোনো পণ্য বা সেবা নির্দিষ্ট কোনো ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানোকেই ডিজিটাল মার্কেটিং বলে।

তাহলে এখন বুঝতেই পারছেন, ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা ডিপার্টমেন্ট, এটি হতে পারেন অনলাইনে অথবা অফলাইনে, তবে ডিজিটাল এবং ইলেকট্রনি মিডিয়ার মাধ্যমে হবে এবং বেশির ভাগ কাজ হবে ইন্টারনেটের মাধ্যমে।

 ডিজিটাল মার্কেটিং এর ভিতরে প্রায় অনেকগুলো ধাপ রয়েছে।


ডিজিটাল মার্কেটিং এর উপায় বা ধাপ গুলো হচ্ছেঃ

Lern Carding -ক্রেডিট কার্ড হ্যাকিং বা ফ্রী শপিং Course.

০১। এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন

০২। এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং

০৩। এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং

০৪। ইমেল মার্কেটিং

০৫। কনটেন্ট মার্কেটিং

০৬। এফিলিয়েট মার্কেটিং

০৭। ই-কমার্স মার্কেটিং

০৮। ইনভাউন্ড মার্কেটিং

০৯। ডিসপ্লে এডভারটাইজিং

১০। সি পি এ মার্কেটিং




ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কি কি কাজ করতে পারবেন?

প্রথমেই বলেছি, এই সেক্টরটা অনেক বড় এক্ষেত্রে আপনার কাজের কখনো অভাব হবে না। তারপরও কয়েকটা মাধ্যম সম্পর্কে জেনে নিই।

মার্কেটার হিসেবে কাজ করাঃ

প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠান, কোম্পানির প্রচারণা করার জন্য একজন মার্কেটার এর প্রয়োজন হয়। তারা প্রতিনিয়ত একজন প্রফেশনাল মার্কেটার খুঁজে থাকে। এতে আপনি যদি একজন প্রফেশনাল মার্কেটার হন তাহলে আপনি এদের হয়ে কাজ করতে পারবেন।

ফ্রিলান্সার হিসেবে মার্কেটপ্লেস এ কাজ করাঃ

ফাইভার, আপওয়ার্ক এর মত ফ্রিলান্সিং মার্কেটপ্লেস গুলোতে ডিজিটাল মার্কটিং এর অনেক ধরনের কাজ পাওয়া যায়। আপনি একজন ফ্রিলান্সার হিসেবে মার্কেটপ্লেস এ কাজ করতে পারবেন।

সার্ভিস দেওয়াঃ

আপনার যে দক্ষতা গুলো আছে সেগুলো দিয়ে বিভিন্ন সার্ভিস দিতে পারেন। যেমন: এসইও সার্ভিস, মার্কেটিং সার্ভিস, কনটেন্ট তৈরি সার্ভিস ইত্যাদি। আপনি পার্টটাইম বা নির্দিষ্ট কাজের পরিমাণ অনুযায়ী পেমেন্ট ধার্য করে দিতে পারেন।


কোর্স করানোঃ

এই সেক্টর এ আপনি যখন একেবারে মাস্টার হয়ে যাবেন তখন আপনি অনলাইনে বা অফলাইনে কোর্স করাতে পারেন। এতে নিজের ব্র্যান্ড ভালো বৃদ্ধি পাবে পাশাপাশি নিজের দক্ষতা আরো বাড়বে।

নিজে ব্যবসা করাঃ

আপনার যখন মার্কেটিং সম্পর্কে ধারনা তাকবে, আপনি নিজেই যখন মার্কেটিং করবেন তখন আপনি সহজেই সামান্য পুঁজি দিয়ে অনলাইন বা অফলাইনে যেকোন একটা ব্যবসা করতে পারবেন। এরপর আপনি নিজেই সঠিকভাবে প্রচারণা করে ব্যবসাটাকে আরো করে নিতে পােবেন।

 ডিজিটাল মার্কটিং কিভাবে শিখবেন?

আপনি অনেকভাবেই শিখতে পারবেন। এখন কথা হল, কিভাবে শিখলে আপনি সহজেই শিখতে পারবেন। 

অনলাইনে কোর্স করাঃ

বর্তমানে অনলাইনের মাধ্যমে সকল কিছু শিখতে পারবেন। আপনি ইউডেমি, কোর্সেরা, স্কিলশেয়ার এর মত প্রতিষ্ঠান গুলো থেমে অল্প টাকায় একদম প্রফেশনাল কোর্স গুলো করতে পারবেন। এই কোর্সগুলো ইংরেজি ভাষায় তাই আপনাকে অল্প একটু হলেও ইংরেজি জানতে হবে।

গুগলের প্রফেশনাল ফ্রি কোর্সটি করতে পারেন।

ট্রেনিং সেন্টার থেকে শিখাঃ

আপনার আশেপাশে অনেক ট্রেনিং সেন্টার পাবেন। যেখান থেকে আপনি কোর্স করে শিখে নিতে পারবেন। ট্রেনিং সেন্টার এ শিখার ক্ষেত্রে অবশ্যই সঠিক এবং ভালো মানের ট্রেনিং সেন্টার থেকে শিখবেন। অন্যতায় আপনার সময় এবং টাকা দুইটাই বৃথা যাবে।


প্রাইভেট টিউটর এর কাছ থেকে শিখাঃ

একটু খোজ নিলেই আপনার আশেপাশে অনেক প্রফেশনাল ডিজিটাল মার্কেটার পাবেন। যাদের কাছ থেকে আপনি প্রাইভেটলি শিখতে পারবেন। শিখার ক্ষেত্রে এটাই সবচেয়ে সেরা মাধ্যম। কারন, আপনি সবকিছু সঠিকভাবে বুঝতে এবং সহজ ভাষায় শিখতে পারবেন।

নিজে নিজে শিখাঃ

আপনি যদি উপরের কোন মাধ্যমেই নয় নিজে নিজে শিখবেন তাহলেও পারবেন। এর জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। নিজে নিজে শিখার জন্য আপনাকে গুগল এবং ইউটিউব থেকে একটা একটা সার্চ করে খুজে খুজে শিখতে হবে। আপনার অজানা সবকিছুই গুগল এবং ইউটিউব থেকে শিখে নিতে পারবেন।

নিজে নিজে শিখার ক্ষেত্রে যেভাবে শিখবেন।

তাদের জন্য আমার ছোট একটা টিপস, নিচে দেখেন প্রায় ৪০টা প্রশ্ন দিয়েছি। প্রশ্ন গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একটা একটা করে রিসার্চ করতে হবে, গুগল, ইউটিউবে।

উদাহরণসরূপঃ

  •  What is Digital Marketing? এই কীওয়ার্ড টা প্রথমে নিবেন, তারপর গুগলে সার্চ দিবেন, যে ওয়েবসাইট গুলো আসবে, সেগুলো থেকে প্রথম ৫/৬ টা সাইটে ভিজিট করবেন এবং মনোযোগ সহকারে প্রতিটা কন্টেন্ট পড়ার চেষ্টা করবেন।

 এইভাবে ৪০টা প্রশ্ন রিসার্চ করুন, ধাপে ধাপে।

01. What is Digital Marketing?

02. What is the difference between digital marketing and internet marketing?

03. What is the difference between digital marketing and traditional marketing?

04. What are the types of digital marketing?

05. What are the benefits of digital marketing

06. Why digital marketing is so important?

07. Is Digital Marketing the future?

08. What jobs are in digital marketing?

09. What skills do you need for digital marketing?

10. How to become a digital marketer?

11. What is the Website?

12. What are domain and hosting?

13. How to buy domain and hosting?

14. What is a niche?

15. What is Blog?

16. What is the difference between website and blog?

17. Blog or website which is better?

18. What is the difference between blog and vlog?

19. How to start an online blog?

20. The free website creates the list.

21. What is SEO?

22. What is SEM?

23. What is SMM?

24. What is PPC?

25. What is CPC?

26. What is Email Marketing?

27. What is Affiliate Marketing?

28. What is CPA Marketing

29. What is Content Marketing?

30. What is Inbound Marketing?

31. What is E-commerce marketing?

32. What is the difference between SEO and SEM

33. What is the difference between SEO and SMM

34. What is the difference between SEO and PPC

35. What is the difference between PPC and CPC

36. Which is better SEO or SEM?

37. Why SEO and SMM are more important?

38. Digital Marketing glossary.

39. Introduce Digital Marketing experts in the world.

40. Some important websites for learning Digital Marketing update.

যে ওয়েবসাইট গুলো ফলে করবেন।

SmartBlogger.com

Copyblogger.com

https://neilpatel.com/

https://blog.hubspot.com/

https://moz.com/blog

http://www.seobook.com/blog

https://cognitiveseo.com/blog/

https://www.wordtracker.com/blog

https://yoast.com/seo-blog/

https://www.crazyegg.com/blog/

https://backlinko.com/blog

https://buffer.com/resources/

https://www.socialmediaexaminer.com/

সব শেষ থাকছে আজকের মূল্যবান সেই কোর্স টিঃ

কোর্সের নাম : Digital Marketing 
ভাষা : Bangla
Size : 1.88 GB

Link: Download


এমনি আরো পেইড কোর্স+থিম ফ্রিতে পেতে tunes71.com ঘুরে আসতে পারেন।












The post ডিজিটাল মার্কেটিং কি ? ( সাথে নিয়ে নিন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স) appeared first on Trickbd.com.

এখন থেকে Telegram-ই File Scan করুন Bot এর সাহায্যে

Posted:

Y Combinator-backed SaaS startup VOIQ raises $5M from Leap Global Partners - LatamListজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @DrWebBot। এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে
আলোচনা করা হল।

বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @DrWebBot খুবই উপকারী একটা BOT। এর নাম শুনেই মোটামুটি বুজতে পেরেছেন Telegramএ File Scan করা এর কাজ, অর্থাৎ আপনি এই BOT ব্যবহার করে বিভিন্ন ধরনের File Scan করতে পারবেন।

 

ব্যবহার:- এই BOT এর সাহায্যে আপনি Telegram এ বিভিন্ন ধরনের File Scan করতে পারবেন। অনেকটা Antivirus এর মত কাজ করে এই BOT।

🎨 Telegram BOT টি যেভাবে Run করবেন :-

1) প্রথমে Telegram App এ Search করুন @DrWebBot

2. Start এ Click করুন

3. Language Select করুন

 

 

4. /help এ Click করে User manual জানতে পারবেন

5. যেকোন File ঐ Bot এ Send/Forward করলে তা সাথে সাথে Scan করে দিবে

 

Facebook Messenger Bot GIFs - Get the best GIF on GIPHYএই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।

 

:DEXTER:
Signing OFF🙋‍♂️

The post এখন থেকে Telegram-ই File Scan করুন Bot এর সাহায্যে appeared first on Trickbd.com.

৪৪ তম বেফাক পরীক্ষার ফলাফল ২০২১

Posted:

৪৪ তম বেফাক পরীক্ষার ফলাফল ২০২১ আজ ২৭ রমজান বিকাল ০৪.০০ ঘটিকায় প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশিত হয়েছে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wifaqresult.com -এ। যেসব কওমী মাদ্রাসার শিক্ষার্থী বেফাক ফলাফল দেখতে আগ্রহী তারা কিভাবে বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখবেন তা আজ এই পোস্টের মাধ্যমে আলোচনা করা হবে।

৪৪ তম বেফাক পরীক্ষার ফলাফল ২০২১

বেফাক পরীক্ষার খাতা প্রতি বছর দেখা শুরু হয় রমজান মাসের আগে। ফলাফল প্রকাশ করা হয় রমজান মাসের মধ্যেই। এ বছরও তার ব্যাতিক্রম ঘটেনি। বেফাক ফলাফল এ বছরও রমজান মাসেই প্রকাশিত হলো। তবে এ বছর ব্যাতিক্রম ছিলো, বেফাক পরীক্ষার খাতা দেখা শুরু হয়েছিলো রমজান মাসে।

কারণ, করোনা মহামারীর কারনে খাতা দেখার প্রক্রিয়া যথা সময়ে শুরু করা যায়নি। কিন্তু বেফাক টিমের নিরলসভাবে কাজ করে যাওয়া বেফাক ফলাফল রমজানেই প্রকাশ করা সম্ভব হয়েছে। বেফাক টিম রমজানে রেজাল্ট প্রকাশ করার রীতি বজায় রেখেছে।

তবে, চলুন বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২১ কিভাবে দেখবেন জেনে আসি।

Online-এ বেফাক পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

Online -এ বেফাক ফলাফল দেখতে ভিজিট করতে হবে কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wifaqresult.com। এই ওয়েবসাইট থেকে কিভাবে ধাপে ধাপে ফলাফল দেখবেন তা নিচে উল্লেখ করা হলো।

ক) বেফাক রেজাল্ট দেখার জন্য প্রথমে www.wifaqresult.com -এ প্রবেশ করুন।

খ) উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মত একটি ওয়েবপেজ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।  যেখানে ছোট একটি ফরম দেখতে পাবেন। ফরম আপনার পরীক্ষার সন, মারহালা এবং রোল নম্বর দিয়ে ফিল আপ করুন।

৪৪ তম বেফাক পরীক্ষার ফলাফল ২০২১

গ) তারপর দাখিল করুন বাটনে প্রেস করুন। আপনার বেফাক ফলাফল পেয়ে যাবেন।

SMS এর মাধ্যমে বেফাক ফলাফল দেখার নিয়ম

যেসব শিক্ষার্থীরা অনলাইনে ৪৪ তম বেফাক ফলাফল ২০২১ দেখতে পারবেন না তারা চাইলে SMS এর মাধ্যমে বেফাক ফলাফল দেখতে পারেন। কিভাবে SMS এর মাধ্যমে বেফাক ফলাফল দেখবেন তা নিচে বর্ননা হলো।

ক) সর্ব প্রথম আপনার ফোনের SMS বা Message অপশনে প্রবেশ করুন।

খ) টাইপ করুন BEFAQ <স্পেস> ক্লাসের প্রথম অক্ষর <স্পেস> আপনার রোল নম্বর।

উদাহারণঃ BEFAQ S 123456

গ) এবার SMS টি 9933 নম্বরে সেন্ড করুন। আপনার বেফাক পরীক্ষার রেজাল্ট ফিরতি SMS এ পেয়ে যাবেন।

বিঃদ্রঃ SMS এর মাধ্যমে বেফাক ফলাফল দেখার পদ্ধতি যাচাই করা হয়নি। পদ্ধতিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।

ক্লাসের নামের প্রথম অক্ষর

ক্লাসের নাম প্রথম অক্ষর
Takmeel T
Fazilat F
Sanabia Ulaiya S
Mutawassitah M
Ebtadaiyah E
Hifjul Quran H
Qira'at Q

এরকম শিক্ষা বিষয়ক পোস্ট পেতে আপনারা চাইলে আমার ওয়েবসাইট www.notice24x7.com ভিজিট করতে পারেন। ইংরেজিতে পোস্ট দেখতে www.notice24x7.com/en ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

The post ৪৪ তম বেফাক পরীক্ষার ফলাফল ২০২১ appeared first on Trickbd.com.

বিকাশ অ্যাপ থেকে নিজের বিকাশ নাম্বারে ঈদ সালামি দিয়ে ফ্রি ক্যাশব্যাক লুফে নিন

Posted:

বিকাশ অ্যাপ থেকে সর্বনিম্ন 100 টাকা ঈদ সালামি দিলেই পাচ্ছেন সর্বনিম্ন ৫  টাকা এবং সর্বোচ্চ  ২০ টাকা ক্যাশব্যাক ।
প্রথমে অ্যাপ থেকে সেন্ড মানি অপশনে গিয়ে টাকার পরিমাণ দিয়ে নিচে ঈদ সালামি তে ক্লিক করবেন। তারপরের পেজে ‘রেফারেন্স’ ও ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিবেন আবার ইচ্ছে করলে নাও দিতে পারেন। পিন নাম্বার দিয়ে সেন্ড করুন এবং সাথে সাথেই পাঁচ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ।
  • একই নাম্বারে চারবারই সালামি পাঠাতে পারবেন 
  • সর্বোচ্চ চারবার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন
  • বিকাশ এপ থেকেই করতে হবে বাটন মোবাইল থেকে করলে পাবেন না 
  • অফারটি চলবে ১৫ মে,২০২১ পর্যন্ত
image

এখন প্রশ্ন হলো সেন্ড মানিতে টাকা কাটবে কিনা?

করোনায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে ৪০ হাজার টাকা চার্জবিহীন সেন্ড মানি সেবা চালু করেছে বিকাশ

বিকাশ প্রিয় নম্বরে সেন্ড মানি

প্রতি ক্যালেন্ডার মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত প্রিয় নম্বরগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না। প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রিয় নম্বরে প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। প্রিয় নম্বরে মাসিক লেনদেন ৫০ হাজার টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

বিকাশ অ্যাপ ও ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নাম্বারে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

 

প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে সেন্ড মানি

প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে ০.০১ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানির ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না। প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে ১৫,০০০.০১ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানির ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা প্রযোজ্য হবে।

প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে ২৫ হাজার টাকার বেশি সেন্ড মানির ক্ষেত্রে প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। বিকাশ অ্যাপ ও ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নম্বরে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

এবিষয়ে পুরো আর্টিকেল পড়তে [এখানে] ক্লিক করুন

তো বুঝতেই পারছেন প্রিয় নাম্বারে প্রতিমাসে ২৫ হাজার টাকা আপনি ফ্রিতে পাঠাতে পারবেন কিন্তু প্রিয় নাম্বার ছাড়া অন্য নাম্বারে ১৫ হাজার টাকা ফ্রি পাঠানো যাবে ।
যদিও আমি ১৫ হাজার টাকা এখনো পাঠাই নাই 😪
তারপরও আমি যে নাম্বারে সালামি পাঠাবো ঐটাকে প্রিয় নাম্বারে এড করে নিয়েছি । আপনিও এড করে নিতে পারেন ।
image

এখন কথা হল কাউকে সালামি না দিয়ে কিভাবে আয় করবেন বা ক্যাশব্যাক এর টাকা নিবেন? 😁

একদম সিম্পল – আপনার নিজের নাম্বার থেকে ফ্যামিলির অন্য কারো নাম্বারে প্রথমে ১০০, তারপরে ১০১,১০২,১০৩ এভাবে  চারবার  ঈদ সালামি পাঠান । অর্থাৎ,  একই এমাউন্ট বার বার দিবেন না আর অবশ্যই এমাউন্ট ১০০+ হতে হবে ।
তাহলে 20 টাকা ক্যাশব্যাক পেয়ে গেলেন এবং পরবর্তীতে টাকা আবার আপনার মোবাইলে সেন্ড মানি করে নিয়ে নিতে পারেন অথবা ওই নাম্বার থেকে পুনরায় আপনার নাম্বারে ঈদ সালামি দিয়ে আরও 20 টাকা আয় করুন।
শুধুমাত্র বিকাশ অ্যাপের মাধ্যমে এই সুবিধাটি পাবেন।
image
এই করোনাকালীন সময়ে হাতে হাতে ঈদ সালামি হিসেবে টাকা না দিয়ে বিকাশের মাধ্যমে ঈদ সালামি দিন। নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন  💕

———————————————————————————————————————————————————————-

 ❤❤❤ এধরনের আপডেট সবার আগে পেতে জয়েন করতে পারেন [Tech Help BD] ফেসবুক গ্রুপে ❤❤❤

————————————————————————————————————————————————————————

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★ এক ক্লিকেই ফেসবুক গ্রুপে আপনার সকল ফ্রেন্ডকে ইনভাইট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে 

The post বিকাশ অ্যাপ থেকে নিজের বিকাশ নাম্বারে ঈদ সালামি দিয়ে ফ্রি ক্যাশব্যাক লুফে নিন appeared first on Trickbd.com.

যাদের নামাজ পড়তে অলসতা লাগে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়ুন ইনশাআল্লাহ অলসতা দূর হয়ে যাবে।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

নামাজ পড়তে অলসতা লাগে এই ছোট্ট দোয়াটি পড়ুন

সুপ্রিয় পাঠক আমাদের আজকের আর্টিকেলের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া উল্লেখ্য করবো যেটা আমাদের জন্য অনেক প্রয়োজন।আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের মধ্যে নামাজে অলসতা বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।যেমন কেউ একদিন নামাজ পড়লে আরেকদিন পড়েন না আবার কেউ নামাজ এক ওয়াক্ত পড়লে পরবর্তী ওয়াক্ত পড়া হয়না।

নামাজ পড়তে অলসতা লাগে নাসাজ পড়তে মন চায়না। এই দোয়াটি যদি আপনারা ঠিক মতো আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে নিয়মিত নামাজী বানিয়ে দিবেন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। পাঁচ ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তায়ালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন।

এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত যেটাতে আমাদের অলসতা বেশি দেখা যায়। আল্লাহ তায়ালা বলেন → নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। ( সূরা বনি ইসরাঈদ ৭৮)

অর্থাৎ সারা রাত ঘুমানোর পর মৃত্যু সদৃশ ঘুমের পরে আমাদের আল্লাহর কাছে হাজির দেওয়া হয় ফজরের নামাজের মাধ্যমে।

প্রত্যেক নামাজেরই বিশেষ গুরুত্ব রয়েছে তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ‘ফজর’ নামে একটি সূরাও রয়েছে। এই সূরা শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন → শপথ ফজরের। ( সূরা ফরজ ১)

হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনদুব ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত মহানবী (সাঃ) ইরশাদ করেছেন → যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। ( মুসলিম ৬৫৭)

অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশয়ারি (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন → যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। ( বুখারী ও মুসলিম) বুখারী ৫২৬, মুসলিম ২৭৬৩, তিরমিজি ৩১১৪)

আল্লাহ তায়ালা বলেন → তোমরা সালাত কায়েম করো। ( সূরা আল বাকারা ১১০) আল্লাহ তায়ালা আরো বলেন→ অবশ্যই সময় মতো সালাত আদায় করা মুমিনদের উপর ফরজ করে দেয়া হয়েছে। ( সূরা আন নিসা ১০৩)

তাই আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ না ছাড়ি এবং নামাজের ব্যাপারে যেন অলসতা আমাদের না আসে তাই এখন আমরা সেই দোয়াটি জানবো । দোয়াটি খুবই কার্যকরী৷ কারণ দোয়াটি একটি কোরআনী আমল আর পবিত্র কোরআনে আমলে বান্দার দোয়া অধিক কবুল হয়।

তো দোয়াটি আপনাদের এখন বলে দিচ্ছি দোয়াটি হলোঃ

বাংলা উচ্চারণঃ রাব্বীজ আলনী মুকিমাস সালাতি ওয়া মিন জুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দু’আয়।

বাংলা অর্থঃ হে আমাদের পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পালনকর্তা এবং আমাদের দোয়া কবুল করুন। ( সূরা ইবরাহিম আয়াত ৪০)

যখনই আপনার মধ্যে নামাজের জন্য অলসতা ভাব দেখা দিবে তখন প্রথমে কয়েকবার আসতাগফিরুল্লাহ পড়বেন তারপর এই দোয়াটি পড়তে থাকবেন। এবং নিজের নফসের বিরুদ্ধে গিয়ে যখন কষ্ট করে নামাজ আদায় করে নিবেন তখন দেখবেন আপনার মনের মধ্যে এক অনাবিল সুখ অনুভব করবেন ইনশাআল্লাহ।

এবং নামাজের পর মোনাজাতেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ নামাজের প্রতি অলসতা আপনার আর থাকবেনা। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post যাদের নামাজ পড়তে অলসতা লাগে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়ুন ইনশাআল্লাহ অলসতা দূর হয়ে যাবে। appeared first on Trickbd.com.

কোন ধরনের Software Install করা ছাড়াই Customize করুন আপনার PC বা Computer

Posted:

Howdy Everyone,
Computer/PC Screen যতই Fresh থাকবে আপনার কাজের গতি ঠিক ততই বৃদ্বি পাবে। আজকে মূলত PC Screen কীভাবে Professional Look দিবেন সেই Methods দেখানোর চেষ্টা করব।

🔳 আপনার নিউ PC Screen দেখতে এইরকম হবে –

 

✅ Instruction ✅

1. প্রথমে PC তে Right Click করে View >> Show Desktop Icon এ Click করুন এতে PCর সব Shortcut icon remove হয়ে যাবে

 

 

2.এবার Taskbar Customize এর জন্য Mouse cursorটি taskbar এ নিয়ে Right Click করুন “Taskbar” এ Click করুন

 

 

3. “Use Small TaskBar” Button On করে দিন

 

 

4. এরপর নিচে Scroll করে Combine taskbar Button এ “Always hide level” Select করুন

 

 

5. এরপর Color Menu Select করে Dark এ Click করুন

 

 

6. এর নিচের Transparent Effect On করে দিবেন

 

 

7. এবার Taskbar এর Icon Center এ নিয়ে আসার জন্য Taskbar এ Mouse Cursor রেখে Right Click করে Mark করা BOX এর সব Itemগুলো Uncheck/untic করে দিন

 

 

8.এরপর Toolbar Option এ Click করে Link Select করুন

 

 

9. Lock the taskbar Untic করে দিন

 

 

10. তারপর taskbar এ Link এ Mouse Pointer রেখে Drag করে Windows Icon পর্যন্ত নিয়ে যান

 

 

11.এবার দেখবেন Iconগুলো ডানপাশে চলে এসেছে আবার Drag করে Center এ নিয়ে আসুন

 

 

12. Center এ নিয়ে আসার পর taskbar Menu Open করে Show Title এ Untic করুন

 

 

13.তারপর আবার taskbar Menu Open করে Lock The taskbar এ Click করুন

 

 

14.ব্যস Clean PC Ready, কোন Software Intallation ছাড়াই

 

 

15.এখন আপনার পছন্দমত Wallpaper Set করে নিন।

 

 

➕ Tutorial:-

 

 

Bye⚡
Contact Me On Telegram [Telekit]
Subscribe me On[Youtube]

The post কোন ধরনের Software Install করা ছাড়াই Customize করুন আপনার PC বা Computer appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments