Search box..

২৯ ডলার মুল্যের Android VPN App প্রজেক্ট ফ্রি ডাউনলোড করে নিন

২৯ ডলার মুল্যের Android VPN App প্রজেক্ট ফ্রি ডাউনলোড করে নিন


২৯ ডলার মুল্যের Android VPN App প্রজেক্ট ফ্রি ডাউনলোড করে নিন

Posted:

২৯ ডলার মুল্যের Android VPN App প্রজেক্ট ফ্রি ডাউনলোড করে নিন

অনেকে আছে অ্যাপ দিয়ে লাইফটাইম অনলাইন থেকে ইনকাম করতে চায় তাদের জন্যে

অসাধারণ একটি VPN অ্যাপ প্রজেক্ট নিয়ে এলাম এমন একটি VPN অ্যাপ আমার প্লে স্টোরে দেওয়া আছে

সময়ের সাথে ডাউনলোড হয় আর এডমোব এর এড বসানো আছে কিছু না করে ইনকাম ও হয়

এই অ্যাপ টি আপনি শুধু নাম আইকন আর প্যাকেজ নেইম পরিবর্তন করে আপনার এডমোব এর বিজ্ঞাপন

বসিয়ে প্লে স্টোরে দিতে পারবেন তো সেটা কিভাবে করবেন প্রথম এখান ক্লিক করে অ্যাপ প্রজেক্ট টি ডাউনলোড করে নিন

তার পর এটাকে Android Studio তে ওপেন করুন তখন এমন আসবে।

এভাবে ওপেন করবেন তারপর নিচে থেকে Gradle Script ওপেন করবেন সেখানে Build.gradle ওপেন করবেন তাপর এমন আসবে

এখান থেকে অ্যাপ আইডি পরিবর্তন করে আপনি যে নামে অ্যাপ করতে চান সেই নামে সেট করুন তারপর Value থেকে String এ গিয়ে অ্যাপ এর নাম

পরিবর্তন করুন এবার আইকন সেট করে অ্যাপ এক্সপোর্ট দিয়ে প্লে ষ্টোরে আপলোড করতে পারবেন।

এবং নিচে থেকে আপনার Admob এর আইডি পরিবর্তন করে নিজের এড সেটআপ করে দিন এবার অ্যাপ টি প্লে ষ্টোরে দেওয়ার জন্যে রেডি।

The post ২৯ ডলার মুল্যের Android VPN App প্রজেক্ট ফ্রি ডাউনলোড করে নিন appeared first on Trickbd.com.

Walton Primo H9 Pro 4GB+64GB এখন পাচ্ছেন মাত্র 9 হাজার 400 টাকায়।

Posted:

আসসালমু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশাকরি সকলেই অনেক অনেক ভাল আছেন, আপনারা জানেন আমি মোবাইল ফোনের রিভিউ দিয়ে থাকি,আজকে আরো একটি নতুন ফোন নিয়ে হাজির হয়েছি আশা করি সকলের ভাল লাগবে তো চলুন শুরু করি

হাইলাইটস


ওয়ালটন প্রিমো আরএক্স7 6.3 ইঞ্চি ফুল এইচডি + স্ক্রিন সহ আসে। এটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। ব্যাকসাইড গ্লাস দিয়ে তৈরি এবং ফ্রেমগুলি পলিকার্বনেট দিয়ে তৈরি। পিছনের ক্যামেরাটি ডুয়াল 16 + 5 এমপি এর সাথে এলইডি ফ্ল্যাশ, পিডিএএফ, বিএসআই সেন্সর, গভীরতা সেন্সর ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং রয়েছে। সামনের ক্যামেরাটি 13 এমপিের। প্রিমো আরএক্স 7 3900 এমএএইচ ব্যাটারি এবং 10 ডাব্লু ফাস্ট চার্জিং সুবিধা সহ আসে। এটিতে 4 জিবি র‌্যাম, 2.0 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং মালি জি 71 এমপি 2 জিপিইউ রয়েছে। এটি মিডিয়াটেক চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 64 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং 256 গিগাবাইট পর্যন্ত ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে রেকর্ডিং সহ এফএম রেডিও, ডুয়াল সিম, ওটিএ, ওটিজি, ইউএসবি টাইপ-সি, ফেস আনলক ইত্যাদি।একনজরে দেখে নেয়া শেষ এবার যায় full specification এ||

Walton Primo H9 Pro 4GB+64GB – Specification

Software

OS : Android 10

Hardware

screen

6.1″ IPS INCELL Technology with 2.5D Glass, Capactive Touch Screen

dimension

155.2 x 72.8 x 8.8 mm

weight

168 gm

Memory

expandable

512 GB

RAM

4 GB

ROM

64 GB

Processor

number of cores

8 core

SoC

Helio A20

CPU

1.8GHz Quad-Core Processor (12nm)

GPU

ARM Cortex-A53

Camera

secondary

8MP F/2.2

video

1080@30fps

features::

Face Detection (Face Lock), Digital Zoom, BSI, Finger Capture, Touch Focus

primary

Triple Camera:
13MP Sony Main
5MP Wide-Angle Lens
0.3MP Depth

Battery

capacity

4000mAh Li-Polymer (non-removable)

Connectivity

USB

microUSB 2.0, USB On-The-Go

GPS

Yes, with A-GPS

Wi-Fi

Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi Direct, hotspot

internet

2G/3G/4G

bluetooth

4.0, A2DP

Audio

radio

FM Radio

Others

sensors

Accelerometer (3D), Orientation, Light (Brightness), Proximity

SIM

3 in 1 Slod (Nano SIM + Nano SIM + MicroSD Card Slot)

Walton Primo H9 Pro 4GB+64GB
Price: 9499 taka in Bangladesh

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি করে দিয়ে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন,ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে পোস্ট টি পড়ার জন্য খোদাহাফেজ।

The post Walton Primo H9 Pro 4GB+64GB এখন পাচ্ছেন মাত্র 9 হাজার 400 টাকায়। appeared first on Trickbd.com.

দেখে নিন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ইউটিউব ভিডিও লিংক এডিট করে কি কি করা যায়!

Posted:

Hello, TrickBD বাসীরা কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন।
তো অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন আজকের পোষ্ট কি নিয়ে, তাই অযথা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে
আজ আমি আপনাদের
লিনক
১. কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ভিডিও ডাউনলোড করুন:
ইউটিউবে থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমরা বিভিন্ন রকমের অ্যাপ/ওয়েবসাইট ব্যবহার করি। কিন্তু ইউটিউব থেকেই সরাসরি ভিডিও ডাউনলোড করা যায়। কিভাবে?

মনে করুন একটি ভিডিওর URL হচ্ছে:

youtube.com/watch?v=kFIsoq63lwo

ভিডিওটি ডাউনলোড করতে URL এর আগে ss টাইপ করে এন্টার চাপুন। যদি অ্যাপ ব্যাবহার করেন শেয়ার ক্লিক করে লিংক কপি করে ব্রাউজার দিয়ে ওপেন করুন।

যেমন:

ssyoutube.com/watchv=kFIsoq63lwo

লিংকে প্রবেশ করলে MP3 এবং বিভিন্ন রেজোলিউশনে MP4 ভিডিও ডাউনলোড করার অপশন পাবেন। ফাইল সিলেক্ট করলে নতুন ট্যাবে ভিডিও ওপেন হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোড ক্লিক করুন।

২. Age রেস্ট্রিকশন বাইপাস:

সাইন ইন না করে Age Restricted ভিডিও দেখতে URL এর আগে genটাইপ করে এন্টার চাপুন। কিছুক্ষন অপেক্ষা করুন। ভিডিও প্লে শুরু হয়ে যাবে।

যেমন:

genyoutube.com/watch?v=kFIsoq63lwo

৩. ভিডিও লুপ:
ভিডিওর URL এ youtube এর পরে repeater টাইপ করে এন্টার চাপুন। নতুন ট্যাবে ভিডিও লুপ ওপেন হবে।

যেমন:

youtuberepeater.com/watch?v=kFIsoq63lwo

৪. ভিডিওর নির্দিষ্ট সময়ের লিংক শেয়ার:
ভিডিওর URL এর শেষে &t=YmXXs (Y এবং XX এর জায়গায় যথাক্রমে মিনিট এবং সেকেন্ড বসান) টাইপ করে লিংক শেয়ার করুন।

যেমন:

youtube.com/watch?v=kFIsoq63lwo&t=1m20s

লিংকটি ওপেন করলে ১ মিনিট ২০ সেকেন্ড থেকে ভিডিওটি প্লে হওয়া শুরু করবে।

৫. স্কিপ ইন্ট্রো লিংক শেয়ার:
ভিডিওর URL এর শেষে &start=x (x এর জায়গায় স্কিপ ডিউরেশন দিন) টাইপ করে লিংক শেয়ার করুন।

যেমন:

youtube.com/watch?v=kFIsoq63lwo&start=45

লিংকটি ওপেন করলে ভিডিওটি ৪৫ সেকেন্ড থেকে প্লে হওয়া শুরু করবে। মানে x এর জায়গায় যতো সেকেন্ড ভ্যালু দেয়া হবে ভিডিওর প্রথম থেকে তত সেকেন্ড স্কিপ করে ভিডিও প্লে হবে।

বিঃদ্রঃ ভ্যালু সেকেন্ডে দিতে হবে। যদি ২ মিনিট পর থেকে ভিডিও প্লে শুরু করতে চান, লিঙ্কের শেষে &start=180 লিখুন।

৬. যেকোনো ভিডিওর অরিজিনাল রেজোলিউশন থাম্বনেইল ডাউনলোড করুন:
img.youtube.com/vi/x/maxresdefault.jpg

উপরের লিঙ্ক কপি করে x এর জায়গায় ভিডিও আইডি বসিয়ে এন্টার চাপুন।

*ভিডিও আইডি: একটি ভিডিওর URL এ /watch?v= এর পরে যেই কোড থাকে সেটা ওই ভিডিওর আইডি।

youtube.com/watch?v=kFIsoq63lwo

ভিডিওটির আইডি: kFlsoq63lwo[/b]

উপরের ভিডিওটির থাম্বনেইল ডাউনলোড করতে নিচের লিংকে প্রবেশ করতে হবে:

img.youtube.com/vi/kFlsoq63lwo/maxresdefault.jpg

৭. ভিডিওকে এ GIF কনভার্ট করতে:
ভিডিওর URL এর আগে gif টাইপ করে এন্টার চাপুন।

যেমন:
gifyoutube.com/watch?v=kFIsoq63lwo

পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকের পোষ্টটা এই পর্যন্ত।

পোস্টটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না।

আমার ছোট একটা সাইটে একবার ঘুরে আসার জন্য আপনাদের আমন্ত্রণ করলাম

তাহলে সবাই ভালো থাকবেন, আর TrickBD.Com এর সাথে থাকবেন।ধন্যবাদ।

The post দেখে নিন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ইউটিউব ভিডিও লিংক এডিট করে কি কি করা যায়! appeared first on Trickbd.com.

Chrome Vs Chromium কোনটা Best পাথর্ক্য কি সুবিধা ও অসুবিধা

Posted:

Chromium vs chrome

Chromium এবং chrome browser দুটির পার্থক্য এর কথা বলতে গেলে, সবার প্রথমেই চলে আসে মূল পার্থক্য, ক্রোমিয়াম ওপেন সোর্স আর chrome ক্লোজড সোর্স। আজকে আরো কিছুটা গভীরে যাবো, তবে ততটাও না।

Chrome আর chromium দুটির প্রতিষ্ঠা Google এর হাত ধরেই হয়েছিলো। প্রথমত, গুগল inc. Chrome এর সর্বপ্রথম version release করার পাশাপাশি chromium open source project হিসেবে পাবলিশ করে। যার ফলসরূপ অনেক developer chromium ডেভেলপ করার সুযোগ পেয়েছে এবং chromium stability বৃদ্ধি পেয়েছে। আর Google সেই chromium এর কোড ব্যবহার করেছে। তাই chrome আর chromium এর source code প্রায় same, কিন্তু গুগল chrome এর মধ্যে কিছু এক্সট্রা কোড(প্রপেরিটি লাইসেন্স) ব্যবহার করেছে।

Chrome ব্যবহারের সুবিধা
এক কথায়, জামেলা কম, সহজ installation (only windows and Mac)। windows and Mac এর ক্ষেত্রে রেগুলার আপডেট পাবেন তবে লিনাক্স এ 6 মাস পর পর (উবুন্টু)। Arch Linux এ অবশ্য aur package (unofficial) এ রেগুলার আপডেট পাবেন। chrome বেশ stable, আর 264, AAC সহ বেশ কিছু মিডিয়া কোডেক আর add-on extra পেয়ে যাবেন।

Chrome ব্যবহারের অসুবিধা
বর্তমান সময়ে chrome web store ছাড়া extension install করা যায় না (আগে যেত)। আর স্বাভাবিক ভাবে আপনার ব্রাউজিং style Google এর কাছে চলে যাবে।

Chromium এর সুবিধা
গুগল chrome থেকেও আগে আগে আপডেট পাবেন। Security এর কোনো জামেলা নাই। আর স্বাভাবিক ভাবে আপনার ব্রাউজিং style Google এর কাছে চলে যাবে না। আর সবশেষে ওপেন সোর্স।

Chromium এর অসুবিধা
Install করা কঠিন আর রেগুলার আপডেট পাবেন না (only for windows and Mac)। Linux এর ক্ষেত্রে, এক কথায়, জামেলা কম, সহজ installation(easier than chrome), রেগুলার আপডেট পাবেন। আর আপাতত Google chrome যেসব এক্সট্রা মিডিয়া কোডেক আর add-on ইউজ করে তা থেকে বঞ্চিত হবেন (অবশ্য লিনাক্স এ এক্সটার্নাল প্যাকেজ আসে)।

FAQ
#chrome আর chromium এর sync কি same?
Hmm, শুধু sync নয়, chromium google এর অনেকগুলো ক্লাউড service use করে।

আরো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের open discussion গ্রুপ এ আলোচনা করতে পারবেন, t.me/UbuntuLocal

তাহলে আমি কোনটা ব্যবহার করবো?
Windows আর Mac users রা simply chrome use করে নিতে পারেন। আর লিনাক্স এর official repository তে যেহেতু chromium available, তাই chromium use করাটা বেশি সহজ হবে। Advance users এবং যারা প্রাইভেসি নিয়ে বেশি concerned তারা chromium ইউজ করে দেখতে পারেন।

Post Credit To Sharafat Vai Ubunto Group এর Owner

Thanks for reading and please do forgive me for any sorts of mistakes.

The post Chrome Vs Chromium কোনটা Best পাথর্ক্য কি সুবিধা ও অসুবিধা appeared first on Trickbd.com.

আপনি কি জানেন, Facebook আপনার ফোনের সকল কার্যক্রম দেখছে?? তাই যদি Facebook এর এই feature অফ করতে চান তাহলে এই পোস্ট টি দেখুন��

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ফেসবুকের সকল future activity অফ করে রাখতে পারবেন। আপনারা অনেকেই হয়তো জানেন না যে ফেসবুক আপনার ফোনের সব কার্যক্রম দেখছে আর রেকর্ড করছে। আপনি কোন এপস এ কতক্ষন কাটাচ্ছেন, কি করছেন সবকিছুই ফেসবুক দেখছে। তাই আজি আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই activity গুলো অফ করবেন।

আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

আপনি প্রথমে আপনার মোবাইলের ফেসবুক এপস এ যান। সেখান থেকে সেটিং এ যান।

তারপর off future activity তে যান।

তারপর more options এ ক্লিক করুন।

এরপর manage future activity তে যান।

এইবার নিচের মতো আরেকবার manage future activity তে যান।

এবার future off activity তে গিয়ে বাটনটি অফ করে ‍দের্ন।

আপনার কাজ শেষ। এবার আর ফেসবুক আপনার উপর নজর রাখতে পারবেনা।

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।

আর মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

আর এরকম আরো নিত্য নতুন ‍বিষয়ে আপডেট পেতে ও সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে জানতে এবং আপনার বিসিএস প্রস্তুতিকে আরো শক্ত করে তুলতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুণ।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



The post আপনি কি জানেন, Facebook আপনার ফোনের সকল কার্যক্রম দেখছে?? তাই যদি Facebook এর এই feature অফ করতে চান তাহলে এই পোস্ট টি দেখুন💖 appeared first on Trickbd.com.

Set Custom URL For your youtube Channel 2021 || নতুন নিয়মে ইউটিউবের কাস্টম URL সেট করুন

Posted:

আসসালামু আলাইকুম,

আজ আপনাদের সাথে সেয়ার  করব কিভাবে ইউটিউব এর কাস্টম URL সেট করবেন।

আমরা সবাই ফেসবুকের কাস্টম URL সম্পর্কে পরিচিত আছি, যেমন facebook.com/YourName । এভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব সোশ্যাল মিডিয়ার কাস্টম URL আছে ,  তেমনি ভাবে youtube-এরও কাস্টম URL আছে । যেমন, কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে  ব্রাউজ করতে চাই তাহলে এড্রেসবারে Youtube.com/TechLearningBD (ইউটিউবের লিংকটা বোঝানোর স্বার্থে দেওয়া হয়েছে) লিখে এন্টার প্রেস করলে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবে।

তাই,আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং কাস্টম ইউআরএল ক্রিয়েট করে নেন তাহলে আপনার চ্যানেল টি প্রফেশনাল লাগবে এবং যে কেউ আপনার চ্যানেলের নাম দিয়ে (youtube.com/YourChannelName)  আপনার চ্যানেলে  সহজেই ব্রাউজ করতে পারবে ।

 Full Post টা পড়বেন । আপনাদের সুবিধার জন্য ভিডিও দিলাম, বুঝতে না পারলে ভিডিও টি দেখবেন।

তাহলে চলুন শুরু করা যাক,

প্রয়োজনীয়তা:

  1. আপনার চ্যানেলে 100 বা তার বেশি সাবস্ক্রাইবার হতে হবে।
  2. চ্যানেলের বয়স 30 দিনের বেশি হতে হবে।
  3. চ্যানেলে প্রোফাইল পিকচার আপলোড করতে হবে ।
  4. চ্যানেলের ব্যানার আপলোড করতে হবে ।

এখন,

  1. প্রথমে ইউটিউবে আপনার জিমেইল দিয়ে লগইন করে নিন, তারপর স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন ।

2. এখন Youtube Studio তে ক্লিক করুন।

 

3. এখন স্ক্রিনশটে দেখানো কাস্টমাইজেশন এ ক্লিক করুন।

 

4.এবার Basic Info তে ক্লিক করুন।

 

5. স্ক্রিনশটে দেখানো Set a custom URL for your channel এখানে ক্লিক করুন ।

 

6. এখানে ইউটিউব আপনার চ্যানেলের নামে URL সাজেস্ট করবে সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে পাশে চেক বক্সে ক্লিক করুন ।

 

7. আর যদি মনে করেন যে চ্যানেলের নামের পাশে কিছু এড করবেন তাহলে এই বক্সে টেক্সট অথবা নাম্বার অ্যাড করতে পারেন ।

 

8.আমি আমার চ্যানেলের নাম এই লিংকটি রাখবো তাই আর কিছু এড করলাম না, এখন পাবলিশ এ ক্লিক করুন।

 

9. কনফার্ম এ ক্লিক করুন।

 

10. দেখুন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে ।

Help Menu:

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।

The post Set Custom URL For your youtube Channel 2021 || নতুন নিয়মে ইউটিউবের কাস্টম URL সেট করুন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments