Search box..

যেভাবে Linkvertise ║ AdFly এর ShortLink Bypass করবেন, Software/Extension Install করা ছাড়াই

যেভাবে Linkvertise ║ AdFly এর ShortLink Bypass করবেন, Software/Extension Install করা ছাড়াই


যেভাবে Linkvertise ║ AdFly এর ShortLink Bypass করবেন, Software/Extension Install করা ছাড়াই

Posted:

Howdy Everyone,
Linkvertise একটি Earning platform। যেখানে Shortlink ব্যবহার করে Earn করা হয়। এই Short Link অনেক বিরক্তির কারণ। তাই কীভাবে এই Short Link Bypass করবেন তা দেখানো হবে কোন Software/extension install ছাড়াই।

 

 

 

যেসকল সাইটের Short Link Bypass করতে পারবেন:-
➼ADfly
➼LINKVERTISE
➼BIT.LY
➼SHORT.EST

 

যেভাবে Bypass করবেন:-

1.প্রথমে এই Site এ প্রবেশ করুন

 

2. তারপর বক্সে ADFLY, LINKVERTISE, BIT.LY, SHORT.EST যেকোন Link প্রবেশ করান

 

3. এবার Bypass Ads Link এ Click করুন

 

4. Output এর নিচে Direct Link পেয়ে যাবেন সরাসরি

 

 

 

📸 Tutorial:-

 

 

Bye✅
Contact Me On Telegram
[Telekit] [Discuss With Me]

The post যেভাবে Linkvertise ║ AdFly এর ShortLink Bypass করবেন, Software/Extension Install করা ছাড়াই appeared first on Trickbd.com.

যা ভাববেন তাই পাবেন। রাতে ঘুমোনোর আগে এটা অবশ্যই করবেন __Reprogram Your Subconscious Mind Life Changing Technique

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

যা ভাববেন তাই পাবেন


বন্ধুরা আজকের এই আর্টিকেলটিতে আপনারা এমন টেকনিকের ব্যাপারে জানতে চলেছেন। যা আপনাদের জীবন সম্পূর্ণ পাল্টে ফেলতে পারে। এই টেকনিক ব্যবহার করে আপনারা জীবনের ধন,সম্মান, স্বাস্থ্য ও সমৃদ্ধি ও সুখ খুব সহজেই অর্জন করতে পারেন। আর এই সমস্ত কিছুর জন্য আপনাকে প্রতিদিন শুধুমাত্র রাতে ঘুমনোর আগে 5 মিনিট সময় দিতে হবে। এটা হল সেই সময় যখন আপনি অনেক ক্লান্ত থাকেন মোবাইল ল্যাপটপ সাইডে রেখে যখন আপনি বিছানায় শুয়ে পড়েন।

এই সময় শুধু মাত্র 5 মিনিট আপনার সম্পূর্ণ জীবন পাল্টে দেওয়ার একটি ক্ষমতা রাখে। কারণ এটা সেই ম্যাজিক টাইম যেই সময় আপনি আপনার মাথার সমস্ত নেগেটিভ প্রোগ্রামিংকে পাল্টে নিজের জীবন একটি নতুন পজেটিভ পাওয়ারের সঞ্চার করে জীবনের দিশা এবং দশা দুটোই পাল্টাতে পারেন। সেটা কি টেকনিক এবং কিভাবে পাল্টাবেন তার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত অবশ্যই মনযোগ সহকারে পড়ুন।

বন্ধুরা এই টেকনিক বোঝার আগেই এটা বুঝে নেওয়া খুব দরকার এই টেকনিক টিকে রাতে ঘুমানোর আগে করাটা কেন জরুরী আর এই সময়টিকে ম্যাজিক টাইম কেন বলা হয়েছে। বন্ধুরা প্রতিটি মানুষের কাছে এই ইউনিভার্সের যদি সব থেকে বড় শক্তি থেকে থাকে তাহলে সেটা হল তার ব্রেইন তার মাথা আর মাইন্ডের টোটাল পাওয়ার কে দুটি ভাগে ভাগ করা হয় প্রথম হল কনসাস মাইন্ড অর্থাৎ চেতন মন এবং দ্বিতীয় হলেও সাবকনসাস মাইন্ড অর্থাৎ অবচেতন মন।

চেতন মন যেখানে রয়েছে ক্রিয়েটিভিটি লজিক ইচ্ছা প্ল্যানিং অথবা এই সমস্ত কাজ আপনি জাগ্রত অবস্থায় করেন যেমন এখন আপনি এই ভিডিওটি দেখেছেন এই সমস্ত কিছু কনসাস মাইন্ড কন্ট্রোল করে। কিন্তু সেটা আপনার ব্রেনের পাওয়ারের কেবল ফাইভ পারসেন্ট এবং তার প্রসেসিং speed ফোরটিবিট পার সেকেন্ড আর অপরদিকে আপনার হ্যাবিটস চিন্তা-বিশ্বাস মেমোরিজ এবং ফিলিংস ও এরকম অনেক কিছু যা অটোপাইলটে মোডে কাজ করে।

যেমন চোখে পাতা নাড়ানো হার্টবিটস শ্বাস নেওয়া এই সমস্ত কিছু আমাদের সাবকনসাস মাইন্ড কন্ট্রোল করে এটা আমাদের ব্রেন পাওয়ার এর 95 শতাংশ এবং তার প্রসেসিং speed ফোরটি মিলিয়ন বিট পার সেকেন্ড অর্থাৎ কনসাস মাইন্ড থেকে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তি রয়েছে সাবকনসাস মাইন্ডের।

সহজ ভাষায় বুঝতে হলে সাবকনসাস মাইন্ড একটি মাল্টিপ্লেক্স সিনেমা ঘরের মত যেখানে একসাথে একই সময়ে 10000 সিনেমা চলছে তাও আবার ননস্টপ উইদাউট এনি ব্রেক আর কনসাস মাইন্ড শুধুমাত্র এক সময়ে একটি কাজেই ফোকাশ করতে পারে সাবকনসাস মাইন্ড এতটাই শক্তিশালী যে তা মানুষের শরীরের ফিফটি ট্রিলিয়ন সেলস কে উইথআউট এনি ব্রেক 24 আওয়ার্স কন্ট্রোল করে।

আর এটার কিছু শক্তি তো এমন রয়েছে অদ্ভুত ও অসীম বিশ্বের অনেক গবেষণাগারে প্লাসিবো এফেক্টস’-এর প্রচুর এক্সপেরিমেন্টে এই কথাটি প্রমাণিত হয়েছে যেখানে লোকেদের ওষুধের নামে শুধু সুগার ক্যাপসুল দেওয়া হয়েছিল এবং ডাক্তার দিয়ে তাদের বিশ্বাস করানো হয়েছিল যে ওষুধ যে সুগার ক্যাপসুলটি তাদের দেওয়া হলো সেটা তাদের অনেক তাড়াতাড়ি ঠিক করে দেবে।

আর সেই সমস্ত লোক কোন ওষুধ ছাড়াই অজান্তে শুধু সুগার ক্যাপসুল কে ওষুধ মনে করে খেয়ে ঠিক হয়ে গেছিল। কারণেই সাবকনসাস মাইন্ড কে ডাক্তার দিয়ে বিশ্বাস করানো হয়েছিল এ ক্যাপসুল তাদের সুস্থ কোরবে অর্থাৎ সাবকনসাস মাইন্ড যদি বিশ্বাস হয়ে থাকে শরীরের সমস্ত সেলস এর কাছে একটি সিগন্যাল পাঠায় যার ফলে সেলস self-healing প্রসেস শুরু করে দেয় এবং ব্যক্তি ঠিক হয়ে যায়।

আর প্রতিটি মানুষের কাছে সৃষ্টির এই অদ্ভুত শক্তি রয়েছে কিন্তু সাবকনসাস মাইন্ড কোনটা সঠিক কোনটা মিথ্যে কি রিয়েল কি ফেক এর মধ্যে পার্থক্য কিছুই বুঝতে পারে না এটা শুধুমাত্র প্রতিটি জিনিসকে স্টোর অথবা রেজিস্টার করে যায় তার প্রোগ্রামিং কিন্তু তা হল অদ্ভুত শক্তিশালী কনসাস মাইন্ড থেকে লক্ষ লক্ষ গুণ পাওয়ারফুল এখন যদি কনসাস মাইন্ড কোন স্বপ্ন দেখে থাকে অথবা কোন প্ল্যানিং করে থাকে তো সেই প্ল্যানিং সাকসেস এর জন্য সাবকনসাস মাইন্ড পাশে থাকাটা খুব জরুরি।

কিন্তু সমস্যা হল সাবকনসাস মাইন্ডেন স্টোর ডেটা বেশিরভাগ নেগেটিভ কারণ ছোট থেকেই পরিবার সমাজ বন্ধু নেগেটিভদের নেগেটিভ চিন্তাধারা বিচার এই সাবকনসাস মাইন্ড ভরে দেওয়া হয় যেমন তুমি কিছুই করতে পারবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার ক্ষমতা নেই এত বড় স্বপ্ন দেখার ইত্যাদি ইত্যাদি। আর সাবকনসাস মাইন্ডে স্টোরে এই কথাগুলি জন্যই বেশিরভাগ সময় এটা কনসাস মাইন্ড এর সাথে থাকে না।

কারণ কনসাস মাইন্ড আমরা যা ভাবছি সেটা সাবকনসাস মাইন্ড এর মতে অসম্ভব আমাদের সামর্থের বাইরে এই প্ল্যানিং আর যদি আমাদের সাবকনসাস মাইন্ড কনসাস মাইন্ডের সাথে না থাকে তো আপনার সফলতার চান্স এর 5% রয়ে যায় আসুন এটাকে এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নি ধরে নিন আপনার প্লানিং ছিল একটি গাড়ি ড্রাইভিং সিটে কনসাস মাইন্ড বসে রয়েছে।

তো এটার ড্রাইভার গাড়িটিকে কেবল ফাইব স্পিডে চালাতে পারবে কারন গাড়ির আসল যে পিছনের সিটে বসে রয়েছে তার ইচ্ছে ছাড়া এই গাড়ি বেশি স্পিডের চলতেই পারবে না আর এই গাড়ির মালিক হলো সেই যে এই শরীরের ফিফটি ট্রিলিয়নস সেলসকে কন্ট্রোল করে সাবকনসাস মাইন্ড যার ইচ্ছে ছাড়া কোন কনসাস মাইন্ড গাড়িকে তার ইচ্ছার দিসার তো নিয়ে যেতে পারবে তবে কেবল ফাইভের স্পিডে আর এত স্লো স্পিডে গাড়ি কতটাই বা দূরে যাবে তার কল্পনা আপনারাই করতে পারবেন।

আপনারা যদি আপনাদের স্বপ্ন আপনাদের প্ল্যানিং স্কেচ পিক দিতে চান সফল করতে চান তো সাবকনসাস মাইন্ড এর 95 শতাংশ পাওয়ার এর সাথে থাকাটা খুব জরুরি কারণ অজান্তেই আমরা জীবনের 95 থেকে 99 পার্সেন্ট আমাদের সাবকনসাস মাইন্ডের ফিট প্রোগ্রামিংয়ের হিসেবে চলে কারণ এর শক্তি কনসাস মাইন্ড থেকে লক্ষ গুণ বেশি আর তাই সাবকনসাস মাইন্ড থাকা সত্ত্বেও আপনার সিদ্ধান্তের অনেক বড় প্রভাব পড়ে।

তাই স্বপ্ন দেখা এবং প্ল্যানিং করা ছাড়া সফলতা অর্জনের সাবকনসাস মাইন্ড এর প্রোগ্রামিং কেউ পাল্টানো টা অনেক জরুরি কিন্তু কিভাবে বন্ধুরা রাতে ঘুমানোর ঠিক আগে আমাদের কনসাস মাইন্ড ও সাবকনসাস মাইন্ডের কানেকশন শেষ হয়ে যায় আর এটাই সেই অটো হিপনোসিসের অবস্থা যেখানে কোনো কথা সরাসরি সাবকনসাস মাইন্ড এর কাছে পাঠানো সম্ভব।

অর্ধেক জেগে থাকা অর্ধেক ঘুমিয়ে থাকা এটা সেই অবস্থা যখন ঘুমানোর আগের কিছু মিনিট যা কিছুই আপনি সাবকনসাস মাইন্ড পাঠান না কেন তা এটার ভিতরে লক হয়ে যায় আর সাবকনসাস মাইন্ড সেই কথা সেই বিচার চিন্তা নিয়ে সারা রাত কাটিয়ে দেয় আর প্রতিদিন এটা করাই সাবকনসাস মাইন্ড এর ভিতরে থাকা পুরনো নেগেটিভ ছবি নতুন পজিটিভ ছবিতে পরিবর্তন হতে থাকে আর সাবকনসাস মাইন্ড কনসাস মাইন্ড প্ল্যানিংয়ে পাশে থাকতে শুরু করে এবং 50 মাইন্ড পাওয়ার 5% থেকে হান্ডেট পার্সেন্ট হয়ে যায়।

এটার প্রতিদিনের অভ্যাসে আপনার জীবন আপনার আশেপাশের পরিস্থিতি ও সম্ভাবনা সমস্ত কিছু পাল্টাতে থাকে বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ লোক এদের অভ্যাস রয়েছে ঘুমোনোর আগে সারাদিন কি কি হলো সেই কথা ভাবতে শুরু করে দেই আমরা কি কি পেলাম কি কি হারালাম কেউ কিছু খারাপ বললেও বা কিছু খারাপ হলো এরকম নেগেটিভ কথা চিন্তা করে আমরা ঘুমিয়ে পড়ি আর এই সমস্ত কিছু আমাদের অজান্তেই সাবকনসাস মাইন্ড এর লক হয়ে যায়।

আর সকালে ঘুম থেকে উঠলে সাবকনসাস মাইন্ড নেগেটিভ চিন্তা পাওয়াকে আমাদের কনসাস মাইন্ড ট্রানস্ফার করে বলবেন না এটা আপনার ম্যাজিক টাইম যখন সাবকনসাস মাইন্ড প্রোগ্রামিং পাল্টে আপনি আপনার সম্পূর্ণ জীবন পাল্টাতে পারেন এই টেকনিক এর সফলতা সম্পূর্ণরূপে এই কথাটির উপর নির্ভর করে যে আপনি এটার কতটা চর্চা করবেন কারণ ছোটবেলা থেকে চলে আসার নেগেটিভ চিন্তা ধারাকে নেগেটিভ ছবিগুলোকে পাল্টাতে হলে কিছুটা সময় তো লাগবেই।

কিন্তু এটা অনেক শক্তিশালী টেকনিক নিজের মতই নিজের আপডেটেড ভার্সন কে খুঁজে বার করার নিজের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে চেনার অভ্যন্তরীণ আত্মবিশ্বাস ও সাহস পাওয়ার ও নিজের প্লানিং এর সফলতা সম্ভাবনাকে কয়েকগুণ বাড়ানোরর এই ম্যাজিক টাইমে সাবকনসাস মাইন্ড প্রোগ্রামিংকে পাল্টানোর জন্য আপনি দুটো পদ্ধতি ব্যবহার করতে পারেন।

প্রথমে আপনি আপনার জীবনের চাই পেতে চান না কেন সেই সমস্ত পজেটিভ কথাকে ইচ্ছাকে রেকর্ড করে নিন এবং প্রতিদিন সেই কথাগুলো কে ঘুমোনোর আগে শুনুন আপনি যদি চান তো কোনো ভালো এফার মেশনের অডিও শুনে আপনি আপনার সাবকনসাস মাইন্ড এ পজিটিভ চিন্তা ধারাকে স্টোর করতে পারেন।

আর দ্বিতীয় পদ্ধতি হলো আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে নিজের সম্পর্কে ঘুমানোর আগে সেরকমই ভাবুন যে রকম আপনি হতে চান আর সেটা ফিল করে আপনার ব্রেনে তার একটি পিকচার বানিয়ে নিজের সফলতাকে ফিল করতে থাকুন যেমন আপনি এই কাজটিতে সফলতা পেয়েছেন সেটা কি ফিল করতে থাকুন সমস্ত পজিটিভ ইচ্ছাকে ফিল করতে থাকুন যেন সেটা আপনি পেয়ে গেছেন আর আপনি সেটাকে এনজয় করছেন।

আপনি যদি প্রতিদিন এই টেকনিক চর্চা করবেন ধীরে ধীরে সাবকনসাস মাইন্ড আপনার কথায় বিশ্বাস করতে শুরু করবে এবং এখান থেকেই শুরু হবে আপনার মত একটা বিরাট পরিবর্তন কারণ এখন আপনার কনসাস মাইন্ড প্লানিং এর সাথে রয়েছে সাবকনসাস মাইন্ড অদ্ভুত অসীম শক্তি এই টেকনিক চর্চা করা আজ থেকে শুরু করে নিন

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post যা ভাববেন তাই পাবেন। রাতে ঘুমোনোর আগে এটা অবশ্যই করবেন __Reprogram Your Subconscious Mind Life Changing Technique appeared first on Trickbd.com.

এখনই ডাউনলোড করে নিন mx player pro এর আপডেট ভার্সন

Posted:

আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

আমরা যারা অ্যান্ড্রোয়েড ফোন ব্যাবহার করি, তারা অবশ্যই কখনোও না কখনোও mx player এপটি ব্যাবহার করেছি।কারণ এটি সর্বাধিক জনপ্রিয় ভিডিও প্লেয়ার এপ।

কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা হলো এর ads.

আর যেটা সবায় অপছন্দ করে।

আর এর সমাধান একটাই আর সেটি হলো এর pro ভার্সন।

তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি mx player pro এর একদম latest version 1.36.11.

Download Link:-mx player pro

পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন|

আল্লাহ হাফেজ

The post এখনই ডাউনলোড করে নিন mx player pro এর আপডেট ভার্সন appeared first on Trickbd.com.

চলুন দেখি সাউথের সেরা ৫ টি রোমান্টিক মুভি | Top 5 South Movies | Bangla Review | দেখার লিংক সহ।

Posted:

বিগত বছরগুলোতে সাউথে অনেক সাসপেন্স থ্রিলার আর ড্রামা এর ভিড়ে কিছুটা হলেও ওভার শ্যাডো হয়ে যাচ্ছে সাউতের ভালো রোমান্টিক সিনেমা গুলো এক ধরনের সিনেমা দেখার একঘেয়েমিতা কাটাতে রোমান্টিক সিনেমার বিকল্প প্রায় নেই বললেই চলে।

মূলত এমনই কিছু রোমান্টিক সিনেমার লিস্ট নিয়ে আমাদের আজকের আয়োজন। বলে রাখা ভাল সিনেমাগুলো ইউটিউবে রয়েছে এবং দেখার লিংক সহ শেয়ার করছি।

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ট্রিকবিডি!


৫। গীতা গোবিন্দম এর পর বিজয় দেবরকোন্ডা আর রেস্মিকা মান্দানা জুটির আরেকটি ভালো মানের রোমান্টিক সিনেমা হল *এই ডিয়ার কমরেড* সিনেমাটির গল্প.

একজন পরোপকারী আন্দোলন প্রিয় ছেলে এবং একজন ক্রিকেট প্রিয় মেয়েকে নিয়ে সিনেমাটি মুক্তির আগে ভালোই হাইপের মাঝে ছিল এমনকি সিনেমাটির রিমেক রাইটস  মুক্তির আগে কারান জোহার কিনে সিনেমাটির হাইপ আরো বাড়িয়ে দিয়েছিল।

তবে এত হাইপ থাকা সত্ত্বেও সিনেমাটিক বক্সঅফিসের ব্যর্থ হয় তবে এর হিন্দি ডাবিং রিলিজের পর সিনেমাটি নতুন করে আবার আলোচনায় আসে।

সত্যি বলতে সিনেমাটি আর কয়েকটা সাউথ ফিল্ম এর মতই তবে এর অভার অল উপস্থাপনার জন্য সিনেমাটি একবার তো অবশ্যই দেখা যায়।

সাউথ লাভার দের জন্য এটি একটি ডিসটেন্স ওয়াজ ফিল্ম।


৪।  একটি হাই স্কুল লাইফ টিনেজ রমান্টিক ড্রামা থেকে আপনি যেসব এলিমেন্ট আশা করে থাকেন তার পুরোটাই আপনি পাবেন বয় নামক এই সিনেমায় অন্তত আমার কাছে তো তাই মনে হয়েছে

সিনেমাটি দেখার সময় অল্প সময়ের জন্য হলেও আপনি সেই স্কুল লাইফের আনন্দময় মধুর স্মৃতিতে ফিরে যাবেন।

এই সিনেমার একটি বিশেষত্ব বোধ হয় এটিই যে সিনেমাটি সবাইকে নস্টালজিক করে দিতে সক্ষম। অংকে ভয় শিক্ষক ভীতি স্কুল লাইফের ক্রাশ এরকমই আরো নানান বিষয়ে সিনেমাটিতে দেখানো হয়েছে খুব সাবলীলভাবে।
এছাড়া সিনেমাটিকে মোটামুটি রিয়ালিস্টিক ভাবে উপস্থাপন করা হয়েছে তেলেগু এর মত ইন্ডাস্ট্রিতে.

এমন সিনেমা খুব কমই হয়।

পরিচালক অমর বিশ্বরাজ রাজ তার সিনেমা হিসেবে সিনেমাটি কে যথেষ্ট ভাল ভাবেই হ্যান্ডেল করেছেন ।
সিনেমা দেখার সময় মাঝে মাঝে রিপ্লেসমেন্ট টাইপ সিনেমা দেখতে চাইলে বই সিনেমাটি আপনার জন্য।


৩।  ২০১৭ সালে সাউথ ইন্ডিয়ান রোমান্টিক জঞ্জার অন্যতম আলোচিত সিনেমা গুলোর মাঝে একটির নাম ফিদা।

বক্স অফিসে ব্যাপক সাফল্যের পাশাপাশি সিনেমাটি আলাদাভাবে দর্শকদের ও ব্যাপক পছন্দ হয়েছিল।
ফিদা সিনেমা নিয়ে কথা বললে প্রথমে ই আসে সিনেমার অসাধারণ মিউজিক এর কথা দারুন দারুন সব গান দর্শকমহলে সাড়া ফেলেছিল।

মূলত বিয়ে বাড়ির ব্যাকড্রপে একটি সাধারণ লাভ স্টোরি উঠে এসেছে এই সিনেমায়।

আর ফিদা সিনেমা টির বড় একটি বিশেষত্বওই হলো এই সিম্প্লিসিটি যেটি দর্শকদের দারুন লেগেছিল।
সাধারণ ও সারল্যে ভরা এই প্রেমের গল্পের মাঝে মিশে থাকা নানা উপাদান সিনেমা দেখা ব্যক্তিদের রিপ্লেসমেন্টের জন্য যথেষ্ট।
তেলেগু টিপিক্যাল গল্পের থেকে সামান্য বাইরে গিয়ে তৈরি এই সিনেমা যদি এখনও আপনার দেখা না হয়ে থাকে তাহলে দেখতে ভুলবেননা ফিদা।


২। নিলাকাশাম পাচাকাদাল চুভান্না ভূমি একটা স্বচ্ছ সুন্দর আর আবেগী ভালোবাসার গল্প দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়ে অজানার পথে সেখান থেকেই শুরু হয় তাদের দারুণ অ্যাডভেঞ্চার যারা ট্রাভেল টাইপ সিনেমা পছন্দ করেন সিনেমাটি তাদের জন্য মাস্টওয়াচ।

দুলকার সালমান এর ক্যারিয়ারের ভালো কাজগুলোর মাঝে এই সিনেমাটি অবশ্যই থাকবে কারণ সিনেমাটির পুরো উপস্থাপনা এবং এর ন্যারেশন যেভাবে এগিয়েছে তাতে দর্শকদের সাথে সিনেমাটিক কানেক্ট হতে ব্যাপক সুবিধা হয়।

এবং একবার দেখার পর অনেকেই সিনেমাটা প্রিয় তালিকায় স্থান করে নিয়েছে। সিনেমায় দেখানো নজরকাড়া প্রাকৃতিক দৃশ্যের এতটা আধিপত্য শুধুমাত্র মালায়লাম সিনেমাতেই বোধহয় সম্ভব। সব মিলিয়ে দেখতে গেলে পারফেক্ট সিনেমা ফর রিফ্রেশমেন্ট।


১। *প্রেমাম* আমি যদি খুব ভুল না হই তাহলে এই সিনেমাটি মালায়লাম এর কাল স্ট্যাটাস পাওয়ার সিনেমা গুলোর মাঝে একটি পুরো ভিন্ন আঙ্গিকে দেখানো একটি দারুন রোমান্টিক স্টোরি দর্শকদের এতই ভালো লেগেছিল যে সিনেমার দৃশ্যাম এর মত ইন্ডাস্ট্রি হিট সিনেমার রেকর্ড প্রায় ব্রেক করে ফেলেছিল।

একটুর জন্য সক্ষম হয়নি। এক ঝাঁক নতুন ট্যালেন্টদের নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছিল এবং সবাইকে এই একটা সিনেমায় রাতারাতি সুপারস্টার বানায়া দেয়।

বলা হয় দৃশ্যাম চারর্লি আর প্রেমাম সিনেমা মালায়লাম ইন্ডাস্ট্রির ব্যাপক খ্যাতি আনতে বড় ভূমিকা পালন করেছে।
তিনজন মেয়ে এবং একজন ছেলের ভিন্ন রকম এক গল্প দেখানো হয়েছে এই সিনেমাতে তেলেগুতে এই সিনেমাটির একটি রিমেক ও রয়েছে যার নাম ও প্রেমাম।

সাউথ সিনেমা প্রেমিক কারোরই বোধহয় এই সিনেমাটি দেখা বাকি নেই। তবে যদি এখনো কারো দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে নিবেন।

শেষ করছি আমাদের আজকের আয়োজন পোস্ট টি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এই টপিক আরো পোস্ট চাইলে আমাদের কাছে কমেন্টে জানাতে পারেন।


এই ফেসবুক পেজ দিয়ে তোমরা যে কোন গেম এর কারেন্সি টপ আপ করতে পারবে খুবই রিজেনেবল প্রাইস এ। পেজ লিংকঃ:
https://bit.ly/35I4bZr
পেজটি খুবই ট্রাস্টেড বলেই বলেই শেয়ার করলাম। ✅

ফিরে আসছি পরবর্তী পোস্ট এ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।❤❤❤

The post চলুন দেখি সাউথের সেরা ৫ টি রোমান্টিক মুভি | Top 5 South Movies | Bangla Review | দেখার লিংক সহ। appeared first on Trickbd.com.

র‍্যানসমওয়্যারের সুরক্ষাব্যবস্থা Add হচ্ছে নতুন Windows 11 এ

Posted:

Motion by Minh Pham ✪ | Dribbble

অল্পকিছু দিনের মধ্যেই Release হতে যাচ্ছে Windows 11। এর কিছু ScreenShot সহ অন্যন্য Fetures Leak হওয়া শুরু হয়েছে। গতসপ্তাহেই এর ISo File leak হয়। তবে শেষ আপডেট আসছে Officially 24 June, যা তাদের tweeter এ জানা গিয়েছে।

সব শেষে জানা গিয়েছে Windows এই র‍্যানসমওয়্যারের Virus থেকে নিজেকে
রক্ষা করবে, যা Windows 10 এর শেষ Edition এও পাওয়া যায় Already

 

উইন্ডোজেই আছে র‍্যানসমওয়্যারের সুরক্ষাব্যবস্থা

 

👉 সুবিধাটি চালু করতে চাইলে—

=উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের কম্পিউটারে 'উইন্ডোজ সিকিউরিটি অ্যাপ' চালু করুন।

='ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন' অংশে যান।

=পাতার নিচের দিকে গেলে র‍্যানসমওয়্যার প্রোটেকশন দেখতে পাবেন।

=ম্যানেজ র‍্যানসমওয়্যার প্রোটেকশনে ক্লিক করুন।

=ফোল্ডার অ্যাকসেস চালু না থাকলে সেটি করে দিন।

উইন্ডোজেই আছে র‍্যানসমওয়্যারের সুরক্ষাব্যবস্থা

 

মূলত সন্দেহজনক সফটওয়্যার যদি আপনার গুরুত্বপূর্ণ ডেটায় কোনো ধরনের পরিবর্তন করতে চায়, তবে এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে তা ঠেকিয়ে দেবে উইন্ডোজ ১০ চাইলে নির্দিষ্ট কিছু সফটওয়্যারকে 'হোয়াইটলিস্টেড' করে দিতে পারেন, যেগুলোর ক্ষেত্রে সুবিধাটি কাজ করবে না

‼ তবুও র‍্যানসমওয়্যার হামলা যদি হয়ই, তবে 'ওয়ানড্রাইভ' সেটআপ করার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে আপনি চাইলে File backup করে রাখতে
পারবেন, ফলে File হারানোর ভয় থাকবে না।

Coutesy- ProthomALO

DEXTER
Signing OFF

The post র‍্যানসমওয়্যারের সুরক্ষাব্যবস্থা Add হচ্ছে নতুন Windows 11 এ appeared first on Trickbd.com.

Monster One, বিভিন্ন ধরনের Content সমৃদ্ধ একটি Website

Posted:

Howdy Howdy Howdy GIFs - Get the best GIF on GIPHY

Howdy Everyone,
আমরা প্রতিনিয়ত Website এর জন্য Plug In অথবা Theme খুজে থাকি এবং google এ যেসকল Website পাই সবগুলোই Nulled File দেয়। যা সত্যিই বিরক্তিকর। তাই Updated Plug In ও Theme পেতে আপনি Monster One Choose করতে পারেন। এইটা আপনাকে Valid File দিবে License সহ [Self-tested]
তাছাড়া Content Writing এ Theme Photo, Background Related সকল ধরনের Graphics পাবেন এই Website থেকে।

┇┇Monster One এর 03 category Plan রয়েছে ┇┇

  • CREATIVE $7.75/mo
  • ALL-IN-ONE $14.95/mo
  • LIFETIME $649/mo

❖ বিস্তারিত জানতে Visit Here 

 

◤এক নজরে দেখে নিন যা যা থাকছে এই Monster One Website এ◢

⇢WordPress Themes
⇢Plugins
⇢Ecommerce
⇢Graphics
⇢Presentation Templates
⇢HTML Templates
⇢CMS Templates
⇢Services

 

Sign up Sign up... Read all about it! | Motion graphics inspiration, Character design, Creative gifs

⁕⁕⁕আমি মূলত Presentation Templates আর Graphics Use করি এই Site থেকে। আপনারা যারা Photoshop নিয়ে কাজ করেন তারা অস্থির Level এর template পেয়ে যাবেন এই Site থেকে।

⁕⁕⁕আপনারা এই Website থেকে কিছু Purchase করলে যদি “telekit1971” Codeটি Use করেন নিশ্চিত Secial Discount পাবেন।

⁕⁕⁕আপাদত Free Account Create করে রাখতে পারেন, ভবিষ্যতে এই Site এর কিছু Reddeme Code নিয়ে আলোচনা করব যা কিনা আপনাকে Monster Site Premium উপভোগের সুযোগ করে দিবে।

⁕⁕⁕Sign Up করুন এখুনিই !!!

 

ArtStation - SOCS Platform Promotional Illustrations/Animations, Liz Gross

ツ Sign UP Process:-
1. Sign UP এ আপনি mainly Free Programmeটা পাবেন
2.কোন Payment Info. চাইবে না।
3. Simply Monster One Site এ প্রবেশ করুন
4. যথাযথ Information দিয়ে Sign UP করে ফেলুন
5.এবং Content এর দুনিয়ায় ডুব দিন

Reminder:-Free Plan নিয়ে Premium File Download করতে পারবেন না 

❝এইছিলো Monster One Site Review। যারা বিভিন্ন Platform এ Content Creator হিসেবে আছেন তাদের জন্য সময়উপযোগী একটি Site হবে আশাকরি❞

Bye (>‿◠)✌
Contact Me On Telegram
[Telekit] [Discuss With Me]

The post Monster One, বিভিন্ন ধরনের Content সমৃদ্ধ একটি Website appeared first on Trickbd.com.

Truecaller কিভাবে কাজ করে..? এরা কিভাবে টাকা ইনকাম করে..?

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Truecaller কিভাবে কাজ করে..?

একটা মোবাইল অ্যাপ আমাদের মধ্যে খুবই জনপ্রিয় এবং প্রচুর মানুষ আছে যারা এই মোবাইল অ্যাপ টা কে ব্যবহার করে আর এর নাম হলো ট্রু কলার । ট্রু কলার অ্যাপ এর সাহায্যে আমরা আননোন নাম্বারের পরিচয় জানতে পারি কিন্তু আপনি যদি এই অ্যাপটা আপনার ফোনে ইন্সটল করে রাখেন তাহলে আপনি কার সঙ্গে কি কথা বলেন কার সঙ্গে কি চ্যাট করেন

এই সমস্ত ইনফরমেশন এমনকি আপনার কল রেকর্ডিং এই অ্যাপটা আপনার ফোন থেকে নিয়ে চলে যাচ্ছে তবে কিভাবে ওই অ্যাপটা এসমস্ত কাজগুলো করে সেটা জানার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।চলুন আজকে জেনে নেওয়া যাক ট্রু কলার অ্যাপ এর সম্পর্কে

তবে সবার আগে জেনে নেওয়া যাক যে এই ট্রু কলার অ্যাপ আসলে কাজ কিভাবে করে তো ব্যাপারটা খুবই সিম্পল ট্রুকলার এমন একটা মোবাইল অ্যাপ যেটাকে যে যে নিজের ফোনে Install করে অ্যাপটা তাদের ফোন থেকে সমস্ত ডেটা তুলে নিজের সার্ভার স্টোর করে নেয় এবার হয় কি আপনার যত কন্টাক্ট আছে আমার যত কন্টাক্ট আছে মানে যারা যারা এই এপটা কে ডাউনলোড করে রেখেছে তাদের কন্টাক্ট গুলো এই অ্যাপটা কালেক্ট করে নিজের সার্ভার স্টোর করে রাখে

তারপর সার্ভারে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইউজ করে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে কোন একটা নাম কি ম্যাথ করিয়ে দেওয়া হয় এটা তারা করে কারো একটা ফোন নাম্বার কে অনেকে অনেক রকম ভাবে সেভ করে রাখে প্রত্যেকের কাছ থেকে যখন ডেটা নেবে তখন সে গুলোকে ম্যাচ করিয়ে যে জিনিসগুলো কমন আসবে সেই জিনিস গুলো কে ওই নাম্বারের সঙ্গে ম্যাচ করিয়ে দেওয়া হয়

এবার যখনই ওই নাম্বার থেকে আপনার ফোনে তে ফোন আসবে তখন ট্রুকলার নিজের সার্ভার থেকে খুঁজেবে যে ওই নাম্বারের সাথে কোন নামটা জড়িত আছে এবং সেটাকে আপনার ফোনে তে শো করবে তার মানে সোজা ভাষায় বললে আমাদের কাছ থেকেই ফোন নাম্বার এবং কন্টাক্ট নিয়ে এই অ্যাপটা আমাদেরকেই ওই নামগুলোর দেখার।

মানে ব্যাপারটা খুবই ইজি আপনি আপনার পাড়ায় যাবেন পাড়াতে প্রত্যেকটা বাড়িতে কে কে থাকে তাদের নাম কন্টাক্ট গুলো আপনি একটা খাতায় লিখে দিতে বলবেন এবং তারপর বলবেন যে যদি কারো নাম কন্টাক্ট এর দরকার হয় তারা যেন আপনার কাছে আসে এই প্রিন্সিপাল এই কাজ করে ট্রু কলার অ্যাপ অতএব আপনি বুঝতেই পারছেন যে এই অ্যাপটা আমাদের প্রাইভেসির ওপর কত ইফেক্ট করে যখনই আমরা একে install করব। গুড়িয়ে ফিরিয়ে আমাদের ডেটাগুলো সব কালেক্ট করে নেয়

এবার চলুন এদের ওয়েবসাইটে যাওয়া যাক এবং দেখা যাচ্ছে এরা কোন কোন ডেটে আমাদের ফোন থেকে কালেক্ট করে আপনি এদের ওয়েব সাইটে যাবেন এবং প্রাইভেসি পলিসি তে গেলে আপনি দেখতে পাবেন ওখানে আছে ইনস্টলেশন এন্ড ইউজ দেখুন এখানে কি লেখা আছে When you install and use the services truecaller will collect person information From you and any devise you may use in your interaction with our services

মানে ওরা নিজেরাই বলছে যে আপনার পার্সোনাল ইনফরমেশন ওরা কালেক্ট কোরবে এবার কি কি ইনফরমেশন সেটাও এখানে লেখা আছে জিও লোকেশন, your ip address, ডিভাইস আইডি অর ইউনিক আইডেন্টিফায়ার, ডিভাইস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড টাইপ, ডিভাইস এন্ড হার্ডওয়ার সেটিংস, সিম কার্ড ইউজ অ্যাপ্লিকেশন ইনস্টল অন ইয়োর ডিভাইস মানে ফোনে কি কি এপ্লিকেশন ইন্সটল করা আছে ওটা ওদের জানতে হবে আর কী। তাছাড়া আইডি ফর অ্যাডভার্টাইজমেন্ট আড্ডাটা, অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার, অপারেটর আইএসআই, কানেকশন ইনফর্মেশন, স্ক্রিন রেজুলেশন

ইউসেজ স্ট্যাটাস ডিফল্ট কমিউনিকেশন অ্যাপ্লিকেশনস অ্যাকসেস টু ডিভাইস অ্যাড্রেসবুক। এছাড়াও আরো অনেক কিছু তো এই সবকিছু আপনি জানতে পারেন না যখন আপনি অ্যাপটা ইন্সটল করেন এবং প্রাইভেসি পলিসি তে আপনি টিক মার্ক দিয়ে দেন। তখন থেকেই এরা এই সমস্ত ইনফরমেশন গুলো ইউজ করতে শুরু করে দেয়।

সোজাসুজি ভাবে বললে সবার ডেটা একজায়গায় কালেক্ট করে এবং সেই ডেটে থেকেই সাধারণ মানুষকে সার্ভিস দেওয়া এই প্রচেষ্টাকে বলা হয় ক্রাউডসোর্সিং। মানে সাধারন মানুষের কাছ থেকে এটা নিয়ে সাধারণ মানুষকেই সার্ভিস দেওয়া অনেকে বলতে পারে যে এই অ্যাপটা তো একচুয়ালি আমাদের হেল্প করে আননোন নাম্বার থেকে ফোন আসে তাদের ইনফর্মেশন আমরা জানতে পারি।

প্লাস কোন নাম্বারটা আছে সেটাও আমরা এই অ্যাপের সাহায্যে জেনে যেতে পারি তবে একটু আগেই দেখলেন যে এই অ্যাপটা ইন্সটল করার জন্য আপনাকে কোন কোন জিনিসের পারমিশন দিতে হয় যখন আপনি এদের প্রাইভেসি পলিসিতে Agree করেন তার সাথে কিন্তু ওরা এটাও লিখে দেয় যে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আনইন্সটল করে দিতে পারেন আর যদি ইনস্টল করেন তাহলে আমাদের এই শর্তগুলো কে আপনাকে মানতে হবে

এ কারণে আপনি যদি আপনার ফোনের প্রাইভেসিকে compromise করতে না চান তাহলে এই সবকিছু আপনাকে ভেবে নেওয়া দরকার একবার। আসলে আপনি নিজেও জানতে পারবেন না যে কোন কোন ডেটে এই অ্যাপটা আপনার ফোন থেকে তুলে নিয়ে চলে যাবে। এবার ব্যাপার হলো তাহলে কি আমরা জানতে পারব না যে আননোন নাম্বার থেকে কে ফোন করছে আমাকে তার নাম কি হ্যাঁ নিশ্চয়ই আমরা জানতে পারব ।

এমনকি ট্রুকলার কে ব্যবহার করেই জানতে পারবো কিন্তু এর জন্য আপনার ফোনে সিকিউরিটি টাকে কম্প্রোমাইজ করতে হবে না আপনি খুব নিশ্চিন্তে এ ট্রুকলার কে ব্যবহার করতে পারেন ।এবং আননন নাম্বার থেকে কে আপনাকে ফোন করছে তার পরিচয়টাও জানতে পারেন এজন্য আপনি কি করবেন আপনি একটা নতুন ইমেইল আইডি ক্রিয়েট করে নেবেন।

জিমেইল আইডিতে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন থাকবে না একেবারে নতুন জিমেইল আইডি এবং এরপর ট্রুকলার এর যে ওয়েবসাইটটা আছে মানে ব্রাউজারে যে ওয়েবসাইট টা ওপেন হয় অ্যাপ নয়। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মেইল দিয়ে সাইন আপ করে নেবেন এবং তারপর আপনি ওই ওয়েবসাইটে কোন নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন যে ওটা কার নাম্বার খুবই ইজি প্রসেস এর জন্য আপনাকে ফোনে অ্যাপ টা কে ইন্সটল করতে হবে না অথচ আপনি এর ফিচারগুলো ইউজ করতে পারবেন

আপনার হয়তো মনে হতে পারে যে এই ট্রু কলার অ্যাপ টাকা কিভাবে কামাই এর জন্য এদের কাছে মোটামুটি তিনটে প্রসেস আছে সবার প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট থেকে এদের যে ওয়েবসাইট আছে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট চলে তার সাথে আপনার ফোনে তো মাঝে মাঝে পপ আপ অ্যাড চলে আসে তো সেই সমস্ত অ্যাড গুলো থেকে ট্রুকলার ইনকাম করে।

তবে অ্যাডভার্টাইজমেন্ট এর থেকেও বেশি টাকা ইনকাম করে এরা ডেটাশেয়ারিং করে বর্তমানের টাকা, ডলার ,পাউন্ড এর থেকেও বেশি মূল্যবান হলো ডেটা। আমি জানিনা এটা কতটা সত্যি তবে এরকম জানা যায় এরা এদের যে সমস্ত থার্ড পার্টি ওয়েবসাইট আছে থার্ড পার্টি কম্পানিজ আছে যাদের হিউজ পরিমান পাবলিক ডেটার দরকার পড়ে তাদের সাথে ট্রু কলার ডেটা শেয়ারিং করে এদের কাছে যেমন সবার কন্টাক্ট নাম্বার থাকে সেই সাথে এদের কাছে কন্টাক্ট লোকেশনের থাকে।

মানে ধরুন ঢাকাতে কত ইউজার আছে তারা ডেটা যদি কোন কোম্পানীর দরকার পড়ে তাহলে সেটা ট্রুকলার এর কাছ থেকে তারা কালেক্ট করে নিতে পারে আর অবশ্যই ট্রুকলার সেই কোম্পানির কাছ থেকে এর জন্য অনেক টাকা চার্জ করে

এরপর টাকা ইনকাম করার আরেকটা প্রসেসর ট্রুকলার ফর বিজনেস।দরুন আপনার কোন বিজনেস আছে যার জন্য আপনাকে রেনডম মানুষকে ফোন করতে হয় এজন্য সাধারন মানুষ কি করে সেই ফোন নাম্বার গুলোকে স্পেম করে রাখে মানে কারো ফোনে যদি আপনার কোম্পানি থেকে ফোন যায় তাহলে তার ফোনে স্পেম দেখাবে।

এর জন্য ওই কোম্পানি গুলো কি করে ট্রুকলার কি এক্সট্রা করে টাকা দিয়ে দেয় যাতে তাদের লিস্ট থেকে ওই নাম্বার গুলো কে যেন স্প্যাম হিসেবে না দেখায় আর এইভাবে বিভিন্ন কোম্পানি তাদের নাম্বার গুলো কে হোয়াইটওয়াশ করে নেয়। এই সবকিছু মিলিয়ে এদের প্রচুর বড় বিজনেস আর আমাদের কাছ থেকে ডেটা নিয়ে আমাদেরকে বিক্রি করে ইচ্ছে মতো পয়সা ইনকাম করছে।

তো বন্ধুরা শুধু ট্রুকলার নয় যেকোনো অ্যাপ নিজের ফোনে ইন্সটল করার সময় একবার ভালো করে দেখে নেবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন যে অ্যাপটা কিসের আর সেই অ্যাপটা আপনার ফোন থেকে কি কি জিনিসের পারমিশন নিচ্ছে ধরুন আপনি একটা মেসেজের অ্যাপ ইন্সটল করলেন। সেই অ্যাপটা আপনার ফোন থেকে ক্যামেরার পারমিশন চাইছে, গ্যালারির পারমিশন চাইছে, মাইক্রোফোনের পারমিশন চাইছে তবে মেসেজ করার জন্য কি ক্যামেরার প্রয়োজন হয় নাকি প্রয়োজন হয় মাইক্রোফোনের এই জন্য অ্যাপ ইনস্টল করার সময় ফোনের পারমিশন গুলো একটু ভেবেচিন্তে দেবেন।

তাহলে আপনার ফোনের এবং আপনার প্রাইভেসি টা ঠিকঠাক মেন্টেন হবে তা না হলে যাতা অ্যাপ স্টোর থেকে আপনি ডাউনলোড করবেন আর আপনার ফোন থেকে ডেটা নিয়ে তারা নিজের সার্ভারে আপলোড করে নিবে আর সেখান থেকে ধেধার টাকা ইনকাম করবে

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post Truecaller কিভাবে কাজ করে..? এরা কিভাবে টাকা ইনকাম করে..? appeared first on Trickbd.com.

[পর্ব ৩] ডাউনলোড করে নিন Loki Series এর সিজন ১ এর তৃতীয় এপিসোড হিন্দি ডাবিং সহ! (সদ্য মুক্তিপ্রাপ্ত)

Posted:

আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

এখন আপনাদের জন্য নিয়ে এসেছি সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ Loki এর সিজন ১ এর তৃতীয় এপিসোডের  লিংক (হিন্দি ডাবিং সহ) ও আমার হালকা রিভিউ। যারা আগের এপিসোড গুলো দেখেন নি তাদের জন্যঃ  Episode 1 Link       Episode 2 Link

 

Loki(2021)

Genre: Sci-fi

Imdb: 9.1/10

Google: 95% liked this web series

 

 

 

তৃতীয় এপিসোডে একটা নতুন ভ্যারিয়েন্ট আসে লকির। ফিমেইল ভ্যারিয়েন্ট। অর্থাৎ মেয়ে লকি!

 

যেভাবে শুরু আর শেষ করছে একেকটা এপিসোড, লোকি নিঃসন্দেহে কমিকবুক সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট হওয়ার পথে। এখন শুধু ভাবছি কখন আসবে পরের এপিসোড!

গত পর্ব থেকে এই পর্ব অনেকটাই আলাদা। লকি টাইম ট্রাভেল করে দেখা পায় নিজেরই নতুন এক ভ্যারিয়েন্ট এর সাথে। আর তাও ফিমেইল! অর্থাৎ মেয়ে লকি। এর পর ঘটতে থাকে সব আজব ঘটনা।

আর্ক নামের একটা গ্রহে চলে যায় দুজনে যা প্রায় ধ্বংস হওয়ার পথে। কি হবে এবার তাদের? তাদের মূল লক্ষ্য কি? জানতে হলে আজকে মুক্তিপ্রাপ্ত এপিসোডটি দেখা মাস্ট ওয়াচ।

এবার আসি আমার নিজের কিছু অপিনিয়ন নিয়ে। আজকের এপিসোডে আমার ফিমেইল লকি  (সিরিজে নাম সিলভি) এর এন্ট্রি, এক্টিং অন্য লেভেলের মনে হয়েছে। সাথে লকির সাথে ফিমেইল লকি তথা সিলভি এর কনভারসেশন গুলো ও অস্থির মনে হয়েছে। কমেডি ও রয়েছে হালকা। সাথে লাস্টে যে টুইস্ট টা রাখলো TVA নিয়ে! ভাই রে ভাই! বেশি কিছু বললাম না, দেখলেই বুঝে যাবেন। মোট কথা আজকের এপিসোড টা দেখে বুঝলাম সামনে আরো টুইস্ট এবং অবাক করা কাহিনী আসছে।

রিভিউ টা এই এপিসোডের একটা ডায়লগ দিয়ে শেষ করতে চাই- ” Love is Hate!”

কিছু স্ক্রিনশটঃ

 

Download Links (Dual Audio)

480p (140 MB) : Direct Download Link      Server 2         Server 3

720p (240 MB) : Direct Download Link       Server 2        Server 3

720p (370 MB): Direct Download Link        Server 2         Server 3

1080p (900 MB): Direct Download Link       Server 2

1080p (2 GB+): Direct Download Link        Server 2

4K: Direct Download Link

ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন।কোনো ডাউনলোড লিংক কাজ না করলে বা লোড পড়লে অন্য সার্ভার ট্রাই করবেন। ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা  এই লিংকে  ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন।আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি।কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না।

[Download Link Credits: Mlwbd, Hubdrive]

আগামী এপিসোড ৩০ তারিখ বুধবার আসবে।

ঘুরে আসতে পারেন আমাদের সাইট: Tipsnewsbd

আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

The post [পর্ব ৩] ডাউনলোড করে নিন Loki Series এর সিজন ১ এর তৃতীয় এপিসোড হিন্দি ডাবিং সহ! (সদ্য মুক্তিপ্রাপ্ত) appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments