Search box..

গ্রামিণ সিমে Upay Account খুলে ফ্রি তে 500 MB আর ৫০ টাকা পর্যন্ত বোনাস নিয়ে নিন, সাথে গ্রামিণ সিমে Upay App ফ্রি তে ব্যবহার করুন কোনো ধরনের MB বা টাকা লাগবে না

গ্রামিণ সিমে Upay Account খুলে ফ্রি তে 500 MB আর ৫০ টাকা পর্যন্ত বোনাস নিয়ে নিন, সাথে গ্রামিণ সিমে Upay App ফ্রি তে ব্যবহার করুন কোনো ধরনের MB বা টাকা লাগবে না


গ্রামিণ সিমে Upay Account খুলে ফ্রি তে 500 MB আর ৫০ টাকা পর্যন্ত বোনাস নিয়ে নিন, সাথে গ্রামিণ সিমে Upay App ফ্রি তে ব্যবহার করুন কোনো ধরনের MB বা টাকা লাগবে না

Posted:


অত্যাধুনিক ব্লকচেইন প্রযুক্তি ও ডিভাইস অথেনটিকেশনের মতো নিরাপত্তা ফিচারযুক্ত করে মার্চে যাত্রা শুরু করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস সাবসিডিয়ারি 'উপায়'

যা বিকাশ, রকেট, নগদ এর মত যে কোনো সময় যে কোনো স্থানে টাকা পাঠানো যাই খুব কম খরচ এ

আর নতুন উপায় একাউন্ট গ্রামিণ সিমে খুলে পাওয়া যাবে 500 Mb একদম ফ্রি আরো থাকছে ৫০ টাকা ক্যাশ রিংয়ার্ড় পর্যন্ত বোনাস।

এছাড়া গ্রামিন সিমে উপায় অ্যাপ ব্যবহার করতে লাগবে না কোনো টাকা বা এমবি একদম ফ্রি তে ব্যবহার করা যাবে উপায় অ্যাপ।

"উপায়" রেজিস্ট্রেশন করতে মোবাইল অ্যাপ দিয়ে কাজটি করতে হবে আপনি চাইলে খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ টি ডাউনলোড এবং ইন্সটল করে নিতে পারবেন।

 

নতুন উপায় একাউন্ট খুলার নিময় জানতে এখানে ক্লিক করুন

১ম বার অ্যাপ-এ লগ-ইন করলে ২৫ টাকা এবং ৭ দিনের মধ্যে অ্যাপ দিয়ে একবারে ৫০ টাকা (বা তার চেয়ে বেশি পরিমান) মোবাইল রিচার্জ করলে আরো ২৫ টাকা |

এছাড়া উপায় একাউন্ট থেকে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করলে ২০% ক্যাশ রিংয়ার্ড়।

দেশজুড়ে ৫০০+ এর বেশি UCB এটিএম এ "উপায়" অ্যাপ থেকে ক্যাশ আউট করুন সবচেয়ে কম চার্জে- মাত্র ৮ টাকায় (কোন শর্ত ছাড়াই )!

উপায় প্রতি হাজারে ক্যাশ আউট খরচ মাত্র 14 টাকা এটি আপনি ক্লাসিক ফোন বা ডায়াল করার মাধ্যমে হলে এই খরচ।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post গ্রামিণ সিমে Upay Account খুলে ফ্রি তে 500 MB আর ৫০ টাকা পর্যন্ত বোনাস নিয়ে নিন, সাথে গ্রামিণ সিমে Upay App ফ্রি তে ব্যবহার করুন কোনো ধরনের MB বা টাকা লাগবে না appeared first on Trickbd.com.

এইচএসসি এসাইনমেন্ট সমাধান বাংলা ১ম পত্র ২০২১ (১ম সপ্তাহ)

Posted: 22 Jun 2021 09:35 PM PDT

১) অপরিচিতা গল্পে কল্যাণীর সংকট হলাে সঠিক সময়ে বিবাহ না হওয়া।

মেয়ের বয়স পনেরাে শুনে লেখকের মামার মন ভার হলাে। কারণ তিনি মনে করলেন যে, ঐ মেয়ের বংশে কোন দোষ আছে। তখন আট থেকে দশ বছর বয়সের মধ্যে কন্যার বিয়ে দেওয়ার রীতি ছিল। এ সময়ের মধ্যে মেয়ের বিয়ে না হলে মনে করা হতাে যে মেয়ের বংশে কোন দোষ আছে। যে কারণে মেয়ের বিয়ে হচ্ছে না। যে মেয়ের সাথে অনুপমের বিয়ের কথা চলছিল তার বয়স পনেরাে। পনেরাে বছর বয়সেও মেয়ের বিয়ে হয়নি,এমনটি ভেবে অনুপমের মামার মন ভার হলাে।
কল্যাণী উচ্চশিক্ষিতা,রুচিশীল মেয়ে। শিক্ষকতাকে তিনি জীবনের ব্রত হিসাবে নিয়েছেন। তার শিক্ষাদীক্ষার কারণে বিবাহের সংকট দৃঢ়তার সাথে মােকাবেলা করেছেন।

২)অপরিচিতা গল্পে কল্যাণী ছিল বেশ সুন্দরী ও প্রাণচঞ্জল। আর পিতা শম্ভুনাথ বাবু ছিলেন স্পষ্টভাষী ও একজন সুপুরুষ ব্যক্তি, অন্যদিকে অনুপমের মামা বিয়ের পণ, যৌতুক সম্পর্কে কোন প্রকার ছাড় বা আপস করতে রাজি নন। এখানেই গল্পের কাহিনী জটিলতায় রূপ নেয়। রীতিমতাে বেশ আয়ােজনের মধ্যে দিয়ে যদিও বিয়ের কাজ শুরু হয়েছিল,কিন্তু এক পর্যায়ে দেনা পাওনা কারণে সব আনন্দ আয়ােজন এক মুহুর্তেই ধূলিস্যাৎ হয়ে যায় অথ্যাৎ যৌতুকের জন্য বিয়ে ভেঙ্গে যায়।এই গল্পে অনুপমের চরিত্রের সীমাহীন দুর্বলতা ও নিবুদ্ধিতার পরিচয় পাওয়া যায়। অনুপম ও তার মামা ভুমিকা যদি ইতিবাচক হতাে তাহলে কল্যাণীর সংসার সুখময় হতাে বলে আমি মনে করি। বিবাহ ভেঙে যাওয়ায় প্রধান কারণ হলাে অনুপমের দুর্বলতা ও তার মামা যৌতুক প্রবনতা।

৩) পঠিত গল্প অনুসারে নারীকে এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলাে হলােঃ

ক) শিক্ষার অভাব
খ) কুসংস্কার
গ)ধর্মীয় গোঁড়ামি
ঘ) পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা

নারী উন্নয়নের প্রধান অন্তরায় নিম্নে ব্যাখা করা হলােঃ

"বিশ্বে যা কিছু মহান চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"

সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম এই সত্য উচ্চারণ করলেও আজও আমাদের সমাজে তার যথাযথ স্বীকারােক্তি প্রতিষ্ঠিত হয়নি। অবস্থার কিছুটা উন্নতি হলেও আজও মানুষের ধ্যান-ধারণার তেমন পরিবর্তন হয়নি। এখনও সমাজের প্রতিটি স্তরে স্তরে নারীদের প্রতিবন্ধকতার মুখােমুখি হতে হয়।

অশিক্ষা, দারিদ্র্য আর কুসংস্কারে ডুবে বেশিরভাগ ক্ষেত্রে নারীর প্রথম বাধাটা আসে পরিবার থেকে। অভিধানে 'উন্নয়নে নারী বা নারী উন্নয়ন' একটি অতি আধুনিক সংযােজন। এই ধারণা বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকার করে। নারী উন্নয়ন ও ক্ষমতায়ন দুটি বিষয়ই একটি অন্যটির পরিপূরক। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারী উন্নয়ন বিষয়টি বিশেষ ভূমিকা রাখে।

বিশ্বের উন্নত দেশগুলােতেই যেখানে নারীদের পদযাত্রায় বারবার হোঁচট খেতে হয়, সেখানে তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশের নারী হিসেবে বাঙালি নারীদের প্রতিটি পদক্ষেপে অনেক বেশি প্রতিবন্ধকতার মুখােমুখি হতে হয়। অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারী উন্নয়নের প্রধান অন্তরায়। অথচ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীরা আজ শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নেই, নারীরা পৌঁছে গেছেন বিমানের ককপিট থেকে পর্বতশৃঙ্গে। দশভুজা নারী ঘরে-বাইরে নিজেকে আলােকিত করছেন নিজ প্রজ্ঞা আর মেধা দিয়ে। বর্তমানে এমন কোনাে পেশা নেই যেখানে নারীর মর্যাদাপূর্ণ উপস্থিতি নেই। দেশে এখন প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন দু'জন নারী। জাতীয় সংসদের স্পিকার একজন নারী। বর্তমানে সবক্ষেত্রেই রয়েছে নারীর পদচারণা।

১) অপরিচিতা গল্পে কল্যাণীর সংকট হলাে সঠিক সময়ে বিবাহ না হওয়া।

মেয়ের বয়স পনেরাে শুনে লেখকের মামার মন ভার হলাে। কারণ তিনি মনে করলেন যে, ঐ মেয়ের বংশে কোন দোষ আছে। তখন আট থেকে দশ বছর বয়সের মধ্যে কন্যার বিয়ে দেওয়ার রীতি ছিল। এ সময়ের মধ্যে মেয়ের বিয়ে না হলে মনে করা হতাে যে মেয়ের বংশে কোন দোষ আছে। যে কারণে মেয়ের বিয়ে হচ্ছে না। যে মেয়ের সাথে অনুপমের বিয়ের কথা চলছিল তার বয়স পনেরাে। পনেরাে বছর বয়সেও মেয়ের বিয়ে হয়নি,এমনটি ভেবে অনুপমের মামার মন ভার হলাে।
কল্যাণী উচ্চশিক্ষিতা,রুচিশীল মেয়ে। শিক্ষকতাকে তিনি জীবনের ব্রত হিসাবে নিয়েছেন। তার শিক্ষাদীক্ষার কারণে বিবাহের সংকট দৃঢ়তার সাথে মােকাবেলা করেছেন।

২)অপরিচিতা গল্পে কল্যাণী ছিল বেশ সুন্দরী ও প্রাণচঞ্জল। আর পিতা শম্ভুনাথ বাবু ছিলেন স্পষ্টভাষী ও একজন সুপুরুষ ব্যক্তি, অন্যদিকে অনুপমের মামা বিয়ের পণ, যৌতুক সম্পর্কে কোন প্রকার ছাড় বা আপস করতে রাজি নন। এখানেই গল্পের কাহিনী জটিলতায় রূপ নেয়। রীতিমতাে বেশ আয়ােজনের মধ্যে দিয়ে যদিও বিয়ের কাজ শুরু হয়েছিল,কিন্তু এক পর্যায়ে দেনা পাওনা কারণে সব আনন্দ আয়ােজন এক মুহুর্তেই ধূলিস্যাৎ হয়ে যায় অথ্যাৎ যৌতুকের জন্য বিয়ে ভেঙ্গে যায়।এই গল্পে অনুপমের চরিত্রের সীমাহীন দুর্বলতা ও নিবুদ্ধিতার পরিচয় পাওয়া যায়। অনুপম ও তার মামা ভুমিকা যদি ইতিবাচক হতাে তাহলে কল্যাণীর সংসার সুখময় হতাে বলে আমি মনে করি। বিবাহ ভেঙে যাওয়ায় প্রধান কারণ হলাে অনুপমের দুর্বলতা ও তার মামা যৌতুক প্রবনতা।

৩) পঠিত গল্প অনুসারে নারীকে এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলাে হলােঃ

ক) শিক্ষার অভাব
খ) কুসংস্কার
গ)ধর্মীয় গোঁড়ামি
ঘ) পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা

নারী উন্নয়নের প্রধান অন্তরায় নিম্নে ব্যাখা করা হলােঃ

"বিশ্বে যা কিছু মহান চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"

সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম এই সত্য উচ্চারণ করলেও আজও আমাদের সমাজে তার যথাযথ স্বীকারােক্তি প্রতিষ্ঠিত হয়নি। অবস্থার কিছুটা উন্নতি হলেও আজও মানুষের ধ্যান-ধারণার তেমন পরিবর্তন হয়নি। এখনও সমাজের প্রতিটি স্তরে স্তরে নারীদের প্রতিবন্ধকতার মুখােমুখি হতে হয়।

অশিক্ষা, দারিদ্র্য আর কুসংস্কারে ডুবে বেশিরভাগ ক্ষেত্রে নারীর প্রথম বাধাটা আসে পরিবার থেকে। অভিধানে 'উন্নয়নে নারী বা নারী উন্নয়ন' একটি অতি আধুনিক সংযােজন। এই ধারণা বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকার করে। নারী উন্নয়ন ও ক্ষমতায়ন দুটি বিষয়ই একটি অন্যটির পরিপূরক। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারী উন্নয়ন বিষয়টি বিশেষ ভূমিকা রাখে।

বিশ্বের উন্নত দেশগুলােতেই যেখানে নারীদের পদযাত্রায় বারবার হোঁচট খেতে হয়, সেখানে তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশের নারী হিসেবে বাঙালি নারীদের প্রতিটি পদক্ষেপে অনেক বেশি প্রতিবন্ধকতার মুখােমুখি হতে হয়। অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারী উন্নয়নের প্রধান অন্তরায়। অথচ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীরা আজ শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নেই, নারীরা পৌঁছে গেছেন বিমানের ককপিট থেকে পর্বতশৃঙ্গে। দশভুজা নারী ঘরে-বাইরে নিজেকে আলােকিত করছেন নিজ প্রজ্ঞা আর মেধা দিয়ে। বর্তমানে এমন কোনাে পেশা নেই যেখানে নারীর মর্যাদাপূর্ণ উপস্থিতি নেই। দেশে এখন প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন দু'জন নারী। জাতীয় সংসদের স্পিকার একজন নারী। বর্তমানে সবক্ষেত্রেই রয়েছে নারীর পদচারণা।

নারীর সমাধিকার ও নারীমুক্তির কথা যতই বলা হােক না কেন- উন্নত, অনুন্নত, উন্নয়নশীল সব দেশেই নারীরা কম-বেশি সহিংসতা ও বৈষম্যের শিকার। সামাজিক প্রেক্ষাপট ভিন্ন হলেও নারীর প্রতি সহিংসতার চিত্র সবক্ষেত্রে প্রায় একই। বাংলাদেশের মােট জনসংখ্যার ৫০ শতাংশই নারী, কিন্তু নারীর অগ্রগতি ও উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। খুব অল্প সংখ্যক নারীর মধ্যেই। তাদের অনেকেই নিজের সিদ্ধান্তে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না এবং নিজের বস্তুগত ক্ষমতার পরিসরও স্বাধীনভাবে ব্যবহার করতে বাধাগ্রস্ত হন। নারীশিক্ষার বিষয়টি আমাদের আর্থ-সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে অপরিহার্যভাবে জড়িত। নেপােলিয়ন বলেছিলেন, 'আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেব।' এ বিষয়ে আরবিতেও। একটি প্রবাদ আছে, 'একজন পুরুষ মানুষকে শিক্ষা দেওয়া মানে একজন ব্যক্তিকে শিক্ষা দেওয়া। আর একজন নারীকে শিক্ষা দেওয়া মানে একটি গােটা পরিবারকে শিক্ষিত করে তােলা।' তাই নারীশিক্ষার গুরুত্ব বর্ণনাতীত। তথাপি শিক্ষা ক্ষেত্রেও এ বৈষম্যের কোনাে শেষ নেই। যদিও শিক্ষার প্রাথমিক স্তরে এখন নারীদের অংশগ্রহণ শতভাগ।

মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন। বাংলাদেশের সংবিধান দ্বারাও তা স্বীকৃত। কিন্তু প্রায় ৫০ বছরেও তা আমরা বাস্তবায়ন করতে পারিনি। নারীবান্ধব কর্মক্ষেত্রের অভাব ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পিছিয়ে
দিচ্ছে নারীর উন্নয়ন যাত্রাকে। প্রচার মাধ্যমগুলােতে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধ হতে হবে। নারী কোনাে পণ্য নয়। নারীদের নিজেদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। নারী-পুরুষের সমান স্বার্থ রক্ষাকারী আইন প্রবর্তন ও আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নারীশিক্ষা ও নারীর মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। নারীকে তার কাজের যথাযথ স্বীকৃতি দিতে হবে। নারীর কাজকে ছােট করে দেখা চলবে না। নারীর কাজের মূল্যায়ন হতে হবে। সর্বোপরি, নারীর প্রতি ইতিবাচক ও মানবিক দৃষ্টিভঙ্গিই নারীর উন্নয়ন ও ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে পারে।
ফ্রেডরিক অ্যাঙ্গেলস তার 'অরিজিন অব দ্য ফ্যামিলি' গ্রন্থে বলেছেন, 'নারীমুক্তি তখনই সম্ভব যখন নারীরা সমাজের প্রতিটি কর্মকাণ্ডে সমগুরুত্ব নিয়ে অংশগ্রহণ করবে।' তাই নারীর নিজের অধিকার সম্পর্কে সচেতনতা, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নারী-পুরুষ উভয়ের অন্তর্ভুক্তিতেই উন্নয়নের দেখা পাওয়া সম্ভব। এভাবেই নারীরা এগিয়ে যাবেন, তাদের ভবিষ্যৎ হবে কণ্টকমুক্ত।

৪) পঠিত গল্প অনুসারে নারীকে এগিয়ে চলার পথে সহায়ক ভুমিকা হলােঃ

১)সর্বত্র নারীর শুধু অংশগ্রহণ বাড়ালে চলবে না, তার গুণগত উন্নয়ন জরুরি কোনাে দেশের উন্নয়নের জন্য নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ নারীকে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নিয়ে আসতে হবে ।

২) নারীর অনানুষ্ঠানিক কাজের অর্থনৈতিক মূল্যায়ন করা দরকার ।

৩) কর্মক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীল পরিবেশ গড়ে তুলতে হবে ।

৪) মেয়ে ও ছেলেশিশুর মধ্যে কোনাে পার্থক্য নেই। সবার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের পূর্ণ ব্যবস্থা করতে হবে ।

৫) নারীবান্ধব আইনগুলাের যথাযথ বাস্তবায়ন জরুরি ।

৬) কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে ।

৭) নারীর উন্নয়নের জন্য রাজনৈতিক নেতৃত্বে আরও ক্ষমতায়ন প্রয়ােজন ।

The post এইচএসসি এসাইনমেন্ট সমাধান বাংলা ১ম পত্র ২০২১ (১ম সপ্তাহ) appeared first on Trickbd.com.

[Busuu] এবার ঘরে বসেই শিখুন ১২ টি ভাষা

Posted:

আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনারা ১২ টি ভাষা শিখতে পারবেন খুব সহজেই।

যার মধ্যে আছে ইংরেজি,আরবি,তুর্কি,জাপানিজ,চাইনিজ,রাশিয়ান,স্পেনিশ ইত্যাদি।

তো বেশি কথা না বলে সরাসরি মুল টপিকে যাওয়া যাক:-

App name:- Busuu

Size:- 23 mb

Rating:-4.4

Internet Required

Screenshot:-




play store থেকে অ্যাপটি ডাউনলোড করলে আপনারা পুরো সুবিধা পাবেন না।

তাই আপনাদের সুবিধার জন্য নিচে mod ভার্সনের লিংকও দেওয়া হলো।
Download Link:-
1.Bussu

2. Busuu mod

পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন|

আল্লাহ হাফেজ

The post [Busuu] এবার ঘরে বসেই শিখুন ১২ টি ভাষা appeared first on Trickbd.com.

কীভাবে HTML আর CSS দিয়ে Responsive Animated Login Form ডিজাইন করবেন।

Posted:

আসসালামু আলাইকুম।

আসা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কীভাবে একটী Responsive Animated Login Form ডিজাইন করবেন HTML & CSS ব্যাবহার করে ।  চলুন শুরু করা যাক।

প্রথমেই form টির ডেমো দেখে নিন।

এখানেই যখনিই আমরা লিখতে যাচ্ছি তখনিই এখানকার Username আর Password লিখা উপরের দিকে চলে যাচ্ছে । তো চলুন দেখি কীভাবে এই Form টি তৈরি করা যাক।

আমি প্রথমেই main_div নামে একটা class নিলাম । তারপর আবার তার ভেতোর আরেকটা box নামের class নিচ্ছি ।

তারপর

tag এর ভেতর Login Form লিখলাম।

তারপর form লিখে নিচ্ছি । তারপর form এর ভেতর inputBox নামে একটা class নিলাম ।

এখন এবার আমি প্রথমে input নিবো এবং type="text" name দিলাম username, autocomplete off করে requird করেদিলাম।

এবার এর নিচে নিচ্ছি label আর এখানে লিখছি Username []

এবং এই দুইটাকে আমি করি নিচ্ছি কপি এবং নিচে পেস্ট করে দিচ্ছি।

এখন শুধু একটা কাজ বাকি একটা বাটন নিতে হবে ।

আমি নিচে নিয়ে নিচ্ছি input type দিচ্ছি submit এবং value দিলাম Login.

আমাদের HTML এর কাজ শেষ।

দেখে আসি এতদুর পর্যন্ত কতটা ফলাফল হয়েছে।

এখন css এর খেলা ।

সব সময়ের মতো Universal oparetor দরকার হয় । কারন browser যে margin দেই সেটা আমার দরকার নাই।

Margin, padding=0 করে দিলাম। আর কোনো সময়ই Box-sizing: border box করতে ভুলবেন না ।

আর এখানে font নিচ্ছি arial.

এখন আমি main_div নিচ্ছি এবং এটার width=100%,  height=100vh এবং position relative করে দিলাম যেনো আমি এটা মাঝখানে রাখতে পারি।

এখন আমি box নামের class টাকে নিচ্ছি আর এটার width=400px, height=200px, আর position: absolute, এখন আমি top নিচ্চি 50% আর left নিচ্ছি 50% এবং transform করে দিচ্ছি translate(-50%, -50%) কমা দিতে ভুলবেন না। যার ফলে এটা ভালোভাবে মাঝখানে চলে আসবে। তারপর এখানে আমি সব দিকে padding দিবো 50px আর background দিবো rgba(0,0,0,0.8) আর border-radius= 10px দিয়ে দিলাম।

এখন আমি h1 কে style করবো সেজন্য এটা border-bottom= 30px padding এর দরকার নাই color দিবো #fff(white) আর text align করে দিলাম ।

আর যে inputBox নামের যে class টা নিয়েছিলাম সেটার position আমি relative করে দিচ্ছি।

এবার inputBox এর ভেতর যে input টা আছে সেটাকে style করতে হবে।

আমি এটার  width দিবো 100%,  padding= 10px; font-size= 16px; দিলাম। margin-bottom দিলাম 30px;

আর border= none করে দিলাম এবং border-bottom দিচ্ছি 1px solid #fff, background দিচ্ছি transparent আর outline=none করে দিচ্ছি।

এখন inputBox এর ভেতর যে lebel আছে সেটা style করবো।

এখানে আমি এটার position=absolute করে দিলাম top: 0; left: 0 font size দিচ্ছি 16px আর color দিচ্ছি white আর transition দিচ্ছি ০.৫% ।

এখন Login বাটনটাকে করবো style তাই তার background দিলাম transparent, border none এবং outline none. কালার দিলাম white এবং background করে দিলাম blue. আমার padding লাগবে উপর নিচে 8 আর 16 px. Border radius আমার দরকার 5px. আর font size করে দিলাম 14px.

আমার কাজ প্রায় শেষ। এখন একটাই কাজ যখনি আমি আমি input ফিল্ড এ focus করবো তখন যেনো

'Username' আর 'Password' লিখাটা উপরের দিকে চলে যাই।

যখন আমার ইনপুটে আসবে Focus [.box .inputBox input:focus] আপনি এখানে {+/ >/ ~} এই ৩টা অপারেটর এর মধ্যে যে কোনো একটা বযাবহার করতে পারেন।

এখম আমি label কে focus করছি .box .inputBox input:focus ~ label

Top নিবো -20px, left 0 করে দিলাম font-size=12px আর color #0319f4 দিয়েদিলাম।

এখন যদি আপনি ফলাফল দেখেন তাহলে দেখবেন যে Username/ Password Box এ ক্লিক করলে লিখা লিখা গুলা উপরে উঠে যাচ্ছে । কিন্তু এখানে একটা সমস্যা আছে যে । আপনি Username Box এ ক্লিক করলে টিকই উপরের দিকে যাচ্ছে কিন্তু আপনি যখন নিচের Password লিখাতে ক্লিক করবেন তখন password লিখাটা উপরে উঠছে কিন্তু Username লিখাটা নিচে চলে আসছে।

চলুন দেখি কীভাবে এটা ঠিক করা যাই তো আমি এই লিখাটা কপি করছি আর তারপাশে label এর জায়গায় valid লিখেদিচ্ছি।

এখন আপনারা ফলাফল দেখেন আর কোনো সমস্যা নাই ।

তো আসা করি আজকেই লিখাটি আপনার ভালো লেগেছে। আর এই Form টি আপনারা সব জায়গাতে ব্যাবহার করতে পারবেন।

আসা করি সবাই বুঝতে পেরেছেন । কোনো সমস্যা থাকলে comment করে জানিয়ে দিন।

আমি প্রতিদিন এই রকম পোস্ট আপনাদের জন্য নিয়ে আসবো ।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ।

Code download link in the description box.

নিচে ভিডিও দিয়েদিলাম।  VIdeo Link Here

The post কীভাবে HTML আর CSS দিয়ে Responsive Animated Login Form ডিজাইন করবেন। appeared first on Trickbd.com.

আমাদের দেশে নোকিয়া মোবাইল তৈরি হবে?।। HSC 2nd week Science Assignment Answer

Posted:

আসসালামু আলাইকুম।

নিশ্চয় আনেক ভালো আছেন?

আজকে আমি কথা বলবো 'নোকিয়া' ব্র্যান্ড নিয়ে। 'নোকিয়া' বাংলাদেশে একটি ফ্যাক্টরি করতে যাচ্ছে 'নোকিয়া' এর মোবাইল ফোন বাংলাদেশে এস্যেম্বল হবে। 'নোকিয়া' এই মাসের ২৬ তারিখ থেকে বাংলাদেশে তাদের মোবাইল ফোন এস্যেম্বল করতে যাচ্ছে। আপনারা হয়তো জানেন আমাদের দেশে যে মোবাইল ফ্যাক্টরি গুলো আছে সেগুলা দেশের বাইরে থেকে মোবাইল পার্টস নিয়ে এসে এখানে এস্যেম্বল করে। সরাসরি এখান থেকে ম্যানুফ্যাকচার হয় না । শুধু পার্ট গুলো আসে আর সেগুলো এস্যেম্বল হয়। এতে করে অনেক সুবিধা রয়েছে আমাদের দেশের অনেক মানুষ সেখানে কাজ করার সুযোগ পাই । কম্পানি গুলো সরকারকে কম ট্যাক্স দিতে পারে। 'নোকিয়া' ঠিক সেভাবেই কাজ শুরু করতে যাচ্ছে এই মাসের ২৬তারিখ থেকে তাদের ২টা স্মার্টফোনের কাজ শুরু হবে। এই যে দুইটা স্মার্টফোন এই দুইটা আবার সামনে যে ঈদ ঈদের আগেই কিন্তু আমরা বাজারে পেয়ে যাবো। মোবাইল ফোন দুইটার মডেল নাম্বার হচ্ছে Nokia 4.2 এবং আরেকটি হচ্ছে Nokia G10. আর এই দুইটা মোবাইল ফোনের হইতো মাত্র ৩০ হাজার ইউনিট বাজারে আসবে। 'নোকিয়া' এর এই ফ্যাক্টরিতে মোট ছয়টি প্রডাকশন লাইন রয়েছে। এবং সেখানে প্রতিদিন ৮০০ করে ইউনিট তৈরি করা সম্ভব। আমি আসা করছি 'নোকিয়া' তাদের মোবাইল ফোন গুলো সুন্দর প্রাইসে নিয়ে আসবে। এবং তারা তাদের অগের জায়টাতে চলে যাক। এমনটাই আমি আসা করবো। 'নোকিয়া' কে নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না । যদি কোনো দিন কোথাও তাদের চোখে আপনার কমেন্টটা পড়ে যায়।

আর আজকে আমি HSC ২০২২ এর Assignmenrt এর Science এর ছাত্রদের জন্য ২য় সপ্তাহের assignment(পদার্থ বিজ্ঞান এবং ইংরেজি) এর সমাধান নিয়ে এসেছি। আমি যেহেতু Science এর ছাত্র তাই শুধু science এর বিষয় এর গুলাই দিতে পারলাম। তবে আপনারা যদি আমাকে বলে সব গুলো বিষয়ের উত্তর দেওয়ার জন্য তাহলে আমি সব গুলো বিষয়ের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Download Answer fileClick_Here

The post আমাদের দেশে নোকিয়া মোবাইল তৈরি হবে?।। HSC 2nd week Science Assignment Answer appeared first on Trickbd.com.

মাত্র ১০ মিনিটে ছোট্ট একটা এপ্স তৈরী করে টাকা ইনকাম করুন । Make Money By Creating Web View Apps | How To Make Webview App ? | Kodular App Making Tutorial

Posted:

হ্যালো ট্রিকবিডির ভাইয়ারা কেমন আছেন সকলে ? আশা করছি ভালোই আছেন ? দীর্ঘ দুইমাস পর ট্রিকবিডিতে কন্টেন্ট লিখছি । আশা করছি আমার আজকের এই পোস্টা আপনাদের কাছে ভালো লাগবে ? আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবভিউ এপ্স তৈরী করা শেক্ষাবো এবং সেই এপ্সটিতে গুগল এডমব এর এডস ব্যবহার করে আপনারা টাকা আয় করতে পারবেন । যদিও আমি প্রফেশনাল কোনো এপ্স ডেভেলোপার নই তবুও যেটুকু জানি সেটুকুই শেয়ার করে দিলাম, একটু হলেও উপকার আসতে পারে । এবং আমরা আজকে এই এপ্সটি KODULAR দিয়ে তৈরী করব ।

ওয়েবভিউ এপ্স কি ?

সংক্ষীপ্ত ভাবে বললে যেই এপ্স এ কোনো একটি ওয়েবসাইট শো করানো হই সে এপ্সকে ওয়েবভিউ এপ্স বলা হয় । তবে ওয়েবসাইট শো করানো এপ্সকেই ওয়েবভিউ এপ্স বলা যাবে না । ওয়েবসাইটের এপ্স এর ও প্রকারভেদ আছে … ওয়েবভিউ এপ্স, নেটিভ এপ্স । যেই এপ্সটিতে হুবুহু ওয়েবসাইট শো করানো হই সেটা ওয়েবভিউ এপ্স ।

আমার ওয়েবসাইট নেই তাহলে কি করব ?

আপনার ওয়েবসাইট নেই তাই বলে যে ওয়েবভিউ এপ্স ও তৈরী করতে পারবেন না এমন কিন্ত নয় । আপনি অন্য কোনো ওয়েবসাইটের এড্রেস দিয়ে এপ্স তৈরী করতে পারেন এটি দোষের কিছু না । আপনি চাইলে ট্রিকবিডির ওয়েবসাইট আপনার এপ্স এ শো করাতে পারেন ।

এপ্স থেকে ইনকাম কিভাবে করব ?

আমরা এই এপ্সটি মনোটাইজ করে এটি থেকে আরনিং করতে পারবো, মানে আমরা ওয়েবসাইটের মতো এপ্স এ এডস বসাবো এবং ঐ এপ্সটি আপনি যতো বেশি শেয়ার করতে পারবেন আপনার আরনিং ও ততো বেশি হবে । শুধু শেয়ার নয় এপ্স ব্যবহার করতে হবে ।

 

আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ? আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন উত্তর দেওয়ার চেষ্টা করব । তাহলে চলুন শুরু করা যাক ।

———0———–0————-0———00———-0————0———–0———-

 

প্রথমে KODULAR.IO তে ভিজিট করুন ।

এবার CREATE APPS এ ক্লিক করুন ।

 

তারপর Create Project  এ ক্লিক করুন ।

 

এরপর এপ্স ইনফো দিয়ে FINISH করুন ।

এবার WEB VIWER অপ্সশন্টিকে স্ক্রিনে টেনে আনুন ।

তারপর ডানদিকের HOME URL এ আপনার বা অন্য কোনো ওয়েবসাইটের লিংক দিন যেটি এপ্স এ শো করাতে চান ।

তারপর মনোটাইজ অপশন থেকে Admob banner স্ক্রিনে ড্রাগ করে নিয়ে আসুন । এবং ডান দিকে Ad Unit Id তে আপনার এডমব এর এডস আইডি বসিয়ে দিন ব্যাস এপ্স রেডি ।

এবার উপর থেকে EXPORT এ ক্লিক করে ANDROID APP এ ক্লিক করুন তারপর কিছুক্ষন লোডিং নিয়ে এপ্স ডাউনলোড শুরু হয়ে যাবে । এরপর এপ্সটি ঠিকভাবে কাজ করলে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন । এবং টাকা আইয় করুন ।

 

 

আজকের পোস্টা কেউ কোথাও বুঝতে না পারলে কমেন্ট করুন অথবা নিচের ভিডিওটি ও দেখতে পারেন ।

আর হ্যা এরকম নিত্য নতুন টেকনোলোজি বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ।

The post মাত্র ১০ মিনিটে ছোট্ট একটা এপ্স তৈরী করে টাকা ইনকাম করুন । Make Money By Creating Web View Apps | How To Make Webview App ? | Kodular App Making Tutorial appeared first on Trickbd.com.

দিনের শুরুতে দোয়াটি শুধু একবার পড়ুন সফলতা পায়ে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

দোয়াটি শুধু একবার পড়ুন সফলতা পায়ে লুটিয়ে পড়বে


সম্মানিত পাঠক আল্লাহর অশেষ রহমতে আজ আমি আপনাদের জন্য হাদিস শরীফ থেকে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি প্রিয় নবী করীম (সাঃ) পাঠ করতেন। এই দোয়াটি যদি আপনি একবার পড়ে নেন তাহলে সব সফলতা আপনার কাছেই ধরা দিবে ইনশাআল্লাহ।

আপনি দিনের শুরুতে অথবা কোনো কাজের বের হবার পূর্বে এই দোয়াটি পড়ে বের হবেন তাহলে ইনশাআল্লাহ আপনার যেকোনো নেক ইচ্ছা পূরণ করে দিবেন। এই দোয়াটি তিরমিজি শরীফের ৩৪৮২ নাম্বার হাদিসে এসেছে, আবু দাউদ ১৫৪৯, নাসাঈ শরীফের ৫৪৭০ নাম্বার হাদিসে এবং মুসনাদে আহমেদের ৬৫৬১ নাম্বার হাদিস সহ আরো অন্যান্য কিতাবে এসেছে।

এবার আসুন আমরা দোয়াটি জেনে নেই।

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে পানাহ চাই এমন হৃদয় থেকে যা বিনীত নয়,এমন দু’আ থেকে যা কবুল হয় না, এমন প্রাণ থেকে যা পরিতৃপ্ত হয় না এমন ইলিম থেকে যা উপকার করে না। আমি আপনার কাছে এই চারটি থেকে পানাহ চাই।

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলে পাক (সাঃ) ( এই দু’আয়) বলতেনঃ সহীহ, তা’লীকুর রাগীব ১/৭৫-৭৬,সহীহ আবু দাউদ ১৩৮৪-১৩৮৫, তিরমিজি হাদিস নাম্বারঃ৩৪৮২ [ আল মাদানী প্রকাশনী]

হজরত জায়িদ বিন আরকাম (রাঃ) থেকেও উক্ত দোয়াটি বর্ণিত হয়েছে যে, রাসূলে পাক (সাঃ) এই দোয়াটি পাঠ করতেন। গ্রন্হসূত্র – বিয়াদৃুস সালেহীনঃ হাদিস নং – ১৪৭৯, অধ্যায় -১৬ ( কিতাবুত দাওয়াত), অনুচ্ছেদ -২৫০ ( দোয়ার বর্ননা) ,পৃষ্ঠা নং ৬৫৮)

সুপ্রিয় পাঠক দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেকোনো কাজের শুরুতে বা দিনের শুরুতে দোয়াটি পড়ে নিবো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post দিনের শুরুতে দোয়াটি শুধু একবার পড়ুন সফলতা পায়ে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments