Search box..

কয়েকটি সহজ Step এর মাধ্যমে Live tv অ্যাপ তৈরি করুন

কয়েকটি সহজ Step এর মাধ্যমে Live tv অ্যাপ তৈরি করুন


কয়েকটি সহজ Step এর মাধ্যমে Live tv অ্যাপ তৈরি করুন

Posted: 10 Jul 2021 10:13 PM PDT


হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে লাইভ টিভি অ্যাপ তৈরি করতে হয় কোডিং ছাড়াই কিছু সহজ step এর মাধ্যমে।

Step 1

প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে সাইন ইন করে নিন ।

Step 2

তার পর Create App এ ক্লিক করুন ।

 

Step 3

যেকোন একটি অপশন সিলেক্ট করুন

Step 4

Individual সিলেক্ট করুন ।

 

Step 5

তারপর ,Mobile Tv এ ক্লিক করুন

Step 6

তারপর Template Description আসলে Next এ ক্লিক করুন

Step 7

Category Name , Channel Names ,Urls, Icons ইত্যাদি‌ পূরণ করুন ।

Step 8

App Name দিয়ে দিন।

 

Step 9

App icon সিলেক্ট করে দিন।

 

 

Step 10

Create এ ক্লিক করুন

Step 11

Dashboard এ গিয়ে ডাউনলোড করে নিন।

 


আজ এই পর্যন্ত ।

The post কয়েকটি সহজ Step এর মাধ্যমে Live tv অ্যাপ তৈরি করুন appeared first on Trickbd.com.

YouTube এর প্রিমিয়াম অ্যাপ চালান ফ্রিতে এবং এর ফিচারগুলি দেখে নিন!

Posted:

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিডিও প্লাটফর্ম YouTube (ইউটিউব)। যার ফলস্বরূপ আমরা সকলেই কমবেশী ব্যবহার করে থাকি। বিশেষ করে যাদের হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ওয়াফাই নেটওয়ার্কের ব্যবস্থা আছে, তারা সকলেই অনলাইনে যেকোন ভিডিও দেখার জন্য ইউটিউব ব্যবহার করে থাকি। তো আমি মূলত আজকে সেই জনপ্রিয় অনলাইন ভিডিও প্লাটফর্ম ইউটিউবের বিষয় নিয়ে হাজির হয়েছি। আমার এই টিউটোরিয়ালটি মূলত যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইউটিউব ব্যবহার করে থাকেন, তাদের জন্য। আমরা সবাই আমাদের স্মার্টফোনে যে ইউটিউব অ্যাপ ব্যবহার করে থাকি। তা কিন্তু মোবাইলে আগে থেকে ডিফল্টভাবে ফ্রি ভার্সন দেওয়া থাকে। যার ফলে আমরা ইউটিউব অ্যাপ এর বেসিক বা মৌলিক ফিচারগুলি ব্যবহার করতে পারি। কিন্তু অন্যান্য অ্যাপের মত ইউটিউবেরও প্রিমিয়াম ভার্সন রয়েছে। যাতে আরো অনেক ধরনের ফিচার রয়েছে। যা আমরা হয়তো অনেকেই জানি না এবং ঐ সুবিধা বা ফিচারগুলি থেকে বঞ্চিত হচ্ছি। তবে উক্ত প্রিমিয়াম এর সুবিধা আপনাকে কর্তৃপক্ষ দিতে পারে। যদি আপনি তাদেরকে মাসিক পেমেন্ট করেন। পেমেন্ট এর বিষয়টি তাদের বিভিন্ন প্যাকেজ আকারে ভাগ করা আছে।

আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে কেন আমরা ইউটিউবের প্রিমিয়াম ভার্সন এর সুবিধা বা ফিচারগুলি ভোগ করব না। তাই চলুন আজকে থেকে ইউটিউব এর ফ্রি ভার্সন ছেড়ে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি। কোনরকম টাকা দেওয়া ছাড়াই।

ইউটিউবের প্রিমিয়াম ভার্সন অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করার পূর্বে microG নামের apk প্রোগ্রামটি এখানে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

তারপর একদম ইউটিউবের সর্বশেষ প্রিমিয়াম ভার্সন এর অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবং আপনার মোবাইলে ইনস্টল করে নিন।

ইউটিউব প্রিমিয়াম অ্যাপের ফিচারসমূহ:

০১. প্রথমত আপনি ইউটিউবে যেকোন ভিডিও একদম যেকোন অ্যাড বা বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন। অর্থাৎ ফ্রি ভার্সনের মত কোন ভিডিও দেখার সময় ৫ সেকেন্ডের কোন অ্যাড আসবে না।

০২. দ্বিতীয়ত যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে ইন্টারনেট ডাটা না থাকলেও অফলাইনে ভিডিও দেখতে পারবেন। যদিও ফ্রি ভার্সনে এই সিস্টেমটি চালু রয়েছে। তবে খেয়াল করে দেখবেন ফ্রি ভার্সনে কিছুকিছু ভিডিও ডাউনলোড দেওয়া যায় না। তবে এই প্রিমিয়াম ভার্সনে যেকোন ভিডিও ডাউনলোড দিতে পারবেন।

০৩. তৃতীয়ত আপনি যেকোন ভিডিও ব্যাকগ্রাউন্ডেও চালাতে পারবেন। অর্থাৎ আপনি আপনার মোবাইলে অন্যান্য যেকোন অ্যাপ ব্যবহারের সময় আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। এছাড়াও উক্ত ভিডিও আপনি ইচ্ছে করলে অডিও আকারেও শুনতে পারবেন। যা ফ্রি ভার্সনে করতে পারবেন না।

০৪. চতুর্থত ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ফিচার ইউটিউব মিউজিক প্রিমিয়াম। মিলিয়ন মিলিয়ন গান শুনতে পারবেন কোনরকম অ্যাড বা বিজ্ঞাপন ছাড়া। যেকোন গান ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে অফলাইনে শুনতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সিস্টেম করে অডিও আকারে।

এছাড়াও আরো অনেক সুবিধা ভোগ করতে পারবেন। যেমন এর মধ্যে সচারচর একটা বিষয় হলো আপনি যখন ইউটিউব অ্যাপটি ব্যবহার করবেন। অর্থাৎ হোম পেজে থাকবেন। তখন ভিডিও প্লে বা চালু না করলেও অটো ভিডিও চলতে থাকবে। যার ফলে আপনি ভিডিও প্লে না করেই ভিডিওর পুরো বিষয়টি বুঝে যেতে পারবেন। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে প্লে করার সিস্টেম থাকাতে আপনি আপনার মোবাইল লক করেও ইউটিউব থেকে যেকোন গান বা অন্যকিছু শুনতে পারবেন। এইরকম আরো অনেক সুবিধা পাবেন অ্যাপটি ব্যবহার করলে।

সর্বশেষ সাবধানতার জন্য বলে রাখি, অবশ্যই অ্যাপটিতে কোন জিমেইল অ্যাকাউন্ট বা আইডি ব্যবহার করবেন না। যদি ব্যবহার করে থাকেন এবং গুগল কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারে যে, আপনি কোনরকম টাকা পয়সা তাদেরকে না দিয়ে ফাকি দিচ্ছেন। তাহলে হয়তো তারা আপনার অ্যাকাউন্টটি আজীবনের জন্য ব্যান বা বাতিল করে দিতে পারে। তাই আমি বলব, সাধারণ একটা আলাদা করে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। এই অ্যাপটিতে ব্যবহার করার জন্য। কারণ আইডি থাকলে কিছু সুবিধা ভোগ করা যায়।

বিঃ দ্রঃ উপরোল্লিখিত পোস্টটির মত আরো নিত্যনতুন বিভিন্ন বিষয়ক পোস্ট পেতে এই সাইটটিতে www.tutorialbd71.blogspot.com ভিজিট করুন।

The post YouTube এর প্রিমিয়াম অ্যাপ চালান ফ্রিতে এবং এর ফিচারগুলি দেখে নিন! appeared first on Trickbd.com.

Troll Face Quest আমার লাইফে খেলা সবচেয়ে Funny Game রিভিউ

Posted:

Game Review



DETAILS

Name:Troll Face Quest
Download: 10M
Genre:Puzzle, Single Player, Offline, Adventure
Language: English
Price: Free
Rating: 4.2/5
Size:66MB


DOWNLOAD LINK

Troll Face Quest

টাইম পাস করার জন্য বেস্ট একটি গেইম বলে মনে করি এটি। আমার ছোট ভাই কে খেলতে দেখে এই গেইম আমি ট্রাই করি এবং পরে এর মজাতে পরে যাই। এই গেইম টি খুব ফানি। এই ধরনের ফানি গেইম আমি আগে কখনো খেলিনি। প্রতিটি লেভেল কমপ্লিট করার পর আপনি ১০০ পার্সেন্ট হাসবেন।

GAME MODES

এখানে কোনো মোড নেই, ব্যাস কাজ হচ্ছে লেভেল কমপ্লিট করা। এখানে অনেকগুলো লেভেল আছে এবং যদি সবগুলো শেষ করতে পারেন তবে আপনি চাইবেন আরো নতুন নতুন লেভেল খেলতে। কারণ প্লে স্টোরে রিভিউ তে দেখতে পাবেন সবাই লেভেল শেষ করে নতুন লেভেলের জন্য চিল্লাচ্ছে।

CONTROLS

এখানে কন্ট্রোল এর তেমন কিছু নেই শুধু আপনি স্ক্রিনে বিভিন্ন জায়গায় ক্লিক দিবেন এবং কি করতে হবে নিজে নিজেই বুজবেন।

GAME GRAPHICS

গেইমটির গ্রাফিক্স গুলো একদম প্র লেভেলের। ২ডি হলেও খেলে অনেক মজা পাইসি। কিছুটা কার্টুন কার্টুন ভাব আছে এবং ডিজাইন গুলো আর সাউন্ড এফেক্ট খুব ফানি।

GAME UI

এর Ui থেকে শুরু করে সবকিছু ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়েছে আমার কাছে। শুধু একটাই প্রবলেম ছিল এটি আমার ডিভাইসে Landscape মোড এর মধ্যে ফুল স্ক্রিন সাপোর্ট করছিল না।

PROS & CONS

এই গেইম টি খেলে কোনো সমস্যা পাইনি। সব কিছু ঠিক আছে শুধু ফুল স্ক্রিনের সমস্যা ছাড়া। হয়ত এটি অন্যান্য ডিভাইসে ভালই কাজ করবে।

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: DotOs


SCREENSHOTS

The post Troll Face Quest আমার লাইফে খেলা সবচেয়ে Funny Game রিভিউ appeared first on Trickbd.com.

৭৫ এমবির মধ্যে ভাল গ্রাফিক্সের একটি মজাদার গেইম রিভিউ Pogo Pets

Posted:

Game Review



DETAILS

Name:pogo pets
Download: 50K
Genre:Puzzle, Single Player, Offline, Adventure
Language: English
Price: Free
Rating: 4.5/5
Size:75MB


DOWNLOAD LINK

pogo pets

টাইম পাস করার জন্য বেস্ট একটি গেইম বলে মনে করি এটি। আমার ছোট ভাই কে খেলতে দেখে এই গেইম আমি ট্রাই করি এবং পরে এর মজাতে পরে যাই। এর গ্রাফিক্স, লেভেল, ui থেকে শুরু করে সবকিছুই আমার ভাল লেগেছে। আশা করি আপনাদের ও ভাল লাগবে।

GAME MODES

এখানে কোনো মোড নেই, ব্যাস কাজ হচ্ছে লেভেল কমপ্লিট করা। এখানে মোট ১৮৬ টি লেভেল আছে যা ক্রমান্বয়ে কঠিন হতে থাকে। লেভেল কমপ্লিট করে কয়েন নিয়ে আপনার কেরেক্টার কাস্টোমাইজ করার সুযোগ থাকছে।

CONTROLS

এখানে কন্ট্রোল এর তেমন কিছু নেই শুধু আপনি স্ক্রিনে ডানে এবং বামে swipe করবেন কারণ আপনার কেরেক্তার অটোমেটিক লাফ দিতে থাকবে এবং আপনাকে শুধু ডানে বা বামে গিয়ে উপরে উঠতে হবে।

GAME GRAPHICS

গেইমটির গ্রাফিক্স গুলো একদম প্র লেভেলের। দেখলেই মনে হবে ভাল কোনো ডেভেলপার বানিয়েছে এই গেইম। এর সাউন্ড+ গ্রাফিক্স + সবকিছু একদম টপ লেভেল এর। আপনার অবশ্যই ভাল লাগবে খেলে।

GAME UI

এর Ui থেকে শুরু করে সবকিছু ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়েছে আমার কাছে। একদম সিম্পল শুধু ক্লিক আর ক্লিক দিবেন।

PROS & CONS

গেইমের সবকিছু প্রো লেভেলের হলেও এখানে অনেক বড় একটি বাগ আছে এবং সেটি হল এর সাউন্ড। কিছুক্ষণ খেলার পর জানি না কেন কিন্তু এর সাউন্ড প্রবলেম করা শুরু করে। মনে হয় যেন এর সাউন্ড কেউ স্লো মোশনে দিয়েছে এমন লাগে। গেইম টি রিস্টার্ট দিলে এটি ঠিক হয়ে যায় আবার।

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: DotOs


SCREENSHOTS

The post ৭৫ এমবির মধ্যে ভাল গ্রাফিক্সের একটি মজাদার গেইম রিভিউ Pogo Pets appeared first on Trickbd.com.

(File Mirror) নিজের গুগল ড্রাইভে ফাইল মিরর করে হাইস্পিডে ডাউনলোড/শেয়ার/বেকআপ যা ইচ্ছে তাই করুন।

Posted:

Hello Everyone.

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন সবাই?

পোস্ট টপিকঃ কিভাবে ফাইল মিরর করে নিজের গুগল ড্রাইভে নিয়ে আসবেন।

বিদ্রঃ আমার আগের একটা পোস্টের মধ্যে আমি শেয়ার করেছিলাম কিভাবে টরেন্ট ফাইল সহ সকল প্রকার ফাইল কিভাবে মিরর করবেন। কিন্তু এবার দেখাবো কিভাবে ফাইল মিরর করে নিজের গুগল ড্রাইভে নিয়ে আসবেন।

আর হ্যাঁ একটা কথা টরেন্ট ফাইল ছাড়া অন্য যেকোনো ফাইল মিরর করতে পারবেন এর মাধ্যমে।

আর যদি টরেন্ট ফাইল মিরর করতে চান তাহলে তাদের আরেকটি সাব বট আছে ঐ বটের সাহায্যে আপনি চাইলে টরেন্ট ফাইল মিরর করতে পারবেন।

যা যা প্রয়োজনঃ 

  • টেলিগ্রাম অ্যাপ পিসি অথবা এন্ড্রয়েডে।
  • অবশ্যই একটি টেলিগ্রাম একাউন্ট থাকা প্রয়োজন।

Let’s Do This:😁

প্রথমেই টেলিগ্রাম পিসি অথবা অ্যান্ড্রয়েডে ডাউনলোড করে একটি একউন্ট তৈরি করে নিন। যে বট এর মাধ্যমে ফাইল মিরর করবেন সে বটের লিঙ্ক নিচে দিয়ে দিলাম। নিচে দুইটা লিংক দিলাম একটা বটের মাধ্যমে টরেন্ট ছাড়া অন্য সকল ফাইল মিরর করতে পারবেন আর আরেকটির বটের মাধ্যমে শুধুমাত্র টরেন্ট ফাইল গুলো মিরর করতে পারবেন।

Telegram Bot Links:

Without Torrent: https://t.me/GdriveXbot

Only Torrent: https://t.me/TorrentXbot

নিচের ছবিতে একনজরে তাদের সার্ভিসেস সমূহ দেখে নিতে পারেন। অর্থাৎ কি কি ফাইল কোন ধরনের ফাইল কোন ড্রাইভে আপলোড করতে পারবেন?!

অনেক কথা বলে ফেলেছি তো চলুন শুরু করা যাক।

প্রথমে টেলিগ্রাম ওপেন করে সার্চ অপশনে গিয়ে @gdrivexbot লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। নিচের ছবিগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন।

 

তারপর আপনারা জয়েন এ ক্লিক করে জয়েন করে নিন, আমি যেহেতু আগে জয়েন করেছি তাই আমার রিস্টার্ট এসেছে।

 

নিচের মত /login এ ক্লিক করুন।

 

/login এ ক্লিক করলে আপনার গুগোল অ্যাকাউন্ট এর মাধ্যমে লগইন করতে বলবে। আপনি ফাইল মিরর করে যে গুগোল ড্রাইভ একাউন্টে নিয়ে আসতে চান সে অ্যাকাউন্ট দিয়ে (Authorization Url) এ ক্লিক করে লগইন করুন।

 

(Authorization Url) এ  ক্লিক করলে একটি লিংক আসবে ওই লিংকটি যেকোনো ব্রাউজার দিয়ে ওপেন করুন।

 

ওপেন করার পর আপনি যে গুগল ড্রাইভ একাউন্ট ইউজ করতে চান সেটি দিয়ে লগইন করুন।

 

তারপর পারমিশন গুলো এলাও করে দিন।

 

পারমিশন এলাও করে দিলে আপনাকে একটি এদেনটিকেটিং এক্সেস কোড দিবে, ওই কোডটা ডানপাশের কপি বাটনে ক্লিক করে কপি করে নিন।

 

তারপর টেলিগ্রামে ফিরে এসে ওই কোডটি পেস্ট করে দিন এবং সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দেন।

 

কোড সঠিকভাবে সেন্ড করতে পারলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে।

 

/drive কমান্ড ব্যবহার করে আপনি আপনার আপলোড পার্টিশন চেঞ্জ করতে পারবেন।

Menu তে গিয়ে আপনি আপনার একাউন্ট অথবা বট এক্সেস ম্যানেজ করতে পারবেন।

 

নিচে আপনাদের সুবিধার্থে আমি মেনু লিস্ট দিয়ে দিলাম।

 

তো চলুন এখন ফাইল মিরর করে দেখা যাক, ধরেন আমি পাবজি মোবাইল মিরর করে আমার নিজের গুগল ড্রাইভে নিয়ে যাবো। তাহলে সর্বপ্রথম আপনাকে ওই কাঙ্ক্ষিত ফাইলটির লিংক জেনারেট করতে হবে।

 

নিচের ছবির মতো আমি ফাইল এর লিংক কপি করে নিলাম।

 

ফাইল এর লিংক কপি করা হয়ে গেলে টেলিগ্রামে ফিরে যান এবং ঐ বটকে সেন্ড করে দেন।

 

লিংক সেন্ড করার পর আপনার ফাইলটি কিছুক্ষণের মধ্যে আপনার নিজের গুগল ড্রাইভে মিরর হতে শুরু করবে।

 

ফাইল মিরর হয়ে গেলে আপনি রিনেম, ডিলেট, ডাউনলোড সব করতে পারবেন।

 

চলুন তাহলে দেখা যাক ফাইলটি আমার নিজের গুগল ড্রাইভে মিরর হয়েছে কিনা! ড্রাইভ ওপেন করলে (GdrivexBot) নামে একটি ফোল্ডার পেয়ে যাবেন।

 

ফোল্ডার ওপেন করলেই আপনি আপনার মিররকৃত ফাইলটি পেয়ে যাবেন, যেমন আমি পাবজি মোবাইল মিরর করেছি।

 

এখন এখান থেকে আপনার ইচ্ছামত যা ইচ্ছে তাই করতে পারবেন।

আশা-করি সকলে বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে কমেন্ট করে জানান সাহায্য করার চেষ্টা করব।

Bye☺.

The post (File Mirror) নিজের গুগল ড্রাইভে ফাইল মিরর করে হাইস্পিডে ডাউনলোড/শেয়ার/বেকআপ যা ইচ্ছে তাই করুন। appeared first on Trickbd.com.

Bootanimation কী, কীভাবে তৈরি করবেন? এখনি বানিয়ে নিন আপনার নিজের Magisk Module Bootanimation, আমার ২০০তম পোস্ট।

Posted: 10 Jul 2021 06:45 AM PDT

Bootanimation Magisk Module

আমার ২০০ তম পোস্টে আপনাদের স্বাগতম। আজকের টপিক হচ্ছে আপনি আপনার ফোনে কীভাবে বুটএনিমেশন ফ্ল্যাশ করবেন। কিভাবে বুটএনিমেশন তৈরি করবেন এবং তা সকল রুটেড ডিভাইসের জন্য প্রযোজ্য।

বুটএনিমেশন কি

আপনার যদি একটি আইফোন কিংবা একটি শাওমি ডিভাইস থাকে সেটি যখন আপনি চালু করেন তখন ডিস্পলে তে একটি লেখা আসে, সেটি হতে পারে Mi অথবা Apple এই ধরণের কিছু। একে বলা হয় বুট লগো, অর্থাৎ ফোন খোলার সাথে সাথে যেটি সর্বপ্রথম আমাদের চোখে লাগে তার নাম হল বুট লগো। এই বুট লগো আসার ২-৩ সেকেন্ড পড়েই আপনার বুট এনিমেশন চালু হয়ে যায়, পুরাতন সেমসাং ফোনে দেখা যেত এনিমেশন টি সেমগসাং লেখায় এবং এটি কিছুটা গ্লো করত, একেক ডিভাইসে ভিন্য ভিন্য এনিমেশন দেখা যায়, বিশেষ করে কাস্টম রমের এনিমেশন গুলো অনেক জোশ হয়ে থাকে। নিচের একটি সেম্পল দেখলে বুজতে পারবেন কীসের কথা বলছি!

এটি ফোনে তৈরি করা যাবে?

আমি আগে ভাবতাম এইসব জিনিস তৈরি করতে হয়ত পিসি লাগে অনেক কোডিং ইত্যাদি ইত্যাদি জানা লাগে। এই ভয়ে আমি মানুষের তৈরি করা এনিমেশন কালেক্ট করে ইন্টল দিতাম, কিন্তু একদিন ডিসাইড করলাম নিজেই আমার বুট এনিমেশন তৈরি করব এবং যা ভাবার সে কাজ। তৈরি করতে গিয়ে জানতে পারলাম এর মত সহজ কাজ আর কিছু নেই। যদিও যেসকল টিউটরিয়াল আমি দেখেছি সবগুলোই পিসিতে করা। কিন্তু আমি পিসিতে কমফোর্টেবল না তাই আমি খুজতে থাকলাম কীভাবে Android দিয়ে করতে পারি। অনেক ঘাটাঘাটি করে একটি উপায় বের করেছি এবং কাজ করে দেখি এনিমেশন ইন্সটল হচ্ছে না, ৫-৬ বার ফেইল হয়ে যাওয়ার পর বুজতে পারলাম আমার সমস্যা কোথায় এবং কীভাবে ফিক্স করতে হবে। আপনাদের আমি স্টেপ বাই স্টেপ সব দেখাব এবং কীভাবে কি করতে হবে সবকিছুই জানবেন এই কারণে পোস্টটি অনেক বড় হতে চলেছে তাই আপনাদের ধৈর্য কামনা করছি।

কী কী লাগবে?

প্রথমেই বলে রাখি এনিমেশন হল একটি ভিডিও মাত্র। আপনি যদি ১ সেকেন্ডের একটি ভিডিউ নেন এবং তা এক্সট্রেক্ট করেন তবে তার ভেতরে পাবেন (২৪/৩০/৬০) এইরকম ছবি। অর্থাৎ যত ফ্রেমে তা রেকর্ড করা হয়েছে প্রতি সেকেন্ডে অতগোলোই ছবি তুলা হয়৷ আমরা যখন ভিডিওটি চালু করি তখন ছবিগুলো সিরিয়াল অনুযায়ি স্ক্রিনে ভাসতে থাকে ১,২,৩ এইভাবে এবং প্রতি সেকেন্ডেই (২৪/৩০/৬০) এতগুলো ছবি দেখানো হয়ে যায় আমাদের। এটি হল ভিডিওর মেকানিজম কীভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি। যতসব কার্টুন এনিমেশন আছে সব এইভাবেই তৈরি করা হয়। এখন আমাদের বুটএনিমেশন তৈরির জন্য কি লাগবে? ছবি না ভিডিও? আসলে দুটোই লাগবে। এই পোস্টে আর বিস্তারিত তেমন আলোচনা করব না, কেন কি হয়েছে সে সব নিয়ে একটি আলাদা পোস্ট করব এখন সোজা শর্টকাটে স্টেপ বাই স্টেপ দেখাব। Android ফোনে এনিমেশন এর জন্য বেস্ট হচ্ছে Kinemaster এবং আপনি যদি টেক্সট আকারে কিছু বানাতে চান তবে দরকার পড়বে Pixle Lab, Picsart ইত্যাদি। ভিডিও কে ছবিতে এক্সট্রেক্ট করতে হবে এবং আপনার লাগবে একটি Zipper-Unzipper সবকিছুর লিংক আমি দিয়ে দিয়েছি একদম শুরুতেই এবার চলুন শুরু করা যাক।

কার্যপদ্ধতি

  • একদম শুরুতে আপনার এনিমেশন টি তৈরি করে ফেলুন। এটি আজকে পোস্টে শিখাব না এটি সম্পূর্ণ একটি ভিন্য টপিক। যদি না পারেন তবে আপনি টেস্ট করার জন্য ইউটিউব বা কোথাও থেকে ৫-১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ডাউনলোড করেন। ছোট হলে ভাল হয়।
  • বুটএনিমেশনে ২ টি পার্ট থাকে। প্রথম পার্ট হল এনিমেশন টি দেখাবে, যেমন সেমসাং লেখাটি পুরা দুনিয়া ঘুরে আসল এইরকম কিছু একটি আরকি, এবং ২ নাম্বার পার্ট হল একটি লুপ। অর্থাৎ আপনার ফোন খুলার আগ পর্যন্ত বারবার এটি প্লে হতে থাকবে৷ যতক্ষণ আপনার ফোন খুলেনি ততক্ষণ আপনি তা দেখতে পাবেন। লুপের অংশটি ছোট হলে সুন্দর দেখায় যেমন ১-২ সেকেন্ড কারণ এটি বারবার চলতে থাকবে এবং আগের পার্টটি শুধুমাত্র প্রথমবার চালু হবে। তাই আপনার কোনো পছন্দের এনিমেশন বা ভিডিও থাকলে সেটিকে ২ ভাগে ভাগ করে ফেলুন। প্রথমটি ৫-১০ সেকেন্ড এবং দ্বিতিয় পার্ট এর মধ্যে ১-২ সেকেন্ড।
  • বুট এনিমেশন ২ পার্ট হতে হবে এমন কোনো কথা নেই। এটি ৩ পার্ট বা একাধিক ও হতে পারে আপনার ইচ্ছে মত কিন্তু সেক্ষেত্রে আপনাকে তার ভ্যালু ডিসাইড করে দিতে হবে অর্থাৎ কোন পার্ট কখন দেখাবে, কতক্ষন দেখাবে, কয়বার দেখাবে ইত্যাদি।
  • Videos To Photos এই অ্যাপটি ওপেন করেন এবং একদম শুরুতেই অ্যাপের সেটিং এ যান। সেখানে গিয়ে নিচের স্ক্রিনশট এর মত সেটিংসগুলো অন করে দিন। খেয়াল রাখবেন যেন Pic গুলো PNG ফরমেটে হয় এবং সিকুয়েন্স অন থাকে অর্থাৎ ১,২,৩ এইভাবে সিরিয়ালে এক্সট্র্যাক্ট হয়। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ভিডিওকে ছবিতে কনভার্ট করতে পারবেন। একটি ৫ সেকেন্ডের ভিডিও কতটি ছবিতে কনভার্ট হবে তা নির্ভর করে এর ফ্রেইম রেইটের উপর। আপনি যে ভিডিও বা এনিমেশন সিলেক্ট করেছেন তার FPS কত তা চেক করে নিন প্রথমে। ডিটেইলস এ গেলেই দেখা যাবে কত, বেশিরভাগ সময় ২৪/৩০ এইরকম হতে পারে। আপনার ভিডিওটি যত ফ্রেমের হবে এখানে Extract করার টাইমেও সেইম পরিমাণ FPS সিলেক্ট করবেন। যদি আরও কম করেন তবে এনিমেশন একটু ফাস্ট হবে এবং যদি একটু বেশি করেন তবে এনিমেশনটি স্লো হবে। তাই same to same বা আরও কম সিলেক্ট করাই উত্তম।
  • এক্সট্র্যাক্ট হতে কিছুটা টাইম লাগবে এবং এটি করা শেষ হলে সঙ্গে সঙ্গে ES File Manager এর মধ্যে যান Videoframes এই ফোল্ডারে যান। সেখানে গেলে কনভার্ট হওয়া সবগুলো ছবি পাবেন। সেগুলো সব সিলেক্ট করুন এবং রিনেইম এ ক্লিক করুন। তারপর একটি পেইজ দেখতে পাবেন সেখানে Start Number ০০০ দিন এবং নাম হিসেবে ০ দিন এবং Ok ক্লিক করুন। এখন সবগুলো ছবি rename হয়ে যাবে এবং ০,১,২ এইভাবে সিরিয়াল হয়ে যাবে। এখন ছবিগুলোকে সবগুলো সরিয়ে অন্য একটি জায়গায় রেখে দিন।
  • আপনার ভিডিও পার্ট ২ এর জন্য উপরের পদ্ধতি ২ টি আবার ফলো করেন কারণ কনভার্ট যদি সব একসাথে করে ফেলতেন তবে ছবিগুলো অর্থাৎ এনিমেশন এর পার্ট ১/২ এর ছবি গুলো মিক্স হয়ে যেত একসাথে। এই কারণে একটি একটি স্টেপ আলাদা আলাদা ভাবে করতে বললাম। এখন যদি ভিডিও থেকে ছবি এক্সট্র্যাক্ট এর কাজ এবং rename এর কাজ শেষ হয় তবে আপনি ৯০ পার্সেন্ট রেডি।
  • এইবার আপনাকে দেয়া টেমপ্লেট ফাইলটি rar এই অপটিরর মাধ্যমে extract করেন। System–>Product–>Media–>Bootanimation.zip এই জায়গায় গিয়ে Bootanimation এই ফাইলটি ও এক্সট্র্যাক্ট করেন। এর ভেতরে ৩ টি ফাইল পাবেন আরও।
    Part 1, Part 2, desc.txt এবার আসল খেলা আপনার প্রথম ভিডিও থেকে এক্সট্র্যাক্ট করে ছবিগুলো পার্ট ১ এই ফোল্ডারে কপি করে পেস্ট করেন এবং ২ নাম্বার ভিডিওর ছবিগুলো ২ নাম্বার ফোল্ডারে পেস্ট করুন।
    আপনি চাইলে desc.txt এই ফাইলটি ইডিট করতে পারেন অথবা যেমন আছে তেমন রাখতে পারেন। যদি আপনি এর কাজ জানতে চান তবে আপনাকে বলে দেই। এর উপরের অংশে লেখা আছে ১০৮০ ২৪০০ ৩০
    এখানে ১০৮০ এবং ২৪০০ হচ্ছে আপনার ফোনের রেজ্যুলেশন। গুগল থেকে দেখে সেটি ইডিট করে দিন যদি মিল না থাকে এবং পরবর্তী ৩০ হল FPS অর্থাৎ ভিডিওটি প্রতি সেকেন্ডে কত ফ্রেমে চলবে তা, চাইলে এইসব ইডিট করে দিতে পারেন। নিচের লাইনে লেখা আছে C 1 0 part 1
    এই কমান্ড কন্ট্রোল করে আপনার ১ নাম্বার ফোল্ডার কে। এখানে ১ এবং ০ দেয়া আছে প্রথমে দেয়া আছে ১ এর অর্থ পার্ট ১ এর ভিডিওটি ১ বার চলবে এবং এর পরে ০ অর্থ এটি অফ হয়ে যাবে।
    ৩ নাম্বার লাইনে আছে c ০ ০ part ২
    এখানে প্রথমে ০ এবং শেষেও ০ আছে। প্রথম ০ এর অর্থ হল এটি ইনফিনিটি বার চলতে থাকবে, যতক্ষণ আপনার ফোন খুলে নাই ততক্ষণ এটি চলতে থাকবে যদি ০ ০ না রেখে আপনি ১ ০ দেন তবে এটি আগেরটির মত ১ বার চলে বন্ধ হয়ে যাবে।
    আশা করি বুঝতে পেরেছেন, এটি আসলে কঠিন কিছু না একদম সহজ জিনিস।

    আপনি যদি চান একইভাবে c ০ ০ part ৩ লিখে ৩ নাম্বার একটি ফোল্ডার তৈরি করে নিতে পারেন তখন সে ফোল্ডারে কিছু ছবি রেখে তা কিভাবে চলবে তার কমান্ড দিয়ে দিতে পারেন।
  • আপনার বুটেনিমেশন এর কাজ শেষ এবার আপনি rar এই অ্যাপ এর মধ্যে জান, সেখানে Template->system->product->media এই জায়গায় জান এবং Part 1, Part 2 , desc.txt এই ৩ টি সিলেক্ট করেন এবং জিপ করেন এইগুলা। এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটি ভুল করলে আপনার জিপ কাজ করবে না, এটি জিপ করার অপশন এ যান এবং zip সিলেক্ট করেন। Advance অপশনে জন এবং সেখানে store without compresson সিলেক্ট করেন কারণ এই ফাইলটি কোনোভাবে কমপ্রেস করা যাবেনা এবং ফাইল ফরমেট zip আকারে থাকতে হবে, খেয়াল রাখবেন যে zip তৈরি করলেন তার নাম যেন bootanimation. zip এইরকম থাকে। এবার শুধু এই zip রেখে part ১, part ২, desc.txt এইগুলা ডিলেট করে দেন।
  • এবার একটু বেক যান এবং একইভাবে বাকি ফাইলগুলো কে zip করে ফেলেন, এই অংশটা আপনি কমপ্রেস করলে না করলে কিছু যায় আসে না।
  • এতটুকুতেই আপনার জিপ ফাইল তৈরি করা শেষ যেটি আপনি মেজিস্ক এর সাহায্য ইজিলি তৈরি করে ফেলতে পারবেন কিন্তু আপনি যদি চান এটি আপনার নিজের মডিউল বা এমন কিছু হোক তবে আপনি পুরো ফাইলটি zip করার আগে module.prop এটি টেক্সট ফাইল আকারে ওপেন করেন (es file manager) এবং সেখানে স্ক্রিনশট এর দেখানো অংশগুলো ইডিট করে নিতে পারেন। তবে মনে রাখবেন এখানে যেভাবে লেখা আছে আপনাকে সেভাবে লেখতে হবে, বড় হাতেরগুলো বড় হতে, ছোট হতেরগুলো ছোট হতে, এবং yasir ycs আলাদা ভাবে লিখা থাকলে আপনার নাম আলাদাভাবে যদি এক শব্দে লেখা থাকে তবে (yasirycs) আপনিও এক শব্দে লিখবেন। যদি yasir_ycs_animation এইভাবে লেখা থাকে তবে আপনি এইভাবে লিখবেন। এটি হল লেখার ফরমেট না হয় zip flash হলেও কাজ না করতে পারে।

    Module.prop

    id=yasirycsbootanimation
    name=Yasir Ycs boot animation
    version=v1
    versionCode=1
    author=Yasir_Ycs
    description=yasirycs boot animation

আপনার নিজস্ব মডিউল তৈরি করা শেষ এবার মেজীস্ক এর মাধ্যমে ফ্ল্যাশ করুন আর মজা নিন, এটি অনেক মজার একটি কাজ। একবার সফল হলে সারাদিন এটি নিয়েই লেগে থাকবেন। কিছু জিনিস খেয়াল রাখবেন যেমন ফাইলকে কমপ্রেস অর্থাৎ zip করার সময় RAR এই অ্যাপটি ইউস করবেন। টেক্সট ফাইল ঠিকভাবে ইডিট করবেন। ভিডিও থেকে PNG তৈরি করার সময় ছবিগুলোর সিরিয়ল থাকে মত আশা করি শুরু থেকে A-Z ফলো করলে কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে টেলিগ্রামে পাবেন।

আমার কিছু এনিমেশন



SUPPORT AND HELP ME

আপনারা অনেকেই ফেসবুক ব্যববার করেন। আমি একটি Photography Contest এর মধ্যে অংশগ্রহণ করেছি এবং তা জেতার শর্ত হিসেবে আমার পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার এর পরিমাণ সর্বোচ্ছ থাকতে হবে। ট্রিকবিডিতে অনেকদিন ধরে আছি আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি। যেহেতু ২০০ তম পোস্টে রুট রিলেটেড মজাদার কিছু আনার প্লেনিং করছি তাই আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি💗
আমার ছবিতে একটি লাইক এবং কমেন্ট করবেন দয়া করে, তবে সবচেয়ে বেশি উপকার হবে যদি আপনি শেয়ার করে দেন পোস্টটি, কারণ শেয়ারের মাদ্ধমে একাধিক লাইক আসে আপনার পক্ষ থেকে। যদি সম্ভব হয় শেয়ার করবেন। যদি আপনি গ্রুপে জয়েন থাকেন তবে সেখান থেকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অথবা আপনি যদি গ্রুপে জয়েন না হতে চান তবে আমার প্রফাইলে সেই ছবির শেয়ার করা লিংক দেয়া আছে যা নিচে দেয়া আছে ওখান থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।
আমার ছবির লিংক ফেইসবুকে
আমার ছবির লিংক আমার প্রফাইল থেকে

The post Bootanimation কী, কীভাবে তৈরি করবেন? এখনি বানিয়ে নিন আপনার নিজের Magisk Module Bootanimation, আমার ২০০তম পোস্ট। appeared first on Trickbd.com.

FREE FIRE APK LITE | ফ্রি ফায়ার ল্যাগ এর সমাধান! | ANTIBAN 100%

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক

Free Fire apk Lite


°

apk Lite Feature

✅LESS LAG
✅100% ANTBAN
✅360P REDUCED GRAPHICS
✅COMPACTED WEIGHT 40MB!!
✅PERFORMANCE INCREASE 100%
✅ENTERING FASTER
✅AGAINST SQUAD CATCHING
✅ WITH BACKGROUNDS
✅GOOGLE, FACEBOOK AND VK
✅SOME REMOVED EFFECTS
✅NEW UPDATE 1.62.X
✅IMEI NOT UNBANNED


__________________________________________________

First Free Fire Apk Lite Download করেন


Mediafire Link Use Vpn / Proxy Download

Click Here

Install Tutorial

Zarchiver App Open করে নিন

Android Folder Open করেন

Obb Folder

★ এখন com.dtsfreefireth

এই Folder টা Rename করে 1 + করে দিন।

👇
–তারপর আপনার ফোনে ইনস্টল করা Free Fire apk Uninstall করে দিন
— Reall Free Fire Apk. uninstall Complete হলে com.dtsfreefireth – Folder Rename করে 1 এড করছিলেন ওই 1 কেটে আগের মতো করে নিন 🤞

👆

✔

এবার Fee Fire Lite install করুন।

এখন Enjoy করুন Low device এ Lag ছাড়া gameplay🙂

❤

®

আগের পোস্ট

X8SANDBOX | ফ্রি ফায়ার DPS V32 MOD INJECTOR | 80% এন্টিব্যান!


___________________________________________________

Happy gaming🙂

❤
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

___________________________________________

গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

Tech Gaming BD

———————————————

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

আল্লাহ হাফিজ

The post FREE FIRE APK LITE | ফ্রি ফায়ার ল্যাগ এর সমাধান! | ANTIBAN 100% appeared first on Trickbd.com.

আমাদের Student Life এ এই ৫টি ভুল কখনো করা উচিত না। আমাদের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

৫টি ভুল কখনো Student Life এ করো না

তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে তুমি তোমার জীবনের সেরা সময়টা কাটাচ্ছো কেন জানো…? কারণ এই সময় তোমার ওপর কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নেই। এই সময় তোমাকে শুধু নিজের যত্ন নিতে হবে পড়াশোনা করতে হবে আর এই সময়ে তুমি অনেক মজা ও করা সুযোগ পাবে। তুমি তোমার জীবনে এই সময়টা আর ফিরে পাবে না। তাই এই সময়টা সৎ ব্যবহার করো। নতুন নতুন জিনিস শেখা বা জানার চেষ্টা করো।

আর Most Importantly প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করো। Student Life হলো তোমার জীবনের প্রাইমটাইম যেটা তোমার ভবিষ্যতে সে সেপআপ করবে। এই ফেইজে আমাদের মন আর চিন্তাশক্তি ক্রমবিকাশ ঘটে। আর তাই আমরা তাই ভুল করে থাকি। ইটস ওকে। যদি ভুল করার পর সেই ভুল থেকে তুমি শিক্ষা নাও। কিন্তু বারবার একই ভুল করা অভয়েড করা উচিত।

আজকের এই আর্টিকেলে আমরা স্টুডেন্ট লাইফের ৫টি ভুল বা মিস্টেকের কথা আলোচনা করবো যেগুলো তোমাকে এড়িয়ে চলা উচিত।

এমন অনেক স্টুডেন্ট আছে যারা এতটাই অলস যে তারা নতুন কোন জিনিস ট্রাই করতে চায় না। শুধু টিভি দেখে বা মোবাইলে নিজেদের সময় নষ্ট করে। একজন স্টুডেন্ট হিসেবে তোমার কাছে প্রচুর সময় থাকে। যখন তুমি সেই কাজগুলো শিখতে বা করতে পারো। যে কাজে তোমার ইন্টারেস্ট আছে। তুমি যদি অলস হও তাহলে তুমি অনেক অপরচুনিটি হারিয়ে ফেলবে। পড়াশোনা ছাড়াও আরো শেখার মত এবং করার মত অনেক জিনিস রয়েছে।

তাই procrastinating করা বন্ধ করো আর কাজ করা শুরু করো। কারণ এই সময়টা যদি তুমি অলস হয়ে কাটিয়ে দাও তবে তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট করে ফেলবে।আলসেমি দূর করার একটা সিম্পল হ্যাক হল 5 থেকে 0 পর্যন্ত কাউন্টডাউন করা এবং তারপর সাথে সাথে কাজে লেগে পড়া। আলসেমি ছেড়ে দিয়ে একজন এক্সিকিউটিভ মেন্টালিটির হয়ে উঠুক।মিস্টেক নাম্বার 1. Being Lazy And Procrastinating

আমরা সকলেই আমাদের বাবা-মা এবং টিচারদের কাছ থেকে শুনে এসেছি যে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ সেটা হয়তো কিছুটা হলেও ইম্পর্টেন্ট। কিন্তু তাই বলে এমনটা হওয়া উচিত নয় যে মাক্স এর কথা ভাবতে গিয়ে তুমি বিষয়টা শেখার ইমপোটেন্সি ভুলে গেলে। যদি একটা উদাহারণ দিয়ে বলি। শ্যাম নিজে ক্লাসে সব থেকে বেশি নাম্বার পেতে চাইতো। তাই সে পরীক্ষায় ভালো ফল করার জন্য ভালো করে পড়তে লাগল। তারপর তার নাম্বারের খিদে এতটাই বেড়ে গেল।যে সে মূল কনসেপ্টা বুঝে পড়ার বদলে সব পড়া মুখস্ত করতে লাগল। অন্যদিকে john তার তুলনায় অনেক আস্তে শিখতে শুরু করলেও মূল কনসেপ্ট গুলো ভালো করে বুঝে প্র্যাকটিস করতে লাগল। দেখা গেল গ্র্যাজুয়েশনের পর john একটা ইন্টারভিউ তে নিজের সেরাটা দিল আর জবটা পেয়ে গেল। কিন্তু শ্যাম ইন্টারভিউয়ে পাশ করতে পারল না। কারণ সব বিষয়ে তার থিওরিটিক্যাল নলেজ থাকলেও প্র্যাকটিক্যাল নলেজ কিছুই ছিলনা। মিস্টিক নাম্বার 2.Running Behind Only Marks

স্টুডেন্ট লাইফ সেই সময় যখন আমাদের অনেক বন্ধু তৈরি হয়। বন্ধু বানানো ভালো কিন্তু তুমি যাদের সঙ্গে দিনরাত মেলামেশা করছো। তাদের সম্পর্কে সাবধান থাকা দরকার। এটা বলা হয় যে, যে 5 জনের সঙ্গে তুমি বেশিরভাগ সময় কাটাও। তুমি ঘরে তাদের মতই একজন হয়ে উঠুন। যদি তোমার বন্ধুদের কোন ব্যাড হ্যাবিট থেকে থাকে তাহলে তুমিও খুব সম্ভবত সেই অভ্যাস গুলো এড করে নেবে।

অনেক সময় খারাপ সঙ্গে থাকাটা তোমার বিপদ ডেকে আনতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এরকম বন্ধুদের সঙ্গ ছেড়ে দেওয়াই ভালো। আর তোমার বন্ধুরা যদি ভালো হয় আর তাদের গুড হ্যাবিটস থেকে থাকে আর তারা যদি তোমাকে সাপোর্ট করে তাহলে তুমিও তাদের সঙ্গে ভালো থাকবে। মিস্টেক নাম্বার 3. Having A Bad Company Of Friends

একটি গবেষণা অনুযায়ী স্টুডেন্ট লাইফ হলো জীবনের সব থেকে ক্রিয়েটিভ আর curious ফেইস। কিন্তু পড়াশোনার আর পরীক্ষার চাপে স্টুডেন্টরা তাদের ভিতর যে ক্রিয়েটিভ সততা থাকে তাকে ইগনোর করে। যত তোমার বয়স বাড়ে ততই তুমি এই ক্রিটিভিটি হারিয়ে ফেলতে থাকো। তুমি নিজেকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করো। তাতে সেটা প্রথমে যত বোকা প্রশ্নই লাগুক না কেন। খুঁজে বার করার চেষ্টা করো কিভাবে কোন জিনিস কাজ করে বা কেন করে।

পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করো। তুমি কি জানো এই পৃথিবীতে বেশিরভাগ জিনিস মানুষের কিউরিওসিটি আর প্রয়োজনীয়তা তাগিদে তৈরি হয়েছে। তুমি কি এটা জানো যে গুগল সার্চ ইঞ্জিন দুজন সাধারন কলেজ স্টুডেন্ট তৈরি করেছিলেন। যারা এটা ভেবেছিলেন যে আমরা কেন ইন্টারনেটে একটা ক্লিক করা মাত্র সমস্ত ইনফরমেশন এক জায়গায় সুন্দর করে গোছানোভাবে পেতে পারি না।

এই পৃথিবীতে এখনো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। আর তুমি যদি এখনও একজন স্টুডেন্ট হও তাহলে তোমার কাছে সেগুলো এক্সপ্লোর করার সময় আর সুযোগ দুটোই রয়েছে। শুধু তোমার আশেপাশে সবকিছু ভালো করে Observe করো আর Curious হওয়ার চেষ্টা করো। কে জানে হয়তো তুমিও কোন ব্রিলিয়ান্ট আইডিয়া পেয়ে যেতে পারো। মিস্টিক নাম্বার 4. Not Staying Creative And Curious

এই ডিজিটাল পৃথিবীতে প্রত্যেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তুমি যদি সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করো। তাহলে সেটা তোমার উপকারে লাগবে। তুমি নতুন জিনিস শিখতে পারো অন্যান্য লোকের সাথে নেটওয়ার্ক তৈরি করতে পারো। আর সাম্প্রতিক ঘটনার সাথে নিজেকে আপডেট রাখতে পারো। কিন্তু সোশ্যাল মিডিয়ার মিস ইউজ করলে তোমার মনোযোগ নষ্ট হবে।

আর একটা বড় সমস্যা যেটা দেখা দেবে। সেটা হলো F O M O —– Fear Of Missing Out তুমি যদি সোশ্যাল মিডিয়াতে দেখো যে, লোকেরা নানা জায়গায় ঘুরতে যাচ্ছে। তাদের বড় গাড়ি রয়েছে আর তারা আনন্দ করছে। তখন তোমার মনে হতে পারে অন্যের চেয়ে তোমার সামর্থ্য অনেক কম। তোমার হয়তো তাদের দেখে হিংসা হতে পারে। কোনো কোনো এক্সট্রিম কেসে এর ফলে আমাদের মধ্যে হিট রেড নেগেটিভিটি আর ডিপ্রেশন দেখা দিতে পারে।

তাই এই ধরনের মানুষদের থেকে দূরে থাকো আর কোন ভালো উদ্দেশ্যে লিমিটেড টাইম এর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করো। সারাদিন নির্বোধের মতো সোশ্যাল মিডিয়াতে Scroll করতে থেকে সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে পড়ো না।মিস্টেক নাম্বার 5. Excessive Use Of Social Media

তো সব শেষে একবার সংক্ষেপে পাচঁটা মিস্টেক যা তোমার স্টুডেন্ট লাইফে পুরোপুরি এড়িয়ে চলা উচিত সেগুলো এক জায়গায় করে দেখে নেওয়া যাক।

1.Being Lazy And Procrastinating
2.Running Behind Only Marks
3.Having Bad Company Of Friends
4.Not Staying Creative And Curious
5.Excessive Use Of Social Media

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আমাদের Student Life এ এই ৫টি ভুল কখনো করা উচিত না। আমাদের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। appeared first on Trickbd.com.

[Official] ইমেইল পরিবর্তন ও কিছু নতুন আপডেট।

Posted: 10 Jul 2021 01:31 AM PDT

ইমেইল পরিবর্তন


অনেকেই আছেন দীর্ঘদিন ধরে আমাদের মেইল করছেন ইমেইল চেঞ্জের বিষয়ে।
কিছু জটিলতা এবং প্রতারণার আশঙ্কায় এই বিষয়টি সরাসরি এডমিনদের দ্বারা পরিচালিত হয়ে আসছে।
ফলে শতশত ইস্যু/মেইলের ভীড়ে এই বিষয়টিতে সাপোর্ট খুব কম মেম্বারই পেয়েছে।
তবে, সকলের চাহিদার কথা বিবেচনায় এনে আমরা আপনাদের একটি ফর্ম প্রদান করছি যেটি সঠিকভাবে পূরণ করলে আপনি আপনার ট্রিকবিডি একাউন্টের মেইল চেঞ্জ করতে পারবেন।
এই ফর্মটি পূরণের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেনো কেনো তথ্য ভুল না হয়।
অন্যথায় আপনার আবেদন না-মঞ্জুর হতে পারে।
বিস্তারিত নির্দেশনা ফর্মে দেখতে পাবেন।
এই ফর্মটি আপনার আইডির জন্য ভেরিফিকেশন মেথড ও বলতে পারেন।

পরবর্তীত সময়ে একই তথ্য দিতে না পারলে কোনো আবেদন গৃহীত হবেনা।

সুতরাং এই সিস্টেমে প্রতারণা শতভাগ এড়ানো যাবে।

আমরা চাই না কোনো সম্মানিত লেখক অনাকাঙ্ক্ষিতভাবে তার প্রিয় আইডিটি হারিয়ে ফেলুক।
তাই কিছু গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য চাওয়া হবে।
তবে তথ্যের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত থাকা যাবে।

ফর্ম লিংক: Email Change Form

ক্যাটাগরি আপডেট


ট্রিকবিডিতে আপনাদের পরামর্শের ভিত্তিতে মুভি রিভিউ নামক একটি ক্যাটাগরি এড করা হয়েছে।
এখন থেকে আপনারা ঐ ক্যাটাগরিতেই মুভি রিভিউ পোস্ট করবেন।
তাছাড়া যারা আগে মুভি রিভিউ পোস্ট করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা দয়া করে ক্যাটাগরি ঠিক করে নেবেন।
কিছুটা সময় ব্যয় করে এই কাজটা করলে পরবর্তীতে উপকৃত হবেন।

রিওয়ার্ড/বোনাস সিস্টেম


ইদানীং অনেক লেখক দেখা যাচ্ছে দিনে অনেকগুলো পোস্ট করছেন কিন্তু যা মানসম্মত নয়।
তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা পরিমাণে কম হলেও মানসম্মত পোস্ট করুন।
অনেকে দেখবেন পোস্ট করে কম কিন্তু রিওয়ার্ড পায় বেশি।
আবার অনেকে বেশি পোস্ট করেও এক্সট্রা কোনো রিওয়ার্ড পায় না।
এটা আসলে আপনাদের কারণেই হয়ে থাকে।
যদি মানসম্মত পোস্ট করেন তাহলে আমরা চেক করে যদি পরিচ্ছন্ন একাউন্ট দেখি তাহলে ৫০-১০০ টাকা ও এক্সট্রা বোনাস এড করে দিই।
এর সাথে তো রেগুলার পেমেন্ট পাবেনই।
বিষয়টি বেশিরভাগেরই জানার কথা না।
এখন থেকে চেষ্টা করবেন যাতে আপনার একাউন্ট পরিচ্ছন্ন থাকে এবং পোস্টগুলো নীতিমালা অনুযায়ী মানসম্মত হয়।
আর হ্যাঁ, আগের পোস্টগুলোর ক্যাটাগরি ঠিক করে নেবেন।

স্পেশাল আপডেট


আশাকরি আপনারা support@trickbd.com থেকে নিয়মিত মেইলের রিপ্লাই পাচ্ছেন এবং ট্রিকবিডিতে প্রতিনিয়ত নতুন নতুন লেখক আসছে।
আমরা সবকিছুকে পুনরায় ঢেলে সাজাতে চেষ্টা করছি।
হয়তো সামনে ট্রেইনার কম্পিটিশন ও আসতে চলেছে।
তাই সকলে এখন থেকে এলার্ট হোন।
যারা নিয়মিত একটিভ থাকবেন, তাদেরকে স্পেশাল কিছু প্রায়োরিটি দেয়া হবে।
এখনো দেয়া হয়। যেমন, তারা মেইল দিলে আমরা সেটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং পরামর্শ/অভিযোগগুলো খতিয়ে দেখি।
তাই সবাই চেষ্টা করবেন ট্রেইনারদের উৎসাহ দিতে এবং অসংগতি দেখলে অভিযোগ জানাতে।

আপনাদের মধ্যে যারা লিডার বোর্ডের টপ ২০ তে আছেন তারা দয়া করে hellotrickbd@gmail.com তে আপনার আইডি লিংক এবং লিডার বোর্ডে পজিশনের স্ক্রিনশট সহ মেইল করবেন।

পরবর্তীতে কেউ এই পজিশনে এলেও মেইল করবেন।

 

 

আজ এতটুকুই রইলো। পরবর্তী আপডেট জানিয়ে দেয়া হবে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন।

The post [Official] ইমেইল পরিবর্তন ও কিছু নতুন আপডেট। appeared first on Trickbd.com.

[HOT] Unlimited SMS Bombing করার নতুন ট্রিক! | No Termux

Posted: 10 Jul 2021 12:38 AM PDT

SMS BOMBING

বাংলাদেশি যেকোনো নম্বরে Unlimited SMS Bombing করুন কোনো Script or Termux ছাড়াই সরাসরি অ্যাপ দিয়ে! 

WHAT IS SMS BOMBING?

বেসিক্যালি, এসএমএস বুম্বিং বলতে বোঝায় ভিকটিমের নম্বরে আনলিমিটেড অথবা অনেক বেশি পরিমাণে এসএমএস সেন্ড করে তাকে বিরক্ত করা। এটি একধরনের স্প্যামিং বলা যায়।

HOW TO BOMB SMS?

কারেন্টলি এসএসএস বুম্বিং করার অনেক ধরনের টুলস আছে অনলাইনে। আপনি চাইলে যেকোনো ইউটিলিটি ইউজ করতে পারেন। তবে এসএমএস বুম্বার স্ক্রিপ্ট আপডেট না করলে কয়েকদিন পর’ই তা আর কাজ করেনা, সো স্ক্রিপ্ট সবসময় আপডেটেড রাখা আপনার ও অথর্ দুজনেরই একটা এক্সট্রা প্রেশার।

JUMP INTO THE TOPIC!

আজকের টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে অনলি একটা অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করে যেকোনো অপারেটরের বাংলাদেশি নম্বরে বুম্বিং করতে পারবেন…

TUTORIAL

 

SMS Bombing করার ২টা উপায় আজকে শেয়ার করবো। প্রথম মেথড’এ আপনি ফোনে আন্ড্রয়েড এপ্লিকেশন ইন্সটল করে যখন খুশি বুম্বিং করতে পারবেন। আর পরবর্তী মেথডএ থাকছে কিভাবে কোনো অ্যাপ ছাড়া জাস্ট একটা ওয়েব ব্রাউজার দিয়ে বুম্বিং করবেন। 

 

IMPORTANT NOTICE:

SMS Bombing করার জন্য অনেক API এর দরকার হয় এন্ড সেগুলো অলটাইম আপডেটেড রাখতে হয়, দ্যাটস হোয়াই অনেক কয়েকদিন টাইম না দিলেই বুম্বার আর ঠিকমতো কাজ করেনা। সো, যারা একটু লেট এ এই পোস্টটি পড়ছেন, তাদের বলছি, বুম্বিং ঠিকমত না হলে কমেন্টবক্সে নন-রিলেটেড কমেন্ট করবেন না। তারপর আরও কিছু বিষয় খেয়ার করতে হবে, কিছু কিছু সিম আছে যেগুলোতে যত মেসেজই সেন্ড করুন না কেনো, তারা পায়না। কারণটা আমার অজানা… সো, এরকম কোনো সিম আপনার কাছে থাকলে একটু ফেবুতে যোগাযোগ করবেনঃ IGN0R3DH4X0R. আর কল বুম্বিং এর ক্ষেত্রে বলতে চাই, প্রতি ১৬০০ সেকেন্ডএ একটি কল যাবে, তাই এটাকে বুম্বিং বলবো কি না তা নিয়ে প্রশ্ন আছে। অনেক চেষ্টা করেও আমি ভালনারেবল কল ভেরিফিকেশন API খুজে পাইনি, স্যরি ফর দ্যাট।

 

METHOD NO. 1:

STEP 1 :

নিচে দেয়া লিংক থেকে XBOMBER অ্যাপ ডাউনলোড করুন। আশা করি সবাই পারবেন, সো সস দিলাম না আর।

Download XBOMBER APP from [ THIS WEBSITE ]

Direct Download Link: DOWNLOAD

STEP 2:

এবার ডাউনলোড করা অ্যাপ ইন্সটল করুন। তারপর ওপেন করুন। এই স্টেপও সবাই পারবেন।

xbomber startoage

STEP 3:

অ্যাপ ওপেন করলে প্রথমে আপনাকে মিরর লোডার পেজ এ নিয়ে যাবে। সেখান থেকে অটোমেটিক আপনাকে ভ্যালিড সার্ভারে রিডিরেক্ট করা হবে। সব ঠিক থাকলে বুম্বিং পেজ ওপেন হলে নিচের সস এর মত কিছু দেখতে পারবেন।

xbomber

STEP 4:

এই পেজ এ ২টা অপশন পাবেন। MOBILE NUMBER এর ঘরে আপনার টার্গেট এর ১১ ডিজিটের মোবাইল নাম্বার লিখবেন। মনে রাখবেন, নম্বরটি লিখতে হবে +৮৮ ছাড়া, তা নাহলে ইনভেলিড নম্বর এরর আসবে। তারপর AMOUNT এর ঘরে কতগুলো মেসেজ সেন্ড করতে চান তা লিখবেন। আপাতত প্রতিবারে ৫০০ এর বেশি মেসেজ সেন্ড করা যাচ্ছেনা। তবে ফিউচারে এই এমাউন্ট কম বেশি হতে পারে। সব ঠিকঠাক থাকলে SUBMIT বাটনে ক্লিক করবেন। একটু পরেই সাক্সেস মেসেজ শো করবে নিচে। তবে সাক্সেস মেসেজ শো হবার পরেও ১-২মিনিট অ্যাপ চালু রাখবেন। তা নাহলে ঠিকভাবে বুম্বিং হবেনা, পুরোটাই আপনার নেট স্পীড এর উপর ডিপেন্ড করে। 

METHOD NO. 2:

STEP 1:

ফোন অথবা পিসি থেকে যেকোনো ব্রাউজার ইউজ করে নিচের লিংক থেকে ওয়েবসাইটটি ওপেন করুন। বাকি সব প্রসেস অ্যাপ এর মতই। আশা করি নিজে নিজেই পারবেন। তবে, যদি ব্রাউজার এ এড ব্লকার থাকে, তাহলে ডিসেবল করে নিবেন, তা নাহলে কাজ নাও করতে পারে। 

WEBSITE LINK => XBOMBER WEB

তো এই ছিলো আজকের পোস্টে। আমি পার্সনালি রিকমান্ড করবো অ্যাপ ইউজ করতে, রিজন হচ্ছে অ্যাপ ইউজ করলে যদি সার্ভার ডাউন হয়ে যায়, তাহলে অটোমেটিক আপনাকে ব্যাকয়াপ সার্ভারে রিডিরেক্ট করা হবে, যে সুবিধা ওয়েব এ পাচ্ছেন না। আর অ্যাপ থাকলে যখন তখন অ্যাপ ওপেন করেই…

By the way, XBomer রিলেটেড সকল আপডেট অ্যান্ড সাপোর্ট পেতে এই পেজ এ ফলো করতে পারেন,

[ FACEBOOK PAGE ]

 

PROOFS:

SS PROOF of Xbomber

Thanks for reading the whole article. 🙂

 

N.B. এটা ট্রিকবিডি তে আমার প্রথম পোস্ট, কোনো ভুল করে থাকলে স্যরি ফর দ্যাট। থ্যাংক্স এগেইন!

 

 

The post [HOT] Unlimited SMS Bombing করার নতুন ট্রিক! | No Termux appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments