Search box..

শৃঙ্খলাই হলো শৃঙ্খল মুক্তির পথ। Self Discipline বাড়ানোর উপায়।

শৃঙ্খলাই হলো শৃঙ্খল মুক্তির পথ। Self Discipline বাড়ানোর উপায়।


শৃঙ্খলাই হলো শৃঙ্খল মুক্তির পথ। Self Discipline বাড়ানোর উপায়।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

শৃঙ্খলাই হলো শৃঙ্খল মুক্তির পথ

একটা নদীর কিনারে বাদ এজন্য নির্মাণ করা হয় যাতে নদীর জল কে নিয়ন্ত্রণ করা যায় এবং জল যেন সীমা অতিক্রম করে শহর ভাসিয়ে নিয়ে না যায়। যদি বাদ না বানানো হয় জল শহরকে ভাসিয়ে নিয়ে যায়। ঠিক তেমনি আমাদের ব্রেইনকেও আমরা এভাবে আত্ম অনুশাসন বা সেল্পডিসিপ্লিন এর মাধ্যমে নিয়ন্ত্রন করতে পারি। আমাদের মস্তিষ্ক একটা ছুরির মতো একটা সাধারন চুরির দুটো অংশ থাকে। ধারালো অংশ আর হ্যান্ডেল।

আমরা সবাই এটা জানি যে ধারালো অংশ দ্বারা আমরা রান্না তরকারি ফল ইত্যাদি কাটতে পারি। এখন আপনি যদি হ্যান্ডেল বাদ দিয়ে ধারালো অংশটা হাতে ধরে তখন কি হবে। আপনি অবশ্যই এর উত্তরটা জানেন এবং আপনি কখনোই জেনেশুনে এই ভুলটা করবেন না। আমাদের মস্তিষ্কে স্বভাবটাই এমন যে সে সবসময় এদিক সেদিক দৌড়াতে থাকে এবং যদি একে নিয়ন্ত্রণ করা না যায়।

তাহলে এটা আপনার জন্য ওই ছুরির ধারালো অংশ ধরার মতো বিপদজনক হয়ে দাঁড়াবে। এবং আপনি জীবনের নানা সমস্যায় পড়বেন। তো আজকে আমি রজল গুপ্তের লেখা বই। Rajal Neeti টাইম ম্যানেজমেন্ট থেকে আপনার সাথে আত্ম অনুশাসন বা সেল্পডিসিপ্লিন নিয়ে কিছু স্মার্ট আইডিয়া শেয়ার করব।তো চলুন শুরু করা যাক।

Self Discipline কি

Self Discipline হলো নিজেকে এমন কোন কাজ করাতে ফোর্স করা যে কাজ আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। যদিও এই মুহূর্তে আপনার ঐ কাজটা করতে হয় তো ইচ্ছা করছে না। যেমনঃ আপনার এক্সাম চলছে আবার এদিকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলছে। আপনার মাথায় স্বাভাবিকভাবে যা আসবে তা হলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মিস করা যায় নাকি। তাও আবার বিশ্বকাপ।

এই অবস্থায় আপনি কি সিদ্ধান্ত নেবেন তা আপনার উপর নির্ভর করছে। আপনি পড়া বাদ দিয়ে খেলা দেখতে পারেন। কিন্তু এতে আপনি পরীক্ষায় ভালো নম্বর পাবেন না। কিন্তু আপনি যদি নিজেকে এই বলে বোঝান যে আজ পর্যন্ত বিশ্বকাপে ইন্ডিয়া পাকিস্তানের কাছে কখনোই হারেনি। আজকে হারবে না কিন্তু আমি যদি পড়া বাদ দিয়ে খেলা দেখি তো আমি তো পরীক্ষায় ঠিকি ফেল করবো। তাহলে পড়াটাও বুদ্ধিমানের কাজ হবে। আপনি পড়াটাকেই সিলেক্ট করলেন এবং সফল হলেন।

Self Discipline এর জন্য আপনাকে ইনস্ট্যান্ট আর মমেন্টারি আনন্দগুলো ত্যাগ করা শিখতে হবে। তাহলেই আপনি long-term এবং বড় মাপের আনন্দ উপভোগ করতে পারবেন। রজলজী এখানে তার স্বর্গীয় দাদাজির কথা বলেছেন। তিনি তার ঘড়ির ব্যবসা শুরু করেছিলেন। মাত্র কয়েকটা ঘড়ি দিয়ে। তার কাছে দুটো অপশন ছিল যে হয় ঘড়ি গুলি বিক্রি করে উপার্জন করা টাকা গুলো নিজের জন্য খরচ করে ফেলা অথবা টাকা গুলো জমিয়ে ব্যবসায়ী খাটানো।

যাতে তার পরিবারকে তিনি একটা সুন্দর ভবিষ্যত উপহার দিতে পারেন। উনি দ্বিতীয় অপশনটাকে বেছে নিয়েছিলেন। Self Discipline মেইনটেইন করার মাধ্যমে তিনি নিজের ইনস্ট্যান্ট আনন্দ ত্যাগ করেছিলেন যাতে লং টার্ম এর জন্য তার পরিবার সুখে থাকতে পারে। তার এই ত্যাগের জন্যই আজকে তার পরবর্তী প্রজন্ম অনেক সুখে জীবন কাটাচ্ছে। আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রের Self Discipline এর অভ্যাস করতে হবে খাবারের কথা যদি বলি আপনি মোমেন্টারি আনন্দের জন্য রোজ নিয়ম করে মসলাদার খাবার খেতে পারেন। কিন্তু ইন দা লং রান’ আপনি দেখবেন আপনার হজম শক্তি আর স্বাস্থ দুটোই খারাপ হয়ে গেছে।

ঠিক তেমনি আপনি আপনার টাকাপয়সা বন্ধুদের সাথে পার্টি করে উড়িয়ে দিতে পারেন। কিন্তু একই কথা long-run আপনি দেখবেন আপনার কাছে সেভিংস বলতে কিছুই নেই। আর যদি বলি আপনি আপনার সময় গান শুনে টিভি দেখে কিংবা পার্টি বিনোদনের মাঝে কাটিয়ে দিতে পারেন। কিন্তু ইন্দা long-run আপনার পড়াশোনার অবস্থা কিন্তু মোটেই উন্নতি হবে না।

হাজার হাজার সফল মানুষের উপর স্টাডি করা হয়েছে প্রশ্ন ছিল তারা এত সফল কিভাবে হলেন। যে উত্তরটা পাওয়া গেছে তা হলো তারা অন্যান্যদের মত নিজেদের দিনের-পর-দিন একইভাবে করে চলা প্রয়োজনীয় কাজে কখনো আনন্দ পেতেন না। কিন্তু তবু তাদের নিজেদের মনের উপর কন্ট্রোল ছিল এবং তারা জোর করে হলেও কাজগুলো করত এবং তারই ফলস্বরূপ তারা আজকে সফলতা নতুন নতুন উদাহরণ হিসেবে স্বাক্ষর রেখেছেন।

একজন Self Discipline ব্যক্তির যোগ্যতা যদি কম হয় তবু তার দ্বারা অনেক বড় সফলতা অর্জন করা সম্ভব। আমি জানি এবং মানি Self Discipline খুবই কঠিন একটা বিষয় কিন্তু আমি আপনাকে এটাও বিশ্বাস করাতে চাই। Self Discipline এর মাধ্যমে আপনি যা অর্জন করতে পারবেন তা অন্য কোনোভাবে অর্জন করা সম্ভব না। Self Discipline বাড়ানোর জন্য রাজালজী বই এর কিছু সাজেশন দিয়েছেন।যে সর্বপ্রথম নিজেকে জিজ্ঞেস করুন আমি যে কাজটা করছি এই কাজটা আমি করতে থাকলে এর রেজাল্ট কি হবে।

এবং দ্বিতীয় প্রশ্ন হলো আমি আমার মনকে নিয়ন্ত্রণ করছি নাকি আমার মন আমাকে। আমার কাছে মনের রিমোট কন্ট্রোল আছে নাকি মনের কাছে আমার। একটা প্রবাদ আছে An Apple A Day Keeps Doctor Away তার মানে আমরা যদি মাসের 30 দিনে প্রতিদিনই একটা করে আপেল খায় তবে এটাই সম্ভব। আপনি এটা করতে পারেন না যে মাসের 1 থেকে 30 তারিখ একদিনো আপনি আপেল খেলেন না আর 30 তারিখে গিয়ে একবারে 30 টা আপেল খেয়ে ফেললেন এটা না সম্ভব আর নাইবা উচিত হবে।

ঠিক তেমনি আপনি যদি পড়াশোনায় খুব ভালো ফলাফল করতে চান তবে আপনাকে প্রতিদিনই নিয়ম করে পড়তে হবে। আপনি ছোট কষ্ট চান নাকি বড় কষ্ট চান। তা পুরোপুরি আপনার উপর নির্ভর করছে।আপনি পরীক্ষার আগে টিভিতে আপনার ফেভারিট প্রোগ্রামটা দেখা বাদ দিয়ে পড়তে বসলে ওই সময় আপনার খারাপ লাগবে কিন্তু পরবর্তীতে আপনি যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন তখন কিন্তু আপনার এই ছোট্ট কষ্টই আপনার অনেক বড় খুশির কারণ হয়ে দাঁড়াবে। আপনার মনের চাক বা না চাক সঠিক সময়ে সঠিক কাজটা করার যোগ্য তার নামই হলো Self Discipline

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post শৃঙ্খলাই হলো শৃঙ্খল মুক্তির পথ। Self Discipline বাড়ানোর উপায়। appeared first on Trickbd.com.

WhatsApp ইউজাররা, দেখুন ছোট্ট একটা tricks use করে কিভাবে মোবাইলের mb সেভ করা যায় l

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেক উৎসাহ নিয়ে আজকে পোস্ট লিখতে বসলাম। কারন পোষ্টটা হবে ধামাকাদার। চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে WhatsApp এপ এ এমবি বাঁচানো যায় l WhatsApp শহ অনেক app আসে যারা background এ আপনার ফোনের mb খায় l আর আমার এই পোস্ট এই সমস্যার সমাধান দিবে WhatsApp এর ক্ষেত্রে l আমরা যারা mobile data use করে WhatsApp চালাই, তাদের এই পোস্টটা অবশ্যই কাজে লাগবে l ছোট্ট একটা tricks use করলেই WhatsApp এ অনেক mb বাঁচানো সম্ভব l

তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

2827622885

প্রথমে settimgs এ প্রবেশ করুন।

তারপর এখান থেকে when using mobile data select করুন l

এখানে যতোগুলা টিক চিহ্ন আছে সবগুলা উঠিয়ে দিন l ok click করেন l

এরপরে use less data for calls option চালু করে দিন।

তাহলে আপনার phn এর mb অনেক কম কাটবে l এই সিস্টেম এ আপনাকে কেউ image, video, photo, document ইত্যাদি পাঠালে automatically download হয়ে থাকবে না, ফলে আপনি যার উপর click করবেন ওই টা দেখতে পারবেন l ফলে mb কম কাটবে l

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



The post WhatsApp ইউজাররা, দেখুন ছোট্ট একটা tricks use করে কিভাবে মোবাইলের mb সেভ করা যায় l appeared first on Trickbd.com.

কিছু Usefull Checker Site, যা Binning এ উপকারে আসবে

Posted:

Django for Web Development l Best Django developers.

বর্তমানে বিভিন্ন Platform এ Binning একটা Common বিষয়। এই Binning করার জন্য Checker + Generator Related Site এর প্রয়োজন হয়।
তাই নিচে কিছু Binning Related Site Information Share করব, যা আগে থেকেই কম-বেশি অনেকে জানেন। তবে একসাথে এক জায়গায়
সবগুলো থাকলে আপনার সুবিধা হবে মনে করেই Share করলাম-

CC Generator

সাধারণত যেকোন CC generate করতে এই Site ব্যবহার করা হয়

CC Checker:

আপনার জেনারেট করা CC Live নাকি Dead তা জানার জন্য এই Siteগুলো প্রয়োজন

Data Generator

যেকোন Country-র Address Fake/Valid Generate করতে চাইলে নিচের সাইটগুলো প্রয়োজন

IBAN Generator

মূলত Bank Related Information Generate করার জন্য এই Siteটি ব্যবহৃত হয়

 

IBAN Checker

আপনার Generate করা Bank No. Valid কিনা তা Check করতে এই Site ব্যবহার করতে পারেন

 

 

GIFs Welcome! 21 Animated Images With a Greeting
আশাকরি এক জায়গায় সকল Site Linkগুলো পেয়ে আপনার উপকার হবে। প্রয়োজন স্বার্থে Post/Webpageটি BooKmark করে রাখতে
পারেন ধন্যবাদ।

DEXTER
Signing OFF

The post কিছু Usefull Checker Site, যা Binning এ উপকারে আসবে appeared first on Trickbd.com.

কীভাবে ঠিক করবেন নষ্ট মেমোরি কার্ড

Posted: 17 Jul 2021 02:25 AM PDT

কীভাবে ঠিক করবেন নষ্ট মেমোরি কার্ড

আমার এখনো মনে আছে যখন বাজারে গিয়েছিলাম ১ জিবি মেমোরি কার্ড কেনার জন্য। তখন হয়ত আমি ক্লাস ৩ অথবা ৪ এ পড়ি। প্রায় ৩-৪ টা দোকানে খোজার পরও ১ জিবি মেমোরি কার্ড পেলাম না তাই বাধ্য হয়ে ২ জিবি কিনেছিলাম ২২০ টাকা দিয়ে। দুর্ভাগ্যক্রমে এটি ২ মাস পরই ডেমেজ হয়ে যায়। তাই এটিকে ফেলে দেই । যদি এখনো ঐ মেমোরিটা থাকত হয়ত ঠিক করতে পারতাম। যাইহোক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নষ্ট মেমোরি কার্ড ঠিক করবেন।

আপনারও হয়ত আমার মত পরিস্থিতিতে পড়েছেন অথবা পড়বেন তাই জানা থাকা প্রয়োজন যে এখন নষ্ট মেমোরি কার্ড না ফেলে ঠিক করার চেষ্টা করে দেখেন। আমি গেরান্টি দিচ্ছিনা যে সব মেমোরি ঠিক হয়ে যাবে তবে আমি যেভাবে বলব ঠিক সেইম প্রসেসে যদি আপনিও করেন আশা করা যায় ঠিক হয়ে যাবে।

আপনার অবশ্যই জানা থাকা প্রয়োজন যে আমি নষ্ট বলতে যেই মেমোরি গুলো মোবাইলে ইনপুট করলে দেখায় বা ফরম্যাট চাই কিন্তু ফরম্যাট নেয় না । আবার অনেক মেমোরি আছে যেগুলো মোবাইলে ডুকানোর সাথে সাথে মোবাইল হ্যাং করে। এধরনের মেমোরি কার্ড ঠিক হওয়ার সম্ভাবনা বেশি।

আমরা নষ্ট মেমোরিকে ৩ ভাবে ভাগ করবঃ

  1. Unsupported Memory: যেই মেমোরি কার্ড মোবাইলে ডুকালে কোনো নটিফিকেশন দেখায় না মানে ফোনে একদমই সাপোর্ট করে না সেগুলোকে আমরা আনসাপোরটেড মেমোরি কার্ড বলব। এই ধরনের মেমোরি কার্ড ঠিক করা অসম্বভ প্রায়। তারপরও অনেককেই বলতে শুনেছি এই ধরনের মেমোরি ঠিক করা যায়। আমি বলছি আপনি ভুলেই ট্রাই করবেন না শুধু শুধু সময় নষ্ট হবে কাজের কাজ কিছুই হবে না।
  2. Damaged Memory: এই মেমোরি ফোনে ইনপুট করার সাথে সাথে ডেমেজ মেমোরি লেখাটি দেখায়। এই ধরনের মেমোরি ফোনে দেখালেও আপনি মেমোরি কার্ডের ভিতরে ঢুকা যায় না। ঢুকতে চাইলে ফরম্যাট চাই। অনেক মেমোরি ফরম্যাট দিলে ঠিক হয়ে যায় আবার অনেক গুলো ঠিক হয়না মানে ফরম্যাটই নেয় না।
  3. সাইজ কম বেশিঃ আপনি মেমোরি কিনছেন ১৬ জিবি কিন্তু মোবাইলে ডুকানোর পর দেখলেন ৩২ জিবি ! আপনি তো মহা খুশি জিতে গেসেন এই ভেবে আপনার বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করলেন দিন শেষে দেখলেন আপনার মেমোরি ৩২ তো দূরে থাক ৫ জিবি লোডও নেয় না।

 

কোন ধরনের মেমোরি কার্ড ঠিক হবে?

উপরের ৩ ধরনের মেমোরির মধ্যে ২ ধরনের মেমোরি কার্ড ঠিক হবে । শুধু মাত্র যেই মেমোরিগুলো আনসাপোর্ট দেখায় এগুলো ঠিক করা সম্ভব নয়।

কম্পিউটার বা ল্যাপটপ দিয়েঃ

মেমোরি কার্ড ঠিক করতে অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে।

শুরুতেই আপনার মেমোরি কার্ডটি পিসিতে কানেক্ট করুন। এরপর নিচের ধাপ গুলো ফলো করুন।

১ম ধাপঃ

১। কম্পিউটার বা ল্যাপটপ থেকে Windows + S ক্লিক করে সার্চ বারে লিখুন cmd বা command prompt এরপর এন্টার প্রেস করুন।

২। এখন DiskPart লিখে এন্টার প্রেস করলে একটা নতুন উইন্ডো ওপেন হবে।

কীভাবে ঠিক করবেন নষ্ট মেমোরি কার্ড

৩। List Disk লিখে এন্টার প্রেস করুন খেয়াল রাখবেন যেন স্পেস থাকে। এখানে দেখতে পারবেন যেমনঃ

Disk  0  Online  931GB

Disk  1  Online  15GB

কীভাবে ঠিক করবেন নষ্ট মেমোরি কার্ড

মনে রাখবেন ডিস্ক ০ যেটা এটা আপনার পিসির হার্ডডিস্ক এর সাইজ দেখাবে এর পর ১ যেটা সেটা হলো মেমোরি কার্ডের সাইজ।  আমি ১৬ জিবি মেমোরি কানেক্ট করেছি তাই ১৫ জিবি দেখাচ্ছে। আর 931GB এটা আমার পিসির হার্ডডিস্ক এর সাইজ। আপনারটা ২, ৪ , ৮, ১৬,৩২ যাই হোক না কেনো তাই দেখতে পাবেন।

 

৪। এরপর টাইপ করুন Select Disk 1 এবং এন্টার প্রেস করুন। যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে " Disk 1 is now the Selected Disk" এই লেখাটি দেখতে পারবেন।

৫। Clean লিখে এন্টার প্রেস করুন যদি ক্লিন হয়ে থাকে তাহলে " DiskPart Succeeded in Cleaning the Disk" এই লেখাটি দেখতে পারবেন।

ব্যাস এখন এই cmd উইন্ডো কেটে দিতে পারেন।

২য় ধাপঃ

৬। This pc তে Right Click করে Manage এ ক্লিক করুন।

কীভাবে ঠিক করবেন নষ্ট মেমোরি কার্ড

৭। Disk Management ক্লিক করলে দেখতে পাবেন Disk 1 Removable 15GB মানে আপনার মেমোরি কার্ডটি দেখাবে।

কীভাবে ঠিক করবেন নষ্ট মেমোরি কার্ড

৮। Disk 1 এ Right Click করে New Simple Volume এ ক্লিক করুন

৯। এরপর নতুন একটি উইন্ডো ওপেন হবে আর Next বাটনে প্রেস করতে থাকুন যতক্ষন পর্যন্ত না Finish লেখাটি দেখায়।

এবার আপনার মেমোরিতে ডুকে দেখেন ঠিক হয়ে গেছে। যদি আমার দেওয়া ট্রিকসটি ভালো লাগে বা কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করে জা্নাবেন।

The post কীভাবে ঠিক করবেন নষ্ট মেমোরি কার্ড appeared first on Trickbd.com.

কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন

Posted: 17 Jul 2021 02:25 AM PDT

কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন

আমরা প্রাইভেসির জন্য কত কিছুই না করি। আমাদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে আমাদের প্রয়োজনীয় গোপন জিনিস থাকতেই পারে। এটা হতে পারে, কোনো টেক্সট,  অডিও, ভিডিও বা অন্য কিছু। চাইনা কেউ দেখে ফেলুক এতে আমার সর্বনাশও হতে পারে। এজন্য আমরা যা করি বিশেষ করে মোবাইলের মেমোরি কার্ডে থাকা ফাইল , ফোল্ডার , অডিও ও ভিডিও ফাইল হাইড করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্স লকার ব্যবহার করে থাকি। আপনি বিশ্বাস করেন আর নাই করেন প্রায় ৭০%  অ্যাপ্স লকার কোনো পাসওয়ার্ড ছাড়াই খোলা সম্ভব। এতে কি হবে? আপনার গোপনীয় জিনিস সহজেই দেখা যাবে।

কম্পিউটারে ও ল্যাপটপে কি ফাইল ও ফোল্ডার হাইড করা যায়?

কেনো নয়, অবশ্যই করা যাবে। আমার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আমি আমার নিজের কম্পিউটারে রেখে দিয়েছি। কেউ ধারণাও করতে পারে না কোথায় কি আছে। এটাই আমার জন্য ভালো কারণ যদি পিসিতে কোনো লকার সফটওয়্যার ব্যবহার করি এবং এতে যদি কোনো কিছু নাও হাইড করি তবুও সবার মনে প্রশ্নবৃদ্ধ হব কেনো লকার ব্যবহার করি। কিন্তু এতে কোনো ধারণারও সুযোগ নেই।

ফাইল ও ফোল্ডার হাইড করার জন্য কি কোনো সফটওয়্যার লাগবে?

এক কথায় না।  আজকে আমি যেই ট্রিকসটি দেখাব তা কোনো সফটওয়্যার ব্যবহার ছাড়াই। তো এর জন্য আপনার পিসি অথবা ল্যাপটপের প্রয়োজন হবে।

কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন

 

১। আপনি যেই ফাইল গুলো বা ফোল্ডার হাইড করতে চান সেটি সিলেক্ট করুন।

এখানে আমি কয়েকটি ফোল্ডার সিলেক্ট করেছি আর এই ফোল্ডার এর মধ্যে রয়েছে কিছু ভিডিও।

২। উপরের রিবন বার থেকে View এ ক্লিক করলে ডানপাশ থেকে "Hide Selected Items" এ ক্লিক করুন।

কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন

 

 

৩। নতুন ডাইলগ বক্স ওপেন হবে। এখানে " Apply changes to the selected items, subfolders or files" সিলেক্ট করে Ok প্রেস করুন

কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন

৪। লক্ষ করুন ফোল্ডারের আইকন এবং এর ভিতরে থাকা সব ফাইলগুলো ঝাপসা হয়ে গেছে। এখন আবার View তে ক্লিক করে "Hidden Items" ঠিক মার্ক দেওয়া থাকলে তুলে দেন। দেখেন সব ফাইল ও ফোল্ডার হাইড হয়ে গেছে।

কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন

হাইড তো করলাম ভালো কথা কিন্তু শো করাব কিভাবে?

সহজ ! একদম সহজ। ফাইল বা ফোল্ডার শো করানোর জন্য "View" তে ক্লিক করে "Hidden Items" এ ঠিক মার্ক উঠিয়ে দেন। আর ঝাপসা ছাড়ানোর জন্য ফোল্ডার সিলেক্ট করে "Hide Selected Items" এ ক্লিক করুন।

ব্যাস শিখে গেলেন কিভাবে হাইড করতে হয় কম্পিউটারে যেকোনো ধরনের ফাইল বা ফোল্ডার । সেইম প্রসেসে আপনি যেকোনো কিছু হাইড করতে পারবেন।

 

The post কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন appeared first on Trickbd.com.

আপনার পিসিতে Test mode সরান খুব সহজেই।

Posted: 17 Jul 2021 02:22 AM PDT

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
তো আজকের পোস্ট মূলত Desktop/laptop /pc ব্যবহারকারীদের জন্য।
আমরা যারা pc ইউস করি তাদের display এর ওপর নিচের কর্নারে TEST MODE windows 10/ pro এভাবে

একটা ওয়াটার মার্ক থাকে তো আমি আজ তা আপনাদের রিমুভ করে দেখাবো।
প্রথমে আপনার pc বা ল্যাপটপ এ সার্চ বক্সে ক্লিক করুন।

এখন লিখুন CMD


Command prompt নামে একটা অপশন পাবেন তা
run as administrator এ ক্লিক করে অপেন করুন।

এখন নিচে যে লেখা দেওয়া তা কপি করে পেস্ট করুন।

bcdedit -set testsigning off


এখন ENTAR এ চাপ দিন।
successful দেখাবে।
এখন আপনার পিসি /ল্যাপটপ Restart করুন।

দেখুন সরে গেছে।

তো আজকের পোস্ট এ পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।

The post আপনার পিসিতে Test mode সরান খুব সহজেই। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments