Search box..

আমি মো: ইয়াছির ২০১৫ সাল থেকে ট্রিকবিডির সাথে আছি এবং আপনাদের সাহায্য কামনা করছি, আপনাদের সাহায্য বাঁচাতে পারে একজনের জীবন।

আমি মো: ইয়াছির ২০১৫ সাল থেকে ট্রিকবিডির সাথে আছি এবং আপনাদের সাহায্য কামনা করছি, আপনাদের সাহায্য বাঁচাতে পারে একজনের জীবন।


আমি মো: ইয়াছির ২০১৫ সাল থেকে ট্রিকবিডির সাথে আছি এবং আপনাদের সাহায্য কামনা করছি, আপনাদের সাহায্য বাঁচাতে পারে একজনের জীবন।

Posted:


PERMISSION

আলহামদুলিল্লাহ, আজকে আমার মন খুবই ভাল। মনে হল ট্রিকবিডিতে এতদিনের Author হিসেবে আছি আজকের এই দিনটির জন্য। একটু ভয়ে ভয়ে ট্রিকবিডির সাপোর্ট টিম কে মেসেজ করি এই পোস্ট টি করা যাবে কিনা সেটি নিয়ে, যেহেতু Trickbd এই ধরনের আর্টিকেল শেয়ার করার Platform না তাই মনে মনে একটি চিন্তা ছিল হয়ত পারমিশন পাব না। কিন্তু সাপোর্ট থেকে যখন বলল আমি এই পোস্ট করতে পারব এবং সেই সাথে কিছু ইনফরমেশন ঠিক করে নিতে বলল এতে আমি পুরাই অবাক হয়ে যাই। জানি না এখান থেকে কি পরিমাণ সাহায্য পাব কিন্তু ট্রিকবিডির আজকে কথা কোনদিন ভুলব না আমি। ট্রিকবিডির প্রতি ভালবাসা অনেক বেড়ে গেল❤

  • নাম: নুরুল হাসনাত জিলান (২১)
  • বাবা: মনিরুল হক
  • SSC: কক্সবাজার বয়েস স্কুল (২০১৭ মর্নিং শিফট)
  • HSC: কক্সবাজার সিটি কলেজ
  • অনার্স: কক্সবাজার সরকারি কলেজ (গণিত)
  • Bkash:+8801624436205 (ফ্যামিলি)
  • যোগাযোগ:+8801815680459
  • Documents Link: Gdrive Link


দীর্ঘদিনের সমস্যা

আমার বন্ধু নুরুল হাসনাত জিলান দীর্ঘ ২-৩ বছর ধরে জটিল রোগে আক্রান্ত। HSC পরীক্ষার আগ থেকে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল সে, আমরা বন্ধুরা সকলেই তা জানতাম কিন্তু সিরিয়াসভাবে কেউ চিন্তা করিনি। তার মূত্রতন্ত্রের মধ্যে সংক্রমন হয়েছিল এবং এর কারণে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। HSC পরীক্ষা চলাকালীন সময়ে তাকে টয়লেটে ৬-৭ বার করে যেতে হত। অনেক কষ্টে কোনরকম সে HSC পরীক্ষা পাশ করে এবং এর মধ্যে তার হালকা হালকা ট্রিটমেন্ট চলছিল। HSC এর পরে সে কক্সবাজার সরকারি কলেজে অনার্স এ ভর্তি হয় (MATHMATICS)।


আর্থিক অবস্থা

তারা দীর্ঘদিন ভাড়া বাসায় থাকত কিন্তু তার বাবার একটি ছোট চাকরির দীর্ঘ ১০-২০ বছরের জমানো টাকায় তার বাবা একটি বাড়ি তৈরি করে এবং এতে অনেক খরচ হয়। বাড়ি বানানোর কিছুদিন পর তারা জানতে পারে তার বাবার ফুসফুসে ক্যান্সার এবং এতে ট্রিটমেন্ট এর জন্য অনেক খরচ হবে। প্রতি মাসে কেমোথেরাপি এবং অন্য চিকিৎসার জন্য তাদের খরচ হয় ৫০-৬০ হাজার টাকা। এতদিন কেমোথেরাপি দিয়ে আসতে পারলেও কোনরকম, গত জুন মাস থেকে আর সম্ভব হয়ে উঠেনি তার বাবার পক্ষে। তিনি আমাকে বলেছিলেন ” আমার পক্ষে আর চিকিৎসা করা সম্ভব হচ্ছে না আল্লাহ যদি ভাল করে দেয় , তবে আমি ভাল হয়ে যাব”।

সংসারের খরচ, চিকিৎসা এইসব মিলিয়ে তাদের গত ১-২ বছর খুব কষ্টে কাটাতে হয়েছে এর মধ্যে মানসিক যন্ত্রণা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। টাকা – পয়সা না থাকলে বাড়িতে ২৪ ঘণ্টা অশান্তি থাকবে এটি স্বাভাবিক। এই সব নিয়ে টেনশন করতে করতে গত মে মাসে (২০২১) নুরুল হাসনাত জিলান ব্রেইন স্ট্রোক করে এবং এটি জানতে পেরে খুবই খারাপ লাগে আমাদের। এতদিন HSC, ভর্তি পরীক্ষা এইসব কারণে কেউ কারো সাথে তেমন ব্যাক্তিগত যোগাযোগ রাখতে পারেনি, এর মধ্যে করুনা মহামারীতে তা আরো কমে গিয়েছে। দীর্ঘদিন মূত্রতন্ত্রের চিকিৎসা না করায় এবং মানসিক ভাবে টেনশন করতে করতে ব্রেইন স্ট্রোক এর মত সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। ওষুধের সাইড এফেক্ট, পারিবারিক অশান্তি, ব্রেইন স্ট্রোক এই সবকিছু মিলিয়ে এখন তার ব্রেইনে নতুন সমস্যার জন্ম নেয়। তার ব্রেইনে হরমোন জনিত সমস্যাসহ আরো নানান সমস্যা দেখা দেয় যার চিকিৎসা যত দ্রুত সম্ভব করা দরকার নাহয় সেটি পরবর্তীতে আরো ভয়ানক হতে পরে।কিন্তু তার পরিবারের পক্ষে তার চিকিৎসা করা কোনভাবেই সম্ভব না। তাই ভাবলাম আমরা সকল বন্ধুরা মিলে তার সাহায্যে এগিয়ে আসি।

এই করুনা মহামারীতে সকলেরই কমবেশি সমস্যা আছে তারপরেও আমাদের যতটুকু সম্ভব তার সাহায্যে এগিয়ে আসা উচিত। আপনাদের যদি পরিচিত কোন NGO বা কোন সংস্থা জানা থেকে যারা এই রকম পরিস্থিতে সাহায্য করে তবে জানাতে পারেন।
{তার এই পর্যন্ত চিকিৎসার কাগজপত্রের ইম্পর্টেন্ট কিছু পিকচার PDF আকারে আপলোড দিয়েছি কারো দেখতে ইচ্ছে করলে দেখে নিতে পারেন।}

The post আমি মো: ইয়াছির ২০১৫ সাল থেকে ট্রিকবিডির সাথে আছি এবং আপনাদের সাহায্য কামনা করছি, আপনাদের সাহায্য বাঁচাতে পারে একজনের জীবন। appeared first on Trickbd.com.

Discord অ্যাপ কি? ডিসকর্ড অ্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে নেই!

Posted:

আজকে আমরা ডিসকর্ড অ্যাপ নিয়ে জানার চেষ্টা করব। মোটামুটি সবাই হয়তো জানেন যে, ট্রিকবিডি কর্তৃপক্ষ সকল সদস্যদের সাথে যোগাযোগ রক্ষার জন্য বর্তমানে এই ডিসকর্ড অ্যাপটি ব্যবহার করতেছেন। তাই অনেকে হয়তো এই অপরিচিত ডিসকর্ড অ্যাপ কি? এর সম্পর্কে জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তাই তাদের জন্যই আমার আজকের এই পোস্ট। আসলে ডিসকর্ড একটি জনপ্রিয় গ্রুপ চ্যাটিং অ্যাপ। যা ২০১৫ইং সালে যাত্রা শুরু করে। মূলত এটি গেমারদের জন্য তৈরি করা হয়েছিল। যদিও এটি গেমারদের গেম এর বিষয় নিয়ে চ্যাটিং করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এটি সাধারণ ব্যাবহারকারীদের কাছেও বেশ জনপ্রিয়। লেখক, বিভিন্ন ওয়েবসাইট ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে এখন ব্যবহারকারীরা এটি ব্যবহার করে থাকে। বিশেষ করে করোনা মহামারীর সময় এটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। কারণ এই সময় মানুষ অনলাইনের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করেছিল। বর্তমানে এর মাসিক ব্যবহারকারী প্রায় ১৪০ মিলিয়নেরও বেশি।

বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় চ্যাটিং অ্যাপগুলির মধ্যে একটি হলো ডিসকর্ড। অ্যাপটি ম্যাক, উইন্ডোজ, আইফোন ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। এটি মূলত গ্রুপ বা কমিউনিটি বা সম্প্রদায় ভিত্তিক বার্তা আদান প্রদানে বিশেষ সুবিধা দিয়ে থাকে। যেগুলোকে এখানে "সার্ভার" বলে সম্বোধন করা হয়। এই সার্ভারকে আবার দুই ভাগে ভাগ করা যায় চ্যানেল হিসেবে। একটা হলো টেক্সট বা টাইপ বা লিখিত আকারে বার্তা আদান প্রদানের চ্যানেল। আর আরেকটি হলো ভয়েস বা অডিও বা কণ্ঠ এর ব্যবহারের মাধ্যমে বার্তা আদান প্রদানের চ্যানেল।

টেক্সট বা টাইপ বা লিখিত চ্যানেল এর মাধ্যমে একে অপরের সাথে লিখিত আকারে মনের ভাব আদান প্রদান করে থাকে। আর ভয়েস বা অডিও বা কণ্ঠ ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে ভয়েস আকারে কথা বলে মনের ভাব আদান প্রদান করে থাকে।

প্রত্যেকটি সার্ভারেরই সাধারণত একাধিক চ্যানেল থাকে। যেগুলোতে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলাদাভাবে চ্যানেল খোলা থাকে। যার ফলে এক একটি চ্যানেলে নির্দিষ্ট বিষয়ের উপরে আলাপ আলোচনা হয়ে থাকে। এতে ব্যবহারকারীদের সহজে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করিতে সুবিধা হয়। অ্যাপটিতে চ্যানেলগুলিকে # সিম্বলসহ একটি নির্দিষ্ট নামের দ্বারা ভাগ করা হয়। যেমন: #general, #notice ইত্যাদি।

একটি সার্ভারের একটি চ্যানেলে (#general) এ উপরের স্ক্রিনশটের মত সাধারণ বিষয় নিয়ে সকল সদস্যগণ আলাপচারিতা করে থাকে। #notice চ্যানেলে সার্ভারের কর্তৃপক্ষগণ সার্ভার নিয়মনীতি বা অন্যান্য বিষয়ক বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকেন। এইরকমভাবেই একটি সার্ভারের বিভিন্নি চ্যানেলে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করা হয়ে থাকে। (যারা ইতিমধ্যে ট্রিকবিডি বা অন্য কোন সার্ভারে যুক্ত আছেন। তারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।)

ডিসকর্ড এ উপরের স্ক্রিনশটের মত এইরকম বিভিন্ন বিষয়ের উপর অনেক জনপ্রিয় সার্ভার রয়েছে। তবে এই জনপ্রিয় সার্ভারগুলির মধ্যে বেশিরভাগই গেম এর উপর তৈরি করা সার্ভারগুলি জনপ্রিয়। আপনি যদি কোন বিষয়ের উপর সার্ভার খুঁজতে চান তাহলে গুগল মামার সাহায্য নিতে পারেন। অথবা ডিসকর্ড এর নিজস্ব সার্চ বার অনুসন্ধান বক্স ব্যবহার করেও সার্ভার খুঁজে নিতে পারবেন। তবে হ্যাঁ, ডিসকর্ড কিন্তু সকল জনপ্রিয় সার্ভারগুলি ট্র্যাক করতে পারে না। তাই গুগল মামার সাহায্য নিলেই আপনি আপনার কাঙ্খিত সার্ভারটি পেতে পারেন।

ডিসকর্ড এর যে কোন সার্ভারে চ্যাটিং করার সময় আপনি আপনার বার্তায় জিফ যুক্ত করতে /giphy এবং /spoiler হিসেবে চিহ্নিত করার কমান্ড ব্যবহার করিতে পারিবেন। এছাড়াও এইরকম আরো অনেক ধরনের কমান্ড রয়েছে। যা উপরের স্ক্রিনশটটি দেখলেই বুঝতে পারবেন।

অন্যান্য জনপ্রিয় চ্যাটিং অ্যাপগুলির মত ডিসকর্ড এ বট সিস্টেম রয়েছে। যে বটগুলো দিয়ে আপনি আপনার সার্ভার এর কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করিতে পারিবেন। ডিসকর্ড এর জনপ্রিয় বট পেতে চাইলে আপনার গুগল মামার সাহায্য নিতে হবে। গুগলে সার্চ দিলে অনেক জনপ্রিয় বট এর তালিকা আপনার সামনে হাজির হবে। যেমন: উপরের স্ক্রিনশটের মত ট্রিকবিডি Mee6 নামক বট দিয়ে তাদের সার্ভারে সদ্য বা নতুন যুক্ত হওয়া সদস্যকে অভিনন্দনমূলক বার্তা প্রদান করে থাকে। যা একদম স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন হয়ে থাকে।

এছাড়াও ডিসকর্ড অ্যাপের মাধ্যমে আপনি আপনার ইউটিউব, স্পটিফাই, গিটহাব, টুইটার, ফেসবুক ইত্যাদি জনপ্রিয় অ্যাপগুলির প্রোফাইলও যুক্ত করিতে পারিবেন। সব অ্যাপের মতই ডিসকর্ড এরও প্রিমিয়াম সিস্টেম রয়েছে। যদি আপনি প্রিমিয়াম ব্যবহার করেন তাহলে আরো অনেক বাড়তি সুবিধা ভোগ করিতে পারিবেন। তাদের প্রিমিয়াম সিস্টেম এর নাম Nitro যা সাবসক্রাইব করার মাধ্যমে আপনি আপনার প্রোফাইলকে আরো সুন্দর করে সাজাতে পারবেন। বিশেষ স্টিকারগুলি পাবেন। অনেক ধরনের ইমোজি পাবেন। ২টি সার্ভার বুস্ট করতে পারবেন। আপনার প্রোফাইল স্ট্যাটাসে কস্টম প্রোফাইল বেডজ তৈরি করিতে পারিবেন। ১০০ এমবির উপরের যেকোন ধরনের ফাইল আপলোড দিতে পারবেন। যেকোন ভিডিও এইচডি রেজুলেশনের পাবেন। ৪০০০ এর উপর বর্ণ বা লেখার মাধ্যমে বার্তা আদান প্রদান করিতে পারিবেন। এছাড়াও ২০০ এর উপর সার্ভারে যুক্ত হতে পারিবেন।

উপরোক্ত সুযোগ সুবিধাসহ আরো অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে বর্তমান সময়ের চ্যাটিং অ্যাপ ডিসকর্ড এর। আশা করি যারা ডিসকর্ড সম্পর্কে জানতে চাচ্ছেন, বা যারা ট্রিকবিডি এর ডিসকর্ড সার্ভারে যুক্ত আছেন। কিন্তু কিছু বুঝতেছেন না। তাদের এই পোস্টটি উপকারে আসবে। আগামীতে যদি সুযোগ হয় তাহলে ডিসকর্ড নিয়ে আরো কিছু পোস্ট করার চেষ্টা করব।

The post Discord অ্যাপ কি? ডিসকর্ড অ্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে নেই! appeared first on Trickbd.com.

ডাচ-বাংলা (রকেট) একাউন্ট দিয়ে ফ্রি তে পল্লী বিদ্যুৎ বিল চেক করুন USSD কোড দিয়ে!!

Posted:

ঘরে বসে ডাচ-বাংলা (রকেট) একাউন্ট দিয়ে ফ্রি তে পল্লী বিদ্যুৎ বিল চেক করুন বিদ্যুৎ বিল এর কাগজ আসার আগে তাও আবার USSD কোড ডায়াল করে যে কোনো ফোন দিয়ে।

এছাড়া এখন ডাচ-বাংলা (রকেট) একাউন্ট দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধও করতে পারবেন।

পল্লী বিদ্যুৎ বিল চেক করতে প্রথম USSD কোড *322# ডায়াল করুন।

তার পর Enter-1 (Bill Pay) দিয়ে দিন।

তার পর Enter-1 (Self) দিয়ে দিন।

তার পর Enter-5 (Palli Bidyut) দিয়ে দিন।

তার পর বিল এর 13 Digit এর SMS Number বসে দিন

ঠিক এই রকম 13 Digit এর SMS Number

তার পর যে মাসের বিল চেক করতে চান তা বসে দিন।

বিল এর বছর।

তার পর দেখেন আপনার বিদ্যুৎ বিল এর পরিমাণ দেখাচ্ছে।

যদি বিদ্যুৎ বিল এর পেমেন্ট করতে চান তা হলে Enter-1 (Accept) দিন। তার পর ডাচ-বাংলা (রকেট) একাউন্ট এর পিন নাম্বার দিয়ে বিল এর পেমেন্ট করে দিন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

ফ্রি তে মোবাইল রিচার্জ নিয়ে নিন

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post ডাচ-বাংলা (রকেট) একাউন্ট দিয়ে ফ্রি তে পল্লী বিদ্যুৎ বিল চেক করুন USSD কোড দিয়ে!! appeared first on Trickbd.com.

কোন লোকেশনের হোস্টিং আপনার সাইটের জন্য নিবেন ? বিস্তারিত জেনে নিন।

Posted:

আপনারা অনেকে হোস্টিং বা ভিপিএস কেনার আগে কিছু বিষয়ে সিদ্ধান্ত-হীনতায় ভুগেন বা ভুল করে বসেন। এর মধ্যে অন্যতম সমস্যা হলো সার্ভার লোকেশন। জ্বী, আপনারা ভুল ভাল লোকেশনের থেকে হোস্টিং বা ভিপিএস নিয়ে যখন পারফরম্যান্স নিয়ে বিড়ম্বনায় পড়েন তখন দোষ দেন সেই সব কোম্পানির যেখান থেকে আপনারা সার্ভিস নিয়েছেন। তবে দেশি কোম্পানি হলে তো কথায় নেই। মন খুলে রাগ ঝেড়ে দেন। আসলে সমস্যা কোথায় এটা খুজে বের করলে কিন্তু আর এমন সমস্যা হতো না।
তো এতো বক বক করার একটাই, আজকে আমি আপনাদেরকে যতদূর সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে জানানোর চেষ্টা করবো কোন লোকেশনের হোস্টিং আপনার জন্য। চলুন শুরু করা যাক।

আপনার সাইট যদি বাংলাদেশ টার্গেটেড হয় এবং ৭০-৮০% ভিজিটির এই লোকশনের হয়।

তবে আপনার জন্য আমি সাজেস্ট করবো Singapore লোকেশনের হোস্টিংস। অনেকে বলতে পারেন BDIX, কিন্ত আমি মনে করি BDIX এর এখোনো অনেক ধরনের সীমাবদ্ধতা আছে যেকারণে আপনি যেমন পারফরম্যান্স এবং সিকিউরিটি আশা করবেন তেমন টা নাও পেতে পারেন। অন্যদিকে Singapore লোকেশনের হোস্টিং সার্ভার ইনফ্রাকচার এবং সিকিউরিটির দিক থেকে অনেক এগিয়ে। এছাড়া বাংলাদেশের নেটওয়ার্ক ট্রাফিক সিঙ্গাপুরের সাথে কানেক্টেড থাকা সাবমেরিন ক্যাবল দিয়ে আদানপ্রদানের কারনে ল্যাটেন্সি কম হওয়ায় আপনি এই লোকেশনের হোস্টিং এ সর্বোচ্চ স্পিড পাবেন। আপলোড ডাউনলোড দুইধরনের স্পিডই হাই হবে। এছাড়া নেটওয়ার্ক পোর্ট স্পিড ১জিবিপিএস বা এর উপরে হবে আপনার হোস্টিং সার্ভারের। তাই সব মিলিয়ে আমি আপনাকে সাজেস্ট করবো আপনার সাইট বাংলাদেশ টার্গেটেড হলে Singapore লেকেশনের হোস্টিং নিন।

যদি আপনার সাইটের ভিজিটর ইউরোপ বা মিডিল ইস্টের হয় তাহলে?

জ্বি, তাহলে আপনি UK বা Germany লোকেশনের হোস্টিং নিতে পারেন। কারন এই লোকেশনের ডেটাসেন্টার থেকে আপনি ইউরোপ বা মিডিল ইস্টে ল্যাটেন্সি কম পাবেন এবং সর্বোচ্চ মান সম্পন্ন হোস্টিং নিতে পারেন।
আপনি এই লোকেশনের হোস্টিং এ আবার আপনার সাইট হোস্ট করলে যদি সারা বিশ্বের ভিজিটরও আসে তাহলেও এভারেজ ভালো স্পিড পাবে ওই সব ভিজিটররা।

আমেরিকা বা কানাডা টার্গেটেড সাইটের জন্য?

এই লোকেশন টার্গেটেড সাইটের জন্য আপনারা USA বা Canada লোকেশনের হোস্টিং নিয়ে নিতে পারেন কেনো টেনশন ছাড়া। আপনি মার্কেটে USA লোকেশনের হোস্টিং খুব সহজেই পেয়ে যাবেন।

আর হ্যা, আপনার বাজেট বেশি হলে আপনি সিডিএন বা ক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারেন।

মনে রাখবেন,

শুধু এসব লোকেশনের হোস্টিং হলেই কিন্ত ভালো পারফরম্যান্স পাবেন এমন না। ভালো মানের ডাটা সেন্টার, হাই কনফিগারেশন সার্ভার সহ আরও কিছু বিষয় এর উপর নির্ভর করে। আপনারা যদি পারেন তাহলে সার্ভিস কেনার আগে সার্ভারের পিং টেস্টের রেজাল্ট জেনে নিতে পারেন বা সার্ভার আইপি নিতে পারেন প্রভাইডার কোম্পানি থেকে। আর রিসোর্স কেমন আপনার হোস্টিং এ সেটাও দেখে নিবেন। বেশি ভিজিটর হলে আপনার বেশি রিসোর্স লাগতে পারে। আপনার সাইটে ৩-৪০০ এর বেশি রিয়েলটাইম ভিজিটর থাকলে ভিপিএস নিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।

এছাড়া আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আর কোন কোন বিষয়ে বিস্তারিত জানতে চান সেটাও জানাতে পারেন। আমি পরবর্তী পোস্টে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করবো।
ধন্যবাদ সবাইকে।

                                    ” পোস্ট টি সর্ব প্রথম প্রকাশিত হয় BanglaDev.Net এর ব্লগে ”

The post কোন লোকেশনের হোস্টিং আপনার সাইটের জন্য নিবেন ? বিস্তারিত জেনে নিন। appeared first on Trickbd.com.

How to install HiddenEye in Termux? Mamuns Blog | Ethical Hacking

Posted:

TO BE USED FOR EDUCATIONAL PURPOSES ONLY.

The use of this tool is COMPLETE RESPONSIBILITY of the END-USER. Developers assume NO liability and are NOT responsible for any misuse or damage caused by this program. Please read LICENSE.

The Previous article "Install HackLock" was published. If you wanna read the previous article please hit this button.

What is HiddenEye?

HiddenEye is a modern phishing tool with advanced functionality and it also currently has Android support. Now you will have live information about the victims such as IP ADDRESS, Geolocation, ISP, Country, & many more.

HiddenEye Best and Powerful Phishing Tool

Phishing is a social engineering technique to steal sensitive information like username, password, credit card details, bank account information, etc by compromising victims into performing specific actions such as clicking on a crafted link or downloading malicious programs. In this electronic communication, the attacker disguises himself as a trustworthy person of the victim so that victim is convinced to execute the intended program.

It requires human interaction and success depends on human unconsciousness. Suppose someone gets a mail to log in to his internet banking site and change his password due to up-gradation of the site. There is a high possibility that he will get phished and his account details may be sent to the attacker.

There are many phishing tools, among them, Hidden Eye is one of the advanced tools having some extra features like the keylogger, ngrok to work the phishing link outside of the local network, and much more.

This tool Tested on the Following:

  • Kali Linux – Rolling Edition
  • Parrot OS – Rolling Edition
  • Linux Mint – 18.3 Sylvia
  • Ubuntu – 16.04.3 LTS
  • MacOS High Sierra
  • Arch Linux
  • Manjaro XFCE Edition 17.1.12
  • Black Arch
  • Userland app (For Android Users)

Requirements:

  • Python 3
  • Wget from Python
  • PHP
  • sudo

Also Read – ফাইভারে একটি ভালো মানের গিগ কিভাবে বানানো যায়? [নতুনদের জন্য]

WHAT'S NEW FEATURES

COMPATIBILITY

  • All the sites are mobile compatible.

KEYLOGGER

  • Now you will also have the ability to capture all the keystokes of victim.
  • You can now Deploy Keyloggers With (Y/N) option.
  • Major issues fixed.

ANDROID SUPPORT

  • We care about Android Users, So now we have came with two ways to run the tool in Android Devices.
    • UserLand App
      • You Have to Download UserLand App. Click Here To Download it.
    • Termux App
      • You Have to Download Termux App. Click Here To Download it.
      • For Further instruction Check Instructions
      • Termux Users Clone With This Command , Unless Errors may occur during Running.

NEW LOOK PROVIDED

  • NOW FOCUS EASILY ON TASKS…
  • CUSTOMIZE APP WITH YOUR OWN THEMES

SERVER URL TYPE SELECTION IS AVAILABLE NOW

  • Major issues with serveo is fixed.
  • Now You can choose out of CUSTOM URL and RANDOM URL.

A LARGE COLLECTION OF PHISHING PAGES ADDED

  • Pages are taken from various tool including ShellPhish , Blackeye , SocialFish .

HiddenEye Installation:

$ pkg update $ pkg upgrade $ pkg install git $ pkg install python $ pkg install python2 $ pip install -upgrade pip $ pip install lolcat $ git clone https://github.com/DarkSecDevelopers/HiddenEye/Legacy $ ls $ cd HiddenEye-Legacy/ $ ls $ pip install pyngrok $ pip install pgrep $ pip install requests $ pip install -r requirements.txt $ ls $ chmod +x * $ ls $ python HiddenEye.py

CREDIT

  • Anonud4y
  • Usama
  • sTiKyt
  • UNDEADSEC
  • TheLinuxChoice

If you have any problems or any issues. Please leave a comment. I'll try to solve your problem. Thank you once again.

Research and Written by: MH Mamun.

The post How to install HiddenEye in Termux? Mamuns Blog | Ethical Hacking appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন 10 Minute School এর Microsoft Excel Course By Abtahi Iptesam .

Posted:














কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের কাছে 10 Minute School এর জনপ্রিয় Microsoft Excel কোর্সটি নিয়ে এসেছি । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন


আমার অনেকেই এই Course টি সম্পর্কে জানি এবং অনেকে ইতিমধ্যে Course টি করেছি । অনেকে টাকার অভাবে Course টি করতে পারতেছেন না তাই আপনাদের জন্য ফ্রিতেই নিয়ে এসেছি । শুরু করার আগে বলে নেই , এই কোর্সটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া । তাই দয়া করে কেউ এই কোর্সটি Sell করার চেষ্টা করবেন না । যদি কিনতে চান 10 Minute School থেকে কিনে নিতে পারেন সাথে Certificate পাবেন । এই পোস্টটি কোনও কপিরাইট আইন লঙ্ঘন করে না । ডাউনলোড করতে সমস্যা হলে জানাবেন ।


1 ➜ কোর্সটির বিবরন…?



কোর্সের নাম : Microsoft Excel

কোর্স শিক্ষকবৃন্দ : Abtahi Iptesam

সর্বমোট ভিডিও : ৫০ টি ভিডিও

সর্বমোট কুইজ : ৫০ টি কুইজ

ওয়াার্কবুক : ৫০ টি

এই কোর্স থেকে কি শিখতে পারবো : মাইক্রোসফ্ট এক্সেল কোর্সটি শিখুন সাধারণ থেকে বিশেষজ্ঞ পর্যায়ে ।



Download Microsoft Excel Course



Course Unzip Password



Drive Download Microsoft Excel



কিছু Screenshot…




যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumAppsAccountFree Join Hear

The post ডাউনলোড করে নিন 10 Minute School এর Microsoft Excel Course By Abtahi Iptesam . appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments