[FRAG] দারুন একটি অফলাইন শুটিং গেম। সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক |
- [FRAG] দারুন একটি অফলাইন শুটিং গেম। সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক
- [Crazy Dino Park] গেম রিভিউ, সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক।
- দেখে নিন কিভাবে কোন সফটওয়্যার ছাড়া ফোন দিয়ে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন।
- [Dragon Boom] অফলাইন আর্কেড গেম,সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক।
- ফিশিং যদি আপনার ফেভারিট স্পোর্টস হয়ে থাকে তবে এই গেইম টি আপনার জন্যে
- কেন ১% মানুষ সফল এবং ৯৯% নয়। জীবনে সফল হতে গেলে এই পাঁচটি অভ্যাস অন্তত জরুরি।
- Grameenphone সিমে মাত্র ১২ টাকায় 1GB নিয়ে নিন সবাই পাবেন তারাতাড়ি নিয়ে নিন সময় কম!
[FRAG] দারুন একটি অফলাইন শুটিং গেম। সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক Posted: FRAG review DETAILS Name:FRAG Develooper: Oh BiBi Genre:Adventure,shooter, Action,Single Player, Offline,Casual, Premium Language: English Price: 0 USD{in-app purchases} Rating: 4.3/5[editors choice] Size:98mb এটি দারুন একটি শুটিং গেম।যেখানে আপনার একটি টিম থাকবে এবং আপনাদের অন্য টিমের সাথে লড়াই করতে হবে ও কিছু পয়েন্ট ব্লাস্ট করতে হবে।এই গেমটি একটা বিষয় আমার খুব ভালো লেগেছে,সেটি হলো আপনি যদি মরে যান তাহলে আপনার ইচ্ছা মত পাওয়ারফুল একটি কারেক্টআর বেছে নিয়ে গেমে ব্যাক করতে পারবেন।যদিও আমার পুরানো ফোনটা তে একটু লেগ করছিল।নতুন ফোন হলে আশাকরি ভালো চলবে।আর গ্রাফিক্সের কথা কি বলব,অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে।ক্র্যাক ভার্সনটি চাইলে ডাউনলোড করতে পারবেন। এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে ফ্রী তে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l এই লকদাউনে সময় কাটানোর মত দারুন একটি গেম গেরান্টি দিলাম । এখন গেমের কিসু ডেমো দেখে নিন।
The post [FRAG] দারুন একটি অফলাইন শুটিং গেম। সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক appeared first on Trickbd.com. |
[Crazy Dino Park] গেম রিভিউ, সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। Posted: Crazy Dino Park review DETAILS Name:Crazy Dino Park Develooper: Infinite Dreams Genre: puzzle,simulation, Player,multiplayer,online, Offline,Casual, Premium Language: English Price: 0 USD/{in-app purchases} Rating: 4.6/5 Size:64mb এই গেমটিতে আপনাকে একজন ডাইনাসর পার্কের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হবে।পার্কে ঢোকার টাকা,বিভিন্ন রিসার্চ ও অন্যান্য কাজগুলো সব আপনাকে দেখতে হবে।কম এমবির হওয়ায় আমার পুরনো ফোনেও অনেক ভালো চলেছে। আর গ্রাফিক্সের কথা কি বলব,অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে।ক্র্যাক ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন চাইলে। এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l লকডাউনে ভালই সময় কাটবে গেরান্টি দিলাম । এখন গেমের কিসু ডেমো দেখে নিন।
The post [Crazy Dino Park] গেম রিভিউ, সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। appeared first on Trickbd.com. |
দেখে নিন কিভাবে কোন সফটওয়্যার ছাড়া ফোন দিয়ে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন। Posted: 06 Jul 2021 11:02 AM PDT আসসালামু আলাইকুম The post দেখে নিন কিভাবে কোন সফটওয়্যার ছাড়া ফোন দিয়ে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন। appeared first on Trickbd.com. |
[Dragon Boom] অফলাইন আর্কেড গেম,সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। Posted: Dragon boom review DETAILS Name:Dragon Boom Develooper: Ankama Games Genre:Arcade,Action,Single Player, Offline,Casual, Premium Language: English Price: 0 USD/{in-app purchases} Rating: 4.6/5[Editors choice] Size:40mb এই গেমে একটা ড্রাগন আছে।যেটা উড়তে পারে ও আগুন মারতে পারে।ওই আগুন দিয়ে মুরগি মেরে আপনার স্কোর করতে হবে। কম এমবি ও সিম্পল স্টিরি মিলে এটি একটি কমপ্লিট প্যাকেজ।কম এমবির হওয়ায় আমার পুরনো ফোনেও অনেক ভালো চলেছে। আর গ্রাফিক্সের কথা কি বলব,অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে। ক্র্যাক ভার্সন এ আনলিমিটেড কয়েন থাকবে।ওগুলো আপনার ইচ্ছা মত ইউজ করতে পারবেন। এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি lলকডাওনে ভালই সময় কাটবে গেরান্টি দিলাম । এখন গেমের কিসু ডেমো দেখে নিন।
The post [Dragon Boom] অফলাইন আর্কেড গেম,সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। appeared first on Trickbd.com. |
ফিশিং যদি আপনার ফেভারিট স্পোর্টস হয়ে থাকে তবে এই গেইম টি আপনার জন্যে Posted:
Game Review DETAILS Name:Fishing Clash Download: 50M Genre:Puzzle, Single Player, Offline Language: English Price: Free Rating: 4.3 /5 Size:121MB অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে হাজার হাজার গেইম খেলার সুযোগ হয়েছে কিন্তু অনেক গেইমের নাম আজ মনে পড়ে না। আজকে একটি কম এমবির মধ্যে ভাল একটি Puzzle গেইমের কথা বলব। গেইমটির নাম হল ফিশিং ক্ল্যাশ। এখানে আপনার কাজ হবে সুন্দর সুন্দর মজাদার মাছ ধরা এবং বিভিন্ন এচিভমেন্ট কমপ্লিট করা। গেইমটির গ্রাফিক্স এবং এনিমেশন অনেক সুন্দর। মাছগুলো দেখতে এদকম পুরোপুরি বাস্তবের মত দেখায়। এখানে একটি Duel অপশন আছে যার সাহায্যে আপনি অন্য আরেকজন প্লেয়ার এর সাথে চ্যালেঞ্জ করতে পারবেন অর্থাৎ কে আগে বেশি মাছ ধরতে পারে, এই মোড আমার কাছে ভাল লেগেছে এটি আনলক করতে আপনাকে লেভেল ৩ এ যেতে হবে। এর মধ্যে ছোটখাট আরো অনেক মোড আছে যা আপনি খেলতে খেলতে শিখে যাবেন। এক কথায় বলতে গেলে আপনি যদি ফিশিং প্রিয় মানুষ হন গেমটি আপনার জন্য পারফেক্ট। The post ফিশিং যদি আপনার ফেভারিট স্পোর্টস হয়ে থাকে তবে এই গেইম টি আপনার জন্যে appeared first on Trickbd.com. |
কেন ১% মানুষ সফল এবং ৯৯% নয়। জীবনে সফল হতে গেলে এই পাঁচটি অভ্যাস অন্তত জরুরি। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । কেন ১% মানুষ সফল এবং ৯৯% নয়বন্ধুরা আমাদের এই পৃথিবীকে বদলে দেয়ার কথা তো অনেকেই বলেন। কিন্তু খুব কম সংখ্যক মানুষ এই পৃথিবী বদলাতে পারেন।Elon Musk তাদের মধ্যে একজন। তিনি পুরো দুনিয়াটাকে বদলে ফেলা স্বপ্ন দেখেছেন। নতুন কিছু করার স্বপ্ন দেখেছেন। আর এ জন্য এটা জানা বেশি জরুরী যে ইলন মাস্কের অভ্যাসগুলো কি কি যেগুলো মেনে চলে তিনি এতটা প্রডাক্টিভ থাকতে পারেন। এত নতুন কিছু ভাবতে পারেন আর তাই এই আর্টিকেল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যবসা করতে চান জীবনে এগোতে চান নিজের জীবনকে একটা অন্য মাত্রা দিতে চান। তাই আর্টকেলটি শেষ পর্যন্ত দেখবেন কেননা এই আর্টিকেল পড়ার পর আপনার জীবনটা সম্পূর্ণ বদলে যেতে পারে। Have a Strong Why Elon Musk একটি ইন্টারভিউতে বলেছিলেন যে, যদি কোন ব্যক্তি সফল হতে চায় এবং নিজের ফিল্ডে এগোতে চায় তবে তার পিছনের Whyটা স্পষ্ট হওয়া দরকার। যদি আপনার Why স্পষ্ট হয় তবে আপনি কোন কাজে ব্যর্থ হবেন না।কেননা আপনার Why যদি স্পষ্ট হয় তবে ভবিষ্যতে কি করবেন কেন করবেন সেই সমস্ত জিনিস আপনার কাছে পরিষ্কার থাকবে । যদি আপনার কাজে বা ব্যবসায়ী অথবা যেকোন ক্ষেত্রে আপনার Why পরিষ্কার থাকে তবে আপনার চলার পথে যতই বাধা আসুক যত মানুষ আসুক কেউ আপনাকে থামাতে পারবে না। তাই আপনাকে আপনার সমস্ত কাজের পেছনের Why এর উত্তর জানতে হবে। এজন্য Elon Musk এর এই অভ্যাসটি আমার খুবই পছন্দ। কেননা তাঁর জীবনের সমস্ত কেনর উত্তর তার নিজের কাছেই আছে। আর সেজন্যই তিনি যে কোন কাজ করে ফেলতে পারেন। এমনিতেও প্রবাদ আছে যে, যদি কোন জেদি ব্যক্তি কোন কাজ করবেন বলে মনস্থির করে ফেলেন তাহলে শেষ পর্যন্ত তিনি সেটা করেই দেখান। কিন্তু যদি কোনো সফল ব্যক্তি জীবনে Why স্পষ্ট না থাকে তবে জীবনে এগিয়েও তিনি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যান। এর জন্য নিজের জীবনের সমস্ত Why পরিষ্কার রাখুন। অনেক কিছু ত্যাগ করতে হবে এর অর্থ এই নয় যে আপনাকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে। ঘরবাড়ি ছেড়ে দিতে হবে। না এরকম কিছুই নয়। কখনো কখনো বড় কিছু করার জন্য আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়। Elon Musk বলেন যে, জীবনে অনেক বাক আসবে তখন আপনাকে অনেক জিনিস স্যাক্রিফাইস করতে হবে আর আপনার সেটা করা উচিৎ। কেননা জীবনে স্যাক্রিফাইস না খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। Elon Musk রকেট বানানোর জন্য নিজের সমস্ত কিছু বাজি রেখেছিলেন সাথে নিজের সমস্ত আরাম এবং বিলাসিতা জিনিস ত্যাগ করেছিলেন ঐই সমস্ত ছেড়ে দিয়েছিলেন। তাই জীবনে অনেক জায়গায় এগোনোর জন্য কোন না কোন জিনিস ত্যাগ করতে হয়। তবে আপনি আপনার আকাঙ্ক্ষিত জিনিস বা জায়গা পাবেন। ব্যর্থতাকে ভয় পাবেন না Elon Musk বলেন যে,যদি আপনাকে কোন কাজ করতে হয় আর আপনি তাতে ভয় পান অথবা মন থেকে মনে হয় যে আপনি সেটা করতে পারবেন না তাহলে আপনি যে সেটা করতে পারবেন না সেটা গ্যারান্টি। কেননা আপনার ভয়েই আপনাকে শেষ করে দেবে। আপনার অর্ধেকের বেশি মনোযোগ থাকবে এ ব্যাপারে যে যদি আমি হেরে যাই তাহলে কি করব। তাই সবার আগে নিজের মন থেকে ভয়কে ঝেড়ে ফেলুন। একবার Why পরিষ্কার হয়ে যাওয়ার পর আর ভয় পেলে চলবে না বরং আপনাকে ভাবতে হবে আপনি কিভাবে কাজটি করবেন। Elon Musk জানান যে যখন তিনি রকেট বানাতে গিয়ে তিনবার ব্যর্থ হন, তখন চতুর্থবার সমস্ত কিছু বাজি রাখতে তিনি বিন্দুমাত্র ভয় পাননি। কেননা তার নিজের প্রতি বিশ্বাস ছিল তার নিজের কাজের প্রতি বিশ্বাস ছিল তার Why তার কাছে স্পষ্ট ছিল। তাই তিনি জানতেন যে এবার তিনি সফল হবেন। এজন্য প্রতিটা মানুষের তাদের জীবনে ব্যর্থতা থেকে তৈরি হওয়া ভয়কে জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলা উচিত। যে কোন কাজ ভয় না পেয়ে ইতস্তত না করে করা উচিত। আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে আপনি যথেষ্ট সময় দেবেন তাহলে কাজটি অবশ্যই হবে। ঝুঁকি নিতে হবে ইলন মাস্ক বলেন যে, যখন তিনি রকেট লঞ্চ করেছিলেন তখন এক টানা তিনবার তিনি ব্যর্থ হন। কিন্তু তা সত্বেও তিনি চতুর্থবারের ঝুঁকি নেন এবং তিনি শেষপর্যন্ত সফল হন। সেভাবে দেখতে গেলেই ইলনের সমস্ত জীবন তার সমস্ত কাজই ঝুঁকিপূর্ণ। কিন্তু তা সত্বেও তিনি বিরাট সাফল্য পান। অনেক বড় সাফল্য আর সেটা আপনাদের কারোরই অজানা নয়। এ কারণে জীবনের প্রতিটি বাঁকে কোথাও-না-কোথাও আপনাকে ঝুঁকি নিতেই হবে। কারণ ঝুঁকি ছাড়া কেউ কখনো সফল হয়নি। আপনার ঝুঁকি যতটা বেশি থাকবে সাফল্যের মাত্রাও ততটা বিশাল হবে। নতুন জিনিস শিখতে হবে নতুন নতুন জিনিস শেখা একজন সফল মানুষের অভ্যাস হওয়া উচিত।আর Elon Musk এর এটাই অভ্যাস ছিল। তিনি প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতেন। কিছু না কিছু প্রডাক্টিভ কাজ করতেন আর কোন না কোন জায়গা থেকে শিখেছিলেন বলেই আজ এই জায়গায় পৌঁছেছেন। তাই নিজের মনে মনে প্রতিজ্ঞা করুন যে প্রতিদিন আপনি নতুন কিছু শিখবেন। নতুন জিনিস বলতে যা কিছু হতে পারে আপনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে পারেন। ভবিষ্যতে কোন ধরনের কাজ করবেন তা নিয়ে ভাবতে পারেন। কোথায় ইনভেস্টমেন্ট করবেন, আপনার ব্যবসাকে কিভাবে বাড়াবেন সেটাও শিখতে পারেন। এরকম অনেক উপায় আছে এভাবে কিছু না কিছু নতুন জিনিস শিখতে পারেন। তো বন্ধুরা জীবনে সফল হতে গেলে এই পাঁচটি অভ্যাস অন্তত জরুরি। তাই আর দেরি না করে জীবনে এগুলো প্রয়োগ করতে শুরু করুন। Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Shoptips24.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। Shoptips24.Com আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post কেন ১% মানুষ সফল এবং ৯৯% নয়। জীবনে সফল হতে গেলে এই পাঁচটি অভ্যাস অন্তত জরুরি। appeared first on Trickbd.com. |
Grameenphone সিমে মাত্র ১২ টাকায় 1GB নিয়ে নিন সবাই পাবেন তারাতাড়ি নিয়ে নিন সময় কম! Posted: Grameenphone সিমে মাত্র ১২ টাকায় 1GB নিয়ে নিন। Grameenphone সিমের সকল গ্রাহক এই অফারটি পাবেন এবং নিতে পারবেন। ১২ টাকায় 1GB অফারটি নিতে হলে MyGP অ্যাপ লগইন করতে হবে। MyGP অ্যাপ এ ঢুকেই দেখতে পাবেন ১২ টাকায় 1GB তা তে ক্লিক করুন। তার পর অল্প কিছুক্ষণ পরেই MB চলে আসবে।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিনAirtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post Grameenphone সিমে মাত্র ১২ টাকায় 1GB নিয়ে নিন সবাই পাবেন তারাতাড়ি নিয়ে নিন সময় কম! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments