Search box..

[Important Post] কোনো প্রকার ঝামেলা ছাড়াই Mediafire থেকে প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট ডাউনলোড করুন।

[Important Post] কোনো প্রকার ঝামেলা ছাড়াই Mediafire থেকে প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট ডাউনলোড করুন।


[Important Post] কোনো প্রকার ঝামেলা ছাড়াই Mediafire থেকে প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট ডাউনলোড করুন।

Posted: 07 Jul 2021 08:57 PM PDT

আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

জকে আমি আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি, আর বলতে গেলে এটি ছোটো-খাটো একটা সমস্যার সমাধানও বটে। আর সমস্যাটি হচ্ছে আমরা যখন Mediafire.com ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়ার জন্য কোনো লিংক ওপেন করি তখন ডাউনলোড দেওয়ার জন্য ডাউনলোড পেজ আসে না। নিচের স্কিনশট এর মতো আসে বা Error লেখা আসে। আজকে এই সমস্যাটির সমাধান দেখব এই পোস্ট এ

এই সমস্যা সমাধানের একাধিক পদ্ধতি আছে, আমি সবথেকে সহজ পদ্ধতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।

তাহলে চলুন শুরু করি.-.-.-.


  • প্রথমে আপনি যে (মিডিয়াফায়ার) লিংক থেকে কোনো ফাইল/ডকুমেন্ট ডাউনলোড করতে চান সেটি ওপেন করুন।
  • এখন যদি নিচের স্কিনশট এর মতো আসে তাহলে তাহলে Address bar/Url এ ক্লিক করে সম্পূর্ণ লিংকটি কপি করুন।
  • এবার আপনি যেকোনো একটি প্রক্সি সাইট এ লিংকটি Paste করে কোনো প্রকার সমস্যা ছাড়াই ডাউনলোড করতে পারবেন।
    আমি এখানে hideip.co সাইট ব্যবহার করেছি।

আপনাদের সুবিধার জন্য কিছু Proxy সাইট এর লিংক নিচে দেওয়া হলো।

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

তাছাড়া আপনি Google এ Best Proxy Site লিখে সার্চ করলেও অনেকগুলো ওয়েবসাইট পাবেন।
তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ↓ নিচের স্কিনশটগুলো ফলো করুন।




এটি Trickbd তে আমার ১ম পোষ্ট, যদি কোথাও লিখতে কোনো ভুল হয়ে থাকে থাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

যেকোনো প্রয়োজনে____
ফেসবুক আইডি লিংকঃ-
ফেসবুক আইডি পেতে এখানে ক্লিক করুন

The post [Important Post] কোনো প্রকার ঝামেলা ছাড়াই Mediafire থেকে প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট ডাউনলোড করুন। appeared first on Trickbd.com.

Ridmik Keyboard এর অসাধারণ একটি ফিচার।

Posted: 07 Jul 2021 08:57 PM PDT

আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

জকে আমি আপনাদের সামনে Redmik Keyboard এর একদম নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি, আমি মনে করি এ বিষয়টি সকলেরই জানা উচিত। আর সেটি হচ্ছে কীভাবে Redmik Keyboard এ আলাদা আলাদা অনেকগুলো লেখা কপি করে রাখা যায় এবং যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যায়

তাহলে চলুন শুরু করি


প্রথমেই বলে নিচ্ছি এ কাজটি করার জন্য আপনাদেরকে নিচের লিংক থেকে Redmik Keyboard ডাউনলোড করে নিতে হবে।( আর যদি অলরেডি এই এই ভার্সন ইন্সটল করা থাকে তাহলে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই )


    App Name: Ridmik keyboard
    App Verson: 5.4.0
    App Size: 9.97MB

    Dawnload link


    বা Google থেকে Ridmik Keyboard Verson: 5.4.0 ডাউনলোড করে নিতে হবে।
    ইন্সটল করার পর নিচের স্কিনশট এর মতে কিবোর্ড সেটাপ করুন

  • প্রথমে Setup and get started এ ক্লিক করুন

  • তারপর Enable in Setting এ ক্লিক করুন

  • এবার Ridmik Keyboard টি অন করে দেন

  • এরপর Ok তে ক্লিক করুন

  • এবার Next Step এ ক্লিক করুন

  • Swich Input Mathod এ ক্লিক করুন

  • এবার Finish এ ক্লিক করুন

এ পর্যায়ে কীবোর্ড সেটাপ শেষ, এখন আেপনি কীবোর্ডেটি অনায়াসেই ব্যবহার করতে পারবেন।


এখন আসুন আমাদের মূল কাজে চলে যাই,মানে কীভাবে অনেকগুলো লেখা এই কীবোর্ড এ কপি করে রাখা যায়।

  • এজন্য যে লেখাটুকু কপি করে রাখব সেটুকু প্রথমে সিলেক্ট করতে হবে।

  • এরপর Save To Clipboard এ ক্লিক করলেই কপি হয়ে যাবে।
    এভাবে যতগুলো ইচ্ছা কপি করা যাবে।

  • এবার কপি করা লেখা দেকার জন্য চলে যেতে হবে কীবোর্ড এর বামপাশের “T” আাইকন এ

  • তারপর ক্লিপবোর্ড আইকন এ ক্লিক করলেই সবগুলো লেখা দেখা যাবে।

    এখন আপনার ইচ্ছামতো যেকোনো জায়গায় Paste করতে পারবেন/ব্যবহার করতে পারবেন।
    এমনকি আপনার ফোন যদি কোনো কারণে বন্ধ করেন তাহলেও লেখাগুলো মুছবে না।
    তাহলে আজ এ পর্যন্তই।
    আল্লাহ হাফেজ।
    বিঃদ্রঃ এটি Trickbd তে আমার ২য় পোষ্ট, যদি কোথাও লিখতে কোনো ভুল হয়ে থাকে থাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

    যেকোনো প্রয়োজনে____
    ফেসবুক আইডি লিংকঃ-



  • The post Ridmik Keyboard এর অসাধারণ একটি ফিচার। appeared first on Trickbd.com.

    [Must See] মোবাইলে সিম ইনসার্ট না করেই ব্যবহার করুন বিকাশ, রকেট ও নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এপ্লিকেশন।

    Posted: 07 Jul 2021 08:56 PM PDT

    আসসালামু আলাইকুম।
    আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন।
    আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

    বিকাশ রকেট,নগদ সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা প্রায় সময়ই লেনদেন করে থাকি। সেক্ষেত্রে আমরা কেউ বাটন ফোন ব্যবহার করি আবার কেউ স্মার্টফোন ব্যবহার করি। এক্ষেত্রে কিছু-কিছু সময় স্মার্টফোন ব্যবহারকারীগণ বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, কেননা অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর জন্য এপ ব্যবহার করেন, এপ ব্যবহার করার বেশ কিছু কারণ রয়েছে

     

    তারমধ্যে উল্লেখযোগ্য হলো :


    • ১. সহজে অপারেট করা যায়।
    • ২. বিভিন্ন অফার এবং ডিসকাউন্ট পাওয়া যায়।


      এপ এ এত সুবিধা থাকার পরও আমরা এপ ব্যবহার করে এপ এর সুবিধাগুলো নিতে পারি না, এর প্রধান কারণ হচ্ছে আমরা যেই স্মার্টফোন এ এপ ব্যবহার করতে চাই সেই মোবাইল এর সিম এ বিকাশ, রকেট বা নগদ একাউন্ট করা নাই বা যেটাতে করা আছে সেটা অন্য কোনো বাটন ফোনে লাগানো আছে।

      আজকে আমি আপনাদেরকে দেখাব বিকাশ একাউন্ট খোলা আছে এমন সিম যদি বাটন ফোন এ ও লাগানো থাকে তারপরও ঐ একাউন্ট আপনার স্মার্টফোন এর বিকাশ এপ এ ব্যবহার করতে পারবেন।(এ পদ্ধতি অবলম্বন করে রকেট এবং নগদ এপ ও চালাতে পারবেন)

      এখন মূল আলোচনায় আসা যাক

      • প্রথমে বিকাশ এপ ওপেন করুন।
      • এরপর রেজিষ্ট্রেশন/লগইন এ ক্লিক করুন।
      • তারপর আপনার বিকাশ নাম্বার দিন।(যেটাতে আগেই একাউন্ট খোলা আছে)
      • এখন অপনার সিমটি কোন অপারেটর এর তা সিলেক্ট করুন।
      • এখন আপনার সিম এ একটি মেসেজ চলে যাবে এবং(৩০ সেকেন্ড) কাউন ডাউন শুরু হবে

        এখন আপনাকে এই ৩০ সেকেন্ড এর মধ্যে মেসেজটি আপনার স্মার্টফোন এ থাকা সিম এ পাঠাতে হবে।

        (যে মোবাইল দিয়ে বিকাশ এপ এ ধুকছেন ঐ মোবাইল এর সিম এ)
        ঠিক-ঠাক মতো করতে পারলে অটোমেটিক কোড বসে যাবে।তারপর নিচে কনফার্ম করুন এ ক্লিক করতে হবে।বিঃদ্রঃ উপরের কাজটুকু খুব দ্রুত করতে হবে তা না হলে যদি কাউন ডাউন শেষ হয়ে যায় তাহলে হবে না।
      • এরপর আপনাকে পিন নাম্বার দিতে বলবে, আপনি পিন নাম্বার দিয়ে পরবর্তীতে➡ক্লিক করুন।
      • এখন কাজ শেষ, এবার পএ পর সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।


        এখন ঘরে বসেই বিকাশ, রকেট এবং নগদ একাউন্ট খোলা যায় যদি কেউ বিকাশ একাউন্ট খুলতে চান তাহলে নিচের লিংক এ ক্লিক করে এপ ডাউনলোড করে একাউন্ট খুলে নিতে পারেন।


        এখান থেকে ডাউনলোড করুন, ⬇⬇এখানে রেফার লিংক দেওয়া হয়েছে তাই ডাউনলোড করে একাউন্ট করলেই ২০ টাকা অতিরিক্ত বোনাস পাবেন

        কীভাবে একাউন্ট খুলতে হবে তা বিকাশের ওয়েবসাইট থেকেই দেখে নেন।

        ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন

        যেকোনো প্রয়োজনে____

        ফেসবুক আইডি লিংকঃ-
        ফেসবুক আইডি পেতে এখানে ক্লিক করুন

    The post [Must See] মোবাইলে সিম ইনসার্ট না করেই ব্যবহার করুন বিকাশ, রকেট ও নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এপ্লিকেশন। appeared first on Trickbd.com.

    যেভাবে জাভা ফোনেই ইউটিউভের যেকোন ভিডিও ডাউনলোড করবেন

    Posted: 07 Jul 2021 08:55 PM PDT

    আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো কারণ যারা ট্রিকবিডির সাথে থাকে তারা সাধারণত ভালোই থাকে।

    • আমি জানি আপনারা সকলেই অনেক জ্ঞানী ও বুদ্ধিমান। সকলেই জানেন যে ব্যবহার ই হলো বংশের পরিচয়। তাই এমন ব্যবহার করবেন না যাতে কারো মন খারাপ হয়।
    • ..

    • পোস্ট টা যদি আপনাদের ভালো লাগে উৎসাহ দিতে ভুলবেন না। কারণ উৎসাহ দিলে লেখক আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করে।

    পোস্টের টাইটেল দেখেই হয়তো বুঝে গেছে আজ কী শেখাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

    প্রথমে এই লিংকে ঢুকবেন, এরকম আসবে, এখানে Login লেখায় ক্লিক করবেন।

    এরকম আসলে নিচের দিকে ফেসবুক বা গুগলের লোগোতে ক্লিক করে লগিন করে নিন। (এজন্য অপেরাতে ফেসবুক আইডি, জিমেইল লগিন থাকতে হবে)। লগিন না করেও ডাউনলোড করতে পারবেন, তবে যেকোন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন না।

    লগিন হয়ে গেলে এরকম আসবে। এখন যে ভিডিও ডাঊনলোড করবেন বক্সে সেটির নাম লিখে Search লেখায় ক্লিক করবেন। উদাহরণস্বরুপ আমি Baseera লিখলাম।

    সার্চ রেজাল্ট আসলে যেটা ডাউনলোড করবেন সেটার ছবিতে ক্লিক করবেন।

    ছবিতে ক্লিক করার যে পেইজ আসবে সেটির নিচের দিকে এরকম দেখতে পাবেন। এখানে প্রথমে বক্সে ভিডিও বিভিন্ন ফরম্যাট রয়েছে যেমন 3gp, mp4, extract the audio ইত্যাদি। ভিডিও যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটিই এখানে সিলেক্ট করবেন। আমি 3gp সিলেক্ট করেছি। আর নিচের বক্সে ভিডিওর স্কিন সাইজ সিলেক্ট করে OK ক্লিক করবেন।

    পরবর্তী পেজ আসলে নিচের দিকে Convert লেখায় ক্লিক করবেন।

    এরপর কনভার্ট হওয়া শুরু হবে। একটু পর পর Refresh করবেন।

    100% হলে ডাউনলোড অপশন আসবে। তারপর ডাঊনলোড লেখায় ক্লিক করে ডাউনলোড করবেন।


    কোন কিছু না বুঝলে কমেন্ট জানান।





    The post যেভাবে জাভা ফোনেই ইউটিউভের যেকোন ভিডিও ডাউনলোড করবেন appeared first on Trickbd.com.

    Black+Stylish আইডি তৈরি করুন ( Without VPN)��

    Posted: 07 Jul 2021 08:53 PM PDT

    Hello বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন

    আমি আজকে আপনাদের মাজে Share করবো
    কি ভাবে Blank+Stylish Id Make করবেন।
    Without Vpn😮😮

    প্রথমে একটা নতুন আইডি খুলে নিন
    আইডি ওপেন করুন… 👇👇👇👇

    Setting + prosonal Information Name Edit এ যান।

    আমি নিছে কিছু নাম দিয়ে দিবো আপনারা সুধু Copy করে Fast Name Or Last name এ দিয়ে দিবেন

    review Change -Click করুন।

    এবার আইডির Password দিয়ে (Save Change)
    এ Click করুন।

    এবার profile এ গিয়ে দেখুন আইডি নাম Change হয়ে গেছে।
    👇👇

    👉(বাম পাশ)👈 👉(ডান পাশ)👈

    Blank id make (ՙՙ ՙՙ) (ՙՙ ՙՙ)

    ||বন্দুক|| (亠 亠) (ジ气)
    ||জামাই বৌ|| (유) (.)
    ||পুতুল|| (ဗီူံႍ) (ဗီူံႍ)
    ||স্টার|| ﹺ٭ ﹺ٭
    ||নাক|| (ძხ) (ძხ)
    ||পুতুল-2|| (ကို) (နီ)
    ||খরগোশ|| (ზა) (ზა)
    ||মানুষ|| ရိုရို
    ||বরশি|| (ჯჯჯჯჯ) (ჯჯჯჯჯ)
    ||রিং|| (ტტტ) (ტტტ)
    ||ফুল|| (ꙮꙮ) (ꙮꙮ)
    ||মাছ|| (ゅゅ) (ゅゅ)
    ||বরশি|| りり
    ||জানালা|| (田) (田)
    ||প্রশ্নবোধক চিহ্ন|| (
    ꋗꋗ
    ) (
    ꋗꋗ
    )

    ||ঘর আইডি|| (香) (香)
    ||জিলাপী|| (の) (の)
    ||পাহাড়|| (ぺ) (ぺ)
    ||কাকড়া|| (ఆఆఆఆఆఆ) (ఆఆఆఆఆఆ)
    ||পিপড়া|| (ఈఈఈఈఈ) (ఈఈఈఈఈ)
    ||টুপি|| (കകകകക) (കകകകക)
    ||হা হা|| (ᵸᴀᵸᴀᵸᴀᵸᴀᵸᴀᵸ ᵸᴀᵸᴀᵸᴀᵸᴀᵸᴀ) (ᵸᴀᵸᴀᵸᴀᵸᴀᵸᴀᵸ ᵸᴀᵸᴀᵸᴀᵸᴀᵸᴀ)

    Power (ク) (ク)
    Ninja (え) (え)
    Plane (ケ) (ケ)
    TT (イ) (イ)
    Gymnastics (ぷ) (ぷ)
    Traffic Signal (非) (非)
    Green Lantern (亜) (亜)
    Snake (ஜஜஜஜஜஜஜஜஜ) (ஜஜஜஜஜஜஜஜஜ)
    Half Blank (
    ﹺ                   ­­      ﹺ)(
    ﹺ                   ­­      ﹺ)

    ধন্যবাদ সবাইকে।

    The post Black+Stylish আইডি তৈরি করুন ( Without VPN)😮 appeared first on Trickbd.com.

    ইমেইল স্পুফিং এর Php স্ক্রিপ্ট।

    Posted: 07 Jul 2021 08:51 PM PDT

    প্রথমেই দুঃখিত আমি,আগের পোস্টের জন্য,ওইখানে আমি Iframe ব্যবহার করে অন্য একটা সাইট ইউজ করেছি,বাট এটায় সেরকম না।আমি এখানে সম্পূর্ণ PHP স্ক্রিপ্ট টাই দিয়ে দিচ্ছি।

    ১. প্রথমে এখান থেকে জিপ ফাইল ডাউনলোড করে নিন।

    ২. এডিট করার ইচ্ছা থাকলে Extract করে এডিট করে নিন,নাহলে শুধু ওইভাবেই ডাউনলোড করে রেখেদিন

    ৩. আপনার হোস্টিং এর ফাইল ম্যানেজারে এ গিয়ে ডাউনলোড বা এডিট করা ফাইল গুলো আপলোড করে দিন

    তারপর সাইট ভিজিট করুন :v

    ৪. From: যেই নাম থেকে পাঠাবেন
    Mail: যেই মেইল ইউজ করে পাঠাবেন
    Subject: মেইলের সাবজেক্ট
    To: যার কাছে পাঠাবেন তার মেইল
    Message: আপনার ম্যাসেজ :’)

    সব ঠিক ঠাক লেখা হয়ে গেলে Send Email বাটনে ক্লিক করুন। মেইল পাঠানো হয়ে গেলে Success লেখা উঠবে,না হলে ফেইল আসবে।ফেইল হলে আবার পুনরায় চেক করে নিবেন।

    কয়েক সেকেন্ডের মধ্যেই মেইল এসে পড়েছে,প্রমাণ;

    বিঃদ্রঃ এই স্ক্রিপ্ট ব্যবহার করে facebook এবং google ডোমেইন থেকেও মেইল স্পুফিং করা যায়;


    তাই কারোর কোনো ক্ষতি বা কোনো রকম বেআইনী কাজ সম্পন্ন করা হলে আমি বা ট্রিকবিডি কোনোভাবেই দায়ী থাকবে না,এটা শুধু Education purpose এর জন্য। ধন্যবাদ <3

    The post ইমেইল স্পুফিং এর Php স্ক্রিপ্ট। appeared first on Trickbd.com.

    নিয়ে নিন Age Calculetor আপনার জাভা মোবাইল এর জন্যে। (জাভা ইউজাররা দেখুন)।

    Posted: 07 Jul 2021 08:49 PM PDT

    Hello বন্ধুরা সবাই কেমন
    আছেন..? আশা করি সবাই
    ভালো আছেন। আমিও
    আল্লাহর রহমতে ভালো
    আছি। trickbd তে আসার জন্য আপনাদের ধন্যবাদ।
    ভালো কিছু জানতে সবাই
    trickbd এর সাথেই থাকুন।
    .
    .
    বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার আমাদের অনেক কাজকে পানির মতো সহজ করে দিয়েছে। ঠিক সেরকম একটি কাজ হচ্ছে- এখন আর জটিল হিসেব করার জন্য আমাদের দিস্তা-দিস্তা খাতা বই কলমের প্রয়োজন হয়না।
    হাতের মোবাইলফোন টি দিয়ে সহজেই যেকোন হিসেব কষে ফেলা মুহুর্তের ব্যাপার মাত্র।

    এবার মূল পয়েন্টে আসিঃ-

    আপনি চাইলে আপনার হাতের জাভা মোবাইল টি দিয়েই খুব সহজে আপনার বয়স বের করে ফেলতে পারেন। আর এর জন্য আপনার শুধু দরকার হবে এই এপস টি।

    এপস টির সম্পর্কে কিছু তথ্য:-


    Name: Age Calculetor
    Reguletion: 240*320
    Type: Jar
    Size: 72 Kb

    এপস টি ডাওনলোড করুন এখান থেকে

    এপস টি কিভাবে ব্যাবহার করবেন নিচে স্ক্রিনশট সহকারে দেখানো হলোঃ-

    প্রথমে আপনার ডাওনলোডকৃত এপস এ প্রবেশ করুন
    এরকম দেখবেন এখন Age Calculetor এ প্রবেশ করুন।
    >> তারপর ১ম ঘরে আপনার জন্ম তারিখ দিন এরকম।
    >> আবার আপনি চাইলে কল বাটনের উপরের বাটন চেপে Calender দেখেও জন্ম তারিখ দিতে পারেন।
    >> তারপর আবার কল বাটনের উপরের বাটন চেপে Calculate এ সিলেক্ট করুন এরকম।
    >> এবার দেখুন আমার দেওয়া জন্ম তারিখ অনুযায়ী আমার বয়স দেখাচ্ছে।
    আপনি ঠিক এরকম ভাবেই আপনার বয়সের বৎসর,মাস,দিন,ঘন্টা,মিনিট,সেকেন্ড দেখতে পারবেন। এরজন্য আবার পেছনে এসে একি নিয়মে কাজ করুন। স্ক্রিনশট দেখুন..

    আজকে এই পর্যন্তই পোষ্ট টি কেমন লাগলো অবশ্যই জানাবেন।

    যেকোন প্রয়োজনেঃ


    আমার ফেসবুক
    আমার Website টি ঘুরে আসার আমন্ত্রন রইলো।
    Web site Link
    খোদা হাফেজ। আবার দেখা হবে ভিন্ন পোষ্ট এ। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন।
    শুভ কামনা রইলো সবার জন্য।
    Stay Home| Stop The Speread| Save Lives|

    The post নিয়ে নিন Age Calculetor আপনার জাভা মোবাইল এর জন্যে। (জাভা ইউজাররা দেখুন)। appeared first on Trickbd.com.

    নিয়ে নিন মুহম্মদ জাফর ইকবাল স্যারের সাইয়েন্স ফিকশন উপন্যাস ফুবিয়ানের যাত্রী!! আপনার জাভা মোবাইলে পড়ার জন্য !!!

    Posted: 07 Jul 2021 08:49 PM PDT

    Hello বন্ধুরা সবাই কেমন
    আছেন..? আশা করি সবাই
    ভালো আছেন। আমিও
    আল্লাহর রহমতে ভালো আছি। Trickbd তে আসার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো
    কিছু জানতে সবাই Trickbd
    এর সাথেই থাকুন।
    .
    .
    আজকে আমি আপনাদের সাথে এমন এমন এক ব্যাক্তির বই শেয়ার করতে চলেছি যাকে এদেশের সাইন্স ফিকশন এর দেবতা বলা হয়।
    আর তিনি হলেন মুহম্মদ জাফর ইকবাল স্যার।
    আর আপনারা তার এই চমৎকার বইটি এখন আপনার জাভা মোবাইলটি দিয়েই পড়ে ফেলতে পারবেন।

    এপসটির সম্পর্কেঃ


    Name: Fubiyaner Jatri.
    Reguletion: 240*320.
    Type: .Jar
    Size: 217 Kb.
    Total 6 Part.

    গল্পটির সম্পর্কেঃ

    ‘ফোবিয়ানের যাত্রী’ গল্পটি এক অসাধারণ মহাজাগতিক যাত্রাকে ঘিরে।
    গল্পটির মূল চরিত্র ইবান নামের
    মহাকাশযান ক্যাপ্টেনের।
    ইবানের মায়ের স্বপ্ন ছিল যে তার ছেলে হবে এক হৃদয়বান মানুষ।
    তাই জিনেটিক ইঞ্জিয়ারিং করে ইবানের মা তার মধ্যে শুধু ভালোবাসা নামের অসাধারণ গুণটি প্রবেশ করায়।
    জিনেটিক ইঞ্জিয়ারিংয়ের মাধ্যমে অন্যান্য গুণগুলো না পাওয়ায় ইবানকে জীবনের পদে পদে বৈষম্যের শিকার হতে হয়।
    তবুও জিনেটিক গুণ না থাকা সত্ত্বেও নিজের যোগ্যতাকে প্রমাণ করে ইবান চতুর্থ মাত্রার মহাকাশযান চালানোর সুযোগ পায়। ইবানের মা অন্য একটা গ্রহের কলোনিতে চলে যায়।
    জীবনের উদ্দেশ্য বোঝার তার খুব ইচ্ছা রিতুন ক্লিস নামের এক
    মৃত মহাপুরুষের সাথে তার ব্রেইনের নিউরন ম্যাপিংয়ের
    সাহায্যে কথা বলার খুব ইচ্ছা। আর এই জন্যে প্রয়োজন একটা ৫ম মাত্রার মহাকাশযানের নিউরাল নেটওয়ার্ক।
    আর সৌভাগ্যক্রমে এই নতুন ধরনের ৫ম মাত্রার কার্গো মহাকাশযান চালানোর সুযোগ
    পায় ইবান। মহাকাশযানটির নাম
    ‘ফোবিয়ান’।
    ম্যাটার- এন্টিম্যাটার ইঞ্জিন
    থেকে শুরু করে নিউক্লিয়ার
    অস্ত্রধারী রবোট পর্যন্ত কি নেই এতে! তবে মহাকাশযানটিতে বয়ে নিয়ে যেতে হবে শীতল ঘরে ঘুমন্ত ভয়ংকর সন্ত্রাসী
    ম্যাংগেল ক্বাসকে।
    নির্ধারিত দিনে ইবান তার মায়ের কাছে যাত্রা শুরু করে। যাত্রাকালে একদিন ইবান ইচ্ছা করে হঠাৎ মহাকাশযানটির
    গতির হেরফের করায় বিরাট ঝাঁকুনির সৃষ্টি হয়। এতে শীতলঘর থেকে ম্যাংগেল ক্বাসের সাথে সাথে মিত্তিকা নামের এক মেয়ে জেগে ওঠে।
    পরে আস্তে আস্তে মেয়েটির সাথে
    ইবান ভালোবাসার সম্পর্কে জড়ায়। ক্বাস জেগে ওঠার পরে
    আরেক রোমহর্ষক অ্যাভেঞ্চারের শুরু হয়।
    ক্বাস মহাকাশযানের দখল নেওয়ার চেষ্টা শুরু করে। ক্বাস আসলে একজন হাইব্রিড মানব
    ছিল। ফলে ইবান কিছুতেই ক্বাসের সাথে পেরে উঠছিল
    না। মহাকাশযানের উপর কর্তৃত্ব নেওয়ার পর ক্বাস তার অন্য সহযোগীদের উদ্ধারের জন্য একটি গ্রহে যায়। কিন্তু সবাই গ্রহটিতে আগেই মারা যায়। মৃত সহযোগীদের অন্য একটি সত্তা নিয়ন্ত্রণ করতে থাকে। শেষে তারা ক্বাসকেই আক্রমণ করতে থাকে।
    ইবান ও মিত্তিকা ক্বাসকে গ্রহটিতে একা ফেলে রেখে যেতে পারতো। কিন্তু ইবানের সহৃদয়তার কারণে ক্বাস রক্ষা পায়।
    মহাকাশযানে ফেরার পর ক্বাসও মিত্তিকার প্রেমে পড়ে যায়। ফলে দরকার হয় সবার উপর কর্তৃত্ব পাওয়া। তাই সে ইবানসহ মিত্তিকাকেও হাইব্রিড মানবে পরিণত করতে চায়।
    শেষে উপায় না দেখে ইবান
    মহাকাশযানটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে
    পৃথিবীর সাথে যানটির যোগাযোগ
    বিচ্ছিন্ন হয়ে যায়।
    আর পৃথিবীর বিজ্ঞানীরা ভাবে
    যে ইবানরা মারা গেছে। ইবানের
    মায়ের কাছে খবরটি গেলে তিনি আত্মহত্যা করেন। কিন্তু রিতুন ক্লিসের সহযোগীতায় শেষমেশ ইবানরা বেচে যায় এবং পরে ইবান ক্বাসকে নিয়ন্ত্রণে নেয়।
    শেষে মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ইবান ভেঙে পড়ে। এরপর
    মিত্তিকা ইবানকে নিয়ে নতুন জীবন শুরু করার প্রতিজ্ঞা করার মাধ্যমে অসাধারণ
    গল্পটির সমাপ্তি হয়।
    ফোবিয়ানের যাত্রী গল্পটি পড়ে
    প্রকাশক এটিকে তাদের ওয়েবসাইটে ইবুক আকারে রেখে দেয়। মজার কথা হলো বাংলা ভাষার প্রথম ইবুক হলো এই ‘ফোবিয়ানের যাত্রী’ বইটিই।
    আমার পড়া শ্রেষ্ঠতম সায়েন্স ফিকশনগুলির মধ্যে ফোবিয়ানের যাত্রী অন্যতম।
    কেনইবা হবে না! বইটিতে আছে সুন্দর একটি ভালোবাসার গল্প, আছে উত্তেজনাকর একটি অ্যাভেঞ্চারের গল্প, আছে বেদনাময় মুহূর্তও।
    তাই বিস্তারিত পুরোটা পড়তে চাইলে এখনিই ডাওনলোড করুন।

    গল্পটির কিছু স্ক্রিনশটঃ




    গল্পটি নিচের লিংক থেকে ডাওনলোড করুন।
    Download 1
    Download 2

    .
    .

    গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।

    যেকোন প্রয়োজনেঃ


    আমার ফেসবুক
    আমার Website টি ঘুরে আসার আমন্ত্রন রইলো।
    Web site Link
    খোদা হাফেজ।
    আবার দেখা হবে ভিন্ন পোষ্ট এ। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন।

    The post নিয়ে নিন মুহম্মদ জাফর ইকবাল স্যারের সাইয়েন্স ফিকশন উপন্যাস ফুবিয়ানের যাত্রী!! আপনার জাভা মোবাইলে পড়ার জন্য !!! appeared first on Trickbd.com.

    নিয়ে নিন Adzan এপসটি!! আর আপনার মোবাইলেই শুনুন প্রত্যেক নামাজের আযান!!! জাভা এবং সিম্বিয়ান ইউজারদের জন্য!!!

    Posted: 07 Jul 2021 08:48 PM PDT

    Hello বন্ধুরা সবাই কেমন
    আছেন..?
    আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
    Trickbd তে আসার জন্য আপনাদের ধন্যবাদ।
    ভালো কিছু জানতে সবাই
    Trickbd এর সাথেই থাকুন।
    .
    .
    আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি।
    যার মাদ্ধমে আপনি প্রত্যেক নামাজের ওয়াক্তের টাইম সহজেই জেনে নিতে পারবেন পাশাপাশি এখানে আরবী কেলেন্ডার রয়েছে যার মাদ্ধমে আপনি আরবী মাসের দিন তারিখ ও জেনে নিতে পারবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা এই এপের তা হলো এই এপসটি আপনাকে প্রতি নামাজের ওয়াক্ত হবার সাথে সাথেই এলার্ট করে দিবে সমধুর আজানের মাধ্যমে!!
    আর পারসোনাললি আমি মনে করি একজন মুসলমান হিসেবে এরকম এপস আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা আবশ্যক, তবে হ্যা এই এপস টি যারা জাভা অথবা সেম্বিয়ান ইউজার শুধুমাত্র তারাই ব্যাবহার করতে পারবেন।
    তবে এন্ড্রয়েডের জন্যেও আছে আপনারা চাইলে ঐটা নিয়েও আগামীতে পোষ্ট করবো ইনশাল্লাহ।।

    এপসটির কিছু বিবরণঃ


    Name: Azan Apps.
    Reguletion: 240*320.
    Type: .Jar
    Developed By: Search Truth.
    Size: 826 Kb.

    সফটওয়্যার টি আপনারা কিভাবে ব্যাবহার করবেন এবং এপসটির সেটিংস কিভাবে করবেন আপনাদের স্ক্রিনশটের মাদ্ধমে বুঝিয়ে দিচ্ছি

    প্রথমে এপসটিতে যাওয়ার পরে আপনারা এরকম দেখবেন তারপর Start এ ক্লিক করবেন।
    >> এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি নামাজের ওয়াক্তের টাইমগুলো দেখানো হচ্ছে এবং সেই সাথে পরবর্তি নামাজের কত ঘন্টা এবং কত মিনিট বাকি আছে সেটাও দেখাচ্ছে ও পাশাপাশি আরবী মাসের দিন-তারিখ,মাস,সাল এগুলোও দেখিয়ে দিচ্ছে
    >> এখন আপনারা L Kay অর্থাৎ কল বাটনের উপরের বাটন চাপুন তারপর দেখবেন Setting নামে একটা অপশন পাবেন সেখানে যাবেন
    >> তারপর এখানে অনেক অপশন দেখতে পাবেন আমি আস্তে আস্তে সবগুলোর সেটিংস বলব।
    আপাতত Change City তে যান
    >> তারপর Select Country তে যাবেন এখন দেখবেন A,b,c এভাবে দেয়া আছে এগুলো হলো প্রত্যেকটা দেশের নামের প্রথম অক্ষর যেহুতু আমরা বাংলাদেশী তাই আমরা B তে সিলেক্ট করবো।
    >> এখন দেখতে পাবেন B সিরিয়ালের যত দেশ আছে সব এসে গেছে
    এখন আপনি Bangladash সিলেক্ট করবেন।
    >> এরপর আবার Settings এ চলে যাবেন সেখানে Choose City একটা অপশন থাকবে ঐ টাতে যাবেন। এটার সিস্টেম আগের টার মতোই কাজ করবেন। দেখতে পাবেন আপনার সামনে B সিরিয়ালের সব জেলা-শহর চলে আসছে। যেহুতু আমি ব্রাক্ষনবাড়িয়া থেকে তাই Brahmanbaria Dristict সিলেক্ট করলাম।

    আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নিবেন।
    >> আবার সেটিংস এ চলে যান এখন দেখবেন Current Time এখানে আপনি টাইম জোন সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো শহরের টাইম জোন সিলেক্ট করতে পারবেন। এবং আপনার ইচ্ছা করলে মোবাইলের টাইম জোন ও দিয়ে রাখতে পারেন ।

    >> এখন আবার সেটিংস এ যান একটু নিচের দিকে দেখবেন Set Prayer Alert অপশন ঐ টাতে যাওয়ার পর এরকম দেখবেন এখন এখানে আপনি সবগুলি মার্ক করে দিলে তাহলে প্রত্যেক নামাজের সময় হলেই আপনাকে এলার্ট করে দিবে এখানে আপনার ইচ্ছামতো এলার্ট মার্ক করে সেট করেদিন।
    >> এখন আবার সেটিংস এ গিয়ে নিচের দিকে গিয়ে Atomatic Launch অপশন এটাতে যাবেন তারপর Yes এ সিলেক্ট করে সেভ করে দিবেন।
    >> এখন আবার সেটিংস এ গিয়ে নিচের দিকে দেখবেন Calculation Methot ঐ টাতে যাবেন এখন Muslim World League সিলেক্ট করে দিবেন।

    >> এখন আবার আগের মত সেটিংস থেকে নিচে গিয়ে দেখবেন Minimize Option দেওয়া আছে ঐটাতে যাবেন এখন যে দুটি অপশন দেখতে পাচ্ছেন উপরেরটা সিলেক্ট করেদিলে নামাজের টাইমে এপসটি আপনার মোবাইলের স্ক্রিনে দেখাবেনা। ঠিক তেমনি যদি নিচেরটা সিলেক্ট করেদিন তাহলে স্ক্রিনে শো করবে।
    >> এখন আবার Settings থেকে নিচে যাবার পর দেখবেন Select Azan Sound অপশন পাবেন
    (এই সফটওয়ার আপনার টি যারা ডেভলপ করছেন তারা এটা আমাদেরকে ফ্রিতে দিয়েছে।
    আর এর জন্য তারা অতিরিক্ত কোন চার্য নেয়না। তবে আপনাদের কাছে তাদের একটাই চাওয়া চাওয়া দোআ করবেন তাদের জন্য এবং আপনার নামাজে তাদেরকে স্বরণ করবেন ) ।
    এপসটি ডাওনলোড করতে চাইলে নিচের লিংক এ যান।
    Download Link
    .
    Mirror Link

    .
    .
    এপসটি আপনাদের নিকট কেমন লাগলো অবশ্যই জানাবেন।

    যেকোন প্রয়োজনেঃ


    আমার ফেসবুক
    এরকম আরো মজার মজার গেম পেতে হলে আমার Website টি ঘুরে দেখতে পারেন, এখানে প্রতিদিন নতুন নতুন গেমস,এপস, ইত্যাদি আপলোড করা হয়।
    Download site Link

    তো আজ এ পর্যন্তই ।
    খোদা হাফেজ।
    আবার দেখা হবে ভিন্ন পোষ্ট এ। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন।
    Stay Home| Stop The Spread| Save Life

    The post নিয়ে নিন Adzan এপসটি!! আর আপনার মোবাইলেই শুনুন প্রত্যেক নামাজের আযান!!! জাভা এবং সিম্বিয়ান ইউজারদের জন্য!!! appeared first on Trickbd.com.

    Google Adsense Account Verification Without Pin || 2020 Verify Adsense Account Without Pin letter ||

    Posted: 07 Jul 2021 08:48 PM PDT

    আপনি যদি ৩ বার পিন এর জন্য আবেদন করেও আপনার পিন letter হাতে পান নাই তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য। প্রত্যেকটা youtuber এর সপ্ন থাকে তাদের youtube Channel এ monitization on করে যেন কিছু Income করতে পারে। কিন্তু আপনার adsense account যদি Pin verify  না করেন তাহলে আপনার youtube channel এর Monitization হারাতে হবে।

    তবে আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখাব কিভাবে pin ছাড়া আপনার adsense account verify করবেন। সাধারণত 10$ হলেই google adsense আমাদের পোষ্ট অফিসে পিন letter পাঠিয়ে দেই কিন্তু র্বতমানে covid-19 এর কারনে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে বা অনেক সময় ৩ বার আবেদন করেও কোন লাভ হচ্ছে না। So  চিন্তিত হওয়ার কিছু নেই এমনকি আমি নিজেই এই সমস্যার সম্মকীন হয়েছি এবং কিভাবে পিন ছাড়া verify করেছি সেটাই আজেক আপনাদের মাঝে শেয়ার করবো।

    ১মে Google Adsense account এ login করুন এবং এখানে Notification গুলো দেখতে পারবেন Account Verify না করার কারিণে পেমেন্ট হোল্ড করে রাখছে। আরএকটু নিচে চলে যান এবং আর একটি নোটিফিকেশন দেখতে পারবেন।

    এখন এখানে ৩ ডট অপশনে কিল্ক করে Help এ কিল্ক করুন।

    তারপর Pin Troubleshooter এখানে কিল্ক করুন।

     এখানে Yes এ কিল্ক করুন।

    এখন No তে কিল্ক করুন।

    তারপর Yes এতে কিল্ক করুন।

    এখানে Contact Us এ কিল্ক করুন।

    তাওপর আপনার নাম,জিমেই,Adsense Pub Id,এবং আপনার জাতীয় পরিচয় পত্র বা ড্রাইবিং লাইসেন্স বা ব্যাংকের স্টেটমেন্ট সাবমিট করতে হবে ।

    Adsense Pub Id এর জন্য আপনাকে আবার Adsense এ চলে যেতে হবে এবং এখানে Account থেকে Account Information এ কিল্ক করলেই পেয়ে যাবেন এবং এখানে pub থেকে শুরু করে সবটুকু কপি করতে হবে এবং ফর্মে গিয়ে পেষ্ট করতে হবে।

    সবকিছু টিক তাকলে সাবমিটে কিল্ক করে দিবেন।

    তারপর আপনার সামনে এইরকম একটি ম্যাসেজ আসবে। যদি সবকিছু টিক থাকে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে Google Team আপনার Account তি Verify Complete করে দিবে সাধারণত এত সময় লাগে না।

    এখন আপনি চলে যাবেন জিমেইলে এবং দেখতেই পারছেন adsense থেকে ২ টা মেইল আসছে আপনেদেরও মেইল আসবে তবে একসাথে ২টা না আসলেও ১টা মেইল আসবে।

    এটা হচ্ছে ১ম মেইল।

    এবং দেখুন ২য় মেইল টি হচ্ছে  Adsense account Verify হয়ে গেছে সেটিরও মেইল। দেখতেই পাচ্ছেন সাথে সাথেই আমার Adsense account টি ভেরিফাই হয়ে গেছে।

    এখন যদি আপনি আবার Adsense Account এ login করেন তাহলে দেখবেন সমস্ত নোটিফিকেশন চলে গেছে এবং এখন আপনি চাইলে Payment Option থেকে ব্যাংক Account Add করে টাকা উত্তোলন করতে পারবেন ।

    আশা করছি আপনাদের অনেক উপকার আসবে এই আর্টিকেল থেকে।ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের আর্টিকেলে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সেই প্রথাশাই আজকের মত বিদাই নিচ্ছি আল্লাহ্‌-হাফেজ।।

    The post Google Adsense Account Verification Without Pin || 2020 Verify Adsense Account Without Pin letter || appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments