Search box..

gunship strike 3d game review, দারুণ একটা 3d android গেম, না দেখলে খুব ভালো একটা গেম আপনারা miss করবেন

gunship strike 3d game review, দারুণ একটা 3d android গেম, না দেখলে খুব ভালো একটা গেম আপনারা miss করবেন


gunship strike 3d game review, দারুণ একটা 3d android গেম, না দেখলে খুব ভালো একটা গেম আপনারা miss করবেন

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।

তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুন অ্যান্ড্রয়েড গেম । গেম টির নাম gunship strike 3d । যারা 3d গেম পছন্দ করে তাদের জন্য গেম টি সত্যি helpful । আর এত ভালো গেম টির সাইজ মাত্র ২৭ mb । তো চলুন কিছু তথ্য জেনে নিই ।
১/আপনাকে একটা হেলিকপ্টার দেওয়া হবে ।
২/ সেই হেলিকপ্টার নিয়ে আপনাকে শত্রুর রাজ্যে অ্যাটাক করতে হবে ।
৩/আকাশ থেকে attack করতে পারবেন ।
৪/আপনার mission হল গান আর মিসাইল দিয়ে নিচের টাওয়ার আর জাহাজে থাকা শত্রু কে ধ্বংস করতে হবে ।
৫/গেম টির সাইজ মাত্র ২৭ mb
৬/গ্রাফিক্স একদম উপভোগ করার মতো ।
৭/আপনি চাইলে আপনার হেলিকপ্টার বদলাতে বা আপডেট করতে পারবেন ।
৮/প্রতি লেভেলে difficulty বাড়তে থাকবে ।
চলুন কিছু screenshot দেখে নেয়া যাক





তাই দেরি না করে তাড়াতাড়ি আমার দেওয়া ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ফেলুন । ডাউনলোড
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর প্লিজ যদি এই পোস্টটি আপ্নার একটু হলেও উপকারে আসে, তাহলে প্রতিদান হিসেবে দয়া করে আমার youtube channel টা subscribe kore দিন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



The post gunship strike 3d game review, দারুণ একটা 3d android গেম, না দেখলে খুব ভালো একটা গেম আপনারা miss করবেন appeared first on Trickbd.com.

আপনি কি গেম lover ?? তাহলে পোস্ট টি আপনার জন্যই । dead target offline zombie game review

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।

তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুন অ্যান্ড্রয়েড গেম । গেম টির নাম dead target offline zombie games । গেম টি আমার কাছে দারুণ লেগেছে । তো চলুন কিছু তথ্য জেনে নিই ।
১/আপনার শহর বিপদে পড়েছে । Zombie রা চারদিক থেকে ঘিরে ফেলেছে।
২/আপনি একজন shooter এবং আপনাকেই শহর কে বাঁচাতে হবে ।
৩/আপনাকে gun দিয়ে zombie কে মারতে হবে ।
৪/আপনি চাইলে আপনার বন্দুক আপডেট করতে পারেন ।
৫/zombie আপনার কাছে আসলেই আপনাকে মেরে ফেলবে ।
৬/প্রতি লেভেলে zombie বাড়তে থাকবে
৭/গেম টির সাইজ মাত্র ১৫৩ mb
৮/৪.৪ রিভিউ । এবং গ্রাফিক্স উপভোগ করার মত ।
চলুন কিছু screenshot দেখে নেয়া যাক
তাই দেরি না করে তাড়াতাড়ি আমার দেওয়া ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ফেলুন download
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর প্লিজ যদি এই পোস্টটি আপ্নার একটু হলেও উপকারে আসে, তাহলে প্রতিদান হিসেবে দয়া করে আমার youtube channel টা subscribe kore দিন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।




The post আপনি কি গেম lover ?? তাহলে পোস্ট টি আপনার জন্যই । dead target offline zombie game review appeared first on Trickbd.com.

[MLBB] নিয়ে নিন Bruno New Skin “The Falcon” একদম ফ্রি!!

Posted:

how to get bruno falcon skin for free

যারা Mobile Legends খেলেন তাদের কাছে ফ্রিতে স্কি পাওয়া একটা স্বপ্নের মতো। Mobile Legends এর একদম নতুন স্কিন হলো Bruno The Falcon Skin. এই স্কিনটা এখন সকল সার্ভারে রিলিজ হয়নি, এটা এখন শুধু Middle East যেমনঃ সৌদি আরব, দুবাই, কাতার, মিশর ইত্যাদি দেশে রিলিজ হয়েছে এবং এই স্কিনটার ডিজাইন, স্কিল ইফেক্ট, সাউন্ড, ভয়েস লাইন, ডায়লগ, এক কথায় অসাধারণ।
তাই সবাই এই স্কিন টা পাওয়ার জন্য মরিয়া। কিন্তু সবাই তো আর ডায়মন্ড রিচার্জ করে স্কিন কিনতে পারে না। তো বন্ধুরা চিন্তার কিছু নেই, আমি আছি না? 😅
আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Bruno The Falcon স্কিন ফ্রিতে পাবেন। তাহলে চলুন শুরু করা যাক।

How To Get Bruno The Falcon Skin For Free:

প্রথমে Bruno The Falcon Skin File টা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। এরপর আমাদের লাগবে Zarchiver. আপনি এটা Play Store থেকে ডাউনলোড করতে পারেন অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

  1. Bruno Falcon Skin File Download
  2. Zarchiver apk
    1. এবার নিচের স্টেপ গুলো ফলো করুন।

      ১. প্রথমে Bruno Falcon Skin File টা Zarchiver দিয়ে এক্সট্রাক্ট করুন। (Password: F7890)
      ২. এক্সট্রাক্ট করার পর ২-৩টা ফোল্ডার পাবেন। এবার এই ফোল্ডার গুলো মার্ক করে Android/data/com.mobile.legends/files/dragon2017/assets/ এখানে মুভ বা কপি করুন।
      ৩. এবার যদি Duplicate Files দেখায় তাহলে Replace All করে ওকে করুন। নিচের ছবির মতোঃ
      replace all
      ৪. এবার MLBB ওপেন করে Bruno এর ডিফল্ট স্কিন The Protector সিলেক্ট করুন। কাজ শেষ, এবার দেখবেন Bruno এর Falcon স্কিন চলে এসেছে। এনজয় 🍟

      বিঃদ্রঃ এই স্কিনটা গেমে নতুন আপডেট আসলে চলে যাবে। তখন আবার এখান থেকে ফাইলটা ডাউনলোড করে উপরের স্টেপ অনুযায়ী সেট করে নিলে আবারও স্কিন চলে আসবে। তারমানে হলো প্রতি আপডেটে এটা নতুন করে করা লাগবে। তবে চিন্তার কারন নেই কারন আপডেট তো আর প্রতিদিন আসে না। মাসে হয়তো একবার-দুইবার আসে।

      যদি আরে ভালোভাবে বুঝতে চান তাহলে নিচের ভিডিওটা দেখে নিন।
      Video Link:- https://youtu.be/SzKZ8RCt8QU

      এরকম আরো MLBB Free Skin, MLBB Free Diamond, এবং Mobile Legends বিষয়ে নতুন নতুন পোস্ট পেতে আমার সাইটে ভিজিট করুন।

The post [MLBB] নিয়ে নিন Bruno New Skin "The Falcon" একদম ফ্রি!! appeared first on Trickbd.com.

[Hunter Assassin] একটি অফলাইন টুডি একশন গেম যেখানে ১১১১+ লেভেল আছে।সময় কাটানোর মতো একটি গেম রিভউ আর বোনাস হিসাবে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক।

Posted:

Hunter assassin review



DETAILS

Name:Hunter assassin
Develooper: Ruby Game Studio
Genre:Arcade,Action,Single Player, Offline,Casual, Premium
Language: English
Price: 0 USD/{in-app purchases}
Rating: 4.1/5
Size:53mb
রিভিউ:

সবার আগে ধন্যবাদ দিতে চায় এই গেমের আইডিয়া যার মাথায় এসেছে তাকে।একেবারে সোজা সাপটা স্টোরি,মিশন ও 2d গ্রাফিক্স থাকার সত্বেও গেমটি অনেক বেশি এডাকটিভ।আমি প্রথম দিনেই ৬০ লেভেল ক্রস করে ফেলেছিলাম।লেভেল যেতে যেতে কঠিন হোতে থাকে।যা আপনাকে গেমটির সাথে বেধে রাখে।ওভারঅল আমার কাছে গেমটি অনেক ভালো লেগেছে।আশাকরি আপনাদের ও ভালো লাগবে।

এই গেমে কতটি লেভেল আছে সেটা কেও এখনো ঠিকমতো জানেনা।তবে লাস্ট আপডেট মতে ১১১১ লেভেল পর্যন্ত আছে।যদিও এরপর আরো লেভেল যুক্ত করা হয়।
একেকটা লেভেল পার করার পর কিছু ডায়মন্ড দিয়া হয়।যা দিয়ে আপনি কারেক্টআর কিনতে পারবেন।একেকটা লেভেল পর করে তেমন বেশি ডায়মন্ড পাওয়া যায়না, তাই ক্র্যাক ভার্সন লিংক দিয়েছি।সেটা ও চাইলে দেখতে পারেন। এই গেমটির কন্ট্রোল ভালো ছিলো কিনতু গ্রাফিক্স ও ইউয়াই ছিল মোটামুটি মনের।আরো ভালো হতে পারত।তবে 2d গ্রাফিক্স আর বেশি পুশ করা যাবে বলে আমার মনে হয়না। এই গেমে কারেক্টআর ভেরিয়েশন ও আমার কাছে ভালো লেগেছে।বন্দুকের সাউন্ড এফেক্ট গুলাও অনেক সুন্দর লেগেছে আমার কাছে।

গেমের প্রত্যেকটা লেভেল শেষ হওয়ার পর মাঝখানে কারেক্টআর কিনার জন্য অ্যাড আসে,যেটা মোটেও পছনধ হয়নি।খেলার রিদমটা নষ্ট করে দে।

Tested Device

Device: Symphony v120
Android: 7
Root: Not Rooted Rom: Stock


SCREENSHOTS

The post [Hunter Assassin] একটি অফলাইন টুডি একশন গেম যেখানে ১১১১+ লেভেল আছে।সময় কাটানোর মতো একটি গেম রিভউ আর বোনাস হিসাবে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক। appeared first on Trickbd.com.

এই ৫ টি উপায়ে নিজের Confidence কে চরম পর্যায়ে নিয়ে যান Top 5 Tips To Boost Your Confidence

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

৫ টি উপায়ে নিজের Confidence কে চরম পর্যায়ে নিয়ে যান

পরীক্ষার হল থেকে শুরু করে চাকরির ইন্টারভিউ বা চোখে চোখ রেখে কথা বলা থেকে শুরু করে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সব জায়গায় প্রয়োজন হয় কনফিডেন্স। কনফিডেন্স না থাকার কারণে বেশিরভাগ সময়ই আমরা বলে থাকি আমার দ্বারা তো আর হলো না জীবনটাই শেষ হয়ে গেল।

আর এই কনফিডেন্স কম থাকার জন্য অনেক কাজে দক্ষ হওয়া সত্ত্বেও অনেকে ইন্টারভিউ তেই বাদ পড়ে যায়। কারণ যার নিজের উপরে বিশ্বাস নেই তাকে অন্য কোন ব্যক্তি কিভাবে বিশ্বাস করবে। তাই আজকের এই আর্টিকেলে এমন পাঁচটি পদ্ধতির কথা বলব যেগুলো শুনলে আপনি আপনার কনফিডেন্স কে খুব সহজেই বুষ্ট করতে পারবেন

1.Reward Yourself For Small Achievement অর্থাৎ জীবনের ছোট ছোট অর্জনকেও সমান গুরুত্ব দিন। যেমন ধরুন এক মাস পর আপনার ফাইনাল এক্সাম এদিকে বই খাতার সাথে আপনার অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। তো আপনি ঠিক করলেন কাল থেকে নিয়মিত 6 ঘণ্টা করে পড়বেন এবং পড়তে বসে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য দিকে মন চলে যাওয়ার কারণে আপনি দুই ঘণ্টার বেশি পড়তে পারলেননা। এরকম অবস্থায় আপনার খুব খারাপ লাগবে ও নিজেকে দোষী মনে মনে হবে আর এটাই হলো সব থেকে বড় ভুল। এইজন্যই আপনার কনফিডেন্স লেভেল আরো কম হতে থাকবে।

আরে ভাই একদিনে কেউ মাউন্ট এভারেস্ট জয় করতে পারে না। তার জন্য প্রত্যেক দিন একটু একটু করে উপরে উঠতে হয়। আজ আপনি 2 ঘণ্টা বই পড়েছেন কাল চার ঘন্টা পড়বেন। তারপরের দিন 5 ঘন্টা পড়বেন আর এভাবেই আপনি সামান্য কয়েক দিনের মধ্যে নিজের লক্ষ্যে পৌঁছাতে সফল হবেন। অর্থাৎ Nothing Happens Overnight বরং নিজেকে ছোটখাটো একটা ট্রিট দিন একেবারেই পড়াশোনা না করার থেকে আপনি তো দুই ঘন্টা পড়েছেন। আর সেটা স্টার্টিংয়ে যথেষ্ট।

2. Talk To Yourself অর্থাৎ নিজেই নিজের সঙ্গে কথা বলা। আপনি অনেক মানুষকে হয়তো দেখেছেন নিজেই নিজের সঙ্গে যারা কথা বলে। কোন এক চরম মুহূর্তে যখন আপনি দেখছেন আপনি ক্রমশ কনফিডেন্স হারিয়ে ফেলেছেন। তখন নিজেকে ভিড় থেকে সরিয়ে নিন তারপর নিজেই নিজেকে বলুন আরে ভাই কেন ভয় পাচ্ছিস কি প্রবলেম তোর আরে তুই এটা করতে পারিনি তোকে করতেই হবে। আগে আমিও কনফিডেন্সের জন্য সবার সঙ্গে কথা বলতে ভয় পেতাম আর এখন যেখানেই যাই না কেন সবার সাথেই চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখি। স্বামী বিবেকানন্দ বলেছেন→Talk to yourself at least once in a day. Otherwise you may miss a meeting with an EXCELLENT person in this world.

3.Remove your self limiting beliefs অর্থাৎ self limiting beliefs গুলোকে দূর করা।সেলফ লিমিটিং বিলিভ হলো এমন কিছু ভ্রান্ত বিশ্বাস যেগুলো আমাদের জীবনে বড় কিছু সিদ্ধান্ত নিতে বাধা দেয়। যেমন আপনারা যখন সার্কাস দেখতে যাবেন তখন দেখবেন হাতিকে একটি ছোট্ট পোলার এর সঙ্গে বেঁধে রাখা হয়। হাতে কিন্তু চাইলেই সেটিকে অনায়াসে ছিড়ে বেরিয়ে যেতে পারে।

কিন্তু হাতি সেটা করার চেষ্টাও করে না তার কারণ হলো self limiting beliefs অর্থাৎ ঐ হাতিটি যখন ছোট ছিল তখন থেকেই তাকে এই ভাবেই বেঁধে রাখা হতো আর তখন হাতিটি অনেক চেষ্টা করেও সেটিকে ছিড়তে পারতো না আর এইভাবে হাতির মনে এই বিশ্বাস চলে আসে যে সে কখনোই সেটা কে চিনতে পারবে না। তাই এখন আর সে চেষ্টাও করে না আর আমাদের মনে হয় ধরনের কিছু ভ্রান্ত বিশ্বাস তৈরি হয়ে গেছে। তাই আমরা আমাদের কম্ফোর্টজোন থেকে বেরিয়ে কিছু করার সাহস পায় না। আমরা ঝুঁকি নিতে ভয় পাই এই self limiting beliefs এর জন্য।

4.Avoid Negative People অর্থাৎ আপনার আশেপাশের নেগেটিভ মানুষের থেকে দূরে থাকুন।। আমরা যেমনটাই দেখি, ঠিক তেমনটাই শিখি। আমাদের মানসিকতা অনেকটাই আমাদের চারপাশে থাকা মানুষের উপর নির্ভর করে গড়ে ওঠে। অনেক সময় দেখবেন একদম ভালো ছেলের মাঝে যদি একটি বাজে ছেলে এসে পরে এসেও ক্রমশ অন্য সবার মতোই হয়ে যায়। তাই কনফিডেন্স বেল্ট করার জন্য আমাদের তিন ধরনের মানুষদেরকে এভোয়েড করতে হবে।

১. Who Always Complain এরা হচ্ছে হিউম্যান কমপ্লেন মেশিন চাকরি হচ্ছে না, সরকার ঠিক নেই,পরীক্ষায় নাম্বার খারাপ আসছে, এডুকেশন সিস্টেম খারাপ, আমি ব্যবসা শুরু করতে পারছিনা কারন আমার টাকা নেই, আমার বয়স কম এটা ওটা সেটা শুধু কমপ্লেন আর কমপ্লেন।

২.Who Always Worry এদের সামান্য কিছু হলেই এমন ভাব দেখায় যেন এদের AIDS হয়ে গেছে। সব কিছু শেষ।

৩.Who don't’ want to change এরা এদের কম্ফোর্টজনে এরা এতটাই বেশি কম্ফোর্টেবল যে এরা নিজেতো কিছু করবেইনা আপনি কিছু করতে চাইলে আপনাকেও করতে দেবে না। আর এই কারনেই এই সমস্ত মানুষদের থেকেও দূরে থাকুন।

5. Compliment Others অর্থাৎ অন্যকে ইন্সপায়ার করুন অন্যের কাছে পজেটিভ কমপ্লিমেন্ট দেন। এবং উৎসাহ দিন আপনার এতোটুকু প্রশংসা কোন এক মানুষকে প্রচন্ডভাবে মোটিভেট করতে পারে। এছাড়া তার প্রশংসা করলে তার মনে আপনার পার্সোনালিটি নিয়ে একটা গুড ইমেজ তৈরি হয়ে যাবে। এবং তখন সেই মানুষটি হয়ে যাবে আপনার একজন শুভাকাঙ্ক্ষী।

আর এটাও মাথায় রাখবেন যে প্রশংসা কিন্তু সবাই করতে পারে না হিংসুটে নিচু মনের মানুষ কখনোই কারো প্রশংসা করতে পারে না। তাই আপনার অন্যকে কমপ্লিমেন্ট দেওয়াটা আপনার নিজের পজিটিভিটিকে বুস্ট করে। তাছাড়া প্রশংসা করা তো একদমই ফ্রি তাও যে কোনো মানুষ অন্যের প্রশংসা কেন করে না সেটাই বুঝে উঠতে পারিনা।

একবার এবার চলুন পুরো আর্টিকেরটি একবার সামারি করা যাক।

1.Reward Yourself For Small Achievement অর্থাৎ নিজের জীবনের ছোট ছোট সমস্যাকে গুরুত্ব দিন।

2.Talk To Yourself নিজের সঙ্গে বন্ধুর মতো মিশে যান।

3.Remove Your Self Limiting Beliefs অর্থাৎ আপনার মনের পুরনো Beliefs গুলোকে সরিয়ে ফেলুন আপনাকে বেঁধে রাখে।

4.Avoid Negative People অর্থাৎ আপনার আশেপাশের নেগেটিভ মানুষের থেকে দূরে থাকুন।

5.Compliment Others অর্থাৎ অন্যের প্রশংসা করুন।অন্যকে উৎসাহ দিয়ে নিজের পজিটিভিটিকে শক্ত করুন।

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post এই ৫ টি উপায়ে নিজের Confidence কে চরম পর্যায়ে নিয়ে যান Top 5 Tips To Boost Your Confidence appeared first on Trickbd.com.

রিসেলার হোস্টিং বিজনেস কি এবং কেনো? বিস্তারিত | হোস্টিং কোম্পানী পার্ট – ৩ (Start Your Own Hosting Company)

Posted:

আসসালামু আলাইকুম। আমরা ইতোমধ্যে একটি ওয়েব হোস্টিং বিজনেস তৈরি করার প্রথম দুইটি গুরুত্বপূর্ণ পার্ট শেষ করেছি এবং আজকে ইনশাআল্লাহ ওয়েব হোস্টিং ব্যবসা সম্পর্কিত তৃতীয় অংশ অর্থাৎ রিসেলার হোস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনাদের সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আজকের এই লেখায় 🤗🤗

পূর্বের অংশগুলোতে আমি ওয়েব হোস্টিং ব্যবসা করা সম্পর্কিত বিভিন্ন পদ্ধতি গুলো সম্পর্কে আলোচনা করেছি। তো অন্য সব সার্ভিসগুলোর থেকে আমি রিসেলার হোস্টিং কে কেন এগিয়ে রেখেছি?

ওয়েব হোস্টিং বিজনেস শুরু করার ক্ষেত্রে রিসেলার হোস্টিং এগিয়ে আছে কেনো?

প্রথমত, এটি সেটআপ করা এবং ব্যবহার করা খুবই সহজ। দ্বিতীয়ত, রিসেলার ওয়েব হোস্টিং সার্ভিস আপনি অনেক স্বল্প মূল্যে কিনে ফেলতে পারবেন যেটি সব ধরনের ব্যবসার ক্ষেত্রেই একটি প্লাস পয়েন্ট। কারণ আপনি কখনই চাইবেন না একদম শুরু থেকেই প্রচুর পরিমাণে টাকা খরচ করতে। বিশেষ করে যখন আপনি সেই বিষয়টি খুব ভালোভাবে জানেন না। এজন্য রিস্ক না নিয়ে এবং কম টাকা ইনভেস্ট করে শুরু করাটা ভালো।

আর ওয়েব হোস্টিং এর আরেকটি মজার বিষয় হচ্ছে অধিকাংশ ক্লায়েন্টরা আপনার অভ্যন্তরীণ সিস্টেম নিয়ে খুব একটা মাথা ঘামাবে না 😉 অর্থাৎ কাস্টমাররা শুধু ভালো সার্ভিস চায় এবং আপনি আপনার  প্রোডাক্ট গুলো সুন্দরভাবে উপস্থাপন করলেই অনেক ক্লায়েন্ট কে সহজেই আকর্ষণ করতে পারবেন। আপনি যদি আপনার ওয়েবসাইটটি সুন্দরভাবে সাজিয়ে ফেলেন এবং ভাল মানের ওয়েব হোস্টিং প্রোভাইডার এর থেকে রিসেলার হোস্টিং কেনেন তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্টেদের ভাল সার্ভিস দিতে পারবেন। আবার আপনার হোস্টিং ব্যবসা যখন গ্রো করবে তখন খুব সহজেই নিজস্ব সার্ভারে আপনার পূর্ববর্তী বিজনেস মাইগ্রেট করে নিতে পারবেন।

তৃতীয়ত, রিসেলার হোস্টিং কে অন্যান্য পদ্ধতিগুলোর থেকে এগিয়ে রাখছি কারন যদি আপনি প্রথমেই নিজস্ব সার্ভার কিনে বিজনেস শুরু করেন তাহলে একটি সার্ভারের ব্যয় হিসেবে সব মিলিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা প্রতি মাসে খরচ হবে; যা আমি ওয়েব হোস্টিং কোম্পানি সিরিজের দুই নম্বর পার্টে আলোচনা করেছি 😪😪

তবে আপনি এই মূল্য থেকে কমেও পেয়ে যেতে পারেন তারপরও আপনার ওয়েব সার্ভার ম্যানেজমেন্ট করার দক্ষতা থাকতে হবে অন্যথায় সার্ভার জটিলতার ক্ষেত্রে সম্পূর্ণ সার্ভার এবং আপনার ক্লায়েন্ট ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। এদিক দিয়েও রিসেলার হোস্টিং এগিয়ে যাচ্ছে। কারণ প্রথমদিকে আপনাকে ওয়েব সার্ভার ম্যানেজমেন্ট করার ঝামেলা করতে হবে না, অর্থাৎ আপনি শুধু মার্কেটিংয়ের দিকে সময় দিতে পারবেন।

যাইহোক কম্পেয়ার অনেক করা হলো কিন্তু রিসেলার হোস্টিং টা আসলে কি সেটাই আলোচনা করা হলোনা! চলুন রিসেলার ওয়েব হোস্টিং সম্পর্কে বিস্তারিত জেনে নেই 😊😊

রিসেলার হোস্টিং কি? বিস্তারিত

রিসেলার হোস্টিং অনেকটা শেয়ার্ড হোস্টিং এর মতই। বিভিন্ন হোস্টিং প্রোভাইডার এর কাছে থেকে ওয়েব হোস্টিং কিনে যারা মার্কেটে সেল করে সেই হোস্টিং গুলোই মূলত রিসেলার হোস্টিং। ধরুন, আপনি একজন ওয়েবডেভেলপার এবং আপানার বেশ কিছু নিজস্ব ক্লায়েন্ট আছে যাদের ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন। তারা আপনাকে একটি ভাল মানের ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার এর থেকে একটি ভালো মানের হোস্টিং সার্ভিস নিয়ে তার ওয়েবসাইটের ডিজাইন করতে বলল । সে ক্ষেত্রে আপনি নিজেই রিসেলার প্যাকেজ কিনে নিজের মত প্যাকেজ তৈরি করে আপানার ক্লায়েন্ট এর কাছে বিক্রি করলেন। এই পুরো প্রক্রিয়াটা হলো রিসেলার হোস্টিং । বর্তমানে অনেক রিসেলার রয়েছেন যারা এই প্রক্রিয়ায় ভালো টাকা আয় করছেন।

রিসেলার ওয়েব হোস্টিং এর সুবিধা কি?

  • নিজের সুবিধামত প্লান তৈরি করে আপনার গ্রাহকদের কাছে সেল করতে পারবেন।
  • গ্রাহকদের জন্য তৈরি করা আলাদা আলাদা  প্যাকেজের বিস্তারিত হিসাব আপনি নিজেই  রাখতে পারবেন।
  • বিভিন্ন হোস্টিং সার্ভিস সফটওয়্যার ও সিস্টেম আগে থেকেই রিসেলার হোস্টিং সার্ভিস এর সাথে যুক্ত থাকে, যেমনঃ cPanel, LiteSpeed, Cloudlinux, Security, Backup ইত্যাদি। যার ফলে আপনাকে সার্ভার সাইডে অতিরিক্ত কোন টাকা খরচ করতে হয় না।
  • রিসেলার হোস্টিং প্যাকেজের অ্যাকাউন্ট গুলো গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এমনভাবে তৈরি করা হয়ে থাকে যাতে করে পরবর্তীতে সেবা গ্রাহকদের কাছে অতি কম সময়ে এবং সহজেই হস্তান্তর করা যেতে পারে। ধরুন আপনার বর্তমান প্যাকেজ এ ক্লায়েন্ট ফুলফিল হয়ে গেলে আপনি পরবর্তি প্যাকেজ বা সার্ভার এ খুব সহজেই আপগ্রেড করে নিতে পারবেন।
  • আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাস্টমার সাপোর্ট। অর্থাৎ আপনার ক্লায়েন্ট বা আপনার যদি কোনকিছু বুঝতে সমস্যা হয়, তাহলে সহজেই সাপোর্ট এ যোগাযোগ করে সেটা সলভ করে ফেলতে পারবেন। সাধারণত, যে কোনো ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য অধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকদের কাছে  ব্যবসায়িক আস্থা অর্জন। তাই ভালো মানের রিসেলার হোস্টিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের রিসেলার হোস্টিং সার্ভিস এর ক্ষেত্রে পর্যাপ্ত ইনফরমেশন ও সাপোর্ট প্রদান করে থাকে। যাতে করে আপনার  রিসেলার হোস্টিং এর গ্রাহকেরা সহজেই  আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে।
  • রিসেলার হোস্টিং অ্যাকাউন্ট গুলোর স্টোরেজ এবং ব্যান্ডউইড প্রয়োজনমতো আপগ্রেড করা যায় বলে রিসেলার প্রতিষ্ঠানগুলোই সব সেবা সমূহ প্রদান করে। যার ফলে হোস্টিং সম্পর্কিত সেবা সমূহ নিতে  আপনার অন্য কোথাও যাবার প্রয়োজন হয় না।

রিসেলার ওয়েব হোস্টিং এর অসুবিধা কি?

একটা বিষয়ের যেমন ভালো দিক থাকে ঠিক তেমনি খারাপ দিকও থাকে। তাই রিসেলার হোস্টিং এর যেমন  বিভিন্ন সুবিধা রয়েছে ঠিক তেমনি বিভিন্ন অসুবিধাও রয়েছে 😐 নিম্নে সেগুলো তুলে ধরা হলোঃ

  • রিসেলার হোস্টিং দিয়ে নিজস্ব সার্ভার এর সুবিধা ভোগ করতে পারবেন না। অর্থাৎ সার্ভার এর রুট লেভেল অ্যাক্সেস পাবেন না এবং নিজ ইচ্ছায় সার্ভার সাইড এ কোনকিছু কাস্টমাইজ করতে পারবেন না।
  • ভিপিএস ও ডেডিকেটেড হোস্টিং এর তুলনায় রিসেলার হোস্টিং ব্যাবহারকারি ওয়েবসাইটের লোডিং স্পিড, সার্ভার পারফর্মেন্স তুলনামূলক  অনেক কম হয়।
  • রিসেলার হওয়া মানে আপনার গ্রাহকদের যাবতীয় হোস্টিং সম্পর্কিত দায়িত্ব স্থায়ীভাবে ভাবে নিজের কাধে নেওয়া। তাই আপনি যদি রিসেলার হোস্টিং প্রদানকারী প্রতিষ্ঠান এর কাছ থেকে সার্ভার সম্পর্কিত পর্যাপ্ত সুবিধা না পান সেটা আপনার সমস্যার কারন হতে পারে।
  •  রিসেলার হোস্টিং প্যাকেজে যদি প্রতিনিয়ত গ্রাহক বাড়তে থাকে তাহলে আপনার রিসেলার হোস্টিং প্লান  আপগ্রেড করার প্রয়োজন হবে।

রিসেলার হোস্টিং এর বিকল্প কি?

ওয়েব হোস্টিং ব্যবসার ক্ষেত্রে রিসেলার হোস্টিং এর বিকল্প হিসেবে আপনি ম্যানেজড ভিপিএস সার্ভার দিয়ে শুরু করতে পারেন। এই ধরনের সার্ভারের সুবিধা হলো, আপনি সার্ভারের পুরো রুট অ্যাক্সেস পাবেন এবং প্রয়োজনমতো যেকোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন। রিসেলার হোস্টিং এর তুলনায় ম্যানেজড ভিপিএস সার্ভার অনেক বেশি সাইট স্পিড পাবেন। ম্যানেজড ভিপিএস সার্ভার এ সিপ্যানেল এবং ডাব্লুএইচএম কন্ট্রোল প্যানেল পাবেন যার ফলে আপনাকে প্রথমেই সফটওয়্যার বিষয়ে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। আবার এ ধরনের সার্ভার যেহেতু  ম্যানেজড তাই যে কোন সার্ভার জটিলতায় প্রোভাইডার এর থেকে টেকনিক্যাল সাপোর্ট পাবেন।

চূড়ান্ত মন্তব্যঃ

আপনি যদি রিসেলার ওয়েব হোস্টিং দিয়ে ওয়েব হোস্টিং বিজিনেস শুরু করতে চান তাহলে সহজেই Ofaex.com এর সাথে শুরু করতে পারেন। অফেক্স রিসেলার হোস্টিং প্যাকেজসমূহ বিশ্বের সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি কন্ট্রোল প্যানেল cPanel ও WHM সম্পন্ন। তাই এটা বিশ্বস্ত, সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। পক্ষান্তরে আপনি যদি ম্যানেজড ভিপিএস সার্ভার দিয়ে শুরু করতে চান তাহলে অফেক্স ম্যানেজড ভিপিএস সার্ভার চেক করতে পারেন। ২০০ জিবি ম্যানেজড ভিপিএস সার্ভার মাত্র ৪২৫০ টাকায় বিকাশ, রকেট, নগদ পেমেন্ট এর মাধ্যমে কিনে ফেলতে পারবেন।

এছাড়াও আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে  রেজিস্ট্রেশান করে হোস্টিং বিক্রি করলে ৩০% হারে কমিশন পাবেন, অর্থাৎ আপনি রেফার করে ৫০০০ টাকার একটি হোস্টিং প্যাকেজ বিক্রি করলে  পেয়ে যাবেন ১৫০০ টাকা, আবার প্রথমবার অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্ট্রেশান করলে আপনার অ্যাকাউন্ট এ ফ্রী ৮৫ টাকা যোগ হয়ে যাবে। অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্ট্রেশান করতে এখানে ভিজিট করুন

আশাকরি উপরের সার্বিক আলোচনা হতে আপনি রিসেলার হোস্টিং কি এবং কেন ব্যবহার করবেন। রিসেলার হোস্টিং এর সুবিধা, অসুবিধা।  রিসেলার হোস্টিং এর বিকল্প অর্থাৎ ম্যানেজড ভিপিএস সার্ভার  সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।  লেখাটি সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্ট করে জানাতে পারেন।

ওয়েট ওয়েট 😐 আপনাকে এখনি ছাড়ছি না! এটি ওয়েব হোস্টিং কোম্পানই বিষয়ক সাত+ পর্বের টিউটোরিয়াল সিরিজ; এবং এই সিরিজ এ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কভার করার চেষ্ঠা করব।  পরবর্তি পর্বে আমরা  কিভাবে রিসেলার  হোস্টিং সেটাপ  করা যায় তা সম্পরকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে শিঘ্রই 😊😊

অফেক্স হোস্টিং এ ৫০% ছাড় পেতে ব্যবহার করুন 50MON কুপন কোড


যেকোন পরিস্থিতিতে আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ

ফেসবুক, টুইটার, রেড্ডিট, ইন্সটা –  @MrOxidane

হোস্টিং রিলেটেড ফেসবুক গ্রুপ – BD Web Hosting Solutions

ওয়েব হোস্টিং অফারঃ

অফেক্স এ ৫ জিবি সিপ্যানেল ওয়েব হোস্টিং ১০০ টাকা মাস অথবা ৮০০ টাকা প্রথম বছর, কুপনঃ CST800 >>

অফেক্স এ ১০ জিবি রিসেলার ওয়েব হোস্টিং মাত্র ৪২৫ টাকা মাস >>

অফেক্স ওয়েব হোস্টিং অ্যাফিলিএট মার্কেটিং এ ৩০% কমিশন, অ্যাফিলিএট রেজিস্ট্রেশান এ ফ্রী ৮৫ টাকা >>

The post রিসেলার হোস্টিং বিজনেস কি এবং কেনো? বিস্তারিত | হোস্টিং কোম্পানী পার্ট – ৩ (Start Your Own Hosting Company) appeared first on Trickbd.com.

[Hot] Bkash Account থেকে ২০ টাকা মোবাইল Recharge করে ১৫ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন! (শর্তাবলী প্রযোজ্য)

Posted:

Bkash Account থেকে ২০ টাকা মোবাইল Recharge করে ৭৫% ক্যাশব্যাক অর্থাৎ ১৫ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন!!

(শর্তাবলী প্রযোজ্য)


অফারটি কিছু নির্দিষ্ট গ্রাহক পাবে এবং যেকোনো নাম্বারে ২০ টাকা মোবাইল রিচার্জ করলেই পরবর্তী কার্যদিবসের মধ্যে পাবেন ১৫ টাকা ক্যাশব্যাক।

  • অফার চলাকালীন একবারই ক্যাশব্যাক পাওয়া যাবে
  • অফারটি চলবে ১৪ জুলাই, ২০২১ পর্যন্ত
  • অফার‍টি আপনি পাবেন কি না তা জানতে সরাসরি বিকাশ কাস্টমার কেয়ার Live Chat এ গিয়ে জেনে নিন।

অফারটি নিয়ার জন্য বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ অপশন এ গিয়ে ২০ টাকা মোবাইল রিচার্জ করতে হবে।

ক্যাশব্যাক এর টাকা পাবেন পরবর্তী কার্যদিবসের মধ্যে।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] Bkash Account থেকে ২০ টাকা মোবাইল Recharge করে ১৫ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন! (শর্তাবলী প্রযোজ্য) appeared first on Trickbd.com.

⚡️⚡️ দেখে নিন মার্ভেলের সদ্য মুক্তিপ্রাপ্ত ফিল্ম Black Widow (2021) বাংলা সাবটাইটেল সহ সাথে হালকা রিভিউ ����

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বলার অপেক্ষা রাখেনা এই মুভিটি নিয়ে সবারই কম বেশি হাইপ ছিলো। যারা মুভিটি এখনো দেখেন নি তাদের জন্য আমি আজকে রিভিউওসহ ডাউনলোড লিংক নিয়ে এসেছি। বাংলা সাবটাইটেল সহ মুভিটি উপভোগ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক।

 

Movie: Black Widow (2021)

 

 

Release date: 7 July, 2021 (9 July worldwide)
Genre: Action, Thriller
Runtime: 2 hours 14 minutes
IMDb: 7.2/10
Personal Rating: 9/10

92% Google users liked this movie.

 

*** হালকা স্পয়লার ***

রিলিজ হলো MCU -র ফেস 4 এর প্রথম মুভি BLACK WIDOW ! ফেস 4 এর প্রথম প্রজেক্ট হিসেবে Spider-Man : FFH এর ঠিক পর পরই রিলিজ হওয়ার কথা থাকলেও , প্যানডেমিকের কারণে পিছাতে পিছাতে অবশেষে প্রায় ২ বছর পর আজকে কাঙ্ক্ষিত সেই দিনটি এসেছে । তো আর দেরি না করে চলুন দেখে নেয়া যাক।

পিচ্চি নাতাশা আর তার ফ্যামিলি দিয়ে শুরু। কিন্তু পরে দেখা গেলো তার কেউই আপন ফ্যামিলি না। নাতাশা আর তার বাবা (নকল)কে আমেরিকাতে পাঠানো হয় গোপন মিশনে। সেখান থেকেই মুভির শুরু। সিভিল ওয়ার এর ইভেন্ট শেষ হয়েছে মাত্র – নাতাশা দৌড়ের ওপর আছে । এমন সময় তার ওপর হামলা হয় , তার কাছে থাকা কিছু এন্টি ডটের জন্য , যেটা তার বোন Yelena পাঠিয়েছিল ।

একটু পরই জানা যায় এর পিছনে আছে Red Room – উইডো তৈরির জায়গা । নাতাশার জানামতে যেটা হঅক আইয়ের সাথে মিলে সে , শেষ করে দিয়েছিল আরও অনেক আগেই ( বুদাপেস্টের গল্প )। রেড রুম আর নাতাশার এরপরের গল্প নিয়েই এগিয়েছে মুভিটার কাহিনী । মুভিও আস্তে ধীরে আগাতে থাকে,বাড়তে থাকে চরিত্র, বাড়তে থাকে কাহিনী। কাহিনীর ভিতরেও সবসময়ই কাহিনী থাকে। সেগুলি বলে আর মুভির মজা নষ্ট না করি।

 

 

 

 

ফেস 4 এর প্রথম মুভি – এক কথায় অসাধারণ ছিল ! মুভিটার প্রতি এক্সপেক্টেশন কিছুটা কম রেখেছিলাম , সে হিসেবে খুবই চমতকার ছিল মুভিটা । মুভির সিনেমাটোগ্রাফি , VFX , BGM এর ব্যাপারে আর কি বলবো – Marvel studios এর কাজ ! বিশেষ করে সিনেমাটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে । ট্রেলারে ব্ল্যাক উইডোর যে থিম টা ছিল সেটা তো আমার কাছে বেস্ট মনে হয়েছিল , অনেকটা অ্যাভেঞ্জার্স থিম এর টিউনে করা ছিল । তবে মুভিতে সেটা চোখে ( কানে ) পড়ে নি । তারপরেও বিজিএম গুলো পারফেক্ট ছিল ।

অ্যাকশন সিন গুলোতো ছিল জাস্ট Awesome. আমি খুবই উপভোগ করেছি । স্টোরি টেলিং ছিল খুবই গোছালো । ক্যারেক্টার বিল্ড আপ দারুন ছিল । তবে Alexei কে সিরিয়াস একটা ক্যারেক্টার ভেবেছিলাম । Scarlet Johansson থেকে শুরু করে Phlorence Paugh , Rachel Weishz , David Harbour প্রত্যেকেই বরাবরের মতো তাদের বেস্ট পারফর্ম টা দিয়েছেন । মুভিটা সম্পর্কে আমার একটা কথা ছিল যে , এখানে অতীতের গল্প বলা হয়েছে , তো সামনের ঘটনাগুলোতে এই মুভির কি ইমপ্যাক্ট হবে ? ব্ল্যাক উইডোর গল্প জানার দরকার কি , তার গল্পের শেষ তো আমরা জানিই । তো এই বিষয়টা ভালোভাবেই দেখানো হয়েছে । Yelena কে হয়তো সামনে গুরুত্বপূর্ন কোনো চরিত্র হিসেবে দেখা যাবে ।

 

 

 

 

তো মুভিটা কিন্ত অনেক এঞ্জয়েবল ছিল , বরাবরের মতোই মার্ভেল হতাশ করেনি । শুরু থেকে শেষ পর্যন্ত এন্টারটেইন করে গেছে । অ্যাকশন দিনগুলোর ব্যাপারে আগেও বলেছি , আবারো বলছি , ছিল ! মার্ভেল ফ্যানরা দেরি না করে জলদি বসে পড়ুন  । হিন্দি ডাবের জন্য অপেক্ষা না করে সাব দিয়ে দেখে ফেলুন , হিন্দি আসবে অক্টোবরে ।

অন্যান্য আলোচনাঃ  সিনেমার ইন্ট্রোটা নিয়ে না বললেই নয়, এটা আমার দেখা এখন পর্যন্ত মার্ভেল এবং অন্যসব সিনেমা- সিরিজ মিলিয়ে ওয়ান অব দ্যা বেস্ট ইন্ট্রো ছিলো। নির্ভানার গানের এক বোন-চিলিং কভারের সাথে কাটায়কাটায় মিলে গিয়েছে একদম। অনেক ভালো একটা মন্টেজ বলা যায়, ডার্ক একটা থিম ছিলো সাথে, মন জুড়িয়ে গিয়েছে। নির্ভানার এই গানের সাথে মালিয়া জে. সুবিচারই করেছেন। কিন্তু এই মন্টেজ বিস্তারিত করে দেখানো উচিৎ ছিলো, ওইটা করলে অন্তত মুভির মান আরো কয়েকগুণ বুস্ট হতো।

এরপর সিনেমার বাকী অংশ কমবেশি ভালোই লেগেছে। অনেকের কাছে শুনলাম এন্ডিং আরো ভালো হওয়া উচিৎ, কিন্তু আমার কাছে এন্ডিংয়ে তেমন কোনো সমস্যা চোখে লাগেনি। মুভিটি যেহেতু আগের মুভির মাঝের কাহিনী নিয়ে তৈরি, সেই হিসেবে বরাবর পার্ফেক্ট বসেছে জায়গা মতো। কাহিনী যেখান থেকে শুরু হওয়ার, সেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হওয়ার সেখানে গিয়ে শেষ হয়েছে।
অনেকেই বলেছেন মুভিটির প্রয়োজন ছিলোনা। কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রয়োজন ছিলো ব্ল্যাক উইডোর ফ্যারওয়েলের জন্য। এবং এভেঞ্জার্স টিমের অরিজিনাল মেম্বার হিসেবে ওর ব্যাকস্টোরি দেখানোর দরকার ছিলো। ওইদিক থেকে দেখলে এই মুভি আমার কাছে প্রায় ব্যর্থ মনে হইলো। ভেবেছিলাম অতীতের গল্প দেখাতে গিয়ে ব্ল্যাক উইডোর বিগেনিং, বিল্ড-আপ এসব দেখবো, কিন্তু এরকম কিছুই মন মতো পাইনি। যেই উদ্দেশ্য নিয়ে মুভিটি তৈরি হয়েছে, ওইদিক থেকে অপূর্ণ লাগলো।
সিনেমার মাঝে এবং শুরুতে কিছু ব্যাপার আরো বিস্তারিত দেখানো যেতো। কিছু ব্যাপার দিয়ে কাহিনী আর ভালো বিল্ড-আপ আনতে পারতো। অরিজিন স্টোরি হিসেবে কিছু গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালের অভাব মনে হলো আমার কাছে, যদিও ডিরেকশন- স্ক্রিনপ্লে ভালো থাকায় অভাবটা চোখে লাগবেনা। এরপরেও প্রিয় একটা চরিত্রর খুঁটিনাটি দেখতে কে না চায় বলুন? আমিও ওই চাওয়া নিয়ে হতাশ হলাম। আর সিনেমার মুল গল্প যেইসব বিষয়কে ঘিরে তৈরি হয়েছে, আমার মনে হয় ওইসব আর গুরুত্ব দিয়ে দেখা উচিৎ ছিলো। অনেকগুলো সাব্জেক্টকে মনে হয়েছে অতি দুর্বল ভাবে ছেড়ে দিয়েছে, কিন্তু সিনেমার প্লটের সাথে সেগুলো সরাসরি জড়িত ছিলো।
কিছু সিনে মুভি থামিয়ে দিয়ে হেসেছি, মার্ভেলের সেন্স অফ হিউমার নিয়ে যতো ক্রিটিসাইজই করুক মানুষ কিন্তু এইভাবে না হাসাইতে পারলে মার্ভেলের মুভি অন্য দশটা মুভির মাঝে আলাদা করে দাঁড়াতো না।
কিছু সিনে ইমোশনাল হয়েছি অনেক। যারা দেখেছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন। এতদিন ভাবতাম মার্ভেল ইমোশনাল ব্যাপারগুলো এতো লাইটলি নেয় কেনো? এখন বুঝে আসছে যে, সবগুলো ইমোশনাল ব্যাপারকে এভাবে ডার্ক ভাবে উপস্থাপন করলে মানুষ মুভি দেখা শেষ করে ভাঙা একটা মন নিয়ে উঠবে। মুভির শেষ হতে হতে যদিও ব্যাপারগুলো কিছুটা ছাড়িয়ে গিয়েছিলো, কিন্তু ওই ব্যাপারগুলো নিয়ে ভাবতে গেলে আবার মন খারাপ হয়ে যাবে। এন্ডগেইমে নাতাশার ডেথকে সেই পরিমাণে কষ্টদায়ক করে উপস্থাপন করতে পারেনি, যেই পরিমাণে ব্ল্যাক উইডোতে ভাবে দেখানো হয়েছে।
এই কারনেই বলি, মার্ভেল নিজের অবস্থাতেই ভালো। হাসাচ্ছে যখন হেসে উড়িয়ে দিন।
আয়রন ম্যানের ডেথ সিন, ক্যাপ্টেনের বিদায়সহ অন্যান্য বিষয়গুলো অনেক খারাপ লাগা দিয়েছে আমাদেরকে, যদি আরো ডার্ক ভাবে দেখানো হতে তাহলে কেমন কষ্ট হতো ভেবে দেখুন। ফ্লোরেন্স পিউ এবং অন্যান্যরা ভালো অভিনয় করেছে। কিন্তু স্কারলেট জোহেন্সন সবসময়ের মতোই টপ- নচ অভিনয় করেছে। ওর উদাস চাহনিটাই আমার কাছে সারা সিনেমায় অন্যদের থেকে বেশী রিমার্কেবল লেগেছে। ভুলেই গিয়েছিলাম, অতি পরিচিত একজন ক্যারেক্টারের বিদায়ী অনুষ্ঠান দেখছি সচক্ষে।
এটা ঠিক, ভালো স্টোরি ছিলো- ভালো একশন ছিলো এবং ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্ল্যাক উইডোর নামের সাথে মিলিয়ে যতোটা ভালো হওয়ার কথা, সেই তুলনায় ভালো হয়নি।
সবকিছুই ওভার-অল ভালো লাগলো। কিন্তু আগের মতো একই কথা বলবো, কিছু জিনিস আরো বিস্তারিত করে দেখাতে পারতো। বেশীদিনের ব্যাপার না, মনে হচ্ছে ঠিক সেদিনই আয়রন ম্যান ২-তে প্রথম দেখেছিলাম স্কারলেটকে। এখনো বিশ্বাস হচ্ছেনা, চোখের সামনে একেক করে প্রায় সব অরিজিনাল ক্যারেক্টারগুলো বিদায় নিচ্ছে। নতুনেরা যতো সেরাই হোক, আমার জন্য ব্ল্যাক উইডো মানেই স্কারলেট জোহান্সন। শুরু থেকেই ছিলো, আছে এবং থাকবে।
ধন্যবাদ স্কারলেট, এতগুলো সুন্দর মুহূর্ত উপহার দেয়ার জন্য। বিদায় ব্ল্যাক উইডো।

Download Links

360p (260 MB) : Direct Download Link         Server 2

480p (430 MB): Direct Download Link         Server 2

720p (710 MB): Direct Download Link           Server 2

720p (860 MB): Direct Download Link           Server 2

720p (1.3 GB): Direct Download Link              Server 2

1080p (1.6 GB): Direct Download Link          Server 2

1080p (2.5 GB): Direct Download Link          Server 2

1080p (8 GB) : Direct Download Link             Server 2

4K (3.82 GB):   Download Link Here               Server 2

4K (17.2 GB):   Download Link Here                Server 2

Bangla Subtitle Link:  Download From Here

 

ভালো স্পীড পাওয়ার জন্য IDM ব্যবহার করতে পারেন।

[ Links credit: Mlwbd, Filmybro, Freedrivemovies]

 

ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন। এরপর গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিবেন। কোনো ডাউনলোড লিংক কাজ না করলে বা লোড পড়লে অন্য সার্ভার ট্রাই করবেন। ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা  এই লিংকে  ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন।আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি।কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না।

মজার মজার Memes ও ফানি পোস্ট পেতে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপেঃ হাসির পাঠশালা

ঘুরে আসতে পারেন আমাদের সাইটঃ Tipsnewsbd

আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 

The post ⚡️⚡️ দেখে নিন মার্ভেলের সদ্য মুক্তিপ্রাপ্ত ফিল্ম Black Widow (2021) বাংলা সাবটাইটেল সহ সাথে হালকা রিভিউ 🔥🔥 appeared first on Trickbd.com.

DPS INJECTOR V33 | ফ্রি ফায়ার মুড ইনজেক্টর | ANTIBAN 80%

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক

DPS INJECTOR V33


বিঃদ্রঃ এসব বিষয়ে যাদের কোন Interest নাই। সেসব Public অবশ্যই Post টি Ignore করে চলে যান। অযথা সময় নষ্ট করা ঠিক নাহ।

➤ Don’t Use Hack In Main ID Use Fake ID

Free Fire Injector mod menu Work Rank
Information :

⊕Dps Injector V33
⊕Free Fire 32 Bit Supported 1.62.8

➤ Fetures

◑Ghost Hack
◑Stone Hack
◑Clime wall
◑Antena- Head / Hand Pro
◑Aimbot – eeffct/flat
◑undergroud
◑Teleport lite
◑night mod
◑Enwmy White Body
◑fast medikit
     


Install Process

Phone যদি রুটেড হয় তাহলে ডিরেক্ট Phone এ Injector Install দিয়ে খেলতে পারবেন।
➤আর যদি Phone আনরুট হয় তাহলে অবশ্যই Virtual Use করে খেলতে হবে।
➤নিচে X8sandbox virtual Install Tutorial Link দিলাম। Chack করতে পারেন।

Virtual Inatall Tutorial

Injector & Free Fire Apk Obb Download Link

◑ Dps Injector V33

Click Here

◑32 bit obb file

Click Here

◑Free Fire 32 bit apk

Click Here


_________________________________________________

নিশ্চিন্তে Rank Push দিতে পারেন। ২ মাস প্রায় ব্যাবহার করছি


Injector Setup Full Video Tutorial


__________________________________________________

Happy gaming🙂

❤
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

___________________________________________

গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

Tech Gaming BD

———————————————

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

আল্লাহ হাফিজ

The post DPS INJECTOR V33 | ফ্রি ফায়ার মুড ইনজেক্টর | ANTIBAN 80% appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments