ডাউনলোড করে নিন সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ওয়েব সিরিজ মরীচিকা (২০২১) |
- ডাউনলোড করে নিন সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ওয়েব সিরিজ মরীচিকা (২০২১)
- হ্যাকিং টুল ?এখন নিজেই তৈরি করুন হ্যাকিং টুল [Part -02 ]
- নিয়ে নিন একটি দারুন অ্যান্ড্রয়েড action গেম
- Blogger এ বানিয়ে নিন সুন্দর একটা Safelink Generator সাইট আর দ্বিগুণ টাকা আয় করুন
- Tryhackme-একেবারে নতুনদের জন্য presecurity
- [BIG DATA]গুগল ফোটোস ও বিভিন্ন ক্লাউড স্টোরেজ সাইট গুলো আমাদের ফ্রী স্টোরেজ সুবিধা দিয়ে আমাদের ইউজ করে কিভাবে কোটি কোটি টাকা উপার্জন করছে জানলে অবাক হবেন।
- অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তার জন্য এই অ্যাপটি আপনার অবশ্যই দেখা দরকার।
- এখন অপেরা মিনির মাধ্যমে ফেসবুক টুইটার সহ যেকোনো সাইটের ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
- অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অসাধারণ গ্রাফিক্সের একটি অপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল গেম।
- কোয়ালিটি ঠিক রেখে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার সবচেয়ে সহজ ও সেরা উপায়!-(remove.bg,unlimited)
ডাউনলোড করে নিন সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ওয়েব সিরিজ মরীচিকা (২০২১) Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।সদ্য রিলিজ হলো বাংলাদেশী ওয়েব সিরিজ “মরীচিকা” । আমি আজকে আপনাদের জন্য এই ওয়েব সিরিজের ডাউনলোড লিংক ও রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। Web Series: Morichika Season 1 (2021)Genre: Drama, Crime, Thriller Season: 01, Episodes: 08 নির্মাতাঃ শিহাব শাহীন Personal Rating: 7/10 *** হালকা স্পয়লার ***এক সকালে ব্রিজের নিচ থেকে পাওয়া যায় এক তরুণী’র লাশ । তদন্তের দায়ভার দেওয়া হয় পুলিশ অফিসার শাকিল’কে । যাইহোক, কিছুপরেই জানা যায় লাশটা একজন মডেলের যার নাম বন্নি । শুরুতে মডেলের হাসবেন্ড জুয়েল’কে প্রধান সাসপেক্ট ধরা হয় এবং জুয়েলকে এরেস্ট করতে পুলিশ তাঁর বাড়িতে গেলে সে পালিয়ে যায় । তবে ব্যাপার’টা আরো রহস্যময় হয়ে ওঠে, যখন জুয়েল নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে । জুয়েলের থেকে জানা যায় বাবু ভাই নামের একজন এই খুনের সাথে জড়িয়ে আছে । কিন্তু কে এই বাবু ভাই ? কী তাঁর পরিচয় ? যাইহোক, তদন্ত মোটামটি জোরালো ভাবেই চলতে থাকে এবং বেরিয়ে আসতে থাকে অন্ধকার জগতের গোপন সব তথ্য । পরিশেষে কী হয় ? আসল খুনি সম্পর্কে জানা যাবে কি ? বাবু ভাই ওরফে সালাম শরীফের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো । আফরান নিশো ফাইনেস্ট এক্টর’দের মধ্যে একজন । উনার সবচেয়ে বড় গুন হচ্ছে, উনি যেকোনো চরিত্রের সাথে নিজেকে খাপ-খাইয়ে নিতে পারেন । এবারেরও তার ব্যতিক্রম হয় নি ! শিহাব শাহীন, আফরান নিশো সম্পর্কে বলেছেন, নিশো’র এমন রূপ আগে দেখা যায় নি । ওভারঅল আমার কাছেও তেমনি লেগেছে । বন্নি’র চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি । মাহিয়া মাহি তাঁর চরিত্রে ওভারঅল ভালোই ছিলো । কিছু জায়গাতে ন্যাকামি লেগেছে তবে ওভারঅল ঠিকঠাক । জুয়েলের চরিত্রে জোভান মানাইসই ছিলো । মোস্ট ইম্পরট্যান্ট, পুলিশ অফিসার শাকিলের চরিত্রে সিয়াম আহমেদ’কে আমার বেশ ভালো লেগেছে। স্ক্রিনে যথেষ্ট সময় পেয়েছে সিয়াম এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে । সবমিলিয়ে ভালো ছিলো । নাজনিন চুমকি নিজ চরিত্রে বেশ ভালো অভিনয় করেছেন । তাছাড়া বাকীরা নিজ নিজ জায়গাতে ঠিকঠাক ছিলো । সিরিজের গল্পটা সবমিলিয়ে ভালো ছিলো । বিশেষ করে সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে অনেক । বিজিএম দুর্দান্ত বলবো না তবে ভালো লেগেছে । গল্পে কোনো অতিরঞ্জিত মিস্ট্রি দেখানো হয় নি । মোটামটি সব কিছু সামনেই ছিলো বলা যায় শুধু মশলাপাতির জোগান দিতে হবে । পাওয়ারফুল যে চরিত্রটা দেখানো হয়েছে, ওটা একটু বেশি-ই পাওয়ারফুল হয়ে গেছে আমার মতে । এই গল্পে আরো কিছু চরিত্র অনায়াসে আনা যেতো পারফেক্ট বানানোর জন্য । সিরিজের কিছু সংলাপ বেমানান ছিলো, পার্সোনালি ভালো লাগে নাই । আর বেশ কিছু ভুল ধরা যেতো, তবে থাক । আমার কাছে ২য় সিজন আসতে পারে । যাইহোক, দেখা যাক কী হয়।! আর সিরিজের কনটেন্ট ১৮+ । সো, নিজ দায়িত্বে দেখবেন ! দেশীয় ভালো ভালো কনটেন্ট আসতেছে দেখে ভালো লাগছে অনেক। শুধু একটু অভিজ্ঞতার প্রয়োজন, তাহলেই ওয়ার্ল্ড ক্লাস সিরিজ আমরাও বানাইতে পারবো আশা রাখি। শিহাব শাহীনের পোস্ট দেখে, একটু বেশী-ই আগ্রহী হয়ে পড়েছিলাম তবে সেই তুলনায় রোমাঞ্চিত হতে পারি নি । অনালাইন প্ল্যাটফর্ম চর্কি সাইট এবং অ্যাপ, দুটোই বেশ ওয়েল অর্গানাইজড মনে হলো। হইচই এর মত ডিজাইন ওভারঅল, তবে ভালো লেগেছে । Trailer:
Screenshots:
Download Links480p (801.94 MB) : Direct Download Link Server 2 720p (2.07 GB) : Direct Download Link Server 2 1080p (3.63 GB) : Direct Download Link Server 2
ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন। এরপর গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিবেন। কোনো ডাউনলোড লিংক কাজ না করলে বা লোড পড়লে অন্য সার্ভার ট্রাই করবেন। ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা এই লিংকে ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন।আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি।কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না। [Links Credit: Freedrivemovies]
ঘুরে আসতে পারেন আমাদের সাইটঃ Tipsnewsbd আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post ডাউনলোড করে নিন সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ওয়েব সিরিজ মরীচিকা (২০২১) appeared first on Trickbd.com. |
হ্যাকিং টুল ?এখন নিজেই তৈরি করুন হ্যাকিং টুল [Part -02 ] Posted: 12 Jul 2021 08:34 PM PDT আসসালাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছ। দেরিতে পোস্ট করার জন্য সবার থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।অনেকদিন ধরেই দেখছি ট্রিকবিডিতে আর তেমন হ্যাকিং নিয়ে কোন পোস্ট আসছে না। তাই ভাবলাম হ্যাকিং নিয়ে একটা নতুন সিরিজ শুরু করলে কেমন হয়. গত পোস্টে আমি বলেছিলাম আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে হাকিং টুল বানিয়ে দেখাবো। হাকিং টুল বানানোর আগে আমাদের টুল কোন কাজে ব্যবহার করা হবে সেটা নির্ধারণ করতে হবে। যেমন ধরুন আমরা যদি একটি টেলিগ্রাম বোম্বার বানাতে চাই, তাহলে আমাদের টেলিগ্রাম API (Application programming interface) নিয়ে কাজ করতে হবে । কিংবা আমরা যদি একটি ইমেল বোম্বার বানাতে চাই তাহলে আমাদের SMTP (simple mail transfer protocol ) নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ ভাই জানি এদিক-ওদিক এর কথা অনেক বলে ফেলেছি এখন মূল কাজে আসি। আজকে মূলত আমরা খুবই সহজ একটি টেলিগ্রাম বোম্বার টুল ডেভলপ করব।মূলত আমার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদেরকে এমন ভাবে টুল ডেভলপমেন্ট শিখাবো যাতে একটি টুল বানানোর পরে তোমরা একই আইডিয়া নিয়ে আরো কয়েকটা টুল তৈরি করতে পারো। যেমন ধরো আমি আজকে টেলিগ্রাম বম্বিং টুল বানানো শিখাচ্ছি। তোমরা একই আইডিয়া নিয়ে হোয়াটসঅ্যাপ বোম্বার তৈরি করার চেষ্টা করবে। তোমরা টুল তৈরি করার জন্য যেকোনো ধরনের পাইথন কম্পাইলার ইউজ করতে পারো। কিন্তু আমি Termux ব্যবহার করব। তার কারণ হচ্ছে আমাদের বেশির ভাগ পাঠক মোবাইল ব্যবহারকারী। সর্বপ্রথম যাদের কাছে Termux নেই তারা গুগল প্লে স্টোর থেকে টারমাক্স টি ইন্সটল করে নিতে হবে। প্রথমে আমাদের টারমাক্স আপডেট করে নিতে হবে। আপডেট করার জন্য command দিব । আমাদের python এবং python2 ইনস্টল করে নিতে হবে। পাইথন ইন্সটল করার জন্য আমরা কমেন্ট দিব। $pkg install python আমাদের সিষ্টেম এখন python শুরু হয়ে গেছে এখন আমরা কোডিং এর কাজ শুরু করব। আজকে আমরা টেলিগ্রাম বম্বিং টুল তৈরি করব। এই টুলটি তৈরি করার জন্য আমাদের terminal এ আরো কিছু Module ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমরা টেলিগ্রামের API ব্যবহার করব সে তো আমরা Urlib3 Module ব্যবহার করব তার জন্য। আর time মডিউলটির নাম শুনে বোঝা যাচ্ছে যে প্রোগ্রামে টাইম ব্যবহার করার জন্য এ মডিউলটি ব্যবহার করা যায়। এখন আমাদের একটি ফাইল ক্রিয়েট করতে হবে এখন আমরা বাকি কাজ শুরু করব। টুল তৈরি করার জন্য প্রথমে আমরা কিছু মডিউল আমাদের ফাইলে import করে নেব। OS মডিউলটির মাধ্যমে মূলত আমরা আমাদের টার্মিনালের বিভিন্ন ইন্টারফেস নিয়ন্ত্রণ করতে পারব। এই মডিউল আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় যা আমি পরবর্তী সিরিজে আস্তে আস্তে বলব। 2. প্রোগ্রাম এ সময়ের ব্যবহার করার জন্য এই মডিউল ব্যবহার করা হয়।
সে তো আমরা লিখতে পারি from urllib import request টুলটি স্টার্ট করলে যাতে আমাদের ইন্টারফেস টি সম্পূর্ণ clear অবস্থায় থাকে সেজন্য আমরা os.system(‘clear’) কামান্ডটি আমাদের ফাইলে সংযুক্ত করব। এতটুক করার পর । এখন আমাদের একটি টেলিগ্রাম বট তৈরি করতে হবে । টেলিগ্রাম বট তৈরি করার জন্য আমরা টেলিগ্রামে চলে যাব। এখন @botfather লিখে সার্চ করব। এখন এখানে একটি সিম্পল টেলিগ্রাম বট তৈরি করে নিব।botfather API টি কপি করে আমরা নোটপ্যাডে সংরক্ষণ করে রাখবো।
Id,mass,token,API 1. input ব্যবহার করে আমরা ইউজারদের থেকে বিভিন্ন ধরনের ইনপুট নিতে পারব। 2. Mass ভেরিয়েবল টি ব্যবহার করা হয়েছে যাতে ইউজার এখানে তার পছন্দমতো মেসেজ লিখতে পারে। এখন আমাদের টুলটিকে টেলিগ্রাম এর সাথে কানেক্ট করার জন্য আমরা Bot API টি ব্যবহার করব । API আমাদের প্রোগ্রামের যুক্ত করার জন্য token ভেরিয়েবল ব্যবহার করব। এই API টি ব্যবহার করার জন্য টেলিগ্রাম কতৃপক্ষ একটি লিংক দিয়েছে। API টি এই link এর মাধ্যমে সম্পূর্ণভাবে তৈরি করতে হবে।
## এখন যদি আমরা python test.py দেই । তাহলে কিন্তু দেখব আমাদের টুলটি কাজ করছে। কিন্তু এই টুলটি মাত্র একবারই মেসেজ সেন্ড করতে পারবে। আমরা চাচ্ছি এই টুলটি আনলিমিটেড মেসেজ সেন্ড করবে । আমরা আমাদের প্রোগ্রামের while 1==1: ব্যবহার করব: এখন আমাদের টুলটি victim কে আনলিমিটেড মেসেজ সেন্ড করবে। কিন্তু এখনো কিছু সমস্যা আছে।while 1==1: যার ফলে অধিক request send করার কারণে কিন্তু Telegram আমাদের request গুলো Block করে দিবে। কিন্তু এর সমাধান আছে। এখন আমরা time মডিউল টি ব্যবহার করব । একটি রিকোয়েস্ট সেন্ড করে আমরা পাঁচ সেকেন্ডের একটি বিরোতি দিব। যাতে এবং print(“attacking..”) ব্যবহার করব যাতে যখন কোন রিকোয়েস্ট send হয় তখন যাতে আমরা বুঝতে পারি। আমাদের টুল টি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আমরা টুলটি ব্যবহার করতে পারব। “””) যুক্ত করে দিব । নিজের ব্যানার তৈরি করার জন্য আমরা এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারি এখন আমরা দেখব যে কিভাবে আমাদের টুলটি ব্যবহার করতে হবে। টুলটি ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের যেই টেলিগ্রাম bot টি আছে সেটি আমরা টার্গেট গ্রুপটাতে এড করে দিব । এখন গ্রুপের মেসেজ অপশনে গিয়ে আমরা আমাদের Bot কে মেনশন করে একটি মেসেজ দিব। এখন আমাদের লিংকটিতে যেতে হবে।your API এর জায়গায় আপনাদের টেলিগ্রাম Bot API দিবেন।
সম্পূর্ণ লিংকটি কপি করে যে কোন একটি ব্রাউজারে ওপেন করব। এখানে লক্ষ করলে দেখা যাবে। আমরা যে গ্রুপে আমাদের BOT এড করেছি সে গ্রুপের নাম এবং একটি আইডি। এই আইডিটি কপি করে নিব আমরা। এখন এই আইডিটি আমাদের টুলে বসিয়ে দিব। মেসেজের জায়গায় একটি ওয়ার্ড লিখব।(যেমন:hello,hacked,love) কারণ হচ্ছে আমরা যদি স্পেস দিয়ে সম্পূর্ণ একটি বাক্য লিখি তাহলে কিন্তু আমাদের error show করবে। আমি যদি কোন একটি বাক্য সেন্ড করতে চাই তাহলে আমাদেরকে “_” দিয়ে লিখতে হবে । (যেমন:i_love_you ) এখনো যদি সমস্যা থাকে তাহলে আমার GitHub থেকে সম্পূর্ণ Source file টি দেখে আসতে পারো হ্যাঁ ভাই জানি টুলটি এখনো অনেক কমপ্লিকেটেড। কিন্তু এই টুলটি তে যত প্রকার সমস্যা আছে সবগুলো আমরা কিন্তু কোডিং এর মাধ্যমে সমাধান করতে পারব। কিন্তু একদিনে যদি আমি আপনাদেরকে এতকিছু খাওয়াই দেই তাহলে কিন্তু আপনারা পরবর্তী পোস্টগুলো পড়বেন না। হ্যাকিং টুল ?এখন নিজেই তৈরি করুন হ্যাকিং টুল [Part -01 ] আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের আমার পোস্টটি ভাল লেগেছে। কোন সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমরা চাইলে আমার টেলিগ্রাম Hacktology গ্রুপ এ জয়েন হতে পারো। এখানে আমরা হ্যাকিং রিলেটেড বিভিন্ন সমস্যা এবং সমাধান করব। The post হ্যাকিং টুল ?এখন নিজেই তৈরি করুন হ্যাকিং টুল [Part -02 ] appeared first on Trickbd.com. |
নিয়ে নিন একটি দারুন অ্যান্ড্রয়েড action গেম Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুন অ্যান্ড্রয়েড গেম । গেম টির নাম critical action gun strike ops। গেম টি এক কথায় অসাধারণ । বিশেষ করে যারা action গেম পছন্দ করেন তাদের জন্য গেম টি helpful । তো চলুন কিছু তথ্য জেনে নিই । Name : critical action gun strike opsstyle : battleground type: offline playstore rating : 4.4 personal rating: 5 size : 59 mb device: android গেম টি অনেকটা free fire এর মতো । আপনি আকাশ থেকে নামবেন , battleground এ বিভিন্ন ধরনের গান আছে । আপনি গান সংগ্রহ করবেন এবং যুদ্ধ করবেন । আপনার সাথে আপনার squad থাকবে । আপনাকে বিভিন্ন ধরনের মিশন দেওয়া হবে এবং সেগুলো পুরণ করতে হবে । গেম টির গ্রাফিক্স একদম চমৎকার । তো আমি আর কথা বাড়াবো না । আপনি ডাউনলোড করুন এবং গেম টি উপভোগ করুন । চলুন কিছু screenshot দেখে নেয়া যাক তাই দেরি না করে তাড়াতাড়ি আমার দেওয়া ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ফেলুন download কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান। আর প্লিজ যদি এই পোস্টটি আপ্নার একটু হলেও উপকারে আসে, তাহলে প্রতিদান হিসেবে দয়া করে আমার youtube channel টা subscribe kore দিন। তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ । The post নিয়ে নিন একটি দারুন অ্যান্ড্রয়েড action গেম appeared first on Trickbd.com. |
Blogger এ বানিয়ে নিন সুন্দর একটা Safelink Generator সাইট আর দ্বিগুণ টাকা আয় করুন Posted:
Safelink Generator কি?Safelink Generator অনেকটা Url Shortener এর মত তবে এখানে একটা পার্থক্য আছে Url Shortener আপনাকে ডিরেক্ট যে লিংকটা শর্ট করেছেন ঐ লিংকে রিডাইরেক্ট করবে আর Safelink Generator আপনাকে প্রথমে ঐ ওয়েবসাইটে থাকা ১-২ টা পেইজে রিডাইরেক্ট করে তারপর ডেস্টিনেশন পেইজে নিয়ে যাবে। আর মুভি ডাউনলোড সাইটের কথা তো বলে লাভ নাই, তারা Safelink Generator এর রিডাইরেক্ট পেইজে এত পরিমাণ এডস দিবে যে আপনি কোনটা ডাউনলোড লিংক আর কোনটা এড এটাই বুঝতে পারবেন না, যার ফলে আপনি অনেক এডে ক্লিক করে ফেলবেন। ফলে ওরা অনেকগুলো ক্লিক পাবে এবং অনেক Revenue পাবে। তাছাড়া Popup এডস তো আছেই। Safelink Generator সাইটে কি Adsense এড ব্যবহার করা যায়?হুম যায়। তবে না করাটা ভালো। কারন Safelink Generator সাইটে ডিরেক্ট ট্রাফিক আসে যার কারনে Invalid Traffic সমস্যা হতে পারে। তাছাড়া Safelink Generator সাইটে আপনি ডিরেক্ট Adsense এপ্রুভাল পাবেন না। আপনাকে আগে অন্য কন্টেন্ট দিয়ে ডোমেইন এপ্রুভ করিয়ে নিতে হবে। Blogger এ কিভাবে Safelink Generator বানাবেন?এটা বানানো খুবই সহজ। ব্যস আপনার Safelink সাইট হয়ে গেলো। তবে এখনই Safelink কাজ করবে না। কারন সাইটে কোন পোস্ট নেই। এবার আপনার ইচ্ছামত ১-২ টা পোস্ট করুন। তারপর লিংক জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। The post Blogger এ বানিয়ে নিন সুন্দর একটা Safelink Generator সাইট আর দ্বিগুণ টাকা আয় করুন appeared first on Trickbd.com. |
Tryhackme-একেবারে নতুনদের জন্য presecurity Posted: 12 Jul 2021 10:20 AM PDT আসসালামুআলাইকুম। Tryhackme recently নতুনদের বা যাদের সাইবার সিকিউরিটির সম্পর্কে কোনো ধারণা নেই তাদের জন্য বিশেষ করে, pre-security নামে নতুন learning path রিলিজ করেছে।এই path টি নতুন যাদের সিকিউরিটি ও penetration testing শিখতে চায় তাদের জন্য ভালো হাতেখড়ি কোর্স ও হতে পারে। আজ আমি আপনাদের কাছে সেই path এর রিভিউ করবো। Path, module,lesson কি?: অনেকেই হয়তবা জানেন না তাদের জন্য বলছি , সাধারণত অনলাইন কোর্স enroll করার ওয়েবসিতে গুলোতে কিছু path, module, room থাকে । Path বলতে চলার রাস্তা বললেই ভালো বোঝা যায়। আপনি কোন রাস্তা বা সেক্টর এর কোর্স করবেন সেটা। একটি পাথ আবার অনেকগুলো মডিউল দিয়ে structured।আবার প্রতিটি এমডুলে কিছু না কিছু Lesson থাকে| আপনি চাইলে মডিউল সিলেক্ট করে শিখতে পারেন বা path সিলেক্ট করে শিখতে পারেন। তবে সবগুলো learning সাইট এ একরকম সিস্টেম থাকে না । Tryhackme তে রুম গুলোই মডিউল। কি কি থাকছে presecurity তে?: নেটওয়ার্কিং বেসিক থেকে শুরু করে ১৫ টি রুম এ রয়েছে _ইন্টারনেট কিভাবে কাজ করে, OSI model and : Windows fundamentals: উইন্ডোজ এর বেসিক সিকিউরিটি। কম্পিউটার ম্যানেজমেন্ট অ্যান্ড কনফিগারেশন। ফাইল সিস্টেম কনফিগারেশন, রিসোর্সেস, প্রসেস মানাগমেন্ট, regedit ইত্যাদি। Linux basics : এই topic টি সব থেকে মজার। বিভিন্ন লিনাক্স কমান্ড ও ফাইল সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে। এককথায় beginners দের জন্য লিনাক্স এর পুরো গাইডলাইন। তার থেকে বড় কথা আপনার লিনাক্স ইনস্টল করে শিখতে হবে না। *আপনার ব্রাউজার থেকে একটি ubuntu os vnc /remotely চালাতে পারবেন। সেখানে তারা অনেক ভালো ভাবে ভিডিও টিউটোরিয়াল এন্ড প্রাকটিস এর সাথে প্রতিটা টপিক শিখিয়ে দিয়েছে. Penetration টেস্টিং শিখে স্কিল develop এর পাশাপাশি মার্কেটপ্লেস এ ফ্রিল্যান্সিং ও করা যায়। আপনি যদি প্রীমিয়াম user হন তবে প্রতিটি path এ সার্টিফিকেট পাবেন। (প্রিমিয়াম=$৮_$৯) মাঝে মাঝে Ticket তাদের টিকেট সিস্টেম চালু করে। সেখানে টিকেট কালেক্ট করেও প্রিমিয়াম পেতে পারেন। Join Link : https://tryhackme.com/signup?referrer=1b0b1de7ad78.
Path link: https://tryhackme.com/paths কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ The post 🔥Tryhackme-একেবারে নতুনদের জন্য presecurity appeared first on Trickbd.com. |
Posted: BIG DATA সূচনা: আজকের বিশ্বে সবচেয়ে বড় সম্পদ হলো ডাটা বা তথ্য, যা আপনার ফোনেই থাকতে পারে টেক্সট, পিডিএফ ও ইমেজ আকারে।প্রায় সব ক্লাউড স্টোরেজ সাইট ও সোসিয়াল মিডিয়া সাইট গুলো আপনাকে ফ্রিতেই তাদের স্টোরেজ ব্যাবহার করতে দেয়।কখনো ভেবে দেখেছেন এই আত্নকেন্দ্রিক বিশ্বে এই ফ্রী স্টোরেজ সুবিধা কেনো দেয়া হয়? এই ব্যাপারেই আজকে আলোচনা করবো। আশা করি শেষ পর্যন্ত পড়বেন। ডাটা: ডাটা হলো তথ্যের সমাহার। ডাটা দুপ্রকার, যথা: ১. কুয়ান্টিটেটিভ/নিউমেরিক। ২. কুয়ালিটেটিভ। কুয়ান্টিটেটিভ:যেকোনো নাম্বার এটির অন্তর্ভুক্ত।এটিও দুভাগে বিভক্ত,যথা: ১.ডিসক্রিট(দশমিক বিহীন) কুয়ালিটেটিভ:শুরুতেই বলেছিলাম এই ডাটা অনেক গুরুত্বপূর্ন।এখন সেটাই বেক্ষা করছি। আমরাজানি,ডাটা হলো তথ্যের সমাহার এবং ভালো তথ্যের সমাহার মানেই যেকোনো সিদ্ধান্ত নেয়ার জন্য পোক্ত প্রমাণ যা আপনাকে সিদ্ধান্ত নিতে বা কোনো সমস্যার সমাধানে সাহায্য করে। বুঝেন নাই?আরো সহজ করে বলছি।ধরেন আপনি আমার শহর, মানে কক্সবাজার আসবেন ও আপনার একটি রুম লাগবে যদিও আপনার বাজেট কম।তখন আপনি সাধরনত একটিই কাজ করবেন। গুগলে “lowest priced hotel room Cox’sBazar” লিখে সার্চ করবেন এবং গুগল তার বিশাল তথ্য ভান্ডার থেকে আপনাকে সবথেকে কম দামের রুমটি দেখাবে। কক্সবজার এসে হোটেলে হোটেলে ঘুরতে হলো না,ঘরে বসেই পেলেন সমাধান।এখন হয়তো বুঝতে পেরেছেন ডাটা কতটা গুরুত্বপূর্ণ। এজন্নইত বড় বড় কোম্পানি গুলো আপনাদের ফ্রী তে ডাটা জমা রাখার সুবিধা দে যাতে তারা এই ডাটা ব্যাবহার করতে পারে ও অন্য কোম্পানির কাছে বিক্রি করে বিশাল অঙ্কের টাকা উপার্জন করতে পারে। বিগ ডাটা: এর অর্থ হলো বিশাল পরিমাণে ডাটা।পৃথিবীতে তো আর একদুজন মানুষ নেই,আছে ৭০০ কোটি।তাদের মধ্যে অনেকেই এখন ইন্টারনেট ইউজার।সুতরাং এতো বেশি পরিমান AI দ্বারা বিগ ডাটা ব্যাবহার: আজকাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক হৈচৈ চলছে।যদিও বিগ ডাটা ছাড়া এটি কোনো কাজের নয়।কারণ AI হলো শুধুমাত্র একটি এনালাইজিং টুল যা বিশাল পরিমান ডাটাকে কম সময়ে এনলাইজ করে।এর একটি উদাহরন দিচ্ছি যা আমরা সচরাচর দেখে থাকি।ইউটিউব প্রায় দেখবেন আপনার সার্চ ও ক্লিক করা আপনার প্রিয় ভিডিও গুলোর সিমিলার ভিডিও আপনার টাইমলাইনে দেখানো হয়।যা প্রত্যেক ভিডিওর টাইটেল,ডেসক্রিপশন,সাউন্ড ও ভিডিও কোয়ালিটি AI দ্বারা এনালইজ করে করা হয়। এতদূর অব্দি যদি পড়ে থাকেন,তাহলে অবশ্যই আপনার ভালো লেগেছে,ভবিষ্যতে এমন পোস্ট আরো করতে চায় সে বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আর আমাকে কমেন্টে জানতে পারেন কোথাও বুঝতে সমস্যা হলে। The post [BIG DATA]গুগল ফোটোস ও বিভিন্ন ক্লাউড স্টোরেজ সাইট গুলো আমাদের ফ্রী স্টোরেজ সুবিধা দিয়ে আমাদের ইউজ করে কিভাবে কোটি কোটি টাকা উপার্জন করছে জানলে অবাক হবেন। appeared first on Trickbd.com. |
অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তার জন্য এই অ্যাপটি আপনার অবশ্যই দেখা দরকার। Posted: 12 Jul 2021 09:02 AM PDT আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ ওয়া বারাকাতুহ্। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রাহমাতে ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম দারুণ একটি অ্যান্ডয়েড ফোন সিকিউরিটি অ্যাপ। অ্যাপটির নাম হলো Phone Anti-Theft Alarm. এখানে প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিন। ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। অ্যাপটি লোডিং হওয়ার পর পরের পেজে I agree তে চাপ দিয়ে অ্যাপে প্রবেশ করুন। এবার ওপরে ডানদিকে থ্রি ডট এ ক্লিক করে অ্যাপ সেটিংস এ চলে যান। সেটিংসে Alert Tones থেকে যেকোনো একটা টোন নির্বাচন করে দিন। কেউ যদি আপনার প্যাকেট বা ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি করার চেষ্টা করে; অ্যালার্ম আপনাকে সতর্ক করে দেবে। এর আগে নিশ্চিত করুন যে, আপনার ফোনটি ফ্লিপ কভারের সাথে আবৃত হয়েছে কিনা। পাবলিক প্লেসে মোবাইল চার্জে দিয়েছেন, এটা সেট করে রাখুন। কেউ যখন আপনার মোবাইল ফোন থেকে চার্জার বিচ্ছিন্ন করবে; উচ্চ শব্দ আপনাকে সচকিত করে দেবে। Charger Removal Alert অ্যাক্টিভেট করে দিন। কেউ আপনার মোবাইল নড়াচড়া বা স্পর্শ করলে, সাথে সাথে আপনাকে সতর্ক করে দেবে। Anti-Motion এ চাপ দিয়ে অ্যাক্টিভেট করে দিন। আপনার পরিবারের কেউ মোবাইলের লক খোলার চেষ্টা করছে, লক ভুল করলেই আপনার ফোন তার ছবি তুলে নেবে। Indruder Alert অ্যাক্টিভেট করে দিন। নিচে আপনার ইমেইল টাইপ করুন। ঘর দুটিতে টিক চিহ্ন দিন। নিচে কতবার ভুল ড্রয়িং করলে আপনাকে অ্যালার্ট সহ তার ছবি তুলে নেবে; নির্ধারণ করে দিন। আপনি Show Intruders এ চাপ দিয়ে কে আপনার ফোন আনলক করতে চেষ্টা করেছে, তার ছবি দেখতে পারবেন অথবা আপনার ইমেইলে একটা মেসেজ চলে যাবে। অ্যাপটি ইনস্টল করার পর যে পাসওয়ার্ড দিয়েছেন, সেটা ছাড়া মোবাইলের অ্যালার্ম বন্ধ করতে পারবেন না। আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সেটিংসে গিয়ে। বিঃ দ্রঃ অ্যাপটি কোনোদিন আনইন্সটল করলে তার আগে এটা অফ করে দেবেন। এছাড়াও নিচের দিকে আরো একটা অ্যাপ পাবেন। আপনার মোবাইল সাইলেন্ট করা অবস্থায় খুঁজে না পেলে হাতে তালি দিয়ে অ্যালার্ম বাজাতে পারবেন। প্লে স্টোর থেকে অ্যাপ টা ইনস্টল করে সেটিংস এ গিয়ে স্টার্ট করে দিন। আমি ট্রিকবিডি তে নতুন, তাই ভুলত্রুটি হলে শুধরে দেবেন আশা করি। The post অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তার জন্য এই অ্যাপটি আপনার অবশ্যই দেখা দরকার। appeared first on Trickbd.com. |
এখন অপেরা মিনির মাধ্যমে ফেসবুক টুইটার সহ যেকোনো সাইটের ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। Posted: 12 Jul 2021 09:02 AM PDT আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ ওয়া বারাকাতুহ্। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রাহমাতে ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম, আপনাদের পরিচিত Opera Mini ব্রাউজার যার সাহায্যে আপনারা খুব সহজেই ফেসবুক, টুইটার অথবা যেকোনো সাইটের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে, চলুন শুরা করা যাক, প্রথমে যাদের অপেরা মিনি ডাউনলোড করা নেই, তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। আর যাদের ডাউনলোড করা আছে তারা আপডেট করে নিন। এরপর, ব্রাউজারটি অপেন করে নিন। আমি আপনাদেরকে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে ফেসবুকে ক্লিক করে লগ ইন করে নিন। এখন যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই পেজে যান। ভিডিওটি প্লে করুন। এখন দেখুন, এখানে Download অপশনও আছে। Download এ ক্লিক করুন। দেখুন কেমন স্পিডে ডাউনলোড হচ্ছে! আবার এখানে ক্লিক করে আপনারা ওই পেজের যেকোনো ভিডিও ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। অন্যান্য সকল সাইটেও ঠিক এভাবে ভিডিও প্লে করে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। বি: দ্র: ইউটিউব থেকে এভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন না। ভুল-ত্রুটি ক্ষমার চোখে দেখবেন আশা করি, সকলকে ধন্যবাদ। The post এখন অপেরা মিনির মাধ্যমে ফেসবুক টুইটার সহ যেকোনো সাইটের ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। appeared first on Trickbd.com. |
অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অসাধারণ গ্রাফিক্সের একটি অপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল গেম। Posted: 12 Jul 2021 09:01 AM PDT আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ ওয়া বারাকাতুহ্ আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রাহমাতে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ গ্রাফিক্সের একটি Survival Island গেম DETAILS Name: Survival Island – Island Survival Game Review: Survival Island Island Survival গেমটি মুলত অজানা এক দ্বীপে এক যুবক ও যুবতীর বেঁচে থাকার এক কাহিনী যে জায়গাটা সাগর দ্বীপে ঘেরা এবং বন্যজীবনে ভরপুর। মনে করেন, আপনি কোনও বুনো দ্বীপে আটকা পড়েছেন যেখানে আপনি ক্র্যাশ হওয়া বিমান থেকে নেমে-বেরিয়ে এসেছেন এবং সেখানে জীবনের সবচেয়ে বিপজ্জনক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, যা আপনি কখনো ভাবেননি। শুধু তা-ই নয়, আপনাকে অন্যান্য বন্য-মানুষ থেকেও নিজেকে রক্ষা করতে হবে যারা শতাব্দী ধরে দ্বীপে বাস করছে। এছাড়া আপনাকে কুমির এবং অন্যান্য বন্য প্রাণী থেকে নিজেকে রক্ষা করতে হবে। দ্বীপে পড়ে থাকা কাঠ, পাথর, আশঁ, লোহা আপনাকে সংগ্রহ করতে হবে এবং এগুলো দিয়ে কাঠ কাটার জন্য কুড়াল, পাথর ভাঙ্গার জন্য হাতুড়ি, থাকার জন্য বাসস্থান ইত্যাদি অনেক কিছু তৈরী করতে হবে। খাওয়ার জন্য আপনাকে হরিণ ও খরগোশ শিকার করে রান্না করে খেতে হবে। এছাড়া আপনি আপেলও খেতে পারবেন। নির্জন দ্বীপে বেঁচে থাকার অসাধারণ একটি অপেন ওয়ার্ল্ড গেম এটি। এখানে একটা সুন্দরী মেয়ে, যার নাম Linda, সে ছাড়া আপনার আর কোনও বন্ধু নেই। কোনও সহায়তা এবং, এমন কেউ নেই যে আপনি বিশ্বাস করতে পারেন। গেমটি খেলতে খেলতে আপনারা গেমের মাঝে নিজেকে অনুভব করবেন। গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর, চারপাশে সমুদ্র, গাছপালা, পাহাড় সব মিলে গেমটিকে অসাধারণ করে তুলেছে। Screenshotsআর দেরি না করে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এই অসাধারণ অ্যাডভেঞ্চার গেমটি। ভুল-ত্রুটি ক্ষমার চোখে দেখবেন আশা করি, সবাইকে ধন্যবাদ। The post অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অসাধারণ গ্রাফিক্সের একটি অপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল গেম। appeared first on Trickbd.com. |
কোয়ালিটি ঠিক রেখে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার সবচেয়ে সহজ ও সেরা উপায়!-(remove.bg,unlimited) Posted: ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার জন্যে অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে remove.bg কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই ওয়েবসাইটটি ব্যবহার করে আমরা আনলিমিটেড ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করে হাই কোয়ালিটিতে সেটি ডাউনলোড করতে পারিনা। এই ওয়েবসাইট থেকে একটি একাউন্ট থেকে কেবলমাত্র একটিই ফুল রেজুলেশনের ছবি ডাউনলোড করতে পারবেন কোনোরকম খরচ ছাড়া। একাধিক ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করে সেটি ডাউনলোড করতে চাইলে আপনাকে হয় একাধিক একাউন্ট ক্রিয়েট করতে হবে নয়তো অর্থ খরচ করতে হবে। তো ট্রিকবিডি যেহেতু ভিজিট করছেনই তাই আপনি তো একটু এক্সট্রা বেনেফিট পাবেনই। চলুন দেখা যাক কীভাবে কোনো রকম একাউন্ট না খুলেই এবং কোনো অর্থ খরচ না করেই কীভাবে আনলিমিটেড ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করা যায়….. ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার জন্যে প্রথমেই আপনাদেরকে remove.bg এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। এবার আপলোড ইমেজ এ ক্লিক করুন। যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করুন। এবার কয়েক সেকেন্ড সময় লাগবে আপনার ছবিটি আপলোড হতে এবং ব্যাকগ্রাউন্ড রিমোভ হতে। তারপরই আপনারা দুটি ডাউনলোড অপশন দেখতে পাবেন। বাম দিকে যে ডাউনলোড অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলে আপনার প্রদত্ত ছবিটির একটি প্রিভিউ ইমেজ দেখতে পাবেন যেটার রেজুলেশন এবং কোয়ালিটি যথেষ্ট খারাপ।অপরদিকে ডানদিকের যে ডাউনলোড এইচডি অপশনটা রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের প্রদত্ত ছবির ফুল রেজুলেশন ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ফুল রেজুলেশন ডাউনলোড করতে হলে আপনাকে একটা একাউন্ট ক্রিয়েট করতে হবে এই ওয়েবসাইটে এবং ঐ একাউন্ট দিয়ে ফ্রিতে জাস্ট একটামাত্র ছবিই আপনি ফুল রেজুলেশনে ডাউনলোড দিতে পারবেন। একাধিক ছবি ফুল রেজুলেশনে ডাউনলোড করতে হলে আপনাকে ক্রেডিট কিনতে হবে। আমরা এখানে প্রিভিউ ইমেইজটাই ডাউনলোড করব। কারণ আমরা এখানে কোনো টাকা পয়সা খরচ করতে চাইনা। প্রিভিউ ইমেজ এর সাইজ এবং রেজুলেশন টা দেখুন। চলুন এবার দেখা যাক কীভাবে এই ছবিটিকে ব্যবহার করে আমরা ফুল রেজুলেশনের এবং হাই কোয়ালিটি ছবি পেতে পারি। এর জন্যে আপনাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে সফটওয়্যারটির নাম হচ্ছে Adobe Photoshop Touch. যেটা আপনারা যেখানে সেখানে খুজে পাবেন না। তাই আমি আমার Mega Cloud Storage এ আপলোড করে এখানে লিংক দিয়ে দিলাম। App টি ওপেন করলে বিভিন্ন পারমিশন চাইবে।সিম্পলি এলাউ করবেন। এবার আমরা আমাদের প্রথমের সেই ছবিটি এই অ্যাপে import করব যেই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে চাই। Import করার জন্যে Photo Library অপশনটায় ক্লিক করুন। এবার গ্যালারি থেকে খুজে কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে Add এ ক্লিক করুন। App এর মধ্যে ছবিটি ইম্পোর্ট করা হয়ে গেলে এবার আমাদেরকে এই ছবিটির Height and Width জানতে হবে।সেটা জানার জন্যে & এই চিহ্নটিতে ক্লিক করুন। এবার ইমেজ সাইজে ক্লিক করুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটির Height হচ্ছে ১৫৩৫ এবং Width হচ্ছে ২০৪৮. এই দুইটা সংখ্যার মধ্যে যেকোন একটা মনে রাখুন।আমি এখানে হাইট = ১৫৩৫ এটা মনে রাখলাম।এবার ওকে তে ক্লিক করুন। এবার একটু আগে আমরা remove.bg থেকে যে প্রিভিউ ইমেজটা ডাউনলোড করছি সেই ইমেজটা এখানে ইম্পোর্ট করব। সেটি করার জন্যে চিহ্নিত আইকনে ক্লিক করুন। এবার প্লাস সিম্বলটিতে ক্লিক করুন।
ক্লিক অন ফটো লেয়ার। ফটো লাইব্রেরি তে ক্লিক করুন। প্রথমে যেই ফোল্ডার থেকে হাই রেজুলেশনের ছবিটি ইম্পোর্ট করেছিলেন ডিরেক্ট সেই ফোল্ডারে চলে আসবেন।অন্যান্য ফোল্ডারে যাওয়ার জন্যে ব্যাক সিম্বলটায় ক্লিক করুন। remove.bg থেকে প্রিভিউ ইমেজটা যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটি ওপেন করুন।ডাউনলোড ডিরেক্টরি চেঞ্জ করে না থাকলে সেটা সাধারণ ভাবে Download ফোল্ডারে সেভ হওয়ার কথা। এবার সেই প্রিভিউ ইমেজটি সিলেক্ট করে Add করুন। এখন আমরা দেখতে পাচ্ছি ছবিটি খুব ছোট আকারে এখানে ইম্পোর্ট হয়েছে।কারণ হচ্ছে এই ছবিটির সাইজটাই ছোট।আমাদেরকে এর সাইজ পরিবর্তন করে অরিজিনাল ছবিটির সাথে মার্জ করতে হবে।সাইজ পরিবর্তন করার জন্যে চিহ্নিত সিম্বলটিতে ক্লিক করুন। এই ছবিটির Height হচ্ছে শুধু ৪৩২. তখন আমি অরিজিনাল ছিবিটির Height টা মনে রেখেছিলাম। সেটি ছিল ১৫৩৫. এবার এই ছবিটির Height আমরা পরিবর্তন করে ১৫৩৫ করে দিব যাতে অরিজিনাল ছবিটির সাথে মিশে যায়।(এক্ষেত্রে আপনি চাইলে Width টা মনে রেখে সেটা চেঞ্জ করেও মার্জ করতে পারতেন।যেকোন একটা পরিবর্তন করলেই হবে।) সাইজ পরিবর্তন করার পর আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ ইমেজটি অরিজিনাল ইমেজটির সাথে পুরোপুরিভাবে মিলে গেছে।এবার চিহ্নিত টিক চিহ্নটিতে ক্লিক করুন। এবার আমরা প্রিভিউ ইমেজটির পিক্সেল গুলোকে আলাদাভাবে সিলেক্ট করব।সেটা করার জন্যে নিচের চিহ্নিত আইকনে ক্লিক করুন। এবার সিলেক্ট পিক্সেল এ ক্লিক করতে হবে। এখানে আমরা রিমোভ.বিজি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রিভিউ ইমেজটার চারপাশে আলাদা একটা দাগ দেখতে পাব যেটা সাধারণত কম্পিউটারে আপনারা দেখে থাকেন। এবার আমাদের কাজ হচ্ছে যেই পিক্সেলগুলিকে আমরা সিলেক্ট করেছি শুধুমাত্র ঐ পিক্সেলের সাথে অরিজিনাল ছবির কমন অংশটুকু কেটে নেয়া।সেটি করার জন্যে আমরা চিহ্নিত লেয়ার আইকনটিতে ক্লিক করব। এবার লক্ষ্য করুন উপরের ছবিটির চারপাশে কিছুটা সাদা হয়ে আছে।অর্থাৎ এখানে সেই লো কোয়ালিটির ইমেজটা সিলেক্ট হয়ে আছে।আমরা যেহেতু এখন অরিজিনাল ইমেজটা নিয়ে কাজ করব তাই এখানে নিচের ইমেজটিতে ক্লিক করতে হবে।খেয়াল রাখবেন ছোট সার্কেলের মধ্যে থাকা সাদা ডট চিহ্নটার কথা বলিনি কিন্তু।ছোট সার্কেল বাদে বাকী জায়গায় ক্লিক করতে হবে। নিচের অরিজিনাল ছবিটি সিলেক্ট হলে সেটার চারপাশটা তুলনামূলক কিছুটা সাদা দেখতে পাবেন।এবার আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার সিলেক্টেড অংশটুকুকে আলাদা করে নেয়ার জন্যে লেয়ার ফ্রম সিলেকশন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবার ডান এ ক্লিক করবেন। তো এখন আমাদের এই প্রোজেক্টে কিন্তু তিনটা ছবি আছে। একেবারে উপরের ছবিটি হচ্ছে সেই শুরুর লো কোয়ালিটির ছবিটি যেটা আমরা remove.bg ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি।একেবারে শেষের ছবিটি হচ্ছে সেই ছবিটা যেটা আমরা Adobe Photoshop Touch অ্যাপে সর্বপ্রথম ইম্পোর্ট করেছি অর্থাৎ আমাদের অরিজিনাল ছবিটি এবং এখানে মাঝখানের ছবিটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ছিবিটি যেটার জন্যে আমরা এত কিছু করলাম। আমাদের উদ্দেশ্যে ছিল শুধুমাত্র মেইন অবজেক্ট রেখে বাকীসব রিমোভ করা।সেই কাজটা কিন্তু আমরা করে ফেলেছি। তাই মাঝখানের ছবিটি রেখে বাকী দুইটা আনসিলেক্ট করে দিতে হবে।এবার কিন্তু আনসিলেক্ট করার জন্যে সার্কেলের ভেতরের ডট টিকে মুছে দিতে হবে।ছবির উপর ক্লিক করে নয় কিন্তু। ডান!! আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে গেছি। এবার এটাকে গ্যালারিতে সেভ করার পালা। সেভ করার জন্যে প্রথমে ডান এ ক্লিক করুন। এবার সেভ এ ক্লিক করুন। সেভ এ ক্লিক করার মাধ্যমে ছবিটি এই অ্যাপের মধ্যে সেভ হয়েছে।এখনো গ্যালারিতে সেভ হয়নি কিন্তু।গ্যালারিতে সেভ করার জন্যে চিহ্নিত শেয়ার আইকনে ক্লিক করুন। এখন সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করুন। এবার ছবিটিতে ক্লিক করে Ok করলেই সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারির PS CC নামক ফোল্ডারে আপনারা ছবিটি খুজে পাবেন। এবার এই ছবিটির সাইজ এবং রেজুলেশন দেখুন। পোস্ট টা আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলার জন্যে বড় হয়েছে।বড় পোস্ট দেখে ঝামেলাপূর্ণ মনে হতে পারে।মনোযোগ দিয়ে যদি পড়ে থাকেন তাহলে কাজটা নিজে করার সময় কোনো ঝামেলা মনে হবেনা আশা করি। এতক্ষণ ধৈর্যের সাথে সম্পূর্ণ পোস্ট টা পড়ার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
The post কোয়ালিটি ঠিক রেখে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার সবচেয়ে সহজ ও সেরা উপায়!-(remove.bg,unlimited) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments