Search box..

[Hot] গ্রামীণ নাম্বারে Bkash থেকে মোবাইল রিচার্জ করে নিন ৫০০ টাকার দারাজ শপিং ভাউচার।

[Hot] গ্রামীণ নাম্বারে Bkash থেকে মোবাইল রিচার্জ করে নিন ৫০০ টাকার দারাজ শপিং ভাউচার।


[Hot] গ্রামীণ নাম্বারে Bkash থেকে মোবাইল রিচার্জ করে নিন ৫০০ টাকার দারাজ শপিং ভাউচার।

Posted:


গ্রামীণফোন প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে ২০৯ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলেই প্রতি মিনিটের প্রথম বিকাশ গ্রাহক পাচ্ছেন ৫০০ টাকার দারাজ শপিং ভাউচার, সাথে ১ পয়সা/সেকেন্ড কলরেট; (মেয়াদ- ৬০ দিন) অফার চলা অফার চলাকালীন মোট ১,৪৪০ জন বিকাশ গ্রাহককে দারাজ শপিং ভাউচার দেওয়া হবে

মোবাইল রিচার্জ করতে হবে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অফারটি চলবে ১৮ জুলাই, ২০২১ পর্যন্ত

বিকাশ গ্রাহকেরা বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে গ্রামীণফোনের প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে মোবাইল রিচার্জ বিকাশ করে অফারটি নিতে পারবেন কিন্তু Skitto গ্রাহক এর জন্য অফারটি প্রযোজ্য নয়

শর্তাবলীঃ

  • ভাউচারটির মেয়াদ ১৩ আগস্ট ২০২১ পর্যন্ত
  • ভাউচারটি কার্যকর করতে দারাজে অন্ততপক্ষে ৫০১ টাকার শপিং করতে হবে
  • ভাউচার অফার শেষ হওয়ার পরবর্তী ১ কর্মদিবসের মধ্যেই দারাজ শপিং ভাউচার গ্রাহককে এসএমএস এর মাধ্যমে দেওয়া হবে
  • ভাউচার অফারটি দারাজের ডিজিটাল পণ্য, শিশুদের খাবার ও পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] গ্রামীণ নাম্বারে Bkash থেকে মোবাইল রিচার্জ করে নিন ৫০০ টাকার দারাজ শপিং ভাউচার। appeared first on Trickbd.com.

বাংলালিংক ইউজাররা ফ্রিতে নিয়ে এক জিবি যত খুশি ততবার!

Posted:

প্রথমেই আমি আপনাদেরকে আমার ব্যালেন্স দেখিয়ে নিচ্ছি । দেখতেই পারছেন ব্যালেন্স একদম ফাঁকা কোন টাকা পয়সা নাই গরিবের 😛

 

 যেভাবে এক জিবি একদম ফ্রিতে নিবেন

প্রথমেই চলে যান MyBL এপে এবং 1 gb লিখে সার্চ করুন । তারপর একদম নিচে দেখতে পারবেন 1 GB Reference bonus ঐটায় ক্লিক করুন ।

 

দেখতেই পারছেন buy with mobile balance সিলেক্ট করলেও শুন্য টাকাই দেখাচ্ছে ।
লুফে নিন ব্রো 😉

 

এই দেখেন প্রুফ

কিছু ইনফরমশন ঃ

এই অফারটি কতক্ষণ থাকবে বলা যায় না তাই ইউজ করে ফেলুন ।
অফারটি ২ মিনিট পর পর নিতে পারবেন…

এভাবে আনলিমিটেড নিতে থাকেন

কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান

ফটো দিয়া ধন্য করেছেনঃ Nahid Hasan Bulbul

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★ Make Windows 10 Taskbar Like Windows 11 – উইন্ডোজ ১১ এর মতো উইন্ডোজ ১০ এর টাস্কবার করে ফেলুন!

★★এক ক্লিকেই ফেসবুক গ্রুপে আপনার সকল ফ্রেন্ডকে ইনভাইট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★এক ক্লিকেই ফেসবুক গ্রুপের সব পোস্ট ডিলিট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 🥳

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে 

The post বাংলালিংক ইউজাররা ফ্রিতে নিয়ে এক জিবি যত খুশি ততবার! appeared first on Trickbd.com.

Positive Thinking কিভাবে কাজ করে ….? Positive Thinking কি সত্যিই কাজে আসে

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Positive Thinking কিভাবে কাজ করে ….?

দ্যা পাওয়ার অব পজিটিভ থিংকিং বইয়ের লেখক Norman Vincent Peale গাইড পোস্ট নামে একটা ম্যাগাজিন পরিচালনা করতেন। তো একসময় গাইড পোস্টে ভীষণ খারাপ সময়ে এসে দাঁড়ায়। তখন তাদের সাবস্ক্রাইব সংখ্যা দিন দিন কমে যাচ্ছিল। তো এরকম সময় অথর সে কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের এক জায়গায় করে একটা মিটিং অ্যারেঞ্জ করেন।

এবং সেই মিটিংয়ে সবাইকে একটাই কাজ দেওয়া হয়। এটা কল্পনা করা গাইড পোস্ট সাবস্ক্রাইবার সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সময় কোম্পানিকে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তাতে এমপ্লয়ীদের এটা ভাবতে পারি ভীষণ কষ্টকর মনে হচ্ছিল। যে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু তবু তারা যখন জোর দিয়ে সেটা ভাবতে থাকে বেশ কিছুক্ষণ ধরে।

তখন তাদের মাথায় বিভিন্ন রকম আইডির আসতে শুরু করে। কেউ কভার পেজটাকে রিডিজাইন করার কথা বলে। কেউ আর্টিকেলগুলো কে অন্যভাবে সাজানোর কথা বলে। তো এই আইডিয়াগুলো যখন ইমপ্লিমেন্ট করা হয় তারপর দেখা যায় সত্যি সত্যি গাইড পোষ্টের সাবস্ক্রাইব সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে।

ঠিক এরকমই ধরুন আপনি কোন নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছেন তো জয়েন করার আগেই যদি আপনার মাথায় এই ধরনের চিন্তাভাবনা ঘুরে।যে আমি ওখানে গিয়ে খাপ খাওয়াতে পারব না। আমার সাথে তো কারোর পটে না। আমার দ্বারা হবে না। এই ধরনের চিন্তাভাবনা যদি করে তাহলে আপনি সেখানে জয়েন করার পর আপনার কোন কলিগের যদি একটু অন্যরকম বাজে ব্যবহার হয়।

তাহলে সেইগুলোই আপনার বেশি বেশি করে চোখে পড়বে। আপনার মনে হবে দেখেছো আমি তো সত্যি ভাবছিলাম সেটাই তো হচ্ছে। তাহলে আপনি যদি এর ঠিক উল্টোটা ভাবেন আমি যেখানেই যাই না কেন আমি ঠিক খাপ খাইয়ে নেব। আমার সাথে সবাই ঠিকঠাক মিল চাল হয়ে যাবে।

তখন আপনি যখন জয়েন করবেন। তখন আপনার কলিংবেল বন্ধুত্বপূর্ণ দিয়ে স্বভাবগুলো সেগুলো আপনার বেশি করে চোখে পড়বে। আর সেটাই তখন আপনার রিয়েলিটিটাকে বদলে দেবে। তো সবার আগে তো আপনাকে নিজের উপর বিশ্বাস করতে হবে। যে হে আপনি যেটা চাই সেটা সম্ভব। 1.Believe in Yourself

আমি যখন ভিডিও কনফারেন্সে বিভিন্ন লোকের সাথে কথা বলি। তখন তাদের মধ্যে অনেকেই আমাকে বলে ভাই আমাকে কেউ পছন্দ করে না। আমি কি করবো। তো আমি তাদেরকে একটাই প্রশ্ন করি যে ঠিক আছে অন্যরা আপনাকে পছন্দ করে না কিন্তু আপনি কি অন্যদের পছন্দ করে। একবার ভেবে দেখুন যদি আপনি অন্যদের পছন্দ না করেন তাহলে তারা কেন আপনাকে পছন্দ করবে।

যে মানুষটা আপনাকে পছন্দ করে না আপনি কি তাকে পছন্দ করে। তাহলে ঠিক সেম জিনিসটাই তো অন্যদের ক্ষেত্রেও। হে এবার আপনি যদি কাউকে পছন্দ করেন তাহলে সেও যে আপনাকে পছন্দ করবে এটা কিন্তু গ্যারান্টি না। কিন্তু আপনি যদি তাকে পছন্দ করেন তাহলে তারও আপনাকে পছন্দ করার সম্ভাবনা টা অনেকটা বেড়ে যায়।

কিন্তু আপনি যদি তাকে অপছন্দ করেন তাহলে তারও আপনাকে অপছন্দ করার সম্ভাবনা বেড়ে যায়। তাই আপনি যদি চান অন্যরা আপনাকে পছন্দ করুক তাহলে তার একটাই উপায় সবার আগে আপনাকে শিখতে হবে অন্যদেরকে পছন্দ করা। আপনি যদি অন্য কাউকে পছন্দ করেন অন্যদেরকে নিয়ে ভাবেন তাদের ভাল-মন্দ জিজ্ঞাসা করেন তাহলে তারাও আপনার সাথে একি রকম ব্যবহার করবে।

ঠিক নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তো আপনি যেমন ব্যবহার করবেন আপনিও কিন্তু রিটার্নে সবার কাছ থেকে ঠিক সেইম ব্যবহার টাই পাবেন। 2. Caring About Others Will Make Them Care About You

একটা সিচুয়েশন কল্পনা করুন একটা মরুভূমির মধ্যে দিয়ে অনেক ঘণ্টা ধরে হাঁটার পরে দুজন মানুষ দুজনেই অর্ধেক পানি আছে এমন দুটো গ্লাস দেখতে পেলেন। তো প্রথম জন এই গ্লাসটি দেখে বলল হে আল্লাহ আমার ভাগ্য কি খারাপ এত কষ্ট করে এত জল তেষ্টা পেয়েছে আমার আর সেই সময় আমি একটা গ্লাস পেলাম তাও নাকি অর্ধেক খালি।

আর অন্যজন বলছে হে আল্লাহ সত্যিই আমার ভাগ্যটা কি ভালো এই মরুভূমির মধ্যেও এত জল তেষ্টা পেয়েছে আমার ঠিক সেই সময়ই আমি একটা গ্লাস পেলাম যেটা কিনা অর্ধেক ভর্তি। তো ভালো করে লক্ষ্য করুন দুজনেরই সিচুয়েশন কিন্তু একদম এক। কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গি তাদের মতে কারো ভাগ্য ভালো করে দিচ্ছে তো কারো ভাগ্য খারাপ করে দিচ্ছে।

তো আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু আপনার বাস্তবটাকে সেপআপ করে। আপনি যেরকম ভাবে ভাববেন আপনার বাস্তবটা ও কিন্তু সেরকম ভাবেই তৈরি হবে। আপনি যদি বেশিরভাগই পেসিমিস্টিক চিন্তাভাবনা করেন। তাহলে আপনার সব সময় মনে হবে যে আপনার ভাগ্যটা খারাপ আর আপনি যদি অপটিমিস্টিক চিন্তাভাবনা করেন তাহলে সব সময় আপনার মনে হবে যে আপনার ভাগ্যটা ভালো।

তো আপনার ভাগ্য ভাল বা খারাপ হওয়া এটা কিন্তু আপনার হাতেই আলটিমেটলি আপনার চিন্তা ভাবনার হাতে। তো আপনার চিন্তা ভাবনা বদলে কিন্তু আপনি নিজের ভাগ্য বদলে ফেলতে পারে। 3. Your Thinking Shape Up Your Reality

তো এই পুরো আর্টিকেলটি যদি আমি এক লাইনে সামআপ করি। তো আপনি যদি একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে চান তাহলে তার জন্য আপনার ফাস্ট স্টেপ হলো Accept What is অর্থাৎ যেটা আপনার কাছে আছে যতটুকু আছে সেটাকে আগে আনন্দের সহিত গ্রহন করা এবং তারপর ইমপ্রুভ করার চেষ্টা করা।

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post Positive Thinking কিভাবে কাজ করে ….? Positive Thinking কি সত্যিই কাজে আসে appeared first on Trickbd.com.

মোবাইলের রেডিয়েশন কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর?

Posted:

মোবাইল আমাদের জীবনের একটি অংশ। আমরা প্রত্যেকেই কমবেশি স্মার্টফোন ব্যবহার করে থাকি। এই স্মার্টফোন ব্যবহার করার সময় আমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে স্মার্টফোনের রেডিয়েশন আসলে কতটা ক্ষতিকর বা আদৌ ক্ষতিকর কিনা। অনেকে মনে করে স্মার্টফোনের রেডিয়েশন মানুষের ব্রেইন ক্যান্সার এবং ব্রেইন টিউমারের সৃষ্টি করে। প্রত্যেকটি স্মার্টফোনের রেডিয়েশন লিমিট করে দেওয়া হয় যাকে SAR(specific absorption rate) value বলে। এই লিমিট প্রত্যেকটি স্মার্টফোনে করে দেওয়া হয়।

যেহেতু এই রেডিয়েশন লিমিট করে দেওয়া হয় তাই অনেকেই এই রেডিয়েশনকে ক্ষতিকারক মনে করে। আসলে এটা মোটেও ক্ষতিকর নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর উপর বেশ কিছু study করেছে এবং বর্তমানে কিছু study চালিয়ে যাচ্ছে। তারা ঘোষণা দিয়েছিল যে স্মার্টফোনের রেডিয়েশন আমাদের শরীরের উপর কোনো প্রভাব ফেলে না। এখন আমরা এই জিনিসটা কিভাবে বুঝব যে এটি ব্রেইন ক্যান্সারের জন্য দায়ী নয়? এটি বুঝার জন্য আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে।

তোমরা খেয়াল করলে দেখবে যে সিগারেটের ব্যবহার অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং এটির ব্যবহার বাড়ার সাথে সাথে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে। অন্যদিকে সেই ১৯৯০ সাল থেকে মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়েছে এবং এটির ব্যবহার বাড়ার সাথে সাথে কিন্তু ব্রেইন টিউমারে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে না। অর্থাৎ এটি স্বাভাবিক রয়েছে। এই ব্যাপারটা না হয় বুঝলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন মোবাইলের রেডিয়েশন আমাদের শরীরের কেনো ক্ষতি করে না?

এটি বুঝতে হলে আগে রেডিয়েশন সম্পর্কে বুঝতে হবে। রেডিয়েশন দুই প্রকার। ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা Non Ionizing রেডিয়েশন এবং নিউক্লিয়ার রেডিয়েশন বা Ionizing রেডিয়েশন। মোবাইলের রেডিয়েশন হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমরা প্রতিনিয়ত ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন দ্বারা exposed হয়ে থাকি। উদারণ স্বরূপ টিবি, রেডিও, মাইক্রোওভেন ইত্যাদি।

ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর Wavelength অনেক লম্বা হয় এবং এর এনার্জি অনেক কম থাকে। তাই এটি যখন কোনো এটমে হিট করে তখন এটমে সামান্য কম্পন সৃষ্টি হয় কিন্তু এর ভিতরের ইলেকট্রন বাইরে বের হয়ে আসতে পারে না। অন্যদিকে নিউক্লিয়ার রেডিয়েশন এর Wavelength অনেক চিকন হয় কিন্তু এর এনার্জি অনেক বেশি থাকে। তাই এটি কোনো এটমে হিট করলে এটম এর ভিতরের ইলেকট্রন কম্পনের ফলে ছিটকে বাইরে বেরিয়ে আসে এবং এটম Ionized হয়ে যায়।

এই রকমের রেডিয়েশন আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা X ray তে যে রেডিয়েশন দেখি তা হলো Ionizing রেডিয়েশন। গামা রশ্মিও হলো Ionizing রেডিয়েশন। Non Ionizing রেডিয়েশন আমাদের শরীরের জন্য তেমন একটা ক্ষতিকর না। কারণ এটা এটম এর ইলেকট্রনকে বাইরে ছিটকে বের করতে পারে না। আবার অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে মোবাইলের ব্যবহার তো recently শুরু হয়েছে মানে সেই ১৯৯০ সালে। এই অল্প সময়ে ব্রেইন টিউমার হয় না। এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন।

এই বিষয় নিয়েও বিশ্ব সাস্থ্য সংস্থা গবেষণা করছে এইটা বোঝার জন্য যে long term মোবাইল ব্যবহারের কারণে এই ধরনের রোগ হয় কিনা। তবে এর সম্ভাবনা খুবই কম। আশাকরি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ যে কেন মোবাইলের রেডিয়েশন আমাদের শরীরের কোনো ক্ষতি করে না। তোমরা বিশ্ব সাস্থ্য সংস্থা বা World Health Organization(WHO) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবে।

তো বন্ধুরা দেখা হবে পরবর্তী অন্য কোন টিউনে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের টিউন এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো।

The post মোবাইলের রেডিয়েশন কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর? appeared first on Trickbd.com.

The King Of Fighters একটি অসাধারণ Action Game রিভিউ

Posted:

Game Review



DETAILS

Name:The King Of Fighters
Download: 10M
Genre:Action, Multi Player, Offline, Adventure
Language: English
Price: Free
Rating: 3.9/5
Size:84+2048Mb


DOWNLOAD LINK

The King Of Fighters

টাইম পাস করার জন্য বেস্ট একটি গেইম বলে মনে করি এটি। এর একশন, মারামারি এবং কাহিনী সবগুলো জোশ। অনেকদিন পর বড় সাইজের একটি গেইম খেললাম। প্লে স্টোরে এর সাইজ ৮৪ এমবি হলেও ডাউনলোড এর পর এটি আপনার থেকে ২ জিবি কেড়ে নিবে তবে চাইলে আপনি স্টোরি এর উপর ভাগ ভাগ করে ১৫০,২০০ এমবি এইভাবে ডাউনলোড করে খেলতে পারেন। আমি একসাথে সব ফাইল donwload দেইনি এবং কিছু লেভেল খেলার পর এটি অটোমেটিক ডাউনলোড হয়। চাইলে সব ফাইল একসাথে ও ডাউনলোড করা যায়।

GAME MODES

গেমটি হচ্ছে স্টোরি মোড এর মধ্যে, গেইমের কাহিনীর সঙ্গে সঙ্গে এর লেভেল কন্টিনিউ হবে এবং সাথে সাথে কেরেক্টার ইমপ্রুভ হবে।

CONTROLS

এখানে কন্ট্রোল এর তেমন কিছু নেই শুধু যেসকল বাটন আছে সেগুলোতে ক্লিক দিবে এবং গেমটি এর মধ্যে ডানে বামে সামনে পেছনে যাওয়ার অপশন থাকছে এবং কি করতে হবে নিজে নিজেই বুজবেন।

GAME GRAPHICS

গেইমটির গ্রাফিক্স গুলো একদম প্র লেভেলের। ২ডি হলেও খেলে অনেক মজা পাইসি। কিছুটা কার্টুন কার্টুন ভাব আছে এবং ডিজাইন গুলো আর সাউন্ড এফেক্ট খুব একশন ফিল দেয়।

GAME UI

এর Ui থেকে শুরু করে সবকিছু ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়েছে আমার কাছে। তবে ইন্টারনেট কানেকশন একটু বেশি প্রয়োজন হয় তাই লোডিং এর টাইম আমার কাছে বিরক্তিকর লেগেছে।

PROS & CONS

এই গেইম টি খেলে কোনো সমস্যা পাইনি। সব কিছু ঠিক আছে আমার ফোনে ৬০ FPS এ চলছিল হয়ত ফোনের FPS বাড়ালে আরো বেশি ফ্রেম রেইট পেতাম। আমার ডিভাইসে কোন lag ছাড়াই চলেছে,হয়ত এটি অন্যান্য ডিভাইসে ভালই কাজ করবে।

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: DotOs


SCREENSHOTS

The post The King Of Fighters একটি অসাধারণ Action Game রিভিউ appeared first on Trickbd.com.

��খুব সহজে বানিয়ে ফেলুন নিজের টেলিগ্রাম মিরর বট।

Posted: 16 Jul 2021 09:20 AM PDT

আসসালামুআলাইকুম।

আজ আমি আপনাদের শেখাবো কিভাবে telegram এ খুব সহজে যেকোনো ফাইল ডাউনলোড করার মিরর bot তৈরি করবেন।
আমাদের সবাইরে তো নানা ফাইল , কোর্স , torrent ডাউনলোড করা লাগে। তবে বেশিরভাগ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রা ডাউনলোড স্পীড আসল স্পীড থেকে  ১০% দিয়ে থাকে। আবার টরেন্ট ফাইল এ স্পীড পাওয়ায় যায় না।  এর জন্য আমাদের এই মিরর বট আমাদের ফাইল গুলো ড্রাইভ এ আপলোড করে লিংক দিবে। আর আপনারা তা জানেন ই গুগোল ড্রাইভ এর ডাউনলোড স্পীড কেমন।

এই টিউটোরিয়াল টি বোঝানোর সুবিধার্তে 3 পার্ট গুছিয়ে নিয়েছি | আজকে দেখাবো কিভাবে গুগল ড্রাইভ এ আনলিমিটেড স্টোরেজ নিবেন এবং cloudfare drive index তৈরি করবেন।


First things fist,আমরা একটা নতুন গুগল একাউন্ট করে নিবো। কারণ আমাদের গুগল ড্রাইভ এবং কনসোলে এর কিছু access দিতে হবে।

Unlimited ড্রাইভ স্টোরেজ নেয়াটা অনেক সহজ। এই সাইটে= hackgence গিয়ে শুধু gmail আর একটা ইউনিভার্সিটিতে সিলেক্ট করে সাবমিট করলেই গুগল ড্রাইভ এ একটি shared ড্রাইভ অ্যাড হবে। এটা নিয়ে ট্রিকবিডিতে আগেও পোস্ট আছে। তাছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি এই সার্ভিসটি পেতে পারেন।

এরপর গুগল ড্রাইভ এর shared ড্রাইভ folder এ গিয়ে লিঙ্ক এর দেখানো অংশটা নোটপ্যাড এ কপি করে রাখুন।—-(1)

এই gitlab repo থেকে স্ক্রীনশট এ দেয়া এই লিঙ্ক এ যান এবং gmail দিয়ে লগইন করুন। ( গুগল ড্রাইভ এর অ্যাকসেস চাবে)

লগইন গোয়ে গেছে একটি ড্রাইভ auth টোকেন পাবেন সেটা কপি করে নোটপ্যাড এ কপি করে রাখুন।

স্ক্রীনশট এর মত আগের tab এ ফিরে যান।এবং ড্রাইভ এর authentation token আপনার bot এর নাম এবং directory তে (1) এ কপি করা গুগল ড্রাইভ এর লিঙ্ক সেগমেন্ট টি পোষ্ট করে জেনারেট করুন। এবং জেনারেটেড কোড টি কপি করে নোটপ্যাড এ সেভ করে রাখুন।

এখন cloudfare এ গিয়ে একটি একাউন্ট খুলে নিন।(subdomain bot এর নাম দিতে পারেন) আর ড্যাশবোর্ড থেকে cloudfare workers এ যান।then create new workers.

কপি করা (৩) কোড টি এখানে paste করুন।

তারপর ২৩, ২৪ নম্বর লাইন থেকে files list per page, search list per page আপনার ইচ্ছামত করে দিন। (Recommanded 250)

এছাড়া edit these value টাইটেল এ দেয়া কোড টুকুর সবকিছু চেঞ্জ করতে পারবেন. লোগো,apperance , theme সাইট টাইটেল, ক্রিডিটস, কন্টাক্টস ইত্যাদি|

এডিট হয়ে গেলে save and deploy বাটন এ ক্লিক করবেন আর স্ক্রিনশট এ দেখানো লিংক তা নিজের মতো এডিট করে নিবেন. তারপর লিংক এর পাশের preview in a new tab আইকন এ ক্লিক করবেন|

এখান থেকে আপনার ইনডেক্স এর সবকিছু চেক করে নিবেন কোনো চেঞ্জ করা লাগলে আবার সেভ করে প্রিভিউ করবেন|

 এখন যেকোনো ফাইল গুগল এর শেয়ার্ড ড্রাইভ এ রেখে দেখেন এখানে দেখাচ্ছে|

cloudfare ড্রাইভ ইনডেক্স বানানো শেষ|

আজ এই পর্যন্তই| নোটপ্যাড এর টেক্সট ফাইল টি সেভ করে রাখেন পরে কাজে লাগবে| নেক্সট পার্ট এ আমরা telegram api টোকেন, গুগল কনসোল  এর credential.json, এবং github repo নিয়ে কাজ করবো|2nd পার্ট টি fastদেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ|আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন| আমি সবার কমেন্ট এর ইনস্ট্যান্ট reply দেয়ার চেষ্টা করবো|সবাই ভালো থাকবেন| কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন| ধন্যবাদ|

The post 🔥খুব সহজে বানিয়ে ফেলুন নিজের টেলিগ্রাম মিরর বট। appeared first on Trickbd.com.

[Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন।

Posted:

ঈদ উপলক্ষ্যে বিকাশের মাধ্যমে DARAZ থেকে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ৩০০ টাকা এবং পুরো ক্যাম্পেইন জুড়ে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

যাদের দারাজ একাউন্ট নেই তারা আগে একাউন্ট খুলে নিবেন তার পর এখানে ঢুকেন
নিচের যে কোনো এক স্থানে ক্লিক করেন।

তার পর যে নাম্বারে মোবাইল রিচার্জ করবে তা দিয়ে দিন।

এখন টাকা পরিমাণ দিয়ে দিন।

তার পর এখানে ক্লিক করুন।

তার পর দারাজ এ আপনার বিকাশ একাউন্ট যোগ করে নিন। আমার করা আছে তাই আর লাগলো না।

তার পর আপনার বিকাশ একাউন্ট এর পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করে নিন।

তার পর পেমেন্ট সম্পর্ণ হলে সাথে সাথে ১০% ক্যাশব্যাক পেয়ে যাবেন।

  • অফারটি চলবে ২০ জুলাই, ২০২১ পর্যন্ত।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন। appeared first on Trickbd.com.

Black Widow | Bangla Movie Review | কেমন ছিল?

Posted:

আফটার টু ইয়ার্স মার্বেল ইজ ব্যাক সেই সাথে ফেস কর এর প্রথম সিনেমা ব্ল্যাক উইডো মুক্তি পেয়ে গেছে। চিনামাটির একটি স্পয়লার ফ্রী রিভিউ নিয়ে আমাদের আজকের আয়োজন।

যে কোন সিনেমার থেকে এমসিইউ সিনেমার প্রতি আমার আপনার এক্সপেক্টেশন দশগুণ বেশি থাকে। কারণ বিগত 12 13 বছরে মার্বেল দর্শকদের মাঝে বিশেষ করে আমার মাঝে একটা ভরসার স্থান তৈরি করেছে।
জে এম সি ইউ এর ডিজাপয়েন্ট হওয়ার চান্স খুব কম থাকে। কিন্তু আমি একজন মার্বেল ফ্যান হয়েও কিছুটা আশাহত আই মিন
আই এক্সপেক্টেড এটলিস্ট সামথিং beter from it

তাই বলে যে সিনেমাটা আমার একদমই খারাপ লেগেছে এমনটা কিন্তু একদমই নয়।
সিনেমাতে দুর্দান্ত সব একশন ছিল একশন কোরিওগ্রাফি দেখার মত ছিল। বিশেষ করে হ্যান্ড কমেন্টগুলো এছাড়াও সিনেমার পিকচারিজেশন অনেক ভালোই ছিল।

আর জে একশন গুলো বিগ স্কিল এ করা হয়েছে সেখানকার ভিউ এঞ্জেল গুলো দারুন ছিল একটা পার্সোনাল মতামত দেই। সিনেমার কাটপিস সিন দেখে আমার সিক্স আন্ডারগ্রাউন্ড সিনেমার কাটছিসিং-এর একটা ফিল এসেছিল।
ছিনেমাটি সিবিলর এরপর টেক প্লেস করছে।

মুভির মেইন প্লট নিয়ে কিছু না বলাই ভালো! সিনেমায় নতুন কিছু ক্যারেক্টার যুক্ত করা হয়েছে।
যেমন রেড গার্ডিয়ান নিউ উইডো ব্ল্যাক উইডো ইত্যাদি ইত্যাদি।

সিনেমাটি বানানোর অন্যতম উদ্দেশ্য ছিল নিউ ব্ল্যাক উইডো এই ক্যারেক্টার কে ভালোভাবে ইন্ট্রোডিউস করিয়ে ভবিষ্যতের জন্য সেটাপ করা।
তার ক্যারেক্টার এর ওপর সিনেমায় বেশ ভালোভাবেই ফোকাস ছিল।
এটা মোটামুটি কনফার্ম যে আপকামিং সিরিজ এ তাকে দেখা যাবে।

যাইহোক এরপর আসে রেট গার্ডিয়ানের কথা তার ক্যারেক্টার টাও বেশ ভালো ছিল। সিনেমার মাঝে তার কিছু কমিক্যাল প্রেজেন্ট মজার ছিল।
তার ক্যারেক্টার প্রেজেন্টেশনকে মোটামুটি ভালই বলা যায়।

এবার আসি সেই কারেক্টর যেটা থেকে আমি ডিজাভ পয়েন্ট হয়েছি!
তিনি আর কেউ নন তিনি হলেন টাক্স মাস্টার তার স্ক্রীন প্রেজেন্ট বেশ কম ছিল।
এবং এছাড়াও তার ক্যারেক্টার কে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়নি বলে আমার অন্তত মনে হয়েছে।

সিনেমায় মার্বেলের ফরমেটে কিছু টুইস্ট ছিল। চিনামাটি আমাদের রিয়েল ব্ল্যাক উইডোর লাস্ট সিনেমা ছিল সেই অনুযায়ী।
সিনেমাটি তার জন্য একপ্রকার ট্রিবিউট সিনেমা হিসাবে ধরা যায়।
বাট এ জে মার্বেল ফ্যান আমার মনে হয়েছে পুরো সিনেমা জুড়ে তাকে যতটা না ট্রিবিউট দেওয়া হয়েছে। তার থেকে অনেক গুন বেশী ইনফেক্টেড ট্রিবিউট ছিল পোস্ট এডিট এ।

আর এই পোস্ট ক্রেডিট সিনটা সিনেমার বেস্ট পর্ট গুলোর মধ্যে একটা!
সিনেমার বিশাল অংশ জুড়ে একটি ফ্যামিলি অ্যাঙ্গেল ছিল যা আমার অন্তত এভারেজ লেগেছে। তবে কারো কারো কাছে কিছুটা বোরিং ও লাগতে পারে।

তবে ক্যারেক্টার দের মাঝে বন্ডিংটা ভালোই লেগেছে আমার। সিনেমায় শুরু থেকেই স্লো আর ফাস্ট এর একটি কম্বিনেশন ছিল।
আর পুরো সিনেমা জুড়েই এটা বিদ্যমান ছিল।

অভারঅল বলতে গেলে সিনেমাটা ঠিকঠাক একেবারে সেরা কিছু নাই। তবে সিনেমাটি দেখার আগে আপনাদের কাছে একটি সাজেশন থাকবে। যদিও এটা কোন ডিসির সিনেমা নয় যে এখান থেকে কোন আশা না রাখাই উচিত।
কিন্তু আমি বলব এক্সপেক্টেশন টা কিছুটা কমিয়ে সিনেমাটি দেখার জন্য।

তো সবশেষে একটা কথাই বলা যায় হ্যাপি ওয়াচিং! তো এই ছিল ব্ল্যাক উইডো নিয়ে আমার মতামত। আপনাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।


এই ফেসবুক পেজ দিয়ে তোমরা যে কোন গেম এর কারেন্সি টপ আপ করতে পারবে খুবই রিজেনেবল প্রাইস এ। পেজ লিংকঃ:
https://bit.ly/35I4bZr
পেজটি খুবই ট্রাস্টেড বলেই বলেই শেয়ার করলাম। ✅

ফিরে আসছি পরবর্তী পোস্ট এ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।❤❤❤

The post Black Widow | Bangla Movie Review | কেমন ছিল? appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments