Search box..

Black Widow | Bangla Movie Review | কেমন ছিল?

Black Widow | Bangla Movie Review | কেমন ছিল?


Black Widow | Bangla Movie Review | কেমন ছিল?

Posted:

আফটার টু ইয়ার্স মার্বেল ইজ ব্যাক সেই সাথে ফেস কর এর প্রথম সিনেমা ব্ল্যাক উইডো মুক্তি পেয়ে গেছে। চিনামাটির একটি স্পয়লার ফ্রী রিভিউ নিয়ে আমাদের আজকের আয়োজন।

যে কোন সিনেমার থেকে এমসিইউ সিনেমার প্রতি আমার আপনার এক্সপেক্টেশন দশগুণ বেশি থাকে। কারণ বিগত 12 13 বছরে মার্বেল দর্শকদের মাঝে বিশেষ করে আমার মাঝে একটা ভরসার স্থান তৈরি করেছে।
জে এম সি ইউ এর ডিজাপয়েন্ট হওয়ার চান্স খুব কম থাকে। কিন্তু আমি একজন মার্বেল ফ্যান হয়েও কিছুটা আশাহত আই মিন
আই এক্সপেক্টেড এটলিস্ট সামথিং beter from it

তাই বলে যে সিনেমাটা আমার একদমই খারাপ লেগেছে এমনটা কিন্তু একদমই নয়।
সিনেমাতে দুর্দান্ত সব একশন ছিল একশন কোরিওগ্রাফি দেখার মত ছিল। বিশেষ করে হ্যান্ড কমেন্টগুলো এছাড়াও সিনেমার পিকচারিজেশন অনেক ভালোই ছিল।

আর জে একশন গুলো বিগ স্কিল এ করা হয়েছে সেখানকার ভিউ এঞ্জেল গুলো দারুন ছিল একটা পার্সোনাল মতামত দেই। সিনেমার কাটপিস সিন দেখে আমার সিক্স আন্ডারগ্রাউন্ড সিনেমার কাটছিসিং-এর একটা ফিল এসেছিল।
ছিনেমাটি সিবিলর এরপর টেক প্লেস করছে।

মুভির মেইন প্লট নিয়ে কিছু না বলাই ভালো! সিনেমায় নতুন কিছু ক্যারেক্টার যুক্ত করা হয়েছে।
যেমন রেড গার্ডিয়ান নিউ উইডো ব্ল্যাক উইডো ইত্যাদি ইত্যাদি।

সিনেমাটি বানানোর অন্যতম উদ্দেশ্য ছিল নিউ ব্ল্যাক উইডো এই ক্যারেক্টার কে ভালোভাবে ইন্ট্রোডিউস করিয়ে ভবিষ্যতের জন্য সেটাপ করা।
তার ক্যারেক্টার এর ওপর সিনেমায় বেশ ভালোভাবেই ফোকাস ছিল।
এটা মোটামুটি কনফার্ম যে আপকামিং সিরিজ এ তাকে দেখা যাবে।

যাইহোক এরপর আসে রেট গার্ডিয়ানের কথা তার ক্যারেক্টার টাও বেশ ভালো ছিল। সিনেমার মাঝে তার কিছু কমিক্যাল প্রেজেন্ট মজার ছিল।
তার ক্যারেক্টার প্রেজেন্টেশনকে মোটামুটি ভালই বলা যায়।

এবার আসি সেই কারেক্টর যেটা থেকে আমি ডিজাভ পয়েন্ট হয়েছি!
তিনি আর কেউ নন তিনি হলেন টাক্স মাস্টার তার স্ক্রীন প্রেজেন্ট বেশ কম ছিল।
এবং এছাড়াও তার ক্যারেক্টার কে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়নি বলে আমার অন্তত মনে হয়েছে।

সিনেমায় মার্বেলের ফরমেটে কিছু টুইস্ট ছিল। চিনামাটি আমাদের রিয়েল ব্ল্যাক উইডোর লাস্ট সিনেমা ছিল সেই অনুযায়ী।
সিনেমাটি তার জন্য একপ্রকার ট্রিবিউট সিনেমা হিসাবে ধরা যায়।
বাট এ জে মার্বেল ফ্যান আমার মনে হয়েছে পুরো সিনেমা জুড়ে তাকে যতটা না ট্রিবিউট দেওয়া হয়েছে। তার থেকে অনেক গুন বেশী ইনফেক্টেড ট্রিবিউট ছিল পোস্ট এডিট এ।

আর এই পোস্ট ক্রেডিট সিনটা সিনেমার বেস্ট পর্ট গুলোর মধ্যে একটা!
সিনেমার বিশাল অংশ জুড়ে একটি ফ্যামিলি অ্যাঙ্গেল ছিল যা আমার অন্তত এভারেজ লেগেছে। তবে কারো কারো কাছে কিছুটা বোরিং ও লাগতে পারে।

তবে ক্যারেক্টার দের মাঝে বন্ডিংটা ভালোই লেগেছে আমার। সিনেমায় শুরু থেকেই স্লো আর ফাস্ট এর একটি কম্বিনেশন ছিল।
আর পুরো সিনেমা জুড়েই এটা বিদ্যমান ছিল।

অভারঅল বলতে গেলে সিনেমাটা ঠিকঠাক একেবারে সেরা কিছু নাই। তবে সিনেমাটি দেখার আগে আপনাদের কাছে একটি সাজেশন থাকবে। যদিও এটা কোন ডিসির সিনেমা নয় যে এখান থেকে কোন আশা না রাখাই উচিত।
কিন্তু আমি বলব এক্সপেক্টেশন টা কিছুটা কমিয়ে সিনেমাটি দেখার জন্য।

তো সবশেষে একটা কথাই বলা যায় হ্যাপি ওয়াচিং! তো এই ছিল ব্ল্যাক উইডো নিয়ে আমার মতামত। আপনাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।


এই ফেসবুক পেজ দিয়ে তোমরা যে কোন গেম এর কারেন্সি টপ আপ করতে পারবে খুবই রিজেনেবল প্রাইস এ। পেজ লিংকঃ:
https://bit.ly/35I4bZr
পেজটি খুবই ট্রাস্টেড বলেই বলেই শেয়ার করলাম। ✅

ফিরে আসছি পরবর্তী পোস্ট এ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।❤❤❤

The post Black Widow | Bangla Movie Review | কেমন ছিল? appeared first on Trickbd.com.

যেকোন Telegram Animated Stickerকে Gif এ Convert করুন Telegram BOT এর সাহায্যে

Posted:

Y Combinator-backed SaaS startup VOIQ raises $5M from Leap Global Partners - LatamListআজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @tgstogifbot এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে
আলোচনা করা হল।

 

বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @tgstogifbot  খুবই উপকারী একটা BOT। Telegram-এই Gif Convert  করা এর কাজ । অর্থাৎ আপনি এই BOT ব্যবহার করে বিভিন্ন ধরনের Animated Sticker কে Gif এ Convert করতে পারবেন

 

ব্যবহার:- এই BOT এর সাহায্যে আপনি Telegram এ বিভিন্ন ধরনের Animated Sticker কে Gif এ Convert করতে পারবেন । আর Gif এ Convert করে ঐগুলো Video Editing সহ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।

 

Telegram BoT টি যেভাবে Run করবেন

1) প্রথমে Telegram App এ Search করুন @tgstogifbot

2. Start এ Click করুন

 

3. Emoji Icon এ Click করুন

 

 

4. যে Animated Stickerটি Gif এ Convert করতে চাচ্ছেন তা Input দিন

 

5. মোট তিনটি Pixel Size এ Gif Download Link Enable হবে।

 

 

 

 

Facebook Messenger Bot GIFs - Get the best GIF on GIPHY

এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।

 

 

DEXTER
Signing OFF

The post যেকোন Telegram Animated Stickerকে Gif এ Convert করুন Telegram BOT এর সাহায্যে appeared first on Trickbd.com.

আপনি এই পাঁচটি হ্যাকস প্র্যাকটিস করে Self-Confidence হয়ে উঠবেন। চালাকি করে Self-Confidence বাড়াতে শিখুন

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

চালাকি করে Self-Confidence বাড়াতে শিখুন


ভাবুন আপনার আজকে একটা ইন্টারভিউ আছে ।আপনি ইন্টারভিউ তে জিজ্ঞাসা করার মত যতগুলো প্রশ্ন উত্তর হতে পারে সব তৈরি করে ফেলেছেন। রাতদিন এক করে আপনি ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিয়েছে এবং আপনার এই জবের জন্য রিকোয়ারস সব স্কিলও আছে।

কিন্তু যখন আপনি ইন্টারভিউ আরে সামনে গিয়ে বসলেন সাথে সাথে আপনি নার্ভাস ফিল করতে লাগলেন। এবং শেষমেষ আপনি আমতা আমতা করে কোনমতে মাত্র কয়েকটা প্রশ্নের আনসার দিতে পারলেন। এমনটা কেন হয় জানেন…? এমনটা হয় কনফিডেন্সের অভাব এর কারণে। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও জবটা আপনার হাত ছাড়া হয়ে গেলো।

ঠিক এই কারণেই জীবনের সবচেয়ে বেশি সুযোগ কাজে লাগাতে পারার জন্য কনফিডেন্স থাকাটা ভীষণ জরুরী। কিন্তু দুশ্চিন্তার কিছু নেই সময়ের সাথে সাথে প্র্যাকটিস চালিয়ে গেলে কনফিডেন্স বিল্ডআপ করা খুবই সহজ। চলুন আজকে কনফিডেন্স বাড়ানোর জন্য পাঁচটা প্র্যাকটিক্যাল হ্যাকস দেখে নেই। Low Self Confidence এর একটা প্রধান কারণ হলো নিজের উপর বিশ্বাস না করা।

আপনি হয়তো ভাবেন একটা পার্টিকুলার কাজের জন্য আপনি যথেষ্ট কেপাবেল না। এই ধরনের চিন্তাভাবনা পাল্টাতে হলে আপনাকে সব সময় আপনার ট্রান্স এবং Achievement কথা নিজেকে মনে করাতে হবে। Achievement বলতে যে কোনো ভালো কাজকে বোঝানো হয়।কোন পরীক্ষায় ভালো পারফর্মেন্স করা, নিজের কোন খারাপ দিক বদলে ফেলা, কিংবা এমনকি কাউকে সাহায্য করাও এক একটা Achievement ।

আর সাথে আপনার নিজের সব ধরনের ট্যালেন্টের কোথাও প্রয়োজনের সময় নিজেকে আপনি মনে করাতে পারেন। এভাবে শুধু আপনার কনফিডেন্স বারবেনা সাথে আপনি ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন অনুভব করবেন। আপনি Achievement বা ট্যালেন্ট বোর্ড বানিয়ে নিতে পারেন যাতে সময় সময় ডিমোরালাইজড ফিল করলে ও গুলার দিকে তাকিয়ে আপনার কনফিডেন্স বুস্ট করে নিতে পারেন। 1. Remember Your Achievements And Talents

কনফিডেন্স বুস্ট করার জন্য আরেকটা হ্যাক হলো Positive self-talk। আপনার low কনফিডেন্স এর কারণ হতে পারে আপনার নেগেটিভ চিন্তাভাবনা। আর এই নেগেটিভ চিন্তাভাবনাকে ডাইভার্ট করার একটা মোক্ষম উপায় হলো নিজেকে পজিটিভ সেন্টেন্স তারা মোটিভেট করা। যেমন ধরুনঃ I Can Do it — I Can Achieve Anything I Want — I am getting better every day এই ধরনের কথাগুলো।

এক মিনিট ভাবুন তো আজকে নিজেকে আপনি মনে মনে কি কি বলেছেন। কথা গুলোর বেশির ভাগই নেগেটিভ ছিল নাকি পজিটিভ কথা বেশি ছিল। আপনার এই মনে মনে বলা কথাবার্তাগুলোই আপনার Emotions And Mood পেছনে দায়ী। আপনার নিজের সাথে করা এই গল্পগুলো ধ্বংসাত্মক ও হতে পারে আবার উপকারীও হতে পারে।

আপনি জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনায় কি ভাবে রিয়াক্ট করছেন কিংবা আপনি নিজের সম্পর্কে কি ভাবেন। আপনার আপন মনে করা গল্পগুলো কিন্তু এই দুটো বিষয়ের উপর অনেক প্রভাব ফেলে। 2.Practice Positive Self Talk

Low Self Confidence এর আরও একটা বড় কারণ হলো প্রস্তুতির অভাব। ইন্টারভিউর উদাহরণটাই আবার দেখা যাক। আগের উদাহরণটাতে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও আপনি ছিলেন লেন্স কনফিডেন্স।এরকম অবস্থা হলে আগের দুটো টেকনিক ইউজ করে সমাধান করা সম্ভব। কিন্তু যদি আপনার প্রিপারেশনটাই না থাকে তাহলে আপনার কনফিডেন্ট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না।

আপনার অ্যাকশন এর সাথে প্রিপারেশন নিলে আপনাকে আরো বেশি কনফিডেন্ট করে তুলবে। যতবেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি দক্ষ হয়ে উঠবেন আর তত বেশি আপনার নিজের প্রতি কনফিডেন্স বাড়াবে। 3. Prepare And Practice Well

সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কিং এর কারণে আমাদের মধ্যে একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কম্পেয়ারিজন।আপনি যখনই নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন তখনই আপনি নিশ্চিত কনফিডেন্স হারাতে থাকবেন।যেমনঃ আপনি যদি নিজেকে একজন ফেমাস মোটিভেশনাল স্পিকার এর সাথে তুলনা করেন তো আপনি স্বাভাবিকভাবেই পাবলিক স্পিকিং আপনার কনফিডেন্স হারাবেন।

ওই মোটিভেশনাল স্পিকার ব্যক্তিটির পক্ষে এমনটা সম্ভব হয়েছে। কারণ তিনি বছরের পর বছর ধরে এই বিষয়ে প্র্যাকটিস করেছেন। কিন্তু আপনি প্র্যাকটিস করেছেন মাত্র কয়েক মাস। আপনার জীবনের On going চ্যাপ্টারটাকে অন্য কারো লাইফের একটা Random চার্টারের সাথে কম্পেয়ার করা বন্ধ করুন। তার চেয়ে বরং প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে নিজের ইমপ্রুভমেন্ট এর দিকে ফোকাশ করুন। নিজের সবচেয়ে বেস্ট ভার্শনটা হয়ে ওঠার চেষ্টা করুন। 4. Stop Comparing Yourself With Others

এছাড়াও আর কিছু ছোট কিন্তু প্যাকটিকেল টেকনিক আছে নিজের Self Conference বুস্ট করার জন্য। আপনি নিয়মিত ওয়ার্ক আউট করার চেষ্টা করতে পারেন। গবেষণায় পাওয়া গেছে রেগুলার ওয়ার্ক আউট করা মানুষগুলো সাধারণত বেশি কনফিডেন্ট হয়ে থাকে। আরও একটা উপায় হলো আপনি সবসময় আপনার পছন্দের ড্রেসআপ এ থাকতে পারেন।

এতে আপনি সবসময় হ্যাপি থাকবেন আর এতে করে আপনার নার্ভাসনেস কাটানোর সহজ হবে। আবার আপনি একটা কনফিডেন্স বুস্টিং প্লেলিস্ট বানিয়ে ফেলতে পারেন। আপনার পছন্দের কিছু পটকাস্ট আছে যেগুলো আপনাকে মোটিভেট করে এমন কিছু পটকাস্ট দিয়ে একটা প্লে লিস্ট বানিয়ে ফেলতে পারেন। যখনই আপনার কনফিডেন্স বুস্ট করার দরকার মনে হবে তখনই এগুলো শুনবেন। 5. Workout Dressing Up And Listening To Powerful Songs

চলে আজকের আর্টিকেলটি সামারাইজ করা যাক।
1.Remember Your Achievement And Talents
2.Practice Positive Self Talk
3.Prepare And Practice Well
4.Stop Comparing Yourself With Others
5.Workout, Dress Up And Listen To Powerful Songs

আশা করছি আপনি এই হ্যাকসগুলো প্র্যাকটিস করে আরো বেশি self-confident হয়ে উঠবেন।

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আপনি এই পাঁচটি হ্যাকস প্র্যাকটিস করে Self-Confidence হয়ে উঠবেন। চালাকি করে Self-Confidence বাড়াতে শিখুন appeared first on Trickbd.com.

মোট 35 টি Tools Enjoy করুন সম্পূর্ণ ফ্রিতেই, Downloader.la Site ব্যবহার করে

Posted:

Howdy Everyone,
downloader.la হল একটি Free site, যেখান থেকে আপনি বিভিন্ন Premium Site এর video,photo,vectors & music Download করতে পারবেন অনায়াসেই।

নিচে কিছু সাইটের List দেয়া হল যার Premium fileগুলো Download করতে পারবেন downloader.la Use করে

  • Shutterstock
  • Adobe Stock
  • Gettyimages
  • StoryBlocks
  • SoundCloud

উপরে উল্লেখিত সব সাইটের Premium Fileগুলো ফ্রিতেই Download করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।

 

Website Link:- https://downloader.la/

 

তাছাড়া এই Site থেকে যেকোন Scribd Documents File Download করা যায় এবং Facebook/Instagram Video Download এরও Option রয়েছে এতে।

 

এই সাইটের Problemটা হল সব কিছু Accurate Resolution এ পাবেন না। আর তাছাড়া Commertial Use এর জন্যও এই Site না। Google Ads একটু বিরক্তির কারণ হতে পারে, তবে আর কোন Problem দেখা যায়নি এই সাইটে।

 

 

☂☂☂
সবশেষে একটা কথা Mention করে দিতে চাচ্ছি আপনি সব Premium Site এর File download এর সময় অবশ্যই নিচে Example Linkটা Check করে নিবেন যেন তা আপনার কাঙ্খিত Link এর Format এর সাথে মিলে যায়।

 

Bye°
Contact Me On Telegram
[Telekit™] [Discuss With Me]

The post মোট 35 টি Tools Enjoy করুন সম্পূর্ণ ফ্রিতেই, Downloader.la Site ব্যবহার করে appeared first on Trickbd.com.

১৩,০০০ টাকা বাজেটের মধ্যে তিনটি সেরা স্মার্টফোন ২০২১

Posted:

প্রিয় ট্রিকবিডি বাসি, আসসালামু আলাইকুম।
শুরু করছি পরম করুনাময় মহান আল্লাহর নামে!

টাইটেল দেখেই বুঝতে পেরেছেন হয়তো আজকে কি নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বেশি বাজেট স্মার্টফোন কিনতে পারে না। অনেকেই আছে যারা কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন স্মার্টফোনকে খুঁজছেন
তাদের জন্য আজকে ২০২১ সালে রিলিজ হওয়া ১৩ হাজার টাকা বাজেটের মধ্যে তিনটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

টেকটো স্পার্ক সেভেন

কম বাজেটের মধ্যে বর্তমান বাজারের আমার দেখা সেরা একটি স্মার্টফোন হল টেকনো স্পার্ক 7। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ফোনটির পিছনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ সাথে রয়েছে একটি quad-core এলইডি ফ্ল্যাশ। এই ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে। এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা।

 

Tecno-Spark-7-

 

সবথেকে ভালো বিষয় হলো এই ফোনে 6 হাজার এম্পিয়ার এর বিগ ব্যাটারি বসানো হয়েছে যা একবার চার্জ করলে অনায়াসে দুইদিন পার করে দিতে পারবেন এবং এর ব্যাটারি তে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটিতে দেয়া হয়েছে 4 জিবি র্যাম এবং 64gb ইন্টার্নাল মেমোরি।

একনজরে সমস্ত ফিচার

অফিশিয়াল প্রাইস : ১১,৯৯০৳
রিলিজ ডেট : এপ্রিল ১৬, ২০২১
কালার : গ্রিন, ম্যাগনেট ব্লাক
নেটওয়ার্ক : ২জি, ৩জি, ৪জি
সিম :ডুয়াল ন্যানো সিম
ব্লুটুথ : ৫.০ ভার্সন(আপডেট)
এফএম রেডিও : সমর্থন করে
ইউএসবি : টাইপ ২.০
ওটিজি : সমর্থন করে
ম্যাটেরিয়াল : গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি
ডিসপ্লে : সাইজ ৬.৫
ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রট ক্যামেরা।
ব্যাটারি : ৬০০০ এম্পিয়ার ( ফাস্ট চার্জিং সমর্থিত)
র্যাম : ৪ জিবি
প্রসেসর : অকটা কোর আপটু ২.০
ইন্টারনাল স্টোরেজ : ৬৪ জিবি
সাউন্ড : ৩.৫ মিলিমিটার জ্যাক
সিকিউরিটি : ফিঙ্গারপ্রিন্ট অন দা ব্যাক।
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড টেন।

ওয়ালটন আরএক্স এইট মিনি

ওয়ালটন প্রিমো rx7 মিনির এর সাফল্যের পর এবছর ওয়ালটন বাজারে এনেছে প্রিমো rx8 মিনি। শুরু থেকেই ফোনটি এর নকশা এবং ডিজাইনের জন্য গ্রাহকদের কাছে সাড়া ফেলে দিয়েছে। এই ফোনটির মূল আকর্ষণ হলো এর ডিজাইন ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে।

ফোনটির পিছনের দিকে রয়েছে 12, 8 এবং 5 মেগাপিক্সেল এর ত্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে lithium-polymer 3600 এম্পিয়ার ব্যাটারি যা আমার কাছে একটু কমই মনে হয়েছে। ফোনটির ব্যাটারি 18 ওয়ার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটির সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জার।

Walton-Primo-RX8-Mini

ফোনটিতে চিপসেট হিসেবে আছে কোয়ালকম স্নাপড্রাগণ 660। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 জিবি র্যাম এবং 64gb ইন্টার্নাল মেমোরি। ফোনটিতে পাচ্ছেন অক্টা কর প্রসেশ্বর যা সর্বোচ্চ 2.2 গিগাহার্জ পর্যন্ত ব্যবহার করা যাবে।

একনজরে সমস্ত ফিচার

অফিশিয়াল প্রাইস : ১১,৯৯৯৳
রিলিজ ডেট : জুন ২০২১
কালার : ব্লাক
নেটওয়ার্ক : ২জি, ৩জি, ৪জি
সিম : হাইব্রিড ডুয়াল ন্যানো সিম
ব্লুটুথ : ৫.০ ভার্সন
এফএম রেডিও : সমর্থন করে
ইউএসবি : টাইপ সি
ওটিজি : সমর্থন করে
ম্যাটেরিয়াল : গোরিলা গ্লাস ফ্রন্ট, পিছনে গ্লোসি গ্লাস, প্লাস্টিক ফ্রেম
ডিসপ্লে : ৬.৩
ক্যামেরা : পিছনে ১২+৮+৫ মেগাপিক্সেল, সামনে : ১৩ মেগাপিক্সেল
ব্যাটারি : ৩৬০০ এমপিয়ার
র্যাম : ৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ : ৬৪ জিবি
সাউন্ড : ৩.৫ মিলিমিটার জ্যাক
সিকিউরিটি : ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক

infinix hot 10 S

৬.৮২ ইঞ্চির বিগ আইপিএস ডিসপ্লে নিয়ে বাজারে আসে ইনফিনিক্স হট টেন এস। এই ফোনটির সবচেয়ে বড় চমক হল ফোনটির পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং তার সাথে আরো বড় চমক হলো এই ফোনটিতে পাবেন 6000 এম্পিয়ার এর পাওয়ার ফুল ব্যাটারি যা দশ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Infinix-Hot-10S

ফোনটি বাজারে 4gb এবং 6gb দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন অক্টাকোর মালি v52 এবং চিপসেট হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও g85। এই ফোনটিতে পাবেন 64 জিবি এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। এবং সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই।

একনজরে সমস্ত ফিচার

অফিশিয়াল প্রাইস : ১২,৯৯০
রিলিজ ডেট :মে ১২, ২০২১
কালার : ব্লাক, পারপেল, মর্ডান গ্রিন।
নেটওয়ার্ক : ২জি, ৩জি, ৪জি
সিম : ডুয়াল ন্যানো সিম
ব্লুটুথ : ৫.০,
এফএম রেডিও : সাপোর্টেড
ইউএসবি : ২.০ ভার্সন
ওটিজি : সাপোর্টেড
ম্যাটেরিয়াল : গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি
ডিসপ্লে : ৬.৮২ ইঞ্চির বিগ ডিসপ্লে
ক্যামেরা : পিছনে ৪৮+২+ai মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল
ব্যাটারি : ৬০০০ মিলিএম্পিয়ার
র্যাম : ৪ জিবি
প্রোসেসর : অকটাকোর তপটু ২.০ গিগাহার্জ
ইন্টারনাল স্টোরেজ : ৬৪ জিবি, ১২৮ জিবি
সাউন্ড : ৩.৫ মিলিমিটার জ্যাক
সিকিউরিটি : ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক

এই ফোন তিনটির মধ্যে কোনটি আপনার ভাল লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আর্টিকেলটি ভালো লাগলে আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন Bdtechdiary.com

The post ১৩,০০০ টাকা বাজেটের মধ্যে তিনটি সেরা স্মার্টফোন ২০২১ appeared first on Trickbd.com.

হ্যাকিং টুল ?এখন নিজেই তৈরি করুন হ্যাকিং টুল [Part -03 ]

Posted:

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। তো গত পোস্টে আমি দেখিয়েছিলাম কিভাবে টেলিগ্রাম API (Application programming interface) এর মাধ্যমে টেলিগ্রাম বোম্বার তৈরি করতে হয়। আর আজকে আমরা দেখবো কিভাবে নিজের একটি SMS bomber tool তৈরি করা যায়। এই সিরিজটিতে প্রথমে আমরা কিছু বেসিক টুল তৈরি করা শিখব ,তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স টুল তৈরি করব। আপনারা চাইলে যে কোন একটা টুল এর আইডি আমাকে দিতে পারেন আমি সেই টুলটি কিভাবে তৈরি করতে হয় সেটার উপর একটা পোস্ট তৈরী করার চেষ্টা করব। এদিক-ওদিক এর কথা বাদ দিয়ে মূল কাজে আসি।

হ্যাকিং টুল ?এখন নিজেই তৈরি করুন হ্যাকিং টুল [Part -01 ]
হ্যাকিং টুল ?এখন নিজেই তৈরি করুন হ্যাকিং টুল [Part -02 ]

আগেই বলছি আজকে আমরা SMS bomber তৈরি করবো।

টুল টি তৈরি করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে:

১. যে কোন একটি পাইথন কম্পাইলার কিংবা Termux

2.একটি ওয়েবসাইটের API. (Application programming interface)

3. আর সামান্য একটু মনোযোগ।

টুল টি তৈরি করার জন্য আজকে আমি যে ওয়েবসাইটের API ব্যবহার করব সেটা আমি bioscopelive থেকে নিয়েছি।

API: https://www.bioscopelive.com/bn/login/send-otp?phone=your number &operator=bd-otp

হ্যাঁ জানি অনেকেই এখন বলবে ভাই আপনি কিভাবে API বের করেন। এইজন্য যেকোনো ধরনের ওয়েবসাইট থেকে কিভাবে API বের করতে হয় সেটার উপর আমি খুব শীঘ্রই আরেকটি পোস্ট দিব।

এখন আমরা API পেয়ে গেলাম এখন আমাদের কোডিং এর পালা।

আমি আগের পোস্টে বলেছিলাম যে , পাইথনের যখন আমরা API নিয়ে কাজ করব তখন আমাদের কিছু মডিউল আমাদের টার্মিনালে ইন্সটল করতে হবে। আপনারা যদি আমার আগের পোস্টটি পড়ে থাকেন এবং যদি টুলটি তৈরি করে থাকেন তাহলে আপনাদের মডিউল গুলো ইন্সটল করতে হবে না। আর যারা ইন্সটল করেননি। তারা চাইলে এই Command দিয়ে ইন্সটল করতে পারেন।

$pip install urllib3

$pip install time

যেহেতু আমরা API ব্যবহার করব সে তো আমরা Urlib3 Module ব্যবহার করব । কোন একটি API কিংবা লিংকে open/request করার জন্য এই Module টি ব্যবহার করা হয়।
আর time মডিউলটির নাম শুনে বোঝা যাচ্ছে যে প্রগ্রামে টাইম ব্যবহার করার জন্য এ মডিউলটি ব্যবহার করা যায়।

প্রথমে আমরা Nano editor এ একটি ফাইল তৈরি করে নিব। যেহেতু ফাইলটি একটি পাইথন ফাইল হবে সেহেতু ফাইলের এক্সটেনশন হবে .py । যেমন: smsxr.py

টুল তৈরি করার জন্য প্রথমে আমরা কিছু মডিউল আমাদের ফাইলে import করে নেব।


import os

OS মডিউলটির মাধ্যমে মূলত আমরা আমাদের টার্মিনালের বিভিন্ন ইন্টারফেস নিয়ন্ত্রণ করতে পারব। এই মডিউল আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় যা আমি পরবর্তী সিরিজে আস্তে আস্তে বলব।

import time

প্রোগ্রাম এ সময়ের ব্যবহার করার জন্য এই মডিউল ব্যবহার করা হয়।

from urllib import request

কোন একটা মডিউল এর বিশেষ কোন ফাংশন ব্যবহার করার জন্য from ব্যবহার করা হয়। যেহেতু আমরা urllib এর request‌ ফাংশন ব্যবহার করব । সে তো আমরা লিখতে পারি
from urllib import request

টুলটি স্টার্ট করলে যাতে আমাদের ইন্টারফেস টি সম্পূর্ণ clear অবস্থায় থাকে সেজন্য আমরা os.system('clear') কামান্ডটি আমাদের ফাইলে সংযুক্ত করব।

এখন কিছু ভেরিয়েবল যুক্ত করতে হবে।


phone=input("Enter Phone number :")
sms=int(input("SMS quantity :" ))

url ="https://www.bioscopelive.com/bn/login/send-otp?phone=88"+phone+"&operator=bd-otp"

এখানে যেই phone ভেরিয়েবল টি রয়েছে তার মাধ্যমে আমরা ইউজারদের থেকে মোবাইল নাম্বার ইনপুট নিব । ইনপুট নেয়ার জন্য আমরা input("___") ব্যবহার করব।

SMS ভেরিয়েবল টির মাধ্যমে আমরা ইউজার কয়েটি মেসেজ সেন্ড করতে চায় তার ইনপুট নিব। ইনপুট নেয়ার জন্য আমরা input("___") ব্যবহার করব।

URL ভেরিয়েবল টির মাধ্যমে লিংকটি সাথে আমরা phone ভেরিয়েবল টি সংযুক্ত করে দিব। ভেরিয়েবল এভাবে সংযুক্ত করতে হয় +phone+

এখন আমরা for এর মাধ্যমে a এর জন্য একটি রেঞ্চ সেট করে দিব।



for a in range(sms):

রেঞ্জ টি হবে sms ভেরিয়েবল এর সমান।
ইউজার যদি sms ভেরিয়েবলে 1 টাইপ করে তাহলে ফাংশনটি একবার রান হবে।

এখন আমরা API টিতে রিকুয়েস্ট সেন্ড করব। রিকুয়েস্ট send করার জন্য আমরা ব্যবহার করব request.urlopen()

request.urlopen(url)

এখন আমাদের রিকোয়েস্ট সেন্ড হয়েছে। আমরা চাচ্ছি যখন একটি রিকোয়েস্ট সেন্ড হবে তখন আমাদের টার্মিনালে 1sms send ... লেখাটি দেখা যাবে।

এটার জন্য আমরা a ভেরিয়েবলটির সাথে 1 যোগ করে print করব।

print(str(a+1)+ "sms send ")

এখানে str ব্যবহার করার কারণ হচ্ছে a একটি স্ট্রিং ভেরিয়েবল।

Bioscope API একটু সমস্যা আছে। একটি নাম্বারে 30 সেকেন্ড পর পর একটি কোড পাঠানো সম্ভব। আমরা যদি একটি মেসেজ সেন্ড হওয়ার পর 30 সেকেন্ডের একটি বিরতি না দেই তাহলে আমাদের প্রোগ্রামটি ক্রাশ করবে। 30 সেকেন্ডের ভিডিওটা দেয়ার জন্য আমরা time module ব্যবহার করব ।



time.sleep(30)

এখন আমরা কোডটি সেভ করব এবং termux এ run করব . এখন আমাদের এখানে ফোন নাম্বারটি এবং কয়টি SMS সেন্ড করতে চাচ্ছি তা দিয়ে দিতে হবে। কাজ শেষ এখন আমাদের SMS আসা শুরু হয়ে যায় গিয়েছে।

এই টুলটি 1 মিনিটে মাত্র 2 টি sms সেন্ড করতে পারে। কিন্তু কোন প্রকার সমস্যা ছাড়া আনলিমিটেড SMS সেন্ড করতে পারবে।

এখনো কারো বুঝতে সমস্যা থাকলে সম্পূর্ণ source ফাইলটি দেখে আসতে পারো

আর হ্যাঁ পরবর্তী পোস্টে তোমরা কি সম্পর্কিত টুল চাও সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন।

আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের আমার পোস্টটি ভাল লেগেছে। কোন সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমরা চাইলে আমার টেলিগ্রাম Hacktology গ্রুপ এ জয়েন হতে পারো। এখানে আমরা হ্যাকিং রিলেটেড বিভিন্ন সমস্যা এবং সমাধান করব।

তোমরা চাইলে আমার ওয়েবসাইটে লেখালেখি করে আয় করতে পারবে :blinktutor.com

The post হ্যাকিং টুল ?এখন নিজেই তৈরি করুন হ্যাকিং টুল [Part -03 ] appeared first on Trickbd.com.

বিবাহের সময় স্ত্রীকে মোহরানা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি…? আসুন জেনে নেই

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

মোহরানা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি…?

স্ত্রীকে স্পর্শ করার একমাত্র উপায় হলো বিবাহ সম্পন্ন করা। বিয়ে সম্পন্ন করার শর্ত তিনটিঃ

১. প্রস্তাব দেওয়া ও কবুল করা,
২. দেনমোহর দেওয়া
৩. কমপক্ষে দুইজন সাক্ষী থাকা।( বুখারি হাদিস নাম্বারঃ ৪৭৪১, তিরমিজি হাদিস নাম্বারঃ ১০২১, মুসনাদে আহমাদ হাদিস নাম্বারঃ ১০৭২)

প্রিয় পাঠক আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দেনমোহর বা মোহরানা আদায় না করে স্ত্রী সহবাস করলে সেটা বৈধ হবে কিনা..?নাকি সেটা যেনা হয়ে যাবে….? এছাড়া এ প্রসঙ্গে আরও প্রাসঙ্গিক প্রশ্ন হলোঃ

১. মোহরের টাকা পরিশোধ না করে কি স্ত্রীকে স্পর্শ করা যাবেনা…?
২.মোহরের সম্পূর্ণ টাকা বাসর রাত্রেই কি পরিশোধ করতে হয়…?
৩. স্বামী কি স্ত্রীর কাছে ঐ রাতে দেনমোহরের টাকা মাফ চাইতে পারবে…?
৪. স্ত্রী যদি মাফ করে দেন তাহলে ভবিষ্যতে কি দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে নাকি পরিশোধ করতে হবে না…?
৫. বিয়ের সময় স্ত্রীকে যে অলংকার বা অন্যান্য জিনিস দেওয়া হয় তা সাধারণত দেনমোহরের টাকা থেকে কেটে রাখা হয়। এটা ঠিক কিনা…?
৬. অনেকেই ১০ থেকে ১২ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে থাকে অথচ এক সময় এই টাকা পরিশোধ করা স্বামীর পক্ষে সম্ভব হয় না। তখন তার হুকুম কি…? অনেক সময় বংশমর্যাদা অনুযায়ী বড় অংকের মোহরানা ধার্য করতে দেখা যায়। এটা কি ঠিক…?

প্রিয় পাঠক আজকের আর্টিকেলটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই বিস্তারিত জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

উত্তরঃ মোহরানা দেনমোহর স্ত্রীর প্রাপ্য একটা ঋণ বিশেষ!স্ত্রীর দেনমোহর স্বামীর উপর অবশ্য পরিশোধ বিষয়। এটি ফরজ। এজন্য যতটুকু পরিমাণ স্বামীর পক্ষে পরিশোধ করা সম্ভব হবে সেই পরিমানই দেনমোহর ধার্য করা কর্তব্য। না দেওয়ার ইচ্ছে পোষণ করে মোটা অংকের দেনমোহর ধার্য করে সম্পাদিত বিয়ে শুদ্ধ হয়না! দেনমোহর একান্তভাবেই স্ত্রী প্রাপ্য।

স্ত্রী যদি ইচ্ছে করেন, তবে তাকে স্পর্শ করার আগেই স্বামীকে তা আদায় করে দিতে বাধ্য করতে পারেন। তবে যদি পরস্পরের সম্মতি ক্রমে সময় নেওয়া হয়, তবে তা বৈধ হবে অর্থাৎ বিলম্বে ও পরিশোধ করা যাবে। বাসর রাতে স্বামী কর্তৃক স্ত্রী নিকট দেনমোহর মাফ চাওয়া নিতান্ত কাপুরুষোচিত একটি প্রথা।নতুন স্ত্রী লজ্জার খাতিরে হয়তো অনেক সময় মাফ করে দিলাম বলে দেয়, কিন্তু যেহেতু সন্তুষ্টচিত্তে সেই ঋণ ক্ষমা করা হয়না, তাই এরূপ ক্ষমা চাওয়া অর্থহীন লজ্জাজনক।

বিয়ের মোহরানা সম্পর্কে পবিত্র কোরআন কি বলে…? মহান আল্লাহ তা’আলা বলেন→ তোমরা নারীগণকে তাদের মোহরানা বা একটি নির্দিষ্ট উপহার দিবে। যদি তারা সন্তুষ্টচিত্তে মোহরানার কিছু অংশ ছেড়ে দেয়, তোমরা তা স্বাচ্ছন্দে ভোগ করবে। (সূরা নিসা আয়াত ৪)

পবিত্র কোরআন নারীর পারিবারিক অধিকার রক্ষার জন্য স্বেচ্ছায় ও সন্তুষ্টচিত্তে মোহরানা পরিশোধ করতে বিবাহিত পুরুষের প্রতি নির্দেশ দিয়েছে এবং এ ব্যাপারে সব ধরনের কঠোরতা ও কর্কশ আচরণ পরিহার করতে বলেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন →মোহরানা ফিরিয়ে নেওয়া বা এর অংশবিশেষ ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয়। যদি তারা অর্থাৎ স্ত্রীরা নিজেরাই খুশি মনে মোহরানার কিছু অংশ ফিরিয়ে দিতে চায়, তাহলে তা গ্রহণ করা যেতে পারে। (সূরা নিসা আয়াত ৪)

এই আয়াতে উল্লেখিত নাহলেও শব্দটির অর্থ হলো মৌচাকের মৌমাছি। মৌমাছি যেমন কোন স্বার্থের আশা না করেই মানুষকে মধু দিয়ে থাকে, সে রকম পুরুষেরও উচিত হবে জীবনসঙ্গীকে দাম্পত্য জীবনের মধু হিসাবেই মোহরানা দেয়া। আর যা উপহার হিসেবে দেওয়া হয় সে উপহার তা ফিরে পাবার আশা করা কি অন্যায় নয় কি..? এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলোঃ

প্রথমতঃ স্ত্রীর প্রাপ্য মোহরানা তার ক্রয় মূল্য নয়, বরং এটা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার নিদর্শন ও উপহার। কোরআনের আয়াতে মহারানা শব্দটিকে বলা হয়েছে, যা ছাদাক্কাত বা আন্তরিকতা শব্দ থেকে উদ্ভূত।

দ্বিতীয়ঃ মোহরানা স্ত্রীর অধিকার এবং স্ত্রীই এর মালিক। স্ত্রীকে মোহরানা দেওয়া যেমন বন্ধ রাখা যায়না, তেমনি তা ফেরতও নেওয়া যায় না।

তৃতীয়তঃ মোহরানা মাফ করার জন্য স্ত্রীর বাহ্যিক সন্তুষ্টি যথেষ্ট নয়। এর জন্য স্ত্রীর প্রকৃত ও আন্তরিক সন্তুষ্টি জরুরি। মহানবী (সাঃ) বলেছেনঃ যে কোনও ব্যক্তি কোন মহিলাকে কম বেশী মোহরের বিনিময়ে বিবাহ করেছে, কিন্তু মনে মনে তার হক আদায় দেওয়া নিয়ত রাখেনি তাকে ধোঁকা দিয়েছে, অতঃপর তারা হক আদায় না করেই সে মারা গিয়েছে, তাহলে সে ব্যক্তি কেয়ামতের দিন ব্যাভিচারী বা যেনাকার হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাত করবে।( ত্বাবারানী সহিহ আত তারগীব হাদিস নাম্বারঃ ১৮০৭)

এখন প্রশ্ন এসে যায়, দেনমোহর এর সর্বনিম্ন পরিমাণ কত বা কি হতে পারে…? এ সম্পর্কে ইমাম ইবনুল কায়্যিম (রহঃ) বলেন →”কোনো বস্তু বা সেবা যার মূল্য আছে তাই মাহার হিসাবে ধার্য করা যেতে পারে” যেমন– সোনা-রুপার, টাকা-পয়সা, জমি জমা, ফলমূল ইত্যাদি। আর সেবার উদাহরণ হলোঃ ভেড়া চরানো,সেচ দেয়া, ফল তোলা, কুরআন শিক্ষা দেওয়া ইত্যাদি।মাহারের সর্বাধিক পরিমাণের ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো সীমা নেই। এ ব্যাপারে সকল আলিম ঐক্যমত পোষণ করেছেন। (সূত্রঃ আল মুগনী খন্ড ৬;পৃষ্ঠা ৬৮১)

আর বিবাহের পর উভয় পক্ষের সম্মতিতে পূর্ব নির্ধারিত মাহারের হ্রাস বৃদ্ধি করা উভয়েই জায়েয।( সূরা আন নিসা আয়াত ৭৮)

অর্থাৎ বিবাহের পরে স্বামী বা স্ত্রী যদি চায় তাহলে নির্দিষ্ট পরিমাণ থেকে বাড়াতেও পারে আবার কমাতেও পারে। তবে বর্তমানে আধুনিকতার নামে নোংরামি পদ্ধতিতে যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে, দুনিয়াবী মান-মর্যাদার দোহাই দিয়ে কোরআন-হাদিসের আদেশ নিষেধকে এড়িয়ে গিয়ে গুরুত্ব না দিয়ে (বর) পক্ষকে গরু কাটা করা হয়। যা ইসলামে বৈধ বলে বিবেচিত হবে কিনা আসুন একটু জেনে নেই —

সুন্নতি তথা মহানবী (সাঃ) এর দেখানো নিয়ম পদ্ধতিতে বিবাহ হলে পাত্রের সাধ্যমতো দেনমোহর নির্ধারণ করা উচিত। কেননা অতিরিক্ত দেনমোহরের চাপে পিষ্ঠ (বর) অবশেষে ব্যর্থ হয়ে বৌয়ের কাছেই ক্ষমা চেয়ে নেয় অথবা মাফ চেয়ে নেয়। যা ইসলামী শরীয়তের সম্পন্ন বিরোধী। দ্বীনের প্রতিটা কাজ মহান রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। তাই বরের সাধ্যের মধ্যে দেনমোহর নির্ধারণ করুন! বিয়েকে সহজ করে দিন আল্লাহর হুকুম দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করুন।হাদীসে আছে, যে বিয়েতে খরচ কম হয়,সেই বিয়েই বরকতময়। (মুসনাদে আহমদ হাদিস নাম্বারঃ ২৪৫২৯)

আফসোস! বর্তমান সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই যেনা-ব্যভিচার বাজার হলো সস্তা!!! আর বিয়ের বাজার হলো আকাশচুম্বী।তাই অনেকেই স্ত্রী পালার সামর্থ্য অর্জন করলেও শুধু অযথা বিয়ের আকাশচুম্বী খরচের ভয়ে বিয়ে করতে দেরি করে। অথচ রাসূল (সাঃ) যুবকদের উদ্দেশ্যে বলেন →তোমাদের মধ্যে যারা সামার্থ্য রাখ। তাদের উচিত বিয়ে করে ফেলা। কেননা বিয়ে দৃষ্টি অবনতকারী ও লজ্জাস্থানকে হেফাজতকারী। আর যার সামর্থ্য নেই তার উচিত রোজা রাখা। কেননা রোজা যৌন উত্তেজনা প্রশমনকারী (সহিহ বুখারি হাদিস নাম্বার ৫০৬৬, সহিহ মুসলিম হাদিস নাম্বারঃ ১৪০০)

তাই বর কনে উভয়পক্ষের অভিভাবকদের উচিত বিবাহের ক্ষেত্রে দ্বীনদারীতাকে প্রাধান্য দিয়ে লৌকিকতা পরিহার করে সামর্থ্যনুযায়ী অনুযায়ী বিবাহের ব্যবস্থা করা। অর্থাৎ আজকের আর্টিকেলে সারমর্ম হলোঃ দেনমোহর বিয়ের আকদের পর প্রদান করতে কোন সমস্যা নেই। তবে সহবাসের পূর্বে প্রদান করাই উত্তম। তবে যদি স্ত্রী যদি দেনমোহর প্রদান করা ছাড়াই সহবাসের অনুমতি প্রদান করে তাহলে কোন সমস্যা নেই।

বাকি দেনমোহর প্রদান করা ছাড়া প্রথম সহবাসের পূর্বে স্ত্রী বাধা প্রদান করতে পারবে। কিন্তু একবার সহবাস হয়ে গেলে আর বাঁধা প্রদান করতে পারবে না। কিন্তু স্বামীর জিম্মায় দেনমোহর আদায় না করলে তা ঋণ হিসাবে বাকি থেকে যাবে। স্ত্রী যদি উক্ত দেনমোহর মাফ না করে, আর স্বামীও যদি তা পরিশোধ না করে, তাহলে কিয়ামতের ময়দানে স্বামীকে ব্যাভিচারী বা যেনাকারী অপরাধী হিসাবে সাব্যস্ত করা হবে। তাই দেনমোহরের টাকা পরিশোধ করে দেওয়া জরুরি।

পবিত্র কোরআনে আল্লাহ তা’আলা বলেন →আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দে ভোগ কর।( সূরা নিসা আয়াত ৪)

আল্লাহ তা’আলা আরও বলেন→ অন্তত তাদের মধ্যে যাকে তোমরা গ্রহণ করবে, তাকে তার নির্ধারিত হক দান করো। তোমাদের কোন গোনাহ হবে না। যদি নির্ধারণের পর তোমরা পরস্পর সম্মত হও। নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ ও রহস্যবিদ। (সূরা নিসা আয়াত ২৪)

মহান রাব্বুল আলামিন আরো বলেছেন →তোমাদের জন্যে হালাল হলো সতী-সাধ্বী মুসলিম নারী এবং তাদের সতী-সাধ্বী নারী যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তোমাদের পূর্বে,যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান করো, তারা তোমাদের জন্যে হালাল। (সূরা মায়েদা আয়াত ৫)

আল্লাহ তা’আলা আরও বলেন→ তোমরা এই নারীদেরকে মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। (সূরা মুমতাহিনা আয়াত ১০)

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post বিবাহের সময় স্ত্রীকে মোহরানা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি…? আসুন জেনে নেই appeared first on Trickbd.com.

আপনার কম্পিউটারের অতিরিক্ত এম্বি কাটা বন্ধ করুন।ডাটা সেভ করুন সহজেই।not for wifi user

Posted:

আসসালামু আলাইকুম

শা করি সবাই ভাল আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারে অতিরিক্ত ডাটা ব্যবহার বন্ধ করবেন। আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ এ ইন্টারনেট চালাই তারা সবসময় একটা জিনিস লক্ষ্য করে থাকবো ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট প্রচুর পরিমাণে অতিরিক্ত এম্বি খরচ হয়ে যায় । যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য এটা কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা যারা এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য এটা খুবই বড় একটি সমস্যা। এই সমস্যা হয় কয়েকটি কারণে। এর মধ্যে রয়েছে কম্পিউটারের auto-update। উইন্ডোজ সিস্টেম এর একটি বড় সমস্যা হচ্ছে এটি ব্যবহারকারীর অজান্তেই ব্যাকগ্রাউন্ডে এমবি কেটে নেয় এবং এর মাধ্যমে তারা নিজেদের সিস্টেম সফটওয়্যার গুলো আপডেট করে ফলে আমাদের অজান্তেই অনেক এমবি কেটে যায়। আজ এর সমাধান করা হবে। আজ আমরা তিনটি প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান করবো।

  1.  প্রথম ক্ষেত্রে আমরা আমাদের ইন্টারনেট কানেকশন metered  কানেকশন এ পরিনত করব যার ফলে ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এর ফলে কম্পিউটার আর ব্যাকগ্রাউন্ডে করতে এম্বি কাটতে পারবেনা।
  2. দ্বিতীয় ধাপে আমরা উইন্ডোজের অটো আপডেট বন্ধ করে দেব উইন্ডোজ অটোমেটিক আপডেট হতে পারবেনা এবং আমাদের এমবি কেটে নিতে পারবে না
  3. তিন নম্বর পর্যায়ে আমরা আমাদের অফলাইন ম্যাপস এর অটো আপডেট বন্ধ করে দেব ফলে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে কখনোই অফলাইন অ্যাপ আপডেট হবে না ফলে আমাদের এমবি বেঁচে যাবে ।
 

প্রথম ধাপঃ  কানেকশন metered করা।

১।প্রথমে সেটিংস এ যান

২।এরপর নেটওয়ার্ক এ জান

.

৩।তারপর properties-এ যান।[আপনি যে নেটোয়ার্ক দিয়ে নেট চালান সেটার।]

 

৪। এরপর মিটার কানেকশন বাটন অন করে দিন

দ্বিতীয় ধাপঃ উইন্ডোজের অটো আপডেট বন্ধ করা

 ১।সেটিংস এ যান 

২। উইন্ডোজ আপডেট এ যান

৩। পজ আপডেট ফর সেভেন ডেস এ ক্লিক করুন

৪। তিন-চারবার ক্লিক করুন

 

এতে করে ফলে এর ফলে প্রায়ই এক মাসের জন্য আপনার উইন্ডোজ আপডেট বন্ধ হয়ে যাবে ফলে আপনার উইন্ডোজ আর ব্যাকগ্রাউন্ডে আপডেট হবে না ফলে আপনার অতিরিক্ত এমবি খরচ থেকে আপনি বেঁচে যাবেন  

তৃতীয় ধাপঃ  অফলাইন ম্যাপস এর অটো আপডেট বন্ধ করা।

১।সেটিংস এ যান

 

২।তারপর অ্যাপস এ যান

 ৩।এখান থেকে অফলাইন ম্যাপস এ যান

৪।অটোমেটিক আপডেট অফলাইন ম্যাপ্স অপশনটি অন করে দিন।

এই তিনটি কাজ করার পরেও আরো বেশকিছু কাজ থেকে যায়। তবে এই তিনটি কাজ করলে বহুলাংশে আপনার ডাটা আপনি বাঁচাতে পারবেন। অতিরিক্ত এমবি কাটা বন্ধ করতে পারবেন। আরেকটি বিষয় যেটা হলো আমাদের ব্রাউজার গুলোর অটো আপডেট বন্ধ করা হলে আপনি প্রায় 95 পার্সেন্ট অতিরিক্ত ডাটা খরচ থেকে বেঁচে যাবেন । আর ব্রাউজার গুলোর অটো আপডেট বন্ধ করে দিবেন।গুগল chrome এর আপডেট বন্ধ করা খুব জটিল।গুগল chrome ব্রাউজারের auto update বন্ধ করার সিস্টেম টি আগামীতে কোনো একটি পোস্টে আপনাদেরকে দেখাবো । বিঃ দ্রঃআপনি বুঝতেই পারছেন এই কাজগুলো করলে আপনি আর আপডেট পাবেন্না।তাই ভেবে চিন্তে করবেন। পোস্ট করার আগে বিভিন্নভাবে খুঁজে দেখেছি এই পোস্ট ট্রিকবিডিতে আর কখনোই করা হয়নি এর আগে  কেউ একজন একটি পোস্ট করেছিলেন কিন্তু সেটা ছিল উইন্ডোজ সেভেনে তিনি শুধুমাত্র উইন্ডোজের অটো আপডেট বন্ধ করে দেখিয়েছিলেন এ বাদে আর কোন পোস্ট আমি খুঁজে পাইনি সবাইকে ধন্যবাদ।

The post আপনার কম্পিউটারের অতিরিক্ত এম্বি কাটা বন্ধ করুন।ডাটা সেভ করুন সহজেই।not for wifi user appeared first on Trickbd.com.

Project Next 3.0 UI এখনই ইনষ্টল করে নিন নতুন আপডেট আসার আগেই [MLBB]

Posted:

mlbb project next 3.0 ui

যারা Mobile Legends খেলেন তারা হয়তো জানেন যে Project Next Continues মানে Project Next 3.0 আপডেট আসছে সামনেই। তো এই নতুন আপডেটে অনেক কিছু নতুন আসবে, তার মধ্যে নতুন UI অন্যতম। নতুন এই UI টা পুরাই জুস, কি নেই এতে? এই নতুন UI এটা বিশেষ করে যারা ফোন হ্যাং, ল্যাগের জন্য খেলতে পারেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি।
কারন এটা অনেক লাইট এবং স্মুদ একটা আপডেট আসতে চলেছে। তাছাড়া আরে নতুন নতুন আইকন অপটিমাইজেশন, নতুন সাউন্ড ইফেক্ট, নতুন হিরো ডিসপ্লে এনিমেশন আরে অনেক কিছু আসবে এই আপডেটে।
তো বন্ধুরা চলুন দেখে নেয়া যাক কিভাবে আপডেট আশার আগেই নতুন এই UI টা পাবেন।
তবে তার আগে কিছু স্ক্রিনশট দেখে নিনঃ

projext next 3.0 UI mobile legends
projext next 3.0 UI mobile legends
projext next 3.0 UI mobile legends
projext next 3.0 UI mobile legends

How To Get Project Next 3.0 UI:

প্রথমে Project Next 3.0 UI File টা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। এরপর আমাদের লাগবে Zarchiver. আপনি এটা Play Store থেকে ডাউনলোড করতে পারেন অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

  1. Project Next 3.0 UI File Download
  2. Zarchiver apk
    1. এবার নিচের স্টেপ গুলো ফলো করুন।

      ১. প্রথমে Project Next 3.0 UI File টা Zarchiver দিয়ে এক্সট্রাক্ট করুন। (Password: Pn3.0)
      ২. এক্সট্রাক্ট করার পর ২-৩টা ফোল্ডার পাবেন। এবার এই ফোল্ডার গুলো মার্ক করে Android/data/com.mobile.legends/files/dragon2017/assets/ এখানে মুভ বা কপি করুন।
      ৩. এবার যদি Duplicate Files দেখায় তাহলে Replace All করে ওকে করুন। নিচের ছবির মতোঃ
      replace all
      ৪. কাজ শেষ, এবার দেখবেন Project Next 3.0 UI চলে এসেছে। এনজয় 🍟

      যদি আরে ভালোভাবে বুঝতে চান তাহলে নিচের ভিডিওটা দেখে নিন।
      Video Link:- https://youtu.be/zhHD5Oeqij0

      এরকম আরো MLBB Free Skin, MLBB Free Diamond, এবং Mobile Legends বিষয়ে নতুন নতুন পোস্ট পেতে আমার সাইটে ভিজিট করুন।

The post Project Next 3.0 UI এখনই ইনষ্টল করে নিন নতুন আপডেট আসার আগেই [MLBB] appeared first on Trickbd.com.

DMCA Ignored Hosting কি ? কিভাবে এটি কাজ করে আর বিশেষত্বই বা কি? | যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে সাইট বানাতে চান তারা অবশ্যই পড়ুন

Posted:

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লিখতে বসবো। সেটি হলো আপনারা যারা ডাউনলোড ওয়েবসাইট বা কপিরাইট কন্টেন্ট নিয়ে ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তাদের জন্য DMCA Ignored Hosting কতটা গুরুত্বপূর্ণ আর এই হোস্টিং টা আসলে কি এবং কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক।

DMCA Ignored Hosting এমন এক ধরনের হোস্টিং যা আপনার ওয়েবসাইটের উপর আসা সকল কপিরাইট বা যেকোনো ধরনের DMCA টেকডাউন নোটিস ইগনোর করে।
এই ধরনের হোস্টিং যেসব কোম্পানি প্রভাইড করে তারা মূলত পাইরেসি থেকে শুরু করে পর্নোগ্রাফির মতো কন্টেন্টও বৈধ হিসাবে আপনাকে হোস্ট করতে দিবে হোস্টিং এ কোনো সমস্যা ছাড়াই।
DMCA টেকডাউন নোটিস গুলো গ্রহণ না করার ফলে যারা অরিজিনাল কন্টেন্টের মালিক তারা কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহনের সুযোগটাও পাবেনা। আর এই DMCA ignored হোস্টিং কোম্পানিগুলো কখনোই আপনার নাম প্রকাশ করবেনা এমনকি তারা কোনো প্রকার আইনি লড়াইয়ে যাবেনা যাতে করে আপনার কোনো তথ্য প্রকাশ করা না লাগে।
আপনি যদি আপনার বর্তমান হোস্টিং এ নিরাপত্তা জনিত সমস্যায় ভুগেন বা এমন কিছু মনে হয় তাহলে এধরনের হোস্টিং আপনি ট্রাই করতে পারেন।
এই সার্ভার গুলি সাধারণত বড় বড় ডাটা সেন্টারে থাকেনা বা বৃহৎ পরিসরে ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় থাকেনা। কিছু সংখ্যক মানুষ মিলে তাদের নিজেদের মতো করে সেফ প্লেসে এই ডাটা সেন্টার গুলো সেটআপ করে। আর এই ডেটাসেন্টার গুলো সাধারণত নেদারল্যান্ডস, বুলগেরিয়া, রাশিয়া বা এমন কোনো দেশ যেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্য কোনো দূরবর্তী সেখানে সেটআপ করা হয়।

DMCA আসলে কি এবং কিভাবে কাজ করে?

DMCA এর অর্থ ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইন যা ১৯৯৮ সালে গৃহীত হয়। এই আইন দ্বারা আইনসম্মত ভাবে তাদের নয় নয় যেসব কন্টেন্ট সেসব আপলোড করা নিষিদ্ধ করা হয়। এর মধ্যে ভিডিও, গান, ফটোগ্রাফির মতো সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে। একারনে DMCA সেসব ওয়েবসাইটকে তাদের পেজ থেকে কপিরাইট যুক্ত কন্টেন্ট রিমুভ করতে বাধ্য করতে পারে। কারণ কন্টেন্ট গুলো আসলে ওইসব ওয়েবসাইটের নয়।
সো, যদি কোনো কপিরাইট কৃত কন্টেন্টের মালিক বুঝতে পারে যে তার কন্টেন্ট তার অনুমতি ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার হচ্ছে তাহলে সেই ওয়েবসাইটকে বা হোস্টিং কোম্পানি কে অবহিত করে মেইল করা হয়। তারপর ওই হোস্টিং কোম্পানি ওয়েবসাইটটি সাসপেন্ড বা কন্টেন্ট রিমুভ করার জন্য পদক্ষেপ গ্রহণ করে।

DMCA Ignored Hosting এর সার্ভার লোকেশন সাধারণ ভাবে কোন কোন দেশে হয়?

অনেক গুলো দেশ DMCA আইন উপেক্ষা করে সেসব দেশে সাধারণত এই সার্ভার গুলো হয়। যেমনঃ
• নেদারল্যান্ডস
• বুলগেরিয়া
• রাশিয়া
• লুক্সেমবার্গ
• মালয়েশিয়া
• হংকং
• সিঙ্গাপুর
অনেকে মনে করতে পারে সিঙ্গাপুরের সব হেস্টিং DMCA ignored, আসলে সেটা না। এর জন্য আলাদা সার্ভার রয়েছে। তবে সবচেয়ে সেরা হলো নেদারল্যান্ডস লোকেশন টা।

এই হোস্টিং কোন ধরনের ওয়েবসাইটের জন্য বেস্ট হবে?

আপনি যদি কোনো মুভি, মিউজিক, পিডিএফ, পাইরেটেড বা ক্রাক বা নাল থিম, প্লাগিন , সফটওয়্যার এমন ধরনের কন্টেন্ট, যেসব লিগাল ফাইল সাধারণত শেয়ারের অনুমতি নেই, এডাল্ট কন্টেন্ট এসব নিয়ে ওয়েবসাইট বানাতে চান তাহলে DMCA Ignored Hosting আপনার জন্য সেরা সমাধান। কোনো ধরনের ফাইল রিমুভ করার চিন্তা নেই।

Best DMCA Ignored Hosting কোম্পানি বাংলাদেশিদের জন্য

আমি নিজের থিম প্লাগিন ডাউনলোড ওয়েবসাইটের জন্যও DMCA Ignored hosting ব্যবহার করছি। ব্যবহার অভিজ্ঞতা থেকে বলতে পারি HosterPlan এর এই বিশেষ হোস্টিং সার্ভিস সেরা। আর দেশে নগন্য কিছু কোম্পানি এই সার্ভিস দেয় । বিকাশ রকেট নগদ দিয়ে সেরা DMCA Ignored hosting কোম্পানি HosterPlan থেকে নিতে পারেন। এদের কোম্পানির UK এবং বাংলাদেশে টিম আছে। আপনি বাংলাতেও সাপোর্ট পাবেন আবার ইংরেজিতেও। 😃

ধন্যবাদ পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার ওয়েবসাইটটি যেটি এই হোস্টিং এ – Visit My New Site

The post DMCA Ignored Hosting কি ? কিভাবে এটি কাজ করে আর বিশেষত্বই বা কি? | যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে সাইট বানাতে চান তারা অবশ্যই পড়ুন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments