ডিজিটাল মার্কেটিং এর বেসিক 7 টিপস। মার্কেটিং আইডিয়া |
- ডিজিটাল মার্কেটিং এর বেসিক 7 টিপস। মার্কেটিং আইডিয়া
- [[Attention Plz]] সকলে অবশ্যই পোস্টটি দেখবেন বিশেষত ট্রিকবিডির সব মেম্বার,অথর ও Admin রা দেখবেন!আশা করি একটু অন্যভাবে বিষয়গুলো দেখতে পারবেন।
- শয়তান ও জ্বিন সম্পর্কে গভীরভাবে জানতে ৩ টি pdf বই পড়ুন
- Bkash Account থেকে যে কোনো ধরনের পে-বিল পেমেন্ট করে ২০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সময় খুব কম।
- ডাউনলোড করে নিন 10 Minute School এর Web Design Course By Fahim Murshed .
- বিভিন্ন Multi-Player বা Solo Game খেলুন এখন Telegram BOT এর সাহায্যে
- ssc 21 এর ফিন্যান্স ও ব্যাংকি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3 rd Week) 2021 [Java User Must See]
- আপনার ইন্টারনেট স্পিড কত ? সহজেই চেক করুন 3g বা 4g ইন্টারনেট স্পিড মোবাইল অথবা পিসিতে ।
- Canva Pro Invitation লিংক, 01 বছরের জন্য [No Binning, Direct Pro]
- যে চার ব্যাক্তিকে আল্লাহ তায়ালা নিজেই অভিশপ্ত করেন। দেখে নিন আপনিও চার ব্যক্তির মধ্যে আছেন কিনা
ডিজিটাল মার্কেটিং এর বেসিক 7 টিপস। মার্কেটিং আইডিয়া Posted: 03 Aug 2021 07:46 PM PDT মার্কেটিং এর জন্য অর্থ ব্যয় করতে হয়, সন্দেহ নেই, তবে একটি ছোট ব্যবসায় মার্কেটিং এ প্রচুর অর্থ ব্যয় করা কি দরকার?
না! আপনি যদি ভাল পরিকল্পনা করেন এবং মার্কেটিং করেন, তবে খুব অল্প অর্থ ব্যয় করার পরেও আপনি আপনার ব্যবসায় প্রষার বাড়িয়ে তুলতে পারেন। এছাড়াও, আপনি বাকী অর্থ অন্য যে কোনও জায়গায় ব্যবহার করতে পারেন।
তাহলে আসুন জেনে নেওয়া যাক এমন কিছু টিপস যা আপনি আপনার ছোট ব্যবসায়ের মার্কেটিং করতে পারেন।
1. ওয়েবসাইট তৈরি করুন(create a website)
ওয়েবসাইটটি কোনও ব্যবসায়ের প্রথম লিঙ্ক যা এটি তার গ্রাহকদের সাথে সংযোগ করতে ব্যবহৃত হয়। এর জন্য আপনার কোনও ধরণের বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, তবে ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে ব্যবহারকারী বান্ধব (user friendly) হওয়া উচিত এবং এটি এমন হওয়া উচিত যে লোকেরা আপনার ওয়েবসাইটে আসছে, তার পরে তারা এতে কিছুটা সময় ব্যয় করতে পারে।
আপনি যদি চান তবে আপনি নিজের ওয়েবসাইটটি এসইও এক্সপার্ট দ্বারা একবার পরিদর্শন করতে পারেন যাতে লোকেরা সহজে সার্চ ইঞ্জিনের আপনার ওয়েবসাইটে পৌঁছতে পারে। এগুলি ছাড়াও কিছু প্রযুক্তিগত সরঞ্জামও (tool’s) ব্যবহার করা যেতে পারে।
পরিসংখ্যান অনুসারে, 2020সালে, প্রায় 65% ছোট ব্যবসায়ীরা ওয়েব মার্কেটিং এ অনেক বেশি জোর দিয়েছিলেন। আপনার ব্যবসায়ের মূল মান, আপনার ধারণা এবং মানুষের সুবিধাগুলি ওয়েবসাইটটিতে এটি দেখার সাথে সাথে লোকদের কাছে পৌঁছানো উচিত।
2. সামাজিক মিডিয়া মার্কেটিং (social media marketing)
সামাজিক মিডিয়া মার্কেটিং বিশ্বের কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ছোট ব্যবসায়ের জন্য উত্সাহের চেয়ে কম কিছু নয়। এতে আপনাকে কোনও অর্থ ব্যয় করতে হবে না। প্রতিটি ব্যবসায়ের জন্য একটি ফেসবুক প্ল্যাটফর্ম থাকা খুব গুরুত্বপূর্ণ, এগুলি ছাড়াও আপনি নিজের ব্যবসা এবং অবস্থান অনুযায়ী ইনস্টাগ্রাম, টুইটার বা লিংকডইন প্রোফাইল ব্যবহার করতে পারেন । তবে একটি ফেসবুক পেজ থাকলে তা অবশ্যই আপনার ব্যবসাটি আরও এগিয়ে নিতে কাজ করবে, এজন্য আপনাকে প্রথমে আপনার অডিয়েন্স চিহ্নিত করতে হবে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি নির্বাচন করতে হবে এবং সেখানে আপনাকে তৈরি করতে হবে একটি প্রোফাইল বা পেজ.
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনি ব্যবসায়ের প্রচারের জন্য বিভিন্ন উপায়ে বিজ্ঞাপন চালাতে এবং লোকের কাছে পৌঁছাতে পারেন। 3. ইমেইল মার্কেটিং (email marketing) আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা কোনও প্রচারের মাধ্যমে আপনার গ্রাহকদের ইমেল ঠিকানাগুলি পেয়ে থাকেন তবে আপনি সেগুলি ইতিবাচক উপায়ে ব্যবহার করতে পারেন। সুতরাং এগুলি কখনই উপেক্ষা করবেন না এবং তাদের ইমেল মার্কেটিং প্রচারের জন্য ব্যবহার করবেন ।
এতে আপনি সময়ে সময়ে আপনার ক্রেতা এবং গ্রাহকদের সাথে যোগাযোগ রাখতে এবং সময়ে সময়ে তাদের নতুন পণ্য বা যে কোনও ধরণের জিনিস সম্পর্কে তাদের অবহিত রাখতে পারেন। ইমেল মার্কেটিং আপনাকে গ্রাহকদের সাথে আপনার সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে। এটি আপনি করতে পারেন;
– আপনি প্রতি একমাস ইমেল পাঠানোর জন্য অটোমেটিক আপডেট তৈরি করতে পারেন।
– এতে আপনি এখন প্রতি সাইন আপকারী ব্যবহারকারীদের স্বাগত (welcome)ইমেল পাঠাতে পারেন।
4. ব্লগিং করা (create a blogsite)
আপনি যদি ব্লগিং করেন তাহলে এটি আপনাকে আপনার ব্যবসায়ের সর্বাধিক পৌঁছায় এবং আপনি এর জন্য সার্চ ইঞ্জিনগুলি ব্যবহার করতে পারেন। আপনার গ্রাহকদের বেশিরভাগ ব্যবহার করে এমন কীওয়ার্ড ব্যবহার করুন।
আপনি যদি মনে করছেন যে আপনি নিয়মিত ব্লগ লিখতে পারবেন না, তবে একমাসে দু’একটি পোস্ট দিয়ে শুরু করুন এবং তারপরে সাপ্তাহিক এগুলি বাড়িয়ে দিন।
আপনার যদি এমন কোনও কর্মী সদস্য রয়েছেন যারা তাদের বাকী কাজটির সাথে লেখতে পছন্দ করেন তবে আপনি তাদের এই দায়িত্বটি দিতে পারেন। এছাড়াও, আপনি কর্মীদের বাকী সদস্যদেরও একই কাজ করতে বলতে পারেন, কারণ পরিচিতিতে যত বেশি বৈচিত্র্য রয়েছে, তত বেশি লোক এটি পছন্দ করে।
5. ভিডিও মার্কেটিং (Video marketing) ভিডিওর মাধ্যমে লোকের কাছে পৌঁছান এটি সর্বদা দেখা গেছে যে কোনো কিছু লিখে বুঝানো এর চেয়ে ভিডিও এর মাধ্যমে বেশি লোকের কাছে পৌঁছানো যায়। যাইহোক, এটি বলা হয়ে থাকে যে মানুষের মস্তিষ্ক ছবিগুলি শব্দের চেয়ে 60 গুণ দ্রুত বোঝে। এজন্য আপনার সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে যথাসম্ভব ভিডিও কন্টেন্ট ভাগ করার চেষ্টা করুন । আপনি আপনার ব্যবসায়ের সাথে সম্পর্কিত ছোট ভিডিওগুলিও ভাগ করতে পারেন, যার ভিত্তিতে আপনি পরে প্রচারের জন্য বিজ্ঞাপন চালাতে এবং লোকদের কাছে পৌঁছাতে পারেন।
6. ডিসকাউন্ট প্রডাক্ট এর ডিসকাউন্ট কে না পছন্দ করে ! এ কারণেই ছোট ব্যবসায়ের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ যে আপনি সময়োপযোগে আপনার পোডাক্ট এর উপর ছাড় রাখেন এবং এমন সময়ে এমন কিছু প্রচারণা চালান যা লোকদের কাছে আপনার ব্যবসায়কে ব্যাখ্যা করতে পারে এবং আরও বেশি বেশি লোক এর মাধ্যমে আপনার ব্যবসায়ের সাথে সংযোগ স্থাপন করতে পারে।
এখানে যখনই আপনি কোনও প্রচার বা ছাড়ের প্রস্তাব রাখেন তখন সেগুলি আপনার সামাজিক মিডিয়া পেজ এ শেয়ার করুন যাতে লোকেরা তাদের সম্পর্কে জানতে পারে।
আপনি এখানে একটি রেফারেল প্রোগ্রামও রাখতে পারেন এবং আরও গ্রাহকদের আপনার ব্যবসায়ের সাথে সংযুক্ত করতে পারেন।
7. কাস্টমার রিভিউ এর গুরুত্ব দিন যে কোনও ব্যবসায়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হ’ল লোকের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়া। লোকেরা আপনার ওয়েবসাইটে যে কোনও গুগল ফর্ম বা কলামের মাধ্যমে তারা যে পণ্যটি কিনেছে সে সম্পর্কে রিভিউ লিখতে বলুন যাতে আপনি সেই অনুযায়ী পরিবর্তন করতে পারেন।
এখানে মনে রাখা জিনিসটি হ’ল লোককে ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে চাপ দিবেন না। এটি আপনার ব্যবসায়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আমার শেষ কথা
কাজের পাশাপাশি আপনার চারপাশের লোকদের কাজের জন্য তাদেরও প্রশংসা করা জরুরী staff আপনার কর্মী সদস্যকে সময়ে সময়ে কিছু দিন, যা তারা ব্যবসায়ের প্রচারের জন্য তাদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলিতে শেয়ার করে নিতে পারে।
আপনি এমন লোকদের ডায়রি, মগ ইত্যাদি দিতে পারেন যেখানে ব্যবসায়ের প্রচার হয়।
এই সমস্ত মার্কেটিং টিপসকে মাথায় রেখে আপনি বেশি অর্থ ব্যয় না করে আপনার ব্যবসায়ের বাজারজাত করতে পারেন এবং আপনার গ্রাহকদের কাছে নিজেকে পরিচিত করতে পারেন। তাই দেরি করবেন না এবং এগুলি থেকে আজ থেকেই কাজ করুন এবং আপনার ব্যবসাকে উচ্চতায় নিয়ে যান।
আমি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু আয়ডিয়া শেয়ার করলাম নিয়ে ।যেসব টিপস ব্যাবহার করে আপনি মার্কেটিং এ সফল হতে পারবেন
এবং আমার এই আট্রিকেল এ যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ভুলটা ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে । যাতে এরপর থেকে আরো কোয়ালিটিফুল আটি্কেল আপনাদের উপহার দিতে পারি
আর আপনাদের জন্য নিয়ে এলাম জেনারেটপ্রেস লেটেস্ট আপডেটেড প্রিমিয়াম প্লাগিন । আর ভালো লাগলে আমার সাইটটা থেকে ঘুরে আসতে পারেন site link The post ডিজিটাল মার্কেটিং এর বেসিক 7 টিপস। মার্কেটিং আইডিয়া appeared first on Trickbd.com. |
Posted: [[Disclaimer: পোস্টটি আমি লিখছি সম্পুূর্ণ আমার মনে হটাৎ আসা প্রশ্ন ও সেটা নিয়ে ভাবনা থেকে লিখছি।তাই কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ও শুধরে দেবেন]] ধন্যবাদ! The post [[Attention Plz]] সকলে অবশ্যই পোস্টটি দেখবেন বিশেষত ট্রিকবিডির সব মেম্বার,অথর ও Admin রা দেখবেন!আশা করি একটু অন্যভাবে বিষয়গুলো দেখতে পারবেন। appeared first on Trickbd.com. |
শয়তান ও জ্বিন সম্পর্কে গভীরভাবে জানতে ৩ টি pdf বই পড়ুন Posted: শয়তান ও জ্বিন সম্পর্কে ডিপলি জানতে এই বই তিনটি অনেক সাহায্য করবে। এদের সম্পর্কে জানার অনেকের ই তীব্র ইচ্ছে থাকা সত্বেও অনেকে জানতে পারেনা ভালো কোনো আর্টিকেল, ভিডিও, বই না পাওয়ার কারনে। ১। শয়তান পরিচিতি pdf বইশয়তানের পরিচয় জানতে এবং শয়তানের উদ্দেশ্যে জানতে এই বইটি পড়ুন।শয়তানের আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য বইটি পড়ুন। বইটির ভূমিকা তুলে ধরা হলোঃ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্যেই শয়তান চেনা দরকার। তাই আসুন আল্লাহ শয়তান সম্পর্কে যতগুলাে আয়াত নাজিল করেছেন তার সব গুলােই এবং শয়তানকে চিনার চেষ্টা করি। এনিকে বিষ বলে চিনতে ভুল করে তাকে ঔষধ মনে করে খেয়ে যে অনেক মানুষ মারা গেছে তার কিছু ঘটনা আমাদের সামনেই ঘটেছে। একবার খবরের কাগজে পড়লাম এক মা তার অসুস্থ মেয়েকে বলছে "তাের ঔষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তুই নিজে গিয়ে দ্যাখগে আলমারীর মধ্যে একটা শিশিতে ঔষুধ আছে ওখান থেকে ১ দাগ ঔষুধ ঢেলে খেয়ে নিয়ে যা বাছ অমনি তার অসুস্থ্য মেয়েটা আলমারী খুলে দ্যাখে যে দুটো শিশিতে ঔষুধ রয়েছে যার একটায় ছিল খাব্যকার ঔষুধ আর অপর শিশিতে ছিল এড্রিন সে এন্ডিনকেই ঔষুধের শিশি মনে করে তার থেকে এক দাগ ঔষুধ (যা আসলে ছিল এড্রিন বা বিষ ঢেলে নিয়ে খেয়ে ফেলেছে। এরপর কিছুক্ষণের মধ্যে তার মা জানাতে পারল যে সে ঔষুধ মনে করে এন্ডিন খেয়ে ফেলেছে। সে যদি সত্যকার অর্থে চিনতেই পারতাে যে এটা ঔষুধ নয়. এটা বিষ তাহলে তা কি খেয়ে মরত? কিছুতেই তার ধারে কাছে যেত না, এবং মরতােও না। ঠিক তেমনই এন্ড্রিনের হাত থেকে বাঁচতে হলে যেমন এনিকে চিনতে হয় তেমন শয়তানের হাত থেকে বাঁচতে হলেও শয়তানকে চিনতে হয়। তাই শয়তানকে চিনার জন্যে আমি আল-কুরআনে যেখানে যেখানে শয়তানের উল্লেখ আছে তার সব জায়গা থেকেই সবগুলাে আয়াত অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ এখানে হাজির করছি এই নিয়তে যেন শয়তানকে চিনতে আমরা কেউ ভুল না করি। আল্লাহ শয়তানকে এক স্থানে খান্নাস বলেছেন, ১১ স্থানে ইবলিছ নামে উল্লেখ করেছেন এবং শয়তান নামে উল্লেখ করেছেন ৮৮ স্থানে তাহলে মােট হল ১০০ জায়গায়। এবার আল-কুরআন থেকে শয়তানকে যে যে নামে যে সব পারাতে উল্লেখ করা হয়েছে নিন্মে ক্ৰমিক পর্যায়ে সাজিয়ে পাঠক পাঠিকাদের অবগতির জন্যে তা পেষ করা হলাে। এর মধ্যে কিছু আছে মানুষরূপী শয়তানের কথা, কিছু আছে। জ্বীন শয়তানের কথা আর কিছু আছে আসল শয়তানের কথা যা অর্থ এবং সংক্ষিপ্তে ব্যাখ্যা থেকে বােঝা যাবে। বইয়ের নামঃ শয়তান পরিচিতি ২। জ্বিন ও শয়তানের ইতিকথা pdf বইজ্বিন জগৎ একটি রহস্যে ঘেরা বিশাল জগৎ এ জগৎ সম্পর্কে জানার তীব্র ইচ্ছা ও আকাঙ্ক্ষা প্রচীন জগৎ থেকেই ছিলো মানুষের এবং এখনো রয়েছে। যুগে যুগে মানুষ যা জানতে পেরেছে তা লিপিবদ্ধ করে বিভিন্ন বই লিখে আমাদেরকে জানার সুযোগ তৈরী করে দিয়ে গেছেন। বইটির নামঃ জ্বিন ও শয়তানের ইতিকথা Jin O Soytaner Etekotha Pdf Book ৩। জ্বীন ও শয়তান জগৎ pdf বইজীন ও শয়তান জগৎ বইটিতে আলোচনা করা হয়েছে জ্বীনরা কি খায়? বইয়ের নামঃ জ্বীন ও শয়তান জগৎ The post শয়তান ও জ্বিন সম্পর্কে গভীরভাবে জানতে ৩ টি pdf বই পড়ুন appeared first on Trickbd.com. |
Bkash Account থেকে যে কোনো ধরনের পে-বিল পেমেন্ট করে ২০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সময় খুব কম। Posted: বিকাশ অ্যাপে চলতেছে সারপ্রাইজ অফার Bkash Account থেকে যে কোনো ধরনের বিল পে-বিল করলে ৫% ক্যাশব্যাক সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। বিকাশ এর সকল গ্রাহক এই অফারটি পাবেন। অফারটি পেতে হলে শুধু মাত্র বিকাশ অ্যাপ দিয়ে পে-বিল করতে হবে। অফার ১ দিন চলবে শুধু মাত্র ০৪ আগস্ট এ শুধু একবার ক্যাশব্যাক পাওয়াবে ক্যাশব্যাকটি দেওয়া হবে পে-বিল করার পরবর্তী কার্যদিবসের মধ্যে। অফারটি নিয়ার জন্য বিকাশ অ্যাপ থেকে পে-বিল অপশন এ গিয়ে যে কোনো পরিমাণ এবং যে কোনো বিল পে করুন।! যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!ফ্রি তে মোবাইল রিচার্জ নিয়ে নিনধন্যবাদThe post Bkash Account থেকে যে কোনো ধরনের পে-বিল পেমেন্ট করে ২০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সময় খুব কম। appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন 10 Minute School এর Web Design Course By Fahim Murshed . Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের কাছে 10 Minute School এর Web Design কোর্সটি নিয়ে এসেছি । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার অনেকেই এই Course টি সম্পর্কে জানি এবং অনেকে ইতিমধ্যে Course টি করেছি । অনেকে টাকার অভাবে Course টি করতে পারতেছেন না তাই আপনাদের জন্য ফ্রিতেই নিয়ে এসেছি । শুরু করার আগে বলে নেই , এই কোর্সটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া । তাই দয়া করে কেউ এই কোর্সটি Sell করার চেষ্টা করবেন না । যদি কিনতে চান 10 Minute School থেকে কিনে নিতে পারেন সাথে Certificate পাবেন । এই পোস্টটি কোনও কপিরাইট আইন লঙ্ঘন করে না । ডাউনলোড করতে সমস্যা হলে জানাবেন আর অনেকে অনেকেই ভিডিও প্লে করতে পারতেছেন না , অবশ্যই Mx Player Pro অথবা Xplayer ব্যবহার করবেন ভিডিও প্লে করার জন্য । |
বিভিন্ন Multi-Player বা Solo Game খেলুন এখন Telegram BOT এর সাহায্যে Posted:
বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @gamee খুবই উপকারী একটা BOT। Telegram-এই এখন Bot এর Build in কিছু Game আছে তা খেলতে পারবেন ।
ব্যবহার:- এই BOT এর সাহায্যে আপনি Telegram এর মধ্যেই কিছু Multi-Player Game খেলতে পারবেন।
Telegram BoT টি যেভাবে Run করবেন :-1. প্রথমে Telegram App এ Search করুন @gamee 2. Start Click করুন
4. Solo অথবা Your Friend Select করলে Game Start হবে
5. আর “Trending Games” এ Click করলে কিছু Game List দেখাবে
এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।
DEXTER The post বিভিন্ন Multi-Player বা Solo Game খেলুন এখন Telegram BOT এর সাহায্যে appeared first on Trickbd.com. |
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির। Answer Of 1 Subject Of ssc 21ফিন্যান্স ও ব্যাংকি ৩য় সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন। নিচে অ্যাসাইনমেন্ট এর সমাধানের .txt ফাইল দেয়া হলো.. . ফিন্যান্স ও ব্যাংকি অ্যাসাইনমেন্ট এর সমধান ৩য় সপ্তাহ বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ট্রিক শেয়ার করা হয় এছারাও এখানে আপনি পোষ্ট করে ইনকাম করতে পারবেন প্রতি পোষ্ট ১০থেকে ৫০টাকা পর্যন্ত দেওয়া হয় লিং DownloadAEP.com ডিজিট করার অনুরোধ রইলো খোদা হফেজ। The post ssc 21 এর ফিন্যান্স ও ব্যাংকি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3 rd Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com. |
আপনার ইন্টারনেট স্পিড কত ? সহজেই চেক করুন 3g বা 4g ইন্টারনেট স্পিড মোবাইল অথবা পিসিতে । Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন জিজ্ঞাসা করলাম না কারণ ট্রিকবিডির সাথে থাকলেই তো ভালো থাকবেন তো এখন কাজের কথায় আসা যাক । এই পোস্টে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার 3g বা 4g এর ইন্টারনেট স্পিড চেক করবেন সহজে । তো পোস্টটি শুরু করা যাক । এটি আপনি অ্যান্ড্রয়েড আইফোন অথবা পিসিতে করতে পারেন আমি সবগুলোই ধাপে ধাপে দেখিয়ে দেব । এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আপনি যদি এভারেজে আপনার ইন্টারনেট স্পিড জানতে চান তাহলে আপনাকে ঘনঘন কয়েকবার চেক করে ইন্টারনেট স্পিড দেখতে হবে তো এখন পোস্টে যাওয়া যাক । আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোরে যাবেন আর যদি আইফোন হয় তাহলে অ্যাপেল অ্যাপ স্টোরে যাবেন । সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন fast speed test. সার্চ করলে এই রেজাল্ট আসবে অ্যাপটি ইন্সটল করে নিবেন । এরপর ওপেন হলে এরকম কাউন্ট হওয়া শুরু করবে । এখানে আমার ইন্টারনেট স্পিড দেখতে পাচ্ছেন । এখানে আপনি নিচেই পাবেন show more info সেখানে ক্লিক করবেন । ক্লিক করলেই আরো অনেক ইনফো দেখতে পাবেন । এবার যাওয়া যাক পিসি বা আপনি যদি অ্যাপ ছাড়া দেখতে চান তাহলে কিভাবে দেখবেন । আমি চলে গেলাম গুগল ক্রোমে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন । সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন fast.com লিখলে অ্যাপের মতোই কাজ করবে আবার বলে রাখি আপনাকে এখানে ঘনঘন আপনার ইন্টারনেট স্পিড চেক করতে হবে তাহলেই আপনি আপনার এভারেজ স্পিড পেয়ে যাবেন । পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধে হলে আমার ভিডিওটি দেখতে পারেন দেখার জন্য ক্লিক করুন এখানে আপনি আমার চ্যানেলে পাবেন এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইলের রিলেটেড বিভিন্ন প্রকার টিপস-এন্ড-ট্রিকস তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল ভিজিট করার জন্য ক্লিক করুন এখানে আপনি চাইলে আমার আরো পোস্ট দেখতে পারেন দেখার জন্য ক্লিক করুন এখানে
The post আপনার ইন্টারনেট স্পিড কত ? সহজেই চেক করুন 3g বা 4g ইন্টারনেট স্পিড মোবাইল অথবা পিসিতে । appeared first on Trickbd.com. |
Canva Pro Invitation লিংক, 01 বছরের জন্য [No Binning, Direct Pro] Posted: Howdy Everyone,
Premium Account এর Features সমূহ ⌘Unlimited downloads: কোন Cost ছাড়াই Unlimited Download করুন ⌘Canva design tool: Design সম্পর্কে Idea না থাকলেও খুব সহজে Canva ব্যবহার করতে পারবেন ⌘High-quality stock photos: 60 million royalty free images রয়েছে আপনার ডিজাইনের জন্য ⌘Font collection: 1,000 custom fonts , যা আপনার Text কে সুন্দর ভাবে উপস্থাপন কররতে সাহায্য করবে ⌘Publishing assistant: সরাসরি Facebook, Twitter, Instagram, etc site এ Publish করতে পারেন আপনার design ⌘Background removal: খুব সহজেই ছবির Background remove করতে পারবেন ⌘Animation: এনিমেশন text তৈরী করতে canva-র বিকল্প নেই
Instruction 1.প্রথমে এই Invitation Link এ Click করুন
2. আপনার Email/Gmail যেকোন একটা দিয়ে Sign Up করে নিন যদি এর আগে থেকে Canva Account না থাকে আর যদি আগে থেকেই Canva Account থাকে তবে ঐ Gmail/Email দিয়ে Log in করে নিন
3.ব্যস Canva Pro Activate হয়ে যাবে
4. July 24, 2022 পর্যন্ত Canva Premium Featuresগুলো উপভোগ করতে পারবেন
Conclusion Canva Pro Team এ Join হওয়ার পর অবশ্যই Comment Section এ Email Comment করবেন অথবা TrickBD Discord Server এর #general Section এ Mail Address Comment করবেন, Otherwise I will Remove You From Canva Team.
Bye The post Canva Pro Invitation লিংক, 01 বছরের জন্য [No Binning, Direct Pro] appeared first on Trickbd.com. |
যে চার ব্যাক্তিকে আল্লাহ তায়ালা নিজেই অভিশপ্ত করেন। দেখে নিন আপনিও চার ব্যক্তির মধ্যে আছেন কিনা Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । যে চার ব্যাক্তিকে আল্লাহ তায়ালা নিজেই অভিশপ্ত করেন
১. স্বতী সাধ্বী নারীদের অপবাদ দেওয়া: নারীর অধিকার রক্ষায় ইসলাম কঠোর আইন প্রণয়ন করেছে। তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলাকে ইসলামে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। যথাযথ প্রমাণ ছাড়া কোনো নারীর প্রতি কেউ অভিযোগের আঙুল তুললে তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। অপবাদ দাদা ব্যক্তিকে আল্লাহ অভিশপ্ত ঘোষণা করেছেন। আল্লাহ তা’আলা বলেনঃ স্বতী-সাধ্বী, সরলমনা ও ঈমানদার নারীদের প্রতি যারা অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। তাদের জন্যে রয়েছে মহাশাস্তি। (সূরা নূর আয়াত ২৩) ২. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: মানুষকে আল্লাহ তায়ালা সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। সমাজের ভারসাম্য রক্ষায় এ বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। আত্মীয় স্বজনের প্রতি সুসম্পর্ক বজায় রাখার তাগিদ ইসলামী অপরিসীম। তাই এ সম্পর্ক ছিন্ন করা অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ। আল্লাহ তায়ালা বলেন →আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করার পর যারা তা ভাঙ্গে সে সম্পর্ক আল্লাহ তায়ালা অক্ষুণ্ণ রাখতে আদেশ দিয়েছেন আর যারা তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্যে রয়েছে অভিশাপ এবং তাদের জন্য রয়েছে মন্দ নিবাস।( সূরা রাদ আয়াত ২৫) ৩. মিথ্যাবাদিতা: মিথ্যা কথা বলা খুবই জঘন্য কাজ। মিথ্যুকদের প্রতি আল্লাহর অভিশাপ অনিবার্য। আল্লাহ তাআলা বলেনঃ তোমার কাছে জ্ঞান আসার পর যে ব্যক্তি এ বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে তাকে বলো এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদের। তারপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যুকদের দেই আল্লাহর অভিশাপ। (সূরা আল ইমরান আয়াত ৬১) ৩. (ক) কুফর: আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করার নাম কুফর। কাফিরদের জন্যে রয়েছে আল্লাহর অভিশাপ। মহান আল্লাহ তা’আলা বলেন →যারা কুফরী করে, এবং কাফেররূপে মারা যায় তাদের প্রতি আল্লাহ সব ফেরেশতা ও মানুষের অভিশাপ। (সূরা বাকারা আয়াত ১৬১) ৩.(খ) মুনাফিকি: দুমুখো কপট মানুষ খুবই ইতর প্রকৃতির লোক। তাই মুখে ঈমান রেখের অন্তরে কুফরি গোপন করা মুনাফিকদের প্রতি আল্লাহর অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেনঃ মুনাফিক নারী-পুরুষ ও কাফিরদের আল্লাহ জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে তারা স্হায়ী হবে। সেটাই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন। তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি।( সূরা তওবা আয়াত ৬৮) ৩.(গ) বিশ্বাসঘাতকতা: বিশ্বাসঘাতকতা এক অমার্জনীয় অপরাধ। আল্লাহর কাছেও মানুষের কাছেও। তাই বিশ্বাস ভঙ্গকারি অভিশপ্ত। আল্লাহতা’লা বলেন→ অঙ্গীকার ভাঙ্গার জন্য আমি তাদের অভিশাপ দিয়েছি। তাদের হৃদয় কঠোর করেছি। তারা শব্দগুলোর আসল অর্থ বিকৃত করে। তাদের যা উপদেশ দেয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। তাদের মধ্যে অল্পসংখ্যকই ছাড়া সবাইকে তুমি সর্বদা বিশ্বাসঘাতকতা করতে দেখবে। আমাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো আল্লাহ সৎ লোকদের ভালোবাসেন। (সূরা মায়িদা আয়াত ১৩) ৪. হত্যা ও খুনাখুনি: হত্যা ও খুনাখুনি আল্লাহ মোটেও পছন্দ করেন না।তাই তিনি হত্যাকারীকে অভিশপ্ত বলেছেন। আল্লাহ তাআলা বলেনঃ ইচ্ছে করে কেউ কোন মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম। সেখানে সে স্থায়ী হবে। আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন। তাকে অভিশাপ দেবেন। তার জন্য প্রস্তুত রাখবেন মহাশাস্তি। (সূরা নিসা আয়াত ৯৩) এছাড়া আল্লাহ তায়ালা বলেন→ সাবধান! অত্যাচারীদের প্রতি আল্লাহর অভিশাপ। (সূরা হুদ আয়াত ১৮) অন্যত্র তিনি বলেন →অতঃপর জনৈক ঘোষণাকারী তাদের নিকট ঘোষণা করবে, অত্যাচারীদের উপর আল্লাহর অভিসম্পাত। ( সূরা আ’রাফ আয়াত ৪৪) Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post যে চার ব্যাক্তিকে আল্লাহ তায়ালা নিজেই অভিশপ্ত করেন। দেখে নিন আপনিও চার ব্যক্তির মধ্যে আছেন কিনা appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments