Jungle Cruise (2021) মুভি ডাউনলোড লিংক ও রিভিউ [বাংলা সাবটাইটেল সহ] |
- Jungle Cruise (2021) মুভি ডাউনলোড লিংক ও রিভিউ [বাংলা সাবটাইটেল সহ]
- [No Refer Promotion] টিকটিকে আনলিমিটেড রেফার করার ট্রিক। ১০০% ওয়ার্কিং। আমি নিজে ট্রাই করেছি ২টি ফোনে
- ফ্রিতে নিয়ে নিন TikVpn 4 month Subscription
- Bkash এ ২০ টাকা ক্যাশব্যাক, ১বার!
- কী ভাবে আপনার ক্রোম ব্রাউজারকে নোটপ্যাডে রূপান্তর করবেন।
- ফ্রিতে নিজের জন্য তৈরি করুন ওয়েবসাইট এই ৫টি সাইট থেকে
- জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি গেম
- কীভাবে কোনো সফটওয়্যার ইন্সটল ছাড়াই Windows 10 এ ফোল্ডার লক করা যায়।
- HSC পরীক্ষার্থীদের “পৌরনীতি ও সুশাসন” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!
- ডাউনলোড করে নিন 10 Minute School এর Unleash Your True Potential Course By Ghulam Sumdany Don .
Jungle Cruise (2021) মুভি ডাউনলোড লিংক ও রিভিউ [বাংলা সাবটাইটেল সহ] Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।২৮ জুলাই মুক্তি পেলো অন্যতম হাইপ তোলা মুভি জাঙ্গাল ক্রুস (২০২১)। অনেকেই এখনো মুভিটি ডাউনলোড করতে পারেন নি। আজকে তাদের জন্যই হালকা রিভিউ ও ডাউনলোড লিংক নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। Movie: Jungle Cruise (2021)
Genre : Adventure/Action/Comedy Personal Rating: 7/10 Language: English ***হালকা স্পয়লার***ডিজনি থিম পার্কের বিশেষ এক আকর্ষণ হচ্ছে ‘জাঙ্গাল ক্রুজ’। ৭ মিনিটের একটা নৌকা ভ্রমণ যেখানে বাষ্পীয় ইঞ্জিনের নৌকায় পর্যটকদের ঘুরিয়ে দেখানো হয় কৃত্তিম জঙ্গল আর জল-স্থলের বিভিন্ন বন্যপ্রাণী। ৬৬ বছর আগে ক্যালিফোর্নিয়া তে অবস্থিত ‘ডিজনিল্যান্ড’ এ প্রথম জাঙ্গাল ক্রুজ শুরু করা হয়। বর্তমানে চারটা ডিজনি পার্কে এই জাঙ্গাল ক্রুজ রয়েছে। মূলত এই থিম পার্ক এট্রাকশনের উপর ভিত্তি করেই তৈরী করা হয়েছে ‘জাঙ্গাল ক্রুজ’ সিনেমাটি যেটা বিশ্বব্যাপি মুক্তি পেয়েছে ২৮ জুলাই। এ্যাডভেঞ্চার সিনেমা আমার সবসময় পছন্দের। দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলাম জাঙ্গাল ক্রুজের জন্য। বেশ বড় রকমের প্রত্যাশাও ছিলো মুভিটি নিয়ে। তো কেমন ছিলো ‘জাঙ্গাল ক্রুজ’? আসলে বিষয়টা এই যে, আমি যেমনটা আশা করেছিলাম তেমনটা পাইনি। ২০২১ সালে এসে গতানুগতিকের বাইরে কিছু আশা করা আমার মনে হয় একেবারে যুক্তিহীন নয়। কিন্তু ‘জাঙ্গাল ক্রুজ’ আসলে নতুনত্বের তেমন কিছুই দেখাতে পারেনি। কিন্তু আবার হতাশও করেনি। বরং দেখার সময় বেশ উপভোগ করেছি। থিয়েটারে দেখতে পারলে আরও বেশ লাগতো। কেননা এই টাইপের সিনেমা পুরোপুরিভাবে এনজয় করার জন্য 3D অত্যাবশ্যক। একটা পাত্রে এক টুকরো The mummy, কয়েক চামচ Indiana Jones, সামান্য পরিমাণ Pirates of the Caribbean আর অনেকখানি Lara Croft মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে যা পাওয়া যাবে সেটাই মনে হয় Jungle Cruise. বিংশ শতাব্দীতে আফ্রিকা অভিযান কেন্দ্রিক মুভিটা, নামের সাথে কাহিনীর যথেষ্ট মিল আছে। সবথেকে ভালো দিক ছিল খুব দ্রুত কাহিনী ফ্লো করায়। অতিরিক্ত ডায়ালগ বা নাটকীয়তা বা সময়ক্ষেপণ একেবারেই ছিল না, তাই বোরিং লাগেনি। অন্যদিকে সিজিআই ইফেক্টের কাজ বেশ ভালোভাবেই করা হয়েছে। ফলে প্রাকৃতিক দৃশ্যগুলো বেশ উপভোগ্য হওয়াতে দেখার আগ্রহটা কখনো নষ্ট হয় নি। এক্সপেডিশন বা অভিযান কেন্দ্রিক অসংখ্য মুভি তৈরি হওয়ার কারনে এই মুভিতে দেখার জিনিস ছিল দুটো। প্রথমত এখানে নতুন কি আছে যা আগের কোন মুভিতে ছিল না, দ্বিতীয়ত, রক ভিন্নধর্মী মুভির সাথে কতটা খাপ খাওয়াতে সক্ষম হয়। যদিও Journey 2 একই ঘরানার এডভেঞ্চার মুভিই ছিল, কিন্তু তাতে প্রায় কমবেশি সবাইই স্ক্রিনটাইম পেয়েছিল, আর এখানে ভিলেন বাদে বাকিটা রানটাইমে তারাই স্ক্রিনে ছিল। দ্যা রক খ্যাত Dwayne Johnson কে অনেকটা টারজানের বাদামি ভার্শন লাগছিল। শুধু চিৎকারটা না দেওয়ায় হয়ত তেমনটা লাগে নি। তবে একটা ব্যাপার বেশ পরিষ্কার, রককে ফ্যামিলি কমেডি কিংবা মারমার কাটকাট মুভি ছাড়া অন্য কোথাও মানায় না। সে যতই অভিনয় করার চেষ্টা করুক না কেন, অন্য ক্যারেক্টারগুলো তার সাথে একেবারেই যায় না। এ যেন অনেকটা Liam Nelson এর ছোট ভাই টাইপ অবস্থা। ইভেন এই মুভির একশন সিনে রক যতটা সহজাত ছিল নরমাল সিনগুলোয় ততটা ছিল না। এমিলি ব্লান্ট ভালোভাবেই Dr. Lily Houghton এর চরিত্রে ফুটিয়ে তুলেছেন। ডিরেক্টরের লারা ক্রফট ফ্যান্টাসির কারনে কয়েক জায়গায় কিছুটা মিল থাকলেও বেশিরভাগ সময়েই সে ব্যারিয়ারটা ভেদ করে তিনি বের হয়ে আসতে সক্ষম হয়েছেন, যা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। সব মিলিয়ে মোটামুটি দেখার মতই একটা মুভি। এ বছর এ পর্যন্ত রিলিজ হওয়া বেশিরভাগ মুভিই লস প্রজেক্ট হলেও এই মুভিটা এক্সপেকটেশন সম্পূর্ণ পূরণ করতে না পারলেও মোটামুটি ভালোই কাছাকাছি যেতে পেরেছে। Story Lily ও McGregor Houghton দুই ভাই-বোন। Lily তাদের মধ্যে অনেক বেশি অ্যাডভেঞ্চারেস। ছোট থাকতে সে তার বাবার কাছে শুনে এক ম্যাজিকাল গাছ এর কথা যার পাতা দ্বারা মৃত্যুর মুখ থেকেও মানুষকে বাচিয়ে আনা সম্ভব যেকোনো অসুখ সারিয়ে তুলা সম্ভব। সেই গাছের অবস্থান Amazon এর গভির জঙ্গলে যেখানে অনেক অভিজানের পরেও কেও পৌঁছাতে পারেনি। Lily ছোট বেলা থেকেই লক্ষ ছিলো যে সে এই ম্যাজিক্যাল গাছ খুজে বের করবেই। অনেক রিসার্চ এর পর সে সেই গাছ এর একটি ম্যাপ খুজে পায় এবং তার ভাই কে নিয়ে খুজতে বেরিয়ে পরে সেই ম্যাজিক ট্রি। Amazon এ যেয়ে তার দেখা হয় Frank এর সাথে। Frank হলো এক জন স্কিপার যে ট্যুরিস্টদের Amazon Cruise এ নিয়ে যায় এবং Amazon এর সব তার চেনা। Lily Frank কে ঠিক করে তাদের স্কিপার হিসাবে তাদের নিয়ে যাওয়ার জন্য তার অ্যাডভেঞ্চারে। তবে শুধু তারা একাই এই ম্যাজিক্যাল ট্রি এর খোঁজে আছে তানা। আরও অনেকে আছে যারা এই ট্রি এর পাওয়ার ব্যাবহার করতে চায়। যাদের উদ্দেশ্য ভালো কিছু নয় এবং তাদের অনেকে ঠিক মানুষও নয়। Lily ও Frank কি পারবে Amazon ও তাদের শত্রুদের মোকাবেলা করে সেই ট্রি খুঁজে পেতে? জানতে হলে দেখতে হবে মুভি। Official Trailer-1Official Trailer-2ScreenshotsDownload Links (Language: English)480p (420 MB): Direct Download Link 720p (HEVC 820 MB): Direct Download Link 720p (1.2 GB): Direct Download Link 1080p (HEVC 1.4 GB): Direct Download Link 1080p (2.6 GB): Direct Download Link 1080p (HQ 4.5 GB): Direct Download Link 4K (3.2 GB): Direct Download Link Bangla Subtitle: Download From Here কিভাবে বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখবেন জানতে এখানে ক্লিক করুন লিংকে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। [Links Credit: Mlwbd]
আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post Jungle Cruise (2021) মুভি ডাউনলোড লিংক ও রিভিউ [বাংলা সাবটাইটেল সহ] appeared first on Trickbd.com. |
Posted: হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত পরশু আমি টিকটিক আনলিমিটেড রেফার নিয়ে একটি পোস্ট করেছিলাম। সেখানে প্রায় সবাই কমেন্ট করছিলেন ভার্চুয়াল এড্রোয়েড ফোনের ট্রিকটা কাজে লাগছে না। তাই আজকে নিয়ে এলাম আরেকটি ট্রিক। এই ট্রিকটি আমার ২টি ফোনে কাজ করেছে। আশাকরি আপনাদেরটায়ও কাজ করবে। তবে হ্যা, এই ট্রিকটি সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে করবেন। কোনো রকম ক্ষয়ক্ষতির জন্য ট্রিকবিডি বা আমি কোনো ভাবে দায়ী নই। কীভাবে কাজ করে। আমরা সবাই জানি আমাদের সবার ফোনে একটি ডিভাইস আইডি থাকে। এটি সবার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। আমাদের এই ইউনিক ডিভাইস আইডিটি চেঞ্জ করতে হবে। আমরা ডিভাইস আইডিটি পরিবর্তন করে পুনরায় এক ফোনে বারবার টিকটিক রেফার করতে পারব। ডিভাইস আইডি চেঞ্জ করব কীভাবে? ২ভাবে আপনার ফোনে ডিভাইস আইডি চেঞ্জ করতে পারবেন। এক রুট পদ্ধতিতে, দুই আন রুট পদ্ধতিতে। আনরুট ফোন: মূলত আনরুট ফোনের জন্য আমাদেরকে সেই ফোনের ডাটা রিসেট করতে হবে। জ্বী বন্ধুরা। আমাদের ফোন যখন আমরা প্রথমবার চালু করি তখন একটি ডিভাইস আইডি ক্রিয়েট হয়। আর ডাটা রিসেট করলে সেই কাজটিই ঘটে। ডাটা রিসেট করার পর ফোনটি যখন অন করা হয় তখন নতুন ডিভাইস আইডি তৈরি হয়। রুট ফোন: ১.রুট ফোনের জন্য এটি খুবই ইজি একটি কাজ। প্রথমে Device ID Changer অ্যাপ ইন্সটল করুন। ২.এডিটে র্যান্ডম ডিভাইস আইডি সিলেক্ট করুন। ডিভাইস আইডি চেঞ্জ? এবার টিকটিক ইন্সটল করুন আর রেফার নিয়ে নিন। সতর্কতা: ১.প্রথমেই বলে নেই। আমি আনরুট মেথডেই ট্রাই করেছি। কেননা আমার কাছে রুটেড ফোন নেই। সো আমি চেক করেছি ডিভাইস আইডি চেঞ্জ করার পর কাজ হয় কি না। ২.রেফার করার জন্য আপনার রেফার লিংক থেকে প্লে স্টোরে ঢুকে ডাউনলোড দিবেন। ৩.লোকেশন অফ রাখবেন। যথাসম্ভব চেষ্টা করবেন মোবাইল নম্বর দিয়ে একাউন্ট করার। ৪.ফ্রড রেফার কন্ট্রোল শো করলে কিছুক্ষণ পরে ট্রাই করুন। অথবা পরদিন সকালে ট্রাই করুন।(ফ্রড রেফার কন্ট্রোল প্রায় সব ফোনেই আসে। এটা সাধারণ প্রবলেম) ৫.যদি সাথে সাথে ফ্রড রেফার কন্ট্রোল বাইপাস করতে চান, সেক্ষেত্রে নতুন ভাবে ডিভাইস আইডি জেনারেট করুন। ৬.এটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করুন। আমি আমার ২টি ফোনে ফ্যাক্টরি ডাটা রিসেট করেছি শুধু মাত্র আপনাদের জন্য। গত পোস্টে অনেকেই কথা দিয়েছিলাম টিকটক রেফার ট্রিক সেয়ার করব। যদিও এডমিড সেটি ডাউন করে দিয়েছে। করারই কথা নন প্রফিট ছিল। আশাকরি আজকেরটা আপনাদের একজনের হলেও কাজে আসবে। কোনো সমস্যা হলে বলবেন। আর হ্যা কাজ করলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। The post [No Refer Promotion] টিকটিকে আনলিমিটেড রেফার করার ট্রিক। ১০০% ওয়ার্কিং। আমি নিজে ট্রাই করেছি ২টি ফোনে appeared first on Trickbd.com. |
ফ্রিতে নিয়ে নিন TikVpn 4 month Subscription Posted:
1. প্রথমে এই Link এ যান- TikVpn Signup 2. নিজের ই-মেইল & Password দিয়ে SignUp করেন 3. এরপর আপনার ই-মেইল এ একটি ভেরিফিকেশন মেইল যাবে 4. Click on – Active Your Trial
Gift Code : PKPNE-RL8AC-5899G
নিজের Device অনুযায়ী TikVpn Download করে Use করুন- TikVpn For Android– TikVpn Android TikVpn features– https://www.tikvpn.com/features
For Help– TrickBD Official Discord Server-
BYE! The post ফ্রিতে নিয়ে নিন TikVpn 4 month Subscription appeared first on Trickbd.com. |
Bkash এ ২০ টাকা ক্যাশব্যাক, ১বার! Posted:
The post Bkash এ ২০ টাকা ক্যাশব্যাক, ১বার! appeared first on Trickbd.com. |
কী ভাবে আপনার ক্রোম ব্রাউজারকে নোটপ্যাডে রূপান্তর করবেন। Posted: আসসালামু আমাইকুম।আসা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এই পর্বে দেখাবো আপনি কীভাবে আপনার ক্রোম ব্রাউজারকে নোটপ্যাডে পরিণত করার জন্য শীর্ষ 2 টি কৌশল। ক্রোম ব্রাউজারকে নোটপ্যাড হিসেবে ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। পদ্ধতি 1:প্রথম কৌশলটি একটি কোড যা থেকে আপনি একটি সাধারণ ক্রোম ট্যাবকে নোটপ্যাডে রূপান্তর করতে পারবেন। ক্রোম ব্রাউজার খুলুন। ক্রোম ট্যাবের সার্চ বারে নিচের দেওয়া কোডটি কপি করে পেস্ট করুন data:text/html, <html contenteditable> উপরের কোড পেস্ট করার পর এন্টার চাপুন। এটাই! আপনি একটি ফাঁকা পর্দা দেখতে পাবেন। আপনি সেখানে কিছু নোট করতে পারেন। দ্রষ্টব্য: আপনি ট্যাবটি বন্ধ করলে সমস্ত কিছু হারিয়ে ফেলবেন। সুতরাং, ট্যাবটি বন্ধ করার আগে আপনি যা টাইপ করেছেন তা সংরক্ষণ করুন। কন্টেন্ট সেভ করার ধাপ নিচে দেওয়া হল:
ক্রোম নোটপ্যাডে লেখা শেষ হয়ে গেলে, CTRL+S চাপুন। একটি উইন্ডো এক্সপ্লোরার পপ আপ ওপেন হবে। আপনি যে ফাইলতে সংরক্ষণ করতে চান সেই স্থানটি নির্বাচন করুন। সেভ বাটনে ক্লিক করুন। আপনার সম্পূর্ণ নোটটি আপনার কম্পিউটারে একটি HTML ফাইল হিসাবে ডাউনলোড করা হবে। আপনি যখন খুশি এই ফাইলটি খুলতে পারেন। পদ্ধতি 2ঃদ্বিতীয় পদ্ধতি হল নোটপ্যাড নামের একটি ক্রোম এক্সটেনশন। আপনার ক্রোম ব্রাউজারে এই এক্সটেনশন যোগ করতে এখানে ক্লিক করুন। “অ্যাড টু ক্রোম” এ ক্লিক করুন। নোটপ্যাড এক্সটেনশনের সাহায্যে, আপনাকে একটি নতুন ট্যাব খোলারও দরকার নেই। আপনি প্রাক-বিদ্যমান ট্যাবে নিজেই নোট নেওয়া শুরু করতে পারেন।যখনই আপনি একটি নোট নিতে চান, এক্সটেনশন আইকনে ক্লিক করুন এবং নোটপ্যাড এক্সটেনশন নির্বাচন করুন। আপনার নোটগুলি সংরক্ষণ করতে, নোটপ্যাডের উপরের ডানদিকে তিনটি ডটে ক্লিক করুন এই জাইগা থেকে আপনি আপনার নোটটি ২ ভাবে সংরক্ষন করতে পারেন TXT ফাইল আকারে আর HTML ফাইল আকাকে । সুতরাং, এভাবেই আপনি সহজেই দ্রুত নোট নিতে পারেন। আমি আপনাকে দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি কারণ নোটপ্যাড এক্সটেনশন কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য যেমন পাঠ্য সারিবদ্ধকরণ, পাঠ্য শৈলী ইত্যাদি প্রদান করে। আসা করি আজকে পোষ্টটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ। The post কী ভাবে আপনার ক্রোম ব্রাউজারকে নোটপ্যাডে রূপান্তর করবেন। appeared first on Trickbd.com. |
ফ্রিতে নিজের জন্য তৈরি করুন ওয়েবসাইট এই ৫টি সাইট থেকে Posted: আজকের টপিক হচ্ছে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো এমন কিছু ওয়েবসাইট শেয়ার করে যে সাইট থেকে আপনারা নিজের জন্য অথবা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোনো টাকা পয়সা ছারাই অনেকে আছি যাদের নিজের ওয়েবসাইট করার ইচ্ছে কিন্তু কিভাবে কি করতে হয় সেটা হয়তো যানেন না প্রথমে আপনাকে শিখতে হবে আপনি যদি না শিখেই টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করেন তাহলে তো পরে মুশকিলে পরে যাবেন ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম শিখতে হবে কোডিং এই কোডিং ছারা অনলাইনে ওয়েবসাইট তৈরি করা যাবে না আমি যে আজকে আপনাদেরকে ওয়েবসাইটের কথা বলবো এখানে আপনি ফ্রিতে নিজের জন্য সাইট তৈরি করে এখানে কোডিং গুলি শিখার চেষ্টা করতে পারবেন বিশেষ করে আপনাকে যানতে হবে HTML এবং PHP এই দুইটা প্রোগ্রামিন দ্বারা বর্তমানে ওয়েবসাইট তৈরি করা হচ্ছে এছারাও আরো প্রোগ্রামিন কোড আছে যেমন Css. Java Sripe, Js, আরো অনেক আছে আপনি ওয়েবসাইট তৈরি করে নিজে নিজে কোডিং করার চেষ্টা করবেন যেহত এখানে কোনো টাকার কারবার নেই কোনো কিছু নষ্ট হলে সমস্যা হবেনা নিজের চেষ্টা গতিতে শিখবেন এছারা কোডিং শিখতে পারেন ফ্রিতে w3school.com থেকে এখান থেকে ফ্রিতেও শিখতে পারবেন এবং টাকা দিয়ে কোর্স করতে পারবেন আপনার নিজের কাজের উপর দিপেন্ড করবে আপনার ওয়েবসাইট যত বেশি দক্ষতা আপনার থাকবে ততবেশি আপনার সফল হওয়ার চান্জ থাকবেন তাহলে চলুন আজকের ফ্রিতে কোন কোন সাইট থেকে নিজের জন্য সাইট তৈরি করতে পারবেন ব্লগার (BLOGGER> থেকে ফ্রি ওয়েবসাইট তৈরি করুনসবচেয়ে জনপ্রিয় ফিতে ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করা হয় ব্লগার কে এখান থেকে আপনি যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন একদম ফ্রিতে google কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে blogger সবচেয়ে ভালো বিষয়টি হলো বর্তমানে সবার জনপ্রিয় এডনেটওয়ার্ক গুগল এডসেন্স আপনি এখানে এপ্রুভ পাবেন এখানে একটি সাব ডোমেইন দেওয়া হবে আপনি যে ওয়েবেসাইটের নাম দিবেন তার শেষে থাকবে blogspot.com যেমন ধরেন আমি একটি ওয়েবসাইটের নাম দিলাম Techbn এই ডোমেইন টির পুরো এড্রেস হবে ictbn.blogspot.com এখানে আপনাকে সহোজ কোডিং HTML ব্যবহার করতে হবে এবং এখানে যদি আপনি ভালো একটি কুয়ালেটি ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে অবস্যয় গুগল এডসেন্স পাবেন ওয়ার্ডপ্রেস (wordpress) থেকে ফ্রিতে ওয়েবসাইট তৈরিবর্তমানে মানুষ ডোমেইন হোষ্টিং কিনে ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট তৈরি করতেছে আমি যে বিষয়ের জন্য এটা ফ্রি বললাম এটার কারন হচ্ছে শুধু মাত্র শিখার জন্য ফ্রিতে এখান থেকে ওয়েবসাইট তৈরি করে আপনি কোনো আর্নিং করতে পারবেন না আগেই বলেছি আপনার ধারনা ও দক্ষ থাকা লাগবে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেজন্য প্রথমে ফ্রিতে সবকিছু শিখে তার পর টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন freewebhosting.com.bd এখানে একাউন্ট করে আপনি একটি সি-প্যানেল পাবেন এবং ওয়ার্টপ্রেস ইন্সটল করতে পারবেন ওয়াপকিজ (wapkiz) থেকে ফ্রিতে ওয়েবসাইট তৈরিএখান থেকে ওয়েবসাইট তৈরি করা খুবি সহজ এবং কোডিং করাও সহজ এখানে আপনার ইচ্ছে মত যেকোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়াপকিজ থেকে আর্নিং খুব বেশি হয়না তার পরেও আপনি বিভিন্ন এড আপনার সাইটে প্রকাশ করতে পারবেন এখানে কয়েকটি সাব ডোমেইন দেওয়া আছে যেমন wapkiz.com wapkiz.site aino.pk আরো অনেক গুলো সাবডোমেইন আপনি এখানে পেয়ে যাবেন Html দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এছারাও এক্সট্রা থিম এখানে আপলোড দিতে পারবেন আপনি নিজে যদি এসটিএমএল ভালো যানেন তাহলে যেকোনো মডেল এর ওয়েবসাইট তৈরি করতে পারবেন মেইন ওয়েবসাইট wapkiz.com ওয়াপহোষ্টস (waphosts) থেকে ফ্রিতে ওয়েবসাইট তৈরিএখান থেকেও আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন তবে এখানে সাবডোমেইন মাত্র ২টি পাবে waphosts.co এবং wapkiz.top এখানে রয়েছে প্রাই ১৪টি বিভিন্ন ধরনের থিম এখানে আপনি কোনো এক্সট্রা থিম আপলোড করতে পারবেন না আপনার নিজের যদি দক্ষতা থাকে তাহলে আপনি কোনো থিম ছারাই এখান থেকে কোডিং করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এখানেও খুব ভালোমানের এডনেটওয়ার্কের এড পাবেন না তবে ইনকাম কম হবে এমন কিছু এডনেটওয়ার্ক পাবেন ওয়াপকা (wapka) থেকে ফ্রিতে ওয়েবসাইট তৈরিএখানে আপনার নিজের দক্ষতার উপরে কাজ করতে হবে কোনো প্রকার এক্সট্রা থিম এখানে পাবেন না যা করতে হবে সব আপনাকেই করতে হবে অন্যান্য ওয়েবসাইটে এক্সট্রা থিম আপলোড এবং সাইটেই থিম থাকে কিন্তু আপনি এখানে একটাও করতে পারবেন না নিজে কোডিং করে আপনাকে ওয়েবসাইট ডিজাইন করতে হবে এখানে আগে গুগল এডসেন্স পেলেও আমার মনে হয় এখন আর পাওয়া যাইনা
শেষ কথাআশাকরি পোষ্টি আপনার কাছে ভালো লেগেছে মেইন কথা হচ্ছে আপনার যদি ধর্য থাকে তাহলে আপনি অনলাইনে সফর হবেন আমি উপরে যে সাইট গুলো দিলাম আপনারা শুধু এখানে কোডিং করার চেস্টা করবেন পরে সফল হলে টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করতে পারবেন আমার একটি সাইট আছে দয়া করে সবাই ভিসিট করে আসবেন লিংক পোস্টি প্রথম প্রকাশ লিংঃ এখানে দেখুন The post ফ্রিতে নিজের জন্য তৈরি করুন ওয়েবসাইট এই ৫টি সাইট থেকে appeared first on Trickbd.com. |
জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি গেম Posted: আস্সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কেউ ভালো না থাকলে ট্রিকবিডিতে ভিসিট করে ন া আপনাদের দোওয়ায় আমিও ভালো আছি তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন একটি গেমিং পোষ্ট Game name : a good day to die hird size:352kb vendor : gameloft screen size : 240*320 এরকম আরো গেম পেতে WWW.yousuf.wapkiz.com ভিসিট করুন আর জারা জারা পোষ্ট করে আয় করতে চান তারা এই সাইটে গিয়ে পোষ্ট করুন প্রতি পোষ্টে 10 টাকা থেকে 50 টাকা পর্জন্ত দেওয়া হচ্ছে সাইট লিংক আজ এই পর্জন্ত শেষ তো ট্রিকবিডির সাথে থাকুন এবং ভালো থাকুন ভালো ভালো ট্রিক পেতে এই সাইটের সাথে থাকুন geotrick71.xyz ধন্যবাদ The post জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি গেম appeared first on Trickbd.com. |
কীভাবে কোনো সফটওয়্যার ইন্সটল ছাড়াই Windows 10 এ ফোল্ডার লক করা যায়। Posted: আসসালামু আলাইকুম।আসা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কীভাবে Windows 10 এ অন্য কোনো Application ব্যাবহার করা ছাড়াই কীভাবে এক বা একাধিক ফোল্ডার লক করে রাখতে পারবেন। শুধু মাত্র .bat ফাইল এর মাধ্যমে আপনি আপনার ফোল্ডার অনেক সহজেই লক করে রাখতে পারবেন। যখন আপনি ফোল্ডারটী ওপেন করারা চেষ্টা করবেন তখন একটি Password দিতে হবে তাহলেই আপনি ফোল্ডারটিতে ঢুকতে পারবেন তাছাড়া পারবেন না। সময় অপচয় না করে নিচের স্টেপ গুলো ফলো করুন একটি Folder লক করতে। সর্বপ্রথম সেই ফোল্ডারটি Open করুন যেটি আপনি লক করতে চান । নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি images নামে একটা ফোল্ডার আছে। এখন আপনাকে এখানে একটা .txt ফাইল ক্রিয়েট করতে হবে। আমি এটার নাম দিচ্ছি 'Hello' আপনি আপনার ইচ্ছা মতো নাম দিবেন। তারপর .txt ফাইলটি Open করুন এবং এখানে ক্লিক করে কোডটি কপি করে .txt ফাইলএ পেষ্ট করে দিন। তারপর কোড দিতে দেখুন Your Password লিখা আছে ঐখানে Your Password লিখাটি কেটে আপনার Password টি দিন। তারপর File এ ক্লিক করে save as অপশানে ক্লিক করে .txt ফাইল এত ফরমেট চেঞ্জ করে .bat করে দিন। তারপর .bat ফাইলটিতে ২ বার ক্লিক করলে Privete নামে একটা ফোল্ডের তৈরি হবে। Privet ফোল্ডারটিতে আপনার ফাইলটি কাট করে পেষ্ট করেদিন। আমি আমার Images নামের ফাইলটি Privete নামের ফোল্ডারে পেষ্ট করে দিলাম। এখন আপনি .bat ফাইলটিতে ২ বার ক্লিক করলে একটা Command Window আসবে সেখানে y চেপে Enter প্রেশ করুন। তাহলে আপনার ফোলদারটি লক হয়ে যাবে। এখন আপনি যদি আপনার ফোল্ডারটিতে ঢুকতে চান তাহলে .bat ফাইলটিতে ২ বার ক্লিক করুন Command Window তে আপনার Password টি দিয়ে Enter চাপুন । তাহলে আপনার Folder টি পেয়ে যাবেন। এখন যদি আপনি ফোল্ডারটই আবার লক করতে চান তাহলে .bat ফাইলটিতে ২ বার ক্লিক করুন তাহলে ফোলদারটি লক হয়ে যাবে। এই ভাবেই আপনি কোনো আলাদা Application Install করা ছাড়াই ফোল্ডার লক করতে পারবেন। লিখার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। The post কীভাবে কোনো সফটওয়্যার ইন্সটল ছাড়াই Windows 10 এ ফোল্ডার লক করা যায়। appeared first on Trickbd.com. |
HSC পরীক্ষার্থীদের “পৌরনীতি ও সুশাসন” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!! Posted: চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ ২৬ তারিখ হয়েছে। ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) জন্য ২৩টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। আছকে "পৌরনীতি ও সুশাসন" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন! পৌরনীতি ও সুশাসন এর এসাইনমেন্ট উত্তরপৌরনীতি ও সুশাসন এর এসাইনমেন্ট উত্তর এর PDF File ডাউনলোড করুন! যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!ফ্রি তে মোবাইল রিচার্জ নিয়ে নিন সব সিমেধন্যবাদThe post HSC পরীক্ষার্থীদের "পৌরনীতি ও সুশাসন" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!! appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন 10 Minute School এর Unleash Your True Potential Course By Ghulam Sumdany Don . Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের কাছে 10 Minute School এর Unleash Your True Potential কোর্সটি নিয়ে এসেছি । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার অনেকেই এই Course টি সম্পর্কে জানি এবং অনেকে ইতিমধ্যে Course টি করেছি । অনেকে টাকার অভাবে Course টি করতে পারতেছেন না তাই আপনাদের জন্য ফ্রিতেই নিয়ে এসেছি । শুরু করার আগে বলে নেই , এই কোর্সটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া । তাই দয়া করে কেউ এই কোর্সটি Sell করার চেষ্টা করবেন না । যদি কিনতে চান 10 Minute School থেকে কিনে নিতে পারেন সাথে Certificate পাবেন । এই পোস্টটি কোনও কপিরাইট আইন লঙ্ঘন করে না । ডাউনলোড করতে সমস্যা হলে জানাবেন আর অনেকে অনেকেই ভিডিও প্লে করতে পারতেছেন না , অবশ্যই Mx Player Pro অথবা Xplayer ব্যবহার করবেন ভিডিও প্লে করার জন্য । |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments