Search box..

আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে অভিযোগ করা বন্ধ করুন।

আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে অভিযোগ করা বন্ধ করুন।


আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে অভিযোগ করা বন্ধ করুন।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

সফল হতে হলে অভিযোগ করা বন্ধ করুন

অনেক লোকের এটা মনে হয় যে আমাদের কাছে অতটা টাকা নেই, অতটা শক্তি নেই, অতটা সাহস নেই, অতটা অভিজ্ঞতা নেই যে আমরা আমাদের স্বপ্নকে সত্যি করতে পারব। আমাদের মনে হয় আমাদের কাছে সেই সমস্ত কিছু নেই যা সফল লোকেদের কাছে আছে। আর এই কারনেই আমরা সফল হতে পারছি না, এগিয়ে যেতে পারছিনা আর যদি ঐ সমস্ত কিছু আমাদের কাছে থাকতো তাহলে হয়তো আজ আমরাও কিছু করে দেখাতাম।

আর আপনারা যদি এমনটা মনে হয় তাহলে আজকের গল্পটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। জাপান একটি ছেলে ছিল তার জুডো খেলা শেখার অনেক ইচ্ছা ছিল। সে চাইতো জুডো খেলা দেশে সবার থেকে বেস্ট হবে। কিন্তু একটি দুর্ঘটনার একটি হাত চলে যায়। কিন্তু তারপরেও সে তার স্বপ্নকে ছাড়েনি। সে বলে আমি জুডো শিখব এবং সবার থেকে বেস্ট হয়ে দেখাবো।

ঐ সময় জাপানের যে সব থেকে বেস্ট জুডো মাস্টার ছিল তার কাছে সে জুডো শিখতে যাই। ছেলেটিকে দেখেঃ জুডো মাস্টার বলে যুদ্ধ হলো হাতের খেলা আর তোমার কাছে তো একটা হাতি নেই তুমি কি করে জুডো শিখবে। তারপরে ও ছেলেটি বলল মাস্টার কিন্তু এটাই তো আমার জীবনের একমাত্র স্বপ্ন। যাই কিছু হয়ে যাক না কেন আপনি আমাকে দুটো শেখান। এরপর জুডো মাস্টার বলে ঠিক আছে আজ থেকে তুমি সেটাই করবে যা আমি তোমাকে বলবো।

ছেলেটি বললো আমি রাজী। এর পরের দিন ক্লাসে গিয়ে দেখে সেখানে ৫০ জন স্টুডেন্ট আছে আর সবাই এই ছেলেটিকে দেখে হাসা শুরু করে আর বলে যার কাছে একটি হাত নেই সে এসেছে জুডোশিক্ষতে আর বলে আমি নাকি যুদ্ধতে বেস্ট হবো। সবাই তাকে নিয়ে অনেক মজা করে তাকে নিয়ে হাসাহাসি করে মাস্টার প্রতিটি স্টুডেন্টকে অনেক কিছু শেখা তো।

কিন্তু এই ছেলেটিকে মাস্টার শুধুমাত্র একটিই কিক শেখায় আর বলে তুমি দিনরাত শুধু এটাকেই প্র্যাকটিস করবে। এই ছেলেটি মাঝে মাঝে অনেক কষ্ট হতো যে আমার একটা হাত নেই আর অন্যদিকে মাস্টার আমাকে নতুন কিছু শেখাচ্ছে না। দিনরাত মাত্র একটিই কিক প্যাকটিস করাচ্ছে। এরপর ছেলেটি একদিন মাস্টারকে জিজ্ঞেস করে আমি কি সব সময় এই একটি কিক কি প্র্যাকটিস করবো।

নতুন কিছু শিখব না, তখন মাস্টার বলে তুমি এখন শুধুমাত্র এই কিকটি প্র্যাকটিস করো। দীর্ঘদিন ধরে সে একই কিক প্যাকটিস করতে থাকে অন্যদিকে বাকি স্টুডেন্ট গুলো অনেক কিছু শিখতে থাকে আবার একদিন ছেলেটি মাস্টারকে বলে আপনি কি আমাকে আর অন্য কিছু শেখাবেন না। মাস্টার বলেনা তুমি শুধু এটাই প্র্যাকটিস করো আর কিছুদিন পর সমস্ত স্টুডেন্ট এর মধ্যে একটি কম্পিটিসন হয় আর শেষ পর্যন্ত এমন হয়।

যে ছেলেটির হাত ছিল না সেই তার ক্লাসের সবাইকে হারিয়ে জিতে যায়। এরপর ছেলেটি নিজেই অবাক হয়ে যায় যে আমি কিভাবে জিতলাম। সে তার মাস্টারকে গিয়ে জিজ্ঞেস করল যে ক্লাসের সমস্ত ছাত্র গুলো অনেক কিছু শিখলো আর আমি কেবল মাত্র একটি কিক শিখেছি তার পরেও আমি কিভাবে জিতে গেলাম। এরপর মাস্টার বলল আমি তোমাকে যে কিকটি শিখিয়েছে ওটা সবার থেকে কঠিন কিক ছিল।

আর তুমি সেটাকে দিনরাত প্যাকটিস করেছ আর ঐ কিক তাকে বাঁচার একটাই রাস্তা ছিল। যে একটি মারবে তার বাম হাতটি ধরে নিচে ফেলে দাও। কিন্তু তোমার কাছে তো তোমার বাম হাত নেই। এই কারণেই তুমি জিতে গেছো, তোমার দুর্বলতাই তোমার শক্তিতে পরিণত হয়েছে। তাহলে আমাদের দুর্বলতা কি আমাদের শক্তি হতে পারে না, আমরা কেন প্রতিটি বিষয়ে অভিযোগ করি, যে আমাদের রব এটা আমাদের দেয়নি, ওঠা আমাদের দেয়নি, আমার কাছে ওটা নেই, তাই আমি আঘাতে পারছিনা।

আমার জীবনে এই সমস্যা আছে, সেই সমস্ত লোক গুলো জীবনে এগিয়ে যায়, সেই সমস্ত লোক গুলোই জীবনে সফল হয়, যারাই সমস্যাগুলোকে সমস্যা মনে না করে এগিয়ে চলে। আমাদের কেন সব বিষয়ে অভিযোগ থাকে, একটু বেশি গরম হলে আমরা বলি বিরক্ত হয়ে গেলাম কত গরম। একটু বৃষ্টি হলে আমরা বলি বিরক্ত হয়ে গেলাম কত বৃষ্টি হচ্ছে। একটু ঠান্ডা বেশি হলে আমাদের বিরক্ত লাগে বলি এত বেশি ঠান্ডা কেন।

সবকিছুতেই আমরা বিরক্ত বোধ করি, একবার আপনি আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে ঐ সমস্ত সমস্যাকে পিছনে ফেলে এগিয়ে এসে দেখুন সমস্ত চ্যালেঞ্জ গুলোকে কমপ্লিট করে দেখান। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন আপনার থেকে এই কারণে দূরে নয় যে সেটা কঠিন। বরং সে আপনার থেকে দুরে এই কারণে যে আপনি তাকে কঠিন মনে করে সেই রাস্তায় চলাই বন্ধ করে দিয়েছেন।

যদি আপনার স্বপ্নকে পাবার জন্য আপনার মধ্যে একটি পাগলামো থাকে তাহলে সেটাকে সত্যি হওয়া থেকে পৃথিবীর কেউ আটকাতে পারবেনা। আপনিও চমৎকার করতে পারবেন। শুধুমাত্র আপনার ইচ্ছাকে আপনার স্বপ্নকে আপনার পাগলামো তৈরি করুন। কারণ ইতিহাস পাগল এই তৈরি করে, বুদ্ধিমানরা তো কেবল ইতিহাস পড়ে।

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Techtunar.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। Techtunar.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে অভিযোগ করা বন্ধ করুন। appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের “রসায়ন” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ৯ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৩য় সপ্তাহের জন্য ১৫ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে " রসায়ন" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

রসায়ন এসাইনমেন্ট এর উত্তর



রসায়ন ৩য় সপ্তাহে অ্যাসাইনমেন্ট এর উত্তর PDF

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

ফ্রি তে মোবাইল রিচার্জ নিয়ে নিন

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের "রসায়ন" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!! appeared first on Trickbd.com.

রিচ ড্যাড পুওর ড্যাড pdf | Rich dad Poor dad Bangla pdf book download

Posted:

রিচ ড্যাড পুওর ড্যাড by রবার্ট তরু কিয়োসাকি pdf

ধনীরা তাদের সন্তানদের কি এমন শেখায় যেটা গরীব আর মধ্যবিত্তরা শেখায় না?
“ভালো করে পড়ালেখা কর যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পার আর তাইলে তুমি ভালো চাকরি পাবা আর ভবিষ্যতে শুখে-শান্তিতে দিন কাটাইতে পারবা”

আমরা কম বেশি সবাই আমাদের বাবা-মায়ের কাছে এইরকম কথা শুনেছি। আমাদের বাবা-মায়ের দেয়া এই উপদেশ হয়ত আজ থেকে ২০-৩০ বছর আগে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কাজে দিত কিন্তু বর্তমান এই প্রতিনিয়ত খুব দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর জন্যে খুবই ধ্বংসাত্মক একটি উপদেশ এটি।

কখনও ভেবে দেখেছেন কি? আমরা আমাদের জীবনের প্রায় ১৫-২০ বছর শিক্ষা প্রতিষ্ঠানে কাটাই, এর কারন কি? যাতে আমরা শিক্ষা জীবন শেষ করে ভালো অংকের অর্থ বা টাকা উপার্জন করতে পারি। কিন্তু পরিহাসের বিষয় হচ্ছে আমাদের স্কুল কলেজ আমাদের এই অর্থ বা টাকা সম্পর্কে কিছুই শেখায় না। আমাদের স্কুল-কলেজ শুধু শিক্ষাগত আর পেশাদার দক্ষতার উপর গুরুত্ব দেয় কিন্তু অর্থনৈতিক দক্ষতার দিকে ফিরেও তাকায় না। এইজন্যেই দেখবেন অনেক ভালো ভালো পেশাদার মানুষ আছেন যারা স্কুল-কলেজে খুব ভালো রেজাল্ট করেছেন সাথে অনেক স্কিলও বিল্ড আপ করেছেন কিন্তু তারপরও শুধুমাত্র এই “Financial Literacy” না থাকার কারনে তারা অর্থনৈতিক ভাবে দৈনন্দিন জীবনে অনেক ভোগেন।

লেখকের ধনী বাবা আসলে তার বন্ধু মাইকের বাবা ছিল কিন্তু জীবনের অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জ্ঞান, এবং প্রত্যেকটা জিনিস অন্যভাবে ভাবা শেখাটা হয়েছিল ধনী বাবার কাছ থেকে। অপরদিকে, গরীব বাবা বলতে লেখক তার নিজের বাবাকেই বুঝিয়েছেন যে কিনা অনেক শিক্ষিত একজন মানুষ ছিল; ভাল চাকরীও করতেন কিন্তু খুব বেশি “Financial Literacy” তার ছিল না।

রবার্টের শিক্ষিত বাবা বলতেন, ভাল পড়াশোনা করো, ভাল রেজাল্ট করো এবং ভাল একটা প্রতিষ্ঠানে চাকরি করো; ধনী বাবা বলতেন ভালো প্রতিষ্ঠানের মালিক হতে।
দুজনই পড়াশোনাকে গুরুত্ব দিতেন কিন্তু একটু ভিন্নভাবে।

এখানে দুজনের তফাত ছিল একজন ভাল প্রতিষ্ঠানে কাজের কথা বলতেন, আরএকজন ভাল প্রতিষ্ঠানের মালিক হওয়ার কথা বলতেন। শিক্ষিত বাবা উৎসাহ দিতেন বুদ্ধিমান হতে, ধনী বাবা বলতেন, বুদ্ধিমান লোককে চাকরি দিতে।

দুই বাবাই কর্মজীবনের শুরুতে অর্থ ও পরিবার নিয়ে সংগ্রাম করেছিলেন, কিন্তু টাকাপয়সার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গী ছিল আলাদা।
একজন বলতেন, "অর্থের প্রতি ভালাবাসাই সমস্ত নষ্টের মূল", অন্যজন বলতেন, "অর্থ যথেষ্ট না থাকাই সমস্ত অনিষ্টের কারণ"।এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের চিন্তাধারা আমাদের অনেকখানিই নিয়ন্ত্রণ করে।

এক বাবা কোনো এক কাজের ক্ষেত্রে বলেন, "কাজটি আমি করতে পারব না" আর একজন বলেন, "আমি কি কাজটা করতে পারব ??" একটি হল মত আর অন্যটি হল প্রশ্ন। একজন সমস্যাটাতেই ঢুকতে দিচ্ছে না, অন্যজন চিন্তা করতে বাধ্য করছেন।

একজন বিশ্বাস করতেন, তার বাড়িটাই তার সবথেকে বড় বিনিয়োগ ও সবচেয়ে বড় সম্পত্তি। অন্যজন বিশ্বাস করতেন, বাড়িটি তার লায়াবিলিটি বা দায় । আর যদি কারো বাড়িই তার সব থেকে বড় বিনিয়োগ হয় তবে বিপদ অবশ্যম্ভাবী। কারন অ্যাসেট হলো সেই গুলোই যেগুলো দিয়ে আমার টাকা আয় হয়, আর লায়াবিলিটি হল সেগুলো থেকে হয় টাকা খরচ হয় বা কোনো আয় হয়না। আর এক ভাবে বলা যায়, আমার উপস্থিতি ছাড়াই যে উৎসগুলো থেকে আমার জন্য টাকা আসে, সেগুলোই আমার অ্যাসেট।

চিন্তাধারায় এই ছোট ছোট তফাতগুলোই দিন শেষে বড় পার্থক্য গড়ে দেয়।

সহজ করে বললে এইটাই যে “Financial Literacy” আর “How money works” এই জ্ঞানটুকু ছাড়া আপনি এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মেলানর জন্যে মোটেও প্রস্তুত নন যতই আপনি ভালো জায়গায় এ কাজ করেন বা মোটা অংকের টাকা উপার্জন করেন। আর এই “Financial Literacy” সম্পর্কে জানার জন্যেই এই বইটি পড়া দরকার।
শেষ করছি “Rich Dad, Poor Dad” বইয়ের লেখক Robert T. Kiyosaki এর একটা উক্তি দিয়ে…
"Winners are not afraid of losing. But losers are. Failure is part of the process of success. People who avoid failure also avoid success."
― Robert T. Kiyosaki, Rich Dad, Poor

বইয়ের নামঃ রিচ ড্যাড পুওর ড্যাড
বইয়ের লেখকঃ রবার্ট তরু কিয়োসাকি
পৃষ্ঠা সংখ্যাঃ ১৯৯ টি।
বইয়ের ধরনঃ আত্ন-উন্নয়নমূলক
পিডিএফ সাইজঃ ১৭ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ রিচ ড্যাড পুওর ড্যাড pdf

The post রিচ ড্যাড পুওর ড্যাড pdf | Rich dad Poor dad Bangla pdf book download appeared first on Trickbd.com.

বাংলাদেশী নতুন অয়েপ বিল্ডার (Wap Builder) অয়েপজাক.কম (wapzak.com)

Posted:

 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

আশা করি সবাই ভাল আছেন। আর থাকবেন না কেন ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকতেই হবে।

আমিও ভালো আছি

আজকে আপনাদের মাঝে একটি নতুন বাংলাদেশী ওয়েব বিল্ডার নিয়ে কথা বলবো

এই ওয়েবসাইটটি ৭ আগস্ট ২০২১ তৈরি হয়

এই ওয়েব বিল্ডার টির নাম ওয়েপজাক (wapzak)

এটি একদমই আলাদা wapkiz & waphosts এর থেকে 

আমি 100% শিওর এখানে যে কোন  ফাইল বা অন্য কিছু কখনোই কাটবেনা ।

Wapkiz এ কয়েকদিন পর পর ফাইল কেটে যাচ্ছে এবং তারা অজুহাত হিসেবে দেখাচ্ছ তাদের সার্ভারে আগুন লেগে সব পুড়ে গেছে।

কিন্তু না আসলে তারা ফাইল রাখার জন্য প্রফেশনাল হোস্ট ব্যবহার করতেছে না

এবং অতিরিক্ত মাত্রায় ফাইল আপলোড হলে এবং এই ফাইলগুলোর ভিতরে কোন একটায় যদি ভাইরাস থাকে তাহলে সেই ফাইলটি এবং এর সাথে ওয়েব সার্ভারে থাকা সকল ফাইল মুছে ফেলে 

হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। কিন্তু এই ফাইলগুলো কোন মানুষ মুছে না সরাসরি হোস্টিং এ থাকা সকল স্ক্যানার তাদের কাজ করা শুরু করে দেয় এবং এই ক্ষেত্রে অনেক সময় সিডিএন গুলো অনেক ফাইল থাকায় ভালোভাবে স্ক্যান করতে পারে না এবং সবগুলো ফাইল কে ভাইরাস মনে করে কেটে দেয় এগুলো শুধুমাত্র ভিপিএস স্টোরেজ হোস্টের ক্ষেত্রে হয় তা নয় আমাদের নিয়মিত ব্যবহার করো অনেক হোস্টে হয়ে থাকে।

কিন্তু আমার শেয়ার করা বর্তমানের সাইটটি সম্পূর্ণ ডিটেকটিভ হোস্টে তৈরি। 

WapZak.Com এই সাইটের লিংক

চলুন তবে এই সাইটে কিভাবে রেজিস্ট্রেশন এবং একটি ডাউনলোড সাইট তৈরি করবেন তাও কোনো কোডিং ছাড়াই জেনে নেই

প্রথমে আমরা ওয়েবসাইটের লিঙ্ক এ যাব https://wapzak.com 

তারপর আমরা উপরের লেখা রেজিস্ট্রেশন নামক অপশন এ ক্লিক করি যদি আপনি চান তবে আমার দেওয়া এই লিংক থেকে সরাসরি যেতে পারবেন

https://wapzak.com/register.html

এখানে প্রথমে আপনার ইউজারনেম আপনাকে একটা ওয়ার্ড এর ভিতরে আপনার নাম্বার অন্য কিছু লিখতে হবে। তারপর আপনার email এরপর আপনার পাসওয়ার্ড দিবেন এবং পরবর্তী বক্সে আপনার উপরের দেওয়া পাসওয়ার্ডটি লিখবেন এবং ক্যাপচা কোড টা সঠিকভাবে পূরণ করে terms টিক দিয়ে ক্রিয়েট নাও তে ক্লিক করুন

এখানে আপনার সাইট এর নাম এবং তার একটি তথ্য প্লাস ক্যাটাগরি অথবা বিভাগ সঠিকভাবে দিন এবং ক্রিকেট নও তে ক্লিক করুন

ক্লিক এর পরপরই মেনু প্যানেল অথবা অ্যাডমিন প্যানেল এ চলে যাবে

এরপর আপনি নিজে  যাবেন Preset (Template / Theme) নামক একটি অপশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করবেন

এখানে তিনটি টেমপ্লেট দেওয়া আছে একটি হলো ব্ল্যাংক এবং আরেকটি ব্লগ সাইট আর  ডাউনলোড সাইট এর

আমরা যদিও ডাউনলোড সাইট তৈরি করতেছি তার ডাউনলোড সাইট এর নিচে এপ্লাই লেখা ওটায় ক্লিক করি

ব্যাস আপনার হয়ে গেল একই ডাউনলোড সাইট এখানে আপনি 20 gb পর্যন্ত আপলোড করতে পারবেন এবং ফাইল শেষ হয়ে গেলে আপনি এর জন্য এদের অফিশিয়াল ফেসবুক পেইজে মেসেজ দিতে পারবেন তবে হ্যাঁ আপনার ফাইল শেষ হলে অটোমেটিক আপনি তাদেরকে মেসেজ দেওয়ার অপশন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আপনার ফাইল স্টোরেজ ১০০ gb করে নিতে পারবেন

আর মনে রাখবেন এটা অন্য কোন ওই বিল্ডার এর কোড কাজ করবেনা এরা নিজেদের কোড নিজেরা টিটোরিয়াল পেইজে দিয়ে রেখেছে 

এবং আপনি চাইলে সকল বিষয় 

জেনে নিতে পারবেন এবং আপনার যদি তাদের সাথে সরাসরি কথা বলতে মন চায় বা কোন প্রয়োজন হয় তাহলে https://facebook.com/wapzakdotcom

উপরের লিংকে গিয়ে তাদের ফেসবুক পেজে কথা বলতে পারবেন আর নতুন কোন আপডেট আসলে তাও জানতে পারবে ন 

ধন্যবাদ সকলকে হ্যাপি রিডিং

The post বাংলাদেশী নতুন অয়েপ বিল্ডার (Wap Builder) অয়েপজাক.কম (wapzak.com) appeared first on Trickbd.com.

ssc 21 এর ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(4th Week) 2021 [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 21 এর ফিন্যান্স ও ব্যাংকিং ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 21

ফিন্যান্স ও ব্যাংকিং ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

ফিন্যান্স ও ব্যাংকিং ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ট্রিক শেয়ার করা হয় এছারাও এখানে আপনি পোষ্ট করে ইনকাম করতে পারবেন প্রতি পোষ্ট ১০থেকে ৫০টাকা পর্যন্ত দেওয়া হয় লিং DownloadAEP.com ডিজিট করার অনুরোধ রইলো

খোদা হফেজ।

The post ssc 21 এর ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(4th Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com.

কিভাবে WordPress ওয়েবসাইটে Custom Font যুক্ত করবেন দেখুন (Best styles font)

Posted:

বন্ধুরা,‌আমি সফিক। আমার এই পোস্টের বিষয় হলো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে বাংলা ওয়েব ফন্ট বা গুগোল ফন্ট (Google Font) ব্যবহার করবেন।

আমরা যারা ওয়েবসাইট তৈরি করে থাকি এবং ব্যবহার করি তারা সাধারণত ওয়েব সাইটে বিভিন্ন ডিজাইনের কাস্টম ফন্ট ব্যবহার করতে পছন্দ করি।

এতে আমাদের কনটেন্ট লিখার স্টাইল অনেক সুন্দর হয়ে ওঠে।

বিশেষ করে আমরা যারা ব্লগিং করে‌ থাকি এবং বাংলা ভাষার ব্লগিং করি তারা ওয়েবসাইটে একটি ভালো কাস্টম গুগোল বাংলা ফন্ট ব্যবহার করতে চাই লেখার স্টাইল সুন্দর করার জন্য। তাই এই পোস্টে আমি আপনাদের বলে দিবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যেকোন একটি কাস্টম ফন্ট যুক্ত করতে পারবেন। চলুন শুরু করা যাক।

ওয়ার্ডপ্রেস সাইটে কাস্টম ফন্ট যুক্ত করার নিয়ম

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এডমিন ড্যাশবোর্ডে লগইন করতে হবে।

এরপর কাজ হল একটি প্লাগিন ইন্সটল করা। Plugin টির নাম হল Bangla Web Font. 3dot Menu>>Plugin>>Add New তে ক্লিক করে Bangla Web Font লিখে‌ সার্চ করুন।

এরপর প্লাগিনটি ইনস্টল করে নিন। এই প্লাগিনটিতে বাংলার প্রায় সকল ওয়েব ফন্ট রয়েছে। এই ফন্ট গুলো আপনি সাইটে নিজের ইচ্ছামত ব্যবহার করতে পারেন।

যেকোন একটি ফন্ট ব্যবহার করার আগে আপনি গুগল এ সার্চ করে দেখতে পারেন কোন ফোনটি সবচেয়ে ভালো এবং কোন ফন্ট এর স্টাইল টি আপনার সাইটের জন্য ব্যবহার করা প্রয়োজন। তারপর সেটি যুক্ত করতে পারবেন।

আমার মত অনুযায়ী, যে দুইটি বাংলা ফন্ট আমি সবসময় পছন্দ করে থাকি সেগুলো হলো baloo da এবং Hind Siliguri. এই দুটি বাংলা ফন্টের লেখার স্টাইল বাংলা কনটেন্ট এর জন্য খুবই ভালো দেখায় এবং এই দুটি ফোন আপনার অবশ্যই পছন্দ হতে পারে।

আমি আমার সাইটে hind Siliguri ফন্ট ব্যবহার করছি। এটি কেমন দেখায় তা আমার সাইটে গিয়ে দেখে নিতে পারেন।

ITjano.xyz

এখন আসি কিভাবে ডিফল্ট ফন্ট পরিবর্তন করে কাস্টম ফন্ট যুক্ত করবেন। ইতোমধ্যে যদি আপনি একটি ফন্ট পছন্দ করে ফেলেছেন তাহলে এখন আপনাকে সেটি পরিবর্তন করে নিতে হবে।

এজন্য আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে থ্রি ডট মেনু>>Appearance>>Customize এ ক্লিক করতে হবে। এরপর আপনি Global নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। তারপর Typography তে ক্লিক করবেন। এরপর এখানে আপনি Base Typography নামে অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। আপনার ফন্ট সিলেক্ট করে উপরে publish এ ক্লিক করবেন। একটি কথা বলে রাখি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর যে ওয়েবপেজটি আসে সেটি বিভিন্ন থিমের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। একদম ভিন্ন হয় না শুধু একটু আলাদা রকমের হতে পারে। তাই আপনি যদি ওয়ার্ডপ্রেসের কয়েকটি জনপ্রিয় থিম যেমন Astra, Generatepress, Ocean WP, Scema, Neve, Pagebuilder Framework এই থিম গুলো ব্যবহার করে থাকেন তাহলে যেকোনো কাস্টম ফন্ট যুক্ত করা অনেক সহজ কাজ। এবং আমি যেভাবে বললাম সেভাবে করতে পারবেন‌। অন্য থিমগুলোর‌ ক্ষেত্রে আলাদা হতে‌ পারে। ফন্ট পরিবর্তন করার পর প্লাগিনটি ডিলিট করে দিতে পারেন। এতে কোন‌ ধরনের সমস্যা হবে না। এই ছিলো আমার পোষ্ট।

আপনি‌ যদি স্বল্প মূল্যে আপনার ওয়েবসাইট হোস্ট করার জন্য ভালো ওয়েব হোস্টিং সার্ভিস খুজে থাকেন‌ তাহলে আপনি Ofaex Hosting থেকে ভালো ডোমেইন হোস্টিং সার্ভিস পেতে পারেন। আমি দুই বছর যাবৎ ব্যবহার করে আসছি আমার ওয়েবসাইট স্পিড যথেষ্ঠ ফাস্ট।


বর্তমানে অফেক্স আইটিতে চলছে বিশাল অফার 👇

অফেক্স এ ৫ জিবি সিপ্যানেল ওয়েব হোস্টিং ১০০ টাকা মাস অথবা ৮০০ টাকা প্রথম বছর, কুপনঃ CST800 >>

অফেক্স এ ১০ জিবি রিসেলার ওয়েব হোস্টিং মাত্র ৪২৫ টাকা মাস >>

অফেক্স ওয়েব হোস্টিং অ্যাফিলিএট মার্কেটিং এ ৩০% কমিশন, অ্যাফিলিএট রেজিস্ট্রেশান এ ফ্রী ৮৫ টাকা >>

The post কিভাবে WordPress ওয়েবসাইটে Custom Font যুক্ত করবেন দেখুন (Best styles font) appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments