Search box..

এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের “হিসাববিজ্ঞান” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!

এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের “হিসাববিজ্ঞান” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!


এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের “হিসাববিজ্ঞান” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ৯ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৩য় সপ্তাহের জন্য ১৫ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে " হিসাববিজ্ঞান" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

হিসাববিজ্ঞান এসাইনমেন্ট এর উত্তর



হিসাববিজ্ঞান ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উওর PDF

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

ফ্রি তে মোবাইল রিচার্জ নিয়ে নিন

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের "হিসাববিজ্ঞান" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!! appeared first on Trickbd.com.

Telegram সম্পর্কে কিছু interesting facts #01

Posted:

Did You Know Label Design With Light Bulb And Rays Logo Design Vector Illustration Stock Illustration - Download Image Now - iStock

বর্তমানে অনেকেই Telegram Use করছেন, এই Telegram এর বিভিন্ন BOT নিয়ে আলোচনা করে থাকি সবসময়। আজকে Telegram সম্পর্কে একটা অদভূত ব্যাপার Share করব।

 

 


Telegram এ আমরা সচরাচর Account খুলে থাকি, কারও 1টা Account অথবা Dual Account রয়েছে।

👉 এখন আপনি যদি অন্য একটি Number দিয়ে নতুন Account Create করতে যান তবে-

🔰 ঐ Account এর নাম- Telegram দিবেন

🔰 আর Profile Pic. হিসেবে Telegram এর Logoটা দিবেন

🔰 05min. Wait করে দেখবেন যে আপনার Telegram Account vanish হয়ে গেছে

🔰 এমনকি আপনি আর ঐ Number দিয়ে জীবনেও Telegram Account Create করতে পারবেন না

 মূল কথা হল আপনি চাইলেও কখনো Telegram এর নামে Fake ID খুলতে পারবেন না। সাথে সাথে Ban ❌ করা হবে আপনাকে
Credit:- Tele Tips

 

 

Idea Clipart Head Thinking - Vector Idea Thinking Png Transparent PNG - 1500x1692 - Free Download on NicePNG

 আরও এরকম কিছু Telegram Facts নিয়ে আলোচনা করব Nest Time ততক্ষণ পর্যন্ত Telegram-এর বিভিন্ন BOT Review দেখতে Visit করতে পারেন আমার Profileটি

 

DEXTER
Signing OFF

The post Telegram সম্পর্কে কিছু interesting facts #01 appeared first on Trickbd.com.

প্রাকৃতিকভাবে রাতে কীভাবে আরো ভালভাবে ঘুমানোর কার্যকরী টিপস

Posted:

স্বাস্থ্য ঠিক রাখতে ভালো ঘুমের খুব প্রয়োজন। সারাদিন পরিশ্রমের পরে দিনশেষে একটা ফ্রেস ঘুমের ফলে ক্লান্ত শরীর ও মস্তিষ্কটা আবার নতুন করে আগের মতো শক্তি নিয়ে সকাল বেলা জাগ্রত হয়। এরফলে আমরা আবার কাজ করার জন্য মুড ও এনার্জি পাই, কিন্তু যদি ঘুমটা ভালো না হয় তাহলে নানারকম সমস্যা হয় এবং স্বাস্থ্যের জন্যেও খুবই ক্ষতিকর। ভালো ঘুমের জন্য ৭ টিপস শেয়ার করা হলো এই পোস্টে যেগুলো পরিক্ষিত।


১। শোবার ঘরটিকে পরিছন্ন রাখুনঃ
শোবার ঘরটি যদি অপরিছিন্ন হয় তাহলে আপনার মাইন্ডের উপরে নেগেটিভ প্রভাব ফেলবে যারফলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে। শোবার ঘরটি সবসময় পরিস্কার পরিছন্ন ও গুছিয়ে রাখুন। সম্ভব হলে শোবার ঘরে কিছু সবুজ দৃশ্যের ছবি রাখুন দেয়ালের সাথে, এতে আপনি শোবার ঘরে প্রবেশের পরেই ভালো একটা অনুভূতি টের পাবেন। এই অনুভুতিটা ভালো ঘুমের জন্য খুবই প্রয়োজন।

২। ঘুমানোর পূর্বে ফোন, টিভি, কম্পিউটার থেকে দুরে থাকুনঃ
ঘুমানোর পুর্বে একটু মুভি, গান, নাটক না দেখলে হয়ই না তাই কেউ ফোন বা কেউ টিভি, কম্পিউটার দিয়ে মুভি বা গান দেখার পরে ঘুমাতে যায় বিছানায়। ঘুমানোর পূর্বে ফোন, কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারন কম্পিউটারের, টিভির, ফোনের ব্রাইটনেসের আলোর কারনে অনিদ্রা জনিত সমস্যা হতে পারে। তাই ঘুমানোর ১ ঘন্টা আগে এসব থেকে দূরে থাকুন।

৩। ঘুমানোর ১ ঘন্টা পূর্বে বই পড়ুনঃ
আপনি যদি ভালোভাবে ঘুমাতে চান কিংবা চোখে যেনো তাড়াতাড়ি ঘুম আনতে চান তাহলে বই পড়ার চেয়ে ভালো কোনো পদ্ধতি আমার জানা নেই। আপনি যদি একটু খেয়াল করেন যে টিচাররা ঘুমানোর পূর্বে কি করে তাহলে দেখতে পাবেন তারা একটি বই খুলে পাচ – দশ মিনিট পড়ার পড়েই বইটা সাইডে রেখে নাক ডাকা শুরু করে দেন মানে ঘুমিয়ে পড়েন।

হয়তো বলতে পারেন যে তাড়া শিক্ষক তাদের বইয়ের সাথে খুবই ভালো একটি সম্পর্ক তাই তারা ঘুমানোর পূর্বে বই পড়েন তাহলে এটি বলা হবে বোকামী। কারন তারা জানে বই পড়ার ফলে খুব শিগ্রই চোখে ঘুম চলে আসে , যার ফলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যায়। আমি অনেক লোককে দেখেছি যে ঘুমের একটু আগেই কিছুটা সময় বই পড়েন এবং চোখ দুটো ঘুমে টুইটম্বর হয়ে ঘুমিয়ে যান, তাই আমি নিজেও এটি পরিক্ষা করে দেখলাম।

আমার পরিক্ষার রেজাল্ট খুবই চমৎকার ছিলো কারন যেখানে আমি বিছানায় শোবার ১ ঘন্টা পরে চোখে ঘুম আসতো; সেখানে ৫-১০ মিনিট বই পড়ার পড়েই খুব তাড়াতাড়ি ঘুম এসে গেল এবং সেদিনের ঘুমটি ও খুব ভালো হয়েছিলো। সেইদিনের পর থেকে আমি প্রতিদিন ই এই টিপস ফলো করে সুন্দর একটা ঘুম উপভোগ করি।

৪। লাইট বন্ধ করুনঃ
অনেকেই রয়েছেন রাতের বেলায় বাতি জ্বালিয়ে ঘুমান, কিন্তু এটি খুবই বদঅভ্যাস। রুমের ভিতরে যদি আলো থাকে তাহলে চোখে ঘুম আসতে সমস্যা হবে এটাই স্বাভাবিক এবং একবার ঘুম ভাঙলে আবার পুনরায় ঘুম আসতেও দেরি হবে। সব মিলিয়ে রুমের ভিতরে লাইট জ্বালিয়ে ঘুমানোটা ভালো অভ্যাস নয় এবং সাস্থ্যর জন্যে ও ক্ষতিকর। যদি ফ্রেস একটি ঘুম চান তাহলে ঘুমানোর আগে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ুন।

৫। মোবাইল, কম্পিউটার বিছানা থেকে দূরে রাখুনঃ
আমাদের জীবনে ফোনের বা কম্পিউটারের নোটিফিকেশনকে খুবই বেশী গুরুত্ব দিয়ে থাকি। আমরা ঘুমাতে যাওয়ার আগে ফেসবুক একাউন্ট নোটিফিকেশন, জিমেইলে নতুন মেইল আসলো কিনা, ফোনে কোনো মেসেজ আসলো কিনা এগুলো চেক করে ঘুমাতে যাই এবং সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এগুলো চেক করি; এভাবেই কাটে আমাদের জীবন।

আবার কখনো কখনো আমরা ফোনে বা কম্পিউটারে নেট কানেকশন অন রেখে ঘুমাতে বিছানায় যাই তখন দেখা যায় যেকোনো একটা নোটিফিকেশন আসলো আর তখনই চোখে একটু ঘুম ঘুম ভাব আসলো কিন্তু কানে নোটিফিকেশন আসার আওয়াজ যাওয়া মাত্র লাফ দিয়ে উঠে বসে পড়লেন নোটিফিকেশন চেক করার জন্য। মোবাইলের সাধারণ মেসেজ আসলেও আপনার ঘুমের ব্যাঘাত হতে পারে তাই ঘুমানোর পূর্বে এগুলো একটু দূরে রেখে ঘুমাতে বিছানায় যাওয়াই ভালো, এতে ঘুমানোর কোনো ডিসটার্ব হবেনা।

৬। পজিটিভ কল্পনাঃ
ভালো একটি ঘুমের জন্য পজিটিভ কল্পনার মতো আর কিছুই হয়না। আপনার সাথে যে সবসময় বই থাকবে এমন কথা নয়। আপনার সাথে যখন বই থাকবেনা তখন এই টিপসটি কাজে লাগাতে পারেন বা আপনার যদি বই পড়তে ইচ্ছে না করে তাহলে বা বই পড়ে কাজে আসছেনা তখনও এটি করতে পারেন।

প্রতিটি মানুষের জীবনেই একটা সোনালী দিন আসে, প্রতিটি মানুষের জীবনেই একটা বিপরীত লিঙ্গের মানুষ আসে কিন্তু কারো সেটা ধরে রাখার ভাগ্যে হয় আবার কারো হয়না যাইহোক আমি পুরোনো ব্যাড স্মৃতি আপনাকে স্মরণ করাতে চাচ্ছিনা। আপনি যদি সুন্দর একটা ঘুম দিতে চান তাহলে সবশেষে এই কাজটি করতে পারেন। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ভাবুন বা কল্পনা করুন আপনার সেই প্রিয় মানুষটির সাথে আপনি সবুজ ঘাসের উপর দিয়ে হাটছেন আর মৃদু বাতাস বইছে, আপনারা গল্প করতেছেন বা আকাশের মেঘের উপর দিয়ে হাটছেন দুজনে এবং খুব আনন্দ কাটাচ্ছেন। এই ধরনের পজিটিভ কিছু কল্পনা করতে থাকুন দেখবেন খুব শিগ্রই ঘুম চলে আসবে আপনার চোখে এবং খুব ভালো ঘুম হবে।

আমার ওয়েবসাইটে ঘুরে আসার আমন্ত্রণ রইলো

The post প্রাকৃতিকভাবে রাতে কীভাবে আরো ভালভাবে ঘুমানোর কার্যকরী টিপস appeared first on Trickbd.com.

ssc 21 এর ব্যাবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(4th Week) 2021 [Java User Must See

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 21 এর ব্যাবসায় উদ্যোগ ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 21

ব্যাবসায় উদ্যোগ ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

ব্যাবসায় উদ্যোগ ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ট্রিক শেয়ার করা হয় এছারাও এখানে আপনি পোষ্ট করে ইনকাম করতে পারবেন প্রতি পোষ্ট ১০থেকে ৫০টাকা পর্যন্ত দেওয়া হয় লিংক DownloadAEP.com ডিজিট করার অনুরোধ রইলো

খোদা হফেজ।

The post ssc 21 এর ব্যাবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(4th Week) 2021 [Java User Must See appeared first on Trickbd.com.

ফেসবুক আইডি নিরাপদ রাখার উপায় ও আইডি রিপোর্ট থেকে বাচার উপায়

Posted:

যোগাযোগ রক্ষার জন্য ফেসবুক একটি সহজ ও জনপ্রিয় মাধ্যম। আমাদের পরিবার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই রয়েছে ফেসবুকে তাদের সবার সঙ্গে বাস্তবে লাইফে যোগাযোগ রাখা হয়তো প্রায় অসম্ভব কিন্তু ভার্চুয়াল জগতের মাধ্যমে তা সম্ভব। দিন দিন যে হারে ফেসবুক ইউজার বাড়ছে সেই হারে ফেসবুক একাউন্টের নিরাপত্তা বাড়ছেনা, এমনকি কেউ রিপোর্ট করার ফলেও শখের ফেসবুক একাউন্ট টি বন্ধ করিয়ে দিতে পারে। কিভাবে ফেসবুক আইডিটাকে নিরাপদ রাখবেন হ্যাকারদের হাত থেকে এবং কিভাবে রিপোর্ট থেকে বাচাবেন তা জানতে পোস্ট টি মনোযোগসহকারে পড়ুন।

ফেসবুক আইডি নিরাপদ রাখার জন্য নিচের প্রধান ৫ টি স্টেপ ফলো করুন।

১। টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করুনঃ
ফেসবুক আইডি নিরাপদ রাখার জন্য সবচেয়ে বেশী কার্যকরী টিপসই হলো এটি। আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড কেউ জেনে গেলেও লগইন করতে পারবেনা মেসেজ কোড ছাড়া। এর জন্য আপনাকে প্রথমে সেটিংশে গিয়ে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা চালু করে দিতে হবে এরপরে আপনি আপনার নিজের এক্টিভ নাম্বারটি দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করা সম্পুর্ন করবেন।

আপনি যখন কোনো নতুন ডিভাইসে বা নতুন কোনো ব্রাউজার বা এ্যাপে লগইন করতে যাবেন তখনই আপনি পাসওয়ার্ড ও ইমেইল / মোবাইল নম্বর দিয়ে এন্টার করার পরে আপনাকে বলবে টু ফ্যাক্টরের অটিপি কোডটা দিতে এরপরে লগইন সম্পুর্ন হবে।
আপনার পাসওয়ার্ড কেউ পেয়ে গেলেও লগইন করতে চেষ্টা করলেই আপনার কাছে এসএমএস আসবে তাহলেই বুঝবেন আপনার একাউন্টের পাসওয়ার্ড প্রযন্ত কেউ পৌঁছে গিয়েছে তখনই পাসওয়ার্ড চেন্জ করে দিবেন।

২। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুনঃ
আমাদের ফেসবুক একাউন্ট শুধুমাত্র সহজ পাসওয়ার্ড ব্যাবহার করার ফলে হ্যাক হয়ে যায়, এটি শুধু আমার কথা নয় অনেক ফেসবুক এক্সপার্টদের কথা। আমরা অনেকেই যে ফোন নম্বরটি দিয়ে ফেসবুক একাউন্ট খুলে থাকি সেই ফোন নাম্বারের প্রথমের ৬ সংখ্যা বা ৮ সংখ্যা বসিয়ে সেভ করে দেই। অনেকেই আবার ফেসবুক আইডি নাম যদি Md Ridoy হয় তাহলে পাসওয়ার্ড সেট করে Mdridoy123 এইভাবে, এগুলো কখনোই করবেননা।
আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড সবসময় শক্তিশালী পাসওয়ার্ড রাখবেন।

শক্তিশালী পাসওয়ার্ড হলোঃ যে পাসওয়ার্ড খুব সহজেই যে কেউ অনুমান বা আন্দাজ করতে পারবেনা এমন পাসওয়ার্ড কে ই বলা হয় শক্তিশালী পাসওয়ার্ড। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে আপনার পাসওয়ার্ডের নিকট কোনো হ্যাকারই অল্পতে পৌছতে পারবেনা, আপনার একটি ফেসবুক একাউন্ট হ্যাক করার জন্য কোনো হ্যাকার দিনকে দিন বা মাস লেগে থাকবেনা; সে কয়েক মিনিট বা ঘন্টা চেষ্টা করে হাল ছেড়ে দিবে। শক্তিশালী পাসওয়ার্ডের উদাহরণঃ mDridoY816)?/@&%”! একইরকমের কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন।

৩। থার্ড পার্টি এ্যাপ বা সফটওয়্যার ব্যবহারের পূর্বে সতর্ক থাকুনঃ আমরা অনেক সময় নিজেরাই নিজের বিপদ ডেকে আনি এ বলার কারন হলো আমাদের ফেসবুক আইডি হ্যাক হওয়ার পেছনে আমরাই হ্যাকারকে না জেনে সাহায্য করি কি বিশ্বাস হচ্ছেনা। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের ফোনে এ্যাপ ডাউনলোড করে সেটি ইন্সটল করে থাকি এবং ইনস্টল করার সময় ভালোকরে পড়ি ও না যে কি কি পারমিশন চাচ্ছে এ্যাপটিতে না পড়েই সব এলাউ করে দেই।

এ্যাপটি যে নিরাপদ ব্যবহারের জন্য তা কি আমরা খোজ করেছি? না করি নি সোজা মনগড়া ডাউনলোড করেই ইন্সটল এবং সব পারমিশন দিয়ে দেই। ওই এ্যাপটির মধ্যে হ্যাকারের কোনো হিডেন কি লগার থাকলে অটোমেটিক আমাদের ফোন বা কম্পিউটারের সমস্ত একাউন্ট গুলোর ইউজার, নেম পাসওয়ার্ড, মেসেজ, ফোনের সকল ডাটা পাঠাতে থাকবে।

তাই থার্টপার্টি কোনো ওয়াবসাইট থেকে ফোনের জন্য হোক বা কম্পিউটারের জন্য কোনো এ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করবেননা। যদি একান্ত করারই প্রয়োজন হয় তাহলে ভালোভাবে এ্যাপ বা সফটওয়্যারটিকে স্ক্যান করুন এবং অন্যান্য ব্যবহারকারীদের থেকে জেনে নিন এটির সম্পর্কে যে কোনো ক্ষতি করে কিনা। এবং ইনস্টল করার সময়ে ভালো করে ট্রামস এন্ড কন্ডিশন ও পারমিশন পড়ে নিবেন।

৪। সন্দেহজনক লিংকে ক্লিক করবেন নাঃ
আপনার কোনো ফেসবুক ফ্রেন্ডস বা যে কেউ যদি আপনাকে মেসেজে কোনো লিংক পাঠায় তাহলে সেই লিংকটির ডোমেইন নামটি ভালোভাবে লক্ষ্য করুন, সাধারণত যে ওয়েবসাইট গুলো নিরাপদ সেগুলোর ডোমেইন নাম বা ইউআরএল দেখলেই বুঝতে পারবেন। কিন্তু যদি ডোমেইন নামটি বিধঘুটে হয় তাহলে বুঝবেন এটি কোনো ফিসিং জাতীয় সাইট যা আপনার একাউন্টের তথ্য চুরি করার সম্ভাবনা রয়েছে। সন্দেহভাজন কোনো লিংকে ক্লিক করবেননা।

৫। অপরিচিত লগইন যাচাই করুনঃ
ফেসবুক একাউন্ট নিরাপদ রাখার জন্য এই টিপসটিও প্রয়োজনীয়। আমরা অনেকেই এ কাজটি করতে অভ্যাস্ত নই, আমাদের ফেসবুক একাউন্টে প্রবেশ করার পরে সেটিংশে গিয়ে লগইন ডিটেলস দেখতে পাওয়া যায়। আপনি প্রতিদিন চেক করতে না পারলেও সপ্তাহে ১ বার কমপক্ষে চেক করবেন যে আপনার একাউন্ট টি কোন কোন ডিভাইসে লগইন রয়েছে, যদি সন্দেহজনক কোনো ডিভাইস বা এরিয়া থেকে লগইন করা হয়েছে দেখেন তাহলে সেটি লগআউট করে আপনার একাউন্টের নতুন পাসওয়ার্ড সেট করুন।

স্কাকামারদের ভুয়া রিপোর্ট দিয়ে আইডি নষ্ট হওয়ার হাত থেকে একাউন্ট টিকে বাচানোর জন্যে যা যা করবেন তা হলোঃ

১। সঠিক তথ্য দিয়ে একাউন্ট খুলুনঃ
আপনার ফেসবুক একাউন্ট টি খোলার সময় ভোটার আইডি কার্ডের সাথে হুবাহুব মিল রেখে নাম, জন্ম তারিখ দিয়ে একাউন্ট খুলুন। যদি অলরেডি আপনি একটি একাউন্ট ব্যবহার করেন তাহলে সেটিকেও সঠিক তথ্যে দিয়ে পরিবর্তন করে সেভ করে নিতে পারেন।

২। প্রোফাইল পিকচারঃ
ফেসবুক একাউন্টের প্রোফাইলে নিজের ছবি ব্যবহার করুন। কেউ যদি আপনার একাউন্ট বন্ধ করে দেয় রিপোর্ট করে তাহলে আপনি ব্যাক আনার জন্য নিজের ফটো দিতে হবে কিন্তু আর নিজের ছবিটি ফেসবুক আইডির প্রোফাইল পিকচারের সাথে হুবাহুব মিল না থাকলে কিন্তু একাউন্ট টি ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে।

৩। ফোন নম্বর ও ইমেল যুক্ত করুনঃ
আপনার ফেসবুক আইডির সাথে ইমেইল ও ফোন নম্বরটি যুক্ত করে ভেরিফাই করে নিন।

এই ৩ টি কাজ সম্পুর্ন করা থাকলে আপনি নিশ্চিত থাকুন , আপনার একাউন্ট যতই রিপোর্ট করুক না কেন কোনো ক্ষতি করতে পারবেনা। মানে ১ বার রিপোর্ট দিয়ে বন্ধ করার পরে আপনি আপনার নিজের তথ্য দিয়ে সাবমিট করার পরেই ব্যাক পেয়ে যাবেন, এরপরে আর রিপোর্টে কোনো ক্ষতি হবেনা।

আমার ওয়েবসাইটে ঘুরে আসার আমন্ত্রণ রইলো

The post ফেসবুক আইডি নিরাপদ রাখার উপায় ও আইডি রিপোর্ট থেকে বাচার উপায় appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments