Search box..

{Josee The Tiger and The Fish}এবার দেখে ফেলুন সেরা একটি অ্যানিমে মুভি তাও আবার হিন্দিতে

{Josee The Tiger and The Fish}এবার দেখে ফেলুন সেরা একটি অ্যানিমে মুভি তাও আবার হিন্দিতে


{Josee The Tiger and The Fish}এবার দেখে ফেলুন সেরা একটি অ্যানিমে মুভি তাও আবার হিন্দিতে

Posted:


আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

তো আমরা যারা Anime ফ্যান তারা ২০১৯ সালে Weathering with You এর পর সেরকম ভালো কোনো অ্যানিমেটেড মুভিই বের হয়নি যেটা এই মুভির মতো ভালো হতে পারে।

কিন্তু অবশেষে আমি এমন একটা অ্যানিমেটেড মুভি পেলাম যেটা আমার খুব ভালো লেগেছে,
স্টোরি থেকে অ্যনিমেশন পর্যন্ত সবকিছুই ছিলো এক কথায় অসাধারণ।

আর মুভিটির নাম হচ্ছে Josee, the Tiger and the Fish.

চলুন আর বেশি কথা না বলে এবার দেখে নিই মুভির ছোট্ট একটি রিভিউঃ-

Name:-Josee, the Tiger and the Fish
Genre:-Anime,Romance,Drama
Directed by:-Kotaro Tamura
Production
company:-
Bones
Release date:-December 25, 2020 (Japan)
Running time:-98 minutes
IMDB Rating:-8.1/10
MyAnimeList.net:-8.6/10
Language:-Hindi

…….মুভি নিয়ে কিছু কথা…….

এই মুভিটির মূল দুই ক্যারেক্টার হলো Josee আর Tsuneo.এছাড়াও আরও অনেক ক্যারেক্টার আছে যেমনঃ- Josse এর দাদী,আর Tsuneo এর দুজন ফ্রেন্ড।

তো এবার মুভির প্লটে আসা যাক,

তো মুভিটির মুল টপিক হচ্ছে Dreams{স্বপ্ন}.

মুভির মুল ক্যারেক্টার Tsuneo যার স্বপ্ন হচ্ছে বিদেশে গিয়ে পড়াশোনা করা, মাছের সাথে সাতার কাটা।

আর অন্য আরেক ক্যারেক্টার যার নাম Josse,
যে কিনা নিজে চলাফেরা করতে পারে না,এর জন্য তাকে Wheelchair ব্যাবহার করতে হয়

তাই তার দাদীর মতে Josse এর জন্য পুরো দুনিয়া হচ্ছে খারাপ আর ভয়ংকর।

কিন্তু Josse এই ভয় থেকে বের হয়ে এ সবকিছু উপভোগ করতে চায়,যেটা তার স্বপ্ন।

আর সেই স্বপ্ন পুরণে এগিয়ে আছে Tsuneo.

কিন্তু পরে এমন পরিস্থিতি হয় যে Tsuneo নিজের স্বপ্ন পুরণ করায় বড় চ্যালেন্জ হয়ে যায়,

এমনকি সে নিজের সব আশা পর্যন্ত ছেড়ে দেয়।

কি হয়েছিলো Tsuneo সাথে?সে কি বিজের স্বপ্ন পুরণ করতে পারবে?আর Josse এরই বা কি হবে?

এটা জানার জন্য তো আপনাকে মুভিটা দেখতে হবে,তাহলেই আপনি আপনার সব উত্তর পাবেন।

আর তাছাড়া মুভিটির অ্যানিমেশন,মিউজিক,স্টোরি কোনোদিক দিয়েই মুভিটিতে কোনো কমতি নেই,তাই আপনি অবশ্যই মুভিটি একবার ট্রাই করতে পারেন।

এবার কিছু screenshot:-







Download Link:-

720p:-Josee The Tiger and The Fish

আপনাদের সুবিধার্থে আমি সরাসরি ওয়েবসাইটের লিংকটাই উপরে দিয়ে দিয়েছি।

আপনারা ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে একটু স্ক্রল করলেই ডাউনলোড লিংক পেয়ে যাবেন।

ওয়েবসাইটে 240p,360p,480p,720p,1080p কোয়ালিটি তে মুভিটি রয়েছে।

আপনারা আপনাদের পছন্দ মতো কোয়ালিটি তে মুভিটি ডাউনলোড করুন আর enjoy করুন।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত নামাজ আদায় করবেন|
আল্লাহ হাফেজ

The post {Josee The Tiger and The Fish}এবার দেখে ফেলুন সেরা একটি অ্যানিমে মুভি তাও আবার হিন্দিতে appeared first on Trickbd.com.

৯-১২ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে খুবই উপকারী একটা অ্যাপ। সাথে সবার জন্যে থাকছে সার্টিফিকেট, টি-শার্ট ও প্রাইজমানি জেতার সুযোগ। (Emerging Study).

Posted:

হ্যাল্লো ভাই ব্রাদার্স। আশা করছি সকলেই ভাল আছেন।আজকে আমি মূলত একটা Educational app নিয়ে কথা বলব যে অ্যাপ টা কি না নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে খুবই হেল্পফুল একটা অ্যাপ। অ্যাপটির নাম হচ্ছে Emerging Study. এখান থেকে শিক্ষার্থীরা চাইলে ফ্রি তেই লেসনওয়াইস ভিডিও লেকচার দেখতে পারবে আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।এছাড়াও প্রতিনিয়ত অ্যাপের মধ্যে কনটেস্টের আয়োজন করা হচ্ছে যেখান থেকে শিক্ষার্থীরা সার্টিফিকেট, টি-শার্ট ও প্রাইজমানি জিততে পারবে। তাছাড়া যে কেউ চাইলে এই অ্যাপের অ্যাম্বাসেডর হয়ে টি-শার্ট, সার্টিফিকেট, ডিজিটাল ব্যানার ও সার্টিফিকেট জিতে নিতে পারবেন।


Emerging Study একাউন্ট ক্রিয়েশনঃ

প্রথমেই প্লেস্টোরে গিয়ে সার্চ করুন Emerging Study লিখে।তাহলে প্রথমেই অ্যাপটি পেয়ে যাবেন।

অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

ওপেন করার পর নিচের সাইন আপ অপশনে ক্লিক করুন।

প্রথম বক্সে আপনার ফুল নেম, ২য় বক্সে মোবাইল নাম্বার, ৩য় বক্সে রেফারেল কোড FITZCR (এফ.আই.টি.জেড.সি.আর) (অপশনাল), ৪র্থ বক্সে শ্রেনী সিলেক্ট, ৬ষ্ঠ বক্সে আপনার বিভাগ(সাইন্স,আর্টস,কমার্স), ৭ম বক্সে ইউজারনেম(শুধু আপনার নাম দিয়ে যদি সেটা এভেইলেবল না থাকে সেক্ষেত্রে নামের সাথে কিছু সংখ্যা যোগ করুন।) তার পরবর্তী দুইটি বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে (দুই বক্সেই একই পাসওয়ার্ড)  সাইন আপ বাটনে ক্লিক করুন।

সাইন আপে ক্লিক করলে আপনার প্রদত্ত নাম্বারে একটা ওটিপি কোড পাঠানো হবে অটোমেটিক সাবমিট করতে এলাউ করুন অথবা ম্যানুয়ালি কোড টা বসিয়ে দিয়ে সাবমিট এ ক্লিক করুন।

👇

বাস!  একাউন্ট খোলা হয়ে গেল এবার আপনাকে লগিন পেজে নিয়ে আসা হবে।১ম বক্সে আপনার ইউজারনেম এবং ২য় বক্সে পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

প্রোফাইল কমপ্লিশনঃ

প্রোফাইল কমপ্লিট করার জন্যে লগিন করার পর উপরের চিহ্নিত মানুষ আইকনে ক্লিক করুন।

এবার এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনি এডিট করার অপশন পাবেন।

এবার ইনফরমেশন গুলো ফিলাপ করে আপডেট এ ক্লিক করুন।( প্রথমবার কান্ট্রি অপশনে দেশের নাম গুলো নাও আসতে পারে সেক্ষেত্রে প্রথমে বাবা মায়ের নাম আর এড্রেস দিয়ে আপডেট করবেন পরে আবার এডিট এ ক্লিক করলে তখন সবকিছুই চলে আসবে।)

একাডেমিক ইনফরমেশন এডিট করার জন্যে একাডেমিক অপশনে ক্লিক করে সেইম ভাবে ইনফরমেশন দিয়ে আপডেট করুন।

👇

👇

প্রোফাইল ছবি আপলোড করার জন্যে এখানে ক্লিক করে গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করলেই আপলোড হয়ে যাবে।

অ্যাপ সেকশন পরিচিতিঃ

আসুন এবার অ্যাপের যে বিভিন্ন সেকশন গুলি রয়েছে সেগুলোর সাথে পরিচিত হওয়া যাক। প্রথমেই  কোর্সে ক্লিক করি।

কোর্সে ক্লিক করলে দেখতে পাবেন আপনার শ্রেণী ও বিভাগ অনুযায়ী সবগুলি সাবজেক্ট পর্যায়ক্রমে সাজানো আছে।

যেকোনো একটা সাবজেক্ট এ ক্লিক করলে সেই সাবজেক্ট এর অধ্যায়গুলো পর্যায়ক্রমে সাজানো দেখতে পাবেন।

যেকোনো একটা অধ্যায়ে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অধ্যাগুলোকে সুন্দরভাবে লেসনওয়াইস ভাগ করা হয়েছে।

এখান থেকে আপনি অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো প্র‍্যাকটিস করতে পারবেন।

দেখুন কত সুন্দর ভাবে সাজানো হয়েছে অ্যাপটি কে।আপনি চাইলে বিগত সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করতে পারবেন আবার বিভিন্ন স্কুল কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো ও এখানে আলাদা ভাবে দেয়া আছে।

যেকোনো একটায় ক্লিক করে যদি প্রাক্টিস করতে যান তাহলে দেখতে পাবেন প্রশ্নটা কতটা ডিফিকাল্ট, কয়টি প্রশ্নের আপনি উত্তর করেছেন কত মার্ক্স আপনি অবটেইন করেছেন।

প্রতিটি উত্তর সাবমিট করার পর দেখতে পাবেন আপনার উত্তরটা সঠিক হলো কিনা। সাথে পাবেন কিছু মোটিভেশনাল সেন্টেন্স।

প্রাকটিস সেকশনে গেলেও আপনারা সেম ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।তাই আর সেটা দেখালাম না।

এবার আসুন একজাম সেকশনে।

একজামে ক্লিক করলে খেয়াল করবেন প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে সাজানো আছে।

যেকোনো একটা সাবজেক্ট এ ক্লিক করলে পাবেন চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা দেয়ার অপশন।

👇

এবার কন্টেস্ট সেকশনে আসা যাক।

কন্টেস্টে ক্লিক করলে দেখতে পাবেন কবে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার এর উপর কন্টেস্ট আছে সেই বিষয়ে বিস্তারিত দেখতে পাবেন। কন্টেস্ট চলা কালীন যদি এই সেকশনে আসেন তাহলে কন্টেস্ট এ পার্টিসিপেট করার অপশন পাবেন।

আরও মজার বিষয় হচ্ছে এই কন্টেস্টে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম ৩-১০ জনকে পর্যন্ত তারা উইনার হিসেবে ঘোষণা করবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে সার্টিফিকেট, টি-শার্ট, ডিজিটাল ব্যানার ও প্রাইজমানি। 😍

এছাড়াও এই এপে লাইভ ক্লাস ও প্রোগ্রামিং নামের দুইটা সেকশন আছে। যেগুলা এখনও শুরু হয়নি তবে শীঘ্রই শুরু হবে বলে তারা জানিয়েছেন।

অ্যাম্বাসেডর:

অ্যাম্বাসেডর হওয়ার মাধ্যমেও আপনি অ্যাম্বাসেডর সার্টিফিকেট, টি-শার্ট, ডিজিটাল ব্যানারসহ প্রাইজমানি জেতার সুযোগ পাচ্ছেন।এক্ষেত্রে অ্যাম্বাসেডর হওয়ার জন্যে আপনাকে ২০ জন শিক্ষার্থীকে এই অ্যাপে একাউন্ট খুলে দিতে হবে।এক্ষেত্রে আপনি আপনার ফোনে একাধিক একাউন্ট খুলতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই।(তাদের সাথে কথা বলেই আমি এই বিষয়টি উল্লেখ করেছি)। ২০ জনকে রেফার করতে পারলেই আপনি তাদের অ্যাম্বাসেডর হতে পারবেন এবং পুরস্কার জিতে নিতে পারবেন।

আপনার রেফারেন্সে যারা জয়েন করবে তারা যদি পরবর্তী কন্টেস্টে অংশগ্রহণ করে তাহলে আপনি আরও এক্সট্রা প্রাইজমানি পাবেন।ধরুন ২০ জনকে রেফার করেছেন। এক্ষেত্রে নেক্সট কন্টেস্টে যদি ১০ জন অংশগ্রহণ করে তাহলে আপনি পাবেন প্রাইজমানি হিসেবে ১০০০ টাকা।  আপনার রেফারেল কোড পেতে মানুষ আইকনে ক্লিক করুন।

এখানে আপনি আপনার রেফার কোডটি পেয়ে যাবে। এবার যেভাবে সাইন আপ করতে দেখিয়েছি সেভাবে আপনার বন্ধুদের একাউন্ট খুলে দিয়ে হয়ে যান অ্যাম্বাসেডর! একই ফোনে যেহেতু একাধিক একাউন্ট খুললেও সমস্যা নাই।তাই ২০ টা রেফার করা কোনো ব্যাপারই না আপনার জন্যে। আপনার দরকার হবে শুধু ২০ টা ভিন্ন মোবাইল নাম্বার।🙃

রেজিস্ট্রেশন করার পর আরও বিস্তারিত জানতে ও তাদের সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজে নক দিন অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়েও তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।

WhatsApp

পেজ লিংক

অ্যাম্বাসেডর হওয়ার পর আপনার পুরস্কার কুরিয়ারে নিতে তাদের পেজেই অথবা WhatsApp এই যোগাযোগ করুন।

অ্যাপটি ৯-১২ শ্রেনীর সকলের জন্যে খুবই উপকারী হবে আশা করছি।

আজ এ পর্যন্তই। ভাল থাকুন সুস্থ থাকুন।

আল্লাহ হাফেজ।🙂

The post ৯-১২ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে খুবই উপকারী একটা অ্যাপ। সাথে সবার জন্যে থাকছে সার্টিফিকেট, টি-শার্ট ও প্রাইজমানি জেতার সুযোগ। (Emerging Study). appeared first on Trickbd.com.

২০২১ খ্রিষ্টাব্দের SSC পরীক্ষার্থীদের জন্য “৫ম সপ্তাহের” অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন।

Posted:

২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের জন্য "৫ম সপ্তাহের" অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন নির্দেশিকাও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক তৈরি ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে তৈরি অ্যাসাইনমেন্ট "৫ম সপ্তাহের" জন্য প্রকাশ করা হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

৫ম সপ্তাহের জন্য ৮টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান বিভাগ এর জন্য ৩টি বিষয়। মানবিক বিভাগ এর জন্য ৩টি বিষয়। ব্যবসা বিভাগ এর জন্য ২টি বিষয় প্রকাশ করা হয়েছে।

বিষয় গুলো হচ্ছেঃ-
১) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বভ্যতা।
২) পদার্থবিজ্ঞান।
৩) ব্যবসায় উদ্যেগ।
৪) ভূগোল ও পরিবেশ।
৫) রসায়ন।
৬) হিসাববিজ্ঞান।
৭) পৌরনীতি ও নাগরিকতা।
৮) উচ্চতর গণিত।

অ্যাসাইনমেন্ট ডাউনলোড করুন PDF

 

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

ফ্রি তে মোবাইল রিচার্জ নিয়ে নিন সবাই

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post ২০২১ খ্রিষ্টাব্দের SSC পরীক্ষার্থীদের জন্য "৫ম সপ্তাহের" অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন। appeared first on Trickbd.com.

শারিরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার কার্যকরী টিপস

Posted:

(১) মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়


আমরা শারীরিক অসুস্থতাকে গুরুত্ব দিয়ে থাকি কিন্তু মানসিক অসুস্থতাকে আমরা গুরুত্ব দেইনা। শরীর সুস্থ রাখতে আমরা নিয়মিত খাওয়া-দাওয়া ঘুম এবং ব্যায়াম করে থাকি কিন্তু মানসিক স্বাস্থ্যের সময়ে অবহেলা করে যাই। কিন্তু অনেকেই এটা জানেনা মানসিকভাবে সুস্থ থাকলেই শারিরীক সুস্থতা আসবে।

মানসিকভাবে সুস্থ থাকার জন্য যা যা করতে হবে তা হলোঃ
১। পজিটিভ মানুষদের সাথে যোগাযোগ করুনঃ
পজিটিভ মানুষদের সাথে যোগাযোগ থাকলে তাদের কথা বার্তা শুনে আপনার মন ভালো থাকবে। এই ধরনের মানুষেরা সবসময়ই ভালো হয় তাদের দ্বারা অন্যরা উপকার ছাড়া ক্ষতি হয়না, এমন লোকদের সাথে যোগাযোগ থাকলে তাদের দ্বারা নিজেকেও পজিটিভ মানুষ হিসেবে তৈরি করতে পারবেন। পজিটিভ মানুষদের সাথে থাকলে মানসিকভাবে অসুস্থ হওয়ায় সম্ভাবনা খুবই কম থাকে।

২। পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে ভালো সম্পর্ক রাখুনঃ আপনার আমার সব থেকে কাছের মানুষ হলো পরিবার এবং বন্ধু বান্ধব। আপনি এদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেন। নিজের সুখ দুঃখ এদের সাথে ভাগ করুন, দেখবেন আপনাকে মানসিক অসুস্থা স্পর্শ করতে পারবেনা। কিন্তু আমরা অনেকেই নিজের কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রেখে তিলে তিলে তুষের আগুনের মতো নিজেকে শেষ করে দেই কিন্তু এটা একদমই উচিত নয়, এক্কেবারে কাছের মানুষ যেমনঃ মা বাবা বা ভাই বোন বা কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করুন দেখবেন আপনার কষ্ট অনেক লাগব হবে বা একটা সলিউশন তৈরি হয়ে যাবে।

৩। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করুনঃ
মানসিকভাবে সুস্থ থাকার আরেকটি বড় মন্ত্র হলো এটা। আপনি যদি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তাহলে দেখবেন নিজের ভিতরে অনেক আনন্দ অনুভব করছেন। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য আহামরি টাকা পয়সার প্রয়োজন হয়না, আপনার পকেটে পয়সা না থাকলে ও আপনি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন। বৃদ্ধ লোকদেরকে ও দৃ‌ষ্টি প্রতিবন্ধীদেরকে রাস্তা পার করতে সাহায্য করুন, বা কাউকে শ্রম দিয়ে সাহায্য করুন দেখবেন নিজের ভিতরে অনেক শান্তি অনুভব হবে।

৪। শখের কাজটি করুনঃ
প্রত্যেকটি মানুষেরই নিজ নিজ কিছু শখের কাজ থাকে। আপনি যদি আপনার শখের কাজটি নিয়ে ব্যাস্ত থাকেন তাহলে ডিপ্রেশন ভোগার সম্ভাবনা অনেক কম থাকবে।

৫। প্রযাপ্ত পরিমানে ঘুমানঃ
রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, রাতে তাড়াতাড়ি ঘুমানোর অনেক উপকারিতা যেমন রয়েছে তেমনি প্রযাপ্ত পরিমানে ঘুম হওয়ার ফলে পরের দিনটাতে আপনি মানসিক স্বাস্থ্য ও ভালো থাকবে।

৬। সক্রিয় থাকুনঃ
যেসব মানুষ অলয়েস কাজ প্রেমী হয়ে থাকে তাদেরকে মানসিকভাবে অসুস্থতা দেখা যায়না বললেই চলে, কারন এদের কাজের ভিড়ে ডিপ্রেশন নামক ব্যাধি আসতেই পারেনা। নিজেকে যেকোনো কাজ নিয়ে বেশী বেশী এক্টিভ রাখুন মানসিক স্বাস্থ্য ভালো থাকবে।

৭। বর্তমান নিয়ে ভাবুনঃ
বর্তমানে আপনি যে অবস্থানে আছেন সেটা অতীতের কর্মের ফল। অতীতে যদি আরো বেশী ভালো কাজ করতেন তাহলে আরো ভালো পজিশনে থাকতে পারতেন, তাই বর্তমান সময়টাকে কাজে লাগালেই সঠিকভাবে তাহলেই ভবিস্যতে আরো ভালো করতে পারবেন। এমন চিন্তাভাবনা করুন।

(২) শারিরিক স্বাস্থ্য ভালো রাখার উপায়


একজন মানুষের শারিরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ৫ টি টিপস শেয়ার করলাম এগুলো যদি আপনি ফলো করেন তাহলে সুস্থ জীবন জীবন লাভ করবেন সাথে মন ও সতেজ ও ফুরফুরে থাকবে।

১। প্রযাপ্ত পানি পান করাঃ
শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য পানির গুরুত্ব অনেক। পানি যে শুধু আমাদের তৃষ্ণা মেটায় তা নয়, আমাদের শরীরের পানিশূন্যতা পূরনের জন্য ও পানির প্রয়োজন। আমাদের শরীরের অভ্যান্তরিণ ক্রিয়া গুলো ঠিকভাবে চলার জন্য পানির প্রয়োজন।

২। নানান রকম ফল ও সবজি খেতে হবেঃ
প্রতিদিন খাদ্যের তালিকায় শাকসবজি ও ফল রাখতে হবে। কাচা ফল ও সবজিতে প্রচুরপরিমাণে ভিটামিন থাকে তাই শারিরীক ভাবে সুস্থ থাকার জন্য নানান প্রকার ফল ও সবজি খেতে হবে।

৩। প্রযাপ্ত পরিমাণ ঘুমানঃ যেকোনো মানুষের সুস্থ থাকার জন্য প্রযাপ্ত পরিমানে ঘুমের খুবই প্রয়োজন। পরিমানমতো ঘুম না হলে শরীরের ক্লান্তি ক্লান্তি ভাব ও নানারকম অসুখবিসুখ ও হতে পারে। একটা মেশিন যেমন কয়েক ঘন্টা চালানোর পরে এটি কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দিতে হয় তেমনি আমাদের মস্তিষ্ক ও শরীরটাও সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় এরপরে শরীরের জন্য প্রয়োজন খুব লম্বা একটি ঘুম। ঘুমের ফলে আমরা রাতশেষে সকালবেলা আবার নতুন শক্তি নিয়ে আমরা জেগে উঠি।

৪। ব্যায়াম করাঃ
প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করা প্রতিটি মানুষের জন্য খুবই আবশ্যক। ব্যায়ামের ফলে শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধে ক্ষমতা ও বৃদ্ধি পায়।

৫। মন খুলে হাসাঃ
শরীর ও মন সুস্থ রাখার জন্য হাসি একটি খুব ভালো ঔষধ বা ব্যায়াম বলা যায়। মন খুলে জোড়ে হাসলে মন ভালো থাকে আর মন ভালো থাকলেই তো শরীর সুস্থ থাকবে।

আমার ওয়েবসাইটে ঘুরে আসার আমন্ত্রণ রইলো

The post শারিরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার কার্যকরী টিপস appeared first on Trickbd.com.

ssc 21 এর অর্থনীতি নিয়ে নিন .txt আকারে —(4th Week) 2021 [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 21 এর অর্থনীতি ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 21

অর্থনীতি ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

অর্থনীতি ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ট্রিক শেয়ার করা হয় এছারাও এখানে আপনি পোষ্ট করে ইনকাম করতে পারবেন প্রতি পোষ্ট ১০থেকে ৫০টাকা পর্যন্ত দেওয়া হয় লিংক DownloadAEP.com ডিজিট করার অনুরোধ রইলো

খোদা হফেজ।

The post ssc 21 এর অর্থনীতি নিয়ে নিন .txt আকারে —(4th Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com.

Telegram সম্পর্কে কিছু interesting facts #03 [Telegraph & Channel Limitation]

Posted:

scientronid, a blog on Tumblr. Never miss a post from scientronid Make  gifs, join group chats, find your community. Only in the app. Get the app  No thanks 1.5M ratings 277k ratings See, that's what the app is perfect  for. Sounds perfect Wahhhh, I don't wanna ...

বর্তমানে অনেকেই Telegram Use করছেন, এই Telegram এর বিভিন্ন BOT নিয়ে আলোচনা করে থাকি সবসময়। আজকে Telegram সম্পর্কে কিছু অদভূত ব্যাপার Share করব।

 

🔰 প্রথমত যে factটি নিয়ে আলোচনা করব তা হল “Telegraph 🔰

Telegraph হল অনেকটা Pastebin Related Site. যেটা Telegram Control করে থাকে। আপনি যেকোন কিছু Note করে রাখতে Telegraph Use করতে পারেন। https://telegra.ph/ এই সাইটে Visit করেই যেকোন কিছু Type করে Publish এ Click করলেই Save হয়ে যাবে Articalটি। তবে একটি Facts হল কখনও ঐ Artical Delete হবে না।

 

 

🔰 দ্বিতীয়ত যে factটি নিয়ে আলোচনা করব তা হল “Channel Join Limitation” নিয়ে 🔰

The best encrypted private messenger apps for Android - Android Authority

আপনি জেনে অবাক হবেন, আপনি আপনার Account দিয়ে শুধুমাত্র 500 Supergroups এবং 50 Channel Telegram Channel এ Join হতে পারবেন। অর্থাৎ Telegram এ Channel Join Limitation ও রয়েছে। ইচ্ছামত Channel এ Join হতে পারবেন না।

 

 Telegram Supergroups Channel কী, কীভাবে, কেন? এই বিষয় নিয়ে ভবিষ্যতে কোন এক Post এ বিস্তারিত আলোচনা করব।  ততক্ষণ পর্যন্ত Telegram-এর বিভিন্ন BOT Review দেখতে Visit করতে পারেন আমার Profileটি

DEXTER
Signing OFF

The post Telegram সম্পর্কে কিছু interesting facts #03 [Telegraph & Channel Limitation] appeared first on Trickbd.com.

বেশির ভাগ মানুষ এটি জানে না। তাই সারা জীবন গরিব থেকে যায়।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

বেশির ভাগ মানুষ এটি জানে না।

দেখবেন সবাই একটা কথা বলবে টাকায় কিন্তু সব সুখ নয় বা টাকায় কিন্তু সব সুখ এনে দিতে পারবে না। কিন্তু বাস্তবতা বলে অন্য কথা যাদের কাছে টাকা নেই তারাই বুঝতেছেন এই পৃথিবীতে টাকা প্রয়োজন কতটা টাকা না থাকলে যে এই পৃথিবীটা কতটা ভয়ঙ্কর জায়গা সেটি যারা এই পরিস্থিতিতে পড়েছেন তাদের অবস্থান না গেলে কেউই বুঝতে পারবে না। যাইহোক এখন বিষয় হলো টাকা কিভাবে ইনকাম করা যায় বা টাকাকে কাজে লাগিয়ে কিভাবে আরো বেশি ধনী হওয়া যায়।

আর আরেকটি বিষয় হলো আপনারা অনেকেই ভাবতেছেন ভাই আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু কোন টাকা ইনকাম করার ওয়ে তো খুঁজে পাচ্ছি না আমার ভুলটা কোথায় সেটা বুঝতে পারছি না আর দিন যেতে যেতে আমার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে আগের মত এখন আর ব্রেনকে খাটিয়ে কোন কিছু চিন্তা করতে পারছি না। তাহলে এখন বিষয় হলো কি করা যায়। চলুন এই বিষয়টি step-by-step আপনাদের সাথে আলোচনা করা যাক। আর আর্টিকেলের সবার শেষে আমি আপনাদের একটি প্রো টিপস শেয়ার করবো তো চলুন আর্টিকেলটি শুরু করা যাক।

১. সবার প্রথমে আপনাকে একটি ছোট ইনকামের ব্যবস্থা করতে হবে। সেটি টিউশন পড়ানোর থেকে শুরু করে যেকোনো ছোট ইনকাম হলেই হবে। আর অবশ্যই মনে রাখতে হবে সেটি যেন পার্ট টাইমের মত কোন জব হয় অন্য কোন কিছু নয়। এটির কারণ হলো আপনার যে মেইন লক্ষ্যে পৌঁছাতে হবে সেটির জন্য যেন টাকা এবং সময় দুটি পর্যাপ্ত থাকে আপনার হাতে। এরপর step-2 এবার ধরুন আপনার টার্গেট হলো একটি রেস্টুরেন্ট বিজনেস খোলা বা আপনি যেই সাবজেক্ট এ পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট রিলেটেড একটি টপ জব সার্চ করা।

এখন এর জন্য আমি এখন যেই ওয়েগুলো আপনাদেরকে বলবো সেটি যেই ক্যারিয়ারের থাকেন না কেন এগুলো ফলো করলেই আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যেতে পাবেন হানডেট পারসেন্ট গ্যারান্টি।আর্টিকেলের এক্সাম্পলস হিসেবে ধরুন আপনি একটি রেস্টুরেন্ট বিজনেস করতে চান। পরবর্তীতে ভালো হলে আপনি আপনার বিজনেস করার ইচ্ছা রয়েছে। প্রথমটি করতে হবে এটি জানতে হবে রেস্টুরেন্ট বিজনেসে লস কেন হয়।

এখন স্বাভাবিকভাবে আমার মাথায় এই মুহূর্তে যে কারণগুলো আসছে সেগুলো হতে পারে একটি লঞ্চে যাওয়ার রেস্টুরেন্টের ঘটনা এমন। রেস্টুরেন্টে ভালো লোকেশনে ছিল না। মানে এমন একটা জায়গায় রেস্টুরেন্টে দেওয়া হয়েছে যেখানে সচরাচর মানুষ খাবার খেতে যায় না বা সেই জায়গায় গেলে মানুষের ফাস্টফুড খাওয়ার কোন মোড আসে না। এরপর এমনটি হতে পারে সেই রেস্টুরেন্ট খাবার ভালো ছিল না আর এর জন্য তাদের খাবারের টেস্ট ভাল ছিলনা তাই কাস্টমার যাওয়ার ছিল তাও এখন আর আসে না।

২. এরপর যেটি হতে পারে রেস্টুরেন্টে প্রোপার মার্কেটিং করা হয়নি। মার্কেটিং তো আর মসজিদে বা মন্দিরের সামনে গিয়ে করলে হবে না সেটি করতে হবে স্কুল বা কলেজের সামনে গিয়ে মানে আমি বোঝাতে চাচ্ছি টার্গেট লোকের কাছে গিয়েই মার্কেটিং করতে হবে তা না হলে মার্কেটিং হবেই না। সুতরাং প্রোপার মার্কেটিং না করতে পারলেও আপনার যে কোন বিজনেস লোসে চলে যেতে পারে। এরপর সেই ভুলটি হতে পারে সেই রেস্টুরেন্ট ডেকোরেশন ভালো ছিল না মানে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য সুইটেবল না।

যেমন ধরুন চেয়ারগুলো অনেকটা চাপা চাপা ঠিকমতো বসা যায় না বা রেস্টুরেন্টে দেখতে কিছুটা নোংরা মনে হয় বা যারা খাবার পরিবেশন করছে তাদেরকে দেখলেও কিছুটা নোংরা নোংরা লাগে এই রকম আরো হাজারো কারণ থাকতে পারে একটি বিজনেস লোসে চলে যাওয়ার জন্য।যাইহোক এরকম আরো অনেক রকম কারণ থাকতে পারে আর্টিকেলটি বড় হয়ে যাবে তাই আমি আর নতুন কোন এক্সাম্পল দিলাম না।

মোটকথা আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড মানে আপনার বিজনেস বা আপনার কাজ এ বিষয়ে যারা আগের ফেল করেছে তাদেরকে দেখে খুঁজে বের করতে হবে তারা কেন ফেল করেছিল আর তারপরে গুলোকে নোট ডাউন করে ফেলতে হবে আর অবশ্যই এগুলো আপনি আপনার বিজনেস বা কাজে নামার আগেই করতেই হবে।

এই পর্যন্ত আমরা দুটি বিষয়ে জানলাম। এক ছোট একটি ইনকামের ব্যবস্থা করতে হবে আগেই। আর দুই আপনার বিজনেসে বা যেই কাজটিতে আপনি ইন্টারেস্টেড সেই কাজে অন্যরা কেন ফেল করেছে সেই বিষয়গুলোকে আপনাকে খুঁজে বের করে নোট ডাউন করে ফেলতে হবে। এরপর step-3 আপনার কাজটি সম্পর্কে ধরুন আপনি রেস্টুরেন্ট বিজনেস করবেন সেই বিজনেস সম্পর্কে প্রচুর পরিমাণ নলেজ নিতে হবে আর অবশ্যই ইউটিউব বা গুগোল এই বিষয়গুলোকে নিয়ে হাজারো ভিডিও এবং বিভিন্ন আর্টিকেল রয়েছে সেই বিষয়গুলো থেকে প্রচুর পরিমাণ নলেজ আপনি নিতে পারেন।

পাশাপাশি যারা সারা ওয়ার্ল্ডে আপনার নিজের দেশে রেস্টুরেন্ট বিজনেসে সফল তাদেরকে সোশ্যাল মিডিয়ায় আপনি ফলো করতে পারেন। আর খুব গুরুত্বপূর্ণ হলো তাদের বিজনেস এর শুরুটা কেমন ছিল তারা কি পরিমাণ পরিশ্রম করেছে বিজনেস এর শুরুতে এই বিষয়গুলোকে পুরোপুরি মুখস্ত করে ফেলতে হবে মানে তাদের সেই শুরুর কষ্টগুলো আপনার মাথায় রাখতে হবে। তাহলে আপনি আপনার এই সাকসেস জার্নিতে কখনোই হাঁপিয়ে উঠবেন না বা বিরক্ত হয়ে যাবেন না।

এখন অনেকেই ভাবতেছেন আমি কি এগুলো পারবো বা আমি তো খুব একটা ব্রিলিয়ান্ট না। আমি কি এত কিছু বুঝবো বা অনেকেই ভাবতেছেন ভাই আপনি যেভাবে করে বোঝেম আমি কি সেভাবে করে বুঝে উঠতে পারব। আর যদি না বুঝতে পারি তাহলে তো আমি তোর জীবনে কিছুই করতে পারবোনা।আমাকে দিয়ে কিছু হবে না। হ্যা এমনটি ভাবার কোন কারণ নেই আপনাকে দিয়ে অবশ্যই হবে তবে কেন এই মুহূর্তে হচ্ছে না সেটি আপনাদের আমি বলছি।

দেখুন আমি গত প্রায় পাঁচ বছরেরও বেশি সময় হয়ে যাচ্ছে আমি এই অনলাইন মারকেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এই বিষয়গুলোকে নিয়ে প্রচুর পরিমাণ ঘাটাঘাটি করে যাচ্ছি মানে আপনি বলতে পারেন আমার ফ্যাশন এবং ভীষণ এগুলোই আমি প্রতিদিন কিছু না কিছু নতুন শিখছে সেগুলো কে নিয়ে কিন্তু আসল বাস্তবতা হলো আমি কি পাঁচ বছর আগে এই বিষয়গুলোকে নিয়ে এতটা জানতাম এত পরিমান বুঝতাম সব বিষয় গুলোকে নিয়ে এগুলো কখনোই সম্ভব ছিল না তাই আপনার ক্ষেত্রেও এটি বাস্তব আপনি এখন হয়তো বা খুব একটা বুঝে উঠতে পারবেন না বিষয়গুলো।

কিন্তু আপনি এই আর্টকেলের স্টেপগুলোকে ফলো করে ছয় মাস প্র্যাকটিস করে যান আর এই ধরনের মোটিভেশনাল আর্টকেল সবসময় পড়তে থাকুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনিও আমাকে কমেন্ট করে একসময় গিয়ে বলবেন ভাই আমি কিন্তু আর সেই আগের মতো এখন আর নেই। আর আর্টকেল শুরুতেই আমি আপনাদের একটি কথা বলেছিলাম আর্টকেলের শেষে আমি একটি প্রো টিপস আপনাদের সাথে শেয়ার করবো আর এটি হলো সেই প্রো টিপস।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post বেশির ভাগ মানুষ এটি জানে না। তাই সারা জীবন গরিব থেকে যায়। appeared first on Trickbd.com.

15x Grammarly Business Account Giveaway [ Maximum 20দিন ব্যবহার যোগ্য ]

Posted:

Howdy Everyone,

Grammarly gets upgrade on Google Docs w/ sidebar - 9to5Google

Grammarly হল একটা Writing Tool, যা আপনার লেখার ত্রুটিগুলো আপনার সামলে তুলে ধরে খুব সহজেই। আমরা অনেক সময় Email,  Lab_report,presentation তৈরীর সময় ভাষাগত অনেক ভুল করে থাকি যা খুবই কষ্টের কথা। কিন্তু Grammarly তা auto detact করে খুজে বের করে দিবে এবং শুদ্ধটাও Replace করে দিবে। মূলত English এর ভূল ধরতে এটি সক্ষম। এর কিছু Features উল্লেখ করলাম

  • Grammar and punctuation
  • Spell Check
  • Plagiarism
  • Writing Style

 

 

(¬‿¬) Giveaway Rules 📨

Icons by Chris Z Yu | Dribbble

Giveaway এর কোন Rules নেই, আপনাকে Directly Account দেয়া হবে। নিচে Comment Section এ আপনার Telegram ID দিবেন Account + Password Directly আপনার Telegram এ পৌছে দেওয়া হবে

 

✓ শুধুমাত্র প্রথম ১৫ জনের Comment Count করা হবে ✓

 

Bye ᓚᘏᗢ
Contact Me On Telegram
[Telekit] [Discuss With Me]

The post 15x Grammarly Business Account Giveaway [ Maximum 20দিন ব্যবহার যোগ্য ] appeared first on Trickbd.com.

{Qanda}এখন আপনার মোবাইল এর Camera দিয়ে করুন যেকোনো অংকের সমাধান

Posted:

আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আমাদের শিক্ষকরা মাঝে মাঝে আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে এমন সব ম্যাথ করতে দেয় যেগুলো হাজার খোজার পরেও বই,
এমনকি ইন্টারনেট থেকেও কোনো সমাধান পাওয়া যায় না।

ঠিক সেইসময় আমরা বিভিন্ন অ্যাপসের সাহায্য নেই,যেমন:- Photomath ইত্যাদি।

কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা একটি অ্যাপ যার মাধ্যমে আপনারা খুব সহজেই যেকোনো ম্যাথের সমাধান করতে পারবেন,

তাও আবার শুধু একটি ছবি তুলেই।

তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক:-


App Name:-Qanda
Size:-28 mb
Ratting:-4.2

অ্যাপটির কিছু বিবরণ:-

অ্যাপটির ব্যাবহার করা খুবই সহজ,
শুধু আপনাকে যে ম্যাথটির সমাধান চান সেটি পরিষ্কার ভাবে পৃষ্ঠায় লেখতে হবে।
তারপর ক্যামেরা দিয়ে একটা ছবি তুললেই আপনার কাজ শেষ।

তারপর বাকি কাজ অ্যাপটি করে দেবে।

আপনাকে অনেক জায়গা থেকে খুজে ম্যাথটির সমাধান বের করে দেবে।

এমনকি আপনাকে web থেকেই সমাধান বের করতে সক্ষম এই ছোটো অ্যাপটি।

শুধু তাই নয়,আপনি এর সাহায্যে যেকোনো আরও অনেক রকম ম্যাথ প্রবলেম এর সমাধান করতে পারবেন।

Screenshot:-








Download Link:-
Qanda

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নিয়মিত নামাজ আদায় করবেন|

আল্লাহ হাফেজ

The post {Qanda}এখন আপনার মোবাইল এর Camera দিয়ে করুন যেকোনো অংকের সমাধান appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments