Search box..

[হট পোষ্ট, তাড়াতাড়ি করুন] নিয়ে নিন লাখ টাকার জনপ্রিয় বাংলা পেইড কোর্সগুলো সম্পূর্ণ ফ্রীতে

[হট পোষ্ট, তাড়াতাড়ি করুন] নিয়ে নিন লাখ টাকার জনপ্রিয় বাংলা পেইড কোর্সগুলো সম্পূর্ণ ফ্রীতে


[হট পোষ্ট, তাড়াতাড়ি করুন] নিয়ে নিন লাখ টাকার জনপ্রিয় বাংলা পেইড কোর্সগুলো সম্পূর্ণ ফ্রীতে

Posted:

আসসালামু আলাইকুম ।
বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ।

দু:খিত বন্ধুরা সময় কম থাকায়, ঠিকমতো ভালো পোষ্ট করতে পারি না । তবে চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার ।

তেমনই একটি পোষ্ট দিতে চলেছি আজকে,

যেটা হলো নামিদামি বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রিয় বাংলা পেইড কোর্সগুলো সম্পূর্ণ ফ্রীতে ।

তো চলুন যেনে  নেওয়া যাক কোন কোন পেইড কোর্সগুলো আজকে শেয়ার করতে যাচ্ছি…

  1. Projukti Team – (লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন পেইড কোর্স)
  2. 10Minit School- (১০মিনিট স্কুলের যাবতীয় পেইডকোর্স সমূহ)
  3. Advanced CPA Marketing- (সিপিএ মার্কেটিং এর ৩টি পেইড কোর্স)
  4. Affiliate- (এফিলিয়েট সংক্রান্ত ৪টি পেইড কোর্স)
  5. Android Game Development- (এন্ড্রয়েড গেমস ডেভেলপমেন্ট সংক্রান্ত পেইড কোর্স)
  6. Blackhat Money Making- (ব্ল্যাকহ্যাট মানি মেকিং পেইড কোর্স)
  7. Bohubrihi- (বহুব্রিহির ৪টি পেইড কোর্স)
  8. Coders Foundation- (কোডার্স ফাউন্ডেশন এর মশিউর রহমান এর ফাইভার পেইড কোর্স)
  9. Digital Marketing- (ডিজিটাল মার্টেটিং সংক্রান্ড ফুল পেইড কোর্স)
  10. eShikhon- (ই-শিখনের ১টি পেইড কোর্স)
  11. Fiverr Gig- (ফাইবার গিগ সংক্রান্ত পেইড কোর্স)
  12. Fiverr Success Course- (ফাইবার সাকসেস কোর্স এর ডিটেইলস কোর্স)
  13. Insta Pro- (কমপ্লিট গাইডলাইন ফর প্রফেশনাল মার্কেটার পেইড কোর্স)
  14. IT Bari- (আইটি বাড়ির পেইড কোর্স সমূহ) ***(দু:খিত,আইটি বাড়ির কোর্সটি এই মুহুর্তে দেওয়া সম্ভব হয়নি, আশা করি খুব শিঘ্রই দিতে পারবো ।)
  15. Jhankar Mahbub Course- (ঝংকার মাহবুব এর ওয়েব ডেভেলপমেন্ট ফুল কোর্স)
  16. Khalid Farhan- (খালিদ ফারহানের জনপ্রিয় ৩টি কোর্স (SEO Couse Included))
  17. MSB Academy- (ইথিক্যাল হ্যাকিং সহ  এমএসবি একাডেমির জনপ্রিয় কোর্স সমূহ)
  18. Php & Myspl- (বাংলা পেইড কোর্স)
  19. Php by Hasin Hydar- (হাসিন হাইদারের পিএইপি পেইড কোর্স)
  20. Sikhbo Ami- (শিখবো আমি এর সিপিএ পেইড কোর্স)
  21. Typography & Caligraphy- (টাইপোগ্রাফী এবং কালিগ্রাফি রিলেটেড পেইড কোর্স)
  22. Vocabulary- (বাংলা পেইড কোর্স)
  23. WordPress- (ওয়ার্ডপ্রেস পেইড কোর্স)

ঝামেলা এড়াতে গুগল ড্রাইভ লিংক শেয়ার করা হলোঃ
ডাউনলোড লিংক


তো বন্ধুরা, আশা করি লাখ টাকার পেইড কোর্স ই আপনাদের ফ্রীতে প্রভাইড করতে পেরেছি ।
কোর্সগুলো সংগ্রহে বিশেষ কৃতঙ্গতা স্বিকার
Daffodil University এর 2019 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ  ও Western Digital IT.

পোষ্টে কোন ভুলত্রুটি থাকলে দয়া করে ক্ষমা করবেন ।
ধন্যবাদ সবাইকে ।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ ।

The post [হট পোষ্ট, তাড়াতাড়ি করুন] নিয়ে নিন লাখ টাকার জনপ্রিয় বাংলা পেইড কোর্সগুলো সম্পূর্ণ ফ্রীতে appeared first on Trickbd.com.

অ্যাপ দিয়ে যেকোনো PDF ফাইলকে মার্জ বা কম্বাইন করে একটি PDF ফাইলে পরিণত করুন

Posted:

অ্যাপ দিয়ে যেকোনো PDF ফাইলকে মার্জ বা কম্বাইন করে একটি PDF ফাইলে পরিণত করুন ।আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই ? আমি আল্লাহর রহমতে ভালো আছি । আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হল কিভাবে আপনি কয়েকটি পিডিএফ ফাইলকে মার্জ বা একসাথে করে একটি ফাইলে পরিণত করতে পারবেন । এটি আমি দেখাবো অ্যাপের মাধ্যমে । এই কাজটি আপনি খুব সাহজেই করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট । পোস্টটি সম্পুর্ণ পড়ার অনুরোধ রইল ।

এর জন্য আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন । এখানে সার্চ বক্সে লিখবেন combine pdf এটা লিখে সার্চ করলে যে রেজাল্ট আসবে সেখান থেকে অ্যাপটি ইনস্টল করবেন ।

অ্যাপটি ইনস্টল হয়ে গেল ওপেন করবেন

ওপেন করলে দেখতে পারবেন যে এখানে একটি লেখা আছে select PDF এই লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে

এখানে পারমিশন চাইলে allow এ ক্লিক করবেন

এরপর আপনার ফোনে যতগুলো পিডিএফ ফাইল আছে সেগুলো দেখাবে

আপনার যেগুলো দরকার সেগুলো সিলেক্ট করবেন । সেলেক্ট করে নিচে থাকা done ক্লিক করবেন । এখানে যদি আপনি অনলাইনে থাকেন তাহলে আপনাকে এড শো করবে আর যদি অফলাইনে থাকেন তাহলে এড শো করবে না

এরপর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন

টিক চিহ্নতে ক্লিক করলে এখানে আপনাকে একটি নাম দিতে বলবে । আমি এখানে trickbd.com দিয়েছি । আপনি চাইলে আপনার মতো নাম দিতে পারেন

নাম সিলেক্ট করে ওকে তে ক্লিক করবেন ।

ব্যাস কাজ শেষ আপনার পিডিএফ ফাইলগুলো একটি পিডিএফ ফাইল হয়ে গেছে ।

পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধে হলে আমার ভিডিওটি দেখতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন

আমার চ্যানেলে পাবেন আপনি এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এন্ড ট্রিকস্ তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন । আমার চ্যানেলে যেতে  ক্লিক করুন 

এতক্ষণ ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ ।

পোস্টটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন ।

আমার আরো পোষ্ট দেখতে ক্লিক এখানে

ট্রিকবিডি এর সাথেই থাকুন । ধন্যবাদ ।

The post অ্যাপ দিয়ে যেকোনো PDF ফাইলকে মার্জ বা কম্বাইন করে একটি PDF ফাইলে পরিণত করুন appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের “ভূগোল” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ২৩ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৪র্থ সপ্তাহের জন্য ১৬ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে "ভূগোল" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

ভূগোল এসাইনমেন্ট এর উত্তর

ভূগোল অ্যাসাইনমেন্ট এর উত্তর PDF

 

 

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের "ভূগোল" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File! appeared first on Trickbd.com.

থিওরি অফ রিলেটিভিটি pdf download (পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজেই শিখুন)

Posted:

থিওরি অফ রিলেটিভিটি pdf বই free download – পদার্থ বিজ্ঞানের জটিল বিষয় সহজে শেখার pdf – লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল – মোট পৃষ্ঠাঃ ৯৬ টি, pdf size: 10 mb

থিওরি অফ রিলেটিভিটি বই রিভিউঃ

লেখক মুহাম্মাদ জাফর ইকবাল স্যারের ভাষায়, একটা জাতির উন্নতির জন্য যেমনঃ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার এসব দরকার ঠিক তেমনি বিজ্ঞানী ও দরকার। আমাদের সিলেবাসের বৈজ্ঞানিক বই গুলো পড়ার পরে আমাদের নিকট মনে হয় খুবই কঠিন একটি সাবজেক্ট এটি। তাই আমরা বিজ্ঞানের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে ব্যার্থ হই, এবং বিজ্ঞান পড়ে আনন্দ ও পাইনা। থিওরি অফ রিলেটিভিটি pdf বইটি পড়লে আপনি পদার্থ বিজ্ঞানের অনেক জটিল বিষয়গুলো খুব সহজেই শিখতে পারবেন এবং পদার্থ বিজ্ঞানের রস উপভোগ করতে পারবেন।

প্রথমেই লেখক আলোচনা করেছেন থিওরি অফ রিয়েলিটিভিটির শুরুর ২ টি সূত্র নিয়ে। (১)পদার্থ বিজ্ঞান সব জায়গায় এক। (২) আলোর গতিবেগ সব জায়গায় এক। এরপরে মুহাম্মাদ জাফর ইকবাল স্যার আলোচনা করেছেন আপেক্ষিক সময় আর দৈর্ঘ্য সংকোচন নিয়ে। লরেন্টেজের সূত্র ও এর ব্যবহার নিয়ে আলোচনা করেছেন। এবং আরো আলোচনা ও ব্যাখ্যা করেছেন গ্যালোলিয়ান রুপান্তর ও গ্যালোলিয়ান রুপান্ত‌রের সমস্যা নিয়ে। বইটি পড়লে আপেক্ষিক ভর ও স্হানাঙ্কের রুপান্তরের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

থিওরি অফ রিয়েলিটিভিটি বইটিতে বিখ্যাত সূত্র (E=mc^2) এই সূত্রটি খুবই সহজভাবে আলোচনা করেছেন এ বইয়ে। পদার্থ বিজ্ঞানের বড় একটি স্তম্ভ হলো আপেক্ষিকতা। সময়, ভর, দৈর্ঘ্য এগুলো একটিও পরম নয়; আর এরফলে বিশ্ব সম্পর্কে আমাদের চিন্তাধারায় এসেছে বিশাল পরিবর্তন। এই বইটিতে অনেক জটিল বিষয় খুব সহজভাবে ব্যাখা করেছেন যাতে স্কুল ও কলেজের স্টুডেন্টদের পদার্থ বিজ্ঞানের এ জটিল বিষয়গুলো বুঝতে সহজ হয়। লেখক মুহাম্মাদ জাফর ইকবাল স্যার গনিত ও বিজ্ঞানের মতো জটিল সাবজেক্টকে কিভাবে সহজেই গলাধঃকরণ করা যায় বুঝে তা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করেছেন, আর তার ফলস্বরূপ ই এ বই।

বইয়ের নামঃ থিওরি অফ রিলেটিভিটি
বইয়ের লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬ টি।
বইয়ের ধরনঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
পিডিএফ সাইজঃ ১০ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ থিওরি অফ রিলেটিভিটি pdf

ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

The post থিওরি অফ রিলেটিভিটি pdf download (পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজেই শিখুন) appeared first on Trickbd.com.

আপনার SmartPhoneটি-কে যেভাবে স্মার্টটিভির রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করবেন

Posted: 25 Aug 2021 11:21 AM PDT

Buy SANSUI ES43S1A, 43 inch UHD HDR Smart TV with Google Assistant (Voice  Control), Screen Share, HDMI, USB(2021 Model) Online in Germany. B08C9Z75HK

বর্তমানে SmartTVগুলো Normal TV Remote দিয়ে Controll করা খুবই কষ্ট সাধ্য। আপনি যদি YouTube এ কোন কিছু Search করতে যান তবে ঐ Normal TV Remote দিয়ে করতে অনেক সময় লেগে যায়, যা সত্যিই বিরক্তিকর। তাই Smart-Phone এর এই যুগে আপনার ঐ Android Device-কেই বানিয়ে ফেলুন SmartTV Remote.

 

🚧 যেভাবে অ্যান্ড্রয়েডে রিমোট কন্ট্রোল অ্যাপ সেটআপ করবেন

— আপনার TV ও Android Deviceটি একই Wifi দ্বারা Connect করে নিন

— তারপর Play Store থেকে এই APPটি Download & Install করে নিন

— Android এ ঐ Appটি Install হলে, তা Open করুন

আপনার TV-র নাম Show করবে, যদি না দেখায় তবে Bluetooth/Location On করুন

TV-র Screen এ Auto একটা PIN Code দেখাবে

SmartPhone এ Codeটি বসিয়ে Pair এ Click করুন

এখন Easily Control করুন আপনার Smart TV।

 

 

Information Technology Gif Images

নিত্য-নতুন Tech News এবং Review নিয়ে আবার হাজির হব Next Time, Insh’Allah.

 

Sincerely;
Maestro (M4357R0)🕵

The post আপনার SmartPhoneটি-কে যেভাবে স্মার্টটিভির রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করবেন appeared first on Trickbd.com.

আপনার নিকটস্থ টিকাকেন্দ্র খুজে নিন ফেসবুকেই

Posted: 25 Aug 2021 11:21 AM PDT

Community Health Plans Support Vaccine Equity - ACHP
বর্তমানে Covid-19 ভেক্সিন টিকা কত বয়স হলে নিতে পারবেন এবং কোথায় গিয়ে নিবেন তা জানতে পারবেন এখন আরও সহজে। Facebook এ চালু হল ভ্যাকসিন ফাইন্ডার। বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে দেশে ভ্যাকসিন ফাইন্ডার চালু করেছে ফেসবুক। যা আসলেই সহজলভ্য ব্যাপার আমাদের জন্য।

 

টিকা কেন্দ্রের ঠিকানা জানাবে ফেসবুকের ভ্যাকসিন ফাইন্ডার

🎞 Facebook এ এই Features যেভাবে Enable করবেন:-

এটি একটি Auto-Process। আপনার Location On থাকলে তা Auto Notification হিসেবে চলে আসবে। অথবা এটি আপনার Home Tab এ Extra Option হিসেবে চলে আসবে।

 

 

Health Ministry's 'eSanjeevani' telemedicine service records 2 lakh tele-consultations,  Health News, ET HealthWorld
এখন আরও সহজেই আপনার NID এর সাহায্যে Vaccine এর জন্য Apply করে নিকটস্থ কেন্দ্র খুজে পাবেন এবং Vaccine
Related সব Info. পেয়ে যাবেন হাতের মুঠোই।

 

Sincerely;
Maestro (M4357R0)🕵

The post আপনার নিকটস্থ টিকাকেন্দ্র খুজে নিন ফেসবুকেই appeared first on Trickbd.com.

হারিয়ে যাওয়া Android থেকে সব ছবি ও Data Format করবেন যেভাবে

Posted: 25 Aug 2021 11:21 AM PDT

Smart phone thefts rose to 3.1 million last year | TechOrchard
আমাদের জীবনযাত্রায় অনেক সময় মোবাইল হারিয়েছে বা চুরি হয়েছে। ঐ হারিয়ে যাওয়া Android এর Dataগুলো যেন কেউ
Access করতে না পারে সেই ব্যবস্থাটুকু দেখানো হবে।

 

এই সুবিধা ব্যবহারের কিছু শর্ত:-

  • স্মার্টফোন চালু থাকতে হবে
  • গুগল অ্যাকাউন্টে লগইন করা থাকতে হবে
  • ইন্টারনেট সংযোগ সচল থাকতে হবে
  • ফাইন্ড মাই ডিভাইস চালু থাকতে হবে

Mainly অ্যান্ড্রয়েডে সুবিধাটি পাওয়া যাবে 'ফাইন্ড মাই ডিভাইস' অপশনে। যদি বর্তমানে Appটি Device এ না থাকে তবে চালু করে নিতে পারেন এখুনিই Play Store থেকে।

 

 

বিস্তারিত:-

  • https://android.com/find এই link এ গিয়ে Google Accountটি Log In করুন
  • বাম দিকে আপনার স্মার্টফোন দেখতে পাবেন
  • “Security Device Option” Select করে স্মার্টফোন লক করতে পারবেন। চাইলে ফোনের Screen এ কোনো বার্তা দেখাতে পারেন।
  • “Erase Device” এই অপশন আপনার ফোনে সব তথ্য মুছে ফেলবে। আর তথ্য মুছে ফেলার পর 'ফাইন্ড মাই ডিভাইস' অপশনটি আর কাজ করবে না। স্মার্টফোনটি অফলাইনে দেখালে পরে যখন অনলাইনে আসবে, তখন Data মুছে ফেলার কাজটি শুরু হবে।

 

Cute Astronaut King SVG Free With Crown Cartoon - SVG Files
এই ছিলো Find My Device এর একটি অজানা Tricks. এখন থেকে Mobile হারালে সহজেই data Erase করতে পারবেন।কোন
Data চুরি হবে না।

 

 

Sincerely;
Maestro (M4357R0)🕵

The post হারিয়ে যাওয়া Android থেকে সব ছবি ও Data Format করবেন যেভাবে appeared first on Trickbd.com.

যেভাবে @m.edumail.id Account তৈরী করবেন

Posted: 25 Aug 2021 11:20 AM PDT

How to Create .edu Mail (100% Working in 2020) - Techola.net
@m.edumail.id এটি মূলত একটি Temporary Edu Mail. একটি Website এই Domain এর Mail দিয়ে থাকে। কীভাবে এই Domain এর Mail Create করবেন তা দেখানো হবে-

 

# https://m.edumail.id/register এই Link এ প্রবেশ করুন

 

#আপনার নাম আর Password Set করুন

 

# এখন Mobile Number Section এ এই Formatএ Number দিন 08134567**** (* এর পরিবর্তে যেকোন Number)

# Registar এ Click করলেই Mail Create হয়ে যাবে

 

 

এই mail দিয়ে Edu Mail Benefit পাওয়া যাবে কিনা জানি না তবে Unique mail হিসেবে ব্যবহার করতে পারবেন

 

Sincerely;
Maestro (M4357R0)🕵

The post যেভাবে @m.edumail.id Account তৈরী করবেন appeared first on Trickbd.com.

How to enable disappearing Message in WhatsApp chat and Group? Complete Tutorial

Posted:

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে বেঁচে থাকার প্রতিযোগিতা শুরু হয়েছিলো সেই অনেক আগে থেকেই, একারণেই হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাটকে অনুসরণ করে একটি নতুন Feature নিয়ে এসেছে যেখানে পাঠানো ম্যাসেজগুলি সাত দিন পরে অদৃশ্য বা অটোমেটিক ডিলেট হয়ে যাবে।

অবশ্যই, ম্যাসেজগুলি সাতদিনের ভিতর স্ক্রিনশট করা যেতে পারে কারণ তা চ্যাটে সাত দিন পর্যন্ত থাকবে। যদি সেগুলি সাত দিনের মধ্যে ফরওয়ার্ড করা হয়, তাহলে ফরওয়ার্ড করা ম্যাস্রজ নতুন চ্যাটে অদৃশ্য হয়ে যাবে না।

 

How to Enable Disappearing Message in WhatsApp?

1. Individual চ্যাটে

এখানে প্রত্যেক ব্যবহারকারী disappear message অফশনটি চালু বা বন্ধ করতে সক্ষম হবেন, আবার গ্রুপ চ্যাটে, কেবলমাত্র গ্রুপ এডমিনেরই এটি করার ক্ষমতা থাকবে।

Follow the following steps:

i. Open your WhatsApp app

ii. Select the contact with whom you want to enable disappearing messages from your chat list

iii. Click on the three dots on the right up corner side

 

iv. Go to view contact

 

v. Click on Disappearing messages and turn On it

 

vi. To turn the disappearing messages off, simply follow the same steps but select Off instead of On.

 

যদি কোনো ব্যবহারকারী ম্যাসেজ পাঠানোর সাত দিনের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি না খুলে থাকে, তাহলে ম্যাসেজটি অদৃশ্য হয়ে যাবে (যদি disappeare message অফশনটি on থাকে)

 

2. গ্রুপ চ্যাটে এটি করার জন্য

আপনাকে অবশ্যই গ্রুপ অ্যাডমিন হতে হবে। নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করুন:

i.Open you WhatsApp App

ii. Open the WhatsApp group chat where you would like to enable disappearing messages from your chat list

iii. Tap on the group name or Click on the three dots on the right up corner side

iv. Then click on group info

v. Click Disappearing messages

vi. Select On

⚠ Warning! ফেইসবুক মালিকানাধীন এই Application টি জোর দিয়ে বলছেন যে Disappeare হওয়ার মতো ম্যাসেজ যেনো আমরা শুধু তাদেরকেই পাঠাই যাদের আমরা ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি এবং যারা আমাদের বিশ্বাস এর মর্যাদা দিতে পারবে।

শেষ কথা:

যদি আজকের এই পোস্টটি আপনাকে কোনভাবে সাহায্য করে থাকে তবে দয়া করে আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করতে ভূলবেননা। আশা করি আমি আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি।

এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে বা সাহায্যের প্রয়োজন হয় দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ
Happy Blogging 😊

The post How to enable disappearing Message in WhatsApp chat and Group? Complete Tutorial appeared first on Trickbd.com.

PirateBay থেকে যেকোন Torrent File Download করুন Piratebay Account ছাড়াই [Telegram Bot Review]

Posted:

Impact Background Photos, Vectors and PSD Files for Free Download | Pngtree
আজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @torrentsearchenginebot, এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে আলোচনা করা হল।

 

বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @torrentsearchenginebot খুবই উপকারী একটা BOT। জনপ্রিয় Torrent Site Piratebay থেকে যেকোন Torrent File Download করুন ঐ Torrent Site এ Account না থাকা সত্তেও

 

The Pirate Bay celebrates 10th anniversary with release of blockade-busting browser - The Verge
ব্যবহার:- এই BOT এর সাহায্যে Piratebay থেকে যেকোন Torrent File Download করুন ঐ Torrent Site এ Account না থাকা সত্তেও।

 

🔰 Telegram BOT টি যেভাবে Run করবেন

1. প্রথমে Telegram App এ Search করুন @torrentsearchenginebot

2. Start Click করুন

3. /help লিখে Send করলেই User Process Share করা হবে

4. আপনি যেকোন Movie/File এর নাম লিখে Search দিলে তা সরাসরি Piratebay-তে Search করে আপনাকে Torrent Link + Download Link Show করবে।

 

 

^-^ এখন Torrent Server এ Join না করেই এর বিভিন্ন Content উপভোগ করতে পারবেন

এই Bot এর Running Processটি দেখে নিতে পারেন help_video

এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।

 

DEXTER
Signing OFF

The post PirateBay থেকে যেকোন Torrent File Download করুন Piratebay Account ছাড়াই [Telegram Bot Review] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments