Search box..

ফ্রিতে নিয়ে নিন ২০ টাকা! জলদি করুন!

ফ্রিতে নিয়ে নিন ২০ টাকা! জলদি করুন!


ফ্রিতে নিয়ে নিন ২০ টাকা! জলদি করুন!

Posted:

 এখনি নিয়ে নিন ২০ টাকা আপনার মোবাইলে একদম ফ্রি

নগদ বাংলাদেশের ডাক বিভাগের একটি বিশেষ উদ্যোগ। নগদ একাউন্ট থেকে আপনার নম্বরে ২০ টাকা মোবাইল রিচার্জ করলে সাথে সাথেই পেয়ে যাবেন ২০ টাকা ক্যাশব্যাক।

তারমানে ২০ টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাচ্ছেন একদম ফ্রি আপনার নিজ মোবাইল নম্বরটিতে।

সকালে আমি অফার দেখে আমার মোট ৩ নম্বরে ৬০ টাওয়া নিয়েছি। আশা করি আপনিও পাবেন তাই দেরি না করে এখনি নিয়ে নিন।

স্ক্রিনশট দেখুনঃ

 

আশা করি সবাই পাবেন। কারন এই মাত্র আমি ৩ নাম্বারে নিয়ে দেখলাম এবং সবগুলো একমিনিট এর মধ্যে ক্যাশব্যাক পেয়েছি।

The post ফ্রিতে নিয়ে নিন ২০ টাকা! জলদি করুন! appeared first on Trickbd.com.

দেখা আলো, না দেখা রুপ pdf ( আলো সম্পর্কে জানার কৌতূহলীদের দের জন্য সেরা বই)

Posted:

দেখা আলো না দেখা রুপ বই রিভিউঃ


দেখা আলো না দেখা রুপ এই বইটি পড়লে আপনি আলো সম্পর্কে অনেক গভীরভাবে জানতে পারবেন। যেমনঃ আলো কি, কিভাবে আলো সৃষ্টি হয়, রংধনু কিভাবে সৃষ্টি হয়, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বেগ, আলোর পরিবর্তন, আলোর ব্যাতিচার ইত্যাদি ইত্যাদি। বিজ্ঞানের স্টুডেন্টসদের কাছে এই বইটি পরলে খুবই কৌতূহলী হয়ে উঠবে। আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বইটি পড়বেন। এখান থেকে অনেক কিছু শেখার আছে যা আপনার পরবর্তী সময়ে কাজে লাগবে, সেটা হতে পারে চাকরির ইন্টারভিউয়ে অথবা বাস্তব লাইফে।

আমরা কখনো কি ভেবে দেখেছি আলোর উৎস কি? আলো কোথা থেকে আসে? হয়তো অনেকেই দেখিনি, সন্ধা নামার সাথে সাথে অন্ধকার হতে থাকে এরপরে আমরা নিজ গৃহে লাইট জ্বালিয়ে দেই, এবং কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়ি বিছানায় লাইট নিভিয়ে। আবার সকাল হওয়ার সাথে সাথে পূর্ব আকাশ থেকে আলোর ঝলকানি দেখতে পাই, তখন অনেকে ঘুম থেকে উঠে। আমরা আলো ছাড়া ও আধার ছাড়া চলতে পারিনা বাস্তব লাইফে।

দেখা আলো না দেখা রুপ এই বইটিতে মুহাম্মদ জাফর ইকবাল স্যার অনেক সহজ ও সাবলিল ভাষায় খুবই সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন প্রতিটি টপিক, তাই এটি যেকোনো লোক বা যেকোনো বিভাগের ছাত্র ছাত্রী পড়ে স্বাচ্ছন্দ্যবোধ করবে।

বইয়ের নামঃ দেখা আলো না দেখা রুপ
বইয়ের লেখকঃ মুহাম্মাদ জাফর ইকবাল
পৃষ্ঠা সংখ্যাঃ ৬৪ টি।
বইয়ের ধরনঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
ডাউনলোডঃ দেখা আলো না দেখা রুপ pdf

The post দেখা আলো, না দেখা রুপ pdf ( আলো সম্পর্কে জানার কৌতূহলীদের দের জন্য সেরা বই) appeared first on Trickbd.com.

শাওমি Miui অসাধারণ SpaceX Lineui কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে

Posted:

Custom Theme Review

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ।আজকের থিম এর নাম হচ্ছে SpaceX Lineui Vip এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন।


DOWNLOAD LINK

SpaceX Lineui MTZ


SCREENSHOTS

Installation

ইনস্টল করতে এই পোস্টটি দেখুন

The post শাওমি Miui অসাধারণ SpaceX Lineui কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com.

শাওমি Miui অসাধারণ Delux Lineui Vip কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে

Posted:

Custom Theme Review

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ।আজকের থিম এর নাম হচ্ছে Delux Lineui Vip এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন।


SCREENSHOTS

Installation

ইনস্টল করতে এই পোস্টটি দেখুন

The post শাওমি Miui অসাধারণ Delux Lineui Vip কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com.

অ্যান্ড্রয়েড ফোনের এমন ৫ টি টিপস অ্যান্ড ট্রিকস জেনে নিন যা হয়ত আপনি আগে কোথাও দেখেননি

Posted:

Android Tips & Trick

Tested Device

Device: Poco x3
Chipset: Snapdragon 732g
Ram: 6Gb
Android: 11
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: Dotos

আজকের পোস্ট এ অ্যান্ড্রয়েড ফোন এর কিছু ছোটখাট ট্রিকস দেখাব যা আপনাদের প্রতিদিনের ফোন চালানোর সময় কাজে আসবে।

Tips & Trick No: 5

প্রথম ট্রিক হচ্ছে Whatsapp নিয়ে। এখানে যদি কেউ আপনাকে মেসেজ send করে তবে সেখানে যদি আপনি কিছুক্ষণ চেপে ধরেন তবে সেই টেক্সট গুলো কপি করা যায় সহজে। কিন্তু কেউ যদি আপনাকে কোনো পিকচার সেন্ড করে এবং এর নিচে কোনো টেক্সট থাকে তবে সেটি আপনি কপি করতে পারবেন না।
এর জন্য আপনাকে করতে হবে কি সেই ছবিতে ক্লিক করতে হবে এবং ছবিটি ফুল স্ক্রিনে ওপেন হলে সেখানে আবার ক্লিক করবেন। এবার নিচে সেই লেখা গুলো দেখতে পাবেন এবং সেখানে চেপে ধরলেই কপি হয়ে যাবে।

Tips & Trick No: 4

আপনি কি জানেন আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ৯ বা এর উপরে হয়ে থাকে তবে আপনি কোনরকম সফটওয়্যার ব্যাবহার না করেই মাত্র ৩০ সেকেন্ডের ভেতর আপনার ব্রাউজার থেকে শুরু করে ফোনের সকল বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করে দিতে পারেন।
এর জন্য আপনাকে করতে হবে, একদম শর্টকাটে বলে দিচ্ছি, সেটিং এ যাবেন এবং সেখানে সার্চ করবেন Private DNS এবং প্রাইভেট DNS এর জায়গায় লিখে দিবেন dns.adguard.com. ব্যাস ফোন থেকে সব বিজ্ঞাপন গায়েব হয়ে যাবে।

Tips & Trick No: 3

এই ট্রিক হচ্ছে Gamer দের জন্য। আপনি যদি কোনো গেইম খেলেন তখন গেইমের পারফরমেন্স নির্ভর করে রেম, প্রসেসর, সিপিইউ এইসবের উপর। গেইম চলাকালীন রেমের ইউজ হয়, গেইম এর গ্রাফিক্স রেন্ডার হওয়ার প্রয়োজন হয়, এই সবকিছু প্রসেসিং এর কাজ করে সিপিইউ। কিন্তু আপনার সিপিইউ যদি সব কিছু লোড দিতে না পারে তবে আপনি বেস্ট গেইম পারফরমেন্স পাবেন না। এই সমস্যার সমাধানে একদম স্মুথ গেইম্প্লে এর জন্য আপনি ডেভেলপার অপশন থেকে Gpu রেন্ডারিং অন করতে পারেন। এতে হবে কি! আপনার গেইম রেন্ডার এর কাজ Cpu এর জায়গায় Gpu করবে ফলে সিপিইউ এর চাপ কমে যাবে এবং আপনি গেইম একদম লেগ ছাড়া খেলতে পারবেন। কিন্তু এতে সাইড এফেক্ট হল আপনার চার্জ খুব দ্রুত শেষ হবে। এটি অন করতে যাবেন Setting–> Developer Options–> Force Gpu Rendering

Tips & Trick No: 2

আমার ব্যাবহার করা টপ ফিচারগুলোর মধ্যে এটি একটি। এর নাম হচ্ছে Live Caption. এই নামটি আপনি হয়ত ইউটিউব এর মধ্যে সেটিং এ দেখেছেন। সেখানে এটি চালু করে দিলে নিচে সাবটাইটেল আছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন এটি আপনার পুরো অ্যান্ড্রয়েড ফোনের জন্য আছে। অর্থাৎ এটি যদি ফোনে চালু করে দেন তবে ফোনে যদি কোনো মুভি বা গান প্লে হয় তবে সাথে সাথে তার সাবটাইটেল নিচে শো করবে। এর জন্য আপনাকে আর লিরিক্স দেখতে হবে না। আপনাকে আর সাবটাইটেল ডাউনলোড করতে হবে না আলাদাভাবে। এটি প্রতিবন্ধীদের ক্ষেত্রে খুবই বেশি কার্যকর।
এটি চালু করতে আপনাকে যেতে হবে Setting–>Live Captions.
এখানে গিয়ে অন করে দিলেই আপনি একদম রেডি।

Tips & Trick No: 1

আপনার কোনো টেক্সট কপি করতে হলে আপনি চেপে ধরে সেটি কপি করেন। কোনো ছবির দরকার পড়লে সেটি ডাউনলোড করে নিন কিংবা স্ক্রিনশট তুলে সেখানে থেকে ক্রপ করেন। কিন্তু এমন কিছু সফটওয়্যার এবং ওয়েবসাইট আছে যেখানে আপনি টেক্সট কপি করতে পারবেন না এর জন্য একদম সিম্পল একটি সলিউশন আছে।
এর জন্য হয়ত আপনার ফোন অ্যান্ড্রয়েড ৯ বা এর উপরে হতে হবে।
আপনাকে কিছু করতে হবে না শুধু রিসেন্ট মেনু তে যাবেন এবং রিসেন্ট মেনু থেকে সেই অ্যাপ এর যে অংশ এর টেক্সট দেখা আছে সেখানে চেপে ধরলেই কপি করতে পারবেন এবং এখানে খুব সহজেই ইউটিউবের থাম্বনেইল সহ অনেক ধরনের ছবি সেইভ করা যায়, স্ক্রিনশট তুলে ক্রপ করার চেয়ে এটি আমার কাছে অনেক উত্তম বলে মনে হয়েছে। এই মাধ্যমে আপনি ছবি থেকেও টেক্সট কপি করতে পারবেন।এই ট্রিক আমি আমার পছন্দের তালিকায় ৩ নাম্বারে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন এর এমন ব্যাবহার করেছি যার কারণে আমাকে বাধ্য হয়ে একেই বেস্ট ফিচার বলতে হল।

The post অ্যান্ড্রয়েড ফোনের এমন ৫ টি টিপস অ্যান্ড ট্রিকস জেনে নিন যা হয়ত আপনি আগে কোথাও দেখেননি appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের “পৌরনীতি ও সুশাসন” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ২৩ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৪র্থ সপ্তাহের জন্য ১৬ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে "পৌরনীতি ও সুশাসন" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট এর উত্তর

পৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্ট উত্তর PDF

 

 

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের "পৌরনীতি ও সুশাসন" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File! appeared first on Trickbd.com.

আসছে গুগলের নতুন ০২টি Smartphone পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো

Posted:

নতুন দুটি স্মার্টফোনের ঘোষণা দিল গুগলপিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো হল 5G Network সম্বলিত Google Phone যা Google নিজেই Desgin করেছে। এই Flagship Smartphoneটিতে রয়েছে টেনসর Chip.

কোয়ালকমের ওপর নির্ভর না হয়ে Google নিজেই নিজেদের Chipset Use করেছে। এর পূর্ববর্তী Model এর তুলনায় এই Model এই Design এর দিক দিয়ে বেশি নজর দেয়া হয়েছে।

SmartPhone Details:-

  • এর পেছনে যুক্ত করা হয়েছে কালো ডোরার মত Camera

বেশ কয়েকটি রঙে আসছে পিক্সেল সিরিজের নতুন স্মার্টফোন

  • পেছনের ক্যামেরায় মূল লেন্সের সঙ্গে আলট্রাওয়াইড লেন্স আছে
  • পিক্সেল ৬ Pro তে অতিরিক্ত একটি লেন্স থাকবে যার নাম টেলিফটো

 

  • পিক্সেল ৬ এর Display Size ৬.৪ ইঞ্চি আর ৬ প্রোর ডিসপ্লে ৬.৭ ইঞ্চি

Google Pixel 6 Pro - Full phone specifications

SmartPhoneগুলোর Price Details ও Launch time এখনও Fix করে নি Google.

 

 

⚠ আরও বিস্তারিত জানতে Twitter এর Postটি পড়তে পারেন-

 

 

 

 

Cute Astronaut King SVG Free With Crown Cartoon - SVG Files
পরবর্তীতে Tech news নিয়ে হাজির হব, সাথেই থাকুন

 

 

Sincerely;
Maestro (M4357R0)🕵

The post আসছে গুগলের নতুন ০২টি Smartphone পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো appeared first on Trickbd.com.

আপনার ছবিকে 3D Model এ Convert করুন 05 মিনিটেই

Posted:


আমরা সচরাচর Pubg Streamer Scout এর Live চলাকালীন দেখি যে একটা 3D Model Animation হচ্ছে নিচের Layout এ। এইরকম 3d Model তৈরী করতে পারবেন তেমন কোন High Editing করা ছাড়াই।

🔰 আপনার Static Photo-কে 3d Model করার জন্য –

1. এই Avatar SDK Demo Site এ প্রবেশ করুন

 

2. আপনি ছবি Browser করে বা ছবির Url দিয়ে Picture Add করে নিন

 

 

3. ডানপাশ থেকে Body Structure Fix করে নিন

 

 

4. এবার Generate Avatar এ Click করুন

 

 

5. Photo Upload Process শুরু হবে

 

6. আপনার ছবির 3D Model Ready হয়ে যাবে

 

 

 

Types of Errors - Listenlightsকিছু কিছু ক্ষেত্র আপনার Error দেখাবে, তার মূল কারণ হল আপনার Picture Quality এবং Picture Background। Picture background এক Colour এর হলে ভালো হয়।

 

DEXTER
Signing OFF

The post আপনার ছবিকে 3D Model এ Convert করুন 05 মিনিটেই appeared first on Trickbd.com.

Install Process ছাড়াই Browser এই চালাতে পারবেন Android Studio, Pycharm, Microsoft Visual Code Etc.

Posted:

Howdy Everyone,
সাধারণত PC-তে High performance Softwareগুলো Install করলে hang/Lag Issue থেকেই যায়। কিন্তু এখন থেকে Browser এর সাহায্যেই বিভিন্ন Software চালাতে পারবেন, কোন ধরনের Download / Install করা ছাড়াই।

✅ যেসকল Software, Browser এই চালাতে পারবেন-

•Chrome                  •Firefox
•Intellij                    •Microsoft Visual Code
•Pycharm                •Jupyter
•Eclipse                   •Brave
•Android Studio

 

 

☠ কীভাবে যেকোন Browser-এ এই Softwareগুলো Run করবেন তা জানতে Instruction Follow করুন ☠

⁙⁘Instruction⁘⁙

1. প্রথমে এই Site এ Visit করুন

 

2. তারপর Gmail দিয়ে Sign Up করে নিন

 

 

3. (+) Symbol এ Click করে যেকোন Software Add করে নিন

 

 

4. Software Selection এরপর India Server Select করে launch এ Click করুন

 

5. আবার পুনশ্চ Launch এ Click করুন

 

 

6. PyCharm system এ Install না করেই Browser এই Software run করে চালানো যাচ্ছে

 

 

ᓚᘏᗢ Tutorial 

 

 

⁙⁘Conclusion⁘⁙

একসাথে 2/3টা Software Run করবেন না। এবং Server হিসেবে India Select করবেন অবশ্যই।আপনার Internet Speed
এর উপরই নির্ভর করবে Software Running Speed।

 

 

Bye✌
Keep In Touch With Me Through
Telegram // Youtube

The post Install Process ছাড়াই Browser এই চালাতে পারবেন Android Studio, Pycharm, Microsoft Visual Code Etc. appeared first on Trickbd.com.

ssc 21 এর হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021 এর হিসাববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2021

হিসাববিজ্ঞান এর ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

হিসাববিজ্ঞান এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। bdtechtuner.com

Read More

কিভাবে কম্পিউটারে পপ আপ বিজ্ঞাপন বন্ধ করবেন

খোদা হফেজ।

The post ssc 21 এর হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments