Search box..

জিরো টু ওয়ান pdf বই download (সফল উদ্যোক্তা হওয়ার বই)

জিরো টু ওয়ান pdf বই download (সফল উদ্যোক্তা হওয়ার বই)


জিরো টু ওয়ান pdf বই download (সফল উদ্যোক্তা হওয়ার বই)

Posted:

zero-to-one-bangla-pdf-book
জিরো টু ওয়ান pdf – লেখকঃ পিটার থিয়েল (Zero to One Bangla pdf) পৃষ্ঠা সংখ্যাঃ ১৮৪ টি – উদ্যোক্তা বিষয়ক ধারণা এবং সফল উদ্যোক্তা হওয়ার সহায়ক pdf বই।

জিরো টু ওয়ান (0 to 1) বই রিভিউঃ

প্রতিটি উদ্যোগের সফলতা কিন্তু একবারই আসে, মার্ক জাকারবার্গ উদ্যোগ নিয়েছিলো তার বিশ্ববিদ্যালয়ের সকলের সাথে যোগাযোগ ও আড্ডা দেওয়ার জন্য একটি প্লাটফর্ম দরকার সেই চিন্তার বাস্তবায়নের ফলে তৈরী হলো ফেসবুক। পরবর্তীতে এখন সারা বিশ্বের কাছে জনপ্রীয়তা পেয়েছে, কিন্তু তিনি প্রথমে তার হাভার্ড বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের জন্য তৈরী করেছিলেন। জাকারবার্গ সবার সাথে যোগাযোগ করতে পারছিলোনা না, বা অন্যরাও এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু মুলত ফেসবুক তৈরি করেছিলেন জাকারবার্গ; তখন ফেসবুকের এতো ডিজাইন ও ফিচারস ছিলোনা, খুবই সাদামাটা একটি ওয়েবসাইট ছিলো।

এখন যদি আপনি বা আমি একটি ফেসবুকের মতো ওয়েবসাইট তৈরী করি তাহলে সেটি কি জনপ্রিয়তা পাবে? মোটেই না। আমি বা আপনি ফেসবুকের চেয়ে যদি ব্যাতিক্রম এবং বেশী ফিচারস যুক্ত ফেসবুকের মতো কোনো সাইট তৈরি করতে পারি তাহলে কিছুটা আশা করা যায়, যে জনপ্রিয়তা পাবে। কিন্তু এতেও রিস্ক রয়েছে, যদি আমাদের ফিচারস গুলো জাকারবার্গ তাদের প্লাটফর্ম ফেসবুকে যুক্ত করে ফেলে তাহলে কিন্তু আমরা জিরোই থেকে যাবো।

যাইহোক আমি বোঝাতে চাচ্ছি আমাদের জিরো লেভেল থেকে নাম্বার ১ এ যাওয়ার জন্য ইউনিক উদ্যোগের প্রয়োজন। এই বইটিতে অনেক সিক্রেট ফর্মুলা রয়েছে যেগুলো সত্যিই অনেক উপকারী। ওয়েবসাইট নিয়েই বলি, ট্রিকবিডি ডট কম টিপস ট্রিকস বিষয়ক প্লাটফর্ম, এই সাইটে হাজারের উপরে লেখক রয়েছে, এটি দীর্ঘ ৫-৭ বছর ধরে একটু একটু করে এগিয়ে এখন বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটি প্লাটফর্ম এবং সফল একটি সাইট। এখন আপনি যদি ট্রিকবিডিকে ফলো করে নিজে একটি এমন সাইট তৈরি করেন তাহলে কস্মিনকালেও সফল হতে পারবেননা। আপনাকে ইউনিক কিছু ভাবতে হবে, যা জিরো টু ওয়ান বইটি পড়লে বুঝতে পারবেন।

আপনি যদি এমন কোনো উদ্যোগ নিয়ে হাজির হতে পারেন যা কেবল আপনার এলাকার বা দেশের সমস্যা সমাধান ই হবেনা, বরং সারা বিশ্বের সমস্যা সমাধান হবে। বিশ্বের সফল ব্যক্তিদেরকে আপনি দেখবেন, তাদের উদ্যোগ ও পদ্ধতিগুলাে থেকে শিখবেন; আর পর্যবেক্ষণ করবেন। এমন কোন বুদ্ধি বা ধারণা সেই পদ্ধতির সাথে যােগ করুন যা আপনার উদ্যোগকে সারা বিশ্বে ছড়িয়ে দিবে।

বইয়ের নামঃ জিরো টু ওয়ান
বইয়ের লেখকঃ পিটার থিয়েল
অনুবাদকঃ ফজলে রাব্বি
পৃষ্ঠা সংখ্যাঃ ১৮৪ টি।
বইয়ের ধরনঃ উদ্যোক্তা বিষয়ক বই।
ডাউনলোডঃ Read Online / Download


আরো পড়ুনঃ 👇

১। ম্যাসেজ pdf বই (মিজানুর রহমান আজাহারি)

২। আয়মান সাদিক & সাদমান সাদিকের all pdf বই free download

The post জিরো টু ওয়ান pdf বই download (সফল উদ্যোক্তা হওয়ার বই) appeared first on Trickbd.com.

Long Exposure Photography টেকনিক শিখুন। মোবাইল ক্যামেরা দিয়েই ছবি তুলুন প্রোদের মতো।

Posted:

হ্যালো জনগণ। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের শিখাব Long Exposure Photography 

Long exposure photography কি

আপনি নিশ্চয়ই রাতের রাস্তায় লম্বা আলো লাইন বা সিক্লি ওয়াটারফলসের ছবি দেখেছেন। আর ভেবেছেন বাহ কি এডিট। তবে আপনি ভুল ভেবেছেন। এটি আসলে একটি ফোটগ্রাফি টেকনিক যাকে বলা হয় Long Exposure বা Slow shutter টেকনিক।

মূলত শাটার স্পিডকে কমিয়ে, স্লো শাটার স্পিডকে কাজে লাগিয়ে এমন ছবি তোলা হয়। আপনি ফোন দিয়েই এমন ছবি তুলতে পারবেন। এবং একটু ক্রিয়েটিভ হলে নানা ধরনের অদ্ভুত ও আধ্যাত্মিক ছবি তুলতে পারবেন।এই টেকনিকটি মুভিং অবজেক্ট-এ কাজে আসে।আপনি চাইলে পানিকে ক্রিমি বা আকাশের মেঘকে ধোয়ায় পরিনত করে অনেক সুন্দর ক্রিয়েটিভ ক্লিক নিতে পারবেন।

Long exposure photography কি

Long Exposure Photography টেকনিকঃ

  1. প্রথমে আপনি আপনার ফোনটিকে কোন ট্রাইপড বা স্ট্যাবল কিছুতে এডজাস্ট করুন।
  2. এবার আপনার ফোনের ক্যামেরার প্রো মোডে যান। এবার শাটারস্পিড 2.0+ সেট করুন এবং ISO 64 রাখুন। 
  3. যাদের ফোনে প্রো মোড নেই তারা প্লে স্টোর থেকে Camera FV অ্যাপটি নামাতে পারেন। যাদের ফোনে Iso64 সাপোর্ট করে না তারা ১০০ রাখতে পারেন।
  4. এবার যেকোনো মুভিং অবজেক্ট এর ছবি তুলুন।

দেখবেন মুভিং অবজেক্টটি ব্লারি হয়ে গিয়েছে এবং পিছনে একটি লম্বা লাইন রেখে গিয়েছে। আপনি যদি লাইটের ছবি তুলেন তবে 

এটি হয় দীর্ঘক্ষন শাটার ওপেন থাকার দরুন। ঐ সময় ক্যামেরা সকল কিছুকে ফ্রেমবন্দী করে যার ফরে মুভি অবজেক্ট গুলো ব্লারি হয়ে যায়। 

প্র‍্যাক্টিকাল এক্সারসাইজ:

– প্রথমে ফোনটিকে একটি স্ট্যাবল জায়গায় রাখেন। ট্রাইপড রেকোমেন্ডেড। 

– এবার ক্রমান্বয়ে সাটার স্পিড ১/১০,১,২,৩,৫,৬ দিয়ে কোনো মুভিং অবজেক্ট এর ছবি তুলুন।

– প্রতিটি ছবি লক্ষ্য করুন। দেখবেন দঈ

দীর্ঘ শাটারস্পিড এর ছবিতে মুভিং অবজেক্ট এর টেইল একটু লম্বা এবং ব্লারি, স্বল্প শাটারস্পিড এর ছবি গুলোর তুলনায়।

– ছবিতে শাটারস্পিড দেশি হওয়ার দরুন অত্যাধিক ব্রাইট হয়ে যাবে। সেক্ষেত্রে iso একদম কমিয়ে ছবিকে স্ট্যাবল করবেন।

– এবার একটি স্থীর অবজেক্টের সাথে একটি মুভিং অবজেক্ট নিয়ে একই সিস্টেম ফলো করুন।

নিজে নিজে ছবি গুলোকে স্ট্যাডি করুন। দেখবেন আরো সুন্দর এবং ক্রিয়েটিভ ছবি ক্লিক করতে পারবেন। 

Long exposure photography কি

Long exposure photography টিপস এন্ড এডভান্টেজ :

  • ছবি যদি বেশি ব্রাইট হয় তাহলে হালকা এডিট করে নিতে পারেন।
  • ব্লাব মোড বা লাইট মোড ব্যাবহার করুন।
  • স্থীর অবজেক্ট এর সাথে কোনো মুভিং ব্যাকগ্রাউন্ড ব্যাবহার করুন।
  • লাইট টেইল ব্যাবহার করে নিজে অসাধারণ কিছু ছবির ক্লিক নিতে পারবেন। ঝাড়বাতি ব্যাবহার করতে পারেন।
  • ব্লাক এন্ড হোয়াইট ফাইন আর্ট ক্লিক করতে পারবেন।

আমার হ্যান্ড হোল্ড কিছু ক্যাপচার:

____________________________________

 পোস্টটি প্রথম প্রকাশিত হয় আমার নিখোঁজের দেয়াল ব্লগে 

একরাম আহমেদ শিশির

২৮.৮.২১

The post Long Exposure Photography টেকনিক শিখুন। মোবাইল ক্যামেরা দিয়েই ছবি তুলুন প্রোদের মতো। appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের “জীববিজ্ঞান” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ২৩ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৪র্থ সপ্তাহের জন্য ১৬ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে "জীববিজ্ঞান" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

জীববিজ্ঞান এসাইনমেন্ট এর উত্তর

জীববিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উওর PDF

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের "জীববিজ্ঞান" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File! appeared first on Trickbd.com.

Microsoft Office 365 Family Pack নিয়ে নিন ফ্রিতেই 01 মাসের জন্য [Binning]

Posted:

Howdy Everyone,
Office 365 Microsoft এর সবচেয়ে দামি একটি Product কারণ অন্যান্য Office 2016, 2013, 2020 এর চেয়ে Office 365তে অনেক নতুন Features Include করা হয়েছে। $150 Pay করা লাগবে যদি Lifetime উপভোগ করতে চান। কীভাবে ১ মাসের জন্য Purchase করবেন তা Share করা হল Instruction Section এ।

 

যা যা থাকছে এই Plan এ-

•Up to 6 TB of cloud storage (1 TB per person).
•Works on Windows, macOS, iOS & Android.
•Advanced security for email & files.
•Premium productivity apps.

⁙⁘Instruction⁘⁙

1. প্রথমে VPN এ Kenya Server Connect করুন

 

 

2. তারপর এই Link এ প্রবেশ করে “Try 1 Month” এ Click করুন

 

 

3. Create Account এ Click করে নতুন Outlook Account Create করে নিন

 

 

4. এবার Change এ Click করে Country Kenya Select করুন এবং Confirm এ Click করুন

 

 

5. “Next” এ click করে Payment Add করে নিন।
B!n- 539817862647xxxx Date- 02/26 দিয়ে Namso Gen থেকে CC generate করে ঐ Payment Page এ বসান

 

 

6. Address এর জন্য

Street: Abosi Ave, 109-20200
City: Kericho
State/province/area: Kericho
Zip: 20200

এই Info. ব্যবহার করতে পারেন। এবং Next এ Click করুন

 

 

7. Subscribe এ Click করলেই Office 365 family Activate হয়ে যাবে।

 

 

 

ᓚᘏᗢ Tutorial:-

 

 

⁙⁘Conclusion⁘⁙
Officie 365 family এর মেয়াদ 30দিন পর্যন্ত। আর অবশ্যই নতুন Outlook Account এ Try করবেন, আর আপনি Office 365 Account দিয়ে Pc ও Mobile এ উভয় জায়গায়ই Appগুলো চালাতে পারবেন

 

 

Bye✌
Keep In Touch With Me Through
Telegram // Youtube

The post Microsoft Office 365 Family Pack নিয়ে নিন ফ্রিতেই 01 মাসের জন্য [Binning] appeared first on Trickbd.com.

কম্পিউটার কোন পদ্ধতিতে এবং কীভাবে কাজ করে

Posted:

আসছালামু-আলাইকুম !
Hi,I,m £xprogrammer
আসা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি!কারন
ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে!
আমি আমার প্রতি পোস্টে আপনাদের ভালো কিছু নিয়ে আসার
চেস্টা করব।

কম্পিউটারের কাজ করার পদ্ধতি- কম্পিউটার দিয়ে কোনাে কাজ করানাের জন্য কম্পিউটারকে সেই কাজের তথ্য-উপাত্ত প্রদান করতে হবে। তথ্য-উপাত্ত দিয়ে কী করতে হবে সে বিষয়ে কম্পিউটারকে নির্দেশ দিতে হয়। প্রাপ্ত তথ্য-উপাত্তকে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ব্যবহার করে কম্পিউটার ফল প্রদান করে।

তাহলে কম্পিউটারের কাজ করার পদ্ধতি কয়টি? কম্পিউটারের কাজ করার ধাপ বা পদ্ধতি হচ্ছে ৩ টি।
ব্যবহারকারীর দেওয়াত থ্য-উপাত্ত ও নির্দেশ গ্রহণ করা (Input)।
তথ্যের প্রক্রিয়াকরণ (Processing) করা।
প্রক্রিয়াজাত তথ্য প্রদান বা প্রকাশ করা (Output)।
কম্পিউটারের এই তিন পর্বে বিভক্ত কাজের পদ্ধতি উদাহরণের মাধ্যমে বােঝার চেষ্টা করা যেতে পারে। যেমন-

ক) ধরা যাক, একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার টেবিলে বসে কাজ করছেন। পিয়ন এসে তার বাম পাশের একটি পেপার ট্রেতে কিছু নথি, চিঠিপত্র বা অন্য কোনাে কাগজ রেখে গেল। এটা হল ইনপুট (Input)।

খ. প্রধান শিক্ষক তার বাম পাশের ট্রে থেকে ইনপুট হিসেবে প্রাপ্ত নথি, চিঠিপত্র নিয়ে পড়লেন, চিন্তা করলেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য বিচার-বিশ্লেষণ করলেন এবং তার সিদ্ধান্ত বা মতামত লিখলেন। অর্থাৎ তিনি প্রাপ্ত তথ্য (Input) প্রক্রিয়াকরণ (Processing)-এর কাজ করলেন। তিনি প্রক্রিয়াকরণপূর্বক সিদ্ধান্ত গ্রহণ বা মতামত প্রদানের কাজটি করলেন মাথা খাটিয়ে।

গ) প্রধান শিক্ষক তাঁর সিদ্ধান্ত বা মতামত লিপিবদ্ধ করার পর নথি বা চিঠিপত্র ডান দিকের পেপার ট্রেতে রেখে দিলেন। এটি হল আউটপুট (Output)।

এবং অসমাপ্ত কাজের নথিগুলাে কক্ষের ফাইল কেবিনেটে তুলে রাখলেন।

ইনপুট এবং আউটপুটের মধ্যবর্তী পর্বে প্রধান শিক্ষকের মাথা খাটিয়ে কাজ করার অংশকে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (Central Processing Unit = CPU)- এর সঙ্গে তুলনা করা যেতে পারে। প্রক্রিয়াকরণ ইউনিটকে সংক্ষেপে সিপিইউ (CPU) বলা হয়। CPU- এর প্রধান দুটি অংশ হচ্ছে র‌্যাম (RAM = Random Access Memory) বা অস্থায়ী স্মৃতি এবং রম (ROM = Read Only Memory) বা স্থায়ী স্মৃতি।

অস্থায়ী স্মৃতি যখন যে বিষয় নিয়ে কাজ করে এবং যতটুকু সময় ধরে কাজ করে, তখন এবং ততটুকু সময়ের জন্যই ঐ বিষয়টি মনে রাখে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এ অংশের স্মৃতি একেবারে শূন্য হয়ে যায়। এজন্য একে অস্থায়ী স্মৃতি বলা হয়।

পক্ষান্তরে, স্থায়ী স্মৃতি পরিচিত কিছু দেখলেই তা শনাক্ত করতে পারে, পড়তে পারে এবং চেনা বিষয় নিয়ে কাজ করতে পারে। স্থায়ী স্মৃতিতে বিদ্যমান কোনাে বিষয় মুছে ফেলা যায় না। এ জন্যই একে স্থায়ী স্মৃতি বলা হয়।

কম্পিউটারের তথ্য-উপাত্ত ও নির্দেশ সরবরাহ করা হয় ইনপুট যন্ত্রের মাধ্যমে এবং ফল পাওয়া যায় আউটপুট যন্ত্রের মাধ্যমে। কম্পিউটারের ইনপুট হিসেবে ব্যবহার করা তথ্য-উপাত্ত এবং ফল হিসেবে প্রাপ্ত তথ্য-উপাত্ত জমা করে রাখা হয় ডিস্কে বা অন্যান্য মজুদ যন্ত্র বা স্টোরেজ ডিভাইসে (Storage Device)।

উপরের উদাহরণে ইনপুট হিসেবে আসা বা আউটপুট হিসেবে পাওয়া নথি বা চিঠিপত্র মজুদ (Storage) করার জন্য ব্যবহার করা হয়েছে ফাইল কেবিনেট। ফাইল কেবিনেটে আবার কয়েকটি ড্রয়ার থাকে। একেক ড্রয়ারে একেক ধরনের নথি রাখা হয়। এতে পুনরায় কাজের সময় ঐ সব নথি খুঁজে পেতে সুবিধা হয়। কম্পিউটার ডিকেও এভাবে তথ্য সাজিয়ে রাখতে হয়। কম্পিউটারে প্রতিটি নথিকে এক একটি ফাইল (File) হিসেবে অভিহিত করা হয় এবং ড্রয়ারের ভূমিকা পালন করে ফোল্ডার (Folder)। একই ধরনের ফাইলগুলাে একটি ফোল্ডারে রেখে দিলে প্রয়ােজনে খুঁজে পেতে সুবিধা হয়।

আপনি যদি অনলাইন থেকে উপার্জন করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – Best Crypto Looter

এই আরটিকেলটি সর্বপ্রথম Ggan BItan ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ সবাইকে সম্পুর্ন পোস্টটি পড়ার জন্য।

The post কম্পিউটার কোন পদ্ধতিতে এবং কীভাবে কাজ করে appeared first on Trickbd.com.

ssc 21 এর অর্থনীতি ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021 এর অর্থনীতি ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2021

অর্থনীতি এর ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

অর্থনীতি এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। KalerTech.com

Read More

36 gb bnglaink new offer

খোদা হফেজ।

The post ssc 21 এর অর্থনীতি ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Virtualy যেভাবে Mars উপগ্রহে Selfie তুলবেন [Nasa 2020 Photo Booth]

Posted:

Welcome to the New NASA.gov | NASANasa একটি Web Portal Service দিয়েছিলো 2020 এর দিকে, যেখানের Theme ছিল আপনি তাদের Mars গবেষণা স্থলে Selfie তুলতে পারবেন ঐখানে না গিয়েই।

 

🔰 এরজন্য আপনাকে এই Site এ Visit করা লাগবে

 

🔰 Upload Image এ Click করে Image upload করে দিন

🔰 Save Option Select করুন

 

🔰 আপনার পছন্দের BackGround Choose করুন

🔰 Download Your Photo-তে Click করুন

 

🔰 #CountdownToMars বিভিন্ন Platform এ আপনি এই HashTag Use করে Share করতে পারবেন

 

 

পরবর্তীতে Tech news নিয়ে হাজির হব, সাথেই থাকুন

 

Sincerely;
Maestro (M4357R0)🕵

The post Virtualy যেভাবে Mars উপগ্রহে Selfie তুলবেন [Nasa 2020 Photo Booth] appeared first on Trickbd.com.

যেভাবে Windows 10 এ Hibernet Enable করবেন

Posted:

How to Hibernate your PC on Window 10 - Cloud Rebue GroupHibernet হল একটি Computer Function যা দিয়ে আপনি Computer Power Off করে রাখতে পারবেন। এবং keyboard এ Key press করলে তা সাথে সাথে Screen on করবে। অর্থাৎ এটি Sleep Mode এর মত । তবে এতে Battery Save থাকে।

🔰 Hibernate Enable Process:-

~ আপনার Computer এর CMD চালু করুন

 

~powercfg /availablesleepstates এই Command Type করে Enter Press করুনEnable Hibernate in Windows 10

 

~ Hibernet Option দেখাতে মনে করবেন তা আপনার System এ Enable করা যাবে

 

~এখন powercfg /hibernate on এই Command দিয়ে Enter Press করুন
Hibernet On হয়ে যাবে

~ Windows key + X Press করলে menu Open হবে

~ Power Option এ Click করুনEnable Hibernate in Windows 10

 

~"Additional power settings" এ Click করুন

 

~"Choose what the power buttons do" এ Click করুন

 

~"Change settings that are currently unavailable" এ Click করে Hibernate Enable করুন এবং Save Change এ Click করুন

 

~ এখন Power menu তে Click করলে Hibernate Option পাবেনWhat's the Difference Between Sleep and Hibernate in Windows?

 

 

 

Computer sleep mode monitor screen symbol with a night image - Free  computer icons
Processটি অনেক লম্বা তবে যদি Battery Save রাখতে চান এই Process আপনার উপকারে আসবে

DEXTER
Signing OFF

The post যেভাবে Windows 10 এ Hibernet Enable করবেন appeared first on Trickbd.com.

[TrickBD Theme] Wapkiz এ ট্রিকবিডির মত ওয়েবসাইট বানান।

Posted:


আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন।
অনেক দিন পর আবার ট্রিকবিডি তে লেখছি।
আজকের পোস্টে আপনাদের দিচ্ছি একটি থিম যেটা দেখতে ও কাজে মোটামুটি ট্রিকবিডির মতই। ওয়াপকিযে যে যে সুবিধা পাওয়া যায় আরকি।

Demo: TrickBD Theme Live Demo

তো আরকি শুধু ওয়াপকিয থিম ডাউনলোড করে এটা আপলোড করে বানিয়ে ফেলুন সাইট।

Download Link

ওপাকিযে যেভাবে আপলোড করবেন




ভিডিওটি দেখতে পারেনঃ

তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোন পোষ্টে নতুন কোন থিম নিয়ে।।
আর আপনাদের কি কি থিম লাগবে কমেন্টে বলতে পারেন শেয়ার করার চেষ্টা করবো।।।।

Our FaceBook Page

The post [TrickBD Theme] Wapkiz এ ট্রিকবিডির মত ওয়েবসাইট বানান। appeared first on Trickbd.com.

মরে গেলেও এই ২ ব্যক্তি থেকে দূরে থাকুন। নাহলে অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবেন।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

মরে গেলেও এই ২ ব্যক্তি থেকে দূরে থাকুন

দেখবেন সফল হওয়ার জন্য আমরা জীবনে অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর সফল হওয়ার কোন রাস্তাই খুঁজে পাইনা। এদিকে আমি যে আসলে কী ভুল করেছিলাম সেটি অনেক ক্ষেত্রে বুঝতে পারিনা। দেখুন আমরা সারা দিনে যাদের সাথে মিশি যাদেরকেই দেখি আমাদের চিন্তা ভাবনা এবং পরিশ্রম করার ক্ষমতা Subconsciously ঠিক তাদের মতোই হয়ে যায়। এখন যদি আমরা সারাদিন এই দুই ধরনের লোকদের সাথে মিশতেই থাকি।

এক যাদের ব্রেনে কোন বিষয় নিয়ে খুব একটা নলেজ নেই আর দুই যারা মোটামুটি অলস। আমি আসলে মোটামুটি বললাম এর কারণ হলো আপনারা দেখবেন আমাদের আশে পাশে অনেক মানুষ রয়েছে যারা কিছুতো করে মোটামুটি কিন্তু বড় আকারের কোন কিছু করতে চাই না। কোন কিছু করার চিন্তাও করে না। এর কারণ হল বড় আকারের কোন কিছু করতে হলো তো Hardwork করতে হবে যেটি তারা করতে রাজি না।

এখন এদের সাথে মিশতে মিশতে আমাদের ব্রেন Subconsciously তাদের মত করে কাজ করা শুরু করে দেয়।আর এরপর সবচেয়ে বড় ক্ষতি যেটি হয় আমিও যে নিজের জীবনে বড় কিছু করতে পারি সেটা কি পুরোপুরি ভুলে যাই বা নিজের উপর আর বিশ্বাস কখনো রাখতেই পারি না। কারণ চারদিক থেকেই আমরা যেটি দেখতে পাচ্ছি কেউ কোন কিছু করতে পারছিনা। এখন দেখুন যাদের নলেজ খুবই কম মানে আমি একাডেমিক পড়ালেখা কথা বলছিনা আমি প্রাক্টিক্যাল নোলেজে কথা বলছি।

এটি যাদের খুবই কম তারা কিন্তু দেখবেন তারা কোন বড় স্বপ্ন দেখেই না। এর কারণ হলো তারা এটি খুব ভালো করেই বুঝে বড় স্বপ্ন দেখার জন্য সেই পরিমাণ নলেজ আমার নেই যতটুকু আমার থাকার দরকার আর সেই ব্যক্তি দেখবেন এই নলেজ টুকুও শিখতেও সে রাজিনা। এর পাশাপাশি আরেকটি কাজ করে সে দেখবেন তার আশেপাশে কেউ ভালো কোন কিছু করে ফেলল। বড় স্বপ্ন দেখে ফেলল সেটিও সে চায়না এবং এটিকে সে অনেক ভয় পায়। কারণ অন্য কেউ কিছু ভালো করে ফেললে তার কিন্তু সমাজে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। তাই সবসময় সে এটি চাইতে থাকে সবাই যেন তার মতো বোকা আর অলস থাকে।

একটি উদাহরণ দেই,ধরুন আপনি যদি এই ধরনের কোন ব্যক্তির সাথে ব্যবসায়িক কোন বিষয় নিয়ে আলোচনা করেন বা আপনি চান সে আপনার সাথে ব্যবসায়ী পার্টনার হিসেবে শুরু করো তাহলে দেবে সে আপনাকে এভাবে করে বলবে আরে ভাই এভাবে করে কি ব্যবসা হয় নাকি আরে তুই কর ভাই আমি এর মধ্যে নাই আরে ভাই অনেকেই দেখছি ব্যবসা করছে লস করছে আমি এর মধ্যে কোন ভাবেই নাই। এই ব্যবসা আসলে হইয় না এই দেশে ব্যবসা হবেই না এরকম আরো নানা ধরনের অজুহাত দিতে থাকবে এবং আপনিও সেই কাজটি না শুরু করতে পারেন তার জন্য বিভিন্ন রকম নেগেটিভ কথার মাধ্যমে আপনার মধ্যে ভয় ঢুকিয়ে দিবে।

আর সারাদিন এটি হলো তাদের কাজ আর এভাবে করে তারা হাজারো মানুষের হিডেন ট্যালেন্টকে ধ্বংস করে দিচ্ছে সেখানেই। যাই হোক এই ধরনের নলেজ ছাড়া এবং অলস লোক আমাদের সমাজে প্রচুর পরিমাণে রয়েছে এদের দেখে বা এদের কথা শুনে নিজের হিডেন ট্যালেন্টকে নষ্ট করা যাবেই না যত কষ্টই হোক নিজের কাজ করে যেতেই হবে। যাই হোক এখন কথা হল আপনার নলেজ রয়েছে বা আপনার নলেজ শিখারো ইচ্ছা রয়েছে পাশাপাশি Hardwork করার সাহস রয়েছে।

তাহলে এখন আপনার ক্ষেত্রে সাকসেস এর সূত্রটা কি হবে মানে কি ভাবে কাজ করলে আপনি আপনার কাঙ্খিত স্থানে পৌঁছে দিতে পারবেন। আমি এই বিষয়টি পরিস্কার ভাবে বুঝানোর জন্য ডক্টর এপিজে আবদুল কালাম স্যারের সাকসেসের একটি সূত্র আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে আপনারা বুঝে যাবেন আপনাদের আসলে কি করা উচিত আর কিভাবে বিষয়টি করতে হবে। চলুন শুরু করা যাক।

কালাম স্যারের মত অনুযায়ী সাকসেসের জন্য আপনার চারটি জিনিস ফলো করতে হবে

প্রথম হলোঃ একটি Great Aim থাকতে হবে আপনার। আপনি যেই কাজটি বা যেই বিজনেস করতে চান না কেন সেটি করার জন্য প্রবল ইচ্ছা আপনার মনের মধ্যে থাকতে হবে। দেখুন সবাইকে দিয়ে কিন্তু সব কাজও আবার হবেনা আবার সব কাজ সবার ভালো লাগবে না বা পারবে না। তাই আপনি যেই কাজটি করতে চান সেই কাজটি যদি আপনার মন থেকে না ভালো লাগে তাহলে সেটিকে এখনই বাদ দিয়ে দিন এবং একটু সময় নিয়ে আপনি আপনার সেই কাজটিই পাশেই বিজনেস থেকে খুঁজে বের করুন যেটি আপনি মন থেকে আসলেই ভালোবাসেন আর যত কষ্ট যত বাধাই আসুক আপনি সেই কাজটি করে যেতেই পারবেন। তাহলে দেখবেন সেই কাজটি আপনার কাছে কাজ মনে হবেনা সেটি আপনি Long Long Time করতে পারবেন।

দ্বিতীয় হলোঃ সেই কাজটি সম্পর্কে আপনার ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানের পরিমাণ এতটা হতে হবে যেন আপনি নিজেই নিজের মধ্যে বুঝতে পারেন হ্যা আমি এখন কাজটি শুরু করতে পারি।

তৃতীয় নাম্বারঃ Hardwork করা এবিলিটি থাকতে হবে। আপনার যথেষ্ট জ্ঞান অর্জন হয়ে গেলে। তারপর কাজটি শুরু করে দিতে হবে এবং প্রচুর পরিমাণ Hardwork করার মন মানসিকতা আপনার মত থাকতেই হবে। কিন্তু আমরা যেটি করি কোন একটি কাজ প্রথম দিকে তো শুরু করি এবং Hardwork করি প্রচুর পরিমাণ তারপর কিছুদিন পার হয়ে গেলে সেই এনার্জি আসে Hardwork আমরা করতে পারি না মানে আমরা সেই আগের জায়গায় চলে যায় মানে অলস হয়ে যাই। এখন এমনটি যদি আপনার ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে এটি ১০০% সত্যি আপনি জীবনে কোন কাজে কখনো সাকসেস পাবে না। কাজটি শুরু করার আগে আপনাদের ব্রেইনের মধ্যে এটি ঠিক রাখতেই হবে আপনার প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে বিজনেস এর শুরুর দিকে।

চতুর্থ নাম্বারঃ যাই হোক শেষে যেটি করতে হবে সেটি হলো Perseverance মানে হার না মানা । দেখুন আপনি যখন এই কাজটি শুরু করে দিয়েছেন এবং হার্ডওয়ার্ক করা শুরু করে দিয়েছেন তখনই দেখবেন হাজারো প্রবলেম সেই কাজটি নিয়ে আসতেই থাকবে আপনার মধ্যে। ধরুন আপনি কোন বিজনেস করছেন তখন প্রথম দিকে দেখেন কাস্টমার নেই নয়তো বা কোন একটি জায়গায় আপনি অহেতুক অনেক টাকা নষ্ট করে ফেলেছেন নয়তোবা কোন কারনে আপনার প্রোডাক্ট সিলেকশনে ভুল ছিল তাই অনেকটা জমা হয়ে গিয়েছে।

এখনো বিক্রি করতে পারছেন না নয়তো বা আপনি কিছু লোক রেখেছেন আপনার অফিসের তাদেরকে হ্যান্ডেল করতে পারছেন না। নয়তো বা আপনার কম্পিটিটর বিজনেসম্যান যারা রয়েছে তাদের ধাক্কায় আপনার নিজের বিজনেস টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাচ্ছে।
এরকম হাজারো প্রব্লেম আপনার বিজনেসটা আপনার কাছে আসতেই থাকবে আর এটি আপনার ব্রেনে আগেই ঠিক করে নিতে হবে তাহলেই দেখবেন একটা সময়ে আপনি সাকসেস হবেন আর কালাম স্যারের মত অনুযায়ী এই চারটা ফলো করি মানুষ যেকোন কাজে সাকসেস পেতে পারে।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post মরে গেলেও এই ২ ব্যক্তি থেকে দূরে থাকুন। নাহলে অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবেন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments