Search box..

Sandeep Maheshwari এর অসাধারণ ৩ টি উপদেশ যা আপনার জীবন পরিবর্তনে একটু হলেও সাহায্য করবে।

Sandeep Maheshwari এর অসাধারণ ৩ টি উপদেশ যা আপনার জীবন পরিবর্তনে একটু হলেও সাহায্য করবে।


Sandeep Maheshwari এর অসাধারণ ৩ টি উপদেশ যা আপনার জীবন পরিবর্তনে একটু হলেও সাহায্য করবে।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

3 Life Changing Lessons from Sandeep Maheshwari

QA Session Wait Sandeep Maheshwari অ্যাড কলকাতা ।এই আট্রিকেলটি আমরা জন্য খুবই স্পেশাল।Sandeep স্যারের ভিডিও থেকে আমি যা যা শিখেছি সেগুলো অল্প সময়ের মধ্যে মনে করতে পারার উদ্দেশ্যে আমি আর্টিকেলটি লিখছি। তো চলুন শুরু করা যাক।

Success is just shadow of love যেখানে Success আছে সেখানে ভালোবাসা আছে আর যেখানে ভালোবাসা নেই সেখানে সাকসেস নেই। আপনি এমন একজন মানুষ খুঁজে পাবে না যিনি সাকসেসফুল অথচ নিজের কাজকে ভালোবাসেন না। আপনি যেকোন সফল ব্যক্তিকে লক্ষ করে দেখতে পারেন। সে ক্রিকেটার হোক সিঙ্গার হোক কিংবা কোনো বিজনেসম্যান হোক সবার মধ্যেই দেখতেন যার যার কাজের জন্য তাদের মধ্যে রয়েছে অফুরন্ত ভালোবাসা আর এজন্যই তারা লাইফে সাকসেস দেখা পেয়েছেন।

আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা আমাদের ভালবাসাকে বেশি গুরুত্ব না দিয়ে লোককে বেশি গুরুত্ব দেই। নাম, যশ, খ্যাতি টাকাপয়সা যার দরুন আমাদের ভেতরটা গ্রীড আর ইনসাইটির মত নেগেটিভ চিন্তাধারা ভরে যায়। আর এই নেগেটিভিটিকে সাথে করে আমরা যখন কোন কাজ করতে যাই তখন আমাদের কাজগুলো মানুষের অন্তর পর্যন্ত পৌছাতে পারেনা। যার ফলে আমরা সাকসেসফুল হতে পারি না। আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে নাম-যশ টাকা-পয়সা সবই টেম্পোরারি। সুনাম আর বদনাম এর মধ্যে একটা মিনিটের ফারাক এইসবই বাইরের চাকচিক্য ছাড়া কিছুই না।

তো আমাদেরকে টেম্পোরারি জিনিসগুলোর পিছনে না পড়ে থেকে আমাদের নিজেদের ভেতরের পার্মানেন্ট বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত। যেমন ভালোবাসা, যেকোনো কাজের প্রতি যদি আপনার সত্যি কারের ভালোবাসা থাকে কোন লোভ না থাকে তাহলে বুঝে নেবেন সেই কাজটা আপনার সত্যি কারের ভালোবাসা আর আপনি যখন আপনার ভালবাসার কাজগুলোতে ফোকাশ করবেন তখন আপনাকে সাক্সেস এর পিছনে ছুটতে হবে না সাক্সেস নিজেই আপনার পিছনে ছুটবে।

Socrates Triple Filter Test একটা কথা চিন্তা করুন যদি আপনি আপনার পুরোটা পাওয়ার আর পুরোটা efforts এখন শুধুমাত্র একটা কাজের উপর ঢেলে দেন তাহলে পৃথিবীর কারো কি সাধ্য আছে আপনাকে সাকসেসফুল হওয়া থেকে আটকায় ।কিন্তু আমরা এমন টা করতে পারিনা কেন কেননা আমাদের মাথার ভেতর সবসময়ই হাজার রকমের চিন্তা ঘুরপাক খেতে থাকে। তো এই হাজারো চিন্তার ভিড়ে দক্ষতার সাথে কাজ করতে পারার উপায় হল শুধুমাত্র সঠিক চিন্তাগুলোকে আমাদের মাথায় ঢুকতে দেওয়া। এমনটা করতে আমরা Socrates Triple Filter Test ইউজ করতে পারি। যখনই আপনি কোন কথা শুনবেন এবং আপনার মাথার মধ্যে সেই কথাগুলোর ঘুর পাক খেতে শুরু করবে তখনই আপনি এই tripple filter test এপ্লাই করতে পারেন।

যার মধ্যে প্রথম ফিল্টার হলোঃ কথাটা কি সত্যি

সত্যি বলতে পুরোপুরি সত্যি যদি সন্দেহ থাকে তাহলে চলবে না কারণ সন্দেহকে কখনো সত্যি বলা যায় না।

এরপর দ্বিতীয় ফিল্টারটা হলোঃকথাটা কি ভালো

ভালো বলতে বোঝানো হয়েছে আপনি কথাটা শোনার পর কি আপনার মধ্যে কোন পজিটিভ ইমোশন কাজ করছে নাকি নেগেটিভ ইমোশন।

আর তৃতীয় ফিল্টার হলোঃ কথাটা কি আপনার কোন কাজে দেবে।

হঠাৎ আপনি এই কথাটা জানায় কি আপনার কোন বেনিফিট হবে নাকি শুধুই ক্ষতি হবে।

এই তিনটি ফিল্টার এর মধ্যে যেকোনো একটা ফিল্টারের যদি সেই কথাটা পাশ করে যায় তবেই একমাত্র আপনি সেই কথাটাকে নিজের মাথায় ঢোকার অনুমতি দেবেন আর যদি তিনটের একটাতেও পাশ করতে না পারে তাহলে এই মুহুর্তেই সেই কথাটা কে আপনি আপনার মাথা থেকে ঝেড়ে ফেলবেন। কি দরকার এমন একটা ফালতু কথা ভেবে সময় নষ্ট করার যেটা নাতো সত্যি না তো ভালো আর নাই বা কোন কাজের।

You Can Never Change Others আপনি কখনোই অন্য একজনকে বদলাতে পারবেন না যতক্ষন না পর্যন্ত সে নিজে নিজেকে বদলানোর চেষ্টা না করছে। আপনি শুধুমাত্র নিজেকে বদলাতে পারবেন আপনার কনট্রোল শুধুমাত্র আপনার নিজের একশনস এর উপরে রয়েছে অন্য কারোর একশনসের উপর নয়। তো যদি কারো কাজ আপনার পছন্দ না হয় তো সেই মানুষটিকে বদলানো চেষ্টা না করে আপনি নিজের রিএকশনস বদলানোর ট্রাই করুন। সেটা কিভাবে সম্ভব সেটা তখনই সম্ভব যখন আপনি আপনার নিজের এক্সপেক্টেশনস একপাশে সরিয়ে রাখবেন।

আপনি নিজে একটা খারাপ কাজ করেন না বলে অন্য কেউ সেই খারাপ কাজটা করবে না এমনটা এক্সপেক্ট করবেন না। অন্য কেউ তো করতেই পারে সেটা তার ইচ্ছা আপনি যদি চানো তবুও আপনি কিছু করতে পারবেন না। এক্ষেত্রে আপনি শুধুই আপনার রিয়াকশন চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন আপনার একজন বন্ধু আছে যে আপনাকে সবসময় উল্টোপাল্টা নামে ডাকে আপনি আপনার বন্ধুকে তো বদলাতে পারবেন না ঠিকই কিন্তু আপনি যদি চান তো আপনার রিয়াকশন ঠিকই চেঞ্জ করতে পারবেন। আপনি শুধু এটুকু করলেই আপনার জন্য পুরো সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে যাবে।

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post Sandeep Maheshwari এর অসাধারণ ৩ টি উপদেশ যা আপনার জীবন পরিবর্তনে একটু হলেও সাহায্য করবে। appeared first on Trickbd.com.

ফেইসবুকে যত বেশি তত অটো-ফলোয়ার বাড়িয়ে নিন আইডির কোন ক্ষতি ছাড়াই [কেউ মিস করবেন না]

Posted: 10 Aug 2021 07:54 PM PDT

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক….
ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি!

কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন!

আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে।
তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপায়ে নয়!

তো আপনার আইডিতে ফলোয়ার নিতে চাইলে আপনাদের অবশ্যই একটি ফেইসবুক ফেক আইডি আর একটি এপ লাগবে। এপের নাম Raje Liker. এপ লিংকঃঃ⬇
এখান থেকে এপটি ডাউনলোড করেন

তো এপ ডাউনলোড করা হয়ে গেলে অব্যশই ফেইসবুক ফেক আইডি দিয়ে লগ ইন করাতে হবে।
প্রথমে আমরা এপটি ওপেন করলে এরকম আসবে…আমরা এখানে Login with Facebook এ ক্লিক করব।

তারপর আমরা আমাদের ফেইক ফেইসবুক আইডি এখানে লগিন করাব।

তারপর আমরা Continue as এ ক্লিক করব।

আমরা এখানে রেফার কোড- 113054 এটা বসাব। না চাইলে স্কিপ করব।আর Apply এ ক্লিক করব।

এখন এভাবে আসবে। আমরা যদি ফেইসবুকে ফলোয়ার নিতে চাই তাহলে আমরা Auto Follows এ ক্লিক করব।

এখন আমরা আমাদের ফেইসবুক আইডির লিংক কপি করে এখানে বসাব। তারপর Check Link এ ক্লিক করব।

যতটুকু ফলোয়ার নিতে চাই ততটুকু নিব।

ব্যাস কাজ শেষ। আপনারা এভাবে ফেইসবুকে অটো ফলোয়ার নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর বেশি বেশি ফলোয়ার নিতে রেফার করতে থাকেন ফেইক আইডি ক্রিয়েট করে।
ধন্যবাদ সবাইকে। খোদাহাফেজ।

The post ফেইসবুকে যত বেশি তত অটো-ফলোয়ার বাড়িয়ে নিন আইডির কোন ক্ষতি ছাড়াই [কেউ মিস করবেন না] appeared first on Trickbd.com.

Mx Player এর অতিরিক্ত ফোল্ডার ডিলেট হচ্ছে না ? সমস্যা সমাধান

Posted: 10 Aug 2021 07:51 PM PDT

আসসালামু আলাইকুম, কেমন আছেন ? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের “Mx Player এর অতিরিক্ত ফোল্ডার ডিলেট হছে না” এই সমস্যার সমাধান দিবো ।

তো আগে জেনে নি যে Mx player এ কেমন সমস্যা হচ্ছে,

নিচের স্কিনশট এ দেখতে পারছেন যে অনেক গুলো ফোল্ডার অটোমেটিকেলি ক্রিয়েত হয়ছে , কিন্তু ফোল্ডার গুলো ডিলেট করে Mx player রি-ওপেন করলে আবারও  ফোল্ডার গুলো চলে আসছে
IMG-20210809-220635

 

〉 এবার চলুন সমাধান পর্ব শুরু করি:

প্রথমে আপনার মোবাইল থেকে Mx Player অ্যাপ টি ওপেন করুন
IMG-20210809-220447

⇒এরপর বাম পাশের কোনাই থাকা থ্রী লাইন মেনুতে ক্লিক দিবেন
IMG-20210809-220750

⇒Local Player Settings এ ক্লিক দিবেন
IMG-20210809-220835

⇒এরপর উপরে থাকা List এ ক্লিক দিবেন
IMG-20210809-220908

⇒তারপর নিচে স্ক্রল করে File Extensions এ ক্লিক দিবেন
IMG-20210809-220945

⇒এখানে অনেক গুলো এক্সটেনশন দেখতে পারবেন , একটু নিচে স্ক্রলিং করলেই OGG এক্সটেনশন পাবেন, এরপর এটাই ক্লিক দিবেন
IMG-20210809-221129

⇒এরপর নিচে থাকা Remove এ ক্লিক করলেই এক্সটেনশন টি ডিলেট হয়ে যাবে
IMG-20210809-221232

⇒এবার Mx Player অ্যাপ টি রিসেন্ট অ্যাপ থেকে কেটে আবার ওপেন করুন,

এখন আপনি আর কোনো অতিরিক্ত ফোল্ডার দেখতে পারবেন না
Screenshot-2021-08-09-22-13-04-421-com-mxtech-videoplayer-ad
আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে গেছে ,

আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ।

ট্রিকবিডিতে এটি আমার ২য় পোস্ট।ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। –Md Ibrahim Hossain

↑(আমাকে ফেসবুকে পেতে উপরের নামে ক্লিক করুন)

The post Mx Player এর অতিরিক্ত ফোল্ডার ডিলেট হচ্ছে না ? সমস্যা সমাধান appeared first on Trickbd.com.

Denial of Service (DoS) / DDoS Attack কি ? কিভাবে DoS Attack করতে হয় ?

Posted: 10 Aug 2021 07:45 PM PDT

 

Denial of Service Attack হচ্ছে সাময়িকভাবে বা অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি হোস্ট সেবা ছিন্ন বা স্থগিত
করার প্রচেষ্টা !

সহজ বাংলায় একটি ডিভাইস এবং একটি ইন্টারনেট সংযোগ এর সাহায্যে নির্দিষ্ট একটা ওয়েব সাইট কিংবা সার্ভার কে সাময়িকভাবে বা অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ঐ ওয়েব সাইট কিংবা সার্ভারে কাউকে প্রবেশ করতে না দেয়াই হচ্ছে Denial of Service Attack !

আর একাধিক ডিভাইস এবং একাধিক ইন্টারনেট থেকে Denial of Service Attack করা হলে তাকে Distributed Denial of Service (DDoS)  Attack  বলা হয় !!

যে সকল টুলস দিয়ে এই অ্যাটাক করা হয় তাদের মধ্যে অন্যতম কিছু টুলসের নাম ও লিঙ্ক :

1. LOIC (Low Orbit Ion Canon)

2. HOIC (High Orbit Ion Canon)

3. Ping Of Death

এটা খুব সহজ একটা DoS পদ্ধতি !

CMD (command prompt)  ওপেন করেন এবং টাইপ করেন

=>   nslookup Site Name

(উদাঃ  nslookup http://www.facebook.com)

তারপর একটা IP দেখতে পাবেন ! আইপিটা কপি করে রাখুন তারপর আবার টাইপ করেন :

=> ping কপি করে রাখা আইপি  -t -l 65500  -n 10000000  -w 0.00001

-t = Pings the specified host until stopped.

-l = Send buffer size.

-n 10000000 = Count Number of echo requests to send.

-w 0.00001 = Timeout in milliseconds to wait for each reply.

আর বাকি টুলস গুলার কাজ খুব এ সহজ না বুঝলে টিউমেন্ট করবেন ! সবাইকে ধন্যবাদ !

Do Not Copy ! Copying Don’t Make You Writer !  😉 

কেমন লাগলো জানাবেন !! ধন্যবাদ !

The post Denial of Service (DoS) / DDoS Attack কি ? কিভাবে DoS Attack করতে হয় ? appeared first on Trickbd.com.

সেক্স(SEX) নিয়ে স্বচ্ছ ধারনা থাকা জরুরি। Bengali Motivational Speech

Posted:

নিজের শারীরিক চাহিদা গুলোকে পূরণ করবার জন্য যেই মানুষটা অন্য একজন মানুষের ইমোশন কে নিয়ে খেলে। যে মানুষটা অন্য একজন মানুষের জীবনকে নিয়ে খেলে। সে মানুষটার থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। মানে হতেই পারে একটা মানুষের অন্য একজন মানুষের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকতেই পারে। এরকম ন্যাচারাল একটা বিষয় এবং এই বিষয়টা যখন এরকম পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে একজন মানুষ অন্য একজন মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়। যে আমার তোমায় ভালো লাগে আমি তোমায় ভালবাসি আমি তোমায় বিয়ে করতে চাই ইত্যাদি এবং উল্টো দিকের মানুষটা যখন এই মিথ্যে প্রতিশ্রুতি তে পা বাড়ায়। তারপর যখন একজন মানুষ তাকে ব্যবহার করে সময় মতো তাকে ছেড়ে দিয়ে ইউজ করে ফেলে দিয়ে চলে যায়। তখন সে মাবুষটার থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ হয় না। মানে তুমি ভাবো একজন তো নিজের সেল্ফ স্যাটিসফ্যাকশন এর জন্য। নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য অন্য একজন মানুষকে ব্যবহার করলো। কিন্তু যাকে ব্যবহার করল তার অবস্থাটা কীরকম সে কি কি হারালো? সে কী কী হারালো দেখো সে তো তার জীবনের মূল্যবান সময় হারালো যেটা সে কোনদিনও তা ফেরত পাবে না। দুই নম্বর সে তার শক্তি হারালো। তিন নম্বর বিশ্বাস হারালো মানুষের উপর থেকে এবং মানুষের উপর থেকে বিশ্বাস যখন একবার তোমার হারিয়ে যাবে তখন সে বিশ্বাস কে আবার ফিরে পাওয়া বড় কঠিন বিষয়। একজন মানুষের বিশ্বাস ভেঙে চলে যাওয়ার পর আরো দশটা মানুষকে বিশ্বাস করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তখন মনে হয় পৃথিবীর সব মানুষ একইরকম সবাই। মানে এই ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের ঘটনা তোমার আশেপাশে বহু রয়েছে। অনেকে প্রকাশ করেছে অনেক মানুষের প্রকাশ করতে লজ্জা পেয়েছে যে তাকে একজন ব্যবহার করে চলে গেছে। কিন্তু এ ধরনের ঘটনা অহরহ অনেক আমাদের চারপাশে। এই যে ঘটনা এই ঘটনাটার মেইন প্রবলেমটা কোন জায়গায়? এই সমস্যাটিকে আজকে আমরা খুজে বের করব এবং এই প্রবলেমটা কে কিভাবে সলিউশন বের করা যায় প্রবলেমটার সেটার ভেতরে যাবো। এই কথা গুলো অবশ্যই শেয়ার করবে তোমার আশেপাশের বন্ধু-বান্ধব তোমার ভাই-বোন প্রত্যেকের সাথে। যাতে তাদের মধ্যে এই প্রবলেমের সলিউশন ঢোকে এবং আজকে  কিন্তু একটা অন্যরকম সলিউশনের কথা বলব। আজকের যে সলিউশন টা তোমাদেরকে খুব ব্রণ্ড মেন্টালিটি নিয়ে খুব ব্রড মাইন্ডে শুনতে হবে ওকে মন দিয়ে কথা গুলো শুনুন এবং তারপর বিচারকরো। এই প্রবলেম টার সলুউশানটা কোথায়? সলুউশানটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ চেঞ্জিং পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করে লাইফের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা যায়।  প্রচুর যেকোন সমস্যার সমাধান তুমি পয়েন্ট চেঞ্জ করে পারবে পরে কথা বলব এইটা নিয়ে।

এই ক্ষেত্রে কি করে পয়েন্ট অফ ভিউ চেঞ্জ টাকে আমরা কাজে লাগাবো। এই থিয়রিটিটাকে কিভাবে কাজে লাগাবো। প্রথমতো জানতে হবে What is sex. খুব ক্লিয়ার খুব পানির মতো স্বচ্ছ একটা আইডিয়া রাখতে হবে। এবং হোয়াট ইজ সেক্স এটার পানির মতো স্বচ্ছ আইডিইয়া কী? একই যেরকম ভাবে তোমার বাথরুম পেলে তুমি বাথরুম যাও। ঠিক যেরকম ভাবে তোমার খিদে পেলে তুমি খাও এমন সেক্স একটা শারীরিক কার্যকলাপ। আর কিছু না এটা একদম পানির মতো স্বচ্ছ একটা কনসেপ্ট যেটা তোমার বেঁচে থাকবার জন্য একটা বেসিক নিড খাদ্যের মতোই। এবার নিড যখন বললাম তাহলে নিড থেকে আর একটা কথা আছে সেটা কি নিড আর ওয়ান্ট মধ্যে ডিফারেন্স। নিড কি জিনিস তোমার বেঁচে থাকবার জন্য যে জিনিস টা প্রয়োজন সেটা হচ্ছে তোমার নিড। আর ওয়ান্ট কি জিনিস তুমি দিব্যি বেঁচে আছো তাও তুমি তোমার বেঁচে থাকাটাকে আরো রঙিন করতে চাও তখন তুমি যেই জিনিস গুলো চাইছো সেগুলো হচ্ছে তোমার ওয়ান্ট।

মানে নিড ছাড়া তুমিবেঁচে থাকতে পারবে না। বাট ওয়ান্ট ছাড়া কিন্তু তুমি বেঁচে থাকতে পারো। তো মানুষের মধ্যে যখন এই কনসেপ্টটা ক্লিয়ার থাকেনা যে সিক্স ইজ এ নিড এ্যান্ড ইট ইজ নট মাই ওয়ান্ট। তখন এই ধরনের সমস্যা আমাদের সমাজে বাড়ে। একজন মানুষ যে আমি তার নিজের self-satisfaction এর জন্য নিজেকে এক্সপ্লোর করবার জন্য আমি  অন্য একজনকে ব্যবহার করতেই পারি। আমি অন্য একজনের মন নিয়ে খেলতে পারি আমি তার সাথে ৫ দিন একটা সম্পর্ক রেখে কয়েকমাস একটা সম্পর্ক রেখে আমি তাকে ছেড়ে দিয়ে চলে যেতেই পারি। আমার নিজেরতো self-satisfaction হয়ে গেলো। এটার মেন প্রবলেমটা এই বেসিক শিক্ষাটা তে যে এটা নিড ওয়ান্ট নয়। তাই জন্যই অনেক মেসেজ আসে যায় অনেকের কাছে সেন্ড মি নুড পিকচারস। এ ধরনের এসএমএস এখনো পর্যন্ত টাইমলাইন টাইমলাইন ইনবক্স ইনবক্স ঘুরে বেড়ায়। বুঝতে পেরেছো বেসিক প্রবলেমটা কোথায়?

বেসিক প্রবলেমতা সোশাইটি লেভেলে শিক্ষার লেভেলের। এই প্রবলেমের সলিউশন টা কোথায় সেকেন্ড সলিউশন টা হচ্ছে আমাদের সোসাইটি এবং আমাদের সোসাইটি কিভাবে এই বিষয়টাকে দেখছে যদি আমরা ছোটবেলা থেকে একটূ সেক্স এডুকেশন আমাদের পড়ানো হতো আমাদের যদি ছোটবেলা থেকে পড়ানো হতো যে।  কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। তাহলে আমাদের দেশে এত রেপ হতো না। তাহলে আমাদের দেশে নিজের অজান্তেই এত মেয়ে ছোটবেলায় তার বড়দের কাছে রেপ হতে হতো না তাকে। এরকম ঘটনা আমাদের সমাজে অনেক। এটা সমাজের একটা অন্ধকার দিক। যে জিনিসটাকে নিয়ে লোকে কথা বলতে চায় না যে জিনিসটাকে লোকে এড়িয়ে যেতে চাই। খালি নিউজ পেপারে হেডলাইন হয় । খেয়াল করে দেখবে আমাদের সোসাইটিতে এই বিষয়টাকে নিয়ে কথা বললেই সবাই কেমন একটা মুখ ছিটকে বেরিয়ে যায় সবাই কেমন একটা থাক থাক এসব আলোচনা বন্ধ কর। হ্যা এই ব্যাপার টা নিয়ে কথা বলতে আমরা অদ্ভুত ব্যবহার করে থাকি। ঐ যে বললাম বেসিক সমস্যা শিক্ষায়। এটা একটা সিম্পল জিনিস মানুষের বেচে থাকার জন্য। এই ব্যাপারটাকে বুঝতে হবে। একটা বাচ্চার সামনে একটা গোটা সোশাল মিডিয়া খোলা। আরে ভাই তোমার সামনে সোশ্যাল মিডিয়াতে সমস্ত নোংরামী রয়েছে সেখানে বাচ্চার সামনে যখন খোলা সেতো স্ক্রল করতে করতে সবকিছু। ভালো জিনিস গান শুনছে যেমন তেমন সে একটা নোংরা জিনিস দেখছে তাইনা। যখন ফ্যামিলির সাথে সে টিভি দেখতে বসছে ছিনেমা দেখতে বসছে হিন্দি সিনেমাতে কী কোনো ধরনের সেক্সুয়াল সিন থাকে না? এগুলো কেউ দেখছে না আমরা জানি সবাই। সবাই আমরা জানি যে সবাই সবকিছু জানে না কিন্তু আমরা ভান্ডামী করি কী রকম যে আমরা কেউ কিছু জানিনা। তোমার সামনে দাঁড়িয়ে একজন কন্টিনিউ তোমাকে মিথ্যা কথা বলে যাচ্ছ তুমি সত্যিটা জানো কেমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে তুমি বলতো।

এটা নয় যে খুল্লাম খুল্লা ব্যাপারটা চলবে। মানে ব্যাপারটা হচ্ছে যে ব্রড মেন্টালিটি নিয়ে ভাবতে হবে। ওপেন মাইন্ডে থাকতে যেই জিনিসটা নেচারাল সেটাকে নেচারাল ভাবে জানতে হবে। তাহলে অনেক ধরনের প্রবলেম সমাজ থেকে চলে এবং এই ন্যারাল ভাববে কী করে সমাজ। আমরা প্রত্যেকে যখন ন্যাচারাল ভাবে ভাবতে শুরু করবো। তখন সমাজ ব্রড মেন্টালিটি নিয়ে ভাবতে শুরু করবে। তাছাড়া পারবে না। কোনদিনও হবে না।

থার্ড প্রবলেমের সলিউশন টা কি থার্ড সলিউশন টা হচ্ছে রেসপন্স। একজন মানুষ যখন কিছুদিনের সম্পর্কে তাকে যখন ইউজ করছে। ফিজিক্যালি তার সাথে সম্পর্কে যেতে চেষ্টা করছে একজন মানুষকে তো এক বছরে চেনাই যায় না। উল্টো দিকের মানুষ টার সাথে হ্যা মিলিয়ে তালে তাল মিলিয়ে চলে গেল তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবার হ্যাঁ ধোর ব্যাপারটা এমন হল যে দুটো মানুষ দুটো মানুষের মধ্যে সম্মতি আছে একজন মানুষ বলছে হ্যা আমার জাস্ট এইটুকুনি চাই অন্য একজন মানুষ বলছে জাস্ট এইটুকু নিয়ে যাই তখন ব্যাপারটা অন্যরকম। তখন ব্যাপারটা তাদের দুজনের ব্যাপার । এডাল্ট মানুষ তাদের ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার । সেটা তো আমাদের কারো কিছু বলার নেই। আমরা কেনই বা বলব তাদের ব্যক্তিগত ব্যাপার সেগুলো । কিন্তু আমার বক্তব্য যখন একজন মানুষ অন্য একজন মানুষের ইমোশন কে নিয়ে খেলছে ইউজ করে ছেড়ে দিচ্ছে। এই পুরো ভিডিওটাই তার উপর ছিল ক্লিয়ার। তাহলে এক নম্বর পয়েন্ট অফ ভিউ চেঞ্জ। দুই নম্বর সোসাইটিকে আরো ব্রড মাইন্ডেড হতে হবে এবং তিন নম্বর রেসপন্স বুঝে করতে হবে। এক মাসের সম্পর্কে যদি তোমাকে বলে দিল সে তোমাকে ভালোবাসে তোমার সাথে ফিজিক্যাল হতে হয়ে গেলে। এখন ছেড়ে চলে গেল তুমি তখন দুঃখ পেলে এগুলো করলে হবেনা। তোমাকে একটা ডিসিশনে আসতে হবে আমি যাবে না মানে যাবে না। আর তুমি যদি চাও যে আমি যাবো চলে যাবো। পরে গিয়ে আর কিছু করতে পারবে না সেখানে সেটা নিয়ে। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে প্রবলেম সলিউশন

আল্লাহ হাফেজ।

The post সেক্স(SEX) নিয়ে স্বচ্ছ ধারনা থাকা জরুরি। Bengali Motivational Speech appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের “সমাজবিজ্ঞান” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ৯ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৩য় সপ্তাহের জন্য ১৫ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে " সমাজবিজ্ঞান" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

সমাজবিজ্ঞান এসাইনমেন্ট এর উত্তর



সমাজবিজ্ঞান এসাইনমেন্ট এর উত্তর PDF

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

ফ্রি তে মোবাইল রিচার্জ নিয়ে নিন

.

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের "সমাজবিজ্ঞান" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!! appeared first on Trickbd.com.

ডোমেইন বাই সেল ব্যাবসার খুটিনাটি এবং বিজনেস আইডিয়া

Posted:

আসছালামু-আলাইকুম !
Hi,I,m £xprogrammer
আসা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি!কারন
ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে!
আমি আমার প্রতি পোস্টে আপনাদের ভালো কিছু নিয়ে আসার
চেস্টা করব

সকলের বেঁচে থাকার জন্য দরকার অর্থ। আর এই অর্থের জন্য মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়।কেউ ডাক্তারি পেশায় আবার কেউ ইঞ্জিনিয়ার। কেউবা চাকুরীজিবী।

পেশা যাই হোক প্রথম লক্ষ হলো টাকা আয় করা।কেউবা করে ব্যবসা আর এরই উপর ভিত্তি করে বিভিন্ন বিজনেস আইডিয়া তৈরি হয়।কারন স্বল্প বিনিয়োগে সর্বাধিক মুনাফা অর্জন সকলেরই আশা। এর উপর ভিত্তি করে আপনাদের জন্য আজ দাড়ুন একটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে এলাম।এটি একটি ইউনিক বিজনেস আইডিয়া কারন এটি স্মার্ট আয়ের উপায়।এখানে আপনার পন্য পরিবহন, মার্কেটিং, প্রতিষ্ঠান বা লাইসেন্স এর দরকার হবে না।এটি হলো ডোমেইন ব্যবসা। আপনি ডোমেইন কিনবেন এবং বিক্রি করবেন এটিই হলো আপনার প্রধান কাজ।

ডোমেইন বিজনেস
কম পুজির বিজনেস আইডিয়া হিসেবে এটি একটি জনপ্রিয় ব্যাবসা হতে পারে। আমরা সাধারণ ডোমেইন ব্যবসায় বলতে ডোমেইন রেজিস্টার কে বুঝি। যাদের থেকে আমরা ওয়েবসাইট তৈরির জন্য ডোমেইন ক্রয় করি। এবং তাদের ডোমেইনের মূল্য পরিশোধ করি।এছাড়াও প্রতি বছর রিনিউ করতেও তাদের টাকা প্রদান করতে হয়। কিন্তু আমরা ডোমেইন ব্যবসা বলতে আজ ডোমেইন রেজিস্ট্রার সম্পর্কে আলোচনা করবো না। আমাদের মূল কাজ হবে এই রেজিস্ট্রার থেকে ডোমেইন কিনে অন্য মানুষের নিকট দাম হাকিয়ে বিক্রি করা। আসুন একটু বিস্তারিত আলোচনা করা যাক।দেখি এই ব্যাবসা কেমন, কতোটা ঝুকিপূর্ণ এবং লাভ ক্ষতি কেমন হতে পারে।

ধরুন আমরা একটি সাইট তৈরি করবো। তাহলে আমাদের প্রথম প্রয়োজন একটি ডোমেইন। আপনি ব্লগ করুন বা আপনার প্রতিষ্ঠানের নামেই ওয়েবসাইট করুন। আপনার একটি নির্দিষ্ট বা পছন্দসই নাম তো থাকবে। যে আমি ওই নামে সাইট করবো বা আমার প্রতিষ্ঠানের নাম প্রান গ্রুপ তাহলে আমাদের সাইটের ডোমেইন নাম ও হবে Prangroup.com বা pran.com।এর জন্য কি করতে হবে? আমাদের আগে একটি ডোমেইন কিনতে হবে। যার মাধ্যমে সকলে বুঝতে পারে যে সাইটটি ঔ নির্দিষ্ট কোম্পানির। এখন এর জন্য তাদের একটি ডোমেইন রেজিষ্ট্রেশন করতে হবে। কিন্তু একটি ডোমেইন একাধিক বার ক্রয় করা যায় না। কেউ যদি আপনার প্রয়োজনীয় ডোমেইনটি আগেই ক্রয় করে থাকে তাহলে আপনি ডোমেইনটি পাবেন না। যদি না প্রথবার রেজিস্ট্রেশন করা ব্যাক্তি আপনার কাছে হস্তান্তর করে।

এখন সে তো তার প্রয়োজনে বা মুনাফা অর্জনের জন্য ডোমেইনটি কিনেছিল। সেক্ষেত্রে ডোমেইনটি আপনাকে কখনোই ফ্রি দিবে না। আবার সে যদি ১০০০ টাকা দিয়ে কিনে থাকে।

এবং ৫ বছর রিনিউ করে তার খরচ পড়ল প্রায় ৬ হাজার টাকা। তাহলে আপনাকে সেটি তো আর ১০০০ টাকায় দিবে না। আবার ৬ হাজার টাকায় ও দিবে না। অবশ্যই আপনাকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। এবং কতটা বেশি টাকা পরিশোধ করতে হবে তা নির্ভর করে কতটা ভ্যালু রয়েছে ডোমেইন নামটির। এটি ১০০০০/২০০০০/১০০০০০/১০০০০০০ এমনকি কয়েক কোটি টাকাও হতে পারে। তাহলে ডোমেইন ব্যবসাটি সম্পর্কে কিছুটা হলেও ধারনা পেয়েছেন। আপনি কতগুলো ভাল নামের ডোমেইন কিনবেন এবং প্রতিবছর রিনিউ করে রাখবেন। যখন কারো সেটি দরকার হবে আপনাকে অতিরিক্ত পরিমান টাকা দিয়ে তবেই নিতে পারবে। আপনার একটি যথেষ্ট ভ্যালুয়েবল ডোমেইন এক্সটেনশন থাকলে আপনি এক ধাক্কায় কোটিপতি বনে যেতে পারেন।

তাহলে বুঝতেই পারছেন একটি ডোমেইন কতোটা মূল্যবান হতে পারে।

এবং আপনি যদি এনালাইসিস করে ভালো মানের ডোমেইন নেম কিনতে পারেন তাহলে বিক্রির সম্ভাবনা অনেক বেশি। এবং প্রচুর পরিমান দামও পাবেন ডোমেইন বিক্রি করে।

যেভাবে ব্যাবসা শুরু করবেন এবং পর্যায়ক্রমে এর পরিধি বৃদ্ধি করবেন।
আপনি যদি প্রথমেই প্রচুর পরিমাণ ডোমেইন কিনে ফেলেন তাহলে আপনার লাভবান হওয়ার সম্ভবনা কম থাকবে। কারন প্রথম পর্যায়ে আপনি ভালো নাম নির্বাচন করতে দক্ষতা অর্জন করতে পারবেন না। বরং আপনি যদি প্রথমে কয়েকটা ডোমেইন কিনে সেগুলো মার্কেটে বিক্রির জন্য যুক্ত করেন তাহলে এটি বিক্রির সম্ভাবনা তৈরি হবে। এবং এরই মধ্যদিয়ে আপনি নিয়মিত ডোমেইন মার্কেট এনালাইসিস করা শুরু করবেন। যখন দেখবেন কোন ধরনের ডোমেইন বেশি বিক্রি হচ্ছে। কোন ধরনের নামের চাহিদা বেশি। একটি মিনিংফুল ডোমেইন নেম বিক্রির সম্ভাবনা অনেক বেশি। সেই সাথে এর চাহিদা এবং দাম সব সময় বেশি থাকে। এছাড়াও কম লেটারের ডোমেইন যেমন ২/৩/৪/৫/৬ এর চাহিদা বেশি থাকে।আপনি যদি কম লেটারের মিনিংফুল ডোমেইন সংগ্রহ করতে পারেন তাহলে তা বিক্রি করতে পারবেন খুবই সহজে। এভাবে যখন আপনি আপনার ডোমেইন রিসার্চ দক্ষতা বাড়িয়ে নেবেন এবং নতুন নতুন নামের আইডিয়া জেনারেট করতে পারবেন ও সেই সাথে মার্কেট ভ্যালু এনালাইসিস করতে পারবেন তখন আপনার সংগ্রহ আরো বড়ো করে তুলতে পারবেন। এবং নিয়মিত ডোমেইন বিক্রিও করতে পারবেন।

মনে করুন আপনার সংগ্রহে ২০০ টি ডোমেইন রয়েছে।তাহলে এর থেকে প্রতি মাসে সেল পাওয়ার সম্ভাবনা থাকে। এবং ব্রান্ডেবল নেইম এই সম্ভবনা কে আরো বাড়িয়ে তোলো। এবং আপনি এগুলো বিক্রি করে নতুন ডোমেইন ক্রয় এবং পুরাতন গুলো রিনিউ করতে পারবেন। একইসাথে এভাবেই আপনি আপনার ব্যাবসাকে বাড়িয়ে তুলতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। ধরুন আপনার ২০০ ডোমেইন রয়েছে এর থেকে যদি আপনি একটি বিক্রি করলেন ১০,০০০ ডলার তাহলে সকল ডোমেইন এই টাকা দিয়ে রিনিউ করে পকেটেও প্রচুর পরিমাণ টাকা অতিরিক্ত থাকবে। যদি আপনার আয় এবং এই টাকা দিয়ে নতুন ডোমেইন ও কিনতে পারবেন।

এক্সপায়ার্ড ডোমেইন কি এবং কেন কিনবেন?

প্রতিদিন যেমন হাজার হাজার ডোমেইন এক্সটেনশন রেজিষ্ট্রেশন করা হয়। ঠিক তেমনি প্রতিদিন প্রচুর পরিমাণ ডোমেইন এক্সপায়ার্ড হয়ে যায়। যেগুলো আর রিনিউ করা হয় না। অনেক ক্ষেত্রে সাইট ভালো ভাবে রান করাতে না পারার কারনে আর রিনিউ করে না।আবার বিভিন্ন কারনে এক্সপায়ার্ড হয়ে যায় ডোমেইন এ কারনেই তারা আর রিনিউ করে না। কিন্তু এই ডোমেইন গুলো ভালো মানের এবং সার্চ ইঞ্জিনেও ভালো পজিশনে থাকে। এসকল ডোমেইনে পেনাল্টি আছে কিনা চেক করুন।পেনাল্টি থাকলে তাহলে সার্চ ইঞ্জিনে ভ্যালু পাওয়া যায় না। এবং সার্চ ইঞ্জিনে র‌্যাংক করানোও কঠিন হয়ে পড়ে। কিন্তু ইউনিক নামের ক্ষেত্রে এসকল বিষয় না ভাবলেও চলে।এক্সপায়ার্ড ডোমেইনের ভ্যালু অনেক বেশি পাওয়া যায়। এ কারনেই এক্সপায়ার্ড ডোমেইন খুজুন এবং ভাল নামের পেলে তাৎখনিক ভাবে কিনে ফেলুন।

কোন বিষয় নিয়ে কাজ করবেন বা নিশ নির্বাচন –
ডোমেইন বিজনেস শুরু করার জন্য আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন তা ঠিক করে নেওয়া উচিত। যেমন এডুকেশন, নিউজ,ই-কমার্স ইত্যাদি। কারন প্রতিটি ব্যবসারই কতগুলো নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। এজন্য অবশ্যই নির্দিষ্ট কোন নিশ নিয়ে কাজ করাই সঠিক সিদ্ধান্ত হবে।

ডোমেইন বিজনেস এর ঝুঁকি বা অনিশ্চয়তা কেমন?
বিজনেস মানেই লাভ/ক্ষতি/ঝুঁকি এবং অনিশ্চয়তার সমন্বয়। এই চারটি জিনিস উপস্থিত না থাকলে কখনোই আপনার কাজটি ব্যবসায় বলে চিহ্নিত হবে না। আর এ কারনেই এখানেও এসকল বিষয় বিদ্যমান। যেমন আপনি যদি ভ্যালুয়েবল ডোমেইন নেম সিলেক্ট করতে না পারেন তাহলে তা বিক্রির সম্ভাবনা খুবই কম থাকে।অপরদিকে প্রতিবছরই এটি রিনিউ করতে হয় বলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা থাকে কিন্তু এ ক্ষতির পরিমান খুবই কম।

কিভাবে বিক্রি করবো ডোমেইন?

বিজনেস আইডিয়া
ডোমেইন ফ্লিপিং বা পার্কিং
একটি ডোমেইন আপনি কিনেছেন বিক্রির উদ্দেশ্যে তাহলে কেউ যদি না যানে আপনার ডোমেইনটি বিক্রির উদ্দেশ্যে কিনছেন তাহলে কিভাবে বিক্রি সম্ভব! তাই এইসকল ডোমেইন বিক্রির জন্য রয়েছে হাজারো মার্কেট প্লেস। যেখানে আপনার ক্রয় করা ডোমেইনটি অনায়াসে বিক্রি করে দিতে পারবেন। ডোমেইন ব্যাবসা করার জন্য সকল কিছুই তো জানলাম তাহলে এই ক্রয় করা ডোমেইন গুলো কিভাবে বিক্রি করতে হয় তা জেনে নেই।

আমরা আগেই শুনেছি ডোমেইন এক্সটেনশন বিক্রির জন্য রয়েছে বিভিন্ন মার্কেট প্লেস রয়ছে। এখানে ডোমেইন পার্কিং বা ফ্লিপিং করার মাধ্যমে বিক্রি করতে হয়। আপনার কাঙ্খিত মূল্য নির্ধারণ করে ডোমেইনটি যুক্ত করুন এই সাইট গুলোতে। এবং এখানে যখন আপনি ডোমেইন পার্কিং করবেন তখন কেউ আপনার ডোমেইনে কেউ প্রবেশ করে তাহলে বিক্রির ডিটেইলস দেখতে পাবেন। এবং কেউ কিনতে চাইলে বিড করতে পারবেন। কেউ বিড করলে আপনাকে মেইল করে জানানো হবে। যেসকল সাইটে পার্কিং বা ফ্লিপিং করবেন এগুলো হলো –
sedo
flippa
godaddy
namecheap

পরামর্শ – ডোমেইন বিজনেস কখনোই ক্যারিয়ার হিসেবে না নেওয়াই ভালো।আপনার ক্যারিয়ারের প্রধান পেশার পাশাপাশি আপনি ডোমেইন বাই সেল করার বিজনেস করতে পারেন।

তাহলে এ সেক্টরে ভালো ফলাফল পাবেন।এবং ডোমেইন হোল্ড করার জন্য যথেষ্ট সময় পাবেন।সর্বোপরি এই সেক্টর আপনার জিবন বদলে দিতে পারে!

Youtube – Best Crypto Looter

এই আরটিকেলটি সর্বপ্রথম gganbitan.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ সবাইকে সম্পুর্ন পোস্টটি পড়ার জন্য।

The post ডোমেইন বাই সেল ব্যাবসার খুটিনাটি এবং বিজনেস আইডিয়া appeared first on Trickbd.com.

ubuntu rdp | 12gb/no time limit | 30 sec startup | google console

Posted:

আসসালামুআলাইকুম

আজকে দেখাবো আপনারা গুগল কনসোলের মাধ্যমে  কিভাবে একটি ubuntu ২০.৪  rdp/vnc create করবেন । আমি এইটা সবসময় ব্যাবহার করি অন্য কোনো rdp বা vnc থেকে কারণ এটা স্টার্ট করতে ৩০ সেকেন্ড এর মত লাগে, এটার রিসোর্স ও অন্যগুলোর থেকে বেটার আর এটার স্পীদনেক বেশি এবং খারাপ নেটওয়ার্ক এও smoothly চলে।আপনার যদি ইন্টারনেট ping ভালো থাকে তাহলে এটাতে আপনারা চাইলে steam ইনস্টল করে games ও খেলতে পারেন।আবার linux দেখা বা কাজ করার জন্য gui হিসেবে অনেক ভালো।আবার কোনো বড়ো ফাইল download করতে পারবেন। এটাতে টেলিগ্রাম মিরর বট এর থেকে বেশী ফেসিলিটি পাবেন। কারণ এটার একেই তো speed বেশি বলতে মাঝে মাঝে 2০০+ mbps ও পাওয়া যায়। তারপর যেকোনো জায়গা থেকে ব্রাউজার এর মধ্যে ডাউনলোড করতে পারবেন।

Rdp config:
Ram: ১২ জিবি
Processor: Intel zenon 2.4 GHz.
Server: google server( speed ++)
Os: Ubuntu 20.4
Architecture: x64
Uptime: keep console open in tab. Or vnc shutdowns in 3 hrs after closing
Privilege: root

১. প্রথমে console.cloud.google.com এ যান ।

২. Shell এ ক্লিক করুন।

৩. এখানে আপনার জন্য একটা ৫১২ এমবি এর শেল তৈরি হয়ে যাবে । গুগল সব ডেভেলপার ইউজার দের জন্যই এই linux shell দিয়ে থাকে। আপনি চাইলে এটাতেও quick কাজ করতে পারেন।

৪. এবার আমরা dockerhub থেকে এই ubuntu lxde vnc ইমেজ টা pull করবো।
তার জন্য docker pull dorowu/ubuntu-desktop-lxde-vnc

৫. তারপর docker container টি একটি port select করে run করবো। docker run -p 6080:80  dorowu/ubuntu-desktop-lxde-vnc

অথবা একবারে ২nd command ta দিতে পারেন। এতে প্রথমে ইমেজ তা লোকাল এ খুঁজবে । না পেলে ডাউনলোড করে রান করবে

৫. এবার এখান থেকে change port and preview এ ক্লিক করুন। Port চেঞ্জ করে preview দিন। নিউ tab এ web-based vnc viewer start হবে। আপনার ubuntu rdp ready।

============================
To change screen resulation of vnc :

$ docker run -p 6080:80 -e RESOLUTION=1920×1080 -v /dev/shm:/dev/shm dorowu/ubuntu-desktop-lxde-vnc

For sound=

$ sudo modprobe snd-aloop index=2

$ docker run -it –rm -p 6080:80 –device /dev/snd -e ALSADEV=hw:2,0 dorowu/ubuntu-desktop-lxde-vnc

“Launch a browser with URL http://127.0.0.1:6080/#/?video, where video means to start with video mode. Now you can start Chromium in start menu (Internet -> Chromium Web Browser Sound) and try to play some video.Following is the screen capture of these operations. Turn on your sound at the end of video!” – dorow/ubuntu-desktop-lxde-vnc

**for more smooth usage . use teamviewer.

===========================

Be one of us today= t.me/unknownintellect

The post ubuntu rdp | 12gb/no time limit | 30 sec startup | google console appeared first on Trickbd.com.

ssc 21 এর অর্থনীতি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(1st Week) 2021 [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 21 এর হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 21


অর্থনীতির ১য় সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

অর্থনীতির ১য় সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ট্রিক শেয়ার করা হয় এছারাও এখানে আপনি পোষ্ট করে ইনকাম করতে পারবেন প্রতি পোষ্ট ১০থেকে ৫০টাকা পর্যন্ত দেওয়া হয় লিং DownloadAEP.com ডিজিট করার অনুরোধ রইলো

খোদা হফেজ।

The post ssc 21 এর অর্থনীতি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(1st Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com.

Unlimited Github Account তৈরী করুন Temp.Mail দিয়েই, কোন Suspend Issue ছাড়াই !

Posted:

Howdy Everyone,
Github মূলত অনেকেই BOT বা RDP Create এর জন্য Use করে থাকে। তবে RDP Create করার পর Github Account Suspend হওয়ার সম্ভাবনা থাকে, আর অনেকেই temp-mail.org use করেও github account create করতে যায় ফলে instant suspend হয় accountগুলো, তাই কোন suspend issue ছাড়াই Temp.mail দিয়ে কীভাবে unlimited github account খুলবেন তা বিস্তারিত জানতে Instruction follow করুন।

 

⁙⁘ Instruction ⁘⁙

1. প্রথমে যেকোন Browser এ গিয়ে Icognito Tab Open করুন (Ctrl + Shift + N)

 

 

2. এবার এই Temp.Mail Link এ প্রবেশ করুন এবং Generate এ Click করুন

 

 

3. POP-UP Menu থেকে ◘ Google Select করুন এবং  Create এ Click করুন

 

 

4. এবার এই Temp Gmail দিয়ে Github এ Sign UP করুন

 

 

5.কোন Suspend issue থাকবে না।

 

 

 

ᓚᘏᗢ Tutorial 

 

 

⁙⁘ Conclusion ⁘⁙

Mainly আমরা যখন Github-দিয়ে RDP চালাতাম তখন Suspend বা Disable হত Github Account। বারবার Gmail Create করে Github Account তৈরী করা বিরক্তির কারণ হয়ে দাড়িয়েছিলো, তাই এখন থেকে Temp.Gmail দিয়ে Unlimited Github Create করুন Easily.

 

 

Bye ₪
Contact Me On Telegram
[Telekit] [Discuss With Me]

The post Unlimited Github Account তৈরী করুন Temp.Mail দিয়েই, কোন Suspend Issue ছাড়াই ! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments