Search box..

Telegram সম্পর্কে কিছু interesting facts #05 [Video PlayBack Speed & Screen Share]

Telegram সম্পর্কে কিছু interesting facts #05 [Video PlayBack Speed & Screen Share]


Telegram সম্পর্কে কিছু interesting facts #05 [Video PlayBack Speed & Screen Share]

Posted:

scientronid, a blog on Tumblr. Never miss a post from scientronid Make gifs, join group chats, find your community. Only in the app. Get the app No thanks 1.5M ratings 277k ratings See, that's what the app is perfect for. Sounds perfect Wahhhh, I don't wanna ...

র্তমানে অনেকেই Telegram Use করছেন, এই Telegram এর বিভিন্ন BOT নিয়ে আলোচনা করে থাকি সবসময়। আজকে Telegram সম্পর্কে কিছু অদভূত ব্যাপার Share করব।

 

 

🔰 প্রথমত যে factটি নিয়ে আলোচনা করব তা হল “Video PlayBack Speed 🔰

Telegram App এর নতুন একটি Updated Features হল এখন আপনি Youtube এর মত করে Video PlayBack Speed ঠিক করতে পারবেন। অর্থাৎ যেকোন Video 0.5x, 1x, 1.5x or 2x speed এ দেখা যাবে।

 

 

🔰 দ্বিতীয়ত যে factটি নিয়ে আলোচনা করব তা হল “Screen Share” নিয়ে 🔰

Screen Share Featuresটি এখন সব Social App এই Available করে দেয়া হয়েছে। আপনার যদি Data Connection Stable হয় তবে Telegram Screen Sharing Features কাজে লাগাতে পারেন। আর এই Screen Sharing Featues এ একই সাথে Camera ও Screen Show করে, যা অনেকটা Zoom App এর মত

 

Next Time আরও এরকম কিছু Telegram Facts নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত Telegram-এর বিভিন্ন BOT Review দেখতে Visit করতে পারেন আমার Profileটি

 

DEXTER
Signing OFF

The post Telegram সম্পর্কে কিছু interesting facts #05 [Video PlayBack Speed & Screen Share] appeared first on Trickbd.com.

এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের “পর্থবিজ্ঞান” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ১৭ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৪র্থ সপ্তাহের জন্য ১৪ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে "পর্থবিজ্ঞান" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

পর্থবিজ্ঞান এসাইনমেন্ট এর উত্তর!

পর্থবিজ্ঞান ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর PDF

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের "পর্থবিজ্ঞান" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!! appeared first on Trickbd.com.

নিমিখ পানে pdf : ক্যালকুলাসের পথ পরিভ্রমণ pdf বই

Posted:

নিমিখ পানে pdf : ক্যালকুলাসের পথ পরিভ্রমণ লেখকঃ চমক হাসান Nimikh pane – Calculuser poth porivromon pdf free download

ক্যালকুলাসের পথ পরিভ্রমণ বই রিভিউঃ

ক্যালকুলাস নাম শুনলেই সবার মনে এক ধরনের ভয় কাজ করে। এর কারন হলো একে কেউ সহজভাবে শিখায় না। ফলে কারো আগ্রহ থাকে না এ বিষয়ে। তাই চমক হাসান এই বইটি এমন ভাবে লিখতে চেয়েছে যাতে ক্যালকুলাস কে কেউ আর ভয় না পায়, সবাই যেন আগ্রহ নিয়ে ক্যালকুলাস করে। লেখক বইটিতে খুব সুন্দর করে ক্যালকুলাসের বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করেছে। অনেকের মনে হতে পারে বইটির নাম নিমিখ পানে কেন? এই প্রশ্নের উত্তর ও লেখক বইটিতে দিয়েছেন যা আমার খুবই ভালোলেগে।

বইটিতে বিভিন্ন বিষয় খুব সহজ করে বুজিয়ে দেয়ার জন্য লেখক খুব সহজ ভাষায় বিভিন্ন উদাহরণ এর মাধ্যমে তুলে ধরেছেন। ক্যালকুলাসের শুরুর কথা থেকে শুরু করেছেন বইটি লেখক। ফাংশন নিয়েও খুব সহজেই এত সুন্দর করে লেখক বুজিয়েছেন যে কারো সমস্যা থাকলে তা আর থাকবে না। আমার যত সমস্যা হতো ফাংশন নিয়ে তা এইবইয়ের এই অংশ পরার পর খুব ভাল ধারণা পেয়েছি আমি।বিভিন্ন বিচিত্র সব ফাংশন নিয়ে লেখক অনেক কিছু বলেছেন বইটিতে।

যার ফলে অনেক কিছু জানতে পেরেছি যা জানলে অনেক সুবিধা হয়, অংক করতে। লেখক সবাইকে বুঝানোর জন্য সুন্দর ও সাবলিল ভাষায় সবকিছু ব্যাখা করেছেন। ফাংশনের সীমা নিয়েও অনেক কিছু বলেছেন এবং খুব ভালো ধারণা দিতে সক্ষম হয়েছেন লেখক। ঢাল বিষয়ে খুব কম মানুষের ভালো ধারণা আছে। যার ফলে এর ঢাল এর জন্য অনেক সময় অনেক কিছু ভালো মতো জানা যায় না। ঢাল বিষয় লেখক খুব ধারণা দিয়েছেন।

লেখক এর সব বিষয় গুলো সুন্দর হয়েছে এর কারন হলো সে বুঝাতে খুব মজার ও সহজ উদাহরণ ব্যবহার করেছেন। ঢাল বলতে কি বুঝায় তা খুব ভালো মতো বুঝতে পেরে। যা আসলে সবার বুঝা উচিত।অন্তরিকরন এর মুল নিয়ম নিয়ে ভালো একটা ধারণা দিয়েছে লেখ। বইটি মুলত অন্তরিকরনের।যোগজীকরনের বইও লেখক লিখবেন বলেছে। সেখানে আবার যোগজীকরন নিয়ে লেখক ব্যাখা করবেন।

সেই বইটির জন্য আমি অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা কর। কারন এই বইটা পড়ে অনেক কিছু জানতে পেরেছি অন্তরিকরন সম্পর্কে। তাই যোগজীকরন সম্পর্কে বিস্তারিত জানতে পারলে আরও ভালো হবে। লেখক বইটিতে অন্তরিকরনের কলাকৌশল, অন্তরিকরনের ব্যবহার নিয়েও ব্যাখা করেছেন। খুব সহজ উদাহরণ দিয়ে বলার কারনে বইটি এত ভালো লেগেছে। উদাহরন এর জন্য খুব সহজেই সবাই বিষয় গুলো বুজতে পারবে কম সময়ে।

লেখক বইয়ের শেষে কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়েও আলোচনা করেছেন। উপপাদ্য গুলো প্রমান করতে গিয়ে আসলেই আমি অনেক মজা পেয়েছি। এর কারন হলো এর আগে যখন উপপাদ্য গুলো পরেছিলাম তখন অনেক কঠিন করে বলা থাকায় না বুজে মুখস্ত করতে হয়েছিল। কিন্তু লেখক যে নিয়মে প্রমান করেছেন তা খুবই সো, বুজতে বেশি সময়ও লাগবে না।

ক্যালকুলাস নিয়ে তেমন বই নেই বাংলা দেশে। তাই লেখক এই বইটি বের করেছেন আমাদের মতো মানুষদের জন্য যারা ক্যালকুলাসকে অনেক ভয় পায়।বইটি পড়ে আমার অনেক লাভ হয়েছে। অনেক কিছু জানতে পেরে। অনেক কিছু সম্পর্কে ভালো ধারণা পেয়েছি যা অনেক কাজে লাগবে বলে আমার ধার। যাদের আমার মতো ক্যালকুলাস এর নাম শুনলেই ভয় লগত তারা এই বইটা পড়ে দেখতে পারেন।কিছুটা ভয় দূর হবে বলে আমার বিশ্বাস।

নিমিখ পানে : ক্যালকুলাসের পথ পরিভ্রমণ বইটির সূচিপত্রঃ

বইয়ের নামঃ নিমিখ পানে pdf : ক্যালকুলাসের পথ পরিভ্রমণ
বইয়ের লেখকঃ চমক হাসান
পৃষ্ঠা সংখ্যাঃ ২১৬ টি।
পিডিএফ সাইজঃ ৩০ মেগাবাইট।
বইয়ের ধরনঃ গাণিতিক বিষয়ক বই
ডাউনলোডঃ নিমিখ পানে pdf : ক্যালকুলাসের পথ পরিভ্রমণ

The post নিমিখ পানে pdf : ক্যালকুলাসের পথ পরিভ্রমণ pdf বই appeared first on Trickbd.com.

ssc 21 এর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021 এর ভূগোল ও পরিবেশ এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2021

ভূগোল ও পরিবেশ এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

ভূগোল ও পরিবেশ এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। KalerTech.com

Read More

নিয়ে নিন বাংলালিংক থেকে ১ জিবি সবাই পাবেন।

খোদা হফেজ।

The post ssc 21 এর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

অন পেইজ এসইও (on page seo) এবং অফ পেইজ এসইও (of page seo) কি এবং কিভাবে করবোন

Posted:

আসছালামু-আলাইকুম !
Hi,I,m £xprogrammer
আসা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি!কারন
ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে!
আমি আমার প্রতি পোস্টে আপনাদের ভালো কিছু নিয়ে আসার
চেস্টা করব।

আজকে আমরা জানবো এসইও কী এবং কীভাবে কাজ করে। মূলত আমরা অন-পেজ এসইও (on page seo) এবং অফ-পেজ এসইও ( Of Page SEO) কি এবং কিভাবে করতে হয় এ সম্পর্কে জানবো। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optamization)। শুধুমাত্র এসইও এর মাধ্যমে আপনার ওয়েবসাইট কে র‍্যাংক করানো সম্ভব গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে। অর্থাৎ এটির মাধ্যমে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুগল সার্চ রেজাল্ট (search result) এর প্রথম পেজে আসে। এটি এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট আপনি নির্দিষ্ট কোনো শব্দ বা কিওয়ার্ড (keyword) দিয়ে সার্চ করলে পাবেন।

এসইও কয় ধরনের এবং কি কি? এসইও প্রধানত দুই ধরনের ধরনের এগুলো হলো:
১. অন-পেজ এসইও (on page SEO)

২. অফ-পেজ এসইও (of page SEO)

অন-পেজ এসইও (on page seo) কী: অন পেজ এসইও হচ্ছে আপনি যে ওয়েবসাইট এর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করবেন তার ভিতরে অভ্যান্তরীণ যে সকল কাজ করতে হয় সেগুলো। মূলত ব্লগের ক্ষেত্রে অনপেজ এসইও এর প্রধান কাজগুলো কনটেন্ট নিয়েই থাকে।

অন-পেজ এসইও নিয়ে কীভাবে কাজ করবেন: মনে করুন আপনি একটা পোস্ট করতে চান। এক্ষেত্রে অনপেজ এসইও আপনার কনটেন্ট কে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তুলবে। ধরুন আপনার পোস্ট এর টাইটেল হবে: কীভাবে অ্যাডসেন্স পাবেন ওয়েবসাইট এ। তো এখন আর্টিকেলটির এসইও এর কাজ করতে হবে। এসইও এর প্রথম কাজ পোস্টটি লেখা। আপনি যেহেতু অ্যাডসেন্স নিয়ে একটা পোস্ট লিখলেন সে ক্ষেত্রে যদি এটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না হয় তাহলে আপনি কাঙ্খিত ভিজিটর পাবেন না আপনার আর্টিকেল থেকে।

পোস্ট তো লিখে ফেললেন, এখন কাজ এসইও এর জন্য দ্বিতীয় কাজ। অনেপেজ এসইও করতে হলে আপনাকে যা যা করতে হবে:

১. একটা কিপ্রেস ওয়ার্ড বা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। কিওয়ার্ড আপনার টাইটেল যেটা হবে সেইটার একটা ওয়ার্ড হতে হবে। যদি টাইটেল “ব্লগ বা ওয়েবসাইটে অ্যাডসেন্স পাওয়ার উপায়” তাহলে এর মধ্যে থাকা কিছু ওয়ার্ড কে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। ধরেন আপনি কিওয়ার্ড সিলেক্ট করলেন “অ্যাডসেন্স পাওয়ার উপায়”। কারন ওয়েবসাইট কে র‍্যাংক করানোর জন্য কিওয়ার্ড এর সংমিশ্রণে টাইটেল তৈরি করা লাগবে। তবে সার্চ করলে আপনার আর্টিকেলটি গুগল দেখাবে।

২. দ্বিতীয়ত আপনি যে কী-ওয়ার্ডটি নিয়েছেন তা আপনার পোস্ট এ কয়েক বার ব্যবহার করুন। এছাড়াও প্রধান ওয়ার্ডের পাশাপাশি আরো কিছু কিওয়ার্ড আপনি আইডিতে ব্যাবহার করতে পারেন এটি আপনার আর্টিকেলে অধিক ভিজিটর এনে দিতে সক্ষম হবে। এবং আর্টিকেলটির প্রথম প্যারায় আপনার প্রধান কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন।

৩. কিছু হেডিং ট্যাগ অ্যাড করুন এবং হেডিং ট্যাগ এ কিওয়ার্ড যুক্ত করুন।

৪. ওয়েবসাইট এর মেটা ডিস্ক্রিপশন (meta description) অ্যাড করুন এবং এবং মেটা ডিস্ক্রিপশন এ অবশ্যই আপনার প্রধান টার্গেট কিওয়ার্ড যুক্ত করুন।

৫. আর্টিকেলটি অবশ্যই 500 শব্দের বড় এর করুন। তবে এক্ষেত্রে আর্টিকেল যত বড় হবে আপনার জন্য ততই সুবিধাজনক হবে রেংক করানোর ক্ষেত্রে। তবে আর্টিকেল বড় করার জন্য অবশ্যই অহেতুক এবং অযথা কোনো কথা না লেখাই ভাল। কারণ অযৌক্তিক কথা বলে আর্টিকেল বড় করলে পাঠক বিরক্তির শিকার হতে হয়।

৬. ওয়েবসাইট এ ব্যাবহার করা ইমেজ এর অল্টার টেক্সট লিখুন এবং অল্টার টেক্সট এ কিওয়ার্ড ওয়ার্ড যুক্ত করুন।

৭. আপনার পোস্ট রিলেটেড কিছু বাইরের লিংক যুক্ত করুন। বাইরের লিংক বলতে অন্য ওয়েবসাইটের লিংক রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। এটিকে আউটবাউন্ড (outbound) লিংক বলে।

৮. আপনার পোস্ট এ আপনার ওয়েবসাইট এর কিছু লিংক অ্যাড করুন। অর্থাৎ আপনি যে বিষয়ের উপর আর্টিকেলটি লিখছেন তার পাঠক অবশ্যই আগ্রহী হবে এমন কোনো আরটিকেল থাকলে আপনার ওয়েবসাইটের এই আর্টিকেলের লিংকগুলো যুক্ত করুন। এক্ষেত্রে লিংক যুক্ত করার সময় অবশ্যই ওপেন নিউ ট্যাব সিস্টেম করে দিবেন। তাহলে পাঠক চাইলে আপনার পিছনের পোস্টে এবং নতুন যে পোস্টটি সে ওপেন করেছে দুটি একই সাথে পড়তে পারবে এবং তার জন্য আলাদা আলাদা ভাবে পেজ লোড করার দরকার হবে না। একইসাথে এর ফলে আপনার বাউন্স রেট (Bounce rate) বৃদ্ধি পাওয়া থেকে আপনি রক্ষা পাবেন।

৯. সর্বোপরি আপনার লেখা আর্টিকেলটি অবশ্যই সাজিয়ে গুছিয়ে লিখুন। এবং খেয়াল রাখুন একই কথা যেন বারবার লেখা আর না হয়। এবং অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহারের ফলে আপনার আর্টিকেলের সৌন্দর্য নষ্ট না হয়।

১০: লিংক অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে অনেকের ক্ষেত্রেই এটি কে গুরুত্ব দিতে দেখা যায় না। ব্লগের ক্ষেত্রে দেখা যায় যারা ব্লগারে ব্লক তৈরি করেছে তাদের বাংলা টাইটেলে ক্ষেত্রে লিংক এমন ভাবে তৈরি হয় (blog-post1) যার ফলে আর্টিকেল এর লিংক দেখে বোঝা যায়না আর্টিকেল কোন বিষয়ের উপরে লেখা হয়েছে। এক্ষেত্রে আপনি লিংকটি কাস্টমাইজ করে টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে দিতে পারেন এবং ইংরেজি অথবা বাংলিশ ( ইংরেজি বর্ণমালা দিয়ে বাংলা লেখা) ভাষায় টাইটেল লিখতে পারেন।

ইত্যাদি উপরোক্ত সকল কাজের মাধ্যমে আপনার পোস্ট বা আর্টিকেল সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ভাবে তৈরি করতে পারেন। এবং এর ফলে খুব দ্রুত আপনার আর্টিকেলটি গুগোল RANK করবে।

অফ-পেজজ এসইও হচ্ছে একটি ওয়েবসাইট এর বাহিরে যে সকল কাজ থাকে সেগুলো। অর্থাৎ আপনার ওয়েবসাইট র্যাংক করার জন্য অন্য ওয়েবসাইটে যে সকল কাজ করতে হয় সেগুলো। এক্ষেত্রে অফ পৃথিবীর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যাকলিংক তৈরি করা। ব্যাকলিংক হচ্ছে অন্য কোনো জনপ্রিয় ওয়েবসাইট হাই অথরিটি সাইট এ আপনার ওয়েবসাইটে এর কাঙ্খিত পোস্টের লিংক বা সাইটের লিংক অ্যাড করা বা লিংকিং করা। এটি করলে আপনার ওয়েবসাইট এর ভিজিটর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার ওয়েবসাইটের অথোরিটি ও বৃদ্ধি পাবে। এবং ওয়েবসাইট ব্যাংক করার ক্ষেত্রে ওয়েবসাইটের অথরিটি অর্থাৎ ডোমেইন অথরিটি (domain authority-DA) এবং পেইজ অথরিটি (page authority) খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অফ-পেজ এসইও নিয়ে কীভাবে কাজ করবেন: অফ-পেজ এসইও করতে হলে আপনার ওয়েবসাইট এর লিংক অন্য ওয়েবসাইট এ অ্যাড করতে হবে। এক্ষেত্রে আপনি অন্যান্য ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে পারেন। কারণ কেউ আপনাকে এমনি এমনি লিংক দেবে না। গেস্ট পোস্ট (guest post) এর সাথে সাথে আপনি সোশ্যাল বুকমারকিং (social bookmarking), ডিরেক্টরি সাবমিশন (directory submission), ফোরাম (forum) ইত্যাদি করতে পারেন।

এর সুবিধা হচ্ছে অন্য ওয়েবসাইট এর ভিজিটর আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে। এবং তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিটর হিসেবে যুক্ত হবে। আবার আপনার ওয়েবসাইট রাংক ও করবে। এটি মূলত ব্যাকলিংক (Backlink) নামে পরিচিত।

ব্যাকলিংক বানাতে হলে আপনার অন্যান্য ওয়েবসাইট এর সাথে কানেক্ট করতে হলে আপনার অন্যান্য ওয়েবসাইট এর মালিকদের সাথে কন্টাক্ট করতে হবে। তাদের কাছ থেকে টাকার বিনিময়ে অথবা তাদের সাইটে আর্টকেল লেখার বিনিময়ে আপনি ব্যাকলিংক পেতে পারেন। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগ রয়েছে যেখানে আপনি একটি অথর একাউন্ট খোলার মাধ্যমে আর্টিকেল সাবমিট করতে পারবেন।

ব্যাকলিংক নেয়ার সময় আপনাকে কিছু টিপস মেনে ব্যাকলিংক নিতে হবে। কারণ, যে সকল ওয়েবসাইট এর domain authority এবং page authority কম তাদের থেকে ব্যাকলিংক নিলে আপনার কোন লাভ হবে না। তাই যেসব ওয়েবসাইট এর ভিজিটর বেশি তাদের থেকে ব্যাকলিংক নিতে হবে। অর্থাৎ যে সকল ওয়েবসাইট এর Da, Pa বেশি তাদের থেকে ব্যাকলিংক নিতে হবে।

তাহলে আসুন জানি, Da, Pa কী? Da হচ্ছে ডোমেইন অথরিটি (Domain Authority) এবং Pa হচ্ছে পেইজ অথরিটি (Page Authority). মূলত DA এবং PA নির্ভর করে ওয়েবসাইট এর উপর। ওয়েবসাইট এর মান যত বেশি সেই ওয়েবসাইট এর Da, Pa তত বাড়বে। Da, Pa কীভাবে চেক করবেন? Da, Pa চেক করার জন্য domain authority and page authority checker tool লিখে গুগলে সার্চ করলে আপনি অনেক টুল পেয়ে যাবেন যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে আপনার ওয়েবসাইটের লিংক দেয়ার মাধ্যমে আপনি ডোমেইন অথরিটি এবং পেইজ অথোরিটি চেক করে নিতে পারবেন।

আপনি যদি অনলাইন থেকে উপার্জন করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – Best Crypto Looter

এই আরটিকেলটি সর্বপ্রথম Ggan BItan ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ সবাইকে সম্পুর্ন পোস্টটি পড়ার জন্য।

The post অন পেইজ এসইও (on page seo) এবং অফ পেইজ এসইও (of page seo) কি এবং কিভাবে করবোন appeared first on Trickbd.com.

ভিডিও করার সময় গরম হয়ে যাচ্ছে গুগলের Pixel 5A!

Posted:

রিসেন্টলি নিজেদের নতুন স্মার্টফোন পিক্সেল ৫এ রিলিজ করেছে গুগল । কিন্তু এতে নতুন সমস্যা দেখা দিয়েছে, ভিডিও করার সময় দ্রুত গরম হয়ে যাচ্ছে ফোনটি!

ডিভাইসটিতে রয়েছে Qualcomm SM7250 Snapdragon 765G 5G, 6 GB র‌্যাম এবং 128 GB স্টোরেজ । কিন্তু তারপরও 4K-তে ভিডিও ক্যাপচার সামলাতে পারছে না ডিভাইসটি ।

সাম্প্রতিক প্রতিবেদন বলছে, 4K রেজুলেশনে  60FPS এ ভিডিও করার সময় গুগল পিক্সেল ৫এ অত্যধিক গরম হয়ে যাচ্ছে । এ সময় স্বাভাবিক তাপমাত্রায় না ফেরা পর্যন্ত ব্যবহারকারীদেরকে ক্যামেরা বন্ধ করে দিতে “Device is too hot,Close Camera until device closes off” বলছে ডিভাইসটি ।

ভিডিও ধারণ শুরু করার মাত্র কয়েক মিনিটের মাথায় পিক্সেল ৫এ গরম হয়ে যাওয়া নিয়ে টুইটারে অভিযোগ করেছেন প্রযুক্তি পর্যালোচক 'টেকঅডিসি'।  4k রেজুলেশন 30 FPS এবং 1080p রেজুলেশন 30 FPS এ ভিডিও ক্যাপচার করতে গেলেই সেম সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে একটি ছবিও টুইটারে পোস্ট করেছেন তিনি । নিচে তা Embed করে দেয়া হলো ।

এই একই ধরনের সমস্যা গুগলের পিক্সেল ৫ ফোনেও ছিলো বলে উঠে এসেছে  Android Police এর রিপোর্টে । এখন পর্যন্ত গুগল এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং সমস্যার বিষয়ে মুখ খোলেনি ।

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

 

The post ভিডিও করার সময় গরম হয়ে যাচ্ছে গুগলের Pixel 5A! appeared first on Trickbd.com.

Carding : ফ্রিতে শপিং করুন। parameter buy anything free.

Posted:

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি ‌।এই টিউটোরিয়াল দিয়ে আপনি ফ্রিতে যেকোনো দুর্বল ওয়েবসাইট থেকে ইচ্ছামতো কেনাকাটা করতে পারবেন।

আস্তে আস্তে অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে আসার ইচ্ছা ছিল বাট এটাই লাস্ট পোস্ট ।তাই ট্রাই করলাম কার্ডিং রিলেটেড কোন টিউটরিয়াল দিয়ে যাওয়ার।
সকল ওয়েবসাইটে কাজ করবেনা যেসব ওয়েবসাইট ভ্যালু রিফ্লেক্ট করে সেগুলোই কাজ করার সম্ভাবনা রয়েছে।
যা যা লাগবেঃ
১. পিসি
২.Burp Suite (আগের পোস্ট দেখে ব্রাউজার কনফিগার করুন)
৩.ইন্টারনেট কানেকশন
৪.ধৈর্য
৫.এবং একটু এই বিষয়ে জ্ঞান। আগের পোস্ট গুলো ফলো করুন না হলে এই টিউটোরিয়াল বুঝবেন না।

বিশেষ দ্রষ্টব্য সকলকে সাবধান করছি যে এটা অবৈধ সুতরাং নিজ দায়িত্বে ট্রাই করবেন। ভিপিএন ইউজ করতে পারেন এটাই বেটার হয়।

স্টেপসঃ
১.প্রথমে Burp Suite ওপেন করুন।
২.আপানার টার্গেট ওয়েবসাইট ওপেন করুন। আমি ইন্ডিয়ান একটি ওয়েবসাইট সিলেক্ট করেছি।
৩.এখন যেকোন আইটেম বা প্রডাক্ট কার্টে এড করুন।এখন থেকে কাজ শুরু।
৪.সবকিছু ঠিক থাকলে প্রথমে Burp Suite এ intercept on করে নিবেন।তারপর কার্ট পেইজে প্রবেশ করে Proceed to checkout এ ক্লিক করুন।

৫.এখন Burp Suite এ রেসপন্স দেখেতে পারবেন। এখন মূল প্রাইস খুঁজে বার করুন।

৬.প্রাইস খুঁজে পেলে আপনার ইচ্ছামতো এডিট করুন (যে প্রাইস আপনি দিতে চান)। তারপর সিলেক্ট করুন এবং Mouse right click>Do intercet>Response this request.

৭.Forward এ ক্লিক করুন।এখন আপনি সিলেক্টেড রেসপন্স দেখতে পাবেন।

৮.Burp suite এর নিচে সার্চ বক্সে মূল প্রাইস এন্টার করুন এবং খুঁজুন এবং যতগুলো মূল প্রাইস রেস্পন্সে দেখতে পাবেন সবগুলা এডিট করে আপনার ইচ্ছামতো প্রাইস দিন।আমি প্রাইস ১ রুপি দিয়েছি।

৯.এখন ফরওয়ার্ড এ ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি check-out পেজে প্রবেশ করবেন।

১০.এখন সকল তথ্য পূরণ করুন এবং আপনার পছন্দের পেমেন্ট অপশন সিলেক্ট করুন এবং intercept on করুন।তারপর Proceed to pay ক্লিক করুন।

১১.Burp এ প্রবেশ করে রেসপন্স দেখুন এখানেই আসল কাজ। আবারো আগের মত সার্চ বক্সে মূল প্রাইস ইন্টার করে খুঁজুন এবং রেস্পন্সে যতগুলো ওই মূল প্রাইস পাবেন সবগুলো এডিট করুন। তারপর forward ক্লিক করুন।

১২.Burp এর সার্চে লক্ষ্য রাখুন দেখুন মূল প্রাইস পরের রেস্পন্স গুলোয় শো করে কি না।
১৩.যদি করে তাহলে আপনি এডিট করে আপনার ইচ্ছামতো প্রাইস দিন। এবং forward করতে থাকুন।

১৪.সঠিকভাবে করতে পারলে success মেসেজ পাবেন।এবং আপনি মেইন পেমেন্ট পেইজে পৌঁছাবেন এবং এখন আপনি দেখতে পারবেন আপনাকে ঠিক কত টাকা পে করতে হবে।এখানে আবার প্রাইস শো করতেছে তাই আবারো এডিট করতে হবে।


১৫. এখন লক্ষ্য করুন এই পেজে আপনি আপনার ইচ্ছামত যে প্রাইস এডিট করে দিয়েছিলেন সেই প্রাইস শো করতেছে এবং এটাই ফাইনাল প্রাইস আপনাকে এই প্রাইস টা পে করতে হবে।

এই ওয়েবসাইটে শুধুমাত্র ইন্ডিয়ান পেমেন্ট মেথড কাজ করে তাই পেমেন্ট করে দেখাতে পারলাম না যদিও বাংলাদেশী একটি ওয়েবসাইটে বিকাশ থেকে একই পদ্ধতি অবলম্বন করে পেইমেন্ট করছি এবং সাকসেসফুল হইছে।
ধন্যবাদ সবাইকে।

ভিডিও টিউটরিয়ালঃ

আমার চ্যানেল

The post Carding : ফ্রিতে শপিং করুন। parameter buy anything free. appeared first on Trickbd.com.

ssc 21 এর হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021 এর হিসাববিজ্ঞান এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2021

হিসাববিজ্ঞান এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

হিসাববিজ্ঞান এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। bdtechtuner.com

Read More

উইন্ডোজ ১০ এর পাসওয়ার্ড রিসেট করবেন যেভাবে

খোদা হফেজ।

The post ssc 21 এর হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড | HOW TO DOWNLOAD FREE FIRE MAX

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক

Install Free Fire Max
Information :

⊕ আজ দেখাবো কিভাবে বাংলাদেশ থেকেও Free Fire Max install + খেলবেন।

✔ আর হ্যা Play point Join দিয়ে কিভাবে Free Game এ TopUp নিবেন তা নিচে স্কিনশট দেওয়া আছে🌚🌚💯😬

💢 Vpn Connect করে হয়ত প্লেস্টোর পাওয়া যেতে পারে But Not Sure🌚

✰ – আমি Taiwan Address এর Gmail দিয়ে Direct Playstore থেকে install দিবো।💯

◑ত!! এ ব্যাপারে যারা অধিক জানেন + অভিজ্ঞ তারা পোস্ট টি এখনো ইগ্নোর করুন 🖤

ধন্যবাদ 🐸😅
     


↓↓↓

Let’s Start

প্রথমে Express Vpn Mod Premium Unlimited trial Version টা install করে নেন💯 যেকোন vpn use করলেও চলবে

🔥

Express vpn Download Click Here

Express vpn First time user হলে Trial নেওয়ার পদ্ধতি

Unlimited trials

Install Complete করেন রাখুন


°°°
°°°

Following Steps

প্রথমে একটা Fresh Gmail New হলে ভালো হয়। Create করে নিবেন


Okey! এবার Express Vpn এ Taiwan Connect করে নিন


Browser এ accounts.google.com Open করেন

-New Created Gmail টা সিলেক্ট করেন/ Payment & Subscription এ ক্লিক দেন

-Manage Payment method

-Add a payment method

-এমন আসবে

– তারপর এই Info গুলা দিয়ে দিয়ে Save দিবেন

Qidu District

Keelung City

Post Code : 206007

Card Details

4800910815055532|02|2023|552

-এরকম আসলে X Click দিবেন

-3 line এ যান

-Address

-Done Address Save হয়ে গেছে।

এবার Playstore Data Clear করে এই জিমেইল টা সিলেক্ট করে ঢুকেন


-Accept

-Search বারে Free Fire Max লিখে সার্চ দেন

-চলে আসবে

★★★★★★★★★★★★★★★★★★★★

Install করার পর Express Vpn এ Singapore Connect করে নিবেন অথবা যে দেশে Free Fire Max চলে সে দেশ কানেক্টেড করে নিবেন

◑তারপর free fire max Open করে guest, fb বা New Create করা gmail টা দিয়ে Login করে নিবেন। এবং পরে খেলতে আর vpn লাগবে না। শুধু একাউন্ট করার সময় ই লাগবে


_________________________________________________

আর হ্যা Taiwan server Playstore এ Play point এ join দিতে পারবেন এবং Point জমিয়ে game এ Top up নিতে পারেন

❤



এটা us gmail এর জাস্ট সস দেখাইলাম

🌚😬

_________________________________________________

Happy gaming🙂❤
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

___________________________________________

গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

Tech Gaming BD

———————————————

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

আল্লাহ হাফিজ

The post ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড | HOW TO DOWNLOAD FREE FIRE MAX appeared first on Trickbd.com.

যে কাপড়ে নারীদের নামাজ কবুল হবে না । যে কাপড়ে নারীদের নামাজ পড়া নিষিদ্ধ

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

যে কাপড়ে নারীদের নামাজ কবুল হবে না


নামাজে সতর ঢাকা ফরজ,যখন নামাজে কতটুকু সতর ডাকতে হবে তা অধিকাংশ মহিলারাই জানেন না। যার ফলে ফরজ তরক হওয়ার ফলে অনেক মহিলার সারাজীবনের নামাজ হয় না। আবার নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই। তারপরেও দেখা যায় নারীরা নফল নামাজ পড়াতে পুরুষের তুলনায় এগিয়ে থাকে। কিন্তু অনেক নারী কোন ওজর ছাড়া বসে বসে সব নামাজ আদায় করে থাকেন।

নারী-পুরুষ যে কারও জন্যই প্রয়োজন ছাড়া বসে বসে নামাজ পড়লে তাদের নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে। কারন সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করাও একটি ফরজ কাজ। অবশ্য কোনো ওজর থাকলে সেটা ভিন্ন কথা। সাধারণত নারীরা অনেক সময় শাড়ি পড়ে নামাজ পড়ে থাকেন। আর শাড়িতে কোনোভাবেই পর্দা আদায় হয় না।

কেননা শাড়ি পরে নামাজ পড়লে, পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু পর্দা নামাজের মতই ফরজ। তাই নামাজের আগে পর্দা ঠিক রেখেই নামাজ আদায় করতে হবে। নারীরা যে পোশাক পরিধান করুন না কেন, সেই নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ পড়ে থাকেন তবে নামাজের সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। যার ব্যতিক্রম হলে নামাজ হবে না।

১. যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায়।
২. কান একটা বা দুটো বেরিয়ে যায়। ৩. কানের পাশে ঝুলফির চুল বেরিয়ে যায়।
৪. পেছনের চুল বেরিয়ে যায়।
৫. থুতনির নিচে গলার কাছে কোনো অংশে বেরিয়ে যায়।
৬. হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায়।
৭. পেট বা পিঠের কাছে কিছু অংশ বেরিয়ে যায়। অর্থাৎ শুধু মুখমন্ডল, হাতের কব্জি ও পায়ের পাতা ছাড়া আর কোন অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় এবং এভাবে সারাজীবন নামাজ পড়লে সে নামাজ আদায় হবে না। সে নারী বেনামাজি হিসেবে গণ্য হবে। সর্ববস্থায় নারীদের পোশাক যেমন হবে।

১. নারীদের ফরজ ও সুন্নত পোশাক হলো কামিজ বা মেক্সি । যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালির নিচে পাতা পর্যন্ত ঝুলবে। কামিজের বা হাতা কব্জি কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে।
২. আর মাথায় এমন হিজাব বা ওড়না পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা, ঘাড়,কান, মাথা ও ঝুলফির চুল কিংবা বুকের কোনো অংশ, পেটের কোনো অংশ তথা চামড়া দেখা না যায়।
৩.আর ম্যাক্রির নিচে পায়জামা বা সায়া পরিধান করতে হবে। স্বামীর সামনে ছাড়া অন্য সমস্ত জায়গায় সর্বাবস্থায় এই পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরয।

বাড়ি কিংবা ঘরের ভিতর বাহির কাজকর্ম করাসহ সর্বাবস্থায় এ পোশাক পরিধান করা ফরজ এবং এটিই সুন্নতি পোশাক। যেহেতু সর্বাবস্থায়ই এ পোশাক পড়া ফরজ তাই নামাজের ক্ষেত্রে নারীকে এ পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে।

শাড়ি পরিধানে যদি এ অবস্থার ব্যাতিক্রম হয় তবে শাড়িটি যেমন পর্দার ফরজ আদায় হবে না তেমনি নামাজ আদায় হবে না। মনে রাখতে হবে যদি কারো কাপড় না থাকে তবে সে ব্যক্তি নারী বা পুরুষ যেই হোক না কেন যদি একাকী ঘরে কিংবা অন্ধকার ঘরে উলঙ্গ হয়ে নামাজ আদায় করে তাতে তার নামায আদায় হয়ে যাবে। কিন্তু কাপড় আছে অবহেলা করে পোশাক পরেন নি , ফরজ সতর বেরিয়ে গেছে,সেখানে বেখেয়ালি তাতে নারী-পুরুষ কারোই নামাজ আদায় হবে না।

জীবনভর নামাজ আদায় করলে নামায আদায় হবে না। যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও একটা প্যান্ট এমনভাবে ডিল করে পরিধান করে, যার ফলে রুকু করতে গিয়ে নাভির কাছে কিছু অংশ কিংবা কোমরে কিছু অংশ বেরিয়ে যায়, তবে তাতে তার নামায আদায় হবে না। নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষ ও দায়িত্বশীল তাদের জন্য সর্তকতা সেটি হলোঃ যে পুরুষের দায়িত্বে কোন নারী থাকে। সে হতে পারে তার স্ত্রী, তার মা, তার বোন ইত্যাদি।

তাদের নামাজের পোশাক ঠিক আছে কিনা, তারা পর্দা করেন কিনা, সে বিষয়ে খোঁজ-খবর রাখা ও কর্তাব্যক্তির একান্ত দায়িত্ব। যদি সে দায়িত্বশীল ব্যক্তি নারীর নামাজের ব্যাপারে কোন খোঁজ খবর না রাখে কিংবা পর্দা ও নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে বা ব্যবস্থা না করে তবে এসব নারীদের তাদের দায়িত্বশীল পুরুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে।

সুতরাং দায়িত্বশীল সব পুরুষের উচিত হবে। নারীর নামাজের পোশাক কিংবা পর্দার পোশাক সঠিক আছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া। এটা পুরুষের জন্য ফরয দায়িত্ব। কেননা রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন→ দুনিয়াতে প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।( মুসলিম হাদিস নাম্বারঃ ৪৮২৮)

অর্থাৎ নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম একটি শর্ত হলো সতর ঢেকে রাখা। নামাজী পুরুষের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মহিলাদের মুখমণ্ডল ও দুই হাতের কব্জি পর্যন্ত টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া সব অঙ্গ কে ঢেকে রাখা ফরজ। তবে বিনা ওজরে পুরুষের মাথা, পেট পিঠ, হাতের কনুই খোলা রেখে নামাজ পড়লে তা আদায় হয়ে গেলেও মাকরুহ হবে।( সূত্রঃফতোয়ায়ে হিন্দিয়া ১/১০৬)

ঢেকে রাখা অঙ্গগুলোর কোন একটির এক চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ বা তার বেশি খুলে যায় তাহলে তার জন্য তিন তাজবি পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এক শতাংশ কম হলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক নামাজ নষ্ট হবে না। যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে তাহলে এর সমষ্টি ছোট একটি অঙ্গের এক-চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না। (সূত্রঃরদ্দুল মুহতার ১/৩৭৯)

মহিলাদের চুল ও সতরের অন্তর্ভুক্ত, একটি চুলের এক-চতুর্থাংশের বা ততোধিক খুলে গেলেও নামাজ নষ্ট হয়ে যাবে। (তাবয়ীনুল হাক্বায়েক্ব ১/৯৭) অনুরূপ এতো পাতলা পোশাক, যাতে বাইরে থেকে ভেতরের অঙ্গগুলোর রঙ দেখা যায় তা দিয়ে নামাজ পড়লেও নামাজ শুদ্ধ হবে না।( সূত্রঃরদ্দুল মুহতার ১/৩৮১)

অনেক পুরুষ নামাজের আগে তাদের টাখকুর কাপড় উপরে উঠিয়ে নেন, এটি অত্যন্ত জরুরী বিষয়। একটি হাদীসে এসেছে, টাখনুর নিচের কাপড় পরিধানকারীর নামাজ হবে না। তবে তা শুধু নামাজের সময়ের আমল নয়, যদিও নামাজের সময় এর গুরুত্ব আরো বেড়ে যায়। বরং পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি নামাজের ভিতরে বাহিরে সর্বদা টাখনুর উপর কাপড় পরিধান করা অপরিহার্য। হাদীস শরীফে এ বিষয়ে কঠোর নির্দেশনা এসেছে। (সুনানে আবু দাউদ হাদিস নাম্বারঃ ৬৩৮, বুখারি হাদিস নাম্বারঃ ৫৭৮৭)

কেউ কেউ প্যান্ট এতো নিচে পরিধান করেন যে সতরের অংশবিশেষ খুলে যায়, তাতে নিজের নামাজের তো ক্ষতি হচ্ছেই, উপরন্তু অন্যদেরও অসুবিধা হয়। কারণ এটি দেখতে দৃষ্টিকটু লাগে এবং নামাজে কোন ব্যক্তি যখন রুকু বা সিজদা করে তখন অনেক সময় দেখা যায়,সেই প্যান্ট পরা পুরুষ ব্যাক্তির নিতম্বের কিছু অংশ দেখা যায়।

এতে করে অন্য মুসল্লির নামাজে মনোযোগ নষ্ট হয়। মহান আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর সব নারীকে পর্দা পালন করার এবং নামাজের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলো মেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং দায়িত্বশীল পুরুষদেরকে এ বিষয়ে তদারকি করার তৌফিক দান করুন আমীন।

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Techtunar.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। Techtunar.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post যে কাপড়ে নারীদের নামাজ কবুল হবে না । যে কাপড়ে নারীদের নামাজ পড়া নিষিদ্ধ appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments