এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের “ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File! |
- এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের “ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!
- SSC 2022 এর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See]
- জেনে নিন কুরআন এবং জাহান্নাম সম্পকে আরও কিছু থাকতে পারে আপনারও অজানা
- ডাউনলোড করে নিন KineMaster Pro লেটেস্ট ভার্শন একদম ফ্রিতে সাথে থাকছে অনেক ফিচার বিস্তারিত পোস্টে
- যদি অনলাইনে কোনো বিজ্ঞাপণ না থাকতো তাহলে আমাদের যেরকম সমস্যার সম্মুখীন হতে হতো
Posted: চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ০৯ সেপ্টেম্বর ২০২১ ইং। ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৭ম সপ্তাহের জন্য বাংলা ও ইংরেজি ভার্সন মিলে ২৪ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে। (বাংলা ভার্সন ১৪ টি বিষয় এবং ইংরেজি ভার্সন ১০ টি বিষয়) আছকে বাংলা ভার্সন এর "ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন! ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এসাইনমেন্ট এর উত্তর
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিনবাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে যে কোনো কিছু জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের "ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File! appeared first on Trickbd.com. |
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির। Answer Of 1 Subject Of SSC 2022ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান ভূগোল ও পরিবেশ এর ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . আরো পড়ুনভাইবারের কথা বলুন একদম ফ্রিতেই যেকোনো নাম্বারে কেনো আপনি ভালো ইন্টারনেট গতি পান না?? দেখে নিন কিভাবে বাড়াবেন আপনার ইন্টারনেট গতি!! তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ। খোদা হফেজ। The post SSC 2022 এর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com. |
জেনে নিন কুরআন এবং জাহান্নাম সম্পকে আরও কিছু থাকতে পারে আপনারও অজানা Posted: 16 Sep 2021 07:12 AM PDT আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু । আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে কুরআন এবং জাহান্নাম সম্পকে কিছু কথা বলতে যাচ্ছি যা আপনার অজানা থাকতে পারে । তো চলুন আল-কুরআন,জাহান্নাম সম্পকে আরও কিছু জানি এবং জ্ঞান বৃদ্ধি করি । প্রথমে আমরা কুরআন সম্পকে জানব ।কুরআন শব্দটি কারউন শব্দ থেকে উদ্ভূত । কারউন অথ পাঠ করা । আল কুরআন ‘লাওহি মাহফুযে’ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ । অথাৎ কিয়ামত পযন্ত এটির কোন পরিবতন হবে না । এটি প্রথমে কদরের রাতে প্রথম আসমানের ‘বায়তুল ইয্যাহ’ নামক স্থানে এক সাথে নাযিল করা হয় । এরপর সেখান থেক মহানবি (স)-এর উপর জীবদ্দশায় প্রয়োজন অনুসারে অল্প অল্প করে নাযিল করা হয় । মহানবি (স) এর উপর প্রথম নাযিল করা হয় তাঁর ৪০ বছর বয়সে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাযিলের মাধ্যমে । আল-কুরআনের সূরা সমূহ ২ ভাগে বিভক্ত । যথা- ১।মাক্কি ও ২। মাদানী । হিজরতের আগে যে সকল সূরা নাযিল হয়েছিল সেগুলো হলো মাক্কি এবং যে সূরাগুলো হিজরতের পরে নাযিল হয়েছিল সেগুলো হলো মাদানী ।অনেকেই ভাবে যে সূরাগুলো মক্কায় অবতীণ হয়েছে সে সূরাগুলো মাক্কী এবং যে সূরাগুলো মদিনায় অবতীণ হয়েছে সেগুলো মাদানী । এটি সকলের ভূল ধারণা । কিছু সূরা মক্কায় অবতীণ হয়েছে কিন্তু মাদানি সূরা । এর কারণ সূরাগুলো হিজরতের পরে নাযিল হয়েছিল । কুরআন মজিদে ৩০টি পারা রয়েছে । যাতে রয়েছে মোট ১১৪টি সূরা । যার মধ্যে ৮৬টি মাক্কি সূরা এবং ২৮টি মাদানি সূরা । আল কুরআনে ৫৪০টি রুকু ও ১৪টি সিজদাহের আয়াত রয়েছে । এছাড়া ৭টি মনজিল রয়েছে । কুরআন মজিদের আয়াত সংখ্যা ৬২৩৬টি । তবে বেশিরভাগ আলেমদের মতামত হলো কুরআন মজিদের আয়াত সংখ্যা ৬৬৬৬টি । কুরআন মজিদ -এর নাম শুধুমাত্র আল-কুরআন নয় । এর বেশ কিছু নাম আছে । কুরআন মজিদের বৈশিষ্ট্য অনুসারে এর কিছু নাম রয়েছে যা নিচে উল্লেখ করা হলো:- ১। আল-ফুরকান:- ফুরকান শব্দের অথ হলো পাথক্যকারী । আল-কুরআন সত্য-মিথ্যা,ন্যায়-অন্যায়,ভালোবাসা-জুলুমের পাথক্যকারী । এ জন্য আল-কুরআনের একটি নাম হলো আল-ফুরকান ।২। আল-হুদা:- হুদা শব্দের অথ হলো হিদায়াত বা পথ প্রদশন । আল-কুরআনের মাধ্যমে ন্যায় ও সত্যের দিকে পথ প্রদশন করা হয় । তাই একে আল-হুদাও বলা হয় । ৩। আর রাহমাহ:- রহমাহের অথ হলো রহমত,করুণা,দয়া । কুরআন মজিদ সকলের জন্য রহমত স্বরুপ । তার কুরআনুল কারিমের আরেক নাম আর রাহমাহ । ৪। আয-যিকর:- যিকর শব্দের অথ উপদেশ,আলোচনা । কুরআনুল কারিমে অনেক ঘটনার আলোচনা ও অনেক উপদেশমূলক বাণী রয়েছে । তাই একে আয-যিকর ও বলা হয় । ৫।আন-নুর:- নুর শব্দের অথ জ্যাতি বা আলো । পবিত্র কুরআনের মাধ্যমে হালাল-হারামের রহস্য উন্মোচিত হয়েছে । এছাড়া এটি আলোর পথ নিদেশ করে । তাই একে ‘নুর’ বলে অ্যাখ্যায়িত করা হয়েছে । আমি এবার আপনাদেরকে বলব জাহান্নাম সম্পকে । চলুন এবার জাহান্নাম সম্পকে কিছু জেনে নেওয়া যাক:- জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান । দুনিয়াতে যারা খারাপ কাজ করবে,আল্লাহর কোন আদেশ-নিষেধ মেনে চলবে না তারা পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে । আল্লাহ তায়ালা কুরআনের ভিতরে সূরা আন-নিসার ৫৬ নং আয়াতে জাহান্নাম সম্পকে বলেন:-“যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাব । সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব,যাতে তারা শাস্তি ভোগ করতে পারে”। কুরআন শরিফে মোট ৭টি জাহান্নামের কথা বনিত রয়েছে । এগুলোর নাম হলো:- ১।জাহান্নাম২।হাবিয়া ৩।জাহিম ৪।সাকার ৫।সাইর ৬।হুতামাহ ৭।লাযা তো এই ছিল আমার পক্ষ থেকে কুরআন মজিদ এবং জাহান্নামের আলোচ্য বিষয় । ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন ।ফেসবুকে আমি । আমার সাইট trickhelper.com The post জেনে নিন কুরআন এবং জাহান্নাম সম্পকে আরও কিছু থাকতে পারে আপনারও অজানা appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন KineMaster Pro লেটেস্ট ভার্শন একদম ফ্রিতে সাথে থাকছে অনেক ফিচার বিস্তারিত পোস্টে Posted: 16 Sep 2021 07:01 AM PDT আসসলামু অলাইকুম,সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে জনপ্রিয় এডিটর কাইনমাস্টারের প্রিমিয়াম লেটেস্ট ভার্সন। বাগ ফ্রি কাইনমাস্টার যাদের Android 11 ভার্সন তাদের ও সাপোর্ট করবে সব কিছু, এবং ২০০+ ইংরেজি ৫০+ বাংলা ফন্ট সাথে থাকছেই। কী আছে এই প্রিমিয়াম ভার্সনেঃ SCREENSHOTS বিদ্রঃ আমার পোস্টকৃত মোড গুলোর Owner আমি নিজেই, যদি আমার মোডস গুলো নিয়ে কোথাও পোস্ট করা হয় বা ভিডিও তৈরী করা হয় তাহলে ক্রেডিট সহকারে করবেন। যাতে আমি খুশি হয়ে আরো কিছু আপনাদের মন মতো মোডস তৈরী করতে পারি এবং আপনাদের দিতে পারি। Review Video Download : Link Password : 683921 একজন কমেন্ট করেছিলো মেগা মোড ভার্সন তৈরী করার জন্য এটাতে ভালো সাপোর্ট পেলে অবশ্যই মেগা মোড ভার্সন তৈরী করবো যেখানে English আরো এমন মোডস পেতে এখানে ভিজিট করতে পারেন। ও রিকুয়েষ্ট করতে পারেন সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন, এই কামনায় আজকের মত বিদায়। The post ডাউনলোড করে নিন KineMaster Pro লেটেস্ট ভার্শন একদম ফ্রিতে সাথে থাকছে অনেক ফিচার বিস্তারিত পোস্টে appeared first on Trickbd.com. |
যদি অনলাইনে কোনো বিজ্ঞাপণ না থাকতো তাহলে আমাদের যেরকম সমস্যার সম্মুখীন হতে হতো Posted: বন্ধুরা কেমন আছেন সবাই? বর্তমান সময়ে টিভি খুললেই কিংবা অনলাইনে কোন ওয়েবসাইটে ভিজিট করলে অথবা কোন ভিডিও দেখলে সেখানে চলে আসে একের পর এক বিরক্তিকর বিজ্ঞাপণ। ভার্চুয়াল দুনিয়ায় বিজ্ঞাপণ আমাদের জন্য অনেক উপকারী হলেও এটি আমাদের সবচাইতে বেশি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিজ্ঞাপণ সত্যিই অনেক বিরক্তিকর। হোক সেটি টিভিতে, বিলবোর্ডে কিংবা অনলাইনে। আমরা কেউই বিজ্ঞাপণ দেখতে পছন্দ করি না। মনে করুন পুরো পৃথিবীর মানুষ বিজ্ঞাপণ এর বিপক্ষে চলে গেল এবং সকল জায়গা থেকে বিজ্ঞাপণ উঠিয়ে নেওয়া হলো। তাহলে কি কি ঘটতে পারে, চলুন এ বিষয় নিয়ে আলোকপাত করা যাক। বিজ্ঞাপণ আমাদের অনলাইন প্লাটফর্ম এবং ব্যক্তিগত জীবনে একটি বিরক্তিকর কারণ। কেননা কোনো একটি প্রয়োজনীয় ভিডিও দেখার মাঝে হঠাৎ করেই চলে আসে এই বিজ্ঞাপণ। টিভিতে কিংবা অনলাইন প্লাটফর্ম এর সকল জায়গায় এটি সমান ভাবে আমাদের জন্য বিরক্তিকর। যদিও অনলাইন প্লাটফর্মে যে সব বিজ্ঞাপণ দেখানো হয় তা টিভির বিজ্ঞাপণের চাইতে কম বিরক্তিকর। অনলাইন প্লাটফর্মে আমরা যেসব বিজ্ঞাপনগুলো দেখে থাকি সেগুলোর মধ্যে অধিকাংশই আমাদের প্রয়োজন হয়। কিন্তু টিভিতে যেসব বিজ্ঞাপনগুলো কয়টি মিনিট ধরে চলতে থাকে সেগুলো আমাদের তেমন কোন কাজে লাগে না।
তবে চলুন এবার জেনে নেয়া যাক যে অনলাইন প্লাটফর্মে কিংবা টিভিতে বিজ্ঞাপণ কেন দেওয়া হয়? আমরা যখন বাড়িতে টিভি দেখি কিংবা ইউটিউব ভিডিও প্লে করি তখন কিছুক্ষণ পরপরই বিজ্ঞাপণ চলে আশাকরি এই বিরক্তিকর বিজ্ঞাপণ কেন দেওয়া হল, এসব বিজ্ঞাপণ গুলো না দিলেও তো চলত, কিংবা দিলেও খুব কম পরিমাণে দিত। তবে আপনার ভাবার মাঝেও যৌক্তিকতা রয়েছে। আমরা যদি এসব জায়গায় কম বিজ্ঞাপণ দেখতে পাই তবে এগুলো দেখতে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করব। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় তারা কেন আপনাকে বিজ্ঞাপণ দিবে না, আপনি কি তাদেরকে এ জন্য কোন টাকা দেন? এর উত্তরে আপনারা সকলেই বলবেন যে না আমরা তো এজন্য ইউটিউবকে কিংবা টিভি চ্যানেলের মালিক কে কোন অর্থ পরিশোধ করি না। তবে আপনি এক্ষেত্রে কিন্তু ফ্রিতে সেসব ভিডিও গুলো দেখছেন। এজন্য আপনি ইউটিউব কে কিংবা ওয়েবসাইট ব্যবহার করলে সেই প্লাটফর্ম কে কোন অর্থ পরিশোধ করছেন না। অনলাইন প্লাটফর্মে আপনার সেই ফ্রিতে বিচরণ করার জন্যই মূলত বিজ্ঞাপণ দেওয়া হয়। এই বিজ্ঞাপণ আমাদের জন্য বিরক্তিকর হলেও এই বিজ্ঞাপণের জন্যই কিন্তু আমরা ফ্রি কনটেন্ট দেখতে পাই, টিভি চ্যানেলগুলো আমাদেরকে ফ্রিতে দেখার সুযোগ দেয়, অনলাইন ওয়েবসাইট কিংবা ইউটিউবে আমরা ফ্রিতে ভিডিও এবং কনটেন্ট দেখতে পারি। অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপণ দেখানো বন্ধ করে দিলে কি হবে?
প্রথমেই বলে নেই, বিজ্ঞাপণ বন্ধ করে দিলে অনেক ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। ইউটিউব এর মতো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং বেশিরভাগ কোম্পানি তাদের ব্যবসা হারাবে। বিজ্ঞাপণের বাজার বন্ধ হয়ে যাবার কারণে বেশিরভাগ লোক তখন চাকরি হারাবে। এছাড়া এসময় আরও একটি সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের সকলকেই সেটি হলো, নতুন কোন প্রোডাক্টে বাজারে আসলে সেটি কেউ জানতেই পারবে না। কেননা বিজ্ঞাপণ হচ্ছে প্রচার করার মাধ্যম, সেই বিজ্ঞাপণ এ যদি বন্ধ হয়ে যায় তবে আমাদের কাছে সেই পণ্যটির কোন প্রচার আসবেনা। যদিও অনেক মাধ্যমে সেই পণ্যটির সংবাদ আমাদের কাছে আসতে পারে, তবে সেটি হবে অনেক সীমিত পরিমাণে। শুধু যে এতে করে কোম্পানিগুলোই লোকসান করবে তা নয়। এতে করে আমাদেরকে ও বেশি দামে পণ্য কিনতে হবে। কেননা সে সময় আমরা কোন প্রমোশনাল অফার সম্পর্কে জানতে পারবো না। কেননা সেই সময় ফ্রিতে কেউ আপনাকে সেই পণ্যটির সংবাদ পৌঁছে দেবে না এবং আপনিও সেটির সঠিক দাম নির্ধারণ জানতে পারবেন না। এখনো মনে হতে পারে যে আমরা তবে তখন সে সব ওয়েবসাইট ভিজিট করে সেই পণ্যটির দাম জেনে নেব। কিন্তু এভাবে করে আপনি কয়েকটি প্রতিষ্ঠানের নাম স্মরণে রাখবেন? দেখা গেল যে, আপনি যে সব ব্রান্ডের নাম মনে রেখেছিলেন সেগুলোতে কোন ধরনের আকর্ষণীয় অফার দিলো না। এক্ষেত্রে আপনি সে পণ্যটি পাবেন না। এছাড়া আপনার মনে হতে পারে যে বিজ্ঞাপণ বন্ধ হয়ে গেল তো কি হয়েছে, আমি সেসব প্রতিষ্ঠান ভিডিওগুলো ইউটিউবে দেখব। কিন্তু এটি অসম্ভব নয় কেননা ইউটিউব সে সময় আপনাকে ফ্রিতে আর সার্ভিস দেবে না, এক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে ইউটিউব ব্যবহার করতে হবে। বিজ্ঞাপণ বন্ধ হয়ে গেলে বড় বড় অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সেবাগুলো আর ফ্রিতে ব্যবহার করা যাবে না। এর মধ্যে যেমন গুগল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি এর মতো ওয়েবসাইটগুলো। এসব সেবাগুলো ব্যবহার করতে হলে আমাদেরকে সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কোন টিউন আপলোড করতে পারবোনা। এককথায় অনলাইন প্লাটফর্ম এর সমস্ত জায়গায় আমাদেরকে সাবস্ক্রিপশন ফি দিয়ে তারপর ইন্টারনেট ব্যবহার করতে হবে।
যদি কোন সময়ের জন্য বিজ্ঞাপণ বন্ধ করে দেয়া হয় তবে আপনি হয়তোবা সেটি জানার জন্য ইউটিউবে চলে যাবেন সে বিষয়ে জানার জন্য। কিন্তু সে সময় ইউটিউবে গিয়ে আপনি কোন ভিডিও দেখতে পাবেন না। কেননা সে সব ভিডিও গুলো ইউটিউবে সার্ভারে রাখার জন্য ফি প্রদান করতে হয়। ইউটিউব ভিডিওতে গুগল বিজ্ঞাপণ দেখানোর মাধ্যমে সেই টাকাটি তুলে থাকে। কিন্তু সে সময় যদি বিজ্ঞাপণ বন্ধ হয়ে যায় তবে সার্ভার চালানোর খরচ উঠানো যাবে না, যে কারণে ইউটিউব চালানোর জন্য আপনার ডিসপ্লে তে সাবস্ক্রিপশন এর জন্য লেখাটি ভেসে উঠবে। কেননা ইউটিউব আপনাদেরকে এতদিন ভিডিও দেখিয়েছে শুধুমাত্র বিজ্ঞাপণ দেখানোর বিনিময়। সেজন্যই বিজ্ঞাপণ বন্ধ হয়ে যাবার কারণে আপনাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। সাধারণ মানুষের পক্ষে যেখানে মোবাইলের ডাটা কিনে ব্যবহার করায় অনেক কষ্টকর ব্যাপার, সেখানে মোবাইল ডাটার পাশাপাশি কোন প্লাটফর্মে সাবস্ক্রিপশন ফি দেওয়া অনেকটা বিলাসিতার মত। বিভিন্ন প্লাটফর্মে সাবস্ক্রিপশন ফি দিয়ে ব্যবহার করার জন্য অনেক গ্রাহকই ইন্টারনেট থেকে দূরে সরে যাবে। ফলে গুগল ফেসবুকের মতো প্রতিষ্ঠান গুলো বন্ধ হয়ে যেতে বেশি সময় লাগবে না। অনেকেই মনে করেন ওয়েবসাইট বা টিভিতে বিজ্ঞাপণ দেওয়ার কোন মানে হয়না। তাদেরকে আমি আরও একবার বলব যে বিজ্ঞাপণ না থাকলে আপনি ফ্রিতে এত কিছু ব্যবহার করতে পারতেন না এবং আপনার জীবন এতটা উন্নত হতো না। আমি ব্যক্তিগতভাবে অনলাইন প্লাটফর্ম এর বিজ্ঞাপণ ভালোবাসি, যদি সেটি আমার মনের মত এবং চাহিদা অনুযায়ী হয়। অনলাইনে বিজ্ঞাপণ শুধুমাত্র আমাদের বিরক্তির কারণই হয় না। বরং অনলাইনে বিজ্ঞাপণ আমাদের জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে। বিজ্ঞাপণ আছে বলেই কিন্তু আমারা অনলাইনে আমাদের পছন্দমত বিজ্ঞাপণ দেখতে পারি। যদি অনলাইন থেকে বিজ্ঞাপণ উঠে যেত তবে আমরা আমাদের চাহিদা অনুযায়ী কোন পণ্যের বিজ্ঞাপণ দেখতে পারতাম না। ফলে আমাদের জন্য প্রয়োজনীয় সেবাটি হয়তোবা অজানাই থেকে যেত। তো বন্ধুরা, বিজ্ঞাপণ আছে বলেই আমরা অনলাইনে সবকিছু ফ্রিতে ব্যবহার করতে পারছি। যদি বিজ্ঞাপণ না থাকতো তবে অনলাইনের সবকিছু আমাদেরকে টাকা দিয়ে ব্যবহার করতে হত এবং আমরা আমাদের কাঙ্খিত সেবাটি হয়তোবা পেতাম না।
আমার সাইট টা দেখার দাওয়াত রইলো – www.rkraihan.com The post যদি অনলাইনে কোনো বিজ্ঞাপণ না থাকতো তাহলে আমাদের যেরকম সমস্যার সম্মুখীন হতে হতো appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments